উপপদ তৎপুরুষ | বহুব্রীহি ও উপপদ তৎপুরুষের পার্থক্য | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 314

  • @bokhtearsayed7542
    @bokhtearsayed7542 2 ปีที่แล้ว +2

    এত ঝামেলার বিষয়টা এত সহজে বুঝবো কল্পনাও করিনি। অনেক ধন্যবাদ স্যার 💓💖

  • @mdapurbo4837
    @mdapurbo4837 3 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার প্রত্যেকটা ক্লাস ই অসাধারণ।
    প্রতিটি ক্লাসেই অনেক অজানা কিছু তথ্য জানতে পারি যা ব্যাকরণের প্রতি ভালো লাগা জন্মাই।ধন্যবাদ ভাইয়া❤❤

  • @a2z631
    @a2z631 ปีที่แล้ว +2

    উপপদ তৎপুরুষ সমাসের উপর বেস্ট ক্লাস।।❤❤ ধন্যবাদ স্যার

  • @wininlife3992
    @wininlife3992 3 ปีที่แล้ว +76

    সব সমাস গুলো আলাদা আলাদা আলোচনা করলে খুব ভাল হয়

    • @davidshymsblue7078
      @davidshymsblue7078 2 ปีที่แล้ว +10

      আলাদা পড়ালে তো পার্থক্য বুঝবেন না,কোন সমাস ধরতেও সমস্যা হবে।কম্বিনেশন করে পড়ানুই বেস্ট 🤞

    • @SojibMdSojibkhan-k3h
      @SojibMdSojibkhan-k3h 10 หลายเดือนก่อน

      সহমত

  • @aslampakhi1907
    @aslampakhi1907 3 ปีที่แล้ว

    স্যার আপনার প্রত্যেকটা ক্লাসই অসাধারণ। এতো সুন্দর ভাবে বুঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ

  • @tarefulislam1567
    @tarefulislam1567 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার ক্লস করে যে না বুজবে সে কখনও বুজবে না।অসাধারণ।

  • @prosenjitbhattacharjee7038
    @prosenjitbhattacharjee7038 2 ปีที่แล้ว +1

    Thanks vaiya.💖🥰
    But ei class ta ektu kothin hoye galo.
    3 bar dekhechi tarpor bujhte parci 100%

  • @threesis3589
    @threesis3589 3 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি সমাসের টপিক স্কিপ করেছিলাম অনেক কঠিন দেখে।। এখন আপনার ক্লাস দেখে সমাসের ভয় কেটে যাচ্ছে এবং মনে হচ্ছে ইনশাআল্লাহ পরীক্ষায় উত্তর করতে পারব।।।
    দোয়া করি আপনার জন্য,, এভাবেই যেন প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকেন।।। ❣️❣️❣️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +3

      একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
      আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
      আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰

  • @BANG32728
    @BANG32728 3 ปีที่แล้ว

    বাংলা ব্যাকরণের এত সহজ উপস্থাপনা আমি আর দেখেনি। ❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
      আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
      আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
      সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
      আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️

  • @sumansuman4982
    @sumansuman4982 หลายเดือนก่อน

    আমার দেখা সুপারস্টার টিচার♥️♥️♥️♥️
    ২০১১ সাল থেকে থেকে স্যারকে অনুসরণ করছি।

  • @MdNasir-qt2qh
    @MdNasir-qt2qh 2 ปีที่แล้ว

    আপনার প্রতিটা ক্লাস ই অনেক ভাল. আলহমদুলিল্লাহ

  • @akashthebot7265
    @akashthebot7265 11 หลายเดือนก่อน

    অনেক কাজে aslo apnr ei class ta. Thanks sir❤❤❤❤

  • @meladahmed8846
    @meladahmed8846 2 ปีที่แล้ว +1

    সব সমাস নিয়ে আলোচনা করলে ভাই অনেক কৃতজ্ঞ হতাম ♥️

  • @zahidhasan4925
    @zahidhasan4925 3 ปีที่แล้ว

    অসাধারণ বড় ভাই, আপনার ক্লাস ছাড়া অন্য কারো ক্লাস ভালোলাগে না।

  • @mdapurbo4837
    @mdapurbo4837 3 ปีที่แล้ว +1

    আপনি যদি এইভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেন তাইলে কারো কোনো সমস্যা থাকবে না।
    আমার একটাই অনুরোধ আপনি ব্যাকরণ এর প্রত্যেকটি টপিক নিয়া ভিডিও তে এইভাবে আলোচনা করবেন। এতে আমরা অনেক উপকৃত হইবো।

  • @monnajamal2230
    @monnajamal2230 22 วันที่ผ่านมา

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝানোর জন্য 😊

  • @samisaad7080
    @samisaad7080 3 ปีที่แล้ว

    2018 সালে আইকন প্লাস এ ভর্তি হওয়ার পর আপনার ক্লাস করার সৌভাগ্য হয়েছিল। সেই সময় বাংলাকে অত্যন্ত ভয় পেতাম। প্রথম দিকের মডেল টেস্ট গুলোতে খুবই কম মার্ক আসতো। কিন্তু ধীরে ধীরে আপনার ভিন্নধর্মী পড়ানোর বিষয়টি অনেক উপভোগ করতাম। এবং আলহামদুলিল্লাহ ভর্তি যুদ্ধে বাংলায় একটি সম্মানজনক মার্ক পাওয়ার পেছনে আপনার অবদান unparalleled.
    সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই দোয়া করি।
    Saad Sami
    Nfd-05 batch, 2018.
    Dhaka University, Ihe, session 2018-19.

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      দোয়া করিস ভাই, যেন তোদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি। 🥰

  • @korbansteachingzone2485
    @korbansteachingzone2485 3 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া।খুব উপকৃত হচ্ছি।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
      আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
      আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰

    • @korbansteachingzone2485
      @korbansteachingzone2485 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই ভাই।বাংলা ব্যাকারন নিয়ে যে একটা ভীতি ছিল, সেটা আপনার ক্লাস গুলা দেখার পর কেটে গেছে।

  • @sompaakter1380
    @sompaakter1380 3 ปีที่แล้ว

    স্যার আপনার আইকন্ট্রাক অত্যন্ত চমৎকার,,, আমরা যখন আপনার ক্লাস করি তখন মনে হয় সরাসরি আপনি আমাদের সামনে দাড়িয়ে ক্লাস নিচ্ছেন,,,

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই ভালোবাসা ও শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি। 😍

  • @shorifhossen5047
    @shorifhossen5047 2 ปีที่แล้ว

    তৎপুরুষ সমাসের বাকি নিয়ে গুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো,,আপনার ক্লাস গুলো করতে অনেক চমৎকার লাগে,,

  • @RabinTheVlogger
    @RabinTheVlogger ปีที่แล้ว

    আমার কর্মধারয় সমাস আর উপপদ তৎপুরুষ সমাস নিয়ে ঝামেলা হতো।আজ কনসেপ্ট ক্লিয়ার হলো।ব্যাসবাক্যে মাঝে ক্রিয়া থাকলে উপপদ তৎপুরুষ হবে।ধন্যবাদ স্যার আপনাকে।

  • @delwarhusain4159
    @delwarhusain4159 2 ปีที่แล้ว

    Dhonnobad deour vasa nai vhaiya osadaron class

  • @oishy1020
    @oishy1020 ปีที่แล้ว

    অনেক উপকার হল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ

  • @s.myousufofficial6162
    @s.myousufofficial6162 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার একটা ব্যাকারন বই দরকার কোন বইটা নিলে প্রত্যকটা "বিষয়" প্রত্যকটা "টপিস" খুব সুন্দর ভাবে বুঝায়ে দেওয়া আছে,,,,আর আপনার লেকচারের সাথে যে বইটা মিল আছে।

  • @mdnoyonmdnoyon1521
    @mdnoyonmdnoyon1521 5 หลายเดือนก่อน +1

    Masaallah onk sundhor class

  • @shamimmiah1813
    @shamimmiah1813 ปีที่แล้ว +4

    ৪৫ তম বিসিএস ১ মার্ক ছিল।কৃদন্ত পদের পূর্ববতী পদকে কি বলে ?

  • @hkrony7396
    @hkrony7396 3 ปีที่แล้ว +2

    নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইতে উপপদ তৎপুরুষ সমাস ও ব্যধিকরণ বহুব্রীহি সমাসের মধ্যে কয়েকটা কমন উদাহরণ দেওয়া আছে।পরীক্ষায় এগুলো থেকে আসলে কি উত্তর দেব?

  • @sauravmondal8819
    @sauravmondal8819 10 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ স্যার❤

  • @mdibrahimsarkar9429
    @mdibrahimsarkar9429 หลายเดือนก่อน

    Thanks a lot sir for making it as clear as water and so in response, I do subscribe this channel

    • @ahnafsajid001
      @ahnafsajid001 25 วันที่ผ่านมา

      HE IS A GEM BHAI

  • @monikaakter3966
    @monikaakter3966 2 ปีที่แล้ว +2

    ভাইয়া তৎপুরুষ এর পুরোটা নিয়ে ভিডিও করলে খুব ভালো হতো।

  • @entertainmenttv2550
    @entertainmenttv2550 2 ปีที่แล้ว +1

    ভাই তৎপুরুষ সমাস সহজে চেনার উপায় নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ

  • @torikul6500
    @torikul6500 2 ปีที่แล้ว +1

    khub valo laglo class

  • @mahbubakona1107
    @mahbubakona1107 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাইয়া। আপনার ক্লাস বেশ ভালো লাগে। ভাইয়া একটা প্রশ্ন ছিলো-
    ছারপোকা টা উপপদ তৎপুরুষ কিভাবে একটু যদি বলতেন......

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ছারপোকা = এটা না বুঝতে পারা স্বাভাবিক। এটা একটু ঝামেলা তৈরি করেই। কারণ পোকা তো আর কৃদন্ত পদ না। এখানে কৃদন্ত পদ আসলে 'ছার' যার অর্থ নষ্ট করা যা সংস্কৃত 'ক্ষার' থেকে এসেছে। এখন প্রশ্ন থাকতে পারে তাহলে এটা তো Noun + কৃদন্ত পদের সূত্রে মেলে না। উত্তর হচ্ছে - মেলে। ছারপোকা এর ব্যাসবাক্য করতে গেলে হবে - যে পোকা ছার করে। এখানে পোকা শব্দটিই কিন্তু আগে বসেছে আর কৃদন্ত পদ পরে। এখন সমস্তপদ তৈরির সময় শ্রুতিমধুরতার জন্য ব্যাসবাক্যের পরপদ অনেক সময় সমস্তপদে আগে বসে। উপমিত কর্মধারয়ে অনেক উদাহরণ আছে এরকম। যেমন: পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ, কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী ইত্যাদি। সুতরাং পোকা (Noun) + ছার (কৃদন্ত পদ) = ছারপোকা (উপপদ তৎপুরুষ)
      আর এই প্রশ্নটা অনেকেই করেছে ঠিকই। আমি উত্তরও দেই নাই এটাও ঠিক। কারণ এগুলো বুঝানোর জন্য বিস্তারিত লিখতে হবে। এখানে তো আর ভয়েস রেকর্ড পাঠানোর ব্যবস্থা নেই। সেটা থাকলে হয়তো সাথে সাথেই ভয়েস রেকর্ড পাঠিয়ে বুঝিয়ে দিতাম। যেমন এই রিপ্লাইটা দিতেও আমার ২০ মিনিটের মতো লেগেছে টাইপ করতে। এখন সব সময় তো আমি ফ্রি নাও থাকতে পারি তাই না ভাই। এটা তো বুঝতে হবে। :)

  • @rajonsarkar1889
    @rajonsarkar1889 9 หลายเดือนก่อน +1

    স্যার সমাসের সবগুলা ক্লাস যদি একসাথে আপলোড দিতেন তাহলে ভাল হত

  • @hammadarefin7092
    @hammadarefin7092 3 ปีที่แล้ว +1

    Valo laglo class ta,,, shohoj hoye gelo sob kicu

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
      তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞

  • @khairulislam-nj4qn
    @khairulislam-nj4qn 7 หลายเดือนก่อน +1

    Shawon the boss. Go ahead.

  • @wasimasadia4887
    @wasimasadia4887 3 ปีที่แล้ว

    প্রথমেই ধন্যবাদ এত সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আমার প্রশ্ন আছে একটা;পা- চাটা এবং ছা- পোষা এইটা বইয়ে ব্যধিকরণ এবং উপ
    পদ দুইটাই দেয়া আছে, এই ক্ষেত্রে দুইটা আলাদা করবো কি করে?

    • @sajibdas4757
      @sajibdas4757 ปีที่แล้ว

      সেইম প্রবলেম। আপনি কি জানতে পেরেছেন?

  • @shafiqislam5641
    @shafiqislam5641 2 ปีที่แล้ว

    অসাধারণ,ধন্যবাদ।

  • @rini6886
    @rini6886 2 ปีที่แล้ว

    স্যার বাক্যের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় ঠিক ভাবে পরীক্ষার সময় কিভাবে নির্ণয় করা সম্ভব এর উপর eta video deben pls pls

  • @sabinayesmin1015
    @sabinayesmin1015 2 ปีที่แล้ว

    যেটা বুঝলাম সেটা হল, উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করলে এক কথায় প্রকাশ পাওয়া যাবে। তবে সমস্তপদের সাথে অবশ্যই কৃদন্ত পদ থাকবে।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞

    • @sirajulislam7714
      @sirajulislam7714 2 ปีที่แล้ว

      @@ShawonsBangla ভাইয়া আপনার ক্লাস নেওয়ার ধরন অনেক সুন্দর।আমি নিয়মিত আপনার ক্লাস করি

  • @ImaginaryWorld619
    @ImaginaryWorld619 3 ปีที่แล้ว

    Best.... Aro video chai

  • @ashfakalin8637
    @ashfakalin8637 ปีที่แล้ว

    Masha Allah onek sundor class

  • @juibanik5823
    @juibanik5823 3 ปีที่แล้ว +1

    ভাইয়া তৎপুরুষ ও অব্যয়ীভাবের ক্লাস চাই।🙂আপনার ক্লাস গুলো করলে পড়াগুলো অনেক সহজ লাগে ভাইয়া।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      ভাই, আমি তো সবকিছুই আস্তে আস্তে আপলোড করছি ভাই। একটু সময় দেন। অফিসের ব্যস্ততা, প্রাইভেট ব্যাচের চাপ, বইয়ের কাজ, আইকন প্লাসের ক্লাস সব মিলিয়ে এত চাপে থাকি যে চাইলেও প্রতিদিন ১টার বেশি ভিডিয়ো আপলোড করতে পারি না।
      সাথে থাকেন। আস্তে আস্তে সব পাবেন ইনশা আল্লাহ। 💕🥰
      আর আমি আমার জায়গা থেকে TH-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰

  • @sorryyyyyyyyyy3964
    @sorryyyyyyyyyy3964 2 ปีที่แล้ว

    Wow✨ ,tnq sir..

  • @rubelhossain6558
    @rubelhossain6558 2 ปีที่แล้ว +2

    "স্থ" কিভাবে কৃদন্তপদ হয়? বুঝিয়ে বললে ভালো হতো 🙏

  • @arifin9471
    @arifin9471 10 หลายเดือนก่อน

    Thank you ❤️

  • @AmirHussain-jc1vj
    @AmirHussain-jc1vj 9 วันที่ผ่านมา

    মধ্যপদলোপী কর্মধারায় সমাস আলোচনা করেন

  • @walidhasan1905
    @walidhasan1905 ปีที่แล้ว

    @Shawon's Bangla ভাইয়া , " ছারপোকা" কিভাবে হবে বিশ্লেষণ কেমন হবে?

  • @MKM9999
    @MKM9999 ปีที่แล้ว

    পার্থক্য করে পরানোটাই বেস্ট।

  • @AbdulSamim786
    @AbdulSamim786 หลายเดือนก่อน +1

    ছেলে ধরা ও ছেলেভুলানো র মধ্যে পার্থক্য কোথায় ??

  • @rownakjahan3684
    @rownakjahan3684 3 ปีที่แล้ว

    Exceptional class💚

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
      এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
      এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
      তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰

  • @salinakhatun2065
    @salinakhatun2065 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। 💞
      আর একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা না পেলে সবার মাঝে এই টেকনিকগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব নয়।
      শেষ কথা, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰

  • @nazmul-2003
    @nazmul-2003 3 ปีที่แล้ว +1

    ভাইয়া, ক্লাসগুলো অনেক ভালো হচ্ছে।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
      আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
      আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰

    • @nazmul-2003
      @nazmul-2003 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla ভাইয়া, আমি
      নোয়াখালীতে একটি মাদ্রাসায় দ্বাদশ শ্রেণিতে পড়ি । আপনার ধ্রুব বই সম্পর্কে আমি প্রথম জানতে পারি আপনার কাছে বাংলা ক্লাস করা আপনারই একজন ছাত্রের কাছে। তার সাজেদুর রহমান (শুভ)
      সত্যি বলতে ভাইয়া, আপনার ধ্রুব বইটা প্রথম দেখাতেই আমার কাছে অনেক ভালো লেগেছে ।
      আপনার বাংলা ১ম ও বাংলা ২য় বইয়ের যে সিরিজটি কম্বাইন্ড ছিল সেই বইটা পড়লে বোঝা যায় আপনার কতো শ্রম-ঘামের ফসল সেই বইটা। 😯
      আপনার ধ্রুব বাংলা ২য় পত্র বইটা পড়ে আমার অনেকগুলো টপিক সম্পর্কে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে।
      গরিব পরিবারের সন্তান আমি ।
      তাই, অত বেশি প্রাইভেট বা কোচিংয়ে পড়ার যোগ্যতা রাখি না।
      আপনার ক্লাসগুলো করে যাচ্ছি ।
      চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে।
      দেখি না, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হয় কি না ।
      সর্বোপরি, স্যার অাপনাকে অনেক ধন্যবাদ, ভাই।
      আমি যদি কিছু কথা বেশি বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
      আসসালামুয়ালাইকুম।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      দোয়া কইরো ভাই, যেন তোমাদের এই ভালোবাসা আর শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারি। 🥰❤️

    • @nazmul-2003
      @nazmul-2003 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla ইনশাআল্লাহ, ভাইয়া।

  • @sobujmolla7638
    @sobujmolla7638 2 ปีที่แล้ว

    অসাধারণ ক্লাস ভাই

  • @merinakter8314
    @merinakter8314 2 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার,,

  • @Knishat
    @Knishat 3 ปีที่แล้ว +1

    ভাইয়া,
    ধ্রুব বইতে দেয়া কানকাটা সমানাধিকার বহুব্রীহি।তাহলে গলাকাটা,ছেলেধরা কীভাবে উপপদ হয়??

  • @ornobitasnim2602
    @ornobitasnim2602 3 ปีที่แล้ว +1

    ভাইয়া, ক্লাস ৯-১০ এর বাংলা ব্যাকরন বোর্ড বই এ ধামাধরা,ছা-পোষা ও পা-চাটা, এগুলোকে উপপদ তৎপুরুষ এবং ব্যাধিকরণ বহুব্রীহি, দুটোই বলা হয়েছে। এই বিষয় এ যদি কিছু বলতেন! 🙂

  • @sozimamasanimal
    @sozimamasanimal 3 ปีที่แล้ว

    ভাইয়া, তৎপুরুষ ও বহুব্রীহি সমাসের সবগুলো সহজে চেনার উপায় নিয়ে একটা ভিডিও করেন

  • @ramroy6270
    @ramroy6270 3 ปีที่แล้ว +1

    ভাই আপনার ধ্রুব বইয়ের 85 পেজ এ ধামাধরা ব্যাধিকরন বহুব্রীহি দেয়া আছে। আপনি এখানে বললেন যে ধামাধরা উপপদ , আসলে হবে কোনটা

  • @shawonchowdhury3452
    @shawonchowdhury3452 3 ปีที่แล้ว +1

    Thanks vaiya

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ভালোবাসা রইলো ভাই। 🥰😊

  • @mdmuradmiah8093
    @mdmuradmiah8093 2 ปีที่แล้ว +1

    বর্তমান ৯ম-১০ম শ্রেণি বইয়ে সমাস ৪ প্রকার দেওয়া আছে,,তাহলে চাকুরির পরীক্ষায় কত প্রকার দেব ?

  • @tanjimaakterjhuma968
    @tanjimaakterjhuma968 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাইয়া।।। ❣️❣️❣️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      দোয়া করবেন আপু। 🥰❤️

  • @jakirraihanrubel6252
    @jakirraihanrubel6252 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই 😍😍

  • @mafiquesk8402
    @mafiquesk8402 2 ปีที่แล้ว

    khub vlo laglo . mathata kmn patla holo . tobe alada alada kore bujhale khub vlo.

  • @uttomkumar9214
    @uttomkumar9214 2 ปีที่แล้ว

    Thank you vaiya

  • @hafijurrahman4637
    @hafijurrahman4637 3 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপন।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি।
      তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়।
      এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
      আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা শিক্ষার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 💕❣️

  • @nomanmahmud6862
    @nomanmahmud6862 ปีที่แล้ว +1

    বই তে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণেও এই গুলো দেয়া আছে। তাহলে, আমরা কোনটা লিখবো। পুরাতন বইতে

  • @azizulhoque8326
    @azizulhoque8326 3 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ

  • @158-tulycosta5
    @158-tulycosta5 2 ปีที่แล้ว +1

    ভাইয়া, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের সাথে এইটার মিলে যায়, একটু দুইটা বুঝাইয়া দেন।

  • @FarihaSultana-m9e
    @FarihaSultana-m9e 2 หลายเดือนก่อน +3

    কে কে ২০২৪ এসে ক্লাস গুলো করছেন

  • @YeasminsultanaMitu
    @YeasminsultanaMitu 11 หลายเดือนก่อน

    অনেক ভালো লাগলো

  • @JarintasnimJarintasnim-hx7rv
    @JarintasnimJarintasnim-hx7rv 9 วันที่ผ่านมา

    Sir garostho er shathe to biggan hoi tahole eta adj na?

  • @rafinhosaainnibir2828
    @rafinhosaainnibir2828 ปีที่แล้ว

    অসাধারণ ক্লাস ভাই 🥰🥰🥰

  • @faisalahmed1944
    @faisalahmed1944 2 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার!

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @বিদ্যাবুদ্ধি
    @বিদ্যাবুদ্ধি 3 ปีที่แล้ว +4

    ভাইয়া ছা-পোষা, ধামাধরা এগুলো নবম-দশম বইতে ব্যাধিকরণ বহুব্রীহি আছে। আমরা দেখতেও পাচ্ছি √পোষ্+আ = কৃদন্তপদ। এগুলোকে উপপদ তৎপুরুষ থেকে কিভাবে আলাদা করবো ভাই

  • @ImaginaryWorld619
    @ImaginaryWorld619 3 ปีที่แล้ว

    Apni best vaiya

  • @ahammadsharif9372
    @ahammadsharif9372 2 ปีที่แล้ว

    Excellent vaia

  • @jelekhakhatun3712
    @jelekhakhatun3712 2 ปีที่แล้ว

    Khuboi valo class

  • @asmaislam5607
    @asmaislam5607 2 ปีที่แล้ว

    ভাইয়া, মধ্যপদলোপী কর্মধারয় ও বহুব্রীহির পার্থক্য কি?

  • @learnfrompracticalexample5800
    @learnfrompracticalexample5800 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। 🥰❤️

  • @Black-Mafia11
    @Black-Mafia11 10 หลายเดือนก่อน

    পঙ্কজ সমস্তপদের পূর্বপদ ও পরপদ কোনটি?

  • @selinakhatun.khatun4460
    @selinakhatun.khatun4460 2 ปีที่แล้ว

    Excellent

  • @emonkhan007
    @emonkhan007 ปีที่แล้ว +1

    ব্যধিকরণ এ কিছু উদাহরণ আছে যা উপপদ তৎপুরুষ এ ও সেম আছে। এখন?

    • @hasannajmul4529
      @hasannajmul4529 5 หลายเดือนก่อน

      জ্বি, আমাীরও সেম সমস্যা😑 উনিতো ঐগুলা আলোচনাই করলো না।

  • @mdshahadat1775
    @mdshahadat1775 2 ปีที่แล้ว

    আস-সলামু আলাইকুম,
    "ধামাধরা" এই শব্দ টা উপপদ তৎপুরুষ এবং ব্যাধিকরণ বহুব্রীহি উভয়েরই উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। এটা একটু বিশ্লেষণ করে দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।

    • @onnorokomporashona7
      @onnorokomporashona7 2 ปีที่แล้ว

      𝑜𝑖 𝑔𝑜𝑛𝑑𝑒𝑟𝑡𝑎 𝑘𝑜𝑛𝑜 𝑎𝑛𝑠𝑤𝑒𝑟 𝑑𝑒𝑦𝑛𝑎

  • @tanzimahoque4647
    @tanzimahoque4647 3 ปีที่แล้ว

    Thanks

  • @sadmanshafin1250
    @sadmanshafin1250 2 ปีที่แล้ว +1

    ভাইয়া 'দুকানকাটা' সমাসে (কাট্+আ) থাকলেও এটা তো দেখি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস 🤔🤔

  • @shopnoshuvo2867
    @shopnoshuvo2867 2 ปีที่แล้ว

    ভাই ৯-১০ এর বইয়ে তো ধামামরা ব্যাধিকরন বহুব্রীহি বলা আছে(Page 67 Last line আগের বই)আপনি তো উপপদ তৎপুরুষ বললেন

  • @ruhatabasum3196
    @ruhatabasum3196 ปีที่แล้ว

    Sir sb somas gula alada vabe den please.apnar class sara ami karo class bujhina

  • @gazitajrianrahaman9870
    @gazitajrianrahaman9870 ปีที่แล้ว +2

    দ্রুত গমন করে যে- দ্রুতগামী (উপপদ তৎপুরুষ সমাস)
    এখানে 'দ্রুত' কি বিশেষ্য?

    • @mufhmolf7132
      @mufhmolf7132 ปีที่แล้ว

      দ্রুতগামী - দ্রুত যথা তথা গামী ( দ্বিতীয়া তৎপুরুষ)

    • @gazitajrianrahaman9870
      @gazitajrianrahaman9870 ปีที่แล้ว

      @@mufhmolf7132, এটা কোন বইয়ে আছে? হায়াৎ মামুদ এর বইয়ে উপপদ তৎপুরুষ এর উদাহরণ হিসেবে আছে এটা।

  • @azizulhoque8326
    @azizulhoque8326 3 ปีที่แล้ว

    ধন্যবাদ

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
      এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
      এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
      তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰

  • @helaluddin4913
    @helaluddin4913 3 ปีที่แล้ว

    ভাই পাঞ্জাবি টা অনেক সুন্দর ❤️❤️

  • @foridulhasan6878
    @foridulhasan6878 ปีที่แล้ว +1

    ব্যাধিকরণে পরপদ কৃদন্ত বিশেষণে আছে

  • @RumaAkter-uk9ro
    @RumaAkter-uk9ro 2 ปีที่แล้ว

    আপনার নতুন নতুন আরও ক্লাস চাই

  • @asrafulislamsayed.6795
    @asrafulislamsayed.6795 2 ปีที่แล้ว +4

    apni dekte cid ar ponkoj ar moto😘😘😍😍😍

  • @shazzadulswagoto840
    @shazzadulswagoto840 3 ปีที่แล้ว

    ভাই প্রকৃতি -প্রত্যয় নিয়ে ভিডিও দিলে উপকার হয়...

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      আসলে সবাই যার যার যে ভিডিয়ো দরকার সবাই সেই সেই ভিডিয়োর কথাই বলছে। মাঝখান থেকে আমি পড়েছি বিপাকে। 🥴
      যতগুলো ভিডিয়ো আপলোড করেছি তার সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নেওয়া। যাই হোক, আপনার উল্লিখিত ভিডিয়োগুলোও পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      আর একটা কথা, ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @HCHO24
    @HCHO24 2 ปีที่แล้ว

    বিদ্যালয় কিভাবে সমাসবদ্ধ পদ ‌‌??

  • @roshnikorim4039
    @roshnikorim4039 2 หลายเดือนก่อน

    স্যার গায়ে পড়া কে কোন সমাস বলবো কারণ এটিকে তিন জায়গায় তিনটি সমাসের উদাহর স্বরূপ দেওয়া আছে। (অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, উপপদ তৎপুরুষ ) সমাস নামে।

  • @lovefeelings4707
    @lovefeelings4707 3 ปีที่แล้ว

    খুব ভাল

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @asamoni917
    @asamoni917 2 ปีที่แล้ว

    Wow❤️

  • @hasannajmul4529
    @hasannajmul4529 5 หลายเดือนก่อน +4

    আসল কনফিউশনইতো গেল না😑 পাতা-চাটা, ছা-পোষা, ধামা ধরা এগুলা কনফিউশন থেকেই গেলো। সহজ গুলাতো সবাই পারে, কনফিউশন গুলা দেখান😒

    • @JinnirasFlair
      @JinnirasFlair 4 หลายเดือนก่อน +1

      Right

    • @subhankargiri5650
      @subhankargiri5650 3 หลายเดือนก่อน +1

      Lol

    • @Md.EkramulHossain-pl2gi
      @Md.EkramulHossain-pl2gi 2 หลายเดือนก่อน

      পাতা-ছাটা : পাতা ছাটে যে (এখানে পাতা নাম আর ছাটা হলো কৃদন্তপদ)
      ছা-পোষা : ছা পোষে যে (এখানে ছা একটা নাম আর পোষা হলো কৃদন্তপদ)
      ধামা-ধরা : ধামা ধরে যে (এখানে ধামা হলো নাম আর ধরা হলো কৃদন্তপদ)
      আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ