হযরত মরিয়ম যখন গর্ভবতী হলেন তখন তিনি বললেন "ইশ, যদি এর আগেই মরে যেতে পারতাম!" তখনও তিনি জানতেন না তার গর্ভে যিনি তিনি একজন নবী। কিছু দুর্দশা সাথে সম্মান বহন করে আনে, তাই হতাশ হবেন না! যদিও কষ্ট দীর্ঘায়িত হয়।
বিশ্বাস করেন ভাই! এই ভিডিওটি দেখার কিছুক্ষণ আগেও মনে মনে ইচ্ছে করছিল, ঐ ধরনের গেমস খেলা শুরু করবো!। কারণ যেই পরিমাণে বিজ্ঞাপনগুলো সামনে আসে! নিজেকে ধরে রাখা খুব কঠিন। আল্লাহ্ আমাকে বাঁচাইছে আপনাদের উসিলায়। অনেক অনেক জাযাকাল্লাহ্ ভাই।❤❤❤
আহা ....কতটা মানসিক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এই ভাইটিকে। তবে তার ভেতরের ভালো গুন টাকে অবশ্যই সাধুবাদ জানাই । আললাহ ওনার পরবর্তী জীবন টাকে সুন্দর করুন । কিবরিয়া ভাই সহ এই এপিসোড এর সাথে যারা যুক্ত তাদের সবাই কে ধন্যবাদ ।
আমি এই game mobile এড দেখে ডাউনলোড করেছি,কিন্তুু হাতে টাকা ছিল না,টাকা জোগাড় করতে আর কিছুদিন লাগতো,কিন্তুু তার আগে আমি আপনার ভিডিও দেখে ফেলছি।আল্লাহ আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে।ধন্যবাদ কিবরিয়া ভাইকে এইরকম সচেতনতা মূলক ভিডিও তৈরি করার জন্য।
এটি দেখে আরো অনেকেই ক্যাসিনো খেলার আগ্রহ করবে। আমরা যেটিতে ক্লিক করতে না করি সেটিতে ক্লিক পরে বেশি আর বিষয়টি এইরকমই। যারা খেলবে তারা নিঃস্ব হবে, আর এই খেলাতো নিঃস্ব হওয়ার জন্যই। তবে আরো অনেকেই সতর্ক হবে এই প্রোগ্রামের মাধ্যমে। সবকিছুরই ভালো এবং মন্দ দিক আছে। খুব ভালো একটি প্রোগ্রাম ছিল। ধন্যবাদ দুজনকেই।
অনেক ভাল লাগলো। সবার জন্য শিক্ষার বিষয়। যাদের অগাধ টাকা আছে সেখান থেকে কিছু হারিয়ে গেলে ক্ষতি নেই তারাও একদিন জুয়া বা ক্যাসিনোর নেশায় সব হারিয়ে ফকির হয়ে যাবে। অতএব সময় থাকতে সাবধান হতে হবে আমাদের। এই গল্পটি আমাদের পথ দেখাবে আশা করি।
আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি আমাদের হালাল - হারাম চিনিয়েছেন। একজন মুমিন বান্দা যখন হালাল - হারাম বিচার করে জীবন পরিচালনা করেন, তিনি কখনো বেপরোয়া হয়ে যান না। তিনি আল্লাহর কমান্ড অনুযায়ী নিজের লাইফ লিড করেন। আল্লাহ আমাদের তার সন্তুষ্টি, অসন্তষ্টি মাথায় রেখে জীবন পরিচালনা করার সামর্থ্য দিন।
আমি আশা করবো শাওন ভাই খুব দ্রুত নিজেকে সামলে রেখে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এমন কিছু পরিবার আছে যারা নিজেদের বেকার ছেলেদের বৈধ হউক বা অবৈধ হোক টাকা টাকা করে পাগল বানিয়ে দেয়, সেই সব অভিভাবকদের বলছি আপনারা সন্তানকে টাকার পিছনে লেলিয়ে না দিয়ে প্রকৃত মানুষ হবার তাগিদ দেন।
শাওন তোমাকে অনেক অনেক ধন্যবাদ । আমাদের মত মা বাবারা তো এসব কিছুই জানেনা আমার দুইটা ছেলে। তোমার কথা শুনে গা শিউরে উঠল। কিবরিয়া ভাই এধরনের এফিসোড আরো প্রচার করেন। মানুষ আরো সচেতন হবে। শাওন তুমি অনেক অনেক সাহসী একজন।সৎ ভাবে ইনকাম করেই তুমি একদিন প্রতিষ্ঠিত হবে।কারন তোমার এই কথাই অনেকেই সচেতন হবে
আমার প্রায় একই অবস্থা হয়েছে। ৫০লক্ষ টাকা রিননিয়ে এখন ১০বছর যাবৎ ঘুরছি। অনেক মানুষ এর ক্ষতিকরে এখন আমার হুশ এসেছে। এই কস্টটা একমাত্র আমি সবচেয়ে বেশি উপলব্ধি করছি।
আমি ২০১৮ থেকে এই পাপের জগৎ এ জড়িত 😭।এখানে যে একবার ঢুকে পড়ে সে চাইলেও আর আসতে পারে না।।এখনো আমার মাথা থেকে এই নেশা কাটে নি।আল্লাহ আমাকে একটু রহমত করো।আমিও অনেক টাকা নষ্ট করেছি ফ্যামিলির কাছে খারাপ হয়েছি।আজকের এই ভিডিও টা আমাকে সুন্দর পথে নিয়াসার মাধ্যম হয়ে থাকবে।আর এই পথে ঢুকবো না সবাই দোয়া করবেন যাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। ভালো পথে নুন ভাত খেলেও শান্তিতে বেচে থাকা যাবে।এখানে যে ঢুকবে সে বের না হতে পারলে মূত্য নিশ্চিত বলে আমি মনে করি।
ইসলাম এটাকে এমনি এমনি হারাম করে নি । ইসলামের পথে চললে ইনশা আল্লাহ আমরা অনেক অনেক ক্ষেত্রে এইসব বিপদ থেকে রক্ষা পাবো । আল্লাহ্ আমাদের হেদায়েত দান করুন , রক্ষা করুন । আমিন ।
আলহামদুলিল্লাহ আমি কখনো খেলি নাই। কিন্তু আমার কিছু কাছের মানুষ খেলে। আমার মনে হয় আপনার এই ভিডিও দেখে ওরা ওদের ভুল বুঝতে পারবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক আমিন
সত্যি সুনে খুব ভালো লাগলো এই ব্যাপারটা.... আর অনেক বরো বরো TH-cam channel আছে কিছু টাকার জন্য তারা তাদের নিজেদের চ্যানেলে এই সব app এর আ্যড দিচ্ছে .... এখন দেশ পুরোটাই জুয়ার মধ্যে চলে যাচ্ছে....
এটার জন্য এখুনি পদক্ষেপ নেওয়া উচিৎ। না হলে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে বাংলাদেশের এই জেনারেশন কে,,,এবং পুরো জাতি ও দেশকে।একই ভাবে পরিবর্তন করতে হবে আমাদের লোভনিয় মনভাব।তা না হলে জাতিগত ভাবে ধংস অনিবার্য। আল্লাহ আমাদের প্রতি সহায় হউন।আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।
আমাদের দেশের অনেক ইউটিউবার সরাসরি বেটিং সাইটের স্পন্সার নেয়। এই ভাই অনেক সাহসী একজন মানুষ এভাবে পাবলিকলি নিজের সবকিছু বলে দিলো। আল্লাহ তায়ালা সকলকে সঠিক পথে চলার তউফিক দান করুন।
আজকের শাওন একজন ভুক্তভোগী নিজের ভুলগুলো অকপটে স্বীকার করে অন্যকে সতর্ক করছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভুক্তভোগী রয়েছে তার চাইতেও ভয়াবহ পরিস্থিতিতে আছে কিন্তু তারা স্বীকার করতে পারছে না তারা বলতে পারছে না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।
ভিডিওর থাম্বনেইল দেখে ভেবেছিলাম কোনো মোটিভেশনাল ভিডিও হবে। যখন ভিডিওটা দেখলাম oh my gosh আমি খুব ভয় পেয়ে যাই । এই ভিডিওটা জুয়া ক্যাসিনো সম্পর্কিত । আমরা না জেনে না বুঝে অনেক ধরনের ওয়েবসাইট, অনেক জায়গায় চলে যাওয়া এবং যাদেরকে চিনি না জানি না তাদের উপর ভরসা করে সিদ্ধান্ত নেয়া ও কিছু করে ফেলা । এর ফলে আমরা জুয়া ক্যাসিনো এইগুলোর জালে পরে যাই । এই জাল থেকে সহজে বের হওয়া খুব কঠিন । এই না জেনে, না বুঝে কিছু করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা । আরেকটা বিষয় কোনো কিছু নিয়ে লোভ করতে হয় না । জীবনে যতোটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানানো উচিত। অল্পতে খুশি থাকা উচিত । এই ভিডিওটা অনেক শিক্ষণীয় ও অনেক উপকারি । ফেসবুক, ইউটিউব ইত্যাদি সাইটে জুয়া ক্যাসিনো এগুলোর বিজ্ঞাপন দেখায় | মানুষ এগুলো না জেনে না বুঝে ওইসব সাইটে গিয়ে জুয়া ক্যাসিনো খেলে ৷ মানুষ জানে না যে ওইসব খেলাগুলো হচ্ছে জুয়া ক্যাসিনো ৷ আমিও অনেক বিজ্ঞাপন দেখেছি ৷ আমি জানি এগুলো জুয়া ক্যাসিনো ৷ তাই ওইসব সাইটে আমি কখনই যাই না। কখনো যাবোনা ৷ প্রত্যেক ধর্মে জুয়া, ক্যাসিনো, লোভ এগুলো সম্পূর্ন নিষিদ্ধ ৷ কিন্তু মানুষ তাও জেনে এসব করে ৷ এসব মানুষদের কারণে বর্তমান যুগের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে ৷ এসব চলতে থাকলে দেশের ও পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার । সৃষ্টিকর্তা সবাইকে এইসব জিনিস থেকে রক্ষা করুক।
ভাই, সচেতন করার জন্য ধন্যবাদ,,, সকল স্টুডেন্টদের এগুলো বোঝা উচিত। আর নায়ক গায়কদের মতো জঘন্য মানুষ আর নাই, তারা দেশটাকে ধ্বংস করছে,এদের সম্পর্কে সচেতন হওয়া উচিত
Good job bro... Asole life ta sundor onek sundor seta holo simple life 2 bela vat dal vorta e enough jodi valo ghum hoy....... Saon vai r jonno dua jeno r ai bipoth e na jay....
বিষয়টা সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ আপানাদেরকে।এই ঘটনা আমার চোখের সামনে আমি দেখছি।আমার এক পরিচিত দাদা ছিলো সে একটা শো-রুমে সেলে জব করতো আর মোবাইলে এ রকম জুয়া খেলতো। একটা সময় টাকা পয়সা ধারদেনা করে পরে পরিশোধ করতে না পেরে পালিয়ে যায়। এমনকি সে শাওন দাদার মত ক্যাসিনো খেলা লোক।সে লোকটা সিঙ্গাপুর ছিলো এবং সেখানে সে ক্যাসিনো খেলে সব হারিয়ে দেশে চলে আসে।এই নেশা খুব খারাপ একটা নেশা।মদ,গাজা,ইয়াবার চেয়েও অনেক মারাত্মক নেশা।
আমি ফেসবুকে, ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখেছি ৷ এই বিজ্ঞাপনগুলো দেখেই বুঝতে পেরেছি এগুলো জুয়া ক্যাসিনো ৷ মানুষ এগুলো গেম ভেবে খেলে ৷ কিন্তু তারা জানেনা এগুলো জুয়া ক্যাসিনো ৷ এমনকি শিশু - কিশোররাও পর্যন্ত এগুলো খেলে ৷ প্রত্যেকে এই বিষয়ে সচেতন করা উচিত ৷ প্রত্যেকে নৈতিক ও মানবিক শিক্ষা দেওয়া উচিত ৷ এতে সবাই এসব থেকে দূরে থাকবে ৷
Amdr ctg kacer area r manush jai hok onk important episode. Thanks 2jon k. onk e eyta te joritho sby k alart howa ucit aha ami ki ekmatro je 8yrs fb use krci emn krp kicu e pailam na gelm na Allah r kace sukriya.
Shawon Bhaiya... You could be our national treasure. Please carry on for a little while and start again. And after that come back to Kebria bhaiya to tell your progress story. We all would love to see you here then😇
Salaam baijan hope you well? Mashallaha very brave young man coming out in publicly telling others to stay way from gambling hope our government take action as soon as possible addiction of highest level
মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এদিকে নজর দেবেন দয়া করে ۔ আমি আমেরিকায় থাকি এখানকার অবস্থা আরও খারাপ ۔ যারা উদ্বাস্তু হয়েছে তাদের বেশিরভাগেরই গল্প এরকম ۔ বাংলাদেশ কে বাঁচাতে হলে এখন ই সময় এগুলো বন্ধ করার ۔ আমরার মতে ভোক্তা অধিকার যেভাবে কাজ করছে সেভাবে সাইবার সিকিউরিটি টীম ও কাজ করতে পারে ۔ দেশের মানুষ বাচঁলেই দেশ বাঁচবে ۔ এ দেশ আমার আপনার সকলের ۔
ভাই আমরা সোশাল ওয়ার্কার রা চেষ্টা করে গেলেও পরিবারকে সচেতন হওয়া বেশি দরকার নয়ত পুরা দেশ এই সমস্যা এমন আকার ধারণ করবে যে আমরা আমাদের দেশ কে শেষ করে দেবে।
হযরত মরিয়ম যখন গর্ভবতী হলেন তখন তিনি বললেন "ইশ, যদি এর আগেই মরে যেতে পারতাম!" তখনও তিনি জানতেন না তার গর্ভে যিনি তিনি একজন নবী। কিছু দুর্দশা সাথে সম্মান বহন করে আনে, তাই হতাশ হবেন না! যদিও কষ্ট দীর্ঘায়িত হয়।
খুবই সুন্দর উদাহরণ দিয়েছেন ভাই।
Tnx...
অসাধারণ পয়েন্ট।
Nice
Right
বিশ্বাস করেন ভাই!
এই ভিডিওটি দেখার কিছুক্ষণ আগেও মনে মনে ইচ্ছে করছিল, ঐ ধরনের গেমস খেলা শুরু করবো!। কারণ যেই পরিমাণে বিজ্ঞাপনগুলো সামনে আসে! নিজেকে ধরে রাখা খুব কঠিন।
আল্লাহ্ আমাকে বাঁচাইছে আপনাদের উসিলায়।
অনেক অনেক জাযাকাল্লাহ্ ভাই।❤❤❤
বাস্তব কথা তুলে ধরার জন্য শাওন ভাই ও কিবরিয়া ভাই কে ধন্যবাদ।
আহা ....কতটা মানসিক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এই ভাইটিকে। তবে তার ভেতরের ভালো গুন টাকে অবশ্যই সাধুবাদ জানাই । আললাহ ওনার পরবর্তী জীবন টাকে সুন্দর করুন । কিবরিয়া ভাই সহ এই এপিসোড এর সাথে যারা যুক্ত তাদের সবাই কে ধন্যবাদ ।
তাই...!
এই এপিসোডের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বহুগুনে বেড়ে গেল।।।।
আমি এই game mobile এড দেখে ডাউনলোড করেছি,কিন্তুু হাতে টাকা ছিল না,টাকা জোগাড় করতে আর কিছুদিন লাগতো,কিন্তুু তার আগে আমি আপনার ভিডিও দেখে ফেলছি।আল্লাহ আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে।ধন্যবাদ কিবরিয়া ভাইকে এইরকম সচেতনতা মূলক ভিডিও তৈরি করার জন্য।
আজকের এখান থেকে আমি অনেক কিছু সিকলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ 💓💞💞
স্যালুট ভাই,
সবার জন্য উপকার হবে।
এজন্যই ইসলামে জুয়া হারাম।
সাহসী আপনি,এমন সত্য বলার সাহস নেই সবার
Fake money never brings happiness. This is a very very interesting video. Thank you very much, to bring it in day light.
👍👍👍
অসাধারণ সুন্দর একটা এপিসোড। যা শুধু প্রয়োজনীয় তাই নয় অনেক গুরুত্বপূর্ণ। অনেক কিছু শেখার আছে। সবাইকে সচেতন হতে হবে।।
ভাই আপনার জন্য সম্মানটা আরো অনেক বেড়ে গেল।আমি আপনার প্রোডাক্ট সেল করতাম এখনো করি তবে আপনার জীবন কাহিনী আজ দেখলাম। ভালোবাসা অবিরাম ভাইয়া।
আমাদের শাওন,নিজে মরে অন্যদের বাচাতে চায়।অনেক শ্রদ্ধা রইলো ভাইয়ের জন্য
My brother
@Metaphor 757 আগে মানুষ হ সুদির ভাই
It's really help full for our young generation. Basically students will be more benifited..
Thanks both of you.
এটি দেখে আরো অনেকেই ক্যাসিনো খেলার আগ্রহ করবে। আমরা যেটিতে ক্লিক করতে না করি সেটিতে ক্লিক পরে বেশি আর বিষয়টি এইরকমই। যারা খেলবে তারা নিঃস্ব হবে, আর এই খেলাতো নিঃস্ব হওয়ার জন্যই।
তবে আরো অনেকেই সতর্ক হবে এই প্রোগ্রামের মাধ্যমে। সবকিছুরই ভালো এবং মন্দ দিক আছে। খুব ভালো একটি প্রোগ্রাম ছিল। ধন্যবাদ দুজনকেই।
অসাধারণ এপিসোড। ধন্যবাদ ও শুভকামনা শাওন ভাইয়ার জন্য।
আমার ৪/৫ লক্ষ টাকা ঋণ তাও রাতে ঘুম আসে না খুব হতাশ আর উনি ৫৬/৭০ লক্ষ টাকা ঋণ তাও বেঁচে আছে অনেক আশা নিয়ে বিষয় টা কি অদ্ভুত 🥰
Same
Innahnillah
ও কি করে তা দেখার বিষয় নয়।
নিজের টি চিন্তা করা ভালো।
Amar loan nai but future chinta kore kore life ses tile tile morchi kisui karte parchi na tk earn nai
Only income 35000 tk a month.
নেতিবাচক এই ঘটনা থেকে ইতিবাচক জীবন পরিবর্তনের আকাঙ্খা'য় ফিরে আসার জন্য দোয়া রইলো। অনেক শিক্ষা নেয়ার বিষয় বিবৃত হয়েছে। সবাই সাবধান হউন!
Very educative information about our society... To save our young people... May Allah help you..
অনেক ভাল লাগলো। সবার জন্য শিক্ষার বিষয়। যাদের অগাধ টাকা আছে সেখান থেকে কিছু হারিয়ে গেলে ক্ষতি নেই তারাও একদিন জুয়া বা ক্যাসিনোর নেশায় সব হারিয়ে ফকির হয়ে যাবে। অতএব সময় থাকতে সাবধান হতে হবে আমাদের। এই গল্পটি আমাদের পথ দেখাবে আশা করি।
শাওন দাদা কে ধন্যবাদ, আপনার কর্মদক্ষতাকে শ্রদ্ধা করি, ব্যবসার প্রতি মনোযোগী আরো দীর্ঘ হোক আপনার, আপনার নিকট হতে ব্যবসা শিখতে চাই,
আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি আমাদের হালাল - হারাম চিনিয়েছেন। একজন মুমিন বান্দা যখন হালাল - হারাম বিচার করে জীবন পরিচালনা করেন, তিনি কখনো বেপরোয়া হয়ে যান না। তিনি আল্লাহর কমান্ড অনুযায়ী নিজের লাইফ লিড করেন। আল্লাহ আমাদের তার সন্তুষ্টি, অসন্তষ্টি মাথায় রেখে জীবন পরিচালনা করার সামর্থ্য দিন।
তোমার মুক্তো ঝরা কথায় আমি একমত।
পবিত্র কুরআন এর সম্পুর্ণ সুরা গুলো বাংলা অর্থ সহ শুনতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ
নামাজে যা পড়েন সেগুলোর বাংলা অর্থ বুঝে পড়ছেন কি কখন ও
আমিও এভাবেই জুয়া খেলে আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি, জীবনে অনেক পিছনে রয়ে গিয়েছি, লোভে পাপ- পাপে মৃত্যু। সব হারিয়ে এখন বুঝতে পারছি।
thik bai
ভাইয়ের কথা গুলো, একদম সত্যি, আমিও এই লাইনে ছিলাম,, কিছু টাকা মারা খেয়ে,, ভালো হয়ে গেছি 🥺
শাওন ভাইয়ের সাহসের প্রশংসা না করে আর থাকতে পারলাম না,,,💪💪🏽💪🏿
কেনো বলবেনা?? সাদাকে সাদা কালোকে কালো বলাই তো মানুষের মানুষ হিসেবে বড় গুণ
চট্টগ্রাম কোথায় দোকান কেউ বলতে পারবেন 🙏🙏
আমি আশা করবো শাওন ভাই খুব দ্রুত নিজেকে সামলে রেখে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এমন কিছু পরিবার আছে যারা নিজেদের বেকার ছেলেদের বৈধ হউক বা অবৈধ হোক টাকা টাকা করে পাগল বানিয়ে দেয়, সেই সব অভিভাবকদের বলছি আপনারা সন্তানকে টাকার পিছনে লেলিয়ে না দিয়ে প্রকৃত মানুষ হবার তাগিদ দেন।
English Moja ( Rafique Sir) কে ইনভাইট করার জন্য অনুরোধ জানাচ্ছি, তিনি সাধারণ স্টুডেন্টদের জন্য অনেক ভালো কাজ করছেন।
চাই
উনি আসবেন না
Very true episode...! You have done my work..so for you..❤❤❤
khub bhalo laglo, skip na kore puro video dekhechi, but more appreciation for the handsome host
Apni oneker help korlen apnar lifer story ta bole.....Thanks for this...
শাওন তোমাকে অনেক অনেক ধন্যবাদ । আমাদের মত মা বাবারা তো এসব কিছুই জানেনা
আমার দুইটা ছেলে। তোমার কথা শুনে গা শিউরে উঠল। কিবরিয়া ভাই এধরনের এফিসোড আরো প্রচার করেন। মানুষ আরো সচেতন হবে। শাওন তুমি অনেক অনেক সাহসী একজন।সৎ ভাবে ইনকাম করেই তুমি একদিন প্রতিষ্ঠিত হবে।কারন তোমার এই কথাই অনেকেই সচেতন হবে
আলহামদুলিল্লাহ
অনেক লম্বা সময়ের পর লাইফ।❣️
জী ভাই
@@kebriarj আমার সংসার শেষ করে দিয়েছে আমার স্বামী এই খেলে গুলো খেলে শুধু বাংলাদেশ না সৌদি আরব খেলে গুলো খেলে সবদেশের সরকারেট কিছু করার দরকার ভাইয়া
আপনার অনুষ্ঠানগুলো থেকে জীবন সম্পর্কে যা শিখেছি তা হয়তো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি করলেও তা শিখতে পারতাম নাহ। এরকম অনুষ্ঠান আরও চাই।
You a very strong man Shawon vaiya.Really it was very helpful video.
আমার প্রায় একই অবস্থা হয়েছে। ৫০লক্ষ টাকা রিননিয়ে এখন ১০বছর যাবৎ ঘুরছি। অনেক মানুষ এর ক্ষতিকরে এখন আমার হুশ এসেছে।
এই কস্টটা একমাত্র আমি সবচেয়ে বেশি উপলব্ধি করছি।
আমি ব্যবসা করে লস করেছি। সুদে টাকা নিয়ে সুদ দিয়েছি। ১০বছর পর্যন্ত কাউকে বুঝতে দেইনি। এখন আমার একই অবস্থা।
অনেক অপেক্ষার পর লাইফ🎀🎀
জীবন বড়ই বিচিত্র আবার অনেক সুন্দর ও। দোয়া ও শুভ কামনা রইলো ভাইয়া🎀
আমি ২০১৮ থেকে এই পাপের জগৎ এ জড়িত 😭।এখানে যে একবার ঢুকে পড়ে সে চাইলেও আর আসতে পারে না।।এখনো আমার মাথা থেকে এই নেশা কাটে নি।আল্লাহ আমাকে একটু রহমত করো।আমিও অনেক টাকা নষ্ট করেছি ফ্যামিলির কাছে খারাপ হয়েছি।আজকের এই ভিডিও টা আমাকে সুন্দর পথে নিয়াসার মাধ্যম হয়ে থাকবে।আর এই পথে ঢুকবো না সবাই দোয়া করবেন যাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। ভালো পথে নুন ভাত খেলেও শান্তিতে বেচে থাকা যাবে।এখানে যে ঢুকবে সে বের না হতে পারলে মূত্য নিশ্চিত বলে আমি মনে করি।
May Allah help you
ভাইয়া অনেক কিছু শিক্ষা পাওয়া যায় আপনার অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া আপনাকে
প্রিয় কিবরিয়া ভাই বর্তমান সময়ের সবছেয়ে প্রয়োজনীয় বিষয়টি একজন সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের
জবানিতেই সম্পাচার করায় আপনাকে ধন্যবাদ
আমার ছেলের বয়স ১৩+ ক্লাস সেভেনে পরে অনেক চঞ্চল আমর ছেলে ও লেখা পরা বাদদিয়ে কিকি খেলে মোবাইলে বুঝিনা এখন আমসর খুব চিন্তা
অনেক অনেক ধন্যবাদ সাওন ভাই,,
আমাদেরকে অনেক সতর্ক করে দিলেন,,
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কিবরিয়া ❤️ ভাই
আপনার প্রতিটা লাইফ এপিসোড দেখি
জীবন যুদ্ধে ঠিকে থাকার জন্য এরকম অনুষ্ঠান খুব প্রয়োজন।।
ইসলাম এটাকে এমনি এমনি হারাম করে নি ।
ইসলামের পথে চললে ইনশা আল্লাহ আমরা অনেক অনেক ক্ষেত্রে এইসব বিপদ থেকে রক্ষা পাবো ।
আল্লাহ্ আমাদের হেদায়েত দান করুন , রক্ষা করুন ।
আমিন ।
আলহামদুলিল্লাহ আমি কখনো খেলি নাই। কিন্তু আমার কিছু কাছের মানুষ খেলে। আমার মনে হয় আপনার এই ভিডিও দেখে ওরা ওদের ভুল বুঝতে পারবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক আমিন
সত্যি সুনে খুব ভালো লাগলো এই ব্যাপারটা....
আর অনেক বরো বরো TH-cam channel আছে কিছু টাকার জন্য তারা তাদের নিজেদের চ্যানেলে এই সব app এর আ্যড দিচ্ছে ....
এখন দেশ পুরোটাই জুয়ার মধ্যে চলে যাচ্ছে....
এটার জন্য এখুনি পদক্ষেপ নেওয়া উচিৎ। না হলে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে বাংলাদেশের এই জেনারেশন কে,,,এবং পুরো জাতি ও দেশকে।একই ভাবে পরিবর্তন করতে হবে আমাদের লোভনিয় মনভাব।তা না হলে জাতিগত ভাবে ধংস অনিবার্য। আল্লাহ আমাদের প্রতি সহায় হউন।আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।
আমাদের দেশের অনেক ইউটিউবার সরাসরি বেটিং সাইটের স্পন্সার নেয়।
এই ভাই অনেক সাহসী একজন মানুষ
এভাবে পাবলিকলি নিজের সবকিছু বলে দিলো।
আল্লাহ তায়ালা সকলকে সঠিক পথে চলার তউফিক দান করুন।
অসংখ্য ধন্যবাদ ভাই সবাইকে সচেতন করে দেওয়ায় জন্য
সত্যিই একটা ভয়ংকর অভিজ্ঞতা 😳😳😳
thank you shown bro and also thanks to our respected kebria brother, May allah save us everyone from such types gambling
আজকের শাওন একজন ভুক্তভোগী নিজের ভুলগুলো অকপটে স্বীকার করে অন্যকে সতর্ক করছে,
এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভুক্তভোগী রয়েছে তার চাইতেও ভয়াবহ পরিস্থিতিতে আছে কিন্তু তারা স্বীকার করতে পারছে না তারা বলতে পারছে না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।
ধন্যবাদ শাওন সাহেব কে সাহস করে কথা গুলো বলার জন্য
খারাপ পথের ইনকাম কোনদিনই টিকে থাকতে পারেনা, কস্টের ইনকাম জীবনে সফলতা এনে দেয়!
ভিডিওর থাম্বনেইল দেখে ভেবেছিলাম কোনো মোটিভেশনাল ভিডিও হবে।
যখন ভিডিওটা দেখলাম oh my gosh আমি খুব ভয় পেয়ে যাই ।
এই ভিডিওটা জুয়া ক্যাসিনো সম্পর্কিত ।
আমরা না জেনে না বুঝে অনেক ধরনের ওয়েবসাইট, অনেক জায়গায় চলে যাওয়া এবং যাদেরকে চিনি না জানি না তাদের উপর ভরসা করে সিদ্ধান্ত নেয়া ও কিছু করে ফেলা । এর ফলে আমরা জুয়া ক্যাসিনো এইগুলোর জালে পরে যাই ।
এই জাল থেকে সহজে বের হওয়া খুব কঠিন ।
এই না জেনে, না বুঝে কিছু করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা ।
আরেকটা বিষয় কোনো কিছু নিয়ে লোভ করতে হয় না ।
জীবনে যতোটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।
সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানানো উচিত।
অল্পতে খুশি থাকা উচিত ।
এই ভিডিওটা অনেক শিক্ষণীয় ও অনেক উপকারি ।
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সাইটে জুয়া ক্যাসিনো এগুলোর বিজ্ঞাপন দেখায় |
মানুষ এগুলো না জেনে না বুঝে ওইসব সাইটে গিয়ে জুয়া ক্যাসিনো খেলে ৷
মানুষ জানে না যে ওইসব খেলাগুলো হচ্ছে জুয়া ক্যাসিনো ৷
আমিও অনেক বিজ্ঞাপন দেখেছি ৷ আমি জানি এগুলো জুয়া ক্যাসিনো ৷ তাই ওইসব সাইটে আমি কখনই যাই না।
কখনো যাবোনা ৷
প্রত্যেক ধর্মে জুয়া, ক্যাসিনো, লোভ এগুলো সম্পূর্ন নিষিদ্ধ ৷
কিন্তু মানুষ তাও জেনে এসব করে ৷ এসব মানুষদের কারণে বর্তমান যুগের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে ৷ এসব চলতে থাকলে দেশের ও পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার ।
সৃষ্টিকর্তা সবাইকে এইসব জিনিস থেকে রক্ষা করুক।
ভাই, সচেতন করার জন্য ধন্যবাদ,,,
সকল স্টুডেন্টদের এগুলো বোঝা উচিত।
আর নায়ক গায়কদের মতো জঘন্য মানুষ আর নাই, তারা দেশটাকে ধ্বংস করছে,এদের সম্পর্কে সচেতন হওয়া উচিত
Nayokra ki korlo Vai?
আলহামদুলিল্লাহ্ অসাধারণ জীবনী।
খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন
Good job bro... Asole life ta sundor onek sundor seta holo simple life 2 bela vat dal vorta e enough jodi valo ghum hoy....... Saon vai r jonno dua jeno r ai bipoth e na jay....
Right Information 👌ওনাকে আমি চিনি আমি ও ctg র আল্লাহ রহমত করবে ইন শা আল্লাহ।
লোভে পাপ, পাপে মৃত্যু, সচেতনতা তৈরিতে ধন্যবাদ।
অনেক উপকৃত হলাম, ভাইকে ধন্যবাদ।
🌷🌷ঈদ মোবারক ভাইয়া🌷🌷, কেমন আছেন,,,
এখন নিউ বের হইসে ট্রেডিং। ইন্ডিয়ান রা দেশের মানুষ কে এইরকম করে করে শেষ করে দিচ্ছে।কত ফ্যামিলি শেষ হয়ে আছে এই জুয়ার মাধ্যমে জানা নাই।
বিষয়টা সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ আপানাদেরকে।এই ঘটনা আমার চোখের সামনে আমি দেখছি।আমার এক পরিচিত দাদা ছিলো সে একটা শো-রুমে সেলে জব করতো আর মোবাইলে এ রকম জুয়া খেলতো। একটা সময় টাকা পয়সা ধারদেনা করে পরে পরিশোধ করতে না পেরে পালিয়ে যায়। এমনকি সে শাওন দাদার মত ক্যাসিনো খেলা লোক।সে লোকটা সিঙ্গাপুর ছিলো এবং সেখানে সে ক্যাসিনো খেলে সব হারিয়ে দেশে চলে আসে।এই নেশা খুব খারাপ একটা নেশা।মদ,গাজা,ইয়াবার চেয়েও অনেক মারাত্মক নেশা।
মাশাআল্লাহ শিক্ষনীয়।
জীবন আসলেই অনেক সুন্দর 💖💖💖💖
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে এসব বিষয় থেকে দূরে রাখুক
শুভকামনা
❤❤
আল্লাহ সবায় কে মাফ করুন,উনাকে ধন্যবাদ বোঝার জন্যে
Really outstanding @knowledge hunt
আমি ফেসবুকে, ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখেছি ৷
এই বিজ্ঞাপনগুলো দেখেই বুঝতে পেরেছি এগুলো জুয়া ক্যাসিনো ৷
মানুষ এগুলো গেম ভেবে খেলে ৷ কিন্তু তারা জানেনা এগুলো জুয়া ক্যাসিনো ৷
এমনকি শিশু - কিশোররাও পর্যন্ত এগুলো খেলে ৷
প্রত্যেকে এই বিষয়ে সচেতন করা উচিত ৷
প্রত্যেকে নৈতিক ও মানবিক শিক্ষা দেওয়া উচিত ৷
এতে সবাই এসব থেকে দূরে থাকবে ৷
শাওন ভাই এর জন্য অনেক অনেক দোয়া রইল,,,, ইনশাআল্লাহ সকল ঋণ পরিশোধ করে আপনি আপনার আগের জায়গায় ফিরে যাবেন
U are so so grate becouse kharap Kichu tag kora koThin
একদম সত্য,, আমাদের সমাজে এখন অনেক ছেলে খেলতেছে,,,,,,
Amdr ctg kacer area r manush jai hok onk important episode. Thanks 2jon k. onk e eyta te joritho sby k alart howa ucit aha ami ki ekmatro je 8yrs fb use krci emn krp kicu e pailam na gelm na Allah r kace sukriya.
Shawon Bhaiya... You could be our national treasure. Please carry on for a little while and start again. And after that come back to Kebria bhaiya to tell your progress story. We all would love to see you here then😇
শাওন বাবুকে অনেক অনেক ধন্যবাদ ।
Salaam baijan hope you well? Mashallaha very brave young man coming out in publicly telling others to stay way from gambling hope our government take action as soon as possible addiction of highest level
বর্তমান সময়ে অনেক তরুণ মোবাইলে ইনভেস্ট করে কিভাবে কি করে। আপনি যদি এসব সাইট বা এপের নাম বলে দেন তাহলে অনেকে ফিরে আসবে।
তিনি বলতে পেরেছেন বলেই আশা করি ছাড়তে পারবেন। এপিসোডটা ভালো ছিল।
অনেক জাগ্রত হলাম,ধন্যবাদ
কেন দাদা এমন কাজ করতে গেলেন?ভগবান এর কাছে আপনার জন্য প্রার্থনা করি আপনি পরমআয়ু পান।আর সবার টাকা খুব দ্রুত পরিশোধ করে দেন।।।🥺🥺
I Everyday wait for your viedo, to learn & share experience
কিছু শেখার ও বুজার জন্য দেখা শুরু করলাম
মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এদিকে নজর দেবেন দয়া করে ۔ আমি আমেরিকায় থাকি এখানকার অবস্থা আরও খারাপ ۔ যারা উদ্বাস্তু হয়েছে তাদের বেশিরভাগেরই গল্প এরকম ۔
বাংলাদেশ কে বাঁচাতে হলে এখন ই সময় এগুলো বন্ধ করার ۔
আমরার মতে ভোক্তা অধিকার যেভাবে কাজ করছে সেভাবে সাইবার সিকিউরিটি টীম ও কাজ করতে পারে ۔ দেশের মানুষ বাচঁলেই দেশ বাঁচবে ۔ এ দেশ আমার আপনার সকলের ۔
ভাই আমরা সোশাল ওয়ার্কার রা চেষ্টা করে গেলেও পরিবারকে সচেতন হওয়া বেশি দরকার নয়ত পুরা দেশ এই সমস্যা এমন আকার ধারণ করবে যে আমরা আমাদের দেশ কে শেষ করে দেবে।
Bhaiya apnar shate aktu khota bolte somoy khota bolar..
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ❤❤
Excellent information for sociaty. Best wishes Mr kaberia. God bless you
Same 😢
কিবরিয়া ভাই...... এই ভিডিওতেও এড আসে এক্সপার্ট অপশনের🙂🙂🙂🙂
❣️❣️ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ❣️❣️
Assalamualikum Kibria bhai you are my inspiration
গল্পটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।
লাইভটা পেয়ে আনেক ভালো লাগলো
আসা করি সবারই উপকারে আসবে
Pickpocket er regular customer amra😊
ভাই তোমার জনো দোয়া করি🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
শাওন দা, দোয়া রইলো যেন আপনি আবার কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে আসবেন, কিন্তু "Branding Bangladesh" অনুষ্ঠানে।
এই ধরনের বিজ্ঞাপন ইউটিউবে প্রায়ই দেখা যায়,যা খুবই বিরক্তিকর এবং আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করুন
EMON ki TH-camr Rao esob ad dey.
সত্যি অবাক লাগে আল্লাহ কত মহান ইসলাম কত সুন্দর মানুষ কেবল আল্লাহকে ভয় করলে এই হারাম থেকে বাঁচতে পারে।
ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
Khub proyojonio akta video
Thank you shawon vai!
thanks a lot❤️‼️