Physics ২০১, ২০২, ২০৩, ২০৪ কোর্সগুলি আমাদের সব ক্লাস Recorded, কিন্তু তুমি কিছু ক্লাসের কিছু বুঝতে না পারলে কমেন্টে প্রশ্ন করতে পারবে, আমি উত্তর দিয়ে দিব ৫-১০ মিনিট এ । আমি তোমায় কথা দিচ্ছি যে Athena তে পড়লে আর কোন জায়গাতে Physics Private/Coaching করার দরকার হবে না। তুমি Bkash বা Nagad এর মাধ্যমে ফি দিয়ে Facebook Private Group এ যুক্ত হয়ে যাও। Class Video, Exam Question Solve Sheet সব কিছু সুন্দর করে সাজানো পাবে। আমি বিস্তারিত নিছে দিয়ে দিচ্ছি। #Running Programs by Barun Kanti Ghosh Vaia Full Course Teacher ------------ Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching) EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4) MBA (IBA, University of Dhaka) ------------------ ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500 🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা 🔷FB Private Group Link: facebook.com/groups/1136139100560337 🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money) 🔷Bkash Marchant : 01614243042 (Make Payment) ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500 🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা 🔷FB Private Group Link: facebook.com/groups/1241944279548377 🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money) 🔷Bkash Marchant : 01614243042 (Make Payment) ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000 🔷Course Content: ক্লাস ভিডিও: 210 টি (Duration-180 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা 🔷FB Private Group Link: facebook.com/groups/889120498423276 🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money) 🔷Bkash Marchant : 01614243042 (Make Payment) ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2022) Program): Fee-2000 🔷Course Content: ক্লাস ভিডিও: 165 টি (Duration-128 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 16 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 16 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা 🔷FB Private Group Link: facebook.com/groups/294123559319175 🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money) 🔷Bkash Marchant : 01614243042 (Make Payment) ভর্তির নিয়ম: Bkash/Nagad এর মাধ্যমে পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে
Successful peoples habits: 1) They Don't do time pass 2)accept reject 3)stop comparing, focus on Goal 4)Don't do procrastination 5) Don't do overthink 6) always busy with Work 7)Inside of your work should have two thinks -- *Human help *have to best in this field 8) learnings think spiritually 9)Strong desire (( be strike on your Work)) 10) learn *** 11) Stop complain 12) Be happy on your remain thing 13) Ask question 14) Money management 15)Work with everyone. ((Everyone should equal))
হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণেন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
স্যারের একটা পয়েন্ট শুনে কেন যেন অনেক প্রশান্তি লাগছে , " কমপ্লেন না করা " । এটা কবে আমার মধ্যে গ্রো করেছে জানিনা , কিন্তু নিজের প্রচেষ্টার অভাব ছাড়া অন্য কিছুকে রিজন হিসেবে দাঁড় করাতেই পারিনা । ভাবতে শুরু করেছিলাম হয়তো আমি পাগল , কিন্তু এখন শান্তি লাগছে যখন স্যার বিষয়টা ভ্যালিডেট করলেন । জাযাকুমুল্লাহ খাইরান স্যার ।
সব থেকে ভালো লাগলো যেটা সেটা হোলো আপনি কোনো জাত পাত না ধরে direct সৃষ্টিকর্তা কথা টা উল্লেখ করেছেন, এতে বোঝা যায় আপনি শুধুই পুঁথিগত শিক্ষিত নন বরং মানবতার দিক থেকেও প্রকৃত শিক্ষিত এক জন মানুষ ধন্যবাদ, আর বাকি video টা তো আমার শুনতে বেশ ভালোই লেগেছে
আপনার কথা এতটাই সহজ ও প্রাণবন্ত শুনলে মনে বেশ প্রশান্তি আসে। আপনি বললেন অভিযোগ বা নালিশ না করা, প্রতিযোগিতা না করা, এতে গ্ৰহণ যোগ্যতা নষ্ট হয়।ধন্যবাদ🙏।
খুব ভাল বলেছ, তবে জীবনের সফলতার একটা দিক এড়িয়ে গেলে কেন, সাংসারিক জীবনের সফলতা ও শান্তিতে সুখের সংসার কিভাবে করা যায় সেদিকেও একটু দৃকপাত করো। ❤️❤️❤️👍👍👍
বুয়েটের ছোট ভাইয়ের কথাগুলোর সাথে সহমত। আমিও নিজের অভিজ্ঞতা, introspection সব মিলিয়েই জানি কথাগুলো সত্যি। বাংলাদেশে অনেক সময়ই মানুষকে ঠিকানা জানতে চেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কোন এক কারণে জানি না বলতে আমাদের খুব মানে লাগে। কিন্তু মানুষকে ভুল ঠিকানায় পাঠিয়ে হয়রানি করতে বিন্দুমাত্র খারাপ লাগে না। আফসোস।
বাংলাদেশের জনগন জাতীয় মনস্তাত্ত্বিক ভাবেই প্রায় বেশির ভাগই মানষিক রোগি। এই টা অনেক জ্ঞ্যানি ও শিক্ষিত মানুষেরাও বুঝে না, আর সেখানে অশিক্ষিতরা আরো বুঝে না।
ভাই আপনার প্রায় ভিডিও দেখেছি খুব ভালো লাগে। আপনার মতো বাংলাদেশে কেও কিন্তু এমন ভাবে না সত্যিই আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর । তাই বলি বাংলাদেশে যদি আপনার মতো লোখ থাকতো তাহলে অনেক দৃর এগিয়ে যেত
সময় নষ্ট করা যাবে না না বলা শিখতে হবে competition kora jabe nana over thinking kora jabe na Mankind thakte hbe Nijer best ta dite hbe. Strong Desire thakte hbe. Learning er majhe thakte hbe. শুকরিয়া আদায় করিতে হইবে যা আছে তাকে নিয়ে সুখী থাকতে হবে জানার জন্য লজ্জা করা যাবে না money management
এটি বাস্তব কাউকে কোন ধরনের সহযোগিতা করলে সৃষ্টিকর্তা থেকে সাহায্য পাওয়া যায় সেটা যাক বা না যাক মনের প্রশান্তি আসে এটি বাস্তবতা দিনকে দিন মানুষের সবার কম বেশি টাকা হইতেছে কিন্তু মনের প্রশান্তি চলে যাচ্ছে সে মনের প্রশান্তি কেউ চাইলে মানুষকে সহযোগিতা করো দারিদ্র্য বিবর্তন কর দেখবেন মনের প্রশান্তি চলে আসবে
Sir your every speech just like a medicine.. I am educated unemployment person, last 3 years i hardly try to get a job but i am failure... Sometimes i loss my confidence but after that i believe i can everything, i can achieve my goal by my hard Work.. Also i believe my god stay with me.. Tnx for your valuable speech
ভাইয়া সময় তো খুব বেশি আমাদের জীবনে নেই আর এত টাকার তো প্রয়োজনও না টাকার প্রয়োজন সে বলে সময়ের মূল্য দিতে হবে এবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে সময় দাও কুরআন পড়
দাদা অনেক ভালো বলেছেন চিন্তা করছি এগুলো আরো কয়েকটা বছর আগে এমন ভাবে কেন চিন্তা করলাম না। এখন HSC দিয়েছি আশা করছি এখনো তেমন পেছিয়ে যায়নি জীবনে কিন্তু হার মানতে শিখিনি অনেক জীবন মানে যুদ্ধ এটা জানি তবুও দিন দিন মোবাইল এর প্রতি আসক্ত হয়ে পড়ছি। লক্ষ্য একজন নাম্বার ওয়ান বিজনেস ম্যান হওয়া ।কি নিয়ে এবং কোন ইউনিভার্সিটিতে পড়লে ভাল হয় তা যদি একটু বলতেন। জানি না স্বপ্ন কি পূরণ হবে কিনা কিছুদিন আগে HSC পরীক্ষা দিয়েছি জানিনা আগামীতে কি হবে। আমার বাবা মা বেঁচে নেই। ছোট বেলা থেকে পড়াশোনাকে অনেক ভালো বাসতাম। কিন্তু দিন দিন মনে হচ্ছে চিন্তা হচ্ছে আগামীতে কি করবো ।আমি কি অর্থের কাছে হার মেনে ব্যর্থ হয়ে যাবো। আশা করি উত্তর দিবেন?
মনিব ও মালিক এদুটো শব্দ কামনা-বাসনার মোহে মোহগ্রস্ত উম্মাদের উন্মাদনার চুড়ান্ত রুপ প্রকাশ করে। কামনা-বাসনা চরিতার্থ করতে হলে সঙ্গী, দল বা টিম লাগে। মানুষের মধ্যে যখন কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলে উঠে তখন সে কামনা-বাসনা চরিতার্থ করার জন্য উম্মাদ হয়ে যায়। তাঁর উম্মাদনার আগুনে উম্মাদ ব্যক্তি শুধু একা জ্বলে না, অন্যকেও জ্বালায়। অনুপ্রেরণা দেওয়া মন্দ নয়, তবে আত্মসচেতন ও সতর্ক হওয়ার অনুপ্রেরণা আগে দিতে হবে। অন্যথায় কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলে উঠবে। কারণ, কিছু কিছু বিষয়ে সৃষ্টিগত ভাবেই মস্তিষ্কের ডিফল্ট আছে। নিয়ন্ত্রণ করতে পারবেনা, নিজেও জ্বলবে অন্যকেও জ্বালাবে। স্রষ্টা মানুষের মনিব, স্রষ্টার অনিয়ন্ত্রিত কামনা-বাসনার চুড়ান্ত রুপ তার সকল সৃষ্টি। সৃষ্টিকে দিয়ে স্রষ্টা তার কামনা-বাসনার চরিতার্থ করার জন্য সৃষ্টির ভিতরে কামনা-বাসনা চাপিয়ে দিয়েছে। এই কামনা বাসনা নিয়ন্ত্রণের উপর অধিকাংশ জনসংখ্যা মস্তিষ্কের ডিফল্ট সমস্যায় ভুগছে। তাই কামনা-বাসনায় হাওয়া না দেওয়াই উত্তম। ধন্যবাদ
স্যার আমি একজনকে চিনি যিনি এভাবে সময় নষ্ট করে তাও তিনি সাকসেসফুল। তিনি আর কেউ নন অনন্ত জলিল। তিনি ফালতু সিনেমা তৈরি করতে অনেক সময় নষ্ট করেন। কিন্তু এই সিনেমাগুলো থেকে তার কোন লাভ হয় না । তাও তিনি সাকসেসফুল। এটা একটা ব্যতিক্রমধর্মী উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি 🥺
মনের মধ্যে অযথা চিন্তা আসছে মনে হচ্ছে এইচএসসি পরীক্ষায় যদি রোল নং রেজিষ্ট্রেশন নং ভূল হয় তাহলে কি হবে যদি আমার পরীক্ষায় খাতা হারায়ে যায় তাহলে কি হবে 😥😥😥 যদি ফেল করি তাহলে কি হবে
Among the men you got to be an Alpha. Alphas go for what they want even though they know that they will face difficulties, delays and probably they will fail but yet they never stop. They take relentless action until they reach their ultimate goal. Man is all about passion, and action. And most importantly follow your heart.
আমি অনেক চেষ্টা করেছি সরকারি চাকরির জন্য হয়নি।ছোট বাচ্চা আছে তার জন্য প্রাইভেট জবে যেতে পারছিনা।এখন টিউশন করে মাসে ২০,০০০/- এর মতো ইনকাম হয় ।আমি কিভাবে জীবনে সফলতা পেতে পারি।
আপনার কত বয়স? কি অর্জন করেছেন জীবনে জানিনা । " কে কি কি কারনে জীবনে ব্যর্থ , কি দোষের জন্য কেউ সফল নন, কি হলে সফল হতেন ইত্যাদি " সব জানেন । সব প্রবলেম সম্বন্ধে জানেন । এত জানেন তাহলে তো আপনার নিজের কোন ব্যর্থতা থাকা উচিৎ নয়। তবে তো আপনি পৃথিবীর সফলতম মানুষ । কি বলেন? অন্যথায় কি ঢপের ব্যবসা চালিয়ে যাচ্ছেন?
যে দেশের রাষ্ট্রিয় ব্যবস্থাপনা দ্বারা সেই দেশের জনগনের মৌলিক চাহিদা পুরন হয় না, সেই সব দেশেই মোটিভেশনাল স্পিচ বেশি হয়।, ব্যর্থ জীবন ব্যবস্থাপনা থেকেই এই মোটিভেশনাল স্পিচ কালচার সৃষ্টি হয়।
আসসালামু আলাইকুম। ভাইয়ের ভিডিও গুলো অনেক ভালো লাগে। নতুন নতুন অনেক কিছু শিখতে পারলাম। ভাইয়ের জন্য দোয়া রইল অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ যেন আপনার শরীর সুস্থ রাখে। আমিন।
সাবাস, এরকম মানুষিকতার মানুষি ত দরকার,সামাজের প্রতিটি ক্ষেত্রে এরকম একটা করে মানুষ যদি থাকতো।আর যারা সমাজে কোন না কোন ভাবে অন্যায় করে অনেক বিও সম্পত্তি র অধিকারী , তাদের ঐ মাননীয় বিচারকের মত শান্তি পসসতি তথা আত্ন তৃপ্তি ও সুনাম আছে কিনা। নিজেকে প্রশ্ন করুন। সাবাস এ বি আনন্দ কে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা না দেখালে,আমার মতো সাধারণ মানুষের এইরকম একটা অসাধারণ মানুষ সমন্ধে অনেক কিছুই অজানা থেকে যেত। ধন্যবাদ
স্যার, ধরুন কোনো একটা মোটামুটি বড় ধরণের ঘটনা ঘটে এবং এইযে ঘটনাটা ঘটলো সেইখান থেকে একপ্রকার জেদ নিয়ে কিভাবে লাইফটাকে শাইন করার দিকে নিয়ে যেতে পারি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে,কিভাবে বুঝব যে আমি যেই পদ্ধতিটা অবলম্বন করে পড়ালেখা করছি সেইটা কতটুকু কার্যকর? প্লিজ এই দুই টপিক এর উপর ভিডিও বানাবেন।
Physics ২০১, ২০২, ২০৩, ২০৪ কোর্সগুলি আমাদের সব ক্লাস Recorded, কিন্তু
তুমি কিছু ক্লাসের কিছু বুঝতে না পারলে কমেন্টে প্রশ্ন করতে পারবে, আমি
উত্তর দিয়ে দিব ৫-১০ মিনিট এ । আমি তোমায় কথা দিচ্ছি যে Athena তে পড়লে আর
কোন জায়গাতে Physics Private/Coaching করার দরকার হবে না। তুমি Bkash বা
Nagad এর মাধ্যমে ফি দিয়ে Facebook Private Group এ যুক্ত হয়ে যাও। Class
Video, Exam Question Solve Sheet সব কিছু সুন্দর করে সাজানো পাবে। আমি
বিস্তারিত নিছে দিয়ে দিচ্ছি।
#Running Programs by Barun Kanti Ghosh Vaia
Full Course Teacher
------------
Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
MBA (IBA, University of Dhaka)
------------------
✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার
সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET
(With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book :
1 টা
🔷FB Private Group Link:
facebook.com/groups/1136139100560337
🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money)
🔷Bkash Marchant : 01614243042 (Make Payment)
✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার
সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21
SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept
Book : 1 টা
🔷FB Private Group Link:
facebook.com/groups/1241944279548377
🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money)
🔷Bkash Marchant : 01614243042 (Make Payment)
✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program):
Fee-3000
🔷Course Content: ক্লাস ভিডিও: 210 টি (Duration-180 Hours), 25 Years
Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25
SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET
(With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test
Concept Book : 1 টা
🔷FB Private Group Link: facebook.com/groups/889120498423276
🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money)
🔷Bkash Marchant : 01614243042 (Make Payment)
✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short
Syllabus-HSC-2022) Program): Fee-2000
🔷Course Content: ক্লাস ভিডিও: 165 টি (Duration-128 Hours), 25 Years
Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 16
SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 16 SET
(With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test
Concept Book : 1 টা
🔷FB Private Group Link: facebook.com/groups/294123559319175
🔷Bkash or Nagad No: 01714243042 (Send Money)
🔷Bkash Marchant : 01614243042 (Make Payment)
ভর্তির নিয়ম: Bkash/Nagad এর মাধ্যমে পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে ।
যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে
হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব
কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু
কোর্সটি শুরু করতে পারবে
আসসালামু আলাইকুম ভাইয়া।ভাইয়া এসএসসিতে জিপিএ ৪.০০ নিয়ে কি বুয়েটের প্রিপারেশন নেয়া ঠিক হবে....? ইনশাআল্লাহ এইচএসসিতে PMC-তে ৯০+ মার্ক থাকবে।প্লিজ ভাইয়া একটু রিপ্লাইটা দিয়ে কনফিউশান দূর করবেন।
3de
সার কত টাকা physics
সার physics HSC কত টাকা
@@RAM-ov7dx HSC Kon Batch ?
আমি কলকাতা বাসী, আমি বলবো আমার প্রতিবেশী দেশ থেকে এত সাহায্য মূলক বক্তব্য পাচ্ছি, যে আবেগ ধরে রাখতে পারছিনা❤️🇧🇩
ধন্যবাদ।। 🇧🇩🇧🇩🇧🇩
স্যার সত্যি আপনি একজন জিনিয়াস আপনার প্রত্যকটি কথা অনুসরন করার চেষ্টা করছি আমি যতই শুনি ততই অনুপ্রাণিত হই আল্লাহ আপনার ভাল করুন
apni tar kotha guloke quraner moddhe khujleo shob gulo peye jaben ,amader akta shomossha hocche amra shofol howar jonno shob jaygay jai,kintu quraner kache jaina kokhono.
Owo! You are excellent.
Successful peoples habits:
1) They Don't do time pass
2)accept reject
3)stop comparing, focus on Goal
4)Don't do procrastination
5) Don't do overthink
6) always busy with Work
7)Inside of your work should have two thinks -- *Human help *have to best in this field
8) learnings think spiritually
9)Strong desire (( be strike on your Work))
10) learn ***
11) Stop complain
12) Be happy on your remain thing
13) Ask question
14) Money management
15)Work with everyone. ((Everyone should equal))
Thank you
Thank You For Note
Thank you ❤️
1) Disagreed
Thanks
ভাই, আল্লাহ তোমাকে অধিকতর জ্ঞান দান করুন এবং সুস্থতার সাথে দীর্ঘ ও উত্তম জীবনের অধিকারী করুন।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা।
স্যার আপনি একজন জিনিয়াস, আর আপনাকে দেখলে বোঝা যায় আপনি hardworking person ✌️
হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণেন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
স্যারের একটা পয়েন্ট শুনে কেন যেন অনেক প্রশান্তি লাগছে , " কমপ্লেন না করা " ।
এটা কবে আমার মধ্যে গ্রো করেছে জানিনা , কিন্তু নিজের প্রচেষ্টার অভাব ছাড়া অন্য কিছুকে রিজন হিসেবে দাঁড় করাতেই পারিনা । ভাবতে শুরু করেছিলাম হয়তো আমি পাগল , কিন্তু এখন শান্তি লাগছে যখন স্যার বিষয়টা ভ্যালিডেট করলেন ।
জাযাকুমুল্লাহ খাইরান স্যার ।
সব থেকে ভালো লাগলো যেটা সেটা হোলো আপনি কোনো জাত পাত না ধরে direct সৃষ্টিকর্তা কথা টা উল্লেখ করেছেন, এতে বোঝা যায় আপনি শুধুই পুঁথিগত শিক্ষিত নন বরং মানবতার দিক থেকেও প্রকৃত শিক্ষিত এক জন মানুষ ধন্যবাদ, আর বাকি video টা তো আমার শুনতে বেশ ভালোই লেগেছে
আপনার কথা এতটাই সহজ ও প্রাণবন্ত শুনলে মনে বেশ প্রশান্তি আসে। আপনি বললেন অভিযোগ বা নালিশ না করা, প্রতিযোগিতা না করা, এতে গ্ৰহণ যোগ্যতা নষ্ট হয়।ধন্যবাদ🙏।
অনেক মূল্যবান কথা শুনলেন।জীবন সংগ্রামে প্রতিটি কথাই কোন না কোনভাবে সামনে এসে যায়।ধন্যবাদ ভাই পরামর্শের জন্য।
।
বরুন ভাই আজকের আলোচনাটা একদম সময় উপযোজি এবং বাস্তবধর্মী ছিল !! আপনাকে অনেক ধন্যবাদ!!
আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, বুঝাতে পারেন। স্যালুট স্যার।
আসলেই
অনেক ধন্যবাদ ।
আপনার বিশ্বাসের কারণে,
এত ভালো কথা গুলো,
এত জ্ঞানের কথাগুলো,
উপলব্ধি করতে পারেন।
এবং মানুষ উপকৃত হবে
আমি ভারত থেকে আমি একজন মুসলিম আপনার কথাগুলো আমাকে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ।
so what
@@souravpaul8005 so he is the most successful entity in the whole universe
Mmm
@@doctorgreatengineer6834 🤣🤣🤣
এ বোকা চোদা তুই মুসলিম তা কী হবে?
আপনার। সব। কথাই। সত্যিই,,, এবং। সনির্বর
খুব ভাল বলেছ, তবে জীবনের সফলতার একটা দিক এড়িয়ে গেলে কেন, সাংসারিক জীবনের সফলতা ও শান্তিতে সুখের সংসার কিভাবে করা যায় সেদিকেও একটু দৃকপাত করো।
❤️❤️❤️👍👍👍
বাহ্ দারুণ উৎসাহব্যঞ্জক চমৎকার বলা-বক্তব্য। ঠিকই বলেছেন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা না-বজায় থাকলে, জীবনে সাফল্য লাভ করা অসম্ভব।
প্রথমে,,,ভালভাসা,,,এরপর,,শিক্ষা,,,, এবং শু,,,চরিত্র, এই,,তিনটি,, গুরুত্বপূর্ণ,,,,তবে,সবার, মধ্য,,থাকে,,না,,অর্জন,, করে,, নিতে, হয়,
আমি নিজেই অনেক ভাবতে ভাবতে এ সমস্যা গুলোই বের করেছি একদম সত্য কথা আমরা জর্ম সুত্রে অনেক গলপ বাজ
সেরা কতগুলো কথা। নিজেকে পরিবর্তন করার এবং সাকসেসফুল হওয়ার প্রধান উপায় হতে পারে এই কথা গুলো। ধন্যবাদ আপনাকে।
স্যার,আপনি সত্যিই অসাধারণ মানুষ।
বুয়েটের ছোট ভাইয়ের কথাগুলোর সাথে সহমত। আমিও নিজের অভিজ্ঞতা, introspection সব মিলিয়েই জানি কথাগুলো সত্যি।
বাংলাদেশে অনেক সময়ই মানুষকে ঠিকানা জানতে চেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কোন এক কারণে জানি না বলতে আমাদের খুব মানে লাগে। কিন্তু মানুষকে ভুল ঠিকানায় পাঠিয়ে হয়রানি করতে বিন্দুমাত্র খারাপ লাগে না। আফসোস।
বাংলাদেশের জনগন জাতীয় মনস্তাত্ত্বিক ভাবেই প্রায় বেশির ভাগই মানষিক রোগি। এই টা অনেক জ্ঞ্যানি ও শিক্ষিত মানুষেরাও বুঝে না, আর সেখানে অশিক্ষিতরা আরো বুঝে না।
ভাই আপনার প্রায় ভিডিও দেখেছি খুব ভালো লাগে। আপনার মতো বাংলাদেশে কেও কিন্তু এমন ভাবে না সত্যিই আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর । তাই বলি বাংলাদেশে যদি আপনার মতো লোখ থাকতো তাহলে অনেক দৃর এগিয়ে যেত
মাশাআল্লাহ, অনেক ভালো বিষয় শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ, দোয়া ও শুভকামনা স্যার।
সময় নষ্ট করা যাবে না
না বলা শিখতে হবে
competition kora jabe nana
over thinking kora jabe na
Mankind thakte hbe
Nijer best ta dite hbe.
Strong Desire thakte hbe.
Learning er majhe thakte hbe.
শুকরিয়া আদায় করিতে হইবে
যা আছে তাকে নিয়ে সুখী থাকতে হবে জানার জন্য লজ্জা করা যাবে না
money management
15: everyone should equal (think out of society and religion)
15 point is very essential for our country....
অসাধারণ উপদেশ। যিনি শতভাগ মানতে পারবে নিশ্চিত সে সফল।।
আপনার উপস্থাপন খুব সুন্দর। বিষয় নির্ধারণ এবং পায়েনটগুলোও খুব প্রয়োজনীয়। উপকারী।
স্যার আমি ডাইরিতে লিখলাম।প্রতিদিন সকালে পড়ে নিজেকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এটি বাস্তব কাউকে কোন ধরনের সহযোগিতা করলে সৃষ্টিকর্তা থেকে সাহায্য পাওয়া যায় সেটা যাক বা না যাক মনের প্রশান্তি আসে এটি বাস্তবতা দিনকে দিন মানুষের সবার কম বেশি টাকা হইতেছে কিন্তু মনের প্রশান্তি চলে যাচ্ছে সে মনের প্রশান্তি কেউ চাইলে মানুষকে সহযোগিতা করো দারিদ্র্য বিবর্তন কর দেখবেন মনের প্রশান্তি চলে আসবে
১২ নং খুবি ভয়ংকর কথা বললেন।, এই জন্যই মুসলিম বিশ্ব আজ অন্য জাতিদের তুলনায় শিক্ষা, গবেষণায়, বিজনেসে অনেক অনেক পিছিয়ে, বাস্তবতা এটাই।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা
আনেক যৌক্তিক আলোচনার জন্য
আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে ভিডিও টি দেখছি, আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ।
সত্যি স্যার আপনি যেমন জিনিয়াস আপনার কথা এবং উপদেশগুলোও জিনিয়াস ❣️❤️🥰
১৫ নম্বর টপিকস্ অসাধারণ ছিলো।❤️❤️
আমি আজকে প্রথম আপনার কথাগুলো শুনলাম,খুব ভালো লাগলো
পারিবারিক সদস্যদের মধ্যে ঝামেলা কিভাবে মিটাবো, এ নিয়ে একটা ভিডিও দিন।
ত্বীয়াগেই, শান্তি,,,,,ত্বীয়াগেই,,,,সমস্য, সমাধানের, মূল,, উদ্দেশ্য
এগুলো সবই কথার কথা, শুনতে ভাল লাগে বলতে ভাল লাগে, কিন্তু বাস্তবটা ভীষণ কঠিন।
Apner katha gulo sunlam..but ami o ekmat apner sathe ami amer family k eivabe e porichalona Kori.
Vdo ta 3/4 bar dekhlm..vaijan🇧🇩🇧🇩
স্যার, আপনি নড়াইলের মানুষ? জেনে ভালো লাগলো। আমিও নড়াইলের। আপনার ভিডিওগুলো সবসময়ই আমাকে অনুপ্রানিত করে।
অনেক সুনির্দিষ্ট ভাল ধারণা পাওয়া যায় আপনার কথার থেকে, ধন্যবাদ।
আপনার বক্তব্য আমাকে খুব ইন্সপায়ার করেছে, বিশেষ করে শেষের ১৫ নাম্বার টা। 🧡🌷
কি অসাধারণ দাদা,সবসময় আপনার মুখ দিয়ে অমৃত ঝরে। 💚💚💚
ভাইয়া,
আপনার মটিভেশনাল সকল ভিডিও আমি দেখি এবং সেখান থেকে জীবনের অনেক কিছু রিলেট করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
খুবই সুন্দর
সৃষ্টি কর্তা আপনাকে আরো সফলতা দান করুন।
আপনার জন্য শুভকামনা রইল
Sir your every speech just like a medicine.. I am educated unemployment person, last 3 years i hardly try to get a job but i am failure... Sometimes i loss my confidence but after that i believe i can everything, i can achieve my goal by my hard Work.. Also i believe my god stay with me.. Tnx for your valuable speech
অসাধারণ লাগল কথাগুলো। ধন্যবাদ আপনাকে🙏।
ভাইয়া সময় তো খুব বেশি আমাদের জীবনে নেই আর এত টাকার তো প্রয়োজনও না টাকার প্রয়োজন সে বলে সময়ের মূল্য দিতে হবে এবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে সময় দাও কুরআন পড়
Alhamdulillah... অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো ভাইয়া। 🙏
Khubi valo laglo kotha golo suney. Onek valuable ar learning type lesson.
অনেক সুন্দর মোটিভেশনাল টিপস ভিডিও। ধন্যবাদ ক্রিয়েটরকে এমন সুন্দর ভিডিও আপলোড করার জন্য।
দাদা অনেক ভালো বলেছেন চিন্তা করছি এগুলো আরো কয়েকটা বছর আগে এমন ভাবে কেন চিন্তা করলাম না। এখন HSC দিয়েছি আশা করছি এখনো তেমন পেছিয়ে যায়নি জীবনে কিন্তু হার মানতে শিখিনি অনেক জীবন মানে যুদ্ধ এটা জানি তবুও দিন দিন মোবাইল এর প্রতি আসক্ত হয়ে পড়ছি। লক্ষ্য একজন নাম্বার ওয়ান বিজনেস ম্যান হওয়া ।কি নিয়ে এবং কোন ইউনিভার্সিটিতে পড়লে ভাল হয় তা যদি একটু বলতেন।
জানি না স্বপ্ন কি পূরণ হবে কিনা কিছুদিন আগে HSC পরীক্ষা দিয়েছি জানিনা আগামীতে কি হবে। আমার বাবা মা বেঁচে নেই। ছোট বেলা থেকে পড়াশোনাকে অনেক ভালো বাসতাম। কিন্তু দিন দিন মনে হচ্ছে চিন্তা হচ্ছে আগামীতে কি করবো ।আমি কি অর্থের কাছে হার মেনে ব্যর্থ হয়ে যাবো।
আশা করি উত্তর দিবেন?
আমি ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দিয়েছি
।আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম কিন্তু অনেক ভালো লাগলো
সুন্দর কথা গুলো আমাদের বলার জন্য ভালোবাসা রইল সবসময় আল্লাহ জেনো নেক হায়াত দান করুন আপনাকে আমিন
খুবই ভালো লাগলো।
চিন্তামুক্ত থাকার কৌশল হিসেবে কি কি করতে হবে
ভাবনা। থেকে। বিরুধ, থাকতে, পারলে,,চিন্তা মুক্ত,,থাকা যায়,,,,মে,,,কোন। কাজে,বা,,, ইবাদতের, মাধ্যমে,,, নিজেকে,,বি, জি, রাখুন,,তাহলেই চিন্তা,,মুক্ত,,,থাকা,,,রায়,,,,
আমি মুগ্ধ হয়ে শুলাম
স্যার,
আমি কি হতে চায় বা আমার লাইফ গোল কি? সেটা নিয়ে অনেকে একটা কনফিউশান এর মধ্যে পড়ে যায়। এর উপরে ভিডিও বানালে খুবই খুশি হতাম। ❤️
Nice vdo. I am 70years old. I have heard most of your points from my late father and mother. Thank you. Go ahead.
Thanks best and beatyfull advice successful for best wish you all md, Faridul alam Faridul
advice
0
.
You are রিয়েল motivation speaker
জাজাকাল্লাহ খাইরান ❤
মনিব ও মালিক এদুটো শব্দ কামনা-বাসনার মোহে মোহগ্রস্ত উম্মাদের উন্মাদনার চুড়ান্ত রুপ প্রকাশ করে। কামনা-বাসনা চরিতার্থ করতে হলে সঙ্গী, দল বা টিম লাগে। মানুষের মধ্যে যখন কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলে উঠে তখন সে কামনা-বাসনা চরিতার্থ করার জন্য উম্মাদ হয়ে যায়। তাঁর উম্মাদনার আগুনে উম্মাদ ব্যক্তি শুধু একা জ্বলে না, অন্যকেও জ্বালায়। অনুপ্রেরণা দেওয়া মন্দ নয়, তবে আত্মসচেতন ও সতর্ক হওয়ার অনুপ্রেরণা আগে দিতে হবে। অন্যথায় কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলে উঠবে। কারণ, কিছু কিছু বিষয়ে সৃষ্টিগত ভাবেই মস্তিষ্কের ডিফল্ট আছে। নিয়ন্ত্রণ করতে পারবেনা, নিজেও জ্বলবে অন্যকেও জ্বালাবে। স্রষ্টা মানুষের মনিব, স্রষ্টার অনিয়ন্ত্রিত কামনা-বাসনার চুড়ান্ত রুপ তার সকল সৃষ্টি। সৃষ্টিকে দিয়ে স্রষ্টা তার কামনা-বাসনার চরিতার্থ করার জন্য সৃষ্টির ভিতরে কামনা-বাসনা চাপিয়ে দিয়েছে। এই কামনা বাসনা নিয়ন্ত্রণের উপর অধিকাংশ জনসংখ্যা মস্তিষ্কের ডিফল্ট সমস্যায় ভুগছে। তাই কামনা-বাসনায় হাওয়া না দেওয়াই উত্তম। ধন্যবাদ
অসাধারণ বক্তব্য। ধন্যবাদ।
খূব ভাল এবং চলার পথে ভাল advice আপনার ভিডিও খূব ভালো লাগে
আপনার এই ভিডিওটা যদি আমি আরো অনেক আগে দেখতাম তাহলে আজ আমার নয় লক্ষ টাকা ঋণ হত না... ১৪ নাম্বার পয়েন্টে আমার মধ্যে বেশি কাজ করে
ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, আপনার জন্য শুভ কামণা রইল।
স্যার আমি একজনকে চিনি যিনি এভাবে সময় নষ্ট করে তাও তিনি সাকসেসফুল।
তিনি আর কেউ নন অনন্ত জলিল। তিনি ফালতু সিনেমা তৈরি করতে অনেক সময় নষ্ট করেন। কিন্তু এই সিনেমাগুলো থেকে তার কোন লাভ হয় না । তাও তিনি সাকসেসফুল। এটা একটা ব্যতিক্রমধর্মী উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি 🥺
ওর শিক্ষার অভাব।
আরে ও তো জত পাগলা
মনের মধ্যে অযথা চিন্তা আসছে মনে হচ্ছে এইচএসসি পরীক্ষায় যদি রোল নং রেজিষ্ট্রেশন নং ভূল হয় তাহলে কি হবে যদি আমার পরীক্ষায় খাতা হারায়ে যায় তাহলে কি হবে 😥😥😥 যদি ফেল করি তাহলে কি হবে
Among the men you got to be an Alpha. Alphas go for what they want even though they know that they will face difficulties, delays and probably they will fail but yet they never stop. They take relentless action until they reach their ultimate goal. Man is all about passion, and action. And most importantly follow your heart.
Onak,,,,sundar,,,,and,,,,,soytto,,,,kuota,,,,dada,,,donnobaad
ভীষণ গুরুত্বপূর্ণ ,ধন্যবাদ,দারুণ লাগলো
আমি অনেক চেষ্টা করেছি সরকারি চাকরির জন্য হয়নি।ছোট বাচ্চা আছে তার জন্য প্রাইভেট জবে যেতে পারছিনা।এখন টিউশন করে মাসে ২০,০০০/- এর মতো ইনকাম হয় ।আমি কিভাবে জীবনে সফলতা পেতে পারি।
Thank you Bhai khub sundar bolecho .moner modhye experience asche
টিপসগুলো অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ। 💖
Darun darun onek kichu sekha gelo.Brainer onek kichu clear hoyegelo
ভাই আপনার কথাগুলো অনেক সুন্দর... আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো...
Thank You
আপনি একজন জিনিয়াস ❤️❤️@knowledge hunt নিয়ে আমি আছি আপনাদের সাথে
খুবই সুন্দর,, আমি চেষ্টা করবো
💕💕💕 অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা 💕💕লাভ ফ্রম ইন্ডিয়া আসাম ❤️
ধন্যবাদ আপনাকে
Kmon asen
@@salmanhossen1832 ভাল আছি আপনি কেমন আছেন
ভাইয়া আপনার এই কথা গুলো আমি মেনে চলার চেষ্টা করি
আপনার কত বয়স? কি অর্জন করেছেন জীবনে জানিনা । " কে কি কি কারনে জীবনে ব্যর্থ , কি দোষের জন্য কেউ সফল নন, কি হলে সফল হতেন ইত্যাদি " সব জানেন । সব প্রবলেম সম্বন্ধে জানেন । এত জানেন তাহলে তো আপনার নিজের কোন ব্যর্থতা থাকা উচিৎ নয়। তবে তো আপনি পৃথিবীর সফলতম মানুষ । কি বলেন? অন্যথায় কি ঢপের ব্যবসা চালিয়ে যাচ্ছেন?
Sunotay,,,kiso,,,,jana,,,,takla,,,o,,,,,iccar,,,,gurie,,,,orata,,,,parie,,,,na
Khub valo legeche jiboner pothe onek kaje asbe 😊😊😊
আমি আপনাকে অনুকরণ না হলেও অনুসরণ করার চেষ্টা করছি।আমি ভারতবর্ষ থেকে ষাটোর্ধ্ব ইউটিউব হিসাবে, আপনার ভিডিওগুলি দেখি।
খুব ভালো🥰🥰 দুর্গাপুর, পশ্চিম বঙ্গ, ইন্ডিয়া।
যে দেশের রাষ্ট্রিয় ব্যবস্থাপনা দ্বারা সেই দেশের জনগনের মৌলিক চাহিদা পুরন হয় না, সেই সব দেশেই মোটিভেশনাল স্পিচ বেশি হয়।, ব্যর্থ জীবন ব্যবস্থাপনা থেকেই এই মোটিভেশনাল স্পিচ কালচার সৃষ্টি হয়।
আসসালামু আলাইকুম। ভাইয়ের ভিডিও গুলো অনেক ভালো লাগে। নতুন নতুন অনেক কিছু শিখতে পারলাম। ভাইয়ের জন্য দোয়া রইল অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ যেন আপনার শরীর সুস্থ রাখে। আমিন।
Soynoty, thakta, thakta, bavnar, icca thaka. Sotto, kisoy, Kano. Korta, pari, na, bibag, Kano,,bada, siristier ,,,Karon Hoya ji
সাবাস, এরকম মানুষিকতার মানুষি ত দরকার,সামাজের প্রতিটি ক্ষেত্রে এরকম একটা করে মানুষ যদি থাকতো।আর যারা সমাজে কোন না কোন ভাবে অন্যায় করে অনেক বিও সম্পত্তি র অধিকারী , তাদের ঐ মাননীয় বিচারকের মত শান্তি পসসতি তথা আত্ন তৃপ্তি ও সুনাম আছে কিনা। নিজেকে প্রশ্ন করুন। সাবাস এ বি আনন্দ কে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা না দেখালে,আমার মতো সাধারণ মানুষের এইরকম একটা অসাধারণ মানুষ সমন্ধে অনেক কিছুই অজানা থেকে যেত। ধন্যবাদ
Sir apni ato sundor kore bolen.....
বাহ্ দারুণ উৎসাহব্যঞ্জক চমৎকার ভিডিও
I will definitely follow your advices 🙏🙏... Thank you so much ❤.... From India (West Bengal)
Vaiya .apni akjon valo chintabid,valo poramorsok ,akjon valo gobesok. Bortoman teke gan-orjon korte posondo koren .and ta prochar korte posondo koren.manuser upokar korte apnar valo lage.vaiya apni jodi MOHA GRONTO AL KURAN nea gobesona korten .and ta bolte manus onek upokrito hoto vaiya.apnar j gun ase ta kub kom manuser moddei take.ami upokrito hoeasi.
স্যার,
ধরুন কোনো একটা মোটামুটি বড় ধরণের ঘটনা ঘটে এবং এইযে ঘটনাটা ঘটলো সেইখান থেকে একপ্রকার জেদ নিয়ে কিভাবে লাইফটাকে শাইন করার দিকে নিয়ে যেতে পারি?
আর আরেকটা প্রশ্ন হচ্ছে,কিভাবে বুঝব যে আমি যেই পদ্ধতিটা অবলম্বন করে পড়ালেখা করছি সেইটা কতটুকু কার্যকর?
প্লিজ এই দুই টপিক এর উপর ভিডিও বানাবেন।
Sir onek sundor, students der ke motivate korar jonno thanks
অসাধারণ...অসাধারণ...অসাধারণ.....
খুব ভাল আলোচনা। ধন্যবাদ।
পরিশেষের টিপস টা amazing l
জীবনে সফলতা পেতে হলে কপালের জোর লাগে।🥺
কপাল,তো,, অঙ্গের,,একটি,,,অ্শ,,,,,মানুষ। কপাল, নিয়ে, কথা। না বলে , ইচ্ছা,,নিয়ে, কথা বললে,,ভাল,হতো
don’t think about the competition.. just accept yourself yor are the best one, you can do it.. don’t be upset. 🙂
স্যার,আমার বাসাও নড়াইল৷ 😍ভালোলাগলো নিজের জেলার একজন 😍😍😍
Dowa roilo sir apner jonno.. Apnk ato gihani karok meda barai dek.
অসংখ্য ধন্যবাদ স্যার 🖤🖤🖤