ফাহাদ স্যার কে অভিনন্দন, যিনি মূল উপস্থাপক বা সঞ্চালনায় আছেন উনি কী ২০২৪ এর বিপ্লব বা অভ্যুত্থান এ কোন ভূমিকা রেখেছেন? জাতীর কাছে প্রশ্ন যাদের বিন্দুমাত্র কোন Contribution নেই এই বিপ্লবে, তাদের কে বলেছে ফাহাদ স্যার এর মত বীরের Podcast করতে? এদের লজ্জা হওয়া উচিত। জানিনা ফাহাদ স্যার কেন তাদের আমন্ত্রনে গেলেন।
স্যার আমি ১৫ দিন বাড়িতে ঘুমাতে পারি নাই। আর খালি আল্লাহ কে ডাকছি এবং বলছি আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। পরে ভাবছি এক সময় যে এই সরকারের পতন না হলে তো অন্য কোন রাস্তা দেখতাছি না। এবং বলতাছি আল্লাহ এইটা কি সম্ভব। পরে দোয়া করছি আর ভাবছি আল্লাহ চাইলে সবই সময়। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন ৫ আগস্ট ২০২৪ , দুপুর ১.৩৫ মিনিটে।
ঠিক এরকম অবস্থা আমারও ছিল 😥 আমার জীবনের সবচেয়ে বড়ো খুশির দিন ছিল 5 ই অগাস্ট, এই দিনটির কথা মনে পড়লেই আবেগআপ্লুত হয়ে পড়ি 😊 5 ই অগাস্টে শুকরানা নফল পড়েছি, মান্নাত রোজা রেখেছি পরের দিনে
স্যারের বক্তব্যতে তিনি একাধারে action, comedy, mistry, emotions সব কিছু তুলে ধরেছেন। একটা মুভি বানানো যাবে এই বক্তব্যর উপর। salute fahad sir🫡 আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।আমিন
ফাহাদ স্যারের ভক্ত হয়ে গেলাম। তার অভিজ্ঞতা তিনি যেই এক্সপ্রেসনে প্রকাশ করলেন। তা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এবং আল্লাহর উপর তার ভরসা ছিল খুব বেশি। এমনই হওয়া উচিত।
ফাহাদ স্যারের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, একটু বিরক্তি লাগেনি। জেলখানার জীবনী এত বিশদ ভাবে কেউ বলেনি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি। পুরো বিষয়ের সারমর্ম হচ্ছে সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়, সবকিছুই ইতিবাচক মনোভাব নিয়ে দেখতে হয়। বই পড়ে জানা এবং প্রত্যক্ষভাবে জানা এক বিষয় নয়। হয়তো বা এত সুন্দর গল্প আমরা শোনার জন্যই আপনি সেখানে গিয়েছেন। প্রথম অংশটা খুবই কষ্টদায়ক ছিল কিন্তু শেষ মুহূর্তের গল্পগুলো অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে নাফিস সেলিম ভাইয়ের টিম কে ধন্যবাদ ।
❤ফাহাদ স্যারকে নিয়ে যত বলব ততই কম হবে,,,আল্লাহর প্রতি এত অধীর বিশ্বাস,,, এত কনফিডেন্স,,, এত স্ট্রং ঈমান,,,এত্ত ভালো একটা মানুষ উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ 🥺যতবার দেখি ততবারই ইন্সপায়ারড হই। আজ ওনাকে দেখে অনেক কিছু শিখলাম,, কথা গুলো শুনে চোখের পানি আটকাতে পারলাম না😅 আল্লাহ এই ভালো,,সৎ মানুষটাকে অনেক অনেক নেক হায়াত দান করুক,উনার পরিবারকেও ভালো রাখুক,আমিন।🤲
মুভি বা নাটক দেখলেও কিছু সময় স্কিপ করে কিছু সময় এড়িয়ে যাই,কিন্তু ফাহাদ স্যার এর কাহিনী শুনে কোনো স্কিপ বা এড়িয়ে যেতে পারলাম না, মনে সাহস, শক্তি, অনুপেরোনা পাওয়ার মতো ছিলো প্রতিটি কথা, (৫ টা ফায়ার) এই কথাটা বুম ছিলো🔥🔥 সেলুট ফাহাত স্যার 💪
এমন নির্মম নির্যাতনের কথা এমন করে বললেন শুনে চোখে পানি মুখে হাসি চলে আসে, আপনার উপস্থাপনা অসাধারণ। আল্লাহ আপনি সহ সকল মাজলুম কে উত্তম প্রতিদান দান করুন
আমি যখন এসএসসি ২০২২ এর স্টুডেন্ট ছিলাম তখন আমার পরিবারের পক্ষে আমাকে কোন পরিস্থিতিতে কোচিং এ দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতিতে আমার দুইটা সম্বল ছিল একটি হলো আমার ভাঙ্গা মোবাইল ফোন, আর হচ্ছে আমার সবচাইতে প্রিয় একজন টিচার ফাহাদ স্যার স্যারের ক্লাস দেখে বলা যায় আমি এসএসসি পাশ করছি, কারণ তখন আমি স্কুলে যেতে পারি নাই পারিবারিক সমস্যার কারণে, নিয়মিত স্যারের ক্লাস গুলো দেখতাম, এখন যখন স্যারের কথাগুলো শুনলাম অনেক খারাপ লাগলো🥹আর মনের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি হয়েছে স্যালুট স্যার 🫠
সেই 2018 সালে স্যারের ভিডিও দেখে বিজ্ঞানে ভালো করা শুরু করি। প্রথম অনলাইনে যদি কোন ভালো স্যারের দেখা পাই তার মধ্যে ফাহাদ স্যার একজন। স্যারের প্রতি সবসময় ভালোবাসা থাকবে।❤
এই ইন্টার্ভিউটি দেখলে কোনো শিক্ষিত বা সাধারণ বিবেকবান মানুষ কোনোদিন পুলিশ-প্রশাসনকে সম্মানের চোখে দেখবে না। একবার ভাবেন "আপনার শিক্ষককে মেরেছে, শিক্ষক আপনাদের ভালো চাইতে গেলো কেন?"😢😢😢😢😢😢😢
@@MdPavel-j2b পদত্যাগ যাদের করানো হয়েছে, তারা কি আদৌ শিক্ষক ছিলেন? নাকি নির্দিষ্ট একটা দলের দালাল ছিলেন? দালাল কোনোদিন শিক্ষক হতে পারে? আজ যদি সৈরাচারের পতন না হতো, তাহলে ঐ দালাল মাস্টার গুলোই ছাত্রদের ধরিয়ে দিতো যে এরা আন্দোলনে গিয়েছিলো।
@@murshidabegum6930 একদিন দেখছিলাম ঢালু রাস্তা দিয়ে তিনজন লোক ঠেলাগাড়ি দিয়ে ধান নিয়ে যাচ্ছে কোথাও বিক্রি করবে। তবে ঢালু দেখে সামনে থাকা ড্রাইভার নিচ দিকে টানছে আর অপরদিকে দুই লোক তারা উল্টো দিকে টেনে ধরে আছে যেন অতিরিক্ত গতিতে না নামে। অতিরিক্ত গতিতে নামলে এক্সিডেন্ট হবে। কিন্তু আপনি যদি দেখতেন তাহলে ভাবতেন পিছনের লোক দুটোর উদ্দেশ্য ভিন্ন। আসলে ভিন্ন নয়। ঠিক তেমনি যারা রুটি কলা দিলো না আর যারা দিয়েছে তাদের সবার উদ্দ্যেশ্য সৈরাচারের গোলামি করা। আর প্রকৃত শিক্ষকদের অপমান করা। দালাল শিক্ষকদের নিরাপত্তা দেওয়া।
ঘটনা শুনে যা বুঝতে পারলাম স্যার একজন ভালো মানুষ ছিলেন স্যার মানুষের উপকার করেছেন ভালো সাথে ভালো হবে এটাই স্বাভাবিক স্যারের সাথে সব জায়গায় ভালো হয়েছে হাজার খারাপের মধ্যেও ভালো হয়েছে😊
স্যার একমাত্র আপনার জন্য পুরো ভিডিওটা দেখলাম,কি এক অদ্ভুত অভিজ্ঞতার স্বীকার আপনি,সিনেমাও ফেল,অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য,লাভ ইউ স্যার,আপনার পাশে আছি❤❤❤
স্যার আপনার গ্রেফতারে আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়েছিল। আপনি আমার কাছে যে কতটা প্রিয় মানুষ সেটা বলার ভাষা নাই আমার। আপনাদের মতো মানুষদের উপর এমন অত্যাচার নির্যাতন জুলুমের জন্যই স্বৈরাচার হাসিনার এমন ন্যাক্কারজনক পতন হলো। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দেক। আপনিসহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। আমিন আমিন।।
স্যার আপনাকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে। ২০২১ সালে আমি যখন ক্লাস ৯ এ পড়ি তখন থেকেই আপনার ভিডিও দেখি। তখন থেকেই আপনাকে অনেক ভালো লাগে। আমি জীবনেও ভাবি নাই এমন দিন দেখতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে। সব সময় সুস্থ থাকেন এ কামনাই করি। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা স্যার❤
ফাহাদ স্যারের গ্রেফতারে আমি খুব কষ্ট পেয়েছিলাম। অত্যন্ত ছাত্রপ্রিয় এই স্যার।বিশেষ করে আমার মেয়ের অনলাইন স্যার হিসেবে আমারও উনি খুব প্রিয়।উনি স্বাধীনতা ২৪ এ সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে জানার পর আমরা পরিবারের সকলেই তাঁর জন্য দোয়া করেছিলাম।উনাকে খুনী হাসিনার পুলিশ লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জেনে খুবই কষ্ট পেলাম। খুনী হাসিনা ও তার পেটুয়া বাহিনীর বিচার এ দেশে হবেই ইনশাআল্লাহ।
প্রিয় ফাহাদ স্যার! আমার অনলাইন পড়ালেখার শুরুটা আপনার হাত ধরেই। সত্যের পাশে থাকলে সৃষ্টিকর্তাই সাহায্য করেন স্যার। আপনার কথাগুলো আজকে এতবছর পর আবারো শুনলাম মনোযোগ দিয়ে সেই ক্লাস করার দিনগুলোর মতো করেই। সালাম নিবেন শ্রদ্ধেয় স্যার।❤
আসলে 16 কোটি জনসংখ্যার দেশে মানুষ কম কারণ যাদের জন্ম হয়েছে পিশাচের শাসনে , যারা দেখেনি সত্যকে , যাদের বিবেকের মৃত্যু হয়েছে অনেক আগেই তাদের কাছ থেকে মনুষত্ব আসা করা কঠিন। আর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন ❤।
Al-Ahqaf ৪৬:১৩ اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۚ নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
Happy Birthday Fahad Hossain sir✨🩵আপনাকে নিয়ে বলে শেষ করতে পারবো না, আপনি all rounder আপনার কাছে অনেক কিছু শিখেছি এবং লিখছি।আমি আপনার শিক্ষার্থীদের একজন হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি ।সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি🌸 আমাদের একজন ফাহাদ স্যার আছে 😊 স্যারের ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি 😊
এত লম্বা ভিডিও আমি দেখি না, আমার এত ধৈর্য নাই। কিন্তু এই ভিডিও টা দেখলাম, মনোযোগ দিয়ে, আগ্রহ সহকারে দেখলাম । কষ্টের কাহিনী উনি যেভাবে মজা করে 'বর্ণনা করলেন তেমনি আমিও আগ্রহ নিয়ে শুনলাম। মন বলছে এ কাহিনী যেন শেষ না হয়। উনি বলতে থাকবেন আর আ শুনতে থাকব।
স্যার এটা আমি সম্পূনটা শুনতে পারব না। যে পুলিশগুলো মারা গেছে তাদের জন্য আমার হালকা খারাপ লাগতো কিন্তু প্রথম দশ মিনিট শুনার পর । আমার মনে হয়তে যুদ্ধি অপরাধীদের মতো পুলিশের বিচার করা উচিত। স্যার আমি কোন দিন আপনার ক্লাস করি নাই। কিন্তু অনেক ছোট ভাইদের কাছে আপনার প্রশংসা শুনছি । এর ফলে আপনার প্রতি একটা ভালোবাস এবং শ্রদ্ধা তৈরি হয়ছে। আন্দোলনের সময় আপনার একটা কথা আমার ভালো লাগছিল সেটা হলো: সহসী হয়লে আয়ু কমে না, ভীতু হয়লে আয়ু বাড়ে না। স্যার সব সময় নিজের খেয়াল রাখবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন।
যখন উনার ক্লাস দেখতাম প্রায়ই তিনি জোনড আউট হয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অনুপ্রাণিত করতেন, তার মনমানসিকতা কত উন্নত তারই পরিচয় এই আন্দোলনে তার অংশগ্রহণ। তার মতো শিক্ষক আরো যদি থাকতো!
Last moment, Fahad sir added, Life is totally unpredictable. Again alhamdulillah to my almighty... Thanks Allah for saving us from this type of dictator
ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান? তবে SR DREAM -IT হতে পারে আপনার জন্য বেস্ট অপশন।
ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে ভর্তির লিংক:srdreamit.com/course/freelancing-bundle-pack
#srdreamit ফেসবুক পেইজ লিংক:
facebook.com/srdreamit
স্টুডেন্টদের সাকসেস গ্রুপে জয়েন করুন:facebook.com/share/g/CV92bHB3RbSBxBok/?mibextid=K35XfP
পূর্ববর্তী ব্যাচের স্টুডেন্টদের সাকসেসের জার্নি নিয়ে পডকাস্ট: th-cam.com/video/iA2wgv6EBws/w-d-xo.html
Eita ki sudhu phone diye korabe jbe course ta?
I'm Interested
বেস্ট পডকাস্ট। খালি মাঝেমধ্যে যে সেকুলাংগারদের আনেন তা আনবেন না। পেইন লাগে। ৯০% মুসলিমদের মনে কষ্ট দিয়ে ১০% সেকুলাংগারদের আনবেন না।
Vai cupon code kaj koree na
Please do podcasts with Bondi pathsala teachers.
একজন সাহসী মানুষ আপনি। সবার অনুপ্রেরণা ❤
ভাইয়া আপনি শোভন ভাইয়া না
Hea shovon vaiya🙂
শোভন ভাই একটা বিষয় জানতে চাই। ঐ যে ভর্তির জন্য টাকা টা কীভাবে পাব। আবেদন কীভাবে করবে
love youuh shuvon bro ❤️🩹
ভাইয়া আপনাকে চিনতে পারছি
বার বার ফাহাদ স্যারের কথা শুনে goosebumps হচ্ছিল,,, শেষটা অসাধারণ ছিল,, ইতিহাসের লেখা রইবে এই ২০২৪ এর ছাত্র আন্দোলন তথা গণঅভ্যুত্থানের ইতিহাস। ❤
ফাহাদ স্যার কে অভিনন্দন, যিনি মূল উপস্থাপক বা সঞ্চালনায় আছেন উনি কী ২০২৪ এর বিপ্লব বা অভ্যুত্থান এ কোন ভূমিকা রেখেছেন? জাতীর কাছে প্রশ্ন যাদের বিন্দুমাত্র কোন Contribution নেই এই বিপ্লবে, তাদের কে বলেছে ফাহাদ স্যার এর মত বীরের Podcast করতে? এদের লজ্জা হওয়া উচিত। জানিনা ফাহাদ স্যার কেন তাদের আমন্ত্রনে গেলেন।
স্যার আমি ১৫ দিন বাড়িতে ঘুমাতে পারি নাই। আর খালি আল্লাহ কে ডাকছি এবং বলছি আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। পরে ভাবছি এক সময় যে এই সরকারের পতন না হলে তো অন্য কোন রাস্তা দেখতাছি না। এবং বলতাছি আল্লাহ এইটা কি সম্ভব। পরে দোয়া করছি আর ভাবছি আল্লাহ চাইলে সবই সময়। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন ৫ আগস্ট ২০২৪ , দুপুর ১.৩৫ মিনিটে।
Mosjide a gumaici andooner jonno.
Private porjonto bondo rakhcilam.
Poraite pari nai betono pai nai
@@dreamandscienceacademy আমাদের সকল কষ্টের ফল আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰।
স্যার 😢😢
ঠিক এরকম অবস্থা আমারও ছিল 😥
আমার জীবনের সবচেয়ে বড়ো খুশির দিন ছিল 5 ই অগাস্ট, এই দিনটির কথা মনে পড়লেই আবেগআপ্লুত হয়ে পড়ি 😊
5 ই অগাস্টে শুকরানা নফল পড়েছি, মান্নাত রোজা রেখেছি পরের দিনে
same man
স্যারের বক্তব্যতে তিনি একাধারে action, comedy, mistry, emotions সব কিছু তুলে ধরেছেন।
একটা মুভি বানানো যাবে এই বক্তব্যর উপর।
salute fahad sir🫡
আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।আমিন
HM
আপনাদের এই ত্যাগ আমরা কখনোই ভুলবো না। স্যালুট জানাই 🫡
Absolutely
স্যারের ব্যক্তিত্ব সত্যিই অন্যান্য ❤❤❤
এত নারকীয় ঘটনাও কত সুন্দর হাস্যজ্জ্বল, সাবলীল ভাবে বললেন। ।।।
Proud to be his student 💙
আমার অনলাইন সর্বপ্রথম স্যার ফাহাদ স্যার।
স্যারের প্রতি যথেষ্ট সম্মান ছিলো আজকের ঘটনা শুনে স্যারের প্রতি শত গুণ সম্মান বেড়ে গেছে। রেস্পেক্ট স্যার 🥺🫡
Same😊😊
same
Bal😂
ফাহাদ স্যারের ভক্ত হয়ে গেলাম। তার অভিজ্ঞতা তিনি যেই এক্সপ্রেসনে প্রকাশ করলেন। তা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এবং আল্লাহর উপর তার ভরসা ছিল খুব বেশি। এমনই হওয়া উচিত।
Literally
কেমন ভাই?
ফাহাদ স্যারের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, একটু বিরক্তি লাগেনি। জেলখানার জীবনী এত বিশদ ভাবে কেউ বলেনি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি। পুরো বিষয়ের সারমর্ম হচ্ছে সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়, সবকিছুই ইতিবাচক মনোভাব নিয়ে দেখতে হয়। বই পড়ে জানা এবং প্রত্যক্ষভাবে জানা এক বিষয় নয়। হয়তো বা এত সুন্দর গল্প আমরা শোনার জন্যই আপনি সেখানে গিয়েছেন। প্রথম অংশটা খুবই কষ্টদায়ক ছিল কিন্তু শেষ মুহূর্তের গল্পগুলো অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে নাফিস সেলিম ভাইয়ের টিম কে ধন্যবাদ ।
এতো কষ্টকর স্মৃতিগুলো সহজ সাবলীল ভাষায় ফাহাদ স্যার ই বলতে পারেন 🥺🧡
Ebi a tomar onk post daksi
ফাহাদ স্যার প্রথম দিন এই কথা গুলো অনেক কান্না করে বলেছিল।
😢
What are you doing baby?
এতটা কষ্টকর মূহূর্ত গুলো কী রকম হাসি মুখে বলে দিলেন স্যার!!🥺
স্যালুট 🫡
আমাদের একজন ফাহাদ স্যার আছে
স্যারের ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি
❤ফাহাদ স্যারকে নিয়ে যত বলব ততই কম হবে,,,আল্লাহর প্রতি এত অধীর বিশ্বাস,,, এত কনফিডেন্স,,, এত স্ট্রং ঈমান,,,এত্ত ভালো একটা মানুষ উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ 🥺যতবার দেখি ততবারই ইন্সপায়ারড হই। আজ ওনাকে দেখে অনেক কিছু শিখলাম,, কথা গুলো শুনে চোখের পানি আটকাতে পারলাম না😅
আল্লাহ এই ভালো,,সৎ মানুষটাকে অনেক অনেক নেক হায়াত দান করুক,উনার পরিবারকেও ভালো রাখুক,আমিন।🤲
শিক্ষক হলে এরকম হওয়া উচিত, জেলখানায় গিয়েও সম্মান পেয়েছে,
সম্মান দেওয়ার মালিক আল্লাহ
Alhamdulillah Amin
মুভি বা নাটক দেখলেও কিছু সময় স্কিপ করে কিছু সময় এড়িয়ে যাই,কিন্তু ফাহাদ স্যার এর কাহিনী শুনে কোনো স্কিপ বা এড়িয়ে যেতে পারলাম না, মনে সাহস, শক্তি, অনুপেরোনা পাওয়ার মতো ছিলো প্রতিটি কথা, (৫ টা ফায়ার) এই কথাটা বুম ছিলো🔥🔥
সেলুট ফাহাত স্যার 💪
আমাদের একজন প্রিয় টিচারের সাথে যদি এমনটা ঘটে। তবে দেশের বাকি জনগণের সাথে কেমনটা ঘটেছে আপনারা চিন্তা করে দেখুন। ফাহাদ স্যারকে অনেক ভালোবাসি। ❤❤❤❤❤❤❤
🎉
এমন নির্মম নির্যাতনের কথা এমন করে বললেন শুনে চোখে পানি মুখে হাসি চলে আসে, আপনার উপস্থাপনা অসাধারণ। আল্লাহ আপনি সহ সকল মাজলুম কে উত্তম প্রতিদান দান করুন
এই প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলাম,,শুধুমাত্র ফাহাদ স্যারের জন্য
Uss
ফাহাদ স্যার এর সাথে নতুন এপিসোডটি দেখতে : th-cam.com/video/h4nvre4wDBs/w-d-xo.html
আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনাকারী ও সর্বশক্তিমান।
জীবনে এই প্রথম কোন পডকাস্ট মন দিয়ে পুরো শুনলাম🤗
আপনার এই ত্যাগ আমরা কখনো ভুলবো না স্যার! ❤️
Jara hsc24 , ora ssc 2022 e dewar somoy Fahad sir er kono na kono class korse, Respect sir.
Class 8 theke onar class dekhe dekhei boro howa! 💚
Vaier class best
Edtech ar sathe poricoy e hoichi fahad sir ar class dekhe❤
Same to HSC 23
@@Samanta-067 uss
স্যার সাপোর্ট করেছেন ছাত্রদের পক্ষে তার জন্য ধন্যবাদ ❤ আমিও ২০দিন জেল খেটেছি অন্যান ভাবে
ভাবছিলাম পাঁচ মিনিট দেখব এখন পুরাটা শেষ করে উঠলাম। Huge respect for you sir.
আপনার সাথে যে এতো নির্মম ঘটনা ঘটছে তা মেনে নেওয়া অসম্ভব। দোয়া করি আপনার সাথে যেন এমন ঘটনা না ঘটে।
ম্যামের প্রতি স্যারের যে ভালোবাসা ❤️🩹 একজন মানুষ আপনি স্যার শিক্ষা, ভালোবাসা, সংগ্রাম সবকিছুর অনুপ্রেরণা
আপনাদের এই ত্যাগ আমরা কখনোই ভুলবো না। স্যালুট জানাই
আমি যখন এসএসসি ২০২২ এর স্টুডেন্ট ছিলাম তখন আমার পরিবারের পক্ষে আমাকে কোন পরিস্থিতিতে কোচিং এ দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতিতে আমার দুইটা সম্বল ছিল একটি হলো আমার ভাঙ্গা মোবাইল ফোন, আর হচ্ছে আমার সবচাইতে প্রিয় একজন টিচার ফাহাদ স্যার স্যারের ক্লাস দেখে বলা যায় আমি এসএসসি পাশ করছি, কারণ তখন আমি স্কুলে যেতে পারি নাই পারিবারিক সমস্যার কারণে, নিয়মিত স্যারের ক্লাস গুলো দেখতাম, এখন যখন স্যারের কথাগুলো শুনলাম অনেক খারাপ লাগলো🥹আর মনের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি হয়েছে স্যালুট স্যার 🫠
সত্যিই এত কষ্ট এত সাবলীল ও সাচ্ছন্দে বলার জন্য অসংখ্য ধন্যবাদ।
22:14 আগুন ধরে গেলো কথাটা শুনে ❤️🔥
আপনাকে আমি চিনি নাহ, তবুও আপনার অভিজ্ঞতা শোনে অবাক হয়ে গেলাম। মহান আললাহ আমাদের হেদায়েত দান করুন আমিন।
সম্মান দেওয়ার মালিক আল্লাহ ❣️
Mashallah
সেই 2018 সালে স্যারের ভিডিও দেখে বিজ্ঞানে ভালো করা শুরু করি। প্রথম অনলাইনে যদি কোন ভালো স্যারের দেখা পাই তার মধ্যে ফাহাদ স্যার একজন। স্যারের প্রতি সবসময় ভালোবাসা থাকবে।❤
কোনো সিনেমা থেকে কম নাহ!!
লাভ ইউ ফাহাদ স্যার❤❤❤
এই মানুষটাকে আগে থেকেই ভালোবাসি।
দেশের এমন পরিস্থিতিতে নিজের কথা না ভেবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ভালবাসা আরও বেড়ে গেছে😊😊
এই ইন্টার্ভিউটি দেখলে কোনো শিক্ষিত বা সাধারণ বিবেকবান মানুষ কোনোদিন পুলিশ-প্রশাসনকে সম্মানের চোখে দেখবে না। একবার ভাবেন "আপনার শিক্ষককে মেরেছে, শিক্ষক আপনাদের ভালো চাইতে গেলো কেন?"😢😢😢😢😢😢😢
🥲😖
ভালো খারাপ দুই দুইটা তো আছে।যেমন সেই ড্রাইভার যে রাতে রুটি কলা কিনে খাওয়ালো, সেই জেলের দারুয়ান যে অন্তত খবরটা পৌঁছে দিল।
গুড।কিন্তু জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো সেটা কিন্তু খারাপ না।
@@MdPavel-j2b পদত্যাগ যাদের করানো হয়েছে, তারা কি আদৌ শিক্ষক ছিলেন? নাকি নির্দিষ্ট একটা দলের দালাল ছিলেন? দালাল কোনোদিন শিক্ষক হতে পারে? আজ যদি সৈরাচারের পতন না হতো, তাহলে ঐ দালাল মাস্টার গুলোই ছাত্রদের ধরিয়ে দিতো যে এরা আন্দোলনে গিয়েছিলো।
@@murshidabegum6930 একদিন দেখছিলাম ঢালু রাস্তা দিয়ে তিনজন লোক ঠেলাগাড়ি দিয়ে ধান নিয়ে যাচ্ছে কোথাও বিক্রি করবে। তবে ঢালু দেখে সামনে থাকা ড্রাইভার নিচ দিকে টানছে আর অপরদিকে দুই লোক তারা উল্টো দিকে টেনে ধরে আছে যেন অতিরিক্ত গতিতে না নামে। অতিরিক্ত গতিতে নামলে এক্সিডেন্ট হবে। কিন্তু আপনি যদি দেখতেন তাহলে ভাবতেন পিছনের লোক দুটোর উদ্দেশ্য ভিন্ন। আসলে ভিন্ন নয়। ঠিক তেমনি যারা রুটি কলা দিলো না আর যারা দিয়েছে তাদের সবার উদ্দ্যেশ্য সৈরাচারের গোলামি করা। আর প্রকৃত শিক্ষকদের অপমান করা। দালাল শিক্ষকদের নিরাপত্তা দেওয়া।
স্যার এর জন্য যে কতো দুয়া করসি ওই টাইমে তা আল্লাহ ই জানে।😢 আল্লাহ্ ওই জানোয়ারদের বিচার করুক
শিক্ষা জীবনে অনলাইন শিক্ষক হিসেবে স্যারের অবদান অতুলনীয়!!💞
শুভ জন্মদিন Fahad Hossain স্যার!✨🎉🎉
ঘটনা শুনে যা বুঝতে পারলাম স্যার একজন ভালো মানুষ ছিলেন স্যার মানুষের উপকার করেছেন ভালো সাথে ভালো হবে এটাই স্বাভাবিক স্যারের সাথে সব জায়গায় ভালো হয়েছে হাজার খারাপের মধ্যেও ভালো হয়েছে😊
আল্লাহু আকবার। এককথায় বললে অসাধারণ অভিজ্ঞতা।
আমার অনলাইনের প্রথম শিক্ষক,
আল্লাহ স্যারকে হায়াত বাড়াই দিক, আমিন💞
আপনি আমার অনুপ্রেরণা। এসএসসিতে আপনার ক্লাস গুলা করে আমি গোল্ডেন জিপিএ পেয়েছি।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক😊
স্যার একমাত্র আপনার জন্য পুরো ভিডিওটা দেখলাম,কি এক অদ্ভুত অভিজ্ঞতার স্বীকার আপনি,সিনেমাও ফেল,অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য,লাভ ইউ স্যার,আপনার পাশে আছি❤❤❤
ফাহাদ স্যার এর সাথে নতুন এপিসোডটি দেখতে : th-cam.com/video/h4nvre4wDBs/w-d-xo.html
একজন সাহসী মানুষ আপনি। সবার অনুপ্রেরণা 💪
স্যার এর সব কথা শুনে আমি শিহরিত 😭 । আমার তো মনে হচ্ছে এখন ফ্যারহাদ স্যার আমাদের গর্ব।we are proud of you Sir 🫡👍🤲😌🥹
This is how an educated man talks,i just imagine how mentally fit he is,
Respect and love for you Sir
অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন স্যার😊
RESPECT as a student of FAHAD"s tutorial
কিছু বলার ভাষা নাই,,ফাহাদ স্যারের এই প্রডকাস্টটা দেখে অনেক কিছুর অভিজ্ঞতা নিলাম,, একটা জিনিস বুঝলাম আল্লাহ সবসময় পাশে থাকেন
Salute sir!🙏🏽 Onk onek respect 💓
ফাহাদ স্যারের কথাগুলো শুনে পুরো শরীর শিরশির করে উঠলো ।
আল্লাহ এত বড় বিপদ থেকে রক্ষা করছে তার জন্য আলহামদুলিল্লাহ 😊
আমার ভালোবাসার শ্রদ্ধেয় স্যার ও পছন্দের একজন মানুষ ❤❤❤
Online best teacher Fahad's Tutorial owner Fahad Hossain sir❤❤❤
আমার এসএসসি লাইফে ফাহাদ স্যার তথা ফাহাদ'স টিউটোরিয়াল প্লাটফর্ম এর অবদান অনেক। Respect Sir🫡
Love From Sylhet
Same ssc 21 ❤❤
Same and i got GPA-5 (ssc24 )
প্রিয় স্যার, প্রিয় অনুষ্ঠান। প্রিয় বাংলাদেশ ❤
স্যার আপনার গ্রেফতারে আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়েছিল। আপনি আমার কাছে যে কতটা প্রিয় মানুষ সেটা বলার ভাষা নাই আমার। আপনাদের মতো মানুষদের উপর এমন অত্যাচার নির্যাতন জুলুমের জন্যই স্বৈরাচার হাসিনার এমন ন্যাক্কারজনক পতন হলো। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দেক। আপনিসহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। আমিন আমিন।।
এখন সুশীলরা কোথায় এসব কি তারা এখন দেখেনা?
পুলিশরা কতটা জঘন্য,
একজন শিক্ষকের সাথে কি আচরণ করতে হয় জানে না। আর সাধারণ জনগণের সাথে কতটা খারাপ করছে।💔
বাদ দেন সুশীলরা সব সময় ঘুমিয়ে থাকবে
ভালো যে দিকটা বলল, সেটা ভুলেন কেন??
মানুষ হন। হাসিনার মত চিন্তা কেন?
@@IsmailHossain-pn6wd meye manush vai, eder sathe torko kore laav nai..bujhe kom mukh cole beshi
আলহামদুলিল্লাহ। পুরাটা শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম স্মৃতি হিসেবে।❤
প্রথম আপনাদের সম্পূর্ণ কোনো পডকাস্ট দেখলাম❤
ফাহাদ স্যার ইড লাভ❤
আমার পুরোটা দেখার ইচ্ছে আছে
স্যার আপনাকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে। ২০২১ সালে আমি যখন ক্লাস ৯ এ পড়ি তখন থেকেই আপনার ভিডিও দেখি। তখন থেকেই আপনাকে অনেক ভালো লাগে। আমি জীবনেও ভাবি নাই এমন দিন দেখতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে। সব সময় সুস্থ থাকেন এ কামনাই করি। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা স্যার❤
ফাহাদ স্যারের গ্রেফতারে আমি খুব কষ্ট পেয়েছিলাম। অত্যন্ত ছাত্রপ্রিয় এই স্যার।বিশেষ করে আমার মেয়ের অনলাইন স্যার হিসেবে আমারও উনি খুব প্রিয়।উনি স্বাধীনতা ২৪ এ সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে জানার পর আমরা পরিবারের সকলেই তাঁর জন্য দোয়া করেছিলাম।উনাকে খুনী হাসিনার পুলিশ লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জেনে খুবই কষ্ট পেলাম। খুনী হাসিনা ও তার পেটুয়া বাহিনীর বিচার এ দেশে হবেই ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ
এই প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলাম,,শুধুমাত্র ফাহাদ স্যারের জন্য
Sir, kotha gulo hasi mukhe bolleo
Sir er kotha shune chokhe pani chole achse..
আমি লিটরেলি কাঁদতেছিজ 😢
প্রিয় ফাহাদ স্যার!
আমার অনলাইন পড়ালেখার শুরুটা আপনার হাত ধরেই। সত্যের পাশে থাকলে সৃষ্টিকর্তাই সাহায্য করেন স্যার। আপনার কথাগুলো আজকে এতবছর পর আবারো শুনলাম মনোযোগ দিয়ে সেই ক্লাস করার দিনগুলোর মতো করেই। সালাম নিবেন শ্রদ্ধেয় স্যার।❤
স্যার যত সুন্দর ভাবেই কথা বলুক। স্যারের কথার মধ্যে অহংকার ভাব প্রকাশ পাচ্ছে।
অহংকার না,এটা হচ্ছে ক্ষোভ আর ঘৃনা থেকে সৃষ্টি!
আজাইরা
Apnar mon manoshikota change koren apnar mind e problem ase😊
Onar kotha sotto
Koi na toh!!….ami obak hoi ei duniyai shob shundor kichur moddheo shob shomoi kono na kono ninduk thiki negative kichu ber kore fele….unake onek imandar, shahoshi akjon manush dekhlam, onuprerona paowar moto…..ekhane apni ohonkar kothai dekhlen?!!
আসলে 16 কোটি জনসংখ্যার দেশে মানুষ কম কারণ যাদের জন্ম হয়েছে পিশাচের শাসনে , যারা দেখেনি সত্যকে , যাদের বিবেকের মৃত্যু হয়েছে অনেক আগেই তাদের কাছ থেকে মনুষত্ব আসা করা কঠিন। আর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন ❤।
Al-Ahqaf ৪৬:১৩
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۚ
নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
Happy Birthday Fahad Hossain sir✨🩵আপনাকে নিয়ে বলে শেষ করতে পারবো না, আপনি all rounder আপনার কাছে অনেক কিছু শিখেছি এবং লিখছি।আমি আপনার শিক্ষার্থীদের একজন হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি ।সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি🌸
আমাদের একজন ফাহাদ স্যার আছে 😊
স্যারের ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি 😊
শ্রেষ্ঠ একজন শিক্ষক 💗
আপনাদের মত সাহসী লোকেদের জন্য আজকের বাংলাদেশ স্বাধীন সেলুট স্যার।❤
স্যার যে সেক্রিফাইস করেছেন তা সারাজীবন উদাহরণ হয়ে থাকবে ❤
❤️🩹you both are my idols
Are redwan vaiya
শিক্ষক হলে এইরকম হওয়া উচিত।বাহ স্যালুট স্যার🥰❤️
Proud to be a student of Fahad Sir❤❤
স্যার এর ক্লাসের ভিডিও খুবই সুন্দর। আর জেলের জীবনের অভিজ্ঞতাটিকে আর বায়োলজি মিশ্রিত বর্ননা, এত সুন্দর করে উপস্থাপন করার জন্য স্যারকে ধন্যবাদ।
আমার ভালোবাসার শ্রদ্ধেয় স্যার ও পছন্দের একজন মানুষ
ফাহাদ ভাই আপনি সত্যি অসাধারণ ..... কি গল্প কিভাবে উপস্থাপন করলেন
🥰🥰
Big fen ভাই
Sir আপনাকে দেখলে মনেহয় নিজের পরিবার এর কেউ একজন ❤❤❤,,,love you sir ❤❤❤❤❤❤❤❤❤
এত লম্বা ভিডিও আমি দেখি না, আমার এত ধৈর্য নাই। কিন্তু এই ভিডিও টা দেখলাম, মনোযোগ দিয়ে, আগ্রহ সহকারে দেখলাম । কষ্টের কাহিনী উনি যেভাবে মজা করে 'বর্ণনা করলেন তেমনি আমিও আগ্রহ নিয়ে শুনলাম। মন বলছে এ কাহিনী যেন শেষ না হয়। উনি বলতে থাকবেন আর আ শুনতে থাকব।
Maximum student er idol, inspiration sir apni. Mad respect for U dear sir 🫡❤
ভালোবাসা অবিরাম স্যার আপনার জন্য। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন।❤❤❤
ভাই গল্পটা শুনে অনেক উপভোগ করলাম ❤
অনেক কিছু শেখার আছে ❤
স্যার এটা আমি সম্পূনটা শুনতে পারব না। যে পুলিশগুলো মারা গেছে তাদের জন্য আমার হালকা খারাপ লাগতো কিন্তু প্রথম দশ মিনিট শুনার পর । আমার মনে হয়তে যুদ্ধি অপরাধীদের মতো পুলিশের বিচার করা উচিত। স্যার আমি কোন দিন আপনার ক্লাস করি নাই। কিন্তু অনেক ছোট ভাইদের কাছে আপনার প্রশংসা শুনছি । এর ফলে আপনার প্রতি একটা ভালোবাস এবং শ্রদ্ধা তৈরি হয়ছে।
আন্দোলনের সময় আপনার একটা কথা আমার ভালো লাগছিল সেটা হলো: সহসী হয়লে আয়ু কমে না, ভীতু হয়লে আয়ু বাড়ে না।
স্যার সব সময় নিজের খেয়াল রাখবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন।
আলহামদুলিল্লাহ! আমরা আজ স্বৈরাচার মুক্ত!
আলহামদুলিল্লাহ স্যার আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন
যখন উনার ক্লাস দেখতাম প্রায়ই তিনি জোনড আউট হয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অনুপ্রাণিত করতেন, তার মনমানসিকতা কত উন্নত তারই পরিচয় এই আন্দোলনে তার অংশগ্রহণ। তার মতো শিক্ষক আরো যদি থাকতো!
স্যার,আপনার কথা শুইনা একদিকে চোখে পানি,অন্যদিকে হাসিও পাইতেছে প্রচন্ড।
স্যারের গর্বিত স্টুডেন্ট ❤️✌️
আমাদের জন্য যে ত্যাগ করেছেন আপনি স্যার,,,,আমরাও আপনার পাশে সবসময় আছি
HUGE respect for Fahad Sir ❤❤
স্যার জন্য অভিরাম ভালোবাসা রইল। 😢আল্লাহর স্যার নেক হায়াত দান করুন। 😢❤
অপেক্ষায় ছিলাম💝
Last moment, Fahad sir added, Life is totally unpredictable. Again alhamdulillah to my almighty... Thanks Allah for saving us from this type of dictator
Forever dept to all of our teacher's who supported us like a father❤️
Khub bhalo laglo , onek mugdhota niye dekhlam,khub shundor kore bornona korlen….unar iman er jor dekhe asholei onupranito hoyechi….uni bhalo thakuk shobshomoi.❤
ফাহাদ স্যার আমার শিক্ষক। ফাহাদ স্যারের গ্রেফতারের খবর শুনে হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ফাহাদ স্যার মুক্তি পেয়েছেন এতে আমরা সত্যিই আনন্দিত।
এই সিচুয়েশনের পর টিচার দের উচিত পুলিশের বাচ্চাদের না পড়ানো। আমি টিচার হলেও ওটাই করতাম।
একজন সাহসী মানুষ,আমার শোনা সেরা পড কাস্ট ।ধন্যবাদ আপনাদের।ভালোবাসা সুন্দর ❤
2 cent podcast এ হুজুর শেখ আহমাদুল্লাহ কে আনা হোক??
মুভির থেকে কোনো অংশে কম না। মুভির থেকেও জোস।
আমি এই ১:১৪:২০ সেকেন্ড ফাহাদ স্যারের প্রতিটা কথা enjoy করলাম
At 1st full video kub monojok dia daklam...Prio Sir❤