হকার থেকে শত কোটির মালিক I Branding Bangladesh I Episode :45 I Studio of Creative Arts ltd

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nipashamoli96
    @nipashamoli96 ปีที่แล้ว +1883

    উনি খুব ভালো মানুষ উনার অফিসের কর্মীদেরকে উনি খুব হেল্প করে । আমি উনার প্রতিষ্ঠানে জব এর জন্য গিয়েছিলাম আমার ব্যক্তিগত কারণে জবটা করতে পারিনি । কিছুদিন ট্রেনিং করেছিলাম তাতে বুঝেছি উনার অফিসের মেয়েরা কতটা নিরাপদ ভাবে চাকরি করে উনার অফিসের পরিবেশ খুব সুন্দর । এবং সত্যি উনি এক অসাধারণ মানুষ উনি কর্মচারীদের কে, যে ভাবে হেল্প করে তা খুব ভালো মনের মানুষ ছাড়া সম্ভব নয় । অনেক দোয়া থাকলো আরো এগিয়ে যান ।

  • @a_no_nymas_7829
    @a_no_nymas_7829 ปีที่แล้ว +845

    ব্যাক্তিগত ঝামেলার মাঝেও মানুষটা তাঁর কাজকে ঠিক দায়িত্ব সহকারে পালন করে চলেছে । সেলুট আপনাকে , আল্লাহ আপনাকে জয়ী করুক ।।💙💙

    • @evergreen313
      @evergreen313 ปีที่แล้ว +17

      ঠিক বলছেন

    • @lipton925
      @lipton925 ปีที่แล้ว +7

      জিডি করা করা নিয়ে যত ঝামেলা,,,, হয়তো অন্য কেউ ডিসটার্ব করছে তাদের বিরুদ্ধে জিডি করছে,,,, আর মিডিয়া চালিয়ে দিছে তার পরিবারের বিরুদ্ধে কিবরিয়া সাহেব জিডি করছে,,, এরকমও তো হতে পারে

    • @mihhajislam8290
      @mihhajislam8290 ปีที่แล้ว +4

      Rj kibria sir is a real hero

    • @sahnazbegum8234
      @sahnazbegum8234 ปีที่แล้ว +3

      আমিন।

    • @r08shahriarnafees27
      @r08shahriarnafees27 ปีที่แล้ว

      @@evergreen313 aa

  • @Rakibimperial
    @Rakibimperial ปีที่แล้ว +39

    এই যুগে এত বড় উদ্যোক্তা হওয়া এত এত উঁচু পর্যন্ত যাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার এবং পরিশ্রম

  • @Omarentertainment.
    @Omarentertainment. ปีที่แล้ว +17

    উনার শেষের দিকের প্রত্যেকটা কথা শুনেই গায়ে একেবারে শিহরণ দিয়ে উঠছে
    আসলে মানুষের জীবনে সফলতা এমনি এমনি আসে না, অনেক চেষ্টা আর ধৈর্যের প্রয়োজন,
    অনেক ধৈর্য নিয়ে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে আল্লাহ উনাকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন।
    শুভকামনা রইল সামনে আরো ভালো কিছু করুন প্রিয় ভাই মানুষের কল্যাণের জন্য।

    • @PukuRanilifestyle
      @PukuRanilifestyle 2 หลายเดือนก่อน

      খুব ভালো মানুষ দাদা ❤❤❤❤

  • @findiatech
    @findiatech 10 หลายเดือนก่อน +8

    আমি, india থেকে Raj Panja। Mr sohag দাকে বিশেষ ভাবে অভিনন্দন ,ইশ্বরের কাছে প্রার্থনা আপনি আরও বড়ো হন । আপনাকেও, কারণ আপনি বা আপনার চ্যানেল নাহলে কোনো ভেবেই ' The biggest fight ,survival and success হইতো উঠে আসতোনা এত মানুষের কাছে । বাস্তব , সত্য এবং সততা বিষয়টির জন্য আপনাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। Mr shoag দা আপনি এত প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পেরেছেন সাথে উচ্চ শিক্ষা , মানুষের জন্য ভালো চাওয়া, এত মানুষের কাছে প্রতারিত, আঘাত খাওয়ার পরেও এরকম মন রাখা সত্যই কঠিন। আর আপনার সততার কোনো তুলনা হয়না।

  • @montudani9010
    @montudani9010 ปีที่แล้ว +123

    ব্র্যান্ডিং বাংলাদেশে এমন একটি অনুষ্ঠান যা একবার দেখা শুরু করলে না শেষ হওয়া পর্যন্ত থামানো যায় নাl সকলকে অনুপ্রেরণা জোগানোর জন্য এরকম অনুষ্ঠান বেশি বেশি চাই l

    • @msmonimoni365
      @msmonimoni365 ปีที่แล้ว

      ভাই আপনার গল্প থেকে। ওনেক কিছু শিখলাম। কিন্তুু এদেশের জে সরকার। না জানি আপনারে কবে আটক করে রাজুক। টাকার জন্য। কারন ওরা জে খারাপ।। কিন্তি ওনেক ভাল থাকেন দোয়া করি।💝💝💝💝

    • @princehimelsani3682
      @princehimelsani3682 ปีที่แล้ว

      Akdon right ❤

    • @arifjahangir-mm4bz
      @arifjahangir-mm4bz 18 วันที่ผ่านมา

      সহমত

  • @Samchy666
    @Samchy666 ปีที่แล้ว +166

    এতবার ব্যর্থ হয়েও যে মানুষ তার স্বপ্নের পেছনে লেগেছিলো, আল্লাহ তায়ালা তাকে পুরস্কৃত করেছেন সময়মত। Very inspiring story! Truth is really stranger than friction!

    • @alonetraveller4965
      @alonetraveller4965 ปีที่แล้ว +2

      ব্যার্থ হলে কি বলতেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছে?

    • @fayezurrahman8141
      @fayezurrahman8141 ปีที่แล้ว

      This is why Bangladesh is advancing and coming up in Asia. Although all our big thieves are pulling our leg down.

  • @rajibulhasanrajib2679
    @rajibulhasanrajib2679 ปีที่แล้ว +55

    জীবনের প্রথম না টেনে একটা ভিডিও দেখলাম। গল্পটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। গল্পটা শিখিয়ে দিয়েছে, কখনো হাল ছাড়তে নেই। চেষ্টা করলে সফলতা আসবেই।

    • @mdusmangoni
      @mdusmangoni ปีที่แล้ว

      SAMEE

    • @faristavfx
      @faristavfx ปีที่แล้ว +1

      অনেক সুন্দর লাগছে ভাই অনেক বড় মনের মানুষ

  • @alamgeeractechnician4737
    @alamgeeractechnician4737 ปีที่แล้ว +8

    সোহাগ ভাই আপনার উন্নতিদেখে সত্যিই আমি গর্বিত।আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাক।আল্লাহ্ আপনাকে আরো সৎ, ন্যায় নিস্ঠাবান হতে সাহা্য্যকরুক।নীতিবান ও ধার্মিক ব্যাক্তি ও মুমিন বান্দা হতে সাহা্য্য করুক এবং গরীব, দুঃখী ও মেহনতি মানুষকে নিয়ে ভাবাতে অনুপ্রানিত করুক।এগিয়ে যান দোয়া রইলো। আল্লাহ হাফেজ।

  • @jahangirkabir3145
    @jahangirkabir3145 ปีที่แล้ว +277

    ব্লু ড্রিম এর সাথে, আমার ৪০% মিল আছে। আমি গত বছর নভেম্বর এ ৪০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিলাম, ইনশাল্লাহ এখন আমার ২-৩ লক্ষ টাকার মাল স্টক আছে ❤❤️❤️❤️আমি অনার্স ৩য় বর্ষে পরি,আর ফুটপাত এ হকারি করি।

    • @habibaakter8157
      @habibaakter8157 10 หลายเดือนก่อน +3

      কিসের বিজনেস করেন?

    • @mdsaidul2754
      @mdsaidul2754 9 หลายเดือนก่อน +3

      কিসের ব্যাবসা?

    • @samiajannat1800
      @samiajannat1800 8 หลายเดือนก่อน +4

      🎉

    • @shakerullahkhantonu
      @shakerullahkhantonu 8 หลายเดือนก่อน +3

      ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে

    • @MDABDULJABBARKHAN
      @MDABDULJABBARKHAN 7 หลายเดือนก่อน

      ​@@habibaakter8157the 49:33 49:33

  • @rashedhossain7606
    @rashedhossain7606 ปีที่แล้ว +82

    আমি আপনার অনেক গুলো এপিসোড দেখেছি এবং শুনেছি কিন্তু আজকের এপিসোড সব থেকে বেশি ভালো লেগেছে, এর কারন আজকের এপিসোডের আমন্ত্রিত মানুষটক ছিলেন অনেক সাদা মনের। তাই তো উনাকে মানুষ ঠোকিয়েছে আর মহান আল্লাহ রব্বুল আলামীন অনেক বেশি জিতিয়েছেন। দোয়া রইলো প্রিয় ভাই দের জন্য।

  • @shuchandabarua2766
    @shuchandabarua2766 ปีที่แล้ว +36

    আমার বয়স এখন ৫০ ছুঁই ছুঁই। এই ছোট ভায়াটার কথা শুনে আমি ও খুব অনুপ্রাণিত হলাম। দুজনের প্রতি ধন্যবাদ এবং শুভকামনা রইল।

  • @royalmoto4345
    @royalmoto4345 ปีที่แล้ว +34

    জীবনের গল্পের পরে এই প্রথম কোন এপিসোড প্রথম থেকে শেষ পর্যন্ত ১ সেকেন্ড ও না টেনে।
    জীবনের প্রথম এত অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ ২ জনকেই

  • @076aflahamostofa5
    @076aflahamostofa5 ปีที่แล้ว +10

    এই এক নাটক মনে হয় আমি ১০+বার দেখেছি। অসাধারণ 🎉আশফাক নিপুণ অসাধারণ নির্মাতা।

  • @JabedMahmud-vb9cn
    @JabedMahmud-vb9cn 5 หลายเดือนก่อน +8

    আমার চোখ অশ্রুসিক্ত হলো প্রিয় কিবরিয়া ভাই। অনেক ভালোবাসা রইলো স্বপ্নীল সোহাগ ভাই 🫶🤲💚 দোয়া রইলো আপনার কোম্পানি আরো এগিয়ে যাক 🌼

  • @farjanamaisha2908
    @farjanamaisha2908 ปีที่แล้ว +13

    লাস্টের কথাগুলো ১০০ ভাগ সত্যি।
    স্টুডেন্ট লাইফেই কিছু না কিছু করার চেষ্টা করা জরুরি

  • @sasumon_bd
    @sasumon_bd ปีที่แล้ว +44

    সফলতা কাকে বলে উনি শিখিয়ে দিলো অনেক শুভকামনা ব্লু ড্রিমের জন্য উনি অনেক ভালো মনের মানুষ।

    • @PukuRanilifestyle
      @PukuRanilifestyle 2 หลายเดือนก่อน

      দাদা সাপোর্ট চাই ❤❤❤❤

  • @Taniaakter-xj4nt
    @Taniaakter-xj4nt ปีที่แล้ว +135

    মাননীয় এম ডি স্যার আপনাকে স্যালুট জানাই। অনেক কষ্ট করে আজ আপনি প্রতিষ্ঠিত।আল্লাহ আপনার মঙ্গল করুক এবং নেক হায়াত দান করুক। সেই সাথে আল্লাহ আপনার সুস্থতা দান করুক আমিন।

    • @Anas-xw6tw
      @Anas-xw6tw ปีที่แล้ว +3

      আমার একটা কাজ প্রয়োজন

    • @NayanBabu2
      @NayanBabu2 ปีที่แล้ว +1

      ভাই এই লোক পুরাই ফাঁপরবাজ, কিসের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এদের? গ্রুপের মানে বোঝে এই লোক?প্রমশনের জন্য এখানে গেছে, মূলত কথা এদের কাজই চাপাবাজি আর ফাঁপরবাজি, এই লোক যা করেছে পরিবার আর রিলেটিভের সহযোগিতায়, এর মূল কাজ চাপাবাজি, আসল কাহিনী সব গোপন করে গেছে, সাধারণ জনগনকে ধোকা দেওয়া এদের মূল লক্ষ*

    • @dolanazrana788
      @dolanazrana788 ปีที่แล้ว +1

      Ami o business korte chai, apner md sir k bolen

    • @abusalah2471
      @abusalah2471 ปีที่แล้ว

      দারুন ্অসাধারন

    • @mdakmal9972
      @mdakmal9972 ปีที่แล้ว

      Unar number ba office address ta dewa jabe

  • @AnandoChakraborty-n8d
    @AnandoChakraborty-n8d ปีที่แล้ว +3

    কি বলবো ভাই কে,,,এক কথায় অসাধারণ। কেউ ই উপরে তুলবে না,যদি না নিজে চেষ্টা না করে,,,,কে বললো সৎ পথে কোটি টাকার মালিক হতে পারে না,,,ভাই সেই পথের জলন্ত উদাহরণ

  • @RkRipon-xp7uf
    @RkRipon-xp7uf 4 หลายเดือนก่อน +4

    ভাই রাত দুইটা পযন্ত জেগে গল্প টা শুনলাম, , সফলতা কাকে বলে এই গল্পটা না শুনলে বুজতে পারতাম না ,। এক কথার, সোহাগ ভাই, একটা সফল উদ্যোগতা,। এতো ব্যার্তটা পরেও তিনি স্বপ্নের পিচনে, ছুটে চলেছিলো,

  • @askaruddin965
    @askaruddin965 ปีที่แล้ว +13

    পরিশ্রম করলে সঠিক ভাবে করতে হবে সত ভাবে যেমন সোহাগ ভাই করেছেন। সফলতার মালিক ত আল্লাহ। উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ।সোভো কামনা রইল ভাইয়ের জন্য

  • @knowtherealislam9318
    @knowtherealislam9318 ปีที่แล้ว +255

    সত্যি কথা হচ্ছে আল্লাহ তা'আলা ইচ্ছা করছেন যে সে উন্নতি করুক তাই সব সহজ হয়েছে জাযাকুমুল্লহু খায়রান 💞

    • @shahanaferdous6698
      @shahanaferdous6698 ปีที่แล้ว +4

      allah unar porikkha o onek niyeche..jekhane onek manush i frustrated hoye chere dey..kintu uni haal charen ni. tai allah takei help koren j tar nijeke help kore..

    • @alonetraveller4965
      @alonetraveller4965 ปีที่แล้ว +5

      ব্যার্থ হলে কি বলতেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছে?

    • @morshedalam846
      @morshedalam846 7 หลายเดือนก่อน +1

      8:18

  • @asrafulmajid5548
    @asrafulmajid5548 ปีที่แล้ว +119

    জীবনের প্রথম না টেনে একটা ভিডিও দেখলাম। গল্পটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। গল্পটা শিখিয়ে দিয়েছে, কখনো হাল ছাড়তে নেই। চেষ্টা করলে সফলতা আসবেই।পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মন মানসিকতা থাকলে এইরকম স্থানে পৌঁছানো যায়। ভাই আপনার ব্র্যান্ড অনেক উপরে যাক এই আশীর্বাদ রইল।

    • @ml3246
      @ml3246 ปีที่แล้ว +1

      আমি ও তাই

    • @ml3246
      @ml3246 ปีที่แล้ว

      @Islamic World সত্যিই তাই ভাই

    • @jahangiralamjahan42
      @jahangiralamjahan42 10 หลายเดือนก่อน

      Respect brother ❤️

  • @AkhtaruzzamanAlif-k9d
    @AkhtaruzzamanAlif-k9d 7 หลายเดือนก่อน +8

    মনটা স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে উঠেছে। শ্রদ্ধেয় স্যারের জন্য অফুরন্ত দোয়া রইল।

  • @RASELHASAN-wi7ts
    @RASELHASAN-wi7ts 5 หลายเดือนก่อน +5

    গল্পটা শুনে আমার অনেক ভালো লাগলো।আমি একজন ছাত্র, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে আছে চাকরি না করে ব্যবসা করবো এবং কিছু দিন আগে আমি একটি ব্যবসা নির্বাচন করেছি কিন্তু শুরু করতে মনোবল পাচ্ছিলাম না কিন্তু এই সফলতার গল্পটা শুনার পরে আমার মনোবল অনেক গুন বেড়ে গেল।আসলে এই ভিডিও টা দেখার আগেই আমি এই গল্পের সফল নায়ক ঐ ব্যক্তির মতোই টিশার্টের ব্যবসাটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু মনোবল আর সাহস পাচ্ছিলাম না এখন আলহামদুলিল্লাহ এই গল্পটা শুনার পরে আমার মনোবল হাজার গুনে বেড়ে গেছে। দোয়া ও শুভকামনা রইলো গল্পের সফল নায়ক ও ইউটিউবারের জন্য 🙏🙏

  • @jewelhossain3761
    @jewelhossain3761 ปีที่แล้ว +122

    আমি তার অফিসের সামনে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেছি প্রায় ৫ বছর খুবই ভাল মানুষ এবং তার কর্মচারীরাও খুবই আন্তরিক।

    • @mdhelalbusiness5298
      @mdhelalbusiness5298 ปีที่แล้ว +1

      ওনার সাথে ব্যাবসায়িক কথা বলতে চাই ওনার অফিসের ঠিকানা দিয়ে আমাকে উপকৃত করবেন কি? মোবাইল নাম্বার পেলে চলবে?

    • @mdakmal9972
      @mdakmal9972 ปีที่แล้ว +1

      Bhai unar number ba office address ta dewa jabe

    • @rezwanahmedchowdhury6428
      @rezwanahmedchowdhury6428 ปีที่แล้ว

      @@mdakmal9972 mirpur 2

    • @NayanBabu2
      @NayanBabu2 ปีที่แล้ว

      ​@@mdhelalbusiness5298* ভাই এই শালা হইলো বিশ্ব বাটপার, দু চার বছর পর টাকা নিয়ে ভাগবে*

    • @OmarFaruk-vu1pu
      @OmarFaruk-vu1pu ปีที่แล้ว

      Vai number ta den plz

  • @akmmunir5197
    @akmmunir5197 ปีที่แล้ว +7

    জীবনে প্রথম এভাবে পুরো সাক্ষাতকারটা দেখলাম। আমাদেরও ব্লুড্রিমের শোরুম ছিল। আমি সরাসরি ওনার অফিসে গিয়ে ওনার সাথে কথা বলেছি। উনি খুব পোলাইট একজন মানুষ

  • @Lyricsongs895
    @Lyricsongs895 ปีที่แล้ว +17

    অসাধারণ একটা বাস্তব জীবনের গল্প যেটা অনেক বড় ধরনের শিক্ষনীয়, পরিশ্রম এবং আল্লাহ পাক যদি সহায় হন একজন মানুষ যে অল্প সময়ের মধ্যে কতটা উপরে উঠতে পারে এটা তার একটি জলন্ত প্রমান........স্যালুট ভাই........!!!!!

  • @mdmamun2524
    @mdmamun2524 ปีที่แล้ว +4

    ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছেন উনি তাই উনি এখন এই পথে আছেন স্যালুট বস

  • @TapanBhui-pp6pv
    @TapanBhui-pp6pv ปีที่แล้ว +2

    দাদা আপনি যে পয়েন্ট গুলি বললেন তাহা প্রতি মানুষের সফলতার চাবিকাঠি।ব্লু ড্রিম কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ।❤

  • @abuhena7886
    @abuhena7886 ปีที่แล้ว +157

    ব্যবসায় সবচেয়ে বড় একটা বড় বিষয় হল গোপনীয় রক্ষা করা।
    এটা শিখতে সময় লগল ১১ বছর।

    • @NayanBabu2
      @NayanBabu2 ปีที่แล้ว +1

      * ভাই এই শালা হইলো বিশ্ব বাটপার, দু চার বছর পর টাকা নিয়ে ভাগবে*

    • @m.h.mobarak761
      @m.h.mobarak761 ปีที่แล้ว

      Hhmm❤❤❤

  • @mhmpushpa
    @mhmpushpa ปีที่แล้ว +8

    আমি ওনার গল্প আরো ২বছর আগেই শুনছি ওনার ব্লু-ড্রিম একটা চ্যানেল থেকে আসলেই সুহাগ ভাই আপনি একজন ভালো মনের মানুষ আর এই জন্যই আপনি এত সফল দোয়া ও ভালোবাসা রোইলো আপনার জন্য ❤

  • @ojanavlogbd4591
    @ojanavlogbd4591 ปีที่แล้ว +88

    আলহামদুলিল্লাহ্‌ ১২ বছরের ক্যারিয়ারে ১০ বছর সংগ্রাম করে করে,আজকে নিজের একটা প্রতিষ্টান দাঁড় করাতে পেরেছি,,,,
    আল্লাাহর কাছে লাখ কোটি শুকরিয়া

    • @Billahhasan3
      @Billahhasan3 11 หลายเดือนก่อน

      ভাই কি প্রতিষ্ঠান 🎉

    • @MdToieb-zt6ku
      @MdToieb-zt6ku 10 หลายเดือนก่อน

      ভাই আপনার মনে প্রচন্ড জিৎ ছিলো

    • @mdabdullmalek5086
      @mdabdullmalek5086 7 หลายเดือนก่อน

      Ki babsa vai

  • @kingsports1406
    @kingsports1406 หลายเดือนก่อน +8

    ইস এই গল্পটা যদি আরো আগে জানতে পারতাম।
    ইনশাআল্লাহ আমি আজ থেকেই পরিকল্পনা গ্রহণ করে কাজে নেমে পড়বো।
    ধন্যবাদ সোহাগ ভাই এবং কিবরিয়া ভাই। ❤

  • @khaledhossain4845
    @khaledhossain4845 3 หลายเดือนก่อน +1

    জীবনে প্রথম কোনো গল্প না টেনে মন দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলাম রাতের তিনটা বাজে অনেক কিছু শিখলাম দুইজন জন্য শুভকামনা রইলো।

  • @iddisidris3381
    @iddisidris3381 ปีที่แล้ว +25

    শিক্ষিত
    বেকার
    মুক্ত করতে হবে ই
    এভাবেই সমাজের চিত্র তুলে ধরা
    জন্য
    ধন্যবাদ।

  • @teachtipsunlimited4201
    @teachtipsunlimited4201 ปีที่แล้ว +35

    ব্লু ড্রিম গ্রুপ কোম্পানির কর্ণধর আমাদের সবার প্রিয় স্যার স্বপ্নীল চৌধুরী সোহাগ স্যার।
    আমাদের সবার অনুপ্রেরণা ও মডেল।
    স্যারের জন্য শুভকামনা ও ভালোবাসা অবিরাম 💝

    • @absiddiqmonir2023
      @absiddiqmonir2023 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই আপনি কি ওনার অফিসে চাকরি করেন??

  • @tanjilarifin6789
    @tanjilarifin6789 ปีที่แล้ว +619

    কিবরিয়া ভাই আজকে ওনার কথা শুনার পর মনে হচ্ছে আমার বাবার জীবনি শুনছি।
    একটা মানুষ পরিবারের হেল্প ছাড়া ১৯৯৪ সালে প্রবাসে গিয়ে ২০১০ সাল পযন্ত ২০/২৫ হাজার টাকা বেতনে চাকুরী করে।
    ২০১০ সালে ৩ মেশিন ভাড়া নিয়ে শুরু করে আজকে দেশের বাহিরে ৪ টা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক।
    রেসপেক্ট এসকল মানুষদের ❤️

    • @arafathossain6756
      @arafathossain6756 ปีที่แล้ว +12

      ভাইয়া আমাকে কি বিজনেস বা উদ্যোক্তে হতে সহযোগীতা করবেন প্লিজ😊😊

    • @জিয়াউলফারদিনমিশু
      @জিয়াউলফারদিনমিশু ปีที่แล้ว +8

      একজন মানুষ ১৯৯৪ সালে ssc পরীক্ষা দিয়ে স্টার মার্ক পেয়েও HSC দিতে পারেনি কিডনির সমস্যার জন্যে। তিনি এ বছর সাইন্স থেকে বাউবি থেকে HSC দিয়েছে। ৪.৭ জিপিএ পেয়ে। এখন প্রাইভেট ইউনিভার্সিটি পড়াতে চাচ্ছে। কিন্তু সুযোগ দিচ্ছে না মনে হয়।

    • @yeasminahmed3641
      @yeasminahmed3641 ปีที่แล้ว +3

      আপনার বাবাকে আমার সালাম জানাবেন

    • @klgangsterklgangster3
      @klgangsterklgangster3 ปีที่แล้ว +1

      @@arafathossain6756 টাকা আছে থাকলে অটোমেটিক হয়ে যাবে

    • @armanahmed8935
      @armanahmed8935 ปีที่แล้ว +3

      @@klgangsterklgangster3 vul Dharona

  • @maruhasan-ng8bw
    @maruhasan-ng8bw 2 หลายเดือนก่อน +2

    কি ভাগ্য আমার, আমি বর কে Blue Dream shart giftকরেছি,আজ তার মালিক কে দেখতে পেলাম, খুব ভালো মানুষ উনি ❤❤❤❤❤❤❤

  • @bengalicommedybengalicomme8364
    @bengalicommedybengalicomme8364 5 หลายเดือนก่อน +2

    নমস্কার দাদা,আমি India থেকে দেখলাম খুব ভালো লাগলো দাদার জীবন কাহিনি শুনে. উনি সত্যি খুব ভালো একজন মানুষ ইশ্বর উনার মঙ্গল করুক. আমি ইউটিউব surch করছিলাম যে একটা সিনেমা দেখব কি করে যে এই ভিডিও টা সামনে আসলো তার পর পুরো ভিডিও টা দেখলাম সত্যি খুব ভালো লাগলো.

  • @রমনীকুঠির
    @রমনীকুঠির ปีที่แล้ว +64

    আলহামদুলিল্লাহ, উনার গল্পটা আজ তিনদিন ধরে শুনছি বার বার শুনছি, মনে হচ্ছে আমি আগের সময়গুলোতে ফিরে যাই, এত ধৈর্য্য আসলে ছিলনা আমাদের, উনার কথাগুলো শুনে অবাক হচ্ছি এত ধৈর্য্য উনার, মাশাল্লাহ। সুযোগ পেলে উনার সাথে দেখা করব।

  • @khanshamim8518
    @khanshamim8518 ปีที่แล้ว +249

    আজকের এপিসোদ থেকে জীবনের সবচেয়ে বেশি অনুপ্রাণিত হলাম । দুইজনকেই ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

    • @akashahmad3130
      @akashahmad3130 ปีที่แล้ว

      lot of thanks

    • @taslimabagom9619
      @taslimabagom9619 ปีที่แล้ว

    • @studioputul7250
      @studioputul7250 ปีที่แล้ว

      leaving hapiness life. successfully business man

    • @mdsumonahmed-mw6sh
      @mdsumonahmed-mw6sh ปีที่แล้ว

      সোহাগ ভাই আপনার কাছে একটা চাকরি চাই

  • @mdsamirislam8096
    @mdsamirislam8096 ปีที่แล้ว +14

    অবিশ্বাস্য হলেও সত্যি লাগলো।
    প্রথমে ভাবলাম কি শেষে গিয়ে পেলাম কী।
    সত্যি আল্লাহই একমাত্র উত্তম পরিকল্পনাকারী

  • @khandokaralmasum2537
    @khandokaralmasum2537 6 หลายเดือนก่อน +1

    এত বাধা বিপত্তির পরেও আপনি চেষ্টা চালিয়ে গেছেন এবং লাষ্ট পর্যন্ত আপনি সফল। খুবই ভালো লাগলো।
    দোয়া এবং শুভকামনা রইল সোহাগ ভাই💛

  • @MdNabin-z3x
    @MdNabin-z3x ปีที่แล้ว +13

    প্রথমবার এত মুগ্ধতা দিয়ে ভিডিওটা দেখলাম,,গল্পটা থেকে অনুপ্রেরণা নিয়ে সব ব্যার্থতাকে পিছনে ফেলে সামানে এগিয়ে যাওয়া সাহস জোগাবে😊

    • @hellobd3710
      @hellobd3710 6 หลายเดือนก่อน +1

      Mash Allah 💞

  • @mazbauddin1551
    @mazbauddin1551 ปีที่แล้ว +21

    জীবনে ওনার ছিলো আল্লাহর বিশেষ রহমত আর নিজের কাজের ইচ্ছে আলহামদুলিল্লাহ সরল লোককে আল্লাহ ভালোবাসেন

  • @rubelsam1
    @rubelsam1 ปีที่แล้ว +33

    জদিও আমি একজন সরকারী চাকুরীজীবি তারপর ও এই ভিডিও এক সেকেন্ড ও না টেনে পুরাটাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। একজন মানুষের আত্মবিশ্বাস কতটুকু হলে এতো ঝামেলা কাটিয়ে আজ এই পর্যায়ে আসতে পারে। এমন মানুষের খুব দরকার আমাদের দেশে। সবায় মনে করে লেখাপড়া করে চাকুরী করবে কিন্তু এই এমন চিন্তাধারা কয়জন করে?। আল্লাহ সবায়কে সফলতা দান করুন। আমীন।

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      ভাইয়া,,,মেধা,,,কাটিয়েছেন,,বলেই,,,
      আজ,,, সফলতার,,শেষ,, দেখতে,,,
      পেয়েছে,,,, বাংলাদেশের,, মানুষ শুধুই
      অপেক্ষা করে,,,চাকরির জন্য

  • @kabelmida283
    @kabelmida283 ปีที่แล้ว +9

    মাশাআল্লাহ ✨ সততা নিষ্ঠা আদব কায়দা বুদ্ধি ও সাহশ জন্য অভিনন্দন ও শুভকামনা।

  • @affanbinemran3715
    @affanbinemran3715 ปีที่แล้ว +3

    এই ভিডিওটা সারাজীবন আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাকেও স্বপ্ন দেখতে শিখিয়েছেন উনি।

  • @arunnosarkar3224
    @arunnosarkar3224 ปีที่แล้ว +25

    পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাই আপনার গল্প শুনে তাই মনে হল। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মন মানসিকতা থাকলে এইরকম স্থানে পৌঁছানো যায়। ভাই আপনার ব্র্যান্ড অনেক উপরে যা কএই আশীর্বাদ রইল।

  • @Jarin_ffs
    @Jarin_ffs ปีที่แล้ว +6

    এক কথায় চমৎকার। অকল্পনীয়। অসীম তৃপ্তিময় যুদ্ধ। মাঝে মাঝে কিছুসংখ্যক হারামখোরের নিষ্ঠুর প্রতারনা। আল্লাহ-তায়ালা ঐ হারামখোরদের হেদায়েত দান করুন। -আমিন।

  • @muslimabegum5815
    @muslimabegum5815 ปีที่แล้ว +13

    খুব মন দিয়ে শুনি একেক টা এপিসোড। শুনি সফলতার গল্প। সোহাগ সাহেবের শেষের কথা গুলি মন ছুঁয়ে গেলো। শুভকামনা রইলো।

  • @justanik7215
    @justanik7215 หลายเดือนก่อน +1

    ওনার কথা শুনে মনে অনেক সাহস আসছে। এত কিছুর পরে ও থেমে থাকিনি।ওনার ইচ্ছা ছিল।তাই আললাহ ওনাকে অনেক বড় জায়গায় পোচায়ছেন।আললাহ নেক হায়াত দান করুন। আর অনেক দিন সুস্থ ভাবে বাচিয়ে রাখুন।

  • @titumuhammad344
    @titumuhammad344 2 หลายเดือนก่อน

    সর্বপ্রথমই বলবো আল্লাহর অশেষ মেহেরবানী ছাড়া কোন কিছুই সম্ভব না। উনার উপর আল্লাহর দয়া ছিলো তাই সফল হয়েছেন। তারপর বলবো উনার চেস্টা। তবে শেষ এডভাইসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দোয়া রইলো।

  • @sisujonprodhan
    @sisujonprodhan ปีที่แล้ว +6

    লোকটা খুব সহজ সরল, সকল সিক্রেট যেইগুলা কোনো ব্যবসায়ী শেয়ার করেনা,,,সবই তিনি শেয়ার করলেন,,,, অনেকের জন্যেই উপকারে আসবে ভিডিও টা

  • @rahatmasud2499
    @rahatmasud2499 ปีที่แล้ว +7

    এক কথায় অসাধারণ তার হিস্টরি শুনতে শুনতে চোখে পানি চলে আসে। এবং মনে বল চলে আসে। তবে যে জিনিসটা আজকে শিক্ষা দিয়ে গেল। মানুষের সাথে প্রতারণা করে কখনোই জয় হয়না।
    কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ।
    এই হিস্টরি মধ্যে আমাদের সবার জন্য শিক্ষানীয় বিষয়আছে। উনিতো ইতিহাস গড়েছেন।
    কিবরিয় ভাইকে বলতে চাই আপনি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছেন। না হলে বলতাম।
    সিনেমা কাহিনী হার মানবে। ইতিহাস গড়ার মতন সত্যিকারি কাহিনী। ধন্যবাদ ভাই।

  • @mdsunyshaikh
    @mdsunyshaikh ปีที่แล้ว +56

    "দর্শক হয়ে বসে না থেকে মাঠে নেমে দেখতে হবে কোন বলে ছয় মারা যায় আর কোন বলে চার মারা যায়।" অনেক দামি একটা কথা। এই কথাটা আমাদের সব ইয়াং দের বুঝতে হবে। পালন করতে হবে যদি ক্যারিয়ার এ ভালো কিছু করতে চাই।

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      খেলুয়ারের,,, প্রতিভা,, কতোটুক,তা
      দেখেই,,, উৎসাহ, জেগে উঠে, দর্শকদের
      আকর্শন। তো,, খেলার,, উপর, নির্বর,
      করে,,,বা,,,বত্তা,,,বত্তিতা,,শুনে,যখন
      বত্তিতা,, সুন্দর,,হয়,,,

  • @rajibsheikh12.98
    @rajibsheikh12.98 7 หลายเดือนก่อน +1

    এখন ভিডিও টা দেখছি আর ভাবছি আরো আগে কেনো দেখলাম না,,,,জীবন পরিবর্তন করার জন্য অনেক বেশি শিক্ষার আছে এখানে। দোয়া করবেন আমার জন্য

  • @RKmusic15-h6d
    @RKmusic15-h6d 3 หลายเดือนก่อน +1

    অনেক শিক্ষা গ্রহন করা যায় এ ভাইয়ার জীবন কাহিনি থেকে মানুষ হাল না ছাড়লে জীবন যে সফল হওয়া যায় ❤❤❤

  • @informativetips7454
    @informativetips7454 ปีที่แล้ว +17

    এই ভাইয়ের কথায় এটিই প্রমাণ করে যে পরিশ্রমই সাফল্য ও সৌভাগ্যের চাবিকাঠি আর এমন সত্যতা স্বিকার করায় উঁনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । নিশ্চয়ই উঁনার এই বাস্তব জীবনের অভীজ্ঞতা থেকে আমরা কিছু শিখতে পারবো ।❤️🌹🥰

  • @fahimashraf2441
    @fahimashraf2441 ปีที่แล้ว +22

    অসাধারণ একটি জীবনের গল্প।
    কোন কাজকে ছোট করে দেখা যাবে না।
    যেখানে হারিয়ে যাবে সেখানেই খুঁজতে হবে গল্পের মূল উদাহরণ।

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +1

      *ভাই এই লোক চিটার অনেক বড় চিটার।ভালো করে খেয়াল করেন এই হালার চিটারি,বাটপারি ধরতে পারবেন*

    • @fahimashraf2441
      @fahimashraf2441 ปีที่แล้ว

      @@FOYSAL111 আপনি কি বুঝতে পারলেন ভাইয়া?

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +1

      @@fahimashraf2441 ভাই প্রথম থেকে একটু মনোযোগ সহকারে শোনেন সব চিটারি কথাবার্তা ধরতে পারবেন

    • @fahimashraf2441
      @fahimashraf2441 ปีที่แล้ว

      @@FOYSAL111 আপনি যদি নিজে বলে দিতেন তাহলে আমার জন্য উপকারি হত।
      আপনি কি উনাকে চিনেন।

  • @alimranhossain300
    @alimranhossain300 ปีที่แล้ว +129

    আমি অনার্স এবং মাস্টার্স শেষ করে চাকরির জন্য সময় ব্যয় না করে একটি ব্যবসা করতেছি। ইনশাআল্লাহ সফলতা আসবে শুধু সময়ের অপেক্ষা।

  • @RahimaAkterNila-bnp
    @RahimaAkterNila-bnp หลายเดือนก่อน

    সত্যি অবিশ্বাস্য এক ঘটনা বললেন উনি😮 মেন হচ্ছে উনি ধর্য্য ধরে কষ্ট করে গেছেন এক সময় আল্লাহ উনার সাফল্যের চাবি কাঠি হাতে দিয়েই দিলেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে আমরাও অনুপ্রাণিত হলাম ❤

  • @md.raselmahmud8587
    @md.raselmahmud8587 ปีที่แล้ว +7

    Shohag is an honest man. His honesty and integrity takes him to this peak! Mashallah

  • @nijamrafi5548
    @nijamrafi5548 ปีที่แล้ว +51

    এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোহাগ ভাইয়ের বাবা ওনাকে ২লাখ টাকা দিয়ে যে সাপোর্টটা দিয়েছে সেটা আমাদের অনেকেরই হয়ে ওঠেনা,,যার কারণে হয়ত অনেক উদ্যেক্তা এই পথ থেকে সরে আসতে বাধ্য হন।।।

    • @anowerhossen1353
      @anowerhossen1353 7 หลายเดือนก่อน +2

      আপনার ইচ্ছা থাকলে লেগে থাকলে ধৈর্য ধরলে আপনিও পারবেন ইনশাআল্লাহ

    • @thanvirhossain7589
      @thanvirhossain7589 3 หลายเดือนก่อน

      টাকাটা উনি নিজেই পরিশোধ করেছিলো।

  • @cowboyfishingbd3197
    @cowboyfishingbd3197 ปีที่แล้ว +10

    ব্যাক্তিগত ঝামেলার মাঝেও মানুষটা তাঁর কাজকে ঠিক দায়িত্ব সহকারে পালন করে চলেছে । সেলুট আপনাকে , আল্লাহ আপনাকে জয়ী করুক ।

  • @mdnayeemsheikh7094
    @mdnayeemsheikh7094 ปีที่แล้ว +13

    সোহাগ ভাইয়া কে আমি চিনি ।আমাদের পাশের গ্রামে ওনার বাড়ি ।কিন্তু সোহাগ ভাইয়া যে এতো বড় সত্য একটা জীবন সংগ্রামের গল্প আছে এটা আগে আমি জানতাম না ।সত্যিই অসাধারণ ❤❤❤আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি কিছু পরিকল্পনা মাফিক কাজ করছি ইনশাআল্লাহ একদিন সফলতা পাবো ।এবং আপনাদের সাথে আমার জীবনের গল্প শোনাব ইনশাআল্লাহ ❤💗💗💪💪💪

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +1

      *ভাই এই লোক চিটার অনেক বড় চিটার।ভালো করে খেয়াল করেন এই হালার চিটারি,বাটপারি ধরতে পারবেন*

  • @AbdulAzizAbdulAziz-j7f
    @AbdulAzizAbdulAziz-j7f หลายเดือนก่อน

    মনে হয় উনি খুব বড় মনের মানুষ। এবং ভদ্রলোক।উনার জন্য আমার প্রাণঢালা অভিনন্দন এবং দোয়া রইল

  • @jabedkochi5022
    @jabedkochi5022 ปีที่แล้ว +117

    পুরো গল্পটা শোনার পর, জানি অনেক ভুলে ভুলে সময় পার করে ফেলেছি! বড় স্বাদ হয় জীবটা যদি আবার নতুন করে শুরু করা যেত। ভাই এর মতো এক জন ভালো মানুষের সাথে কাজ করে জীবনে যদি কোন ভালো কিছু করতে পারতাম.....
    আমার দুই ভাইকে স্যালুট। আল্লাহ আপনাদের আজীবন সৎ মানুষ রাখুন।

  • @sopnakhatun5158
    @sopnakhatun5158 ปีที่แล้ว +6

    সত্যিই অসাধারণ অনেক ভালো মানুষ উনি এত টাকার মালিক চোখে মুখে কোন অহংকার নাই।

  • @masudchowdhury7852
    @masudchowdhury7852 ปีที่แล้ว +25

    সব কথার মূল কথা, মাঠের দর্শক না হয়ে মাঠে নেমে খেলতে হবে।শ্রদ্ধেয় দুই ভাইয়ের জন্য শুভ কামনা ♥️♥️।

    • @priyankasdream6597
      @priyankasdream6597 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন কথাটা

  • @kawsarahmmed8810
    @kawsarahmmed8810 3 หลายเดือนก่อน

    প্রতিটা কথার ভিতরে সফলতার স্বপ্ন ছিলো।আমি একজন প্রবাসী এবং আমিও চাই যে দেশে গিয়ে কোনো ছোটখাটো ব্যাবসা করতে,,,কিন্তু দেশে যেতেই পারছি না।কারণ এই পৃথিবীতে কিছু কিছু মানুষের অনেক চাহিদা যা মিটাতে আমাকে শেষ করতে হচ্ছে।ইনশাআল্লাহ কোনো একদিন সফল হবো যদি আল্লাহ বাচিয়ে রাখে।আর সোহাগ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।

  • @husainvai2538
    @husainvai2538 ปีที่แล้ว

    এখানে সবচাইতে বড় বিষয় টা হচ্ছে ধৈর্য আর সাহস এবং লক্ষ উনি যে ধৈর্য ধরেছেন সেটাও সবার পক্ষে সম্ভব না আর উনি যে সাহস করছেন সেটাও সবাই করবে না আর উনার লক্ষ উদ্দেশ্য ভালো এবং মজবুত ছিলো তাই আল্লাহ সফলতা দিয়েছেন,, ভালো লাগছে ভাই স্টোরি টা শুনে আল্লাহ আপনার ভালো করুক আমিন।

  • @AkhiAkter-ow1ek
    @AkhiAkter-ow1ek ปีที่แล้ว +222

    কারো সফলতার গল্প শুনলে এত খুশি লাগে মনে হয় আমিই সফল

    • @sujanbala5100
      @sujanbala5100 ปีที่แล้ว +3

      Apnar onuvuti ta amar sathe mile Gelo...

    • @supportid5964
      @supportid5964 ปีที่แล้ว +2

      thik bolchen apu

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      সত্বীই,, বলেছেন,ভাই সুবহান,,মর্জাদা

    • @miahnaim9438
      @miahnaim9438 ปีที่แล้ว +1

      কারো সফলতার গল্প শুনলে এত খুশি লাগে মনে হয় আমিই সফল

    • @fayezurrahman8141
      @fayezurrahman8141 ปีที่แล้ว

      YOUR comment is so nice, similar feeling comes to me always. Before I die, I want to establish one brand in Bangladesh market. Secretly telling, may Allah grant me this wish.

  • @amazonrevew3640
    @amazonrevew3640 ปีที่แล้ว +12

    খুবই হতাশার মধ্যে ছিলাম ভিডিও টা দেখে নতুন ভাবে শুরু করার শক্তি পেলাম ।ধন্যবাদ ভাইকে

  • @tipusultan7176
    @tipusultan7176 ปีที่แล้ว +9

    মাননীয় এম.ডি স্যার কে জানাই শুভকামনা মহান আল্লাহ- ধৈর্যশীল ব্যাক্তিকে পছন্দ করেন বা সফলতার চুড়ায় উঠতে সদয় এটা তার নিদর্শন? আল্লাহর সবাই কে এমন মহ্ত কাজের জন্য সুস্থতা দান করুন।

  • @Mishabibia8407
    @Mishabibia8407 28 วันที่ผ่านมา

    আমার মামাতো ভাই ব্লু ড্রিম কোম্পানি থেকে সার্ট পেন্ট এগুলো নিয়ে কুমিল্লা কেন্টন মেন্ট সুপার মার্কেট । আলহামদুলিল্লাহ ভাই আপনার সফলতা গল্প শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ চাইলে কেউ বাধা দিয়ে ও ধরে রাখতে পারে না

  • @mdkolomkolom3723
    @mdkolomkolom3723 ปีที่แล้ว +3

    মাশাল্লাহ্। জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। আল্লাহ্ আপনার মঙ্গল করুন। আমিন।

  • @Mycakepoint
    @Mycakepoint ปีที่แล้ว +27

    সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। love u boss❤️❤️❤️❤️💙💙

    • @mdtuhin666
      @mdtuhin666 ปีที่แล้ว

      ওনার সাথে যোগাযোগের মাধ্যম আমাদের মত সাধারন মানুষ এর জন্য নয়

  • @mdsujonsheikh4535
    @mdsujonsheikh4535 ปีที่แล้ว +37

    আলহামদুলিল্লাহ স্যার,সর্বদা আপনার মঙ্গল কামনা করছি,আপনি তরুণ প্রজন্মের আইডল। শুভ কামনা সব সময় আপনার জন্য প্রিয়ো স্যার। অবিরাম ভালোবাসা 💓।

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +1

      *ভাই এই লোক চিটার অনেক বড় চিটার।ভালো করে খেয়াল করেন এই হালার চিটারি,বাটপারি ধরতে পারবেন*

    • @Krishibider.janala
      @Krishibider.janala ปีที่แล้ว

      @@FOYSAL111 কোন ব্যক্তি চিটার? একটু বুঝিয়ে বলবেন প্লিজ

  • @TAWHiDTechBD
    @TAWHiDTechBD ปีที่แล้ว +57

    ভাইয়ের আচরণ ভঙ্গিতে বুঝা যাচ্ছে, কথা গুলো সঠিক ছিল...!!!! পুর ভিডিও দেখলাম ২ দিনে, কারণ প্রবাসে অনেক ব্যস্ত থাকি, এবং ভাই টা অমায়িক দোয়া রইলো এগিয়ে জান।

  • @ariyajaman626
    @ariyajaman626 6 วันที่ผ่านมา +1

    সততার সাথে থাকলে আল্লাহ সহায় হন। মাশাল্লাহ ❤

  • @Mdshoheb-ys9lo
    @Mdshoheb-ys9lo 9 หลายเดือนก่อน

    মানুষের অদম্য শ্রম ও মেধা মানুষকে এক অনন্য উচ্চতায় পৌঁছিয়ে দেয় এর বাস্তব প্রমাণ সোহাগ ভাই। সেলুট সোহাগ ভাই কে। একটা মানুষ যখন নিজেকে উন্নত করে তখন মনে রাখতে হবে সে তাকে উন্নত করলো না সে একটা জাতিকে উন্নত করল একটা দেশকে উন্নত করল। সবাই যদি উনার মত চিন্তা করতো দেশটা সিঙ্গাপুর হতে আর কত বাকি থাকতো?

  • @sumaiyaaktar3285
    @sumaiyaaktar3285 ปีที่แล้ว +67

    মাননীয় এম.ডি স্যারের জীবনের সফলতার গল্প,,
    শুভ কামনা প্রিয় স্যারের জন্য 🥰😍 ইনশাআল্লাহ বাংলাদেশের মধে নাম্বার 1 হবে আমাদের ব্লু ড্রীম

  • @mdfakhiuddin9753
    @mdfakhiuddin9753 ปีที่แล้ว +12

    এই অনুষ্ঠানের গল্প শুনে এতটাই মুগ্ধ হই অন্যান্য কাজ ফেলে দিয়ে শুনতে থাকি আজকে আরবি টিউশনি বাদ দিয়ে শুনলাম। আল্লাহ পাক উনার উভয় জগতে সফলতা দান করুন আমীন।

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 ปีที่แล้ว +8

    আলহামদুল্লিলাহ ।অসাধারণ গল্প। অস্যংখ ধন্যবাদ। কিবরিয়া ভাই ও অতিথিকে।

  • @bishwajitkumar7570
    @bishwajitkumar7570 ปีที่แล้ว

    জীবনের প্রথম কোন ভিডিও দের ঘন্টা সময় নিয়ে দেখলাম অসাধারন উপস্থাপনা বাস্তবসম্মত এবং মানুষের মোটিভেশনাল এবং মানুষকে বড় হওয়ার অনেক সাহস যোগাবে শুভকামনা রইল দুইজনের জন্য।

  • @nazimuddinkhan1263
    @nazimuddinkhan1263 ปีที่แล้ว +5

    অসাধারণ শেষের কথাগুলো হৃদয়ে লেগেছে আমি তো এই দেশেরই সন্তান কত সুন্দর কথা শুরু করতে হবে আমরা সবটাই শুরুটা করতে পারিনা আমরা সবাই চাকরির পিছনে দৌড়ায় কিনতুক দেশ ও সমাজের জন্য যা কিছু করা যায় ব্যবসার মাধ্যমে সেটা চিন্তা করিনা যারা উদ্যোক্তা হতে চায় তারা কখনই থেমে যেতে পারে না যতই বাধা বিপত্তি আসোক চেষ্টা চালিয়ে যেতে হবে

  • @rabeyakhanomrk6137
    @rabeyakhanomrk6137 ปีที่แล้ว +291

    আলহামদুলিল্লাহ!! ব্রেন্ডিং বাংলাদেশ এর গল্প প্রতিটি মানুষকে শিক্ষার অনুপ্রেরণা দেয়।
    আপনাদের সবার মন্তব্য কী??❤️❤️🥀🥀

    • @nisattasnim1070
      @nisattasnim1070 ปีที่แล้ว +4

      Huuio

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +3

      ভাই এই লোক চিটার অনেক বড় চিটার

    • @FOYSAL111
      @FOYSAL111 ปีที่แล้ว +2

      *ভাই এই লোক চিটার অনেক বড় চিটার*

    • @shahidulislam9170
      @shahidulislam9170 ปีที่แล้ว +1

      ​@@FOYSAL111 for

    • @alaminhossain8755
      @alaminhossain8755 ปีที่แล้ว +1

      @@FOYSAL111 আপনার কথার বিস্তারিত বলুন!

  • @rechangable4493
    @rechangable4493 ปีที่แล้ว +12

    উনার চেহারা দেখেই সরলতা বুঝা যায়।উনার কথাগুলোও সহজভাবে গুছানো।কিন্তু মনে অনেক সাহস আর ঝড়ের পরও তিনি আজ সফল।মহান আল্লাহ আপনার সহায় হোক।দোয়া ও শুভকামনা রইল ❤️

  • @shamsulhaquesorkar5447
    @shamsulhaquesorkar5447 ปีที่แล้ว +1

    ভালো মানুষ। অনেক ভালো লাগলো। হাজার সালাম। দু জন কে। সোহাগ ভাই ও কিবরিয়া ভাই কে ধন্যবাদ। আমি সব সময় গল্প শুনি। ভালো লাগে।

  • @aminul_islam611
    @aminul_islam611 ปีที่แล้ว +1

    এই প্রথম একটি ভিডও দেখলাম দু দিনে ।অনেক ভাল লাগল তাহার জীবন কাহিনি । আমি এখান থেকে শিক্ষা নিলাম কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করা যাবেনা।

  • @monnafmahmud5242
    @monnafmahmud5242 ปีที่แล้ว +7

    আমি খুবি ভাগ্যবান য়ে আমি এই আনুষ্ঠান টা দেখা সোভাগ্য হয়েছে। ভাই আপনার কথা গুলো আমার ব্যাক্তি জীবনে কাজে লাগানো চেষ্টা করব।

  • @mdnoornobi6081
    @mdnoornobi6081 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ খুব ভাল একটা গল্প শুনলাম।আসলেই মহান আল্লাহ্ প্রত্যেককে দান করেন।তবে এই ভাইটির সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তার সাফল্য অর্জিত হয়েছে।ধন্যবাদ ভাই আপনাকে কোন কিছু না লুকিয়ে পরিষ্কার করে সবাইকে কত সুন্দর করে সাজিয়ে বললেন।আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন আমিন।

  • @kaziparveshassan4893
    @kaziparveshassan4893 ปีที่แล้ว +19

    সততা, নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতাই সফলতার চরম সোপান।
    কিবরিয়া ভাই এর ভিডিও অনেকদিন থেকেই দেখছি। তবে আজ পুরোটাই দেখলাম।
    জীবন সংগ্রাম এতো সুন্দর হয় জানতাম না।
    দুজনকেই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি 🤗

  • @abdullaharman6646
    @abdullaharman6646 ปีที่แล้ว

    আল্লাহ উঠাইতে চাইলে এভাবেই ওঠাতে পারেন। মানুষটার কথা আমার ভাল্লাগছে, খোলামেলা আলাপ করলেন, আল্লাহ উনার বিজনেসে আরও বরকত বাড়িয়ে দিক।

  • @md.kabirkhanmakhonmia7354
    @md.kabirkhanmakhonmia7354 2 หลายเดือนก่อน

    অসাধারণ ভিডিওটি আমি তিনবার টেনে দেখার সিদ্ধান্ত নিয়েও নিতে পারলাম না
    পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম

  • @nabilhasanjoy908
    @nabilhasanjoy908 ปีที่แล้ว +27

    আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং সেক্টর এ সফলতার সাথে কাজ করতেছি।এখন অনেক ভাই-বোনের দায়িত্বও নিয়েছি।সবাই দোয়া করবেন তারাও যেনো সফল হয়।

  • @bluedreamchittagong760
    @bluedreamchittagong760 ปีที่แล้ว +21

    আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সেরা ফ্যাক্টরি ব্লু ড্রীমের ❤️

    • @NayanBabu2
      @NayanBabu2 ปีที่แล้ว +1

      ভাই এই লোক পুরাই ফাঁপরবাজ, কিসের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এদের? গ্রুপের মানে বোঝে এই লোক?প্রমশনের জন্য এখানে গেছে, মূলত কথা এদের কাজই চাপাবাজি আর ফাঁপরবাজি, এই লোক যা করেছে পরিবার আর রিলেটিভের সহযোগিতায়, এর মূল কাজ চাপাবাজি, আসল কাহিনী সব গোপন করে গেছে, সাধারণ জনগনকে ধোকা দেওয়া এদের মূল লক্ষ*

  • @jaforahmed2845
    @jaforahmed2845 ปีที่แล้ว +71

    যে অন্যের দোষ গোপন রাখবেন, ক্বিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।
    আল্লাহ কিবরিয়া ভাইর ভালো করুন, আমীন।