বাংলার দোল । দোলযাত্রা কবে থেকে পালিত হয়? । প্রাচীন গ্রামবাংলা ও কলকাতার দোল । History of Dolyatra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 217

  • @Anirban_das
    @Anirban_das  ปีที่แล้ว +42

    আজ প্রয়োজনীয় ছবি দিয়ে ভিডিয়ো এডিট করা গেল না.. হয়তো ছবির অভাববোধ হবে। কিন্তু অসুস্থতার জন্য দীর্ঘদিন ভিডিয়ো দেওয়া হয়নি। তাই দিয়েই দিলাম.. 🙏🏻

    • @munmungupta2883
      @munmungupta2883 ปีที่แล้ว

      Hmm vabchilam besh kodin apner video paini. Apner video gulo besh shikha mulok. Anek kichu jana jai.

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +2

      @@munmungupta2883 একটু শরীর খারাপ ছিল

    • @hungrylearners6148
      @hungrylearners6148 ปีที่แล้ว +1

      এতেই বেশ চলবে!🙂

    • @Moharani21
      @Moharani21 ปีที่แล้ว

      এখন শরীর ভালো তো ভায়া? ❤

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +2

      @@Moharani21 হ্যাঁ

  • @GopinathChattopadhyay.
    @GopinathChattopadhyay. ปีที่แล้ว +15

    মন ভরে গেলো ❤️😌 । " গন্ডগ্রাম " শব্দটা শুনে পোস্টমাস্টার আর কলকাতার বাবু কালচার , বাইজি শুনে জলসাঘর গল্পটা চোখের সামনে ভেসে উঠলো। খুব খুব সুন্দর আলোচনা । শ্রী চৈতন্যদেবকে নিয়ে আলোচনা প্রসঙ্গে একমত ।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      ধন্যবাদ ❤️

    • @Moharani21
      @Moharani21 ปีที่แล้ว

      বাই মানে মহিলা। তা থেকে কি করে বাইজী নেতিবাচক হয়ে গেল ভাববার বিষয়।

  • @hermoniumlessonsbypriya7848
    @hermoniumlessonsbypriya7848 ปีที่แล้ว +6

    আপনার কন্ঠস্বর ও কথা বলার ভঙ্গিমা সত্যিই প্রশংসনীয় ।।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      ধন্যবাদ 😊

  • @brokenfeelings1059
    @brokenfeelings1059 ปีที่แล้ว +13

    যখন বাংলা অনার্স নিয়ে পড়া শুরু করেছিলাম তখন থেকেই তোমার ভিডিও দেখি। সত্যি অনেক সাহায্য হয়েছে আমার। প্রতিটি বিষয়কে এতো সহজভাবে বুঝতে পেরেছি তোমার জন্য। ধন্যবাদ দাদা 🌼🌸

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +3

      সঙ্গে থেকো

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 ปีที่แล้ว

      ​@@Anirban_dasভাই আশাকরি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রহমতে আপনি ভালো আছেন ভাই আপনাকে আমি কুরআনের কিছু আয়াত দিলাম আপনি এগুলো একটু চিন্তা ভাবনা করবেন? [৬:১] আল আনআম
      الحَمدُ لِلَّهِ الَّذي خَلَقَ السَّماواتِ وَالأَرضَ وَجَعَلَ الظُّلُماتِ وَالنّورَ ثُمَّ الَّذينَ كَفَروا بِرَبِّهِم يَعدِلونَ
      মুজিবুর রহমান:
      সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার; এ সত্ত্বেও যারা কাফির হয়েছে তারা অপর কিছুকে তাদের রবের সমকক্ষ নিরূপণ করেছে।[৬:২] আল আনআম
      هُوَ الَّذي خَلَقَكُم مِن طينٍ ثُمَّ قَضى أَجَلًا وَأَجَلٌ مُسَمًّى عِندَهُ ثُمَّ أَنتُم تَمتَرونَ
      মুজিবুর রহমান:
      অথচ তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন, এছাড়া আরও একটি নির্দিষ্ট মেয়াদ তাঁর নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এরপরেও তোমরা সন্দেহ করে থাক।[৬:৩] আল আনআম
      وَهُوَ اللَّهُ فِي السَّماواتِ وَفِي الأَرضِ يَعلَمُ سِرَّكُم وَجَهرَكُم وَيَعلَمُ ما تَكسِبونَ
      মুজিবুর রহমান:
      আকাশসমূহ ও পৃথিবীতে ঐ এক আল্লাহই রয়েছেন, তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য সব অবস্থাই তিনি জানেন, আর তোমরা যা কিছু কর তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন।[৬:১২] আল আনআম
      قُل لِمَن ما فِي السَّماواتِ وَالأَرضِ قُل لِلَّهِ كَتَبَ عَلى نَفسِهِ الرَّحمَةَ لَيَجمَعَنَّكُم إِلى يَومِ القِيامَةِ لا رَيبَ فيهِ الَّذينَ خَسِروا أَنفُسَهُم فَهُم لا يُؤمِنونَ
      মুজিবুর রহমান:
      তুমি জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও ধরাধামে অবস্থিত যা কিছু রয়েছে তার মালিক কে? তুমি বলঃ তা সবই আল্লাহর মালিকানায়, অনুগ্রহ করা তিনি তাঁর নীতি বলে গ্রহণ করেছেন, তিনি তোমাদের সকলকে কিয়ামাত দিবসে অবশ্যই সমবেত করবেন যে দিন সম্পর্কে কোন সন্দেহই নেই; যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধবংসের মুখে ফেলেছে তারাই বিশ্বাস করেনা।[৬:১৪] আল আনআম
      قُل أَغَيرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فاطِرِ السَّماواتِ وَالأَرضِ وَهُوَ يُطعِمُ وَلا يُطعَمُ قُل إِنّي أُمِرتُ أَن أَكونَ أَوَّلَ مَن أَسلَمَ وَلا تَكونَنَّ مِنَ المُشرِكينَ
      মুজিবুর রহমান:
      বলঃ আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কেহকেও আমার অভিভাবক রূপে গ্রহণ করব, যিনি হলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি রিয্ক দান করেন, কিন্তু কারও রিয্ক গ্রহণ করেননা। তুমি বলঃ আমাকে এই আদেশই করা হয়েছে যে, আমি সকলের আগেই ইসলাম গ্রহণ করে তাঁর সামনে মাথা নত করে দিব। আর তুমি মুশরিকদের মধ্যে শামিল হয়োনা।[৬:১৯] আল আনআম
      قُل أَيُّ شَيءٍ أَكبَرُ شَهادَةً قُلِ اللَّهُ شَهيدٌ بَيني وَبَينَكُم وَأوحِيَ إِلَيَّ هذَا القُرآنُ لِأُنذِرَكُم بِهِ وَمَن بَلَغَ أَئِنَّكُم لَتَشهَدونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخرى قُل لا أَشهَدُ قُل إِنَّما هُوَ إِلهٌ واحِدٌ وَإِنَّني بَريءٌ مِمّا تُشرِكونَ
      মুজিবুর রহমান:
      তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য? তুমি বলে দাওঃ আমার ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী, আর এই কুরআন আমার নিকট অহীর মাধ্যমে পাঠানো হয়েছে, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। বাস্তবিকই তোমরা কি এই সাক্ষ্য দিতে পার যে, আল্লাহর সাথে অন্য কোন মা‘বূদ রয়েছে? তুমি বলঃ আমি এই সাক্ষ্য দিতে পারিনা। তুমি ঘোষণা করঃ তিনিই একমাত্র ইলাহ, আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ, আমার সাথে ওর কোনই সম্পর্ক নেই।

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 ปีที่แล้ว

      ​​@@Anirban_dasরপর আরো আয়াত দেখুন [৬:৩২] আল আনআম
      وَمَا الحَياةُ الدُّنيا إِلّا لَعِبٌ وَلَهوٌ وَلَلدّارُ الآخِرَةُ خَيرٌ لِلَّذينَ يَتَّقونَ أَفَلا تَعقِلونَ
      মুজিবুর রহমান:
      এই পার্থিব জীবন খেল-তামাশা ও আমোদ প্রমোদের ব্যাপার ছাড়া আর কিছুই নয়, যারা তাকওয়া অবলম্বন করে, পরকালের জীবনই হবে তাদের জন্য[৬:৩৮] আল আনআম
      وَما مِن دابَّةٍ فِي الأَرضِ وَلا طائِرٍ يَطيرُ بِجَناحَيهِ إِلّا أُمَمٌ أَمثالُكُم ما فَرَّطنا فِي الكِتابِ مِن شَيءٍ ثُمَّ إِلى رَبِّهِم يُحشَرونَ
      মুজিবুর রহমান:
      ভূ-পৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমন্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখীই তোমাদের ন্যায় এক একটি জাতি, আমি কিতাবে কোন বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। অতঃপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে। উৎকৃষ্টতর। তোমরা কি চিন্তা ভাবনা করবেনা?[৬:৪৮] আল আনআম
      وَما نُرسِلُ المُرسَلينَ إِلّا مُبَشِّرينَ وَمُنذِرينَ فَمَن آمَنَ وَأَصلَحَ فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ
      মুজিবুর রহমান:
      আমি রাসূলদেরকে শুধু এ উদ্দেশে পাঠিয়ে থাকি যে, তারা (সৎ লোকদেরকে) সুসংবাদ দিবে এবং (অসৎ লোকদেরকে) ভয় দেখাবে। সুতরাং যারা ঈমান এনেছে ও চরিত্র সংশোধন করেছে তাদের জন্য কোন ভয়-ভীতি থাকবেনা এবং তারা চিন্তিতও হবেনা।[৬:৭১] আল আনআম
      قُل أَنَدعو مِن دونِ اللَّهِ ما لا يَنفَعُنا وَلا يَضُرُّنا وَنُرَدُّ عَلى أَعقابِنا بَعدَ إِذ هَدانَا اللَّهُ كَالَّذِي استَهوَتهُ الشَّياطينُ فِي الأَرضِ حَيرانَ لَهُ أَصحابٌ يَدعونَهُ إِلَى الهُدَى ائتِنا قُل إِنَّ هُدَى اللَّهِ هُوَ الهُدى وَأُمِرنا لِنُسلِمَ لِرَبِّ العالَمينَ
      মুজিবুর রহমান:
      তুমি বলে দাওঃ আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদাত করব, যারা আমাদের কোন উপকার করতে পারবেনা এবং আমাদের কোন ক্ষতিও করতে পারবেনা? অধিকন্তু আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমরা কি উল্টা পথে ফিরে যাব? আমরা কি ঐ ব্যক্তির ন্যায় হব যাকে শাইতান মরুভূমির মধ্যে বিভ্রান্ত করে ফেলেছে এবং যে দিশেহারা-লক্ষ্যহারা হয়ে ঘুরে মরছে? তার সহচরেরা তাকে হিদায়াতের দিকে ডেকে বলছে - তুমি আমাদের সঙ্গে এসো। তুমি বলঃ আল্লাহর হিদায়াতই হচ্ছে সত্যিকারের সঠিক হিদায়াত, আর আমাকে সারা জাহানের রবের সামনে মাথা নত করার নির্দেশ দেয়া হয়েছে।[৬:১০২] আল আনআম
      ذلِكُمُ اللَّهُ رَبُّكُم لا إِلهَ إِلّا هُوَ خالِقُ كُلِّ شَيءٍ فَاعبُدوهُ وَهُوَ عَلى كُلِّ شَيءٍ وَكيلٌ
      মুজিবুর রহমান:
      তিনি আল্লাহ, তোমাদের পরওয়ারদিগার। তিনি ছাড়া অন্য কেহই মা‘বূদ নেই, প্রত্যেক বস্তুরই স্রষ্টা তিনি, অতএব তোমরা তাঁরই ইবাদাত কর, তিনিই সব জিনিসের উপর দায়িত্বশীল।[৬:১০৩] আল আনআম
      لا تُدرِكُهُ الأَبصارُ وَهُوَ يُدرِكُ الأَبصارَ وَهُوَ اللَّطيفُ الخَبيرُ
      মুজিবুর রহমান:
      কোন মানব-দৃষ্টি তাঁকে দেখতে পারেনা, অথচ তিনি সকল কিছুই দেখতে পান এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী এবং সর্ব বিষয়ে ওয়াকিফহাল।তো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের বলছেন যে তোমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে মাথা নত করবে।কিন্ত যারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ছেড়ে বিভিন্ন মূর্তির সামনে মাথা নত করছে?

    • @pradipsarkar397
      @pradipsarkar397 ปีที่แล้ว

      ​@@nabilhossainosama5923 দাদা আপনাকে চেনা চেনা লাগছে। "পাবনা" বাড়ি কি আপনার...?

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 ปีที่แล้ว

      ​@@pradipsarkar397
      👉🔵আপনি কি পাবনার অধিবাসী?

  • @natashachakraborty8463
    @natashachakraborty8463 ปีที่แล้ว +2

    সত্যি খুব ভালো লাগলো। শ্রী চৈতন্যদেব কে নিয়ে শোনার অপেক্ষায় রইলুম।

  • @prabirkumarbanerjee5030
    @prabirkumarbanerjee5030 7 หลายเดือนก่อน

    অসাধারণ
    খুবই ভালো লাগলো
    শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন 😊🙏🏻

  • @subalpaul5758
    @subalpaul5758 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো দাদা ❤।
    হ্যাঁ শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভিডিও দেখতে চাই।

  • @suparnakundu8371
    @suparnakundu8371 ปีที่แล้ว +1

    কেমন আছেন? আর এরকম একটা ভিডিও বানানোর জন্য ধন্যবাদ। খুবই ভাল লাগল😌। রাধে রাধে 💝💖💖💖💖

  • @arpitasengupta4295
    @arpitasengupta4295 ปีที่แล้ว

    আপনার এই ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারি আমরা।। অপেক্ষার শেষ হলো ভালো লাগলো।।

  • @tanmoyroy7428
    @tanmoyroy7428 ปีที่แล้ว

    আসাধারন দাদা। চৈতন্য দেব নিয়ে জানার অপেক্ষায় থাকলাম।

  • @prasantashiuli8747
    @prasantashiuli8747 ปีที่แล้ว

    Dada Apnar kotha bolar style o sur ta bes valo lage o topic er to kono kothaii naiii dada...👍👍👍

  • @AditiiSahaa
    @AditiiSahaa ปีที่แล้ว

    Khub valo laglo.. Mon vore gelo ❤️❤️❤️❤️

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ❤️😊 thank you!!!

  • @diptadiproy9521
    @diptadiproy9521 ปีที่แล้ว

    খুব ভাল লাগল। আপনার প্রচেষ্টাকে স্বাগতম।
    চৈতন্য দেব কে নিয়ে আপনার কথা শোনার জন্য অপেক্ষাই রইলাম।
    বৈষ্ণব কথার আবির্ভাব কথা থেকে তা জানার ইচ্ছা রইল।।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      আচ্ছা 🙏🏻

  • @gracemalakar7090
    @gracemalakar7090 ปีที่แล้ว

    খুব ভাল লেগেছে দাদা
    আর আপনার ছোটবেলার কাহিনিটাতো দারুন মজার
    ভাল থাকবেন দাদা🙂

  • @suradassinha6379
    @suradassinha6379 ปีที่แล้ว +1

    About Chaitanyadeb, is a very good idea.
    Waiting for your remarkable presentation.
    Thanks for such enlightenment.

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ধন্যবাদ 😊

  • @dolasarkar6952
    @dolasarkar6952 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো👌 🥰🥰🥰

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏🏻

  • @Samirpal136
    @Samirpal136 ปีที่แล้ว

    স্যার
    আমি বাংলা অনার্স নেওয়ার পর থেকে
    আপনার সমস্ত ভিডিও দেখেছি এবং
    অনেকে কিছু নতুন তথ্য জানতে পারছি এবং
    বাংলা সাহিত্য নিয়ে আরো অনেকে কিছু
    জানার আগ্রহ বাড়ছে ।😊

  • @Arghya-Dutta
    @Arghya-Dutta ปีที่แล้ว +1

    Khub valo dada.. waiting for Chaitanyadev episode..keep enriching us..thank you.

  • @paramakuiri7756
    @paramakuiri7756 ปีที่แล้ว

    choto bela ami sab chena jana lok der rong lagatam, specialy parar lokeder.
    Apnar video amar khub valo lage,ei don niye alochons sompurno notun janlam, thank you ❤

  • @singhacreations
    @singhacreations ปีที่แล้ว

    Dada, Khub valo laglo video ta

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      ধন্যবাদ

  • @subhajitparia5362
    @subhajitparia5362 7 หลายเดือนก่อน

    Aj sokalei vabchilam holi r dol er difference ta niyw ekta video deoar request comment korbo r ekhon ei video ta dekhe mon vore geche
    Thanku bro 🙏🙏 aro agiye jaw

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন ❤️

  • @danaroy2121
    @danaroy2121 ปีที่แล้ว

    এতদিন পর ক্লিয়ার হলো বিষয় টা, ধন্যযোগ স্যার😊

  • @utpalmondal5484
    @utpalmondal5484 ปีที่แล้ว +1

    অসাধারণ স্যার

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ধন্যবাদ 😊

  • @MantuShaw-td3od
    @MantuShaw-td3od 4 หลายเดือนก่อน

    Darun

  • @sandipchatterjee9106
    @sandipchatterjee9106 5 หลายเดือนก่อน +1

    পদাবলী কীর্তন সম্পর্কে রেফারেন্সসহ গঠনমূলক আলোচনা শুনতে চাই

  • @swarnaligupta7284
    @swarnaligupta7284 ปีที่แล้ว

    আবার তোমার কণ্ঠ শুনে খুব ভালো লাগলো দাদা।দোল উৎসবটা আমার খুব প্রিয়। আমাদের চা বাগানে দোলের সময় রাধা মাধবের মন্দিরে অষ্টপ্রহর নাম কীর্তন হয়, আর কীর্তনের পর বাগানের শ্রমিক,স্টাফ সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে তোলে।(চৈতন্য দেব সম্পর্কে আর অনেক কিছু জানতে চাই।)

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      এই ভেদাভেদ মুছে ফেলাই তো উৎসব

  • @babulshyam8496
    @babulshyam8496 ปีที่แล้ว

    আপনার দেওয়া তথ্য পেয়ে বড়ো সমৃদ্ধ হই, আপনার উপস্থাপনা চোখ ও কান দুটোকেই বড়ো আরাম দেয়, ধন্যবাদ দাদা🙏🙏🙏🙏🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      আপনাকেও ধন্যবাদ

  • @adrijamondal5910
    @adrijamondal5910 ปีที่แล้ว +1

    Advance happy Holi dada. Bhalo kore Rong khelo Tumi ar didi 🥰❤️💐

  • @payelsaha6870
    @payelsaha6870 ปีที่แล้ว +2

    দাদা আবার আগের মত সাহিত্য নিয়ে আলোচনা করলে খুব ভালো হতো , আর তোমার থেকে গল্প , কবিতার বিশ্লেষণ শুনতে ও খুব আগ্রহী ।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      অন্যপাঠে হবে ধীরে ধীরে

  • @GPmylive
    @GPmylive ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏🏻

  • @wanderlust703
    @wanderlust703 ปีที่แล้ว +1

    ইতিহাস আমার পছন্দের বিষয় ছিল। মাধ্যমিকে প্রাইভেট টিচার ছাড়াই ৮০% পেয়েছিলাম। তারপর ইংরাজিতে অনার্স করি।এখন ১০ বছর পর আপনার ভিডিও দেখে পুনরায় ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা জাগছে।

  • @rupankardas4883
    @rupankardas4883 ปีที่แล้ว

    আপনার কথা শোনার থেকেও আপনাকে দেখতে ভালো লাগে।। খুবই কিউট আপনি

  • @baisakhighoshsantra1936
    @baisakhighoshsantra1936 ปีที่แล้ว

    অনেক অপেক্ষায় থাকি,আপনি কখন ভিডিও দেবেন।আমি খুব সম্প্রতি আপনার ভিডিও দেখছি।ভীষণ ভালো লাগছে,তাই আপনার পুরনো ভিডিওগুলোও দেখছি,অনেক কিছু শিখতে, জানতে পারছি।ধন্যবাদ আপনাকে। আর চৈতন্যদব সম্বন্ধে অবশ্যই জানতে চাইবো। এই ভিডিওটাও খুব ভালো লাগলো।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন, সামনের রবিবার আসবে

    • @baisakhighoshsantra1936
      @baisakhighoshsantra1936 ปีที่แล้ว

      @@Anirban_das অপেক্ষায় রইলাম।

  • @madhabsadhukhan3541
    @madhabsadhukhan3541 ปีที่แล้ว

    Sotti sir apni darun পড়ান আপনার class kore chi lam toutopia te

  • @mousumighosh5114
    @mousumighosh5114 ปีที่แล้ว

    চৈতন্য দেবের মাহাত্ম এবং তাঁর সম্পর্কে কথা শুনতে আগ্রহী।।

  • @soumenchanda9597
    @soumenchanda9597 ปีที่แล้ว

    আর কতবার তোমার কথার প্রেমে পড়ব! সত্যি! তুমি তো আমার সব মনোযোগ তোমার দিকে করিয়ে নিলে! ☺️

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      😁❤️❤️

    • @soumenchanda9597
      @soumenchanda9597 ปีที่แล้ว

      @@Anirban_das দাদা একবার রবীন্দ্রনাথের মৃত্যুচেতনার ওপর একটা ভিডিও বানাও।

  • @shantanusengupta-id1fc
    @shantanusengupta-id1fc ปีที่แล้ว

    First of all aapnake Doljatrar aagam subhechha !!!
    Aapnar content sotti khub interesting r gyan bordhok thake Tai aapnake asonkho Dhonnobad !!!
    Chaitanya Dev niye Jodi Ekta vlog toiri Koren tahole bhalo hoy!!!!
    Thanks a lot!!!
    Shantanu

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      করব 😊🙏🏻

  • @subtatahalder718
    @subtatahalder718 ปีที่แล้ว

    Kemon acho dada?apnar kotha sunle khub valo ,

  • @krishnakundu3298
    @krishnakundu3298 7 หลายเดือนก่อน

    দাদা আমি নবদ্বীপ থেকে ভিডিও দেখছি দোলের দিনে নবদ্বীপে অনেক মহাপ্রভু পুজো হচ্ছে।

  • @HighVibrations-iv5id
    @HighVibrations-iv5id ปีที่แล้ว

    Dada ekta diwali and kali puja bepar ta niye ekta video banao please 🙏

  • @Karan-D01
    @Karan-D01 ปีที่แล้ว

    তুমি খুব ভালোভাবে বোঝাও ❤❤

  • @tushardebnath9381
    @tushardebnath9381 ปีที่แล้ว +3

    নবদ্বীপের দোলযাত্রা,এক আলাদা অনুভূতি

  • @beautyqueen4731
    @beautyqueen4731 ปีที่แล้ว +9

    হ্যাঁ স্যার চৈতন্য দেব কে নিয়ে ভিডিও দেখতে চাই।আমি বাংলা সাহিত্যরে স্টুডেন্ট☺

  • @taraknathkumar841
    @taraknathkumar841 7 หลายเดือนก่อน

    very nice ❤

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @alikcreations_9437
    @alikcreations_9437 ปีที่แล้ว +1

    অনেক অপেক্ষার পর
    😓🥳🥳

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      হ্যাঁ সত্যি

    • @alikcreations_9437
      @alikcreations_9437 ปีที่แล้ว +1

      @@Anirban_das হ্যাঁ সত্যি অনেক অপেক্ষা করেছিলাম।
      দাদা এখন শরীর ঠিক আছে তো?

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      @@alikcreations_9437 হ্যাঁ

  • @Srijatokhasnabis
    @Srijatokhasnabis 7 หลายเดือนก่อน

    Dada chaitanya dev ke niye aro details ei kono video baniyo. Mane chaitonnocharitamrito porar porei bolchi.

  • @atreyeebarui
    @atreyeebarui ปีที่แล้ว

    খুব ভালো লাগলো দাদাভাই 🙏😊
    কমেন্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
    তাই ফোন দেখা বারণ! তবুও সময় করে একটু দেখা আর কি!😄
    যাইহোক, খুব ভালো লাগলো পর্বটি দাদাভাই।😊

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      পরীক্ষার জন্য শুভেচ্ছা😊

  • @rekhapathak79
    @rekhapathak79 ปีที่แล้ว +1

    দয়া করে শ্রীচৈতন্যমহাপ্রভুকে নিয়ে আলোচনা করুণ। ধন্যবাদ।

  • @sayankarmakar6097
    @sayankarmakar6097 ปีที่แล้ว

    Brilliant

  • @aditichatterjee6226
    @aditichatterjee6226 ปีที่แล้ว

    সুন্দর লাগলো। সুস্থ থাকো। 🙏🙏

  • @Samirpal136
    @Samirpal136 ปีที่แล้ว

    স্যার
    চৈতন্য জীবনী ও শ্রীকৃষ্ণকীর্তন সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করলে ভাল হত ।

  • @mousumishil9889
    @mousumishil9889 ปีที่แล้ว

    চৈতন্য মহাপ্রভুর কথা শোনার অপেক্ষায় রইলাম।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      সামনের রবিবার

  • @manikmallick6740
    @manikmallick6740 ปีที่แล้ว +1

    Amader grame akhon o ager matoi dol jatara utjanon hoi 👍❣️

  • @pritichakraborty910
    @pritichakraborty910 ปีที่แล้ว +3

    হ্যাঁ দেখতে চাই দাদা চৈতন্যদেব কে নিয়ে পর্ব☺

  • @rekhapathak79
    @rekhapathak79 10 หลายเดือนก่อน

    শ্রীচৈতন্যমহাপ্রভু কে নিয়ে খুব বেশি বেশি ভিডিও করা হোক।

  • @mritunjaychatterjee2278
    @mritunjaychatterjee2278 9 หลายเดือนก่อน

    আমাদের গ্রাম বীরভূমের রামপুরহাটের পাশেই! আমাদের গ্রামে শ্রীশ্রীরাধাগোপীনাথ জীউর পঞ্চমদোল উৎসব হয়। উৎসব ভালোই হয়। কিন্ত ছোটোবেলায় রঙ নিয়ে প্রেমময় দুষ্টুমি আজ আর ছোটো ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাই না।

    • @Anirban_das
      @Anirban_das  9 หลายเดือนก่อน

      😊❤️

  • @Debjani_99
    @Debjani_99 ปีที่แล้ว +1

    আমি শান্তিপুরে থাকি এখানে দোল এর দিন রাধাকৃষ্ণের বিগ্রহের পুজো হয়, ঘরে ঘরে গোপাল পুজো হয় প্রায় ১০০ র কাছাকাছি বাড়োয়ারি তে ৮,১০,১২ ফুট উঁচু মাটির গোপাল পুজো হয় ২ দিন ধরে রং, আবির খেলা হয়। আর অনেক জায়গায় বসন্ত উৎসব পালন হয়।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +2

      আমি কখনও দেখিনি.. দেখতে হচ্ছে গিয়ে তবে

    • @Debjani_99
      @Debjani_99 ปีที่แล้ว

      @@Anirban_das Ha nischoi
      Chole eso r ele kintu dekha korte hobe

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      @@Debjani_99 আচ্ছা 😁

  • @anjumanarakhatun3528
    @anjumanarakhatun3528 ปีที่แล้ว

    Dada ami icds supervisor promotion
    a pass korechi,ami bangla MA
    Bangla thek ki ki porbo jodi
    Playlist pathan vishon upokrito hobo
    Thank you

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      এরকম কোনো প্লে লিস্ট তো নেই। শুভেচ্ছা

  • @chiranjitmalo3315
    @chiranjitmalo3315 10 หลายเดือนก่อน

    আমরা ছোটবেলায় সকাল ৮টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দোল খেলতাম পাড়ার বন্ধুদের সাথে, সবাই প্রায় ভূত হয়ে যেতাম! গলার স্বর দিয়ে চেনা হতো 😅 রূপে চেনা দায় !! কলেজে ওঠার পর তেমন খেলা আর হয়না! আর এখনকার বাচ্চারা 😢 তো খেলেই না ওই একটু রং লাগলো কি লাগলো না, ঠাণ্ডা লেগে যাবে বলে আর খেলতে দে না!! লুপ্ত প্রায় উৎসব!! তবে হ্যাঁ University তে পড়ার সময় যে মেসে থাকতাম সেই কাকু আবার আমাদের রং খেলা শিখিয়ে দিয়েছিলেন 😊😊😊 বহুদিন পর সেইদিন টা রঙের ছোঁয়া পেয়েছিলাম।🎉

    • @Anirban_das
      @Anirban_das  10 หลายเดือนก่อน +1

      ❤️

  • @narottamdebnath2969
    @narottamdebnath2969 ปีที่แล้ว

  • @LimaDas-n4t
    @LimaDas-n4t 7 หลายเดือนก่อน

    শুভ দোলযাত্রা

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      🙏🏻

  • @narottamdebnath2969
    @narottamdebnath2969 ปีที่แล้ว

    😊

  • @zombiedude5806
    @zombiedude5806 5 หลายเดือนก่อน

    Accha, apni bollen gopini, but shobtota ki gopi na gopini, if both correct, jemon bola hoy gop balok ba gop konnya, ektu bolben word gulo niye. Thanks

    • @Anirban_das
      @Anirban_das  5 หลายเดือนก่อน

      গোপিকা, গোপিনী -স্ত্রী অর্থে

  • @biplabdas1530
    @biplabdas1530 ปีที่แล้ว +1

    হ্যাঁ চৌতন্যদেব কে নিয়ে ভিডিও করুন দাদা প্লিজ ❤️🙏

  • @soumimukherjee5384
    @soumimukherjee5384 ปีที่แล้ว

    শ্রী চৈতন্য দেব কে নিয়ে আলোচনা একটা হোক।❤️

  • @shreyamondal6549
    @shreyamondal6549 ปีที่แล้ว +1

    🌈🦋

  • @shuvropaul9950
    @shuvropaul9950 11 หลายเดือนก่อน

    দাদা আপনি শ্রীকৃষ্ণর ইতিহাস নিয়ে একটা ভিডিও বানান। জানতে চাই শ্রীকৃষ্ণ কি মানুষ নাকি কোনো গল্পের চরিত্র।

    • @Anirban_das
      @Anirban_das  11 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/LCYe0s2jWfk/w-d-xo.htmlsi=_7agarfJWtE_OLLP

    • @shuvropaul9950
      @shuvropaul9950 11 หลายเดือนก่อน

      @@Anirban_das thank you dada

  • @chumkimukherjeelifesketch7512
    @chumkimukherjeelifesketch7512 ปีที่แล้ว

    Monta valo hoye jay....

  • @dipjoybhattacharjee2004
    @dipjoybhattacharjee2004 ปีที่แล้ว +2

    বাংলায় বাসন্তী পুজো প্রচলন এবং শারদীয়ার সাথে তার পার্থক্য শুনতে চাই। আর হে, আদি বাংলায় অন্নপূর্ণা পূজা কিভাবে পালিত হত তার বর্ননা দিলেও ভাল হয়। অপেক্ষায় রইলাম.....😊😊😊😊

  • @susmitabiswas9652
    @susmitabiswas9652 ปีที่แล้ว

    আমাদের এখানে দোল পালন হয় বসন্ত উৎসব হিসেবে এখানে মেলা বসে,আমরা মেয়েরা সব এক রঙের শাড়ি পরি আর ছেলেরা সবাই একরকম পাঞ্জাবি ।। আমি কিন্তু গ্রামেই থাকি উত্তর 24 পরগনা ছোট্ট একটা গ্রাম। দোল উৎসবের আগাম শুভেচ্ছা রইল

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      কোন গ্রাম তোমার

    • @susmitabiswas9652
      @susmitabiswas9652 ปีที่แล้ว

      @@Anirban_das দত্তফুলিয়ার কাছে

  • @punambarman1514
    @punambarman1514 ปีที่แล้ว

    দাদাভাই আমি আসাম থেকে বলছি
    আপনি ঠিকই বলেছেন সেই আগের মত রং নিয়ে মাতামাতি হয় না দোল পূর্ণিমা বা হলি যেটাই হোক রংটা কিন্তু ফিকে হয়ে গেছে ☺️☺️☺️

  • @dr.aniruddhachakraborty8132
    @dr.aniruddhachakraborty8132 ปีที่แล้ว

    Hi, aami asaam er Dibrugarh teke bolchi. Tomar moton aamar o same sriti. Kintu ekhon shob Holi he r Bollywood songs er opor depend hoyegeche, 🙂

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      হ্যাঁ তা তো হয়েছে

  • @sumitsantra6327
    @sumitsantra6327 ปีที่แล้ว

    Please use date and statistics

  • @narottamdebnath2969
    @narottamdebnath2969 ปีที่แล้ว

    🎉

  • @kumarpranabesh8706
    @kumarpranabesh8706 ปีที่แล้ว

    বহ্নুৎসব নিয়ে একটা এপিসোড হোক

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      পরে হবে কখনও

  • @AmitDas-wv4ok
    @AmitDas-wv4ok 7 หลายเดือนก่อน

    এখন আমাদের দোলযাত্রা না বলে সবাই হোলি বলে😢😢

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      দুটো আলাদা সেটা বলতে হবে

  • @Toma-ph5ni
    @Toma-ph5ni ปีที่แล้ว +1

    শুনতে চাই পরবর্তীর কাহিনী....

  • @Riya02589
    @Riya02589 ปีที่แล้ว

    দাদাভাই,,এখন কেমন আছে তোমার শরীল,,,,,,

  • @bengaliserialupcomingepiso5916
    @bengaliserialupcomingepiso5916 ปีที่แล้ว

    মা অন্নপূর্ণা ও মা বাসন্তীর নিয়ে কিছু শোনার অপেক্ষায় রইলাম 🤍

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      আসবে.. ২৬ মার্চ সম্ভবত

  • @souvikpandit1619
    @souvikpandit1619 ปีที่แล้ว

    Ame Central Kolkata te thake.... Amader parai akhono agger moton e dol r bosonto ustab palito hoy

  • @Banglar-Gan
    @Banglar-Gan ปีที่แล้ว +1

    🥰💓💓

  • @chandannandi1014
    @chandannandi1014 ปีที่แล้ว

    দোলের আগের দিন সন্ধ্যায় হোলিকা দহন হয়।
    হলিকার পরের দিন হোলি উৎসব হয় না কেনো সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না ।
    হোলিকা দহন নিয়ে যদি একটা ভিডিও বানান তাহলে ভালো হয়,

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      করবো পরে.. অনেকগুলো shorts আসবে দোল হোলি নিয়ে

  • @narottamdebnath2969
    @narottamdebnath2969 ปีที่แล้ว

    Joy Gour

  • @AnacheKanache-qw6yc
    @AnacheKanache-qw6yc 7 หลายเดือนก่อน

    দিল্লীতে থাকি। ১৫ দিন আগে থেকে মহিলাদের জন্য এই সময়টা হয়ে ওঠে বিভীষিকা। আপিসে ইস্কুলে কে কোথায় কোন কাজে যাচ্ছে দেখার দরকার নেই। বাচ্চারাও নয়, বাইকে করে ৪০-৪৫ বছরের লোকরা ঘুরে বেড়ায় ।মহিলা দেখলেই বুকে পেছনে তাক করে বেলুন মেরে বাইকে করে পালায়। ভীষণ রকম অসভ্যতামি।

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      এটা নিন্দনীয়

  • @minugorai7009
    @minugorai7009 ปีที่แล้ว

    কথায় আছে বারো মাসে তেরো পার্বণ.... তেমনই দোলও বাংলা বছরের শেষ উৎসব ।। না শেষ উৎসব বলাটাও ঠিক নয়.....কারণ , দোলের কিছু কাল পরে তো গাজনও রয়েছে...যাইহোক অনেক অজানা তথ্য আমরা পাচ্ছি আপনার চ্যানেল এর মাধ্যমে , তাই চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে একটা পর্ব করবেন এবং সেই সঙ্গে গাজন উৎসব নিয়েও একটা পর্ব করবেন।।🙏

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ 😊

  • @souvikmanna8985
    @souvikmanna8985 ปีที่แล้ว

    আমার বাড়ি হচ্ছে কোন্নগর আমি যেখানে থাকি সেখানে দোল খেলা হয় না কারণ আমাদের পাড়ায় বিহারী আর মাড়োয়ারি বেশি বলতে গেলে একটা অবাঙালি পরিবেশ সেখানে হোলি খেলা হয় এবং ভোজপুরী গান বেশি চলে, আমি বলবো না যে এখানে শুধু দোল খেলা হারিয়ে যাচ্ছে আমি বলবো বাঙালি ও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আমি তাদের মুখ থেকে শুনেছি যে হোলি খেলা হচ্ছে ,হিরণ্যকশিপু বোন হোলিকা মৃত্যু দিবস হিসেবে হোলি পালন করা হয় হিরণ্যকশিপুর পুত্র হরি ভক্ত প্রহ্লাদ, তিনি সবসময় হরির নাম করতেন এবং তার পিতা হিরণ্যকশিপু ভগবান হরিনারায়ন শত্রু ছিলেন যেহেতু তার ভ্রাতা কে শ্রী হরি বরাহ অবতার রূপে মৃত্যু দান করেছিলেন, এই কারণে যেহেতু বিষ্ণুনারায়ণ তার শত্রু এবং তার পুত্র হরি নাম জাপে এই কারনে তার পুত্র ভক্ত প্রহ্লাদ তার শত্রু তাই তিনি নিজের পুত্র ভক্ত প্রহ্লাদ কে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তার বোন হোলিকা ব্রহ্মদেবর আশীর্বাদে কোনদিনও অগ্নিতে পড়ে যেতে পারবে না এই কারনে তার ভাইপো প্রহ্লাদ কে আগুনের চিতার মৃত্যুর শাস্তি দিতে চেষ্টা করে এবং হোলিকার মৃত্যু হয়ে যায় কিন্তু প্রহ্লাদ এর মৃত্যু হয় না এই হোলিকা আগুনে পোড়ার পর আবিরের মতন রং হয়ে যায় সেদিন থেকে হোলি খেলা শুরু হয়

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      ভাললাগলো মন্তব্য 😊❤️

  • @biswajitsaha219
    @biswajitsaha219 3 หลายเดือนก่อน

    Dole ki krishna ke dolnai dite hoy?

  • @Sunnycoolam
    @Sunnycoolam ปีที่แล้ว

    Robibabur impact ta na bolle ki ar ajker diner dol bojha jabe... (basanta utsab)

  • @mitaghosh8102
    @mitaghosh8102 7 หลายเดือนก่อน

    দোলের আগের সন্ধ্যায় বহ্ণ্যুৎসব কে বলা হয় "চাচর", "হোলিকা দহন" বাঙলার উৎসব নয় আর "ন্যাড়াপোড়া" কথাটা ইদানিং ব্যবহৃত হচ্ছে। আগে কিন্তু দোল আর হোলি একদিনেই পালিত হতো বাঙলায়।

  • @PriyabrataNag007
    @PriyabrataNag007 ปีที่แล้ว

    সত্যিই বিগত 10-12 বছরে অনেক কিছুই পাল্টেছে 😌। পরিবর্তনই তো সংসারের নিয়ম 😌💛😌।।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      তা তো বটেই

  • @SanjeebSamaddar
    @SanjeebSamaddar 7 หลายเดือนก่อน

    হোলি শব্দ এসেছে হোলিকাসুর থেকে। কিন্ত কেন 'দোল' বলা হয়? সেটা বললে ভাল হত।

    • @Anirban_das
      @Anirban_das  7 หลายเดือนก่อน

      আচ্ছা হবে

  • @raiartsacademy9080
    @raiartsacademy9080 ปีที่แล้ว

    চৈতন্যদেবকে নিয়ে জানতে চাই

  • @souvikpandit1619
    @souvikpandit1619 ปีที่แล้ว

    Radhamonch er dik ta akhon Radhabazar naam a porichito.... R Krishnamonch er dik tar naam chilo Krishnobazar but ey naam ta uthegache.... R j pukurtir kotha bolchen otar naam laaldighi (BBD Bag) dol er jonno dighir Rong lal hoyejetoh bole etar naam laldhighi hoy

  • @mlbpokeloversc9150
    @mlbpokeloversc9150 ปีที่แล้ว

    আমার এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার দরুণ আমি দোলযাত্রা উদযাপন করতে পারবো না। 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @DeepjyotiRoy96
    @DeepjyotiRoy96 ปีที่แล้ว

    এখন দোল মানে আরেকটাও আছে। বিশ্বভারতীতে গিয়ে শতশত ছবি তোলা মামণি আর পিঠে লেখা 'বসন্ত এসে গেছে' 😂😂😂

  • @camelliamandal8853
    @camelliamandal8853 ปีที่แล้ว

    তুমি অবলীলায় বাংলা বলতে পারো, মাঝে মধ্যে ইংরেজী শব্দের ব্যবহার টা জোর করে করা মনে হয়, আর বাকী ভাষাটার সঙ্গে সামঞ্জস্য থাকে না। ওটা বাদ দিলেই বেশী সুন্দর শোনাবে বলে আমার মনে হয়।
    আর পুরোনো ছবি থাকলেও ভালো হতো আরো।

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว +1

      মুখস্থ করে বা দেখে বলা তো নয়, যেটা সেই মুহূর্তে আসে বলে ফেলি। নয়তো বারবার কাটতে হয়। দুঃখিত 🙏🏻

  • @Moharani21
    @Moharani21 ปีที่แล้ว

    ভাগ্যিস হোলি ফোলি বলেননি।😅 আমি একটু কট্টর বাঙালী যদিও পাক্কা মেমসাহেব। 😅😂

  • @narottamdebnath2969
    @narottamdebnath2969 ปีที่แล้ว

    Joy Netai

  • @glimpsesofmylife4327
    @glimpsesofmylife4327 6 หลายเดือนก่อน

    No 😊doubt !aj je dol yatra dhara tar pashchate achen chaitanya dev .take sabar madhye prasar korechen Kobi guru. 😀

  • @srirupabhadra6689
    @srirupabhadra6689 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।