অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর ! Branding Bangladesh I Episode:52 I Studio of Creative Arts ltd I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 634

  • @ankar1990
    @ankar1990 ปีที่แล้ว +15

    অসাধারন, ব্যান্ডিং বাংলাদেশ যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে সর্বোচ্চ টপ লেভেলের বাস্তব গল্প। মাছ ধরলে বড়টা ধরতে হবে,দেওয়ার মালিক আল্লাহ। শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া। পিছু লোকে কি বলল কিচ্ছু আসে যায় না। অসম্ভব লেভেলের অনুপ্রেরণা আমার হ্নদয়কে নাড়া দিয়েছে।ধন্যবাদ কিবরিয়া ভাই ও শাকির ভাইকে এত সুন্দর অনুপ্রেরণা মূলক জীবন পরিবর্তনের পথ দেখানোর জন্য।দু,জনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।

  • @BizbonInfo
    @BizbonInfo 8 วันที่ผ่านมา +2

    কিবরিয়া ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছি,, just mind blowing.... ভাই আপনার প্রত্যেকটা ব্র্যান্ডিং বাংলার এপিসোড এক একটা motivational কামানের গলার মত,,,এগুলো দেখেও যারা বসে থাকবে কিছু করার অর্ধেক না নিবে, তারা সত্যিই হতভাগ ।। ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া, এবং শুভকামনা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  • @tanisdreamhouse2932
    @tanisdreamhouse2932 ปีที่แล้ว +17

    সম্পুর্ন গল্পটি শুনে প্রচন্ড একটা আবেগ কাজ করছে।চোখের পানিতে সবকিছু ঝাপসা লাগছিল। একটি ম্যাসেজ হৃদয় ছোঁয়া মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা অহংকারকারীকে পছন্দ করেন না মানে নিজের উপর ওভার কনফিডেন্স ঠিক নয়।এই শিক্ষাটা সত্যি উপলব্ধি করার মতো।আল্লাহর দরবারে নিজেকে যে সপে দেয়ার চেয়ে সুখের আর কি হতে পারে। আপনার জন্য সর্বাঙ্গীণ শুভকামনা।

  • @mdmanikhossain402
    @mdmanikhossain402 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ..... ধৈর্য, পরিশ্রম এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে,,ইনশাআল্লাহ ভালো কিছু হয় এবং হবে।

  • @shamimsterritory..4281
    @shamimsterritory..4281 ปีที่แล้ว +11

    এটি একটি অসম্ভব সুন্দর ও সফলতার গল্প। যা থেকে শিক্ষা এবং অনুপ্রেরণা নেওয়ার অনেক কিছু আছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর নিষ্ঠার সাথে কাজ করে কেউ কখনো ব্যর্থ হয় না, আপনি তার একটা জ্বলন্ত উদাহরণ। স্যালুট আপনাকে।

  • @gowithraihan2070
    @gowithraihan2070 ปีที่แล้ว +37

    বাহ,,,জীবন নিয়ে যখনই হতাশাগ্রস্থ হয়ে পড়ি।তখনই এসব ভিডিও গুলো জীবনকে এগিয়ে নিয়ে জাওয়ার অনুপ্রেরণা দেয়।।

  • @rabeyabegumbegum4062
    @rabeyabegumbegum4062 11 หลายเดือนก่อน +7

    অভিনন্দন 💐💐💐
    অবিশ্বাস্য !!
    মাশাল্লাহ….. মাশাল্লাহ ….
    গায়ের লোম দাঁড়িয়ে দিয়েছে, চোখের পানি এসে গিয়েছে।
    ধন্যবাদ, কিবরিয়া বাবাকে♥️

  • @rtt406
    @rtt406 ปีที่แล้ว +9

    আমার চোখে পানি চলে আসছে,,,যখন সে রেসাল্ট পেয়ে সাকসেস হয়ে ফ্যামিলির সাথে ইমোশনাল হয়েছে,,এটার সুখ আর কোথাও নেই।আল্লাহ আপনাকে নেয় হায়াত দান করুক।

  • @monikhan2235
    @monikhan2235 ปีที่แล้ว +29

    কথাটি মনে গেঁথে গেল, হৃদয় ছুঁয়ে দিল... যে ব্যাক্তি তার সিকার কে ভোলে না সে কখনো অন্যায় করতে পারেনা বাস্তাব এবং চরম সত্যি কথা বলেছেন ❤

  • @jonayetkobir9926
    @jonayetkobir9926 ปีที่แล้ว +33

    আলহামদুলিল্লাহ, শাকির স্যারের কাছ থেকে ছাত্র হিসাবে টিউশনি পাওযার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে স্যারের জীবন কাহিনী এমন ছিলো জানা ছিলো না। অনেক কিছু জেনেছি, শিখেছি এই গল্প থেকে। বার বার গাঁ শিউরে উঠেছে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এমন কাছে একজনের জীবন কাহিনী থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। আলহামদুলিল্লাহ

    • @alamin9077
      @alamin9077 ปีที่แล้ว +3

      জুনায়েদ তোমার মনে আছে কি একটিভ কোচিং এর কথা। আমিও স্যারের একজন ছাত্র ছিলাম

    • @jonayetkobir9926
      @jonayetkobir9926 ปีที่แล้ว

      @@alamin9077 হ্যাঁ, অবশ্যই

    • @esmailmiah9247
      @esmailmiah9247 ปีที่แล้ว

      ধধধধধ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @homosapiens354
    @homosapiens354 ปีที่แล้ว +37

    হার না মানা এক সংগ্রামী যোদ্ধার পররাষ্ট্র ক্যাডার হবার গল্প এটি।।বার বার ফেল করে ও স্বপ্ন ভেংগে গিয়ে ও নতুন করে স্বপ্ন দেখার গল্প এটি।।।অনেক দিন পরে ভালো একটা এপিসোড পেলাম

    • @Azizulhepue
      @Azizulhepue 6 หลายเดือนก่อน +1

      আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো

  • @shalinaakter8881
    @shalinaakter8881 ปีที่แล้ว +37

    অবিশ্বাস্য এক জীবন গল্প। পরিশ্রম মেধা উপরে উঠতে অবশ্যই সাহায্য করে । ধন্যবাদ কিবরিয়া ভাই কে মনের নিংড়ানো৷ কথা বের করে আনার জন্য। উভয়কেই ভালোবাসা।

  • @muslimkidslifestyle6315
    @muslimkidslifestyle6315 ปีที่แล้ว +34

    এই ভাইয়ের সাথে আমারো একটা জায়গায় খুব মিল আছে। আমিও বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম। আমি আমার বান্ধুবীর বাসায় প্রাইভেট পড়তে যেতাম তখন এক সপ্তাহ যাবত বোরখার উপরে একটাই ওড়না পরে গিয়েছিলাম তখন বান্ধুবীর ছোট ভাই বলেছিলো আপু, আপনার কি একটাই ওড়না..? তখন আমার খুব ই খারাপ লাগছিলো। ঐ সময় টা খুব ই কষ্টে কেটেছে। শত কষ্টের মাঝেও এস এস সি তে আমিও জিপিএ ৫ পেয়েছিলাম আর সেটা একমাত্র আমিই। সেই বছর বিজ্ঞান বিভাগ থেকে একটাই এ প্লাস ছিলো আলহামদুলিল্লাহ।

    • @gamingjisan445
      @gamingjisan445 7 หลายเดือนก่อน

      আপনি এখন কিসে। জব করুন

    • @ManjusreeBarua
      @ManjusreeBarua 6 หลายเดือนก่อน

  • @tahsinakarim1197
    @tahsinakarim1197 6 หลายเดือนก่อน +2

    পুরো ভিডিও টি দেখলাম শুনলাম। দুঃখ বেদনা খুশী শেষে আনন্দের কান্না আসছিল।বাবা আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি। আগামীর পররাষ্ট্র সচিব যেনো আপনার মতো জিনিয়াস লোক হয়।অনেক অনেক দোয়া রইলো।আল্লাহ আপনার সহায় হোন।

  • @taslimabegum2304
    @taslimabegum2304 ปีที่แล้ว +34

    একজন মানুষ তার কষ্টের মাঝে যখন আল্লাহ তায়ালা কে স্বরন করেন, তখন তার ধয্যোর পরীক্ষা নেন।আর যখন‌ই আমরা আল্লাহ কে ভুলে যাই , তখনই মানুষ কে বিপদ দিয়ে মানুষ কে আল্লাহ তায়ালা তার রাস্তায় ফিরিয়ে আনেন। যে আল্লাহ কে ‌সঠিক ভাবে চিনেন। তাকে আল্লাহ তায়ালা ঠিকই তার মর্যাদা ফিরিয়ে দেন।তবে এই ভাইয়ের প্রতি অনুরোধ রইল, আল্লাহ তায়ালা আপনাকে সার্থক করেছেন। জীবনে সৎ থাকার চেষ্টা করবেন। আল্লাহ তায়ালার কাছে চেয়ে নিতে সময় লাগলেও নিতে সময় লাগেনা। কাজেই জীবনে অসৎ টাকা উপার্জনের চেষ্টা করবেন না। দেশের হয়ে কাজ করবেন।

    • @vish629
      @vish629 ปีที่แล้ว +2

      Tomake salute janai bhai

  • @hashtagtakeshi
    @hashtagtakeshi ปีที่แล้ว +22

    ভালোবাসা রইলো শাকির ভাই😊 ইনশাআল্লাহ একদিন আমিও সেই পর্যায়ে যাবো। ব্র্যান্ডিং বাংলাদেশের অতিথি হয়ে হাজারো যুবকের ইন্সপাইরেশন হবো।❤

    • @MahaHazari
      @MahaHazari 9 หลายเดือนก่อน

      inshallah ❤❤doa thaklo try koren

  • @AVANGARE_DC_HOLLYWOOD_MOVE
    @AVANGARE_DC_HOLLYWOOD_MOVE 11 หลายเดือนก่อน +3

    এই গল্পটা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করলে যা হতে পারে এই ভাইয়ের ক্ষেত্রে তাই হয়েছে এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার সাহায্য চাওয়া।

  • @MamunKhan-ru1me
    @MamunKhan-ru1me ปีที่แล้ว +16

    সবাই যেটা ভাবতে ভয় পায়, সেই জিনিসটা অর্জন করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়।আমার জীবনে অনুপ্রেরণার অসাধারণ একটা বাক্য 💥💥

  • @mahbubhasan9825
    @mahbubhasan9825 ปีที่แล้ว +47

    ৪১ বিসিএস এর আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। আমার বলা যায় প্রথম বিসিএস এইটা। আমি যখন ক্যাডার লিস্টে আমার রোল দেখেছিলাম আমিও সত্যি খুব অবাক হয়েছিলাম। অন্তত বিশ মিনিট কান্না করেছিলাম। আল্লাহর কাছে মাথা নত করে বারবার বলছিলাম তুমিই রিজিকের মালিক।
    বিসিএস যে কত আবেগ মিশ্রিত আকাঙ্ক্ষার ফসল যারা এই পথ পারি দেয় কেবল তারাই জানে।

    • @kmmk484
      @kmmk484 ปีที่แล้ว +2

      ভাই দেশে এত বিসিএস
      জানতে ইচ্ছে হয় এত দুর্নীতি বাংলাদেশে কে করে। কে করার সুযোগ করে দেয়?

    • @UidyeIr
      @UidyeIr 7 หลายเดือนก่อน +1

      আমার বড় মেয়ে এখন অনাস ফাইনাল দিবে।আমার ইচছা বিসিএস বানাবো কি করলে ভাল হয় ভাল অপুদেশ চাই

    • @mahabub476
      @mahabub476 7 หลายเดือนก่อน +1

      7i 7:03 j

  • @AtiqurRahmanMukul-vu9gr
    @AtiqurRahmanMukul-vu9gr ปีที่แล้ว +4

    Destiny'র খপ্পরে আপনিও পরেছিলেন। যাহোক ঠেকে শিখেছিলেন।
    Salute You.

  • @badshamallick1325
    @badshamallick1325 ปีที่แล้ว +15

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও দেখানোর জন্য

  • @syedkamrul75
    @syedkamrul75 ปีที่แล้ว +5

    রিজিকের মালিক আল্লাহ। খুব ভালো লাগছে history টা। অনেক বার শুনবো এটা।

  • @mhshuvo8572
    @mhshuvo8572 ปีที่แล้ว +21

    আলহামদুলিল্লাহ ❤️ গল্পটা দেখে অনেক কিছুই শেখার আছে আসলে আমরা অহংকার না করে সৃষ্টিকর্তার প্রতি পণ্য বিশ্বাস রাখতে হবে তাহলে সফলতা আসবেই শত ব্যর্থতার পরেও ☺️🥰

  • @Jenuk-qy1wb
    @Jenuk-qy1wb ปีที่แล้ว +6

    খুবই ভালো লাগলো। আপনার মতো মনশক্তি যেন আল্লাহ সবাইকে দেন।আমরাও অনেক যুদ্ধ করে থেমে গেছি পড়াশুনায় যে আমাকে দিয়ে হবে না এই বলে। কিন্তু আমাদের ভবিষ্যৎ যেন আপনার মতো অনুপ্রেরণা পায়।

  • @Saminarahman-t9z
    @Saminarahman-t9z ปีที่แล้ว +33

    কিবরিয়া ভাইয়ের গভীর ভালোবাসার চাহনি নিয়ে গল্প শোনার যে দৃশ্য এটা আমাকে সত্যি খুব মুগ্ধ করে,,শরীর শিহরে উঠার মতো গল্প সুবহানাল্লাহ্।অভিনন্দন দুজনকেই♥️♥️

    • @dilaraakter3140
      @dilaraakter3140 ปีที่แล้ว +1

      জীবন যুদ্ধের কাহিনী,সত্যি ভালো লাগছে অপূর্ব।

    • @m.hifzurrahman2890
      @m.hifzurrahman2890 ปีที่แล้ว

      অপূর্ব অপূর্ব অপূর্ব।আল্লাহ্ অশেষ মহিমা। আপনি চাওয়ার মত চাইবেন,দেখবেন কোথা থেকে বিধাতা আপনার হাতের মুঠোয় এনে দিয়েছেন,আপনি টেরই পাবেন না। আমি নিজেই বহুবার এর প্রমাণ পেয়েছি । অভিনন্দন এই পরিশ্রমী ছেলেটিকে।আল্লাহ্ - র প্রতি ভরষা রেখে আরো এগিয়ে যাও এই দোয়াই করি।- স্বামীর আই ডি থেকে সুফিয়া কে রহমান ।

    • @sharifcomputer8645
      @sharifcomputer8645 ปีที่แล้ว

      Bbbbbbbbbbbbbbbbbbbgy@]]

  • @MKAHasan-i8h
    @MKAHasan-i8h ปีที่แล้ว +19

    স্যার এর কথা শুনে আমি নিজেকে খুজতেছি এবং কান্না করতেছি।,,, হে মাবুদ

  • @DDF2173
    @DDF2173 ปีที่แล้ว +4

    একজন মানুষ এতো সুন্দর করে তার জীবনের উত্থান পতন সবার সামনে তুলে ধরতে পারে। অসাধারণ। তার সামনের জীবনের জন্য শুভকামনা রইল। ❤️

  • @Nisathvlog22
    @Nisathvlog22 10 หลายเดือนก่อน +3

    এমন একটা স্টোরি শুনে চোখের পানি আসতে বাধ্য.... 🥹🥹
    আল্লাহ এমন একটা স্টোরি যদি আমার জীবনে হতো....🙂

  • @salmanasreen7982
    @salmanasreen7982 ปีที่แล้ว +42

    Congratulations. I belong to the BCS ' 84.batch. Now I am a retired Additional Secretary. My story is full of struggle. In the year 1986 I could not believe that I passed. Still I thought I had a miracle.

    • @atefasadpidim5580
      @atefasadpidim5580 ปีที่แล้ว +1

      আপনার গল্পটা একদিন বলেন ৷

    • @zoyakhan-xt2zb
      @zoyakhan-xt2zb ปีที่แล้ว

      @salmanasreen ma'am we want to hear your story too❤

  • @Diptimoy1995
    @Diptimoy1995 ปีที่แล้ว +11

    একদম শুরু থেকেই শেষ পর্যন্ত শুনেছি। কিন্তু শেষের রেজাল্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ভালোবাসা রইল ভাই ❤️❤️

  • @alifaalifa549
    @alifaalifa549 ปีที่แล้ว +3

    হৃদয় ছুয়ে গেল।
    চোখেরকোণে জলের উপস্থিতি টের পেলাম।
    দোয়া রইল।

  • @shuchi_24
    @shuchi_24 ปีที่แล้ว +9

    ১৯ মিনিটে আছি, দেখছি আর ভাবছি, বাবা মা কতটা ত্যাগ স্বীকার করেন আমাদের জন্য, আল্লাহ্ 😢।

  • @afrozayesmin2609
    @afrozayesmin2609 ปีที่แล้ว +19

    সব সময় এই এপিসোড গুলোর অপেক্ষায় থাকি...

  • @enamulhoque2153
    @enamulhoque2153 ปีที่แล้ว +31

    উনি আমার ভার্সিটির সরাসরি শিক্ষক,, এতকিছু জানা ছিল না।স্যার সত্যি আমি আপ্লূত।

  • @mohammadharunalrashid2690
    @mohammadharunalrashid2690 ปีที่แล้ว +55

    ''এবং তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাক আহবান কর, আমিই তোমাদের জন্য সাড়া দেব তোমাদের আহবান গ্রহন করব।'' সূরা ৪০ আয়াত ৬০ ।

  • @mdabulhossainhossain8152
    @mdabulhossainhossain8152 ปีที่แล้ว +13

    এত কিছুর পর,এই রেজাল্টের কথা শুনে, চোখে পানি চলে এসেছে ভাই

  • @shahinabinteshahid5792
    @shahinabinteshahid5792 ปีที่แล้ว +7

    অসাধারণ একটা গল্প শুনলাম। দোয়া ও শুভকামনা আপনার জন্য।

  • @AnamulHaque-r2c
    @AnamulHaque-r2c ปีที่แล้ว +5

    উনার কথাগুলো শুনতে শুনতে লাষ্ট পর্যায়ে এসে, একটা কথা আমার মনে হলো যা না বল্লেই নয়,।।। সেটা হলে উনার এত বড় সফলতার পরেও উনার চেহারার মধ্যে কোনোপ্রকার অহংকারের ছাপ দেখা যায়নি। আল্লাহ উনাকে কামিয়াব করুক, দেশ ও দশের জন্য, উনার পরিবারের জন্য, উনার নিজের জন্য।

  • @suptiislamsusmi210
    @suptiislamsusmi210 ปีที่แล้ว +4

    মহান আল্লাহ তায়ালা সাহায্য এবং হুকুম না হলে এই অবস্থাতে কোনোভাবেই আসা সম্ভব ছিলো না খুব কাছে থেকে এই জার্নি এর মানুষ গুলোকে দেখছি যদিও এখনও তাদেরকে সফল দেখিনি আল্লাহর কাছে দোয়া করি সবার কষ্ট সফল হোক,,আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা এবং আপনার স্ত্রি ও আপনার এই সফলতার ভাগীদার ❤️❤️❤️❤️❤️

  • @mosharrafhosen4583
    @mosharrafhosen4583 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ, প্রথম দিকের অংশ টা আমার সাথে মিলে যায়,,,

  • @sdoha3292
    @sdoha3292 ปีที่แล้ว +9

    It's an extremely mind-blowing life story. Congratulations. I learned a lot from here. He is a good storyteller. I pray for his success in life. Insha Allah.

  • @nopelindoputraperkasa5869
    @nopelindoputraperkasa5869 ปีที่แล้ว +4

    চমৎকার শেয়ারিং ভিডিও Sangat berguna চমৎকার ঈশ্বর তোমার মঙ্গল করুক 🇮🇩🌸👍👍👍

  • @sayedmahmudsayedmahmud7620
    @sayedmahmudsayedmahmud7620 ปีที่แล้ว +7

    অনাহারে থাকার কষ্টটা আমি জানি ভাই।বিদেশে খুব অল্প বেতনে চাকরি করি যা পাই বাড়িতে দিয়া দেই বাড়ির অবস্থা ভালো না বাবা নেই।আমি প্রায়ই না খেয়ে থাকি। রুমে ৪ জন ওরা প্রতিদিন অনেক রান্না করে খায় আমারে কয় রান্না করবেন না আমি বলি বাইরে থেকে খেয়ে আসছি অথচ আমি অনাহার।ছুটির দিনে এমনো বলছি আজ বন্ধুর রুমে দাওয়াত সেখানে খাবো বাইরে গিয়া কোথায় বসে থেকে রুমে এসে বলছি খাইয়া আইলাম😢।আমি দুইদিনে একবার ভাত খাইছি আবার শুধু ভাত কোনো দরকারি ছাড়া খাইছি।
    আলহামদুলিল্লাহ তবুও।হয়তো ভালো কিছু আছে।আমার এই কাহিনি কেউ জানেনা, এখানে জানান দিয়া গেলাম কেউ চিনবেনা এখানে

  • @iliashossain4193
    @iliashossain4193 ปีที่แล้ว +4

    মহান আল্লাহ-তাআলার রহমতের শেষ নেই,তিনিই উত্তম ফয়সালা দানকারী।

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 ปีที่แล้ว +5

    শুনতে শুরু করলাম,, ব্র্যন্ডিং বাংলাদেশের গল্প যতো শুনি ততোই অনুপ্রাণিত হই।

  • @jannatulferdous6799
    @jannatulferdous6799 ปีที่แล้ว

    Literally kanna korlam last a... Onar theke onek kico shiklam. Tnx branding Bangladesh sobar moddy ei story gula powchy dyoar jonno.

  • @nuraniakterlipy2706
    @nuraniakterlipy2706 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ, অসাধারণ শিক্ষণীয় একটি ভিডিও। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আর সবসময় এভাবেই সৎ ও ন্যয়ের পথে চলতে সাহায্য করুক,আমিন।

  • @kaziemon6634
    @kaziemon6634 ปีที่แล้ว +9

    এই গুলি শুনলে বাচার ইচ্ছা বেড়ে যায় মনে হয় কিছুর দেওয়ার আছে পৃথিবীকে।

  • @jannatulferdowshira8237
    @jannatulferdowshira8237 ปีที่แล้ว +4

    ভালোবাসা রইল ভাই ❤❤
    একদম শুরু থেকেই শেষ পর্যন্ত শুনেছি। কিন্তু শেষের রেজাল্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই।

  • @Md.ZakirHossen-r6j
    @Md.ZakirHossen-r6j 5 หลายเดือนก่อน +1

    ব্রাডিং বাংলাদেশের সবগুলো এপিসডই শিক্ষণীয় । ধন্যবাদ

  • @nusratshajia-wi4nh
    @nusratshajia-wi4nh ปีที่แล้ว +4

    চোখে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ কি না পারেন আল্লাহ মহান

  • @mtanitarani7858
    @mtanitarani7858 ปีที่แล้ว +6

    আপনার আর গৌরাঙ্গ স্যারের কাহিনীর অনেক মিল আছে ।

  • @HasimImran-eh4we
    @HasimImran-eh4we ปีที่แล้ว +2

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পাক সকলের হেফাজত করুন ও হেদায়েত করুন আমিন 🤲‼️

  • @recipesbysumu8304
    @recipesbysumu8304 ปีที่แล้ว +1

    আজকে আপনার একটা কথা ভালো লেগেছে এবং কথাটা ধ্রুব সত্য। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ না করলে ভালো কিছু পাওয়া সম্ভব না৷ বিশেষ করে আত্মতৃপ্তি পাওয়া যায় না।

  • @shiblukhan1083
    @shiblukhan1083 11 หลายเดือนก่อน +3

    What a thriller😳😳allah sathe thakle r ki. a.hobei hobe💙

  • @BigganBariPathshala
    @BigganBariPathshala 2 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ ❤,আল্লাহ তায়া’লা শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ তায়া’লা আমার রব, তিনিই সত্য, তিনিই আমাদের দয়ালু।

  • @sheikhabusayed2539
    @sheikhabusayed2539 ปีที่แล้ว +2

    সুশান্ত পালের এপিসোডের সাথে দারুণ মিল আছে। ব্রান্ডিং বাংলাদেশ অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম। যদিও আপনার লাইফ, আপন ঠিকানা সবই সুন্দর। আবারও ধন্যবাদ কিবরিয়া ভাই।

  • @binasultana9508
    @binasultana9508 ปีที่แล้ว +1

    মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন ........?
    কথার ! শব্দচয়ন, অভিব্যক্তি, গলার স্বর, মাননশীলতা ইত্যাদি! এই আকর্ষণ এক অদ্ভুত চুম্বক। শুনতে না চাইলেও শুনতে বাধ্য। নিশির ডাকের মত। মানুষ চলে যাবে, সংযোগ শেষ হয়ে যাবে কিন্তু সে কথাগুলো কানে বেজেই চলবে সারা জীবন । শব্দ । শুধু শব্দ দিয়েই কাউকে মেরে ফেলা যায়, শব্দ দিয়ে স্বপ্ন দেখানো যায়, শব্দ দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায় !
    মানুষ যেমন প্রেমে পড়ে মানুষের, তেমনি আমিও প্রেমে পড়ছি "কিবরিয়া ভাই" মন মাতানো আকর্ষণীয় কন্ঠের 🥰আমি আপনার সেই পুরনো যখন থেকে হ্যালো এইট নাইন টু জিরো শুরু হয়েছিল তারপরে হচ্ছে যাহা বলিব সত্য বলিব আপনার সিগনেচার প্রোগ্রাম গুলি তখন থেকেই শুনে আসছি। ❤আমার একটা অনুভূতির ও ভালো বাসার নাম আর.জে কিবরিয়া ❤আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক যতদিন বাঁচবেন ততদিন মানুষের এভাবে সেবা দিয়ে যান দূআ করি। ❤

  • @MeherunnessaChowdhury-k8t
    @MeherunnessaChowdhury-k8t ปีที่แล้ว

    খুব ভালো লেগেছে । অভিনন্দন শাকিল সাহেব কে।উনার ভবিষ্যৎ সুন্দর হোক এ দোয়া করি।

  • @emongaming6628
    @emongaming6628 ปีที่แล้ว +7

    একটা লাত্থি তেই গোলটা হয় কিন্তু ওই একটা গোল দেওয়ার জন্য বলটাকে হাজার হাজার বার হিট করা হয়!গড় ফুটবল ম্যাচে ১-২টা গোল হয়ে থাকে! কিন্তু এই ১-২টা গোল করতে যে কত বার বলটা হিটের শিকার হয়!o my god.
    এটা মেনে নিতে হবে-এটাই জীবন!জীবনে ভালো কিছু করতে হলে ওই একটা গোল দেওয়ার জন্য হাজার বার লাত্থি খেতে হবে!সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, একটা গোল করার জন্য যে নব্বই মিনিট মাঠে থাকবে-তার সফলতা আসবেই আসবে!
    -জিরাইলে বটগাছ তলে!🖤🥀

  • @dizzycat23
    @dizzycat23 ปีที่แล้ว +2

    গা শিউরে ওঠার মতো একটা গল্পঃ।।। আলহামদুলিল্লাহ।আমি আমার মেয়েকে শেষ টুকু শুনলাম।।। রিয়েলি ইনস্পিআরিন।

  • @simiroy1066
    @simiroy1066 ปีที่แล้ว +1

    এত কিছু শুনে কান্না আসেনি। রেজাল্ট শুনে খুশিতে কান্না চলে আসল। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @mahbubmonju4591
    @mahbubmonju4591 ปีที่แล้ว +2

    শাকির ভাই এর জন্য অফুরন্ত আশির্বাদ আর শুভকামনা ।

  • @syedmohammad1605
    @syedmohammad1605 ปีที่แล้ว

    খুব মনোযোগ দিয়ে শুনেছি। দুটি স্থানে আমাকে কাদতে হয়েছে। সবার জন্য দোয়া সবাই যেন আমরা ভালো থাকি।

  • @subrinayeasmin4172
    @subrinayeasmin4172 ปีที่แล้ว +8

    মনে হচ্ছে আমিও আপনাদের সাথে রেজাল্ট দেখছিলাম!Just i can feel the emotion,stress and success!Thriller!

  • @SheikhMamun24680
    @SheikhMamun24680 ปีที่แล้ว +2

    ফি আমানিল্লাহ,,,আসলে বলার মত ভাষা খুঁজে পাচ্ছিনা,তবে শোভ কামনা রইলো ভাইয়ার জন্য

  • @mohammedyeaqub1961
    @mohammedyeaqub1961 ปีที่แล้ว +8

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় ভাই আমি উনার পুরো ভিডিও দেখেছি, কখনোই হতাশ হওয়া যাবে না, তাওয়াক্কাল্লতু আল্লাহ

    • @samumarfaruq6702
      @samumarfaruq6702 ปีที่แล้ว

      "তাওয়াক্কালতু 'আলাল্লহ্"

  • @rubelrana6819
    @rubelrana6819 ปีที่แล้ว +2

    সবচেয়ে ভালো লাগলো
    মহান আল্লাহর প্রতি বিশ্বাস

  • @mdmohinkhan4258
    @mdmohinkhan4258 ปีที่แล้ว +2

    ব্রান্ডিং বাংলাদেশ মানেই আমাদের বেচে থাকার অনুপ্রেরণা। অনেক কিছু শিখার আছে। ধরনের কিবরিয়া ভাইকে

  • @Nizamuddin-dn3cg
    @Nizamuddin-dn3cg ปีที่แล้ว +5

    জীবন নিয়ে যখন শংকিত হই তখন এমন ভিডিও মানসিক শক্তি সঞ্চয় হয়।

  • @Helal-Poland
    @Helal-Poland หลายเดือนก่อน

    ❤❤ অসাধারণ আলোচনা হয়েছে এবং তার সাথে শিক্ষনীয় ও বটে।

  • @kausarhowlader6536
    @kausarhowlader6536 ปีที่แล้ว

    জীবনের সেরা গল্পের মধ্যে এটা একটা।আপনাকে অগ্রিম অভিনন্দন স্যার।ভালোবাসা আপনার বাবা ও আপনার পরিবারের জন্য।

  • @ataurrahmanbarbhuiya5579
    @ataurrahmanbarbhuiya5579 4 หลายเดือนก่อน

    ভারত থেকে পুরো গল্প শুনলাম সত্যি ই খুব ভালো লাগলো ধন্যবাদ উপস্থাপক মহাশয়

  • @moktarulislammahin8756
    @moktarulislammahin8756 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ ভাই ভুল বুঝতে পেরেছেন এবং অহংকার থেকে ফিরে এসেছেন আজ আল্লাহ তায়ালা আপনাকে দুহাত ভরে দিয়েছেন কখনো ভুলে যাইয়েন না।

  • @hosnearaahmed6454
    @hosnearaahmed6454 ปีที่แล้ว +15

    ব্রাডিং বাংলাদেশের সবগুলো এপিসডই শিক্ষণীয় । ধন্যবাদ জনাব কিবরিয়া ।

  • @abdal9582
    @abdal9582 ปีที่แล้ว +15

    আল্লাহকে ভয় করলে, ভালোবাসলে, ভরসা করলে তিনি অবশ্যই উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ।

    • @md.jahangiralomUAE
      @md.jahangiralomUAE ปีที่แล้ว

      আল্লাহর উপর ভরসা রাখলে সবই সম্ভব,,, আল্লাহ মহান

  • @muhammadnazmulhussain9729
    @muhammadnazmulhussain9729 ปีที่แล้ว +2

    অপেক্ষায় ছিলাম নতুন এপিসোডের জন্য।
    ধন্যবাদ কিবরিয়া ভাই।❤️❤️❤️

  • @tahminanaznin4327
    @tahminanaznin4327 ปีที่แล้ว +14

    আমি সবসময় এ-ই এপিসোড গুলো দেখার জন্য অপেক্ষা করি

  • @BabyHosna-v5y
    @BabyHosna-v5y ปีที่แล้ว +1

    মনোমুগ্ধকর হয়ে শুনলাম ধন্যবাদ ।

  • @MotalebHussain-o1m
    @MotalebHussain-o1m ปีที่แล้ว +4

    I am from India, I hope you will continue your life with sunna. I would like to say please visit rural schools and motivate our peasent children as much as you can..........

  • @moriyomnahar852
    @moriyomnahar852 ปีที่แล้ว +2

    Congratulations ,,may Allah bless you n ur family 💐💐

  • @mdmijan4210
    @mdmijan4210 ปีที่แล้ว +3

    ভাই আমার চোখে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ।

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm ปีที่แล้ว +2

    অসাধারন লাগলো ভাই ।অনেক অনেক ধন্যবাদ।💕💕💕💕💕💕💕💕💕🇺🇸💕💕💕

  • @SalmaAkter-w8f
    @SalmaAkter-w8f ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ।

  • @MirfatHossain
    @MirfatHossain 3 หลายเดือนก่อน

    এই গল্পটা শুনে আমার কান্না চলে আসছে.. আল্লাহ চাইলে সব কিছু করতে পারে একজন মানুষকে

  • @HasimImran-eh4we
    @HasimImran-eh4we ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আমিন 🤲‼️

  • @chhandabhattacharjee5582
    @chhandabhattacharjee5582 ปีที่แล้ว

    Apurba asadharon. Aj akta katha janlam bisram Nile Bot gas talai bisram nete hoi.khub valo laglo.sabai ke anek valobasa o thanks janai.

  • @orangemediabd355
    @orangemediabd355 6 หลายเดือนก่อน

    Outstanding store. Very nice advice. চোখের পানি ধরে রাখতে পারলাম না।❤

  • @SamratMaisha
    @SamratMaisha ปีที่แล้ว +1

    আল্লাহ পাক আপনার সামনে এগিয়ে যাওয়ার পথ সফল হয়ে ওঠোক এই কামনা য়।ধন্যবাদ দুই ভাই কে এ-তো সুন্দর এবং শিক্ষানীয় সামনে এগিয়ে যাওয়ার সাহসী যুদ্ধার জীবনী উপহার দেওয়া র জন্য

  • @farzanaseuphoria
    @farzanaseuphoria ปีที่แล้ว +1

    আসসালামু ওয়ালাইকুম সবাইকে,, মাশা আল্লাহ সত্যি অসাধারণ অবাক হয়ে শুনছি আর আপনার পরিবারের জন্য দোয়া করছি,, বিশেষ করে আপনার বাবা, মার জন্য,, এভেবে যে উনারা পড়া লেখা না করে এমন সন্তান পেয়েছেন ,,, অথচ বতমান সময়ে বাবা, মা শিক্ষিত হয়ে ও ভালো সন্তানের বাবা, মা হতে পারে না,, দোয়ার দরখাস্ত রহিল সবার কাছে আমার পরিবারের জন্য।

  • @aminabegum845
    @aminabegum845 ปีที่แล้ว +6

    আল্লাহ, প্রতিটি ঘরে এমন সন্তান দান করুন আমিন তার জীবনের গল্পটা শুনে আনন্দের কান্নাটা ধরে রাখতে পারলাম না 😂

  • @MohsinAli-nf6ug
    @MohsinAli-nf6ug ปีที่แล้ว +1

    ওয়াও.আমার শোনা জীবনের সেরা গল্প হয়তো ! পড়ন্ত বিকেলেও স্বপ্ন বিলাসিতায় অবগাহনের সাঁধ নিতে আকুলতা !!!

  • @krisetajoibo345
    @krisetajoibo345 วันที่ผ่านมา

    অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর গল্প শেয়ার করার জন্য

  • @kantamahmood6133
    @kantamahmood6133 ปีที่แล้ว

    চোখে পানি চলে আসলো । অনেক দোয়া রইলো তোমাদের জন্য ।

  • @AbdulMannan-om9fj
    @AbdulMannan-om9fj ปีที่แล้ว +9

    আল্লাহ তায়ালা আপনাকে উত্তম হায়াত দান করোক

  • @junayedrasel7111
    @junayedrasel7111 2 หลายเดือนก่อน

    This is the best program.
    Mind blowing ❤❤❤

  • @dipankarpaul6524
    @dipankarpaul6524 ปีที่แล้ว +2

    অবিশ্বাস্য। আপনি আপনার সততার জায়গায় থেকেই দেশের জন্য কাজ করবেন। মহান সৃষ্টিকর্তা আপনার ফ্যমিলির সবার মঙ্গল করুন। আমি মন থেকে আশির্বাদ করি। ধন্যবাদ।

  • @o2abaya
    @o2abaya ปีที่แล้ว +1

    Allahr opr vorsha thakle amn kisu hoy...Allahamdulillah
    Dua roilo vai❤❤❤

  • @fatimafouzia6040
    @fatimafouzia6040 ปีที่แล้ว +2

    আলহামদুলিললাহ। আললাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন ।

  • @Ismailhossain-c3k
    @Ismailhossain-c3k ปีที่แล้ว +4

    প্রত্যেক সফলতার পিছনে অনেকগুলো ব্যার্থতার গল্প রয়েছে