কারক (পর্ব - ৫) | সম্প্রদান কারক (৩টি অসাধারণ টেকনিক) | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
ฝัง
- เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
- বাংলা ব্যাকরণে 'কারক' একটি ভীতিকর অধ্যায়ের নাম। কিন্তু খুব সহজেই এই কারক সম্পূর্ণ সঠিকভাবে নির্ণয় করা যায় যদি কারক সম্পর্কে বিস্তারিত ও খুঁটিনাটি ধারণা থাকে আর যদি কিছু টেকনিক মাথায় রাখা যায়।
আমাদের দেশে শিক্ষার্থীদের কারক নির্ণয়ে ঝামেলা হবার প্রধান কারণ হচ্ছে - আমদের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের কারক শেখানো হয় বিভক্তি দিয়ে। এটা একটা অদ্ভুত ব্যাপার।
কারকের সংজ্ঞায় কোথাও লেখা নেই যে বিভক্তির উপর কারক নির্ভর করে। অথচ আমাদের শেখানো হয় দ্বারা, দিয়া, কর্তৃক থাকলেই না কি তা করণ কারক। আবার হতে, থেকে, চেয়ে থাকলেই না কি তা অপাদান কারক। আবার কর্ম কারকের ক্ষেত্রে শেখানো হয় ক্রিয়াকে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলেই তা নাকি কর্ম কারক। এই ধারণাগুলো সম্পুর্ণ ভুল।
আমরা অনেক সময় সম্প্রদান কারক শেখার ক্ষেত্রে কেবল একটি টেকনিক শিখে থাকি আর তা হচ্ছে - ক্রিয়াকে 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এবং সেক্ষেত্রে তাঁকে যদি নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয়েছে বুঝায় তাহলে তা সম্প্রদান কারক। কিন্তু এই একটি টেকনিক নিয়ে সব ধরনের সম্প্রদান কারকের বাক্যের ব্যাখ্যা নির্ণয় করা যায় না।
আশা করি আজকের ভিডিয়োটা থেকে কারক ও বিভক্তি মনে রাখার কৌশল তথা সম্প্রদান কারকের প্রাথমিক ধারণা, সম্প্রদান কারক নির্ণয়ের টেকনিক, সহজে সম্প্রদান কারক নির্ণয় বা সম্প্রদান কারক নির্ণয়ের সহজ কৌশল, সম্প্রদান কারক চেনার উপায় ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
কারকের সকল ভিডিয়ো আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপলোড করব। পর্যায়ক্রমে আপনি আমাদের সকল ভিডিয়ো দেখলে আশা করি কারক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না।
কারক (পর্ব - ১) | অপাদান ও অধিকরণ কারকের প্রধান সূত্র | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • কারক (পর্ব - ১) | অপাদ...
কারক (পর্ব - ২) | অপাদান কারক নির্ণয়ের টেকনিক (১ - ৩) | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • কারক (পর্ব - ২) | অপাদ...
কারক (পর্ব - ৩) | কর্ম কারক (প্রচলিত ভুল ও সঠিক ব্যাখ্যা) | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • কারক (পর্ব - ৩) | কর্ম...
কারক (পর্ব - ৪) | করণ কারক | কর্ম ও করণ কারকের পার্থক্য | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • কারক (পর্ব - ৪) | করণ ...
কারক (পর্ব - ৫) | সম্প্রদান কারক (৩টি অসাধারণ টেকনিক) | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • কারক (পর্ব - ৫) | সম্প...
Duwa ta Mash Allah 🥰🥰🥰
চরম ক্লাস😊
বিশেষ করে মোনাজাতটা জোস ছিলো ❤️
আসলে মজা করে পড়াতে আমার অনেক ভালো লাগে। এভাবেই পড়িয়ে আসছি গত ১১ বছর ধরে। দোয়া করবেন ভাইয়া, যেন আপনাদের এই ভালোবাসা আর শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়।
একদম
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
@@ShawonsBangla অনেক ধন্যবাদ এইভাবে আমাদের ব্যাকরণকে সহজ করে তুলে ধরার জন্য
দারুন উপস্থাপনা।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। ১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। ভিডিয়ো শুট করা, এডিট করা, থাম্বনেইল তৈরি করা, কন্টেন্ট লেখা, ডেস্ক্রিপশনে বর্ণনা লেখা ইত্যাদি আরও অনেক কাজ আছে।
কিন্তু এই সব কাজের পর ভিডিয়োর কমেন্টবক্সে যখন আপনাদের এরকম অনুপ্রেরণামূলক বাক্য শুনি তখন সব কষ্ট ম্লান হয়ে যায়। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 🥰❤️
সেরা স্যার সেরা❤
ভাইয়ার মোনাজাত টা সেই ছিলো🙂!!!
Massallah vai❤❤
মোনাজাতটা সেরা ছিলো😍
Beginning এ ভাবছিলাম আয়হায়,স্যারের আবার কী হইল😂
Amio🥱
Monajat tai best chilo,lesson is also effective
শাওন স্যারকে চাঁদা দিলেও সম্প্রদান কারক হবে।
তিনি যে সুন্দর দোয়া করেন তাতে করে তো পরকালে জান্নাতের বর্ডার পার করে দিবেন (তিনি কিন্তু ঠিক চিহ্নও দিয়ে ছিলেন)।😆😆😆
ধন্যবাদ স্যার, যতোই আপনার ক্লাস করছি ততোই মুগ্ধ হচ্ছি।💝💝💝
অনেক মজা লাগলো ক্লাস করতে।
আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি।
তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়।
এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা শিক্ষার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 💕❣️
শাওন শিক্ষক হিসেবে এক নম্বর।। শিখন উপস্থাপন অত্যন্ত চমৎকার।। আমি একজন শিক্ষক হিসেবে আপনার ক্লাস যথার্থ ফলোআপ করছি।।
extraordinary lecturer
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
মাশাল্লাহ
Darun darun👌Bekoroner aaro anek anek class chai
অসাধারণ ক্লাস ❤❤❤
fantastic 😍😍😍
সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই।
Sir last example ta best chilo...
West bengal theke valobasa neben..❤❤
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
@@ShawonsBangla apner reply pabo vabini...valo tbakben sir
Bhaiya doya ta onk sundor hoice🥰🥰🥰🤣
ধন্যবাদ স্যারকে,প্রতিটি ক্লাস অসাধারণ লাগছে।
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
আপনার প্রত্যেক টি ক্লাস অসাধারণ
😮😮😮 How amazing the class is!
Darun 👌
অ্যা পিউর জ্যাম 🌹 ক্লাসরুম থেকে আপনাকে পাওয়া। শেষ পর্যন্ত আপনার চ্যানেল পাইলাম। বাংলা সাবজেক্টটাকে সহজ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রইলো।
চাকরি প্রত্যাশী কতো জনের উপকার করছেন ভাই আল্লাহই জানেন। ❤️
দোয়া করা টা সুন্দর হয়েছে
আপনি হুজুরের চেয়েও আরো ভালো দোয়া করেন। 🙂
😁😁 সত্যি আপনি ভাল দোয়া করেন
Bai apnar dowata osdaron hoice 😢
ওয়াজের কন্ঠ তো দারুন
MasAllah..just osadharon,💓
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক।
তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে।
আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আল্লাহ আপনার আগামী দিনের চলার পথ সহজ করে দিক আমিন
Great presentation.
দোয়া করবেন ভাই, যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞
Thank you sir ...
For your nice presentation..
কঠিন বিষয়গুলোর সহজ ও যৌক্তিক ব্যাখ্যাসহ আলোচনা করা আমার এই চ্যানেলটির প্রধান কাজ। আর আপনাদের অনুপ্রেরণাই আমার এই কার্যক্রমের মূল চালিকাশক্তি।
তাই সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। 💕🥰
pakkha hujur vai😁
ভাই আপনার ভয়েস টা অসাধারন।ইত্যাদির কথা মনে পড়ে।হানিফ সংকেতের কথার সাথে আপনার অনেক মিল
একমত
ভাই (ভাই বলে সম্বোধন করলাম) আপনার বুঝানোর স্টাইল অন্য কারো থেকে চেয়ে নেওয়া না। তাই এতোটা মনের ভিতরে গেথে যায়।
Sir apnr Bojanor dhron osadharon,❤❤
MashAllah
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
মাশাআল্লাহ্ , ভাইয়া আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে।
সব ভিডিও ফেসবুকে শেয়ার করলাম
মাশাআল্লাহ ❤️ উপকৃত হলাম!
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝেছি
dada asadharon.
খুব ভাল বোঝান আপনি।ভালো থাকবেন।এপার বাংলা(পশ্চিমবঙ্গ) থেকে..
বস🥰
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
Sir apnar dowa ta Joss chilo 🤣
সবগুলো টপিক এর ভিডিও চাই
আমরা আপাতত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করছি। আর আমি এখন বইয়ের আপডেট এর কাজ নিয়ে ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হলে তারপর বইয়ের সকল অধ্যায়ের উপর প্লেলিস্ট তৈরি করে ধারাবাহিকভাবে ভিডিয়ো আপলোড করবো ইনশাল্লাহ।
আর একটা বিষয়, একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো তৈরি করার জন্য প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগে। প্রথমে পর্যাপ্ত তথ্য দিয়ে স্লাইড তৈরি করতে হয়। এই কাজেই সময় চলে যায় প্রায় ৫-৬ ঘণ্টা। তারপর ভিডিয়ো রেকর্ড করতে হয়। এখানেও প্রায় ঘণ্টা দেড়েক সময় লাগে। তারপর হচ্ছে এডিটিং - এখানে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। তারপর আপলোডিং - এখানেও ঘণ্টা খানেকের মতো সময় লাগে।
কিন্তু এত কিছুর পরও যখন আপনাদের কোনো অনুপ্রেরণামূলক কমেন্ট পাই, তখন সব কষ্ট দূর হয়ে যায়। 🥰 মনে হয় কষ্ট সার্থক। ❤️ তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই।
আর আশা করি, আমাদের ভিডিয়োগুলো আপনার ও আপনার বন্ধুমহলের বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করবে। তাই শেয়ার করে চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদ।
Legend 🥰🥰
অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে।
আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍
উফ ভাইয়া কি লাগছে আপনাকে!!!!
ইয়া আল্লাহ আমিন😍😍😍
Alhamdulillah fine Vi Excellent lecture
Video gula....osadharon just..
Eto sundar kore keu bujhay ni amake..Alhamdulillah.
sir apni khub mojar manus...amn class joto boro hok na keno..kono birokto lagbe na❤❤❤
আমিন।
একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো তৈরি করার জন্য প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগে। প্রথমে পর্যাপ্ত তথ্য দিয়ে স্লাইড তৈরি করতে হয়। এই কাজেই সময় চলে যায় প্রায় ৫-৬ ঘণ্টা। তারপর ভিডিয়ো রেকর্ড করতে হয়। এখানেও প্রায় ঘণ্টা দেড়েক সময় লাগে। তারপর হচ্ছে এডিটিং - এখানে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। তারপর আপলোডিং - এখানেও ঘণ্টা খানেকের মতো সময় লাগে।
কিন্তু এত কিছুর পরও যখন আপনাদের কোনো অনুপ্রেরণামূলক কমেন্ট পাই, তখন সব কষ্ট দূর হয়ে যায়। 🥰 মনে হয় কষ্ট সার্থক। ❤️ তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই।
আর আশা করি, আমাদের ভিডিয়োগুলো আপনার ও আপনার বন্ধুমহলের বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করবে। তাই শেয়ার করে চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদ।
নিমিত্ত কারক নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ , আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাসে সম্প্রদান কারক নেই । শুধু নিমিত্ত কারক আছে নিমিত্ত কারক নিয়ে একটা ভিডিও দিলে উপকৃত হতাম
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ও আমরা সবাই এই সম্প্রদান ও নিমিত্ত কারক নিয়ে বিপদে আছি।
সম্প্রদান কারক কে কাকে দিয়ে প্রশ্ন করলে বা কে বিভক্তি যুক্ত করলেই কি তাকে নিমিত্ত কারক বলে? আপনি যদিও আপনার ফেসবুক পেজ এ কারক সমাচার এ একটু কথা বলেছেন যা থেকে আমাদের কনফিউশান দূর করা অসম্ভব। প্লিজ ভাইয়া এই সম্প্রদান ও নিমিত্ত কারক এর পার্থক্য নিয়ে একটা ভিডিও ইমিডিয়েটলি আমরা সবাই চাই।প্লিজ ভাইয়া একটা ভিডিও দিন
Wow!! Apni valo class o koren pasapasi valo ovinoy kore moja den..
Khub valo lage apnr class gulu❤️❤️
Extraordinary class
আল্লাহ আপনার উওর প্রতিদান দান করুক। আমিন
আপনার দোয়ার স্টাইল ভালো 😅😅😅
Sir sottie oshadharon laglo expression ta😅😅
Best best best sir ever😍😍
R o age jodi petam :")
Apnar kotha bolar style onk shundor
পরিচ্ছন্ন ❤️
love u brother♥♥♥
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
অসাধারণ স্যার।
Awesome 🥰🥰🥰
সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 🥰 আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। ❤️
স্যার বলার মতো কিছু নেই অসাধারণ❤🥰
ধন্যবাদ স্যার।নতুন বোর্ড বইয়ের উদাহারণসহ বাচ্য নিয়ে একটা ভিডিও চাই।
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই। 🥰
আমি কলকাতা west Bengal থেকে দেখেছি. আপনার video গুলো খুব ভালো লাগে. আপনার অন্বেষণ ও ধ্রুব বই দুটি কি ভাবে ও কোথা থেকে পাবো. জানালে খুব উপকৃত হব sir
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,,,🥀💌
২য় পর্ব কবে আসবে শাওন ভাইয়া???
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Khub valo class,ami west bengal theke ,😊😊
Amin
অসাধারণ ভাইয়া। আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিন।
অনেক সমস্যার সমাধান পেলাম।ধন্যবাদ।
Best sir 😍
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
Dada apnar class gulo amar darun lagche
Jodi kichu mone na koren thahole apnar contact number ta pawa jabe
01747446688
বাংলার Boss🔥
আমার সামনে Admission(23-24l
Me too🙂
Shawon vaiya দাতব্য প্রতিষ্ঠান এইটা দারুন ছিলো🤣😂
ভাই আপনার কাছে অনেক ঋণী ❣️
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
Sir aponar doa kora khub sundor
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
Mashallah onek onek shundhor vai
God bless you ..
From Japan...
Oh I know you not.
ভাই আমিতে প্রথমে আপনার সাথে মুনাজাত করতেছিলাম। 😆😆
Khub sundor।
হাসতে হাসতে শেষ 😆😆
Vaiya prothome ei vedio ta dekhe Ami confuse hoe geclam je Ami kothai Aslam ...apni Bangla bad diye munajat koraccen kno🤣🤣
moja paylam vaiyya
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
ভাই জিনিসটা খুবই বেমানান যে বাংলা শিখাচ্ছেন ইংরেজি ভাষার মাধ্যমে। বাকি পড়ার ব্যাপারে বলতে গেলে আপনি সর্বদাই শ্রেষ্ঠ।
মানে সবকিছুতে দোষ ধরতেই হবে।
Sir, apnar sob video gula,, ami not kore rekheci..sekhane ekta kothao bad poreni apnar❤❤
PDF আকারে যদি শেয়ার করতেন আমি সহ অনেকের উপকার হতো
Sir, Apnar poranor technique kob sondar
অসাধারণ৷
এক মোবাইলে চার্জ শেষ,অন্যটা দিয়ে দেখছি৷
পশ্চিমবঙ্গে সম্প্রদান কারক নেই আর
Thank,s sir
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
স্যার, আপনার দোয়াটা অনেক সুন্দর ছিল 🥰
অনেক ভালো লাগলো
চমৎকার ক্লাস।
2023 e dektesi🙃
Ssc er 5 days age🙂
আমি তো মনে করছি আজকে মাহফিল হবে
ধন্যবাদ ভাইয়া
you beauty❤️
দোয়া করবেন ভাই যেন আপনাদের এই ভালোবাসা ও শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়।
fine
Thank you bhai
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
Best teacher.
❤️♥️♥️
Osadharon class