ইতু পুজোর ইতিহাস । The History of Itu Puja | ইতু পুজোর ব্রতকথার প্রাচীনত্ব

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ইতু পূজা বাংলার একটি লোকউৎসব। কার্তিক মাসের সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। সমগ্র অগ্রহায়ণ মাস এই ব্রত পালন করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রতের সমপন্ন হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে। কিন্তু এই ইতু পুজোর ইতিহাস কতো প্রাচীন? ইতু পুজোর ব্রত ও ইতু পুজোর পূজা পদ্ধতির মধ্যেই নিহিত রয়েছে সেই ইতিহাস।
    Itu Puja is a folk festival of Bengal. This Brata begins on the Sankranti (last day of the month) of the month of Kartika. The entire month of Agrahayana observes this vow and on the day of Sankranti of Agrahayana this vow is completed through the Visharjan. But how old is the history of this Puja? That history lies in the Brata-Katha of Itu Puja and the method of worship of Itu Puja.
    👩‍❤️‍👨Our Lifestyle Vlogging Channel : ‪@Leziusvlog‬ ⭐️

ความคิดเห็น • 166

  • @sohamsarkar8773
    @sohamsarkar8773 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sajubiswas5238
    @sajubiswas5238 5 หลายเดือนก่อน

    সব থেকে এই পর্বটি ভালো লাগলো

    • @Anirban_das
      @Anirban_das  5 หลายเดือนก่อน

      ধন্যবাদ 🙏🏻

  • @somubanerjee4808
    @somubanerjee4808 9 หลายเดือนก่อน

    Khub Valo laglo brother. Very cheerful face Tomar. R Tomar voice so sweet. Ekta ojana jinis jante parlam brother. R o Onek video Chai. Carry on bro . pase achi dear.

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      খুব ভালোলাগলো। সঙ্গে থাকবেন

    • @somubanerjee4808
      @somubanerjee4808 9 หลายเดือนก่อน

      @@Anirban_das Ekdom bro

  • @mithunsaha1983
    @mithunsaha1983 8 หลายเดือนก่อน +2

    ইতু পুজো আমাদের বাড়ির এবং আমাদের দাদুর বাড়ির উৎসব অনুষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশ। একদম ছোটবেলা থেকে আমি এই পুজোর সঙ্গে পরিচিত হয়ে আসছি। আমার মা এবং দিদা এই পুজো করতেন। তাদের মুখ থেকে ইতু পূজার ব্রতকথা শুনতে বেশ ভালো লাগত। আপনি আজকে আবার সেই স্মৃতিকে আমার আমার মধ্যে জাগালেন। বেশ ভালো লাগলো পুরনো দিনের রোমন্থন।
    নমষ্কার।

    • @Anirban_das
      @Anirban_das  8 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন ❤️

  • @poulamide4995
    @poulamide4995 8 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো জেনে।আমি এই ইতু পুজো সম্পর্কে খুব বেশি জানতাম না।
    কেমন আছেন দাদা?

    • @Anirban_das
      @Anirban_das  8 หลายเดือนก่อน

      ভালো

  • @suchetachowdhury5117
    @suchetachowdhury5117 10 หลายเดือนก่อน +27

    বাবু, তোমার বয়সী ছেলে মেয়েরা নিজ সংস্কার সংস্কৃতি ছেড়ে মল সংস্কৃতিতে মেতে উঠেছে। সেই সময়ে সেই যুগে দাঁড়িয়ে তুমি যে রাস্তায় চলা শুরু করেছো তার জন্য অনেক অনেক আদর🍫 তোমার মা আর বাবার শিক্ষাকে প্রণাম জানাই। প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে সন্তান তাঁদের মুখউজ্জ্বল করবে। তুমি তাই করেছো। অনেক অনেক এগিয়ে চলো। একজন মা হিসেবে তোমার জন্য গর্ব অনুভব করছি🙏🏼

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน +9

      যা যুগের ধর্ম সেটা স্বীকার করতেই হবে, কিন্তু শিকড় ছিঁড়ে এগোলে নিজেদের থাকাটাই নড়বড়ে হয়ে যায়। তাই দুই নিয়েই জীবন। আর আমার ঋণ আমার সকল শিক্ষকদের কাছে। তাঁরাই চলতে শিখিয়েছেন, শিকড়ের নেশা ধরিয়েছেন। আশীর্বাদ করবেন 🙏🏻

    • @dassagnik9154
      @dassagnik9154 10 หลายเดือนก่อน +3

      ​@@Anirban_dasশিকড়ে গোলমাল থাকলে সেই শিকড় ছিন্ন করে নতুন শিকড় স্থাপন করে এগোতে হয়।

    • @avijitdutta8512
      @avijitdutta8512 9 หลายเดือนก่อน

      ​@@dassagnik9154শিকড়ে গোলমাল থাকলে তুমি তো বড়ই হতে পারতে না হয়তো শিকড় ছিড়ে বেরোনোর শক্তিটাও পেতে না।।

  • @sohamsarkar8773
    @sohamsarkar8773 2 หลายเดือนก่อน

    আমার ও - ইতু পূজা করি

    • @Anirban_das
      @Anirban_das  2 หลายเดือนก่อน

      বাহ ❤️

  • @saradakundu5928
    @saradakundu5928 10 หลายเดือนก่อน

    Khub valo laglo ...
    Erokm sundar kore kono riti niyom pracholito pratha niye alochona ajkal prai lupto hoye jache.shikorer tan o kome asche .thik ei somoye ei dhoroner nijeder sanskriti niye poet korar jonyo upnak dhonyobad.

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @shubhodutta6297
    @shubhodutta6297 9 หลายเดือนก่อน

    Dada, jodi possible hoe tahole Natai Chandi Pujo nie ekta video daben, etao East Bengal (Bangladesh/Purbo Bangla) ekta loukik pujo ekhon khub ekta dekha jaena,
    It's my humble request 🙏

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      করবো

  • @poulamide4995
    @poulamide4995 8 หลายเดือนก่อน

    টুসু পুজো নিয়ে কিছু বলুন।আমাদের এই দিকে বেশ ভালো ভাবে হয় টুসু।

  • @Im_sauravbhattacharjee
    @Im_sauravbhattacharjee 9 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো দাদা ইতু পুজোর এই অজানা গল্প টা শুনে...❤

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      ধন্যবাদ 😊

  • @rahkkas
    @rahkkas 10 หลายเดือนก่อน

    Khub bhalo laglo, nijeder shikorer ei itihaas-er golpo jene !

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน

      😊❤️

  • @diptisardar8022
    @diptisardar8022 ปีที่แล้ว

    Khub valo laglo ai porboti. Pithe bananor golpoti choto bela thake sune aschi baki gulo jantam na apner video dhake janlam. 😊

  • @Hillygorge-ub2nf
    @Hillygorge-ub2nf 9 หลายเดือนก่อน

    Ei pithe er itihas niye r gramer tusu pujo niye ekta video korte paren.

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      হ্যাঁ ❤️

  • @sougatabiswas2665
    @sougatabiswas2665 8 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল। ইতুপূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ধন্যবাদ ভাই

    • @Anirban_das
      @Anirban_das  8 หลายเดือนก่อน

      ❤️🙏🏻

  • @rijabanerjee9944
    @rijabanerjee9944 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো এই পর্বটি.... অনেক ধন্যবাদ আপনাকে এমন অজানা তথ্য উপস্থাপিত করার জন্য।।।😊😊

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻

  • @positivetruth
    @positivetruth 10 หลายเดือนก่อน

    অসাধারণ পর্ব। অনেক দিনের কৌতুহল মিটল।

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน

      শেয়ার করবেন 😊🙏🏻

  • @kajeakajebang93
    @kajeakajebang93 ปีที่แล้ว +6

    আমাদের একমাস ধরে পুজো হয় । এই ইতু পুজো ।🙏🙏

  • @I-M-WITH-YOU
    @I-M-WITH-YOU ปีที่แล้ว +4

    সুন্দর বনের লৌকিক ঈশ্বর এর গল্প শুনতে চাই l

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      সব পরিকল্পনা আছে.. হবে ধীরে ধীরে

    • @I-M-WITH-YOU
      @I-M-WITH-YOU ปีที่แล้ว

      @@Anirban_das অপেক্ষায় রইলাম

  • @soumimukherjee5384
    @soumimukherjee5384 ปีที่แล้ว

    অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন

  • @জ্ঞানবাতি
    @জ্ঞানবাতি ปีที่แล้ว +1

    ধন্যবাদ দাদা

  • @pritamlifestyle9337
    @pritamlifestyle9337 9 หลายเดือนก่อน +1

    আমার দাদুর বাড়ি তে দাদু বেচেঁ থাকতে হতো আগে কুল গাছের ডাল, শেওড়া গাছের ডাল অনেক কিছু দিয়ে কিন্তু আমি খুব ছোটো থাকতে দু একবার দেখেছি। এখন আর হয় না এখানে তেমন কায়স্থ বাড়িও নেই বা সেরকম বাঙালিও নেই রাজবংশী সংখ্যা গরিষ্ঠ তাই বেশি দেখা যায় না😢

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      🙏🏻❤️

  • @susmitabiswas9652
    @susmitabiswas9652 ปีที่แล้ว

    আমি কিছুদিন হলো আপনার ভিডিও দেখছি।আমার খুবই ভালো লাগে আপনার ভিডিও

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ 😊

  • @piyalichakraborty9524
    @piyalichakraborty9524 ปีที่แล้ว

    আপনার প্রতিটি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি,শিখতে পারি,খুব সুন্দর বলেন আপনি।

  • @Pangkojmanovroy
    @Pangkojmanovroy ปีที่แล้ว

    অসাধারণ,ধন্যবাদ আপনাকে।🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @somadey7807
    @somadey7807 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।
    অনেক ধন্যবাদ আপনাকে।🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      ধন্যবাদ

  • @bidishachowdhurymondal4031
    @bidishachowdhurymondal4031 ปีที่แล้ว

    Darun laglo... erokom r o video ecpect korbo😊

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      নিশ্চই, আপনারা এভাবে পাশে থাকলে উৎসাহ দ্বিগুণ হয়

  • @jhumakarmakar22
    @jhumakarmakar22 ปีที่แล้ว

    Asadharon ❤️❤️❤️❤️

  • @madhumitasaha7602
    @madhumitasaha7602 ปีที่แล้ว

    Osadharon laglo👌👌

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ধন্যবাদ 😊

  • @chitralekharoy7464
    @chitralekharoy7464 9 หลายเดือนก่อน

    Beshi ki ar bolbo?...shudhu bolchhi tumi aro anek bolo...bhalo bhabe egiye jao....ei prarthona kori...

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      🙏🏻❤️

  • @aishikpaul3546
    @aishikpaul3546 ปีที่แล้ว +1

    Ekhono Dakhin Dinajpurer onek jayage itu pujar broto samaptir por agrahayan sankarantir din dhum dham kore gopal pujo kora hoye. ota niye ekta video korle bhalo hoye

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      গোপাল পুজোর সঙ্গে সম্পর্ক বলতে পারবো না

  • @maynadas6044
    @maynadas6044 9 หลายเดือนก่อน

    আমাদের ইতু পূজো হয়। তবে অনেক কিছু নতুন করে জানলাম ❤

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน +1

      ❤️

  • @Abinash_143
    @Abinash_143 ปีที่แล้ว +5

    মা এখনও এই পুজো করেন, ছোটবেলায় মায়ের পুজোর শেষ দিন ভাজা পিঠে প্রসাদ হতো, এত বিস্তারিত না জানলেও, সেই দিন ভাজা পিঠে খেয়েই আমাদের ইতু পুজো সম্পূর্ণ ছিল।।❤❤
    আমি এই কিছুদিন হলো তোমার চ্যানেল টা খুজে পেয়েছি, আর এখন তো, তোমার গল্প শোনা নেশা হয়ে গেছে।😂

  • @Amiputu456
    @Amiputu456 ปีที่แล้ว

    Khub sundor bolecho ....

  • @sathimandal23
    @sathimandal23 ปีที่แล้ว

    আমারও এই বিষয়টা নিয়ে জানতে ইচ্ছে হতো৷ আপনার এই video দেখে খুঁটিনাটি অনেক অজানা তথ্য পেলাম ৷ ধন্যবাদ স্যার ৷ভালো থাকবেন ৷

  • @manasimondal2265
    @manasimondal2265 16 วันที่ผ่านมา

    আমি নিজে এই পূজা এখনো করি।
    আমার মায়ের কাছ থেকে জেনেছি এই পূজা ইতুলক্ষী পূজা কিন্তু এইপূজা আসলে সূর্যদেবের পূজা।

  • @rekhapathak79
    @rekhapathak79 ปีที่แล้ว

    ভালো লাগলো।

  • @krishnamazumder4576
    @krishnamazumder4576 5 หลายเดือนก่อน

    আমাদের বাড়িতে আমার মা আগে করতেন।

    • @Anirban_das
      @Anirban_das  5 หลายเดือนก่อน

      😊❤️

  • @arnabsarkar3097
    @arnabsarkar3097 ปีที่แล้ว +2

    আমাদের বাড়ি তে ও হয় etu পূজা...... বাড়ি তে তো বলে এটা সূর্য এর পূজা....

  • @ঝটপটরান্নাঘরJhotpotRannaghor

    কথাগুলো শুনে ভালো লাগলো

  • @dipadas2256
    @dipadas2256 ปีที่แล้ว

    Ai itu pujor asol niyom gulo niya video hok

  • @shreyadhara2897
    @shreyadhara2897 ปีที่แล้ว

    অনেক কিছু জানলাম।
    মায়ের মুখে ইতু পুজোর অনেক গল্প শুনেছিলাম।
    আজ আপনার মুখে শুনে আরো সমৃদ্ধ হলাম। ধন্যবাদ 🙏🏻❤

  • @gargeebose9734
    @gargeebose9734 10 หลายเดือนก่อน

    🙏👌

  • @soumenchanda9597
    @soumenchanda9597 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো... এবার নবান্ন বিষয়ে একটা ভিডিও বানাও দাদা ❤️

  • @arunavamishra8406
    @arunavamishra8406 ปีที่แล้ว +1

    Etu ইন্দ্রের পূজো,উত্তর ভারতে যা কৃষ্ণ বন্ধ করে দেন,তার বদলে গোবর্ধন পূজো চালু করেন।

  • @shaulichakraborty2370
    @shaulichakraborty2370 ปีที่แล้ว +2

    আমাদের বাড়িতে পৌষ মাস এর পিঠে পার্বন পর্যন্ত ইতু থাকে।।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      অনেক জায়গায় থাকে

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 ปีที่แล้ว +2

    Came to know about one of my very old curicity. Thank U Sir.
    But my deceased mother once said the song "Otho Otho Surjai Dev Jhikimiki Diya" was a part of Itu Puja Pnachali 😅

  • @Itu55555
    @Itu55555 ปีที่แล้ว

    darun

  • @mridangobiswas8783
    @mridangobiswas8783 ปีที่แล้ว

    Vai greek mythology r dev devi der nia 1ta vlog banao.greek mythology r greek dev devi der bepare khub jante e6e kore....

  • @ritanandi3394
    @ritanandi3394 9 หลายเดือนก่อน

    বাংলার ডাকাত ও ডাকাতির ইতিহাস সম্পর্কে জানতে চাই।অনবদ্য এই বাংলার অতীত ইতিহাস কথন।

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/vY0OmqVEmoU/w-d-xo.htmlsi=XhyVWB03qwZHCDPU

  • @dineshraja1212
    @dineshraja1212 ปีที่แล้ว

    আর একটা ভিডিও বানান। ‌সেখানে বোঝান সারা ভারতে ইতু পুজো হয়না কেনো। রীতিটা যখন বাইরের তখন বাংলায় কেনো রয়ে গেল?

  • @pulaksen2420
    @pulaksen2420 ปีที่แล้ว

    Amar jana chilona. Amader barite itu pujo kokhono hote dekhini

  • @tonmoythakur3983
    @tonmoythakur3983 ปีที่แล้ว

    দাদা🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @TapasiDas__
    @TapasiDas__ ปีที่แล้ว

    💝

  • @koustavhsantra2
    @koustavhsantra2 ปีที่แล้ว

    আমার মা ঠাকুমা এই সংস্কৃতি বহন করছে

  • @কষ্টেরজীবন-ঘ৭ঢ
    @কষ্টেরজীবন-ঘ৭ঢ ปีที่แล้ว

    দাদা কাহাকে স্বর্ণকুমারী দেবী নামকরণ আর শট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা কর....?

  • @fullaranag
    @fullaranag 5 หลายเดือนก่อน

    Migration তো চলতই।য়in and out.

  • @sukanyadas2120
    @sukanyadas2120 ปีที่แล้ว

    নিঃসন্দেহে আপনার ভিডিওর বিষয় গুলি ভীষণভাবে আকর্ষণীয়। ভিডিওর মাঝে কিছু ছবি ব্যবহার করে উপস্থাপনার অনুরোধ করলাম। যেমন ধরুন পারস্য দেশ এর কথা বলার সময়ে যদি একটু পারস্য দেশের অবস্থান টা যদি দেখানো যেতো...এরকমই। অনেক অভিনন্দন এবং শুভকামনা। ❣️

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      ভালো তো হতো.. কিন্তু তার জন্য বেশ কিছু বিষয় জরুরি। যেমন এডিট করার সময় ও দক্ষ এডিটর। আমার ভিডিও নিজেই এডিট করি মোবাইলে। high configuration কমপিউটার ছাড়া এডিটিং সফটওয়্যার চলবে না। এগুলো আমার নেই। আর ছবি বা ভিডিও কপিরাইট ফ্রি হতে হয়, সেগুলোও কিনতে হয়। আমার চ্যানেল থেকে মাসে অর্জন হয় মেরেকেটে দু হাজার টাকা.. ইচ্ছা আছে, দেখা যাক.. আপনাদের ভালোবাসা থাকলে একদিন হবে.. 🙏🏻❤️

  • @sabanakhatun3306
    @sabanakhatun3306 ปีที่แล้ว

    স্যার আপনি ইতু ব্রত নিয়ে এতো সুন্দর বললেন তাই একটা অনুরোধ করছি আপনি 'বাংলার ব্রত‌‌' প্রবন্ধ টা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে খুব উপকার হতো 🙏🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      দেখি হয়ে ওঠে কিনা.. তবে সেটা অন্যপাঠ চ্যানেলে আসবে

    • @sabanakhatun3306
      @sabanakhatun3306 ปีที่แล้ว

      @@Anirban_das Thick ache Sir, kintu opekhai roilam

  • @soniasadhukhan1404
    @soniasadhukhan1404 ปีที่แล้ว

    আমার কার্তিক সংক্রান্তির দিন জন্মদিন.... আমি প্রতি বছর ওই দিন ইতু পূজা করি পুরো পরের মাসের সংক্রান্তির দিন পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ব্রত পালন করি। আবার ওই দিন তো কার্তিক পুজো ও.... খুব আনন্দ হয় গোটা দিন জুড়ে একে আমার জন্মদিন তার পর ইতু ব্রত পালন আবার কার্তিক পুজো❤️🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      খুব ভালো 😊

  • @mousumisur2747
    @mousumisur2747 ปีที่แล้ว

    amader barite hoeche aj.

  • @saikasunsain
    @saikasunsain ปีที่แล้ว

    তন্ত্র সাধনার উদ্ভব বিস্তার ও বঙ্গে তার প্রথম চর্চার ইতিহাস এ জাতি জানতে চায় ❤

  • @abhijitbhowmick7867
    @abhijitbhowmick7867 ปีที่แล้ว

    'গোঘ্ন' একটি পুরনো শব্দ। বর্তমান চলন্তিকা বা ব্যবহারিক শব্দকোষে শব্দটি আর নেই। আমার জানামতে এটি ব্রাহ্মণ দেড় দ্বারা পরিচালিত একটি উৎসব। এই ব্যাপারে যদি বিশদ কিছু জানাতেন। ধন্যবাদ !

  • @thebridhiswascreations
    @thebridhiswascreations ปีที่แล้ว

    Amar ak bandhobir barite itu pujo hoy....

  • @Banglar-Gan
    @Banglar-Gan ปีที่แล้ว +1

    কেমন আছো দাদা?

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ভালো আছি.. 😊

  • @ComputerWindows-f9k
    @ComputerWindows-f9k 7 หลายเดือนก่อน

    দাদা আমি এতো কুসংস্কার প্রবন কেন?
    এককালে বাংলাতে সতীদাহ প্রথা ছিলো ! আপনি কি একেও সমর্থন করেন?

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      এ আবার কেমন কথা!

  • @SumanDas-gp8dg
    @SumanDas-gp8dg ปีที่แล้ว

    আমার 59 বছর বয়স আমি আজ জানলাম সম্বন্ধে
    ইতু পূজা কি

  • @SOURAVDAS-so5os
    @SOURAVDAS-so5os 9 หลายเดือนก่อน

    ETA pujo na
    ব্রত,

  • @suparnakundu8371
    @suparnakundu8371 ปีที่แล้ว

    100K completed .....💖💖💖congratulations ... ☺ দারুণ লাগল 😊

  • @souravsaha8672
    @souravsaha8672 ปีที่แล้ว

    দাদা আজকে সাঁজপুজোনি আছে।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ওই জ্ন্যই আজ পোস্ট করলাম

  • @prantikpaul7995
    @prantikpaul7995 ปีที่แล้ว

    Din kal kamon katche dada ??

  • @Moharani21
    @Moharani21 9 หลายเดือนก่อน

    আপনি যে আদি পারস্যের মিত্রাদাতেসের পূজোর সাথে ইতুপূজোর ভাষাভিত্তিকসেতু গড়েছেন তা চমকপ্রদ।
    ইতুর মধ্যে মিতুর বা মিত্রর কোনো সরাসরি ফোরেনসিক পদক্ষেপ পাই না দূরকাকতালীয় ছাড়া। যদিচ এও মান্য যে সংস্কৃত আদি পারস্যের আমদানীকৃত ভাষা।
    মিত্রাদাতেসের পূজোর দিন যীশুর জন্মদিন হিসেবে প্রচলিত। সে রাতে ইরাণে অধুনা কবি হাফেজের কবিতা পড়া হয় কারো কোনো উপাসনা ছাড়া।

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      এগুলোর কাগুজে প্রমাণ জোগাড় করা আজকের দিনে দুঃসাধ্য। টুকরো কিছু ছিন্নসূত্র জুড়ে দেখার চেষ্টা। আমি ভাবনাগুলো শেয়ার করি। কাউন্টার থিওরি আসুক, চর্চা না চললে ইতিহাসটুকু সরস্বতীর মতো গল্প হয়ে যাবে। তাই ‘ইতিহাস’ বলে দাবি করি না, চলতি ভাষায় গল্প বলি। আপনাদের মন্তব্যগুলো আমায় ঋদ্ধ করে 🙏🏻

    • @Moharani21
      @Moharani21 5 หลายเดือนก่อน

      আপনি যে কনভিকশানে ইতুর সাথে মিত্রাদাতেসের ভাষাভিত্তিক দাবী করেছেন তার rationalization অতি ভ্রান্ত। ইতুর সাথে মিত্রার ছন্দগত মিল থাকার জন্য আপনি সরলীকৃত করেছেন এবং করে সত্য হিসেবে বক্তব্য রাখছেন।
      মিত্রাদাতেসের পূজো আর্য জাতীয় ইরাণের জাতির। ইতু পূজো যারা করেন তারা ভারতীয় বাঙালি অনার্য জাতিতে সীমাবদ্ধ। আর্য ও অনার্যর মধ্যে যে কঠোর শ্রেণীভাগ তাতে আর্যদের পূজো অনার্যদের মধ্যে ট্র্যান্সফার করার ক্ষমতা খুবই ক্ষীণ।
      বাংলার আদিবাসীরা খুব কমই মূর্তিপূজো করেন। পাথরে মালা দেয়া, গাছে সিঁদূর লেপা ইত্যাদিতে সীমাবদ্ধ থাকে কেননা মূর্তি আর্যদের আমদানী।
      মিত্রাদাতেসের পূজো মনসা পূজোর মত নয় যা ফণিমনসা ক্যাকটাসে সম্পন্ন হয়।
      বাংলার লোকাচার আদিবাসী আর্য পারস্য সব গুলিয়ে ফেলেছেন।

    • @Moharani21
      @Moharani21 5 หลายเดือนก่อน

      কাগুজে প্রমাণের থেকে বড় কথা ভাবনাচিন্তা। মিত্রর অর্থ আপনার অজানা থাকার কথা নয়। পারস্যের মিত্রাদেবের সাথে যদি ইতুর মিল থাকত তাহলে ইতুর মূর্তি থাকত। পারস্যতে সূর্যদেবের শুধু মূর্তিই ছিল না, মায় কনিষ্কমুদ্রায় সে মূর্তি খোদিত ছিল। তাহলে ইতুতে নেই কেন?
      কেননা তা অনার্য বাংলার লোকাচার যাতে ব্রাক্ষ্মণ পুরোহিতেরও প্রয়োজন নেই।
      উইকির জঞ্জালে হারিয়ে গেলে সব জগাখিচুড়ী বনে যায়।
      দয়া করে ভ্রান্তিকর বিশ্লেষণ না করলেই মঙ্গল হয়। বাংলার বেসিক লোকাচার লোকাচার হিসেবেই দেখুন।
      মা কালীর পূজো করলেই সমাজ ভোল পালটে মাতৃতান্ত্রিক হয় না। যে কোনো পুরাণ পড়লেই জানতে পারবেন সাধারণ মহিলাদের নরকের অধম হিসেবে মতবাদ দেয়া হয়েছে ও বিশেষ নারীদের দেবত্ব দেয়া হয়েছে। এমনকী, দেবীনারীগণ পুং শক্তির থেকেও জোরালো বলা হয়েছে যা সাধারণের ক্ষেত্রে খাটে না। জীবন চলে সাধারণত্বের ওপর, দৈবত্বর ওপর নয়।
      যদি মাতৃতান্ত্রিকই হয়, তাহলে দেবতাদের দেহ থেকে মা কালী বা দূর্গার জন্ম হতে পারত কি?
      যদি মাতৃতান্ত্রিক হয় তাহলে কৃষ্ণর দেহ ফেটে রাধার জন্ম হত কি বা অন্যান্য দেবদেবতা ও জীবের?
      এমনকী দক্ষিণেও মাতৃতান্ত্রিক পুংবাহক। পরিবারে মামার আদেশ প্রধান। এমনই প্রধান যে সে মামাকে বিবাহ করে দৃঢ় করতে হয় পুংপ্রাধান্য।
      য়্যামাজন ছাড়া আর কোনো প্রাচীন জাগতিক সমাজ পূর্ণ মাতৃতান্ত্রিক ছিল না এবং আজো নেই।

  • @aris4707
    @aris4707 ปีที่แล้ว

    💝💝💝

  • @arupkantipal3662
    @arupkantipal3662 ปีที่แล้ว

    বাঙালির আলাদা ধর্ম তৈরী করা উচিৎ আর ঘরে ঘরে গোমাংস ভক্ষণের রেওয়াজ চালু করা উচিত।
    চলুন আমরা বিদেশী আর্য ভারতীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা ধর্ম আলাদা দেশ তৈরী করি।
    জয় বাংলা ✊ জয় বাঙ্গালী ধর্ম

    • @surojeetchatterji9966
      @surojeetchatterji9966 ปีที่แล้ว +2

      Banglar dhormo sanskriti Turkic akromon e already sesh hoye gachhe east Bengal e. Bakita eirokom mentalitir jonno west Bengal eo sesh hoye Jabe. Konodin sunini Turkic mix Muslim bangali der amon bolte. 😂 east Bengal theke toh 2 baar palalo bangali, erpor kothay palabe Hindu bangali? 😂

    • @nazifarahman9198
      @nazifarahman9198 ปีที่แล้ว

      Age jara notun bideshi achhe tader ber koro tarpor 8/10000 ager bochhorer bideshider niye bhaba jabe

  • @DiaryofBar
    @DiaryofBar 10 หลายเดือนก่อน

    Bakwas

  • @anupamsarkar5855
    @anupamsarkar5855 10 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน

      🙏🏻