Potro Dio (Prosthan) | Tanzir Tuhin | Emon Chowdhury | Helal Hafiz | Tanvir Tori | New Song 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @shoponrahman5475
    @shoponrahman5475 ปีที่แล้ว +87

    উফফ এই গানের শ্রোতা সংখ্যা এখনো অব্দি মিলিয়ন পৌঁছায়নি?সত্যি এই গানটির মান এবং রুচিবোধ কে ধারণ করার মতো খুব বেশি শ্রোতা তৈরী হয়নি এখনো বাংলাদেশে

    • @JobPreparation-e2d
      @JobPreparation-e2d 10 หลายเดือนก่อน +7

      মিলিয়ন পৌঁছেছে। আমি একাই ৫০০ বারের মতো শুনেছি।

    • @sajjad.mafia86
      @sajjad.mafia86 8 หลายเดือนก่อน

      মিলিয়ন ❤

    • @mbm6842
      @mbm6842 8 หลายเดือนก่อน +1

      ​@@JobPreparation-e2dHabit hoye geche amar protidin sokal bikel

    • @onlyentertainpurpose2817
      @onlyentertainpurpose2817 5 หลายเดือนก่อน +2

      পছন্দের একটা গান, প্রতি রাতে নিয়ম করে শুনি বারান্দায় বসে, তাল মিলিয়ে গাওয়ারও চেষ্টা করি।

    • @redwanahmedakash3292
      @redwanahmedakash3292 2 หลายเดือนก่อน

      Eije aschi🖤

  • @Quota2024-h8g
    @Quota2024-h8g ปีที่แล้ว +211

    এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও
    এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
    খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পত্র দিও, পত্র দিও।
    আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
    গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
    আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
    নষ্ট ফুলের পরাগ মেখে
    পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
    এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা বা কষ্ট দেবে! 💔

    • @mariamimi3779
      @mariamimi3779 ปีที่แล้ว +2

      What a lyric!!

    • @shahshakib8515
      @shahshakib8515 ปีที่แล้ว +5

      @@mariamimi3779 It's a poem by Helal Hafiz

    • @Quota2024-h8g
      @Quota2024-h8g ปีที่แล้ว +8

      হেলাল হাফিজের 'প্রস্থান' কবিতা ❤️

    • @arnob99bd83
      @arnob99bd83 ปีที่แล้ว

      💝💝

    • @farhanaaahsan8401
      @farhanaaahsan8401 ปีที่แล้ว +1

  • @mitrabrinda
    @mitrabrinda ปีที่แล้ว +312

    কখনো ভাবতেই পারি নি, অজস্র স্থানে, অসংখ্য অসংখ্য বার যে কবিতার চরণ আওড়েছি.... সেই "পত্র দিও" পংক্তিটুকুও কারো কন্ঠে ঠিক এতটা আবেগ, এতটা মায়া নিয়ে সুর তৈরি করতে পারে!
    যেন এদ্দিন পর এসে হঠাৎ করেই মনে হচ্ছে কবিতাটা বোধহয় এতকাল অপূর্ণ ছিল, সুরের অপেক্ষায় ছিল। এতকাল পর এসে আজ যেন কবিতাটা পূর্ণ হয়ে উঠেছে। যেন কোন প্রাচীন স্বরলিপি বহুকাল কোথাও লুকিয়ে রাখা ছিল, সুর-তাল রূপী সোনার কাঠি রুপোর কাঠি দ্বারা আজ তাতে প্রাণ সঞ্চারিত হয়েছে। কী অদ্ভুত, কী অদ্ভুত সুন্দর!
    প্রিয় কলাকুশলীরা, মনটাকে আস্ত লোভে ফেলে দিয়েছেন। এবারে প্লিজ জয়দা'র "মেঘ বালিকার জন্য রূপকথা" চাই.... প্লিজ! 🙏

  • @junichakma7901
    @junichakma7901 ปีที่แล้ว +243

    এই মানুষটার কন্ঠ শুনে যে বা যারা প্রেমে পড়তে পারেনি- তারা নিঃসন্দেহেই হৃদয় অসচল মানুষ!!
    আমাদের তুহিন ভাই 💝

    • @aminaman9834
      @aminaman9834 ปีที่แล้ว +1

      ঠিক বলছেন ভাই

    • @buraqeeb7823
      @buraqeeb7823 ปีที่แล้ว

      অসাধারণ

    • @wasequemahmud0909
      @wasequemahmud0909 ปีที่แล้ว

      বাহ্! চমৎকার বলেছেন।

    • @md.asifhalim6407
      @md.asifhalim6407 ปีที่แล้ว +4

      এই যে, একজনের প্রশংসা করতে গিয়ে অন্যকাউকে ছোট করলেন। এটার প্রয়োজন ছাড়াই কিন্তু গানটা বা তুহিন ভাইয়ের গায়কির বাহবা গাওয়া যেতো। চিন্তা করে দেখবেন। শুভকামনা।

    • @sumayaswaty9506
      @sumayaswaty9506 ปีที่แล้ว

      আমি বার বার প্রেমে পরি ❤

  • @shetu.raisul
    @shetu.raisul ปีที่แล้ว +125

    কতবার যে শুনলাম গতকাল থেকে। প্রতিবার হাহাকারে বুক ভেসে যাচ্ছে। না, কিশোর বয়সে ছেড়ে যাওয়া প্রেমিকার জন্য না। হাহাকার জন্মাচ্ছে ওপারে চলে যাওয়া আমার আব্বুর জন্য। মনে হচ্ছে, তার আমার ভেতরেও প্রেম ছিলো যা আগে বুঝিনি।
    ধন্যবাদ তুহিন ভাই, ইমন ভাই।।।

    • @rupalitanchangya3046
      @rupalitanchangya3046 ปีที่แล้ว +2

      ❤️

    • @itsarif010
      @itsarif010 10 หลายเดือนก่อน +2

      ২০২২ এর ডিসেম্বরের ১৭ তারিখ আব্বা মারা গিয়েছিলেন, তার কিছুদিন পরেই এই গানটা বের হয়, আপনার মত এই গান আমি তার সাথেই রিলেট করি।

    • @ebadmorshed4117
      @ebadmorshed4117 5 หลายเดือนก่อน

      Akdom thik bolechen. Ai gaan ta shunlei 90 a chole jai.

    • @Tuhinhasan-u5g
      @Tuhinhasan-u5g 2 หลายเดือนก่อน

      তুহিন কোনজনের নাম ভাই

  • @sudiptabhattacharjee6398
    @sudiptabhattacharjee6398 ปีที่แล้ว +75

    কোন ভাষা নেই আমার।প্রিয় কবি,প্রিয় কবিতা, প্রিয় গায়ক,প্রিয় কম্পোজার। যতবার শুনি ততবার শিহরিত হই।মনে হয়.......,..

  • @MR-255
    @MR-255 ปีที่แล้ว +53

    Full Lyrics::
    এখন তুমি কোথায় আছো
    কেমন আছো, পত্র দিও,
    এক বিকেলে মেলায় কেনা
    খামখেয়ালীর তাল পাখাটা,
    খুব নিশীথে তোমার হাতে
    কেমন আছে, পত্র দিও, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা
    আমার মতো খুব ব্যথিত,
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,
    পত্র দিও, পত্র দিও।
    কোন কথাটা অষ্টপ্রহর
    কেবল বাজে মনের কানে,
    কোন স্মৃতিটা উস্কানি দেয়
    ভাসতে বলে প্রেমের বানে,
    পত্র দিও .. পত্র দিও।
    আর না হলে যত্ন করে ভুলে যেও
    আপত্তি নেই,
    গিয়ে থাকলে আমার গেছে
    কার কী তাতে? কার কী তাতে?
    আমি না হয় ভালোবেসেই
    ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি
    নষ্ট ফুলের পরাগ মেখে
    পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, খুন করেছি
    কি আসে যায়?
    এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটাই বা কষ্ট দেবে।
    এখন তুমি কোথায় আছো
    কেমন আছো, পত্র দিও,
    এক বিকেলে মেলায় কেনা
    খামখেয়ালীর তাল পাখাটা,
    খুব নিশীথে তোমার হাতে
    কেমন আছে, পত্র দিও, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা
    আমার মতো খুব ব্যথিত,
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে
    পত্র দিও, পত্র দিও,
    পত্র দিও.. পত্র দিও।

  • @akibjaved6734
    @akibjaved6734 ปีที่แล้ว +10

    এতো সুন্দর লিরিক্স।
    কবি হেলাল হাফিজ কে সবারি উচিত দেখতে যাওয়া।উনি বার্ধ্যকজনিত সমস্যায় ভুগতেছে।

  • @Alifislamkitchen
    @Alifislamkitchen ปีที่แล้ว +67

    প্রথম কমেন্ট বর্ষন মোহাম্মদ।। কিং অফ ভোকালিস্ট তানজির তুহিন। অসাধারণ ছিলো। ইমন ভাই শুভকামনা সব সময়।

    • @hakunamatata.007
      @hakunamatata.007 ปีที่แล้ว +2

      King of Vocalist is an exaggeration! James, AB, Mushfiq, Sunjoy, Hasan you might call one of them as a King of vocalist

    • @rahnamrafi8890
      @rahnamrafi8890 ปีที่แล้ว

      @@hakunamatata.007 জানিনা কিভাবে নিবেন কথাটা।তারপরেও জেমসকে আমার খুব আহামরি ভোকাল মনে হয়না।বাকিরা ঠিক আছে।আর মিজান,তুহিন,লিংকনের ভোকাল কিন্তু তাদের থেকে কম না।বর্তমান সময়ে আরো অনেক স্কিলফুল ভোকাল আছে।তারা হয়তো খুব পরিচিত ব্যান্ডে গায়না তাই তাদের আমরা কেউ চিনিওনা।নাম ও বলিনা।মেট্রিক্যাল ব্যান্ডের দিকে দেখলে বোঝা যায়।কিছুদিন পর পর ভোকাল চ্যাঞ্জ হয়।কিন্তু একটার পর একটা মাস্টারপিস ভোকালিস্ট।

    • @hakunamatata.007
      @hakunamatata.007 ปีที่แล้ว

      @trustedearningsiteshare1914 can't agree. He's a great vocalist that's all i can say. Btw I love tuhin bhai & because of him i loved listening shironamhin.

    • @md.manjurulkabir5325
      @md.manjurulkabir5325 2 หลายเดือนก่อน

      He has a majestic voice

  • @সহজকথা-ট৮গ
    @সহজকথা-ট৮গ ปีที่แล้ว +31

    এটা গান না, গানের উর্ধ্বে ভেসে বেড়ানো থমকে থাকা এক আবেগের বহিঃপ্রকাশ । ধন্যবাদ হেলাল হাফিজ এত সুন্দর সৃষ্টি রেখে যাওয়ার জন্য। তুহিন ভাই, আপনি তো মেসির মত হয়ে যাচ্ছেন, যত বয়স বাড়ছে তত ভাল সৃষ্টি উপহার দিয়ে যাচ্ছেন, বেঁচে থাকুন আরো দীর্ঘদিন।

  • @s.zhaider6473
    @s.zhaider6473 ปีที่แล้ว +6

    পত্র দেওয়ার যে আকুতি যে হাহাকার, যে শূন্যতায় ভেসে তা কালজয়ী গানে পরিণত হয়েছে. কি অদ্ভুত শূন্যতা পুরো গানটায়। আহা! সেই চিরায়ত অদ্ভুত বিষণ্ণ সুর। হেলাল হাফিয, তুহিন ভাই, ইমন উনারা জীবন্ত কিংবদন্তি। বেঁচে থাক হাজার বছর।

  • @sabuzmustafiz1422
    @sabuzmustafiz1422 ปีที่แล้ว +30

    চোখে পানি চলে আসছে। কি অদ্ভুত শুণ্যতা পুরো গানটায়। কতো জনমের হাহাকার বুকে নিয়ে বয়ে চলেছি ছোটবেলার প্রথম প্রেম নিশির জন্য। ১৫ বছর ধরে হয়ে গেছে। জানিনা সে কোথায় কিভাবে আছে? ভালো আছেতো?
    সমস্ত গানটায় আমি নিশিকেই খুঁজে পেয়েছি। কেঁদেছি। অসাধারণ হেলাল হাফিজ এবং অসাধারণ তুহিন ভাই আর ইমন!

    • @ShamimAhmed-xt1tm
      @ShamimAhmed-xt1tm ปีที่แล้ว

      ভালো থাকবেন ভাই💞

  • @nafizitrat5055
    @nafizitrat5055 ปีที่แล้ว +5

    এতো সুন্দর গান আমি এর আগে কখনো শুনিনি। অসাধারণ সুন্দর কম্পোজিশন আর তুহিন ভাইয়ের গায়কী প্রকাশ করার ভাষা খুঁজে পেলাম না।

  • @rezoanbillahnayan007
    @rezoanbillahnayan007 ปีที่แล้ว +17

    কেমন যেনো লেগেছে পুরো ব্যাপারটা বুকের ভিতর! ভালোবাসা অবিরাম তুহিন আর ইমনের জন্যে! 💚

  • @musfiqueahamedchowdhury9147
    @musfiqueahamedchowdhury9147 10 หลายเดือนก่อน +12

    You guys have no idea how deeply you touch our souls. Please never stop creating magic.

  • @marufhossainraafi4920
    @marufhossainraafi4920 ปีที่แล้ว +36

    আর নাহলে যত্ন করে ভুলে যেও, আপত্তি নেই।
    তুহিন ভাইয়ের সেই পরিচিত কন্ঠস্বর ...দারুন আরাম আর আনন্দ 🖤

    • @mehedihasan428
      @mehedihasan428 ปีที่แล้ว

      হারানো প্রেম খুঁজে পেলাম
      অসাধারণ 🥀🥀

    • @siddikhossin5726
      @siddikhossin5726 11 หลายเดือนก่อน

      @@mehedihasan428 এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
      এক মানবী কতোটা আর কষ্ট দেব

  • @saabid4649
    @saabid4649 ปีที่แล้ว +53

    আজ থেকে শত সহস্র বছর পরেও এই শহরের মানুষ চিৎকার করে আপনার গান গাইবে তুহীন ভাই 🖤✌️

  • @santodip2372
    @santodip2372 ปีที่แล้ว +3

    তানজির তুহিন!
    এই কণ্ঠে সাধারণ বলে কিছু নেই
    সবটাই অসাধারণ,অনন্ত,চিরন্তর।

  • @3minuteswithkarim
    @3minuteswithkarim ปีที่แล้ว +9

    Already listened over 100 times. কি মায়া...😶
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পত্র দিও, পত্র দিও।
    ❤ you so much my dear wife somi.

  • @KamrulHasan-mv4bj
    @KamrulHasan-mv4bj ปีที่แล้ว +8

    এক জীবনে কতটা আর নষ্ট হবে,
    এক মানবী কতটা আর কষ্ট দেবে!
    Obsessed with this song!
    Helal Hafiz × Tanzir Tuhin, felt an another level of serenity!
    Thanks Emon Chowdhury.

  • @hasanj1680
    @hasanj1680 ปีที่แล้ว +5

    তানজির তুহিনের ফ্যান আমি সেই ক্লাস সেভেন থেকে,দরাজ কন্ঠের গানগুলো অসাধারণ, আর ইমন চৌধুরীর মিউজিকের কথা না ই বা বললাম 🤍🤍

  • @shahriarislam1913
    @shahriarislam1913 ปีที่แล้ว +15

    এত প্রিয় কবিতা যখন প্রিয় মানুষের কণ্ঠে গানে পরিণত হয়, তখন ব্যাপারটা অতুলনীয় 😍❤️
    তুহিন ভাই এটা জাস্ট 🔥

  • @moumibarua1560
    @moumibarua1560 ปีที่แล้ว +9

    কবি যতটা শূণ্যতা থেকে প্রস্থান রচনা করেছেন ইমন ভাইয়ের সুর আর তুহিন ভাইয়ের পরিবেশনা তা দারুণ ভাবে ছুয়ে গেছে। শুভকামনা অবিরাম 💫

  • @dawsing20
    @dawsing20 ปีที่แล้ว +3

    যতবারই শুনি ততবারই বুক ফাঁটা কান্না পাই। এত আবেগ, এত আবেগ! যারা প্রেমে পড়েনি সে ও কিছুক্ষণের জন্য হারিয়ে যাবে কল্পনায়। মন খারাপ করে দেবে অকারণেই।

  • @naeemahsan914
    @naeemahsan914 ปีที่แล้ว +7

    অসাধারণ! স্মুথ ইন্সট্রুমেন্টালের সাথে তুহিন ভাইয়ের ভয়েস! শুনলেই গুসবাম্প হয়! আরো চাই এমন কোলাবোরেশান!🖤🔥

  • @samsulsajeebahmed839
    @samsulsajeebahmed839 ปีที่แล้ว +2

    আমরা সেই প্রবাহমান প্রজন্ম,
    যারা উঠতি বয়সে হেলাল হাফিজের, নির্মেলেন্দু গুনের কবিতা পড়েছি। আবার তুহিনের প্রাণ খোলা দরাজ কণ্ঠের গান শুনেছি। দুইটার একই সুতোয় বেধেছে ইমন চৌধুরী।
    আহা কি মধুর "পত্র দিও"
    শামসুর রাহমানের তারায় তারায় যদি জেমসের বেষ্ট উপস্থাপন হয়,
    তবে পত্র দিও আমার শোনা দ্বিতীয় সেরা কবিতার সংগীত উপস্থাপন।

  • @md.rifathhossain09064
    @md.rifathhossain09064 ปีที่แล้ว +6

    বিশ্ববিদ্যালয় জীবনের খুব প্রিয় একটি কবিতা ছিলো!! প্রায়ই আবৃত্তি করতাম বন্ধু মহলে!
    অসাধারণ তুহিন ভাই!!
    লিভিং লিজেন্ড!!

  • @Nazmul-ew6le
    @Nazmul-ew6le ปีที่แล้ว +6

    বিশ্বমানের আমার বাংলা গান।🇧🇩
    হ্যাটস অফ তুহিন ভাই এবং ইমন ভাই।
    কবি হেলাল হাফিজের অনবদ্য সৃষ্টি -প্রস্থান।

  • @jamiulhasan2786
    @jamiulhasan2786 ปีที่แล้ว +3

    গানটা যত বার শুনতেছি ততোই শিহরণ জাগায়। সুপার কম্বিনেশন। তুহিন ভাই ইস গ্রেট। সবাই এটার মর্ম বুঝতে পারবে না। কবিতাটা যেনো এখন পূর্ণতা পেল।

  • @ChandanKumarSarker-gb7gh
    @ChandanKumarSarker-gb7gh ปีที่แล้ว +5

    তুহিন ভাই এর কণ্ঠে এত অসাধারণ লেগেছে সেটা বলে বুঝানো সম্ভব না। এর থেকে সুন্দর করে গানটা করা সম্ভব ছিল না।

  • @ahnafashad4901
    @ahnafashad4901 ปีที่แล้ว +10

    ওস্তাদজী...
    অনেক বাঁচুন
    সত্যিই দারুণ
    আপনার স্বর থেকে নিঃসৃত প্রতি প্রচ্ছদের সুর যেন এক একটা নিবিড় মেরুন আলোর আবরণ...
    বেঁচে থেকে দিনগুলোর মধ্যে একদিন অন্তত আপনার সান্নিধ্যে যদি পেতাম!
    অনাবিল শ্রদ্ধা আর সম্মান আপনাদের প্রতি স্যার🌼

  • @tahmidalhossain
    @tahmidalhossain ปีที่แล้ว +7

    লিরিকটা শুধু তুহিন ভাইয়ের জন্য,একমাত্র সেইই পারে এটার সুর দিতে🖤

  • @shandsomemind-ct2pn
    @shandsomemind-ct2pn ปีที่แล้ว +3

    অসাধারণ, প্রথম বার শুনেই হৃদয় মাঝে জায়গা নিল। জীবনে ঘটে যাওয়া অতীত থেকে খুজে পেলাম, শুন্য ডাকবাক্স, ডাকবাক্স তে শুধু একটি বিচ্ছেদের পত্র ছিল জীবনের পাওয়া।।😃💙

  • @mustahid.shoyeb
    @mustahid.shoyeb 7 หลายเดือนก่อน +2

    আহারে, এতো আবেগ নিয়ে তুহিন ভাই গাইলেন💝

  • @sajibahmed7769
    @sajibahmed7769 ปีที่แล้ว +3

    কি সুন্দর অদ্ভুত অনুভূতি গানের মধ্যে....তুহিন ভাইয়ের দরদভরা গলায় এতটা প্রানবন্ত চমৎকার.... 🌸

  • @lotonkhan2235
    @lotonkhan2235 7 หลายเดือนก่อน +1

    এই কন্ঠটা তে কেমন জানি একটা জাদুর মায়া জড়িয়ে আছে কন্ঠটা শুনলেই মনের ভেতরে কেমন যেন হয়ে ওঠে,,,,,,,,❤

  • @towsifzilani
    @towsifzilani ปีที่แล้ว +5

    এক অদ্ভুত শুন্যতা ঘিরে ছিলো যতক্ষন গান টা শুনেছি। কি আবেগঘন আবেদন আর সমর্পণ কথাগুলোতে।
    চিরচেনা তুহিন ভাইয়ের কন্ঠ, গানের কম্পোজিশনের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।

  • @aadilshad2829
    @aadilshad2829 ปีที่แล้ว +13

    হেলাল হাফিজ স্যারের এই কবিতাটি অমরত্ব কবিতা হয়ে গেছে।তুহিন ভাইয়ের কণ্ঠে প্রকাশ।দারুন অভিনন্দন।

  • @Sadekul_Islam_Shohan
    @Sadekul_Islam_Shohan ปีที่แล้ว +6

    আহা! মনের কথা গুলো
    কি সাবলীল সহজ ভাবে
    সুরের মূর্ছনায় ভাসিয়ে দিলেন। 🙏
    ভালো থেকো প্রিয়তমা
    পারলে অনেক দিন পর পত্র দিও ❤️

  • @sudiptosaha1115
    @sudiptosaha1115 ปีที่แล้ว +26

    Tuhin vai, you don’t know what you have done! This song is love! I’ve read this poem hundred times and never imagined this poem can turn into such an amazing song!
    I love you Tuhin vai, your voice is an inspiration

  • @MdRahman-jw7vg
    @MdRahman-jw7vg ปีที่แล้ว +3

    কথা, সুর আর কণ্ঠের মাধুর্য - এ এক অন্য জগৎ। অসাধারণ॥

  • @MinnatAli-nf2zk
    @MinnatAli-nf2zk 5 หลายเดือนก่อน +2

    কবিতার চরণ যখন মিলে যায় জীবনের সাথে
    তা তখন মর্যাদা পায় ক্লাসিক পর্যায়ের,
    আর সেই চরণ যদি গাওয়া হয় পূর্ণ আবেগে
    তাতে অমরত্ব পাবে প্রিয় শিল্পীর চিত্তে৷
    ----- গানের মাঝেই বেঁচে থাকবে
    আমাদের তুহিন ভাই৷

  • @apanchakraborty9428
    @apanchakraborty9428 ปีที่แล้ว +5

    ওবাপ, তুহিন ভাই, আপনি একটা ভালোবাসা। ইমন এবং তানভির ভাই মিলে জমে ক্ষীর করে দিলো।

    • @Marazhaque
      @Marazhaque 4 หลายเดือนก่อน

      Emon via ,thanks for you .tohin vai,u r the best❤

  • @md.tangimulhaque4961
    @md.tangimulhaque4961 ปีที่แล้ว +1

    কবিতা যখন শুনে ছিলাম তখন এতটা গভীরতা বুঝতে পারি নাই। গান টা শুনে এখন আপনারা এখন বুঝতে পারছেন । সব মিলিয়ে কি বলবো অসাধারণ , অন্য এক মাইলফলক স্পর্শ করছে।

  • @indl901
    @indl901 ปีที่แล้ว +47

    My personal feeling - Within next 5-10 years, 'Bangla gaan' will also win 'Golden Globe' award and these types of songs can be prospective nominations ✋

    • @tauhidulhassan4567
      @tauhidulhassan4567 ปีที่แล้ว +4

      i respectfully acknowledge your thought...
      but we Bangali never give a shit to those awards as we are deeply proud of our culture from the very beginning if anyone recognises or not..

    • @indl901
      @indl901 ปีที่แล้ว +1

      @@tauhidulhassan4567 I also respectfully acknowledge your heartily feedback.
      In today's world, 'specific' recognitions as well as awards are also becoming more and more contextual !! So at the same time, we need to continue with our high quality culture as well as gain overall international achievements too! 🤝.
      World also should know if high quality outputs are coming from one 'particular source' in the midst of .....

  • @springrainn
    @springrainn ปีที่แล้ว +1

    বাংলাদেশের আতিফ আসলাম না তার চেয়েও বেশি। অসাধারণ। তুহিন ভাই।

  • @sayeksiddiki6676
    @sayeksiddiki6676 ปีที่แล้ว +4

    অসাধারণ।।। কবির কবিতা, সুরকারের সুর, কণ্ঠশিল্পীর শ্রুতিমধুর উচ্চারণ। এক কথায় তিন মিলে অসাধারণ।

  • @Thowhidachumky
    @Thowhidachumky ปีที่แล้ว +2

    কাঁদতে পারছিনা। কি অদ্ভুত অনুভূতি।
    গলার কাছে দলা পাকিয়ে গেছে কি যেনো।
    আমার ভেতর আমিকে বলছি - কোথায় আছো কেমন আছো, আমি আর তোমাকে ভালোবাসি না, তুমি ঘুমিয়ে পড় 😔

  • @fullstackrakibul
    @fullstackrakibul ปีที่แล้ว +4

    মন কেটে রক্ত বের হয়ে যাচ্ছে ।
    তুহিন ভাই সেরা ।

  • @rahulsanjowal28
    @rahulsanjowal28 ปีที่แล้ว +2

    এই বাংলা শব্দশৈলী, এই নির্মল কন্ঠ, যত্নের সুর, সব মিলিয়ে ভীষণ সুন্দর হয়েছে।

  • @JubayerWatt
    @JubayerWatt ปีที่แล้ว +9

    তানজির তুহিন ভাইয়ের গান শোনা মানেই ভিন্ন এক জগতে বিচরণ করা। আপনার জন্য শুভকামনা রইলো ভাই, আর অনেক অনেক ভালবাসা। ❤️

  • @tanvirahmed2742
    @tanvirahmed2742 ปีที่แล้ว +1

    চোখ বুজে টানা ২০+ বার শোনার পরে কমেন্ট করলাম।
    ভুলে যেতে চাওয়া অতীতকে টেনে আনছে।বুকের ভেতর সবকিছু ভেঙ্গেচুরে চুরমার করে দিচ্ছে।
    আমি নাহয় ভালোবেসে ভুল করেছি....
    ...এখন তুমি কোথায় আছো? কেমন আছো? পত্র দিও....
    এই গান টানা বাজবে কয়েকদিন।
    ভালোবাসা তুহিন ভাই, ইমন ভাই।শ্রদ্ধা হেলাল হাফিজ

  • @মামুনহাসান-খ১ষ
    @মামুনহাসান-খ১ষ ปีที่แล้ว +3

    তুহিন ভাইয়ে'র পত্র দিও বলে টান'টা,,,,আহ্।
    ❤️💚🥰

  • @nafizitrat5055
    @nafizitrat5055 ปีที่แล้ว +1

    ইমন ভাই আর তুহিন দা দুজনেই মোস্ট ট্যালেন্টেড মিউজিসিয়ান আর এই গানটা এদের অসাধারণ সুন্দর সৃষ্টি।

  • @rabiulhasansany7020
    @rabiulhasansany7020 ปีที่แล้ว +3

    কি সুন্দর কথা,কি সুন্দর গায়কী,
    কবিতাটার লেখকের জন্য শ্রদ্ধা,
    অসাধারণ গায়কীর জন্য তুহিন ভাইয়ের জন্য ভালোবাসা ❤

  • @ruhanalamzihad6693
    @ruhanalamzihad6693 5 หลายเดือนก่อน

    জীবনের বতর্মান পরিস্থিতিতে প্রত্যেক মূহুর্তের সাথে,প্রতিটি লাইন মিলে যাচ্ছে।
    যারা শুনেছেন তাদের রুচির প্রতি শ্রদ্ধা।
    আভাস(তুহিন) ভাই কে ধন্যবাদ এমন গান উপহার দেয়ার জন্য। 💓

  • @nayeem_asif
    @nayeem_asif ปีที่แล้ว +31

    প্রস্থান
    - হেলাল হাফিজ
    এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
    এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
    খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
    ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পত্র দিয়ো, পত্র দিয়ো৷
    আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
    গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
    আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
    নষ্ট ফুলের পরাগ মেখে
    পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
    এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা আর কষ্ট দেবে!

  • @shamimrezasagor2580
    @shamimrezasagor2580 ปีที่แล้ว

    আহা! ইমন চৌধুরী! কি দারুণ সৃষ্টি!আবারো মুগ্ধতা!

  • @ahsanahmed3959
    @ahsanahmed3959 ปีที่แล้ว +3

    এক জীবনে কতটা আর নষ্ট হবে,
    এক মানবী কতটাই বা কষ্ট দেবে!!🙂
    প্রস্থান,হেলাল হাফিজ × তুহিন ভাই... 💙

  • @DipuChakma_43
    @DipuChakma_43 2 หลายเดือนก่อน +1

    কি এক হাহাকার! কি এক যন্ত্রণা এই এক ছোট্ট জীবনে!
    গানটি শুনে শুধু উপলব্ধি করা যায়,প্রকাশ করা যাবে না।❤️

  • @mohammedshakil3910
    @mohammedshakil3910 ปีที่แล้ว +4

    সুন্দর সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর 🥰
    কৃতজ্ঞতা - তুহিন ভাই 🖤ইমন ভাই 🖤

  • @shovashova4107
    @shovashova4107 ปีที่แล้ว +2

    এরকম সোলো গুলো যদি আরও আসতো!!! এত্ত সুন্দর হয়েছে!!! কত কাল এত সুন্দর গান শুনিনা!!!

  • @sakibsalman357
    @sakibsalman357 ปีที่แล้ว +30

    Ovation to the cello player Tanvir Tori. He literally felt the song.🖤

  • @kaisarsiddique1486
    @kaisarsiddique1486 ปีที่แล้ว +1

    "পত্র দিও" গান আর কবিতা ভাইবোনের মতো, সবসময় হাত ধরে চলে, এটা তারই প্রমাণ। কবিতা থেকে গানের এই প্রয়াসে সকলকে ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গীতে দুটো কণ্ঠ বিশেষ, এক তানজীর তুহিন, দুই হাসান।

  • @aumonshona
    @aumonshona 11 หลายเดือนก่อน +4

    These three guys are all national treasures... Emon Chowhdury is unparalleled.

  • @rahathossain9507
    @rahathossain9507 ปีที่แล้ว +2

    শুধু শিল্পশ্রমিক হয়ে এ ধরনের গান করাটা অসম্ভব! আপনারা (কবি, কম্পোজার ও ভোকাল) প্রকৃত শিল্পী ও ভালোবাসার মানুষ তাই আপনাদের পক্ষেই সম্ভব হলো!

  • @sm.palashbabu4070
    @sm.palashbabu4070 ปีที่แล้ว +5

    সেরা জুটি,সেরা গান 🇦🇷🇦🇷🔥🔥🔥

  • @anirbanacharyya8012
    @anirbanacharyya8012 ปีที่แล้ว +2

    জীবন ভাঙ্গা-গড়ার খেলা !
    বহুদিন পর প্রিয় তুহিন ভাইয়ের কন্ঠে গান শুনলাম।
    যে আদি বা, মূল, তার গ্রহনযোগ্যতা কখনো নিঃশেষ হয় না !

  • @ishmamulhoque7068
    @ishmamulhoque7068 ปีที่แล้ว +22

    Only Tuhin vai can create this kind of magic with his voice 🖤🖤

  • @dr.shawonmusfeq
    @dr.shawonmusfeq ปีที่แล้ว +2

    এত ভাল গান.. এত ভাল কম্পোজিশন হয়া ভাল না 💙💙💙... এত মন খারাপ হয়ে গেল... অদ্ভুত সুন্দর, ভয়ংকর সুন্দর

  • @বিপ্রতীপ
    @বিপ্রতীপ ปีที่แล้ว +4

    এই ছেলের গলায় দুংখবোধ আছে
    আছে ভালোবাসা
    বিষাদ চিহ্ন
    হাহাকার
    হতাশা
    অপেক্ষা
    বেচেঁ থাকা!

  • @mahbuburrahman8
    @mahbuburrahman8 21 วันที่ผ่านมา

    পত্র দিও........... ও....... ও...
    আহা কি টান। সেরা সেরা❤

  • @mottalebhosen5992
    @mottalebhosen5992 ปีที่แล้ว +6

    প্রিয় তুহিন ভাই,
    অনবদ্য কণ্ঠে অনবরত মুক্তো ঝরানোর জন্যে অনিন্দ্য উষ্ণ ভালোবাসা রইলো।
    প্রতিটি কথায় যেন কাঁদছে হেলাল হাফিজ
    কাঁদছো তুমি
    কাঁদছি আমি-আমরা!
    ইমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ❤️

  • @jhussainsomc789
    @jhussainsomc789 ปีที่แล้ว +2

    দিন শেষে যে মানুষ টি আপনার অপেক্ষায় থাকে সব হিসাব নিকাশ ভুলে তাকে জড়িয়ে ধরুন। কি মায়া ভরা একটি কম্পোজিশন করলেন ইমন ভাই। সেই থেকে গানটি শুনছি আর অজান্তেই চোখ দিয়ে পানি ঝরছে।

  • @tahidurrahmanaoyon7518
    @tahidurrahmanaoyon7518 ปีที่แล้ว +4

    দুইদিন ধরে শুনতেই আছি! মনে হয় কানে লেগে আছে! সেরা ভাই ❤️

  • @ShantoJailbird
    @ShantoJailbird ปีที่แล้ว +2

    প্রিয় তুহিন ভাই, ইমন ভাই!! পত্রটা খুব গভীরে পৌঁছে গেছে!!! উত্তর খুঁজে পাচ্ছিনা। মুগ্ধতায় ভালো লাগায় ভীষণ চুপচাপ শুনছি, শুনে যাচ্ছি 💙💕

  • @ziaurrahaman4358
    @ziaurrahaman4358 ปีที่แล้ว +3

    একটা শিল্পির গলায় কতোটা দরদ!
    একজন সুরকারের সুরে কতোটা দরদ!
    একজন লেখকের লেখায় কতোটা দরদ!
    আহারে ভালোবাসা 🌹 পত্র দিও 🌹

  • @tattughora2639
    @tattughora2639 ปีที่แล้ว +1

    তুহিনের ভাইয়ের গান নিয়ে নতুন করে বলার কিছুই নাই। ওরকম দাপুটে গলা খুব কমই আছে। তবে হেলাল হাফিজের কবিতার লাইনে আমার আপত্তি আছে।
    "এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা আর কষ্ট দেবে!"
    কবিকূলের নারী-বিদ্বষের সে কী শিল্পরূপ! আমার পোষায় না। Lot's of love Tuhin Bhai🖤🖤🖤

  • @khandakertalha4718
    @khandakertalha4718 ปีที่แล้ว +10

    Amazing performance by Tanzir Tuhin, Greatest vocalist of Bangladesh 💚

  • @asiftalukder6703
    @asiftalukder6703 ปีที่แล้ว +1

    মন ছুয়ে গেলো। সেই চিরচেনা কন্ঠ তুহিন ভাই। আহা কি দরদ এই গানে। 🤍
    ইমন চৌধুরী দাদা আপনি একটা রত্ন, আপনার কম্পোজিশন অসাধারণ। 🌸

  • @muktoguitar1759
    @muktoguitar1759 ปีที่แล้ว +4

    i have never heard such a fabulous Ballad in my life. Amazing singing.

  • @MAHFUZA9396
    @MAHFUZA9396 8 หลายเดือนก่อน

    এই কবিতাখানা ভীষণ রকম প্রিয় ছিলো, সুরের মূর্ছনায় আরো আবেগে জড়িয়ে নিলো ❤️

  • @nadimmahmud4455
    @nadimmahmud4455 ปีที่แล้ว +3

    2:23 থেকে 3:18
    নিদারুণ প্রশান্তি লাগায় দিলেন❣️

  • @jahidnoyon2738
    @jahidnoyon2738 ปีที่แล้ว +1

    মনে হয় এই কবিতাটা এই সূরের জন্য এতগুলো বছর অপেক্ষায় ছিল! আজ সে পূর্নতা পেয়েছে।

  • @hisham2854
    @hisham2854 ปีที่แล้ว +5

    ঠিক এরকম আরেকটা গান করেছিলো তুহিন মেঘদলের শোয়েব এর সাথে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা 'ওরা' নিয়ে। শুনে ফেলুন।

  • @truckbangla2410
    @truckbangla2410 หลายเดือนก่อน

    একটা বয়সে এই কবিতা রাতের ঘুম কেড়ে ছিল, আর এখন এই সময়ে মাঝে মাঝে এই গান অন্য মাদকতা।

  • @sharmaluna9794
    @sharmaluna9794 ปีที่แล้ว +7

    This song should have a sub-title for it's international audience.

  • @sazedaakhter495
    @sazedaakhter495 ปีที่แล้ว +2

    গানটা গত ছয় দিনে অন্তত ১০০ বারের বেশি শুনেছি ...... অনেক অনেক ভালো লেগেছে। গানের প্রতিটি কথা জীবনের সাথে মিল খুঁজে পেয়েছি। গানটাকে বারবার শোনার জন্য স্মৃতি হিসাবে নিজের ফোন নিজের ফেসবুকে পোস্টও করেছি। শুভকামনা রইল গায়ক এবং সুরকারের জন্য। আমরা যেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান পাই। ❤️❤️

  • @monjur2216
    @monjur2216 ปีที่แล้ว +9

    I can't even describe what a emotional rollercoaster I ride on everytime I listen to the song everytime!! What a creation!! What a marvellous creation!!
    Dear Emon Chowdhury, take my humble bow. I am eternally grateful to you for your music.

    • @morshedsaurav4346
      @morshedsaurav4346 11 หลายเดือนก่อน

      অনুভুতিটা বাংলায় হলে আরো ভালো হইতো!

  • @nahidrumana9410
    @nahidrumana9410 ปีที่แล้ว +1

    অনেক দিন পর ভালো lyrics এর সাথে খুব melodies composition আর খুবই সুন্দর দরাজ কন্ঠে গান শুনলাম।।...

  • @sazedulkarim9312
    @sazedulkarim9312 ปีที่แล้ว +16

    No one except tuhin can narrate this poem as a song...Magical

    • @toufiqurrahman4474
      @toufiqurrahman4474 ปีที่แล้ว

      Gan er agi hoicey eitar... Search dia dekhen.. Tobey shur onnota...

  • @mohammadsalim9961
    @mohammadsalim9961 11 หลายเดือนก่อน +1

    যুগপৎ দরদ আর আবেগ দিয়ে গেয়েছেন তানজির তুহিন।

  • @hasanmahmudurrahman1304
    @hasanmahmudurrahman1304 ปีที่แล้ว +13

    Oh man, his magical voice and Emon bhai's musical mastery, smooth. Goosebumps 💕

  • @PiliSusula
    @PiliSusula 10 หลายเดือนก่อน

    এইতো গতকালই,
    সেন্ট্রাল ফিন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক নবীনবরণ অনুষ্ঠানে তুহিন ভাই এই গান টা গেয়েছিলেন, যখন উনি গাচ্ছিলেন তখন সবাই অদ্ভুত রকমের চুপ হয়ে শুনছিলো!!! তখনি প্রথম শুনে ছিলাম, ব্যস এই টুকুই,
    এখন প্রায় ২৪ ঘন্টা হতে চললো,
    এখন আমার মাথা ঠিক নাই।
    সবাই ভালো থাকবেন।
    আর,
    তুহিন ভাইয়ার আপনি এক কথায় "সেই সেই"

  • @Killswitch9071
    @Killswitch9071 ปีที่แล้ว +5

    Please make a band out of these three people and cover songs from poems. Please please we need it. Deserve it.

  • @shajibshafayet
    @shajibshafayet 9 หลายเดือนก่อน

    এতটাই মধুর কম্পোজিশন, কম্বিনেশন সব মিলিয়ে... 🥰 আমার ৭ মাসের ছেলে টা এই গান শুনে ঘুমায়। কি অদ্ভুত তাই না...!!

  • @syedaafza9828
    @syedaafza9828 ปีที่แล้ว +27

    Couple of praise or a single like can never be enough for this extraordinary creation..as a viewer we feel helpless that we haven’t been able to express how much this song touched our heart……

  • @sakibhasanmridha7911
    @sakibhasanmridha7911 ปีที่แล้ว +1

    অদ্ভুত এক আকর্ষণে বারবার চলে আসি গান টা শুনতে 🙂

  • @shankhasaha420
    @shankhasaha420 ปีที่แล้ว +37

    Thank you Emon Chowdhury bhai for gifting us such spectacular songs over the years. You are notably one of the best musician and music directors at present in Bangladesh. Best wishes for your upcoming endeavors 🌸

  • @AmitEshChowdhury
    @AmitEshChowdhury ปีที่แล้ว +2

    অনেকবার শুনছি। যতবার ই শুনি, মা কে মনে পড়ে।
    হেলাল হাফিজ ❤
    তুহিন ভাই & ইমন ভাই ❤️