বল বীর - বল উন্নত মম শির!... বিদ্রোহী কবিতার শ্রেষ্ঠ আবৃত্তি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2022
  • Subscribe Our Channel: th-cam.com/users/GTVonline?sub...
    বল বীর - বল উন্নত মম শির!... বিদ্রোহী কবিতার শ্রেষ্ঠ আবৃত্তি
    বিদ্রোহী- কাজী নজরুল ইসলাম
    বল বীর -
    বল উন্নত মম শির
    শির নেহারি আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির !
    বল বীর-
    বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
    চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
    ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
    খোদার আসন আরশ ছেদিয়া
    উঠিয়াছে চির-বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর !
    মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটিকা দীপ্ত জয়শ্রীর
    বল বীর -
    আমি চির-উন্নত শির !
    আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস
    মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস ।
    আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বির
    আমি দূর্বার
    আমি ভেঙে করি সব চুরমার
    আমি অনিয়ম উশৃঙ্খল
    আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল
    আমি মানি না কো কোন আইন
    আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন
    আমি ধুর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
    আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
    বল বীর -
    চির-উন্নত মম শির !
    ---------------------------------------------------------------------
    All Rights Reserved By Gtv, Gazi Satellite Television.
    Stay Connected with us:
    GTV Address: UCEP Cheyne Tower 25 Shegun Bagicha Dhaka 1000, Bangladesh
    GTV Website: gazitv.com/
    GTV Facebook: / gazisatellitetelevisio...
    GTV Drama: / gtvonline
    GTV News: / gtvnewsupdate

ความคิดเห็น • 2.8K

  • @ashikhasan4378
    @ashikhasan4378 ปีที่แล้ว +1

    শুধু মাত্র এক “বিদ্রোহী” কবিতার জন্যই আমাদের নজরুল কে ১০ বার সাহিত্যে নোবেল দেওয়া যায় ❤❤

  • @bmjahidorpun
    @bmjahidorpun 2 ปีที่แล้ว +78

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এটাকে রিকমেন্ড করে নাই । আপনি সার্চ দিয়ে শুনছেন 🙂 বেশি ভাগের ক্ষেত্র এই ।

  • @thahamidul5090
    @thahamidul5090 2 ปีที่แล้ว +1

    এই কবিতা 100 বছর অপেক্ষা করেছে আপনার জন্য। শিল্পী আপনাকে ধন্যবাদ।

  • @user-pv6qg7mc7b

    HSC 2024 ব্যাচ

  • @puspendusandhaki3825
    @puspendusandhaki3825 ปีที่แล้ว +447

    ভারত থেকে লিখছি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সকলের, পুরো বিশ্বের🙏

  • @user-nr4ge1wd3g

    ২০২৪শালে এসে কে কে শুনেছেন।

  • @itsbiswajit007
    @itsbiswajit007 ปีที่แล้ว +542

    পৃথিবীতে এর চেয়ে ভালো কবিতা হতেই পারেনা । গায়ের রক্ত জ্বলে ওঠে। 👍👍👍

  • @runaaktar6975
    @runaaktar6975 ปีที่แล้ว +181

    যে দেশে এমন কবিতা আছে, সেই দেশে পারমানবিক বোমা লাগে না।ধন্যবাদ টিটু মুন্সিকে স্যার কে এভাবে কবিতাটি আবৃত্তি করার জন্য।

  • @abusayed7233

    পৃথিবীর কোন কবি বা লেখক জন্মে নাই এর সমতুল্য আরেকটি কবিতা উপহার দিতে পারে।

  • @szzamantipu3169

    নজরুল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি। শুধু কবি নয় দার্শনিক সাম্যবাদী মানবতাবাদী। ধার্মিক শাখা নেই আমার নজরুল যেখানে বিচরণ করেনি। তাই আবার বলছি আমার নজরুল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি। তাহার উপরে কেউ নেই।

  • @shamsunnahar4797

    এতো কঠিন কঠিন ভাষা কিভাবে লিখেছেন।এমন কবি আর আসবেনা।❤❤❤❤

  • @user-sr1kn6nk9q

    102 বছর আগের কবিতা, কিন্তু এখনও শুনলে গায়ের লোম দাড়ায় যায়। ভেতরে অগ্নিশিখা জ্বলে উঠে। হৃৎপিণ্ড ভেতর থেকে বের হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। এটাই তো বিদ্রোহী। বিদ্রোহীর তো এরকমই হওয়ার কথা ছিল।

  • @kazirajib4987
    @kazirajib4987 ปีที่แล้ว +560

    ১৯২২ সালে এই অগ্নীঝরা কবিতা

  • @MirazMashud2

    পৃথিবীর ইতিহাসে কাজী নজরুলের মতো আর কোনদিন এরকম কবি আসবে না,,

  • @tamannaisrat4174

    এত সুন্দর আবৃত্তি আমি জীবনে শুনি নাই। এত আবেগ আর এত সুন্দর উপস্থাপনা আর হতে পারে না। কবি নজরুল বেঁচে থাকলে, এবং এই আবৃত্তি শুনলে তিনিও বিস্মিত হতেন।

  • @yt.tathagatachakraborty
    @yt.tathagatachakraborty ปีที่แล้ว +217

    ভারত থেকে লিখছি...

  • @sukumarchatterjee9498

    ইস্কুলে পড়ার সময় আমিও এই কবিতা আবৃত্তি করেছি। আরও অনেককেই আবৃত্তি করতে শুনেছি। আজ মনে হচ্ছে আমার শেখার বাকি ছিল! আমার শুভেচ্ছা রইল এই ভাবে চালিয়ে যাওয়ার জন্য ।

  • @foodfun6316

    কবি যে ভাবে লিখে গেছেন ওনি তা সেই ভাবে বলে গেছেন 🔥

  • @pradiphaldar7087
    @pradiphaldar7087 2 ปีที่แล้ว +253

    আপনি শুধু মুখেই আবৃত্তি করেন নি। আপনার পুরা শরীর, মন, হৃদয়, ধমনী, শিরা, উপশিরা, রক্ত সব কিছু একত্রে এই আবৃত্তি টা করেছে।

  • @mahbubkhondaker8236
    @mahbubkhondaker8236 ปีที่แล้ว +12

    জীবনে প্রথম এমন কবিতা আবৃত্তি শুনলাম। আমি কাঁদছি ভীষণ কান্না পাচ্ছে। আমার জাতীয় কবি- এত সুন্দর করে কবিতা লিখেছেন আমার বঙ্গবন্ধু তাকে স্বীকৃতি দিয়ে গেছেন, জাতীয় কবি হিসাবে। আর আবৃত্তিকার- সে তো অতুলনীয় অসাধারণ ভাবে কবিতা আবৃত্তি করেছেন। শিখরতম শ্রদ্ধা প্রিয় আবৃত্তিকারের জন্য। এক কথায়, অসাধারণ। মহান আল্লাহ আমার কবিকে জান্নাতবাসী করুন। আর আবৃত্তিকার-কে সর্বোচ্চ সন্মানিত করুন❤❤❤❤❤❤❤❤❤