How to memorize quickly|কিভাবে দ্রুত পড়া মনে রাখতে হয়|Barun Kanti Ghosh|Athena|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2021
  • ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে। শিক্ষাকে সল্প মূল্যে সবার কাছে পৌছাতে হবে।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
    সেই শিক্ষার্থী অসাধারণ যার কখনো কোনো কোচিং বা প্রাইভেট পড়ার দরকার হয়নি। তুমি যদি এই শ্রেণীর হও, তোমায় অসংখ্য ধন্যবাদ।
    কিন্তু এছাড়াও বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
    পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
    আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
    এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থী গুণগত মানসম্পন্ন শিক্ষকের সান্নিধ্যে নেই।
    কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
    Full Course Teacher
    ------------
    Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
    EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
    MBA (IBA, University of Dhaka)
    Facebook ID: / baruneee
    Facebook Page: / barun.oraska
    ------------------
    ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1136139100560337
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1241944279548377
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 167 টি (Duration-131 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 889120498423276
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021) Program): Fee-1500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 94 টি (Duration-75 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 12 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 12 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 294123559319175
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।

ความคิดเห็น • 793

  • @jashimuddin5083
    @jashimuddin5083 3 ปีที่แล้ว +423

    উন্নত জাতি গঠনে নিঃস্বার্থভাবে নিভৃতে যাঁরা কাজ করেন আপনি তাদের একজন। হাজারো সালাম আপনাকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলে অবদান রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mdimranhossen2223
    @mdimranhossen2223 3 ปีที่แล้ว +6

    আমি সিভিল ইঞ্জিনিয়ার পড়ছি আমার জন্য আন্তরিকভাবে মহান আল্লাহ তায়ালার পাক দরবারে দোয়া করবেন যাতে আমি সারাবিশ্বে ফার্স্ট ক্লাস ফার্স্ট বিশ্বসেরা সিভিল ইঞ্জিনিয়ার হতে পারি বা হতে চাই ইনশাআল্লাহ ।এই মহাবিশ্বের ফার্স্ট ক্লাস ফার্স্ট বিশ্বসেরা আধ্যাত্তিক সিভিল ব্যারিষ্টার হতে চাই ইনশাআল্লাহ অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক চিরস্থায়ী ভাবে আশির্বাদ করবেন ইনশাআল্লাহ।

  • @toroyadewan6537
    @toroyadewan6537 2 ปีที่แล้ว +2

    বইখুললে ঘুম আসে 😔

  • @karabichakraborty6012
    @karabichakraborty6012 ปีที่แล้ว +8

    মহাশয়, আপনি যে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ তা আপনার সহজ, সুন্দর আলোচনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সর্বোপরি আপনি যে ছাত্র সমাজের মঙ্গল কামনা করেন এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ নমস্কার।

  • @airnikajaman2216
    @airnikajaman2216 2 ปีที่แล้ว

    আমি মাত্র ক্লাস 7এ পরি এরই মধ্যে আমি রাত ১ টা পরযন্ত জাগি আবার সকাল ৮ টায় প্রাইভেট পড়তে যাই ১০ টায় আবার একসাথে সব ক্লাস করি ২ঃ১৫ তে ছুটি হয় আবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরি আমি আর পারছি না এত চাপ নিতে আমার কষ্টটা কেউ বুঝতে চায় না💔🥵😥😢💔💔

  • @zihadhossen8315
    @zihadhossen8315 3 ปีที่แล้ว +19

    স্যার খারাপ চিন্তা থেকে দূরে থাকার উপর একটা ভিডিও দিলে ভালো হতো

  • @shakilahmed1403
    @shakilahmed1403 3 ปีที่แล้ว +19

    আপনা‌কে অন্তর‌ে‌র অন্তরস্থল থে‌কে হাজার সালাম।

  • @abdullahalmehedi
    @abdullahalmehedi 3 ปีที่แล้ว +60

    অনেকদিন পর আপনার কন্টেন্ট দেখছি। চমৎকার কন্টেন্ট সব সময়ই!

  • @abdullahalnoman691
    @abdullahalnoman691 2 ปีที่แล้ว +85

    স্যারের কথা গুলো সত্যিই অনেক অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে স্যার ♥️♥️♥️♥️

  • @jhonroy9813
    @jhonroy9813 2 ปีที่แล้ว

    Accha Jodi ghum na ashe

  • @engineeringdecrypted9052
    @engineeringdecrypted9052 2 ปีที่แล้ว +151

    ১. অতিরিক্ত রাত জাগা যাবে না।

  • @md.yasanulhaq1897
    @md.yasanulhaq1897 2 ปีที่แล้ว +4

    স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।আপনারএই কথা গুলো আমার কতটা হেল্প ফুল হলো তা আমি বলে বোঝাতে পারবো না স্যার।

  • @almuzahid2388
    @almuzahid2388 3 ปีที่แล้ว +11

    আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। সবসময় অপেক্ষা করি আপনার ভিডিও এর জন্য। আপনার তথ্যবহুল ভিডিও গুলো খুবই সহায়ক ভুমিকা পালন করে আমার এগিয়ে যাবার পথে।

  • @swapankar2190
    @swapankar2190 2 ปีที่แล้ว +12

    Read and write is the best technique is true at all times . you kindly get up/ leave bed at 4-00 to 4-30 A M regularly and sit down to read slowly but carefully . you kindly read your subjects for minimum an hour this time. Keep your books close . Then go to your other routine morning work . Now try to write them which were read by you yesterday or day before yesterday keeping no touch to your books . Just go on practicing like this . You are to read at night up to 9-00 or maximum 10-00 PM and to go to bed within 10-30 for proper sleep just to maintain your CNS systems calm and quite .Take light meals and must must must go to some out door games for sometimes everyday .during student period .only--- This is in short .

  • @SMWALID
    @SMWALID 2 ปีที่แล้ว +20

    Thank you so much sir. অনেক শান্তি পেলাম।

  • @rupshabannerjee7551
    @rupshabannerjee7551 ปีที่แล้ว +2

    আপনি সত্যিই খুব সুন্দর একটি কথা বললেন ...এটা আমি চেষ্টা করবো অনুকরণ করে আমার জীবনে চলবো ... অনেক ধন্যবাদ আপনাকে 😊🌸

  • @RaisaArusa
    @RaisaArusa 2 ปีที่แล้ว +16

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতিটি কথা যুক্তিযুক্ত।

  • @RAFI-ik5wj
    @RAFI-ik5wj ปีที่แล้ว

    যেকোনো বিষয় আমি খুব সহজে বুঝতে পারি। সাথে বুঝাইতেও পারি কিন্তু পরবর্তীতে সেটা ভুলে যাই। এর মেইন প্রব্লেম টা আজকে বুঝতে পারলাম। ধন্যবাদ স্যার।

  • @TanbeenRocky
    @TanbeenRocky 2 ปีที่แล้ว +4

    ভাইয়া আপনাদের ভিডিওর জন্যই মন বিক্ষিপ্ত হয়ে যায়। পড়ার সময় ও মনে হয় আরেকটু মোটিভেট হই... আর মোটিভেট ই হই সারাদিন... 😇😇

  • @manobbiswasvlogs
    @manobbiswasvlogs 2 ปีที่แล้ว +1

    সামনে আমার প্রাইমারি র পরিক্ষা, ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর পরামর্শের জন্য,দাদা🙏💐🙏💐আমি আজকেই আপনার ভল্গ দেখছি, সত্যিই আপনার কথার প্রেমে পড়ে গেলাম,দাদা।