কাকার জীবন কাহিনি কতটা করুণ, হৃদয়বিদারক। কেউ যদি নিজেকে কষ্টে আছে বলে মনে করে তার এই কাহিনি দেখা দরকার। পাতাকপির, ফুলকপির ডাটা খেয়েছে। এরকম কিছুদিন আগেও একজন বলল ডাস্টবিন থেকে খাবার খেয়েছে। শুকরিয়া আমরা কতটা সুখে আছি। দোয়া করি ওনারা যেন পরিবারে ফিরে যেতে পারে।
রাজশাহীর ল্যাবরেটরি স্কুল শুধু রাজশাহী নয় বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত স্কুল। এখন এই স্কুলে ভর্তি হওয়া সোনার হরিণ পাওয়ার মতন। আলমগীর ভাই ওই স্কুলের ছাত্র ছিলেন। অত্যন্ত মেধাবী না হলে এই স্কুলে সুযোগ পাওয়াই মুশকিল। উনি নিশ্চয়ই একজন ভালো ছাত্র ছিলেন। ।
জি ভাই, আমরা যারা মনে করি আমি সুখি না, আলমগীর ভাইর জীবনকাহিনি সুনি এবং শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আমাদেরকে আল্লাহ কত ভালো রেকেছেন,মন থেকে দোয়া রইলো আলমগীর ভাইর জন্য যাতে আপন ঠিকানায় ফিরে যেতে পারেন আমিন।
আশীর্বাদ রইলো ভাইটির জন্য । ভাইটির জীবন গল্পে আমার হৃদয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে ।আর ভাইটি যে কথা বললো সেই সাংবাদিক দম্পতি তাদের খবর কি? তার চাকুরি থেকে এনে ব্যবসা করাবে ।কই পরে তো আর কোন খোঁজ খবর নিলো না? একজন মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করা ঠিক নয় ।ভাইটি আর মি।চাকুরি ছেড়ে তার ব্যবসা দেখতে গিয়েছিলো ।আমার খুব খারাপ লেগেছে ঐ সাংবাদিক দম্পতি উপর ।
গল্পটা আরো একটু বড় হলেও শুনতে ভাল লাগত।কারন এটা গল্প নয়, এটাই জীবন।যেহেতু পরিবার খুঁজতে এসেছে আল্লাহ যেন উনাকে পরিবার মিলিয়ে দেন। আমিন।। তানিয়া,সুনিয়ার পরে সম্ভবত এটি হৃদয় বিদারক এপিসোড।যদিও আপন ঠিকানার সবগুলো এপিসোড হৃদয় বিদারক।
অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ছিলো উনার জীবন গল্পটা। আল্লাহ্ রাব্বুল আলামীন উনাকে দ্রুত উনার পরিজনের সাথে মুখোমুখি করিয়ে দিন, উনি যেন উনার কণ্টকাকীর্ণ অতীতকে সহজেই ভুলতে পারেন(যদিও তা সম্ভব নয়) আপনজনদের পেয়ে। আল্লাহুমা আমিন।
কতো খানি অভাব থাকলে একজন বাবা তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারেন ,ওনার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না ,আশা করি উনি নিজের পরিবার খুঁজে পাবেন ।
ভাইয়ার পুরি গল্প শুনে অনেক কষ্ট হচ্ছে তাই আবার আল্লাহ তালা অনেক অনেক দোয়া আল্লাহ পাক তুমি এই হারানো পরিবার খুঁজে পাইয়ে দাও এই ভাইয়ার মনের কথা গুলো শুনো আল্লাহ তালা
এমন কষ্ট ও মানুষের জীবনে আছে! প্রতিটি পর্ব থেকে নতুন এক অভিজ্ঞতা। এখন আর নিজেকে অসুখী মনে হয়না। আমার তো মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী, কারণ আমার মা আমার সাথে আছে।ইয়া আল্লাহ পৃথিবীর সকলে তুমি ভালো রেখো আমিন।
যেই সাংবাদিকের স্ত্রীর কারণে ওনাকে এতিমখানায় যেতে হয়েছিল সেই মহিলার চক্রান্তে সেনাবাহিনীর গর্বিত চাকরি হারিয়ে সুখের জীবনটা নরকে পরিণত হয়েছিল। অতঃপর একজন উত্তম স্ত্রীর কারণে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই ভাইয়ের। আল্লাহ ওনাকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফেরত যাওয়ার সুযোগ দান করুন
সেনাবাহিনী তে থাকলে কাকার এতটা কস্ট হোতোনা। আমার আব্বুও বিমান বাহিনীর চাকরি করতো আমার আব্বুকে দত্তক দিয়েছিল আমার আব্বু অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ আমরা অভাব-অনটন দেখি নাই 92 কি93 সালে আব্বু রিটায়ার্ড করছে। বর্তমানে আমার হাজব্যান্ড সেনাবাহিনীতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
Wow what a story!! ৭৪ যারা দেখেছে তাদের কাছে এই গল্প অনেক কিছু মনে করিয়ে দেবে।বাবা কত অসহায় হলে সন্তান কে রেখে আসে অচেনা অজানা লোকের দূয়ারে। তার ছেলে তবু বাঁচুক এই পৃথিবীতে।
আহ আমি কাওকে বলে বুঝাতে পাবনা যে আজকে এই আলমগীর ভাইয়ের গল্প শুনে আমার বুকের ভেতরটা বেঙে টুকরো টুকরো হয়ে গেছে আলহামদুলিল্লা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া গরিব হলেও মা বাবাকে সাথে নিয়ে খুব ভালো আছি আলমগীর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো
আলমগীর সাহেব এলাকার যে বর্ননা দিয়েছেন তা স্বরুপকাঠি অঞ্চলের সাথে মিলে। ইন্দুরকাঠি বাজারে এখনো গাছের ব্যবসা বিদ্যমান। ঐ অঞ্চলে পেয়ারা বাগান বিখ্যাত, নৌকায় করে পেয়ারা বিক্রি হয়ে থাকে। কাউফল ও পাওয়া যায়। তাই স্বরুপকাঠি অঞ্চলের ভাই বোনেরা খোঁজ নিয়ে দেখুন।
কি মর্মান্তিক বেদনাদায়ক জীবন !! আমরা নিজেরা নিজেদের সামান্যতম কষ্ট নিয়ে কত আহাজারি করি অথচ এমন একটা জীবনের সাথে নিজেদের অবস্থাকে মিলিয়ে দেখার কথা কখনো ভাবি না …
ছেলে যেনও খাবার পায় সেজন্য বাবা রেখে গিয়েছিলেন 😭! কতটা কষ্ট হচ্ছিল মা বাবার তখন! খুব খারাপ লেগেছে যারা মিছে মা / বাবা হবার অভিনয় যারা করেছে। দোয়া করি উনি যেন উনার মা বাবা কে খুজে পান।
কি সুন্দর, গোছানো ওনার কথা বলার ধরন! মুগ্ধ হয়ে শুনলাম!
কাকার জীবন কাহিনি কতটা করুণ, হৃদয়বিদারক। কেউ যদি নিজেকে কষ্টে আছে বলে মনে করে তার এই কাহিনি দেখা দরকার। পাতাকপির, ফুলকপির ডাটা খেয়েছে। এরকম কিছুদিন আগেও একজন বলল ডাস্টবিন থেকে খাবার খেয়েছে। শুকরিয়া আমরা কতটা সুখে আছি। দোয়া করি ওনারা যেন পরিবারে ফিরে যেতে পারে।
গল্পটি অনেক দুঃখ জনক,আপন ঠিকানায় এরকম গল্প খুব কম শুনেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে তার পরিবারে ফিরে যেতে সহায় হন,আমিন
ভাইয়ের কষ্টের কথা গুলা শুনে, কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে।
কাকা অনেক ভদ্র। এবং রুচিশীল মানুষ আর মেধাবী। আর হাতের লেখাও অনেক সুন্দর। আল্লাহ উনাকে পরিবার মিলিয়ে দিক।
Vvgz
Vvvvv vvvvvvv v.
Ameen 🤲 🤲 🤲
রাজশাহীর ল্যাবরেটরি স্কুল শুধু রাজশাহী নয় বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত স্কুল। এখন এই স্কুলে ভর্তি হওয়া সোনার হরিণ পাওয়ার মতন। আলমগীর ভাই ওই স্কুলের ছাত্র ছিলেন। অত্যন্ত মেধাবী না হলে এই স্কুলে সুযোগ পাওয়াই মুশকিল। উনি নিশ্চয়ই একজন ভালো ছাত্র ছিলেন।
।
জি ভাই, আমরা যারা মনে করি আমি সুখি না, আলমগীর ভাইর জীবনকাহিনি সুনি এবং শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আমাদেরকে আল্লাহ কত ভালো রেকেছেন,মন থেকে দোয়া রইলো আলমগীর ভাইর জন্য যাতে আপন ঠিকানায় ফিরে যেতে পারেন আমিন।
আমিন
Satyi bara karun
মুখে বলার কোনো ভাষা নেই, শুধু হৃদয়ে পিতামাতার প্রতি অঘাত শ্রদ্ধা অকৃত্রিম ভালোবাসা আর অজস্র অশ্রু 💖। ভাল থাকুক পৃথিবীর সকল মা।
ফি আমানিললাহ। দোয়া ও শুভকামনা রইলো।
@@mdramzanchowdhury3377 amin
অনেক গল্প শুনছি এত কষ্টের শুনিনি। আল্লাহ তায়ালা আপনাকে বাকি জীবন যেন ভালো রাখে এই দোয়া করি।
এতদিন ধরে দেখছি আপন ঠিকানা.... এত বড়ো বেসিক ভিডিও দেখিনি আমি...... কষ্টে বুকটা ফেটে গেছে আমার গল্প টা শুনে.... মালিক তুমি দয়া করো মানুষটার উপর......
খুব কাঁদলাম।
দোয়া করি এই ভাইটি যেন তার ভাইকে সহ পরিবার ফিরে পায়।
😢
মাশাল্লাহ এতো সুন্দর গোছানো কথা । লোকের নাম জায়গার নাম তার সব মনে আছে । তার জীবন থেকে অনেক শিক্ষার আছে । তার ধৈর্য সহ্য প্রশংসা করার মতো।
কত কষ্ট মানুষের জীবনে সেই তুলনায় যেভাবে আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আলমগীর ভাই তার আপন ঠিকানা ফিরে পাবে ইনশাআল্লাহ
খুবই দুঃখজনক ব্যাপার উনি পরিবারের খোঁজ পাক এই কামনা করি
দুঃখ জনক ঘটনার কথা শুনেই হৃদয়ের লেগেছে ইনশাআল্লাহ দোয়া রইল
আলহামদুলিল্লাহ,,, সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সোবহানহু তায়ালা,,হে আল্লাহ আপনি এই ভাইটির পরিবারের সাথে মিলিয়ে দিন
কিছু বলার নাই,, মন থেকে দোয়া রইলো চাচা যেনো তার পরিবার ফিরে পায়,,
অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।আমার মনে এই কাকার জীবন গল্প প্রচার করলে খুব ভাল হতো।
নিজের কষ্ট ভুলে গিয়াছি,, আল্লাহতালা উনাকে আপন ঠিকানায় পৌঁছাতে সহায়ক হোন
হে রহমানুর রহিম, হে অসীম দয়ালু আল্লাহ আপনি এই ভাইটির সকল কষ্ট দূর করে দিন।
তার পরিবারের কাছে যাওয়ার তৌফিক দান করুন
আজকের এই গল্পটা আমাদের মনের ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিল।
ু
আল্লাহ কত কষ্ট দায়ক, আল্লাহ সাহায্য করুন ,
এ গল্প তো জীবনের গল্প হয়ে গেলো
এতো মনোযোগ দিয়ে গল্পটা শুনলাম,, হায়রে জীবন কতো কষ্ট জীবনে 😒😒
আপনি ধৈর্য্য ধরে রাখতে পারেন,আমরাও সেটাই চেষ্টা করি,যতই শুনছি , আললাহ পাকের রহমত দান করুক। এটাই দোয়া করি
একটু খাবারের আসায় মানুষ কতোটা কষ্ট করতে পারে তার উদাহরণ এই কাকা, আল্লাহ ওনার পরিবারের সন্ধান মিলিয়ে দিন🤲
ধন্যবাদ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই চাচার পরিবারের সন্দান পাক অন্তর থেকে দোয়া করি
ইনশাআল্লাহ ভাইটি যেন তার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে পারে দোয়া করি
আশীর্বাদ রইলো ভাইটির জন্য । ভাইটির জীবন গল্পে আমার হৃদয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে ।আর ভাইটি যে কথা বললো সেই সাংবাদিক দম্পতি তাদের খবর কি? তার চাকুরি থেকে এনে ব্যবসা করাবে ।কই পরে তো আর কোন খোঁজ খবর নিলো না? একজন মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করা ঠিক নয় ।ভাইটি আর মি।চাকুরি ছেড়ে তার ব্যবসা দেখতে গিয়েছিলো ।আমার খুব খারাপ লেগেছে ঐ সাংবাদিক দম্পতি উপর ।
ইনশাআল্লাহ ভাইটি ফিরে পাবে তার আপন ঠিকানা খুব খুব দোয়া রইলো
এই ধরনের সত্য ঘটনার আমাদের অনেক অভিজ্ঞতা হল শত কষ্টের মধ্যেও পড়াশোনার জ্ঞান হওয়ার খুবই ভাল লাগছে।
আমিন
গল্পটা আরো একটু বড় হলেও শুনতে ভাল লাগত।কারন এটা গল্প নয়, এটাই জীবন।যেহেতু পরিবার খুঁজতে এসেছে আল্লাহ যেন উনাকে পরিবার মিলিয়ে দেন। আমিন।।
তানিয়া,সুনিয়ার পরে সম্ভবত এটি হৃদয় বিদারক এপিসোড।যদিও আপন ঠিকানার সবগুলো এপিসোড হৃদয় বিদারক।
অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ছিলো উনার জীবন গল্পটা। আল্লাহ্ রাব্বুল আলামীন উনাকে দ্রুত উনার পরিজনের সাথে মুখোমুখি করিয়ে দিন, উনি যেন উনার কণ্টকাকীর্ণ অতীতকে সহজেই ভুলতে পারেন(যদিও তা সম্ভব নয়) আপনজনদের পেয়ে।
আল্লাহুমা আমিন।
কতো খানি অভাব থাকলে একজন বাবা তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারেন ,ওনার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না ,আশা করি উনি নিজের পরিবার খুঁজে পাবেন ।
কিবরিয়া ভাই 74 সালের সময় ভিষন খারাপ সময় ছিল আমরাও অনেক কষ্টে ছিলাম আল্লাহ ওনাকে আপন ঠিকানায় পৌঁছে দেন আমিন
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে তার পরিবারের কাছে পৌঁছে দিন আমিন।
হাজারো দোয়া রইলো.. ভাই যেন তার পরিবারের কাছে ফিরতে পারেন..
দুয়া করি আল্লাহ যেন ভাই টিকে পরিবারে ফিরিয়ে দেন আমিন
امين
মাঝে মাঝে নিজের জীবন নিয়ে অনেক অভিযোগ, আজ থেকে রইলোনা, অনেক কষ্ট পাইছি,আল্লাহ উনাকে আখেরাতে পরিপূর্ণ করে দিও।।
লোকটা ভাগ্য গুনে কতো সুন্দর একটা চাকরি পেয়েছিল। কিছু অমানুষের কারনে তার জীবন টা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাদের বিচার করিও।
অনেক কষ্টের কথা। আল্লাহ তার আপন মানুষদের সাথে মিলিয়ে দাও।
আহারে খুব কষ্ট লাগলো।মহান আল্লাহতালা এই ভাইটির সব কষ্ট দূর করে দিন।
ঐ বাবা কতটা অসহায় ছিলো,আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে🤲
ভাইয়ার পুরি গল্প শুনে অনেক কষ্ট হচ্ছে তাই আবার আল্লাহ তালা অনেক অনেক দোয়া আল্লাহ পাক তুমি এই হারানো পরিবার খুঁজে পাইয়ে দাও এই ভাইয়ার মনের কথা গুলো শুনো আল্লাহ তালা
এতো কস্ট লাগছে বলার কোন অপেক্ষা রাখে না। ও আল্লাহ এই ভাইটির দুঃখ দুর করে দেন।
খুবি খারাপ লাগলো শুনে। দোয়া করি আল্লাহ যেন তাকে তার পরিবারের কাছে যেতে সাহায্য করেন। আমিন।
ভয় হয়, তার কেউ আছে কিনা!
আজকের এপিসোড এর কাছে সমস্ত গল্প হার মানিয়েছে । দোয়া রইল চাচার জন্য ,চাচা যেন তার আপন ঠিকানায় ফিরে যেতে পারে।।
এমন কষ্ট ও মানুষের জীবনে আছে! প্রতিটি পর্ব থেকে নতুন এক অভিজ্ঞতা। এখন আর নিজেকে অসুখী মনে হয়না। আমার তো মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী, কারণ আমার মা আমার সাথে আছে।ইয়া আল্লাহ পৃথিবীর সকলে তুমি ভালো রেখো আমিন।
যেই সাংবাদিকের স্ত্রীর কারণে ওনাকে এতিমখানায় যেতে হয়েছিল সেই মহিলার চক্রান্তে সেনাবাহিনীর গর্বিত চাকরি হারিয়ে সুখের জীবনটা নরকে পরিণত হয়েছিল। অতঃপর একজন উত্তম স্ত্রীর কারণে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই ভাইয়ের। আল্লাহ ওনাকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফেরত যাওয়ার সুযোগ দান করুন
সেনাবাহিনী তে থাকলে কাকার এতটা কস্ট হোতোনা। আমার আব্বুও বিমান বাহিনীর চাকরি করতো আমার আব্বুকে দত্তক দিয়েছিল আমার আব্বু অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ আমরা অভাব-অনটন দেখি নাই 92 কি93 সালে আব্বু রিটায়ার্ড করছে। বর্তমানে আমার হাজব্যান্ড সেনাবাহিনীতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
সহ মত আপু
আপনার সাথে
আমার কাছে এত কষ্ট লাগতেছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না
আলমগীর ভাই এর কথা সুনে নিজে নিজেই কান্না করতেছি আল্লাহ তোমি আলমগীর ভাই এর পরিবার ফিরিয়ে দাও আমিন 🤲🤲
আমার মনে হয় এ পর্যন্ত আপন ঠিকানায় কাকার জীবন সবচেয়ে হৃদয়বিদারক। খুবই কষ্ট লাগছে।
আলমগীর ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আপডেট খবরের অপেক্ষায় আছি।
আল্লাহ এমন জীবন আর কাউকে দিওনা, এই গল্পের প্রতিটি শব্দ হৃদয় কে ছেদ করে যায়
এখনো অপেক্ষা করছি আপডেট পাওয়ার।
ইয়া আল্লাহ্ এই কাকাকে ও ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েন ।আমিন
ওনার কথা গুলো অনেক সুন্দর গুছানো
ইয়া আললাহ্ এই ভাইকে উত্তম রিজিক দান করুন। আমীন।
এতোটা কষ্টের জীবন মানুষের হতে পারে, এ প্রথম জানলাম।আল্লাহ তুমি তার প্রতি দয়া করো।
আলমগীর ভাইেয়র জন্য দোয়া রইল, অতি তারাতাড়ি যেন ও পরিবারের ফিরে যান আমিন।
Wow what a story!! ৭৪ যারা দেখেছে তাদের কাছে এই গল্প অনেক কিছু মনে করিয়ে দেবে।বাবা কত অসহায় হলে সন্তান কে রেখে আসে অচেনা অজানা লোকের দূয়ারে। তার ছেলে তবু বাঁচুক এই পৃথিবীতে।
হে,,,আল্লাহ মানুষের জীবন কত বৈচিত্র্যময়। আপন ঠিকানা না দেখলে বুঝা যেতনা,বাস্তবতা কত কঠিন। হে আল্লাহ,,, সকল মুসলমানদের শান্তি দান করুন।
১৯৭৪/৭৫ সনের দুর্ভিক্ষের স্মৃতি-কথা শোনে সেইসব ভয়ংকর দিনগুলোর কথা মনে পড়ে গেল। মহান আল্লাহ তার মনোবাসনা পূরণ করবেন, ইনশা-আল্লাহ।
ঐ সময় নাকি হাসিনার বাপের স্বর্ণ যুগ ছিলো।হাসিনার বাপের সাক্ষাতকারে তো সেটাই বলেছিলো।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক সকলের হেফাজত করুন আমিন
সত্যি খুব ই কষ্ট পেলাম,চোখের পানি আটকাতে পারলাম না। দোয়া করি মহান আল্লাহ পাক যেন এই ভাই টি যেন তার পরিবারে ফিরতে পারে।
নিজেকে পাথর মনে হইতেছে।ও-ই সাংবাদিকের বৌয়ের কথা শুনে উনার চাকরিটা ছেড়ে যে ভুল করছে এটা মনেহয় উনি কখনো ভুলতে পরবেনা।আল্লাহ সহায়ক হোক উনার।
1975 সালে এই অভাব আমরো ছিল। এখুনো সেই কথা সব মনে আছে
Amin
এতো কষ্ট মেনে নেওয়া যায় না আল্লাহর কাছে সুকরিয়া
Ai update ta akhono holo na . Inshallah hobe ak din
আহ্ঃ সহ্য করার মতো নয়। আল্লাহ সহায় হোন। নীড়হারা মানুষ তার আপন ঠিকানায় ফিরিয়ে যাক।
সত্যিই কিবরিয়া ভাই অনেক কষ্ট পেলাম এই গল্প শুনে। অনেক বেশী দোয়া করি অন্তত তাঁর মা এবং ভাই বেলালকে যেন আমরা খুঁজে তাঁর সাথে মিলায়ে দিতে পারি।
জেদিন উনার বাবা উনাকে রেখে জাওয়ার পরে কাঁদছিলে তখন সাংবাদিক বলেন কে কাঁদতেছ উনি বেল্লেন মুই মুইতো বরিসালের হতে পারে উনি বরিসালের
শুনেছি সেই বিভীষিকাময় দূর্ভিক্ষের সময় দেশে খাদ্যের অভাবে অনেক পিতা-মাতা তাদের সন্তান বিক্রি করে নিজের জীবন এবং সন্তানের জীবন বাঁচিয়েছেন!
হ্রদয় বিদারক ঘটনা
ভাইয়ার পুরি গল্প শুনে অনেক কষ্ট হচ্ছে তাই আবার আল্লাহ তালা অনেক অনেক দোয়া আল্লাহ পাক তুমি এই হারানো পরিবার খুঁজে পাইয়ে দাও
কি করুণ😭😭😭
কিছু বলার ভাষা পাচ্ছি না 😢😢😢
আল্লাহ যেন পরিবারের সন্ধ্যান মিলিয়ে দেন
মুই, কাউফল, পেয়ারা, নৌকা তৈরি, হোগল গাছ, স,মিল, এসব সরুপকাঠি, ঝালকাঠি তথা বরিশাল অঞ্চলের ভাষা এবং পরিবেশ। আল্লাহ ভরসা।
Oi elakar group er majhe share korun, please.
মুই ভাষাটাৰ নাম গোয়ালপাৰিয়া ভাষা, (ধুবুৰী অসম)
Amin amim
Amin amin amin😂😂😂
বাবাকে পথম খমা করতে হবে।কলিজাটা রেখেগিয়েছিলো শুধু ছেলেকেণয়।
😥😥😥😭😭 এমন গল্প আর যেনো না শুনি আল্লাহ্ । আল্লাহ আপনে এই লোকটারে সুখী করো৷ আমিন।
আল্লাহ তার পরিবার মিলিয়ে তার মনে দুঃখ মিটিংয়ে দাও আমিন আমিন আমিন
ভাই ৭৪ এর দুরভিখ যে দোকছে সে বুজবে কষ্ট কতটু ছিল এই কষ্টার কতা বলে শেষ করে যাবে না তবে আল্লার কাছে দোয়া করি ভাইটা তার পরিবারটা পায় আমিন
শুনেই যাচ্ছি, আরও মনচাই শুনতে। সেই দূর্ভিক্ষে কেঁপেছে পুরো বাংলাদেশ।
কিবরিয়া ভাই সরুপকাটি হতে পারে।দোয়া রইল ভাই আল্লাহ তায়ালা আপনার ফ্যামিলি পাওয়ার তৌফিক দান করুন আমিন আমিন।
চেষ্টা করেন।
ইয়া আল্লাহ তামাম মুমিন মুমিনাত কে রিজেকের অভাব দিও না
আর এই ভাই কে উনার মা বাবার সন্ধান মিলিয়ে দিন আমিন
ভাই টির কথা গুলো সুনে আমার দুই চোখ বেয়ে পানি চলে আসলে
আহ! মানুষের জীবন কত যন্ত্রণার, ইয়া আল্লাহ তুমি এই ভিডিওটা সফল করো।
আহ আমি কাওকে বলে বুঝাতে পাবনা যে আজকে এই আলমগীর ভাইয়ের গল্প শুনে
আমার বুকের ভেতরটা বেঙে টুকরো টুকরো হয়ে গেছে আলহামদুলিল্লা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া গরিব হলেও মা বাবাকে সাথে নিয়ে খুব ভালো আছি আলমগীর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো
হায়রে জীবন। এই অনুষ্ঠান দেখে মানুষ কিছুটা হলেও ধৈর্য্য ধরে এগিয়ে যেতে শিখবে। আল্লাহ অতি সহজেই পরিবারের সন্ধান মিলিয়ে দিক, এই দোয়া রইল। ধন্যবাদ ।
আল্লাহ্ তুমি দয়া কর আলোঙ্গীর ভাই জেনো মা কে খুজে পাই
ভাইটার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন ওনাকে আপন ঠিকানায় যাওয়ার তৌফিক দান করেন আমীন।
আল্লাহ আপনি এ-ই ভাইকে তার আপন ঠিকানায় পৌঁছে দিন 🤲🤲🤲
আলমগীর সাহেব এলাকার যে বর্ননা দিয়েছেন তা স্বরুপকাঠি অঞ্চলের সাথে মিলে। ইন্দুরকাঠি বাজারে এখনো গাছের ব্যবসা বিদ্যমান। ঐ অঞ্চলে পেয়ারা বাগান বিখ্যাত, নৌকায় করে পেয়ারা বিক্রি হয়ে থাকে। কাউফল ও পাওয়া যায়। তাই স্বরুপকাঠি অঞ্চলের ভাই বোনেরা খোঁজ নিয়ে দেখুন।
কি মর্মান্তিক বেদনাদায়ক জীবন !! আমরা নিজেরা নিজেদের সামান্যতম কষ্ট নিয়ে কত আহাজারি করি অথচ এমন একটা জীবনের সাথে নিজেদের অবস্থাকে মিলিয়ে দেখার কথা কখনো ভাবি না …
মহান আল্লাহর কাছে প্রার্থনা জীবনের শেষ সময়ে হলেও এই কাকার মনের কষ্ট একটু লাগব করে দেন।আমীন!
চোখের জল ধরে রাখতে পারলামনা!
কোনো মানুষের জীবনে এতো কষ্ট হতে পারে ভাবা যায়না।
ওনার গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ তুমি ওনার পরিবারকে মিলিয়ে দাও,,,
" আমিন"
হে আল্লাহ আমি তোমার কাছে আবারও ফরিয়াদ করছি তোমার এই বান্দা কে তার পরিবারের কাছে পৌঁছে দিন আমিন।
বলার ভাষা হারিয়ে ফেলেছি কাকা তার পরিবার টাকে ফিরে পায় আমরা সবাই দোওয়া করবো
আল্লাহ! তুমি এই মানুষটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও।
মহান আল্লাহ ভাই কে তার পরিবারে ফিরিয়ে দেক আমিন।
আসসালামু আলাইকুম,বেসিক ভিডিও এতো লম্বা এবং হ্নদয় বিধারক এই প্রথম দেখলাম, দোয়া করি আল্লাহ্ যেন ভাইয়ের পরিবার মিলিয়ে দেন. আমিন
সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের আল্লাহ চাইলে সব সম্ভব ইনশাআল্লাহ,,,, দোয়া রইলো ভাইয়ের জন্য🤲
এতো কষ্টর কথা চোখে পানি ধরে রাখতে পারলাম না
কিছু লেখার ভাষা খুঁজে পেলাম না শুধু বলবো, বৃহত্তর বরিশাল বাসী জেগে উঠো শেয়ার করুন এই ভাইটি একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাগ্নে প্রতি ঘুরে ঘরে খুঁজেন
Allah tumi rohomot koro amin
হ্দয় বিদারক ঘটনা, এত কষ্ট লাগতেছে,
মনোযোগ দিয়ে শুনলাম,,,
আল্লাহ যেন আপনার সফলতা দান করেন।আর আলমগীর ভাই যেন তার গন্তব্যে পৌঁছে যান।
এই সর্বনাশা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমরাও গিয়েছি। অভাব কাকে বলে ঐ সময়ের মানুষ ছাড়া কেউ বুঝতে পারবে না।
Sorop kati
সবই হাসিনার আাপের আশির্বাদ ছিলো।
চোরের দল চুরি করলে দুর্ভিক্ষ তো আসবে/
এই দুর্ভিক্ষের জন্য কে দায়ী ছিলো?
ছোট ছিলাম । মনে আছে গেটের কাছে এসে বলতো , ভাতের ফ্যান দেন । আমি নিয়ে দিতাম মাঝে মাঝে ।
ছেলে যেনও খাবার পায় সেজন্য বাবা রেখে গিয়েছিলেন 😭! কতটা কষ্ট হচ্ছিল মা বাবার তখন! খুব খারাপ লেগেছে যারা মিছে মা / বাবা হবার অভিনয় যারা করেছে। দোয়া করি উনি যেন উনার মা বাবা কে খুজে পান।