Chol Dotong Pahar | চল দোতং পাহাড় | Sohan Ali | Official Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @SohanAli
    @SohanAli  3 ปีที่แล้ว +776

    সুন্দর সুন্দর কমেন্ট দেখে মন ভরে যাচ্ছে । সামনে আরো অনেক গান আসছে, আমি চেষ্টা করি প্রতিটা গানে নতুনত্ব রাখার । আশা করি পাশে থাকবেন সবাই আর সম্ভব হলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ❤️

    • @riyadhri
      @riyadhri 3 ปีที่แล้ว +9

      অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। ❤️❤️
      I just wonder how come you are not a celebrity already!

    • @khokamiah7569
      @khokamiah7569 3 ปีที่แล้ว +4

      শুভ কামনা রইলো।

    • @HabiburRahman-nd8bb
      @HabiburRahman-nd8bb 3 ปีที่แล้ว +7

      vai inshallah valo hobe apnar songs gula

    • @HabiburRahman-nd8bb
      @HabiburRahman-nd8bb 3 ปีที่แล้ว +1

      i love yor songs 👍👍👌👌😅😅❤❤

    • @ayeshashahnaj4141
      @ayeshashahnaj4141 3 ปีที่แล้ว +3

      ইচ্ছা করতেসে আপনি যা চান তাই এনে দেই ভাই পারলে আপনারে। এতো মোহময় সুন্দর জিনিস উপহার দিলেন। অন্তস্তল থেকে ভালোবাসা আর শুভকামনা। অনেক অনেক উপরে দেখতে চাই ❤️

  • @hmsejan1157
    @hmsejan1157 ปีที่แล้ว +1277

    কিছু গান ভাইরাল না হওয়াই শ্রেয় ❤️
    কিছু সংখ্যক মানুষ যারা এটা উপভোগ করতে বারবার আসবে তারা স্পেশাল মানুষ!!!
    শ্রদ্ধা রইলো এইসব মানুষ এর রুচিবোধ এর উপর🖤

    • @sifatislamnaeem3167
      @sifatislamnaeem3167 ปีที่แล้ว +7

      Thick bolsen🙃

    • @ikramhasan6723
      @ikramhasan6723 ปีที่แล้ว +2

      🤍

    • @arafathossain5678
      @arafathossain5678 ปีที่แล้ว +6

      ভাই আমার মনে চাচ্ছে ধরে ধরে মানুষকে গান টা শুনাই আর বুঝাই চল পলায়ে যাই সবুজের দেশে।

    • @mijanurrahaman4137
      @mijanurrahaman4137 ปีที่แล้ว +3

      ধন্যবাদ দাদা মনের কথাটা প্রকাশ করার জন‍্য।

    • @printinggallery9902
      @printinggallery9902 ปีที่แล้ว +1

      একদম ঠিক🥰🥰

  • @mdRasel-oo3qi
    @mdRasel-oo3qi ปีที่แล้ว +90

    শত বছর পরে এই পাহাড় কেমন থাকবে জানিনা কিন্ত শত বছর পরে ঠিক এমনই দিনে ঠিক আমার মতো অনুভুতি নিয়ে কেউ এসে এই গান আবার শুনবেই আর তাকে অগ্রিম ধন্যবাদ রইলো ❤️

  • @imtiazitrat6296
    @imtiazitrat6296 2 ปีที่แล้ว +698

    এই কন্ঠটা হচ্ছে একটা কাধে রাখা হাতের মত। যেনো জিজ্ঞেস করছে "কীরে? মন খারাপ? খুব ক্লান্ত? আয় একটা গান শোনাই, সব দূর হয়ে যাবে।"
    ধন্যবাদ শিল্পীকে নিজের প্রতিভাকে আমাদের সাথে ভাগ করার জন্য। ❤️

    • @CineSakib
      @CineSakib ปีที่แล้ว

      Very well said

    • @Protik121295
      @Protik121295 ปีที่แล้ว +1

      চমৎকার বলেছেন

    • @ummesalmasharmin6144
      @ummesalmasharmin6144 ปีที่แล้ว +2

      আসলেই।দিনে যে কতবার গানটা শুনি।এত মায়া দিয়ে গেয়েছেন উনি

    • @habiburrahmanturja8239
      @habiburrahmanturja8239 ปีที่แล้ว +1

      একদম সত্যি

    • @jhumabanerjee9478
      @jhumabanerjee9478 ปีที่แล้ว +1

      Anoboddo asadharon

  • @JhankarMahbub
    @JhankarMahbub 2 ปีที่แล้ว +451

    "দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন"
    আসলেই জীবনকে সহজভাবে নিতে পারলেই জীবন সহজ-- এবং তৃপ্তিময় হয়ে উঠে।

  • @haninibthisam6134
    @haninibthisam6134 18 วันที่ผ่านมา +19

    ডিসেম্বরে কে শুনছেন একটা লাইক দিয়ে যাবেন।
    অসাধারণ গান ভাই।অশেষ শুভকামনা। ❤❤❤❤

  • @uchawsing7447
    @uchawsing7447 3 ปีที่แล้ว +828

    ভাই গানটি হৃদয় ছুঁয়ে গেল। আমি পাহাড়ি, পাহাড় ঘিরে আমাদের জীবন। আর জুম ঘরেই আমাদের শৈশবের বড় একটি অংশ কাটে। গানটি শুনে আমি যে অনুভূতি তা পেয়েছি তা বলে বোঝাতে পারব না।

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +26

      খুব ভালো লাগলো জেনে ❤️

    • @hossainsabuj1471
      @hossainsabuj1471 3 ปีที่แล้ว +5

      পাহাড় আমার খুব টানে ❣️

    • @zinatdrishti6608
      @zinatdrishti6608 2 ปีที่แล้ว +2

      ekdin dawat den amr zoom ghore thakar khub sokh

    • @imiimraan
      @imiimraan 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️🌺

    • @sajalsajal8094
      @sajalsajal8094 2 ปีที่แล้ว +1

      Zum ghore jete chai bhai

  • @GhoshNSingha
    @GhoshNSingha 2 ปีที่แล้ว +35

    কি গান শোনালেন ভাই, কতো কতো দিন পর যে এমন একটা গান শুনলাম... প্রাণ জুড়িয়ে গেলো, এক পাহাড় বিষাদ বয়ে বেড়ানো একটা মনে আরাম দিলেন আপনি... আহা জীবন যদি এমন হতো!!!!
    জীবনে যদি কখনো বাংলাদেশ যাই, একবার দোতং পাহাড় যাবো...
    ভালোবাসা নেবেন ভাই এপার বাংলা থেকে...
    বহুদিন বেঁচে থাকবে আপনার এই গান।

  • @kanakdhar
    @kanakdhar ปีที่แล้ว +38

    আফসোস লাগছে,এই গান এতদিন পরে কেনো শুনলাম! ভরা বর্ষায়, পূর্ণিমা রাতে,নাম না জানা কোন এক পাহাড়ের ঝুম ঘরে বসে...মারফা দিয়ে বিনি চাউলের ভাত খেতে খেতে শুনতে পারলেই জীবন আর গান মিলে একাকার হয়ে যাবে ❤️

  • @sakibmohammad9839
    @sakibmohammad9839 ปีที่แล้ว +8

    ঠিক গতবছর এই সময়টাতে প্রথম এই গানটির খোঁজ পেয়েছিলাম আমার এক পাহাড়ি বন্ধুর কাছ থেকে। তারপর থেকেই নিয়মিত শুনি। প্রশান্তিদায়ক একটি গান।
    ডাউনলোড অপশন চালু রাখলে অনেক কৃতজ্ঞ থাকতাম।

  • @arifulislam-eu3hs
    @arifulislam-eu3hs 11 หลายเดือนก่อน +358

    বাচ্চারা মনে রেখো পৃথিবীতে প্রেম ছাড়াও গান আছে😊

    • @asikunnaharmim9580
      @asikunnaharmim9580 8 หลายเดือนก่อน +14

      এটাও প্রেমের গান ,প্রকৃতি প্রেমিদের গান ।😊

    • @asikunnaharmim9580
      @asikunnaharmim9580 8 หลายเดือนก่อน +4

      এটাও প্রেমের গান ,প্রকৃতি প্রেমিদের গান ।😊

    • @hridoyhasan-jo8xw
      @hridoyhasan-jo8xw 7 หลายเดือนก่อน +2

      tui dekhi vai moner kotha koia felsos

    • @TasinSarkar-s9n
      @TasinSarkar-s9n 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @TANVIRDHRUBITA
      @TANVIRDHRUBITA 5 หลายเดือนก่อน +18

      তুমিই একটা বাচ্চা ভাই, প্রেম ছাড়া পৃথিবীতে আর কি আছে উল্লেখযোগ্য? প্রেম বলতে তুমি শুধু নারী পুরুষের একটা নির্দিষ্ট ধরনের প্রেম বুঝো বলেই সমস্যা। বড় হও, বুঝতে পারবা।❤

  • @Kuntol
    @Kuntol 3 ปีที่แล้ว +580

    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    আমি মারফা রেঁধে দেবো পাতে,
    বিন্নি চালের ভাত সাথে।
    দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন।
    পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
    আয়েশ করেই কাটুক এ যৌবন!
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....
    কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে....
    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....
    কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে....
    কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়
    মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায়!
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....
    যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে...
    এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....
    যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে...
    এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায় !
    তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    আমি মারফা রেঁধে দেবো পাতে,
    বিন্নি চালের ভাত সাথে।
    দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন।
    পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
    আয়েশ করেই কাটুক এ যৌবন!
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

  • @sudiptakhan001
    @sudiptakhan001 2 ปีที่แล้ว +142

    এই গানটা আমার কাছে কংক্রিটের শহরে এক পৃথিবী অক্সিজেন এর মত...💓

    • @hasanfuhad4391
      @hasanfuhad4391 2 ปีที่แล้ว +3

      পাহাড় একটা প্রশান্তির জায়গা 💌

  • @Singer-Erfan420
    @Singer-Erfan420 10 วันที่ผ่านมา +4

    এজন্যই হয়তো প্রবর রিপন বলেছিলেন "বাচ্চারা বড় হও, প্রেম ছাড়াও পৃথিবীতে আরও গান হয়" সত্যিই এসব গান শুনলে নতুন করে বাঁচতে ইচ্ছে করে 💜

  • @mizanurrahaman9680
    @mizanurrahaman9680 2 ปีที่แล้ว +29

    পৃথিবীর এমন কোন নেশা নেই এই গানের কাছে পাত্তা পাবে
    এত সুন্দর রিলাক্স অসাধারণ গায়কী
    জাস্ট নির্বাক হয়ে হাজারবার শোনতে ইচ্ছে করে
    পরের জন্মে পাহাড়ি মানুষ হবো

    • @fizisan8192
      @fizisan8192 2 ปีที่แล้ว

      চলো গাজা খাই😂

    • @mdmeron4773
      @mdmeron4773 ปีที่แล้ว

      আমি এই নেশায় পরে গেছি

    • @ExtremeKnowledgeBD
      @ExtremeKnowledgeBD 10 หลายเดือนก่อน

      পরের জীবন বলতে একটাই আছে, আর তা হল আখিরাত। So বোইজা শোইনা কথা বলেন। ধন্যবাদ

    • @abdulmannanrana8473
      @abdulmannanrana8473 7 หลายเดือนก่อน

      Right

  • @HabibRahman-zd3dt
    @HabibRahman-zd3dt 2 ปีที่แล้ว +23

    কিছুদিন আগেই পাহাড় থেকে ঘুরে এলাম, আজকে প্রথম এই গানটা খুজে পেলাম, সারাদিনই গানটা শুনেছি। এই কিংবদন্তিতুল্য গানটা আপনাকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে।

  • @Md.AfteKhairulIslam
    @Md.AfteKhairulIslam 9 หลายเดือนก่อน +8

    কানে হেডফোন মানেই এই গানটা একবার হলেও আমার শুনতে হবে...। জীবন কে যেনো গানের মাঝে অনুভব করা যায়..🙂
    ধন্যবাদ এমন একটি গান উপহার দেওয়ার জন্য.. 🖤

  • @lutforhasan0
    @lutforhasan0 3 ปีที่แล้ว +27

    বাংলা গানের বাঁক বদলে এই গান ভূমিকা রাখতে পারে

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +2

      🙏🙏

  • @sahelichakraborty1288
    @sahelichakraborty1288 3 ปีที่แล้ว +68

    গানটা এতো ভালো লেগেছে যে আমি ring tone বানিয়ে ফেললাম ।
    Good wishes for you.
    - From India ❤️

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @khukonjaman
      @khukonjaman 3 ปีที่แล้ว +2

      আপু আমি রিং টোন বানাবো। কিভাবে বলে দিলে উপকৃত হতাম

    • @mdivan1465
      @mdivan1465 2 ปีที่แล้ว

      আপু একটু বলবেন
      প্লিজ 😊😊😊😊

  • @pulakbarua8876
    @pulakbarua8876 3 ชั่วโมงที่ผ่านมา

    আহ্ জীবন, কি অদ্ভুত একটা গান, প্রান জুড়িয়েগেল।

  • @kamrulhasan7586
    @kamrulhasan7586 2 ปีที่แล้ว +25

    আশ্চর্য গান! সাবলীল ভাষায় জীবনের সীমাবদ্ধতা এভাবে এত কমশব্দে তুলে আনা সম্ভব এই গান না শুনলে, বুঝতাম না🤜🤛

  • @obydulislam7631
    @obydulislam7631 3 ปีที่แล้ว +68

    একদিন অনেক টাকা হবে, পালাবার মতো। পালিয়ে যাবো হয়তো এক মানুষের হাত ধরে সবকিছু ছেড়ে। যাপিত জীবনের সব পিছুটান, সব মায়া ভুলে গিয়ে, আমি ওকে নিয়ে হয়তো উঠবো আমার পাহাড়ি বন্ধু সঞ্জয়ের বান্দরবানের বাড়িতে। লুকিয়ে থাকবো, পালিয়ে বাঁচবো, যে জীবনে এতদিন নিজের থেকে পালিয়ে বেড়িয়েছি, এখন পালাবো অন্য থেকে। পাহাড়ের বুকে সমস্ত পৃথিবী লুকাবে আমার, তখন এ গানের কথা মনে পরবে।
    মনে পরবেই! ❤️

    • @tanjim099loba2
      @tanjim099loba2 2 ปีที่แล้ว

      Ok

    • @jah276
      @jah276 6 หลายเดือนก่อน

      Amar kub jante ecche kore apni ki paliyecen?apnr sei prio manush ki apnar ekono ace?

  • @saimajunayed3554
    @saimajunayed3554 5 วันที่ผ่านมา

    কোন এক সময় আসবে যখন চোখভর্তি থাকবে শুধু সুখের কান্না।তখন এই শহর ছেড়ে চলে যাবো দোতং পাহাড়।
    গানটায় সেই আশায় হৃদয় কেঁপে উঠে।

  • @neloynill5751
    @neloynill5751 2 ปีที่แล้ว +115

    আরো একটা শান্তির গানের আর্বিভাব এই পৃথিবীতে! জানিনা এর পরে আপনার এমন কোন সৃষ্টি আসবে কিনা,, তবে এই সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখবে যুগে যুগে সবার প্রানে।❤ অনেক শুভকামনা।

  • @r.ndrubo5491
    @r.ndrubo5491 3 ปีที่แล้ว +116

    এই গানটা পাহাড়প্রেমীদের জাতীয় সংগীত এ পরিণত হবে একদিন।
    অঞ্জন দত্তের কাঞ্চনজঙ্ঘা গানের মতোই কালজয়ী হবে....❤️

  • @RiadHasan
    @RiadHasan ปีที่แล้ว +1

    কি আরাম একটা গান! সোহান আলী আপনাকে অনেক ধন্যবাদ গানটার জন্য। ❤️

  • @Joy_1205
    @Joy_1205 2 ปีที่แล้ว +23

    একজন নতুন শ্রোতা... একটা অদ্ভুত শান্তি পাচ্ছি গানটা বারংবার শুনে❤️❤️

  • @mahamudulhossen974
    @mahamudulhossen974 ปีที่แล้ว +6

    ভাই এত সুন্দর একটা লিরিক্স, হৃদয় ছোঁয়া সুর, গানটা এত এত বার শুনেছি তারপরও শুনতে ইচ্ছে করছে , গানটা ফেসবুকে একজনের মুখে শুনেছিলাম ,
    সত্যি বলতে এতো এতো সুন্দর গানগুলো এভাবেই অজানায় পড়ে থাকে ,

  • @faysalahmed7781
    @faysalahmed7781 9 วันที่ผ่านมา

    ব্যান্ড আর পপ মিউজিকের এই যুগে এমন সাদাসিধে কিন্তু হৃদয়ছোঁয়া একটি গান উপহার দেওয়ার জন্য সোহান ভাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসাধারণ লিরিক আর মুগ্ধকর ভোকালের এক অনন্য উদাহরণ হলো চল দোতং পাহাড়। ❤

  • @DhimanDa
    @DhimanDa 3 ปีที่แล้ว +14

    ভাই রে ভাই! এত্ত সুন্দর কম্পোজিশন ভাইরাল হয় না কেন?
    সেই ভাই সেই! ♥♥

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +13

      ভাইরাল হওয়া মানে সবাই অনেক এক্সপেকটেশন নিয়ে হুড়মুড় করে এখানে আসবে, তারপর গানের ইন্ট্রো লাইন শুরুর আগেই ভিডিও কোয়ালিটি দেখে ডিসলাইক দিয়ে চলে যাবে । এর চেয়ে বরং মানুষ রিকোমেন্ডেশন থেকেই শুনুক 🙃 ❤️❤️❤️

    • @DhimanDa
      @DhimanDa 3 ปีที่แล้ว +2

      @@SohanAli ভাই রিপ্লাই করেছেন দেখে খুব খুশি লাগছে! তবু ভাই মানুষ আজাইরা জিনিশ হুদাই ভাইরাল হয়, ভালো জিনিশ ভাইরাল হয়না! এই গানটা মন ছুয়ে গেছে! রাঙামাটি আছি ৫ বছর ধরে, আই ক্যান রিলেট এভ্রি সিংগেল সাউন্ড পিস অব দ্য সং!
      স্টে ব্লেসড ভাই ♥ নতুন কিছুর অপেক্ষায় রইলাম!

  • @spshamim5602
    @spshamim5602 5 หลายเดือนก่อน +7

    ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় এটা শতাব্দীর শ্রেষ্ঠ গান❤। যেখানে চাওয়া-পাওয়ার বা হারানোর কিছু নাই। যতই শুনি ততই ভালো লাগে 🥰।

  • @anikmahmud8988
    @anikmahmud8988 หลายเดือนก่อน +2

    শহরের যান্ত্রিক জীবনে আছি, গানটা কয়েক দিন ধরে অনবরত শুনছি আর অন্যরকম একটা অনুভুতি পাচ্ছি। কবে যে যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে দূর পাহাড়ে বসে এই গানটা শুনবো। 😅

  • @najmul8793
    @najmul8793 ปีที่แล้ว +28

    টানা ৬ মাস একটা কাজে বান্দরবান ছিলাম, সারাদিন সারারাত এই গানটা শুনি আর মিস করি দিন গুলি। প্রত্যেকটা লাইন কলিজায় লাগে ভাই🙂💖

    • @shahriar32463
      @shahriar32463 9 หลายเดือนก่อน

      2nď town amr

    • @akankha123
      @akankha123 หลายเดือนก่อน

      🤍🤍

  • @bidhanghosh9740
    @bidhanghosh9740 3 ปีที่แล้ว +35

    মন ছুঁয়ে গিয়েছে....কি অপূর্ব সৃষ্টি... thank you so much Habib Wahid ভাইয়া....এমন একটি খাঁটি সোনার সন্ধান দেয়ার জন্য.... এইসব গলাগুলো এখন খুব কম মেলে....ঈশ্বরের কাছে প্রার্থনা করি....ভাইয়াটা জীবনে আরও অনেক অনেক দূর এগিয়ে যাক👍👍❤❤

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️

  • @MelodyUniversebyKaziAlEmran
    @MelodyUniversebyKaziAlEmran 9 วันที่ผ่านมา +2

    এত সুন্দর গান উফফ্! ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লাগে গানটা। ❤

  • @rafi194
    @rafi194 3 ปีที่แล้ว +8

    অদ্ভুতুড়ে এক নেশায় ভরপুর গানটা.... 🖤

  • @md.saddamhossain8351
    @md.saddamhossain8351 3 ปีที่แล้ว +12

    পরান জুড়িয়ে যাওয়া গানের কথা আর সুর! আহা! সাথে এরকম ভরাট কন্ঠ পুরো গানকে দিয়েছে এক অন্যরকম মাত্রা। একবার শুনেই মনের মাঝে জায়গা করে নিলো । অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +1

      ❤️❤️

  • @supriyasarkar3721
    @supriyasarkar3721 9 หลายเดือนก่อน

    ফেসবুক এর একটি ভিডিও তে প্রথম শুনে ইউটিউব এ এসে বারবার শুনছি। এই গরমে প্রাণে একরাশ শীতল বাতাস ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। আহা!! প্রাণের আরাম, কানের আরাম!

  • @psycho0.2
    @psycho0.2 9 หลายเดือนก่อน +7

    পৃথিবীতে প্রেম ছাড়াও গান আছে😊

    • @TANVIRDHRUBITA
      @TANVIRDHRUBITA 5 หลายเดือนก่อน

      প্রেম ছাড়া কোনো গান নেই পৃথিবীতে। প্রেম বলতে শুধু নারী পুরুষের নির্দিষ্ট ধরনের প্রেম বুঝলেই সমস্যা।

  • @muhammadmasud7782
    @muhammadmasud7782 2 ปีที่แล้ว +5

    আহ, শিল্পী যেন গলা দিয়ে নয়, হৃদয় দিয়ে গাইছে, অসাধারণ 💜

  • @mahin5978
    @mahin5978 9 หลายเดือนก่อน

    Raat 2:50 baje, kole sketch pad, kane head phone ek hate 4b pencil ar ek hate ojosro kata dag.... Ei shomoe pashe joto shanti barche, moner shanti totoi agun e pure charkhar hoche.... Tokhon e apnar ei gan ta shuni.... Thank you... Mon ta onek tai shanto hoeche ❤

  • @himaloyhimu9887
    @himaloyhimu9887 3 ปีที่แล้ว +50

    বাকলাই আর ডাবল ফলস যাওয়ার পথে এক ট্যুরমেট এই গান শুনাইছিলো।পাহাড়ি ট্র্যাকিং এর সাথে এই গানের কম্বিনেশনটা একটু বেশিই জোস...

  • @rahmanshovon9067
    @rahmanshovon9067 3 ปีที่แล้ว +14

    কান দিয়ে শব্দগুলো ঢুকে বারংবার সিস্টোল ডায়োস্টোলের সেই সিস্টেম টা নাড়াচ্ছে ভাই🖤🖤🖤

    • @SadikulIslam-p3x
      @SadikulIslam-p3x 3 หลายเดือนก่อน

      কান দিয়ে শব্দগুলো ঢুকে বারংবার সিস্টোল ডায়োস্টলের সেই সিস্টেমটা নাড়াচ্ছে ভাই

  • @user-gv2xe6wl7o
    @user-gv2xe6wl7o หลายเดือนก่อน +1

    কিছু গান ভাইরাল না হওয়াই শ্রেয় কিছু সংখ্যক মানুষ যারা এটা উপভোগ করতে বারবার আসবে তারা স্পেশাল মানুষ!!! শ্রদ্ধা রইলো এইসব মানুষ এর রুচিবোধ এর উপর

  • @sibbyhasantanjid
    @sibbyhasantanjid 2 ปีที่แล้ว +4

    বাবার চাকরির ক্ষেত্রে আসা এই পাহাড়ি অঞ্চলে।আর সেই ছোটো থেকে এখন অবধি জীবনটা কাটিয়ে দিলাম এখানেই।পাহাড়ি অঞ্চল মানেই সবুজের বুকে আনন্দ।আহ,,,কতোই না সুন্দর কুয়াশামাখা সকাল গুলো।পাহাড়ের সুউচ্চ পর্বতশ্রেণীতে বসে বৃষ্টির স্বাদটা দেখার মতো অনুভূতি আর কোথাও নেই।

  • @Anonymous-pw4tx
    @Anonymous-pw4tx 2 ปีที่แล้ว +18

    প্রথমবার শোনার পর থেকেই গানটা মাথা থেকে আর বের হচ্ছে না। সবকিছু এত বেশি সুন্দর। এত মায়া!

  • @s.a.n.c.h.a.r.ii.91
    @s.a.n.c.h.a.r.ii.91 ปีที่แล้ว +7

    কোনোদিন যদি বাড়িঘর ছেড়ে পালিয়ে যাই দূরে কোথাও, তবে তার জন্যে এই গানটাই দায়ী থাকবে৷

  • @arafathossain5678
    @arafathossain5678 ปีที่แล้ว +4

    ভিতর টা কেমন ছটফট করছে কোথাও হারিয়ে যাওয়ার জন্য। ভাই চার দেয়ালের কর্পোরেট হতাশার মধ্যে এই গান টা যেন একটা আলোড়ন। ❤️❤️❤️❤️❤️ অবিরাম ভালোবাসা ভাই।

  • @minhazridoy6198
    @minhazridoy6198 3 ปีที่แล้ว +1123

    এই গান শুনলে মনে হয় যে সব অফিস বাদ দিয়ে কোনো এক জুম ঘরে বৃষ্টির সময় চোখ লাল করে বসে থাকি ভাই

    • @SohanAli
      @SohanAli  3 ปีที่แล้ว +32

      ❤️❤️

    • @YouMe-pw4vn
      @YouMe-pw4vn 3 ปีที่แล้ว +10

      Exactly

    • @bevaliant3325
      @bevaliant3325 2 ปีที่แล้ว +37

      Ganja kheye chok lal ?

    • @nasimreza2753
      @nasimreza2753 2 ปีที่แล้ว +39

      জুম ঘরে শুধু চোখ লাল করলে হবে না।পানি খেয়ে তৃষ্ণাও মিটাতে হবে।😊😁

    • @minhazridoy6198
      @minhazridoy6198 2 ปีที่แล้ว +8

      দোচুয়ানি

  • @evan.75993
    @evan.75993 ปีที่แล้ว +1

    আহহহ গান.!
    হাজার বারেও মন ভরে নাহ শুধু শুনি'ই,সারাদিন শুনি,রাতে শুনি,ঘুমিয়ে শুনি,জেগে শুনি তবুও তৃষ্ণা মেটে নাহ.!🤍✊
    সোহান ভাই এক্খান চিজজ.!🤝

  • @rakibkuakata9396
    @rakibkuakata9396 3 ปีที่แล้ว +6

    Habib Wahid এর পোস্ট পেয়ে দেখতে আসলাম।। খুবই সুন্দর গান।। শুভকামনা আগামীর জন্য।।

  • @Soniya23
    @Soniya23 3 ปีที่แล้ว +7

    ট্রাভেলার বিশেষ করে পাহাড়প্রেমীদের জন্য এটা একটা কালজয়ী গান হয়ে থাকবে। 💓

  • @AuroraTahsinTondra
    @AuroraTahsinTondra หลายเดือนก่อน +2

    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....
    This song somehow brings so much peace...

  • @Dipu1Saha
    @Dipu1Saha 2 ปีที่แล้ว +77

    কোনো এক জোসনায় বান্দরবানের কোনো এক গহীন পাহাড় চূড়ায় গিটার হাতে আমার সঙ্গী হবে "দোতং পাহাড়" 🖤

    • @SohanAli
      @SohanAli  2 ปีที่แล้ว +2

      🎸💓

    • @Dipu1Saha
      @Dipu1Saha 2 ปีที่แล้ว

      @@SohanAli ভাই অনেক অনেক ধন্যবাদ

    • @mayasgirls6246
      @mayasgirls6246 2 ปีที่แล้ว +2

      ❤️🥺

    • @Dipu1Saha
      @Dipu1Saha 2 ปีที่แล้ว +1

      @@mayasgirls6246 🖤

  • @NobitaYT01
    @NobitaYT01 3 ปีที่แล้ว +23

    আরে ভাই গানটাতো মিলিয়নে যাওয়ার কথা 🥰

  • @Shahinurrahman276
    @Shahinurrahman276 27 วันที่ผ่านมา +3

    কে পাইলো!কার কি গেলো!কার কিবা আসে যায়! আহা লাইন টা😪❤️‍🩹

  • @zahidhossain9484
    @zahidhossain9484 3 ปีที่แล้ว +5

    ধন্যবাদ হাবিব ওয়াহিদ ভাই এতো সুন্দর গানের সন্ধান দেওয়ার জন্য৷ শুভকামনা রইলো সোহান আলী ভাই এগিয়েন যান।

  • @bivorebhattacherjee4062
    @bivorebhattacherjee4062 ปีที่แล้ว +11

    ❣️আমার বাংলার গান, পাহড়ি খাদের গল্প- জিবনের নয় ছয়ের কথাগুলোকে অসাধারণ কম্পোজিশনে তুলে এনেছেন দাদা🇧🇩 ভালোবাসা অবিরাম

  • @ibrahimmohammad4010
    @ibrahimmohammad4010 ปีที่แล้ว

    মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য এরকম একটা গানই যথেষ্ট।
    খুবই সুন্দর। প্রতিদিন রাতে ঘুমের আগে ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে এই গানটার সাথে মিসে যেতে ভালো লাগে

  • @ariyansone
    @ariyansone ปีที่แล้ว +10

    "দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন"
    আসলেই জীবনকে সহজভাবে নিতে পারলেই জীবন সহজ-- এবং তৃপ্তিময় হয়ে উঠে।🙂🙂😊😊

  • @muhitalam7541
    @muhitalam7541 3 ปีที่แล้ว +10

    হঠাৎ করে গানটা খুঁজে পাওয়া। অনেকদিন পর ভালো বাংলা মৌলিক গান শুনলাম। মন ছুঁয়ে গেলো। গানের স্রষ্টার প্রতি অনেক শুভকামনা।

  • @oishecatherine3507
    @oishecatherine3507 ปีที่แล้ว

    একটা গানের পক্ষে এক নিমিষেই সব মন খারাপ দূর করে দেওয়া সম্ভব, জীবনের ঝুট-ঝামেলা গুলা ভুলিয়ে দেওয়া সম্ভব তা এই গান না শুনলে বিশ্বাস করতে পারতাম না।ধন্যবাদ সেই ট্যুর গাইডকে যিনি পাহাড়ের উপরে বসে সেই গানটি গাইছিলো।সেদিন না শুনলে হয়তো এই হিরের খন্ডটা কখনো খুঁজে পেতাম না।ধন্যবাদ আপনাকে, একাধারে গানের লেখক এবং গায়ক যিনি।আপনি আজীবন বেঁচে থাকবেন আপনার এই গানের সাথে🤍🖤

  • @rupadatta8808
    @rupadatta8808 2 ปีที่แล้ว +90

    I never knew such a song exits!!!
    It's been about 10 years, I visited Dotawng pahar as a solo traveller. The memory is so alive. The connection with the people are so deep. I still receive phone call from the villagers asking when I will visit next time and yet I couldn't make my second visit.
    This song is bringing back all those people and memories.

    • @SohanAli
      @SohanAli  2 ปีที่แล้ว +5

      I went there two times via different routes. Insanely beautiful. I'd love to go there again n again. Thanks for sharing your story 🙏

    • @auronisemontikhan5653
      @auronisemontikhan5653 2 ปีที่แล้ว

      @@SohanAli @Rupa Datta: apu and bhaia, mind sharing the details of getting there, please. thank you! I could also reach you via e mail or other media.

    • @raselbari2628
      @raselbari2628 2 ปีที่แล้ว

      @@auronisemontikhan5653 ব

    • @rajeshchowdhury3016
      @rajeshchowdhury3016 ปีที่แล้ว

      u were the princess of the hills, I heard about u

    • @nadirabegum3137
      @nadirabegum3137 ปีที่แล้ว

      ​@@SohanAliপাহাড়?

  • @khandakerjahidulislam5128
    @khandakerjahidulislam5128 3 ปีที่แล้ว +5

    একটা পরিষ্কার গলার গান। যার সুর এত সুন্দর হতে পারে সে মানুষ হিসেবেও অনেক ভাল হবে ❤️

  • @sajolsheikh9842
    @sajolsheikh9842 วันที่ผ่านมา +1

    টঙ দোকানের এক কাপ রং চা,,, কোন এক পড়ন্ত বিকেল,,,পাহাড়ি এলাকা,, কলিজার কিছু বন্ধু,,সাথে এই গানটা, ❤️‍🩹😅 আহঃ 🫂 এই তো জীবন 💘

  • @sayybaaaaa
    @sayybaaaaa 2 ปีที่แล้ว +16

    দু'দিন যাবৎ আমি গানটা থেকে সরতে পারছি না,আর এখন বাবাও সরতে পারছে না। সারাদিন বাসায় স্পিকারে চলছে।
    কী গান এইটা! এইটা কীইইইইইইইইইই

  • @shafiullahshakil9287
    @shafiullahshakil9287 2 ปีที่แล้ว +5

    কখনো পাহাড় দেখা হয়নি, গানটি শুনে খুব যেতে ইচ্ছে করছে। ভালোবাসা নিয়েন সোহান ভাই, আরো অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ❤️

  • @MehbubShafi-og5bg
    @MehbubShafi-og5bg 12 วันที่ผ่านมา +1

    চমৎকার সৃষ্টি, চমৎকার পরিবেশনা। ❤

  • @samiraiqbal9177
    @samiraiqbal9177 ปีที่แล้ว +44

    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো
    আমি মারফা রেঁধে দেবো পাতে,
    বিন্নি চালের ভাত সাথে
    দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন
    পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
    আয়েশ করেই কাটুক এ যৌবন
    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো
    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে...
    কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে...
    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে...
    কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে...

    • @lubabaamjad6933
      @lubabaamjad6933 9 หลายเดือนก่อน

      পাহাড় এ যাওয়ার জন্য বুক টা কেমন ছটফট করতেসে ভাই:)

    • @mohdmizanurrahman2285
      @mohdmizanurrahman2285 20 วันที่ผ่านมา

      @@lubabaamjad6933 nnnnnnnnnnn

  • @shahabulkhan166
    @shahabulkhan166 3 ปีที่แล้ว +13

    হাবিব ভাইয়ের পেজে দেখার পর আসলাম। আহ কি সুন্দর গান মন জুড়িয়ে গেলো❤

  • @zerintasnim3221
    @zerintasnim3221 ปีที่แล้ว +2

    যখন ভীষণ মন খারাপ হয়,, কাউকে বলার মত না, বা প্রকাশ করতে পারিনা তখন গানটা শুনে নিজেরেই কেমন যেন স্বান্তনা দিতে পারি।
    না পাওয়া ইচ্ছেগুলো যখন উঁকি দেয় ঠিক তখনই মনে পড়ে গানটি ❤❤️

  • @saft223
    @saft223 2 ปีที่แล้ว +36

    We went to Dotong Pahar during our tour to Amiakhum on last December. Its so beautiful out there which cannot be described in words. I Didn't know about this song then. One of my friend recommended me to listen to this. This song is a masterpiece. Thanks for making this one. This song reflects in everything we experienced on our journey. That jhumghor, purnima... Nostalgia...

  • @NurNobi-qj3lr
    @NurNobi-qj3lr ปีที่แล้ว +9

    দিনের সব ক্লান্তি একপাশে রেখে,বালিশে মাথা রেখে গানটা প্রতিদিন একবার হলেও শুনি।আমার মতো এমন কেউ থাকলে সাড়া দেন।

  • @mdmehedihassanshobuj6736
    @mdmehedihassanshobuj6736 ปีที่แล้ว +2

    এমন গান শুনলে মনের ভিতর এত শান্তি কাজ করে কেন😊 হাজার বছর বেচে থাকুক এমন গানগুলো,প্রজন্ম থেকে প্রজন্ম চলুক।

  • @abdussattar4753
    @abdussattar4753 3 ปีที่แล้ว +5

    Best Song .. GO ahead Sohan

  • @SHAHZADI-2091
    @SHAHZADI-2091 หลายเดือนก่อน +12

    ঠুনকো এই জীবনে আপনি কিছুই রেখে যেতে পারবেন না। শুধু আপনার জীবনের গল্প গুলো ছাড়া।

    • @akankha123
      @akankha123 หลายเดือนก่อน

      অজস্র মুহূর্ত মিলে একটা জীবন,
      অথচ সমস্ত জীবন দাঁড়িয়ে থাকে এক মুহুর্তের উপর।🤍

  • @nextleveltv1000
    @nextleveltv1000 2 หลายเดือนก่อน

    একটা গায়কের সবচেয়ে বড় সার্থকতা হল গানের সাথে শ্রোতাকে সেই জায়গায় নিয়ে যাওয়া আর আপনি সেটা পেরেছেন। মনে হচ্ছে পাহাড়ে বসে গানটা শুনছি।

  • @MkLo-4s
    @MkLo-4s 2 ปีที่แล้ว +7

    অসম্ভব সুন্দর!❤️
    শুনে মুগ্ধ হয়ে গেলাম, মন ছুঁয়ে গেল😌
    নিত্যদিনের সঙ্গী করে রাখবো গান টারে🥰

  • @tamannasayeedjafrin9868
    @tamannasayeedjafrin9868 2 ปีที่แล้ว +9

    সুর ও কথার মোহে আচ্ছন্ন।সত্যই অনবদ্য। ❤️

    • @hridoyhasan-jo8xw
      @hridoyhasan-jo8xw 7 หลายเดือนก่อน

      sotti onak sundor ,,, ar apni o ganer moto sundor onak

  • @AhmedFaruk-df3bo
    @AhmedFaruk-df3bo ปีที่แล้ว +2

    আহ কি অসাধারণ লাগছে ভাই। কমেন্ট করে রেখে গেলাম নতুন প্রজন্ম দেখবে আমাদের রচি কতো সুন্দর ছিলো❤

  • @Dondomurkho
    @Dondomurkho 9 หลายเดือนก่อน +3

    স্মৃতি রেখে গেলাম । আমি শিওর এই গানটি আপনাকে ইউটিউব সাজেস্ট করিনি ❤❤

  • @mdmahamudulislam4417
    @mdmahamudulislam4417 2 ปีที่แล้ว +4

    কি সুন্দর সৃষ্টি। প্রতিটি শব্দই যেনো নিজেকে প্রকাশ করছে।
    একদিন সবকিছু ছেড়েছুড়ে নিশ্চই দোতং পাহাড়ে যাবো। বাকি জীবন টা পাহাড়ে কাটাবো। মিশে যাবো পাহাড় এবং প্রকৃতিতে। বেলা শেষে পছন্দের মানুষটিকে নিয়ে জোসনা দেখার বায়না করবো।
    ভালো থাকবেন ভাইয়া। আশা করি এমন আরো কিছু গান আমাদের উপহার দিবেন।

  • @sarabantahura3584
    @sarabantahura3584 ปีที่แล้ว +1

    এখন রাত ৩টা, এই গানটা আগেও শুনছি কিন্তু আজকে মনে হচ্ছে গুজবাম্প হচ্ছে বারবার। এত মায়া করে গাইতে হবে কেন? 🌸

  • @mdfazlerabby6340
    @mdfazlerabby6340 2 ปีที่แล้ว +7

    যা শোনার সাথে সাথে..
    মন সেই দুনিয়ায় চলে যায়..
    সেইটাই তো আসল গান...
    গানের কথার সাথে সাথে যেন...দোতং পাহাড় এ কয়েক মূহুর্ত কাটিয়ে আসলাম...

    • @mayisharahmansparsha6512
      @mayisharahmansparsha6512 2 ปีที่แล้ว

      Ekdom thik bolsen vaiya. Thanks to my friend rhythm for giving me this song. Khub shundor ekta gan. R singer vai jevabe geyechen, amazing ❤️

  • @ShopnoToron
    @ShopnoToron 2 ปีที่แล้ว +21

    গানটি ১ মিলয়ন ভিউ অতিক্রম করায় আপনাকে অভিনন্দন সোহান ভাই! 😍
    এই গানটি একদিন ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।✌️
    শুভকামনা 💙

  • @chingmarma832
    @chingmarma832 2 ปีที่แล้ว +5

    ভাই, বান্দরবান থেকে শুনছি । শৈশবের জুম ঘরে কাটানো জীবন গুলো আমার মনে নাড়া দিয়েছে । যে কমেন্ট না করেই থাকতে পারলাম না 🥰🥰🌿🌿

  • @sumaiyamoon6670
    @sumaiyamoon6670 3 ปีที่แล้ว +11

    The song deserves million views! ❤️

  • @Nadia-p7f
    @Nadia-p7f 3 หลายเดือนก่อน

    মন জুড়িয়ে যাওয়া মতো একটি গান। ফেসবুকে একটা ছোট্ট ভিডিওতে গানটা'র কয়েক লাইন শুনেছি। ইউটিউবে এসে সার্চ দিয়ে পুরোটা শুনলাম। অসাধারণ গান'টি যেন আমাকে পাহাড়ের দিকে টানছে।❤❤

  • @tanvinkhanema549
    @tanvinkhanema549 2 ปีที่แล้ว +11

    এক সুরুচিবান পুরুষ আমাকে গান টা দিয়েছেন কৃতজ্ঞতা তাকে❤️
    এমন সুরুচিবান পুরুষের সাথে শুধু দোতং পাহাড় না দেশান্তরি হইতেও আপত্তি নেই!

    • @tanmoysarker6459
      @tanmoysarker6459 2 ปีที่แล้ว +1

      গানটা তাকে দিলাম , সে ও যেন এমন ভাবে !🌻

    • @amitavanandy4645
      @amitavanandy4645 2 ปีที่แล้ว +4

      খুব সুন্দর কথা বললে।তোমার কথাতেও রুচির ছাপ স্পষ্ট।এর'মই রুচিস্নিগ্ধ থেক।

  • @TahmidRashid
    @TahmidRashid 2 ปีที่แล้ว +9

    I am lost by the creativity of the lyrics....How enchantingly peaceful! Please keep up the good work.

  • @shujoy.1977
    @shujoy.1977 ปีที่แล้ว

    পাহাড়ে আসতে আসতে শুনছিলাম।
    আহা... কি দরদ কন্ঠে। পরিবেশের সাথে একেবারে মিলেমিশে একাকার ❤❤❤❤❤

  • @stupidsmathemania
    @stupidsmathemania 3 ปีที่แล้ว +14

    এটা মাস্টারপিস ভাই 🥺💙
    এই গানগুলো ভাইরাল না হোক,তাহলে অসভ্য কিছু বাঙালি গানটাকে দিয়ে টিকটক বানিয়ে গানটির আবেগটাকে সস্তা করে দিবে।তারচেয়ে বরং কিছু গানপ্রিয় শ্রোতারা এগুলো শুনুক। দরকার হলে টাকা দিয়ে কিনে শুনবে।কিন্তু সুন্দর সৃষ্টিগুলো নষ্ট না হোক 🙂।দোয়া রইলো ভাই আপনার জন্য। আরেকটা মাস্টারপিসের অপেক্ষায় 🥰

  • @shontuamitofficial
    @shontuamitofficial 3 ปีที่แล้ว +4

    Amazing song

  • @NazmulHasan-kv6ll
    @NazmulHasan-kv6ll 16 วันที่ผ่านมา

    আহা ❤ শান্তি প্রাপ্ত করলাম ❤️❤️❤️

  • @shahrearplaabon7999
    @shahrearplaabon7999 2 ปีที่แล้ว +9

    পাহাড়ে গিয়ে গানটা শুনেছিলাম। আবার এসে শুনছি, ঠিক তখনই যখন পাহাড়ের দিন গুলো মিস করি🖤
    পাহাড়ের নেশা অন্য নেশা, এই নেশা থেকে বের হতে চাই না🖤

  • @rupamdas5172
    @rupamdas5172 ปีที่แล้ว +3

    যা বুজলাম এতদিন এ বাংলা গান পৃথিবীর শ্রেষ্ঠ গান গর্ব করি বাঙালি হয়ে জন্মেছি এর পর যদি মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করি তাহলে আবার বাঙালি হয়ে জন্মাতে চাই আবার এই বাংলা গান শুনবো 😌😌😌 সত্যি গানটা খুব সুন্দর আমার প্রিয় গান এর লিস্ট এ এই গান আজকের থেকে থাকবে 😌

  • @ariffulislam3631
    @ariffulislam3631 27 วันที่ผ่านมา

    অসাধারণ,, যেমন কণ্ঠ,, তেমন গান বাক্য গুলো,, যাষ্ট অসাধারণ,,,
    নেশা ছাড়া গান কিন্তু গান টাই একটা ঘোরের মতো মায়া ❤❤❤

  • @kantadasroll-2263
    @kantadasroll-2263 3 ปีที่แล้ว +9

    I am here after someone's recommendation. Now fall in love with your voice and composition of the song.
    Take love❤️❤️

  • @amanullah9574
    @amanullah9574 3 ปีที่แล้ว +5

    হাবিব ভাই লিংক দিছে ভালো না হয়ে যাবে কই,,অনেক ভালো গেয়েছেন দাদা 😘🥰🥰,লিরিক্স ও অসাধারণ ছিলো,মনের গভীরে ছুয়ে যায়🥰🥰😘

  • @shishirbiswas902
    @shishirbiswas902 หลายเดือนก่อน +1

    আহ: কি শান্তি 🥺
    আমার বিষাদময় জিবনে গানটা শুনতে কি যে ভালো লাগছে.. অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না...😢😢😢