ওয়ার্কশপ কম্প্রেসার কিভাবে তৈরি করতে হয়//how to make workshop compressor//workshop compressor//BM

แชร์
ฝัง

ความคิดเห็น • 4

  • @user-ef4pi8ki8w
    @user-ef4pi8ki8w หลายเดือนก่อน

    এয়ার পাইপে তেল চলে আসার সমস্যা সমাধান করা যায় কিভাবে?
    আপনার ওটার মতো সেম কম্প্রেসার দিয়ে রং স্প্রে করার জন্য সেটআপ করেছিলাম

    • @BMED940
      @BMED940  หลายเดือนก่อน

      কম্প্রেসারের ডিসচার্জ লাইন দিয়ে যদি হাওয়া সঠিকভাবে না বের হয়। বা জাম করে তখন তেল উপরে উঠে আসে । ফ্রিজে যখন চোখ হয় তখন ওই সমস্যাই হয় তেল উঠে আসে সাড়া পাইপ বন্ধ করে দেয়।
      আপনি রং অল্প করে দিতে পারেন। হয়তো বারবার আপনার রং ভরতে হবে। কম্প্রেসারের প্রেসার যদি সঠিকভাবে দিতে পারে বা ঠেলতে পারে তাহলে তেল উপরে উঠবে না।

    • @user-ef4pi8ki8w
      @user-ef4pi8ki8w หลายเดือนก่อน +1

      @@BMED940 ভাই আমি এই সমস্যার জন্য নতুন কম্প্রেসার কিনলাম তারপর, ভাবছিলাম পুরাতনটায় হয়তো সমস্যা আছে.. কিন্তু এখন নতুনটায় ও দেখি সেম সমস্যা! তেল আসতেছে সাথে হালকা পানিও, এখন ভাবছি এয়ার ফিল্টার লাগাবো সাকশন ডিসচার্জ দুই সাইডেই, এছাড়া কোনো আইডিয়া থাকলে দিন প্লিজ

    • @BMED940
      @BMED940  หลายเดือนก่อน

      কম্প্রেসার যদি বড় AC -র হয় তাহলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। ফ্রিজের কম্প্রেসার এর ডিসচার্জ লাইন আপনি ফিলটার যদি লাগান তবুও প্রথমদিকে হাওয়া প্রেসার দেবে তারপরে ডিসচার্জ লাইন এ অতিরিক্ত চাপ বেড়ে যাবে । তারপরে তেল উঠে ফিল্টার বন্ধ করে দেবে। আপনি এসির কম্প্রেসার দিয়ে দেখতে পারেন আমি দেখেছি এই দিয়ে সাইকেলের চাকায় হাওয়া দিতে । এর প্রেসার অনেক বেশি হয়।