নজরুল তার প্রেমিকাকে ডাকলেন ’ভিখারিনী, বেলা-শেষের রাগিণী, ঝড়ের পাখি, মানিনী, যাদুকরী, স্বপন-মরু-চারিণী’ । এত নামে ডাকার পরে কবি আবার প্রেমিকাকেই জিজ্ঞেস করছেন “বলো, কোন প্রিয় নামে ডাকি?” ছোট্ট এই সঙ্গীতে আবার প্রেমিকার চোখের প্রশংসা করলেন এবং নিজের বুকের ব্যাথাকে জাস্টিফাই করলেন। যাকে আপনি পাবেন না জেনে ভালোবাসেন, তাকে চোখের সামনে দেখলে কতই না অসহ্য যন্ত্রণা হয়! নিজের ভাবতে গেলে চোখ হয় অশ্রুসজল। কবি তার প্রেমিকাকে ধরে রাখতে গিয়ে যে কনফ্লিক্টে ভুগছেন তা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি লাইন দিয়ে বুঝিয়েছেন ’’বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে, চোখে যদি রাখতে চাই বুকে উঠে ব্যথা ভ'রে“
ভাইরে ভাই, কাজী নজরুলের এ কেমন সৃষ্টি।দিনকে দিন বিদ্রোহী কবিকে আবিষ্কার করি।কি গভীরতা, কি শব্দচয়ন,কি হৃদয় হরন করা অর্থ। একটি দেশের সংস্কৃতিকে শতবছর এগিয়ে দেয়ার মত কবি আমাদের নজরুল।
“মিনতি ভরা আঁখি, কে তুমি ঝড়েরও পাখি। কি দিয়ে জুড়াই ব্যাথা, কেমনে কোথায় রাখি। কোন প্রিয় নামে ডাকি!” কেবল নজরুলই এত গভীর অনুভূতি এত সুন্দর ও সহজভাবে প্রকাশ করতে পারেন!
Have you ever loved someone so much that you don’t even know what name to call them? You can't figure out which sweet name suits them the best? It's very clear that Nazrul was deeply in love when he wrote this masterpiece. The lyrics are extremely powerful.
প্রিয় কবি নজরুলের লেখা তাঁর নিজের কন্ঠে গাওয়া গানগুলো শুনলেই বুঝা যায় কতটা আবেগ মিশিয়ে তিনি এসকল সৃষ্টি করেছিলেন। বিশেষ করে “পাষানের ভাংগালে ঘুম” এবং “দাড়ালে দুয়ারে মোর” গান দু’টি উল্লেখযোগ্য। দাড়ালে দুয়ারে গানটি খুব সম্ভবত দাদরা তালে, রাগ প্রধান ধাঁচে তৈরি। একসময় আমাদের এই প্রিয় কবি নিজের ও পরিবারের ক্ষুধা নিবারণের জন্য এসকল অনবদ্য সৃষ্টি নিজে রেকর্ড করে তুলে দিয়েছিলেন গ্রামাফোন কোম্পানিগুলোর হাতে যা ওইসময় নাটক ও বিভিন্ন ভাবে কোম্পানিগুলো প্রচার করেছিলেন। তবে কাজী নজরুল ইসলামের নিজস্ব রেকর্ড গানের মায়া অনেকেই ঠিক ওভাবে আনতে না পারলেও বিভিন্নভাবে এক হওয়ার চেষ্টা অবশ্যই করেছে। বলা বাহুল্য যে আমাদের দেশের জাতীয় কবি হওয়া সত্ত্বেও এখনকার প্রজন্ম ঠিকঠাক চর্চার ধারেকাছেও যায় না। নজরুল আমাদের অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন, যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রমশঃ হারাচ্ছে। আমি ব্যাক্তিগতভাবে কোক স্টুডিও বাংলার সম্পূর্ণ দলটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইতিহাসগুলো পুনরায় আকর্ষণীয় করে তোলার জন্য।যথেষ্ট ভালো কাজ করছেন, এধারা অব্যাহত রাখবেন। ভালোবাসা ❣️ জানবেন পাহাড় সমুদ্র-সৈকতের শহর চট্টগ্রাম থেকে 🇧🇩🇧🇩 আগেও বলেছি আবার বলছি চট্টগ্রামে একটা কনসার্ট চাই কোক স্টুডিও বাংলা দলের।
জ্ঞানের গভীরতা কতটুকু গভীর হলে এরকম কাজী নজরুল ইসলাম তৈরি হয় তাই ভাবি বসে বসে। গানটাকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুন রুপ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ কোক স্টুডিওকে এবং শিল্পী সহ সেটের প্রত্যেক সদস্যকে❤
আমাদের প্রাত্যহিক জীবনের অসংখ্য ঝড় ঝঞ্ঝা , ব্যাথা বেদনা কষ্টের মাঝে হঠাৎ করে এই অসম্ভব সুন্দর নজরুলগীতির পরিবেশনা যেনো হৃদয়ের রুক্ষ মরুভূমিতে কয়েক পশলা শীতল বর্ষার প্রলেপ বুলিয়ে গেলো। এই গান সেই যুগ যুগ ধরে চলে আসা প্রণয়ীদের হৃদয়ের কাকুতিবার্তা বহন করে আনে। যুগ যুগ ধরে মানুষকে ভালোবাসতে অনুপ্রাণিত করে।
যত শুনি তত হায় পিপাসা বাড়িয়া যায়! যার লেখনীতে প্রেমের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে সেই কবির গভীরতা ,আবেগ বোঝা কি এতটাই সহজ ? We speak more when we don't speak! অসাধারণ পরিবেশনা ❤
আমি খালি ভাবতেছি নজরুলের মধ্যে কত্তো ভালোবাসা,আবেগ আর দরদ ছিলো তার প্রেয়সীর জন্য, যা তিনি তার লেখনীতে প্রকাশ করেছেন, এতো মাধুর্য কথায়! আহা! কি সুন্দর উপস্থাপন সবার! শুনেই যাচ্ছি,তো শুনেই যাচ্ছি
হয়তো প্রেম আর বিদ্রোহ মুদ্রার এ পিঠ ও পিঠ নয়। হয়ত একে অপরের পরিপূরক। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন, তাদের চিন্তা, কথায়, কাজে যদি প্রেম না থাকতো, তাহলে হয়তো ন্যায় বলে কোনকিছু বিরাজ করতোনা।
কি অসম্ভব সুন্দর উনার সৃষ্টিগুলো। উনি কবিতার মাধ্যমে শরীরের রোম যেভাবে দাঁড় করিয়ে দিতে পারেন ঠিক সেইভাবে 'দাঁড়ালে দুয়ারে মোর' এই সৃষ্টিগুলো দ্বারা ওই জ্বলন্ত বিদ্রোহী মনের মধ্যে প্রেমের জাগরণ ঘটাতে পারেন। কি গভীরতা উনার কাজগুলোর মধ্যে। আমাদের এক নক্ষত্র 'কাজী নজরুল ইসলাম'।
অসামান্য! ভাষায় ব্যক্ত করা যায়না! আমার পূর্বপুরুষের জন্মস্থান এই সোনার বাংলা. আজ অনেক দূরে পশ্চিমবঙ্গে বসে অনেক ভালবাসা পাঠালাম পুরো দেশকে আর সমগ্র বাংলাদেশী ভাই বোনদের..
Finally, people are getting the true taste of Nazrul's Art.......He is undeniably the best Poet in Bangladesh...There is never a single scope of disappointment in his Artistry.....He will always be in our heart
Coke Studio র সবগুলো গান ই সুন্দর but this song hits different. অসম্ভব সুন্দর পরিবেশনা... এত্তো সুন্দর studio, just WOW! বাংলাদেশের কোনো গানের সেট এত্তো বেশি সুন্দর হতে পারে, এটা এতোকাল অকল্পনীয় ই ছিলো. Every single artist in this song, just nailed it. যতোবার শুনি, ততোই মুগ্ধ হই. মাশাল্লাহ.
অসম্ভব সুন্দর আয়োজন। নিঃসন্দেহে অনন্য। কিন্তু বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে আমি বরাবরই সচেতন থাকার চেষ্টা করি। ইশানের কণ্ঠে এই গানের প্রথম শব্দের উচ্চারণটাই আমাকে কষ্ট দিয়েছে। সবাই হয়তো ভাববেন ভাল কিছু সৃষ্টি হলেই সমালোচনা করি - ভাবতেই পারেন। কিন্তু আমি প্রতিদিন কোক স্টুডিও বাংলার সকল গানই অসংখ্য অসংখ্যবার করে শুনতে থাকি। এই গানের বেলাতেও তার ব্যত্যয় ঘটছে না। কিন্তু কর্তব্য মনে করে বলছি, শিল্পী ইশানের ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর উচ্চারণের নিয়মিত চর্চা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এই গানে যতগুলো শব্দে ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর ব্যবহার আছে তার সবগুলো শব্দেই ভুল উচ্চারণ করেছেন। অর্থাৎ তিনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করছেন না এবং ড়-এর উচ্চারণ করছেন র-এর মতো। শিল্পী ইশানের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও শুভকামনা রেখে বলতে চাই - ‘ভাই, এই উচ্চারণ গুলো একদম ঠিকঠাকভাবে করতে পারলে আপনার গান আরও একমাত্রা উপরে উঠে যাবে। কোক স্টুডিও বাংলার প্রতেকটি মানুষকে ভালবাসা জানাই। সৈয়দ মাসুম রেজা সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর।
কি মধুর সৃষ্টি। পৃথিবী যতদিন আছে এই গান বেচে থাকবে। এতটা মায়া আর দরদ দিয়েই গানের কথাগুলো যা জীবনে নবসঞ্চার আনে, হৃদয়ে বয়ে সুখানুভব। হে কবি অমর তুমি তোমার সৃষ্টি।
কবি নজরুল আর তার শব্দচয়ন৷ ১০০ বছর পরেও বাঙালিকে মুগ্ধ করছে। গর্ব করি বাঙালি হিসেবে কারণ,এই ধরণের গান কোন সাবটাইটেল ছাড়াই শুনতে পারছি। ধন্যবাদ কোক স্টুডিও কে। ❤️
The part "কে তুমি যাদুকরী?" hits different! নজরুলের গানগুলোতে যেনো অন্যরকম একটা ভাব থাকে! ধন্যবাদ কোক স্টুডিও কে, যারা এই জেনারেশনকে নজরুল সঙ্গীত কতোটা শূভ্র আর সুন্দর সেটা উপলব্ধি করাচ্ছে🥰
There isn’t a single day I don’t hear this song. It makes me realise how love can be beautiful and precious without getting love. This song made me felt that love can absolutely be one-sided and still can be very beautiful ❤️
বাবার কাছে গান টা শিখেছিলাম💗 এখনো মনে আছে,,,,অনেকদিন পর নতুন কোনো শিল্পীর গান ভালো লাগলো,। বাবাকেও শুনিয়েছি। চুপচাপ গম্ভীর। ভালো লাগল যখন বাবা শুয়ে শুয়ে আঙ্গুল দিয়ে হালকা হালকা তাল দেয়া শুরু করলো 💗,,,সঙ্গীতের সাথে কানেকশন টা এখানেই।. একটা গানকে সেইভাবে Present করতে পারলে পুরোনো দিনের মানুষগুলোও এখনকার নতুন শিল্পীদের কদর বোঝে।মডার্ন গানগুলোর মাঝেও সত্যিকারের গুনী শিল্পীগুলো একটু নজর পায়😌
আপনি চলে যাওয়ার আজ ৯ বছর হতে চললো। যখনি আপনায় মনে করি তখনি শুনি আমার আপনার প্রিয় গান। বেশিদিন নাই বোধহয় আমিও চলে আসবো এরপর একসাথে জান্নাতের শিউলিতলায় বসে শুনবো। ওইপাড়ে ভালো থাকবেন পূর্নিমার্জামিনী🌸
নন্দিতা এবং ঈশানের কেমিস্ট্রি অসাধারণ। অগণিত বার গানটি শুনলাম। কোক স্টুডিওর সমগ্র মিউজিশিয়ান টিমকে অন্তরের শ্রদ্ধা। আরো অনেক ভালো গান শোনার অপেক্ষায় থাকবো।❤
অবাক বিস্ময় নিয়ে শুনেই গেলাম সারাদিন, দিনের পর দিন শুনেই গেলাম। বিস্ময় যেন কাটেই না। অসাধারণ গেয়েছেন দুজনই, হারমনাইজ এ যারা ছিলেন তারাও অসাধারণ। গোটা সেটে যারা আছেন তারা সবাই অসাধারণ। আর অসাধরন আমাদের জাতীয় কবি। ❤
ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়েছিলাম। নইলে এত্তো সুন্দর ভাষা, গান , কবিতা কিছুই বুঝতাম না! প্রতিটি শ্রুতিমধুর বাংলা গান শুনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আমি বাঙালি। যারা বাংলা বোঝে না, তারা কি মিস করে তারাও জানে না সেটা! 🥺❤️
অসম্ভব সুন্দর আয়োজন। নিঃসন্দেহে অনন্য। কিন্তু বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে আমি বরাবরই সচেতন থাকার চেষ্টা করি। ইশানের কণ্ঠে এই গানের প্রথম শব্দের উচ্চারণটাই আমাকে কষ্ট দিয়েছে। সবাই হয়তো ভাববেন ভাল কিছু সৃষ্টি হলেই সমালোচনা করি - ভাবতেই পারেন। কিন্তু আমি প্রতিদিন কোক স্টুডিও বাংলার সকল গানই অসংখ্য অসংখ্যবার করে শুনতে থাকি। এই গানের বেলাতেও তার ব্যত্যয় ঘটছে না। কিন্তু কর্তব্য মনে করে বলছি, শিল্পী ইশানের ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর উচ্চারণের নিয়মিত চর্চা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এই গানে যতগুলো শব্দে ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর ব্যবহার আছে তার সবগুলো শব্দেই ভুল উচ্চারণ করেছেন। অর্থাৎ তিনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করছেন না এবং ড়-এর উচ্চারণ করছেন র-এর মতো। শিল্পী ইশানের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও শুভকামনা রেখে বলতে চাই - ‘ভাই, এই উচ্চারণ গুলো একদম ঠিকঠাকভাবে করতে পারলে আপনার গান আরও একমাত্রা উপরে উঠে যাবে। কোক স্টুডিও বাংলার প্রতেকটি মানুষকে ভালবাসা জানাই। সৈয়দ মাসুম রেজা সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর।
@@masum1342 Pretentious nonsense like this is why Bangali people are still not at the forefront of art globally. They did a bangin' job. Literally couldn't ask for a better performance. The arrangement and ideas are fresh and innovative. And you're calling them out on the use of a Chandrobindu? Get outta here.
ভাবছি , এটাই কি আমাদের বিদ্রোহী নজরুল!!! গজল আর শ্যামা সংগীত একসাথে সৃষ্টি যার। সর্বগুণ সম্পন্ন নজরুল হৃদয় ভরা যার প্রেম তাকে শুধু বিদ্রোহী নামে বেধে কেন রাখলে❤
রাগ পাহাড়ি(মিশ্র) এর উপর কাজী সাহেবের এই রচনা,চোখ বন্ধ করে শুনলে পাহাড়ি ঝর্নার কলতান কল্পনা করা যায় অনায়াসে,সুরের মাঝে এত সুন্দর সুন্দর কথাগুলির অবগাহন, এ কাজী সাহেবের পক্ষেই সম্ভব। সারেঙ্গী যিনি বাজিয়েছেন ওনাকে কুর্নিশ জানাই।🙏
Thank You Bangladesh for creating CS Bangla idk if in India it would ever have been possible to enhance and promote the Bengali culture, art and music because till now no one has dared to do so as everyone is busy establishing themselves in Bollywood 😂😂its funny how we derogatore our own mother tongue and promote everyone else(yes we bengali people I want u guys to get offended tho some will not) anyways thank you for bringing Bengali music forward through this medium Huge respect Coke Studio Bangla Love From India 🇮🇳❤ #proudtobeBengali
Bhaiya plz shobjaygay ajaira pechal parben na. Eto easily manushke judge koren kmne allah jane...be kind. And its an international platform. Nijer desh k, bhasha k world stage e represent korte english needed. Na bhalo lagle chupchap boshe thaken...poribesh dushito korben na. @@shaifulislambiplob5326
আমাদের একজন কাজী নজরুল ইসলাম ছিলেন। বাঙ্গালী শুধুমাত্র এইটা নিয়েই অনেক গর্ব করতে পারে। তার এক একটা সৃষ্টির তুলনা হয় না। কত গভীর চিন্তাধারার মানুষ ছিলেন। তার গজল, বিদ্রোহী কবিতা, শ্যামা সঙ্গীত, আধুনিক গান এর প্রতিটি লাইন যেন এক একটা মহাকাব্য।
The way Ishaan looked at Nandita when she appeared, just added the greatest compliment to this song. 🤍 And what else to tell about the sweetness of both the vocals, just ❤❤ Serene😇
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম। না'হলে এইসবের মর্ম বুঝতাম না। মানব জীবন সত্যিই সার্থক মনে হয় এইসব ঐশ্বরিক সৃষ্টির স্বাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছে বলে। কাজী সাহেবকে শত কোটি প্রণাম জানালেও কম। জীবনবোধের কোন পর্যায়ে পৌঁছালে এসব সৃষ্টি করা সম্ভব ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কীসব গুণী ব্যক্তিদের আমরা পেয়েছি আমাদের জীবনে, তাঁদের সৃষ্টিকে উপলব্ধি করতে পারছি, বা বলা ভালো উপলব্ধি করার চেষ্টা করছি!!!!❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@zarinsultana7197 এ'তো আমার হৃদয়ের বিস্মিত মনমুগ্ধকর অনুভূতি প্রকাশের নিছকই প্রয়াস মাত্র।কেবলই প্রয়াস। অবশ্য কিছু অভিব্যক্তি অপ্রকাশিত-ই শ্রেয়।ভাষা দিয়ে প্রকাশ করতে চাওয়া তো নিজের অনুভূতির সাথেই লুকোচুরি খেলার মতো।সব অনুভূতির প্রকাশ মাধ্যম ভাষা হলে কত কিছুই না সহজ হয়ে যেত।তবে সবকিছু সহজ হয়ে গেলেও আবার "অপেক্ষা" থাকতো না,যেমন রাতের পর ভোরের অপেক্ষা,বা দিনের পর রাতের।ভাগ্যিস ভালোবাসায় অতৃপ্তবোধ আছে,বিরহ আছে,মনক্যামন আছে,না পাওয়ার কষ্ট আছে, না'হলে " বুকে তোমায় রাখতে প্রিয়,চোখে আমার বারি ঝরে" এই লাইন রচিত হ'ত না। ক্রন্দনের মধ্যেও যে তোলপাড় করা সুখ আছে,সেই অনুভব থেকে হয়তো বঞ্চিত হতাম সব যদি সহজ সরল হয়ে যেত।ভাল থাকবেন।🙏❤️
কি অপূর্ব সৃষ্টি!! কি উন্নাসিকতা!! কি প্রশান্তিময় মুহূর্ত!! মনে হল, বাইরের প্রখর তপ্ত রোদের মাঝে এক পশলা প্রাণ জুড়ানো হাওয়া দিয়ে গেলো পুরোটা সময়!! সত্যিই, "যত শুনি তত হায়..... পিপাসা বাড়িয়া যায়...." সেই যে বেড়েই চলেছে, কমছেই না... বাড়তেই থাকুক, আমি শুনতেই থাকবো!! অপূর্ব, অনবদ্য সৃষ্টি কবি নজরুলের.. একই সাথে ঈশান ও নন্দিতার মোহমায়া ছড়ানো কণ্ঠে সুরের ইন্দ্রজালে আচ্ছন্ন করে রাখার সবটুকু আয়োজনের জন্য ধন্যবাদ, কোক স্টুডিওকে... দ্বিতীয় সিজনের অন্যতম সেরা সৃষ্টি..❤❤❤❤
যাই বলব কম হবে, নজরুল গীতি খুব কঠিন, ক্ল্যাসিক্যাল চর্চা না থাকলে সম্ভব না, ইশান এবং নন্দিতা অসাধারণ গেয়েছেন, এককথায় দুর্দান্ত, এবং আবহ,পোশাক, লাইটিং, গেটআপে ভীষণ মুগ্ধতা ছড়িয়ে গিয়েছে, সামনে আরো নজরুল গীতি শুনতে চাই ❤
Love this song Still crying Started crying from the day of shoot As many times I listen to this My heart skips a beat... নজরুল গীতি এরকমভাবে অ্যারেঞ্জ করা যায় তা স্বপ্নেও ভাবতে পারিনি। এখনো চোখের কোনায় জল, সুট করবার দিনেও ছিল, এখনো অঝরে ঝরছে। যতবারই এই গানটা শুনি, হৃদস্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থেমে আবার শুরু হয়।
@@dipajyotibahnnishekhaachar6169 It was a great composition man!!! And really I am a fan of Rabindra Sangeet. But never thought a Nazrul geeti could be arranged in such a way. Best of luck to you for the future from my heart :)
This version is really mesmerizing.. like literally, I can't resist listening to it multiple times. Kaji Najrul Islam was literally a personality whom I think is yet a lot to be explored. But, blissful that I could enjoy such a masterpiece
আব্বু অনেক গাইতো এই গান। ছোটবেলায় ফিরে গেলাম। ঈশান ভাইকে দেখে অনেক ভালো লাগলো। আমাদের ইস্ট ওয়েস্ট ইউনভার্সিটি এর গর্ব করার বিষয় এটা। অনেক সুন্দর হয়েছে সবমিলিয়ে। 😊❤️
যার কবিতায় চরম আগ্নেয়গিরির লাভার মত বিদ্রোহের প্রতিচ্ছবি পাওয়া যায় সে কি না তিনিই আবার জোস্না রাতের মত শান্ত প্রকৃতির গান এত আবেগ নিয়ে তার প্রেমিকা কে উৎসর্গ করেছেন।।। সত্যিই নজরুল তুমি অনবদ্য।
This song made me cry like a baby. Such lyrics, Such depth in the thoughts. Kavi Nazrul is one of the greatest legends in Bengali Culture for a reason. Can’t stop crying.
"যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়" আমার এই দশা, যত শুনি তত হায়, পিপাসা বাড়িয়া যায়, এত সুন্দর করে গাওয়ার জন্য অনেক ধন্যবাদ। নজরুল সাহেবের এলাকার মানুষ হতে পেরে গর্বিত 😌😌😌
দুঃখ হয়... ফিরে ফিরে এসেও দেখি কত কম মানুষ এই গানটা শুনেছেন। কী করবো আর, শুধুই দীর্ঘশ্বাস! চোখে জল এসে যায় বারবার গানটার শেষের দিকে এসে। কী মানুষ যে ছিলেন শ্রদ্ধেয় নজরুল তা যত বয়স বাড়ছে ততই আরও বেশী বেশী করে উপলব্ধি করতে পারছি যেন। 😔🙏❤️
The most sincere tribute that can be paid to this song is shown in Ishaan's expression when he sees Nandita for the first time. The quality of their voice is remarkable.
Now my brain gives me signal that why kazi nazrul islam is the greatest and one of the finest poet. He deserves to be the national poet of the country. Bangladesh should be proud and greatful for having legendary poet like him. How beautiful those words is!
যিনি গানের প্রথমেই সারেঙ্গি বাজাচ্ছেন, তাঁকে আমার শত কোটি প্রণাম জানাই । গানের আসল feelings টা উনিই তুলে ধরলেন । বিশেষ করে ওনার ওই চড়ার দিকের কাজ টা , এককথায় অতুলনীয় ❤❤❤
I just cannot get over it!! Last 5 din dhore shune jachhi...crushed by that particular "look" of Ishan & the voice of both vocalists..Nandita sounds so refreshing in this..Love for Coke Studio Bangla ❤
3:46 নজরুলের কি অনিন্দ্য সুন্দর সৃষ্টি! কি সুর,কি কথা! সাথে ঈশান আর নবনীতার গায়কি,চাহনি মোহাবিষ্ট করে ফেলেছে। এই অদ্ভুত সুন্দর মাদকতা কাটছে না! শুধু শুনেই যাচ্ছি। বাংলা ভাষা এইজন্যই সুন্দর।রবি ঠাকুর আর নজরুল যেন এই ভাষার বরপুত্র❤🙏
দুই সিজন মিলিয়ে আমার সবচেয়ে প্রিয় গান এইটা। এত বেশি সুন্দর যে রিলিজ হউয়ার পর থেকে ঈদের ছুটির সময়টা বাসায় প্রতিদিন ২৫-৩০ বার শোনা হত। এখন অফিসে এসে নিজেও শুনি আসে পাশের মানুষকেও শোনার জন্য প্যারা দিচ্ছে 😛😛 এত্ত এডিক্টিভ একটা গান। ধন্যবাদ কোক স্টুডিও, অর্নব দা, শুভ দা, ইশান দা, নন্দিতা আপু ❤️
I was listening to a Nazrul song ,an unknown one , then it reminded me of this song. I always felt affinity towards Tagore songs. With age and maturity, I came to understand and realise the versatile and extraordinary appeal of Nazrul songs. I am particularly grateful to Coke studio for this song. I understand, how timeless Nazrul songs are where time stands still. What a beautiful rendition. I hope that you will present a Nazrul song in each season. Wishing you all the best, Regards, Sincerely,
মনমুগ্ধকর! কি অদ্ভুত গায়কী। নন্দিতা যখন আসলো ঈশানের লুকিং টা জাস্ট অসাধারণ ছিল। এরপর কোরাস, সব মিলিয়ে একটা নান্দনিক পারফরম্যান্স। কাজী সাহেব জিন্দাবাদ।❤
Unlike other 'Traditional Coke Studio' tracks, the song is in a 'Single Master Piece', keeping the original flavour intact while adding a bit of modern spices like instruments, choreography & beautiful Set Design. The song is a Treat to the Ears, Eyes and the Sole. To me, that was the 'Real Magic'.
কাজী নজরুল ইসলামের লেখা তার নিজের কন্ঠে গাওয়া গানগুলো শুনলেই বোঝা যায় তিনি কতটা আবেগ, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের জন্য। কি শব্দচয়ন, কি গভীরতা প্রতিটা শব্দে... এত বছর পরেও তার লেখা গানগুলো সেরা ❤️❤️
As I scrolled through the comments in the section, I couldn't help but feel a sense of warmth and hope. In this age dominated by platforms like TikTok and Likee, where fleeting trends often overshadow depth, it's truly heartening to see that there are still so many people with refined taste and thoughtful perspectives. It’s a comforting reminder that quality and substance still hold a cherished place in our world.❤❤
,নজরুল এর মতো এমন লেখক আর জন্ম নিবে না😓 বিদ্রোহী কবি😍 সব সময় ওনার কথা পছন্দের ছিলো আছে থাকবে😍😍 ধন্যবাদ কোক স্টুডিও কে এই সুন্দর করে উপস্থাপন করার জন্য 😍😍😍ভালোবাসা অবিরাম
দিনে কতবার শুনছি,গাইছি হিসাব নাই। এতো সুন্দর কম্পোজিশন আর নজরুলের অর্থবহ প্রতিটা লাইন। The best song that's been produced from Coke Studio Bangla.Keep it up❤
That time 3:45 is just wow ! Gan ta sunte jemon valo lage dekteu temni valo lage, etto sundor presentatioin ja bolae moton na. Jotonar gan ta play kori totobari mugdho hoi. One of the best song of coke studio bangla. keep it up. ❤
ধন্যবাদ coke studio কে, সবাই রবীন্দ্র সংগীত নিয়ে কাজ করলেও আপনারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন যে আমাদের একটা নজরুল ও ছিল। আরো নতুন কিছুর আশায় রইলাম।
@@talks_matter গজল মানে যদি শুধু ইসলামিক সঙ্গীত বুঝে থাকেন তাহলে ভাই আপনার জন্য এইটা শুধু মাত্র একটা গান। গজল শব্দটি আরবি । এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন।সঙ্গীতে ভালোবাসার উপস্থিতিও গজলের অন্তর্ভুক্ত ভাইজান 🙂🙂
গানটা শুনছি প্রায় দুমাস খানেক, কি যে মধুরতা ,এক অদ্ভুত নেশা ... ভাষায় প্রকাশ করা যায় না । আমি শুরু থেকেই নজরুলগীতি শুনে এসেছি , তবে এই উপস্থাপনা সত্যি অসাধারণ !!!❤❤
@@parvezs4289 I didn't say that he has sung badly. Coke Studio is also about visualization, especially this season. We should also appreciate that right! Whatever, after all, it's all about good music.
Once a region fought for their own language and made a language based country. And now they are protecting the language from foreign culture and language influence. By the by I'm from West Bengal my language also bengali. And I love every regional version of bengali. But people are trying to be smart by speaking English. Love you team Coke studio bangla. ❤❤
Indeed, good music crosses all barriers. We really appreciate your warm compliments. Also your encouragement in this incredible journey with us. Keep showing love for good music! ❤️
Bangladesh did not become independent because of language!!! and Bangladesh did not have only linguistic conflict with Pakistan. Bangladesh was established to be free from language, culture, education, nationality, political, economic, military discrimination, exploitation. I think your knowledge is limited to the independence war of Bangladesh.Please Google from different archives of Bangladesh. 🇧🇩
নন্দিতা, ঈশান আপনাদের গায়কি অসাধারণ ভালো হয়েছে। অনেক দিন পর এমন শুনলাম গানের কথার সাথে সুরের মিল। "যত দেখি তত হায়, পিপাসা বাড়িয়া যায়" এমন ভাবে গাওয়া হয়েছে যেন সত্যি পিপাসায় কাতর। আর অর্ণব ভাই ও শুভ দার মিউজিক সেটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর সবশেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর গানের কথা। যিনি বাংলা সাহিত্য, গান, কবিতার এক অদম্য ধুমকেতু, উজ্জ্বল নক্ষত্র। তাকে পেছনে ফেলার মতো কোন কবি, সাহিত্যিক বাংলার মাটিতে কোন দিন জন্ম নিবে না।
নজরুল তার প্রেমিকাকে ডাকলেন ’ভিখারিনী, বেলা-শেষের রাগিণী, ঝড়ের পাখি, মানিনী, যাদুকরী, স্বপন-মরু-চারিণী’ । এত নামে ডাকার পরে কবি আবার প্রেমিকাকেই জিজ্ঞেস করছেন “বলো, কোন প্রিয় নামে ডাকি?”
ছোট্ট এই সঙ্গীতে আবার প্রেমিকার চোখের প্রশংসা করলেন এবং নিজের বুকের ব্যাথাকে জাস্টিফাই করলেন।
যাকে আপনি পাবেন না জেনে ভালোবাসেন, তাকে চোখের সামনে দেখলে কতই না অসহ্য যন্ত্রণা হয়!
নিজের ভাবতে গেলে চোখ হয় অশ্রুসজল। কবি তার প্রেমিকাকে ধরে রাখতে গিয়ে যে কনফ্লিক্টে ভুগছেন তা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি লাইন দিয়ে বুঝিয়েছেন
’’বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে, চোখে যদি রাখতে চাই বুকে উঠে ব্যথা ভ'রে“
Onk Dhonnobad. Ki sundor likhlen❤
কি সুন্দর বললেন!❤
অসাধারণ
কি সুন্দর বললেন আপনি🌻
Apni khub valo vabe bujhiye dilen.
ভাইরে ভাই, কাজী নজরুলের এ কেমন সৃষ্টি।দিনকে দিন বিদ্রোহী কবিকে আবিষ্কার করি।কি গভীরতা, কি শব্দচয়ন,কি হৃদয় হরন করা অর্থ। একটি দেশের সংস্কৃতিকে শতবছর এগিয়ে দেয়ার মত কবি আমাদের নজরুল।
এবং নজরুলের গান গাওয়া খুবই কঠিন। ভালো প্র্যাক্টিস না করলে গলায় সুর আসবেই না।
@@priyo4388 সেটাই। খুবই বাজে হইসে। এসব গানে টোন আর গলা গুরুত্বপূর্ণ। ম্যাজিকাল টোনটাই নাই। কী করছে এসব কোক স্টুডিও বাংলা, আই ডোন্ট নো।
@@rezaulkarim-py2gn না যথেষ্ট ভালো হয়েছে। এরা কেউই একদম ডেডিকেটেড নজরুল গীতি শিল্পী না। সে বিবেচনায় চমৎকার হয়েছে।
আফসোস যে, নজরুলকে আবিষ্কার করতে কোক স্টুডিওর শরণাপন্ন হতে হচ্ছে..
Right but vocal aro bhalo dorkar chilo, Jara regular chorcha Kore, emn vocal lagto.
“মিনতি ভরা আঁখি,
কে তুমি ঝড়েরও পাখি।
কি দিয়ে জুড়াই ব্যাথা,
কেমনে কোথায় রাখি।
কোন প্রিয় নামে ডাকি!”
কেবল নজরুলই এত গভীর অনুভূতি এত সুন্দর ও সহজভাবে প্রকাশ করতে পারেন!
ভালোবাসা নিয়েন
Have you ever loved someone so much that you don’t even know what name to call them? You can't figure out which sweet name suits them the best? It's very clear that Nazrul was deeply in love when he wrote this masterpiece. The lyrics are extremely powerful.
প্রিয় কবি নজরুলের লেখা তাঁর নিজের কন্ঠে গাওয়া গানগুলো শুনলেই বুঝা যায় কতটা আবেগ মিশিয়ে তিনি এসকল সৃষ্টি করেছিলেন। বিশেষ করে “পাষানের ভাংগালে ঘুম” এবং “দাড়ালে দুয়ারে মোর” গান দু’টি উল্লেখযোগ্য। দাড়ালে দুয়ারে গানটি খুব সম্ভবত দাদরা তালে, রাগ প্রধান ধাঁচে তৈরি। একসময় আমাদের এই প্রিয় কবি নিজের ও পরিবারের ক্ষুধা নিবারণের জন্য এসকল অনবদ্য সৃষ্টি নিজে রেকর্ড করে তুলে দিয়েছিলেন গ্রামাফোন কোম্পানিগুলোর হাতে যা ওইসময় নাটক ও বিভিন্ন ভাবে কোম্পানিগুলো প্রচার করেছিলেন। তবে কাজী নজরুল ইসলামের নিজস্ব রেকর্ড গানের মায়া অনেকেই ঠিক ওভাবে আনতে না পারলেও বিভিন্নভাবে এক হওয়ার চেষ্টা অবশ্যই করেছে। বলা বাহুল্য যে আমাদের দেশের জাতীয় কবি হওয়া সত্ত্বেও এখনকার প্রজন্ম ঠিকঠাক চর্চার ধারেকাছেও যায় না। নজরুল আমাদের অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন, যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রমশঃ হারাচ্ছে। আমি ব্যাক্তিগতভাবে কোক স্টুডিও বাংলার সম্পূর্ণ দলটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইতিহাসগুলো পুনরায় আকর্ষণীয় করে তোলার জন্য।যথেষ্ট ভালো কাজ করছেন, এধারা অব্যাহত রাখবেন।
ভালোবাসা ❣️ জানবেন পাহাড় সমুদ্র-সৈকতের শহর চট্টগ্রাম থেকে 🇧🇩🇧🇩
আগেও বলেছি আবার বলছি চট্টগ্রামে একটা কনসার্ট চাই কোক স্টুডিও বাংলা দলের।
দারুন বলেছেন। 💙
মনোমুগ্ধকর কমেন্ট টা❤
What a beautiful Composition.Kazi Nazrul Islam was the pioneer of Bangla ghazals.Respect and love for Bangladesh's national poet.🇧🇩❤️
এদেশে নজরুল চর্চা হয়না । অবহেলায় নজরুলের প্রেম দ্রোহ আর তারুণ্যের উচ্ছ্বাস হারিয়ে যাচ্ছে ।
🥹🥹🥹
আবেগীয় কথাবার্তা
জ্ঞানের গভীরতা কতটুকু গভীর হলে এরকম কাজী নজরুল ইসলাম তৈরি হয় তাই ভাবি বসে বসে। গানটাকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুন রুপ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ কোক স্টুডিওকে এবং শিল্পী সহ সেটের প্রত্যেক সদস্যকে❤
আমাদের প্রাত্যহিক জীবনের অসংখ্য ঝড় ঝঞ্ঝা , ব্যাথা বেদনা কষ্টের মাঝে হঠাৎ করে এই অসম্ভব সুন্দর নজরুলগীতির পরিবেশনা যেনো হৃদয়ের রুক্ষ মরুভূমিতে কয়েক পশলা শীতল বর্ষার প্রলেপ বুলিয়ে গেলো। এই গান সেই যুগ যুগ ধরে চলে আসা প্রণয়ীদের হৃদয়ের কাকুতিবার্তা বহন করে আনে। যুগ যুগ ধরে মানুষকে ভালোবাসতে অনুপ্রাণিত করে।
যত শুনি তত হায় পিপাসা বাড়িয়া যায়!
যার লেখনীতে প্রেমের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে সেই কবির গভীরতা ,আবেগ বোঝা কি এতটাই সহজ ?
We speak more when we don't speak!
অসাধারণ পরিবেশনা ❤
তুমি দুখু মিয়া, তুমি মুয়াজ্জিন
তুমি প্রিয় কবি কাজী নজরুল,
তুমি সৈনিক, তুমি ধূমকেতু
আবার তুমিই গানের বুলবুল।
wt a perfection
❤❤
.
.
@@rebel9578
আমি খালি ভাবতেছি নজরুলের মধ্যে কত্তো ভালোবাসা,আবেগ আর দরদ ছিলো তার প্রেয়সীর জন্য, যা তিনি তার লেখনীতে প্রকাশ করেছেন, এতো মাধুর্য কথায়! আহা!
কি সুন্দর উপস্থাপন সবার! শুনেই যাচ্ছি,তো শুনেই যাচ্ছি
প্রেয়সীকে নিয়ে লেখা না তার গুরু অভিবাবক রবি ঠাকুরের প্রয়াণে লেখা গান
কে বলবে, যার গানের কথায় ও সুরে এতো প্রেম,এতো বিরহ তিনি আবার চির-বিদ্রোহী!
আহা নজরুল 💟
হয়তো প্রেম আর বিদ্রোহ মুদ্রার এ পিঠ ও পিঠ নয়। হয়ত একে অপরের পরিপূরক। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন, তাদের চিন্তা, কথায়, কাজে যদি প্রেম না থাকতো, তাহলে হয়তো ন্যায় বলে কোনকিছু বিরাজ করতোনা।
❤
প্রেম ও দ্রোহ, এরা যে সমার্থক। যেখানে প্রেম সেখানেই বিপ্লব।
❣️
@@rovertarak277 ‘मोहब्बत और बगावत के बीच कोई लकीर नहीं होती, इश्क और इंकलाब के बीच कोई फर्क नहीं होता।’
“বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে
চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে
যত দেখি তত হায়, পিপাসা বাড়িয়া যায়, কে তুমি জাদুকরী.. ” these lines have my whole heart ❤
❤❤❤
অসাধারণ একটি বাক্য। হৃদয় ছুঁয়ে গেল।
🤍🧡
খুব কাছের এক মানুষ এই লাইন গুলো গেয়ে শোনাতে বলেছিলেন 🌚✨
বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে।
চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যাথা ভরে।
যতো দেখি ততো হায়,পিপাসা বাড়িয়া যায়,কে তুমি যাদুকরী।
প্রথমে "বুলবুলি" আর এখন "দারালে দূয়ারে মোর" আমি অনবরত শুনতেই থাকি। অনেক ভালোবাসা এত সুন্দর গানের জন্য।
আরো আরো অনেক গান চাই নজরুল সংগীত থেকে।
আমার আপনার চেয়ে আপন যে জন গানটা লুইপার একটা কভার আছে। শুনতে পারেন ♥️
কি অসম্ভব সুন্দর উনার সৃষ্টিগুলো। উনি কবিতার মাধ্যমে শরীরের রোম যেভাবে দাঁড় করিয়ে দিতে পারেন ঠিক সেইভাবে 'দাঁড়ালে দুয়ারে মোর' এই সৃষ্টিগুলো দ্বারা ওই জ্বলন্ত বিদ্রোহী মনের মধ্যে প্রেমের জাগরণ ঘটাতে পারেন। কি গভীরতা উনার কাজগুলোর মধ্যে।
আমাদের এক নক্ষত্র 'কাজী নজরুল ইসলাম'।
আমার স্যার বলতেন, "যারা নজরুলগীতি সঠিক ভাবে গাইতে পারে, তারা পৃথিবীর সব গান গাইতে পারবে।" একদম সত্য।
@gsahaphotography7284 Practice makes a man perfect. Nothing is impossible. Try again and again. That will make you more confident.
একদম সঠিক বলেছেন আপনার স্যার।❤
Nazrul Shangeet gaite shobai pare na !
ঠিক বলেছেন
Heavy metal o gaite parbe? 😂
অসামান্য! ভাষায় ব্যক্ত করা যায়না! আমার পূর্বপুরুষের জন্মস্থান এই সোনার বাংলা. আজ অনেক দূরে পশ্চিমবঙ্গে বসে অনেক ভালবাসা পাঠালাম পুরো দেশকে আর সমগ্র বাংলাদেশী ভাই বোনদের..
বাংলাদেশ থেকে ও আপনার জন্য এবং সমগ্র পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনের জন্য রইলো অবিরাম শুভকামনা।🇧🇩🇧🇩🇧🇩💚❤️💚
The way Ishaan looks at Nandita while ‘buke tomar rakhte prio’ stole my ❤
You completely balanced your battle between ears and eyes ❤
Not only just music and their vocal , the natural glance of each other create the vibrant too
Best part
SHIPPPP
Agree ❤❤
Finally, people are getting the true taste of Nazrul's Art.......He is undeniably the best Poet in Bangladesh...There is never a single scope of disappointment in his Artistry.....He will always be in our heart
That's TRUE 🎉
Coke Studio র সবগুলো গান ই সুন্দর but this song hits different. অসম্ভব সুন্দর পরিবেশনা... এত্তো সুন্দর studio, just WOW! বাংলাদেশের কোনো গানের সেট এত্তো বেশি সুন্দর হতে পারে, এটা এতোকাল অকল্পনীয় ই ছিলো. Every single artist in this song, just nailed it. যতোবার শুনি, ততোই মুগ্ধ হই. মাশাল্লাহ.
ওই যে অসাধারণ ভাবে পেছনের শিল্পীটা নেচে যাচ্ছেন,কেউ কি একবারও তাকে এপ্রিসিয়েট করেছেন?কত আবেগ,মায়া এক একটা তালে,ছন্দে। she too deserves clapping... ❤
Yes she is just amazing...
Absolutely stunning! She is Shreshtha❤ Proud of you dear!
যারা এই গান টা খুজে বের করে শুনতে আসে...তাদের গানের টেস্ট অসম্ভব ভালো বলবো💘❤️এত মনোমুগ্ধকর গান👍
Thik
nazrul giti je eto sundor vab diye gaoya jay eta na sunle boja jetoi na
Thik vai 🥰
❤
❤️❤️
দুটো গলা স্বকীয়, কোরাস পার্টগুলোতে একটা অনবদ্য কনট্রাস্টের খেলা হয়েছে। বুলবুলির পরে আবারো নজরুলে ফেরা। সুন্দর, subtle অ্যারেঞ্জমেন্ট। ভালো লাগলো। ঈদ মুবারক সবাইকে।
rvtnj😅😅😂❤
Indeed, good music crosses all barriers. We really appreciate your warm compliments. 💖
অসম্ভব সুন্দর আয়োজন। নিঃসন্দেহে অনন্য। কিন্তু বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে আমি বরাবরই সচেতন থাকার চেষ্টা করি। ইশানের কণ্ঠে এই গানের প্রথম শব্দের উচ্চারণটাই আমাকে কষ্ট দিয়েছে। সবাই হয়তো ভাববেন ভাল কিছু সৃষ্টি হলেই সমালোচনা করি - ভাবতেই পারেন। কিন্তু আমি প্রতিদিন কোক স্টুডিও বাংলার সকল গানই অসংখ্য অসংখ্যবার করে শুনতে থাকি। এই গানের বেলাতেও তার ব্যত্যয় ঘটছে না। কিন্তু কর্তব্য মনে করে বলছি, শিল্পী ইশানের ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর উচ্চারণের নিয়মিত চর্চা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এই গানে যতগুলো শব্দে ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর ব্যবহার আছে তার সবগুলো শব্দেই ভুল উচ্চারণ করেছেন। অর্থাৎ তিনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করছেন না এবং ড়-এর উচ্চারণ করছেন র-এর মতো। শিল্পী ইশানের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও শুভকামনা রেখে বলতে চাই - ‘ভাই, এই উচ্চারণ গুলো একদম ঠিকঠাকভাবে করতে পারলে আপনার গান আরও একমাত্রা উপরে উঠে যাবে।
কোক স্টুডিও বাংলার প্রতেকটি মানুষকে ভালবাসা জানাই।
সৈয়দ মাসুম রেজা
সাধারণ সম্পাদক
সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর।
@@masum1342 হ্যাঁ। ঠিক বলেছেন। আপনার মতো সমালোচক প্রয়োজন
@@CokeStudioBanglawhere coke studio season 4?
Although season 3 was incomplete.. 😢
এরকম একটা গানের পর এই কাঠফাঁটা, তৃষ্ণার্ত শহরের বুকেও বৃষ্টি নেমে এসেছে। মন, প্রাণ, চোখ, কর্ণ সবই জুড়ায়ে গেল। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা। সবাইকে ঈদ মুবারক
কি মধুর সৃষ্টি। পৃথিবী যতদিন আছে এই গান বেচে থাকবে। এতটা মায়া আর দরদ দিয়েই গানের কথাগুলো যা জীবনে নবসঞ্চার আনে, হৃদয়ে বয়ে সুখানুভব। হে কবি অমর তুমি তোমার সৃষ্টি।
কবি নজরুল আর তার শব্দচয়ন৷ ১০০ বছর পরেও বাঙালিকে মুগ্ধ করছে।
গর্ব করি বাঙালি হিসেবে কারণ,এই ধরণের গান কোন সাবটাইটেল ছাড়াই শুনতে পারছি।
ধন্যবাদ কোক স্টুডিও কে। ❤️
Kub, sundar
জাতীয় কবির অদ্ভুত সৃষ্টি
যত শুনি ততই মুগ্ধতার মাত্রা বেড়ে যায়
💙💙💙
Right. Multiverse talent he was.
The part "কে তুমি যাদুকরী?" hits different!
নজরুলের গানগুলোতে যেনো অন্যরকম একটা ভাব থাকে!
ধন্যবাদ কোক স্টুডিও কে, যারা এই জেনারেশনকে নজরুল সঙ্গীত কতোটা শূভ্র আর সুন্দর সেটা উপলব্ধি করাচ্ছে🥰
There isn’t a single day I don’t hear this song. It makes me realise how love can be beautiful and precious without getting love. This song made me felt that love can absolutely be one-sided and still can be very beautiful ❤️
I can understand your feeling.❤️
I6ĺ5
Exactly
That entry of Nandita!!
That look from Ishaan!!
Finest visual and musical experience!
Wholesome 🫶
That look hayeeeee!!!!
নিশানের ওই লুক দেখার পরে নিশানের প্রেমে পড়ে গেছি
@@pujachy9482 Same😌
@@pujachy9482 প্রেমে মজে নামই ভুল করে ফেলেছেন, তার নাম ইশান, নিশান না :D
বাবার কাছে গান টা শিখেছিলাম💗 এখনো মনে আছে,,,,অনেকদিন পর নতুন কোনো শিল্পীর গান ভালো লাগলো,। বাবাকেও শুনিয়েছি। চুপচাপ গম্ভীর। ভালো লাগল যখন বাবা শুয়ে শুয়ে আঙ্গুল দিয়ে হালকা হালকা তাল দেয়া শুরু করলো 💗,,,সঙ্গীতের সাথে কানেকশন টা এখানেই।. একটা গানকে সেইভাবে Present করতে পারলে পুরোনো দিনের মানুষগুলোও এখনকার নতুন শিল্পীদের কদর বোঝে।মডার্ন গানগুলোর মাঝেও সত্যিকারের গুনী শিল্পীগুলো একটু নজর পায়😌
ইনি কোন বিদেশী নন ঈষান বাংলাদেশের গায়ক। সে বাংলাদেশী।❤
Same here! My Father also sang together with this!
উনি বাংলাদেশী 🇧🇩@traveloasia6755
Amar baba o aei gan ta shuniyechilo amk.....
শুরুতে সারেঙ্গীর শিহরণ,
মৃদু হাওয়ায় ইশান নন্দিতার মেলবন্ধনে নজরুলের দাঁড়ালে দুয়ারে মোর...
আহা!! কি দারুন
মন ছুঁয়ে গেল..
ধন্যবাদ কোক স্টুডিও❤️
যত শুনি তত হায়,
পিপাসাবাড়িয়া যায়....
আপনি চলে যাওয়ার আজ ৯ বছর হতে চললো। যখনি আপনায় মনে করি তখনি শুনি আমার আপনার প্রিয় গান। বেশিদিন নাই বোধহয় আমিও চলে আসবো এরপর একসাথে জান্নাতের শিউলিতলায় বসে শুনবো।
ওইপাড়ে ভালো থাকবেন পূর্নিমার্জামিনী🌸
কি হযেছিল ভাই
আপনার যন্ত্রনায় আরেকবার করাঘাত করার জন্য মাফ করবেন( লাইক দিয়ে)
🖤
নন্দিতা এবং ঈশানের কেমিস্ট্রি অসাধারণ। অগণিত বার গানটি শুনলাম। কোক স্টুডিওর সমগ্র মিউজিশিয়ান টিমকে অন্তরের শ্রদ্ধা। আরো অনেক ভালো গান শোনার অপেক্ষায় থাকবো।❤
অবাক বিস্ময় নিয়ে শুনেই গেলাম সারাদিন, দিনের পর দিন শুনেই গেলাম। বিস্ময় যেন কাটেই না। অসাধারণ গেয়েছেন দুজনই, হারমনাইজ এ যারা ছিলেন তারাও অসাধারণ। গোটা সেটে যারা আছেন তারা সবাই অসাধারণ। আর অসাধরন আমাদের জাতীয় কবি। ❤
এক কথায় অসাধারণ।
সত্যিই মুগ্ধ করা গান😌 এরকম আরো গান এই channel এ পেয়ে যাবেন #AuthenticJoe
ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়েছিলাম। নইলে এত্তো সুন্দর ভাষা, গান , কবিতা কিছুই বুঝতাম না! প্রতিটি শ্রুতিমধুর বাংলা গান শুনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আমি বাঙালি। যারা বাংলা বোঝে না, তারা কি মিস করে তারাও জানে না সেটা! 🥺❤️
অসম্ভব সুন্দর আয়োজন। নিঃসন্দেহে অনন্য। কিন্তু বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে আমি বরাবরই সচেতন থাকার চেষ্টা করি। ইশানের কণ্ঠে এই গানের প্রথম শব্দের উচ্চারণটাই আমাকে কষ্ট দিয়েছে। সবাই হয়তো ভাববেন ভাল কিছু সৃষ্টি হলেই সমালোচনা করি - ভাবতেই পারেন। কিন্তু আমি প্রতিদিন কোক স্টুডিও বাংলার সকল গানই অসংখ্য অসংখ্যবার করে শুনতে থাকি। এই গানের বেলাতেও তার ব্যত্যয় ঘটছে না। কিন্তু কর্তব্য মনে করে বলছি, শিল্পী ইশানের ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর উচ্চারণের নিয়মিত চর্চা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এই গানে যতগুলো শব্দে ‘ ঁ’ (চন্দ্রবিন্দু) এবং ‘ড়’ (ড-এ বিন্দু ড়) এর ব্যবহার আছে তার সবগুলো শব্দেই ভুল উচ্চারণ করেছেন। অর্থাৎ তিনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করছেন না এবং ড়-এর উচ্চারণ করছেন র-এর মতো। শিল্পী ইশানের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও শুভকামনা রেখে বলতে চাই - ‘ভাই, এই উচ্চারণ গুলো একদম ঠিকঠাকভাবে করতে পারলে আপনার গান আরও একমাত্রা উপরে উঠে যাবে।
কোক স্টুডিও বাংলার প্রতেকটি মানুষকে ভালবাসা জানাই।
সৈয়দ মাসুম রেজা
সাধারণ সম্পাদক
সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর।
সত্যিই তাই .... ভাগ্যিস বাংলায় জন্মেছিলাম ....🥺💝
ভাষার প্রতি ভালোবাসা সুন্দর। কিন্তু পৃথিবীর সব ভাষাই সুন্দর৷ সব ভাষায়ই রত্ন আছে। আমরাও সেগুলো মিস করছি। জানিনা, বুঝিনা, জানা সম্ভব ন।
@@masum1342 Pretentious nonsense like this is why Bangali people are still not at the forefront of art globally.
They did a bangin' job. Literally couldn't ask for a better performance. The arrangement and ideas are fresh and innovative.
And you're calling them out on the use of a Chandrobindu?
Get outta here.
@@Squisky he is actually right..
যত শুনি ততি ভালো লাগে। আজ একটা কমেন্ট রেখেই গেলাম। যতবার লাইক পরবে শুনে যাবো
ভাবছি , এটাই কি আমাদের বিদ্রোহী নজরুল!!!
গজল আর শ্যামা সংগীত একসাথে সৃষ্টি যার।
সর্বগুণ সম্পন্ন নজরুল হৃদয় ভরা যার প্রেম তাকে শুধু বিদ্রোহী নামে বেধে কেন রাখলে❤
রাগ পাহাড়ি(মিশ্র) এর উপর কাজী সাহেবের এই রচনা,চোখ বন্ধ করে শুনলে পাহাড়ি ঝর্নার কলতান কল্পনা করা যায় অনায়াসে,সুরের মাঝে এত সুন্দর সুন্দর কথাগুলির অবগাহন, এ কাজী সাহেবের পক্ষেই সম্ভব। সারেঙ্গী যিনি বাজিয়েছেন ওনাকে কুর্নিশ জানাই।🙏
Shounak Debnath wreek sarengite❤️
অদ্ভুত সুন্দর। গানের স্নিগ্ধতায় মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই৷ ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম নয়তো এত মিষ্টি ভাষা, আকুতি, মিনতি কিছুই বুঝতাম না
Thik vaiya ❤️
সত্যিই ভাইয়া
Thank You Bangladesh for creating CS Bangla idk if in India it would ever have been possible to enhance and promote the Bengali culture, art and music because till now no one has dared to do so as everyone is busy establishing themselves in Bollywood 😂😂its funny how we derogatore our own mother tongue and promote everyone else(yes we bengali people I want u guys to get offended tho some will not) anyways thank you for bringing Bengali music forward through this medium Huge respect Coke Studio Bangla
Love From India 🇮🇳❤
#proudtobeBengali
Its True. Amara mullo dite parini.
@@dipsMakeup pucho na kaise maine raina bitai was inspired from najrul geeti Aruno kanti ke go jogi bhikhari
বাংলাদেশের বাঙ্গালি আর ভারতের বাঙ্গালীদের এটাই পার্থক্য...
বাংলাদেশীরা বাংলা বলতে দ্বিধাবোধ করে না, কিন্তু ভারতের বাঙ্গালী গুলো আতেল সাজে
বাঙালি হয়ে এ্যাতো গর্ব অনুভব করলে বাংলা বর্ণে লিখতেন...! আপনাদের পশ্চিম বঙ্গের মানুষেররা ইংরেজি বর্ণে বাংলা লিখে গর্ভধারণ করে..😅
Bhaiya plz shobjaygay ajaira pechal parben na. Eto easily manushke judge koren kmne allah jane...be kind. And its an international platform. Nijer desh k, bhasha k world stage e represent korte english needed. Na bhalo lagle chupchap boshe thaken...poribesh dushito korben na. @@shaifulislambiplob5326
আমাদের একজন কাজী নজরুল ইসলাম ছিলেন। বাঙ্গালী শুধুমাত্র এইটা নিয়েই অনেক গর্ব করতে পারে। তার এক একটা সৃষ্টির তুলনা হয় না। কত গভীর চিন্তাধারার মানুষ ছিলেন। তার গজল, বিদ্রোহী কবিতা, শ্যামা সঙ্গীত, আধুনিক গান এর প্রতিটি লাইন যেন এক একটা মহাকাব্য।
তাইতো মানুষটা আমাদের জাতীয় কবি😊
The way Ishaan looked at Nandita when she appeared, just added the greatest compliment to this song. 🤍
And what else to tell about the sweetness of both the vocals, just ❤❤
Serene😇
Exactly
Best moment of this song
I was about to say that . wholesome ❤
এই গানটি শুনলে মনে হয় যেন চারপাশের পরিবেশ একদম শান্ত হয়ে যায়...
ধন্যবাদ কাজী নজরুল ইসলাম
এবং Coke Studio Bangla
*Anyone listening in 2025?❤🌷*
আমি...
Yes
Yes, me.. everyday... 😊😊😊😊
আহা কি শুনলাম !!,,,এসব শুনে না চাইলেও প্রেমে পড়তে ইচ্ছে করে,,,তপ্ত বৈশাখে যেন শরীরে হিমেল বাতাস বয়ে গেল,,, অফুরান ভালোবাসা ❤❤
🇮🇳🇮🇳🇮🇳💕🇧🇩🇧🇩🇧🇩
শত বিবাদের মাঝেও টিকে থাকুক দুই বংগের ভালোবাসা। love from bd❤🇧🇩
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম। না'হলে এইসবের মর্ম বুঝতাম না। মানব জীবন সত্যিই সার্থক মনে হয় এইসব ঐশ্বরিক সৃষ্টির স্বাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছে বলে। কাজী সাহেবকে শত কোটি প্রণাম জানালেও কম। জীবনবোধের কোন পর্যায়ে পৌঁছালে এসব সৃষ্টি করা সম্ভব ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কীসব গুণী ব্যক্তিদের আমরা পেয়েছি আমাদের জীবনে, তাঁদের সৃষ্টিকে উপলব্ধি করতে পারছি, বা বলা ভালো উপলব্ধি করার চেষ্টা করছি!!!!❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
sotti e tai
কি দারুণ করে কথা বলেন ❤️
@@zarinsultana7197 এ'তো আমার হৃদয়ের বিস্মিত মনমুগ্ধকর অনুভূতি প্রকাশের নিছকই প্রয়াস মাত্র।কেবলই প্রয়াস। অবশ্য কিছু অভিব্যক্তি অপ্রকাশিত-ই শ্রেয়।ভাষা দিয়ে প্রকাশ করতে চাওয়া তো নিজের অনুভূতির সাথেই লুকোচুরি খেলার মতো।সব অনুভূতির প্রকাশ মাধ্যম ভাষা হলে কত কিছুই না সহজ হয়ে যেত।তবে সবকিছু সহজ হয়ে গেলেও আবার "অপেক্ষা" থাকতো না,যেমন রাতের পর ভোরের অপেক্ষা,বা দিনের পর রাতের।ভাগ্যিস ভালোবাসায় অতৃপ্তবোধ আছে,বিরহ আছে,মনক্যামন আছে,না পাওয়ার কষ্ট আছে, না'হলে " বুকে তোমায় রাখতে প্রিয়,চোখে আমার বারি ঝরে" এই লাইন রচিত হ'ত না। ক্রন্দনের মধ্যেও যে তোলপাড় করা সুখ আছে,সেই অনুভব থেকে হয়তো বঞ্চিত হতাম সব যদি সহজ সরল হয়ে যেত।ভাল থাকবেন।🙏❤️
@@Atmojoarjalojo_tatwamasi আবারও মুগ্ধ হলাম। সারাদিন শোনা যায় এমন কথা। সারাদিন ধরে পড়া যায় এমন লেখা।শুভকামনা ❤️
@@zarinsultana7197 কী যে বলেন! এ আপনার অতি বিনয় আর আমার সৌভাগ্য।তবে আপনার কথাগুলো আমার পরম প্রাপ্তি।ভাল থাকবেন।❤️🙏
কি অপূর্ব সৃষ্টি!! কি উন্নাসিকতা!! কি প্রশান্তিময় মুহূর্ত!! মনে হল, বাইরের প্রখর তপ্ত রোদের মাঝে এক পশলা প্রাণ জুড়ানো হাওয়া দিয়ে গেলো পুরোটা সময়!! সত্যিই,
"যত শুনি তত হায়..... পিপাসা বাড়িয়া যায়...." সেই যে বেড়েই চলেছে, কমছেই না... বাড়তেই থাকুক, আমি শুনতেই থাকবো!!
অপূর্ব, অনবদ্য সৃষ্টি কবি নজরুলের.. একই সাথে ঈশান ও নন্দিতার মোহমায়া ছড়ানো কণ্ঠে সুরের ইন্দ্রজালে আচ্ছন্ন করে রাখার সবটুকু আয়োজনের জন্য ধন্যবাদ, কোক স্টুডিওকে... দ্বিতীয় সিজনের অন্যতম সেরা সৃষ্টি..❤❤❤❤
অনেক অনেক আশীর্বাদ। এতো সুন্দর বাংলা শব্দ চয়নে।
হৃদয় ঠান্ডা করা গান,আমাদের জাতীয় কবির অমর সৃষ্টি,সাথে নন্দিতা ও ঈশান এর এতো মধুর কন্ঠ।❤️🌺
যাই বলব কম হবে, নজরুল গীতি খুব কঠিন, ক্ল্যাসিক্যাল চর্চা না থাকলে সম্ভব না, ইশান এবং নন্দিতা অসাধারণ গেয়েছেন, এককথায় দুর্দান্ত, এবং আবহ,পোশাক, লাইটিং, গেটআপে ভীষণ মুগ্ধতা ছড়িয়ে গিয়েছে, সামনে আরো নজরুল গীতি শুনতে চাই ❤
ওরে বিদ্রোহী, ওরে নজরুল!
কি লিখে গেলি গুরু!যত শুনি ততই যেনো মুগ্ধতা বেড়ে যায়। কী কথা! কী সুর! কী শব্দচয়ন! অসাধারণ ❤ শুনেই যাচ্ছি শুধু তবুও তৃষ্ণা মেটে না কবি। কি লিখলেন!! বিনম্র শ্রদ্ধা রইল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, জান্নাতের উচ্চ জায়গা দান করুন 🤲
Listen and learn
Really great
Nothing can beat this song❤
Love this song
Still crying
Started crying from the day of shoot
As many times I listen to this
My heart skips a beat...
নজরুল গীতি এরকমভাবে অ্যারেঞ্জ করা যায় তা স্বপ্নেও ভাবতে পারিনি। এখনো চোখের কোনায় জল, সুট করবার দিনেও ছিল, এখনো অঝরে ঝরছে। যতবারই এই গানটা শুনি, হৃদস্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থেমে আবার শুরু হয়।
You are the second violin player? Right?
@@nayanchydev yes right
@@dipajyotibahnnishekhaachar6169 It was a great composition man!!! And really I am a fan of Rabindra Sangeet. But never thought a Nazrul geeti could be arranged in such a way. Best of luck to you for the future from my heart :)
@@dipajyotibahnnishekhaachar6169 who is the lead instructor? Arnob?
@@AAH1977 yes Arnob da was handling the project
This version is really mesmerizing.. like literally, I can't resist listening to it multiple times. Kaji Najrul Islam was literally a personality whom I think is yet a lot to be explored. But, blissful that I could enjoy such a masterpiece
একসময় নজরুল গীতি গেয়ে স্কুলের প্রথম পুরস্কার টা নিয়েছিলাম।।আজ গানটা শুনে সেই দিনগুলো মনে পড়ে গেলো।এভাবেই বেচে থাকুক গানগুলো।❤❤
"যত দেখি তত হায়,পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী,,বলো কে তুমি যাদুকরী"
This line hit's different ❤️❤️❤️
😢
bahhhhh......
কে তুমি ভিক্ষারীনি....
ঠিক
This line😘
আব্বু অনেক গাইতো এই গান। ছোটবেলায় ফিরে গেলাম। ঈশান ভাইকে দেখে অনেক ভালো লাগলো। আমাদের ইস্ট ওয়েস্ট ইউনভার্সিটি এর গর্ব করার বিষয় এটা। অনেক সুন্দর হয়েছে সবমিলিয়ে। 😊❤️
যার কবিতায় চরম আগ্নেয়গিরির লাভার মত বিদ্রোহের প্রতিচ্ছবি পাওয়া যায়
সে কি না তিনিই আবার জোস্না রাতের মত শান্ত প্রকৃতির গান এত আবেগ নিয়ে তার প্রেমিকা কে উৎসর্গ করেছেন।।।
সত্যিই নজরুল তুমি অনবদ্য।
বাহ.....কানের শান্তি, চোখের শান্তি, মনের শান্তি। অসাধারণ একটা সৃষ্টি হয়েছে। ভালোবাসা রইলো সকলের জন্য ❤️
This song made me cry like a baby. Such lyrics, Such depth in the thoughts. Kavi Nazrul is one of the greatest legends in Bengali Culture for a reason. Can’t stop crying.
"যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়"
আমার এই দশা, যত শুনি তত হায়, পিপাসা বাড়িয়া যায়, এত সুন্দর করে গাওয়ার জন্য অনেক ধন্যবাদ। নজরুল সাহেবের এলাকার মানুষ হতে পেরে গর্বিত 😌😌😌
দুঃখ হয়... ফিরে ফিরে এসেও দেখি কত কম মানুষ এই গানটা শুনেছেন। কী করবো আর, শুধুই দীর্ঘশ্বাস! চোখে জল এসে যায় বারবার গানটার শেষের দিকে এসে। কী মানুষ যে ছিলেন শ্রদ্ধেয় নজরুল তা যত বয়স বাড়ছে ততই আরও বেশী বেশী করে উপলব্ধি করতে পারছি যেন। 😔🙏❤️
The most sincere tribute that can be paid to this song is shown in Ishaan's expression when he sees Nandita for the first time. The quality of their voice is remarkable.
Now my brain gives me signal that why kazi nazrul islam is the greatest and one of the finest poet. He deserves to be the national poet of the country. Bangladesh should be proud and greatful for having legendary poet like him. How beautiful those words is!
He is the national poet of Bangladesh.
O
❤
He is the national poet of Bangladesh
আকাশে চাঁদ আর তীব্র ঝড়ো বাতাসের সাথে বিদ্রোহী কবির এই সুমধুর গান! ধন্যবাদ কোক স্টুডিও! ❤
❤❤❤❤
Dada brishti hocche ekhon apnar okhane? Apni kothay thaken?
@@parthibroy7688 গাজীপুরে থাকি দাদা। বৃষ্টি আসবে আসবে করেও আসছে না। এখনও প্রচুর বাতাস...
@@samirchakrabarti2376 ohh accha, ami Kolkatay thaki. Bhablam apnar dike bristi asle amar ekhaneo bristi ashar chance ache aar ki 🤧
@@parthibroy7688 আমি বাংলাদেশে থাকি দাদা! 🙂
যিনি গানের প্রথমেই সারেঙ্গি বাজাচ্ছেন, তাঁকে আমার শত কোটি প্রণাম জানাই । গানের আসল feelings টা উনিই তুলে ধরলেন । বিশেষ করে ওনার ওই চড়ার দিকের কাজ টা , এককথায় অতুলনীয় ❤❤❤
I'm really thankful to Coke Studio for giving me an opportunity to play on this platform ❤ Hope you all love it! Eid Mubarak🎉
You played an excellent role in the song. Love your play.
Brilliantly played...hats off brother
Biggest fan
You were brilliant❤❤❤❤ Hope to see you featured in more songs. Eid Mubarak to you too🌙🌙
Your performance was magical. Thank you. You filled our hearts with delight.
After a looooong period Bangladeshi talents are having a good platform to show what they got... Im really proud of them
আহা শান্তি, কানে ও মনে কি গভীর ভালোবাসার অনুভূতি। কবির প্রতি শ্রদ্ধা ভক্তি স্তুতি যতই করি কম হয়ে যাবে। কি অসাধারণ সব সৃষ্টি করে গিয়েছেন ❤
ধন্য নজরুল, ধন্য তার সৃষ্টি, অসাধারণ কম্পোজিশন, হতাশা যে এই গানটা মাত্র ১৪ মিলিয়নে পড়ে আছে.....
I just cannot get over it!! Last 5 din dhore shune jachhi...crushed by that particular "look" of Ishan & the voice of both vocalists..Nandita sounds so refreshing in this..Love for Coke Studio Bangla ❤
আকাশে ঈদের চাঁদ আর মৃদু ঠান্ডা বাতাসের সাথে বিদ্রোহী কবির লেখা এই শ্রুতিমধুর গানটা আহ্ এ এক অদ্ভুত শান্তি ❤️ ধন্যবাদ কোক স্টুডিও!
I'm punjabi
I don't understand the lyrics but trust me this is the best thing I ever heard in my life ❤✨
Love from India ❤✨
U guys are the best 😌❤
Thanks 🎉
Take love from Bangladesh brother.
turn on captions.
take love from Bangladesh 💚
Punjabi people are so sweet, take love from Bangladesh ❤️
It should be kept in the list of top 20 classical songs of bengali music.
অসাধারণ! গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেশীয় শিল্পী ও যন্ত্রী কিন্তু মান আন্তর্জাতিক বললেও কম হয়ে যায়। Thanks to Coke Studio Bangla.
Just wow
Same too vai eta keno hoy?
3:46 নজরুলের কি অনিন্দ্য সুন্দর সৃষ্টি! কি সুর,কি কথা! সাথে ঈশান আর নবনীতার গায়কি,চাহনি মোহাবিষ্ট করে ফেলেছে। এই অদ্ভুত সুন্দর মাদকতা কাটছে না! শুধু শুনেই যাচ্ছি।
বাংলা ভাষা এইজন্যই সুন্দর।রবি ঠাকুর আর নজরুল যেন এই ভাষার বরপুত্র❤🙏
Khub vlo bolechen dada❤️
দুই সিজন মিলিয়ে আমার সবচেয়ে প্রিয় গান এইটা। এত বেশি সুন্দর যে রিলিজ হউয়ার পর থেকে ঈদের ছুটির সময়টা বাসায় প্রতিদিন ২৫-৩০ বার শোনা হত। এখন অফিসে এসে নিজেও শুনি আসে পাশের মানুষকেও শোনার জন্য প্যারা দিচ্ছে 😛😛 এত্ত এডিক্টিভ একটা গান। ধন্যবাদ কোক স্টুডিও, অর্নব দা, শুভ দা, ইশান দা, নন্দিতা আপু ❤️
Same here
Same! Choltei ache release er por theke!
I was listening to a Nazrul song ,an unknown one , then it reminded me of this song. I always felt affinity towards Tagore songs. With age and maturity, I came to understand and realise the versatile and extraordinary appeal of Nazrul songs. I am particularly grateful to Coke studio for this song. I understand, how timeless Nazrul songs are where time stands still. What a beautiful rendition. I hope that you will present a Nazrul song in each season. Wishing you all the best,
Regards,
Sincerely,
Thank you so much apu ❤
মনমুগ্ধকর! কি অদ্ভুত গায়কী।
নন্দিতা যখন আসলো ঈশানের লুকিং টা জাস্ট অসাধারণ ছিল।
এরপর কোরাস, সব মিলিয়ে একটা নান্দনিক পারফরম্যান্স।
কাজী সাহেব জিন্দাবাদ।❤
সবাই কাজী নজরুল ইসলামের কথা বলছে অথচ তারা দুজনই কতো দরদ দিয়ে গাইলো।কি দারুণ লাগলো,প্রাণ জুড়িয়ে গেলো🖤🖤🖤।
Unlike other 'Traditional Coke Studio' tracks, the song is in a 'Single Master Piece', keeping the original flavour intact while adding a bit of modern spices like instruments, choreography & beautiful Set Design.
The song is a Treat to the Ears, Eyes and the Sole.
To me, that was the 'Real Magic'.
really it felt like magic
It's good to see there are still these skillful classical singers left in Bangladesh,embrace your heritage,resource and roots.
কাজী নজরুল ইসলামের লেখা তার নিজের কন্ঠে গাওয়া গানগুলো শুনলেই বোঝা যায় তিনি কতটা আবেগ, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের জন্য।
কি শব্দচয়ন, কি গভীরতা প্রতিটা শব্দে...
এত বছর পরেও তার লেখা গানগুলো সেরা ❤️❤️
যত শুনি তত হায়, পিপাসা বাড়িয়া যায়😊......What a masterpiece!
নন্দিতার এন্ট্রি, ঈশানের তাকিয়ে হাসি দেওয়াটা বেস্ট পার্ট ছিলো!
আর গানের কথাগুলা "যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়" অনবদ্য। 🌸
শরীরের লোম দাঁড়িয়ে যায়, নজরুল কী সৃষ্টি করে দিয়ে গেছেন আমাদের। হাজার বছর পরও গানের কথাগুলোর আবেদন সামান্যতমও ম্রিয়মান হয়ে যাবেনা!!
As I scrolled through the comments in the section, I couldn't help but feel a sense of warmth and hope. In this age dominated by platforms like TikTok and Likee, where fleeting trends often overshadow depth, it's truly heartening to see that there are still so many people with refined taste and thoughtful perspectives. It’s a comforting reminder that quality and substance still hold a cherished place in our world.❤❤
you are also one of them❤
,নজরুল এর মতো এমন লেখক আর জন্ম নিবে না😓
বিদ্রোহী কবি😍
সব সময় ওনার কথা পছন্দের ছিলো আছে থাকবে😍😍
ধন্যবাদ কোক স্টুডিও কে এই সুন্দর করে উপস্থাপন করার জন্য 😍😍😍ভালোবাসা অবিরাম
অথচ এই নজরুলকে মোল্লারা 'কাফের' উপাধি দিয়েছিল
অথচ মোল্লারা নজরুলকে 'কাফের' তকমা দিয়েছিল
নজরুলরা শত বছরে একবার জন্মায়। অপেক্ষা করা ছাড়া উপায় নাই।
নজরুল মহাপুরুষ যে নিজেই লিখেছিলো মুসলিমরা তাকে কাফের বলতো
দ্বিতীয় সিজনের এখন পর্যন্ত সেরা ডেলিভারি,,,,!
অনেক দিন পরে একটা পারফেক্ট বাংলা স্লিপিং সং🖤🖤
Right
Bonobibi
Bonobibi and daarle duaarey
@@guruch4534 এইটা বনবিবি থেকে ভালো
@@samin__khan__ Bonobibi better
দিনে কতবার শুনছি,গাইছি হিসাব নাই।
এতো সুন্দর কম্পোজিশন আর নজরুলের অর্থবহ প্রতিটা লাইন।
The best song that's been produced from Coke Studio Bangla.Keep it up❤
That time 3:45 is just wow ! Gan ta sunte jemon valo lage dekteu temni valo lage, etto sundor presentatioin ja bolae moton na. Jotonar gan ta play kori totobari mugdho hoi. One of the best song of coke studio bangla. keep it up. ❤
ধন্যবাদ coke studio কে, সবাই রবীন্দ্র সংগীত নিয়ে কাজ করলেও আপনারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন যে আমাদের একটা নজরুল ও ছিল। আরো নতুন কিছুর আশায় রইলাম।
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়...
হৃদয় শীতল করার জন্য একরাশ ভালোবাসা।
great performance ishaan, nandita just nailed it. Hats off to Shuvendu ❤
দ্বিতীয় সিজনের খুব সম্ভবত এটাই সেরা, কেমন যেন মন শীতল করা একটা অনূভুতি হয়। এত সুন্দর, যত শুনি তত হায়, পিপাসা বাড়িয়া যায়❣❣❣❣
Perfect voice to justice to this song. Feels like listening a Gazal from heaven. Amazing and thanks to the entire coke studio team!!
The male singer voice stole my heart...he executed the song with effortless grace...i want to hear more from him
গানের সাথে নাচের দৃশ্যটা দারুন ছিলো, সাথে নন্দিতার এন্ট্রিটাও। নজরুলের কি অপরূপ সৃষ্টি..! সিজন ২ এর এখন পর্যন্ত বেস্ট এটাই।👌👌👌🇧🇩🇧🇩💙
চাঁদরাতে এমন একটি হৃদয়স্পর্শী নজরুলের গজল ❤❤
Just goosebumps 🥰🥰
বুলবুলি'র পড়ে এটি আরেকটি মাস্টারপিস সঙ্গীত।এসব ছেড়ে কিসব উদ্ভট গান তৈরি করে
😅
@@muhammadasaduzzaman8838 গজল মানে শুধু ধর্মীয় স্তব গানই নয়, গজল মানে প্রেমভাবের গানও বোঝানো হয় ভাইয়া! 😑😑😑
@@talks_matter গজল মানে যদি শুধু ইসলামিক সঙ্গীত বুঝে থাকেন তাহলে ভাই আপনার জন্য এইটা শুধু মাত্র একটা গান। গজল শব্দটি আরবি । এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন।সঙ্গীতে ভালোবাসার উপস্থিতিও গজলের অন্তর্ভুক্ত ভাইজান 🙂🙂
We value your feedback. Stay tuned with us. Real Magic is just getting started. Hopefully you will like the next one!
Keep on hearing and loving. ❤️
গানটা শুনছি প্রায় দুমাস খানেক,
কি যে মধুরতা ,এক অদ্ভুত নেশা ...
ভাষায় প্রকাশ করা যায় না ।
আমি শুরু থেকেই নজরুলগীতি শুনে এসেছি , তবে এই উপস্থাপনা সত্যি অসাধারণ !!!❤❤
The way Ishaan looks at Nandita at her entry is just so fantastic.
You should have been praised him for the way he sung not the way he looked or whatever
@@parvezs4289 I didn't say that he has sung badly. Coke Studio is also about visualization, especially this season. We should also appreciate that right! Whatever, after all, it's all about good music.
I was thinking the same....
Totally agree ❤
I agree with u.the way he looked at her🫶😊
Once a region fought for their own language and made a language based country. And now they are protecting the language from foreign culture and language influence. By the by I'm from West Bengal my language also bengali. And I love every regional version of bengali. But people are trying to be smart by speaking English. Love you team Coke studio bangla. ❤❤
Irony!
Indeed, good music crosses all barriers. We really appreciate your warm compliments. Also your encouragement in this incredible journey with us. Keep showing love for good music! ❤️
Bangladesh did not become independent because of language!!! and Bangladesh did not have only linguistic conflict with Pakistan. Bangladesh was established to be free from language, culture, education, nationality, political, economic, military discrimination, exploitation. I think your knowledge is limited to the independence war of Bangladesh.Please Google from different archives of Bangladesh.
🇧🇩
অথচ এই কমেন্ট টাও ইংরেজি তে করা বাংলায় না😂
@@MasudRana-ql9uj But it the language dispute which instigated the movement initially.
নন্দিতা, ঈশান আপনাদের গায়কি অসাধারণ ভালো হয়েছে। অনেক দিন পর এমন শুনলাম গানের কথার সাথে সুরের মিল। "যত দেখি তত হায়, পিপাসা বাড়িয়া যায়" এমন ভাবে গাওয়া হয়েছে যেন সত্যি পিপাসায় কাতর। আর অর্ণব ভাই ও শুভ দার মিউজিক সেটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর সবশেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর গানের কথা। যিনি বাংলা সাহিত্য, গান, কবিতার এক অদম্য ধুমকেতু, উজ্জ্বল নক্ষত্র। তাকে পেছনে ফেলার মতো কোন কবি, সাহিত্যিক বাংলার মাটিতে কোন দিন জন্ম নিবে না।
গান নিয়ে আলাদা কিছুই বলার নেই!
বাট আরেকটা জিনিস চোখে পড়ার মতো visuals! Outstanding! গানের সাথে কেমন মিলে যায়!
এতোবার শোনা গান যেন পুরোনোই হয় না!❤