তুমি তা জানো না কিছু-না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’- পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই; শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে; আমি ঝ’রে যাবো-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে, -আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।রয়েছি সবুজ মাঠে-ঘাসে- আকাশ ছডায়ে আছে নীল হ’য়ে আকাশে-আকাশে; জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে ছেনে’;-সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল; রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে কোনো এক মানুষের তরে যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে। একবার কথা ক’য়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে-ভুলে যায় কথা; যে-আগুন উঠেছিলো তাদের চোখের তলে জ্ব'লে নিভে যায়-ডুবে যায়-তারা যায় স্খ’লে। নতুন আকাঙ্ক্ষা আসে-চ’লে আসে নতুন সময়- পুরানো সে-নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে ব’লে; আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খ’লে কোনো এক মানুষীর তরে যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে। আমি সেই পুরোহিত-সেই পুরোহিত। যে-নক্ষত্র ম’রে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে- যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছো জেগে- যে-আকাশ জ্বলিতেছে, তার মতো মনের আবেগে জেগে আছো; জানিয়াছো তুমি এক নিশ্চয়তা-হয়েছো নিশ্চয়। হ’য়ে যায় আকাশের তলে কতো আলো-কতো আগুনের ক্ষয়; কতোবার বর্তমান হ’য়ে গেছে ব্যথিত অতীত- তবুও তোমার বুকে লাগে নাই শীত যে-নক্ষত্র ঝ’রে যায় তার। যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার। জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি; তোমার আকাশে তুমি উষ্ণ হ’য়ে আছো-তবু- বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝ’রে- ক্লান্ত হ’য়ে-শিশিরের মতো শব্দ ক’রে। জানোনাকো তুমি তার স্বাদ- তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার আকাশ-আলো-জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে। আমি চ’লে যাবো-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে; আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
#অপূর্ব! অনবদ্য! কী অপরিসীম উদাত্ত চাওয়া, আর হেমন্তের উদাসী হওয়ার গভীরতর স্পর্শের মতো লাবণ্য, মাধুর্য... "নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে- ক্লান্ত হয়ে-শিশিরের মতো শব্দ করে। জানোনাকো তুমি তার স্বাদ- তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ।"
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। th-cam.com/users/IbnulsCreations ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। th-cam.com/users/IbnulsCreations ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
যে নক্ষত্র মরে যায়,তাহার বুকের শীত
লাগিতেছে আমার শরীরে ❤️
সহজ সরর জীবনের মাঝে যিনি জীবনের প্রকৃত মানে খুঁজে পান,তিনিই জীবনানন্দ দাশ।
রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে
তারে আমি পাই নাই
আহা! জীবনানন্দ দাশ 🍁
জোহা সাহেবের কণ্ঠে প্রতিবার মুগ্ধ হই। ভালোবাসা জানবেন জনাব, জোহা।
ধন্যবাদ।
জীবনানন্দ, তুমিই আমার জীবনের আনন্দ।
অনেক ভালো লেগেছে আবৃত্তি। ধন্যবাদ
অসাধারণ কথা গুলো খুব ভালো মন টা ছুঁয়ে গেল,,,,,,,
তুমি তা জানো না কিছু-না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’-
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের ’পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষ’য়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে;
আমি ঝ’রে যাবো-তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে,
-আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।রয়েছি সবুজ মাঠে-ঘাসে-
আকাশ ছডায়ে আছে নীল হ’য়ে আকাশে-আকাশে;
জীবনের রং তবু ফলানো কি হয়
এই সব ছুঁয়ে ছেনে’;-সে এক বিস্ময়
পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল,
চেনে নাই তারে ওই সমুদ্রের জল;
রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে
তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে
কোনো এক মানুষের তরে
যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে
নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে।
একবার কথা ক’য়ে দেশ আর দিকের দেবতা
বোবা হয়ে পড়ে থাকে-ভুলে যায় কথা;
যে-আগুন উঠেছিলো তাদের চোখের তলে জ্ব'লে
নিভে যায়-ডুবে যায়-তারা যায় স্খ’লে।
নতুন আকাঙ্ক্ষা আসে-চ’লে আসে নতুন সময়-
পুরানো সে-নক্ষত্রের দিন শেষ হয়
নতুনেরা আসিতেছে ব’লে;
আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খ’লে
কোনো এক মানুষীর তরে
যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে।
আমি সেই পুরোহিত-সেই পুরোহিত।
যে-নক্ষত্র ম’রে যায়, তাহার বুকের শীত
লাগিতেছে আমার শরীরে-
যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে
তুমি আছো জেগে-
যে-আকাশ জ্বলিতেছে, তার মতো মনের আবেগে
জেগে আছো;
জানিয়াছো তুমি এক নিশ্চয়তা-হয়েছো নিশ্চয়।
হ’য়ে যায় আকাশের তলে কতো আলো-কতো আগুনের ক্ষয়;
কতোবার বর্তমান হ’য়ে গেছে ব্যথিত অতীত-
তবুও তোমার বুকে লাগে নাই শীত
যে-নক্ষত্র ঝ’রে যায় তার।
যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার।
জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে
পারো তুমি;
তোমার আকাশে তুমি উষ্ণ হ’য়ে আছো-তবু-
বাহিরের আকাশের শীতে
নক্ষত্রের হইতেছে ক্ষয়,
নক্ষত্রের মতন হৃদয়
পড়িতেছে ঝ’রে-
ক্লান্ত হ’য়ে-শিশিরের মতো শব্দ ক’রে।
জানোনাকো তুমি তার স্বাদ-
তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ,
জীবন অগাধ।
হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার।
তোমার আকাশ-আলো-জীবনের ধার
ক্ষ’য়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল
তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে।
আমি চ’লে যাবো-তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে;
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
মন্ত্র মুগ্ধর মতো গত কয়েকদিন ধরে শুনছি বারবার... আপনার কণ্ঠ এত সুন্দর লেখাটিকে জীবনদান করে সাজিয়ে দিলো আমাদের কাছে, বড়োই মনমোহন
Thank you!
আবৃত্তির কন্ঠ এতো মাধুর্যময় 😍শুনতেই ভালো লাগছে কবিতার প্রতিটি লাইন🌼
অসাধারণ।
নমস্কার অনবদ্য অবদান পৃথিবীর প্রতিটি অবয়বের অনুভূতি র অনুভবের স্পন্দন অনুভূত হচ্ছে আমার নিজের অবয়ব অস্তিত্বের স্পন্দনে শুভম অন্তরে সুন্দরের মাধুর্যে পরিপূর্ণ সুন্দর খুব ভালো মঙ্গলম্ শুভম্ চরৈবেতী প্রণতা শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী
#অপূর্ব! অনবদ্য!
কী অপরিসীম উদাত্ত চাওয়া, আর হেমন্তের উদাসী হওয়ার গভীরতর স্পর্শের মতো লাবণ্য, মাধুর্য...
"নক্ষত্রের হইতেছে ক্ষয়,
নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে-
ক্লান্ত হয়ে-শিশিরের মতো শব্দ করে।
জানোনাকো তুমি তার স্বাদ-
তোমারে নিতেছে ডেকে
জীবন অবাধ, জীবন অগাধ।"
Thank you!
@@KobitaConcert ll
@@KobitaConcert 111qq1q
1
1l
আমি শুনি বার বার মন টা ভালো লাগে তাই তো আমি শুনি অন্তর দিয়ে অনুভব করি!!,,,,,,,,
Aha ki apurbo kabita na chiro kaler sangeet jar murchona shrotake abisto kore rakhe tomar konthe aro jibonto hoeche asonkho dhonyobad
কাজল দিঘি !!!
এখনো অসাধারণ !!!
আজও অনবদ্য !!!
জীবনানন্দকে আমার এতো ভালো লাগে কেন জানি না!
Great!.......👍👌
দারুণ!
He is my best writer.i love him in my heart.love you jibonaanando das ❤❤❤
আহা কত সুন্দর
❤ অসাধারণ
অসাধারণ!
,, আমি শুনি আমার মন ভরে যায়,,,,,,,,,,,,,,, আর ও সুন তে মন চায়,,,,,,,,,,,,,,,!!.......…
অনবদ্য !!!
অসাধারণ !!!
অপূর্ব
খুব সুন্দর আবৃত্তি।।।।
বাহ। সুন্দর।
📖💚
দারূণ লাগলো কবিতা ও আবৃতি।
Thanks.
নির্জন, একা শুধুই একা আছি বলেই, অনুভব ভাবনারা বীর,
করে ছুটে চলে, কল্পনার,বাসা
য়, ওদের কেন জানি, কোন,,,,
বিশ্রাম নেই,
আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরে জল
তুমি ও কি চেয়েছিলে তাই
অসাধারণ
সুন্দর!
Thank you!
দারুন
😢🙏😢
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
th-cam.com/users/IbnulsCreations
ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
💙
,❤️
👌👌👌👌,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!....
👌👌👌👌👌,,,,,,,,,,,,,,,,,,,,,.........
স্যার, আমি আবৃত্তি শিখতে চাই।
👌👌👌👌,,,,,,,,,,,,,, 🌹,,
আমার কবিতা আবৃত্তি করে দেয়া যাবে...?
@@mdminhajjnu1344 না।
আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবার আমন্ত্রণ।
th-cam.com/video/RiK3is5iV5M/w-d-xo.html
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
th-cam.com/users/IbnulsCreations
ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
ভাই ..আবৃত্তির ঢং টা ঠিক হয় নাই l জীবনানন্দের আবৃত্তি সবসময়ই কঠিন l আপনার গতানুগতিক style একদমই যাচ্ছে না... 😔
@@poeticnight9339 oirkm 2-1 ta vdor link diben vai kindly