Ami Banglay Gaan Gai | Mahmuduzzaman Babu | আমি বাংলায় গান গাই | Desher Gaan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @Azizulilma
    @Azizulilma 8 หลายเดือนก่อน +64

    বাংলা ভাষার প্রতি কতখানি ভালোবাসা থাকলে এত সুন্দর করে বাংলা ভাষাকে নিয়ে গান গাওয়া যায়! এক কথায় অসাধারণ।
    আমি গর্বিত কারণ আমি বাঙালি।

  • @Vikarun.N
    @Vikarun.N 11 หลายเดือนก่อน +48

    এই গানটা ধারুন ভাবে উজ্জীবিত করেছে প্রবাসের বাংলাভাষার মানুষ গুলোকে , অসংখ্য ধন্যবাদ গানের রচিয়তা কে এবং এই শিল্পিকে । “আমেরিকা হইতে” ।

    • @myeashin3584
      @myeashin3584 11 หลายเดือนก่อน +5

      ❤❤❤

  • @avishekmallick4461
    @avishekmallick4461 3 ปีที่แล้ว +206

    এই গানটা সমগ্র বাংলা ও বাঙালির প্রাণ, মান ও সম্মান। প্রতুলবাবুকে ধন্যবাদ। সেইসঙ্গে মাহমুদজ্জামান বাবুরও ধন্যবাদ প্রাপ্তি হওয়া উচিত এমন উদার এবং দরাজ গলার জন্য।

    • @md.mofijulislamhanif9175
      @md.mofijulislamhanif9175 ปีที่แล้ว

      প্রতুল বাবুর ঠিকানাটা দরকার ছিল কিভাবে পাই

    • @Faruksathe
      @Faruksathe 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chanchalbhattacharyya1228
    @chanchalbhattacharyya1228 3 ปีที่แล้ว +458

    এটা এত সুন্দর এত অদ্ভুত একটা গান যে দুই বাংলার দুটো আলাদা দেশের মনের কথা বলে। যতই কাটা তারের বেড়া থাকুক না কেনো আমরা সবাই বাঙালি। পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি ভাষা এই বাংলা ভাষা।

    • @Riya77775
      @Riya77775 2 ปีที่แล้ว

      Bangla bhasa r thakbe na dada paschimbange. Dekhun ki hocche charidike!!

    • @bijoy5914
      @bijoy5914 2 ปีที่แล้ว +1

      no doubt about it

    • @forhaduddinfahim1357
      @forhaduddinfahim1357 2 ปีที่แล้ว +9

      হুম,যদিও কাটা তারের বেড়ায় শরীর গুলোকে আলাদা করে রেখেছে কিন্তু দুই বাংলায় বাজ্ঞালিআনা বাংলার মানুষের মাঝে একই রকম হয়ে আছে।

    • @Afrozaboby
      @Afrozaboby 2 ปีที่แล้ว

      @@forhaduddinfahim1357 j

    • @aliashraf2593
      @aliashraf2593 2 ปีที่แล้ว +1

      hmm

  • @kanikachatterjee1092
    @kanikachatterjee1092 3 ปีที่แล้ว +724

    এটা বাংলার গান । কাঁটা তারের গন্ডি পেড়িয়ে পৃথিবীর সমস্ত বাঙালির হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে ।

    • @sabilurrahman7574
      @sabilurrahman7574 2 ปีที่แล้ว +9

      ঠিক ভাই বাংলা আমাদের প্রাণের ভাষা

    • @rashlahossen1333
      @rashlahossen1333 2 ปีที่แล้ว +4

      কি ভালো কথা K....❤️

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 ปีที่แล้ว +2

      @@sabilurrahman7574 No it is not the language of your heart. Your language is half Arabic. It is really not Bengali. In this connection I also observe that you have written something in Arabic by your name.

    • @AZ_Sikhon
      @AZ_Sikhon ปีที่แล้ว +6

      ​@@somnathacharyya6372
      He is from "Bangla"desh.
      But you are from Hindustan, it is a Arabic word itself.
      Culture flow's in it's own way,,mind it.

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 ปีที่แล้ว

      @@AZ_Sikhon I am from India.

  • @anirbandasprince1743
    @anirbandasprince1743 4 ปีที่แล้ว +241

    ছেলেবেলা মনে করিয়ে দেয়া গান। একুশে টিভিতে দিত।
    "আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার,
    আমি সব দেখেশুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।"

    • @sadiaislam50216
      @sadiaislam50216 4 ปีที่แล้ว +3

      amar mone ase akono

    • @shadman4923
      @shadman4923 3 ปีที่แล้ว +1

      11 mash por reply😁

    • @romanha9071
      @romanha9071 3 ปีที่แล้ว +1

      এখনো মনে পরে

  • @MostafizurRahman-td2wf
    @MostafizurRahman-td2wf 3 ปีที่แล้ว +174

    প্রায় বিশ বছর আগে এক আর্মি অফিসারের গাড়িতে বসে গানটি প্রথম শুনেছিলাম! এখনও শুনি! গানটি শুনলে মনে হয় আমি সত্যিই একজন গর্বিত বাঙালি!

    • @suvankarsengupta8434
      @suvankarsengupta8434 ปีที่แล้ว

      Ei gaan er lekhok to hindu....ei gaan sunle kintu jannati hoor paoa jbe na...😂😂

    • @michaelangelo2980
      @michaelangelo2980 ปีที่แล้ว

      উগ্রবাদ কি সবখানেই ছড়াতে হয়? তোরা আ আকাটারা কোনদিনই কি মানুষ হবি না?​@@suvankarsengupta8434

    • @abirmiraz766
      @abirmiraz766 11 หลายเดือนก่อน

      ​@@suvankarsengupta8434 amra etotaw extremist na.

  • @dr.debangshupaulchowdhury1257
    @dr.debangshupaulchowdhury1257 3 ปีที่แล้ว +124

    অনেকেই গেয়েছেন এই গান কিন্তু আপনার মত হৃদয়ের খুব কাছে কেউ পৌঁছাতে পারে নি ♥️।

  • @MHWorldwide
    @MHWorldwide 21 วันที่ผ่านมา +9

    বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ...
    ভালোবাসি বাংলাদেশ 🇧🇩❤️

  • @subhadipsarkar681
    @subhadipsarkar681 8 หลายเดือนก่อน +12

    এটি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত ও ❤

    • @Hvfghfryi-ot6cj
      @Hvfghfryi-ot6cj หลายเดือนก่อน +3

      কোন অধিকারে এটা রাজ্য সংগীত করলেন? এটা বাংলাদেশের গান

    • @shirshadityagupta1227
      @shirshadityagupta1227 17 วันที่ผ่านมา

      এটি পশ্চিমবঙ্গের প্রতুল মুখোপাধ্যায়ের লেখা গান ভাই ।

  • @জান্নাতুলমিতু-স৯গ
    @জান্নাতুলমিতু-স৯গ 2 ปีที่แล้ว +40

    আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।খুব ইচ্ছে হলো গানটা একবার সার্চ দিয়ে শুনে আসি।❤️🌺
    এই গানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার আর বাংলার মাটির। আজ থেকে ১০ বছর পরও কেউ হয়তো গানটা এভাবে আমার মতো সার্চ দিয়ে শুনতে আসবে।

  • @mdsunny4082
    @mdsunny4082 ปีที่แล้ว +125

    প্রবাসে বসে যখন শুনি, দেশের সব স্মৃতি যেনো একসাথে ধরা দেয়। ভালোবাসি প্রিয় মাতৃভূমি ❤।

    • @ronjonabegum4300
      @ronjonabegum4300 ปีที่แล้ว +1

      Sotti probase takle ata je ki poriman ridoy chuye jai.

    • @amjad5113rd
      @amjad5113rd ปีที่แล้ว +6

      আজ হটাত করে বেজে উঠলো মনে আমার 😢
      সত্যি আমার বাংলা আজ ভালো নেই

    • @sheikhtarimabegum1572
      @sheikhtarimabegum1572 ปีที่แล้ว +2

      😢amio

    • @amjad5113rd
      @amjad5113rd ปีที่แล้ว

      @@sheikhtarimabegum1572 কি আর বলবো বর্তমানে শিক্ষা আর শিক্ষা নেই হয়ে গেছে রান্না করা আর বাসস্থান🥲

    • @techdeck003
      @techdeck003 ปีที่แล้ว

      ​@@sheikhtarimabegum1572same😢

  • @96mdnasir89
    @96mdnasir89 3 ปีที่แล้ว +374

    আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।।।।।
    আমি এক বার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ...❤️

    • @Happy-vh3xn
      @Happy-vh3xn ปีที่แล้ว +3

      শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    • @bigboss6115
      @bigboss6115 ปีที่แล้ว +2

      Ami ajke 1 year pore ase comment er reply dilam, joy bangla ❤️‍🔥

    • @rahulbarua4697
      @rahulbarua4697 ปีที่แล้ว

      এখন ২০২

    • @sabinayesmin8974
      @sabinayesmin8974 11 หลายเดือนก่อน

      আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যদিও আমাদের ভাষার গৌরব বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছরিয়ে দিয়েছে তবুও কোথাও যেন এই আন্তর্জাতিক শব্দটার অন্তরালে ৫২ সালের আমাদের দামাল ছেলেদের আত্মত্যাগ ঢাকা পড়ে যাচ্ছে। তাই আমি বলবো এমন মহান দিনে শহীদদের প্রতি আন্তরিক এবং প্রগাঢ় শ্রদ্ধা ও বাংলা ভাষার প্রতি অশেষ ভালোবাসা।

    • @dr.biswaspsychiatrist9590
      @dr.biswaspsychiatrist9590 6 หลายเดือนก่อน

      Attached to beñgaĺ free from iiñdia

  • @MdShawon-ku8yv
    @MdShawon-ku8yv ปีที่แล้ว +13

    এইসব গান দেশপ্রেম জাগ্রত করে।।স্যালুট জানাই প্রতুল বাবুকে।।যতদিন বাংলা ভাষা রবে ততদিন এসব গান রবে।।

  • @afrozaaktermrittika246
    @afrozaaktermrittika246 3 ปีที่แล้ว +82

    তখন আমি ১৪ কি ১৫ বছরের হবো,,শ্রদ্ধেয় বাবু আঙ্কেলের এই গানটি খুব কাছে থেকে শুনেছি😌।
    তাকে খুব কাছ থেকে চিনতাম,,দারুণ একজন মানুষ তিনি,,খুব আদরও করতেন তিনি।
    তার দেওয়া অটোগ্রাফ আজও খুব যত্নে রেখেছি❤️

    • @mdnehad8434
      @mdnehad8434 3 ปีที่แล้ว +1

      Ami kuthay jeno hariye jai.tnx a lot

    • @adityasush47
      @adityasush47 3 ปีที่แล้ว +6

      The music and lyrics of this song is composed by Pratul Mukherjee... He was the first to sing this song and later this masterpiece by Pratul Mukherjee was sung by many singers like Mahmuduzzaman Babu... Yes, indeed Babu sang the song excellently..

    • @rajeshnandy2441
      @rajeshnandy2441 10 หลายเดือนก่อน +1

      এটা প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আর সুর দেওয়া গান, কোনো "বাবুর" গান নয়। প্রতুল বাবু পশ্চিমবাংলার, লিখেছেন বাংলাদেশ জন্মাবার অনেক যুগ পরে, কাজেই বাংলাদেশের সঙ্গে এই গানের কোনো যোগসূত্র নেই। এটা ভারতীয় গান।

  • @shokerhatbd2267
    @shokerhatbd2267 ปีที่แล้ว +47

    প্রতুল মূর্খার্জী এই মহান মানুষ জন্মগ্রহন করেছিলেন বাংলাদেশের বরিশালে। আর যখন এই গানটা রচনা করা হয় তখন বাংলাদেশ ভারত একই ছিলো।
    বাংলাদেশ থেকে বিনম্র শ্রদ্ধা।
    আমি বাংলাকে ভালোবাসবৌ
    জীবনের শেষ দিন পযর্ন্ত।
    একজন প্রকৌশলী হয় সুযোগ থাকা সত্বেও বিদেশী হয় নাই। এখন আমার বয়স 23 বছর।
    প্রতিষ্ঠা করেছি। BD HAT.

    • @sushobhanchowdhury7039
      @sushobhanchowdhury7039 7 หลายเดือนก่อน +1

      ভালো লিখেছ

    • @qbit963
      @qbit963 7 หลายเดือนก่อน +5

      আমি বরিশালের মানুষ, মেহেন্দিগঞ্জ উপজেলা যেখানে আব্দুল গাফ্ফার চৌধুরীর জন্ম।

    • @ililimom
      @ililimom 7 หลายเดือนก่อน +1

      Wish you all the best bro

    • @Hvfghfryi-ot6cj
      @Hvfghfryi-ot6cj หลายเดือนก่อน +1

      ভারত বলে কোন দেশ ছিল না,, ব্রিটিশ ইন্ডিয়া বলা হত দক্ষিণ এশিয়ার ব্রিটিশ উপনিবেশকে,, শিক্ষিত হোন

  • @robinnahid5144
    @robinnahid5144 3 ปีที่แล้ว +56

    আমি বাংলায় দেখি সপ্ন, আমি বাংলায় বাধী সুর।
    আমরাই একমাত্র জাতি যাদের পূর্বসূরীরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @turin24
    @turin24 10 หลายเดือนก่อน +85

    আজ ২১ শে ফেব্রুয়ারি খুব মনে পড়ে আমার বাংলাকে ❤

    • @uddinnawshad8475
      @uddinnawshad8475 10 หลายเดือนก่อน +2

      Apnar profile pic deshi kew thakle balow lagto,

    • @turin24
      @turin24 10 หลายเดือนก่อน

      ​@@uddinnawshad8475জি পরিবর্তন করে দিচ্ছি

  • @robiulhasanrobin4944
    @robiulhasanrobin4944 3 ปีที่แล้ว +154

    এই গানটি শুনলে মাতৃভূমির প্রতি এতটা শ্রদ্ধা ও ভালোবাসা জেগে ওঠে তা কখনো বলে বোঝাতে পারব না। গানের প্রতিটা লাইন শুনলে শরীরের লোম পর্যন্ত দাড়িয়ে যায়।অনেক বেশি ভালোবাসি হে প্রিয় মাতৃভূমি ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 ปีที่แล้ว +2

      What's "MATRIBHUMI" ? Is it only a political boundary ? Man made boundary ?My father, who was born in Satkshira and brought up there upto the age age of 18 years studied and harboured the idea that the entire India right from Kashmir to Kanyakumari or from Mizoram/Chittagong to Karachi is his motherland or MATRIBHUMI. He retained this idea till he breathed his last in 2019.
      You , the Mussalman Bangladeshis, have stooped to such low that you do not hesitate to glorify the partition of India on religious line.

  • @monasona963
    @monasona963 ปีที่แล้ว +55

    সমপ্রদায়িকতা যতটা শক্তিশালী তার চেয়েও শক্তিশালী দেশপ্রেম ধর্মবিভেদ ভুলে আমরা আবার এক হব ইনসাআল্লাহ্।

    • @shuvoahmed1001
      @shuvoahmed1001 10 หลายเดือนก่อน +2

      খুব ই ভাল হতো, যদি হতো🥺

    • @chandreyeebanerjee1224
      @chandreyeebanerjee1224 8 หลายเดือนก่อน

      Dhormo bived tomra bhulte parbena!! Jodi parte tahole porom korunamoi Ishwar ke mone korar jonyo arbi shobdo "inshallah " byabohar kortena!!

    • @babludatta3127
      @babludatta3127 8 หลายเดือนก่อน +3

      এই জন্যই তো কোটি মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ।।বাংলা আমার মাতৃভূমি।।
      আমি বাংলায় মাতি উল্লাসে,
      করি বাংলায় হাহাকার,,,
      আমি সব দেখি শুনে ক্ষেপে গিয়ে করি,
      বাংলায় চিতকার,,,,
      যখন গানটা শুনি গায়ের পশম দাঁড়িয়ে যায়,দুচোখ ভরে উঠে।।

    • @MdSanwar-rc8ht
      @MdSanwar-rc8ht 8 หลายเดือนก่อน

      Right 😢​@@babludatta3127

    • @Syeda_Humyra._
      @Syeda_Humyra._ 6 หลายเดือนก่อน

      Chomotker bolechen.

  • @chiranjitpakhadhara7651
    @chiranjitpakhadhara7651 6 ปีที่แล้ว +182

    একজন ভারতীয় এই গানটি লিখেছেন , কিন্তু এই গানটি বাংলাদেশের শ্রেষ্ঠ গানগুলির মধ্যে একটি,,,!!!

    • @mahaburalamnayan3858
      @mahaburalamnayan3858 5 ปีที่แล้ว +60

      Vi
      ভারতীয় আর বাংলাদেশী বাঙ্গালীদের নাড়ী এক সুতোই গাথা
      রাজনৈতিক কারণে আজ আমরা বাধন ছিড়া

    • @shakhaouthhossain8199
      @shakhaouthhossain8199 5 ปีที่แล้ว +10

      asole ei ganta jokhon likha hoyechilo tokon bangladesh ,india ek sathei chilo .

    • @alamgirmdalamgirhossen8803
      @alamgirmdalamgirhossen8803 5 ปีที่แล้ว +1

      কে লিখেছেন এই গান??

    • @shakhaouthhossain8199
      @shakhaouthhossain8199 5 ปีที่แล้ว +1

      @@alamgirmdalamgirhossen8803 PRATUL mukhapaddhay

    • @anindyadasgupta3537
      @anindyadasgupta3537 4 ปีที่แล้ว +4

      Ekjon Bharotio Bangali likhechhen,

  • @bisojitedey2302
    @bisojitedey2302 2 ปีที่แล้ว +55

    আমি বাঙ্গালি ,!! পৃথিবীর সর্ব শ্রেষ্ট ভাষা বাংলা। আমার শরীয়তপুর জেলা আমার কাছে সবচে সুন্দর জেলা। যেখানে যাই না এই মাটির সুখ কোথায় পাওয়া যায় না

    • @PrimeTubeBangla
      @PrimeTubeBangla 2 ปีที่แล้ว

      আমি আপনার সাথে একমত শতভাগ একমত 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️

    • @rongdhonudrawingacademy102
      @rongdhonudrawingacademy102 ปีที่แล้ว +3

      নিজের জেলা আসলে অন্য রকম ভাই আমি রাজশাহী জেলা চারঘাটের মানুষ

    • @MHWorldwide
      @MHWorldwide 28 วันที่ผ่านมา

      দেশপ্রেম হচ্ছে সেই ধারণা যার বশবর্তী হয়ে আপনি ভাবেন আপনার দেশ সবার সেরা কারণ আপনি সেখানে জন্মেছেন।
      -মার্টিন লুথার কিং জুনিয়র।

  • @waliarrohomam2683
    @waliarrohomam2683 2 ปีที่แล้ว +32

    প্রায় ২০ বছর আগে ট্রেনিং এ গিয়ে গান টি প্রথম শুনেছিলাম,, আর তখন থেকে গানটি প্রতিদিন শুনি,, গানটি গুনলে সত্যিই নিজেকে এক জন গর্বিত বাঙালি মনে হয়।❤️❤️❤️

  • @JahangirAlam-gc2bg
    @JahangirAlam-gc2bg 3 หลายเดือนก่อน +3

    ভাঙ্গা মন নিয়ে, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের , অবিস্মরণীয় গান। জীবনের এই পড়ন্ত বেলায়, এই গান শুনে হৃদয় দেশপ্রেমে আরো উজ্জীবিত হলো। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার মানুষের।

  • @sanjibdas9189
    @sanjibdas9189 5 ปีที่แล้ว +1806

    তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।প্রতুল বাবু একদিন এসে আমাদের ঘরে এই গানটা খালি গলায় গায়। আজও কানে বাজে।

    • @seemaprasad6677
      @seemaprasad6677 4 ปีที่แล้ว +72

      sanjib das You are lucky to have heard this golden voice.

    • @mysterioussr8085
      @mysterioussr8085 4 ปีที่แล้ว +6

      hm

    • @pannashahin7208
      @pannashahin7208 4 ปีที่แล้ว +7

      You are so lucky.. you could went near this legend.

    • @shreeproshadchowhan4669
      @shreeproshadchowhan4669 4 ปีที่แล้ว +9

      আপনি খুব ভাগ্যবান লোক

    • @globalcitizen270
      @globalcitizen270 3 ปีที่แล้ว +3

      @@seemaprasad6677 Protul Mukhopadhay was writer, not singer.

  • @myeashin3584
    @myeashin3584 11 หลายเดือนก่อน +20

    ২০২৪ সালে প্রথম শুনলাম।মানে আগেও শুনছি।আজকে চার্জ দিয়ে শুনলাম।আমি কমেন্ট রেখে গেলাম।আমরা কি রকম রুচিসম্মত ব্যক্তি, নতুন প্রজন্ম জানবে❤❤❤

  • @SanjoyDas-dp2uv
    @SanjoyDas-dp2uv 3 ปีที่แล้ว +35

    আহা,প্রাণ টা জুড়িয়ে যায়। প্রিয় জন্মভূমি তোমাকে হাজার ও স্যালুট।

  • @subhankarpaul3324
    @subhankarpaul3324 3 ปีที่แล้ว +32

    প্রতুল বাবুর কথা ও সুরে গাণটি শুণলে
    আমার মণের জমা কালোমেঘ সরেযায়
    আর আমার হারিয়েযাওয়া মাএর মুখটি
    চোখের সামণে ভেসেওঠে।

  • @pradeepmalik4028
    @pradeepmalik4028 3 ปีที่แล้ว +16

    ছোটবেলা বি টিভির সামনে বসে থাকতাম তখন এই গানটা শুনতাম আমি বাংলায় গান গাই, মাহমুদুজ্জামান বাবু অসাধারণ গেয়েছেন এই গানটা, যিনি গানটা লিখেছেন ওনাকে প্রণাম জানাই 🙏🇧🇩❤️

  • @anitadatta1303
    @anitadatta1303 5 ปีที่แล้ว +330

    দাদা আপনি যখন এই গান আকুল হয়ে গাইতে থাকেন তখন আমি চোখের জল ধরে রাখতে পারিনা। আপনার জন্ম না হলে এই গান এতো ভালো করে শুনতে পারতুম না। এই গানের জন্য অমর হয়ে থাকবেন ।

    • @alamgirmdalamgirhossen8803
      @alamgirmdalamgirhossen8803 5 ปีที่แล้ว +1

      Nice

    • @rosegarden6176
      @rosegarden6176 3 ปีที่แล้ว +5

      কী সুন্দর করেই না বললে! ❤️🌹

    • @nazrulhoque1830
      @nazrulhoque1830 3 ปีที่แล้ว +4

      Anita তোমার কথাটা এত সুন্দর। তোমার উপলব্ধি পড়ে আমিও আবেগাপ্লুত হয়ে গেছি। ধন্যাবাদ

    • @alive_with_hasan
      @alive_with_hasan 3 ปีที่แล้ว

      হ্যাঁ

    • @ramatoshbhattacharjee502
      @ramatoshbhattacharjee502 3 ปีที่แล้ว +1

      বাঙালির প্রাণের কথা ও গানটি বাঙালির গর্ব ।

  • @mdbokul9213
    @mdbokul9213 3 ปีที่แล้ว +22

    গানটা ছোট বেলার কথা মনে করিয়ে দেয়।আমি বাংলায় কথা বলি বাংলায় গান গাই এটা আমার জন্য গর্বের,, দোয়া রইলো সকল ভাষা শহীদ ও শেখ মুজিবুর রহমানকে যাদের আত্বত্যাগে আজ বাংলায় কথা বলতে পারি।

  • @kauserahmed9820
    @kauserahmed9820 2 ปีที่แล้ว +82

    যদি দুই বাংলার সমন্বয়ে একটি বাংলা ও তার মানচিত্র হত 😘 পরিপূর্ণ বাঙালি হতে পারতাম দুই বাংলার আমরা❤️

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 ปีที่แล้ว +2

      But there is a catch : two Bengals may unite; but at the same time India and Bangladesh must also unite. And that is not the end. The Mussalmans of Bangladesh must also try their utmost to unite India and Pakistan. This is because the Mussalmans of Bangladesh were a party to Pakistan movement.
      If you do not agree then never talk of unification of Bengal - which you will never be able to achieve.

    • @mamunalmamun3701
      @mamunalmamun3701 2 ปีที่แล้ว +3

      We hope so.But it is not possible under BJP and its own version of Hinduism.

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 ปีที่แล้ว +2

      @@mamunalmamun3701 Please make your comments a little elaborate.

    • @mamunalmamun3701
      @mamunalmamun3701 2 ปีที่แล้ว

      @@somnathacharyya6372 observe the oppression of BJP govt upon muslim community. Bjp has made muslims a second class citizens. BJP RSS kill innocent muslim based on fake news. BJP has divided indian peoles unity.

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 ปีที่แล้ว

      @@mamunalmamun3701 Your statement is false. There is practically no evidence.
      In this connection I should recall the Gujrat riots some 20 years ago but it is the reaction of GODHRA incident perpetrated by Mussalmans. If Mussalmans think they will go their way without punishment they are living in a fool's paradise.

  • @HumayunKabir-gl6hz
    @HumayunKabir-gl6hz หลายเดือนก่อน +3

    এই গানটা আমার মুখস্থ হয়ে গেছে।এবং খালি গলায় গাইতে পারি।আমার প্রিয় একটি গান।সুদুর আটলান্টিক মহাসাগরের বুকে বড় জাহাজের কেবিনে বসে আমি গানটা শুনছি।দেশের জন্য মনটা কাদে।

  • @ARUPSARKERNION-j4h
    @ARUPSARKERNION-j4h 4 หลายเดือนก่อน +45

    ২০২৪ সালে কোটা আন্দোলনের এই পরিস্থিতি থেকে এই গান শুনছি।
    দুইচোখ দিয়ে পানি বেরিয়ে আসছে..💔
    ২৫/০৭/২০২৪💔

  • @suzonhossain9086
    @suzonhossain9086 2 ปีที่แล้ว +14

    ছোটবেলা যখন মনটা খুব খারাপ লাগতো,,,, সেইসময় এই গানটি শুনতাম আর প্রকৃতির রূপ গুলো দেখতাম,,,,, বারবার শুনবার পর মনটা খুব ভালো হয়ে যেতো।

  • @md.mostafizurrahmanshovon1596
    @md.mostafizurrahmanshovon1596 4 ปีที่แล้ว +25

    ক্লাস ১ এ থাকতে একুশে টেলিভিসনে ২০০০ সালে প্রথম শুনার পর, এই গানের প্রতি যে সম্মান আর ভালোবাসা তৈরি হয়েছে,বয়স বাড়ার সাথে সাথে তা আরো বাড়ছে, ইনশা আল্লাহ ভবিষ্যতে আরো বাড়বে ❤

  • @taskinmahamud2985
    @taskinmahamud2985 10 หลายเดือนก่อน +22

    মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া যে আমাকে বাংলাদেশে প্রেরন করেছেন।

  • @asifrifat5573
    @asifrifat5573 10 หลายเดือนก่อน +8

    বাসার পাশে বধ্যভূমি স্মৃতিসৌধে আজকে গানটা শুনে অনেক বেশিই আবার শুনতে মনে চাইলো। এতো প্রশান্তি কেনো গানটায় ? ❤️😌

  • @MdRiad-pu5cm
    @MdRiad-pu5cm 3 ปีที่แล้ว +89

    চোখের জল ধরে রাখা দায়😢😢😢
    আমি সত্যিই গর্বিত বাঙালি মুসলিম বলে❤️❤️❤️❤️❤️❤️

    • @subhadipsarkar681
      @subhadipsarkar681 8 หลายเดือนก่อน

      সবার ওপরে বাঙালি জাতি❤,,,,
      ধর্ম বর্ণ নাই বা বললাম

    • @saifalikhan6322
      @saifalikhan6322 5 หลายเดือนก่อน

      ১০০%

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 ปีที่แล้ว +43

    অনবদ্য ও অসাধারণ সঙ্গীতটি উপভোগ করলুম ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় বসে । অজস্র ধন্যবাদ আপনাকে।

  • @labonnojahan9856
    @labonnojahan9856 2 ปีที่แล้ว +14

    বাংলার মত সুনদর সহজ আর সচ্ছ ভাষা আর কোথাও নেই।অন্য ভাষাকে ছোট কোরবনা, কিন্ত বাংলা আমার মায়ের ভাষা,, আমার গায়ের ভাষা,,আমার সব অস্তিত্ব জুরে শুধুই বাংলা।আর এই গানের কথার কাছে আমার মুখের ভাষা হারিয়ে গেছে,,আর আমিও কোথাও হরিয়ে গেছি,,,,,,

  • @tarafscreation2839
    @tarafscreation2839 4 หลายเดือนก่อน +2

    প্রায়ই এই গান টা আমি নিজে নিজে গেয়ে উঠি। আর এত মিষ্টি একটা সুর ❤️❤️❤️
    আমি ভাষায় বলে বুঝাতে পারবো না এত টা ভালোবাসি গান টা।
    আমি যখন ই শুনি তখন ই গায়ের লোম দাঁড়িয়ে যায়। মন থেকে দেশের অনুভূতি জেগে উঠে। যারা দেশের বাহিরে থাকে তাদের কাছে এই অনুভূতি হয় 😔

  • @ritabegum6129
    @ritabegum6129 2 ปีที่แล้ว +29

    অসাধারণ গান।সত্যি বাংলা দেশে জন্মে আমরা ধন্য, আমরা গর্বিত।

  • @jahidislam4108
    @jahidislam4108 3 หลายเดือนก่อน +3

    অসাধারণ একটি গান,,গানের সাথে গ্ৰাম বাংলার ভিডিও যা এই গানটি কে আরো সুন্দর করে উপস্থাপন করেছে,,

  • @choyanbarman403
    @choyanbarman403 6 ปีที่แล้ว +345

    আমি গর্বিত আমি বাঙালি। আমি আমার বাংলাকে খুব ভালোবাসি।

    • @parthabhattacharjee217
      @parthabhattacharjee217 5 ปีที่แล้ว +4

      Ami protul dake khub kach theke chini, ami protul dar onek gan geyechi, kinttu eai ekta gan gaite psrlam na, ami protul da ke Amar pronam janai

    • @alive_with_hasan
      @alive_with_hasan 3 ปีที่แล้ว

      আমিও

    • @rashedhasan3581
      @rashedhasan3581 3 ปีที่แล้ว

      আমিও ..

    • @tusharsinha4490
      @tusharsinha4490 2 ปีที่แล้ว +1

      আমিও। এ পার ও পার বুঝি না। আমি বুঝি আমার বাংলা।

  • @mdahad6368
    @mdahad6368 3 ปีที่แล้ว +7

    অনেকেই এই গানটা গেয়েছেন। তবে আপনার মত কেউ এত সুন্দর কন্ঠে গাইতে পারেন নি।

  • @kaziserajulislam4058
    @kaziserajulislam4058 2 ปีที่แล้ว +7

    একবার যদি এই দেশটার বাইরে থাকো তখনই বুঝবে কি অসাধারন এই গান। আমি অনেক দিন বাইরে আছি বুঝেছি ।

  • @iqbalahmed9381
    @iqbalahmed9381 2 ปีที่แล้ว +21

    কত শতবার গানটা শুনেছি বলতে পারবোনা! একটা বারও বিরক্ত হইনি আজও।
    হৃদয়ে রক্তে মিশে আছে বাংলা ,
    ভালোবাসি মাভৃভূমি ভালোবাসি বাংলা তোমায়।

  • @talganaju1411
    @talganaju1411 4 ปีที่แล้ว +99

    পৃথিবীর যত ভাষারই গান শুনি, একমাত্র বাংলা গানগুলো কলিজায় লাগে ❤️

    • @sayanpandit4664
      @sayanpandit4664 3 ปีที่แล้ว

      ঠিক ঠিক

    • @Saif1971ify
      @Saif1971ify 2 ปีที่แล้ว

      That means you didn't listen song in other languages. Music is universal language, it not mandatory to understand lyric of any song to enjoy it.

    • @baborhasnat5119
      @baborhasnat5119 2 ปีที่แล้ว

      ঠিক❤😭

  • @tarequerahaman2895
    @tarequerahaman2895 2 ปีที่แล้ว +39

    গায়কের, গীতিকারের উভয়ের জন্যে বিনম্র শ্রদ্ধা।।

  • @shibshekhorray8205
    @shibshekhorray8205 3 ปีที่แล้ว +94

    প্রত্যেক বাঙালীর উচিত এই গানটি একবার হলেও নিজের মুখে গাওয়া।।

  • @habibwahid2014
    @habibwahid2014 2 ปีที่แล้ว +6

    পৃথিবীর প্রথম সংগীত আবিষ্কারক হয়তো জানতো না যে অতৃপ্ত হৃদয়ের খাদ্য বানাতে চলছেন।

  • @iftekarhossainchowdhury2332
    @iftekarhossainchowdhury2332 3 ปีที่แล้ว +10

    অনেক আবেগময়ী একটি গান। Intonation of Pratul babu is Fascinating which is beyond imagination. God bless u,.... Legend

  • @shantoislamdipu5437
    @shantoislamdipu5437 3 หลายเดือนก่อน +1

    বাংলাদেশের জাতীয় সংগীত সংস্কারের কথা চলতেছে। যদি সংস্কার করে তাহলে যেনো এই গানটা দেয়। এই গান শুনলে শরীর শিহরে উঠে গর্ভ হয় বাঙালায় জন্মেছি বলে।

  • @makader2918
    @makader2918 10 หลายเดือนก่อน +3

    এটা বাংলার গান । কাঁটা তারের গন্ডি পেড়িয়ে পৃথিবীর সমস্ত বাঙালির হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে ।

  • @vlogbyshihab
    @vlogbyshihab ปีที่แล้ว +14

    গানটা শুনলে মন ভরে যায়
    আমরা গর্বিত বাঙালি
    যে এই গানটি লিখেছে তাকে হাজারো সালাম 🇧🇩

  • @MeherunKabita
    @MeherunKabita 3 หลายเดือนก่อน +3

    লাল মাটির মেঠো পথে পথে হেটে দরাজ কন্ঠে গাওয়া গানটি অপূর্ব সুন্দর হইছে এই গানটি উনার কন্ঠে ই বেশি ভালো লাগে। আমি বার বার শুনি এই গানটি।

  • @amitavasaha7880
    @amitavasaha7880 2 ปีที่แล้ว +10

    প্রতুলবাবুর অসাধারণ সৃষ্টি, নতুন গলায়। অসাধারন গায়কী।

  • @toyyyyy2455
    @toyyyyy2455 3 ปีที่แล้ว +355

    আমি আমার মৃত্যুর আগ পযন্ত বাংলাকে ভালোবাসব, ইনসাআল্লাহ,।

  • @aniksarker4432
    @aniksarker4432 3 หลายเดือนก่อน +1

    এই গান টা অনেক শিল্পীর কন্ঠে শুনেছি । কিন্তু বাবু ভাইয়ের গলা ছাড়া এই গান টা অন্য কারোর কন্ঠে শুনলে তৃষ্ণা মেটে না । যদি কখনো অন্য কোথাও ভুল করে শুনে ফেলি তখন তৃষ্ণা মেটানোর জন্য বার বার বাবু ভাইয়ের কাছেই ফিরে আসি

  • @alokmukherjee30
    @alokmukherjee30 2 ปีที่แล้ว +10

    এত দরদভরা কন্ঠ,এত আবেকঘন উপস্বাপনা,🙏🙏🙏🙏🙏আমি অবাক।

  • @azadqatar3119
    @azadqatar3119 2 ปีที่แล้ว +15

    মন যখন বেশি খারাপ থাকে, তখন আসি এই গানটা শোনার জন্য 🥰

  • @jhrupom63
    @jhrupom63 2 ปีที่แล้ว +21

    বাংলা আমার জীবনানন্দ,
    বাংলা গানের সুর।
    বাংলাকে ভালোবাসি, বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী মানুষদের ভালোবাসি।❤️

  • @FamilyWisher
    @FamilyWisher 3 ปีที่แล้ว +33

    গানটা শুনলে আমার দেশের প্রতি ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যায়।

  • @rabindrahaldar3722
    @rabindrahaldar3722 ปีที่แล้ว +2

    সমস্ত ভেদাভেদ ভুলিয়ে দেয় যে গান, সে আমার প্রাণের গান ৷ অসাধারণ দরদী কণ্ঠে গেয়েছেন ৷ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহামুদুজ্জামান বাবুকে ৷

  • @talibmahmud7604
    @talibmahmud7604 3 ปีที่แล้ว +76

    যে যাই বলুক, বাংলা ভাষার চেয়ে মিষ্টি ভাষা আর হয়না। ❤️

  • @samsunggalaxy3760
    @samsunggalaxy3760 2 ปีที่แล้ว +1

    বাংলা ভাষা, বাংলার রূপ, বাংলার প্রকৃতি এককথায় সব কিছু অসাধারণ ।আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বারবার এই বাংলা মায়ের কোলে ফিরে আসি।আমি গর্বিত আমি বাঙালি ,আমি গর্বিত আমি ভারতীয়।জয় হিন্দ জয় বাংলা।❤️❤️💙💙💚💚🙏🙏🙏🙏🙏

  • @indranilmukherjee4263
    @indranilmukherjee4263 3 ปีที่แล้ว +42

    অসাধারণ গেয়েছেন ভাই
    ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @ashutoshmandal5294
    @ashutoshmandal5294 10 หลายเดือนก่อน +8

    Proud to be Bangalee.Feel proud of Bengali language and literature.

  • @ArshikUllah-fq1xy
    @ArshikUllah-fq1xy 10 หลายเดือนก่อน +4

    আমি বাংলায় গান গাই 🥺❤ সত‍্যিই এই গানটি আমায় কাঁদায়। আমি বাঙালি হয়ে খুবই গর্বিত। 😢❤ আমার প্রিয় বাংলাদেশ 🇧🇩

  • @al-imransakib7645
    @al-imransakib7645 2 ปีที่แล้ว +10

    গানটা এতো সুমধুর!খুব ভালোবাসি বাংলা কে,,,বাংলাদেশকে🇧🇩❤️

  • @anuragpal3303
    @anuragpal3303 2 ปีที่แล้ว +3

    এই সবুজ প্রাঙ্গণ , গমের গোছা কাঁধে করে নিয়ে আসা মহিলা শ্রমিক দের অক্লান্ত পদক্ষেপ ।। এইসবি আমায় এই গানটা শুনতে উজ্জীবিত করে ।। সত্যি এক দারুন গান ।।

  • @sumonbrkctg
    @sumonbrkctg 2 ปีที่แล้ว +2

    আহ্ একসময় এই গান বাংলাদেশের একুশে টিভিতে শোনা যেতো!! ২০০৬ সালের দিকের কথা!! আর এখন ২০২২ সাল!
    ১৬ বছর হয়ে গেলো!

  • @srodela9364
    @srodela9364 4 หลายเดือนก่อน +5

    0:02 ২০২৪এর কোটা আন্দোলনের জন্য গানটা মনে পড়ল, তাই শুনতে ইচ্ছে করলো♥️

  • @skanik9444
    @skanik9444 4 หลายเดือนก่อน +3

    সমস্ত বাঙালির গৌরব
    আমি গর্বিত আমি একজন বাংলাদেশী একজন বাঙালি 😢😢
    এ গান আমাদের আবেগ
    প্রিয় বাংলাদেশ আমার গৌরব 😢

  • @avijitmallick8660
    @avijitmallick8660 2 ปีที่แล้ว +14

    এমন বাংগালি নাই যে এ গান টি শুনার পড়ে চোখে জল নাহ আসে
    ভালোবাসি বাংলা💖💖💖💖💖

  • @oporazito_roman
    @oporazito_roman 3 ปีที่แล้ว +31

    বাংলা বেচে থাকুক সারা বিশ্বের বুকে💖
    আমি গর্বিত আমি বাঙালি 🥰

  • @MdShagorTalukder
    @MdShagorTalukder ปีที่แล้ว +2

    গানটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না । আর গর্বিত যে আমি বাঙালি । আর এই বাংলা ভাষার পিছনে লুকিয়ে আছে হাজারও জীবন । বাংলার জন্য যারা জীবন দিয়েছে তাদের আমি স্মরণ করি । ’’আমার ভায়ের রক্তে লেখা ২১ শে ফেব্রুয়ারি আমি কী তা ভুলতে পারি” । BD🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓

  • @gautammukherjee8212
    @gautammukherjee8212 ปีที่แล้ว +1

    গানের পটভূমিকা দেখে আমার গ্রাম্য মন সেই ছোটবেলার গ্রাম্য পরিবেশে যেন বারে বারে ফিরে ফিরে চেয়ে চেয়ে রোমন্থন করে চলেছে।
    আর তো ফিরে পাবো না আমার সেই স্মৃতি বিজড়িত আমার গ্রাম্য বাংলার পরিবেশ!
    আমার প্রতিবেশী বাংলাদেশীয় ভাই বোনদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো কেননা তারা এখনও বাংলাভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন,রাখছেন এবং রাখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস।
    ভালো থাকুন ও ভালো রাখুন।
    সত্যমেব জয়তে।

  • @myChannel-qu5rv
    @myChannel-qu5rv 3 ปีที่แล้ว +11

    অসাধারণ একটা গান,যেটা শুনে মন শান্তি হয়ে যাই, ধন্যবাদ স্যার এরকম একটা দেশের গান, উপহার দিবার জন্য

  • @malinaghosh8565
    @malinaghosh8565 2 หลายเดือนก่อน +1

    এই গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে। মন প্রাণ ছুয়ে যাওয়া একটি গান। ❤❤ বাংলাদেশ।

  • @mdtarakkhan4464
    @mdtarakkhan4464 2 ปีที่แล้ว +9

    যত বার শুনি ততই ভাল লাগে। গানটা শুনে নিজের দেশের প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়ে যায় বতমানে এই গান যে শুনবো কখনো আসা করি নাই

  • @Arunodoy-electric
    @Arunodoy-electric 2 หลายเดือนก่อน +1

    যতবার শুনি ততোবারই গা শিউরে ওঠে। আমি সত্যিই বাংলাকে বড্ড ভালোবাসি...

  • @limonhowikor2604
    @limonhowikor2604 2 ปีที่แล้ว +36

    আমি বাংলায় গান গাই
    আমি বাংলার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন
    এই বাংলায় খুঁজে পাই
    আমি বাংলায় গান গাই
    আমি বাংলার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন
    এই বাংলায় খুঁজে পাই
    আমি বাংলায় দেখি স্বপ্ন
    আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়াভরা পথে
    হেঁটেছি এতটা দূর
    বাংলা আমার জীবনানন্দ
    বাংলা প্রাণের সুখ
    আমি একবার দেখি বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    বাংলা আমার জীবনানন্দ
    বাংলা প্রাণের সুখ
    আমি একবার দেখি বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    আহা হাহা...
    আমি বাংলায় কথা কই
    আমি বাংলার কথা কই
    আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
    বাংলায় জেগে রই
    আমি বাংলায় কথা কই
    আমি বাংলার কথা কই
    আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
    বাংলায় জেগে রই
    আমি বাংলায় মাতি উল্লাসে
    করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে খেপে গিয়ে
    করি বাংলায় চিৎকার
    বাংলা আমার দৃপ্ত স্লোগান
    ক্ষিপ্ত তীর ধনুক
    আমি একবার দেখি, বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    বাংলা আমার দৃপ্ত স্লোগান
    ক্ষিপ্ত তীর ধনুক
    আমি একবার দেখি, বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    আহা হাহা...
    আমি বাংলায় ভালবাসি
    আমি বাংলাকে ভালোবাসি
    আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
    মানুষের কাছে আসি
    আমি বাংলায় ভালবাসি
    আমি বাংলাকে ভালোবাসি
    আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
    মানুষের কাছে আসি
    আমি যা কিছু মহান বরণ করেছি
    বিনম্র শ্রদ্ধায়
    মেশে তেরো নদী সাত সাগরের জল
    গঙ্গায়, পদ্মায়
    বাংলা আমার তৃষ্ণার জল
    তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি, বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    বাংলা আমার তৃষ্ণার জল
    তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি, বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    আমি বাংলায় গান গাই
    আমি বাংলার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন
    এই বাংলায় খুঁজে পাই
    আমি বাংলায় দেখি স্বপ্ন
    আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়াভরা পথে
    হেঁটেছি এতটা দূর
    বাংলা আমার জীবনানন্দ
    বাংলা প্রাণের সুখ
    আমি একবার দেখি বারবার দেখি
    দেখি বাংলার মুখ
    আমি একবার দেখি বারবার দেখি
    দেখি বাংলার মুখ

  • @foysalmeeazi4708
    @foysalmeeazi4708 ปีที่แล้ว +1

    গানের প্রতিটা কথার অর্থ বুজিয়ে দেয় বাংলার পল্লীর জীবনযাত্রা কতই না সুন্দর।এ গান কখনো হারিয়ে যাবে না

  • @md.shahiduzzaman2892
    @md.shahiduzzaman2892 2 ปีที่แล้ว +3

    বার বার শুনি আর প্রতিবারই মুগ্ধ হয়ে যায়। ভিতরকে জাগ্রত করে বারে বার। Mahmuduzzaman Babu ইনার গলায় কেন জানি অনেক ভালো লাগে। তাই বাংলার গান শুনি বারংবার।

  • @emenglish171
    @emenglish171 2 ปีที่แล้ว +1

    এই গানটা শোনার পরে আমাদের মধ্যে ঘুমন্ত বাঙালীয়ানা আবার জাগ্রত হয়। অভিবাদন শ্রদ্ধেয় প্রতুল মহাশয়াকে🙏

  • @rsrs7438
    @rsrs7438 6 ปีที่แล้ว +62

    আমি বাংলা ভালোবাসি, আামি বাংলাকে ভালোবাসি। 😍🇧🇩

  • @Nadim_Reza
    @Nadim_Reza หลายเดือนก่อน +1

    আহ! কতই ভালোই না হতো যদি বাংলা বিভক্ত না হতো😢 কত সুখী না আমরা হতাম❤। আবার যদি কখনো এক হওয়ার ডাক আসে আপনারা কি তাতে সায় দিবেন? আমি চাই বাংলা ভাষাভাষী দের নিয়ে একটি দেশ তৈরি হউক।No India No Bangladesh,,, UNITED BENGAL. অসাম্প্রদায়িকতার দেশ💪❤️‍🩹

  • @nailajassi9752
    @nailajassi9752 2 ปีที่แล้ว +4

    বাবু ভাই আপনার এই গান আমি যখনই শুনি তখনই আমার মনটা আনন্দে ভরে যায় মনে হয় আমি যেন নতুন করে জন্ম নিলাম এই গানটা আপনার গলার জন্যই যেন তৈরি করা হয়েছে

  • @MinarBoksh
    @MinarBoksh 2 หลายเดือนก่อน +1

    আহা...গানটা শুনলে মনটা ভরে যায়❤❤❤

  • @sayanpandit4664
    @sayanpandit4664 3 ปีที่แล้ว +18

    এই গান যতবার শুনি, ততবার যেন মন থেকে বাঙালি হতে পেরে গর্বিত মনে করি। 🙏🙏
    বাংলা আমার অহংকার।
    বাংলা আমার ভালোবাসা।
    মোদের গরব, মোদের আশা,-
    আ মরি বাংলা ভাষা।।

  • @hosenali2769
    @hosenali2769 2 ปีที่แล้ว +2

    তখন ক্লাস ৬/৭ এ পড়ি। ইটিভিতে নিয়মিত এই গান বাজতো। মুগ্ধ হয়ে শুনতাম।মন ভরে যেত।আজো শুনি মন ভরে যায়।আহা বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই♥♥♥

  • @jrislam5344
    @jrislam5344 ปีที่แล้ว +6

    কেনো জানি এই গানটি শুনলে ভিতরে শিউরে ওঠে। চোখের কোনে পানি চলে আসে❤❤❤❤❤❤

  • @ayanmallick2635
    @ayanmallick2635 11 หลายเดือนก่อน +2

    "আমি শুনেছি সেদিন তুমি" আর "আমি বাংলায় গান গাই" এই দুটো গান হৃদয় ছুঁয়ে যায়❤️😌😇

  • @AlorPothe-ht4gd
    @AlorPothe-ht4gd 2 ปีที่แล้ว +8

    বাংলাকে নিয়ে গাওয়া সেরা গানের একটি।
    যতই শুনি ততোই ভালো লাগে।

  • @sakirhc5192
    @sakirhc5192 ปีที่แล้ว +2

    হে প্রিয় মাতৃভুমি 😍 দেশ এর বাহিরে এসে বুঝলাম দেশ এর মূল্য। পরিবার - পরিজন ছেড়ে প্রায় তিন বছর বিদেশ এর মাটিতে। জানিনা কবে ফিরবো দেশ এর মাটিতে!! আল্লাহ মালুম। হে প্রিয় মাতৃভুমি খুব বেশি মনে পড়ে তোমার কথা। বেচেঁ থাকলে ইনশাআল্লাহ ফিরবো বাংলা মা এর বুকে। 😢😢😢।

  • @anjantalukdar8069
    @anjantalukdar8069 ปีที่แล้ว +3

    এই কমেন্ট টা করে রাখলাম আমার প্রিয় গান❤️❤️❤️❤️
    ৫০ বছর পড় আমি যখন থাকব কমেন্টটা দেখবে, আগামী প্রজন্ম।।

  • @jahidjoyyy
    @jahidjoyyy ปีที่แล้ว +1

    বিদেশের মাটিতে বসে যখনই বাংলাদেশের কথা মনে পড়ে তখনই এই গানটা শুনি, আমার মতো অনেকেই প্রবাসে থেকে বাংলাকে মিস করে।

  • @zinexplays899
    @zinexplays899 2 ปีที่แล้ว +13

    " আমি বাংলায় দেখি স্বপ্ন
    আমি বাংলায় বাঁধি সুর
    আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর "
    সবাইকে বিজয় দিবসের সুবেচ্ছা