মাশাআল্লাহ। উদ্যোমী ভিশনারী না হলে জীবনে এমন সাফল্য আসেনা।আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথে পরিচালিত করুন আমীন।❤ কষ্ট করে শিক্ষনীয় গল্পটা বলার জন্য উভয়কে ধন্যবাদ। from London
উনার কথা বলার স্টাইল এবং সুন্দর হাসি পুরো সময়টা মনযোগের সাথে পুরো ভিডিও টা দেখতে আকৃষ্ট করেছে, মাশাআল্লাহ। আল্লাহ উনার সুস্থতা এবং নেক হায়াত দান করুন আমিন।
অনেক বেশি বড় কষ্ট ওধৈর্য্যের পর একপর্যায়ে আল্লাহপাক সফলকাম করেছেন। আলহামদুলিল্লাহ।করুনাময় আল্লাহপাক অনেক পরীক্ষা নিয়েছেন। পরিশ্রম ওধৈর্য্যের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছেছেন। অনেক শুভেচ্ছা ওঅভিনন্দন জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ। অসাধারণ জারনি!কারেজিয়াস , অনেস্ট , ন্যাচারাল ইন্সটিংট , পরিস্রম ,ভাগ্য - সব কিছুর কম্বিনেশন - উনাকে। আমি রাত জেগে দেখতেছি। ফেসিনেটিং। অনেক দোয়া। নেভার লুজ ইউর হোপ- এটাই মুল কথা। তার এই মাইন্ডসেট তিনি অন্য ধরমের মানুষ হলেও হতো। গড ত সবার।
ইয়াইয়াহ্ আমিন স্যারের লাস্টে ১.২৯.২৭ মিঃ এ কথাটাই মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে উনার আল্লাহর উপর ভরসা দেখে পরবর্তি কথা গুলো ই ইসহাক সাহেব ও আল্লাহর উপর বিশ্বাস স্হাপন করেই কথাবার্তা চালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইলো ইয়াহিয়া আমিন স্যার প্রতি ।🤲🤲🤲🤲🕋
ভাই আমি লিবিয়াতে আছি, আমি রাত্রে প্রায় ১২টা আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম তখন এই ভিডিওটা আমার সামনে আসে, তখন এই ভিডিওটা না দেখে আমি আর থাকতে পারলাম না ভাই, রাত জেগে সারা ভিডিওটা দেখলাম,,, আসলে জীবন যুদ্ধটা অনেক কঠিন ছিল, আসলে ভাই আপনার অনেক ধৈর্য শক্তি আছে,, আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যাক।
জীবনে শেষ বলে কিছু নেই।শেষ থেকেই শুরু। হতাশার নাম জীবন নয়।উনার জীবনের গল্পটা অনেক কিছু শিখায়।তাছাড়া একজন বাংলাদেশি হিসেবে উনি অনেক দূর এগিয়ে গেছেন।শুভ কামনা রইলো।
আমি ওনার গল্পের সবই শুনলাম কিন্তু পরিপূর্ণতা পায়নি ওনার লাভ এফিয়ারের বিষয়টা যদি বলতেন তাহলে খুশি হতাম বিয়েটা কি উনি ওনার সেই ছাত্রীর সঙ্গে করেছেন নাকি অন্য কারো সঙ্গে
আসসালামু আলাইকুম আমি ভারত থেকে বলছি স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আজকের ওনার এই ভিডিওটা দেখলাম রাত্তিরে দুটোর পর থেকে এখন পর্যন্ত স্যার আমার কথার কমেন্টের উত্তরটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো আসসালামু
Rj Kibria ভাইয়ের ব্রান্ডিং বাংলাদেশ শো তে এরকম অনেক গল্প আছে, যেটা সব সময়ই দেখা হয় শোনা হয়,আজকে আপনারটাও দেখলাম। আল্লাহর প্রতি বিশ্বাস আর নিজে সৎ থাকলে ইং শা আল্লাহ অনেক দুর যাওয়া যায়।
আমি এইবার এইচএসসি পরীক্ষা দিছি, মেডিকেল পিপারেশন নিচ্ছি ,, কোচিং পরীক্ষার নাম্বার দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম, কিন্তু আপনার কথা শুনে সাহস পাইছি, । inspiration . পেলাম ধন্যবাদ ভাইয়া ❤❤❤
এ জীবনে সফল আর সুস্থ থাকতে হলে যা দরকার নিয়মমত খাওয়া দাওয়া। নিয়মমত ঘুম পরিশ্রম আর ব্যায়াম। আর এরকম কয়েকটি ভালো চ্যানেল ফলো করা। অনেক ধন্যবাদ @Yahia Amin
অসাধারণ একটা গল্প শুনলাম। আল্লাহ আপনার সহায় না হলে এগুলো সম্বব হতো না। আপনি আল্লাহর পথে দুহাত খুলে খরচ করুন। আল্লাহ আরো বেশি বেশি দিবেন। আত্মীয় দের সাহায্য করুন। গরিবদের সাহায্য করুন। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন।
একজন সত্যিকার জীবন সংগ্রামীর গল্পটি মন্ত্রমুগ্ধের মতো শুনে খুবই আনন্দিত হয়েছি। অভিনন্দন সংগ্ৰামী ইছহাক ভাই। আপনি বাংলাদেশের যুবসমাজের বহুমুখী প্রতিকূলতা অতিক্রম করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুকরণীয় ব্যক্তিত্ব। ধন্যবাদ।🎉
vaiya tar protita dhape tar poribar support and money help korce,,,acharao tar dhorjo and shikhar akangkha ,,,,,,vai,aj taka nai bole uddok niyeo piche hette hoy
@@mhbellalhossain9050 আলহামদুলিল্লাহ, আমি স্বাভাবিকই ছিলাম একটু শুধু দঃশচিন্তা হচ্ছিল।আলহামদুলিল্লাহ এখন সব স্বাভাবিক আছে।দোয়া করবেন আমারও আমার পরিবারের জন্য।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পডকাস্ট টি দেখলাম এবং এই ভাইয়ের সম্পূর্ণ ঘটনা শুনে আলহামদুলিল্লাহ অনেক অনুপ্রাণিত হলাম। আসলে যদি সঠিকভাবে চেষ্টা করা যায় এবং অধ্যবসায় করা যায় অর্থাৎ চেষ্টায় লেগে থাকা যায় তাহলে মহান আল্লাহ তায়ালার রহমতে জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ।
মাশাআল্লাহ অনেক সুন্দর জীবনবৃত্তান্ত,,, সত্যি বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনলাম।আর শেষে বুঝলাম।I understand, your honest courage and determination to reach your goal and trust in Allah is enough.
Step 1: Learn a skill Step 2: Proove your skill for free or minimum salary Step 3: Earn with your skill Idea = Money Dont just do ideation, Take small Actions consistently Visualize your idea for the long-term perspective Develop positive attitude Don't lose hope of rejection. Try 360 ways. 1 Way will hit the goal Burning Desire of your dream Believe in your GOD Be prepared for the GOOD thing. Have a positive mentality. ( Law of Attraction will work) Success = Full family and Surrounding is Happy ( Not your Money)
This man may have a pronunciation problem but he is an example of true dedication. I used to think this or that might be my weakness to become successful but he basically showed us nothing is impossible in your life if you believe in yourself. What an inspirational personality!!
দ্বিতীয় বার "টুরিস্ট ভিসায়" থাইল্যান্ড যেয়ে কোম্পানি খুলে ফেলা আর সারাবছর ধরে প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাওয়া কিভাবে সম্ভব হলো বুঝতে পারি নাই... যাইহোক, ভালো ছিল।
Vai 9 /10 bochor age thai gov er oto high tech chilo na . Moreover apni hoyto sunen. Nai bd theke onar kache visa laganor age cl diechilo oi oi oi passport haraichilo
শোকর আলহামদুলিল্লাহ। আপনার জীবনের গল্প অনেকের সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক। এই ১ ঘণ্টা ৪৪ মিনিটের বাস্তব ঘটনা একটি ভালো বিনিয়োগ হিসেবে আমার জীবনে কাজে লাগবে। ❤
ভিডিওটা যখন দেখা শুরু করলাম তখন মনে মনে ভেবে নিলাম দশ মিনিট দেখব। কিন্তু ভিডিওতে উনি এত সুন্দর করে কথা বলেছে এত কঠিন বিষয় গুলোকে এত সুন্দর করে বুঝিয়েছে। অনেক রাত হওয়ার পরেও ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে শুনেছি। সত্যিই অনেক সুন্দর যা যেকোনো মানুষের লাইফকে পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ দুজনকে
এই কথাটাই সবচাইতে খুব ভালো লাগছে যে আপনার ইচ্ছায় যা হচ্ছে তা ভালো বাট যা নিজের ইচ্ছায় নয় তা আরো ভালো। আসলেই আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যায় যা হয়তো খোদার কুদরতি ইচ্ছেতেই ঘটছে। তাই কোন কিছুতেই হতাস না হওয়াই উচিত কেননা এর পিছনে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে।
আমি কুমিল্লার মুরাদনগর থেকে ১৯ নং দারোরা ইউনিয়ন থেকে বলছি। আমি দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জব করি। আপনার জীবনের গল্প অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ।
ওনার গল্প টা সুযোগ সুবিধায় ভরপুর, আমাদের মতো সাধারণ ব্যাক্তিদের জন্য জন্য গল্পটি 2nd ধাপ বা 3rd ধাপ হতে পারে but 1st ধাপ টা আমাদের নেই, পিছনে suport দেওয়ার দেওয়ার যখন কেউ নেই, একবার ব্যর্থ হলে যখন আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই সেখানে risk নেওয়া তো বিলাসিতা, আর বিদেশে যাওয়ার চিন্তা টা আমাদের ভীতি যুক্ত স্বপ্ন but গল্পে সেটা খুবই স্বাভাবিক, গল্পে ধাপে ধাপে সুযোগ আর টাকার problem নেই, যেখানে 5 বন্ধু মিলে দেড় কোটি টাকা invest করে সেখানে এগুলো কল্পনা করতে আমাদের অন্তর শিথিল হয়ে যায়, যাহোক একেক জনের জীবনের গতি একেক রকম , সব মিলিয়ে ভালো ছিল
5 bondhor cilona tader refar a onk manush mile 1.5 cr cilo jmn ta amr hoice 2023 ei 50 lack tk invest hoicilo amr darai 12 lack takar problem last er gula atke gece jar porapori day amr opure 12 lack tkr problem a achi kno disha khoje passina😢😢janina kivabe ki hbe
ভাইয়ের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ভাই অনেকগুলো কথা ছেড়ে দিয়েছে। আমি কিছু মিস করেছি গল্পটা এর মধ্যে থেকে। আসলে এত বড় গল্প একসাথে সাজিয়ে বলাও মুশকিলের ব্যাপার। তো সুন্দরভাবেই বলেছেন এজন্য তাকে ধন্যবাদ।
অসাধারণ! চমৎকার!! দু'দিন ধরে ভিডিওটি ধৈর্য সহকারে শুনলাম এবং দেখলাম এটাকেই বলে হাল ছেড়ো না বন্ধু। আমার বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা, সততার ও বিচক্ষণতার সাথে পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। খুব সত্য কথা যে জীবনের সকল পর্যায়ে পজিটিভ চিন্তাভাবনা করা। ইয়াহিয়া সাহেব এবং ইসহাক সাহেব দুজনকেই অনেক ধন্যবাদ।
স্যার আপনার কথা শুনে এতো ভালো লাগলো ,যে কি বলবো , আপনার মনে এতো জোর ,ঐ জোর না থাকলে , আপনি এই জায়গায় পৌঁছাতে পাড়তেন না , আপনি আরো বড়ো মনের মানুষের হন , আপনার পেছনে সবাই থাকবে , আমি ভারত থেকে বলছি , খুব ভালো লাগলো, ভালো লাগলো , সুস্থ থাকবেন , আপনাকে আমি 🙏🙏
এই পডকাস্টটা ইকটু অন্য রকম লক্ষ করলে দেখবেন ইসাক সাহেব কত সাধারণভাবে কথা বলতেছিলো আন্তর্জাতিক একজন মানুষ যার কত পরিচিত লোকসমাগম দেশের বাহিরে তারপরেও পুরো পডকাস্টে উনি অন্যদের মত ইংরেজি বলে নাই সুন্দর করে খাঁটি বাংলায় লম্বা সময় পার করে গেলেন। আসল জেন্টলম্যান ইসাক ভাই দোয়া ও শুভকামনা আপনার জন্য।
Thanks for presenting a Superb motivational talk. I am an indian Bengali .This the first undiluted talk from en extraordinary Person having a very Ordinary background. Bhagavan jano Ishaq ke aro unnoti karte aasheervad karen
What I learned from this podcast!! 1.Never Give up 2Trying to survive 3.Networking 4.Believe in My Self 5. Positive Thinking 6. Think & Grow 7. Idea= Money!❤❤❤ 8. Success= Happy with Family
মাশাআল্লাহ। উদ্যোমী ভিশনারী না হলে জীবনে এমন সাফল্য আসেনা।আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথে পরিচালিত করুন আমীন।❤ কষ্ট করে শিক্ষনীয় গল্পটা বলার জন্য উভয়কে ধন্যবাদ।
from London
1.Positive attitude
2.ইচ্ছা নয়, লক্ষ্য বানানো।
3. ভালো/ খারাপ, যেটি চিন্তা করবেন automatically সেটিই আসবে
খুব ভালো বলেছেন ।
@@kamrulsir¹67b
Right
Perfectly said
*প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনলাম। আমার শোনা আজ পর্যন্ত সেরা পডকাস্ট এবং অত্যন্ত অনুপ্রেরণামূলক।*
রাইট
Q
উনার কথা বলার স্টাইল এবং সুন্দর হাসি পুরো সময়টা মনযোগের সাথে পুরো ভিডিও টা দেখতে আকৃষ্ট করেছে, মাশাআল্লাহ। আল্লাহ উনার সুস্থতা এবং নেক হায়াত দান করুন আমিন।
অনেক সাহসী আর পরিশ্রমী মানুষ মাশা আল্লাহ
অনেক বেশি বড় কষ্ট ওধৈর্য্যের পর একপর্যায়ে আল্লাহপাক সফলকাম করেছেন। আলহামদুলিল্লাহ।করুনাময় আল্লাহপাক অনেক পরীক্ষা নিয়েছেন। পরিশ্রম ওধৈর্য্যের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছেছেন। অনেক শুভেচ্ছা ওঅভিনন্দন জানাচ্ছি।
মানুষের মেধা, সততা, শ্রমের ইচ্ছা থাকলে এগিয়ে যাবেই, ইসহাক সাহেব তার দৃষ্টান্ত!
ভাইয়ের জার্নিটা সত্যি অসাধরান , তবে ওনার সফলতার পিছে ওনার ভাগ্যটা দারুণ কাজ করেছে । যেটা খুব কম মানুষের ক্ষেত্রে হয়।
যৎ
ভাগ্য + তার অদম্য ইচ্ছা শক্তি।
সম্ভবত উনি কথাটা এভাবে বলেছিলেন -"আমার প্রতিটি পদক্ষেপ যেন হয় আল্লাহর কুদরতি হাতে.... "
আমার মতে এই পডকাস্টের শ্রেষ্ঠ সংলাপ।
এতো লম্বা সময় ۔۔۔۔ অথচ মুগ্ধ হয়ে শুনছিলাম, কোন কথা স্কিপ হয়ে যায় সে জন্য মনোযোগ দিয়েই শেষ করলাম , অনেক ধন্যবাদ ۔۔۔۔۔۔۔۔
আলহামদুলিল্লাহ আমার দেশি ভাই। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমার বাড়ি কুমিল্লা হোমনায়। আমি মুরাদনগরের মজিদ কলেজের ছাত্র 😊
ভাই ওনার সাথে যোগাযোগ করার একটা উপায় বলে দেন , খুব দরকার।
ডিসকভার থাইল্যান্ডের মাধ্যমে থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ নিয়েছিলাম। ওদের মতো সার্ভিস অন্য কোথাও পাইনি। অনেক ভালো সার্ভিস ছিল❤
"চিন্তা ভাবনা মানুষকে উন্নত করে
💸 টাকা কখনো সফলতা হতে পারে না"
> সুন্দর কথা ❤️
Fine
আলহামদুলিল্লাহ। অসাধারণ জারনি!কারেজিয়াস , অনেস্ট , ন্যাচারাল ইন্সটিংট , পরিস্রম ,ভাগ্য - সব কিছুর কম্বিনেশন - উনাকে।
আমি রাত জেগে দেখতেছি। ফেসিনেটিং। অনেক দোয়া। নেভার লুজ ইউর হোপ- এটাই মুল কথা।
তার এই মাইন্ডসেট তিনি অন্য ধরমের মানুষ হলেও হতো। গড ত সবার।
ইয়াইয়াহ্ আমিন স্যারের লাস্টে ১.২৯.২৭ মিঃ এ কথাটাই মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে উনার আল্লাহর উপর ভরসা দেখে পরবর্তি কথা গুলো ই ইসহাক সাহেব ও আল্লাহর উপর বিশ্বাস স্হাপন করেই কথাবার্তা চালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইলো ইয়াহিয়া আমিন স্যার প্রতি ।🤲🤲🤲🤲🕋
0)0
I'll 0l0p
So on
ভাই আমি লিবিয়াতে আছি, আমি রাত্রে প্রায় ১২টা আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম তখন এই ভিডিওটা আমার সামনে আসে, তখন এই ভিডিওটা না দেখে আমি আর থাকতে পারলাম না ভাই, রাত জেগে সারা ভিডিওটা দেখলাম,,, আসলে জীবন যুদ্ধটা অনেক কঠিন ছিল, আসলে ভাই আপনার অনেক ধৈর্য শক্তি আছে,, আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যাক।
এত্ত কষ্টের কথাগুলোও যে এত সুন্দর সাবলীল হাসি খুশি ভাবে বলা যায় শিখলাম। ধন্যবাদ আত্নবিশ্বাসী ভাইয়া আল্লাহ সুবহানাহু আপনাকে নেক হায়াত দিন আমীন আমাকে অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাহ
জীবনে শেষ বলে কিছু নেই।শেষ থেকেই শুরু। হতাশার নাম জীবন নয়।উনার জীবনের গল্পটা অনেক কিছু শিখায়।তাছাড়া একজন বাংলাদেশি হিসেবে উনি অনেক দূর এগিয়ে গেছেন।শুভ কামনা রইলো।
আল্লাহ তায়ালা উনাকে বিভিন্ন আইডিয়া দিয়ে সাহায্য করেছেন এবং উনি একজন আশাবাদী লোক। ধন্যবাদ উনি আমার দেশি লোক
ব্যাংককের খুব ভালো একজন মানুষ। ৫ বছর যাবত উনাকে দেখছি। বাংলাদেশী হিসেবে উনি আমাদের গর্ব।
Bhaiyya Thailand asle ki Kono kaj pabo.
ভাই আপনি কি জানেন উনি কার সঙ্গে বিয়ে করেছেন
আমি ওনার গল্পের সবই শুনলাম কিন্তু পরিপূর্ণতা পায়নি ওনার লাভ এফিয়ারের বিষয়টা যদি বলতেন তাহলে খুশি হতাম বিয়েটা কি উনি ওনার সেই ছাত্রীর সঙ্গে করেছেন নাকি অন্য কারো সঙ্গে
আসসালামু আলাইকুম আমি ভারত থেকে বলছি স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আজকের ওনার এই ভিডিওটা দেখলাম রাত্তিরে দুটোর পর থেকে এখন পর্যন্ত স্যার আমার কথার কমেন্টের উত্তরটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো আসসালামু
স্যার আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
এই পডকাস্ট দেখে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়েছে ধন্যবাদ দিয়ে ভাইকে ছোট। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব । তার চিন্তাভাবনা অসাধারণ
ভাই আপনি অনেক ধর্যশীল। আপনি অনেক সরল মনের মানুষ। আপনি মানুষ কে অনেক ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা আপনাকে অনেক বড়ো করেছেন
Rj Kibria ভাইয়ের ব্রান্ডিং বাংলাদেশ শো তে এরকম অনেক গল্প আছে, যেটা সব সময়ই দেখা হয় শোনা হয়,আজকে আপনারটাও দেখলাম।
আল্লাহর প্রতি বিশ্বাস আর নিজে সৎ থাকলে ইং শা আল্লাহ অনেক দুর যাওয়া যায়।
আমি এইবার এইচএসসি পরীক্ষা দিছি, মেডিকেল পিপারেশন নিচ্ছি ,, কোচিং পরীক্ষার নাম্বার দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম, কিন্তু আপনার কথা শুনে সাহস পাইছি, । inspiration . পেলাম ধন্যবাদ ভাইয়া ❤❤❤
মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আমি জীবনেও এতবড় ভিডিও শুনিনাই। দোয়া রইলো ভাইটির জন্য। জাজাকাল্লাহ খাইরান।
এ জীবনে সফল আর সুস্থ থাকতে হলে যা দরকার
নিয়মমত খাওয়া দাওয়া। নিয়মমত ঘুম পরিশ্রম আর ব্যায়াম। আর এরকম কয়েকটি ভালো চ্যানেল ফলো করা। অনেক ধন্যবাদ @Yahia Amin
Really Right kotha
অসাধারণ একটা গল্প শুনলাম। আল্লাহ আপনার সহায় না হলে এগুলো সম্বব হতো না। আপনি আল্লাহর পথে দুহাত খুলে খরচ করুন। আল্লাহ আরো বেশি বেশি দিবেন। আত্মীয় দের সাহায্য করুন। গরিবদের সাহায্য করুন। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন।
আমীন
আমার মনে হয় ওনার বাবার দোয়া আছে, অনেক বেশি 😊😊😊
ইছাক ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করেন আর তার সফলতা আরো বাড়িয়ে দিন আমিন
কুয়েতে আছি এখন রাত ১০ঃ২২ বাজে না সুনে ঘুমাতে যেতে পারিনি।আপনার মতোই ঋণী।নামায পড়ে আল্লাহর কাছে চাই।দোয়া করি আপনি ও আমার জন্য দোয়া করবেন ❤️
Last
Uiuiuuuuuuuuuu😅uuuuu😅uuuhuuuuuuu😅uuuuuuuuuu😅uhuuuuuuuuu😅uuuuuuuuu😅😅uuuuuuuuuuuuuuuui😅uuuuuhhuuu😅uuuu😅uuuuuuu7uuuuuuuuuhhhhhuuubhhhuhu!!huhhhhhhuuuuuuuuu😅uuu😅uuuuuuhhhhhhhn!huhhuhu!hhhhhhhuuuuu😅😅uuu!hhhhhhhh!hh!hhh!huuh!hhhh!!hhhbh!hhhhhhh
This podcast is an inspiration and guideline for all frustrated unemployed persons.
ন্ন।অগ।গ্ন। অওনু। অ।অও।অ।অ। অও।।। অ।ব অ।অও।ঃ।অব।অন। বফবনু অন।অ।নু।অ।অগ।অ অ।অর।অ।ন।অওঅঅ।অ।অ।অওঅঅঅঅ।গ।অহ।অ।অ। অন।গু।অ।ব।অ।অন্ন। অরু অও।অও।। অও।ফং অ।।।।ব।অং অ।অও।। অ।ব অও অগ অও।অন।।অ।ফ নুঅঅ।অ অও অ ন।নবফ।ন।অওঅঅঅঅন।ফু অওন।। অওঅঅঅঅন।অ৷ ব।অ।অওঅঅ।অফু।অন।অওব।অওন অ।অ অওঅঅন। বনহ।।হুব।।। নববু।অ।।গন গব অওঅঅবন।বনব।।অওন।। অওঅঅঅঅ বুব।অওঅঅন।অওঅঅ।অ।।।। ন অওব।😊বফ।অওঅঅন।অওননব।অব।ন।হ্ন।অ।অন।অব। অ অ গ অওঅঅ।😊 হ।অ।বু।৷। অনবগফ।নন।অ।।অন্র।ন।ন।অওঅঅ। গ অ৷।। অ।অ।ই৷ অ।হ্ন।ন।গ।।অ।বন।অ। অওব। অওঅঅন অং।অ অও ন।গবগ। রবনহ।গ্ন।বুঅঅঅঅব নফব।ন।অওনবগন্ন। অও।অনুঅঅঅঅঅঅ।বনু।হ।। অও।।ববঅওঅঅংব।অ।ন।😊😊😊😊😊
Inspiration pelam, thanks vai❤️
একজন সত্যিকার জীবন সংগ্রামীর গল্পটি মন্ত্রমুগ্ধের মতো শুনে খুবই আনন্দিত হয়েছি। অভিনন্দন সংগ্ৰামী ইছহাক ভাই। আপনি বাংলাদেশের যুবসমাজের বহুমুখী প্রতিকূলতা অতিক্রম করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুকরণীয় ব্যক্তিত্ব। ধন্যবাদ।🎉
Thanks for watching!
আপনার আব্বা প্রতি সম্মান জ্ঞাপন করছি এই কথাটার জন্য জীবনের না খেয়ে থাকবে কিন্তু কারো ক্ষতি করবে না আমি একই কথা বলি💙💙🙏🙏🙏
" আমার কাছে মনে হইসে, কাজটা শেখা আগে, টাকাটা বড় কথা না" এই এক কথাই তার সাফল্যের মূলমন্ত্র।
You correct..
সাথে ওনার সরলতা
vaiya tar protita dhape tar poribar support and money help korce,,,acharao tar dhorjo and shikhar akangkha
,,,,,,vai,aj taka nai bole uddok niyeo piche hette hoy
@@s.m.ashikurrahmanjoy,
@@fahmiscookingandvlogdiaryএবং সরলতার সাথেই ধর্য, আর ধর্যের মূল মালিকই কিন্তু আল্লাহ !!
একেই বলে ভাগ্যের খেলা। রাখে আল্লাহ মারে কে। আপনার সরলতার আর ধৈর্যের উপহার হিসেবে আল্লাহতালা আপনাকে এই ফল দান করেছেন। আল্লাহ চাইলে সব পারেন।
দারুণ একজন মানুষ আপনি, ইসহাক ভাই।
কিভাবে যে ২ ঘন্টার পডকাস্ট শুনলাম,,একটুও বুঝতে পারি নাই। খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা।।
আলহামদুলিল্লাহ, এমন একটা জটিল সময়ে উনার কথাগুলি শুনলাম মনে প্রশান্তি পেলাম।আলহামদুলিল্লাহ।
আপনি এখন কেমন আছেন। নিজেকে কতটুকু স্বাভাবিক করতে পেরেছেন ?
@@mhbellalhossain9050 আলহামদুলিল্লাহ, আমি স্বাভাবিকই ছিলাম একটু শুধু দঃশচিন্তা হচ্ছিল।আলহামদুলিল্লাহ এখন সব স্বাভাবিক আছে।দোয়া করবেন আমারও আমার পরিবারের জন্য।
চেষ্টার কাছে ৷ আঞ্চলিকতা আর ভাষার ভুল উচ্চারণ কোন ব্যাপারই নয়।।❤❤ ধন্যবাদ এবং সেলু্ট জানাই আপনাকে ❤️❤️
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পডকাস্ট টি দেখলাম এবং এই ভাইয়ের সম্পূর্ণ ঘটনা শুনে আলহামদুলিল্লাহ অনেক অনুপ্রাণিত হলাম। আসলে যদি সঠিকভাবে চেষ্টা করা যায় এবং অধ্যবসায় করা যায় অর্থাৎ চেষ্টায় লেগে থাকা যায় তাহলে মহান আল্লাহ তায়ালার রহমতে জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ।
ভাই আপনার জীবনের কাহিনী যেন, আমারই জীবন, চেস্টায় আছি সফলতার দরজায় নক করতে, দোয়া করি আল্লাহ আপনাকে আরও সফলতা দিন,
আপনি আমাদের কুমিল্লার গর্ব,
একটি podcast দেখা আর একটি বই পড়া একই কথা 🎉❤
মাশাআল্লাহ অনেক সুন্দর জীবনবৃত্তান্ত,,, সত্যি বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনলাম।আর শেষে বুঝলাম।I understand, your honest courage and determination to reach your goal and trust in Allah is enough.
Step 1: Learn a skill
Step 2: Proove your skill for free or minimum salary
Step 3: Earn with your skill
Idea = Money
Dont just do ideation, Take small Actions consistently
Visualize your idea for the long-term perspective
Develop positive attitude
Don't lose hope of rejection. Try 360 ways. 1 Way will hit the goal
Burning Desire of your dream
Believe in your GOD
Be prepared for the GOOD thing. Have a positive mentality. ( Law of Attraction will work)
Success = Full family and Surrounding is Happy ( Not your Money)
❤
Yes❤
Excellent presentation
আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ সহজ সরল স্বাবলম্বী ভাষায় কথা বলছেন ❤আমাদের কুমিল্লা গর্ব
কুমিল্লার মানুষ হিসেবে গর্বিত সদয় আপনার জীবন কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য।
সত্যি অসাধারণ সুন্দর সাফল্য! অনেক ধৈর্যশীল ব্যক্তি বলেই তাঁর পক্ষে এটা সম্ভব হয়েছে! অনেক অনেক ধন্যবাদ!
থাইল্যান্ডের মতো দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে মানুষ এভাবেই কাজ করে এগিয়ে যাবে সফলতার দিকে।
উনি আমার এলাকার মানুষ উনি আসলেই অনেক বড় মনের মানুষ
This man may have a pronunciation problem but he is an example of true dedication. I used to think this or that might be my weakness to become successful but he basically showed us nothing is impossible in your life if you believe in yourself. What an inspirational personality!!
He is business-minded, no matter the pronunciation because now he is an established man. I think he came into the channel for more free marketing.
Then why we criticism about hero alam
শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনছি।
মুগ্ধ হয়ে গেলাম ❤❤
ধন্যবাদ!
দ্বিতীয় বার "টুরিস্ট ভিসায়" থাইল্যান্ড যেয়ে কোম্পানি খুলে ফেলা আর সারাবছর ধরে প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাওয়া কিভাবে সম্ভব হলো বুঝতে পারি নাই... যাইহোক, ভালো ছিল।
সবাই বিশ্বকবিরবীন্দ্রনাথ হবে না স্কুলে না গিয়ে নজরুল ইসলাম হবে না স্কুল পালিয়ে
অবশ্যই সেখানে একটা বড় অংকের ইনভেস্ট ছিল।
Mashallah vai boro dekhe speed barai video ta dekhlam ak kothai osadaron chilo onar idea gola joss..
Mon khole dua kori onar jonno.
Vai 9 /10 bochor age thai gov er oto high tech chilo na . Moreover apni hoyto sunen. Nai bd theke onar kache visa laganor age cl diechilo oi oi oi passport haraichilo
গল্পেই সম্ভব,। বাস্তব অনেক কঠিন। মিরাকেল লাখে একটা ঘটে
1 সেকেন্ড ও বাদ দিই নাই আলহামদুলিল্লাহ পুরো সুনলাম,অনেক ভালো লাগলো।
আল্লামুল্লি
আমি ও
উনার কাহিনীটা আমার মুখস্ত হয়েগেছে। এত সুন্দর করে ইশহাক ভাই উপস্থাপন করেছেন। ❤️❤️❤️
খুবই ধৈর্য্যশীল মানুষ আপনি আর পরিশ্রমী। অনুপ্রেরণা মুলক ভিডিও।
Dear @Yahia Amin,
You have a very loyal audience. Make sure you have given them an authentic knowledge and information, not the fake one.
এক কথায় অসাধারণ,আল্লাহর প্রতি বিশ্বাস এবং সদিচ্ছা, এবং সঠিকভাবে পরিশ্রম থাকলে থাকলে জীবনের সবকিছুই করা সম্ভব।
থ্যাংক ইউ সো মাচ
ফাস্ট কোন প্রডকাস্ট সম্পুর্ণ শুনলাম।
এক কথায় অসাধারণ। অনেক সহজ সরল ভাইটা।
আহারে এত নমর ভদ্র,সহজ সরল,বিনয়ী মানুষের আজ বাংলাদেশে বড্ড দরকার।
তিনি একজন সৎ মানুষ তাই আল্লাহতালা তাকে সাহায্য করেছে ❤
শোকর আলহামদুলিল্লাহ।
আপনার জীবনের গল্প অনেকের সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক।
এই ১ ঘণ্টা ৪৪ মিনিটের বাস্তব ঘটনা একটি ভালো বিনিয়োগ হিসেবে আমার জীবনে কাজে লাগবে। ❤
ভিডিওটা যখন দেখা শুরু করলাম তখন মনে মনে ভেবে নিলাম দশ মিনিট দেখব। কিন্তু ভিডিওতে উনি এত সুন্দর করে কথা বলেছে এত কঠিন বিষয় গুলোকে এত সুন্দর করে বুঝিয়েছে। অনেক রাত হওয়ার পরেও ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে শুনেছি। সত্যিই অনেক সুন্দর যা যেকোনো মানুষের লাইফকে পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ দুজনকে
"Apni jodi bhalo kichu chinta koren tahole bhalo kichu ashbe r apni jodi kharap kichu chinta koren tahole kharap kichu ashbe"....jothartho bolechen.
Abong porom shotto bolechen.
Allah SWT apnar shokol nek asha puron korun...ei doa kori.
ভদ্রলোকের মুখের হাসির সরলতায় সত্যিই প্রশান্তি লাগলো । আর উনার বিজনেস আইডিয়া এবং মার্কেটিং প্ল্যানের জ্ঞান অসাধারণ। আল্লাহ উনার আরো মঙ্গল করুন ।
1:44:56
@@nazimuddin7416❤
Sotti onek sikhar ase
❤nice I want to communicate with you
😮😮😮😮😮😮😮😮ড়
দ😊@@nazimuddin7416
উনি অনেক সরল এবং ভাল ওনার সরলতা কথায় ফুটে উঠেছে
অনেক অনুপ্রেরণা মূলক ভিডিও। সময় নিয়ে শুনলাম।
ইসহাক সাহেব আপনার আত্মবিশ্বাস খুব বেশি এবং সেজন্য আল্লাহ পাক আপনাকে সফলতা দান করেছেন। আপনারকে অসংখ্য ধন্যবাদ ।
এই কথাটাই সবচাইতে খুব ভালো লাগছে যে আপনার ইচ্ছায় যা হচ্ছে তা ভালো বাট যা নিজের ইচ্ছায় নয় তা আরো ভালো। আসলেই আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যায় যা হয়তো খোদার কুদরতি ইচ্ছেতেই ঘটছে। তাই কোন কিছুতেই হতাস না হওয়াই উচিত কেননা এর পিছনে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে।
আমি কুমিল্লার মুরাদনগর থেকে ১৯ নং দারোরা ইউনিয়ন থেকে বলছি। আমি দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জব করি। আপনার জীবনের গল্প অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ।
আমাদের মুরাদনগরের একজন উজ্জ্বল নক্ষত্র ❤
মুগ্ধ হয়ে শুনলাম । এতো ঝামেলার মাঝে কি করে টিকে থাকতে হয় তা এই ভিডিও থেকে শিক্ষা নিতে যথেষ্ঠ ।
Thanks for watching!
ওনার গল্প টা সুযোগ সুবিধায় ভরপুর, আমাদের মতো সাধারণ ব্যাক্তিদের জন্য জন্য গল্পটি 2nd ধাপ বা 3rd ধাপ হতে পারে but 1st ধাপ টা আমাদের নেই, পিছনে suport দেওয়ার দেওয়ার যখন কেউ নেই, একবার ব্যর্থ হলে যখন আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই সেখানে risk নেওয়া তো বিলাসিতা, আর বিদেশে যাওয়ার চিন্তা টা আমাদের ভীতি যুক্ত স্বপ্ন but গল্পে সেটা খুবই স্বাভাবিক, গল্পে ধাপে ধাপে সুযোগ আর টাকার problem নেই, যেখানে 5 বন্ধু মিলে দেড় কোটি টাকা invest করে সেখানে এগুলো কল্পনা করতে আমাদের অন্তর শিথিল হয়ে যায়, যাহোক একেক জনের জীবনের গতি একেক রকম , সব মিলিয়ে ভালো ছিল
5 bondhor cilona tader refar a onk manush mile 1.5 cr cilo jmn ta amr hoice 2023 ei 50 lack tk invest hoicilo amr darai 12 lack takar problem last er gula atke gece jar porapori day amr opure 12 lack tkr problem a achi kno disha khoje passina😢😢janina kivabe ki hbe
@@MstNippa এমটিএফি তে ইনভেস্ট করছিলেন?
ঠিক স্টুডেন্ট অবস্থায় ৩৫ লক্ষ টাকা ইনভেস্ট করার মতো সুযোগ সবার থাকে না, দিনশেষে সুযোগ থাকলে জীবন এ কোন টেনশন ই থাকে না
লোকটা কথা একটু বেশী বলে, সহজ সরল মেন্টালিটি, কিন্তু প্রথমে বিরক্ত লাগলেও ধৈর্য্য নিয়ে শুনলাম, অসাধারন জীবন কাহিনী। Truly Inspirational.
ভাইয়ের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ভাই অনেকগুলো কথা ছেড়ে দিয়েছে। আমি কিছু মিস করেছি গল্পটা এর মধ্যে থেকে। আসলে এত বড় গল্প একসাথে সাজিয়ে বলাও মুশকিলের ব্যাপার। তো সুন্দরভাবেই বলেছেন এজন্য তাকে ধন্যবাদ।
অসাধারণ! চমৎকার!! দু'দিন ধরে ভিডিওটি ধৈর্য সহকারে শুনলাম এবং দেখলাম এটাকেই বলে হাল ছেড়ো না বন্ধু। আমার বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা, সততার ও বিচক্ষণতার সাথে পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। খুব সত্য কথা যে জীবনের সকল পর্যায়ে পজিটিভ চিন্তাভাবনা করা। ইয়াহিয়া সাহেব এবং ইসহাক সাহেব দুজনকেই অনেক ধন্যবাদ।
Thanks for watching!
আপনার শেষের কথা গুলো খুব ভালো লেগেছে সত্যি তো ফ্যামিলীর সবাই ভালো থাকার নাম ই হচ্ছে সাকসেস ❤❤ আরো এগিয়ে যান ভাই আমার অনেক অনেক দোয়া রইলো
"The face is the index of mind"..This Man is undoubtly a Good Man,a honest Man & a Man of positive thinking .
পুরোটা শুনেছি অনেক কষ্ট করে।সেরা❤
রাত ২:৪১ মিনিটে ডিউটি অবস্থায় কথাগুলো শুনলাম অনেক সুন্দর লাগলো।
এই প্রথম এত সময় নিয়ে একটা জীবনের সফলতার গল্প শুনলাম
হার না মানা একটি জীবন যুদ্ধের গল্প। ধৈর্য্যর সাথে সিরিয়াসলি শ্রম দিয়ে লেগে থাকলে, জীবনে সফলতা আসবেই। সত্যিই অসাধারণ সফলতা। তার জন্য শুভকামনা।
স্যার আপনার কথা শুনে এতো ভালো লাগলো ,যে কি বলবো , আপনার মনে এতো জোর ,ঐ জোর না থাকলে , আপনি এই জায়গায় পৌঁছাতে পাড়তেন না , আপনি আরো বড়ো মনের মানুষের হন , আপনার পেছনে সবাই থাকবে , আমি ভারত থেকে বলছি , খুব ভালো লাগলো, ভালো লাগলো , সুস্থ থাকবেন , আপনাকে আমি 🙏🙏
ভাই আপনাকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি অধ্যাপনা থেকে অবসরে।পারলে আমার জন্য একটু চিন্তা করবেন।তিনটা মেয়ে নিয়ে এখন বেকার।আলহামদুলিল্লাহ।
একমাত্র আললাহ তালার সাহায্য ছাড়া কোন সফলতা সম্ভব না।
😂
হ্যাঁ আর মহান আল্লাহ তাদের সাহায্য করেন যারা জান দিয়ে চেষ্টা করে।
এই পডকাস্টটা ইকটু অন্য রকম লক্ষ করলে দেখবেন ইসাক সাহেব কত সাধারণভাবে কথা বলতেছিলো আন্তর্জাতিক একজন মানুষ যার কত পরিচিত লোকসমাগম দেশের বাহিরে তারপরেও পুরো পডকাস্টে উনি অন্যদের মত ইংরেজি বলে নাই সুন্দর করে খাঁটি বাংলায় লম্বা সময় পার করে গেলেন।
আসল জেন্টলম্যান ইসাক ভাই দোয়া ও শুভকামনা আপনার জন্য।
কি বলবো কাহিনীটা সত্যিই অসাধারণ সাহস লক্ষ সঠিক থাকলে কাজ করা যায় ধন্যবাদ
Thanks for presenting a Superb motivational talk.
I am an indian Bengali .This the first undiluted talk from en extraordinary Person having a very Ordinary background.
Bhagavan jano Ishaq ke aro unnoti karte aasheervad karen
অমায়িক ভালো মানুষ মাশাআল্লাহ উনার চিন্তা ভাবনাই কত সুন্দর 🎉🎉🎉
অনেক কিছু শিখলাম ভাইয়া আপনার কাছ থেকে।দোয়া করবেন যেন আপনার মত মানুষের জন্য কিছু করতে পারি
ইয়াহইয়া ভাই, আপনার ধর্মিয় রেফারেন্স গুলো আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ্ !
What I learned from this podcast!!
1.Never Give up
2Trying to survive
3.Networking
4.Believe in My Self
5. Positive Thinking
6. Think & Grow
7. Idea= Money!❤❤❤
8. Success= Happy with Family
ইছহাক এর মত ধ্যান ও গ্যান বুদ্ধি সবার মাঝে জাগ্রত হউক।সবাই নিজেকে ও দেশকে ভালোবাসলেই আমরা শিখরে পৌঁছাতে পারবো👍
আমার কাছে উনার গল্পটা অনুপ্রেরণামূলক মনে হলেও কিছু বিষয়ে মনে হয়েছে উনি অনেক ক্ষেত্রে চালাকি করেছেন অনেকের সাথে।
R8
আমার কাছে যেই টুকু মনে হয়েছে। এটা ভাগ্য। আল্লাহ তায়ালা সাহায্য করেছে। ইচ্ছা বা লঙ্খ নয়।
প্রত্যেক সফলতার পিছনের গল্পই মর্মান্তিক আর দূর্গম পথের শেষ প্রান্ত,
যদি সে পথের পথ না হাড়ায়!
শুভকামনা রইলো অবিরাম 👍
খুব ভালো মানুষ কোন অহংকার নেই আমি ইন্ডিয়া থেকে রাত বারোটা পর্যন্ত শূনলাম
Greatest podcast I have ever listen
হাসিমুখে উনার গল্পটা অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ছিলো ,ভালো মানুষ
কমফোর্ট জোন না ছাড়লে যে জীবনে বড় হওয়া যায় না , ইসহাক ভাই তার অন্যতম প্রমান
Comfort zone tai amr jibon shesh kore dilo
বিশ্বাস +যোগ্যতা+সততা, এবং সঠিক শ্রম মানুষকে আল্লাহ বড় করেন।