My BUET Admission Test Experience|How to solve Question|Barun Kanti Ghosh|Admission|HSC|Athena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • ensiner.com/
    Ensiner Educare এ SSC, HSC, Engineering, Medical & University Admission Aspirant students ভর্তি নিয়ে যে কোন সমস্যায় কল দাও (+8801716-993830)
    কোর্সগুলোতে যা থাকছে
    ✅ ক্লাস ভিডিও ইন্টারফেস
    ✅ ক্লাসে প্রশ্ন করা এবং ইনস্ট্যান্ট সমাধান নেওয়ার সুযোগ
    ✅ পরীক্ষা দেওয়া, রেজাল্ট এর তথ্যর ইন্টারফেস
    ✅ ক্লাস নোটস
    ✅ সোশ্যাল কমিউনিটি পোস্ট
    ✅ 24/7 টিচার গাইডেন্স
    Ensiner Web App এমন একটি Distraction-free অসাধারণ শিক্ষা প্ল্যাটফর্ম যেখানে প্রযুক্তি এবং শিক্ষার সেরা সমন্বয় ঘটানো হয়েছে। এটি শুধু একটি অ্যাপ নয়, বরং এমন এক সফর যেখানে প্রযুক্তি, দক্ষতা, এবং কার্যকর শেখার পরিবেশ মিশে গেছে।
    আমাদের কোর্সের প্রতিটি ক্লাস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিষয়গুলো তোমার কাছে একেবারে সহজে বোধগম্য হয়। তুমি নিশ্চিত থাকো কোর্সের ক্লাস গুলি এবং পরীক্ষা প্লাস সলভ তোমাকে এত অসাধারণ ভাবে সাহায্য করবে যে তোমার আর অন্য কোন জায়গাতে এই সাবজেক্ট পড়তে দৌড়াতে হবে না। প্রতিটি ক্লাস করার সময় তুমি যে কোনো প্রশ্ন করতে পারবে, এবং আমরা সেই প্রশ্নের উত্তর খুব দ্রুত সময়ের মধ্যেই প্রদান করব। শুধু তাই নয়, ক্লাস শেষে পরীক্ষার মাধ্যমে তোমার শেখার মূল্যায়ন করা হবে। পরীক্ষা দেওয়ার পরপরই তুমি পাবে তোমার স্কোর, মেধাতালিকায় অবস্থান এবং উন্নয়নের প্রয়োজনীয় পরিসংখ্যান।
    Ensiner-এর Community Post ফিচারটি তোমাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি এক ধরনের উন্নত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে তুমি তোমার চিন্তা-ভাবনা শেয়ার করতে পারবে। বাহ্যিক সোশ্যাল মিডিয়ার প্রয়োজন ছাড়াই এখানে তুমি পড়াশোনার সময় Distraction-free থাকতে পারবে।
    Ensiner App-এর সবচেয়ে বড় সুবিধা হলো এর দক্ষতাও সহজলভ্যতা। আমাদের অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে এক প্ল্যাটফর্মেই পাবে ক্লাস, সমাধান, পরীক্ষা এবং কমিউনিটির এক ভিন্ন অভিজ্ঞতা।
    কেন Ensiner তোমার জন্য সেরা?
    1. সম্পূর্ণ সমাধান এক জায়গায়:
    Ensiner-এ প্রতিটি ক্লাস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিষয়গুলো সহজ, বোধগম্য এবং উপভোগ্য হয়। ক্লাসের পরে তুমি যে কোনো প্রশ্ন করতে পারবে, আর আমরা দ্রুততার সঙ্গে তোমাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করব। ক্লাসের সঙ্গে সঙ্গেই থাকছে অনলাইন পরীক্ষা, যা তোমার শেখার অগ্রগতি যাচাই করবে।
    2. পরীক্ষার তাৎক্ষণিক ফলাফল এবং বিশ্লেষণ:
    প্রতিটি পরীক্ষার পর তোমার নাম্বার, মেধার তালিকায় অবস্থান, এবং পরিসংখ্যান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তোমার দুর্বল দিকগুলো সহজেই চিহ্নিত করতে পারবে এবং নিজেকে উন্নত করার সুযোগ তৈরি হবে।
    3. এক্সক্লুসিভ Community Post:
    তোমার Dashboard এ Community Post এ প্রবেশ করার সাথে সাথে তুমি আলাদা একটি জগত পাবে যেখানে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে তুমি তোমার চিন্তা, প্রশ্ন, এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। আমাদের এই Community Post এটিকোনো সাধারণ সোশ্যাল মিডিয়া নয়, বরং একটি সুরক্ষিত, Distraction-free জায়গা যেখানে শিক্ষার প্রতি তোমার মনোযোগ ধরে রাখা হবে।
    4. সম্পূর্ণ distraction-free পরিবেশ:
    সব থেকে মজার বিষয় হচ্ছে বাহ্যিক কোন সোশ্যাল মিডিয়ার সাহায্য Ensiner App ব্যবহার করার সময় তোমার প্রয়োজন পড়বে না। পড়াশোনার সময় কোন ডিসট্রাকশন যাতে তোমার না হয় সেইদিক বিবেচনা করে আমরা আমাদের এই সিস্টেম ডেভেলপ করেছি।
    কেন এখনই Ensiner ব্যবহার শুরু করবে?
    Ensiner তোমার পড়াশোনার জন্য এক-ননস্টপ সলিউশন। আর অযথা অন্য জায়গায় ঘোরাঘুরি না করে, এক প্ল্যাটফর্মেই পাবে ক্লাস, সমাধান, পরীক্ষা, এবং শিক্ষার্থীদের একটি শক্তিশালী কমিউনিটি। শুধু পড়াশোনা নয়, Ensiner তোমাকে শেখার প্রতি ভালোবাসা তৈরি করতে, আত্মবিশ্বাস বাড়াতে, এবং নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।
    👉 তাহলে আর দেরি কেন? Ensiner-এর সাথে আজই যুক্ত হও এবং তোমার পড়াশোনা অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাও।পড়াশোনার প্রতি ভালোবাসা জাগাতে এবং নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এটি হবে তোমার সেরা বিনিয়োগ। আজই Ensiner Web App এ Enroll করো এবং শেখার এক নতুন যাত্রা শুরু করো! 🚀 🎓✨
    ensiner.com/

ความคิดเห็น • 519

  • @mdhasibultuhin2886
    @mdhasibultuhin2886 ปีที่แล้ว +15

    Two years ago I saw this video...and now I' ve got the opportunity to study at BUET... ❤️...Past days were so much eagering about BUET..and this video also...

  • @arafatmohammad2837
    @arafatmohammad2837 2 ปีที่แล้ว +48

    Instant recheck এই ট্রিক্স ফলো করে MIST তে চান্স পেয়েছি স্যার! সত্যি খুবই উপকারি ট্রিক্স!

  • @abdullahalmamun3230
    @abdullahalmamun3230 3 ปีที่แล้ว +44

    The poem is dedicated to my favorite teacher 'Barun kanti Gosh'🥰
    হে মোদের শিক্ষাগুরু,
    শ্রদ্ধা জানায় যেন সবিনয়ে।
    আপনার জন্যই জীবন ধন্য,
    সফলতা পেয়ে প্রত্যেক পথে।
    সকল ভক্তি আপনার চরণে,
    শিখিয়েছেন বলে,
    বাধা পেরিয়ে স্বপ্ন পূরণে,
    জয় তুমি আনবে।
    অন্তঃস্থল হতে ভালোবাসা জানাই,
    হে মোর শিক্ষাগুরু,
    আপনিই তো সুপথের দিশারী,
    অন্ধ হয়েও আমি যেন,
    আলোর পথে চলতে পারি‌।
    আপনিই তো পিতার সমতুল্য,
    যার প্রতিটি আদেশ
    আমার কাছে হয় অমূল্য।
    হে মোর পিতা,
    সাহিত্য স্বর্গের স্বর্ণশিখরে,
    এই তাপস্য চাই শুধু আপনারই তরে।
    হে মোদের শিক্ষাগুরু,
    আপনার প্রশংসার বাক্য আমার
    জানা নাই,
    তবুও যেন‌ নির্বাক আমি,
    আপনার গুণগান গেয়ে যাই।
    হে মোর শিক্ষাগুরু,
    একজন‌ শিষ্য হয়ে শিখছি আমি,
    আপনারই কর্তব্যের নীতি,
    আপনার গুণে যেন গুণান্বিত হই,
    এটাই তো ছিল মোর প্রাপ্তি।
    Al Mamun
    😊❤️

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 ปีที่แล้ว +14

      Wow
      You made my day

    • @abdullahalmamun3230
      @abdullahalmamun3230 3 ปีที่แล้ว +3

      Barun Sir,, Assalamualaikum,,Ami SSC 2021batch er akjon student...Akden You tube ghurte ghurte hotat apnr class,sei sundor ktha gulo amr choke pore....Ami regular apnr class gula dekhi you tube a....jodio kisu kisu mathar upr dia jai😅like calculas....but,sir I love physics❤️...krn ami mne Kri amr charpase ja kisu ache,ja kisu ghotcha sobi physics dia study,onuvob kra somvob...amr basa chapai Nowabgonj a....apsos😭...Ami apnr ste live a ktha bolte pai na😢....sir,,Ami apnr ste jukto hote chai...kivabe hote pari please aktu janayen🙏....sob ses a apnr susthota Allar kse kamona Kri....Apni avabei apnr mulloban class dia amdr pase thakte paren.....❤️kisu vul bole thakle khomo Kre dien...😊.. Assalamualaikum

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 ปีที่แล้ว +7

      You can knock me on my messenger( Barun Kanti Ghosh) or page (physics corner by Barun Kanti Ghosh) or my what's app account 01614243042

    • @abdullahalmamun3230
      @abdullahalmamun3230 3 ปีที่แล้ว +1

      @@AthenaScienceAcademy ji,,sir.. apnr page a like Kre deachi 😊....apnr massenger eo knock krechi...apnk friend request o pathiechi😊❤️

  • @ibrahimsheikh3842
    @ibrahimsheikh3842 3 ปีที่แล้ว +23

    আপনি যেমন স্মার্ট তেমনি আপনার কথা বলা এবং পড়ানোর প্রদ্ধতিও অনেক ভালো

  • @talukder3699
    @talukder3699 3 ปีที่แล้ว +7

    এই ভিডিও টা যেদিন আপলোড দিয়েছেন দাদা, ওইদিন কয়েকবার দেখেছি এই ভিডিও টা। এর পরে আরও দেখেছি এডমিশন টাইমে। এটা আমাকে মোটিভেট করতো। আলহামদুলিল্লাহ, বুয়েটে মেকানিক্যাল এ চান্স পেয়েছি। অনেকদিন পরে আবার দেখতে আসলাম আপনাকে।
    পুনশ্চঃ- আপনি MIST পরীক্ষার আগের রাতে যেমন ঘুমাতে পারেননি, আমিও বুয়েট পরীক্ষার আগের রাতে ঘুমাইতে পারিনি।

  • @airdropuniversitybd1133
    @airdropuniversitybd1133 2 ปีที่แล้ว +3

    ভাই আপনাদের সফলতার গল্প শুনলে সহজাত ভাবেই মন চায় এরকম এরকম একটা সাফল্যের অংশীদার হয়।কিন্তু জীবনের চলমান রাস্তায় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে এ আকাঙ্খা শুধু সপ্ন হিসেবে থেকে যায়।

  • @muhammadmasum8539
    @muhammadmasum8539 4 ปีที่แล้ว +22

    Like a hero apni❤️❤️Thank you so much Sir...

  • @mhemon359
    @mhemon359 4 ปีที่แล้ว +8

    apnar kotha gulo onk valo laglo.
    Apni student life a onk brilliant silen.💝

  • @ridwanzuraiz2313
    @ridwanzuraiz2313 3 ปีที่แล้ว +5

    আপনার কথা গুলো ভালো লাগে এবং বলার ভঙ্গি টাও অসাধারণ

  • @a.l.hshuvo1534
    @a.l.hshuvo1534 4 ปีที่แล้ว +23

    Thanks dada!Your speech inspires and means a lot.

  • @Sarah-zh4xj
    @Sarah-zh4xj 4 ปีที่แล้ว +17

    13:03❤❤
    Thank you so much for sharing your beautiful experience, vaia।😇

  • @kmahmudrajon3108
    @kmahmudrajon3108 2 ปีที่แล้ว +21

    I was in group 4 too (hsc year 1995), but later i studied accounting. I ardently listen and follow your lectures and became fond of it. You have been doing great, all the memories of studying science have been resurrected. You have been a phenomenal. Thanks.

    • @Water_is_life_for_us
      @Water_is_life_for_us 2 ปีที่แล้ว

      আপনি এখন কোন চাকরি করেন

  • @rifatislam5149
    @rifatislam5149 4 ปีที่แล้ว +12

    আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে।

  • @tirthamitra142
    @tirthamitra142 3 ปีที่แล้ว +6

    অসাধারণ সুন্দর একটা ভিডিও দাদা!🥰
    বিগত দুইতিন বছরের বুয়েট admission preparation নিয়া একটা ভিডিও বানালে খুব উপকার হবে দাদা🖤🖤

  • @anikatabassum9164
    @anikatabassum9164 4 ปีที่แล้ว +11

    কিছুদিন পরে এত্ত গুরুত্বপূর্ণ আর স্বপ্নের জায়গার যাওয়ার জন্য এক্সাম দিব এই কথা চিন্তা করেই হাত পা ঠান্ডা হয়ে যায়। এক্সাম হলে কি হবে আল্লাহ তায়ালা ভাল যানেন।।এই এডভাইস গুলো দরকার ছিল। ধন্যবাদ স্যার।
    এক্সামের ১ মাস আগে, লাস্ট রিভিশন কিভাবে দিয়েছিলেন সেই এক্সপ্রিয়েন্সটাও শেয়ার করলে আমাদের জন্য ভাল হতো।

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  4 ปีที่แล้ว +3

      Pray to GOD. Just purano pora gulo revise dao . Ekhon notun kichu dorkar nai

    • @naimadipti7927
      @naimadipti7927 3 ปีที่แล้ว

      Apu tomar chance hoyeche

    • @naimadipti7927
      @naimadipti7927 3 ปีที่แล้ว

      @@anikatabassum9164 Masha allah ..hsc batch???

    • @anikatabassum9164
      @anikatabassum9164 3 ปีที่แล้ว

      @@naimadipti7927 2020

    • @eliaskhan8046
      @eliaskhan8046 2 ปีที่แล้ว

      Amer.O amon.hoy

  • @MdKazol-f3r
    @MdKazol-f3r วันที่ผ่านมา +1

    Are you hero sir❤❤❤❤

  • @shuvosardar6832
    @shuvosardar6832 3 ปีที่แล้ว +19

    Thanks a lot, Dada. এত সুন্দর experience share করার জন্য❤️

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 ปีที่แล้ว +4

      ☺️☺️☺️☺️☺️

    • @fatemaany5536
      @fatemaany5536 3 ปีที่แล้ว

      kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

    • @fatemaany5536
      @fatemaany5536 3 ปีที่แล้ว

      uuuu

  • @wasiulvlog4728
    @wasiulvlog4728 4 ปีที่แล้ว +8

    সরকারি বিজ্ঞান কলেজ এর প্রথম বর্ষে ছাএ আমি । ভালো লাগলো, আপনের মুখে আমার কলেজ এর নাম শুনে😳❣️, যাকে ফল করে কেও তার মুখে নিজের কলেজ এর নাম শুনতে কার ই না ভাল লাগে 😳

    • @tanvirhossain1915
      @tanvirhossain1915 3 ปีที่แล้ว +1

      Bro amio aso GSC er

    • @emonahmed6743
      @emonahmed6743 3 ปีที่แล้ว

      @@tanvirhossain1915 me also

    • @দন্ডমূর্খ
      @দন্ডমূর্খ 8 หลายเดือนก่อน +1

      আমিও । ২৫ ব্যাচ ❤

    • @wasiulvlog4728
      @wasiulvlog4728 8 หลายเดือนก่อน

      @@দন্ডমূর্খ choto bhai bhalo kore porashona korio

  • @artica948
    @artica948 4 ปีที่แล้ว +7

    Assalamualaikum vaiya..ami government science College ar first year a portesi....apnar motive, speech amake khub impressed kore🥰

  • @fariahossainrifa
    @fariahossainrifa 3 ปีที่แล้ว +11

    Very inspiring😍Thanks for sharing all tricks!

  • @shawonsumon1749
    @shawonsumon1749 4 ปีที่แล้ว +237

    দাদা আপনি student life এ কিভাবে লিখা পড়া করতেন তা নিয়ে একটা vdo চাই

  • @porte_bosho
    @porte_bosho 4 ปีที่แล้ว +7

    মানষে চান্স পায় না আর আপনে ১৩৩ পাইয়া কন আয়হায় আমার ১০০র মধ্যে থাকা উচিত xD 🐥😹 এরকম কনফিডেন্স বানাইছেন কীভাবে!

  • @misbahlikhon6711
    @misbahlikhon6711 4 ปีที่แล้ว +16

    Just Awesome Dada......
    Onk inspired Hoilam ❤️❤️
    Take Love 🥰🥰🥰

  • @tabassumjannat6815
    @tabassumjannat6815 3 ปีที่แล้ว +1

    Apni sotti ee oshadharon. sob cheye sudor bepar apnar porichitoder nam mention koren.

  • @anamikasaha9530
    @anamikasaha9530 3 ปีที่แล้ว +2

    Valo laglo vaiya❤️imp Kichu jante parlam❤️

  • @mohobbotsiam5996
    @mohobbotsiam5996 2 ปีที่แล้ว +6

    I have come to know about u sir,,now l am an SSC candidate,,and from the beginning l have dreamt that l will be a student of u,l love it lecture style,and l am self confident that l also be a student of BUET

  • @shuliakter8361
    @shuliakter8361 4 หลายเดือนก่อน

    স্যার আপনার কন্ঠ প্রচন্ড শ্রুতিমধুর।❤❤❤

  • @ratulgoswami5026
    @ratulgoswami5026 4 ปีที่แล้ว +6

    দাদার কাছে পড়ার সৌভাগ্য হয়েছিল।

  • @ArifinSabuz
    @ArifinSabuz 4 ปีที่แล้ว +4

    ভাই, শুনে খুব ভাল লাগলো।

  • @mdpavel7465
    @mdpavel7465 4 ปีที่แล้ว +36

    BUET is emotion❤️❤️

  • @jannatjara6778
    @jannatjara6778 4 ปีที่แล้ว +5

    Great Experience vaiya👌👌👌

  • @arponarnob6215
    @arponarnob6215 3 ปีที่แล้ว +6

    Such a very important video for us. ❤️
    Thank u. ❤️❤️

  • @MdJisan-wr8ix
    @MdJisan-wr8ix ปีที่แล้ว

    Sir er kotha shuntei vlo lage 🥰🥰

  • @nafiz2785
    @nafiz2785 2 ปีที่แล้ว

    Vaiya HSC 21 batch er jonno physics er chapter onujayi khub kothin kothin kichu type dekhay dile khub khub khub khub kritoggo thakbo...

    • @robinhood578
      @robinhood578 2 ปีที่แล้ว

      উদ্ভাসের এডমিশন লেকচারগুলো দেখেন

  • @masumhossainemon9106
    @masumhossainemon9106 4 ปีที่แล้ว +2

    ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে😰।অনেক ধন্যবাদ ভাইয়া

  • @marajuddin210
    @marajuddin210 2 ปีที่แล้ว

    Nice viya❤️🖤 amaro dream BUET target Dowa rakhben viya❤️🖤

  • @raselmia9720
    @raselmia9720 2 ปีที่แล้ว

    দাদা আপনার কথা গুলো অনেক সাবলীল ও বোধগম্য এবং অনুপ্রেরণা পাওয়ার মতো

  • @TanvirAhmed-ed2bf
    @TanvirAhmed-ed2bf 3 ปีที่แล้ว +7

    ভাইয়া,আপনি বুয়েটের জন্য প্রস্তুতি কিভাবে নিছিলেন সেটা নিয়ে একটা ভিডিও দিলে খুব উপকৃত হতাম।

  • @fasiarrahman2173
    @fasiarrahman2173 2 ปีที่แล้ว

    আপনার বাড়ি নড়াইল শুনে ভালো লাগলো। কারণ আমিও নড়াইলের। আপনি আমাদের গর্ব! আপনার ভিডিও দেখি ও বাচ্চাদের আপনার পদাঙ্ক অনুসরণ করতে বলি। শুভকামনা 🌺

  • @avijit2763
    @avijit2763 2 ปีที่แล้ว +1

    onake valo laglo dada..🥰🥰

  • @আগামীরপথে-ম৬চ
    @আগামীরপথে-ম৬চ 4 ปีที่แล้ว +15

    কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আবু দাউদ।
    ভালো মানুষ হতে হলে অবশ্যই পড়াশোনার পাশাপাশি আমাদের আল্লাহর হুকুমের প্রতি লক্ষ্য রাখতে হবে।

    • @dulaldey7467
      @dulaldey7467 2 ปีที่แล้ว +1

      Ei channel er sathe tor allah r ki samporka. Age physics,. Chemistry, Math. Bio. Bojh. Dekhbi r kichu jante ichhe korbe na. Anek ati bedheshish

    • @sharminahmed5826
      @sharminahmed5826 2 หลายเดือนก่อน

      উনি হিন্দু, ভাই।

  • @DARK-bp6eg
    @DARK-bp6eg 4 ปีที่แล้ว +2

    মনে অনেক বল পেলাম🥰🥰😘😘

  • @voiceofdhakalite
    @voiceofdhakalite ปีที่แล้ว +1

    অনেক কিছু শিখলাম।

  • @alnoman-vn6dw
    @alnoman-vn6dw 2 ปีที่แล้ว

    কেউ কেউ দিনরাত পড়ে মেডিকেল কোচিং করে সাধারণজ্ঞান ২,৩ টা প্রশ্ন না পারায় চান্স পায়না আবার কেউ ইন্জিনিয়ারিং প্রেপ নিয়েও পরীক্ষার আগের ৪/৫ দিন পড়ে মেডিক্যালে চান্স পায়😔
    অথচ আমার মনে হয় না শুধু মেডিকেল প্রেপ নিয়ে কেউ বুয়েটে চান্স পায়☹️

    • @robinhood578
      @robinhood578 2 ปีที่แล้ว

      মেডিকেল প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া বেশ কঠিন

  • @mahicg
    @mahicg 4 ปีที่แล้ว

    Shei HSC thekei apnr chinta chilo apni jodi kisu na koren tahole apnr babar samortho nei j apnk private e porabe, r ekhn kar chele meye der varsity sesh hoye geleo ei chinta ashe na, Hats off vai, suntei valo lage ei rokom brilliant manus der kotha.

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  4 ปีที่แล้ว +1

      Ami khub samanno ekjon manush. But amar mone hoy sobar i sesh din porjonto chesta kora uchit.

  • @arjunbordhan654
    @arjunbordhan654 4 ปีที่แล้ว +2

    Welcome.
    😎😎😎

  • @mdrejoanmehei2032
    @mdrejoanmehei2032 4 ปีที่แล้ว +23

    শুনে মনে হলো আরে এতো মেলা সোজা। কিন্তু মস্তিষ্কের প্রতি নিউরন জানে ব্যাপারটা কতটা কঠিন ছিল।

  • @sheikhsadi5085
    @sheikhsadi5085 3 ปีที่แล้ว +7

    স্যার আমার বাসা ও নড়াইল ।
    দোয়া করবেন যেন আপনার মতো সফল হতে পারি।।।

  • @akashkhan4922
    @akashkhan4922 4 ปีที่แล้ว +1

    Apner kotha gulo kub vlo lgage...

  • @bikasronjon7718
    @bikasronjon7718 3 ปีที่แล้ว +1

    Khub valo legece dada..thanks

  • @md.nurnobikhan760
    @md.nurnobikhan760 4 ปีที่แล้ว +2

    অসাধারন লাগলো✌️✌️

  • @parthomohanto6406
    @parthomohanto6406 4 ปีที่แล้ว +4

    দাদা এবার তো বুয়েট প্রিলিমিনারি নিবে... এবিষয়ে কিছু বলেন। কেমন হতে পারে... কি রকম question pattern হবে.... কি কি বিষয় থাকবে..?

  • @asadul966
    @asadul966 4 ปีที่แล้ว +2

    অনেক ভাল্লাগছে 💕

  • @asadul966
    @asadul966 4 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর করে কথা বলে💕

  • @hasanalmahmud2097
    @hasanalmahmud2097 3 ปีที่แล้ว

    Take love dada...onk inspire hoici ❤️😊

  • @mdshishir2146
    @mdshishir2146 4 ปีที่แล้ว +1

    অনেক ভালো আংকেল☺

  • @nusratjahannejhu8344
    @nusratjahannejhu8344 4 ปีที่แล้ว +1

    vaia mba te vorti related vedio banan plzz khub joldi.
    er jonno opekhay achi 😊😊

  • @foysalahammed1420
    @foysalahammed1420 4 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো 💓💓💓💓

  • @yoongi_min2425
    @yoongi_min2425 3 ปีที่แล้ว +1

    Apni buet er jonno kivbe preparation niyesilen... Seta niye 1ta video banaien.. Please 🥺🥺🥺🥺

  • @ashiqurshifat8727
    @ashiqurshifat8727 4 ปีที่แล้ว +2

    Vai airokom Video joss lage

  • @ummehafsha1202
    @ummehafsha1202 4 ปีที่แล้ว +1

    Vaiya r kotha gulo khub valo laglo😍

  • @md.riazshaikh6751
    @md.riazshaikh6751 4 ปีที่แล้ว +2

    Awesome dada🥰🥰🥰

  • @jugumayasahadisha4472
    @jugumayasahadisha4472 4 ปีที่แล้ว +2

    Thank you dada🤩

  • @tamimsardar3776
    @tamimsardar3776 2 ปีที่แล้ว

    Dada apnar video mind-blowing ar kivaba porla admission test a valo kora jai sai rokm akta video Dan dada apanr video amaka khub impres korsa.....

  • @tanvir4748
    @tanvir4748 4 ปีที่แล้ว +39

    ভাইয়া ভর্তি পরীক্ষার সময় কি কি পড়েছিলেন?
    ভার্সিটি নিয়ে ভিডিও দেন প্লিজ

  • @irfanmiftah3168
    @irfanmiftah3168 4 ปีที่แล้ว +2

    full respect to u

  • @muhammadrahman128
    @muhammadrahman128 2 ปีที่แล้ว

    I love your style of speaking, it's pretty interesting!!!

  • @ELMV403
    @ELMV403 4 ปีที่แล้ว +3

    Inspiring!!!

  • @DhrubaDas-pl6qr
    @DhrubaDas-pl6qr 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিলো 💖(hsc 22)

  • @homlip
    @homlip 3 ปีที่แล้ว +1

    আমাকে কেউ পরামর্শ দিন আমি বুয়েটে চান্স পাব কি না।
    আমি HSC 2022
    আমি SSC 2020 এ Physics এ A+ মিস করি। 79 marks পেয়েছিলাম । পরীক্ষার আগে আমি রাগারাগি করে ভাত মাছ না খেয়ে ,,,মানে এরকম অবস্থা আর কি ।😀
    কিন্তু Physics এ আমি খুব ভালো ছিলাম । এর প্রমান হচ্ছে আমি ssc শেষ করেই কিছু science student পড়িয়েছিলাম । তারা খুব ভালো মার্ক পেয়ে A+ পাইছে।
    যাইহোক । আর আমি সাইন্স এর যেকোনো সাবজেক্ট বুঝতে সমস্যা হয় না। এখন আমি খুব চিন্তা এবং তার সাথে কিছুটা হতাশ ও এই ভেবে যে আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি জানতে পারলাম যে বুয়েটে পড়তে হলে পদার্থবিজ্ঞান ও উচ্চতর গনিতের উপর বিশেষ জোর দেওয়া হয় । এখন আমার প্রশ্ন হলো আমি যদি hsc তে ভালো রেজাল্ট করি তাহলে কি আমার বুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা আছে কি না ।

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  2 ปีที่แล้ว +1

      Onek Hard Work Korte Hobe vaia. May God bless You .

    • @homlip
      @homlip 2 ปีที่แล้ว

      @@AthenaScienceAcademy জ্বি ভাইয়া । আপনাকে অসংখ্য ধন্যবাদ 💙❤

  • @mdshofiqulislamshofi2136
    @mdshofiqulislamshofi2136 3 ปีที่แล้ว

    ভালো লাগলো ভাই 🖤

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 ปีที่แล้ว

      Thank you ❤️

    • @mdshofiqulislamshofi2136
      @mdshofiqulislamshofi2136 3 ปีที่แล้ว

      @@AthenaScienceAcademy আমারও অনেক বড় স্বপ্ন বুয়েটে পড়া..!দোয়া করবেন ভাই। আর আমি ২০২২ সালের HSC পরীক্ষার্থী।

  • @zaminurrahman9712
    @zaminurrahman9712 2 ปีที่แล้ว

    Sir ami akjon medical student.Apnar class gulo anek helpful

  • @EHSohag
    @EHSohag 4 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো... ...

  • @mrahaman9668
    @mrahaman9668 4 ปีที่แล้ว +10

    দাদা আপনি, ম্যাথে ভাল করব কীভাবে এ নিয়ে একটা ভিডিও বানান 💜💜💜💜

  • @shafiqchowdhury500
    @shafiqchowdhury500 2 ปีที่แล้ว

    You are a brilliant student,

  • @muzzal123
    @muzzal123 2 ปีที่แล้ว

    Dada Inspiring & thank you.

  • @mohammadhussain4955
    @mohammadhussain4955 4 ปีที่แล้ว +2

    Excellent experience.

  • @HM-rm3ul
    @HM-rm3ul 4 ปีที่แล้ว +2

    Alhamdulillah onek valo laglo

  • @arifakhterrangon7030
    @arifakhterrangon7030 4 ปีที่แล้ว +1

    Valo laglo.. inspiring

  • @ajharulislam110
    @ajharulislam110 4 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো

  • @jahirulislambacit2635
    @jahirulislambacit2635 3 ปีที่แล้ว

    দাদা গল্পটা শুনে খুব ভালো লাগলো🌻

  • @tofael_.ahmed123
    @tofael_.ahmed123 4 ปีที่แล้ว +2

    অসাধারণ লাগল ভাইয়া❤️❤️❤️

  • @md.mizanurrahaman4363
    @md.mizanurrahaman4363 2 ปีที่แล้ว

    ভর্তি আমার পরীক্ষা BUET এর গল্প।
    বাক্যটি রাইট এলাইন না করে লেফট এলাইন করা উচিৎ ছিলো।

  • @mdhosen5059
    @mdhosen5059 4 ปีที่แล้ว +1

    Thank you ভাই

  • @tarekislam8181
    @tarekislam8181 4 ปีที่แล้ว +1

    Kub balo laglooo dada.

  • @ragibnoor2784
    @ragibnoor2784 3 ปีที่แล้ว

    Via kota gulsa sunta kub valo lglo

  • @hafizurrahman-nr7rn
    @hafizurrahman-nr7rn ปีที่แล้ว

    Thank you sir...

  • @vapid_boxer_mas
    @vapid_boxer_mas 4 ปีที่แล้ว +2

    Donnobad dada

  • @sharminahmed5826
    @sharminahmed5826 2 หลายเดือนก่อน

    ভাইয়া আপনার ভিডিও পাইনা এখন??? ভালো আছেনতো।

  • @pesking6603
    @pesking6603 3 ปีที่แล้ว

    Just awesome dada❤️❤️❤️

  • @HasanulHussain
    @HasanulHussain 4 ปีที่แล้ว +2

    Thank you vaiya.

  • @rafipie14285
    @rafipie14285 3 ปีที่แล้ว +1

    Amazing story !

  • @t48959
    @t48959 3 ปีที่แล้ว +2

    Vaiya amar RU te CSE asche. BUET e waiting e asi tobe asbe. Ekhon ami ki korbo bughtesi na.Sopno silo BUET CSE. Cause amar coading valo lage.Ekhon ki korbo BUET er dream fillup korbo naki CSE er dream fillup korbo?
    Plz reply vaiya plz plz plz

    • @fahmidasiddika954
      @fahmidasiddika954 3 ปีที่แล้ว +1

      Buet a asche???

    • @t48959
      @t48959 3 ปีที่แล้ว

      @@fahmidasiddika954 BUET e waiting e asi.Asar possibility onek besi.Tobe valo subject pabo na...

  • @marufmehrin
    @marufmehrin 4 ปีที่แล้ว +2

    Valo laglo

  • @Awal3106
    @Awal3106 4 ปีที่แล้ว +6

    সরকারি বিজ্ঞান কলেজ🖤

  • @juyelrana9608
    @juyelrana9608 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি যদি বছর গেইপ দেই তাইলে কী বুয়েটে পরিক্ষা দিতে পারবো কী। আমি এইস এস সি 2023 পরিক্ষার্থী। ভাইয়া একটু তাড়াতাড়ি উওর দিবেন

  • @khalilurrahman9140
    @khalilurrahman9140 ปีที่แล้ว +1

    স্যার, আমি নটরডেম কলেজের( ঢাকা ) একজন স্টুডেন্ট( HSC 24, 1st year )।
    আমার বাবা চান যে আমি যাতে ডাক্তার হই। কিন্তু আমার মা চান যে আমি যাতে ইঞ্জিনিয়ার হই। এই বিষয়ে আপনার মতামত কি যে ' একই সাথে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া যুক্তিযুক্ত হবে কিনা ?'। যদি যুক্তিযুক্ত হয় তাহলে বিষয়গুলোতে কিভাবে প্রস্তুতি নিতে পারি?
    যদি দয়া করে জানাতেন?

    • @gamingwithhjp5117
      @gamingwithhjp5117 ปีที่แล้ว

      Engineering er preparation nen , oita nile amar mote eksathe onek kichu cover hoye jay .

  • @cadetdehan6003
    @cadetdehan6003 5 หลายเดือนก่อน

    Vaia amio group 4 e❤

  • @mr.sharma-g8056
    @mr.sharma-g8056 4 ปีที่แล้ว +1

    দাদা আপনার কথা গুলা অনেক ভালো লাগে!!!!

  • @irfanmiftah3168
    @irfanmiftah3168 4 ปีที่แล้ว +3

    Vaia,Apnar BUET ar porar jonno j struggle & industry korte hoice, oi ta neya akta video cai,plz plz plz plz plz plz,shotti apnar kota golo shonle inspiration বেড়ে যায়।।।।।💜💜💜