এত সুন্দর, তথ্যবহুল, সাবলীল এবং সত্য ভাষন যা জাতীয় আর্কাইভে সংরক্ষণ করার মত। উনি কাউকে ছোট করেন নি, বরং যার যতটুকু অবদান তা স্বীকার করেছেন । যা সত্যিই মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তস্হল থেকে আপাকে ধন্যবাদ জানাই।
জীবনের ৩৮ বছর পার করেছি,যে ইতিহাস সবার অজানা ছিল তা ধীরে ধীরে জানতে পেরে খুবই উপকৃত হচ্ছি।একেক সরকার এসে নিজের সুবিধামত ইতিহাসকে সাজিয়েছেন।সত্যি শারমিন আহমেদ কাওকে ছোট না করে সম্মানের সাথে ইতিহাসকে সকলের সামনে এনেছেন,তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনি আপনার পিতার ও স্বাধীনতার সত্য ইতিহাস তুলে ধরেছেন। যেটা এতদিন আওয়ামী লীগ ঢেকে রেখেছিল এবং মুক্তিযুদ্ধকে কারো বাপের সম্পদে পরিণত করেছিলো। ধন্যবাদ আপনাকে।
কথায় আছে, “সুখে থাকলে ভূতে কিলাই”। তাজউদ্দিন পরিবারের অবস্থা এখন সেইরকম। তাজউদ্দিনের পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ ও ভারতপন্থি দালালকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসানো যায়। অথচ, তাজউদ্দিন ছিলেন ইন্দিরা গান্ধীর নীল-নকশার অংশীদার। ইন্দিরা গান্ধী চেয়েছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভেঙ্গে জুমল্যান্ড নামক একটি দেশ গঠন করতে। আর সেই কারণে তাজউদ্দিনকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় ইন্দিরা গান্ধী।
boite onar kotha nctb te ase but beshi kore ase onno book gulote ar boi pora manusher obbvash na tai history janeona shob to ar NCTB te deoa jay na amdr boi pora obbvash krte hbe boka bangal
এই ইন্টারভিউ টা জীবিত সকল বাংলাদেশী দের দেখা উচিত, যাদের বয়স, ৬০ ঊর্ধ তারা অতীত কে মিলিয়ে নিন। কতো ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ মহিলা দিচ্ছেন। কতো সত্য কথা উনি এই মুহূর্তে জাতিকে উপহার দিচ্ছেন। কথা গুলোন কত সত্য, অবলীলায় বলে যাচ্ছেন। Allah bless Her.
😂😂 তিনি বেঁচে থাকলে বিএনপি করতেন তাই না আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতেন ওর মৃত্যুর আগ পর্যন্ত উনি আওয়ামী লীগ করে গেছেন আওয়ামী লীগের গুণগান গেয়েছেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন😂😂
হাজারো সালাম আপনার প্রতি,, সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বর্তমান প্রধান উপদেষ্টা'র প্রথম আনুষ্ঠানিক ভাষনেও আমি এতটা আশক্ত হইনি যতটা আশক্ত আপনার বক্তৃতায় হয়েছি। আমি নই আমার মন বলছে আপনার প্রতিটা উক্তিই সত্য। এই প্রথম এতো সুন্দর ভাবে বাংলাদেশ জন্মের ইতিহাস জানতে পারলাম। আপনার এই উক্তিটি পাঠ্যবইয়ে সংযোজন হলে দেশে বিশৃঙ্খল পরিবেশ কমে যেতো।
কত অজানা তথ্য! উনার প্রত্যেকটি কথা চুম্বকের মত। খুবই চমৎকার করে, গুছিয়ে, এতো গুরুত্বপূর্ণ তথ্য উনি বললেন যা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। নতুন বাংলাদেশে উনাকে দরকার।❤️💚 ধন্যবাদ চ্যানেল ২৪ কে এবং সাক্ষাৎকার গ্রহণকারীকে চমৎকার পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ও চমৎকার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। ❤️💚
কিন্তু আব্দুল হান্নান এর বক্তব্য জনগণের কাছে তেমন আলোড়ন সৃষ্টি করেনি, কিন্তু সেনাবাহিনীর একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তা ব্যাপক সাড়া জাগিয়েছিল। আমরা ছাত্ররা এই ঘোষণা শুনে মিছিল বের করেছিলাম।
হান্নানের ভাষন আওয়ামী লীগের কয়েকজন ছাড়া আর কেউ শুনতে পায়নি। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণা সবাই শুনেছে। যা সকল সামরিক বাহিনীর বীর সেনানীরা অকপটে স্বীকার করে গেছেন।
জিয়ার নাম মুছে দেওয়া যাবে না সত্যি। কিন্তু জিয়া যাদের নাম মুছে দিয়েছেন তার দায় নেয়া উচিত। ২৬ মার্চ অন্তত ২৭ জন স্বাধীনতা ঘোষণা দেন। জিয়া ক্ষমতায় এসে নিজেরটা রেখে বাকি সব রেকর্ড ধ্বংস করেন। একে খন্দরকারের ভেতরে বাইরে বইটা পড়তে পারেন
ঠিকই বলেছেন। এই আপা উনার নিজের বাবা সম্পর্কে যাই বলুন আমি মনে করি জিয়াই বাংলাদেশের একমাত্র ভদ্র পলিটিশিয়ান ছিলেন। বাকি সবাই চাষা , আমি অবাক হয় জানতে পেরে যে আজকে বাংলাদেশের ইকোনমি এর ২ পিলার মধ্য প্রাচ্যের রেমিটেন্স আর গার্মেন্টস দুই ই জিয়ার অবদান। বাংলাদেশে অনেক জায়গায় থেকেছি এবং দেখেছি জিয়ার বানানো খাল তখন ব্যবহার হচ্ছে। এগুলো জানলে না চাইলেও উনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায়।
যোগ্য পিতার যোগ্য সন্তান। চমৎকার উপস্থাপন। অনেক মেধাবী এবং দূরদর্শী সম্পন্ন একজন সন্মানিত ও সৃজনশীল মানুষ। এই ধরনের মেধাবী মানুষের রাজনীতিতে আশা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শারমিন তাজকে।
তাজউদ্দিন কন্যার কথায় আমি অভিভূত হয়ে পড়েছি। অনেক সচেতন রাজনৈতিক বক্তব্য উনি রেখেছেন। রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা সফল হোক। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
ধন্যবাদ আপা। আচ্ছালামুআলাইকুম। ঐতিহাসিক ৬ দফা অখন্ড পাকিস্তানের আওতায় স্বায়ত্তশাসনের দাবি, ৭ ই মার্চের ভাষণ ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচ্ছন্ন হুমকি যা পাকিস্তানের শাসকগোষ্ঠী মেনে নেয় নাই। এসময় পুর্ব পাকিস্তানে পাকিস্তানী সৈন্য ছিল মাত্র ১২/১৫ হাজার। আলোচনার নামে পাকিস্তান বিমানে করে এদেশে প্রায় লক্ষাধিক সেনা ও অস্ত্র নিয়ে আসে যার ফলশ্রুতিতে ২৫ মার্চ ক্র্যাকডাউন। ২৫ মার্চের ক্র্যাকডাউন সম্পর্কে বঙ্গবন্ধু সম্পুর্ন ওয়াকিবহাল ছিলেন। উনি স্বেচ্ছায় আত্বসমর্পন করে পাকিস্তান পালিয়েছিলেন। এই রকম একজন নেতা ! কি করে হয় জাতীয় জনক, স্বাধীনতার ঘোষক?? অপ্রিয় হলেও সত্য সত্যই। শহীদ জিয়াই বলেছিলেন "We revolt".
২২তারিখ থেকেই চট্টগ্রামের মানুষ বুঝেছিল ক্র্যাকডাউন হবে। কিন্তু মুজিবের শেষ পর্যন্ত চেষ্টা ছিল যদি ইয়াহিয়াকে রাজি করানো যায়। দেশ যদি স্বাধীন না হতো জিয়ার ফাসি হতো সেদিন
0 সেকেন্ড থেকে 57:47 সেকেন্ড পর্যন্ত অবাক হয়ে শুনলাম ম্যাডাম আপনাকে ধন্যবাদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার গুরুত্ব মুল্যায়ন করার জন্য, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য 🙏
উনি তাজউদ্দীন আহমদ তাজউদ্দীন আহমদ করতেছেন কিন্তু সৈয়দ নজরুল ইসলাম এর কথা ত বললেন না! বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট সত্যি প্রয়োজন এটা উপলব্ধি করতে পেরেছিলেন তাজউদ্দীন আহমদ সাহেব। অথচ এতকাল পরেও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শিক্ষাই পারে বাংলাদেশের সমস্ত সমস্যা দূরীভূত করতে।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিহাসের সত্যতা এভাবেই বেরিয়ে আসবে। ডঃ কামাল হোসেন এবং আমিরুল ইসলাম সাহেবদের ও উচিত জীবনের শেষ মুহূর্তে হলেও সত্য ইতিহাস জাতির সামনে পরিষ্কার করা। স্বাধীনতার সমস্ত ইতিহাস শেখ পরিবার এককভাবে গিলে খেয়ে ফেলেছে! দেশ এবং দেশের ইতিহাস সব শেখ পরিবারের কাছে জিম্মি ছিল!
সরকারি কর্মচারীদের একটা কথা বলব দয়া করে সুযোগ পেয়েছেন এবার দেশকে নতুন করে গড়ার সবাই একটু আন্তরিক হন বিদেশ এত উন্নত কিন্তু আকাশ থেকে এমনি এমনি আসেনি একটু আন্তরিক হন অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে❤
জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষনা করছি। এখানে কিন্তু মিটিং করেই সিদ্ধান্ত নেয়া হয় যে মেজর জিয়া ঘোষনাটি পাঠ করবেন। আপনারা এখনো ভালোভাবে শুনতে পারেন।
প্রথম তিনি নিজের নামে স্বাধীনতা ঘোষণা দিয়ে ছিলেন। পরবর্তী সময়ে আবার বঙ্গবন্ধুর নামে ঘোষণা করে ছিলেন। ইতিহাসে যার অবস্থান যেখানে তাঁকে সেই ভাবেই মূল্যায়ন করতে হবে। কিন্তু দুঃখজনক, নিন্দনীয় এবং ঘৃনীত হলেও সত্য, আঃলীগ মুক্তিযুদ্ধকে তাদের দলীয় এবং ব্যাক্তিগত সম্পত্তিতে পরিণত করতে চেয়েছিল। বঙ্গবন্ধু ই একমাত্র স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রান পুরুষ! অথচ মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। কোন একক ব্যাক্তি এবং দলের নয়। তৎকালীন পূর্বপাকিস্তানের রাজাকার আলবদর নামক গুটিকয়েক লোকজন ছাড়া।
আগে কোথায় ছিল তোমাদের এই সাহসিকতা। কোথায় ছিল তোমাদের এই নীতি। কোথায় ছিল তোমাদের আদর্শ। কোথায় ছিল তোমার বাবার আদর্শ কোথায় ছিল তোমাদের স্বাধীনতার আদর্শ। ৭ ই মার্চের ভাষণ কেন তাইজুদ্দিন আহমেদ দেইনি। তোমরা আওয়ামী লীগের চাদরে এতদিন মরিয়েছিলে নিজেকে কেন?তোমরা এত সাহসী বাবার ছেলে মেয়ে, কোথায় ছিল তোমাদের সেই বাবার আদর্শ। আসলেই সত্যি অন্ধের দেশে কখনো আয়না বিক্রি হয় না। তাইজুদ্দিন আহমেদ বাংলাদেশের একটা অংশ ছিল। আর তোমাদেরকে নিয়ে আসছিল পাকিস্তান থেকে। আমার মনে হচ্ছে, বিশেষ করে তাইজুদ্দিন আহমেদ না। তোমাদের দুই ভাই বোনের মতন জাতীয় বেইমান এই পৃথিবীতে আর। দুইটা হবে নেই।
এইযে ভাই এইখানে একটা কথা এড করেননি যে মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নামে ঘোষণা দেওয়ার আগে আরো একটি ঘোষণা দিয়েছেন নিজে ইতিহাস যাচাই করে দেখবেন।আর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিতে চান নি এইটা বাস্তবতা।
চাক্কুশ প্রমান দিয়ে এত honest history এই generation এর কাছে তুলে ধরার জন্ন্য অনেক ধন্ন্যবাদ এবং এই আপার আব্বা ‘তাজ উদ্দীন’ সাহেবের departed soul এর জন্ন্য অনেক দুয়া থাকলো। --USA TODAY Sports
আজ পরিপূর্ণ আশা নিয়ে বলতে চাই বাংলাদেশের জনগণ আজকের এই সাহ্মাতকারের মাধ্যমে পরিষ্কার জানতে পেরেছে স্বাধীনতার ও বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত ২০২৪ আওয়ামিলীগের দেশপ্রেম কতটুকু দেশের জন্য লাভবান ও হ্মতি। ধন্যবাদ স্যালুট শারমিন মেম।
অসাধারণ অসাধারণ ম্যাডাম আপনার যে লুকায়িত শব্দগুলি জাতির সামনে উপস্থাপন করলেন অসাধারণ অসাধারণ। আমি সার্জেন্ট মোঃ শুকুর বাংলাদেশ সেনাবাহিনী ম্যাডাম। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি জাতির এসেট।
তাজিউদ্দিন আহমেদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাঙালিরা তখনেই এক কাতারে দায়া বদ্ধ হয়েছে যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাজিউদ্দিন আহমেদের মেয়ের কথায় ইতিহাস সাক্ষী ❤️❤️❤️🥀
স্বাধীনতা শুরু থেকে শেষ পর্যন্ত যে যত টুকো সম্মান পাওয়া বা দেওয়া এ নিয়ে আমরা সবাই বিতর্ক না যাই সবার জায়গায় যার যত টুকো সম্মান দেওয়া আমরা দিব এ নিয়ে কোন রকমের বিতর্কে না জড়াই সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ।
তাহলে সত্যটা এই ছিল জিয়াউর রহমানের আগে হান্নান সাহেব ঘোষণা দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ছিল একজন মেজর সেজন্য তার বাষন গুরুত্বপূর্ণ হয়েছে সকলে শুনেছেন। আর এই ভাষন লিখেছেন তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু
এত সুন্দর ভাবে আমাদের বুঝাইয়া কথাগুলো উপস্থাপন করেছেন কাউকেই ছোট করে দেখেন নি। ওনার মত সব মানুষগুলো যদি হয় তাহলে জাতীয় অর্থনীতির দুরবস্থা হয় না। বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ ❤❤
ম্যাডাম শারমিন এত সুন্দর, এত চমৎকার, এত দুরদর্শি, গঠন মূলক কথা বলতে পারেন - সত্যিই জানা ছিল না, অসাধারণ সত্যিই অসাধারণ! ধন্যবাদ উপস্থাপক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
মুজিবের নাম নিয়েছিলেন কারণ জিয়া কে দেশ ও ওয়াল্ড তখন চিনত না। তাই মুজিবের নামে দিলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। বাস্তবে মুজিব ত জিয়াকে এই ঘোষণার দায়িত্ব দেয় নি। সে নিজে থেকেই দিছে। প্রথমবার তার নামেই দিছিল। পরে যখন বুজল রাজনৈতিক নেতার নামে না দিলে গ্রহণযোগ্যতা পাবে না তখন সে পুনরায় আবার মুজিবের নামে দেয়। আরেকটা কথা জিয়া যদি পাঠক হয় তাইলে তখন কি আওয়ামীলীগের মধ্যে কোন পাঠক ছিল না? পাঠ করার জন্য?
কি জানি সংবাদ পাঠিকারা অনেক কিছুই পড়ে,তাহলে ওরা ঘোষক হয়ে যায়!!"উনিতো জাতীয় নেতা ছিলেন না,একজন মিডলেভেল অফিসার যাকে সাধারণ জনগণ চিনেই না,, তাহলে ঘোষণা হয় কিভাবে।
তিনি যে প্রথম নিজের নামে ঘোষণা করে ছিলেন। সেটা শুনতে পান নি? না পাওয়ার ই কথা! কারন আপনি আঃলীগের অন্ধ রাজনৈতিক সমর্থক। বীর মুক্তিযুদ্ধা মইনুল হোসেনের লিখা বই টি পড়ুন। তাহলে ই আসল সত্য জানতে পারবেন। ধন্যবাদ।
অভিভাবক ভালো হলে সন্তানরাও ভালো হয় এটাই পৃথিবীর নিয়ম আমি তাজ উদ্দিন স্যারের মেয়েকে দেখিনি আজকে প্রথম দেখলাম সোহেল তাজ স্যারকে দেখেই বুঝেছিলাম উনারা ভালো মানুষ আজ আপাকে দেখলাম এবং তার অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম অনেক ভালো লাগলো যদিও স্বাধীনতার ইতিহাস পড়েছি ক্লাস সেভেন অব্দি কিন্তু এখন বর্তমানে স্বাধীনতার ইতিহাস নেই যা আপার মুখে শুনলাম ভালো লাগলো ধন্যবাদ আফা আল্লাহ আপনার হায়াত দারাজ করুক
এত সুন্দর, তথ্যবহুল, সাবলীল এবং সত্য ভাষন যা জাতীয় আর্কাইভে সংরক্ষণ করার মত। উনি কাউকে ছোট করেন নি, বরং যার যতটুকু অবদান তা স্বীকার করেছেন । যা সত্যিই মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তস্হল থেকে আপাকে ধন্যবাদ জানাই।
এটাই পারিবারিক ঐতিহ্য
❤❤❤
জীবনের ৩৮ বছর পার করেছি,যে ইতিহাস সবার অজানা ছিল তা ধীরে ধীরে জানতে পেরে খুবই উপকৃত হচ্ছি।একেক সরকার এসে নিজের সুবিধামত ইতিহাসকে সাজিয়েছেন।সত্যি শারমিন আহমেদ কাওকে ছোট না করে সম্মানের সাথে ইতিহাসকে সকলের সামনে এনেছেন,তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনি আপনার পিতার ও স্বাধীনতার সত্য ইতিহাস তুলে ধরেছেন। যেটা এতদিন আওয়ামী লীগ ঢেকে রেখেছিল এবং মুক্তিযুদ্ধকে কারো বাপের সম্পদে পরিণত করেছিলো। ধন্যবাদ আপনাকে।
রাজাকার গিরি করছে
কথায় আছে, “সুখে থাকলে ভূতে কিলাই”।
তাজউদ্দিন পরিবারের অবস্থা এখন সেইরকম।
তাজউদ্দিনের পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ ও ভারতপন্থি দালালকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসানো যায়।
অথচ,
তাজউদ্দিন ছিলেন ইন্দিরা গান্ধীর নীল-নকশার অংশীদার।
ইন্দিরা গান্ধী চেয়েছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভেঙ্গে জুমল্যান্ড নামক একটি দেশ গঠন করতে।
আর সেই কারণে তাজউদ্দিনকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় ইন্দিরা গান্ধী।
boite onar kotha nctb te ase but beshi kore ase onno book gulote
ar boi pora manusher obbvash na
tai history janeona
shob to ar NCTB te deoa jay na
amdr boi pora obbvash krte hbe
boka bangal
এখন কিন্তু কথা ক্লিয়ার
স্বাধীনতার সবার ভুমিকা অদম্য অতুলনীয় তাই সবাইকে সমান সম্মান দেওয়া উচিত❤❤❤
ড. কামাল হোসেনের উচিত বেচে থাকা অবস্থায় স্বাধীনতার সঠিক ইতিহাস জাতীর সামনে তুলে ধরা।
তাহলে উনিওতো ফেঁসে যাবেন, ওনার লন্ডনে বেড়ানোর ইতিহাস বের হয়ে যাবে।
ঠিক
রাইট✅
সহমত। আমিও এটাই ভাবি। শুধু ড কামাল থেকে প্রপার ইতিহাস টা শুনলে বিশ্বাস যোগ্য মনে হত
সহমত
এই সাক্ষাৎকারটি আর্কাইভ করার অনুরোধ.... যার যার স্থান থেকে ... এখানে অনেক সত্য আছে... আমাদের আগামীর জন্যে ❤
জ্বি রাইট
এটা একদম পরিষ্কার যে আওয়ামীলীগ এমনি এমনি শুধু নামেই ছিল আসল কাজ করেছে উনার আব্বু আর BNP । স্বাধীনতার ৫৩ বছর পর আসল সত্যটা প্রকাশ পেল।
অত্যন্ত সুন্দর তার বলন বাচনভঙ্গি এবং পুঙ্খানুপুঙ্খ ন
ঠিক
❤❤❤
এই ইন্টারভিউ টা জীবিত সকল বাংলাদেশী দের দেখা উচিত, যাদের বয়স, ৬০ ঊর্ধ তারা অতীত কে মিলিয়ে নিন। কতো ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ মহিলা দিচ্ছেন। কতো সত্য কথা উনি এই মুহূর্তে জাতিকে উপহার দিচ্ছেন। কথা গুলোন কত সত্য, অবলীলায় বলে যাচ্ছেন। Allah bless Her.
শারমিন আহমেদ কে ধন্যবাদ। সঠিক ইতিহাস বলার জন্য।
দীর্ঘ দিন পর সত্য কথা গুলো শুনলাম।দেশ বিদেশে কথা গুলো ছড়িয়ে দেওয়া হোক।
71 সালে কতটা গ্রামে রেডিও ছিল ? চট্টগ্রামের 10 কিলোওয়াট একটা যন্ত্র থেকে একটি ঘোষণা সারা বাংলাদেশের কতজন শুনতে পেয়েছিল ?
❤❤❤❤ thanks
@@nipuzaman6643আমি শুনেছিলাম।
তাজউদ্দীন আহমদসহ অনান্য জাতীয় নেতা দের জানাই বিনম্র শ্রদ্ধা 🤲❤️🇧🇩👍🤲❤️🇧🇩
😂😂 তিনি বেঁচে থাকলে বিএনপি করতেন তাই না আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতেন ওর মৃত্যুর আগ পর্যন্ত উনি আওয়ামী লীগ করে গেছেন আওয়ামী লীগের গুণগান গেয়েছেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন😂😂
সহমত ❤️
@@Techofficialbd-om8kvআবাল নাকি আম্লিক তাকে দল থেকে বের করে দিছিল😂😂😂😂
@@Techofficialbd-om8kvআপনি কি জানেন উনি যে পদত্যাগ করেছিল? আপনি বলতে পারেন কেন পদত্যাগ করেছিল
এটা একদম পরিষ্কার যে আওয়ামীলীগ এমনি এমনি শুধু নামেই ছিল আসল কাজ করেছে উনার আব্বু আর BNP । স্বাধীনতার ৫৩ বছর পর আসল সত্যটা প্রকাশ পেল।
বিপ্লব পরবর্তী অনেক গুলো সুফলের একটা হলো উনার মন খুলে আলোচনাটা শুনতে পারা।❤❤
তাজউদ্দীন সাহেবের মেয়ে কথা ইতিহাসের স্বাক্ষী।
Brilliant explanation 🎉🎉
হাজারো সালাম আপনার প্রতি,, সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বর্তমান প্রধান উপদেষ্টা'র প্রথম আনুষ্ঠানিক ভাষনেও আমি এতটা আশক্ত হইনি যতটা আশক্ত আপনার বক্তৃতায় হয়েছি। আমি নই আমার মন বলছে আপনার প্রতিটা উক্তিই সত্য। এই প্রথম এতো সুন্দর ভাবে বাংলাদেশ জন্মের ইতিহাস জানতে পারলাম। আপনার এই উক্তিটি পাঠ্যবইয়ে সংযোজন হলে দেশে বিশৃঙ্খল পরিবেশ কমে যেতো।
100% Sothic
অনেক সুন্দর কথা বলেছেন❤তাজউদ্দীন স্যারের অবদান আমার এভাবে জানা ছিল না ।কিছু বই পড়তে ইচ্ছে হল তজউদ্দীন কে জানতে
মুক্তি যুদ্ধের সময় কত বছর আপনার বাবা জেল খেটেছিল
কত অজানা তথ্য!
উনার প্রত্যেকটি কথা চুম্বকের মত।
খুবই চমৎকার করে, গুছিয়ে, এতো গুরুত্বপূর্ণ তথ্য উনি বললেন যা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
নতুন বাংলাদেশে উনাকে দরকার।❤️💚
ধন্যবাদ চ্যানেল ২৪ কে এবং সাক্ষাৎকার গ্রহণকারীকে চমৎকার পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ও চমৎকার সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
❤️💚
খুব সুন্দর আসলে যার যতটুকু অবদান
তাকে ততোটুকু দেওয়া উচিত কিন্তু দুঃখের বিষায় এটা করা হয়না। ধন্যবাদ আপু।
হুম বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, জাতীয় চার নেতা সবার অবদান ছিল।
সর্বশেষ এটাই প্রমাণ করলেন সারাদেশের ও বিশ্বের কাছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনাটিই সর্বপ্রথম পৌছায়
তাজউদ্দীন আহমদ আমার আপন মামা। অসাধারণ একজন মানুষ তার জন্য আমরা গর্বিত ❤❤
আমি কি আপনার হোয়াটসাপ নাম্বার পেতে পারি? আমার বাসা মেহেরপুর জেলা যেখানে মুজিবনগর আম্রকানন
@@sayeedite ওই শুওরের নাম এখনো কেন ব্যবহার হচ্ছে ? এজন্য দেশ স্বাধীন হলো ? বৈদ্যনাথতলা বল হারামজাদা।
@@sayeedite আপনার সাথে যোগাযোগ করতে পারি? ইমেইল বা হোয়াটসঅ্যাপ?
Ken korben ?@@souroshine2098
আপনার সাথে কি কোন ভাবে যোগাযোগ করতে পারি,,ইমেলে বা ওয়াসআপে
ইতিহাস লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনো সময় সত্যটা বেড় হয়ে আসে...
মুগ্ধহয়ে শুনলাম
কিন্তু আব্দুল হান্নান এর বক্তব্য জনগণের কাছে তেমন আলোড়ন সৃষ্টি করেনি, কিন্তু সেনাবাহিনীর একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তা ব্যাপক সাড়া জাগিয়েছিল। আমরা ছাত্ররা এই ঘোষণা শুনে মিছিল বের করেছিলাম।
Right
@@rahmanbhy8152 May I know how old you are?
হান্নানের বক্তব্যের কোন রেকর্ড নাই কেন? যুদ্ধের সময়কার সব গুরুত্বপূর্ণ নিউজের রেকর্ড আছে।। শুধু হান্নানের বক্তব্যের রেকর্ড নাই।।
আমি আওয়ামিলীগের সমর্থক হলেও আপনার বক্তব্য ও জিয়ার রহমানের অবদান সীকার করি।
হান্নানের ভাষন আওয়ামী লীগের কয়েকজন ছাড়া আর কেউ শুনতে পায়নি। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণা সবাই শুনেছে। যা সকল সামরিক বাহিনীর বীর সেনানীরা অকপটে স্বীকার করে গেছেন।
তাজউদ্দীন আহমেদের কথা অনুযায়ী স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ❤
"জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা তাকে উদ্ভুদ্ধ করে"
রাইট
বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছে তো মিয়া এটা কেন বলেন না 😄
it does not mean Zia is all in all. He is unavoidably important.
আপনি বুঝেননাই
এটা সত্য ইতিহাস ধন্যবাদ আপনাকে।
শারমিন আহমেদ আপা এত এত সুন্দর ভাবে স্বাধীনতার আগে ও পরের সংক্ষিপ্ত তুলে ধরলেন আমি হতবাক। ধন্যবাদ আপু
জিয়ার নাম মুছে দেওয়া যাবেনা
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
জিয়ার নাম মুছে দেওয়া যাবে না সত্যি। কিন্তু জিয়া যাদের নাম মুছে দিয়েছেন তার দায় নেয়া উচিত। ২৬ মার্চ অন্তত ২৭ জন স্বাধীনতা ঘোষণা দেন। জিয়া ক্ষমতায় এসে নিজেরটা রেখে বাকি সব রেকর্ড ধ্বংস করেন।
একে খন্দরকারের ভেতরে বাইরে বইটা পড়তে পারেন
ঠিকই বলেছেন। এই আপা উনার নিজের বাবা সম্পর্কে যাই বলুন আমি মনে করি জিয়াই বাংলাদেশের একমাত্র ভদ্র পলিটিশিয়ান ছিলেন। বাকি সবাই চাষা , আমি অবাক হয় জানতে পেরে যে আজকে বাংলাদেশের ইকোনমি এর ২ পিলার মধ্য প্রাচ্যের রেমিটেন্স আর গার্মেন্টস দুই ই জিয়ার অবদান। বাংলাদেশে অনেক জায়গায় থেকেছি এবং দেখেছি জিয়ার বানানো খাল তখন ব্যবহার হচ্ছে। এগুলো জানলে না চাইলেও উনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায়।
Jia re koi jon chine?
All world @@kaziartashin2724
বাস্তবতার সাথে কথার মিল আছে ধন্যবাদ ম্যাডাম
কাঁপাশিয়া তথা বাংলাদেশের অহংকার এই পরিবারটা। আপুর কথাগুলো খুব সুন্দর।
যোগ্য পিতার যোগ্য সন্তান। চমৎকার উপস্থাপন। অনেক মেধাবী এবং দূরদর্শী সম্পন্ন একজন সন্মানিত ও সৃজনশীল মানুষ। এই ধরনের মেধাবী মানুষের রাজনীতিতে আশা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শারমিন তাজকে।
এই ধরনের সাক্ষাৎকার সবার দেখা প্রয়োজন কেননা এখানে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দলিল লুকায়িত আছে।
সঠিক বলেছেন সহমত পোষণ করছি❤❤
তাজউদ্দিন কন্যার কথায় আমি অভিভূত হয়ে পড়েছি। অনেক সচেতন রাজনৈতিক বক্তব্য উনি রেখেছেন। রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা সফল হোক। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
তাজউদ্দিন আহমেদ এর প্রতি বিনম্র শ্রদ্ধা 🌹
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, অনেক বড় ও নতুন কিছু জানলাম। এই সত্য গুলো এতকাল লুকিয়ে রাখা উচিত হয়নি।তারপরও সত্য উচ্চারণের জন্য ধন্যবাদ
সত্যি এভাবেই উন্মোচিত হয়।
অনেকের বক্তব্য শুনছি এতদিন ধরে , কিন্তু এত সাবলীল ভাবে সত্য এবং ন্যায্য কথা বলতে শুনিনি কাউকে ।অনেক শ্রদ্ধা সন্মান এবং সুভকামনা উনার জন্য ।
ধন্যবাদ আপা। আচ্ছালামুআলাইকুম। ঐতিহাসিক ৬ দফা অখন্ড পাকিস্তানের আওতায় স্বায়ত্তশাসনের দাবি, ৭ ই মার্চের ভাষণ ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচ্ছন্ন হুমকি যা পাকিস্তানের শাসকগোষ্ঠী মেনে নেয় নাই। এসময় পুর্ব পাকিস্তানে পাকিস্তানী সৈন্য ছিল মাত্র ১২/১৫ হাজার। আলোচনার নামে পাকিস্তান বিমানে করে এদেশে প্রায় লক্ষাধিক সেনা ও অস্ত্র নিয়ে আসে যার ফলশ্রুতিতে ২৫ মার্চ ক্র্যাকডাউন। ২৫ মার্চের ক্র্যাকডাউন সম্পর্কে বঙ্গবন্ধু সম্পুর্ন ওয়াকিবহাল ছিলেন। উনি স্বেচ্ছায় আত্বসমর্পন করে পাকিস্তান পালিয়েছিলেন। এই রকম একজন নেতা ! কি করে হয় জাতীয় জনক, স্বাধীনতার ঘোষক?? অপ্রিয় হলেও সত্য সত্যই। শহীদ জিয়াই বলেছিলেন "We revolt".
২২তারিখ থেকেই চট্টগ্রামের মানুষ বুঝেছিল ক্র্যাকডাউন হবে। কিন্তু মুজিবের শেষ পর্যন্ত চেষ্টা ছিল যদি ইয়াহিয়াকে রাজি করানো যায়। দেশ যদি স্বাধীন না হতো জিয়ার ফাসি হতো সেদিন
আর্মির আগে ইপিআর ও পুলিশ যুদ্ধ শুরু করে। কিন্তু আর্মি এগুলো বলে না
@@Jack061-f5nবিদেশী গনমাধ্যমের তো পক্ষপাতিত্বের প্রশ্ন আসে না, তাহলে বিদেশী গনমাধ্যম মেজর জিয়ার কথাা বলেছিল কেন? পুলিশের কথা বলে না কেন?
You are right
@@Jack061-f5n তারও আগে কৃষক , শ্রমিক , ছাত্র জনতা যুদ্ধ শুরু করেছিল । ওকে ।
আমি মেজর জিয়া✊"We Revolt"
জেনারেল আতাউল গনি ওসমানীর ভাষণ দেওয়ার কথা ছিল।
❤❤❤❤❤❤❤❤ thanks
@@SumonAhmed-eb5smকিন্তু দিয়েছে তো জিয়া,
0 সেকেন্ড থেকে 57:47 সেকেন্ড পর্যন্ত অবাক হয়ে শুনলাম
ম্যাডাম আপনাকে ধন্যবাদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার গুরুত্ব মুল্যায়ন করার জন্য,
এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য 🙏
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপা কে অনেক ধন্যবাদ।
সেদিন মেজর জিয়াউর রহমান একজন সেনাবাহিনীর ব্যক্তি হিসেবে ঘোষণা না দিতেন তাহলে জনগণ এভাবে ঝাপিয়ে পড়তোনা।শহিদ জিয়াই মহান স্বাধীনতার ঘোষক।
Right
Right Bolche.
সহমত পোষণ করছি ❤❤❤এক জিয়ার লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে❤❤
মনেরে শান্তনা দেন
রাইট
উনি তাজউদ্দীন আহমদ তাজউদ্দীন আহমদ করতেছেন কিন্তু সৈয়দ নজরুল ইসলাম এর কথা ত বললেন না! বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
বলেছেন
তাজউদ্দীন আহমেদের অবদান অনেক। তাকে সশ্রদ্ধ ছালাম।
উনার কথাগুলো অত্যন্ত সুন্দর। সত্য এবং ন্যায় নিষ্ঠ।
সুন্দর নিরপেক্ষ ঐতিহাসিক সত্য তুলে ধরেছেন তাজউদ্দিন সাহেবের কন্যা। ধন্যবাদ।
এ নরুল হক সাহেবের কথা আমরা কখনোই শুনিনি শুধুমাত্র বঙ্গবন্ধুকে সামনে আনা হয়েছে
j bakti konokale bangalir bondhu chilona shay abar bongobondhu hoy kibhabe, a shomosto tiltle prodan karira jmon tofayal ahmed, ashomo abdur rob ara chilo greatest of chatukars. sheikh mujib chilo shudhumatro tar poribarer r attio shojonder bondhu.
@@muhammadakram9138right.
কেউ তো আর ভাষণের জন্য অপেক্ষা করে নাই, যুদ্ধে নেমে গেছে। কিন্তু যারাই ভাষণের জন্য চেষ্টা করেছে তারা সবাই সাহসী এবং সম্মানিত
অনেক অনেক ধন্যবাদ।এত দিন পরে হলেও সত্য কথা গুলো শুনতে পারলাম।
ধন্যবাদ ভোন স্যালুট আপনাকে সত্যিকথা গুলো আপনার মূখথেকে শুনার জন্য ।
শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট সত্যি প্রয়োজন এটা উপলব্ধি করতে পেরেছিলেন তাজউদ্দীন আহমদ সাহেব। অথচ এতকাল পরেও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শিক্ষাই পারে বাংলাদেশের সমস্ত সমস্যা দূরীভূত করতে।
শেখ মজিবুর রহমানের সেই বক্তব্য ছিলো একটা রাজনৈতিক বক্তব্য খমতায় যাওয়ার জন্য আর জিয়াউর রহমানের ঘোষণা ছিলো দেশের স্বার্থে।
তখন জিয়াকে কতজন চিনতো শেখ মুজিবের নাম না নিলে মানুষ নামতো নাকি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করলে অনেকেই মানবে না
রাইট
Darun Tajuddin konna❤❤❤
Bap ka beti
জিয়াউর রহমান বেঁচে থাকা অবস্থায়ও বঙ্গবন্ধু কে ছোট করেনি,নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলেনি, এখন নতুন নতুন বুদ্ধিজীবীরা আসছে 😄
One of the most valuable audiovisual historical evidences! Many thanks to Channel 24 for the interview!
সুন্দর এবং গঠনমূলক আলোচনা শুনে অনেক ভালো লাগলো,❤️ইতিহাস আর জানতেচাই ।
তাজ উদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজ অনেক না জানা কথা জানলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্যিটাবলার জন্য
একটা পরিবারের বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশকে উদ্ধার করেচেন শারমীন আহমেদ! আপনাকে কৃতজ্ঞতা অশেষ!
অনেক কিছু জানতে পারলাম।
প্রতিটি পাঠ্যপুস্তক এর মাধ্যমে সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক।
তাজউদ্দীন আহমদ ছিলেন দূরদর্শী সম্পন্ন মানুষ। ❤
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিহাসের সত্যতা এভাবেই বেরিয়ে আসবে। ডঃ কামাল হোসেন এবং আমিরুল ইসলাম সাহেবদের ও উচিত জীবনের শেষ মুহূর্তে হলেও সত্য ইতিহাস জাতির সামনে পরিষ্কার করা। স্বাধীনতার সমস্ত ইতিহাস শেখ পরিবার এককভাবে গিলে খেয়ে ফেলেছে! দেশ এবং দেশের ইতিহাস সব শেখ পরিবারের কাছে জিম্মি ছিল!
একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, রয়ে যাবে ভালো কাজ।
অতীব সত্যি কথা ৷ ধন্যবাদ অনেক,অনেক ৷
সরকারি কর্মচারীদের একটা কথা বলব দয়া করে সুযোগ পেয়েছেন এবার দেশকে নতুন করে গড়ার সবাই একটু আন্তরিক হন বিদেশ এত উন্নত কিন্তু আকাশ থেকে এমনি এমনি আসেনি একটু আন্তরিক হন অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে❤
আমলা হারামজাদারা দেশকে একটুও ভালোবাসে না। শুধু চিন্তা করে নিজেদের স্বার্থ।
তাজ উদ্দিন আহমেদ সহ অন্যান্য সকল জাতীয় নেতাদের জানাই বিনম্র শ্রদ্ধা ❤❤❤❤
সত্য ও চমৎকার বিশ্লেষণ
খুব মুগ্ধ হলাম,,,,, আপনার তথ্য বহুল আলোচনার জন্য।
গঠনমূলক আলোচনা 👍
ধন্যবাদ আপা আপনার সত্য সাবলীল কথা গুলোর জন্য।
সুন্দর আলোচনা
পুরোটা যারাই শুনছে তারা অনেক সঠিক ইতিহাস যানছে✅
অনেক সুন্দর বলেছেন ধন্যবাদ
Mafia leage 😂😂
ধন্যবাদ আপা সত্য ইতিহাস তুলে ধরার জন্য ।
জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষনা করছি। এখানে কিন্তু মিটিং করেই সিদ্ধান্ত নেয়া হয় যে মেজর জিয়া ঘোষনাটি পাঠ করবেন। আপনারা এখনো ভালোভাবে শুনতে পারেন।
ভাই অন্ধের দেশে আয়না বিক্রি করতে নেই 🥱🥱🥱
প্রথম তিনি নিজের নামে স্বাধীনতা ঘোষণা দিয়ে ছিলেন।
পরবর্তী সময়ে আবার বঙ্গবন্ধুর নামে ঘোষণা করে ছিলেন।
ইতিহাসে যার অবস্থান যেখানে তাঁকে সেই ভাবেই মূল্যায়ন করতে হবে।
কিন্তু দুঃখজনক, নিন্দনীয় এবং ঘৃনীত হলেও সত্য, আঃলীগ মুক্তিযুদ্ধকে তাদের দলীয় এবং ব্যাক্তিগত সম্পত্তিতে পরিণত করতে চেয়েছিল।
বঙ্গবন্ধু ই একমাত্র স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রান পুরুষ!
অথচ মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।
কোন একক ব্যাক্তি এবং দলের নয়।
তৎকালীন পূর্বপাকিস্তানের রাজাকার আলবদর নামক গুটিকয়েক লোকজন ছাড়া।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা কয়বার দিয়েছেন?
আগে কোথায় ছিল তোমাদের এই সাহসিকতা। কোথায় ছিল তোমাদের এই নীতি। কোথায় ছিল তোমাদের আদর্শ। কোথায় ছিল তোমার বাবার আদর্শ কোথায় ছিল তোমাদের স্বাধীনতার আদর্শ। ৭ ই মার্চের ভাষণ কেন তাইজুদ্দিন আহমেদ দেইনি। তোমরা আওয়ামী লীগের চাদরে এতদিন মরিয়েছিলে নিজেকে কেন?তোমরা এত সাহসী বাবার ছেলে মেয়ে, কোথায় ছিল তোমাদের সেই বাবার আদর্শ। আসলেই সত্যি অন্ধের দেশে কখনো আয়না বিক্রি হয় না। তাইজুদ্দিন আহমেদ বাংলাদেশের একটা অংশ ছিল। আর তোমাদেরকে নিয়ে আসছিল পাকিস্তান থেকে। আমার মনে হচ্ছে, বিশেষ করে তাইজুদ্দিন আহমেদ না। তোমাদের দুই ভাই বোনের মতন জাতীয় বেইমান এই পৃথিবীতে আর। দুইটা হবে নেই।
এইযে ভাই এইখানে একটা কথা এড করেননি যে মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নামে ঘোষণা দেওয়ার আগে আরো একটি ঘোষণা দিয়েছেন নিজে ইতিহাস যাচাই করে দেখবেন।আর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিতে চান নি এইটা বাস্তবতা।
ওনার আলোচনা টা আমার কাছে দারুণ লাগলো আমার মনে হয় উনি সত্যটা বলেছেন।
Salam apa, please shotto kotha gulo shobar moddhe
Choriye din❤
চাক্কুশ প্রমান দিয়ে এত honest history এই generation এর কাছে তুলে ধরার জন্ন্য অনেক ধন্ন্যবাদ এবং এই আপার আব্বা ‘তাজ উদ্দীন’ সাহেবের departed soul এর জন্ন্য অনেক দুয়া থাকলো।
--USA TODAY Sports
আমরা কোন ব্যক্তি পূজা চাইনা, আমরা চাই মেধার স্বাধীন প্রকাশ
Right.
ধন্যবাদ। তথ্যবহুল আলোচনা।
আজ পরিপূর্ণ আশা নিয়ে বলতে চাই বাংলাদেশের জনগণ আজকের এই সাহ্মাতকারের মাধ্যমে পরিষ্কার জানতে পেরেছে স্বাধীনতার ও বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত ২০২৪ আওয়ামিলীগের দেশপ্রেম কতটুকু দেশের জন্য লাভবান ও হ্মতি।
ধন্যবাদ স্যালুট শারমিন মেম।
আপনাকে দেখলেই বুঝা যায় আপনার বাবা কত ভালো মনের মানুষ ছিল❤❤
সত্যি কখনো চাপা থাকে না
অসাধারণ অসাধারণ ম্যাডাম আপনার যে লুকায়িত শব্দগুলি জাতির সামনে উপস্থাপন করলেন অসাধারণ অসাধারণ। আমি সার্জেন্ট মোঃ শুকুর বাংলাদেশ সেনাবাহিনী ম্যাডাম। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি জাতির এসেট।
তথ্যবহুল আলোচনা
তার লেখা একটি বই,, আমার দেখা নেতা ও পিতা বই টি খুব ভালো।।।।
Very informative.
তাজিউদ্দিন আহমেদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাঙালিরা তখনেই এক কাতারে দায়া বদ্ধ হয়েছে যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তাজিউদ্দিন আহমেদের মেয়ের কথায় ইতিহাস সাক্ষী ❤️❤️❤️🥀
স্বাধীনতা শুরু থেকে শেষ পর্যন্ত যে
যত টুকো সম্মান পাওয়া বা দেওয়া
এ নিয়ে আমরা সবাই বিতর্ক না যাই
সবার জায়গায় যার যত টুকো সম্মান
দেওয়া আমরা দিব এ নিয়ে কোন রকমের বিতর্কে না জড়াই সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ক ধন্যবাদ জানাই সত্য বলার জন্য
তাহলে সত্যটা এই ছিল জিয়াউর রহমানের আগে হান্নান সাহেব ঘোষণা দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ছিল একজন মেজর সেজন্য তার বাষন গুরুত্বপূর্ণ হয়েছে সকলে শুনেছেন। আর এই ভাষন লিখেছেন তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু
তই একটা গাদা বারবার সুন গার পর বুজবি
উপস্থাপককে ধন্যবাদ। উনি কথার মধ্যে বাঁধা সৃষ্টি করেন নাই।
এতদিন কি জানতাম আর এখন কি শুনছি প্রকৃত ইতিহাস জাতি থেকে আড়াল করে রাখার জন্য দুঃখ হয়
এত সুন্দর ভাবে আমাদের বুঝাইয়া কথাগুলো উপস্থাপন করেছেন কাউকেই ছোট করে দেখেন নি। ওনার মত সব মানুষগুলো যদি হয় তাহলে জাতীয় অর্থনীতির দুরবস্থা হয় না। বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ ❤❤
আওয়ামী লীগ তো এমন মানুষের হওয়া দরকার 👍
তাজউদ্দীন আহমদকে বাংঙ্গালি জাতীর জনক করা হোক 👍
ইতিহাসের সত্যতা প্রকাশ করার জন্য ধন্যবাদ ❤❤
সবচেয়ে বড় কথা সবাই সবার স্বার্থের পিছনে দৌড়ায়!!
ধন্যবাদ সব সত্যি তুলে ধরার জন্য।
জিয়াউর রহমানই দিয়েছিল স্বাধীনতার ঘোষণা।।
এরা মনেকরে দেশে যুদ্ধু হওয়ার আগেই দেশ সাদিনের ঘোসোনা করা জায়
পাঠক।
@@MouksesulHoqueওরে আফসোস লীগ
পাঠক
আপনার কথায় ইতিহাস মুছে ফেলা হতো আপনাকে অনেক ধন্যবাদ সঠিক কথা জনগণের কাছে তুলে ধরার জন্যে
আজকের অধ্যাপক ইউনুস স্যার এর মত। দেশে জুলাই আগস্টে কি হয়েছিল তা দেখেন নি।
এটা কতটুকু সত্য!
আমি দেখলাম, ড. ইউনুস সকল সম্মেলনে ছাত্রজনতা কিভাবে একটা দেশকে বিপ্লব ঘটায়ছে তার বর্ণনা করে।
ম্যাডাম শারমিন এত সুন্দর, এত চমৎকার, এত দুরদর্শি, গঠন মূলক কথা বলতে পারেন - সত্যিই জানা ছিল না, অসাধারণ সত্যিই অসাধারণ! ধন্যবাদ উপস্থাপক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
আমি জিয়াউর রহমানের ভাসন শোনেছি তিনি তার স্বাধীনতার ঘোষনা শেখ মুজিবুর রহমানের নামে পাাঠ করেছেন অর্থাৎ স্বাধীনতা পাঠকরা মানে ঘোষনানা পাঠক বলাযায়
মুজিবের নাম নিয়েছিলেন কারণ জিয়া কে দেশ ও ওয়াল্ড তখন চিনত না। তাই মুজিবের নামে দিলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। বাস্তবে মুজিব ত জিয়াকে এই ঘোষণার দায়িত্ব দেয় নি। সে নিজে থেকেই দিছে। প্রথমবার তার নামেই দিছিল। পরে যখন বুজল রাজনৈতিক নেতার নামে না দিলে গ্রহণযোগ্যতা পাবে না তখন সে পুনরায় আবার মুজিবের নামে দেয়। আরেকটা কথা জিয়া যদি পাঠক হয় তাইলে তখন কি আওয়ামীলীগের মধ্যে কোন পাঠক ছিল না? পাঠ করার জন্য?
কি জানি সংবাদ পাঠিকারা অনেক কিছুই পড়ে,তাহলে ওরা ঘোষক হয়ে যায়!!"উনিতো জাতীয় নেতা ছিলেন না,একজন মিডলেভেল অফিসার যাকে সাধারণ জনগণ চিনেই না,, তাহলে ঘোষণা হয় কিভাবে।
তিনি যে প্রথম নিজের নামে ঘোষণা করে ছিলেন।
সেটা শুনতে পান নি?
না পাওয়ার ই কথা!
কারন আপনি আঃলীগের অন্ধ রাজনৈতিক সমর্থক।
বীর মুক্তিযুদ্ধা মইনুল হোসেনের লিখা বই টি পড়ুন।
তাহলে ই আসল সত্য জানতে পারবেন।
ধন্যবাদ।
Are you mad? Zia declared Independence war & fought with the Pakistani army at that time all BAL leaders were hide underground & India
ভুল বললে বঙ্গবন্ধুর নাম দিয়ে ঘোষণা করার আগে আরো একটি ঘোষণা দিয়েছেন ইতিহাস যাচাই করে দেখে নাও।
এ-ই মহিলা নিজের বাবা নাম বারবার বলিতেছে কিন্তু উনিই কোথায় ছিলেন ভারত ছিলেন কারণ জিয়াউর রহমান বাংলাদেশের একনাম্বার নেতা ছিলেন ছিলেন
আওয়ামী বিএনপি আপনারা এরকম দলকানা কেন ?
Itihass ke patihass banaben na... tajuddin ER obodann bakider chayte onek besi....taii bar bar namm astese
সালা আওয়ামী, বিএনপি সব এক। দলকানা।
হেডা ছিল গাঞ্জা খাই কথা বলেন ভারত অস্ত্র কাদের জন্য দিছে আওয়ামী লীগের অনুরোধেই দিছে
আপনি কোথায় ছিলেন?
অভিভাবক ভালো হলে সন্তানরাও ভালো হয় এটাই পৃথিবীর নিয়ম আমি তাজ উদ্দিন স্যারের মেয়েকে দেখিনি আজকে প্রথম দেখলাম সোহেল তাজ স্যারকে দেখেই বুঝেছিলাম উনারা ভালো মানুষ আজ আপাকে দেখলাম এবং তার অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম অনেক ভালো লাগলো যদিও স্বাধীনতার ইতিহাস পড়েছি ক্লাস সেভেন অব্দি কিন্তু এখন বর্তমানে স্বাধীনতার ইতিহাস নেই যা আপার মুখে শুনলাম ভালো লাগলো ধন্যবাদ আফা আল্লাহ আপনার হায়াত দারাজ করুক
নিজের বাবার গুনগান তো ভালই গাইতাছেন সেদিন এত মানুষের সামনে ভাষণটা আপনার বাবা দিতে পারেনি এতেই বোঝা যায় কে কত বড় নেতা আল্লাহ বাঁচাইছে
তাহলে তো শেখ মুজিবুর রহমান ও দেবদাস চক্রবর্তী,
ওই নেতা দিয়ে কি করতি রে বাছা দেশ যদি স্বাধীন না হত?