আর কিছুদূর গেলে তোমার বাড়ি | আসির আরমান | Ar Kichhu Duur Gele Tomar Bari | Aseer Arman
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
- Follow Aseer Arman Facebook page - / aseerarmanonline
Follow Aseer Arman Instagram - / aseer_arman
Listen this song on spotify - open.spotify.c...
Lyrics :
আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে….
সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ
আর নিভুনিভু ধোঁয়ার বারান্দায়
বাতাস পাহারায়
তোমার শাড়ি দোলে
ঠিকানা চেনানোর ছলে
রাতপাখিটা উড়ে যেতে চাইলেই বাঁধা পড়ে ঠোঁটকাটা প্রেমের কাছে
শিরদাঁড়া বেঁকে যাওয়া, কাকে যেন দেখলাম
রগ কেটেছে তোমার চোখের কাঁচে
সে কি এই খোলা ছাদ?
আকাশ ভেঙ্গে পড়ে নুয়ে গেছে
আমার পায়ের কাছে
ঠিকানা চেনানোর ছলে
Lyric, tune & arrangement: Aseer Arman
Cinematography : Pranabesh Das
Video composition and editing : Toukir Ahmed Tanvee
Special thanks to Kanak Aditya and Ishrat Jahan
আসীর আরমানের মত দরদ দিয়ে গান গাইতে আর কাওকে দেখিনি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে,,,
খুবই আন্ডাররেটেড মানুষ টা
অদ্ভুত একটা নাম অদ্ভুত কন্ঠস্বর
অদ্ভুত এক এলোমেলো ছেলে
অদ্ভুত সব গান করে আর সেই গানের
নেশায় মাতোয়ারা হয়ে
তার গানের সুরের প্রেমে মগ্ন হয়ে
বিভোর হয়ে থাকি সারাটি ক্ষন
কবে আসবে।
নতুন সুরের নতুন গান
ভালোবাসা অবিরাম প্রিয় ভাই
আসির আরমান ❤😊
মাঝে মাঝে মনে হয় আরমান ভাই কোন মানুষ না অন্য গ্রহের মানুষ একটা মানুষ কেমনে এই ধরণের গান করতে পারে স্বগীয় একটা অনুভব!
আমার ভালোবাসা বেঁচে থাকুক তার ঘৃণার বিপরীতে
আর সে যেনো পথ খুঁজে পায় তার যেখানে তৃপ্তি মেলে,
আমি রাতপাখি, নীড় হারিয়ে ঠাই খুজি
মৃত্যু, ঠিকানা দিও ...
এইটা অবর্ণনীয় ভয়ংকর নেশাতুর গান! গানের কথাগুলো যতটা আপন গানের সুরটা ঠিক ততটাই অপরিচিত, এতটা অদ্ভুত সুর আমি গত ১৫ বছরে শুনেছি কিনা মনে পরছেনা! ইন্সট্রুমেন্ট বাজানোটা আরো জোশ! এতটা অদ্ভুত এতটা নেশাতুর এতটা আবেগঘন এতটা চমকপ্রদ এতটা আসীরময় গান শুধুতো আসীর ভাইয়ের ধারাই সম্ভব! আমি পারছিনা এক্সপ্লেইন করতে! কি পরিমাণ এই গানটা আমার ভিতর রাজ্য গড়ে তুলেছে! সত্যি আমি পারছিনা বর্ণনা করতে! ❤️🖤 আর কতদূর গেলে তোমার বাড়ি..... উফফফ! ভয়ংকর ভয়ংকর ভয়ংকর! আসীর দা ভয়ংকর!🖤❤️
এই শীত পার হয়ে যাবে এইটা শুনে শুনে 🖤🌼
Right
Ekdm❤
Same here....
❤️❤️❤️yess
জীবন টাই ফুরিয়ে গেলো 🙂♥️
গতবার বয়ঃসন্ধির ঝাঁঝ।।
এবার আর কিছুদূর গেলেই তোমার বাড়ি।।।
অনেক দিন পরও আপনার গানের লিরিক্সগুলোর রেশ থেকে যায়,ভালোবাসা নিবেন প্রিয় আরমান ভাই।।😍😍
😊😊😊😊
এত সব বিখ্যাত বড় মানুষদের ভিরে একজন সাধারণ ফ্যান❤
'একা বেঁচে থাকতে শেখো প্রিয় ' গানটার পরের অংশ নাকি। গানটা যে কত হাজার বার শুনেছিলাম আর কত যে চোখের পানি মুছতাম। দারুণ হয়েছে এটাও
হাজারো স্মৃতিচারণ হয়ে গেলো.... কয়েক মিনিটের গানটিতে। স্মৃতি বড় অদ্ভুত অদৃশ্য ছোঁয়া দিয়ে শিহরণ জাগিয়ে দিলো। গতো কখনো বর্তমান আর আগামী হয় না। কিন্তু অনূভুতি বর্তমান হয়েই থাকে।
অসাধারণ হয়েছে গানটি ❤️❤️❤️❤️
এমন সব শব্দ, এমন সব লাইন, এরকম সুমধুর সুরের যুগলবন্দী শোনার জন্য হাজার বছর বাঁচতে রাজি। আসির আরমান ইজ লাভ! ❤
কেউ নাহ জানলেও তুমি আজীবন জানবে!শুধু তোমার অভাবে কি ভাবে আমার একটা জীবন অমূত্যু শূন্যতার কাফনে মোড়ানো থাকবে 🌺🖤
অসম্ভব মেধাবী একজন গীতিকবি, সুরকার এবং গায়ক প্রিয় আসির আরমান ভাই।
শ্রদ্ধা নিবেন 🥰🥰
Ekdom 😌 jotobar shuni totobar e valo lage ❤️🎵
😮😮@@Nostalgia-Music
জোছনা মাখা রাত,নিশ্চুপ শহর,এই পথে পায়চারি করা আর এই দরদ মাখা গান আহ,কি যে এক অনুভুতি ❤️❤️ধন্যবাদ আসির আরমান ভাই🙏
আহা কি দরদ মাখা কণ্ঠ!
কি দরদ মাখা লিরিক!
শুনছি মুগ্ধ হচ্ছি আবার শুনছি......💓
একজীবনে একসাথে থাকার পরিকল্পনা করা মানুষগুলো,শেষ মেষ দুটো শীতও একসাথে থাকতে পারে না🥺
ভাই কি জিনিস আপনি। আপনার গান শুনলে ফিলে চলে যায় । কাউকে খুব মিস করা কাজ করে। ভালবাসা,কষ্ট,ডীপরেশন , আবেগ , পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ চলে আসে।
আহা 💖
আমি কেনো আপনার গান আগে শুনিনি এএই আফসোসে মরে যাচ্ছি। আপনি গতপরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আমার কি উপকার টা যে করেছেন! আমি জীবনটা একা একা বসে আপনার গান শুনে পার করে দিতে পারবো।
ভাইয়া, গভীর এই আবেগমাখা গানগুলো রিলিজ করতে কেনো এতো দেরি করেন।
আপনার সুরকে আমি আপনার "একা" গানটির মতো ভালোবাসি। এমন ক'টা গানের জন্য এই বিভীষিকাময় জীবনে আরো ক'টা দিন বেঁচে থাকা যায়। ❤️
কি ভীষণ প্রাণবন্ত গানের কথা গুলো, কি ভীষণ শান্তি মাখা গানের গলা!! অদ্ভুত এক নেশা আছে এই কণ্ঠে! একরাশ ভালোবাসা!🖤🖤🖤🌻
"আর কিছুদূর গেলেই তোমার বাড়ি " আহা কি দারুণ! 🌸
দাদা ভালোবাসা নিবেন 💙
এক বছর হলো গানটার। এক বছর ধরে শুনে গেলাম। এখনো সেই প্রথম দিনের মতোই অনুভূতি কাজ করে। চোখ বন্ধ করলেই মনে হয় শীতের মাঝে, ফাঁকা রাস্তা, ঠান্ডা বাতাস। অসাধারণ একটা গান।❤
গত পাঁচদিনে এই নিয়ে অন্তত ৫৮ বার শুনেছি, অচীরেই সেটা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলবে। আসীর আরমান ❤
💫🥀
এর চেয়ে সুন্দর আর কিছু হয় না।
প্রতিবার মনে হয় বাংলা আপনার কাছে আইসা পূর্ণতা পায়। দৌড়াইতে থাকেন, একদিন উড়বেন 🖤
আপনার গানের জন্য অপেক্ষা করা সার্থক!চাইনা নিয়মিত গান,এমন গান যুগ এ একটা করে পেলেও চলবে।ভালো থাকবেন প্রিয় শিল্পী!🤍
মনের কথা।
"একা বেঁচে থাকতে শিখো প্রিয়" এই গানটা প্রথম শুনেছিলাম মনেহয় দু'বছর আগে,সেদিন থেকে আপনার ফ্যান হয়ে গেছি। কতো লোককে যে আপনার ওই গানটা সাজেস্ট করেছি তার ঠিক নাই। তারপর থেকে আজ অবদি আপনার সবগুলো গান নিয়মিত শুনি, কখনো একঘেয়েমি আসেনা।
আহ! কী লিরিক, হৃদয় ছুঁয়ে যায়। আপনার লিরিকে নেশা হয়ে যায় ভাই।
এমন আরো সুন্দর গানের অপেক্ষায় রইলাম প্রিয় আরমান ভাই 🥀
যতগুলো মানুষকে সাজেস্ট করেছিস সবার পাপের বোঝা তোর।
গানটার সাথে পরিচয় মোটামুটি ২ বছরের। এসএসসি এক্সাম দিয়ে নানু বাড়িতে গিয়ে লকডাউনের জন্য আটকে গেলাম.! কোভিডের টাইমে রাতের ১/২ টার দিকে ছাদে উঠে শুনতাম আমি ও আমার এক বড় ভাই। গানটার লিরিক্স তখন ঠিক বুঝতাম না। এখন লিরিক্সের ব্যাপারে না বলাই বাহুল্য। জীবনের প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়েছে লিরিক্সের মতো করেই।
চোখ বন্ধ করে গানটা শুনলে অদ্ভুত একটা অনুভূতি আসে। মনে পড়ে সেই সাধারণ / অসাধারণ অতীত। -
আসলে কথা টা সত্যিই যে, গোপন দুঃখ প্রতিটা মানুষের থাকে, যা চিরকাল গোপনই থেকে যায়।
Bhai aapni din theke din hridoy mon dhuye muche dichhen.. Bhalobasa, du'a roilo apnar jonno.
আহা হা! আহা! ভাই গানটার মাঝে এত অনুভূতি! আহা! কান্না আসেনাই, তবে কাদতে মন চাইছিলো! আহা! ❤❤
বাংলা গানের আলাদা জগৎ তৈরি হবে তোমার হাতে,,,,আসির আরমান ভাই❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
চারিদিকে কুয়াশা শীতের রাতে হাতে সিগারেট সাথে দাদার গান. আহ✌️🌼
গানটা বের হবার পর প্রথম যখন শুনি এর পর থেকে বারবার এইখানেই ফিরে আসতে হচ্ছে শুনার জন্য। কেমন যেন মোহময় ঘোর লাগা ঠান্ডা একটা অনুভূতি কাজ করে।কেউ একজনকে খুব করে মনে পরে।😊😊
সেই প্রথম থেকেই শুনছি। বছরে আমির খানের মত আমাদের আসির আরমান একটা করে মাস্টারপিস নিয়ে আসেন।। অসাধারণ লিরিক আর গায়িকি
আচ্ছা ভাই আপনার কথাগুলোর মধ্যে কেনো যেনো নিজের মনের সব কথাগুলো প্রকাশ পেয়ে যায়
কি কণ্ঠ আহ👌
আহারে মায়া আপনার গানে...!! এক যুগ পার হয়ে যাবে শুনতে শুনতে। spotify তে আপ দেন ভাই। ভালোবাসা আপনার জন্য।🌸
এখন হাইওয়ে তে এসি বাসের ভেতর
সবকিছু বন্ধ অন্ধকার বাসের ভেতর। বাস চলতেছে দুর্বার গতিতে আমি জানালার পাশে আকাশের একাকী চাঁদের দিকে তাকিয়ে সাথে হেডফোনে এই গান । আহা কী এক অমৃত প্রশান্তি। 🖤
একা বাঁচতে শিখ প্রিয়.....তারপর আর কিছু দুর গেলে তোমার বাড়ি যাব।।।।সত্যি অসাধারণ ❤️❤️😍
Thanks man
Ato sundor gan upohar dewar jonno❤
Sriti hisebe rekhe gelam ai comment
শীতের বাতাসের আমেজটা যেন বলছে, 'আর কিছুদূর গেলেই তোমার বাড়ি!' 🖤
কিছু গান আছে যেগুলো ভাইরাল না হলে আমার ভাল্লাগে। এসব গান কে আমার ব্যক্তিগত গান মনে হয়। ধন্যবাদ এমন কিছু গান উপহার দেওয়ার জন্য♥
এই অচেনা পথটা শুধু একটা কথাই বলে,
"আর কিছু দূরে গেলেই,তোমার বাড়ি।।"🌺💙
একটা ডিসেম্বরে শুরু হয়েছিল আমাদের কথোপকথন মাঝখানে খুব দ্রুতই কয়েকটি ডিসেম্বর কেটে গেছে ; কিন্তু এ ডিসেম্বর শুরু হলেও যেন শেষ হচ্ছে না।
রাত ১২টা! আকাশে মস্ত বড় চাঁদ! ছাদে দাঁড়িয়ে শুনছি🖤
কান্না পাচ্ছিলো!?
১:৪৮ এএম
এত্তো সুন্দর ক্যাম্নে সম্ভব ভাই!!!
কি আছে ওই কণ্ঠে!
হাজারো তর্কে বিতর্কে তোমাকেই খুঁজি তোমাকেই বুঝি। কারণ আমি জানি দিনশেষে তোমাকেই ধারণ করতে হবে, ফিরতে হবে তোমাতেই। তুমি আমার বর্ণে বর্ণিল সেইজন, যাকে বলি আমি সুবর্ণা।❤️
কি শুতিমধুর! মন শান্ত করা গান। আপনার মিউজিক টেস্ট উন্নত হলে গানটার মর্ম বুঝতে পারবেন ☺️
কি ঘোরলাগানো সুর! Blessed to hear this masterpiece 🖤✨
শীতের বাতাসে না পালিয়ে নতুন গান 💗
আসির আরমান মানেই অনবদ্য, প্রানবন্ত ❤
প্রিয় আসির আরমান ভাইয়ের গান এতো দরদ দিয়ে আর কেউ গাইতে পারবে না। ❤
আপনার গানের মধ্যে দরদ আছে যা শ্রোতাদের আকৃষ্ট করে।❤️
এতো বস্তা বস্তা আবেগ মিশিয়ে এভাবে গান গাওয়ার কি দরকার!!! মনে লাগে একদম। 🥺
আর কিছু দূর গেলেই তোমার বাড়ি আমার নামে নাম অলোক.... অসাধারণ একটা লেখা ❤❤❤
শীতের বাতাসে দিলরুবার শাড়ি দোলে ঠিকানা চেনানোর ছলে কিন্তু বয়ঃসন্ধির সাঝে সেই প্রথমবারের মতো খুব কান্না পেতে পেতেই একা বেঁচে থাক্তো শিখে যাবো প্রিয়।
অসাধারণ গান ভাই🖤
❤
@@alinmoriom6284 ☹☹☹
রুহানি আওয়াজ আপনার। সেই প্রথম থেকেই আপনাকে শুনি।
সত্যিই মনোমুগ্ধকর, গানগুলোর মাঝে গভীরতা থাকে...
সব মন খারাপের খবর পৌছে যায় তার কাছে কোনো আধ্যাত্মিক মাধ্যমে 💝।
বোধহয় একযুগ পরে প্রশান্তি পেলাম আপনার এই গান শুনে। এই শীত আপনার এই গানটা শুনে পার হয়ে যাবে, তাও রেশ কাটবে না। মন্ত্রমুগ্ধ।
ইমরান তোর রেফারেন্সে গানটা শুনতে আসলাম❤।সুন্দর ❤
গানের লিরিক শুনলে মনে হয় যেন কি কঠিন কথাবার্তা কিন্তু আবার যখন মনোযোগ দিয়ে শুনি তখনই মনে হয় যেন এইগুলো আমার নিজের মনের কথা।
কি লিরিক রে বাবা....❤❤❤
আসির ভাই মানেই অসম্ভব অসাধারণ সবকিছু....
প্রেম নিয়েন আসির ভাই❤️❤️❤️
তোমার বাড়ির ঠিকানা আমি পাইনি, কিন্তু তুমিই আমার ঠিকানা। আমার শান্তির জায়গা 💖
কি অসাধারণ আর মনোমুগ্ধকর গান❤
শুনে খুবই ভাল লাগছে..সুন্দর এই শীতল হাওয়ায়..
এতোটা ফ্রেশ গান অনেকদিন শুনি নাই ভাই,,
ধন্যবাদ আপনাকে🥰💙
রাত পাখিটা উড়ে যেতে চাইলে
বাধা পড়ে ঠোটকাঁটা প্রেমের কাছে,,, আহা কতদিন পর শুনলাম ❤️❤️❤️❤️
আপনার প্রত্যেকটা গান তৃপ্তির ঢেঁকুর দেয় ❤️❤️❤️
ভাই এমন আরেকটা গান হইলে এবারের শীতকালটা পুরো জমে যেতো😊এমন আরেকটা গান চাই 🥰
গোটা একটা জেনারেশনের প্রিয় গান হয়ে থাকবে, ব্যাকডেটেট হলেও সেরা।🫶🤍
আরমান সাহেব, আপনি মানুষটাই মহাজাগতিক। 🤍
Ganta Khub Sondor 🌻🥀❤️
কমেন্ট এ রেখে গেলাম সব মিলিয়ে সত্তি অসাধারণ লিরিক ❤❤❤❤
মজার ব্যাপার হলো, তাঁর বাড়ির সামনের কনক্রিটের রাস্তাটায় হাঁটতে হাঁটতেই গানটা শুনছি❤️
Woo
Se jane seta ??
❤❤❤
ইন্ট্রোটা এতো দারুণ! যেন নিমিষেই অন্য দুনিয়াতে আছি।
দারুণ! ধন্যবাদ আসির ভাই...আপনি অসাধারন
অসম্বভ সুন্দর লিরিক্স,গান টার ভিতরে নিজেকে হারিয়ে পেল্লাম, ♥️♥️
ধন্যবাদ আসির গানটার জন্যে 💙
আপনার গান গুলো শুনলেই মনে হয় গান গাওয়া বুঝি কতই সহজ,
সুর মেলালেই গান হয়ে যায়।
অসাধারণ ভাই, ভালোবাসা নিবেন❤️
একদম মনে ধরে গেলো গান টা 👌❤️❤️❤️
#Aseer vaiya take love ❤️
Apni eto darun keno Arman vai ❤️
গানের প্রতিটা শব্দ ভিতরটাকে নিস্তব্ধতায় বিদীর্ণ করে। এক অদৃশ্য অদ্ভুত চেহারাটা ভেসে উঠে, আর মন বলে উঠে কেউ নেই তোর কেউ নেই। এটা চেহারা নয়, পুরোটাই অদৃশ্য মায়া।
ভালোবাসা অবিরাম আসির আরমান ভাই।🥰
আপনার প্রতিটা গানের লিরিক্স অসাধারণ।।
সাথে আপনার দরদমাখা কন্ঠ!!
সত্যিই মনোমুগ্ধকর।।🥰
ভাইয়া 'একা বেচেঁ থাকতে শেখো ' থেকে তোমার গান শোনা শুরু
তোমার প্রতিটা গানই যেন সেই একটা nostalgia feeling নিয়ে আসে, খুবই ভাল লাগে তোমার গান শুনতে, সম্ভব হলে কোনো দিন দেখা হইবে ।।
ভালোবাসা নিও কলকাতা থেকে 💕☺️🙂
তোমার দেওয়া সুন্দর ভালোবাসা নিয়ে বেঁচে আছি কিন্তু তুমি নেই 😊
Marattok shundor shur and gan bro❤
আশ্চর্য মোহময় আকর্ষণ অনুভব হয়।
প্রতিবার মনে হয় ,"গানটা শেষ হয়ে গেল কেন?"
এই প্রহর কেটে যাক এটা শোনার মাঝে🌸💙
কারো জন্য দীর্ঘ অপেক্ষায় সময় গুনে হটাৎ যদি এমন গান সামনে আসে তখন অপেক্ষার প্রহর আরও সুমিষ্ট হয়।
শুভ কামনা রইলো 💙
ভালোবাসি গানটাকে❤
কতটুকু সত্য তা নিজের কাছেই সন্দেহ হচ্ছে, কিন্তু বলতে ইচ্ছা হচ্ছে এটা আমার শোনা best melody song
জাদুকর আসির কবি🖤 তোমার অদ্ভুত গানের মোহ থেকে যাবে আমার
"তোমার কামিনীর ঘ্রাণে" Hit Different 💟
আপনি সত্যিই অনবদ্য 🌻
বাঁচার ইচ্ছা দ্বিগুণ হয়ে গেছি যখন থেকে আসির ভাইয়ের গান গুলোর প্রেমে পড়েছি🖤.
কি সুন্দর গান...মন ছুয়ে যায়❤️🩹
যাকে সত্যিকারে ভালোবাসি সে যতই খারাপ হোক না কেন তার প্রতি কখনো প্রতিশোধ নেয়ার বোধ টা কাজ করে না।
বছরে দুটি ঈদে ঈদগাহে তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসার সময় আনমনেই বলে উঠতাম আর কিছু দূর গেলে তোমার বাড়ি🖤
সুন্দর কথা, ঘোর লাগা সুর! আপনি ভিন্ন রকম ❤❤
I come here every day to listen this and to treat myself. i come here in order to see the view and to check whether anyone is hearing it.I truly want people to listen to this masterpiece !
আর কিছুদূর গেলেই তোমার বাড়ি..!❤
আহহ....🙏
প্রতিদিন সার্চ করে গানটা শোনার যে ব্যাপারটা
This will be another masterpiece, mark my words!!