এক কিডনি তে ২৪ বছর I Branding Bangladesh I Episode:17

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 584

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 3 ปีที่แล้ว +22

    নিজেকে অনেক ছোট মনে হচ্ছে এই ভাইটির কথা শুনে কিছুই করতে পারলাম না। আল্লাহ তুমি এই ভাইকে নেক হায়াত দান করো🤲🤲

  • @hosnababy7734
    @hosnababy7734 3 ปีที่แล้ว +52

    বাবার প্রতি শ্রদ্ধায় মুগ্ধ হলাম বাবা নাই কিছুই নাই। দীর্ঘ জিবী হোন দোয়া করি।

  • @rumaiyahaque2965
    @rumaiyahaque2965 3 ปีที่แล้ว +44

    ভাইটিকে হাজার সালাম এমন মহৎ কাজ করার জন্য,, আল্লাহ ভাইটিকে নেক হায়াতে পরিপূর্ণ করে রাখুন

    • @mdzasimuddin1989
      @mdzasimuddin1989 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/_KtWtrru9thOUt8YniuAEw.html

  • @riponsacademy5245
    @riponsacademy5245 3 ปีที่แล้ว +110

    আব্দুল মালেক ভাই, আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুক। আমীন।

  • @mustafijurshekh9012
    @mustafijurshekh9012 3 ปีที่แล้ว +29

    মালেক ভাইকে হাজার সালাম যে উনি আমাদের ভালুকায় সাড়া মানবিক কেন্দ্র স্থাপন করেছেন বলে।

  • @KhaledAhmed-nf1rm
    @KhaledAhmed-nf1rm 3 ปีที่แล้ว +33

    আজ মালেক ভাইকে এখানে দেখে খুবই ভাল লাগল ।
    উনি অনেকদিন যাবত আমার Facebook friend তাই আমি উনাকে জানি ।
    উনি একজন অসাধারণ মানুষ , মানুষের সাহায্যের জন্য নিজেকে বিলিয়ে দেন ....

  • @kazisalauddin9661
    @kazisalauddin9661 3 ปีที่แล้ว +16

    মালেক ভাইকে সরাসরি না দেখলেও ওনার অনেক মহৎ কর্মকান্ডের জন্য ওনাকে বেশ কয়েক বছর ধরে চিনি৷মহান রাব্বুল আলামিন ওনাকে আরো হায়াত দারাজ করুন৷

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 ปีที่แล้ว +4

    নিঃসন্দেহে আপনি অনেক ভালো মানুষ,আল্লাহ আপনাকে কামিয়াবী দান করুন( আমীন)।

  • @shakilkhan6730
    @shakilkhan6730 2 ปีที่แล้ว +6

    মালেক ভাই আপনার এই মহত উদ্দেশ্য পূর্ন হক দোয়া করি আর আপনার বাবার প্রতি শ্রাদ্ধ ও ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হলাম দোয়া করি মহান আল্লাহ তা’য়ালা আপনার বাবাকে জান্নাত দান করুক (আমিন)

  • @salmia6829
    @salmia6829 3 ปีที่แล้ว +18

    জাজাকাল্লাহু খাইরান
    ভাই আপনে হকের না
    আল্লাহর কাছে হীরার চেয়ে দামী। দোয়া করি এই মহৎ কাজ কিআমতের দিন পর্যন্ত জারী থাকে। ইনশাল্লাহ।

  • @snehashisguha248
    @snehashisguha248 3 ปีที่แล้ว +4

    আপনি মানুষরূপী দেবতা। এরকম মানুষ কোটি কোটি তে একটা হয় কিনা সন্দেহ। ক্ষণজন্মা পুরুষ। আপনাকে শতকোটি প্রণাম জানাই।।
    কেবল সদিচ্ছা,আর মনের অদম্য ইচ্ছা তাঁকে এই কাজের জন্যে টেনে নিয়ে যায়।

  • @osthirmusic7600
    @osthirmusic7600 3 ปีที่แล้ว +42

    সুবহানাহু, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। আমিন,,,

    • @lovelytv2021
      @lovelytv2021 3 ปีที่แล้ว +2

      Apnar dula vai ke kichu bollen na???

  • @mdrashedulislam6212
    @mdrashedulislam6212 3 ปีที่แล้ว +10

    আল্লাহর নিকট দোয়া করি আপনার এই মানবিক সংস্থা যেন সার্থকভাবে পরিচালিত হয়। সেই সাথে কিবরিয়া ভাইয়ের জন্য ও দোয়া রইলো। সবার জন্য অনেক ভালবাসা।

  • @ZHTech
    @ZHTech 3 ปีที่แล้ว +102

    এই মানুষরাই হল সমাজের আসল "সেলিব্রেটি" !

  • @eng.md.alauddinall-azadabe3322
    @eng.md.alauddinall-azadabe3322 3 ปีที่แล้ว +23

    মালেক ভাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে কিছু মানবিক কাজ করার।

  • @bablo9859
    @bablo9859 3 ปีที่แล้ว +58

    এই ভাই টিকে মন থেকে দোয়া করি, আল্লাহ্‌ যেন উনার সহায় থাকেন

  • @islammosfijur8481
    @islammosfijur8481 2 ปีที่แล้ว +5

    এই মানুষগুলি রিয়েলি সেলিব্রেটি সেলুট জানাই ভাই আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন আমীন

  • @nasimanila919
    @nasimanila919 2 ปีที่แล้ว +5

    সুবহানআল্লাহ। আল্লাহ যেন মালেক ভাইয়াকে নেক হায়াত দান করেন।ওনার জীবনের গল্পটা অনেক কষ্ট দায়ক।এখন ভালোই লাগলো।

  • @NoorMuhammad-qd7ue
    @NoorMuhammad-qd7ue 3 ปีที่แล้ว +7

    ঢাকার বিভিন্ন বাসে উনার সচেতনতামূলক এবং নৈতিক উপদেশমূলক প্রচারপত্র সাটানো দেখেছি। আর এখন তিনি অনেক মানবিক কাজ করেন। তিনি একজন বড় মানুষ।তার জন্য অনেক শুভকামনা। আব্দুল মালেক ভাই আপনাকে ভালোবাসি।

  • @maybealu3225
    @maybealu3225 3 ปีที่แล้ว +16

    24 মিনিট পর্যন্ত অনেক অনেক ভালো ছিলো,, 24 মিনিট পর পর্যন্ত কষ্ট আর কষ্ট,, মালেক ভাইয়ের জন্য ,, শুভকামনা রইলো

  • @mahinkhan2739
    @mahinkhan2739 2 ปีที่แล้ว +7

    মালেক ভাইকে হাজারো সালাম ও ভালোবাসা রইলো মালিকের জন্য

  • @MdShakil-rl9eb
    @MdShakil-rl9eb 3 ปีที่แล้ว +181

    আমি ওনাকে দেখছি,,,,,আমি যখন বাসে করে কলেজে যেতাম,,,তখন ওনাকে বাসে দেখছি,,,,আবার বাসের কাচেও ওনার অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা,সচেতনতা মূলক কথা লেখা ছিলো,,,,আমার এখনো মনে আছে,🤗,,,আজ অনেক খুসি হলাম ওনার কাহিনীটা শুনে

    • @ljjl7141
      @ljjl7141 3 ปีที่แล้ว +5

      আমি ও দেখছি কোথায় দেখছি মনে করতে পারতেছিনা।

    • @rezaullkorimbabuhasan3458
      @rezaullkorimbabuhasan3458 3 ปีที่แล้ว +4

      উনি কি কেবি কলেজের ছাত্র ছিলেন? আমিও কেবি কলেজে পড়ি

    • @MdShakil-rl9eb
      @MdShakil-rl9eb 3 ปีที่แล้ว +3

      @@rezaullkorimbabuhasan3458 na vai ami srcc ta tokhon portam,,,2015 ar ghotona

    • @zebunnesa899
      @zebunnesa899 3 ปีที่แล้ว +6

      বনানী বাস স্ট্যান্ডের বাসে দেখেছি।কয়েকবার যষ্টি মধু কিনেছিলাম।

    • @zebunnesa899
      @zebunnesa899 3 ปีที่แล้ว +9

      রেগে গেলেন তো হেরে গেলেন এই শ্লোগানটা ওনার পোস্টারে প্রথম দেখেছিলাম।এছাড়া গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে ওনার পোস্টার দেখেছি

  • @ataurrahmanbarbhuiya5579
    @ataurrahmanbarbhuiya5579 4 หลายเดือนก่อน +2

    বাংলাদেশের সেরা ব্যাক্তিদের মধ্যে আমি মনে করি উনি প্রথম স্থান অধিকার করেছে ন বলে আমার মনে হয় উনার জন্য দোয়া রইলো

  • @mashooqhassanskdrtv7925
    @mashooqhassanskdrtv7925 3 ปีที่แล้ว +13

    আহা আহারে জীবন সে মাবুদ তুমি সকল মাখলুকাত কে ভালো রাখুন আমিন

  • @fatehajannat7883
    @fatehajannat7883 3 ปีที่แล้ว +18

    😪😪 আল্লাহ এরকমের লোকদের নেক হায়াত দিতেন- ভালো, কাজ করার কত রাস্তা আছে- সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার,
    আল্লাহ যদি কোন দিন ধনী করে তাহলে এরকম করবো ইনশাআল্লাহ 🤲

  • @mirazsheikh9537
    @mirazsheikh9537 3 ปีที่แล้ว +11

    মালেক ভাই আপনাকে স্বশ্রদ্ধ সালাম।আপনার কাহিনি একটা জীবন যুদ্ধ। আল্লাহ আপনাকপনেক হায়াত দান করুক। আমিন।

    • @holybookisthequran9592
      @holybookisthequran9592 2 ปีที่แล้ว

      এ লোকটা যে অনেক বড় মনের মানুষ। অভাবনীয় একটা বিশবয়। মালেক ভাই আপনি ত বড় মনের মানুষ। আপনা

  • @rahmanrahman9662
    @rahmanrahman9662 3 ปีที่แล้ว +20

    সরকারের উচিৎ মালেক ভাইয়ের পাশে দাড়ানো তাকে আর্থিক ভাবে সহায়তা করা তার জন্য আমি অন্তর থেকে দোয়া করি তাকে যেন আল্লাহ সুস্থতা ও দির্ঘাআয়ু দান করুন।

  • @Pialhasan9940
    @Pialhasan9940 3 ปีที่แล้ว +22

    💞 কিব্রিয়া ভাইয়ের অনুষ্ঠান দেখার এত নেশা হয়ে গেছে যে,,
    কাজ করার মাঝেই দেখতেছিলাম তার মাঝখানে এমন একটা দুর্ঘটনা হয়ে গেল এত দামি মোবাইলটা ডিসপ্লে ভেঙে যাওয়ার পরেও দেখা বাদ দেইনি শেষ করেই ছাড়বো,,, প্রবাসী কাতার ❤️❤️❤️

  • @Shoaieb-wm9is
    @Shoaieb-wm9is 3 ปีที่แล้ว +2

    এরকম সংস্থার খুজ পেয়ে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ।
    আমি অনেক ভাবতাম যদি এমন করা যেতো।তাহলে পাগল গুলোর আর বৃষ্টি বেজা জীবন থাকতোনা,শীত তাদের খুজে পেতোনা, গোসলের অভাবে দুর্গন্ধ হতোনা। জ্বরে কাপনি নিয়ে পথে ঘুমাতে হতোনা। আলহামদুলিল্লাহ।
    আমিও ময়মনসিংহ সদরের মানুষ।
    ইনশাআল্লাহ আপনার বৃদ্ধাশ্রম দেখতে যাবো দূর্ত।

  • @dipikadalbot
    @dipikadalbot 8 หลายเดือนก่อน

    আল্লাহ্ মালেক ভাইকে নেক হায়াত দান করুন। এমন মালেক হাজারো ঘরে জন্ম নিক। মালেক ভাই আপনি অসাধারণ কাজ করে যাচ্ছেন । আপনার জন্য শুভ কামনা ও দোয়া রইলো।

  • @akazad5639
    @akazad5639 2 ปีที่แล้ว +1

    মালেক ভাই " আচছালামু ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ।"জানান ছাড়া আর কোন ভাষা নেই।

  • @fatemabegum4935
    @fatemabegum4935 3 ปีที่แล้ว +14

    পুরো ঘটনাটা শুনলাম খুব ভালো লাগলো আললাহ ভাই কে নেক হায়াত দান করেন আমিন

    • @visioneryplatform2021
      @visioneryplatform2021 3 ปีที่แล้ว

      বিনোদন পেয়েছেন নাকি

  • @Weather24hours
    @Weather24hours 2 ปีที่แล้ว +4

    মানবধর্মই শ্রেষ্ঠ ধর্ম,,,
    স্যালুট জানাই আপনাকে,, বাস্তবিক সুপারম্যান 😍😍

  • @amintelevision7678
    @amintelevision7678 3 ปีที่แล้ว +20

    মালেক ভাইকে আল্লাহ্ বেহেশত নসিব করুক মৃত্যুর পরে। আমিন

    • @salmaislam3824
      @salmaislam3824 2 ปีที่แล้ว

      আমিও ২১বছর ধরে একটা কিডনী‌ নিয়ে আল্লাহর ইচ্ছায় সুস্থ আছি ভাই। আল্লাহ আপনার সহায় হোন। আমিন।

  • @rubiaislam6764
    @rubiaislam6764 3 ปีที่แล้ว +7

    মালেক ভাইয়ের জন্য অনেক দোয়া আর শুভ কামনা রইল। উনার জীবন কাহিনী অনেক কস্টের ছিল জা আমাকে কাঁদিয়েছে। উনার বাবার জন্য খুবই খারাপ লেগেছে।আসলে আমরা সব সময় যা তা হয় না আল্লাহ তায়ালার ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না, এটাই তার প্রমান। আর সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তা আলা। কিবরিয়া ভাই আপনি আমার অনেক অনেক বেশী একজন সম্মানিত ব্যাক্তিত্ত। আপনি মানুষ এর জন্য অনেক ভাল কাজ করে যাচ্ছেন। আপনার কাছে আমার একটা অনুরোধ রইল আপনি চাইল্ড এন্ড ওল্ড কেয়ারের মিল্টন সমাদ্দার ভাইকে আপনার অনুসঠানে আনুন। আমার মনে হয়। উনিও মানুষ এর জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন। এবং উনাকে আপনার অনুসঠানে আনলে উনিও অনেক উপকৃত হবেন।

    • @ShahinAlam-tb2bg
      @ShahinAlam-tb2bg 3 ปีที่แล้ว

      আপনি টিপু ভাইয়ার wife. রাইট? he is my Facebook friend. His hobby is singing

  • @HabiburRahman-et1vx
    @HabiburRahman-et1vx 3 ปีที่แล้ว +33

    গল্পটি শুনে অনেক ভালো লাগলো এবং শিক্ষনীয়।

  • @KamrunNahar-tb4vf
    @KamrunNahar-tb4vf 3 ปีที่แล้ว +11

    জাযাকাল্লাহ খায়ের ফিদ্দুনিয়া ওয়াল আখেরাহ্ আল্লাহুম্মা আমিন ইন্নাল্লা-হা গাফুরুর রাহিম,,,

    • @mdzasimuddin1989
      @mdzasimuddin1989 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/_KtWtrru9thOUt8YniuAEw.html

  • @parvezhasan5585
    @parvezhasan5585 ปีที่แล้ว +4

    আমি অডিও শুনেছিলাম আল্লাহ ভাইকে সব সময় ভালো রাখুক আমিন

  • @mdkhairul9215
    @mdkhairul9215 3 ปีที่แล้ว +8

    মালেক ভাইয়ের জন্য
    দোয়া রইল তার ইচ্ছাটা যেন আল্লাহ কবুল করেন ।।
    মালেক ভাই আমি একই থানার লোক

  • @nasiralam8622
    @nasiralam8622 3 ปีที่แล้ว +16

    আরেক মানবিক শওকাত৷ শওকাত,মালেক এরাই মহান মানুষ,মহৎ মানূষ,৷মানুষ মানুষের জন্য - এ গান এদের জন্য গাও হে গায়ক৷ধন্যবাদ৷

    • @blackknight4443
      @blackknight4443 ปีที่แล้ว

      😢😂 1:20:20 🎉😂😮😅 1:21:23

  • @হৃদয়েবাংলাদেশ-ল৩শ

    ইনশাআল্লাহ হয়ে যাবে,,,,, এটা এমন একটা মহৎ কাজ

  • @sanjitbarui196
    @sanjitbarui196 3 ปีที่แล้ว +1

    Branding Bangladesh ke prathame dhanyabad janai Eirakam ekta program dekhanor jonyo. God bless you.

  • @HabiburRahman-cr2wp
    @HabiburRahman-cr2wp 3 ปีที่แล้ว +10

    দোয়া করি আল্লাহ তায়ালা যেন আঃ মালোক ভাই কে মরন পর্যন্ত এ কাজ আন্জাম দেওয়ার তাওফিক দান করেন। আমিন।

  • @sumaiyaEtu
    @sumaiyaEtu 3 ปีที่แล้ว +8

    আপনি আমার নিজের বাসায় থেকে গেলেন আর আমি এতকিছু জানতেও পারলাম না। তবে আপনার কাজটা খুব ভালো লাগে যখন দেখি আপনি কিভাবে এই বৃদ্ধ বাবা মায়ের সেবা করেন। আল্লাহ আপনাকে অনেক রহমত দান করুন।

    • @mdzasimuddin1989
      @mdzasimuddin1989 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/_KtWtrru9thOUt8YniuAEw.html

  • @hafijadiba4621
    @hafijadiba4621 3 ปีที่แล้ว +10

    ভাই এটা ঠিক আল্লাহ সবাইকে কবুল করে না।সেরা কথা এটা

  • @alaminhossain3696
    @alaminhossain3696 2 ปีที่แล้ว +1

    মালেক ভাই আমি খুব ভাগ্যবান যে আমি আমার এই জীবনে আপনার মতোন একজন ভালো মানুষকে চিনতে পারলাম। আর কিবরিয়া ভাইয়ের মতোন পিয়ো একজন মানুষকে ফোলো করি বলেই আজকে নিজেকে ধন্য মনে করছি।

  • @khaledmusarafmoinuddin6008
    @khaledmusarafmoinuddin6008 3 ปีที่แล้ว +134

    মালেক ভাই ,মিল্টন সমাদ্দার ভাই,এবং চট্টগামের সি এমপির মানবিক টিম লিডার শওকত হোসেন আর Rj কিবরিয়া ভাই আপনাদের মতো মানুষদের কথা কমেনট করে লিখে বোঝানো সম্ভব নয় তবে মহান আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য দোয়া আর ভালোবাসা রহিল।

  • @montajmolla7868
    @montajmolla7868 3 ปีที่แล้ว +5

    আলহামদু লিললা আল্লা আপনাকে নেক হায়াত দান করুন আমিন আপনার নেক কাজের উত্তম পুরস্কার আল্লা দান করুন আমিন আমি ইন্ডিয়ার থাকি

  • @abubakarsiddique7446
    @abubakarsiddique7446 ปีที่แล้ว +2

    আব্দুল মালেক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা ❤️❤️❤️

  • @_peach-2022_
    @_peach-2022_ 2 ปีที่แล้ว +1

    এই সকল কথা গুলো শুনলে নিজেকে মানুষই মনে হয় না আল্লাহ পাক উনার সকল নেক আশা পূরণ করুণ

  • @mdnajmul9706
    @mdnajmul9706 ปีที่แล้ว

    সত্যিকারের মানুষ। ইন শা আল্লাহ। পাশে থাকার চেষ্টা করবো।

  • @moniraakter2918
    @moniraakter2918 2 ปีที่แล้ว

    আল্লাহ সুবাহানু তায়ালা ওনাকে রেল লাইন থেকে বাচিয়ে রেখেছেন এই মহত কাজ তাকে দিয়ে করানোর জন্য, আল্লাহ তাকে পছন্দ করেছেন তাই,,
    আল্লাহ এই ভাইকে উত্তম বিনিময় দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন,,

  • @mdsahabuddinmdsahabuddin2078
    @mdsahabuddinmdsahabuddin2078 2 ปีที่แล้ว +2

    আল্লাহ তায়া’লা আপনাকে এর উত্তম জাযা দান করুন

  • @kanizferdous8589
    @kanizferdous8589 2 ปีที่แล้ว +1

    Alhamdullah..Allah Subahanatala amader ei bhai'der shokol kaj shohoj kore din..amen

  • @Araf67
    @Araf67 3 ปีที่แล้ว +16

    গল্পটা অামার জীবনের সাথে ৮০%মিলে গেলো।।জীবনে সফল হলে অামিও অামার জীবন গল্পটা বলতে অাসবো।ইনশাআল্লাহ।

  • @inamulmusawwirchoudhury1101
    @inamulmusawwirchoudhury1101 3 ปีที่แล้ว +3

    আল্লাহ সুবহানাহু তায়ালা মালেক সাহেবকে নেক হায়াত দান করুন।

  • @rajonrajon9723
    @rajonrajon9723 3 ปีที่แล้ว +27

    মালেক ভাইয়ের জন্য দোয়া রইলো,

  • @GolamHossain-g9r
    @GolamHossain-g9r 4 หลายเดือนก่อน +1

    🌹🌹 অভিনন্দন রইল ভাই আমি ময়মনসিংহ এিশাল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ।

  • @noormozzammelbd1780
    @noormozzammelbd1780 3 ปีที่แล้ว +22

    আল্লাহ রহম করুন আঃ মালেক ভাই কে সুস্থ রাখুন।

  • @AlamgirHossain16427
    @AlamgirHossain16427 11 หลายเดือนก่อน

    শেরপুর জেলা থেকে দেখছি।মালেক ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, আল্লাহ যেন ভাইকে আরো দীর্ঘ নেক হায়াত দান করেন,💖💖💖আমিন।

  • @rahamanhafijur5108
    @rahamanhafijur5108 3 ปีที่แล้ว +3

    আল্লাহ আপনি মালেক ভাইকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন

  • @rezwanahmed5076
    @rezwanahmed5076 3 ปีที่แล้ว +8

    Subhanallah.. he is the real hero . Lakho salaam..

  • @MollaAbir2600
    @MollaAbir2600 3 ปีที่แล้ว +33

    যোগ্য লোক কখনো পিছিয়ে থাকে না ❤❤

  • @ashrafuzzamanshohan7189
    @ashrafuzzamanshohan7189 10 หลายเดือนก่อน +1

    আমাদের বাড়িতে আমার চাচার ঘরে উনি লজিং থাকতেন। আমরা ওনাকে সাইফুল স্যার ডাকতাম। তখন থেকেই উনি খুব রুচিশীল ও মানবিক মানুষ ছিলেন। উনি নচিকেতা চক্রবর্তীর গান শুনতেন তখন, মনে আছে।

  • @noormozzammelbd4676
    @noormozzammelbd4676 3 ปีที่แล้ว +3

    আল্লাহ ভাইটির প্রতি রহম করুন,তার কথা তে আমাদের জীবনে অনেক কিছু শিখার আছে।

  • @JahidHasan-ze1eu
    @JahidHasan-ze1eu 2 ปีที่แล้ว +2

    ভাইয়ার জীবনের কথা শুনে সত্যিই অনেক কষ্ট পেলাম। রাখে আল্লাহ, মারে কে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে দেখছি। ভাই আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করেন।

  • @mdgolammostafakhokan7118
    @mdgolammostafakhokan7118 ปีที่แล้ว +1

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। নেক হায়াত দান করুন আমীন।

  • @tajreenjahan8254
    @tajreenjahan8254 3 ปีที่แล้ว +3

    আমি রেগুলার উত্তরা রুটে বাসে যাওয়ার সময় এই ভাইকে দেখতাম, খুব ভালো ব্যবহার ওনার। আল্লাহ ওনার ভালো করুন।

  • @nazmabegum6988
    @nazmabegum6988 2 ปีที่แล้ว +1

    আপনার মহৎ উদ্দেশ্য সফল হোক দোয়া রইলো আল্লাহ তায়ালা আপনার নেক আশা পূরন করবেন ইনশাআল্লাহ।

  • @hasanmahmud6616
    @hasanmahmud6616 2 ปีที่แล้ว +3

    আহ্ কত বিচিত্র মানুষের জীবন। আল্লাহর শুকরিয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 💓

  • @nasirAli-pf6cq
    @nasirAli-pf6cq ปีที่แล้ว

    কিবরিয়া ভাই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে এত ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না আপনার অনুষ্ঠান দেখে জানতে পারলাম

  • @mamunagrobd
    @mamunagrobd 3 ปีที่แล้ว +4

    দুয়া ও শুভকামনা রইল।জীবনে সংগ্রামের কথা শুনে সত্যিই নিজেদের জীবনকে খুব দামি মনে হয়।আজকাল কার যুগে ডিপ্রেশনে ভোগা ছেলেমেয়েদের এই সংগ্রামের কথা শুনান খুবই জরুরি।
    ধন্যবাদ এই গগল্পগুলো সবার সামনে নিয়ে আসার জন্য। 💞💞💞

  • @rumanaparvin2606
    @rumanaparvin2606 2 ปีที่แล้ว +2

    Certainly, the best interview of Branding Bangladesh.

  • @sayeedayasmin4161
    @sayeedayasmin4161 2 ปีที่แล้ว +4

    Masha Allah
    How big hearted man he is!
    May Allah bless him more

  • @mddalowerhossen7837
    @mddalowerhossen7837 3 ปีที่แล้ว +3

    আল্লাহ তুমি এই ভাইটার মনের আশা পুরন করুক আমিন

  • @TipsForLifeBD
    @TipsForLifeBD 3 ปีที่แล้ว +14

    মালেক ভাইয়ের জন্য দোয়া রইলো, আমীন।

  • @mushfiqmedia
    @mushfiqmedia 3 ปีที่แล้ว +2

    আল্লাহ মালেক ভাই জাযায়ে খায়ের দান করুন,,,এবং দীর্ঘ হায়াত দান করুন, আমীন

  • @shahnaztouhid2864
    @shahnaztouhid2864 3 ปีที่แล้ว +31

    এই মহৎ কাজে ১০০ টাকা হলেও দান করে অংশগ্রহন করা পবিএ দায়িত্ব আমাদের সবার।

    • @faysalking2122
      @faysalking2122 3 ปีที่แล้ว +1

      রাইট

    • @shirinakterhabib3064
      @shirinakterhabib3064 2 ปีที่แล้ว

      চুম্বকের মতো লেগে থেকে জীবন গল্প শুনলাম ।

  • @turintasnim1476
    @turintasnim1476 ปีที่แล้ว +2

    আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @imrulimtiaz
    @imrulimtiaz 3 ปีที่แล้ว +6

    Malek Vhai, amar sho-shrodho slam niben. Ami porashuna korsi, Engineer hoisi, USA te valo job kori kintu apnar payer dular shoman o hote parini. Apni amader jonno ajke je shikha dilen, apnar payer dhula nite parle nijeke vahhoban mone korbo.

  • @azizahmed4607
    @azizahmed4607 3 ปีที่แล้ว +9

    হে আল্লাহ তোমার এই বান্দা কে মহৎ কাজের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য করে তার এই মহৎ কাজের আশা পূরণ করুন আমিন।

  • @mahamudurrahman6926
    @mahamudurrahman6926 3 ปีที่แล้ว +7

    Thank you Kibria vai. We are waiting for new life changing real story. Thank you Malek vai for your purposes

  • @bhaskarmazumder5871
    @bhaskarmazumder5871 2 ปีที่แล้ว +1

    Perfectly true, Many doctors do not express clearly about the operation and other disease,

  • @akhi03020
    @akhi03020 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ, ভাই এর জন্য দোয়া ও ভালবাসা রইলো

  • @md.abubakkarsiddiquee9681
    @md.abubakkarsiddiquee9681 2 ปีที่แล้ว +16

    এক কিডনিতে ৪০ বছর পার করেছি ইনশাল্লাহ

    • @zihadff5070
      @zihadff5070 ปีที่แล้ว +1

      Alhamdulillah bolte hoy inshallah noy

  • @faysalking2122
    @faysalking2122 3 ปีที่แล้ว +3

    আসলে গল্পের বিতরে একটা নাম আমাকে চোখের জল বের করে দিয়েছে, সেটা হলো বেলি কের্স।।।।।।

  • @abusayed1358
    @abusayed1358 2 ปีที่แล้ว

    Unake amio dekhechi.kibria vai apnake onek onek Thanks amon valo valo manusderke porichoy koriye deyar jonno.

  • @rotismollik8328
    @rotismollik8328 ปีที่แล้ว

    স্যালুট জানাই বড় ভাই আপনার এই মানবিকতা কে

  • @হৃদয়েবাংলাদেশ-ল৩শ

    আলহামদুলিল্লাহ 🤲🤲🤲অনেক অনেক দোয়া রইলো

  • @mysimplevlog1409
    @mysimplevlog1409 3 ปีที่แล้ว +48

    টিস্যু বক্স রাখা খুব দরকার, আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ দুইটা অনুষ্ঠানেই।

    • @mdalhajhossainliton1280
      @mdalhajhossainliton1280 3 ปีที่แล้ว

      এই টিসুর কথাটা অনেক বার বলা হয় কিন্ত .... কি আর বলবো

    • @aminaislam8121
      @aminaislam8121 3 ปีที่แล้ว +3

      আমার মা-ও এই কথা বলছে

    • @abulhasnat1189
      @abulhasnat1189 3 ปีที่แล้ว +1

      Right sister

  • @azizahmed4607
    @azizahmed4607 3 ปีที่แล้ว +6

    হে আল্লাহ তোমার এই বান্দা কে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।

  • @azizahmed4607
    @azizahmed4607 3 ปีที่แล้ว +19

    আমাদের দেশে কত শিল্পপতি আছেন। আপনাদের যাকাতের টাকা গুলো মালেক ভাই এর বিদ্বাশ্রমে দান করুন। আপনাদের ব্যবসার বরকত হবে ইনশাআল্লাহ।

  • @sharifulislam455
    @sharifulislam455 ปีที่แล้ว +1

    আল্লাহ উনার কাজের পরিধি বাড়িয়ে দিন। আমিন

  • @aniktelecom8803
    @aniktelecom8803 3 ปีที่แล้ว +10

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @abdullahmuhamma3775
    @abdullahmuhamma3775 2 ปีที่แล้ว +5

    সব কিছুই ভালো লাগলো,,
    আমি class 10 a pore,,, সবই ঠিক আছে কিন্তু আপনি দাঁড়ি রাখেন,,,
    allah apnaki nek hayat dan koruk

  • @32dulal
    @32dulal 3 ปีที่แล้ว +3

    যেটা সরকারের করা উচিত সেটা উনি করছেন । শুভ কামনা ওনার জন্য ।

  • @mbachumki9275
    @mbachumki9275 3 ปีที่แล้ว +23

    এটা ২০১৭ তে দেওয়া হয়েছিল 😊,মালেক চাচ্চু,,
    পারি ফাউন্ডেশনের ফেইসবুক পেজকে দেখি,
    ওনার স্টোরি টা খুবই ভালো লেগেছিলো 😊

  • @dewanhazratali6360
    @dewanhazratali6360 3 ปีที่แล้ว +8

    Wonderful job. May Allah bless you Malek bhai.

  • @jannat8543
    @jannat8543 3 ปีที่แล้ว +3

    নিজের অজান্তেই চোখে জল এসে গেছে😭😭😭😭😭😭

    • @mdzasimuddin1989
      @mdzasimuddin1989 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/_KtWtrru9thOUt8YniuAEw.html

  • @goltazbegum672
    @goltazbegum672 3 ปีที่แล้ว +1

    আপনার জন্য মানবিকতার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অটুট থাকবে ।