জীবনের মানেই ১৬ মিনিট ২১ সেকেন্ড! কারো কারো কাছে এটা কোন গান অথবা কবিতা অথবা কোন গল্প-উপাখ্যান! এই নশ্বর পৃথিবীতে সবকিছুর পরিবর্তন হয়, নতুন কতো গান আসে, কতো কবিতা লেখা হয়। কিন্তু "অনিকেত প্রান্তর" একটাই, অনন্য, অসাধারণ! আরও এক শতাব্দীতেও এমন গান আসবে না হয়তো। ভালবাসার আর্টসেল যুগ যুগ ধরে বেঁচে থাকুক কোটি কোটি ভক্তের অন্তরে! ❤️
আমি বাংলাদেশী নই কিন্তু বাঙালি হিসেবে গর্ব হয় এই গানটা শুনে। বরাবর "non-mainstream" গান শুনে এসেছি। Dream Theater আমার খুবই পছন্দের একটা band, আর এটা DTর গানের থেকে কোনো অংশে কম নয়. বাংলাদেশের Rock/Metal scene এর ব্যাপারে কোনো ধারণাই ছিল না। জেনে খুব খুশি হলাম। Much love from Kolkata. ❤️
Sagnik, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত কলকাতা শুধু নয়, এই এশিয়ার অন্যতম সেরা। সেই স্বাধীনতার সময় থেকে আমাদের ব্যান্ড কালচার। আন্তর্জাতিক বিভিন্ন ফেস্ত এ আমাদের দেশের গ্রুপ গুলো নিয়মিত যায় ও সুনামও কুড়ায়। একটু ঘেঁটে দেখবেন প্লিজ।
বর্ডারের সামান্য কাঁটাতার কখনো অনুভূতিগুলোকে আলাদা করতে পারে না ❤️। মেয়েটার নাম তামান্না। ভালবাসি সেই ২০২০ সাল থেকে। তার প্রতি আমার কেমন জানি আধ্যাত্মিক মায়া। একবার থাকে কাছে পেয়েছিলাম, নিজের কিছু ভুলের কারণে তাকে হারিয়েছি। আজকে সে আমার নেই। সে এখন অন্য কারো। কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ঠিক আগের মতই আছে। অনেক চেষ্টা করেছি তাকে পাওয়ার জন্য। কিন্তু পাই নি। আমার অনেক কষ্ট হয় তার জন্য।আমি সেটা হয়তো কখনো তাকে বলতে পারবো না বা সে হয়তো কোনদিন বুঝতে পারবে না।তাই বর্ডারের উড়োচিঠির মত আমার আবেগ গুলো লিখে রাখলাম। তার জন্য সবসময় দোয়া করি।সে যেন সবসময় ভাল থাকে। অনেক ভালবাসি তোমাকে। আল্লাহ তায়ালা যদি আমাকে তোমার করে দিত, হয়ত আমি সবচেয়ে বেশি সুখী মানুষ হতাম এই পৃথিবীতে। ভালো থেকো তামান্না 🌸।
ইন্ডিয়া থেকে ভালোবাসা ওপারে থাকা আমার বাংলাদেশি ভাইদের জন্য !! তোমাদের প্রায় সব ব্যান্ডের গান মোটামুটি শুনেছি । আমি বাংলাদেশি ব্যান্ড এর এক ক্ষুদে ভক্ত !!!
সময় টা ছিল ২০০৭ অনিকেত প্রান্তর দিয়ে Progressive metal কে চিনি।🤩 তখন ক্লাস ৬ এ ছিলাম, এক কাজিনের বাসায় গিয়ে অনিকেত প্রান্তর প্রথম শুনেছিলাম।☺️ ছোট ছিলাম গানের কথা গুলো বুঝার বয়স ছিল না। তবে টিউন টা অসাধারণ লাগতো🥰, কতবার যে ঘুরিয়ে ঘুরিয়ে শুনতাম হিসাব নেই।😇 এরপর ২০১২ তে বুঝতে শুরু করি আর্টসেল কে বুঝতে বুঝতে কবে যে ধূসর সময়ের গভীরতায় তলিয়ে যাই তা আজও অজানা। গন্তব্যহীনতার আর্তনাদে আমি নিজেকে হারিয়েছি ধুসর সময়ের অতল গভীরতায়, আমার পথ চলা এখন অনিকেত প্রান্তরে, খুঁজে পেয়েছি আমি আমার দুঃখের বিলাসিতাকে। আমি নিজেকে হারিয়েছি আর্টসেল এর ঘুণে খাওয়া রোদের সেই পাথরবাগানে। হে তারা আমাকে বোঝেনি, অতল এই ভালবাসাও তলিয়ে দেখেনি,,,,। এতদিন কমেন্ট করতে গিয়ে বার বার গানের কথা গুলোতে হারিয়ে যেতাম। আজ কমেন্ট করলাম এখন একটা গহীন নিঃশ্বাস ফেলে চলে যেতে ইচ্ছা করছে "শূন্যতায়"।
@@nur-creation আমি মুগ্ধ হতে বাধ্য হয়েছি।🙂 এই কমেন্ট টি হয়তো আজ থেকে ৩০/৪০ বছর পর আমার ছেলে মেয়েরা অনিকেত প্রান্তর সার্চ দিয়ে শুনতে গিয়ে দেখবে আর তখনো এই কথাটি ই হয়তো বলবে 😇
অনিকেত প্রান্তর গানটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় 😊 রেখে গেলাম স্মৃতি হয়তো আবার ও কোন অনিকেত প্রান্তর ভক্তের ডাকে সারা দিতে এসে আবার ও শোনা হবে এই কলিজা ঠান্ডা করা গান টা,, ধন্যবাদ জানাই Artcell কে এমন একটা গান উপহার দেওয়ার জন্য😊 ২৬/৩/২০২৪
২৮ বছর ৫ মাস ১২ দিন বয়েস আমার। ১০ বছর আগে এই গানের ভেতরে ঢুকা। ফার্মগেট। জাহানারা গার্ডেন৷ এইচএসসির পর ভার্সিটি ভর্তির ভাগ্যান্বেষনে ঢাকায় আশা, পেছনে অনেক স্মৃতি ফেলে! দশ বছর পর এখনো অনেক অপ্রাপ্তি, বেড়েছেই কেবল দিনে দিনে। সিগারেটের বা গাঁজার স্টিক নিয়ে এটা শুনে শুনে কত কত মহাকাশ মহাশুন্যে ঘুরে বেড়িয়েছি তার ইয়ত্তা নেই। প্রেমিকার ভালোবাসার অপ্রাপ্তির কান্নায় এই গান সবসময়ি আরেকটা সুর জোড়া দিত। জীবনের অলিগলি অনেকটাই হেটেছি। ভাগ্যান্বেষনের এ পর্যায়ে আছি এখন পেটের ধান্দার জোগাড়ে। ৫ দিন পরে বিসিএসের রিটেন এক্সাম। সফল হলে আস্তে আস্তে ২০১০ এর আবেগগুলা হয়ত অন্য একটা মাত্রা পাবে। কোন এক সময় আবার আসবো এই কমেন্টটা দেখতে। বদভ্যাসগুলো একেবারেই নেই। কেবলই আছে অনিকেত প্রান্তর, থেকে যাবে ❤
প্রথম যেদিন স্টেয়ারওয়ে টু হেভেন শুনি, আমার মনে হয় এটা তো আমাদের অনিকেত প্রান্তরের মত। স্লো ইন্ট্রো, গ্র্যাজুয়াল বিল্ড আপ, শেষের গগনবিদারী সোলো - দুটো গানের স্টাইল আমার কাছে এখনো অনেকটা একইরকম লাগে । সোলোর দিক দিয়ে স্টেয়ারওয়ে টু হেভেনের ধারে কাছে হয়ত আর কেউ যেতে পারেনি। কিন্তু গানের বিশালতা, অনুভূতির উচ্চতা, লিরিক্সের আবেদন- অনিকেত প্রান্তরই আমার কাছে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার কাছে বাংলা ভাষা ও গান যদি আরো এক্সেসিবল হত, হয়ত অনিকেত প্রান্তরকেও সর্বকালের সেরা রক গানের একটা মনে করা হত... আফসোস বাংলা না বুঝতে পারা মানুষদের জন্য- কত অসাধারণ গান তারা মিস করছে...
shadman sakib starway to heaven er starting and ending ei gaan tar sathe kichu ta mile. But startway to heaven er starting jazz mone hoyeche. Ar onikhet prantor er ta solo rock diye shuru.
প্রথমে গানটার নাম জানতাম না পরে বন্ধুর কাছ থেকে শুনে দেখলাম, প্রথম যেদিন দেখেছিলাম তারপর থেকে এই গানটার প্রতি অনেক ভালোবাসা সৃষ্টি হয়। একটা স্মৃতি রেখে গেলাম। ❤
"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে, বিধে আছে অনুভূতি গুলো" এই লাইনটির জন্য আর্টসেল কে অসংখ্য ধন্যবাদ জানাই। এপার বাংলা থেকে অনেক ভালোবাসা আর্টসেল কে ❤️
Lyrics 🦋~ তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রঙ আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা? তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ তবু এই দু'টি কাঁটাতারে, শহরের মতো করে ভিড়ে ভরে গেছে ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে তোমার চোখের মাঝে দূরের একা পথ এখানে ভাঙে না দু'টো দেশে মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে এখানে সরণির লেখা নেই নাম, কোনো শহীদ স্মারকে তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা এখানের নির্জন অনিকেত প্রান্তর তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে আলো আর অন্ধকার তোমার তোমার দেয়ালে কত লেখা মানুষের দেয়ালে দেয়াল বেড়ে ওঠে কাঁটাতার এখানে এ মহান মানচিত্রের ভাগাড় তোমার শূন্যঘরে ভরা স্মৃতি জড় পাথরে লেখা নাম - শহীদ স্মরণী জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ বিঁধে আছি সময়ের কাঁটাতারে বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি তোমার স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা, নষ্ট গানে তোমার জানালার বাইরে শূন্য আকাশ তবু অনিকেত এই প্রান্তরে এখানে এখনও শরতের প্রচুর বাতাসে সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন ঘুমের মত নেশাময় কত কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে নিভে গেছে কত অচেনা ভয় তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয় তোমার জানালার বাইরে শূন্যে দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর?
"অনিকেত প্রান্তর" এটা শুধু মাত্র একটা গান নয়, এটা একটা ইমোশন, এর এক একটা লাইন যেন বিষ মাখানো তীর, ঠিক কলিজায় অাঘাত করে! কত-শতবার শুনেছি তার কোন হিসাব নেই, প্রত্যেক বারই পেয়েছি নতুনত্ব, এটা অার্টসেলের একটি কালজয়ী অাবিষ্কার, যা কখনো পুরনো হবার নয়। ধন্যবাদ ARTCELL❤️❤️❤️
লিরিক্সঃ শিরোনামঃ অনিকেত প্রান্তর কথাঃ রুম্মান আহমেদ কন্ঠঃ লিংকন ব্যান্ডঃ আর্টসেল অ্যালবামঃ অনিকেত প্রান্তর ---------- তবু এই দেয়ালের শরীরে যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যতো উদ্ভাসিত আলো রং আকাশের মতন অকস্মাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে ভিড়ে ভরে গেছে ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে তোমার চোখের মাঝে দূরের একা পথ এখানে ভাঙ্গে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতো অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে সময় থেমে থাকে অনাগতযুদ্ধের বিপরীতে
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন অনিকেত প্রান্তর
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে আলো আর অন্ধকার তোমার তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি জড়ো পাথরে লেখা নামশহীদ স্বরনী, জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ বিঁধে আছি সময়ের কাঁটাতারে বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
তোমার স্বপ্নের, দলাপাকানো বাসি কবিতা, নষ্ট গানে তোমার জানালার বাইরে শূন্য আকাশ তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনো শরতের প্রচুর বাতাসে সবুজের ঘ্রানেভরে আছে অন্ধকারে ঘর তোমার দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন ঘুমের মতো নেশাময় কত
কত শিশু কত আলোর মশাল নিভে গেছে নিভে গেছে কত অচেনা ভয় তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয় তোমার জানালার বাইরে শূন্যে দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?
গীতিকার রুম্মান আহম্মেদ কে অনিশেষ: ভালোবাসা আর স্যালুট ! এই রকম একটা অবিস্মরণীয় লিরিক্স উপহার দেয়ার জন্য !!! Unbelievable Lyrics!! More than Awesome 👌
অনিকেত প্রান্তর।🙂🖤 হাজারো মানুষের হৃদয় কাঁপানোর জন্য ছোট্ট একটা লিরিক্সই যথেষ্ট।😇 স্মৃতির পাতায় (২০২৩) আজকের তারিখ টা রেখে দিলাম,কেউ হয়তো শত বছর পর এসে জানবে এই গানটার সাথে আমাদের আবেগ সম্পর্কিত ছিল!😌
১৫.৫ মিলিয়ন views । তার মানে ১ কোটি ৫০ লাখের বেশি বার মানুষ গানটি শুনেছে। সত্যিই অসাধারণ !!!! তারিখ : ২ নভেম্বর ২০২১। একটি স্মৃতি রেখে গেলাম। পরে দিয়ে কমেন্টটি দেখে স্মৃতিচারণ করতে পারব।
এই গানের এন্ডিংটা সবচেয়ে অসাধারন, মনে হয় যেন জীবনের সব সুখ দু:খ সংগ্রাম পেরিয়ে শেষবেলাটা পড়ন্ত বিকেলের সূর্যের মত দুরদিগন্তে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সমাপ্তি....... ❤
এমনে কেমনে কি,, সার্চ দিয়ে তো যেকোনো কিছুই শোনা যায়,, রুচির গভীরতা তখনই বোঝা যাবে যখন সার্চ না দিয়ে গানটি রেকোমেন্ডেশনে আসবে,,, কারণ একটা মানুষ যে ধরনের জিনিস দেখে TY তাকে তেমন ভিডিওই রেকমেন্ড করে আশা করি বুচ্ছেন
এই গানটা আমি পাঁচ বছর আগে প্রথম শুনি,তখন বয়স কম ছিল তাই বাংলা ব্যান্ডের গান অতবেশি শুনতাম না অনিকেত প্রান্তর গানটা অনেক লম্বা হওয়ার কারণে কখনো পুরোটা শোনা হয়নি এখন পাঁচ বছর পর এসে পুরা গান শুনে মনে হচ্ছে আগে কেন শুনলাম না,কি গভীর অনূভুতি,কাব্যিক অর্থপূর্ণ কথা প্রথমে বিশ্বাস হয়নি গানটা ২০০৬ এর ১৮ বছর পর পর ও গানটির জনপ্রিয়তা আরো বেড়েছে আর্টসেলকে ধন্যবাদ এই রকম মাস্টারপিস উপহার দেয়ার জন্য
বিশ্বে কোটি কোটি সংগীতপ্রেমীর মধ্যে অল্পকিছু প্রেমিক এ গানের স্বাদ নিচ্ছে। বাকিরা কি 'মিস' করলো জানতেও পারলো না। # ভালোবাসি গান, ভালোবাসি অনিকেত প্রান্তর।
ভার্সিটি লাইফ শেষ। এখন আর গানটা কানে বাজে না। এমন কোন দিন ছিলো না যে গানটা শুনিনি, চায়ের টং, বাসে, ক্লাসের ফাঁকে,ট্যুর কিংবা পিকনিক কিংবা কতশত হয়ে যাওয়া ভার্সিটির প্রোগ্রামে 🙂🙂
হয়তো আর ৩০-৪০ বছর পর আমরা অনেকেই থাকবো না গানটি ঠিকিই থাকবে 🙂 তখনও কি ঠিক আমাদের মতো করেই সবাই ভালোবাসবে গানটি 🙂 হয়তো বাসবে আর কমেন্ট পড়বে ❤ যদি কেউ সেই সময় শুনে থাকো যেনে রাখো আমাদের জীবনের সব চাইতে পছন্দের গান এটি 🙂 পুরো রাত এক গান দিয়ে কাটাই 🙂 এটা গান নয় মহাকাব্য ❤ মহাকাব্য কখনো শেষ হয় না ❤ বাংলা গানের জয় হোক ❤
আজ পর্যন্ত যতবার ঘুরতে গিয়েছি পাহাড় বা সমুদ্রে এই গান সব সময় আমার সাথে ছিলো ,প্রচন্ড খুশী অথবা মন খারাপের সময় আমার মাথায় নিজে নিজে এই গান বাজতে থাকে , শতাব্দীর সেরা গান বললে হয়তো বেশি বলা হবে না আমার জন্যে ❤️
শুভ জন্মদিন অনিকেত প্রান্তর! 🖤 ২০০৬ সালের পহেলা এপ্রিল মুক্তি পায় আর্টসেল এর দ্বিতীয় এলবাম 'অনিকেত প্রান্তর'।এর পর থেকেই মানুষ থেকে মানুষের হৃদয়ে পৌছাতে থাকে অনিকেত প্রান্তরের ভালোবাসা, হতে থাকে চিৎকার করে অনিকেত প্রান্তর গাওয়া🙂 সবার সাথে গলা মিলানো " আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস"
১৬ মিনিট ২১ সেকেন্ড কিভাবে গেছে বলতে পারলাম না।🤞 আসলেই গানটার মাঝে কিছু একটা আছে যার মাঝে হারিয়ে যায় শত শত বেদনাশক্ত বেওয়ারিশ লাশ🙂🙂 সেলুট জনাই তাদেরকে যাদের রাজ্যের জাতীয় সংগীত অনিকেত প্রান্তর 🤞❣️❤️
বালক / বালিকা, তোমরা যারা হয়তো আরো হাজার বছর পরেও এই গানটি শুনছ,মনে রাখবে এতো আধুনিক আমরা ছিলাম না, কিন্তু এই গানটি আমাদের বুকেও আলোড়ন তুলেছিল, যেমনটা তোমাদের বুকেও তুলছে। বাংলাদেশের ইতিহাসের এই মহাকাব্যের যত্ন নেওয়ার দায়ীত্ব তোমাদের। মাহদী ০১/০৬/২০২০
শুভ জন্মদিন "অনিকেত প্রান্তর"। ১৪ বছর আগের আজকের এই দিনে কালজয়ী গানটির সৃষ্টি। যে গানের লিরিক্সের স্ক্রিপ্ট হাতে নিয়ে ব্যান্ডের সবাই ৪ দিন হাসাহাসি করেছিলেন, কে জানতো সেটিই হতে যাচ্ছে ব্যান্ডটির সিগনেচার সং!
@@mohammedabdulawalfarves922 প্রায় সব শ্রোতার মনেই আর্টসেলের "অনিকেত প্রান্তর" গানটির দৈর্ঘ্য ও এর প্রকৃত অর্থ নিয়ে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের জট খুলতে আর্টসেলের ভোকালিস্ট লিংকন এর ইন্টারভিউ হুবুহ তুলে দিলামঃ আমাদের এক বন্ধু রুম্মান আহমেদ। ওর চমৎকার লেখার ক্ষমতা আছে, কিন্তু ওর চিন্তা ধারা এবং গানে শব্দচয়ন একটু ভিন্ন ধাঁচের, যাকে কঠিন বলা যেতে পারে। সে একদিন প্রায় ৪ পাতার এক লিরিক নিয়ে আমাদের চারজন-আমি,এরশাদ,সাজু আর সিজানের কাছে নিয়ে আসে। লিরিকের ল্যান্থ দেখে তো আমাদের চোখ কপালে ।এত্ত বড় লিরিকে সুরই বা কীভাবে বসাবো আর গাইবোই বা কীভাবে। কিন্তু রুম্মান আমদের গানটির ভেতরের কথাগুলো স্পষ্ট করে বোঝালো। গানটির ভেতরকার কথাগুলো প্রত্যেক মানুষেরই মনের কথা হতে পারে। গানটির থিম আমাদের খুব ভাল লাগল। লিরিকটাতে প্রাণ দিয়ে গানে পরিণত করার এক ইচ্ছা আমাদের চারজনের মনে গেঁথে বসলো। ইচ্ছে থাকলেই তো হবে না; ৪পাতার বিশাল লিরিকটাকে গান বানানো তো আর যা-তা কথা নয়। তখন আশার বাণী হিসেবে সিজান ভুবনবিখ্যাত ব্যান্ড ‘ড্রীম থিয়েটার’র ‘চেঞ্জ অব সিজনস’ গানটির উদারণ টানলো,ঘড়ির কাটাতে যার সময় ছিল ২৩ মিনিট। গানটা শুনে বিরক্তি তো আসেই না, বরং একটি লাইনের পর অথবা একটি কম্পোজিশনের পর আরেকটি শুনলে মনে হয় যে, ঠিকই তো, এরপর তো এইটাই হওয়ার কথা ছিল অথবা এই তালটার পর ওই তালেরই আসার কথা ছিল। মনে হলো, ২৩ মিনিটের সেই গানটি এমন বিখ্যাত হতে পারলে, রুম্মানের এই লিরিকেও গান বানানো অসম্ভভ নয়। তো এই গানটা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করলো। আমরা দিন-রাত এই ‘চেঞ্জ অব সিজনস’ গানটা বাজানোর চেষ্টা করতাম-বাজাতাম। এরপর প্রায় এক বছর আমরা এই গানটা নিয়ে কাজ করি। একটা সময় মোটামুটি গানটা হাতে এসে পড়লো। তখন আমরা রুম্মানের সেই ‘৪ পাতার লিরিককে’ গানে পরিণত করার উদ্যোগ নিলাম। মূলত এরশাদ ও সেজান মিলে লিরিকটিতে একটা সুর বসালো। আমি আর সাজুও বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছিলাম। এবার বিরাট এ গানটা গাইবার পালা। গানটা গাইলাম; আর্টসেলের দ্বিতীয় অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবেই গানটা রিলিজ পেলো - ‘অনিকেত প্রান্তর’। অনিকেত প্রান্তর’ শব্দটির অর্থ ‘No mans’ land’। রুম্মানের লেখা ‘অনিকেত প্রান্তর’ লিরিকটি মানুষের ‘অনিকেত প্রান্তর’ বা ‘No mans’ land’র চিন্তা-ভাবনা নিয়ে লেখা। দু’দেশের মাঝখানে এমন একটি মালিকানাবিহীন জায়গা- ‘No mans’ land’ থাকে, যেখানে চলে না কারও নিয়ম-শৃংখলা, রীতি-নীতি, বিধি-নিষেধ, তেমনি প্রত্যেক মানুষের মাঝেও একটি করে ‘No mans’ land’ থাকে। সেই ‘No mans’ land’ দাঁড়িয়ে, সেই স্বাধীনতার তাড়না থেকে এই গানটি লেখা। মানুষ স্বাধীন হলেও স্বাধীনভাবে তার সব স্বপ্নকেই জীবন দিতে পারে না। কিন্তু কেবল অনিকেত প্রান্তরে দাঁড়িয়েই সে তার স্বপ্নগুলোকেই স্বপ্নে হলেও জীবন দিতে পারে। বাস্তবে হয়তো সেগুলো ‘স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা, নষ্ট গান’ হয়েই ঝড়ে যায়।
8:06-11:02 এই অংশটুকু যেন অন্য জগতে নিয়ে যায়.... বাংলাদেশের বাসিন্দা নই তবূ আফশোস হয় যদি এই বাংলা অখন্ডই থাকতো তাহলে একসাথে কাঁধ মিলিয়ে গাইতাম অনিকেত প্রান্তর ❤️
দুই বাংলাকে কখনো আলাদা করে দেখবেন না দাদা কারণ আমরা একই মায়ের দুই সন্তান। এই গানের ভাষাটা আপনার আমার ই মায়ের ভাষা So, একসাথে কাধে কাধ মিলিয়ে গানটা গাওয়া যেতেই পারে।😊
আজকের তারিখ ২৬-০৩-২০১৯। আমি এইটুকু নিঃসন্দেহে বলে দিতে পারি, ২০৭০ সালের পরেও আমার মতো কোনো এক ছোকরা “অনিকেত প্রান্তর” শুনতে এখানে আসবে। গান শুনতে শুনতে কমেন্ট পড়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সেও ঢুকে পড়বে। একটা সময় আমার এই কমেন্টটাতে তার চোখ আটকে যাবে। যদি তুমি সেই ছোকরা হও তবে শুনো, আমাদের এই বাংলাদেশে একটা আর্টসেল নামের ব্যান্ড আছে। আর সেই ব্যান্ডের কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে একটি হলো এই ‘অনিকেত প্রান্তর’।
হয়তো আজ থেকে কিছু বছর পর আমার মতো এক মধ্যবিত্ত পরিবারের ছেলে দিন শেষে কেনো এক নির্জন স্থানে বসে এই গানটা শুনে তার মনের সব দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করবে😊
আবেগে বলে ফেলেছ এটা জানি, কিন্তু বলতে হবে তুমি একজন কুয়োর ব্যাঙের পরিচয় দিলে। সর্বকালের সেরা গান যদি শুনতে চাও তাহলে কুইনের Bohemian Rhapsody , জন লেননের Imagine , লেড জ্যাপলিনের Stairway to heaven এর গানগুলো লিরিক পড়ে শুনো এবং সেগুলোর অর্থ উদ্ধার করো, তাহলে বুঝতে পারবে।
সত্যি বলছি , এটা একটা কালজয়ী গান । গায়ে আমার কাঁটা দিয়ে উঠছিল । এবং এটাও অনুভূত হলো যে , একটা কাঁটাতার বাঙালি কে কখনও আলাদা করতে পারবে না । বাঙালি কে বেঁধে রাখবে তার নিজের সংস্কৃতি "বাংলা সংস্কৃতি'" । এভাবেই বেঁচে থাক বাংলা ভাষা , তার সৃজনশীল , প্রতিভাবান সন্তানদের আদর ও পরিচর্যায় । 💘 আর্টসেল ।ভালোবাসা রইলো পশ্চিমবঙ্গের হুগলী থেকে ।🇮🇳🇮🇳
@@extraction6859 বাঙালি তো বাঙালিই,,কলকাতার দাদাটাও বাঙালি, আমরা বাংলাদেশিরাও বাঙালি 😑 এখানে অরজিনিয়াল আবার কি? হয়তো তারা একদম শুদ্ধ বাংলা ব্যবহার করে, কিন্তু ভাইরে ভাই বাঙালি এক জিনিস 😂 পুরান টুথব্রাশ চুলে কলপ দেয়ার জন্য রেখে দেয় আমাদের নানা-নানি, হোক সেটা বাংলাদেশ অথবা কলকাতা 😅
সাধারণত প্রায় সব গানই দেখা যায় ৪-৫ মিনিটের হয়, কিন্তু এই অনিকেত প্রান্তর ১৬:২১ মিনিটের একটি গান শুনতে শুনতে কিভাবে যে এতোটা মিনিট চলে যায় তা বুঝাই যায়না,তাও আফসুস থাকে ইসসস গানটা আরেকটু লম্বা হলেও পারতো। আজ ১৭মার্চ ২০২১ জাতির জনক বঙবন্ধুর ১০১ তম জন্মদিনে এই কমেন্ট টা রেখে গেলাম, হয়তো আরো ১০০ বছর পরে আমাদের আগামী প্রজন্মরা এই গানটি শুনতে এসে কমেন্ট গুলো পড়ে ভাববে যে ১০০ বছর আগেও গানটির জনপ্রিয়তা এত বেশি ছিলো❤️
"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে"মিশে আছে অনুভূতিগুলো....!❤️ এতটা মিশে যাবে জীবনে ভাবিনি কোনোদিন।😌 কিছু বাস্তবতা জীবনে মিশে যায় এই গানের লাইনের মতো.....!! দুটো মানচিত্র যেদিন একসাথে মিশে যাবে সেদিন.....আবার ফিরে আসবো এই কমেন্ট বক্সে। "অনিকেত প্রান্তর"
আপনার মত সবাই যদি বুঝতো কত ভালো না হতো একটি গানে একটি দেশ পরিবর্তন হয় একটি ব্যাপোরা সরকার দেশ কে রসাতলে নিয়ে যেতে পারে আমরা কলকাতার মানুষদের কে যতটা ভালোবাসি আমাদের কে তারা তোতটা ভালোবাসে না
ক্লাস 9 এ গানটা শুনা স্টার্ট করলাম, যখন ক্লাস 10 এ উঠলাম টানা দুই বছর গানটা কিছু বুঝছি মাত্র! কিন্তু একপর্যায়ে এসে গানটা অনুভব করেছি .... আসলেই অনুভূতি গুলো কিভাবে যে মিশে থাকে যা দু'চার লাইনে লেখা সম্ভব নয়, সকলেই ভালো থাক❤️
আজ জানুয়ারি 1তারিখ 2024 সাল, বছরের প্রথম দিন সুনছি, 24সালের পর এসে যারা সুনে যাবেন, একটি করে লাইক দিয়ে যাবেন, আপনাদের নোটিফিকেশন পেয়ে বারবার সুনে যাবো❤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
আমি ভারতের পশ্চিমাবাদ থেকে বলছি। আমার দাদুর অনেক ভাইরা বাংলাদেশে চলে গিয়েছিল দেশ বিভাগের সময়।বাংলাদেশের এমন গানগুলো শুনলে মন চায় সেখানে গিয়ে লাইভ কনসার্টে গলা মেলায় "দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে"।লাভ অল বাংলাদেশিজ অল্ড ব্যান্ড সং।❣️❣️
বয়স বাড়ে,বাস্তবতা ঘিরে ধরে এবং আমরা ম্যাচিউর হই। মহাজাগতিক পুরনো গানগুলো বুঝতে শিখি,অনুভব করতে শিখি এবং জীবনের সাত্বিক সত্যের সাথে মিলতে দেখি। অনিকেত প্রান্তর 🦋 মহাকাব্যটির প্রত্যেকটা লাইন যেন সারা জীবনের অপূর্ণ আক্ষেপগুলোর স্মারকলিপি রচনা করে (তবু তোমার ভাঙ্গা স্মৃতি ছেড়া সপ্ন দুমরানো খেলাঘর,ছেড়া আকাশ ভাঙ্গা কাঁচে,আলো আর অন্ধকার তোমার)🌸 হৃদয়ে আর্টসেল 🫶
শেষ পর্যন্ত মানুষটা ফাঁসির দড়িতে ঝুলতে থাকলো কি!!! 14:50 একেকজনের জীবনের বাস্তব অভিজ্ঞতা একেক রকম। আমার ঐরকম মনে হইলো। Please, can anybody prove me wrong? 🥺🥺
মানুষ যত ম্যাচিউর হতে থাকে তত ই পুরোনো গান গুলোর প্রতি আকৃষ্ট হতে থাকে বেশি❤️
Hmm
Oniket prantor er mane ki?
@@tanhajasmine6956 no mans land.
যেই যায়গা যেটা কারো মালিকানাধীন নয়।
রাইট
একধম
দেখতে দেখতে ১৮ বছর! এভাবেই ভালোবাসায় হাজারো বছর বেঁচে থাকুক "অনিকেত প্রান্তর" 🖤
লিঙ্কন দাদার স্ট্যাটাস দেখে আবারো শুনতে আসলাম
🤗🤗🤗
🖤🤍
🥰
Dekhte dekhte 18 bochor! Tomar boyosh koto ?
বেচে থাকুক অনিকেত প্রান্তর💓
অসম্ভব ভালো লাগে গানটি তাই কমেন্ট করে গেলাম লাইক দিবে সে যে গান টি শুনে!
@@yeadulislamoyon1297 bolod
@@saifulislam-vk9jk ভাইয়া, অনিকেত প্রান্তর গানটি প্রকাশিত হয়েছে ২০০৬ সালে।
এ যেন অনুভূতি গুলোর সম্মিলিত বহিঃপ্রকাশ ❣️🎭
Like পাওয়ার ধানাইপানাই। ধান্দবাজ কোথাকার like এর ধান্দাবাজি করা শুরু করসে।
বাটাপার।
জীবনের মানেই ১৬ মিনিট ২১ সেকেন্ড!
কারো কারো কাছে এটা কোন গান অথবা কবিতা অথবা কোন গল্প-উপাখ্যান!
এই নশ্বর পৃথিবীতে সবকিছুর পরিবর্তন হয়, নতুন কতো গান আসে, কতো কবিতা লেখা হয়।
কিন্তু "অনিকেত প্রান্তর" একটাই, অনন্য, অসাধারণ!
আরও এক শতাব্দীতেও এমন গান আসবে না হয়তো।
ভালবাসার আর্টসেল যুগ যুগ ধরে বেঁচে থাকুক কোটি কোটি ভক্তের অন্তরে! ❤️
🙏🙏🙏🙏
@@ShahedSharif-en8jt❤❤ sundhor bolsen
২০০৬ সালের ১ লা এপ্রিল মুক্তি পায় অনিকেত প্রান্তর।। দেখতে দেখতে ১৫ বছর।। আজ ১লা এপ্রিল ২০২১।। ভালোবাসার অনিকেত প্রান্তর 🖤🖤💚💚
Aita to 4 year age dise....2006 kmn ae hoy??
ভালবাসা অনিকেত.....
sedin pohela april cilo jni,,,,,,,,,,,, tai april fool banalen
amar boyosh = aniket prantor er boyosh
@@ettisafxrup wow
আমি বাংলাদেশী নই কিন্তু বাঙালি হিসেবে গর্ব হয় এই গানটা শুনে। বরাবর "non-mainstream" গান শুনে এসেছি। Dream Theater আমার খুবই পছন্দের একটা band, আর এটা DTর গানের থেকে কোনো অংশে কম নয়. বাংলাদেশের Rock/Metal scene এর ব্যাপারে কোনো ধারণাই ছিল না। জেনে খুব খুশি হলাম। Much love from Kolkata. ❤️
ডিয়ার #Sagnik Maity আপনি ওয়ারফেজ, আর্টসেল,অর্থহীন, বে অব বেঙ্গল এর গান গুলো শুনে দেখুন। সবগুলো গানই ওয়ার্ল্ডক্লাস।
Vai take love from bangladesh
tmx
আমি বাংলার ব্যান্ড চিনতে অনেক দেরি করে পেলেছেন 😋
Sagnik, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত কলকাতা শুধু নয়, এই এশিয়ার অন্যতম সেরা। সেই স্বাধীনতার সময় থেকে আমাদের ব্যান্ড কালচার। আন্তর্জাতিক বিভিন্ন ফেস্ত এ আমাদের দেশের গ্রুপ গুলো নিয়মিত যায় ও সুনামও কুড়ায়। একটু ঘেঁটে দেখবেন প্লিজ।
বর্ডারের সামান্য কাঁটাতার কখনো অনুভূতিগুলোকে আলাদা করতে পারে না ❤️।
মেয়েটার নাম তামান্না। ভালবাসি সেই ২০২০ সাল থেকে।
তার প্রতি আমার কেমন জানি আধ্যাত্মিক মায়া। একবার থাকে কাছে পেয়েছিলাম, নিজের কিছু ভুলের কারণে তাকে হারিয়েছি। আজকে সে আমার নেই। সে এখন অন্য কারো। কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ঠিক আগের মতই আছে।
অনেক চেষ্টা করেছি তাকে পাওয়ার জন্য।
কিন্তু পাই নি। আমার অনেক কষ্ট হয় তার জন্য।আমি সেটা হয়তো কখনো তাকে বলতে পারবো না বা সে হয়তো কোনদিন বুঝতে পারবে না।তাই বর্ডারের উড়োচিঠির মত আমার আবেগ গুলো লিখে রাখলাম।
তার জন্য সবসময় দোয়া করি।সে যেন সবসময় ভাল থাকে। অনেক ভালবাসি তোমাকে। আল্লাহ তায়ালা যদি আমাকে তোমার করে দিত, হয়ত আমি সবচেয়ে বেশি সুখী মানুষ হতাম এই পৃথিবীতে।
ভালো থেকো তামান্না 🌸।
ভালোবাসা নিও বাংলাদেশ থেকে
তবে সেই অনিকেত প্রান্তর যদি নিজ অন্তর আর পৃথিবীর দুরুত্ব নির্দেশ করে তখন তা সম্ভব হতেও পারে...
ভালোবাসা নিও ভাই।
Akdm
এই সামান্য তাঁর কাটা অনেক কিছু আটকে আছে।
Bangla r greatest rock anthem of all time. Praei shuni, kono din purono hoy na.
Love from Kolkata
Hobeona, ami daily shuni...
ইন্ডিয়া থেকে ভালোবাসা ওপারে থাকা আমার বাংলাদেশি ভাইদের জন্য !! তোমাদের প্রায় সব ব্যান্ডের গান মোটামুটি শুনেছি । আমি বাংলাদেশি ব্যান্ড এর এক ক্ষুদে ভক্ত !!!
Thnx dada😘😘😘
বাংলাদেশ থেকে ভালোবাসা নিও
Thanks bro
@@saifuddinmuhammadkhaled9432 এপার বাংলা থেকেও অবিরাম ভালোবাসা
Valobasha niyen vai
সময় টা ছিল ২০০৭ অনিকেত প্রান্তর দিয়ে Progressive metal কে চিনি।🤩
তখন ক্লাস ৬ এ ছিলাম, এক কাজিনের বাসায় গিয়ে অনিকেত প্রান্তর প্রথম শুনেছিলাম।☺️ ছোট ছিলাম গানের কথা গুলো বুঝার বয়স ছিল না। তবে টিউন টা অসাধারণ লাগতো🥰, কতবার যে ঘুরিয়ে ঘুরিয়ে শুনতাম হিসাব নেই।😇
এরপর ২০১২ তে বুঝতে শুরু করি আর্টসেল কে বুঝতে বুঝতে কবে যে ধূসর সময়ের গভীরতায় তলিয়ে যাই তা আজও অজানা।
গন্তব্যহীনতার আর্তনাদে আমি নিজেকে হারিয়েছি ধুসর সময়ের অতল গভীরতায়, আমার পথ চলা এখন অনিকেত প্রান্তরে, খুঁজে পেয়েছি আমি আমার দুঃখের বিলাসিতাকে।
আমি নিজেকে হারিয়েছি আর্টসেল এর ঘুণে খাওয়া রোদের সেই পাথরবাগানে।
হে তারা আমাকে বোঝেনি, অতল এই ভালবাসাও তলিয়ে দেখেনি,,,,।
এতদিন কমেন্ট করতে গিয়ে বার বার গানের কথা গুলোতে হারিয়ে যেতাম।
আজ কমেন্ট করলাম এখন একটা গহীন নিঃশ্বাস ফেলে চলে যেতে ইচ্ছা করছে "শূন্যতায়"।
😲😲😲😯😯😯
💔💔💔
💔
চমৎকার কমেন্ট দাদা। একটা কিছুতে মুগ্ধ হলে এর থেকে আর কি লাগে।
দারুণ দাদা দারুণ।
@@nur-creation আমি মুগ্ধ হতে বাধ্য হয়েছি।🙂
এই কমেন্ট টি হয়তো আজ থেকে ৩০/৪০ বছর পর আমার ছেলে মেয়েরা অনিকেত প্রান্তর সার্চ দিয়ে শুনতে গিয়ে দেখবে আর তখনো এই কথাটি ই হয়তো বলবে 😇
অনিকেত প্রান্তর গানটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় 😊
রেখে গেলাম স্মৃতি হয়তো আবার ও কোন অনিকেত প্রান্তর ভক্তের ডাকে সারা দিতে এসে আবার ও শোনা হবে এই কলিজা ঠান্ডা করা গান টা,, ধন্যবাদ জানাই Artcell কে এমন একটা গান উপহার দেওয়ার জন্য😊
২৬/৩/২০২৪
২৮ বছর ৫ মাস ১২ দিন বয়েস আমার। ১০ বছর আগে এই গানের ভেতরে ঢুকা। ফার্মগেট। জাহানারা গার্ডেন৷ এইচএসসির পর ভার্সিটি ভর্তির ভাগ্যান্বেষনে ঢাকায় আশা, পেছনে অনেক স্মৃতি ফেলে!
দশ বছর পর এখনো অনেক অপ্রাপ্তি, বেড়েছেই কেবল দিনে দিনে। সিগারেটের বা গাঁজার স্টিক নিয়ে এটা শুনে শুনে কত কত মহাকাশ মহাশুন্যে ঘুরে বেড়িয়েছি তার ইয়ত্তা নেই। প্রেমিকার ভালোবাসার অপ্রাপ্তির কান্নায় এই গান সবসময়ি আরেকটা সুর জোড়া দিত।
জীবনের অলিগলি অনেকটাই হেটেছি। ভাগ্যান্বেষনের এ পর্যায়ে আছি এখন পেটের ধান্দার জোগাড়ে। ৫ দিন পরে বিসিএসের রিটেন এক্সাম। সফল হলে আস্তে আস্তে ২০১০ এর আবেগগুলা হয়ত অন্য একটা মাত্রা পাবে। কোন এক সময় আবার আসবো এই কমেন্টটা দেখতে।
বদভ্যাসগুলো একেবারেই নেই। কেবলই আছে অনিকেত প্রান্তর, থেকে যাবে ❤
❤❤
all the best bro
Well said♥️
😓😓
Good luck brother
যতবার শুনি ততবারই গায়ে কাঁটা দেয়🔥❤
ভারত 🇮🇳থেকে আর্টসেলের একটি ক্ষুদ্র ভক্ত
গুড বয়
choice ase tomar
@@FG-ld6co keno ami nijeke bishal mone kori na.... Akhane ami amar kotha bolechi
ভাই আপনা whats app নাম্বার টাদেন৷ আমার ভারতের একটা বন্ধু বা কাজিম দরকা
@@md.mehedihasan.1690 apnara na india boycott korben 😂🤣
স্মৃতি রেখে গেলাম যাতে কেউ লাইক দিয়ে গানটি আবার শোনার সুযোগ করে দেয়
05/05/2023
❤❤❤
10/05/2023 💖
10/05/2023
14/05/2023
প্রথম যেদিন স্টেয়ারওয়ে টু হেভেন শুনি, আমার মনে হয় এটা তো আমাদের অনিকেত প্রান্তরের মত। স্লো ইন্ট্রো, গ্র্যাজুয়াল বিল্ড আপ, শেষের গগনবিদারী সোলো - দুটো গানের স্টাইল আমার কাছে এখনো অনেকটা একইরকম লাগে । সোলোর দিক দিয়ে স্টেয়ারওয়ে টু হেভেনের ধারে কাছে হয়ত আর কেউ যেতে পারেনি। কিন্তু গানের বিশালতা, অনুভূতির উচ্চতা, লিরিক্সের আবেদন- অনিকেত প্রান্তরই আমার কাছে শ্রেষ্ঠ।
সারা দুনিয়ার কাছে বাংলা ভাষা ও গান যদি আরো এক্সেসিবল হত, হয়ত অনিকেত প্রান্তরকেও সর্বকালের সেরা রক গানের একটা মনে করা হত...
আফসোস বাংলা না বুঝতে পারা মানুষদের জন্য- কত অসাধারণ গান তারা মিস করছে...
shadman sakib starway to heaven er starting and ending ei gaan tar sathe kichu ta mile. But startway to heaven er starting jazz mone hoyeche. Ar onikhet prantor er ta solo rock diye shuru.
@@Ritom420 starway to heaven is বাইবেল but oniket prantor is it's letter ❤
You should Hear Bohemian Rhapsody Bro
Comfortably Numb High Hopes er Solo o sera
যতই শুনি, ততই হারিয়ে যাই সেই দুটো মানচিত্রে,সেই অনিকেতন প্রান্তরে ❤
রেখে গেলাম স্মৃতি চিহ্ন💝 ( ২৪/০১/২০২৪)
True masterpiece ✨️
Vai ashen deken.. Like dilam.. For notification ❤❤
Abaro ashen vai😊😅
- যদি আপনি গানটি সার্চ দিয়ে শুনেন তাহলে বুঝবেন আপনার রুচির গভীরতা অপরিসীম 🖤🥀
Exactly
Kintu sobay bole amr choice nki vlo na..🙂🙂🙂🙂🙂 Karon Ami ja choose kori ta Karo sathe mile. Na,,
@@sumiyaakterakhi318 Tader sathe Mile na Karon Tara Bujhe e Na Gan Jinish Ta Ki😊
Hmm 🙂💔
@@bristi4181 😊😊😊
প্রথমে গানটার নাম জানতাম না পরে বন্ধুর কাছ থেকে শুনে দেখলাম, প্রথম যেদিন দেখেছিলাম তারপর থেকে এই গানটার প্রতি অনেক ভালোবাসা সৃষ্টি হয়। একটা স্মৃতি রেখে গেলাম। ❤
"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে, বিধে আছে অনুভূতি গুলো" এই লাইনটির জন্য আর্টসেল কে অসংখ্য ধন্যবাদ জানাই। এপার বাংলা থেকে অনেক ভালোবাসা আর্টসেল কে ❤️
যেদিন তুমি চিৎকার করে অনিকেত প্রান্তর গাইতে পারবে সেইদিন তুমি ভালোবাসার মানে বুঝতে পারবে🥀❤️
𝘼𝙧𝙩𝙘𝙚𝙡𝙡🔥
কথাটা গানের রিলিক্স এর চাইতে কম যায় না।অসাধারণ ভাই,ভালোবাসা নিয়েন।
\m/
ARTCEEL
তারা এই গানের গভিরে যেতেও পারবেনা চিতকার করে গান টা গাবেওনা ভাই 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
ছলনাময়ী কেউ গানটা বোঝার খমতা রাখেনা✌✌️✌️✌️✌️
𝕪𝕠𝕦 𝕒𝕣𝕖 𝕣𝕚𝕘𝕙𝕥 𝕓𝕣𝕠𝕠𝕙
নিজের একটা স্মৃতি রেখে গেলাম।
ভবিষ্যতে নিজের সন্তানদের নিয়ে শোনার সময় তাদের বলতে পারব আমাদের সময় আর্টসেল ছিল,ছিল এক অদ্ভুত আবেগ। 😊
অনিকেত প্রান্তর ।😊
হাজারো মানুষের হৃদয় কাঁপানোর জন্য একটা লিরিক্স যথেষ্ট ।
যতই শুনি , ততই হারিয়ে যাই সেই দুটো মানচিত্র, সেই অনিকেত প্রান্তরে❤
Lyrics 🦋~
তবু এই দেয়ালের শরীরে
যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রঙ
আকাশের মতন অকস্মাৎ নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দু'টি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দু'টো দেশে
মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে
এখানে সরণির লেখা নেই নাম, কোনো শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানের নির্জন অনিকেত প্রান্তর
তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা
মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার
এখানে এ মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
জড় পাথরে লেখা নাম - শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি
তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত
কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর?
❤❤
💞🥀
❤
Hi
@@hasanayon2540 ❤
"অনিকেত প্রান্তর" এটা শুধু মাত্র একটা গান নয়, এটা একটা ইমোশন, এর এক একটা লাইন যেন বিষ মাখানো তীর, ঠিক কলিজায় অাঘাত করে! কত-শতবার শুনেছি তার কোন হিসাব নেই, প্রত্যেক বারই পেয়েছি নতুনত্ব, এটা অার্টসেলের একটি কালজয়ী অাবিষ্কার, যা কখনো পুরনো হবার নয়।
ধন্যবাদ ARTCELL❤️❤️❤️
😭😭😭😭😭💔💔💔
অনিকেত প্রান্তর এক অদ্ভুত মায়া, অদ্ভুত ভালোবাসা 💖। ক্লান্ত পরিশ্রান্ত আত্মা ❤️❤️❤️❤️ লাইক হবে
😢😢😢😢
লিরিক্সঃ
শিরোনামঃ অনিকেত প্রান্তর
কথাঃ রুম্মান আহমেদ
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর
----------
তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগতযুদ্ধের বিপরীতে
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন
অনিকেত প্রান্তর
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নামশহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানেভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত
কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?
Salute to Mr. Rumman! Really amazing lyrics!!!
Fayeed Asfar 😍
গীতিকার রুম্মান আহম্মেদ কে অনিশেষ: ভালোবাসা আর স্যালুট ! এই রকম একটা অবিস্মরণীয় লিরিক্স উপহার দেয়ার জন্য !!!
Unbelievable Lyrics!! More than Awesome 👌
@fayeed asfar 💓
fayeed asfer plz give me da lyris
ধীরে ধীরে সব গান বিলুপ্ত হয়ে যাবে কিন্তু এসব গান কিছু রুচিশীল ব্যক্তিদের মনে আজীবন থেকে যাবে 🖤❤️
সহমত। 👍
Love you 😁
grth5hy
yes 😅
এক কথায়: "বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গান" 😍
Anyone Listening it in 2022? 😀
Asi
Yup
Since 2006.... till....................(infinity)
Yes
Yes
অনিকেত প্রান্তর Bangla band music এর অন্যতম একটি masterpiece❤
ভালোবাসা অবিরাম অনিকেত প্রান্তর এবং Artcell এর প্রতি
অনিকেত প্রান্তর।🙂🖤
হাজারো মানুষের হৃদয় কাঁপানোর জন্য ছোট্ট একটা লিরিক্সই যথেষ্ট।😇
স্মৃতির পাতায় (২০২৩) আজকের তারিখ টা রেখে দিলাম,কেউ হয়তো শত বছর পর এসে জানবে এই গানটার সাথে আমাদের আবেগ সম্পর্কিত ছিল!😌
সত্যিই✨
Hmm💔
😊😅😅😅
❤😅😢💔
আবেগ তো সেই ২০১০ এর আগে থেকেই, এই গানের আবেগের বয়স এখন ১৩ বছর যেহেতু এখন ২০২৩ সাল চলে।।।
১৫.৫ মিলিয়ন views । তার মানে ১ কোটি ৫০ লাখের বেশি বার মানুষ গানটি শুনেছে। সত্যিই অসাধারণ !!!! তারিখ : ২ নভেম্বর ২০২১। একটি স্মৃতি রেখে গেলাম। পরে দিয়ে কমেন্টটি দেখে স্মৃতিচারণ করতে পারব।
Not really. These are views. People like me gave this song over thousand views alone lol
Thik bolso vai ❤️🥰
2 December 2021
7 December 2021
😀😀😀
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল আয়াত ৭০ ] 🌹🌹🌹🌹
Eita ki bani likher jaiga?
R8
খানকির বাচ্চা তোরে কি ১৩ জন চুইদা বের করছে হারামির বাচ্চা
@@AdnanRifatZaman subscriber pawar dhadare vai🙃🙃
inshaallah
এই গানের এন্ডিংটা সবচেয়ে অসাধারন, মনে হয় যেন জীবনের সব সুখ দু:খ সংগ্রাম পেরিয়ে শেষবেলাটা পড়ন্ত বিকেলের সূর্যের মত দুরদিগন্তে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সমাপ্তি....... ❤
এটা গান নয়। হাজারো তরুনের হৃদয়ের কথা।💚♥
মানুষ যত ম্যাচিউর হতে থাকে ততই পুরানো গান গুলোর প্রতি আকৃষ্ট হতে থাকে বেশি💫🖤
ম্যাচিউর হতে হলে কি করতে হবে যানেন......
যদি ম্যাচিউর হতে চান তো আপনাকে বাস্তবতার স্বীকার হতে হবে,,,,
বাস্তবতাই পারে একটা মানুষকে ম্যাচিউর করতে
100 %Right thats i mean
100%
😅💫
right
যদি আপনি গানটি সার্চ দিয়ে শুনেন
তাহলে বুঝবেন আপনার রুচির গভীরতা অপরিসীম 🌻🌻❤❤
আমি ১০০% শিয়র যে ইউটিউব আপনাকে গাট না সাজেস্ট করে নাই, আপনি সার্চ দিয়ে এসে গান টা শুনতেছেন। 💔💔
Src diye😊
এমনে কেমনে কি,, সার্চ দিয়ে তো যেকোনো কিছুই শোনা যায়,, রুচির গভীরতা তখনই বোঝা যাবে যখন সার্চ না দিয়ে গানটি রেকোমেন্ডেশনে আসবে,,, কারণ একটা মানুষ যে ধরনের জিনিস দেখে TY তাকে তেমন ভিডিওই রেকমেন্ড করে
আশা করি বুচ্ছেন
@@LeoRadowanকিন্তু ভাই গানটাতো yt আমাক সাজেস্ট করছে এখন কি বলবেন??
@@Tahmidulislam18 right
এই গানটা আমি পাঁচ বছর আগে প্রথম শুনি,তখন বয়স কম ছিল তাই বাংলা ব্যান্ডের গান অতবেশি শুনতাম না
অনিকেত প্রান্তর গানটা অনেক লম্বা হওয়ার কারণে কখনো পুরোটা শোনা হয়নি
এখন পাঁচ বছর পর এসে পুরা গান শুনে মনে হচ্ছে আগে কেন শুনলাম না,কি গভীর অনূভুতি,কাব্যিক অর্থপূর্ণ কথা
প্রথমে বিশ্বাস হয়নি গানটা ২০০৬ এর
১৮ বছর পর পর ও গানটির জনপ্রিয়তা আরো বেড়েছে
আর্টসেলকে ধন্যবাদ এই রকম মাস্টারপিস উপহার দেয়ার জন্য
অনিকেত প্রান্তর 💔❣
তুমি আমার পরাধীন রাজ্যের 'জাতীয় সংগীত'
পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও 🖤
অনিকেত প্রান্তর আমার জাতীয় সংগীত ছিল 🌸
#Artcell
বিশ্বে কোটি কোটি সংগীতপ্রেমীর মধ্যে অল্পকিছু প্রেমিক এ গানের স্বাদ নিচ্ছে। বাকিরা কি 'মিস' করলো জানতেও পারলো না।
# ভালোবাসি গান, ভালোবাসি অনিকেত প্রান্তর।
যাদের এই গান তেমন ভালো লাগে না তারা কি এমন মিস করতিছে?😐
@@arshadulislam8124 তাদের এটা উপলব্ধি করার ক্ষমতা নেই বলেই তেমন ভালো লাগেনা।
হাজার বছর বেচে থাকুক, অনিকেত প্রান্তর, 🌹
সবার সুরে বেচে থাকুক, সবার মায়ায় গেথে থাকুক।
5-6 বছর পর শুনলাম! যাদের সাথে সুরে সুর মিলিয়ে গাইতাম তারা এখন কই পাশে নাই! তারা যেখানেই থাকিস সব সময় ভালো থাকিস এইটাই কামনা করি 2022🙏
হুম ভাই আমার ও একই সমস্যা😔😔
এখন বয়স মাত্র ১৯🙂
৷৷বেঁচে থাকলে শেষ বয়সে এসেও অনিকেত প্রান্তর সার্চ দিয়ে আবার শুনবো🙂
Search dewa lagbe na, Allah bachay rakhle emnitei suggesion a dekhabe, shekhan thekei shune niben...
🙂
❤️
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
TH-cam Link :-th-cam.com/video/kIVQoRtqf_w/w-d-xo.html
❤️
যদি বাংলা ইন্টারন্যাশনাল ভাষা হতো তাইলে অনিকেত প্রান্তর হতো পৃথিবীর শ্রেষ্ঠ গান❤️
Yaah 😊🌸
💯%
যা বলছেন 🥰
Absolutely right
Right
এ যেন এক মহাকাব্য 💫
গানটা যতবার শুনি ততবার গানটার প্রেমে পড়ে যাই 💝
প্রজন্মের তরে প্রজন্মে বেঁচে থাক অনিকেত প্রান্তর ☺️♥️
ভার্সিটি লাইফ শেষ। এখন আর গানটা কানে বাজে না। এমন কোন দিন ছিলো না যে গানটা শুনিনি, চায়ের টং, বাসে, ক্লাসের ফাঁকে,ট্যুর কিংবা পিকনিক কিংবা কতশত হয়ে যাওয়া ভার্সিটির প্রোগ্রামে 🙂🙂
Legend 🥰🖤
a voda asce kotha theke, gaja khaya protidin suni r o asce varsity niya.
@@Movies-eu1mi 😁😁😁
@বাটপার তোমার গার্লফ্রেন্ড বুঝি
আর্টসেল তুমি মাদকের চেয়েও ভয়ানক।
তোমাকে কখনো ছাড়তে পারবো না।
তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত
Lol
Pink floyd শুনো নেশার চেয়েও ভয়ানক
@@shahriaralrafi5438 amake Koyekta Gaan Suggest Koren
@@kazifardin1234 Apnar choice moton shunen! ❤
@@kazifardin1234 Comfortably numb, time, echoes, shine on you crazy diamond, wish you were here, high hopes, coming back to life
হয়তো আর ৩০-৪০ বছর পর আমরা অনেকেই থাকবো না গানটি ঠিকিই থাকবে 🙂 তখনও কি ঠিক আমাদের মতো করেই সবাই ভালোবাসবে গানটি 🙂 হয়তো বাসবে আর কমেন্ট পড়বে ❤ যদি কেউ সেই সময় শুনে থাকো যেনে রাখো আমাদের জীবনের সব চাইতে পছন্দের গান এটি 🙂 পুরো রাত এক গান দিয়ে কাটাই 🙂 এটা গান নয় মহাকাব্য ❤ মহাকাব্য কখনো শেষ হয় না ❤ বাংলা গানের জয় হোক ❤
Osadharon likhchen Vai
Valobashi 😍😍Aniket Prantor
Right bro...
❤❤❤
What is the meaning of this song? Please explain me.
আজ পর্যন্ত যতবার ঘুরতে গিয়েছি পাহাড় বা সমুদ্রে এই গান সব সময় আমার সাথে ছিলো ,প্রচন্ড খুশী অথবা মন খারাপের সময় আমার মাথায় নিজে নিজে এই গান বাজতে থাকে , শতাব্দীর সেরা গান বললে হয়তো বেশি বলা হবে না আমার জন্যে ❤️
পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও
অনিকেত প্রান্তর ছিল আমাদের যৌবনের জাতীয় সংগীত 🥀❣️
hudai
right
True
Ekdom
ঠিক ভাই
পরবর্তী প্রজন্ম কে জানিয়ে দিয়ে গেলাম আমাদের হৃদয়ের আরেক নাম ছিল অনিকেত প্রান্তর. কলকাতা থেকে বলছি. ❤❤❤❤. 06.05.2022🇮🇳🇮🇳
আমি কলকাতা জেতে চাই৷ কিন্তু কেও নেই৷ ওই খানে৷
আপনার৷ নাম্বার টা দেন৷ 🇧🇩
ভালোবাসা অবিরাম বাংলাদেশ থেকে
Malayon abal
@@doomguy51 tor dadar dadao malayon chilo g@n*du
@@doomguy51 শালা কাটার বাচ্চা।
ইউটিউব কখনো এই গান আপনাকে সাজেস্ট করবে না তারপরেও আপনি যে সার্চ দিয়ে অনিন্দ্য সুন্দর এই গানটি সুনছেন,আপনার রুচির প্রসংশা করতেই হয়❤️
Hmm...right😊
হুম🥰
Wrong
বহু বছর পড় আবার এই গানটি শুনার অদম্য ইচ্ছে নিয়ে সবার মাঝে রয়ে গেলাম.......😌
যৌবনের জাতীয় সঙ্গীত ছিল অনিকেত প্রান্তর ❤
Hmm
শুভ জন্মদিন অনিকেত প্রান্তর! 🖤
২০০৬ সালের পহেলা এপ্রিল মুক্তি পায় আর্টসেল এর দ্বিতীয় এলবাম 'অনিকেত প্রান্তর'।এর পর থেকেই মানুষ থেকে মানুষের হৃদয়ে পৌছাতে থাকে অনিকেত প্রান্তরের ভালোবাসা, হতে থাকে চিৎকার করে অনিকেত প্রান্তর গাওয়া🙂 সবার সাথে গলা মিলানো " আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস"
শুভ জন্মদিন
জানিনা গানটার মধ্যে কি এমন আছে..যখন প্রথম শুনেছি তখন থেকে ই পছন্দের গানের লিস্টে🥰
ভালোবাসার অনিকেত প্রান্তর❤️
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
TH-cam Link :-th-cam.com/video/kIVQoRtqf_w/w-d-xo.html
মাঝে মাঝে কেউ লাইক দিয়ে গানটি শোনার সুযোগ করে দিয়েন
আসো শুনি
~ এক ঘন্টা কাটানোর সবচেয়ে সহজ উপাই হচ্ছে চারবার "অনিকেত প্রান্তর" শোনা!🖤
#ARTCELL🤘
Ha vhai
Bolco thik brooo
@@wajidmahmud8405 ho vai💗
Thats r8
@@mariumnupur1438 Hoi vai
দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ ...
Happy birthday Artcell ☺️❣️.
এমন হাজারো জন্মদিন আসবে তাও ভালোবাসা আগের মতোই থেকে যাবে আর্টসেল এর প্রতি
গানটা যতই শুনি ততই ভালো লাগে।মাঝে মাঝে কেউ লাইক দিয়ে গানটা আবার শোনার সুযোগ করে দিয়েন।
১৬ মিনিট ২১ সেকেন্ড কিভাবে গেছে বলতে পারলাম না।🤞
আসলেই গানটার মাঝে কিছু একটা আছে যার মাঝে হারিয়ে যায় শত শত বেদনাশক্ত বেওয়ারিশ লাশ🙂🙂
সেলুট জনাই তাদেরকে যাদের রাজ্যের জাতীয় সংগীত অনিকেত প্রান্তর 🤞❣️❤️
বালক / বালিকা,
তোমরা যারা হয়তো আরো হাজার বছর পরেও এই গানটি শুনছ,মনে রাখবে এতো আধুনিক আমরা ছিলাম না, কিন্তু এই গানটি আমাদের বুকেও আলোড়ন তুলেছিল, যেমনটা তোমাদের বুকেও তুলছে।
বাংলাদেশের ইতিহাসের এই মহাকাব্যের যত্ন নেওয়ার দায়ীত্ব তোমাদের।
মাহদী
০১/০৬/২০২০
Thousands yr world thkbe naki sondeho😴🤣😂
@@user-sp5io9of3e jodi thake tahole....
@@abdullahmahdy5865 20/08/2024 ,2:46AM
চির নতুন আর প্রিয় হয়েই থাকবে অনিকেত প্রান্তর।। ❤❤❤
শুভ জন্মদিন "অনিকেত প্রান্তর"।
১৪ বছর আগের আজকের এই দিনে কালজয়ী গানটির সৃষ্টি।
যে গানের লিরিক্সের স্ক্রিপ্ট হাতে নিয়ে ব্যান্ডের সবাই ৪ দিন হাসাহাসি করেছিলেন, কে জানতো সেটিই হতে যাচ্ছে ব্যান্ডটির সিগনেচার সং!
ঘটনাটা পুরো বলা যাবে? মানে তুচ্ছতাচ্ছিল্য করার পরেও কিভাবে এটি গানে রুপ পায়?
Vaiya puro kahini tah bolle valo hoto🙂
@@mohammedabdulawalfarves922 প্রায় সব শ্রোতার মনেই আর্টসেলের "অনিকেত প্রান্তর" গানটির দৈর্ঘ্য ও এর প্রকৃত অর্থ নিয়ে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের জট খুলতে আর্টসেলের ভোকালিস্ট লিংকন এর ইন্টারভিউ হুবুহ তুলে দিলামঃ
আমাদের এক বন্ধু রুম্মান আহমেদ। ওর চমৎকার লেখার ক্ষমতা আছে, কিন্তু ওর চিন্তা ধারা এবং গানে শব্দচয়ন একটু ভিন্ন ধাঁচের, যাকে কঠিন বলা যেতে পারে। সে একদিন প্রায় ৪ পাতার এক লিরিক নিয়ে আমাদের চারজন-আমি,এরশাদ,সাজু আর সিজানের কাছে নিয়ে আসে। লিরিকের ল্যান্থ দেখে তো আমাদের চোখ কপালে ।এত্ত বড় লিরিকে সুরই বা কীভাবে বসাবো আর গাইবোই বা কীভাবে।
কিন্তু রুম্মান আমদের গানটির ভেতরের কথাগুলো স্পষ্ট করে বোঝালো। গানটির ভেতরকার কথাগুলো প্রত্যেক মানুষেরই মনের কথা হতে পারে। গানটির থিম আমাদের খুব ভাল লাগল। লিরিকটাতে প্রাণ দিয়ে গানে পরিণত করার এক ইচ্ছা আমাদের চারজনের মনে গেঁথে বসলো।
ইচ্ছে থাকলেই তো হবে না; ৪পাতার বিশাল লিরিকটাকে গান বানানো তো আর যা-তা কথা নয়। তখন আশার বাণী হিসেবে সিজান ভুবনবিখ্যাত ব্যান্ড ‘ড্রীম থিয়েটার’র ‘চেঞ্জ অব সিজনস’ গানটির উদারণ টানলো,ঘড়ির কাটাতে যার সময় ছিল ২৩ মিনিট। গানটা শুনে বিরক্তি তো আসেই না, বরং একটি লাইনের পর অথবা একটি কম্পোজিশনের পর আরেকটি শুনলে মনে হয় যে, ঠিকই তো, এরপর তো এইটাই হওয়ার কথা ছিল অথবা এই তালটার পর ওই তালেরই আসার কথা ছিল। মনে হলো, ২৩ মিনিটের সেই গানটি এমন বিখ্যাত হতে পারলে, রুম্মানের এই লিরিকেও গান বানানো অসম্ভভ নয়।
তো এই গানটা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করলো। আমরা দিন-রাত এই ‘চেঞ্জ অব সিজনস’ গানটা বাজানোর চেষ্টা করতাম-বাজাতাম। এরপর প্রায় এক বছর আমরা এই গানটা নিয়ে কাজ করি। একটা সময় মোটামুটি গানটা হাতে এসে পড়লো। তখন আমরা রুম্মানের সেই ‘৪ পাতার লিরিককে’ গানে পরিণত করার উদ্যোগ নিলাম।
মূলত এরশাদ ও সেজান মিলে লিরিকটিতে একটা সুর বসালো। আমি আর সাজুও বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছিলাম। এবার বিরাট এ গানটা গাইবার পালা। গানটা গাইলাম; আর্টসেলের দ্বিতীয় অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবেই গানটা রিলিজ পেলো - ‘অনিকেত প্রান্তর’।
অনিকেত প্রান্তর’ শব্দটির অর্থ ‘No mans’ land’। রুম্মানের লেখা ‘অনিকেত প্রান্তর’ লিরিকটি মানুষের ‘অনিকেত প্রান্তর’ বা ‘No mans’ land’র চিন্তা-ভাবনা নিয়ে লেখা। দু’দেশের মাঝখানে এমন একটি মালিকানাবিহীন জায়গা- ‘No mans’ land’ থাকে, যেখানে চলে না কারও নিয়ম-শৃংখলা, রীতি-নীতি, বিধি-নিষেধ, তেমনি প্রত্যেক মানুষের মাঝেও একটি করে ‘No mans’ land’ থাকে। সেই ‘No mans’ land’ দাঁড়িয়ে, সেই স্বাধীনতার তাড়না থেকে এই গানটি লেখা। মানুষ স্বাধীন হলেও স্বাধীনভাবে তার সব স্বপ্নকেই জীবন দিতে পারে না। কিন্তু কেবল অনিকেত প্রান্তরে দাঁড়িয়েই সে তার স্বপ্নগুলোকেই স্বপ্নে হলেও জীবন দিতে পারে। বাস্তবে হয়তো সেগুলো ‘স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা, নষ্ট গান’ হয়েই ঝড়ে যায়।
@@99_GENERAL ধন্যবাদ
শুধু ব্যান্ডটির না, পুরো বাংলা সংগীত জগৎ এর
8:06-11:02 এই অংশটুকু যেন অন্য জগতে নিয়ে যায়.... বাংলাদেশের বাসিন্দা নই তবূ আফশোস হয় যদি এই বাংলা অখন্ডই থাকতো তাহলে একসাথে কাঁধ মিলিয়ে গাইতাম অনিকেত প্রান্তর ❤️
আপনার মন্তব্য টা খুব ভালো লাগল।সত্যিই যদি তাই হতো তাহলে বাঙালি আজ শত শত গুণ বেশি সমৃদ্ধ হতো।
Most welcome Dada
@@fahimmuntasirnabil9241 ধন্যবাদ
আপনাদের ফসিলস ও 4WD ভাল
দুই বাংলাকে কখনো আলাদা করে দেখবেন না দাদা কারণ আমরা একই মায়ের দুই সন্তান। এই গানের ভাষাটা আপনার আমার ই মায়ের ভাষা So, একসাথে কাধে কাধ মিলিয়ে গানটা গাওয়া যেতেই পারে।😊
আজকের তারিখ ২৬-০৩-২০১৯।
আমি এইটুকু নিঃসন্দেহে বলে দিতে পারি,
২০৭০ সালের পরেও আমার মতো কোনো এক ছোকরা “অনিকেত প্রান্তর” শুনতে এখানে আসবে।
গান শুনতে শুনতে কমেন্ট পড়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সেও ঢুকে পড়বে। একটা সময় আমার এই কমেন্টটাতে তার চোখ আটকে যাবে।
যদি তুমি সেই ছোকরা হও তবে শুনো,
আমাদের এই বাংলাদেশে একটা আর্টসেল নামের ব্যান্ড আছে।
আর সেই ব্যান্ডের কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে একটি হলো এই ‘অনিকেত প্রান্তর’।
Khuboi vlo lage
Hmm...asolei akta osadaron gan
Eh! Like eto shosta? Comment paila jodio
My birthday
কমেন্ট এর দিলাম। কেউ ওক সময়
একটা মানুষের মন কতটা, রুচিশীল এবং সুন্দর হলে এই গান শুনতে আছে। 💟🤍😍
হয়তো আজ থেকে কিছু বছর পর আমার মতো এক মধ্যবিত্ত পরিবারের ছেলে দিন শেষে কেনো এক নির্জন স্থানে বসে এই গানটা শুনে তার মনের সব দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করবে😊
😔🥺💔
💔🙂আমি মাঝে মাঝে মাঠে বসে শুনি বেশ ভালো লাগে
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
TH-cam Link :-th-cam.com/video/kIVQoRtqf_w/w-d-xo.html
Moddhyobittora pubg gamer na
Hm
২০০৬ সালের ১ লা এপ্রিল মুক্তি পায় অনিকেত প্রান্তর...
দেখতে দেখতে ১৮ বছর পার হয়ে গেলো...
আজ ১ লা এপ্রিল ২০২৪...
ভালোবাসার অনিকেত প্রান্তর🤍💜
Hmm
আমার একটা পছন্দের গান কিন্তু আমার বয়স এর চেয়ে ও বেশি বয়স এই গানের 🙃🙂
2024😊
আমার জন্মের আগের গান😅
@@TOPUAI30 same
ডাউনলোড থাকা সত্ত্বেও অনিকেত প্রান্তর আমার এখানেই শুনতে ভালো লাগে। সাথে কত আর্টসেল প্রেমীদের নীরবের সে অব্যক্ত ভালোবাসা🖤
Same amiio, view baranor jonno dine
Onk bar shuna hoy...
দিনে অন্তত একবার গানটি না শুনলে মনে হয় কিছু এক্তা বাদ পরে গেছে, গানটি আমার মনে অমর হয়ে থাকবে.
Love for "ARTCELL"❤
বাংলা যদি বিশ্বের ওয়ার্লড ওয়াইড ভাষা হত তাহলে নিসন্দেহে অনিকেত প্রান্তর সর্বকালের সেরা গান নির্বাচিত হতো!
vai sera ekta kotha bolsen
Akmot....akdom ami
vi sera akta hoto..but sorbo kaler sera aro onek gan ace but yaaa oniket prantor is love
আবেগে বলে ফেলেছ এটা জানি, কিন্তু বলতে হবে তুমি একজন কুয়োর ব্যাঙের পরিচয় দিলে। সর্বকালের সেরা গান যদি শুনতে চাও তাহলে কুইনের Bohemian Rhapsody , জন লেননের Imagine , লেড জ্যাপলিনের Stairway to heaven এর গানগুলো লিরিক পড়ে শুনো এবং সেগুলোর অর্থ উদ্ধার করো, তাহলে বুঝতে পারবে।
🖤🖤
যে ৩০০০ সালে শুনছ তাকে অভিনন্দন....
শ্রদ্ধা জানাই তোমার রুচিবোধকে...💓
ভাই আমি ২০০০ সালে শুনতেছি😃
Osthir Chilo comment ta
ঐ সময় আমরা মরে আমাদের শরীরটাও মাটিতে মিশে বিলীন হয়ে যাবে ব্রো
মৃত্যু
Ami 2020 theke bolchi bro😀
এই গানের টোনটা কোন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। একটা ইমোশন কাজ করে এই টোনটা শোনার সময় ❤️❤️😢
সত্যি বলছি , এটা একটা কালজয়ী গান । গায়ে আমার কাঁটা দিয়ে উঠছিল । এবং এটাও অনুভূত হলো যে , একটা কাঁটাতার বাঙালি কে কখনও আলাদা করতে পারবে না । বাঙালি কে বেঁধে রাখবে তার নিজের সংস্কৃতি "বাংলা সংস্কৃতি'" । এভাবেই বেঁচে থাক বাংলা ভাষা , তার সৃজনশীল , প্রতিভাবান সন্তানদের আদর ও পরিচর্যায় । 💘 আর্টসেল ।ভালোবাসা রইলো পশ্চিমবঙ্গের হুগলী থেকে ।🇮🇳🇮🇳
Ei bidaye orginal track re-uploaded :
th-cam.com/video/DV4AUG4XMhc/w-d-xo.html
দাদা ওরিজিনাল বাঙালি ত আমরা বাংলাদেশিরা..আপ্নারা ঘটি,হারবাদাইম্মা কিপটা 😂😁
@@extraction6859 বাঙালি তো বাঙালিই,,কলকাতার দাদাটাও বাঙালি, আমরা বাংলাদেশিরাও বাঙালি 😑 এখানে অরজিনিয়াল আবার কি? হয়তো তারা একদম শুদ্ধ বাংলা ব্যবহার করে, কিন্তু ভাইরে ভাই বাঙালি এক জিনিস 😂 পুরান টুথব্রাশ চুলে কলপ দেয়ার জন্য রেখে দেয় আমাদের নানা-নানি, হোক সেটা বাংলাদেশ অথবা কলকাতা 😅
@@sourav4071 এত সুন্দর ভারত কিন্তুু কলকাতার মত মাদারচোদ খুব কমেই আছে...
@@extraction6859 ভাই শুধু শুধু ছোট করবেন না কাউরে 😑 আমাদের এখানেও কম নাই🤣 দুনিয়া মাদারবোর্ড থি, থা, রেহেগি😆
১৬ বছর বয়সে ১৬ বছর পুরোনো ১৬ মিনিটের অনিকেত প্রান্তর শুনছি।
হৃদয় ছুঁয়ে যায়।যখনি গানটা শুনি প্রত্যেক বার ই নতুন লাগে🥰🥰
Same Amdr birth time er song agulo tarpor o akhn o oto Bangali shunaw nai aishob masterpiece song gulo...!🙂shobai shudu oi oporadi and etc... Er fan🤧
Amio vai💕
💔🖤
Hiii
আমিও
গভীর রাতে অন্ধকার ঘরে কানে ইয়ারফোন সাথে "অনিকেত প্রান্তর" আহা কি অনুভূতি ☺ বলার মতো কিছু নেই ❤
স্মৃতি রেখে গেলাম : ৫/৩/২০২২
আমি একা
@@ShihabxBUTE ভাই গানটি শুনেন সব একাকীত্ব কেটে যাবে ♥
10/3/2022
4:50 Am🙂
আমিও একা ১৬/০৩/২০২২
17/03/2022
12:42 am
দুটো মানচিত্র একে, দুটো দেশের মাঝে
বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ🖤🙂
সাধারণত প্রায় সব গানই দেখা যায় ৪-৫ মিনিটের হয়, কিন্তু এই অনিকেত প্রান্তর ১৬:২১ মিনিটের একটি গান শুনতে শুনতে কিভাবে যে এতোটা মিনিট চলে যায় তা বুঝাই যায়না,তাও আফসুস থাকে ইসসস গানটা আরেকটু লম্বা হলেও পারতো। আজ ১৭মার্চ ২০২১ জাতির জনক বঙবন্ধুর ১০১ তম জন্মদিনে এই কমেন্ট টা রেখে গেলাম, হয়তো আরো ১০০ বছর পরে আমাদের আগামী প্রজন্মরা এই গানটি শুনতে এসে কমেন্ট গুলো পড়ে ভাববে যে ১০০ বছর আগেও গানটির জনপ্রিয়তা এত বেশি ছিলো❤️
Asadaron
Vaiya Aurthohin er sath din song ta shunen☺
এটা যৌবনের জাতীয় সংগীত।।।
অবিরাম ভালোবাসা
আর্টসেল 🦓🌷🌷🌷
Artcell🖤❤️
দুই বছর আগে গানটি শুনতে এসে কমেন্টটি লিখেছিলাম আর এখন আবার দুই বছর পর শুনছি❤️❤️
২০০৬ সালে মুক্তি পায় "অনিকেত প্রান্তর" আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ২০৬৬সালেও কোন এক ছোকরা "অনিকেত প্রান্তর" শুনবে আর আমাদের কমেন্ট গুলো পড়ে দেখবে।
Ktha khan kintu thik🥰🥰🥰🥰🥰
Thik bolcen vai
Yes bruh❤️
মশাই ...thokon TH-cam thakbe nah aj jemon radio keu sune nah
@@mksiam00 agreed somewhat. But this song will live longer than that i believe,.... may be another media.
2006 সালের ১ লা এপ্রিল মুক্তি পায় অনিকেত প্রান্তর।। দেখতে দেখতে 18বছর।। আজ 16oct 2024 ভালোবাসার অনিকেত প্রান্তর 🖤💚
"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে"মিশে আছে অনুভূতিগুলো....!❤️
এতটা মিশে যাবে জীবনে ভাবিনি কোনোদিন।😌
কিছু বাস্তবতা জীবনে মিশে যায় এই গানের লাইনের মতো.....!! দুটো মানচিত্র যেদিন একসাথে মিশে যাবে সেদিন.....আবার ফিরে আসবো এই কমেন্ট বক্সে।
"অনিকেত প্রান্তর"
আপনার মনের আশা পূরণ হোক ❤️❤️❤️❤️
আপনার মত সবাই যদি বুঝতো
কত ভালো না হতো
একটি গানে একটি দেশ পরিবর্তন হয়
একটি ব্যাপোরা সরকার দেশ কে রসাতলে নিয়ে যেতে পারে আমরা কলকাতার মানুষদের কে যতটা ভালোবাসি আমাদের কে তারা তোতটা ভালোবাসে না
❤️
Kothagulo sotti khub shundor
আমি এপার বাংলার বারাসাত সংলগ্ন মধ্যমগ্রাম থেকে বলছি।
ওপার বাংলার মানুষদের জন্য অনেক ভালোবাসা রইলো। 💐
ক্লাস 9 এ গানটা শুনা স্টার্ট করলাম, যখন ক্লাস 10 এ উঠলাম টানা দুই বছর গানটা কিছু বুঝছি মাত্র! কিন্তু একপর্যায়ে এসে গানটা অনুভব করেছি ....
আসলেই অনুভূতি গুলো কিভাবে যে মিশে থাকে যা দু'চার লাইনে লেখা সম্ভব নয়, সকলেই ভালো থাক❤️
আজ জানুয়ারি 1তারিখ 2024 সাল, বছরের প্রথম দিন সুনছি, 24সালের পর এসে যারা সুনে যাবেন, একটি করে লাইক দিয়ে যাবেন, আপনাদের নোটিফিকেশন পেয়ে বারবার সুনে যাবো❤
আমি 15Jan2024 এ
2024-01-14❤️🖤
01-17-2024 ❤❤
গান শুনতে এসে আমায় একটা লাইক দিয়েন আমি আবার শুনবো 😅
❤ 28 February 2024 ❤
মনে অনেক ক্লান্ত নিয়ে এই গান শুনে আবার জীবন যুদ্ধের জন্য প্রস্তুত!
একদিন হইতো থাকবো না কিন্তু কমেন্টটি এক কোনায় পরে থাকবে। কতটা আবেগ দিয়ে শুনতাম এই লিরিক্সটা।
অনুভূতির এক স্বচ্ছ আলো
- অনিকেত প্রান্তর
২১-১০-২০২১ ইং
Hithas..
Hmm
"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিরগুলোর ব্যবচ্ছেদ"
২০১০ থেকে শুনছি পুরনো হবে না🖤
This song never gonna be a old song sister...
Amio 2010 theke suni ❤❤❤
এখনো কি গান টা শুনেন?
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Best comment ever
Perfect comment for oniket prantor
Dude that's a nice one (^_-)
কমেন্টটা ভাল্লাগছে
Exactly 👌👌👌
Vaiya u r r8 ami akhon apnar moto ai songta suni...love you and artcell also love you all
জগত বিখ্যাত গান, কথা & সুরের তুলনা হায় না!🖤
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে🌸
বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ...!!🌺🥀
I love your smile ....🥰🥰🥰🥰 Asha kori konodin jano dekha hoi apnr shthe
Rply deban plzzzz ? Kokhno karo rply paine 😓😓😓😓
Tumi oto karap kano
@@seamahmed2590 🐸🤣🤣
@seam vai apni og simp
আমি ভারতের পশ্চিমাবাদ থেকে বলছি। আমার দাদুর অনেক ভাইরা বাংলাদেশে চলে গিয়েছিল দেশ বিভাগের সময়।বাংলাদেশের এমন গানগুলো শুনলে মন চায় সেখানে গিয়ে লাইভ কনসার্টে গলা মেলায় "দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে"।লাভ অল বাংলাদেশিজ অল্ড ব্যান্ড সং।❣️❣️
❤️❤️❤️
ভালোবাসা নিরন্তর ব্রাদার
6
Aahes ar gan sunsen apni?
Oi ta o Banglades ar manuser akta valobasha ❤️❤️❤️❤️❤️
@@nejumarafat7826 hmm
বয়স বাড়ে,বাস্তবতা ঘিরে ধরে এবং আমরা ম্যাচিউর হই।
মহাজাগতিক পুরনো গানগুলো বুঝতে শিখি,অনুভব করতে শিখি এবং জীবনের সাত্বিক সত্যের সাথে মিলতে দেখি।
অনিকেত প্রান্তর 🦋
মহাকাব্যটির প্রত্যেকটা লাইন যেন সারা জীবনের অপূর্ণ আক্ষেপগুলোর স্মারকলিপি রচনা করে
(তবু তোমার ভাঙ্গা স্মৃতি ছেড়া সপ্ন দুমরানো খেলাঘর,ছেড়া আকাশ ভাঙ্গা কাঁচে,আলো আর অন্ধকার তোমার)🌸
হৃদয়ে আর্টসেল 🫶
“কাঁটাতারের এপাশ থেকে অবিচ্ছিন্ন আবেগ..…… ভালো থাকুক বাংলা”
হে অনাগত, নবীন 😍
তুমি শুনছো এই গান?
তোমার রুচিবোধকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এই গান বেচে থাকবে শত-সহস্র বছর,সুরুচি সম্পন্ন শ্রোতাদের কাছে ✌
Right vai
Always youthfulness . With
ধন্যবাদ অনিকেত প্রান্তর, ১৬ বছর ধরে, ১৬ মিনিট ২১ সেকেন্ডে, তুমি হাজার জীবন্ত লাশগুলোকে বাচিয়ে রেখেছো,❤️❤️
ধন্যবাদ অনিকেত প্রান্তর, ১৬ বছর ধরে, ১৬ মিনিট ২১ সেকেন্ডে, তুমি হাজার জীবন্ত লাশগুলোকে বাঁচিয়ে রেখেছো🙂❤️
Je vai
শেষ পর্যন্ত মানুষটা ফাঁসির দড়িতে ঝুলতে থাকলো কি!!! 14:50
একেকজনের জীবনের বাস্তব অভিজ্ঞতা একেক রকম। আমার ঐরকম মনে হইলো। Please, can anybody prove me wrong? 🥺🥺
শুভ জন্মদিন "অনিকেত প্রান্তর"
শুভেচ্ছা জানাই "Artcell" কে
এভাবেই বাচিয়ে রেখো হাজারো জিবন্ত লাশ গুলাকে....💔💜
যতই দিন যাচ্ছে গানটার প্রতি আবেগ ততই বাড়তেছে।
সস্তির কথা হলো ;
এই মহাকাব্যটিকে মানুষ অনেক পরে হলেও চিনেছে ☺️❤️
Oniket Prantor || অনিকেত প্রান্তর || Mojammel Haque (শাওন) || Bangla Cover Song 2021
TH-cam Link :-th-cam.com/video/kIVQoRtqf_w/w-d-xo.html
আর্টসেলের এ গানটি শুনুন
m.th-cam.com/video/YbEpxaUEyEo/w-d-xo.html
শুভ জন্মদিন আর্টসেল!
@Artcell Official - Oniket Prantor (Lofi Remix) Mashuq Haque × Ahmed Souren
Ln - th-cam.com/video/aVUi3okpLk8/w-d-xo.html
এটা কোন মহাকাব্য