প্রেমময় জীবন যার ! LIFE: 11 I Robi I RJ Kebria I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @aurn2750
    @aurn2750 3 ปีที่แล้ว +80

    শুরুটা যত মজা আর শ্রদ্ধা নিয়ে শুনছিলাম, শেষের দিকে এসে বক্তার প্রতি শ্রদ্ধার জায়গাটা হারিয়ে ফেললাম। পুরুষ বলেই তাকে প্রেমিক, রসিক, সত্যবাদী, আরও কত কি সম্বোধন করা হচ্ছে । এই প্রেমগুলো তার সাহিত্যের অনুপ্রেরনা। ঘটা করে সে ভিডিও বানিয়ে প্রচার করেছে। মানুষ হাসাচ্ছে। স্ত্রীর আত্বসম্মান নিয়ে ভাবছেও না। স্ত্রীও হয়ত আত্বসম্মানের কারনে ছেড়ে চলে যেতে পারেনি। সেই মেয়ের খারাপ ছবি না বের হলে আজকে হয়তো সে তার দ্বিতীয় স্ত্রী হত।

    • @nforahd
      @nforahd 2 ปีที่แล้ว +11

      আপনার উপলব্ধিই পুরো গল্পের সারমর্ম , আফসোস বেশির ভাগ লোকই এই বিষয় টা টের ই পায়নি।

    • @bayezidbostami6355
      @bayezidbostami6355 2 ปีที่แล้ว +1

      হয়তোবা।

    • @MdTarek-lk2rl
      @MdTarek-lk2rl 2 ปีที่แล้ว +1

      Right

    • @nakibfayel5340
      @nakibfayel5340 2 ปีที่แล้ว +1

      @AurN Dure pagol😂

    • @iffatmahjabin
      @iffatmahjabin 2 ปีที่แล้ว +1

      💯℅

  • @bashiruzzamanrazu4595
    @bashiruzzamanrazu4595 3 ปีที่แล้ว +7

    অসাধারণ প্রেমের গল্প।এমন ধরনের প্রেমের গল্প জীবনে প্রথম শুনলাম। শুনেই মনে হচ্ছে নতুন করে আবার প্রেমে পরি।
    আমাদের রবি ভাইয়া বেশ রোমান্টিক, তার কথার ভাঁজে ভাঁজে যেন প্রেম আছড়ে পরছে।আহ কি প্রেম।

  • @sahed128
    @sahed128 2 ปีที่แล้ว +6

    জীবন ত জীবন কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে বিদায় নেওয়া যায় সেটা হবে জীবনের সবচেয়ে বড় সার্থক

  • @itsannesha
    @itsannesha 2 ปีที่แล้ว

    Anekdin por mon khule Haslam.
    R sheshe asadharon ekta jibonbodh pelam.
    Thank you 😊

  • @sayeedafarhana3383
    @sayeedafarhana3383 3 ปีที่แล้ว +16

    কি সুন্দর করে কথা বলে রবি ভাই। হাসতে হাসতে আমি শেষ 😂😂. Best episode 👌

    • @robi4285
      @robi4285 3 ปีที่แล้ว +1

      Mentos batti jalao a aro kapay robo vai

  • @sumidrozario5521
    @sumidrozario5521 8 หลายเดือนก่อน +1

    কিছু কিছু মানুষ আছে যাদের কথা ঘন্টার পর ঘন্টা শুনলে বিরক্ত লাগে না। আজকের এপিসোড টি এরকম। রবি ভাই অসাধারণ সাধারণ একজন ব্যক্তিত্ব। যার কথায় শুধুই মুগ্ধ হলাম। আসলেই জীবনের গল্প অনেক বেশি নাটকীয়। ধন্যবাদ কিবরিয়া ভাইকে এত মনোমুগ্ধকর একটি এপিসোড তৈরি করার জন্য। যদিও আমি অনেক দেরীতে এখানে এলাম কিন্তু তারপরও আমার সেই ভাললাগা এখানে প্রকাশ করে গেলাম।

  • @rabeyasiddika2467
    @rabeyasiddika2467 3 ปีที่แล้ว +16

    রবি ও রাজিব ভাইয়ের "মেন্টোস বাত্তি জালাও" শো টা অনেক ভালো লাগতো।
    আজ রবি ভাই কে দেখার সুযোগ হল। ভালো থাকবেন সব সময়,অনেক অনেক শুভকামনা। ❤️

    • @zrgaming2938
      @zrgaming2938 10 หลายเดือนก่อน

      😊]⁰

  • @rumanafariha6917
    @rumanafariha6917 13 วันที่ผ่านมา

    Episode টা দেখেছি Florida থেকে। দারুন enjoy করছি

  • @rahimabagum408
    @rahimabagum408 3 ปีที่แล้ว +63

    কিবরিয়া ভাই আজকে যে ভাবে হাসলো এই ভাবে কখনও হাসতে দেখিনি

    • @mosharafhossen7799
      @mosharafhossen7799 3 ปีที่แล้ว +5

      কিবরিয়া ভাই আজকে ঘুমের মধ্যে ও হাসবে

    • @rahimabagum408
      @rahimabagum408 3 ปีที่แล้ว +3

      @@mosharafhossen7799 তাই নাকি

    • @mosharafhossen7799
      @mosharafhossen7799 3 ปีที่แล้ว +1

      @@rahimabagum408 আমি ১০০% সিওর

    • @rahimabagum408
      @rahimabagum408 3 ปีที่แล้ว

      @@mosharafhossen7799 আমাকে একটু হেল্প করবেন

    • @mosharafhossen7799
      @mosharafhossen7799 3 ปีที่แล้ว

      @@rahimabagum408 কি ভাবে করতে পারি

  • @smfarhad1863
    @smfarhad1863 3 ปีที่แล้ว +2

    এই গল্পটা এতো মধুর হবে কল্পনা ও করি নাই। আসলেই মানুষের ভিতরে অনেক গল্প জমা আছে। সবাই কিন্তু সাজিয়ে গুচিয়ে বলতে পারে না। তাই তো কার গল্প এমন ভাবে আর বলা হয় না। অসাধারন রবি ভাই।

  • @raihanbabu9380
    @raihanbabu9380 3 ปีที่แล้ว +6

    কাহিনিটা অত্যান্ত ইন্টারেস্টিং
    তবে মাঝে মাঝে হাসিও পেয়েছি আবার মাঝে মাঝে কান্নাও করছি।
    আসলেই মিতু ভাবির ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত।
    দোয়া রহিল মিতু ভাবির জন্য ও আপনার বাবুদের জন্য,
    রবি ভাইয়া আপনাকে বলছি প্রেম-ট্রেম আর করেন না, বাকী যেটুকু প্রেম আছে সবটুকু মিতু ভাবিকে উৎসর্গ করেন।
    ভালো থাকেন সারাক্ষণ।

  • @hafizurrahmanreal4937
    @hafizurrahmanreal4937 2 ปีที่แล้ว

    দারুণ.. অসাধারণ লাগলো আশীফ এন্তাজ রবি আর কিবরিয়া ভাইয়ের এই তুমুল আড্ডা।হাসলাম, মন খুলে হাসলাম,শিখলাম,জানলাম,অনুভব করলাম অনেক কিছু।
    অসম্ভব মেধাবী এই দু'জন মানুষের জন্য অনেক শুভকামনা রইলো।

  • @UddoktaderGolpo
    @UddoktaderGolpo 3 ปีที่แล้ว +3

    রকমারির আড্ডায়ও চমৎকার স্বত:স্ফূর্ত আলোচনা করেছিলেন। একজন অসাধারণ প্রাণবন্ত মানুষ আশীফ এন্তাজ রবি ভাই...

  • @onlinewholesaler1
    @onlinewholesaler1 3 ปีที่แล้ว +41

    সম্পূর্ণ গল্প শোনার পর মিতু ভাবি কে দেখতে চাওয়া আমার মন😒

  • @mypersonal5048
    @mypersonal5048 3 ปีที่แล้ว +15

    সুদীর্ঘ প্রবাস জীবনে এই প্রথম প্রাণ খুলে হাসলাম। সত্যিই, মানুষের জীবনটাই হচ্ছে একটা নাটকীয় রঙ্গ মঞ্চ। ধন্যবাদ 💐

  • @Skincarenmore11
    @Skincarenmore11 ปีที่แล้ว +2

    আপনার বেশ অর্ধেক এপিসোডগুলা আমার দেখা কিন্তু এই এপিসোডের মতো এত্তো মজা পাই নাই। অনেক সুন্দর ছিল 😃❤️

  • @mdalkawsarkawsar9378
    @mdalkawsarkawsar9378 3 ปีที่แล้ว +227

    সফল হলেই গল্প তৈরি হয়। সফল না হলে গল্প তো দুরের কথা। চুলার ছাই ও হয় না। আমি মনে করি, যার নসিবে মহান আল্লাহ যা লিখে রেখেছে জীবনে তাই হয়। এর বাইরে কিছু হয় না।

    • @runaakter423
      @runaakter423 3 ปีที่แล้ว +6

      Right

    • @sadiastudent3475
      @sadiastudent3475 3 ปีที่แล้ว +3

      Thik

    • @mdimamhossain6752
      @mdimamhossain6752 3 ปีที่แล้ว +3

      মাশায়াল্লাহ কিবরিয়া ভাই আজকে যতহাসি হাসছে আর কখনো মনেহয় এমন হাসি হাসেনাই

    • @runaakter423
      @runaakter423 3 ปีที่แล้ว +1

      Right

    • @emtiyajmiya3107
      @emtiyajmiya3107 3 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ

  • @ST.hidden_girl
    @ST.hidden_girl 2 ปีที่แล้ว +1

    Ai channel a prottek ta epi emotional hoy kintu eta khub valolege6e amar funny prochur.Always love from India 🇮🇳❤️

  • @NurulIslam-se7ki
    @NurulIslam-se7ki 3 ปีที่แล้ว +37

    আজকে প্রথম কোন শো তে কিবরিয়া ভাই কে এতো প্রাণ খুলে হাসতে দেখলাম ।মনে হচ্ছে বিকেলের কোন আড্ডাতেই বসে আছে ।অনেক শুভকামনা রইল আপনার জন্য

  • @myfultania9979
    @myfultania9979 2 ปีที่แล้ว +1

    কিবরিয়া ভাই আপনি শুধু উনার কাছে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনি খুউব প্রিয়। আপনি আপনার কাজের জন্য সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন।আপনার জন্য অনেক দোয়া, শুভকামনা।

  • @Krishi-
    @Krishi- 3 ปีที่แล้ว +6

    শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম খুবই ভালো লাগলো।

  • @shamimachoudhury9467
    @shamimachoudhury9467 3 ปีที่แล้ว

    Ajj etto hashlum bolar baire... sottee Robi bhai.. salute u..karon...sotto bola etto sohoj noi...shobar samne nijek tule dora...darun...prem asholei ...odvut ak jinish...just hoye jai...

  • @fatemabibi6726
    @fatemabibi6726 3 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ, দেখা শুরু করেছি। প্রথম।

    • @mdmizanurkhan2905
      @mdmizanurkhan2905 3 ปีที่แล้ว

      দেখা শুরু করেছি দেখি শেষ পর্যন্ত কি হয়

    • @imsalam5178
      @imsalam5178 3 ปีที่แล้ว

      খুব সোয়াবের কাজ করেছেন।🤣🤣🤣

  • @mrinaleenemitu2961
    @mrinaleenemitu2961 2 ปีที่แล้ว

    wow.. awesome colleboration ...Robi vai and kebria vai.

  • @SalmaAhmed-px2mt
    @SalmaAhmed-px2mt 3 ปีที่แล้ว +11

    মিতুকে ধন্যবাদ, এমন সাহস সবার হয় না,সে বড়ো লোকের মেয়ে ছিল। ❤❤❤

  • @shohanaferdous9815
    @shohanaferdous9815 2 หลายเดือนก่อน

    এত মজার গল্প খুবই ভালো লাগলো সময়টা যে কোথা দিয়ে চলে গেল টেরই পেলাম না

  • @yesminakter8339
    @yesminakter8339 3 ปีที่แล้ว +90

    ওনি অনেক মজার মানুষ।
    গল্পের সবচেয়ে বড় আকর্ষণ কিবরিয়া ভাইয়ার হাসি।

    • @ummataspia5578
      @ummataspia5578 3 ปีที่แล้ว +3

      Right

    • @womsarkar2014
      @womsarkar2014 3 ปีที่แล้ว +1

      ALL RIGHT

    • @amdadulhaq3506
      @amdadulhaq3506 3 ปีที่แล้ว

      আমার মনে হয় কিবরিয়া ভাই একটু বেশি হেসেছেন৷ অনেক মজা পেয়েছেন তাইনা৷

    • @FAISAL.007
      @FAISAL.007 2 ปีที่แล้ว

      asoley

  • @akterjahan6162
    @akterjahan6162 3 ปีที่แล้ว

    প্রতিটি বাক্য উপভোগ করার মতো।দারুণ একটা এপিসোড। খুউব ভালো লাগলো। উপস্থাপক ও এককথায় অসাধারণ।

  • @TechnoBijoy
    @TechnoBijoy 3 ปีที่แล้ว +32

    এক ঘন্টার 14 মিনিট ধরে ভিডিওটা দেখলাম প্রতিটা কথায় হাসি পায় সত্যিই একজন অসাধারণ প্রেমিক পুরুষ আমি হয়তো বা ছোট্ট কিন্তু ভিডিও কনসেপ্ট টা বুঝতে পেরেছি

  • @nawfazayaannawla1710
    @nawfazayaannawla1710 3 ปีที่แล้ว +2

    Onek din por eto hashlam. khub bhalo laglo ajker adda ta. Bishesh kore shesh je message ta chhilo amader creative kichhu korte hobe, oshadharon ...... Kibria bhaiya , Robi bhaiya, r Mitu apur jonno onek onek shuvo kamona roilo

  • @shoyebsk5068
    @shoyebsk5068 3 ปีที่แล้ว +4

    অনেক ভালো লাগলো। প্রথম অংশ টার সাথে আমার মিল আছে

  • @sharnachawdhury1391
    @sharnachawdhury1391 2 ปีที่แล้ว

    Kibriar ato pran khola hasi… Masha Allah… Tmr mukhe Ai hasi ajibon lege thakuk

  • @nowshinbhuiyan6728
    @nowshinbhuiyan6728 3 ปีที่แล้ว +18

    9 মিনিট দেখার পর কমেন্ট করতে বাধ্য হইলাম।একেই বলে কথার মাধুর্য্যতা। খালি শুনতেই মন চায়।

  • @yummyfoodpoint4299
    @yummyfoodpoint4299 2 ปีที่แล้ว +1

    আপনার গল্প শুনে যেটা উপলব্ধি করলাম, আপনার স্ত্রী আপনাকে কখনো চাপ দেয়নি আবার আপনাকে দিয়ে খুব সুন্দরভাবে উপার্জন করিয়েছে৷ আপনি ভুল করলে আপনাকে ক্ষমা করে দিয়েছে।
    আর একটা কথা যেটা আমার মা বলেন, যেসব মানুষেরা জীবনে খুব কষ্ট পায় " হয় তারা মানবসেবাকে বেছে নেয়, নাহলে সাহিত্য - সঙ্গীত এটা বেছে নেয় "....

  • @asadhaque9816
    @asadhaque9816 3 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম ভাই .... আর . জে . কিবরিয়া , সুন্দর .... রবি ভাই এর চোখ দুটো কাজী নজরুল ইসলাম এর চোখের মত দেখতে , উনি অনেক সুন্দর মনের মানুষ আল্লাহ হাফেজ আল্লাহু আকবর ।

  • @muktirdhaak
    @muktirdhaak 3 ปีที่แล้ว +2

    চমৎকার একটা মানুষ।
    আমি ৪/৫ বার দেখেছি এই ভিডিওটি।
    খুব খুবই ভাল লেগেছে……

  • @bondhu1512
    @bondhu1512 2 ปีที่แล้ว +3

    অনেক দিন পরে
    আজ রবি ভাই এর কথাগুলো শুনে মন খুলে হাসলাম,,,
    ভাই আপনাকে সালাম,,,,

  • @DebjaniSen2014
    @DebjaniSen2014 2 หลายเดือนก่อน

    জমাটি আড্ডা। খুব enjoy করলাম।

  • @asmirakhanam373
    @asmirakhanam373 3 ปีที่แล้ว +5

    আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম খুব ভালো লাগলো।

  • @samararashid559parvin7
    @samararashid559parvin7 ปีที่แล้ว

    I don't know what to say .Excellent !!!!

  • @annadebnath7974
    @annadebnath7974 3 ปีที่แล้ว +29

    যখন শুনলাম আপনি নতুন করে প্রেমে পড়ছেন..মনের অজান্তে চোখে জল চলে আসলো মিতু আন্টির জন্য!!! 😭😭😭

    • @thaminanasrin4293
      @thaminanasrin4293 3 ปีที่แล้ว +7

      সবাই অনেক হেসেছে কিন্তু বেচারি মিতুর উপর দিয়ে কি গেছে এটা একমাএ উনিই বুঝেছেন।

    • @rafiyaandramija9435
      @rafiyaandramija9435 3 ปีที่แล้ว +4

      @@thaminanasrin4293 ঠিক বলেছেন।

    • @ismailhossainfahimpatwary7332
      @ismailhossainfahimpatwary7332 3 ปีที่แล้ว +3

      @@rafiyaandramija9435 সত্য সবসময়ই তিতা হয় তাই এটা মেনে নেওয়া খুবই 😥কস্ট।আপনি সত্যিই বলছেন 😥😥
      মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই আছে;এখানে এপিঠ দেখানে হয়েছে কিন্তু ওপিঠে মিতু নামের উনি আছেন। 🙂

    • @fatehascook8316
      @fatehascook8316 3 ปีที่แล้ว +1

      মিতু সত্যিই অসাধারণ মেয়ে

  • @Green_Heaven__
    @Green_Heaven__ ปีที่แล้ว +1

    এতদিন যত পর্ব দেখেছি শুধু চোখের জল ফেলেছি। আজ বক্তার সীমাহীন সততা, বাচনভঙ্গি খুব মজা লাগলো। মন খুলে হাসলাম।

  • @umaghosh6143
    @umaghosh6143 3 ปีที่แล้ว +28

    এত হাসলাম ..বলার মত না...বিশেষ করে পানি খাওয়ার কথা কথাগুলো শুনে 😁😁😁👍👍👍👍👍

    • @shahidasheuly350
      @shahidasheuly350 3 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো।

  • @ayeshaakterrr8192
    @ayeshaakterrr8192 3 ปีที่แล้ว +2

    1 hr 5 min obdi hesheci. Er porer kotha gula khubi onuperonamulok. Thank you..

  • @konicabiswas3391
    @konicabiswas3391 3 ปีที่แล้ว +3

    অনেক ভালো লাগলো
    আমি মুগ্ধ
    আবারও পর্ব দেখতে চাই

  • @miladunnabi3998
    @miladunnabi3998 2 ปีที่แล้ว

    অসাধারন ভালোলাগলো ♥
    অসম্ভব ভালোলাগলো ♥♥
    অনেক অনেক ধন্যবাদ ♥♥♥

  • @mohammadabduljabbar1884
    @mohammadabduljabbar1884 3 ปีที่แล้ว +8

    রবি সাহেব! জীবনে অনেক পাপ করেছেন বলে গল্প শুনে মনে হল। এবার ভাল হয়ে যান। পরকালর জন্য কিছু করুন। মানুষ কে দ্বীনের দিকে দাওয়াত দিন। আল্লাহ তায়ালা আপনাকে প্রচুর মেধা শক্তি দিয়েছেন। চেষ্টা করলে এখনও আপনি একজন আলেম হতে পারবেন। আমিন।

  • @shihabahmed3819
    @shihabahmed3819 3 ปีที่แล้ว

    অসাধারণ। এরকম সত্য কথা বলার সৎ সাহস সবার হয় না। ভাবির জন্য শুভকামনা ও শ্রদ্ধা ❤️

  • @gautamdey7478
    @gautamdey7478 3 ปีที่แล้ว +3

    অসম্ভব ভালো লাগলো।খুব ভালো সময় কাটলো।

  • @shajherbal778
    @shajherbal778 3 ปีที่แล้ว +1

    প্রথম কোন শো তে কিবরিয়া ভাই কে এতো প্রাণ খুলে হাসতে দেখলাম । সবার গল্পে কান্না হাসি থাকত কিন্তু এখানে শুধুই ছিল হাসি,মজার মানুষের সাথে মজার আড্ডা।এক কথায় অসাধারণ 🥰🥰
    1

  • @MDDulal-xf6qr
    @MDDulal-xf6qr 3 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই আপন ঠিকানায় অনেক চোঁখের পানি ফালাইছি । তেব আচকে মন ভরে হাসলাম ।

  • @faridakhanam7434
    @faridakhanam7434 3 ปีที่แล้ว

    Onek din por mon khule haslam, dhonnobad dujonkei.

  • @GameTrailer_Play
    @GameTrailer_Play 3 ปีที่แล้ว +9

    সত্যই অসাধারন হয়েছে এই পর্বটি । অনেক কিছু জানতে ও শিখতে পারলাম সাথে অনেকক্ষণ হাঁসতে পারলাম। :)
    আসলেই মানুষের জীবনের গল্পগুলো তার লেখার মাধ্যমে প্রকাশ পায়। মনে হচ্ছে জীবন সম্পর্কে জানতে হলে প্রচুর পরিমাণ গল্প ও উপন্যাস পরতে হবে। পর্বটি দেখে বই পড়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে।

  • @MDAnwar-lb2ys
    @MDAnwar-lb2ys 3 ปีที่แล้ว +1

    অনেক মজা পাইছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ❤️

  • @Raiyansmumblog
    @Raiyansmumblog 3 ปีที่แล้ว +40

    মানুষ প্রেমে ব্যার্থ হয়ে কবিতা লেখে।
    কিন্তু প্রেমিকা কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেলে তার জন্য কখন ও কবিতা লিখতে পারেনা 🙂
    ব্যার্থতায় হয়তো সাফল্য 🙂
    ব্যার্থ প্রেম ই হয়তো অধিক গুরুত্বপূর্ণ 🙂

  • @marinaafrin8003
    @marinaafrin8003 2 ปีที่แล้ว

    মন্ত্রমুগ্ধের মতো শুনলাম...অসাধারন....

  • @mkaisar1577
    @mkaisar1577 3 ปีที่แล้ว +147

    জীবনে এত গল্প পড়েছি,এত গল্গ শুনেছি। কিন্তু এই রকম গল্প শুনি নাাই। অসাধারণ ভাইয়া এই রকম একটা গল্প উপহার দেওয়ার জন্য।

  • @JahanaraBegum-pm9oq
    @JahanaraBegum-pm9oq 8 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম। আজকের আপন ঠিকানা য় শ্রদ্বেয়, রবি ভাই এর জীবন কাহিনী শুনলাম। হাসি ও কান্নায় অনেক ভরপুর ছিল উনার জীবন। এইটা থেকে সবাইকে অনেক কিছু শিক্ষা র আছে। আসলে মানুষের জীবন এক এক সময় এক এক ধরনের রুপে সাজা। সাজানো জীবনের মাঝে অনেক আনন্দ ও দু:খ লুকিয়ে থাকে, এটাই আমাদের জীবন সংসার। কিবরিয়া ভাইকে অনেক দোয়া ও ভালোবাসা আজকের দিনে উনি অনেক হাসলেন ও সবাইকে হাসালেন। রবি ভাই এর পরিবারের সবাইকে আললাহ পাক যেন সুস্থ ও সুন্দর জীবন দান করুন এই কামনা করি । আমাদের জন্য দোয়া করবেন ভাই। 💖💖

  • @shantasarkar710
    @shantasarkar710 3 ปีที่แล้ว +12

    যেমন গল্প মজা করে বললেন, কিবরিয়া এর ভাই হাসি টা ও সেই আজকের মূল আকর্ষন অসাধারণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম

  • @relaxingrainwhitenoise2039
    @relaxingrainwhitenoise2039 2 ปีที่แล้ว

    অসাধারণ প্রেমের গল্প।thanks kebria & robi brother ..........

  • @nazmasorna1592
    @nazmasorna1592 3 ปีที่แล้ว +8

    কিবরিয়া ভাই এর হাসি দারুণ। গল্প সুনে আর হাসি দুটো মিলে একাকার

  • @konokkaya8138
    @konokkaya8138 3 ปีที่แล้ว +1

    Wow👌👌👌
    Dekhte dekhte mone hochhilo ajker show ta jeno sesh na hoy
    But sob kichuri sesh ache
    Onek onek valo laaglo
    Thank u

  • @moshammatroziakhter5113
    @moshammatroziakhter5113 3 ปีที่แล้ว +4

    অনেক মজা লাগলো গল্প টা।দারুণ। উনি খুব রসিক মানুষ। আল্লাহ যেন উনাকে হেপাজত করেন।

  • @selinaislam5799
    @selinaislam5799 27 วันที่ผ่านมา

    কিবরিয়া ভাই আজ এত হাসলাম😂😂😅😅😅😅😅😂😂😂

  • @jahedanasrin2866
    @jahedanasrin2866 3 ปีที่แล้ว +14

    প্রতিবাদি দাদীকে স্যালুট

  • @romikhan3156
    @romikhan3156 2 ปีที่แล้ว +2

    তিনি অত্যন্ত রসিক আর ভালো মনের মানুষ💝🥰

  • @AkramHossain-vg4ys
    @AkramHossain-vg4ys 3 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই আপনাকে ধন্যবাদ সহ আপনার বন্ধু কেও অভিনন্দন। অসাধারণ সুন্দর আমার খুব ভালো লাগছে।

  • @sadiabinta1921
    @sadiabinta1921 ปีที่แล้ว

    What a episode, best episode. কিন্তু বিয়ের পর প্রেম করেছিেলন এ কথা টি বাদে বাকি গুলো ভালো লেগেছে 🤭

  • @Simana936
    @Simana936 3 ปีที่แล้ว +15

    গল্প শুনিয়া বুঝিতে পারিলাম,
    "প্রেম ছুটিয়া গেলো,
    কিন্তু দিয়া গেলো অমূল্য কিছু,
    করিল মহীয়ান তারে-
    প্রেম সব কেড়েই নেয়না,
    দিতেও পারে, কিছু দিতেও পারে।"

    • @mrrahman4044
      @mrrahman4044 3 ปีที่แล้ว +1

      Nice story

    • @Simana936
      @Simana936 3 ปีที่แล้ว +2

      @@mrrahman4044 hmm..

  • @shaikhfoysal4426
    @shaikhfoysal4426 ปีที่แล้ว

    Awesome man. I am happy. Thanks

  • @sayeedamin8545
    @sayeedamin8545 3 ปีที่แล้ว +12

    বিয়ের পর প্রেম করা ছাড়া পুরো গল্পটাই ভালো লাগলো।

  • @jayatiroychowdhury179
    @jayatiroychowdhury179 3 ปีที่แล้ว

    Eto galpo sunechi..just just asadharon...haste haste pet byatha..r ekdike sangram...kato kichu sekhar...

  • @kajox8248
    @kajox8248 3 ปีที่แล้ว +4

    কিবরিয়া ভাইয়া এই গল্প শুনে আমার খুব ভালো লাগলো দারুণ ধন্যবাদ

  • @ShafiqulIslam-ii1si
    @ShafiqulIslam-ii1si 3 ปีที่แล้ว

    Awesome. Onek enjoy korlam. Best jiboner golpo. Thank you robi bhi & kivria bhi

  • @মিঃমাসুম
    @মিঃমাসুম 3 ปีที่แล้ว +3

    কমেন্ট দেখে আশ্চর্য হলাম এখানে রবি ভাইকে অনেকেই চিনেনা।
    "
    অথচ ওনির জন্য একসময় পাগলের মত করতাম, ওনার এক একটা শো ছিলো হাসির হাড়ি। সাথে রাজীব ভাইকেও মনে পড়ে

  • @sajedinara2426
    @sajedinara2426 3 ปีที่แล้ว +2

    কিবরিয়া সাহেব তো সবসময় কাদায় 😂আজকে এতো হাসি র একটা অনুষ্ঠান এর জন্য ধ নবাদ।

  • @NUSRATJAHAN-bk6hx
    @NUSRATJAHAN-bk6hx 3 ปีที่แล้ว +5

    ২ মিনিট দেখতেই হাসতে হাসতে গাল দুইটা ব্যাথা......মলিন মনটা ভালো হয়ে গেল।এত মজার পর্ব আর হবে কিনা জানিনা......

    • @1995aburayhan
      @1995aburayhan 3 ปีที่แล้ว

      ঠিক বলছেন আপু

  • @aurinsvlog7270
    @aurinsvlog7270 3 ปีที่แล้ว

    Oshadharon... hashi bedona mishano golpo..khub bhalo laglo

  • @RakhiDas-pi9ri
    @RakhiDas-pi9ri 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো । উনি ভীষন রসিক মানুষ 😀😀

  • @shekhliza
    @shekhliza ปีที่แล้ว

    One of The best story ❤❤❤❤

  • @andrewchisim6709
    @andrewchisim6709 3 ปีที่แล้ว +3

    মন্ত্রমুগ্ধের মত শুনেছি! ধন্যবাদ রবি ভাই। ফিনিশিংটা ছিল খুব চমৎকার!

  • @yashomatighosh3366
    @yashomatighosh3366 2 หลายเดือนก่อน

    আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে রবি দাদার গল্প শুনে প্রান খুলে হেসেছি | ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ভালো রাখুন |

  • @mahdyhasan6689
    @mahdyhasan6689 3 ปีที่แล้ว +3

    মজার মানুষ,ভালোবাসার মানুষ।ধন্যবাদ কিবরিয়া ভাই।

  • @nipaakhtarni421pa7
    @nipaakhtarni421pa7 3 ปีที่แล้ว

    Ata sob theke sondor hoishe golpo ta thanks ato sondor akta golpo diyar jonno.

  • @shaifulislam1609
    @shaifulislam1609 3 ปีที่แล้ว +14

    অনেক হাঁসলাম গল্পটা দারুন ।

  • @rubinaahmed1581
    @rubinaahmed1581 2 ปีที่แล้ว

    অনেক অনেক ভাল লাগলো। আসলেই আজকের গল্পটার শেষ টুকুই সারংশ । ঐ যে "আমারে দেবোনা ভুলিতে"। মনে রাখার মত গল্প । ধন্যবাদ দুজনকেই।

  • @alifmona9478
    @alifmona9478 3 ปีที่แล้ว +10

    R
    রবি ভাই
    অসাধারণ একটা পদার্থ
    অারেক টা পর্ব চাই কিবরিয়া ভাই

  • @umaghosh6143
    @umaghosh6143 3 ปีที่แล้ว +1

    সত্যিই খুব joly আপনি ভাইয়া ।নিজে হাসেন কম আমাদের হাসাচেছন বেশি ।বেশ মজা করে কথা গুলি বলছেন ।great dada

  • @yourchoice3194
    @yourchoice3194 3 ปีที่แล้ว +6

    Mind blowing story ❤️

  • @FAISAL.007
    @FAISAL.007 2 ปีที่แล้ว

    ata chilo one of the best podcast. onek onek valo somoy katlo

  • @shahinaraBD
    @shahinaraBD 3 ปีที่แล้ว +4

    প্রেম কবিতা র জন্ম দেয় । মানে না কোন বয়স। মানে না কোন সময়। ব্যর্থ হলে হয় কাহিনি । স্বার্থক হলে হয় সাফল্য।। এই টা । সবার জীবন নে আসে কোন না কোন সময়।। । বরি ভাই য়া আসসালামু আলাইকুম ভাল থাকবেন। জীবন নাটকের চেয়ে ও নাককিয়। কিবরিয়া ভাই য়া র ডায়লক। 🌹👍

  • @HandmadeTasifa
    @HandmadeTasifa 3 ปีที่แล้ว +1

    kinto notification pawar shathe sathe ashlam😭😭😭ok video deka shuro kori❤️❤️❤️

    • @dailyrannavlog155
      @dailyrannavlog155 3 ปีที่แล้ว

      Mili apu no tention asce bocor abar parba first hote

  • @mdshamsul814
    @mdshamsul814 3 ปีที่แล้ว +3

    কি শুনলাম,এক নাগাড়ে দেখলাম তারপর ও যেন কোথায় একটা অপূর্নতা রয়ে গেল।

  • @robi4285
    @robi4285 3 ปีที่แล้ว

    2 jon priyo manush. Robi vai kebrea vai. ❤️❤️❤️

  • @এসোইসলামেরপথে-স৪ঠ
    @এসোইসলামেরপথে-স৪ঠ 3 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ অসাধারণ,,হাসতে হাসতে শেষ হয়ে গেলাম

  • @mitalichowdhury1576
    @mitalichowdhury1576 2 ปีที่แล้ว

    উফ্ফ্ফ্ফ্ আজ অনেকদিন বাদে রবীবাবুর গল্প শুনে ভীষণ ভালো লাগলো !! আমি ভীষণ ভাবে বাস্তব কাহিনী গুলো শুনি !!দুজনকে আমার অভিনন্দন 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🌷🌷🌷

  • @archanasanyal2973
    @archanasanyal2973 3 ปีที่แล้ว +5

    অনেক দিন পর অসম্ভব হাসি তে একটি গল্প শোনলাম দারুণ ভালো লাগলো। ধন্যবাদ কিবরিয়া ও রবি ।ইন্ডিয়া থেকে। 🤣🤣🤣🤣🤣

  • @riponchowa2355
    @riponchowa2355 2 ปีที่แล้ว

    খুব মনোযোগ দিয়ে শুনলাম, এনজয় করছি খুব।

  • @masumbinmuhibbullah3818
    @masumbinmuhibbullah3818 3 ปีที่แล้ว +5

    লোকটা খুব মজার মানুষ। অসাধারণ

  • @kamrunsherin3288
    @kamrunsherin3288 3 ปีที่แล้ว +2

    বড়ই মজার গল্প, ভালো ই লাগলো,