বেসিকটা ক্লিয়ার হলো অনেক, তবে আসলেই আরো বেশি প্রাকটিসের প্রয়োজন আছে, যেটা আপনিও ভিডিওতে উল্লেখ করেছেন. সবমিলিয়ে এই টপিকের জন্য অবশ্যই ইফেক্টিভ একটা ভিডিও. ধন্যবাদ স্যার আপনাকে
আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰
যাই বলেন না কেনো, সমাসবদ্ধ পদের অর্থ না বুঝলে আপনি যত কৌশল ই শেখানো কেনো, কাজে আসবেনা। ব্যাস বাক্য ছাড়াই আপনি করতে পারছেন কারণ আপনি অর্থ বুঝতে পারছেন তাই। তাই অনুরোধ করবো, আপনার বোঝানোর পাশাপাশি সকলকে অর্থের দিকে মনোযোগী হতে বলেন, আশাকরি সকলে উপকৃত হবে। However, your teaching skill is fantastic.
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
কেন বহুব্রীহি হবে না? আপনি অজ্ঞান দিয়ে মানুষকে না ভেবে ধরেন কোনো কুকুর বা অন্য কোনো পশুকেই ভেবে নিলেন। তাও তো তা জ্ঞান পদের প্রাধান্য না বুঝিয়ে ঐ পশুকেই বুঝাচ্ছে মানে অন্য পদ প্রধান। সেহিসেবে তো বহুব্রীহিই হচ্ছে
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
ভাইয়া নাহক আর অজানা এই ২টা বাংলা ব্যাকরন আগের বইটাতে নঞ বহুব্রীহি বলা হয়েছে। কিন্তু 'অজানাতে'হাইলাইট করতেছে পরপদ 'জানা'। কাইন্ডলি একটু ব্যাখ্যা করবেন ভাই
সুন্দর ক্লাস ভাইয়া। অভিনন্দন জানাই আপনাকে ❤️🌸। আচ্ছা ভাইয়া? অ, অনা বে, বি, না, নি তারপর "স" ছিল না? আমি Icon plus online program 2020 এর ব্যাচ। আমাদের ক্লাসে তো "স" ও বলেছিলেন মনে হয়। ওটা কি বাদ দেয়া হয়েছে পড়ে? 🙏
আরে না রে পাগলা। তুমি সামান্য প্যাঁচ লাগিয়ে ফেলেছ। তুমি যেটা বলেছ সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস পড়ানোর সময় বলেছিলাম। ব্যাপারটা এমন ছিল যে - অ, অনা, বে, বি, না, নি, স এই ৭টি উপসর্গ আর প্রাদি সমাসের উদাহরণগুলো বাদে উপসর্গ দিয়ে যত সমাস তৈরি হবে তার সবই অব্যয়ীভাব সমাস। আর এটা তো অব্যয়ীভাব না; এটা নঞ সমাস অর্থাৎ এই সমাসগুলো নেতিবাচক অর্থ প্রকাশ করে। এখন 'স' দিয়ে গঠিত সমস্তপদে তো পজেটিভ অর্থ প্রকাশিত হয়। তাই নঞ সমাসের ক্ষেত্রে 'স' বাদ দিয়ে বাকিগুলো হবে। আশা করি বুঝাতে পেরেছি। আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই বিস্তারিত আলোচনা করে ভিডিয়ো আপলোড করব ইনশাল্লাহ। আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞 আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ। আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰 সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️ আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞 আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ। আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰 সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️ আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
আমি আমার জায়গা থেকে TH-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
ভাই, অনুগ্রহ করে একটু ধীরে ধীরে কথা বলবেন । আর নড়াচড়া একটু কম করলে ভালো হয়, নইলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে । তাই ছাড়া আপনার আলোচনা খুব ভালো লাগে । ধন্যবাদ ।
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
আসসালামু আলাইকুম ভাইয়া।আচ্ছা ভাইয়া জানতে চাচ্ছিলাম যে,, মহতী যে কীর্তি =মহাকীর্তি। মহান যে নবি =মহানবি,মহৎ যে-জ্ঞান =মহাজ্ঞানী, এখানে মহী, মহান, মহৎ এগুলো ব্যবহারের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে?
@@ShawonsBangla Assalamu Alaikum Vaiya.Janen, akta somoy silo jokhon ami bangla xm na dite parle bastam.Kisu e bujhtam nah😔.Bangla o j akta interesting subject amn kono dharonai silo nah.but now ami amr classmate k kono problem thakle ta solve korar try korsi & also amr 1 classmate k ami somash o bujhiye dissi kisu ta.R a sob e possible hosse apnar jonno.tnx vaiya.Jajakallahu khoir🙂
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
ভাইয়া আপনি ঢাবি পরীক্ষার আগে যদি প্রত্যয় এর উপর ক্লাস নিতেন তো খুব উপকৃত হতাম!!!!!!
rgt
ভাইয়া,
অ,অনা,বে,বি,না,নি বলার স্টাইল টা দারুন ছিলো😁
খুব সুন্দর ক্লাস,উপকৃত হলাম🥰🥰
ভাইয়া সত্যি বলতে আপনার ক্লাস করানোর ধরন অনেক ভালো লাগে যেটা পুরোপুরি শিক্ষার্থীদের সাথে কানেক্টেড। অসংখ্য ধন্যবাদ আপনাকে.....
Love from Dhaka❤️
আপনার কথা স্টাইল,স্পষ্ট -স্বচ্ছ, আর পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝান অতি সুন্দর। সহজে বুঝা সম্ভব। ধন্যবাদ আপনাকে।
আসলেই extreme class ছিলো স্যার, মা শা আল্লাহ।
Best online platform for Bangla grammar ❤️💚
এক কথায় অনবদ্য স্যার
ভাইয়া আপনার প্রতিটি ক্লাস অসাধারণ। অনেক উপকৃত হই।অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই।
বেসিকটা ক্লিয়ার হলো অনেক, তবে আসলেই আরো বেশি প্রাকটিসের প্রয়োজন আছে, যেটা আপনিও ভিডিওতে উল্লেখ করেছেন. সবমিলিয়ে এই টপিকের জন্য অবশ্যই ইফেক্টিভ একটা ভিডিও. ধন্যবাদ স্যার আপনাকে
মাশাল্লাহ।। অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ আপনার উত্তম জঝাহ দান করুন
আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰
যাই বলেন না কেনো, সমাসবদ্ধ পদের অর্থ না বুঝলে আপনি যত কৌশল ই শেখানো কেনো, কাজে আসবেনা। ব্যাস বাক্য ছাড়াই আপনি করতে পারছেন কারণ আপনি অর্থ বুঝতে পারছেন তাই।
তাই অনুরোধ করবো, আপনার বোঝানোর পাশাপাশি সকলকে অর্থের দিকে মনোযোগী হতে বলেন, আশাকরি সকলে উপকৃত হবে।
However, your teaching skill is fantastic.
Great... Thank you sir
অনেক ভালো বুঝতে পারছি, স্যার।
Outstanding Class🥰💯
Thank you so much vaiya🥰💖
ভেরি অসাম, সাবসক্রাইব করলাম ,মুগ্ধ হলাম তাই, মুগ্ধ হওয়ার আগে করি নাই।
আপনাকে আন্তরিক কৃজ্ঞগতা জানাচ্ছি দাদা
Alhamdulillah khub shoj lage ekhon
অ, অনা, বে, বি, না, নি
এইগুলো বলার ধরন দেখে কেউই না হেসে থাকতে পারবে না। 😂😂😂
Hum...amar to haste haste pet betha hoye gese...😂😂
Mashallah, excellent discussion.
ভাইয়া তৎপুরুষ ও বহুব্রীহি এর full vedio চাই,,,,plz plz plz plz plz plz...
Vaiya,,apnar video golo kob helpful for me
Helpful to hoi,,,,,,,
অবশেষে বিষয়টা ক্লিয়ার হলো। অসংখ্য ধন্যবাদ ভাই ❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
অ অনা বে বি না নি😅😅😅
ভাইয়া আপনার উচ্চারণটা সেই রকম ছিল 👌
ভাইয়া আপনার প্রতিটি ক্লাস অসাধারণ
আপনার ক্লাস সবচেয়ে ভালো লাগে।
ভাই অজ্ঞান তো কুকুর ও হতে পারে অন্য প্রাণী ও হতে পারে সেটা ভাবলে তো বহুব্রীহি হচ্ছে না।আপনার ক্লাস গুলো জোস❤
কেন বহুব্রীহি হবে না? আপনি অজ্ঞান দিয়ে মানুষকে না ভেবে ধরেন কোনো কুকুর বা অন্য কোনো পশুকেই ভেবে নিলেন। তাও তো তা জ্ঞান পদের প্রাধান্য না বুঝিয়ে ঐ পশুকেই বুঝাচ্ছে মানে অন্য পদ প্রধান। সেহিসেবে তো বহুব্রীহিই হচ্ছে
ধন্যবাদ
ভাইয়া অকেজো কোনটায় যাবে? নঞ তৎপুরুষ এবং নঞ বহুব্রীহি ২ টাতেই উদাহরণ হিসেনে দেওয়া আছে
Excellent discussion
Via class 9-10 ar boi a অকেজো and অজানা ai duti নঞ totpurush o bohubrihi diyacha. At ki vhul
আমি অনেক উপকৃত হচ্ছি।
ভাইয়া আপনার কথা শুনতে অনেক ভালো লাগে। আপনার কথা বলার স্টাইলের ফ্যান হয়ে গেছি।😁🥰
অসাধারণ ভাই,,, ♥.. তবে বহুব্রীহি সমাসের সবপ্রকারগুলো আলোচনা করেন
Thanks vaiya..💖💕💝
Thanks I wish amar madhyamik vlo hobe 🙂❤️
আসসালামুয়ালাইকুম স্যার
আপনার ক্লাস গুলো খুব খুব ভালো লাগে
দোয়া করবেন আপনাদের এই ভালোবাসা আর শ্রদ্ধার জায়গাটা যেন ধরে রাখতে পারি সবসময়। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
আপনাকে এমনিতেই অনেকে পছন্দ করেন এবং আপনার ভিডিওগুলোতে অনেকেই মনোনিবেশ করেন। অতএব সাবস্ক্রাইব করার কথাটা পুনরাবৃত্তি না করলেই ভালো।
কালকে HSC exam Bangla 2nd এর, আজকে ভিডিও দেখছি 🙂
এখন বেশি মনে থাকবে
Nc.bohobrihi somas er sob proker dile valo hoto....
স্যার আপনার ফেসবুক পেজ নাই, দিলে খুব ভালো হতো
খুব ভালো বুঝিয়ছেন।ধন্যবাদ ভাইয়া
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
Vaia onek kichu shikte parlam..😊😊😊
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
@@ShawonsBangla ভাইয়া তৎপুরুষ সমাসের সবগুলো প্রকারের উপর ভিডিও বানালে ভালো হয় CU, JU, DU এর পরিক্ষার আগেই ক্লাস গুলো নিলে ভাল হয়।
Thank you vaiya
খুব ধন্যবাদ ❣️
জোস❤️❤️
অসাধারণ ক্লাস ভাইয়া🥰
O ona baby nani
When u say sounds like Italian☺️👍
অ অনা বে বি না নি বলার স্টাইল বারবার দেখলাম ভাই।
ভাইয়া নাহক আর অজানা এই ২টা বাংলা ব্যাকরন আগের বইটাতে নঞ বহুব্রীহি বলা হয়েছে। কিন্তু 'অজানাতে'হাইলাইট করতেছে পরপদ 'জানা'। কাইন্ডলি একটু ব্যাখ্যা করবেন ভাই
2:45 is epic moment 🤟
অআবেব্বিনান্নি
Take Love Brother
সুন্দর ক্লাস ভাইয়া। অভিনন্দন জানাই আপনাকে ❤️🌸। আচ্ছা ভাইয়া? অ, অনা বে, বি, না, নি তারপর "স" ছিল না? আমি Icon plus online program 2020 এর ব্যাচ। আমাদের ক্লাসে তো "স" ও বলেছিলেন মনে হয়। ওটা কি বাদ দেয়া হয়েছে পড়ে? 🙏
আরে না রে পাগলা। তুমি সামান্য প্যাঁচ লাগিয়ে ফেলেছ। তুমি যেটা বলেছ সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস পড়ানোর সময় বলেছিলাম। ব্যাপারটা এমন ছিল যে - অ, অনা, বে, বি, না, নি, স এই ৭টি উপসর্গ আর প্রাদি সমাসের উদাহরণগুলো বাদে উপসর্গ দিয়ে যত সমাস তৈরি হবে তার সবই অব্যয়ীভাব সমাস।
আর এটা তো অব্যয়ীভাব না; এটা নঞ সমাস অর্থাৎ এই সমাসগুলো নেতিবাচক অর্থ প্রকাশ করে। এখন 'স' দিয়ে গঠিত সমস্তপদে তো পজেটিভ অর্থ প্রকাশিত হয়। তাই নঞ সমাসের ক্ষেত্রে 'স' বাদ দিয়ে বাকিগুলো হবে।
আশা করি বুঝাতে পেরেছি। আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
@@ShawonsBangla হ্যা ভাইয়া বুঝতে পেরেছি ❤️৷ আমাকে সময় দিয়ে বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক অনকে ধন্যবাদ। 🥰🙏।
ভালো থাকবেন ভাইয়া।
বাক্যের রুপান্তর নিয়ে কিছু চুলছেরা বিশ্লেষণের ভিড়িও আপলোড করেন।
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই বিস্তারিত আলোচনা করে ভিডিয়ো আপলোড করব ইনশাল্লাহ।
আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
ভাইয়া বেমানান শব্দটা অব্যয়ভাব সমাস কেন? আপনার এই লেকচার অনুযায়ী আপনি বলছেন যে অ আনা বে বি না নি দিয়ে শুরু হলে নঞ তৎপুরুষ / বহুব্রীহি সমাস হবে......একটু ক্লিয়ার করবেন 😔 তাহলে উপকৃত হবো
নঞতৎপুরুষ, নঞ বহুব্রীহি আর অব্যয়ভাব এই তিনটা একসাথে তুলনামূলক ভাবে বিশ্লেষণ করে একটা ভিডিও বানালে ভালো হবে ভাই....আশা করি আপনি বানাবেন...
ধন্যবাদ
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
আলহামদুলিল্লাহ । কনসেপ ক্লিয়ার।
Outstanding class
অশেষ ভালোবাসা রইল স্যার
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
wawww
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
খুবই সাহায্য হলো ভাইয়া
Ah re vaiya first chomke gasi
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
তৎপুরুষ সমাসের ভিডিও দেন নাই কেন ভাই, এইটা সব থেকে কঠিন,, প্লিজ দেন।
Useful video. Thanks, vai.
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
vaiya somas r sob lecture gula r vedio dan
GREAT Class
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
1 ta class e jodi 3-4 bar break ase tahoile ki class bhalo lage?
Oshadharon vai
Great class
ভাই আপনার ক্লাসটা অসাধারণ। কিন্তু আমি জানতে চাই নঞ তৎপুরুষে কখন 'না' কখন 'নয়' হয় এবিষয়ে বললে খুশি হতাম
Many many thanks.
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
Vai apnr class ossadaron
আমি আমার জায়গা থেকে TH-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
Mash Allah
ধন্যবাদ দাদা ❤️❤️❤️❤️❤️
ভাই, অনুগ্রহ করে একটু ধীরে ধীরে কথা বলবেন । আর নড়াচড়া একটু কম করলে ভালো হয়, নইলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে । তাই ছাড়া আপনার আলোচনা খুব ভালো লাগে । ধন্যবাদ ।
স মাস এর অন্য পর্ব গুলো পাচ্ছি না ভাইয়া।।কাইন্ডলি দেন
You are the best
ভাই,অ দিয়ে তো অব্যয়ীভাব সমাসও হয়! সেক্ষেত্রে কি করবো?
ধন্যবাদ ভাইয়া ❤️
ভাই এগুলা কি লিখে প্রাক্টিস করব? নাকি শুধু দেগে গেলে হবে?
ধন্যবাদ।
Notun Book ki published korachen ? amr lagbe
তাহলে,
বেমানান ' কোন সমাস হবে..???
Very good cls..
💛💛
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
❤️
আসসালামু আলাইকুম ভাইয়া।আচ্ছা ভাইয়া জানতে চাচ্ছিলাম যে,,
মহতী যে কীর্তি =মহাকীর্তি। মহান যে নবি =মহানবি,মহৎ যে-জ্ঞান =মহাজ্ঞানী, এখানে মহী, মহান, মহৎ এগুলো ব্যবহারের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে?
এটা পড়েন। এটা আমার ফেসবুক গ্রুপ। আশা করি বুঝে যাবেন।
m.facebook.com/groups/1925665524430261/permalink/2834433826886755/
@@ShawonsBangla Assalamu Alaikum Vaiya.Janen, akta somoy silo jokhon ami bangla xm na dite parle bastam.Kisu e bujhtam nah😔.Bangla o j akta interesting subject amn kono dharonai silo nah.but now ami amr classmate k kono problem thakle ta solve korar try korsi & also amr 1 classmate k ami somash o bujhiye dissi kisu ta.R a sob e possible hosse apnar jonno.tnx vaiya.Jajakallahu khoir🙂
MashAllah
অত্যন্ত চমৎকার,,,
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
দারুন
ভালোবাসা রইলো,ভাই।❤️❤️
দোয়া করবেন ভাই যেন আপনাদের এই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
apanar class korar por mone hoy na karo boi porte hbe ❤❤
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে।
আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
Natisitoshno er besh bakko ki hobe vaiya😞
ধন্যবাদ ভাই ❤️
Onabadi onurbor sublet keno Jane obboy somas mone hoi. Ei 2 tar difference ta ektu bolben plz
Thank U😊😊😊😊😊😊
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
😊😊😊😋
ASSALAMOALIKOM (sir)হঠাত( গুরি গুরি) বৃষ্টি শুরু হলো এটা কি বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ? etoo bolle help hoto😅
onak valo lgse sir....
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
Thank you sir❤
নঞ্ বহুব্রীহি আর তৎপুরুষ সমাসে আগের নবম দশম বইতে একই শব্দ দেখা যায়।যেমন অকেজো,অজানা।
আবার নি-খরচে এটাকে কেন নঞ্ বহুব্রীহি ধরেনি?
তৎপুরুষ সমাস (অজানা- ন জানা
অকেজো - ন কেজো)
অন্য বই এ বহুব্রীহি সমাস।
কোনটা সঠিক???
জানালে উপকৃত হব।
ভাই, সমাসের উপর সবগুলো ভিডিও চাই।