আমার দেখা সেরা ব্যাকরণ স্যার........ ব্যাকরণ যে এতটা সহজ উপায়ে শিখা যায় জানতাম না স্যার........Thank You Sir....এইভাবে আমাদের সাথে থাকবেন....LOVE YOU SIR❤️
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
আমি আপনার প্রায় সব ক্লাস ই দেখেছি।এডমিশন এর সময় টা আপনার ক্লাস গুলোই আমাকে আত্মবিশ্বাসী করেছে।২০২০-২১ শিক্ষাবর্ষে আমি চবি,ববি,খুবি,জবি ও বশেমুরবিপ্রবি মোট ৫ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি এবং অবশেষে বশেমুরবিপ্রবিতে পছন্দের বিষয় Public Administration এ ভর্তি হয়েছি।আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।আপনি আমার অন্যতম প্রিয় ও সেরা শিক্ষক 🙏।
West Bengal theke apnar class dekhchi... primary tet exam er jonye khub help holo amar..samne exam ache..apnar class dekhe amar grammar ta easy lagche 🤗
আমার এখন মনে হচ্ছে যে এতো দেরিতে কেনো আপনার ভিডিও গুলো পাইলাম,,,, এতো সহজে যে বাংলা ব্যাকরণ শেখা যায় আগে কখনো ভাবতেও পারিনি স্যার.... ধন্যবাদ স্যার❤️❤️ এই ভাবে সাথে থাকবেন ❤️❤️❤️❤️
বাংলা ব্যাকরণ (বেসিক থেকে শর্টকাট) যে এতভাবে শিখতে পারবো তা কখনো ভাবিনি। কারন এই বিষয়টা বরাবরই আমার জন্য একটা আতংক ছিলো। স্যার, আপনি এক কথায় অসাধারণ শিক্ষক। অসাধারণ আপনার বোঝানোর ক্ষমতা। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। তবে আফসোস রইলো, অনেক দেরিতে আপনার চ্যানেলটির খোঁজ পেলাম।
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আপনার কাছে আমার বাংলা ব্যাকরণ শিখার প্রয়াস শুরু হয় স্যার এবং আপনার অন্বেষণ বই ক্রয় করি। এই বই যত পড়ি তত ভালো লাগে, আর এই বই ক্রয় করার জন্য আমার বন্ধগণদের বলি। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ
আমি যখন ভিডিও গুলা দেখি তখন মনে মনে দোয়া করি যাতে ক্লাসটা আরো লম্বা হয়।তাড়াতাড়ি যাতে শেষ না হয়।ব্যাকরণ পড়তে আমর ভাল্লাগেনা না কিন্তু স্যারের ক্লাস গুলা করার পর থেকে ব্যাকরণের প্রতি একটা অন্য রকম মজা চলে আসছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আমি ক্লাসরুম চ্যানেলে ক্লাস নিতাম ২০১৭ - ২০১৯ সালে। ২০২০ সাল থেকে ব্যক্তিগত কারণ ও করোনার প্রকোপের কারণে অফিসে যেতে পারতাম না বলে ক্লাসরুমের সাথে আর কন্টিনিউ করা হয়নি। এখন বাসায় বসে বসে যতটুকু পারি সেবা দেওয়ার চেষ্টা করি। 🥰💞
ভাইয়া আমি india থেকে বলছি, আপনার এই মূল্যবান ক্লাসগুলো উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আছে আপনি যদি *প্রত্যয়* -এর আরও কিছু ক্লাস উপহার দিতে পারেন তবে খুবই উপকৃত হই। ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য ❤❤❤❤❤
Thanks sir for your effort. Sir apni jodi বাগধারা, বাক্য প্রকরনের, বিপরীত শব্দ অর্থ ক্লাস নিলে অনেক ভালো হতো আমার জন্য। স্যার আশা করি আপনি বিষয়টি দেখবন।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
মুসাফির রাহাদ স্যার, ওমর ফারুক স্যার সহ আমাদের দেশে যতো বাংলার মহারথী আছেন তাদের সবার প্রতি রেস্পেক্ট রেখে বলছি, শাহরিয়ার স্যার বাংলাদেশ এর শ্রেষ্ঠ বাংলা শিক্ষক❤️
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক। তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে। আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
Sir apnake niye jai boli,setai kom hobe..apni atw valo r atw sohoj vabe bujan..amar dekha sob theke sera teacher apni,bangla bekaron er jonno..apnake dhonnobad dileu seta onk onk kom hoye jabe..apnr jn sudho kamona roilo..
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
স্যার,অব্যয় পদের (অব্যয় বিশেষণ,নিত্য সম্বন্ধীয় অব্যয়) এই দুইটা নিয়ে একটা ছোট ভিডিও দিন প্লিজ। আর ত-প্রত্যয়ান্ত অব্যয় এবং বাক্যের বিশেষণ এর মাঝে পার্থক্য কিভাবে করবো সেটা যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো।❤
Sir Apnar class sotte e onk valo laga 🙏ami Barishal ar ICON PLUS ar akjon student,sotte apnar class sobchaya valo,,,,,,,, Sristikarta apnaka valo rakhuk💕🙏Best teacher 🙏❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
Sir You are so funny and your techniques of understanding are very workable that can easy draw students attention that they don't feeling boring and learn through fun😂✨
আমার দেখা সেরা ব্যাকরণ স্যার........ ব্যাকরণ যে এতটা সহজ উপায়ে শিখা যায় জানতাম না স্যার........Thank You Sir....এইভাবে আমাদের সাথে থাকবেন....LOVE YOU SIR❤️
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
Sir onek valo lage apanr class. Amader bujthe help korar jonno apnak anthorikbabe obonondon.
Sir apnar ki nijer rochito kono boi ase ba kono boi suggest korte parben ki
ধ্রুব
স্যার Bcs bank ও অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ কোন বইটা পড়া উচিত
আমি আপনার প্রায় সব ক্লাস ই দেখেছি।এডমিশন এর সময় টা আপনার ক্লাস গুলোই আমাকে আত্মবিশ্বাসী করেছে।২০২০-২১ শিক্ষাবর্ষে আমি চবি,ববি,খুবি,জবি ও বশেমুরবিপ্রবি মোট ৫ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি এবং অবশেষে বশেমুরবিপ্রবিতে পছন্দের বিষয় Public Administration এ ভর্তি হয়েছি।আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।আপনি আমার অন্যতম প্রিয় ও সেরা শিক্ষক 🙏।
West Bengal theke apnar class dekhchi... primary tet exam er jonye khub help holo amar..samne exam ache..apnar class dekhe amar grammar ta easy lagche 🤗
Best of luck
@@বিদ্রোহী-ষ২ষ thank you..I have qualified the exam🤗 and scored in bengali language 26 out of 30
আমার এখন মনে হচ্ছে যে এতো দেরিতে কেনো আপনার ভিডিও গুলো পাইলাম,,,,
এতো সহজে যে বাংলা ব্যাকরণ শেখা যায় আগে কখনো ভাবতেও পারিনি স্যার....
ধন্যবাদ স্যার❤️❤️
এই ভাবে সাথে থাকবেন ❤️❤️❤️❤️
দিনদিন ব্যাকরণের প্রতি আমার তিক্ততা ধুয়েমুছে ভালোবাসায় পূর্ণ করে দিচ্ছেন ভাইয়া ❣️
আমি সত্যিই কৃতজ্ঞ আপনার কাছে।
আমি ভারত থেকে আপনার ক্লাস গুলো দেখি খুব ভালো লাগে,
আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝেছি।
আমি মনে করি, আমি বাংলা ব্যাকরণ যা বুঝেছি তার পিছনে সব অবদানই আপনার।
দোয়া করবেন স্যার ২৩ তারিখ ঢাবির এডমিশন টেস্ট
বাংলা ব্যাকরণ (বেসিক থেকে শর্টকাট) যে এতভাবে শিখতে পারবো তা কখনো ভাবিনি। কারন এই বিষয়টা বরাবরই আমার জন্য একটা আতংক ছিলো। স্যার, আপনি এক কথায় অসাধারণ শিক্ষক। অসাধারণ আপনার বোঝানোর ক্ষমতা। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। তবে আফসোস রইলো, অনেক দেরিতে আপনার চ্যানেলটির খোঁজ পেলাম।
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
আমি বেশি কিছু বলবো না স্যার, আমি মুগ্ধ হয়েছি আপনার শিক্ষন পদ্ধতি দেখে এবং আমি অনেক উপকৃত। পরবর্তী এই রকম ক্লাস চাই
20 বছরে যেটা শিখতে পারিনি সেটা আপনার 10-20মিনিটের ক্লাসে খুব ভালোভাবেই বুঝে যায় । অনেক ধন্যবাদ ভাইয়া ।
ইন্ডিয়া থেকে সালাম নিবেন
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
ভাইয়া এই ক্লাসে অনেক মজা হয়েছে । especially আপনার গান বহুত পেয়ার করতেহে তুমকো ছনম । অনেক সুন্দর গলা।
সংযোজক, বিয়োজক এবং সংকোচক নিয়ে আরো কিছু আশা করছি। এটা খুবই খুবই প্যাচের। আর সকল সময়ের মতই - you are awesome. Thanks
কথা গুলো এত সাবলীল😊😊😊😊😊
আপনার ক্লাস করি কয়েকদিন হলো,কিন্তু মনে হয় অনেক আগে থেকে চেনা💖💖💖💖
স্যার বিবাহিত 🙄
খুব ভালো একটি ক্লাস 🥰সব থেকে বড়ো কথা একটি ক্লাস উপস্থাপনা করার আগে তার জন্য কতটা প্রস্তুতি নিতে হয় সেটাই ভাবি ,,এই ভাবেই এগিয়ে চলুন, ভালো থাকুন 🙏
Ami west bengal india theke amder akhane onk gulo TH-cam channel khujlm kintu apnar moto ato vlo vabe kew bojai nah....thanks
Be Appreciated 🙏👍👍👍🥰
আলহামদুলিল্লাহ। হাজার হাজার সালাম আল্লাহ তায়ালা আপনার হায়াত বাড়িয়ে দিন
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আপনার কাছে আমার বাংলা ব্যাকরণ শিখার প্রয়াস শুরু হয় স্যার এবং আপনার অন্বেষণ বই ক্রয় করি। এই বই যত পড়ি তত ভালো লাগে, আর এই বই ক্রয় করার জন্য আমার বন্ধগণদের বলি। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ
অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা রইল আপনার প্রতি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি যখন ভিডিও গুলা দেখি তখন মনে মনে দোয়া করি যাতে ক্লাসটা আরো লম্বা হয়।তাড়াতাড়ি যাতে শেষ না হয়।ব্যাকরণ পড়তে আমর ভাল্লাগেনা না কিন্তু স্যারের ক্লাস গুলা করার পর থেকে ব্যাকরণের প্রতি একটা অন্য রকম মজা চলে আসছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার
Boss of বাংলা ব্যাকরণ।
শাওন ভাই।
ভাইয়া সত্যিই আপনি অনেক ভালো মনের একজন শিক্ষক। আপনার বোঝানোর ধরনটা সত্যিই অসাধারণ ❤️❤️❤️
ধন্যবাদ স্যার।।আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বাংলা শিক্ষক। প্রত্যেকটা স্কুল কলেজে এমন একজন শিক্ষক থাকলে ব্যাকরণ নিয়ে এত ভয় কারো থাকতো না।
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
আপনার ক্লাসগুলো কেন এত ভালো লাগে ভাই 🥰
সত্যিই অসাধারণ সব ক্লাস।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
ভাই, আপনার লেকচার গুলো খুবই সুন্দর যা খুব সহজে বোঝা যায় ।
পদ প্রকরণ শেষ করলাম। বাকি টপিকসও শেষ করবো, ইনশাআল্লাহ
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
অনেক আনন্দ পাইছি ক্লাস করে ! So funny 🤣 অনেক মজা করে ক্লাস নিছেন ভাইয়া। ভালো লাগছে
অনেক ভাল লাগে আপনার ক্লাস গুলো।
খুব সহজভাবে উপস্থাপন করেন স্যার।
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
Amar life er Sera teacher..thank you sir..Allah apnake Ottom protidan dik
স্যার বাংলা ব্যকরণ দেখলে গায়ে জ্বর আসত, এখন আপনে পেরাসিটামল হিসেবে কাজ করতেছেন। ধন্যবাদ স্যার।
ভাইয়া খুব সুন্দর বুঝিয়েছেন।
আমি ভূগোলের ছাত্র।
কিন্তু পরীক্ষার প্রস্তুতি জন্য বাংলা ব্যকরণ পড়তে হচ্ছে।
আপনার বোঝানোর ক্ষমতা অসাধারণ।
আমি নতুন দেখছি India থেকে।ভীষন helpfull খুব সহজ করে বোঝানোর জন্যে ধন্যবাদ
ক্লাসরুম চ্যানেলেও অব্যয় নিয়ে তোমার করা ভিডিওটা দেখেছি। এখন এই চ্যানেলে আবার দেখলাম। এক কথায় অসাধারণ
আমি ক্লাসরুম চ্যানেলে ক্লাস নিতাম ২০১৭ - ২০১৯ সালে। ২০২০ সাল থেকে ব্যক্তিগত কারণ ও করোনার প্রকোপের কারণে অফিসে যেতে পারতাম না বলে ক্লাসরুমের সাথে আর কন্টিনিউ করা হয়নি। এখন বাসায় বসে বসে যতটুকু পারি সেবা দেওয়ার চেষ্টা করি। 🥰💞
স্যার আপনার জন্য দোয়া করি ,,,,আপনার মতো নেওয়া ক্লাসই হয় না,,অসাধারণ অসাধারণ❤❤❤❤❤❤,,,,,,
ভাইয়া আমি india থেকে বলছি, আপনার এই মূল্যবান ক্লাসগুলো উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আছে আপনি যদি *প্রত্যয়* -এর আরও কিছু ক্লাস উপহার দিতে পারেন তবে খুবই উপকৃত হই। ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য ❤❤❤❤❤
Respect from INDIA🇮🇳🇮🇳🇮🇳
Thank you so much sir.
Your teaching skills are magnificent 😇❤
অসাধারণ ভাইয়া,অনেক গোছালো আলোচনা।চাকুরির পড়ার জন্য অব্যয় পদটা ক্লিয়ার হলো,ধন্যবাদ ভাইয়া।
Best bangla grammar teacher I have ever seen
ব্যাকরণ এর এমন অসাধারণ ক্লাস আর হয় না।
মাশ-আল্লাহ
সত্যি বলতে এত বিনোদন নিয়ে এই প্রথম কোনো শিক্ষকের ক্লাস করলাম 💜সত্যি আপনার ভক্ত হয়ে গেছি ভাই 💜🥰
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে আজ ক্লাস করে আর ইউটিউব এ দেখে
শাওন ভাই অনেক ভাল লাগছে এই ভাবে আমাদের মাঝে থাকেন 🥰
Form Fg
Icon plus Admison
স্যার আমি,,,,আপনার ক্লাসে কমেন্ট করি না,, কিন্ত প্রতিটি ক্লাস মোবাইলে সংরক্ষন করে রাখা,,বাংলার জন্য আপনি,,ইংরেজি জন্য,,ইংলিশ মজা.....বেষ্ট
Same for me
English jonno k best??
পাভেল চৌধুরী 💞
স্যার আমি পশ্চিম বাংলা থেকে বলছি।এত সহজে যে ব্যাকরণ শেখা যায় আমার জানা ছিলোনা। Thank you sir
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 💕🥰
আপনার হাত নাড়ানোর স্টাইল টা খুব ভালো লাগলো। লাইফে প্রথম এত মজার ক্লাস করলাম।
আমিও😂
আমার দেখা এত সহজ করে সাবলীল ভাষায় বোঝানোর দক্ষতা খুব কম সংখ্যক মানুষের আছে।
স্যার,বাংলা সাহিত্য নিয়ে ভিডিও বানালে খুব উপকৃত হতাম। বিশেষ করে কবিদের জীবনী নির্ভর।
অপূর্ব ক্লাস।
আপনার এত সুন্দর concept clear korlen.
Thank you sir
Ami India theke apnar vedio gulo niyomito dakhi .You r great sir !
দারুন হয়েছে স্যার।খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন।খুব উপকৃত হলাম।জাজ্জাক আল্লাহ খায়রান।
প্রথমে ব্যাকরণ জিনিসটাই ভয় লাগতো, কিন্তু আপনার ক্লাস গুলো দেখার পর থেকে একদম ইজি হয়ে গেছে। 🥰🥰🥰
বর্ণ বিশ্লেষণ এর এই রকম ফাটাফাটি ক্লাস চাই ! অসাধারণ .....
Thanks sir for your effort. Sir apni jodi বাগধারা, বাক্য প্রকরনের, বিপরীত শব্দ অর্থ ক্লাস নিলে অনেক ভালো হতো আমার জন্য। স্যার আশা করি আপনি বিষয়টি দেখবন।
অসংখ্য ধন্যবাদ স্যার।।আপনার ক্লাস দেখে আমি প্রশ্ন ব্যাংকের প্রায় সব উত্তর পারছি💞
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
ধন্যবাদ ভাইয়া, আপনার পরিশ্রম সার্থক। আমরা নিয়মিত আপনার থেকে এমন শিক্ষা গ্রহণ করতে চাই🥰🥰🥰
দোয়া রইলো ভাইয়া আপনার জন্য, আপনার সকল ক্লাস খুবই উপকারী
ভাইয়া আপনার ভয়েস ও শেখানোর টেকনিকটা অনেক সুন্দর ধন্যবাদ।
বাংলার সেরা টিচার।
মুসাফির রাহাদ স্যার, ওমর ফারুক স্যার সহ আমাদের দেশে যতো বাংলার মহারথী আছেন তাদের সবার প্রতি রেস্পেক্ট রেখে বলছি, শাহরিয়ার স্যার বাংলাদেশ এর শ্রেষ্ঠ বাংলা শিক্ষক❤️
তারা দুইজনও যথেষ্ট আন্তরিক ও ভালো পড়ায় ভাই। 🥰
আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 💕
আমার দেখা বাংলার বেষ্ট আপনি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া💙
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক।
তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে।
আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
গান জাস্ট জোস হয়েছে ভাইয়া😮😮
অবাক হলাম আপনার গানের কন্ঠটা ও সেই😮💖💖💖 (Talented Shawon vaiya)💖😊😊
24:07 it was funny 😂😂😂🤣🤣
ব্যাকরণ ক্লাস ও এত funnu হয় জানতাম নাহ 😂😂
Right😅
Sir apnake niye jai boli,setai kom hobe..apni atw valo r atw sohoj vabe bujan..amar dekha sob theke sera teacher apni,bangla bekaron er jonno..apnake dhonnobad dileu seta onk onk kom hoye jabe..apnr jn sudho kamona roilo..
শনিবার সানরাইজে আটটার ব্যাচে আপনার ক্লাস করেছিলাম, চমৎকার লেগেছিল। আজকে টিউটোরিয়াল দেখলাম।
🥰
খুব সুন্দর আপনার উপস্থাপন গুলো।ভালো লাগছে ভাই।🧡
ক্লাস টা খুব হেল্প ফুল ❤️
অনেক follow করি আপনার ক্লাস❤❤
বাংলার অবিচল আস্থা শাওন স্যার ❤❤❤
পুরো ক্লাসের সব থেকে জোস ছিলো শুরুতেই! 😎
Dada ami india theke dekhchi ! Sotti apni khubi valo bojhan ❤
দারুণ একটা ক্লাস।। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
best teacher in Bangladesh
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
স্যার আপনার জন্য শুভকামনা
ব্যাকরণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক গুলো প্রাইমারি প্রথম ধাপের আগে আলোচনা করবেন প্লিজ স্যার
বাংলা ক্লাস এত সুন্দর করে কাউকে করাতে দেখি নাই ❤️
West Bengal Primary TET 2022 এর জন্য কারা কারা আছেন Like করুন। 😁
Me
Me
সেরা সার অসাধারন ছিল এইভাবেই এগিয়ে জান😊
Part 4 bade...baki part gula outstanding vaia thank youuuuu soo muchhh ❤️❤️
স্যার,অব্যয় পদের (অব্যয় বিশেষণ,নিত্য সম্বন্ধীয় অব্যয়) এই দুইটা নিয়ে একটা ছোট ভিডিও দিন প্লিজ। আর ত-প্রত্যয়ান্ত অব্যয় এবং বাক্যের বিশেষণ এর মাঝে পার্থক্য কিভাবে করবো সেটা যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো।❤
অনেক উপকৃত হলাম।---ধন্যবাদ স্যার।
স্যার ক্লাসগুলা অনেক ভালো,, অনেক উপকার পেয়েছেন
অনেক ভাল পড়াইছ। খুব খুশি হলাম তোমার ক্লাস দেখে। আসা করি আরও ভাল করবা তুমি। বাড়িতে যাওয়ার আগে আমার সাথে দেখা করিও। পিঠা বানাইছি, কাকির জন্য নিয়া যাইও।
Ami West Bengal theke apnar class korchi..khub valo lage apnar class
ক্লাসটা এতো মজা করে পড়ান স্যার ,,পড়াটা এমনিতেই মাথায় সেট আপ হয়ে যায়
Just WOW.. Teaching Technic. And Easy To Explain. Thank You Sir
Tripura theke dekhchi.. apnar class ta khub bhalo laglo sir.
খুবই সহজ নিয়মে উপস্থাপন ।❤❤❤❤❤❤❤
Sir Apnar class sotte e onk valo laga 🙏ami Barishal ar ICON PLUS ar akjon student,sotte apnar class sobchaya valo,,,,,,,, Sristikarta apnaka valo rakhuk💕🙏Best teacher 🙏❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
উস্তাদ আপনি মহান ভালোবাসা রইলো প্রিয় ভাই💔
Ro ek week age kno pelam na class gula..deri hoi gelo onk😥😥banglar best class
ভাই আপনি সেরা, অস্থির ব্যাকরণ ক্লাস।
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
স্যার এর ক্লাস এত সুন্দর,, বলার অপেক্ষা রাখে না
চমৎকার উপস্থাপনা জন্য অসংখ্য অভিনন্দন স্যার
অসাধারণ মানব সেবা।
আলহামদুলিল্লাহ,,,, গুরুত্বপূর্ণ লেকচার।
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
স্যার আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি অনেক অনেক ভালো লাগে ধন্যবাদ স্যার
ভালো লাগে আপনার লেকচার
ধন্যবাদ ভাই পদ প্রকরণের সবগুলো ক্লাস খুবই ভালো লেগেছে!
বাংলা পাঁচটি অব্যয় উচ্চারণের সময় স্যার হেসে দিয়েছেন। ব্যাপারটার মধ্যে ব্যকরণের ভাব লুকায়িত আছে। যাই হোক স্যারের হাসি ভাল লাগছে।
স্যার,আপনার ক্লাস দারুন।আর গানের গলাটাও সুন্দর।
স্যার শব্দভান্ডারের - উৎস এবং পদের গঠন অনুসারে প্রকারভেদের বাকি টপিক নিয়ে ভিডিও দিবেন আশা করি❤️
সময় পাচ্ছি না তো ভাইয়া। তাই দেওয়া হয় না। সাথে থাকেন। ইনশাল্লাহ শীঘ্রই পাবেন।
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
অসাধারণ ভাই!!!আল্লাহ আপনার মংগোল করুন
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
অসাধারণ একটা ক্লাস উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ শাওন ভাইয়া।
স্যার আমি আপনার বড় একজন ভক্ত।আর আমি বাংলা সাহিত্য নিয়ে পড়তেছি
Sir You are so funny and your techniques of understanding are very workable that can easy draw students attention that they don't feeling boring and learn through fun😂✨
You are the best teacher ever i seen
Ami India theke apnar class dekhi bangla bekoron manei apnar class....