মানুষ কাকে বলে এই ভদ্রলোক কে দেখলেই বোঝা যায়। উনার উপলব্ধিটাই হলো একটি পরিবারের সর্বশেষ আকুতি। যে শুন্যতা কখনো পূরণ হবার নয়। নিজের সফলতা গুলো কিভাবে সন্তানের জন্য বিসর্জন দিয়ে বহুমুখী ফুল ফোটালেন।
গল্পটা মন দিয়ে শুনলাম। তাতে বুঝলাম আসলে প্রয়োজন শেষ তো সবকিছুই শেষ। যাদের নিয়ে তিনি স্বপ্ন দেখতেন তাদের স্বপ্ন গুলো পূরণ হয়ে গেছে আর দিনশেষে তিনি একাই রয়ে গেলেন। কারো সাথে একটু মন খুলে কথা বলবেন আজ তারাও পাশে নেই। দিন শেষে একটু মানসিক শান্তি দরকার। উনার ফ্যামিলির কথা যখন বলতেছিলেন চোখে প্রায় পানি চলে আসার মত অবস্থা অনেক কষ্ট করে আটঁকিয়ে রাখছেন। আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤️❤️
মিথ্যা তথ্যের ছড়াছড়ি। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি আর জে কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রথমে এক লাইন বলেছেন "দেশ স্বাধীন হল "। পরেও এক লাইনই বলেছেন " সবাই দিয়েছেন অনেক, অনেকে দিয়েছেন সব "। সহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার প্রগাঢ় ভালোবাসা প্রকাশ পেয়েছে । আপনার জীবন আলোকিত। বাংলাদেশকে আপনার গার্মেন্টস শিল্পের মাধ্যমে অনেক দিয়েছেন , আরো দিবেন , এই আশা আপনার সাথে আমরাও করতে পারি ।
এই গল্পটার মধ্যে খুবই শিক্ষণীয় কিছু দিক আছে যেমন টা উনি উনার বাবা মাকে এই স্ত্রীর জন্য ছেড়ে চলে আসছিলো তখন উনার মা বাবার উনাকে খুবিই প্রয়োজন ছিলো ঠিক উনাকে ও উনার সন্তানেরা ছেড়ে চলে গেছে যখন উনার সন্তানদের সঙ্গ উনার খুব প্রয়োজন হইছিলো ঠিক তখনি। আর উনার স্ত্রী প্রয়োজন এর দাগিদে উনাকে ব্যবহার করে যখন উনার প্রয়োজন শেষ তখনি ছুড়ে ফেলে চলে গেলো।
আমার মেয়ে জন্মের আগে আমার স্বামী প্রতি মাসের অনেকটা সময় অসুস্থ থাকতো, এবং আমরা দুজনে যে টাকা বেতন পেতাম তা দিয়ে আমার স্বামীর চিকিৎসা খরচ এবং সংসার সামলাতে হিমসিম খেতে হতো,এবং প্রতি মাসেই সংসারে ঋন লেগেই থাকতো। আমার মেয়ে জন্ম নেওয়ার পর থেকে অভাব কি জিনিস চোখে দেখিনি।সত্যিই মেয়েরা ভাগ্য নিয়ে জন্মায় দুনিয়াতে।
উনি এত বড় মাপের একজন মানুষ । উনাকে লাল সালাম , ভালবাসা , ভক্তি ও মনের সুভেচছা জানাচ্ছি আমার মনের গভীরতা থেকে। কারন এই ধরনের পুরষ যে জীবনের স্তরে স্তরে ধাক্কা খেয়ে জীবনটাকে এত মজবুত করে তৈরি করেছে এরপর কে আসলো কে গেল তা দেখার সময় উনার থাকা উচিত না। তবুও কত মানবিক যে সংসারের সবাইকে সুখী করার জন্য বিলীন করে দিয়েছেন । কিন্তু তার ঘরই তাকে বুঝলো না। আমি জানিনা এর কারন কি ? আমার মতে উনাকে এই শেষ বেলায় একলা করা উচিত হয়নি। যখন ধাক্কা দেয়ার প্রয়োজন ছিল তাই তখন যা পারেনি এখন এই অবেলায় কেন হেয় করবেন ? এখনই উনার বিশ্রাম তাই সবাইকে উনার পাশে থাকা উচিত ছিল । তবে সেদিন বুঝে দৌড়ে গেলেও তারা খুজে পাবে না। শত আপসোসেও মন ভরবে না । এ জীবন সায়াহনে
আমি প্রতিটি গল্পই খুব মনোযোগ দিয়ে শুনি শেষের কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না,,জীবন কেনো এমন হয় জানা নেই। সংসার নামক শব্দটার কি কোনো ভিত্তি নেই? ২৮/৩০বছর সংসার করে সংসারগুলো ভেঙে যায় একজন চলে যায় আরেকজনের হৃদয়ে কি হাহাকার থেকে যায়😭😭😭 যে চলে যায় সে ও হয়তো ভালো থাকেনা,,,কারো হাহাকার নিয়ে কেউ ভালো থাকতে পারেনা😭😭 প্রতিটি সংসার ধার্মিকতায় ভরে তুলতে হবে,তবেই আর হয়তোবা এমনটি হবেনা। দোয়া করী আংকেল কে আল্লাহ ভালো রাখুন।
ধর্মিয় শিক্ষা না থাকার কারনে মেয়েরা বাবার কি অবদান তা অনুধাবন করতে পারছে না।উচ্চ শিক্ষা নিয়ে যে যার মত করে বিদেশী হয়ে গেছে।কিসের বাবা কিসের মাতৃভুমি,সর্বশেষ এইটুকুই বলবো আল্লাহ তাদের হেদায়া দান করুক।
@@harunmohammed7626এটা ধর্মীয় শিক্ষার অভাব নয়। এটা হলো অতিরিক্ত উচ্চাকাঙ্খা। সবকিছু থাকার পরও আরও চাই আরও চাই এমন কিছু। মায়া মমতা ভালোবাসার চেয়ে অর্থ তখন বড় হয়ে যায়। এজন্যই সবাই দূরে চলে যাচ্ছে।
জীবন মানে যন্ত্রণা নয়তো ফুলের বিছানা। এক সাদা মনের সংগ্রামী বাবার জীবনের গল্প শুনলাম। আল্লাহ্ বলেন স্ত্রী ও সন্তান দুনিয়ার সৌন্দর্য মাত্র। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
উনি খুবই ভালো মানুষ এবং আমার ঘনিষ্ঠ জন। আল্লাহ পাক যেন তাকে আরও ভালো রাখেন, অন্তর থেকে দোয়া করি উনার জন্য। উনার জীবনের অনেক অজানা কথা আজকে জানতে পারলাম।
@@asaduzzaman3788 ভাই, আপনি উনার সম্পর্কে কতটুকু জানেন ? উনি আমার খুবই ঘনিষ্ঠ জন, ভাই এবং ভালো বন্ধুত্বের সম্পর্ক। বহুবার উনার গ্রামের বাড়ীতে গিয়েছি উনার সাথে। এলাকায় তার দূর্নাম বদনাম কেউ করে না। আর ভালো মানুষ হলে তো বিরূপ মন্তব্য করার কাওকে না কাওকে পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার সব জায়গায়। আমরাও তো মানুষ, ভুলভ্রান্তি কমবেশি আমার আপনার সবারই থাকতে পারে। তবে উনি ব্যক্তিগত জীবনে পরিবার এর প্রতি এখনও যথেষ্ট দ্বায়িত্বশীল ভুমিকা রেখেছেন। কেউ যদি বিনা পরিশ্রমে, কষ্ট না করে, ত্যাগ স্বীকার না করে, লেখাপড়া না করে, যোগ্য না হয়ে ফাউ ফাউ জগতের সকল কিছু পেতে চায়, এটা কি সমর্থন করা যায় ? আশাকরি আমাদের এভাবে এই জায়গায় এসে কারোরই পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা বা সমালোচনা করাটা মোটেও সঠিক হবে না। আল্লাহ পাক যেন আমাদের যার যার অবস্থানে সবাইকে ভালো রাখেন, এই দোয়া করি।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। কারণ ১৯৮৩/৮৪ শিক্ষাবর্ষে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলাম আমি। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।
উনার কথায় বুঝা গেছে উনি উনি বাবা মা এর দায়িত্ব পালন করেন নি. আমরা তো উনাকে চিনিনা. উনি যে ভালো মানুষ তা বুঝা গেছে. উনি কোনো অভিযোগ করেন নি. আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন দুআ করি
চমৎকার হিস্টুরি শুনছিতো শুনছি হঠাৎ করে নেমে এলো বিরহের আহামুরি, অজান্তেই চলে এলো অস্রু!!! জীবনের শেষে এসে যদি এমন ছেফার্রেট আসে তাহলে কি করে সান্ত্বনা পাব!!!😭!!! ভাইয়ের প্রতি শুভকামনা 🇮🇹🇧🇩🇮🇹 ধন্যবাদ
এক জীবনে সব কিছু পাওয়া যায় না - এই সত্যই বারবার চোখের সামনে ভেসে ওঠে। কখনো আর্থিক, কখনো শারীরিক বা মানসিক সমস্যা জীবন জুড়েই সঙ্গী হয়ে থাকবে। তবুও সৃষ্টিকর্তার দেওয়া এই সুন্দর জীবন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে।
কাল বাবা দিবসের স্টেটাসের ঠেলায় ফেসবুকে ডুকতে পারছিলাম না, আজ এক হৃদয় ভাংগা অসহায় বাবার হাজারো না বলা ক্ষতবিক্ষত যান্ত্রণার আকুতি শুনতে পেলাম…এই যদি হয় বাবা দিবস…..?
অনেক ঘটনা অনেকের সঙ্গে মিল হয়ে যায় ।মাননীয় মাহবুব স্যারের হুবুহু হুব মিল। আমার জীবনের কষ্ট শুধু কষ্ট রয়ে গেছে কিন্তু সাফল্যের জায়গাই আমার নিজের আপন লোক বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে । আমি সকলের কাছে লক্ষ বার দোয়া চাই ।
মুগ্ধ হয়ে শুনছিলাম। সুপারেট কথা শুনার ১ মিনিট পূর্বেও বুঝা যায়নি যে মুদ্রার আরেক পিঠ এখনো বাকি আছে। এতে করে এটাই প্রমানিত হয় যে এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ সুখী নয় ?
sad and happiness link with each other if you enjoy great happiness then you mut keep ready yourself for unavoidable sadness . so keep yourself in middle line not highest happiness not unbearable sadness this is the philosophy of great hazrat mohammad sollalahi alahi wasallam.
প্রিয় RJ Kibria ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক সত্যিকারের জীবন কাহিনী তুলে ধরার জন্য। এ গুলো সাধারন মানুষ কে খুবই মোটিভেট করে বলে আমি মনে করি। একজন সত্যিকারের আত্মসম্মানবোধ সম্মানীত লোকের বাস্তব কাহিণী শুনে খুবিই ভালো লাগলো।
তাই ঘরের লোকদের বলছি জীবন থেকে যে ভুল চলে গেছে তাকে মনে না রেখে তাকে সবাই মিলে একটু সুখ ও যত্ন করুন যেন উনি এই পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে বলতে পারেন । " হে আল্লাহ আমি আজ তুমি আমার সব আশা পূরন করেছেন তাই আমি আপনাকে শুকরিয়া জানাচ্ছি । " আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এই মহান ও অপরাজেয় মানুযের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন উনার মনের পূরন করেন। আমার বিশ্বাস উপরওয়ালা উনার এই বুক ভরা হাহাকার শীতল করে দিবেন। আল্লাহ ভরসা ।
গল্পটার মূলকথা হচ্ছে বউকে নিজের চাইতে বেশী যোগ্য করা উচিত নয়। বেশী যোগ্য করে তুললে এরকম বেশীরভাগ ক্ষেত্র এরকম হয়। তার মত উধাহরন আমার সামনে আরও বেশ কয়েক জন আছে।
বাবা শুধু একটা শব্দ নয়। বাবা হচ্ছে সন্তানের কাছে তার পৃথিবী। যার বাবা নেই, সেই বুঝে বাবা না থাকার যন্ত্রণা।আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো..আপনার মেয়েরা আপনার পাশে থাকবে আজীবন ইনশাহ আল্লাহ 😔😭
গল্পটি হৃদয়ের স্পন্দন লাগানোর মত গল্প। জীবন যুদ্ধে চলার মত এই গল্পে অনেক শিক্ষা আছে। ভদ্রলোক গুছিয়ে কথাগুলো বলেছেন। তার মধ্যে অনেক ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে। ভাইকে বলব সামনে জীবন যুদ্ধে ধৈর্যের সাথে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করি পরবর্তী জীবনে সফলকাম হতে পারেন। আমিন
মিথ্যা তথ্যের ছড়াছড়ি! বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি ছিল, জেলা পরিষদের সদস্য ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
ভোলা জেলার অধিবাসী ব্রান্ডিং বাংলাদেশ এ আগত নান্নু ভাই আমার ইয়ারমেট হবে তথা ১৯৭২ সালে ৬ষ্ট শ্রেণির ছাত্র। আমার পিতা শিক্ষক ছিলেন। তখন অভাব অনটন থাকলেও আমি খাওয়া থাকায় কষ্ট করিনি কিন্তু ১টি শার্ট, ১ টি প্যান্ট, পায়জামা পাঞ্জাবি ছাড়া কোন জামাকাপড় ছিল না। নান্নু ভাই এর কথা শুনে ছোটবেলার পারিপারশ্বিক অভাব অনটনের স্মৃতি মনে পড়ছে। ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশ।
আমার স্বরূপকাঠির,স্বনামধন্য মানুষের গল্প শুনলাম । জীবন নদীর মত এপার ভাংঙ্গে তো ওপার গড়ে । যেমন ভালো লেগেছে আবার কষ্টও পেয়েছি তেমন। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন ।
ভাইয়া সব ভিডিও শুনি কিন্তু ভাইয়া বুকে ব্যাথা করে নিতে পারি না এত আরাম আয়শে আলহামদুলিল্লাহ আব্বু বড় করেছে এরকম বাস্তবতা সয্য করা খুবই কঠিন। ঘটনা শোনার একটা পর্যায়ে মনে স্টোক হয়ে যাবে। আমদেরকে আল্লাহ পাক এত সুন্দর দেওয়ার হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি।
কিবরিয়া ভাই পুরোটা জীবন কৃতজ্ঞ থাকব আমার জীবনে পরিবর্তনের জন্য আপনার এই অনুষ্ঠানগুলো অনেক অনুপ্রেরণা জুগিয়েছে একদিন নিজের জীবনের গল্প বলতে আসবো সেই দিনের অপেক্ষায় রইলাম
বুঝা গেল টাকা শান্তি দিতে পারে না।উনি নিঃসন্দেহে ভাল মানুষ তবে এক জায়গায় উনি ভুল করেছেন। উনি উনার সন্তান দের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই তাদেরকে বিদেশে ও লেভেল এ লেভেলে পড়িয়েছেন তাইতো ঊনার সাথে এমন আচরণ করেছেন।দ্বীনের শিক্ষা থাকলে এমন হত না।আর টাকার পিছনে ছুটতে গিয়া স্ত্রীকে হয়ত সময় দিতে পারে নাই তাই সে ও হয়ত এমন করেছে।আল্লাহ উনাকে শেষ বয়সে শান্তিতে রাখুন।
গল্প বলতে আসেন, তবে মিথ্যা বলতে না আসাই ভালো। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা কালীন তথ্য মিথ্যা। কারণ ১৯৮৩/৮৪ শিক্ষাবর্ষে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলাম আমি।সে ভিপি ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
এই নিরহংকারী মানুষের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাঁকে শেষ মুহুর্ত পর্যন্ত সুস্থ, সবল, কর্মখম রাখেন। কিবরিয়া সাহেবকেও ধন্যবাদ এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য
একটা মানুষ এতটা কঠিন পথ পাড়ি দিয়ে ও সুখে নাই অতচ এতো টাকা পয়সা থাকার পর ও সে কত একা কত নিষঃ মনে হচ্ছে তাকে। কেমন জানি মনে হলো তিনি সুখে নাই। আল্লাহ পাক তার মনে শান্তি দান করুন। ❤❤
মানুষের মানবতা কত নীচ হয়। নান্নু ভাইকে সম্মান করি। ভালো থাকবেন। পৃথিবীতে হাজার বাবা-মা হারা সন্তান আছে, স্বামী হারা স্ত্রী আছে তাদের সেবায় শেষ জীবনে ভালো কাজ করুন। তাহলে আপনার এই চোখের জল মুছে যাবে। মানুষগুলো এমন কেন। কেউ পেয়ে হারায়, কেউ না পাওয়ার বেদনা নিয়েই পৃথিবীতে থেকে চলে যায়।
অসাধারণ একজন মানুষের অসাধারণ জীবনগল্প! ওনার কাছে শেখার মতো অনেক কিছু আছে! অসংখ্য ধন্যবাদ কীবরিয়া ভাই গল্পটি প্রচার করার জন্য । শুভকামনা রইলো আপনাদের জন্য।
উনি মেয়েদের মাদ্রাসাতে পড়ালে আর স্ত্রীকে এত সম্পত্তি না দিলেই ভালো হতো কিনা... সব মানুষই অনেক উঁচুতে উঠতে গিয়ে পরে পাশে কাউকেই পায় না। স্যার যথেষ্ট বিনয়ী আর পরিশ্রমী। উনি নিজের কোম্পানি এর পাশাপাশি, পরিবারকেও একটা সুন্দর নিয়মে রাখতে পারলে ভালো হতো। যেসব জিনিস পড়ালে বা দিলে দূরত্ব তৈরি হয় সেগুলা না দেয়াই উত্তম।
ভালো কিছু শিখার জন্য কাজের মধ্যেই পুরুটাই দেখলাম ও শুনলাম।।আসলে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন আবার বেইজ্জতি করেন। মানুষের জীবনের অনেক সম্পদ করতে পারেন কিন্তু পারিবারিক সুখটা খুব কমই পাই...
আসলে উনি সত্যি খুবই ভালো একজন মানুষ, উনার গল্পটা শুনে যা মনে হলো। আর অবশ্যই উনার মধ্যে সেই লেভেলর মেধা আছে, যার ফলশ্রুতিতে তিনি সেই রাস্তার গরিব, একটা জামা কিনার মতো সামথ্য ছিল না, সেখান থেকে তিনি অনেক আগেই কোটিপতি। আর শেষে কষ্ট লাগলো, এখন তার পরিবারের কাছের মানুষ গুলা তার৷ সাথে নেই। আসলে যারা বাবা মা, সামীকে সত্যিকারের ভালোবাসে, তারা কখনো তাদের ছেড়ে যায় না। হয়তো তারা আপকে সত্যিকারের ভালোবাসে না, তাই ছেড়ে গেসে। যাইহোক জীবণ কারো জন্য থেমে থাকে না। আপনি আবার নতুন করে শুরু করেন। শুভকামনা রইলো ❤️। এবং গল্পটা খুবই ভালো লাগলো। এই গল্প থেকে শিখার অনেক কিছু আছে
ইসলাম ধর্মে এটাও আছে যে, যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে না, আল্লাহপাক সেই জাতির ভাগ্য কোনদিনও পরিবর্তন করবেন না। রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, এ কথা ঠিক। তবে রিজিকের জন্য তালাশ বা চেষ্টা না করলে আল্লাহ পাক আসমান থেকে রিযিক নাযিল করবেন না। এটাও মাথায় রাখতে হবে।
৭০ এর ওই বন্যায় আমার নানু মামা খালা সহ অনেকেই মারা যায়। এখনো অনেক মুরুব্বিদের কাছে ওই ভয়ংকর রাতের গল্প শুনি। অনেক ধন্যবাদ ক্রিয়েটিভ আরটস। ধন্যবাদ কিবরিয়া ভাই।
Prottek ta episode dekhi r Allah k shukria kori j Allah ank ank valo rekheche alhamdulillah. Jibon shommondhe ank kisu shikhar ase ei program ta theke. J kono natok cinema k o haar manay manusher shotti jibon kahini. Allah shobai k valo rakhuk.
আপনার মেয়েরা যদি এই অনুষ্ঠান দেখে থাকে তাঁদের কাছে অনুরোধ রইল সময় থাকতে বাবা মায়ের দেখাশোনা করেন । দুনিয়া এবং আখেরাত দুই জায়গা তেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমীন।
আমাদের ভোলা জেলার অধিবাসী নান্নু স্যার আপনার গল্প শুনে চোখে পানি চলে আসলো,তবে সমাজে এখনো অনেক মানুষ এমন অসহায়ত্বের মধ্যে বড় হচ্ছে, পারলে এদের জন্য কিছু কইরেন বিশেষ করে আমাদের ভোলার মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা কইরেন,ভালো থাকবেন...
I am from nepal , i heared so many story from this programme, of them this story was unique , i respect his patience . after all he is studying and happy , this power only provide Allah to him .if it is possible then i want to meet him in Bangladesh.
ঘটনাটি অনেক বেশি বেদনা দায়ক কিন্তু আপনি জীবনে অনেক কষ্ট করে এপর্যন্ত এসেছেন, আল্লাহ আপনাকে দুটো মেয়ে দান করছেন, তাদের দ্বীনের শিক্ষা দেননি, সেটা দেওয়ার প্রয়োজন ছিলো
জীবন নাটকের চেয়েও নাটকীয়, সেটা আবারো প্রমাণ হলো৷ এই ভদ্রলোকের জীবন কাহিনি যদি কষ্টের না হয়ে সুখের হতো, তাহলে কত মানুষ কত কী মন্তব্য করত! আল্লাহ ওনাকে ভালো রাখুন। একটা মানুষের ভুল সিদ্ধান্তে যে পুরো একটা পরিবারের চেহারা বদলে যেতে পারে তা বারবার সামনে চলে আসলেও আমরা চোখের আড়াল করে রাখি। এত এত সাফল্য, তবুও যেন কি নেই; তাও ওনার আছে অদম্য আত্মবিশ্বাস, কাজ করার মনমানসিকতা আর আল্লাহর কাছে চাইবার। কথাগুলো এতটা গুছিয়ে বলেছেন যে, কখন এতটা সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। মুগ্ধ হবার মতো। ধন্যবাদ কিবরিয়া ভাই আর আজকের গেষ্ট যিনি তার জীবন দিয়ে অনেক মানুষকে অনেক অনেক সুপরামর্শ আর বেঁচে থাকার প্রয়োজনীয়তা বুঝিয়েন।
মেয়ে মানুষ বহুরূপী,কেউ ক্ষনে ক্ষনে রূপ পালটায়,আবার কেউ লং টাইম নিয়ে রূপ পালটায়। মেয়ে জাতিকে আল্লাহ সঠিক বুজ দান করুক আমিন আপু আমি আপনাকে এই কথা গুলো ছোটো করার জন্য বলিনি, বুল বুজিয়েন না? আমও কথার কথা বল্লাম আর কি।
ওনাকে চিনতাম।82 থেকে।
কোন দিন ভাবিনি ওনি তার জীবনের গল্প নিয়ে আসবেন পাবলিক মিডিয়ায়।
দোয়া করি এ মানুষ টি যেন ভাল থাকেন
আসলে অনেক অনেক painful history আপনি উনার email address টা দিতেন তাহলে আমার অনেক উপকার হত please 🙏 please
তিনি যে মার্চেন্ডাইজিং কোর্স এর কথা বললেন আমি সেই কোর্সে ভর্তি হতে চাই। দয়াকরে ওনার অফিসে কিভাবে যোগাযোগ করব জানাবেন
আমি উনার পাসের থানার। উনার সরল সিকারোক্তিতে অভিভূত। আমি কৃষক সুলতান। ন্যাচারাল কৃষি নিয়ে কাজ করি।
অনুপ্রাণিত, সেলুট ভাইকে
মাশাআল্লাহ। এত অর্থ-সম্পদ আসার পরেও এই মানুষটির মধ্যে অহংকার জাগেনি। দিয়ে যাচ্ছেন একজন প্রকৃত মানুষের মনুষ্যত্বের পরিচয়।
বিনম্র শ্রদ্ধা জানাই স্যার।
Mahamuf shaheb thanks yo u for your life history iam also same your life but nou iaas before thanks
মানুষ কাকে বলে এই ভদ্রলোক কে দেখলেই বোঝা যায়। উনার উপলব্ধিটাই হলো একটি পরিবারের সর্বশেষ আকুতি। যে শুন্যতা কখনো পূরণ হবার নয়। নিজের সফলতা গুলো কিভাবে সন্তানের জন্য বিসর্জন দিয়ে বহুমুখী ফুল ফোটালেন।
একজন থানা শিক্ষা অফিসারের সন্তানের গল্প আরেকজন থানা শিক্ষা অফিসারের সন্তান হিসেবে শুনা শুরু করলাম। ভাইজানের কথা ভালোই লাগছে।
P⁰😊❤😊¹⁰❤❤⁰¹p
গল্পটা মন দিয়ে শুনলাম। তাতে বুঝলাম আসলে প্রয়োজন শেষ তো সবকিছুই শেষ। যাদের নিয়ে তিনি স্বপ্ন দেখতেন তাদের স্বপ্ন গুলো পূরণ হয়ে গেছে আর দিনশেষে তিনি একাই রয়ে গেলেন। কারো সাথে একটু মন খুলে কথা বলবেন আজ তারাও পাশে নেই। দিন শেষে একটু মানসিক শান্তি দরকার। উনার ফ্যামিলির কথা যখন বলতেছিলেন চোখে প্রায় পানি চলে আসার মত অবস্থা অনেক কষ্ট করে আটঁকিয়ে রাখছেন। আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤️❤️
মিথ্যা তথ্যের ছড়াছড়ি। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি আর জে কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
Lllll)ll)
So cute I delet
ßß
ংড়্গংড়্গংড়ংড়ংড়ংড়ংড়ংড়ংড়্গংড়্গংড়ংড়ংড়ংড়
মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রথমে এক লাইন বলেছেন "দেশ স্বাধীন হল "।
পরেও এক লাইনই বলেছেন " সবাই দিয়েছেন অনেক, অনেকে দিয়েছেন সব "।
সহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার প্রগাঢ় ভালোবাসা প্রকাশ পেয়েছে ।
আপনার জীবন আলোকিত।
বাংলাদেশকে আপনার গার্মেন্টস শিল্পের মাধ্যমে অনেক দিয়েছেন , আরো দিবেন , এই আশা আপনার সাথে আমরাও করতে পারি ।
Non swipe পুরো কাহিনীটি শুনেছি। চমৎকার মোটিভেট ছিলো পুরো কাহিনী জুরে। আল্লাহ মাহমূদ সাহেবকে ভাল রাখুন। উনার জীবনে আবারো যেনো পুরনো সুখ ফিরে আসে।
এই গল্পটার মধ্যে খুবই শিক্ষণীয় কিছু দিক আছে যেমন টা উনি উনার বাবা মাকে এই স্ত্রীর জন্য ছেড়ে চলে আসছিলো তখন উনার মা বাবার উনাকে খুবিই প্রয়োজন ছিলো ঠিক উনাকে ও উনার সন্তানেরা ছেড়ে চলে গেছে যখন উনার সন্তানদের সঙ্গ উনার খুব প্রয়োজন হইছিলো ঠিক তখনি।
আর উনার স্ত্রী প্রয়োজন এর দাগিদে উনাকে ব্যবহার করে যখন উনার প্রয়োজন শেষ তখনি ছুড়ে ফেলে চলে গেলো।
আমার মেয়ে জন্মের আগে আমার স্বামী প্রতি মাসের অনেকটা সময় অসুস্থ থাকতো, এবং আমরা দুজনে যে টাকা বেতন পেতাম তা দিয়ে আমার স্বামীর চিকিৎসা খরচ এবং সংসার সামলাতে হিমসিম খেতে হতো,এবং প্রতি মাসেই সংসারে ঋন লেগেই থাকতো। আমার মেয়ে জন্ম নেওয়ার পর থেকে অভাব কি জিনিস চোখে দেখিনি।সত্যিই মেয়েরা ভাগ্য নিয়ে জন্মায় দুনিয়াতে।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
আলহামদুলিল্লাহ মেয়ের বাবা হয়েছি
তারপর মানসিক ও অর্থিক পরিবর্তন হয়েছে।
উনি একজন অসাধারণ মানুষ ভদ্রলোক এবং কথায় মাধুর্যতা আছে। জিরো থেকে হিরো তারপর ও ওনার স্ত্রী সেপারেটে চলে গেলেন।
উনি এত বড় মাপের একজন মানুষ ।
উনাকে লাল সালাম , ভালবাসা , ভক্তি ও মনের সুভেচছা
জানাচ্ছি আমার মনের গভীরতা থেকে। কারন এই ধরনের পুরষ যে জীবনের স্তরে স্তরে ধাক্কা খেয়ে জীবনটাকে এত মজবুত করে তৈরি করেছে এরপর কে আসলো কে গেল তা দেখার সময় উনার থাকা উচিত না। তবুও কত মানবিক যে সংসারের সবাইকে সুখী করার জন্য বিলীন করে দিয়েছেন । কিন্তু তার ঘরই তাকে বুঝলো না। আমি জানিনা এর কারন কি ? আমার মতে উনাকে এই শেষ বেলায় একলা করা উচিত হয়নি। যখন ধাক্কা দেয়ার প্রয়োজন ছিল তাই তখন যা পারেনি এখন এই অবেলায় কেন হেয় করবেন ? এখনই উনার বিশ্রাম তাই সবাইকে উনার পাশে থাকা উচিত ছিল । তবে সেদিন বুঝে দৌড়ে গেলেও তারা খুজে পাবে না। শত আপসোসেও মন ভরবে না । এ জীবন সায়াহনে
এই পর্ব দেখে শেষ পর্যন্ত কেঁদে ফেললাম। পরিবার নিয়ে কথাগুলো শুনে খুব কষ্ট পেলাম। পরিপূর্ণ সুখী হওয়া অনেক কঠিন। শুভেচ্ছা
মাশ'আল্লাহ! কথাগুলো কত সুন্দর- সাববলিল, মনমুগ্ধকর; সত্যিই শুনে খুব ভালো লাগলো।
আমি প্রতিটি গল্পই খুব মনোযোগ দিয়ে শুনি
শেষের কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না,,জীবন কেনো এমন হয় জানা নেই।
সংসার নামক শব্দটার কি কোনো ভিত্তি নেই?
২৮/৩০বছর সংসার করে সংসারগুলো ভেঙে যায় একজন চলে যায় আরেকজনের হৃদয়ে কি হাহাকার থেকে যায়😭😭😭
যে চলে যায় সে ও হয়তো ভালো থাকেনা,,,কারো হাহাকার নিয়ে কেউ ভালো থাকতে পারেনা😭😭
প্রতিটি সংসার ধার্মিকতায় ভরে তুলতে হবে,তবেই আর হয়তোবা এমনটি হবেনা।
দোয়া করী আংকেল কে আল্লাহ ভালো রাখুন।
সহ মত ভাই আপনার সাথে
ধর্মিয় শিক্ষা না থাকার কারনে মেয়েরা বাবার কি অবদান তা অনুধাবন করতে পারছে না।উচ্চ শিক্ষা নিয়ে যে যার মত করে বিদেশী হয়ে গেছে।কিসের বাবা কিসের মাতৃভুমি,সর্বশেষ এইটুকুই বলবো আল্লাহ তাদের হেদায়া দান করুক।
Asd
এজন্যই তো তানজিম হাসান সাকিব বলেছেন মেয়েরা চাকরি করলে স্বামীর হক আদায় হয় না
ছেলেমেয়েদের হক আদায় হয় না
সংসার ভেঙে যায়
@@harunmohammed7626এটা ধর্মীয় শিক্ষার অভাব নয়। এটা হলো অতিরিক্ত উচ্চাকাঙ্খা। সবকিছু থাকার পরও আরও চাই আরও চাই এমন কিছু। মায়া মমতা ভালোবাসার চেয়ে অর্থ তখন বড় হয়ে যায়। এজন্যই সবাই দূরে চলে যাচ্ছে।
জীবন মানে যন্ত্রণা নয়তো ফুলের বিছানা। এক সাদা মনের সংগ্রামী বাবার জীবনের গল্প শুনলাম। আল্লাহ্ বলেন স্ত্রী ও সন্তান দুনিয়ার সৌন্দর্য মাত্র। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
আলহামদুলিল্লাহ, গ্লপ্টা আমাকে অনেকটাই, জাগিয়ে তুলছে, ঘুমথেকে। জীবন যতোটা সহজ আবার জীবন যতোটাই কঠিন।
উনি খুবই ভালো মানুষ এবং আমার ঘনিষ্ঠ জন। আল্লাহ পাক যেন তাকে আরও ভালো রাখেন, অন্তর থেকে দোয়া করি উনার জন্য। উনার জীবনের অনেক অজানা কথা আজকে জানতে পারলাম।
উনি মা বাবার পতি দায়িত্ব পালন করেন নাই,
@@asaduzzaman3788 Vai, kemne bollen je daiytto palon koren nai? Apni ki onar attiyo?
@@asaduzzaman3788 ভাই, আপনি উনার সম্পর্কে কতটুকু জানেন ? উনি আমার খুবই ঘনিষ্ঠ জন, ভাই এবং ভালো বন্ধুত্বের সম্পর্ক। বহুবার উনার গ্রামের বাড়ীতে গিয়েছি উনার সাথে। এলাকায় তার দূর্নাম বদনাম কেউ করে না। আর ভালো মানুষ হলে তো বিরূপ মন্তব্য করার কাওকে না কাওকে পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার সব জায়গায়। আমরাও তো মানুষ, ভুলভ্রান্তি কমবেশি আমার আপনার সবারই থাকতে পারে। তবে উনি ব্যক্তিগত জীবনে পরিবার এর প্রতি এখনও যথেষ্ট দ্বায়িত্বশীল ভুমিকা রেখেছেন। কেউ যদি বিনা পরিশ্রমে, কষ্ট না করে, ত্যাগ স্বীকার না করে, লেখাপড়া না করে, যোগ্য না হয়ে ফাউ ফাউ জগতের সকল কিছু পেতে চায়, এটা কি সমর্থন করা যায় ? আশাকরি আমাদের এভাবে এই জায়গায় এসে কারোরই পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা বা সমালোচনা করাটা মোটেও সঠিক হবে না। আল্লাহ পাক যেন আমাদের যার যার অবস্থানে সবাইকে ভালো রাখেন, এই দোয়া করি।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। কারণ ১৯৮৩/৮৪ শিক্ষাবর্ষে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলাম আমি। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।
উনার কথায় বুঝা গেছে উনি উনি বাবা মা এর দায়িত্ব পালন করেন নি. আমরা তো উনাকে চিনিনা. উনি যে ভালো মানুষ তা বুঝা গেছে. উনি কোনো অভিযোগ করেন নি. আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন দুআ করি
খুব ভালো লাগলো।মনে হচ্ছে আরও কিছু ক্ষন শুনি।
আলহামদুলিল্লাহ, সহজ সরল মনের অধিকারী মানুষ গুলি কোন দিন হেড়ে যায় না
কন্যা সন্তান সত্যিই রহমত।
ভাল কিছু জানা ও শেখার জন্য দেখা শুরু করলাম।
চমৎকার হিস্টুরি শুনছিতো শুনছি হঠাৎ করে নেমে এলো বিরহের আহামুরি, অজান্তেই চলে এলো অস্রু!!! জীবনের শেষে এসে যদি এমন ছেফার্রেট আসে তাহলে কি করে সান্ত্বনা পাব!!!😭!!! ভাইয়ের প্রতি শুভকামনা 🇮🇹🇧🇩🇮🇹 ধন্যবাদ
এক জীবনে সব কিছু পাওয়া যায় না - এই সত্যই বারবার চোখের সামনে ভেসে ওঠে। কখনো আর্থিক, কখনো শারীরিক বা মানসিক সমস্যা জীবন জুড়েই সঙ্গী হয়ে থাকবে। তবুও সৃষ্টিকর্তার দেওয়া এই সুন্দর জীবন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে।
কাল বাবা দিবসের স্টেটাসের ঠেলায় ফেসবুকে ডুকতে পারছিলাম না,
আজ এক হৃদয় ভাংগা অসহায় বাবার হাজারো না বলা ক্ষতবিক্ষত যান্ত্রণার আকুতি শুনতে পেলাম…এই যদি হয় বাবা দিবস…..?
Very sad story dear Mahmud bhai and there are nearly same story in the other people life !! Thanks a lot dear brother R.J Kibria bhai !
এই বয়সেও এতো উদ্দীপনার সাথে তার গল্প শেয়ার করাটা আসলেই মনোমুগ্ধকর।
আলহামদুলিল্লাহ, স্বপ্নের বাগানে পানির অভাবে যখন ফুলগুলো শুকিয়ে যেতে শুরু করে।আপনার এই এপিসোড গুলো দেখলে আবার মনের ফুলগুলো সতেজতায় জেগে ওঠে।
অনেক ঘটনা অনেকের সঙ্গে মিল হয়ে যায় ।মাননীয় মাহবুব স্যারের হুবুহু হুব মিল। আমার জীবনের কষ্ট শুধু কষ্ট রয়ে গেছে কিন্তু সাফল্যের জায়গাই আমার নিজের আপন লোক বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে । আমি সকলের কাছে লক্ষ বার দোয়া চাই ।
অনেকদিন পর একজন সৎ মানুষের গল্প শুনলাম । 💗
আসলে আল্লাহ সৎ মানুষদের হয়তো এই ভাবেই পরীক্ষা নেন । 🙂
ফ্রম , কলকাতা , ইন্ডিয়া ।
জীবন তার গতিতে চলতে থাকে। উত্থান-পতন এটা জীবনেরই অবিচ্ছেদ্য অংশ।
এটা আল্লাহর বিধান, ধৈর্য্য নিয়ে এগিয়ে যান। এই পৃথিবীতে একা এসেছি, একাই
চলে যেতে হবে।
স্যালুট স্যার
স্যার সত্যি একজন ভাল মানুষ ও সৎ।কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না।
মুগ্ধ হয়ে শুনছিলাম।
সুপারেট কথা শুনার ১ মিনিট পূর্বেও বুঝা যায়নি যে মুদ্রার আরেক পিঠ এখনো বাকি আছে।
এতে করে এটাই প্রমানিত হয় যে এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ সুখী নয় ?
sad and happiness link with each other if you enjoy great happiness then you mut keep ready yourself for unavoidable sadness . so keep yourself in middle line not highest happiness not unbearable sadness this is the philosophy of great hazrat mohammad sollalahi alahi wasallam.
No reply
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে প্রশান্তি দিক। জীবনের বাকি দিনগুলোতে দ্বীনকে সঠিক ভাবে বুঝার ও দ্বীনের খিদমত করার তৌফিক নসীব করুন।
পুরো গল্প শুনলাম জীবনে চলার পথে কাজে লাগবে ধন্যবাদ প্রিয় উপস্থাপক মহাশয়
প্রিয় RJ Kibria ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক সত্যিকারের জীবন কাহিনী তুলে ধরার জন্য। এ গুলো সাধারন মানুষ কে খুবই মোটিভেট করে বলে আমি মনে করি। একজন সত্যিকারের আত্মসম্মানবোধ সম্মানীত লোকের বাস্তব কাহিণী শুনে খুবিই ভালো লাগলো।
তাই ঘরের লোকদের বলছি জীবন থেকে যে ভুল চলে গেছে তাকে মনে না রেখে তাকে সবাই মিলে একটু সুখ ও যত্ন করুন যেন উনি এই পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে বলতে পারেন । " হে আল্লাহ আমি আজ তুমি আমার সব আশা পূরন করেছেন তাই আমি আপনাকে শুকরিয়া জানাচ্ছি । "
আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এই মহান ও অপরাজেয় মানুযের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন উনার মনের পূরন করেন। আমার বিশ্বাস উপরওয়ালা উনার এই বুক ভরা হাহাকার শীতল করে দিবেন।
আল্লাহ ভরসা ।
ভালোবাসা রইলো উনার উপর আর উনার স্ত্রী, মেয়েদের প্রতি এক রাশ ঘৃণা।ভারত থেকে।
একদমই ! ভোলার বন্যার গল্পটা জীবন মূখী। খুবই আবেগ আপ্লূত।।
গল্পটার মূলকথা হচ্ছে বউকে নিজের চাইতে বেশী যোগ্য করা উচিত নয়। বেশী যোগ্য করে তুললে এরকম বেশীরভাগ ক্ষেত্র এরকম হয়। তার মত উধাহরন আমার সামনে আরও বেশ কয়েক জন আছে।
সত্যিকার মানুষ হতে হলে ইসলামের জ্ঞান লাগে।প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত শিক্ষা লাগে।🤧🥲🥲🥲
জনাব মাহমুদের জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা ভালবাসা , নিশ্চয়ই আল্লাহ তার সহায় হবেন ।
বাবা শুধু একটা শব্দ নয়। বাবা হচ্ছে সন্তানের কাছে তার পৃথিবী। যার বাবা নেই, সেই বুঝে বাবা না থাকার যন্ত্রণা।আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো..আপনার মেয়েরা আপনার পাশে থাকবে আজীবন ইনশাহ আল্লাহ 😔😭
সুখ স্মৃতি এবং দুঃখ স্মৃতি মিলে চমৎকার জীবন বন্দনা❤❤❤
খুব মন দিয়ে শুনছিলাম হ্ঠাৎ এমন একটা কথা শুনবো ভাবিনি এটাই জিবন যার গতিপথ কি হবে কেউই আগে থেকে জানেনা
0
"জাযাকাল্লাহু খাইরান"
আল্লাহ আপনাকে সবরকম কল্যাণ দান করুন।
আমীন।
একটি হৃদয় ছোঁয়া কাহিনী। উনি সুস্থ থাকুন উনার মনের আশা পূরন হোক এই দোয়া করি।
যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রশংসা করে, তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না!🖤
আমি শিখলাম, অনেক কিছু শিখলাম।
স্যালুট আপনাকে।
Right bolecen
গল্পটি হৃদয়ের স্পন্দন লাগানোর মত গল্প। জীবন যুদ্ধে চলার মত এই গল্পে অনেক শিক্ষা আছে। ভদ্রলোক গুছিয়ে কথাগুলো বলেছেন। তার মধ্যে অনেক ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে। ভাইকে বলব সামনে জীবন যুদ্ধে ধৈর্যের সাথে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করি পরবর্তী জীবনে সফলকাম হতে পারেন।
আমিন
মিথ্যা তথ্যের ছড়াছড়ি! বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি ছিল, জেলা পরিষদের সদস্য ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
মাহমুদ ভাইকে আমি ভাল ভাবেই চিনি, উনার এতকথা ছিল জানা ছিলনা।
আল্লাহ উনাকে ভাল রাখুন!❤
AB Mahmud sir আপনি আমাদের ভোলা জেলার এক জন গৌরবময় সন্তান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
উত্তরনের গল্প, উনি প্রমান করেছেন যে উদ্দমীরা কখনোই হারে না। আমি কথাগুলো মনে প্রাণে উপলব্ধি করতে চেষ্টা করেছি। উপস্থানার জন্য উভয়কে অনেক ধন্যবাদ।
ভোলা জেলার অধিবাসী ব্রান্ডিং বাংলাদেশ এ আগত নান্নু ভাই আমার ইয়ারমেট হবে তথা ১৯৭২ সালে ৬ষ্ট শ্রেণির ছাত্র। আমার পিতা শিক্ষক ছিলেন। তখন অভাব অনটন থাকলেও আমি খাওয়া থাকায় কষ্ট করিনি কিন্তু ১টি শার্ট, ১ টি প্যান্ট, পায়জামা পাঞ্জাবি ছাড়া কোন জামাকাপড় ছিল না। নান্নু ভাই এর কথা শুনে ছোটবেলার পারিপারশ্বিক অভাব অনটনের স্মৃতি মনে পড়ছে। ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশ।
আমার বাড়িও ভোলাতে।
দুই মুক্তিযোদ্ধার কাহিনী শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো।
স্যার, এই দীর্ঘ আলোচনায় রেলওয়ে নিয়ে কিছু বললেন না?
Branding Bangladesh আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। আজকের গল্পটা মনকে বড়ো নাড়া দিয়ে গেল । ভারত থেকে।
সত্যি বলছেন।
Thank you
London
আমার স্বরূপকাঠির,স্বনামধন্য মানুষের গল্প শুনলাম ।
জীবন নদীর মত এপার ভাংঙ্গে তো ওপার গড়ে ।
যেমন ভালো লেগেছে আবার কষ্টও পেয়েছি তেমন।
মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন ।
গল্প গুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না। স্যার আপনারা আমাদের জন্য দোয়া কইরেন আল্লাহ্ যেনো সঠিক পথে চালায়।
সত্যিই না দেখলে মিস করতাম অনেক কিছু,,......খুব সরল মানুষ,,,, আল্লাহ পাক উনার সকল আশা পূর্ণ করুণ আমিন........!
মেয়ে জাতিকে আল্লাহ সঠিক বুজদান করুক
কিবরিয়া সাহেবের এ-ই অনুষ্ঠান থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিচ্ছে এবং আমি ও। দোয়া রইল সকলের জন্য।
ভাইয়া সব ভিডিও শুনি কিন্তু ভাইয়া বুকে ব্যাথা করে নিতে পারি না এত আরাম আয়শে আলহামদুলিল্লাহ আব্বু বড় করেছে এরকম বাস্তবতা সয্য করা খুবই কঠিন। ঘটনা শোনার একটা পর্যায়ে মনে স্টোক হয়ে যাবে। আমদেরকে আল্লাহ পাক এত সুন্দর দেওয়ার হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি।
ওনার কথা শুনে মনে হলে সেই দিনের কথা। যে দিন রক্তের কেউ জামা ভালো নেই জন্য আমাকে সাথে নিয়ে যায় নি। আজ পযন্ত তার সাথে কোন খানে যায় নি।
আহারে
ভেঙ্গে পরবেন না,আপনার সেই দম আছে
আল্লাহ আপনার সহয় হোক
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা
কিবরিয়া ভাই পুরোটা জীবন কৃতজ্ঞ থাকব
আমার জীবনে পরিবর্তনের জন্য আপনার এই অনুষ্ঠানগুলো অনেক অনুপ্রেরণা জুগিয়েছে
একদিন নিজের জীবনের গল্প বলতে আসবো সেই দিনের অপেক্ষায় রইলাম
বুঝা গেল টাকা শান্তি দিতে পারে না।উনি নিঃসন্দেহে ভাল মানুষ তবে এক জায়গায় উনি ভুল করেছেন। উনি উনার সন্তান দের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই তাদেরকে বিদেশে ও লেভেল এ লেভেলে পড়িয়েছেন তাইতো ঊনার সাথে এমন আচরণ করেছেন।দ্বীনের শিক্ষা থাকলে এমন হত না।আর টাকার পিছনে ছুটতে গিয়া স্ত্রীকে হয়ত সময় দিতে পারে নাই তাই সে ও হয়ত এমন করেছে।আল্লাহ উনাকে শেষ বয়সে শান্তিতে রাখুন।
গল্প বলতে আসেন, তবে মিথ্যা বলতে না আসাই ভালো। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা কালীন তথ্য মিথ্যা। কারণ ১৯৮৩/৮৪ শিক্ষাবর্ষে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলাম আমি।সে ভিপি ছিল দাবি সম্পুর্ন মিথ্যা। সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি কিবরিয়া সাহেবের অফিসে মুখোমুখি বসতে চাই।
এই নিরহংকারী মানুষের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাঁকে শেষ মুহুর্ত পর্যন্ত সুস্থ, সবল, কর্মখম রাখেন। কিবরিয়া সাহেবকেও ধন্যবাদ এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য
জীবন জীবনের থেকেও কঠিন। সুখ শান্তি আল্লাহ তালার নিয়ামত
একটা মানুষ এতটা কঠিন পথ পাড়ি দিয়ে ও সুখে নাই অতচ এতো টাকা পয়সা থাকার পর ও সে কত একা কত নিষঃ মনে হচ্ছে তাকে। কেমন জানি মনে হলো তিনি সুখে নাই। আল্লাহ পাক তার মনে শান্তি দান করুন। ❤❤
আলহাদুলিল্লাহ্ ।অনেক কিছু শেখার আছে এই গল্পগুলো শুনে। অসাধারণ। ধন্যবাদ ।
মন দিয়ে শুনলাম।আমার জীবনের মিল আছে।এটাই বাস্তব ভাই।আপনার দিক থেকে কোন কমতি নাই।দোয়া রইল।
আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর ব্যান্ডিং বাংলাদেশ ❣️
গরদূ্হতসডগনকললডগহকয়চ,ববতিজড
@@asmakhatun6868???
বুঝিনি কি বলেছেন
উনার জীবনের গল্পটা শুনে অনেক ভালো লাগলো।কিবরিয়া ভাইকে অজস্র ধন্যবাদ।
ওনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। প্রত্যেক বাবা মেয়েদেরকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে ওনি একজন।
মানুষের মানবতা কত নীচ হয়। নান্নু ভাইকে সম্মান করি। ভালো থাকবেন। পৃথিবীতে হাজার বাবা-মা হারা সন্তান আছে, স্বামী হারা স্ত্রী আছে তাদের সেবায় শেষ জীবনে ভালো কাজ করুন। তাহলে আপনার এই চোখের জল মুছে যাবে। মানুষগুলো এমন কেন। কেউ পেয়ে হারায়, কেউ না পাওয়ার বেদনা নিয়েই পৃথিবীতে থেকে চলে যায়।
Atai prithibi manush matroi beiman
অসাধারণ একজন মানুষের অসাধারণ জীবনগল্প! ওনার কাছে শেখার মতো অনেক কিছু আছে! অসংখ্য ধন্যবাদ কীবরিয়া ভাই গল্পটি প্রচার করার জন্য । শুভকামনা রইলো আপনাদের জন্য।
অনেক সুন্দর ছিলো। কিছু না লিখলে নিজের মন কে বোঝাতে পারবোনা। এই গল্পের মধ্য দিয়ে আমরা বলতে পারি জীবনে বলতে পারি সব সময় টাকাই সব কিছু না
এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর বাস্তব জীবনের গল্প অসাধারণ এখানে শেখার আছে অনেক কিছু।
জীবন নাটকেই হার মানায়।এ জীবন হার জিতের খেলা।এ খেলায় জিতে যাওয়ার মানুষ কম।যারা চলে যায় তারা ভাল থাকলে ও রয়ে যাওয়া মানুষগুলো কস্টে দিন কাটায়
মানুষকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে নেই।দুনিয়ায় আপন বলতে কেউ নাই।আমরা যাঁর যাঁর জায়গায় থেকে সবাই স্বার্থপর।
Rit
হাসি মাখা মুখখানা মানুষটির,মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম শুধু, অধিক বেশি ভাল লাগলো ব্যাক্তিত্ব,আল্লাহ ভাল রাখুক উনাকে।
Amazing story. A genuine and honest presentation makes a great number of people inspired and creative. I salute such a persevering man.
আল্লাহ উত্তম প্রতিদানকারী। আল্লাহ পাক ওনাকে মানসিক প্রশান্তি দান করুক।
উনি মেয়েদের মাদ্রাসাতে পড়ালে আর স্ত্রীকে এত সম্পত্তি না দিলেই ভালো হতো কিনা... সব মানুষই অনেক উঁচুতে উঠতে গিয়ে পরে পাশে কাউকেই পায় না। স্যার যথেষ্ট বিনয়ী আর পরিশ্রমী। উনি নিজের কোম্পানি এর পাশাপাশি, পরিবারকেও একটা সুন্দর নিয়মে রাখতে পারলে ভালো হতো। যেসব জিনিস পড়ালে বা দিলে দূরত্ব তৈরি হয় সেগুলা না দেয়াই উত্তম।
I’m agree your comment..
বাংলাদেশের বরিশাল অঞ্চলের মানুষেরা অত্যন্ত মেধাবী,,বৃহত্তর বরিশাল অঞ্চলের অনেক মানুষের অনেক বড় বড় কীর্তি অতীতে দেখা গেছে।
ভালো কিছু শিখার জন্য কাজের মধ্যেই পুরুটাই দেখলাম ও শুনলাম।।আসলে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন আবার বেইজ্জতি করেন। মানুষের জীবনের অনেক সম্পদ করতে পারেন কিন্তু পারিবারিক সুখটা খুব কমই পাই...
আসলে উনি সত্যি খুবই ভালো একজন মানুষ, উনার গল্পটা শুনে যা মনে হলো। আর অবশ্যই উনার মধ্যে সেই লেভেলর মেধা আছে, যার ফলশ্রুতিতে তিনি সেই রাস্তার গরিব, একটা জামা কিনার মতো সামথ্য ছিল না, সেখান থেকে তিনি অনেক আগেই কোটিপতি। আর শেষে কষ্ট লাগলো, এখন তার পরিবারের কাছের মানুষ গুলা তার৷ সাথে নেই। আসলে যারা বাবা মা, সামীকে সত্যিকারের ভালোবাসে, তারা কখনো তাদের ছেড়ে যায় না। হয়তো তারা আপকে সত্যিকারের ভালোবাসে না, তাই ছেড়ে গেসে। যাইহোক জীবণ কারো জন্য থেমে থাকে না। আপনি আবার নতুন করে শুরু করেন। শুভকামনা রইলো ❤️। এবং গল্পটা খুবই ভালো লাগলো। এই গল্প থেকে শিখার অনেক কিছু আছে
আমরা যারা রিজিক নিয়ে টেনশন করি তারা এ গল্প থেকে শিক্ষা নিতে পারি। রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে।
জী আলহামদুলিল্লাহ সুনে খুশি হলাম
ইসলাম ধর্মে এটাও আছে যে, যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে না, আল্লাহপাক সেই জাতির ভাগ্য কোনদিনও পরিবর্তন করবেন না। রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, এ কথা ঠিক। তবে রিজিকের জন্য তালাশ বা চেষ্টা না করলে আল্লাহ পাক আসমান থেকে রিযিক নাযিল করবেন না। এটাও মাথায় রাখতে হবে।
@@মজিবুররহমান-ফ৭ঘ হুম অবশ্যই চেষ্টা করতে হবে আর সেটা হবে হালাল উপায়ে।
কথা বলতে গিয়ে প্রতিটা ঘটনার তারিখ এত নিখুঁতভাবে বলছেন,,,,,,,সত্যিই আল্লাহ তাঁর মাঝে সেই যোগ্যতা দিয়েছেন যা তাঁকে সাফল্য এনে দিয়েছে।
বড় মাপের মানুষেরা সাধারণত পার্সোনাল ডায়েরি মেইনটেইন করেন...
বড় মাপের মানুষেরা সাধারণত পার্সোনাল ডায়েরি মেইনটেইন করেন...
TV😊
42:14
❤
৭০ এর ওই বন্যায় আমার নানু মামা খালা সহ অনেকেই মারা যায়। এখনো অনেক মুরুব্বিদের কাছে ওই ভয়ংকর রাতের গল্প শুনি। অনেক ধন্যবাদ ক্রিয়েটিভ আরটস। ধন্যবাদ কিবরিয়া ভাই।
এধরনের বাস্তব গল্প অপুর্ণ মানুষ কে পুর্ণ করে তোলে ,,, আমি আসলেই ধন্য ,,,,,, এ গল্প শুনার জন্য ।। ❤ ।।
একজন মুসলিম বোন হিসেবে আপনার জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া করছি মহান রাব্বুল আল-আমীন যেন পরকালে উওম প্রতিদান দেয়।ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে যাবেন।
Prottek ta episode dekhi r Allah k shukria kori j Allah ank ank valo rekheche alhamdulillah. Jibon shommondhe ank kisu shikhar ase ei program ta theke. J kono natok cinema k o haar manay manusher shotti jibon kahini. Allah shobai k valo rakhuk.
আমিও শুনি আপনার সংগৃহীত গল্পরাজি |
একবার শুনতে শুনতে চোখে জল এসে গেছিল স্যার | ঈশ্বর আপনাকে মহিমা দান করুন |
শ.ন.চক্রবর্তী,
সোনারপুর--কোল--১৫০
প.ব, ভারতবর্ষ |
সত্যি এই জিবনের গল্প গুলো অনেক অনুপেরনা পাওয়া যায়❤️👍🏻❤️
আপনার মেয়েরা যদি এই অনুষ্ঠান দেখে থাকে তাঁদের কাছে অনুরোধ রইল সময় থাকতে বাবা মায়ের দেখাশোনা করেন । দুনিয়া এবং আখেরাত দুই জায়গা তেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমীন।
bal
boo
আনন্দ হাসি দূক্ষ বুঝতে না বুঝতে কখন যেন চোখ বেয়ে জল/পানি গরছে।
অসাধারণ ভাই চালিয়ে যান।
আমাদের ভোলা জেলার অধিবাসী নান্নু স্যার আপনার গল্প শুনে চোখে পানি চলে আসলো,তবে সমাজে এখনো অনেক মানুষ এমন অসহায়ত্বের মধ্যে বড় হচ্ছে, পারলে এদের জন্য কিছু কইরেন বিশেষ করে আমাদের ভোলার মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা কইরেন,ভালো থাকবেন...
আপনার প্রতিটি পর্ব আমি খুব মনোযোগ দিয়ে দেখি এবং শুনি আমার খুবই ভালো লাগে। এবং প্রতিটি গল্প শিক্ষানীয়।
Apni amar ahongkar mama.❤️❤️..Onek respect kori apnake.. Apni sob somoy valo thaken atai Allah kase amar chaoa..
মাহমুদ স্যার আপনার আপন মামা?
@@mdismailhossainamir8458 Humm😊
কিবরিয়া ভাই কে অনেক অনেক ধন্যবাদ । কিবরিয়া ভাই এরঅনুষটা থেকে আমরা কিছু শিখেছি।আললাহ ভাইকে হায়াত দাও।
I am from nepal , i heared so many story from this programme, of them this story was unique , i respect his patience . after all he is studying and happy , this power only provide Allah to him .if it is possible then i want to meet him in Bangladesh.
pp
Ur welcome in our country Bangladesh.
Ur most welcome in our country
⁶ù⁶⁶
I am inviting you in my country 🇧🇩🇧🇩
আমাদের দৃষ্টিতে যেটা উচ্চশিক্ষা । এই উচ্চশিখা কিআসলে সকলকে শিক্ষিত করে। না অত্যন্ত স্বার্থপর করে যেটা পরিবার ধ্বংস করে ।
আল্লাহ আপনাকে ভালো রাখুন। ধয্য ধরুন আপনি সফল হবেন। ইনশাআল্লাহ
Masha. Allah. Sar apnake salut. Takai sob suk dite parena. Tobe apni sotti onek Valomoner manus❤
ঘটনাটি অনেক বেশি বেদনা দায়ক কিন্তু আপনি জীবনে অনেক কষ্ট করে এপর্যন্ত এসেছেন, আল্লাহ আপনাকে দুটো মেয়ে দান করছেন, তাদের দ্বীনের শিক্ষা দেননি, সেটা দেওয়ার প্রয়োজন ছিলো
জীবন নাটকের চেয়েও নাটকীয়, সেটা আবারো প্রমাণ হলো৷ এই ভদ্রলোকের জীবন কাহিনি যদি কষ্টের না হয়ে সুখের হতো, তাহলে কত মানুষ কত কী মন্তব্য করত! আল্লাহ ওনাকে ভালো রাখুন। একটা মানুষের ভুল সিদ্ধান্তে যে পুরো একটা পরিবারের চেহারা বদলে যেতে পারে তা বারবার সামনে চলে আসলেও আমরা চোখের আড়াল করে রাখি। এত এত সাফল্য, তবুও যেন কি নেই; তাও ওনার আছে অদম্য আত্মবিশ্বাস, কাজ করার মনমানসিকতা আর আল্লাহর কাছে চাইবার। কথাগুলো এতটা গুছিয়ে বলেছেন যে, কখন এতটা সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। মুগ্ধ হবার মতো। ধন্যবাদ কিবরিয়া ভাই আর আজকের গেষ্ট যিনি তার জীবন দিয়ে অনেক মানুষকে অনেক অনেক সুপরামর্শ আর বেঁচে থাকার প্রয়োজনীয়তা বুঝিয়েন।
অনেক মনোযোগ দিয়ে পুরো গল্পটা শুনলাম।অনেক কিছু শিখতে পারলাম।দিন শেষে আমি একা।আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
বাস্তব সত্যি যে একাই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে😭😭😭
মেয়ে মানুষ বহুরূপী,কেউ ক্ষনে ক্ষনে রূপ পালটায়,আবার কেউ লং টাইম নিয়ে রূপ পালটায়।
মেয়ে জাতিকে আল্লাহ সঠিক বুজ দান করুক আমিন
আপু আমি আপনাকে এই কথা গুলো ছোটো করার জন্য বলিনি, বুল বুজিয়েন না?
আমও কথার কথা বল্লাম আর কি।
মাহমুদ ভাইয়ের জীবন থেকে অনেক শিক্ষা গ্রহন হবে বহু কিশোর - কিশোরীর, আমি শেষের দিকে এসে খুবই ইমোশনাল হয়ে পড়েছি। কেন জানিনা?
আসলে এটা painful history কেও উনার email address দিতে পারবেন