আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ | আমি সেই অভিমান - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | আবৃত্তি:- পলাশ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ | আমি সেই অভিমান
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
    আবৃত্তি:- পলাশ
    আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
    নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহন করো।
    উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
    আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেয়া ঘোলাটে চাঁদ।
    আমাকে আর কি বেদনা দেখাবে?
    তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
    কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শিলা।
    তবু সেই পাথরের অন্তর থেকে
    কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
    ঝর্নার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে-
    আমি সেই নতমুখ, পাথরের নিচের করুণ বেদনার জল,
    আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো।
    আমি সেই অবহেলা,আমি সেই নতমুখ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, bangla kobita, বাংলা কবিতা, প্রেমের কবিতা, বিরহের কবিতা

ความคิดเห็น •