যে গল্প রূপকথা কেও হার মানালো ! Branding Bangladesh।Episode:14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Abdul Halim is a barrister now in Bangladesh. He practices law in the supreme court. He is a very known lawyer. He told his life story here. Which will motivate people to change their lives positively.
    A studio of Creative Arts Ltd production.
    Plan and hosted by ‪@kebriarj‬

ความคิดเห็น • 1.8K

  • @shyamsundarchowdhury2496
    @shyamsundarchowdhury2496 3 ปีที่แล้ว +17

    দুই রুটির লজিং মাস্টার মান্যবর বারিস্টার হালিম সাহেবের বর্ হওয়ার জেদ কে হেট্স অফ না করে পারলাম না। কাঠুরিয়া পিতার বাধা ও চরম কষ্টকর ছাত্র জীবনের প্রতিটি স্তরের প্রতিকূলতা বার বার হাসি মুখে জয় করে তার বর হওয়ার অভীষ্ট লক্ষ্য এ পৌছে যাওয়ার জন্য তিনি শুধু প্রশংসার দাবিদার নন তিনি সারা বিশ্ব জুড়ে এক অনুসরনিয বক্তিত ও জলন্ত জীবন্ত আদর্শ জ্ঞানের প্রতীক।তিনি সম্বল হীন মেধাবীদের প্রাত সরণিয ।তার জীবন হোক লক্ষ প্রদীপের আলোতে উজ্জীবিত আর সুস্ত থাকুক তার দেহমন, চিরায়ু হোক তার মূল্যবান মানুষের তরে নিবেদিত প্রাণ সর্ব শক্তিমানের কাছে করি একান্ত দোয়া ।উপস্তাপকে জনাই অশেষ ধন্যবাদ। এ ধরনের শুভ প্রচেষ্টা সাধুবাদের যোগ্য ।

    • @shyamsundarchowdhury2496
      @shyamsundarchowdhury2496 3 ปีที่แล้ว

      আমি ভারতের মানুষের পক্ষে এই সন্ম্যানবার্তাটি পাঠিয়ে গর্বিত। শ্যামসুন্দর চৌধুরী কাছাড় আসাম।

  • @anamuddin1779
    @anamuddin1779 3 ปีที่แล้ว +30

    জার সাথে জার অনু শরন
    তার সাথে তার হাসর
    অনু সরন করতে শিখাও
    রাছুল সাল্লাহু সাল্লাম কে

  • @user-ws3tu2zc5b
    @user-ws3tu2zc5b 3 ปีที่แล้ว +64

    উনার জীবন কাহিনী প্রাইমারি স্কূলের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্য বইতে লিপিবদ্ধ করা হউক। উনার জীবন কাহিনী কোমলমতি শিশুদের অনুপ্রেরণা যোগাবে।

    • @mdazadmanan3712
      @mdazadmanan3712 3 ปีที่แล้ว +8

      আপনার মতামতের সাথে আমি সহমত পোষণ করছি।

    • @omarfaruk2331
      @omarfaruk2331 3 ปีที่แล้ว +1

      Thanks for your achievement.

    • @kamruzzamankajol1903
      @kamruzzamankajol1903 3 ปีที่แล้ว

      সহমত পোষণ করছি।

    • @labonichowdhury6213
      @labonichowdhury6213 3 ปีที่แล้ว

      I also thinking the same....If I have ever got an opportunity in here (USA) I would offer this show ( since it has subtitle) as a project on school syllabus.
      I am always proud of my people in Bangladesh
      Compare to USA frustrated ,fragile society My Bangladesh and the people of Bangladesh is the best!!!

    • @alamgirhossain8788
      @alamgirhossain8788 3 ปีที่แล้ว

      @@omarfaruk2331.

  • @wahidurrivon1416
    @wahidurrivon1416 3 ปีที่แล้ว +14

    আমার সালাম নিবেন হালিম স্যার, আমার ছেলে-মেয়ে ক্লাস 9 & 10 এ science নিয়ে পড়াশোনা করছে। বাচ্চাদের মা ওদের কে ৩/৪ বছরের বয়স থাকা অবস্থায় চলে গেছে অন্যের সঙ্গে। বাচ্চা দুটো খুব মেধাবী,সবশ্রেনীতে 3 এর ভেতরে roll থাকে। গত ১ বছর আগে আমার stock করে ছিল। এই মুহূর্তে আমি খুব অসহায়। R J Kibriya sir যদি massage টি হালিম স্যারের কাছে পৌঁছে দিতেন তাহলে আমি খুব খুশি হোতাম। (01308522275)

    • @mostmahmuda7087
      @mostmahmuda7087 2 ปีที่แล้ว +2

      আল্লাহ আপনার সহায় হউন

  • @Arifvlogg1
    @Arifvlogg1 3 ปีที่แล้ว +291

    আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে। কেকে ভালোবাসেন যুবক ভাইদেরকে একটু দেখতে চাই । ♥️♥️♥️♥️♥️

  • @mhassankazal5326
    @mhassankazal5326 2 ปีที่แล้ว +19

    জীবন্ত কিংবদন্তি, আমি তথ্য কমিশনে চাকুরি করাকালীন সময়ে স্যার আমাদের অফিসে আসতেন। আমার দেখা দুর্দান্ত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ তিনি। ভালবাসা অবিরাম স্যারের জন্য।

  • @adnanshafique2235
    @adnanshafique2235 3 ปีที่แล้ว +433

    সরকারের উচিৎ শহরের স্কুলগুলোর পাঠ্যসূচীতে এসব গল্প অন্তর্ভূক্ত করা
    শহরের ছেলে মেয়েরা জীবনসংগ্রাম কাকে বলে তাই জানেনা।এসব ঘটনা ওদের কাছে গল্পের মত মনে হবে।

  • @rakibislam155
    @rakibislam155 3 ปีที่แล้ว +37

    বেশিরভাগ মেধা ঝরে যায় ক্লাস ৫ এর পরে, কথাটা শুনেই চোঁখের পানি ধরে রাখতে পারিনি,, কারণ আমার সাথে এমনই হইছে।।

    • @MdSujon-zy6zy
      @MdSujon-zy6zy 3 ปีที่แล้ว +1

      কথায় সহমত

    • @siontor5555
      @siontor5555 ปีที่แล้ว +1

      সেম আমার সাথে এমনটা হয়েছে

    • @DidarulAlam-ob9bq
      @DidarulAlam-ob9bq 4 หลายเดือนก่อน

      😢😢😢

  • @fatemamou782
    @fatemamou782 3 ปีที่แล้ว +293

    সত্যিই রুপকথার গল্পকে হার মানায়।
    দোয়া করি মানুষের অধিকার আদায়ে পাশে থাকুন
    মেধাবীদের পাশে থাকুন
    স‍‍্যালুট স‍্যার

  • @mdmamun-il4lq
    @mdmamun-il4lq 3 ปีที่แล้ว +35

    স্যালুট স্যার,যত শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে এভাবেও জীবন অতিবাহিত করে এতো বড় সুনাম খ্যাতি অর্জন করা যায়...!

    • @badruzzamanchoudhury787
      @badruzzamanchoudhury787 2 ปีที่แล้ว

      লেখা পড়ার প্রতি একটা বাচ্চার এতো আগ্রহ সচরাচর দেখতে পাই না। আশ্চর্য হয়ে গেছি। শুভেচ্ছা জানাচ্ছি।

  • @ShahinAlam-tb2bg
    @ShahinAlam-tb2bg 3 ปีที่แล้ว +302

    কি সুন্দর ❤একটা নাম❤ হযরত মোহাম্মদ (স)❤
    একতম হলে,,,,
    👎

    • @MdAli-xl2uv
      @MdAli-xl2uv 3 ปีที่แล้ว +8

      আপনি কি পাগল না কি কিসের মাঝে কি কই কি লিখবে জানা নাই আপনার

    • @salehhasan2070
      @salehhasan2070 3 ปีที่แล้ว +7

      বুঝিনা কিসের মধ্যে কি কমেন্ট করেন।

    • @NusratJahan-tr3dm
      @NusratJahan-tr3dm 3 ปีที่แล้ว +6

      Like pawar jonno dhormo use kore ... asholei nimnno maner manush ....

    • @ShahinAlam-tb2bg
      @ShahinAlam-tb2bg 3 ปีที่แล้ว +2

      @@NusratJahan-tr3dm আপনার কোনো সমস্যা আপু? আমাদের প্রিয় নবীর নাম সব জায়গায় প্রিয়।

    • @ShahinAlam-tb2bg
      @ShahinAlam-tb2bg 3 ปีที่แล้ว +1

      @@salehhasan2070 ভালো না লাগলে ইগনোর করুন প্লিজ। সময় নষ্ট এবং তর্ক না করে। আপনার কাজে মনযোগ দিন। আশা করি বুঝতে পেরেছেন।

  • @tanzinabithi2913
    @tanzinabithi2913 ปีที่แล้ว +1

    উনার গল্প শুনতে শুনতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসে চলে গিয়েছিলাম। নিশ্চিন্দিপুর গ্রামের অভাবী মায়ের মেধাবী ছেলে অপু ট্রাংক বগলে নিয়ে ট্রেনে চেপে কলকাতা পড়তে যাচ্ছে। সত্যিই, হোয়াট আ স্টোরি!

  • @armanfhossain
    @armanfhossain 3 ปีที่แล้ว +320

    একটা জিনিস কেউ খেয়াল করেছেন?
    উনি কিন্তু জীবনে যখন যেই সুযোগটা এসেছে তখনই সেটা লুফে নিয়েছেন যা সবাই পারে না।
    আর এটাই তাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছে💖💖💖💖

    • @suprabhatsidhanta5294
      @suprabhatsidhanta5294 3 ปีที่แล้ว +5

      অসাধারন কাহিনি ।আমার চোখ দিয়ে জল পরছে।আমার দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনা বোধহয় শুনিনি।আপনি আরো বরো হোন। সুপ্রভাত সিদ্ধান্ত, কল্যাণী, পঃবঙ্গ, ভারতবর্ষ ।

    • @suprabhatsidhanta5294
      @suprabhatsidhanta5294 3 ปีที่แล้ว


      আপনি কোথায় থাকেন?ঠিকানা?

    • @tofancrashersgamingyt4630
      @tofancrashersgamingyt4630 3 ปีที่แล้ว

      10-100

    • @bishnurupchowdhury6297
      @bishnurupchowdhury6297 3 ปีที่แล้ว

      This is also a another learning for all.

    • @rostamsabder4946
      @rostamsabder4946 3 ปีที่แล้ว +1

      ওকে

  • @anikkhan2309
    @anikkhan2309 3 ปีที่แล้ว +214

    উনি হচ্ছে ব্যারিস্টার হালিম, আমি স্যারকে ব্যক্তিগতভাবে চিনি, স্যারঃ সত্যি অনেক ভালো মানুষ, কিন্তু স্যার এর জীবন কাহিনী আমি কখনো জানতাম না, স্যার জনস্বার্থে অনেক মামলা করে আমি দেখছি ।

    • @nurislam3334
      @nurislam3334 3 ปีที่แล้ว +8

      হালিম স্যারের চেম্বারে ঠিকানা দিতে পারবেন, দিলে উপকৃত হতাম।

    • @anikkhan2309
      @anikkhan2309 3 ปีที่แล้ว +4

      স্যার যে কত নাম্বার চেম্বারে বসে আমার সত্যি খেয়াল নাই । আমার জেনে তার পরে বলতে হবে । আপনি সুপ্রিম কোর্টে চলে আসেন , এখানে রিসিপশনে বললেই বলে দিবে স্যার কত নাম্বার চেম্বারে বসে ।

    • @anwarhossain3818
      @anwarhossain3818 3 ปีที่แล้ว

      0000০00

    • @sohanrana4331
      @sohanrana4331 3 ปีที่แล้ว

      @@nurislam3334 l2lp0:led

    • @nahidaparvin2938
      @nahidaparvin2938 3 ปีที่แล้ว

      @@nurislam3334
      ;m
      ;m;;mmm

  • @masudashikha1466
    @masudashikha1466 3 ปีที่แล้ว +46

    বাবা মা এর পেশা কারো মানুষ হওয়ার অন্তরায় হয় না। তবে অর্থাভাব কষ্ট দেয়।৷

  • @basharalhossain1898
    @basharalhossain1898 2 ปีที่แล้ว +20

    উনার বই পড়ে এলএলবি শেষ করলাম। কিন্তু উনার গল্প জানতাম না। অসাধারণ গল্প।

  • @hsmedia4344
    @hsmedia4344 3 ปีที่แล้ว +78

    স্যার এর পিছনে এতো বড় একটা গল্প তা আজকে জানলাম,ব ব ট ক প ঠ ত ন প ঠ ত ভ ত ম র ন,নিজের চেষ্টায় মানুষ হওয়া একজন মহৎ মানুষ,কত স্কুলে যে পড়লো এই মানুষ টা

    • @HossainMIqbal-tw2jb
      @HossainMIqbal-tw2jb 3 ปีที่แล้ว

      Marvellous example of a self determinant boy who became a super personality of the country like Bangladesh. Enormous lessons can be taken from this person. Salute!!!

  • @EmranAli1998
    @EmranAli1998 3 ปีที่แล้ว +62

    ৭/৮ বছরের কাটুরিয়া বাঘের মুখ থেকে ফিরে এসে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারী পাশ করে ১২০ টি বইয়ের প্রনেতা হয়ে,এখন বাংলাদেশের ঐতিহাসিক একটি নাম জনাব আব্দুল হালিম ভাই।ভাই আপনার জীবনটি প্রস্ফুটিত গোলাপের ন্যায় সুরভীত হউক।এই কামনা করি।from England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿.

  • @sanjanamun1452
    @sanjanamun1452 3 ปีที่แล้ว +340

    গল্পগুলো শুনি আর আল্লাহর কাছে শুকরিয়া করি, কতো ভালো আছি এখনও, কতো সুন্দর জীবন,
    আল্লাহ মাফ করুক আমাদেরকে।

  • @tahidurrahmanaoyon7518
    @tahidurrahmanaoyon7518 ปีที่แล้ว +10

    বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এল.এল.বি অনার্সে হালিম স্যার এর বই পড়ায় । সত্যিই অনুপ্রেরণার!

  • @dolearn7081
    @dolearn7081 3 ปีที่แล้ว +291

    অনেকদিন পর একজন ভালো মানুষের
    দেখা পেলাম।আসলেই যারা কষ্ট করে বড় হয় তারা শিকড়কে কখনও ভুলে না আর মানুষের কষ্ট বোঝেন।

    • @bristymuni143
      @bristymuni143 3 ปีที่แล้ว +1

      valo laglo

    • @miskatmiskat8100
      @miskatmiskat8100 3 ปีที่แล้ว +1

      স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

  • @jannathfarucky2428
    @jannathfarucky2428 3 ปีที่แล้ว +14

    বাংলাদেশের আইন জগতকে এত ছোট করে দিয়েছে স্যার তার বই গুলার মধ্যে। বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের ব্যারিস্টার আব্দুল হালিম স্যারের বই পড়তে হয়।

  • @channel4h260
    @channel4h260 3 ปีที่แล้ว +161

    তাজেলের পর আমার দেখা সেরা জীবন গল্প ! বেঁচে থাকুন স্যার মানুষের মাঝে !

    • @Oil_man.
      @Oil_man. 3 ปีที่แล้ว +4

      Tajel k ? Kun episode?

    • @mdrijoni9424
      @mdrijoni9424 3 ปีที่แล้ว

      @@Oil_man. hsvshzvzvz zhsxs ্পক. িেনষ থয76@ সথ্ভাগ ্ধ্া্া্

    • @MuhammadAdnan-tq7kz
      @MuhammadAdnan-tq7kz 3 ปีที่แล้ว

      ভাষা হারায় ফেলছি

    • @rashedulislam3447
      @rashedulislam3447 3 ปีที่แล้ว

      @@Oil_man. 13

  • @coldcontent4585
    @coldcontent4585 3 ปีที่แล้ว +15

    পুরো গল্পটি আমি মনযোগ দিয়ে শুনলাম এবং অভিভূত হলাম। স্যার কে মনের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা।
    স্যারের ফাউন্ডেশনকে সাহায্য করার একটা লিংক দিবেন প্লিজ।

  • @skalamgirhossain8822
    @skalamgirhossain8822 3 ปีที่แล้ว +273

    হালিম ভাই যে ছোট ভাই এর কথা বলল যাকে ঢাকায় এনে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছিলেন সেই ছোট ভাইয়ের পাশের রুমে আমি থাকতাম মহসীন হলে। তখন থেকে হালিম ভাইয়ের নাম শুনেছি।

    • @SHAWON-he8lp
      @SHAWON-he8lp 3 ปีที่แล้ว +6

      সুন্দর মানুষৃৃ

    • @sureshmallick5030
      @sureshmallick5030 2 ปีที่แล้ว +1

      @Prabhas Sardar qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq111

    • @mohimslearningworld189
      @mohimslearningworld189 2 ปีที่แล้ว +1

      আসসালামু আলাইকুম জনাব,
      হালিম সাহেবের সাথে যোগাযোগের কোন ব্যবস্থা করা যাবে কি? উনি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তাই বললাম। কিছু বিষয়ে উনার সাথে কথা বলা দরকার!

    • @maroquib5783
      @maroquib5783 2 ปีที่แล้ว

      ভাই আপনার সাথে কাজ করত চাই।

    • @nazmun010jerin5
      @nazmun010jerin5 2 ปีที่แล้ว +1

      ĺ

  • @asifahmed8487
    @asifahmed8487 3 ปีที่แล้ว +2

    নটরডেম কলেজের গণিত শিক্ষক রেজাউল করিম স্যারকে আনার দাবি জানাচ্ছি, কিবরিয়া ভাই।

  • @mstvmedia6258
    @mstvmedia6258 3 ปีที่แล้ว +103

    এ অনুষ্ঠানের সকল দর্শকদের আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ

  • @afrinakter7960
    @afrinakter7960 3 ปีที่แล้ว +24

    হয়তো এই লিখা টা কিবরিয়া ভাই দেখবেও না তাকে আমি ২০১৫ থেকে শুনছি যখন ক্লাস ৬ এ পড়ি। তার এই এই অসাধারণ চেষ্টা দেখে আমি মুগ্ধ। ABC রেডিওতে যখন থেকে কাজ করেছে তখন থেকেই দেখেছি প্রত্যেক কাজ এ তার অশেষ চেষ্টা। আপনার ছোট্ট শ্রোতা হিসেবে আপনার জন্য প্রচুর দোয়া রইলো কিবরিয়া ভাই । আপনার কাজ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক এবং আপনাকে আরো এগিয়ে যেতে আল্লাহ তায়ালা সাহায্য করুন এই প্রার্থনা করি।

  • @YASINKHAN-st8wd
    @YASINKHAN-st8wd 3 ปีที่แล้ว +20

    এই জিবন কাহিনির প্রতিটা ধাপে ধাপে গা শিহরিত হয় এবং বুক ফেটে কান্না অাসে। মানুষ জীবনে কতটা কষ্ট করে সফল হয়, অামাদে এই গল্প থেকে কিছু একটা হলেও শিক্ষা নেওয়া দরকার। এর চাইতে কি অার অনুপ্রেরণা হতে পারে বলো। ❤️❤️❤️

  • @mdsufiannoor2076
    @mdsufiannoor2076 3 ปีที่แล้ว +121

    যখন আইন পড়তাম, স্যারের অনেক বই পড়েছি। খুবই কোয়ালিটি সম্পন্ন বই। সেই স্যারের কাহিনী শুনে চোখে পানি এসে গেল। স্যালুট স্যার আপনাকে। আপনি একটি কথা আবার মনে করিয়ে দিলেন "Hardwork always works"

  • @mostkhatun3018
    @mostkhatun3018 3 ปีที่แล้ว +22

    হিরা দেখতে কেমন এইটা আর বলতে হবে না।আসল হিরা পেয়েছি।

  • @nazmanazu6843
    @nazmanazu6843 3 ปีที่แล้ว +54

    কিবরিয়া ভাই কুরআন হাফেজ আর অনেকের জীবনি শুনতে চাই।আজহারী সাহেবের জীবনের গল্প শুনতে চাই

  • @gessanahmed6176
    @gessanahmed6176 3 ปีที่แล้ว +22

    সর্বশ্রেষ্ঠ মানুষের মুখে সর্বশ্রষ্ঠ গল্প শুনলাম প্রতিটি কথা প্রতি শব্দ খুব মনযোগ সহকারে শুনলাম,হালিম সাহেবের শেষ কথাটা খুবই ভাল লেগেছে ওনি এখনও মেধাবী ছাত্র ছাত্রীদের খুঁজে বেড়াচছে,আপনি অনেক দিন বেঁচে থাকেন শুভ কামনা রইল ।

  • @mdmosarofmia6500
    @mdmosarofmia6500 2 ปีที่แล้ว +2

    ভাই একজন ভিন্ন ধর্মের ণোকও ভালো কাজ করতে পারে, একজন সত্বিকারের মুসলিমের পরিচয় হলো তার লেবাসে ,এটা হলো নবিজির শিক্ষা।

  • @Dailylifevlog3821
    @Dailylifevlog3821 3 ปีที่แล้ว +8

    শরণখোলার এক ছেলে আছে স্যার সেও আপনার মতো এক মেধাবী কিন্তু তার বাবাকে ডাকাত দল মেরে ফেলায় খুবঅসহায় হয়ে গেছে পড়াশুনায় প্রচুর আগ্রহ তার সে এখন খুলনা সিটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছে তার খুব আর্থিক সাপোর্ট দরকার তার অনেক আগ্রহ অনেক কষ্ট করে এতো দূর এগিয়েছে আমার কমেন্ট যদি চোখে পড়ে অবশ্যই উপকার হবে মেধাবী শিমুলের

  • @Munnaah244
    @Munnaah244 2 ปีที่แล้ว +69

    উনার বইগুলো আমাদের LLB পাঠ্যসূচিতে আছে। উনার লেখা বইগুলো পড়তে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে❤️ ব্যারিস্টার হালিম স্যার আবারও প্রমাণ করে দিয়েছে "ইচ্ছাশক্তি পৃথিবী শাসন করে"। আপনার লাইফ স্টোরি জেনে আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। স্যালুট স্যার👍

  • @peayarubd7610
    @peayarubd7610 3 ปีที่แล้ว +357

    এই ভদ্রলোক শুধু বাঙ্গাঁলী নই৷ তিনি একজন শ্রেষ্ঠ বাঙ্গাঁলী৷ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন-আমিন৷

    • @khalilahmed962
      @khalilahmed962 3 ปีที่แล้ว +5

      yes

    • @may.mmmmmm
      @may.mmmmmm 3 ปีที่แล้ว +2

      Really appriciable,painful & there are a thousands of people like him & sometimes more miserable than him.
      Such painful affairs should be perished from this universe.

    • @may.mmmmmm
      @may.mmmmmm 3 ปีที่แล้ว +1

      Welcome to his success in life & last sentence.

    • @momtazhussain9137
      @momtazhussain9137 3 ปีที่แล้ว

      )

    • @ninaahmed835
      @ninaahmed835 3 ปีที่แล้ว

      Father k atota credit diban na, Mr kibria
      .onar baba k ami .
      ...

  • @ArpitaSaha
    @ArpitaSaha 3 ปีที่แล้ว +42

    *জীবনে যখন যেই সুযোগটা এসেছে উনি তখনই সেই সুযোগটা লুফে নিয়েছে যা সবাই পারেনা* ❤️❤️

  • @rasehdakhushi7773
    @rasehdakhushi7773 3 ปีที่แล้ว +34

    এইরকম মানুষ প্রশাসনিক পর্যায় গেলে দেশের সাধারন মানুষ উপকৃত হতো।

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 9 หลายเดือนก่อน +2

    সেই চোট্ট ছেলেটা যিনি কিনা ক্ষুধার তাড়নায় বাঘের সামনে যেতে হতো গোলপাতা সংগ্রহের জন্য,আজ তিনি দেশের সর্বোচ্ছ বিচার ব্যাবস্থার একজন।ওনাদের মত ভাল মানুষ আছে বলেই হাজারো অবিচারের মধ্যেও নগন্য সংখক মানুষ সুবিচারটা পায়।আল্লাহ আপনার মঙ্গল করুন ( আমীন)।

  • @azizahmed4607
    @azizahmed4607 3 ปีที่แล้ว +9

    আল্লাহ তার বান্দা কে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন একমাত্র তার ই বান্দার ইচ্ছা শক্তির কারণে। তিনি যদি এই পড়ার জন্য ইচ্ছা করতেন না তাহলে তিনি কাঠুরিয়ার ছেলে কাঠুরিয়া হয়ে হয়তো থাকতেন। আজ বাংলাদেশের একজন গর্বিত সন্তান। একটা কথা আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।

  • @jakirhossainchowdhury8850
    @jakirhossainchowdhury8850 3 ปีที่แล้ว +5

    হে মানব জাতি, কিছু শিক্ষা নিয়ে যাও,একটি মানুষের জীবন থেকে যে তুমার আমার মতো রক্তে মাংশর গড়া। এই রকম মানুষ এই পৃথীবিতে অনেকেই অাছে।যাহা আমাদের চোঁখের অাড়ালে।ধন্যবাদ ভাইটিকে তার জীবনের গল্পটা আমাদেরকে শেয়ার করার জন্য।

  • @MdEmran-cj2wy
    @MdEmran-cj2wy 3 ปีที่แล้ว +102

    Barrister Abdul Halim sir is such an Honest & legendary personality in the legal arena in Bangladesh. Respect you sir.

    • @zuboktv9047
      @zuboktv9047 3 ปีที่แล้ว

      মহান এই আইনজীবী আসলেই বাল্যকাল থেকেই ডিফারেন্ট। স্যারের অনেক বই পড়েই আমার মতো অনেকেই আজ আইনজীবী। রব তাকে দীর্ঘজীবী করুন।

    • @md.abdurrazzak3848
      @md.abdurrazzak3848 2 ปีที่แล้ว +1

      @@zuboktv9047 '

  • @mdabdurroshid3501
    @mdabdurroshid3501 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ্ খুবই কষ্টের মধ্যে থেকেও হালিম স‍্যার যে কি ভাবে সফলতার দার প্রান্তে পৌছালো। এটা আমার ভাবতেই অবাক অবিশ্বাস্য লাগছিল। কিন্তূ আসলেই এটিই বাস্তব উদাহরণস্বরূপ। সেই সুন্দর বনের পাশের গ্রামগঞ্জের ছোট্ট হালিম ছেলেটির আজ কি অবস্থা। আল্লাহ্ যদি চান আসলেই সব কিছুই সম্ভব। হাজার শত কষ্টের মাঝেও যে জীবনে সফলতা অর্জন করা যায় এটিই তার অন‍্যতম উদাহরণস্বরূপ। হালিম স‍্যার যে একজন সত‍্যের পথের মানবজাতির কল‍্যাণ স্বরুপ ব‍্যাক্তি তা আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ্ তাকে আরও সত‍্যের পথে চলার তৌফিক দান করেন। আর আল্লাহ্ যেন উনাকে আরও হায়াত দান করেন।। আমিন ♥🌹💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✈✈✈✈✈✈✈✈🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🤲🤲🤲 From Malaysia..

  • @sifatbinaziz549
    @sifatbinaziz549 3 ปีที่แล้ว +34

    আমি একজন বাবা। আমার ছেলেটার বয়স এখন ৫। আমি সৃষ্টিকর্তার কাছে কায়-মন-বাক্যে চাই আমার ছেলে যেন বড় হয়ে ব্যারিস্টার আব্দুল হালিম সাহেবের মতো একজন অনন্য মানুষ হয়।

  • @khadijajamal4490
    @khadijajamal4490 3 ปีที่แล้ว +17

    স্যারের Textbook on The code of criminal procedure বইটির উপর আজকেই পরীক্ষা দিলাম।ধন্যবাদ স্যার। জীবন কাহিনী অবশ্যই আমাকে শিখাবে মুদ্রার এপিঠে আছি ঐ পিঠ টি ও অনুধাবন করতে। স্যালুট স্যার।

  • @rokibulhasan1679
    @rokibulhasan1679 3 ปีที่แล้ว +89

    আরজে কিবরিয়া ভাইয়ের এরকম প্রত্যেকটা ভিডিও জন্য অপেক্ষায় তাকি,, বিশেষ করে লস্ট এন্ড ফাউন্ড??আমি আরজে কিবরিয়া ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি যেন বাংলার জমিনে হাজার বছর বেঁচে থাকে ❤️❤️

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 ปีที่แล้ว

      take hajar bocor baciye rekhe কিকরবেন? অদেহসের লোক তো মৃত প্রাই আর তার সংখ্যা ও অনেক

    • @khairunnahar4169
      @khairunnahar4169 3 ปีที่แล้ว

      @@altrnatvthinker +5%

    • @zinnatara2037
      @zinnatara2037 3 ปีที่แล้ว +1

      কিবরিয়া ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। ব্যারিসটার আবদুল হালিম স্যারের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিলে আমি আপনার কাছে চির রিনি থাকবো।এই টা আমার মোবাইল নাম্বার ০১৭৬৩৬৪৯৯৩৬

    • @shohelrahman7389
      @shohelrahman7389 3 ปีที่แล้ว

      Salut roilo sir k

  • @rajasrichakraborty6204
    @rajasrichakraborty6204 3 ปีที่แล้ว +24

    অসাধারণ মানুষ ।
    আমি ভারতবর্ষ থেকে দেখি এবং অনুপ্রাণিত হই । ধন্যবাদ , এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ।

  • @anwarhossain-dd4gj
    @anwarhossain-dd4gj 3 ปีที่แล้ว +19

    কিবরিয়া ভাই মনে হচ্ছে একটি মুভি শেষ হয়েছে।

  • @taslimakhatun6803
    @taslimakhatun6803 3 ปีที่แล้ว +5

    আমি ল' এর স্টুডেন্ট আমি স্যারের বই পড়েছি উনি চমৎকার ভাবে ল এর বিষয়কে উপস্থাপন করেন যা একজন ল' স্টুডেন্টের জন্য খুবই সহায়ক। উনার জীবনি শুনে খুবই অনুপ্রানিত হলাম।

  • @fazlayazam3470
    @fazlayazam3470 3 ปีที่แล้ว +18

    এমন মানব এ দেশের ক্রান্তিলগ্নে হাত ধরুক এটাই আমার প্রত্যাশা। তিনি সকলের অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন এ বাংলাদেশে।

  • @springrainn
    @springrainn 2 ปีที่แล้ว +7

    অস্কার বিজয়ী একটা মুভি দেখার চেয়ে শত শত গুন বেশি ভাল লাগল। স্যালুট হালিম ভাই/হালিম স্যার। আপনার শিশুকালের কথাগুলি মনে হচ্ছিল চোখের সামনে দেখছি। আপনার জীবনী দেখলে কারও মনে কোন হতাশা থাকা উচিৎ না। কোথা থেকে কোথায়।

  • @anikaislamtarek9265
    @anikaislamtarek9265 3 ปีที่แล้ว +42

    অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই এইরকম অনুপ্রেরণা মূলক মানুষদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❤️
    দোয়া রইলো স্যারের জন্য ❤️

  • @md.shahidulislam9048
    @md.shahidulislam9048 3 ปีที่แล้ว +4

    ব্যারিষ্টার হালিম সাহেবকে আমার অনেক অনেক শুভৈচ্ছা। আমার বাড়ী তার এলাকায়। ওনার মা বাবাকে আমার হাজারো সালাম

  • @prommmmmm
    @prommmmmm 3 ปีที่แล้ว +46

    I am from India. Yours all telicustted story fabulous hat's off to you & your team.

    • @mauvemagic419
      @mauvemagic419 3 ปีที่แล้ว +1

      Telicustted এইটা কি শব্দ

    • @mauvemagic419
      @mauvemagic419 3 ปีที่แล้ว +5

      Telecast হবে শব্দ টি

  • @abdulmotin5960
    @abdulmotin5960 2 ปีที่แล้ว +3

    ইহকালিন প্রচেষ্টার সাথে পরকালিন মুক্তির চিন্তা ও আমাদের থাকতে হবে।

  • @sayedsayed-qc5ql
    @sayedsayed-qc5ql 3 ปีที่แล้ว +11

    কিবরিয়া ভাই,আমি সেই ২০১৩ সাল থেকে আপনার সব কয়টা এবি সুট দেখি,দু,য়া করবেন আমিও যেন একদিন আপনার এখানে সফল হয়ে আসতে পারি

    • @nazmabegummrs.4058
      @nazmabegummrs.4058 3 ปีที่แล้ว

      আমি জানতামনা আমাদের বাগেরহাট জেলায় এমন এক জন অসাধারণ মানুষ নিজেকে এভাবে সমাজে প্রতিস্ঠিত করে আত্ম মানবতার সেবায় এগিয়ে যাচ্ছেন,এসব কাহিনি পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ হওয়া উচিত।

  • @mahadihasan4794
    @mahadihasan4794 3 ปีที่แล้ว +5

    আমি একটা স্যালুট দিতে চাই,,,, কিবরিয়া ভাই,কে,,যিনি এ ইন্সপায়ার মূলক গল্পগুলো শুনার ব্যবস্থা করেছেন,,,প্লাটফর্ম তৈরী করেছেন☺️

  • @mst.sumaiyaaktersurovee7804
    @mst.sumaiyaaktersurovee7804 3 ปีที่แล้ว +111

    কঠিন অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সব সম্ভব।

    • @baparibablu4869
      @baparibablu4869 3 ปีที่แล้ว +1

      Bhai Salam niben bhalo manuser sathe Allah thake aponi tar proman

    • @baparibablu4869
      @baparibablu4869 3 ปีที่แล้ว +1

      Bhai salam niben valo manuser sathe allah thake Italy theke aponar program mon dia sunlam aponi valo thakben

    • @ahsanulkabir7195
      @ahsanulkabir7195 3 ปีที่แล้ว +4

      Luck favour e thakte hoy. Na hole joto try koren success ase na

    • @ninaahmed835
      @ninaahmed835 3 ปีที่แล้ว

      Al mighty Allah also

  • @siontor5555
    @siontor5555 ปีที่แล้ว +3

    স্যার আমি এটার সাথে একমত ক্লাস ৫ এর পর মেধাবী গুলো নষ্ট হয়ে যায়।

  • @golamshahjahan8933
    @golamshahjahan8933 3 ปีที่แล้ว +17

    এক অসধারণ মনোবল ও মামবিক মানুষের নাম ব্যরিষ্টার আব্দুল হালিম। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন। আমিন।

  • @anamikanasrin2265
    @anamikanasrin2265 3 ปีที่แล้ว +11

    একেই বলে, সত্যি কারের জিবন যোদ্ধা

  • @masudraj4275
    @masudraj4275 3 ปีที่แล้ว +16

    অনেকদিন পরে যশোরের সাফল্য শুনতে পেলাম। অনেক ভালো লাগলো।

  • @md.sahajalalsheikh1179
    @md.sahajalalsheikh1179 3 ปีที่แล้ว +12

    কারো গল্প কাহিনী শুনে ধনী হওয়া যায় না। আল্লাহ্ যাকে ধনী করবেন তাকে একটা উসিলা করেই করবেন।

  • @PorjotokDrisho
    @PorjotokDrisho 3 ปีที่แล้ว +11

    স্যারের কথা গুলো খুব মন দিয়ে শুনলাম দোয়া করি আল্লাহতালার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি সব সময় যাতে সব সময় ভালো থাকতে পারেন

  • @Property-News
    @Property-News 3 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম স্যার। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। গত রাত জেগে আমি আপনার আর জে কিবরিয়া কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকার শুনলাম। আপনার সার্থক জীবন সংগ্রাম সত্যিই অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আপনি দেশের জন্য গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেলুট আপনাকে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

  • @ourartifacts2821
    @ourartifacts2821 3 ปีที่แล้ว +10

    বাস্তবতার কষাঘাতকে পাল্টা জবাব দিয়েছেন, এক কথায় তিনি এই কষাঘাতকে সজোড়ে চপেটাঘাত করে থামিয়ে দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুছেন। জীবন সংগ্রামে জয়ী অনুকরণীয় এই মনিষীকে আমার স্যালুট।

  • @KamrulIslam-xu2jl
    @KamrulIslam-xu2jl 2 ปีที่แล้ว +1

    অনেকের কথাই বলেছেন, আমার সিদ্দিক চাচার কথাও বলেছেন, তবে বগির সেই ডাঃ আঃ মজিদ সাহেবের কথাও বলা উচিৎ ছিল যিনি আপনাকে অনেক হেল্প করেছেন।

  • @mukarram-yu2wv
    @mukarram-yu2wv 3 ปีที่แล้ว +6

    আমি আপনার এলাকা সব বাজার গুলো চিনি। আমি মার্কেটিং এ ছিলাম। মোড়েলগঞ্জ,আমড়াগাছী, পাঁচরাস্তার মোড়, রায়েন্দা বারজা, সন্যাসী,চেয়ারম্যান বাজার, তাফালবাড়ী এলাকায় আপনার বাড়ী, আমার বিশ্বাস।

  • @crudephilosopher9860
    @crudephilosopher9860 3 ปีที่แล้ว +36

    উনাকে একটা সালাম আর একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। আল্লাহ উনার নেক হায়াত বাড়িয়ে দেন আর দুনিয়া ও আখিরাতের কল্যান দান করুন। আমিন

  • @NIZAMUDDIN-gq8zs
    @NIZAMUDDIN-gq8zs 3 ปีที่แล้ว +26

    Really he's honest person may allha bless him I'm watching from England

    • @kripaa2456
      @kripaa2456 3 ปีที่แล้ว

      Watching from 🇺🇸

    • @NIZAMUDDIN-gq8zs
      @NIZAMUDDIN-gq8zs 3 ปีที่แล้ว

      Which country you from kripa

  • @Hitmanplays853
    @Hitmanplays853 3 ปีที่แล้ว +10

    তখনকার অবস্থা আর এখন কার অবস্থা অনেক আলাদা স্যার।আমি আইন নিয়ে পড়ি,আপনার বই গুলা পড়ি,অনেক তথ্যবহুল!দোয়া করি আপনার জন্য স্যার।

  • @dr.md.abdulbaten8759
    @dr.md.abdulbaten8759 3 ปีที่แล้ว +7

    ব্যারিষ্টার হালিম, আল্লাহর সিদ্ধান্ত এ ভাবেই বাস্তবায়ন তিনি করেন। আলহামদুলিল্লাহ্। অভিনন্দন। শুভকামনা অফুরন্ত ও নিরন্তর।
    . মো: আবদুল বাতেন, ঢাকা কলেজ ১৯৭৯

    • @anisurrahman870
      @anisurrahman870 3 ปีที่แล้ว

      Right u r bro

    • @banglah801
      @banglah801 3 ปีที่แล้ว

      dr. md. Abdul baten assalamualaikum. sir ar address ta kpnu vaba paita pari

    • @mdabdulhalim2977
      @mdabdulhalim2977 3 ปีที่แล้ว

      room 403 SCBA (Old building). My FB ID is facebook.com/profile.php?id=100049013102302

  • @arifkibriya1295
    @arifkibriya1295 3 ปีที่แล้ว +8

    ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। স্যার আপনি সেটাই করে দেখিয়েছেন।

    • @Butterfly93843
      @Butterfly93843 3 ปีที่แล้ว

      Your life is inspiration of everybody in the. World.Thank you to share with us.

  • @AdvocateSaddamOfficial
    @AdvocateSaddamOfficial 3 ปีที่แล้ว +7

    স্যারের বই পড়েছি আইনের ছাত্র থাকাবস্থায়। একটা জিনিস খুব ভাল লেগেছে স্যার অনেক সংগ্রাম করে বড় হয়েছে সাথে সাথে অন্য ভাই বোনদের সাথে নিয়েই বড় হয়েছে।
    .
    সমাজের প্রতি স্যারের দায়বদ্ধতা বিশেষ করে মানবাধিকার ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা অসাধারণ। স্যারকে স্যালুট জানাই।

    • @banglah801
      @banglah801 3 ปีที่แล้ว

      adv saddam Hussain assalamualaikum, vai ya sir ar address ta paita pari

  • @isratjahantuly9616
    @isratjahantuly9616 3 ปีที่แล้ว +9

    আমরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি এই গানের গোলাপ হলেন ওনাদের মত লোকেরা।

  • @rokibulhasan1679
    @rokibulhasan1679 3 ปีที่แล้ว +39

    আরজে কিবরিয়া ভাইয়ের এরকম প্রত্যেকটা ভিডিও জন্য অপেক্ষায় তাকি,, বিশেষ করে লস্ট এন্ড ফাউন্ড??আমি আরজে কিবরিয়া ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি যেন বাংলার জমিনে হাজার বছর বেঁচে থাকে ❤️❤️

  • @sumonsumon8510
    @sumonsumon8510 3 ปีที่แล้ว +3

    এঈ ভাই শুধু উনার পরিচয় দেননি তিনি বাংলাদেশের ও এই দেশের শিশুদের এবং নিজজাতিত লোকদের দায়িত্ব পালন করেন ।এই রকম কয় জন লোক আছে এই দেশে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি দোয়া করি আললা উনাকে সব দিক দিয়ে বাড়িয়ে দেয়

  • @renurozaferozak1372
    @renurozaferozak1372 3 ปีที่แล้ว +28

    সেরা মানুষের সেরা গল্প ধন্যবাদ জনাব কিবরিয়া ।

  • @DarkJustice1475
    @DarkJustice1475 3 ปีที่แล้ว +1

    ঈশ্বর চন্দ্রের সময় কি বিদ্যুৎ ছিল যে ল্যাম্প পোষ্ট থাকবে? এসব প্রচলিত অযৌক্তিক ভ্রান্ত ধারনা মাত্র।

  • @MabarakHassaingmailcom
    @MabarakHassaingmailcom 3 ปีที่แล้ว +19

    কোন গল্প টা কে সেরা বলবো. গৌরাঙ্গ স্যার.হালিম স্যার নাকি তাজেল

  • @riyanhossain2023
    @riyanhossain2023 2 ปีที่แล้ว +5

    এত সুযোগ থাকার পরেও নিজেকে unlucky মনে করি। আমার জীবনের সেরা গল্প ধন্যবাদ স্যার ধন্যবাদ কিবরিয়া ভাই

  • @m.sultanahmed7197
    @m.sultanahmed7197 3 ปีที่แล้ว +18

    স্যারকে আমি বিসিবি ফাউন্ডেশন এর মাধ্যমে আগে হতে চিনি তিনি অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষআল্লাহ রাব্বুল আলামীন তাকে উত্তম প্রতিদান দান করুন আমীন

    • @banglah801
      @banglah801 3 ปีที่แล้ว

      m. sultan ahmed assalamualaikum, vai ya sir ar address ta diba n please

    • @m.sultanahmed7197
      @m.sultanahmed7197 3 ปีที่แล้ว

      @@banglah801 বেশ কয়েক বছর আগের কথা আমি গিয়েছিলাম, ঢাকার বাংলামোটরে বাদশা টাওয়ারের স্যারের অফিস। উনি বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করে থাকেন মেধাবী ছাত্র-ছাত্রীদের।স্যারের সাথে সাক্ষাতের বিষয়টি হয়তোবা জানতে পারবেন।

  • @abdullahsorder539
    @abdullahsorder539 3 ปีที่แล้ว +2

    কিবরিয়া ভাই যে নাম গুলি বলেছেন এদের মতো নয় হতে হবে ওমোরের মতো আবুবকরের মতো হতে হবে ইসলামের মধ্যে যতো মহামানব তাদের মতো

  • @nahidparvin9514
    @nahidparvin9514 3 ปีที่แล้ว +23

    ইয়া আল্লাহ!!! কি শুনছি ভাওয়ালদের জীবনযাপন এর কি কষ্টকর কথা!!! চোখের জল বাধঁ মানাতে পারছি নাহ্ !এখনো শেষ অব্দি শুনিনি ।শুনছি।

  • @blueman710
    @blueman710 3 ปีที่แล้ว +6

    এই ধরণের মানুষেরা যে দেশে বাস করেন, সে দেশের উন্নতি হতে বাধ্য । বাংলাদেশ উন্নত বিশ্বের একটি যোগ্যতম দেশ হয়ে উঠবে খুব শীঘ্রই এতে কোনো সন্দেহ নেই। সাবাশ বাংলাদেশ । হৃদয়ে বাংলাদেশ। কলকাতা থেকে হৃদয়ের শুভেচ্ছা ।

    • @syedjoaharulalam6177
      @syedjoaharulalam6177 2 ปีที่แล้ว

      ভাই,আপনাকেও শুভেচ্ছা।

  • @mysimplevlog1409
    @mysimplevlog1409 3 ปีที่แล้ว +39

    শুনতে শুনতেই কমেন্ট না করে পারলাম না। অসাধারণ লাগছে। 👍👍

    • @abulhossain5869
      @abulhossain5869 3 ปีที่แล้ว +1

      hi Bangladesh v nice story +639154577809

  • @shellyusa1802
    @shellyusa1802 3 ปีที่แล้ว +11

    Really very impressive and perfect ideal for others. God bless you guys. Sir you need to write about your life story one day.

  • @emtiyazmelanbhuiyan4809
    @emtiyazmelanbhuiyan4809 3 ปีที่แล้ว +10

    এটাই সত্য অযোগ্য লোককে পদে বসিয়ে। যোগ্য সব সময় হেলাফেলা করে। এটাই প্রমাণ করলেন আমার ভাই সত্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ স্যার।

  • @alaminislam2216
    @alaminislam2216 3 ปีที่แล้ว +2

    গল্পটা অসাধারণ তবে Judge কে my Lord বলা একধরনের শিরক। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন।

  • @MdHanif-xd8ei
    @MdHanif-xd8ei 3 ปีที่แล้ว +23

    এটাকেই বলে সত্যি কারের জীবন যুদ্ধ।

  • @sheikhsouravhasan9290
    @sheikhsouravhasan9290 3 ปีที่แล้ว +6

    এই গল্পটা শোনার পর "কী বলব বলার কোন ভাষা নাই আমার "।আমার শরীরের পুরো রক্ত গরম হয়ে গেছে। আমার আত্নবিশ্সাস বেড়ে গেছে। আসাধারন গল্প 🥺🥺

  • @krisnamondol774
    @krisnamondol774 3 ปีที่แล้ว +43

    কিবরিয়া ভাইয়ের গল্পগুলো হা করে গিলে ফেলা ছাড়া আর কিছু বলার থাকে না।

    • @kalyankumarmitra8941
      @kalyankumarmitra8941 3 ปีที่แล้ว

      your life history will definitely encourage the students/people of this earth. I salute your tenacity. from Kalyan Kumar Mitra, Kolkata

  • @sumondaliya7347
    @sumondaliya7347 3 ปีที่แล้ว +1

    আ‌মি ব‌্যা‌রিস্টার আব্দুল হা‌লিম স‌্যা‌রের একজন ভক্ত। আ‌মি এলএল‌বি অনার্সে পড়ার সময় ওনার বই‌ কে বে‌শি প্রধান‌্য দিতাম। স‌্যার সহ‌জ ভাষায় আই‌নের ব‌্যাখা দি‌তেন।

  • @mahatubalam3600
    @mahatubalam3600 3 ปีที่แล้ว +6

    বর্তমানে আমি ব্যাবসার করি, এই ব্যাবসাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি এই ভিডিওটা সবটুকু দেখেছি একমনকি কোথাও কোথাও একটু পিছনে গিয়ে আবার দেখেছি। আমি সাধারণত যে কোন ভিডিও টেনে টেনে তারাতাড়ি দেখি কিন্তু এই ভিডিওটা না টেনে খুব ভাল করে দেখেছি। সত্যিই হালিম ভাইয়ের জীবনের গল্পটা অনেক মানুষকে তাদের নিজেস্ব লক্ষে পৌছতে সাহায্য করবে আমি নিশ্চিত।

  • @Md.AlifurReza
    @Md.AlifurReza หลายเดือนก่อน +1

    মি হালিম স্যার-এর কথা শুনে আমি আমার জীবনের সবচেয়ে স্মরনীয়, পূজনীয় ব্যক্তিত্ব উনাকে ছাড়া আর অন্য কাউকে দেয়ার জন্য শত চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি।

  • @ryanroy7015
    @ryanroy7015 3 ปีที่แล้ว +7

    এই ভদ্রলোকের জীবন যুদ্ধ‍ের গল্প শুনে আমার দুই চোখে আনন্দ অশ্রুতে ভেসে গেল। দেখলাম একজন বাংলাদেশের খাঁটি সোনাকে। এনাকে আমি একজন স্বর্গীয় দেবতা বলেই মনে করি। ওনাকে আমার অন্তরের অফুরন্ত সেলাম।

  • @abulhossain822
    @abulhossain822 2 ปีที่แล้ว +3

    খুব বেশি রকমের অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ব্যারিষ্টার হালিম সাহেব হয়তো ভবিষ্যতে দেখা হবে। ভালো থাকুন।

  • @valolagatv9050
    @valolagatv9050 3 ปีที่แล้ว +17

    অন্য গৌরাঙ্গ

  • @somnathghosal7599
    @somnathghosal7599 3 ปีที่แล้ว +13

    ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে বলছি।
    শ্রদ্ধেয় হালিম সাহেবের ব্যক্তিত্ত্বের প্রতি নত হওয়া ভিন্ন বিকল্প নাই।
    উপস্থাপক মহাশয়কে এমন ব্যক্তিত্বকে উপহার দানে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। তাঁকেও অজস্র অভিনন্দন ও অভিভাদন।