How to study for Admission|কলেজ ও ভর্তি পরিক্ষার জন্য কিভাবে পড়বে|Barun Kanti |Admission|HSC|Athena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2021
  • ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
    বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
    পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
    আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
    এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়।
    কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
    Full Course Teacher
    ------------
    Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
    EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
    MBA (IBA, University of Dhaka)
    Facebook ID: / baruneee
    Facebook Page: / barun.oraska
    ------------------
    ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1136139100560337
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1241944279548377
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 210 টি (Duration-180 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 889120498423276
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021 & 22) Program): Fee-2000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 165 টি (Duration-128 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 16 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 16 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 294123559319175
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।

ความคิดเห็น • 431

  • @agmrafiuzzaman8252
    @agmrafiuzzaman8252 3 ปีที่แล้ว +30

    যুগ পাল্টাইছে ভাই। ১৫ বছর আগে কনসেপ্ট বুক ছিলোনা, প্রশ্নব্যাংকও তেমন সুগঠিত ছিলোনা৷ এখন প্রশ্নব্যাংক থেকেই ৮০% টাইপ কমন পড়ে৷ আর কনসেপ্ট বুক এ সব বই থেকে এড করে এনে দেয়, সো এই দুইটা পড়লেই প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। তবে এভাবে বই ঘেটে আনকমন ম্যাথগুলো করার আইডিয়াটা অবশ্যই ভালো

  • @itstowhid4431
    @itstowhid4431 ปีที่แล้ว +2

    চুরি করার কথা শুনে আমার এক class mate er কথা মনে পড়ে গেল।

  • @mdpavel7465
    @mdpavel7465 3 ปีที่แล้ว +107

    আপনার কথা শুনলে মানসিক প্রশান্তি পাই দাদা❤️❤️

  • @asifrahman8260
    @asifrahman8260 3 ปีที่แล้ว +19

    ভাই, আপনি বর্তমানে কোন পেশায় নিয়োজিত আছেন?

  • @shaymanrafi2005
    @shaymanrafi2005 3 ปีที่แล้ว +6

    উদ্ভাস কনসেপ্ট বুক এর প্রশ্ন তো অনেক উন্নত মানের

  • @sougatadas932
    @sougatadas932 3 ปีที่แล้ว +4

    নটর ডেম কলেজের ফিজিক্স প্রশ্ন দেখলে কান্না পায় পরীক্ষার হলে। কিছুই পারি না মনে হয় যেন অন্য প্ল্যানেটের প্রশ্ন

  • @shakilahmed625
    @shakilahmed625 3 ปีที่แล้ว +16

    আপনার এই ১১ মিনিটের ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম দাদা।

  • @kopkop6565
    @kopkop6565 3 ปีที่แล้ว +3

    Edike ndc er library te ekta boi dite deri koray jorimana deya ami😑😑😑

  • @gobindadey8535
    @gobindadey8535 3 ปีที่แล้ว +7

    নমস্কার দাদা, আপনার কথা শুনলে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এসে যায় এবং মনের জোর যেন ফিরে পাই দাদা।

  • @lynx7593
    @lynx7593 2 ปีที่แล้ว

    Apni Admission Test Jkhon 2006 E Dicchilen Ami Tokhon Just Akta New Born Baby🤣🤣

  • @ArifulIslam-oz1pe
    @ArifulIslam-oz1pe 3 ปีที่แล้ว +21

    দাদা, আপনি অনেক অমায়িক❣️

  • @mohuyamoonwara1908
    @mohuyamoonwara1908 3 ปีที่แล้ว +1

    Thanks a lot vaiya❤️🥀

  • @farhadahmed5806
    @farhadahmed5806 3 ปีที่แล้ว +2

    Thanks for ur advice..I was really needed for me..Thank you so much..

  • @misbahlikhon6711
    @misbahlikhon6711 3 ปีที่แล้ว +4

    Very Nice Sir....!!!

  • @nusratsultananusratsultana6803
    @nusratsultananusratsultana6803 3 ปีที่แล้ว

    vaiya. tnq u. .... amdr ai somoy mne sahos dawr jnne.. asole kub tention hy voy lage.. apnr vd o dekhe sahos pailm.. dowa kriyn jate amio apnr moto aj thake r aktuo time nosto na kri...... Allah jno sei towfik dan kre.. valo thakiyn mje mje amdr sbr uddese kicu motivation diyn..... 😊😊...

  • @ahanianthethinkinginnovisi6902
    @ahanianthethinkinginnovisi6902 3 ปีที่แล้ว +34

    দাদা,

  • @future-doctor
    @future-doctor 3 ปีที่แล้ว +3

    Onk inspire holam sir..thank you❤

  • @hsbc8118
    @hsbc8118 3 ปีที่แล้ว +4

    Best guideline video🔥🔥🔥❤️

  • @rosedoll.36
    @rosedoll.36 2 ปีที่แล้ว

    Most precious and valuable content that if anyone trys to provide it thoughtfully, he or she will go a long way specially in Admission jone

  • @Quinnfella101
    @Quinnfella101 ปีที่แล้ว +5

    one thing I've learned, If you tried hard now, no matter how painful it feels, if you were being stubborn to the now, the illusionary future would someday be a reality..