ভার্সিটির ছাত্র কে যখন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে হয় ! Branding Bangladesh।Episode: 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 4.2K

  • @airinsultana3341
    @airinsultana3341 4 ปีที่แล้ว +167

    মানুষ যে কত নম্রভাবে কথা বলে এই ভাইটাকে দেখে শিখলাম।অনেক দোআ রইল।

  • @pinegyuuu3724
    @pinegyuuu3724 4 ปีที่แล้ว +93

    ছালাম কোটি ছালাম মা আপনাকে, আপনার সংগ্রাম বৃথা যাবেনা। আর কিবরিয়া ভাই কে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের দেশে র অসংখ্য যোদ্ধা দের গল্প তুলে ধরবেন।

  • @springrainn
    @springrainn 2 ปีที่แล้ว +31

    আমিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি অনেক বছর আগে। আজ সকালে তাজেলের সাথে দেখা করে আসলাম। খুব ভাল লাগল। ১ম, ২য়, ৩য় বর্ষে তাজেল প্রথম। ফাইনাল ইয়ারের পরীক্ষা বাকি। তাকে বলে এসেছি প্রয়োজন হলে যেন কল দেয়। আমার সীমিত সাধ্যের মধ্যে তাকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাজেলকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ।

  • @nitishpandit81
    @nitishpandit81 2 ปีที่แล้ว +74

    আমি একজন ভারতীয়, মেঘালয় রাজ্যের বাসিন্দা। Accidentally এই ভিডিও টি দেখতে পেলাম, দেখে অভিভূত হয়ে গেলাম। তাজেলের জন্য প্রার্থণা করছি পরোমেশ্বরের কাছে যেন ও সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং অনেক বড় মানুষ হয়ে মায়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। আল্লা/ঈশ্বর ওর সঙ্গে আছে এবং থাকবেন।

    • @tasnimmahfuza4269
      @tasnimmahfuza4269 ปีที่แล้ว +3

      এই চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্ট করবেন স্যার। জীবনের বাস্তব চিত্র এবং শিক্ষা উঠে আসে এই গল্পগুলোয়।

    • @mdjahan889
      @mdjahan889 6 หลายเดือนก่อน

      নমস্কার দাদা ইন্ডিয়া তে ঢুকলে আপনার সাথে দেখা করতে চাই, তারপর না হয় পরিচিত habo.

  • @ahmedbashar9157
    @ahmedbashar9157 4 ปีที่แล้ว +340

    মানুষের জীবন যে এতো কষ্টের, এই ছেলের কথা না শুনলে জানতাম না😢 এই ছেলের মা পৃথিবীর সেরা মা।।।।। Love u ma.

    • @iamnotnoisy_8011
      @iamnotnoisy_8011 4 ปีที่แล้ว

      Thik bolechen

    • @shabnamrahman4113
      @shabnamrahman4113 4 ปีที่แล้ว +3

      Sotti kotha bolsen. Tobuu prithiber sob Ma,Baba r jonoo onyk valobasa r doaa roiloo. Amin

    • @AsadRiyad6
      @AsadRiyad6 3 ปีที่แล้ว +1

      @@armankhankhan2927 thik

    • @ahmedbashar9157
      @ahmedbashar9157 3 ปีที่แล้ว +1

      পৃথিবীর সকল মায়েদের প্রতি লক্ষ সালাম

    • @nuraalamhossainjibon1178
      @nuraalamhossainjibon1178 3 ปีที่แล้ว +2

      আমার জিবনের সেরা উপন্যাস পরলাম যেটা 100% রিয়েল

  • @AkashBro
    @AkashBro 4 ปีที่แล้ว +122

    সত্যিই চোখে পানি ধরে রাখতে পারলাম না। একজন মা যে কী পরিমানে সন্তানকে ভালোবাসে তা বলে বুঝানো সম্ভব না। হাজার হাজার কোটি কোটি ভালোবাসা মা

    • @miraislam7450
      @miraislam7450 3 ปีที่แล้ว +3

      মা জিবনে সব ভাই।অামার জিবনেও মা অাছা কেউ নাই

    • @AkashBro
      @AkashBro 3 ปีที่แล้ว

      @@miraislam7450 ওহ..তাহলে আপনি ভাই মাকে কখনো ফেলে দিয়েন না

  • @hafizashikbillah6259
    @hafizashikbillah6259 4 ปีที่แล้ว +136

    মা"তোমার তুলোনা শুধু তুমি নিজেই💞
    পৃথিবীর সকল মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল,
    "জাযাকুমুল্লাহ🤲

  • @ayshasiddikanancy6910
    @ayshasiddikanancy6910 2 ปีที่แล้ว +6

    ঘুমাতে যাচ্ছিলাম।কিন্তু ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড এ এতটা ইমোশনালি হিট হয়েছিলাম,পুরোটা শুনেই ঘুমানোর সিদ্ধান্ত নেই।আমার থেকে বয়সে ছোট একটা ছেলে এত কষ্ট করে যাচ্ছে জীবনে,নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখতে পারতাম যদি বারবার তাই মনে হচ্ছিলো।সবথেকে বড় শকটা পেয়েছি যখন শুনলাম তুমি আমার ক্যাম্পাসেরই জুনিয়র। জাহাঙ্গীরনগর এর প্রতি প্রবল ঘৃণা ছিলো সবসময়,সবসময় ভাবতাম এই বিশ্ববিদ্যালয় কত ছেলেমেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে!কিন্তু তোমার মতো প্রতিনিয়ত ধ্বংসের সাথে যুদ্ধ করে যাওয়া একজনকে তার জীবনের সবচেয়ে বড় স্বস্তিও জাহাঙ্গীরনগর দিয়েছে,যেই মুহুর্তে এটা জানলাম জাহাঙ্গীরনগর এর প্রতি ঘৃণা চলে গেলো ভাই। এতক্ষণ যার কষ্ট ছুয়ে যাচ্ছিলো, যাকে ছোট ভাইয়ের মতো আগলে রাখতে চাচ্ছিলাম, তাকে এই জাহাঙ্গীরনগর আগলে রেখেছে জেনে অন্যরকম আবেগ আর কৃতজ্ঞতা অনুভব করলাম।জাহাঙ্গীরনগর এর শিক্ষার্থীদের কাছে জাহাঙ্গীরনগর অন্যরকম ইমোশন(যেটা আমার ছিলো না),এখানকার অপরিচিত জনও পৃথিবীতে অনেক পরিচিতের চেয়েও বেশি আপন,এখানকার মানুষের মধ্যকার ভ্রাতৃত্ববোধ এর তুলনা হয় না।কখনো ইমোশন দিয়ে ফিল করিনি এই কথাগুলো, আজকে করলাম।তোমার জন্য অনেক অনেক দোয়া ভাই।একজনের বিপদে সবাই যেভাবে এগিয়ে আসে,তাতে তোমার কথা কখনো শুনিনি তাতে আফসোস লাগলো।তুমি অনেক ভালো থেকো।এই জাহাঙ্গীরনগর তোমাকে যতটা দিয়েছে,এই পৃথিবী তোমাকে তার বহুগুণ ঢেলে দিক,তোমার জীবনের সমস্ত সুন্দরের সুচনা হোক এই জাহাঙ্গীরনগর থেকে।তোমার মায়ের ত্যাগের কথা শুনছিলাম যখন,মনে হচ্ছিলো কেউ আমার মায়ের গল্প করছে,আমার মাও আমার জন্য ঠিক এতটাই করতে পারেন।কিন্তু তোমার মতো যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি,মায়ের কষ্টের যে মূল্য তুমি দিয়ে যাচ্ছো,যতটা তুমি তোমার মায়ের কথা ভেবে লড়ে যাচ্ছো অতটা আমি করিনি।এরপর থেকে তোমার কথা মনে করবো,মায়ের কষ্টের মূল্য কিভাবে দিতে হয়,মায়ের জন্য কতটা সংগ্রাম করতে হয় তোমার থেকে শিখে নিলাম।সবসময় ভাবি মাকে অনেক ভালোবাসি,কিন্ত আসলে কিভাবে ভালোবাসতে হয় আজকে শিখলাম।দোয়া আর অনেক ভালোবাসা রইলো তোমার জন্য,তোমার মার জন্য,পৃথিবী তোমাদের দুইজনের জন্য সহজ,স্বস্তির আর সুখের হোক,তোমরাও পৃথিবীকে অনেক কিছু দিও।সমস্ত স্বপ্ন পূর্ণ হোক তোমার।মা ছেলের জন্য অফুরন্ত ভালোবাসা,দোয়া,শুভ কামনা।একদিন সুস্থ স্বাভাবিক আর দশ জনের মতো তোমার ছোটবেলার জীবন ফিরে পাবে দোয়া রইলো।

  • @valolagatv9050
    @valolagatv9050 4 ปีที่แล้ว +150

    এই যুগে এমন ঘটনা বলার সৎ সাহস খুব কম যুবকের আছে,, I salute you boss,
    You are real hiro in the world,

  • @shaikhyunus6242
    @shaikhyunus6242 4 ปีที่แล้ว +94

    এই মা কে হাজার কটি সালাম।যতদিন এই মা বেচে থাকবে তত দিন রাব্বুল আলামিন তুমি ওনাকে সুস্থ রেখ।

  • @shuvonondi5176
    @shuvonondi5176 4 ปีที่แล้ว +130

    আসলে চোখে পানি চলে আসলো।হেরে যাওয়া মানে জীবন না! লেগে থাকায় হলো জীবন। স্যালুট এই মা কে। ❤❤❤❤❤

    • @mrsnazrulamin5172
      @mrsnazrulamin5172 3 ปีที่แล้ว +4

      আমার ভাইয়ের জীবনেও এমন ঘটনা ঘটে ছিল। একটা আঘাতের পর নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছিলো সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব চিকিৎসা করেছিলাম। তিন বছর ছিল তার পর আমার ভাই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যায় আল্লাহর কাছে। আমার একটা-ই ভাই ছিল। এই ভাইয়ের জন্য অনেক দোয়া।

    • @مسماهالحربي
      @مسماهالحربي 3 ปีที่แล้ว

      রাইট

    • @Rohanipe
      @Rohanipe 7 หลายเดือนก่อน

      V😢😅lhop0​@@مسماهالحربي

  • @AzbX12
    @AzbX12 3 ปีที่แล้ว +102

    আমি একজন পূর্নাঙ্গ অলস লোক। কিন্তু এই গল্পটা শুনে আমি সিদ্ধান্ত নিলাম কাল থেকে অলসতাকে খাঁচায় বন্দি করবো। সালাম জানাই পৃথিবীর সকল মাকে যারা তার সন্তানের জন্য এহেন ত্যাগ স্বীকার করেন তার সন্তানদের বাঁচিয়ে রাখার আর সামনের দিকে এগিয়ে যাবার জন্য। ধন্যবাদ সকল সহায়তাকারীকে যারা এই ছেলেটিকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করেছেন। স্যালুট এই ছেলেটিকে যে তার মায়ের স্বপ্নের মর্যাদাকে এখন পর্যন্ত সমুন্নত রাখতে সমর্থ হয়েছে। ধন্যবাদ কিবরিয়া ভাইকে এমন একটি গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য।

    • @theazairagaming6987
      @theazairagaming6987 ปีที่แล้ว +2

      kal na aj thake koro

    • @mohammadrafi7143
      @mohammadrafi7143 ปีที่แล้ว +1

      ভালো হইলে আজ থেকে হ

    • @AzbX12
      @AzbX12 ปีที่แล้ว +2

      @@mohammadrafi7143 আমাকে তুই বলে সম্বোধন করার অধিকার আপনাকে কে দিছে? আপনার কথাবার্তার মাধ্যমে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যে অত্যন্ত নীচুস্তরের তা বুঝতে পারলাম। ভাল হয়ে যান ভাই এখনো সময় আছে।

    • @aymanemon2057
      @aymanemon2057 ปีที่แล้ว +1

      ২ বছর পর আপনার অবস্থা কি এখন ভাই?

    • @aymanemon2057
      @aymanemon2057 ปีที่แล้ว +1

      🙂

  • @sattuhin1911
    @sattuhin1911 4 ปีที่แล้ว +181

    'মা' এই ছোট শব্দটাতে যে এত গভীরতা লুকিয়ে আছে এ গল্পটায় কিছুটা টের পাওয়া যায়।সত্যিই মায়ের ঋণ কোনদিনই শোধ করা সম্ভব না।💗

  • @sujitsarkar1232
    @sujitsarkar1232 4 ปีที่แล้ว +103

    আমি আগরতলা থেকে বলছি ।ওর কথা গুলো শুনে চোখের জল ধরে রাখতে পারিনি।তাজেল অনেক বড়হোক।ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।ভালো থেকো

    • @ivaghosh2830
      @ivaghosh2830 2 ปีที่แล้ว

      Very very thank you,you mother ka anak thank you

    • @ivaghosh2830
      @ivaghosh2830 2 ปีที่แล้ว

      Very sad

    • @ivaghosh2830
      @ivaghosh2830 2 ปีที่แล้ว

      You katha suna mona wehya god truth acha .

  • @tahirashilpi8187
    @tahirashilpi8187 4 ปีที่แล้ว +254

    একজন সৎ মায়ের পক্ষেই সম্ভব এরকম আদর্শবান ছেলে তৈরি করা। সালাম মাকে।

    • @AkashsarkarLcmc
      @AkashsarkarLcmc 4 ปีที่แล้ว +1

      Kibria dialogue 🤣🤣😀waht a story

    • @mizanlimon4918
      @mizanlimon4918 4 ปีที่แล้ว +2

      @Md Younus সব মা‌য়েই সন্তা‌নের জন‌্য সৎ

    • @dristiroy4042
      @dristiroy4042 4 ปีที่แล้ว +1

      gourango er kahini ta den

    • @ABCBD-rn6jn
      @ABCBD-rn6jn 4 ปีที่แล้ว +1

      @Prodipto Pantho সৎ মা বলতে ওনি বুঝাতে চেয়েছেন আদর্শবান

    • @truepath99bangla
      @truepath99bangla 3 ปีที่แล้ว

      Right

  • @farzanaeva9474
    @farzanaeva9474 2 ปีที่แล้ว +11

    ছেলেটা সব কথায় মা আর মায়ের কথা বলছে।তার পৃথিবীটা হচ্ছে তার মা। একটা কলিজার টুকরা ছেলে।দোয়া রইল।

  • @jasimuddin4777
    @jasimuddin4777 4 ปีที่แล้ว +50

    আমি ভারতবর্ষ থেকে বলছি। খুবই অনুপ্রাণিত হলাম। উনার জন্য আর উনার মা এর জন্য রব এর কাছে দোয়া করি। 🤲🤲🤲🤲

  • @afrozaakther782
    @afrozaakther782 4 ปีที่แล้ว +35

    এমন মা সত্যি ই গর্বিত মা।আর তার সন্তানের জন্য দোয়া করি সৃষ্টি কর্তা ওকে পরিপূর্ণ সুস্থ করে তুলুন।

  • @rabeyeabegum6032
    @rabeyeabegum6032 4 ปีที่แล้ว +100

    সত্যি, জীবন মানুষকে কত কিছু শেখায়। কিবরিয়া ভাই আপনার ভিডিও দেখে আমি অনেক বার কেঁদেছি। কিন্তু আজ কান্নার চেয়ে বেশী অবাক হলাম।

  • @nittyasarker7252
    @nittyasarker7252 2 ปีที่แล้ว +22

    অদম্য মায়ের অদম্য সন্তান।
    হাজারো স্যালুট এই বীর মায়ের প্রতি।
    এরাই আমাদের দেশের পকৃত বীর সৈনিক যারা সকল বাধা অতিক্রম করে সফলতার শিখড়ে পৌঁছাতে পারে।
    আমি তাজেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

  • @hamidakhanumnishi9419
    @hamidakhanumnishi9419 4 ปีที่แล้ว +252

    ও আল্লাহ কত কষ্ট করে পড়াশুনা করেছে।ধন‍্যবাদ ভাই তোমাকে।এমন মাকে ভালো বেসো কখনও কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ভালো রাখুন।

    • @nazimabegum1650
      @nazimabegum1650 4 ปีที่แล้ว +6

      Uhhh,ei video dekhe Allah r kachhe sukor kori,anek valo achhi,tumi valo theko Tazel,tomar ma ke mon theke kurnis janai

    • @taranginimandal2066
      @taranginimandal2066 4 ปีที่แล้ว +2

      In

    • @ruksananina4291
      @ruksananina4291 4 ปีที่แล้ว

      Hay vai ma k kunu din kosto dio na

    • @dreamtouch3787
      @dreamtouch3787 4 ปีที่แล้ว +7

      সেই ডাক্তার কোথায়?এই মুহুতে ওই ডাক্তারের কঠিন বিচার হওয়া উচিত।পেন কিলার ইনজেকশান দিয়ে একটা মেধাবী ছেলের জীবন শেষ করে দিয়েছে।দিনাজপুরে কে আছেন? এই ডাক্তারের বিচারের আওতায় আনেন। please please.

    • @dreamtouch3787
      @dreamtouch3787 4 ปีที่แล้ว +4

      ডাক্তারের বিচার হওয়া উচিত।সবাই ডাক্তারকে বিচারেরে অাওতায় আনা উচিত।please

  • @abdulmatin2118
    @abdulmatin2118 4 ปีที่แล้ว +76

    কঠিন সংগ্রামী মা ও ছেলে। উভয়ের জন্য দোয়া রইল।

  • @lubnaazadtopi689
    @lubnaazadtopi689 4 ปีที่แล้ว +208

    আমি কি বলবো,,,আল্লাহ তোমাকে সুস্থ করে দিন,,,,আমীন,,,,,,নির্বাক হয়ে গেলাম।।।।তোমার প্রাণশক্তিই তোমাকে এতদূর নিয়ে আসছে,,,,তুমিই আমাদের দেশের সোনার ছেলে,,,

  • @riazahmed9326
    @riazahmed9326 3 ปีที่แล้ว +51

    মা ছাড়া যেকোনো ছেলেমেয়ের গল্প অসম্পূর্ণ!
    এই গল্পটা দেখে সত্যিই চোখের পানি ধরে রাখতে পারিনি।।।
    তাজ ভাইয়া ও মায়ের জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা💗❤️!!

  • @ElizabethPromilasVlog
    @ElizabethPromilasVlog 4 ปีที่แล้ว +187

    কথাগুলো শুনছিলাম আর কাঁদছিলাম, মায়ের জন্য শ্রদ্ধা আর ছেলের দোয়া ও ভালবাসা। তোমার স্বপ্ন পূরণ হোক বাবা সেই প্রার্থনা করি।

  • @abusayedgaji8605
    @abusayedgaji8605 4 ปีที่แล้ว +246

    অনেক কষ্ট লাগছে কাহিনী টি শুনে অনেক কান্না করছি ও আল্লাহ্ তোমার নাম রহিম রহমান। মা কে আমার হাজার ও স‍্যালুট পৃথিবীর সব মায়েরা যেমন এমন হয়

    • @lakeaurn9345
      @lakeaurn9345 4 ปีที่แล้ว +2

      হুম কান্না করছি 🇧🇩 🇶🇦 😭😭😭

    • @Faotime
      @Faotime 4 ปีที่แล้ว +1

      প্যারালাইস হয়ে গেলে অনেক অনেক কষ্ট হয়। জা কেউ রে বুঝানো যাবে না 😭😭😭

  • @Swagest
    @Swagest 4 ปีที่แล้ว +40

    "আল্লাহ্ খুদা কেনো দিল, কিন্তু এখন বুঝতে পারছি আল্লাহ্ খুদা না দিলে এতটা দুর আসতে পারতাম না" এই কথাটাই হৃদয়টা জুড়িয়ে গেলো ভাই।

  • @atikaakter7829
    @atikaakter7829 ปีที่แล้ว +20

    সোনার টুকরো ছেলে, দেশের গর্ব, দোয়া রইল আল্লাহ পাক যেন সফল করেন আমিন

  • @junaidhossen5195
    @junaidhossen5195 3 ปีที่แล้ว +548

    গল্প কাঁদায়,গল্প শেখায়,গল্প জীবনের মূল্য বোঝায়।সত্যি চোখের পানি চলে এসেছে।মা সত্যিই অদ্ভুত।মায়েদের মতো কেউ হয় না।

    • @shajedaalam7444
      @shajedaalam7444 3 ปีที่แล้ว +7

      I don't

    • @Specinsight
      @Specinsight 3 ปีที่แล้ว +4

      True

    • @parimalsaha5669
      @parimalsaha5669 3 ปีที่แล้ว +4

      Nice

    • @abmfazlurrashid6350
      @abmfazlurrashid6350 3 ปีที่แล้ว +7

      জীবনের এক সময় চোখের এত অশ্রু ফেলেছি যে মা বাবাকে হারিয়েও অশ্রু ফেলতে পারিনি কিন্তু তুমি হে বালক আজ আমার অশ্রু ঝরালে। তুমি মানব জাতির গৌরব।

    • @susmitaghoshghosh955
      @susmitaghoshghosh955 3 ปีที่แล้ว +2

      অপূর্ব আখ্যান। ভালো থেকো সুখে থেকো। সাহস এর সঙ্গে এগিয়ে যাও। অনেক শুভেচ্ছা রইল।

  • @tomashossain804
    @tomashossain804 4 ปีที่แล้ว +175

    ভাই আসলে গল্পটা শুনার পর, আর কিছুই লিখার বা বলার মতো সাহস আমার নাই।শুধু এতটুকু লিখতে পারি, এমন মা আর এমন সন্তান আল্লাহ তায়ালা সবাইকে নসিব করুন।

  • @rawvlogs10
    @rawvlogs10 3 ปีที่แล้ว +236

    এর চেয়ে বড় inspiration লাইফে আর দরকার নেই,
    এর চেয়ে বড় motivational speech হতেই পারে না,,
    সম্পূর্ণ শুনলাম💓

    • @nitondas5345
      @nitondas5345 3 ปีที่แล้ว

      Salute janai....R.J.KIPRIA VAIA. K...Bcx.Apny e ai type r manus gulu k floor kore diaye amadr k jananor jorno...& salute janai sei joddha Ma & chele k...vlo thakben sobai God bless urs.....

    • @dristijoresristi
      @dristijoresristi ปีที่แล้ว

      ❤❤❤

    • @salahuddin2161
      @salahuddin2161 ปีที่แล้ว

      আপনার মা কে হাজারো সালাম।

  • @razaulkarim7351
    @razaulkarim7351 3 ปีที่แล้ว +624

    ছেলে টা একবারও কাঁদে নাই৷ দেখেন এবার কেমন যোদ্ধা সে৷
    আল্লাহ তাকে অনেক বড় করুক আমিন

    • @farhananahida2375
      @farhananahida2375 2 ปีที่แล้ว +2

      Ameen

    • @ishitabintemahmood728
      @ishitabintemahmood728 2 ปีที่แล้ว +1

      Ameen

    • @abunaim857
      @abunaim857 2 ปีที่แล้ว

      @@farhananahida2375 y⁶ I'm😊🎉7😅 my😅 TCU❤😅😊
      😊
      😅🤔😊
      😊

    • @ShaifulAmin-
      @ShaifulAmin- 2 ปีที่แล้ว +1

      ও অনেক শক্ত, ওর মায়ের কথারই প্রতিফলন ও নিজে,আল্লাহ ওর বাকিদিন গুলা সুখে রাখুক

    • @rajibkhan6168
      @rajibkhan6168 2 ปีที่แล้ว +1

      ভাই তোমার জন্ন আরাম হাজার হাজার ছালাম

  • @mdjankhan1704
    @mdjankhan1704 4 ปีที่แล้ว +563

    সঠিক চিকিৎসা পেলে তাজেল আবার সুস্থ হতে পারবে। গৌরাঙ্গ বাবুর মতো সেও দেশের সম্পদে পরিণত হয়ে দেখাবে। আসুন আমরা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

    • @roksanaislam4888
      @roksanaislam4888 4 ปีที่แล้ว +18

      একদম ঠিক বলেছেন ভাই চলুন সকলে মিলে হেল্প করি।

    • @shabnamrahman4113
      @shabnamrahman4113 4 ปีที่แล้ว +7

      @@roksanaislam4888 Ami o chi a Ma err sontan err jonoo ,please asunn amraa kisuu koi. Onyk boroo houk a sellee taa.

    • @minhazulislam1433
      @minhazulislam1433 4 ปีที่แล้ว +1

      @@shabnamrahman4113yes

    • @shabnamrahman4113
      @shabnamrahman4113 4 ปีที่แล้ว +4

      Ke vabyy a sellee tarr jonoo kisuu kortyy pari. Ami joga jogg korboo. Apni?

    • @manharsharadin3361
      @manharsharadin3361 4 ปีที่แล้ว +2

      @@roksanaislam4888 .

  • @suzysheepshampoo5217
    @suzysheepshampoo5217 4 ปีที่แล้ว +244

    "What a story" আজ অবধি আমার জীবনের শোনা best story. মা ও ছেলের জন্য অনেক দোয়া।

  • @hasanurcse7742
    @hasanurcse7742 4 ปีที่แล้ว +164

    আমাদের দিনাজপুরের গর্ব, স্যালুট মা আপনাকে।
    আপনার ও আপনার ছেলের জন্য রইলো শুভ কামনা। ❤️

    • @MizanurRahaman-rz7je
      @MizanurRahaman-rz7je 4 ปีที่แล้ว +2

      He is not only the proud of Dinajpur but also the proud of hole country.

  • @JahidHasan-ze1eu
    @JahidHasan-ze1eu 2 ปีที่แล้ว +2

    সত্যিই উনার কথা শুনে খুব দুঃখ লাগলো। চরম সত্য কথা গুলো আবেগে বলেফেলেছেন। মানুষ কত-না কষ্ট করে থাকে। উনি সত্যিকারের হিরো, কত বড় যোদ্ধা উনি। স্যালুট মা আপনাকে।

  • @dilaraafroz8731
    @dilaraafroz8731 4 ปีที่แล้ว +33

    তুমিই বাংলার মা আর তুমিই বাংলার সোনার ছেলে। জয় হোক এই জন্ম জয়ের। নিশ্চয়ই মহান আল্লাহ সমস্ত কিছুর সাক্ষী।

  • @rabbatulbait6055
    @rabbatulbait6055 4 ปีที่แล้ว +30

    তাজেল,আপনিই আপনার মোটিভেশান।আর কিছু বলার নাই।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।

  • @ibnbelyaet312
    @ibnbelyaet312 3 ปีที่แล้ว +45

    তাজুল ভাইয়া! আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️...
    ইনশাআল্লাহ! আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি আপনার পিতা-মাতার সার্থক। আপনিই আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইলো। ❤️❤️❤️
    আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সবকিছুই দিয়েছেন। কিন্তু আমরা তার শুকরিয়া আদায় করতে পারিনি, যেভাবে শুকরিয়া আদায় করার দরকার ছিলো!
    😭😭😭

  • @rambiswas9190
    @rambiswas9190 3 ปีที่แล้ว +17

    পৃথিবীতে সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারে একমাত্র মা।কিবরিয়া ভাইকে অনেক অনেক অভিনন্দন।

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 4 ปีที่แล้ว +86

    গভীর ভাবে মন ছুঁয়ে গেল ...সাফল্য আসুক জীবনে--আন্তরিক শুভকামনা আগামীর জন্য

  • @priobangladesh9738
    @priobangladesh9738 4 ปีที่แล้ว +294

    এরকম ঘটনা শুনে কারা ডিজলাইক দেয় বুঝে আসে না।
    মহান আল্লাহ সুবহানাহু তাআলা কিবরিয়া ভাই ও অতিথি ভাইটিকে কবুল করুন!!

    • @lubnaazadtopi689
      @lubnaazadtopi689 4 ปีที่แล้ว +7

      এগুলো গাজাখুরি ছাড়া আর কিছুনা,,,,আমিও তাই বলি কোন সুস্থ বিবেকের মানষ তো আর ডিসলাইক করবেনা

    • @nasirgazi5809
      @nasirgazi5809 4 ปีที่แล้ว +5

      right

    • @backgroundmugic338
      @backgroundmugic338 4 ปีที่แล้ว +1

      Amin

    • @hamidakhanumnishi9419
      @hamidakhanumnishi9419 4 ปีที่แล้ว +7

      যারা ডিসলাইক দেয় তারা মানুষ না

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 ปีที่แล้ว +2

      যারা dislike করেছে তাদের কে করতে দিন, এ নিয়ে মাথাবেথা করা বুকামি আর নিরবধের কাজ ,আমি আপনি আমাদের কাজ করি,

  • @AbdulGafur-lu6ql
    @AbdulGafur-lu6ql 4 ปีที่แล้ว +79

    যতোক্ষন শুনছি কিছুক্ষণ পরপর ঘা শিউরে উঠে কান্না আসতেছে দোয়া করি তুমি অনেক বড় হও তোমার মা অনেক সালাম

    • @firozahmed5307
      @firozahmed5307 4 ปีที่แล้ว

      Dear Mr kibria. I am hearing and watch this program wow unbelievable history of this boy.no way to discuss about the story?Only thinking.what to do ?

  • @mdobaydulhoq8515
    @mdobaydulhoq8515 9 หลายเดือนก่อน +3

    ভাইরে, তোর ঘটনাটা পুরোপুরি শুনলাম। চোখে পানি এসে গেছে। তুই বড় হও। তোর জন্য মন থেকে দোয়া করি। তোকে আদর করেই তুই সম্মোধন করছি। ভালো থাক। ভালো থাকুক এই সব মায়েরা।

  • @user-wv7vs3uf4c
    @user-wv7vs3uf4c 3 ปีที่แล้ว +26

    এতো এতো কষ্টে থাকার পরেও ভাইটার মুখের সরলতা দেখে অবাক হয়ে গেছি। আর মায়ের কথা কি বলবো। উনি না থাকলে কিছুই পসিবল হইতো না। দোয়া করি ভাই আপনাকে,
    আপনার এত্তো সম্পদ হবে যে আপনি আরো অনেককে সামনে এগিয়ে দিতে পারবেন।

  • @nargisakterasha9446
    @nargisakterasha9446 3 ปีที่แล้ว +17

    Respect of them.সত্যি মা পৃথিবীতে থাকলে আর কারো প্রয়োজন হয় না আমার মা ও ঠিক এমন একজন যোদ্ধা।

  • @nasimaislam9011
    @nasimaislam9011 4 ปีที่แล้ว +1517

    অনেক বড় হও বাবা । মাকে ভালো রেখ । তোমার মা এবং তুমিই সেরা মানুষ । তুমিই শেরে বাংলা । তুমিই কাজী নজরুল ইসলাম । নিজেকে কখনো ছোট মনে করবে না ।

  • @michaelmadhu7036
    @michaelmadhu7036 2 ปีที่แล้ว +2

    I love Taj and Kibria vi and salute my mom.
    কত সহজ-সরল ভাবে তাজ তার জীবন যুদ্ধের বর্ণনা দিলেন।
    সে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কথাগুলো বলতে তার কোনো সংকোচ হলো না।
    একটু চোখের জল পড়লো না। আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি।
    আমি তোমার আরোগ্য কামনা করি।

  • @sonalishwapno-r5k
    @sonalishwapno-r5k 4 ปีที่แล้ว +16

    আসসালামু আলাইকুম।একজন বাবা তার সন্তানকে মানুষ তৈরি করা যতটা কঠিন, ঠিক ততটাই সহজ একজন মায়ের কাছে। খালাম্মা আপনাকে অসংখ্য ধন্যবাদ ছেলের পাশে থাকার জন্য। আল্লাহ আপনাদের হেফাজত নিশ্চয়ই করবেন।

  • @najmulislam9287
    @najmulislam9287 4 ปีที่แล้ว +26

    মা তুমিই মহান ।
    মা হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা।
    মানুষ যে এত কষ্ট করে তা হয়তো আমার জানা ছিলো না। শুধু মাত্র ইচ্ছা শক্তির দ্বারাই সম্ভব।
    ❤️Love you brother....❤️
    আল্লাহ তুমি এত সুন্দর মন মানসিকতা মা বাবা সকলের ঘরে দিও।
    আর এই ভাইয়ের সুস্থতা কামনা করি।
    ফি আমানিল্লাহ

  • @rafiulkarim1179
    @rafiulkarim1179 3 ปีที่แล้ว +216

    একজন সফল মা, আরেকজন আসল যোদ্ধা ❣️❣️❣️

  • @milonxso
    @milonxso 2 ปีที่แล้ว +2

    অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম ,, এই দুইটা জিনিস যখন একসাথে কাজ করে,, বিশ্বাস করেন এর সামনে শত বাধা তুলার মতো উড়ে। ❤️তাজেল ভাইকে আটকানো আল্লাহ ব্যতিত অন্য কারো পক্ষে সম্ভব নয়।
    স্যালুট মা আপনাকে ❤️

  • @sharifasompa7160
    @sharifasompa7160 3 ปีที่แล้ว +70

    মহান আল্লাহ্‌ যেন মা আর ছেলের আগামী দিন গুলো অনেক অনেক সুস্থ, সুন্দর করে দেন! আর এইরকম মা কে হাজার কোটি সালাম!!🖤

  • @swarnasvlogs5269
    @swarnasvlogs5269 4 ปีที่แล้ว +37

    অসাধারন মায়ের অসাধারন ছেলে,মায়ের মানসিক শক্তি কতটুকু হতে পারে ,তা উনাকে দেখে অনেকে বুঝতে পারবে।জীবনে অনেক ভালো কিছু করবে ,আর মা কে সম্মানিত করবে।আল্লাহ্ উনাদের ভালো রাখুন।

  • @shayelaritu9468
    @shayelaritu9468 3 ปีที่แล้ว +9

    Branding Bangladesh এ অনেক জীবন কাহিনি শুনেছি কিন্তু এই জীবনের গল্পের মতো আমার এই জীবনে শুনি নি।ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি,আপনার প্রতি অনেক শুভকামনা রইলো।
    আপনার মাকে স্যালুট জানাই❤️❤️

  • @tarekjiya6375
    @tarekjiya6375 4 ปีที่แล้ว +23

    কি বলবো, বলার ভাষা হারিয়ে পেলছি কথা গুলা শুনে,আপনার আর আপনার মায়ের জন্য শুব কামনা রইলো,❤

  • @mdibrahimmkhlil3570
    @mdibrahimmkhlil3570 4 ปีที่แล้ว +170

    এই পৃথিবীতে মাই বড় যোদ্ধা,
    ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। 😻😻

  • @sanjidasora8420
    @sanjidasora8420 4 ปีที่แล้ว +116

    চোখের পানি ধরে রাখতে পারছিলাম না আপনার ও আপনার মায়ের জন্য অনেক দোয়া রইলো ভাই 🥰

    • @nazimuddin6196
      @nazimuddin6196 4 ปีที่แล้ว +1

      শেষ পর্যন্ত না শুনলে বুঝতাম না। চোখের পানি ধরে রাখতে পারি নি। আল্লাহ তাজেল এবং তার মাকে ভালো রাখুন।

    • @rayesamajeda1141
      @rayesamajeda1141 3 ปีที่แล้ว

      @@nazimuddin6196 Àac

  • @asmaulhusnaasha-y7b
    @asmaulhusnaasha-y7b 3 หลายเดือนก่อน +1

    উনি আমার কলেজ সিনিয়র।আজ থেকে ৩বছর আগে ওনার গল্পটা শুনেছিলাম। মনটাকে অনেক শক্ত করেছিলাম।আজ আমি যতদূর আসতে পেরেছি ,তাতে ওনার অনেক খানি অনুপ্রেরণা আছে। ভালো থাকবেন

  • @shinepackers2075
    @shinepackers2075 3 ปีที่แล้ว +46

    গৌরাঙ্গ আমার একই কলেজের ব্যাচম্যাট-99, তার ইতিহাস তখন জানতাম না, শুনে সেদিন বারবার কেঁদেছি (যেটা সে নিজেও জানে না), আর আজ এই ছেলেটার কথাগুলো শুনেও বার বার কান্না চলে আসছে, আল্লাহ্ সবার মঙ্গল করুন।

    • @masudurrahman2116
      @masudurrahman2116 3 ปีที่แล้ว +4

      গৌরাঙ্গদার গল্প কত নাম্বার এপিসডে??

    • @nahidaakter1025
      @nahidaakter1025 2 ปีที่แล้ว

      @@masudurrahman2116 th-cam.com/video/HZXb0MvCXAU/w-d-xo.html

    • @RajibMia-z9w
      @RajibMia-z9w 10 หลายเดือนก่อน

      ​@@masudurrahman2116নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

  • @mohsinalipi6318
    @mohsinalipi6318 4 ปีที่แล้ว +13

    জীবনের এ গল্পে এতো শক্তি, এতো বল, এতো ত্যাগ, এতো মায়া, এতো ভালোবাসা, এতো প্রবলতা কেন??? ওর জিপিএ ৫ পাওয়া পর হতে পুরো সময় কেঁদেছি।।
    ভাই আমি নবীনগরে থাকি #ভাই তোকে একটা বার পেট ভরে খাওয়াতে চাই।।
    অনেক অনেক দোয়া ভাই💚💚❤️💚💚

  • @fahmidasurma2821
    @fahmidasurma2821 4 ปีที่แล้ว +93

    ভাই তোমার গল্প শুনে আমার চোখে পানি চলে আসলো,, তোমার জন্য অনেক দোয়া....আর তোমার মাকে অনেক অনেক সালাম

  • @hasnine96
    @hasnine96 3 ปีที่แล้ว +2

    আমরা যে কতো বড়ো সৌভাগ্যবান, তাজেলের গল্পটা আবারো স্মরণ করিয়ে দিলো। প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। শারীরিক অক্ষমতা নিয়ে ও মায়ের কষ্টকে বুকে ধারণ করে মানুষ হবার যে সংকল্প তাজেলের মধ্যে; আল্লাহ যেন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষে রূপান্তরিত করে; হয়ে উঠুক বাংলাদেশের "স্টিফেন হকিন্স"; হয়ে উঠুক আরো একজন "ইউনুস"! মা, তোমার প্রতি শ্রদ্ধা রইলো।

  • @ushasvlog2239
    @ushasvlog2239 4 ปีที่แล้ว +37

    Such a heart rendering story...tears rolling down from my eyes...God bless you my brother...lots of love and blessings from India. I request all Bangladeshi people to help this young man. He deserves all kind of love and help.

  • @humayralamia6499
    @humayralamia6499 4 ปีที่แล้ว +51

    AK fota chokher pani pore nai, how strong he is!!!!!
    hats of to you vai ❤

    • @mredulorfiaz
      @mredulorfiaz 4 ปีที่แล้ว +8

      এই মানুষগুলোর চোখের পানি শুকিয়ে যায় অনেক আগেই! এদের নতুনভাবে কান্না করার সামর্থ্য থাকে না।

    • @razounislamrihan2462
      @razounislamrihan2462 4 ปีที่แล้ว +3

      আমিও বিষয়টা খুব অবাক হয়েছি..

  • @arrahman671
    @arrahman671 4 ปีที่แล้ว +112

    ছেলেটার ধৈর্য অনেক আমি হলে এই কথা গুলো বলতে গেলে কলিজা ফেটে কান্না আসতো আমি তার জন্য কিছু করতে চাই। আপনারা ও সবাই এগিয়ে আসুন প্লিজ

    • @dinuny
      @dinuny 3 ปีที่แล้ว +8

      ওর জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো কিন্তু কিভাবে

    • @kmkashemmahmud6294
      @kmkashemmahmud6294 3 ปีที่แล้ว +3

      Number deowa ace

    • @kmkashemmahmud6294
      @kmkashemmahmud6294 3 ปีที่แล้ว +2

      Video screen e onar number deowa ace

    • @quranformysoul
      @quranformysoul 3 ปีที่แล้ว

      Also respect for you

  • @Munnaah244
    @Munnaah244 2 ปีที่แล้ว +7

    চোখে অশ্রু টলটল করছে। আধাঘন্টার জন্য আমি স্তব্ধ হয়ে গেছি। আপনাকে হাজারো স্যালুট ভাই🙏

  • @janatoosultana723
    @janatoosultana723 4 ปีที่แล้ว +233

    ইয়া আল্লাহ আপনার দরবারে কোনো কিছুর অভাব নেই মাবুদ আপনি এই ছেলে টা কে সুস্থ করে দিন

  • @ranakdebnath2237
    @ranakdebnath2237 4 ปีที่แล้ว +25

    দাদা
    আমি আপনার থেকে দুই বছরের ছোট। দাদা আজ আপনি কাদিয়েছেন🙂। আপনি অনেক বড় হবেন। ভগবান আপনার পাশে আছেন,থাকবেন। মা হল সবচেয়ে বড় শক্তি যা আপনার আছে☺

  • @farhadahmmed4037
    @farhadahmmed4037 4 ปีที่แล้ว +17

    আল্লাহ কত কষ্ট করে পড়াশুনা করেছে।ধন‍্যবাদ ভাই তোমাকে।এমন মাকে ভালো বেসো কখনও কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ভালো রাখুন।

  • @monowarislamsohel9096
    @monowarislamsohel9096 ปีที่แล้ว +12

    গল্পটা শুনে চোখের পানি ধরে রাখা অসম্ভব।। এই ভাইটার পুরো জীবনটা আমাদের সবার জন্যে শিক্ষা.... ওনার মায়ের জন্যে বিশেষ দোয়া থাকলো 🤲🤲🤲

    • @chyafrin
      @chyafrin ปีที่แล้ว +1

      কে। বলে,,, জীবন। যুদ্ধে,,হেরে,রায়,
      গরীব বলে,,,আসলে,, হয়লো,অধম্য
      ইচ্ছা

  • @smamedia5964
    @smamedia5964 4 ปีที่แล้ว +149

    কিছু হয়তো দিতে পারবো না কিন্তু প্রাণভরে দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন আর তার পা যেন ভালো হয়ে যায় এবং মাকে জানো সারা জীবন মনে রাখে

    • @abdulkareem4180
      @abdulkareem4180 4 ปีที่แล้ว

      ALHAMDULILLAH all take Balo rake dooa kori

    • @nazninkhan2840
      @nazninkhan2840 4 ปีที่แล้ว +3

      কিছু বলার মতো ভাষা আমার নাই

    • @sarifuddinsk3070
      @sarifuddinsk3070 4 ปีที่แล้ว

      Setai vai,,ami India theke niyomito agula dekhi

    • @rrwashlaser5647
      @rrwashlaser5647 4 ปีที่แล้ว +2

      এই মাকে শুধু সে কেন সারা পৃথিবী মনে রাখবে ।

  • @msnodi6512
    @msnodi6512 3 ปีที่แล้ว +13

    ভাইয়া আপনার অনুষ্টানের অনেক গল্প সুনেছি তবে তার মধ্যে এটা বেস্ট,চোখে পানি এসে গেছে, হে আল্লা তুমি ভালো জানো কাকে কিবাবে রাখবে,তুমি সসব কিছুর মালিক।

  • @abulkhoyerbarbhuiya...786
    @abulkhoyerbarbhuiya...786 4 ปีที่แล้ว +74

    Kebria ভাই আমি India থেকে বলছি, কি গল্প শুনালেন আমার মনের অজান্তেই দুচোখের জল বাহির হয়ে গেল। এই ছেলের জন্য শুভকামনা আল্লাহ যেন উনাকে সুস্থ হিসেবে এগিয়ে নিয়ে যান আমীন।।

  • @monirul_islam23
    @monirul_islam23 2 ปีที่แล้ว +3

    Story টা শুনে যেন আমার লাইফ এর অলসতাকে নারা দিল। তাজেল ভাই এতো ধৈয্য কোথাই পান! সেলুট এই মাকে,,,।

  • @হ্যালোজাপান
    @হ্যালোজাপান 3 ปีที่แล้ว +14

    অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছি যে আমার কয়েকবর চোখ মুছতে হয়েছে । তাজেল ও তার মায়ের জন্য অনেক দোয়া রইলো । আর কিবরিয়া ভাইকেও অশেষ ধন্যবাদ তাজেলের মতো আরও অনেককে আমাদের সামনে তুলে ধরার জন্য ।♥️♥️♥️

  • @sabrinarahman6885
    @sabrinarahman6885 3 ปีที่แล้ว +40

    অসাধারণ মাই দিতে পারে জাতিকে এক অসাধারণ সন্তান, Salute to every mother of our nation 👏👏

  • @mojnumahmuda9783
    @mojnumahmuda9783 4 ปีที่แล้ว +127

    একজন স্বতী মায়ের জন্য আল্লাহ পাক আপনাকে জীবন দান করছেন এটা আমার বিশ্বাস ।

  • @imranislam5316
    @imranislam5316 3 ปีที่แล้ว +12

    এরাই সত্যিকারের মানুষ🤗
    Can't control my tears.

  • @jarintasnim1932
    @jarintasnim1932 4 ปีที่แล้ว +13

    জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা ❤
    আল্লাহ আপনাকে সুস্থতা ও সফলতা দান করুক ।

  • @abusiddique5087
    @abusiddique5087 4 ปีที่แล้ว +21

    চোখের পানি ধরে রাখতে পারি নি। আল্লাহ পাক আপনাকে অনেক বড় করুক। আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি।

  • @nipukhan4280
    @nipukhan4280 3 ปีที่แล้ว +20

    আমি একটা জিনিস খেয়াল করলাম ওনার জীবনের গল্প শুনে আমার চোখ ভিজে গেল ,😢আর ছেলেটার চোখে এক ফোঁটা পানি আসলো না । মানুষ কতটা শক্ত হলে এমন হতে পারে।😢

  • @babulhossain7500
    @babulhossain7500 2 ปีที่แล้ว +8

    শুনার পর চোখের পানি দরে রাখা যায় না, ইয়া আল্লাহ আপনি বাকী জীবনে এই মা কে এবং ভাই কে সুখে রাখো

  • @founder7616
    @founder7616 3 ปีที่แล้ว +13

    ধৈর্যের বাস্তব উদাহরণ শুনলাম, প্রবল ইচ্ছার শক্তি বুঝলাম, দোয়া রইলো তাদের প্রতি যারা সকল প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে এতটা পথ এসেছে। স্যালুট তাজেল ভাই।

  • @moumondal6391
    @moumondal6391 3 ปีที่แล้ว +61

    গল্পঃ শুনে সত্তি চোখে জল এসে গেল,মা এত কস্ট করেছে তার ছেলের জন্য আর তাজেল ও সত্তি এত মনের জোর দেখলাম ,একদিন সত্তি সাকসেস পাবেই,ভালোবাসা ও শুভ কামনা রইলো ইন্ডিয়া থেকে ❤️🙂

  • @muniramoni414
    @muniramoni414 3 ปีที่แล้ว +225

    গর্ব হচ্ছে তুমি আমার ক্যাম্পাসের জুনিয়র!ভাই তুমি অনেক অনেক অনেক বড় হও,আল্লাহ তোমার জীবন সাফল্য দিয়ে মুড়াই রাখুক❤️

    • @mdaslamhoshenontor4682
      @mdaslamhoshenontor4682 3 ปีที่แล้ว +4

      ভাই আপনি কোথায় থাকেন আপনার নাম্বারটা দিবেন আমি তোমার একটা গরিব বোন আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি

    • @mdjubayer6119
      @mdjubayer6119 3 ปีที่แล้ว

      ৃজাল

    • @vendiwala6418
      @vendiwala6418 3 ปีที่แล้ว +1

      @@mdaslamhoshenontor4682 Uuu

    • @Free_Motion_Fan
      @Free_Motion_Fan 2 ปีที่แล้ว

      এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।

    • @MdSamim-fx7sc
      @MdSamim-fx7sc 2 ปีที่แล้ว +1

      @@mdaslamhoshenontor4682 dinajpur noyon pure bari chele tar

  • @nahidaakter1025
    @nahidaakter1025 2 ปีที่แล้ว +24

    অনেক অনেক দোয়া রইলো মা- ছেলের জন্য,,,, তাজেলের উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য দেখার অপেক্ষায় রইলাম।

    • @Gfxcare
      @Gfxcare 2 ปีที่แล้ว

      হাই

  • @shariefhussain3893
    @shariefhussain3893 3 ปีที่แล้ว +31

    তাজেলের কথা গুলো শুনে সত্যি চোখের পানি ধরে রাখতে পারালাম না, সবার মা কি সত্যি তাজেলের মায়ের মতো হয়? দোয়া করি মহান আল্লাহ পাক যেনো তাজেল কে অনেক বড়ো করেন তাজেলের মায়ের সপ্ন যেন আল্লাহ পাক পোরন করেন।

  • @jesmineferdousi9632
    @jesmineferdousi9632 4 ปีที่แล้ว +57

    চলেন আমরা সবাই মিলে যার যা সামর্থ্য সাহায্য করি, ওযেন ইন্ডিয়া যেয়ে চিকিৎসা করতে পারে। মা তোমাকে সেলুট!

  • @gautomdas2582
    @gautomdas2582 4 ปีที่แล้ว +11

    আজকে একটি অসাধারন গল্প শুনলাম। আমার জীবনে, যত জীবনের গল্প শুনেছি, তার মধ্যে সবথেকে সেরা গল্প আমার মনে হয়েছে। এ গল্প প্রতিটি মানুষের জীবনে একটি অনুপ্রেরণার গল্প। I salute you .
    Go ahead...

  • @chotonhossain2735
    @chotonhossain2735 2 ปีที่แล้ว +52

    একজন যোদ্ধা মায়ের যোদ্ধা ছেলে।সালাম সেই মাকে জিনি আপনাকে জন্ম দিছেন।মনের অজানতেই বুকটা কেপে উটলো

  • @hsmedia4344
    @hsmedia4344 4 ปีที่แล้ว +50

    এমন মাকে দেখার অপেক্ষায় আছি,ঐ বন্ধু কে সেলুট,রাব্বি স্যারকেও

    • @anaetsharif9853
      @anaetsharif9853 4 ปีที่แล้ว +1

      রাব্বি স্যার আসলেই অনেক ভালো মানুষ

  • @saro8624
    @saro8624 4 ปีที่แล้ว +12

    কলিজার টুকরা সেই মা কে আমার নিজের কলিজার ভিতর থেকে সম্মান জানাই ও শ্রদ্ধা জানাচ্ছি। সালাম তোমায় প্রিয় মা। মন থেকে দোয়া করছি এই পৃথিবীর সকল মা দের জন্য।

    • @anantasesa108
      @anantasesa108 4 ปีที่แล้ว

      যারা যারা তাজ এর এই গল্পটা শুনেছেন তাদের মাঝে যাদের financial condition ভালো তাদেরকে একটা Request করবো, যেহেতু সে CSE এর Student তাই তাকে একটা ভালো মানের ভিডিও এডিটিং & Animation করার মত Desktop PC / Gaming PC কিনে দেওয়ার জন্য। যেন সে তার পছন্দ অনুযায়ী Web Design / web development / Graphics Design ইত্যাদি platform নিয়ে freelancing করে নিজে সচ্ছল থাকতে পারে ও তার পড়ালেখা শেষ করতে পারে। এই রকম মাকে যেন আর কাজ না করতে হয়....

  • @syedmhossain7901
    @syedmhossain7901 2 ปีที่แล้ว +2

    হাজার, হাজার সালাম জানাই এই সংগ্রামী মাকে । আর তাজ , কেউ হারাতে পারবে না তোমাকে । সবসময় দোয়া রইলো তোমার জন্য ।

  • @masumsylhet9234
    @masumsylhet9234 4 ปีที่แล้ว +57

    আমি জীবনে কোন জীবন গল্প ডাউনলোড দেই নাই অনেক শুনেছি কিন্তু আজ এই ভাইটার জীবন গল্প ডাউনলোড করলাম কারণ ভয় লাগলো ওয়াইফাই যদি চলে যায় শুনতে পারবো না তাই।আল্লাহ সহায়।

  • @এম.এস.মামুন
    @এম.এস.মামুন 4 ปีที่แล้ว +20

    ও আল্লাহ, তুমিই তো রহমান,রাহিম, কিছু বলার ভাষা বলার নাই বুক ফেটে কান্না চলে আসে।

    • @firozahmed5307
      @firozahmed5307 4 ปีที่แล้ว

      Nothing to worry this is massage for govt to take n/ a immediately for this boy.

    • @এম.এস.মামুন
      @এম.এস.মামুন 4 ปีที่แล้ว

      @@firozahmed5307 তার কষ্টে ইতিহাস ভূলে যাবার নয়, তার কষ্টে সফলতা খুবি নিকটবর্তী, সে সফল হয়ে গেছে, সরকার এত দিন কি করেছে তার জন্য, কিছু উচ্চ ড্রিগি দারি লোক ও কষ্ট দিয়েছে, আবার অনেকে স্নেহ ভালোবাসা পেয়েছে, আলহামদুল্লাহ,

  • @toriktech24
    @toriktech24 4 ปีที่แล้ว +54

    গল্পটি একদম সপ্নের মতো।।।।।।। ইয়া আল্লাহ তুমি এই ভাইকে সুস্থতা দান করুন। আমিন

  • @Dipok03
    @Dipok03 ปีที่แล้ว +1

    নিজের প্রতি আত্মবিশ্বাস, পরিশ্রম করার মতো মনমানসিকতা, ধৈর্য্যশীল,বাবা-মায়ের আশির্বাদ জীবনের অন্যতম হাতিয়ার। ❤️

  • @labnussikta8412
    @labnussikta8412 3 ปีที่แล้ว +359

    আমাদের দিনাজপুরের গর্ব তুমি ভাই।স্যালুট তোমার মা কে।✌️✌️

  • @asaduzzmanasad6736
    @asaduzzmanasad6736 3 ปีที่แล้ว +14

    পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ 'মা'। ছেলেটি ও তার মায়ের যে কষ্ট ও জীবন সংগ্রাম তা অকল্পনীয় ও অভাবনীয়। দিনাজপুরের গর্ব ভাই তুমি ও তোমার মা।।
    একটা অসাধারন অভিজ্ঞতা।

    • @jannat7542
      @jannat7542 2 ปีที่แล้ว +1

      Allha tumi anek dalu