গল্পটা শুনে আমি অনেক কিছু শিকতে পেরেছি।এক সময় আমি ভাবতাম ঝামেলা হলেই ডিভোর্স করাই ভালো।কিন্তু এখন অনেক গল্প শুনে বুঝলাম। কমেন্টে কেউ লাইক দিবেন যাতে আবার দেখতে পারি প্লিজ
জীবন গল্পের এই গল্পটা শুনে মরহুম ঐ ভাইটার জন্যে সত্যিই আমার চোখের পানি ধরে রাখতে পারিনি অন্যদিকে আপুর অতিরিক্ত অভিমানীর জীবন আচরনও আমার কাছে মোটেও ভাল লাগেনি। ভাইয়ার সেই নিরব নিঃস্বার্থ গভীর ভালোবাসার চিহ্ন সবার মাঝে স্মৃতি হয়ে থাকুক।পরিশেষে ভাইয়ার আত্মার চিরশান্তি কামনা করছি।
আমার কাছে মেয়েটাকে অনেক সুন্দর মনের মানুষ মনে হয়েছে। ধন্যবাদ! সততা মাখা এই সত্য বাচনের জন্য। তুমি আসলেই ইনোসেন্ট, নির্ভেজাল মানসিকতার সাহসী সত্য বক্তা। এটাই থাকুক তোমার পাথেয়!
গল্পটা এখানে আসতে পারতো না, যদি না ভদ্রলোক উনাকে সকল স্থাবর অস্থাবর সম্পত্তির নমিনী না করতেন, ধরুন উনাকে নমিনি করলেন না, তাহলে কি উনি কোন গল্প নিয়ে আমাদের কাছে আসতেন? এখানে মনোবিজ্ঞানীদের বিশ্লেষণটা খুব জরুরী ছিল। ধন্যবাদ এরকম একটা বাস্তব অসংগতির সম্পূর্ণ গল্প তুলে ধরার জন্য,
আপনার এই অদ্ভুত কাহিনী শোনে আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলের জীবন নাটকে চেয়ে নাটকীয় তবে ধন্যবাদ আপনার এবার সাধারণ ঘরে ভালো মানুষ দেখে জীবন শুরু করেন আপা মনি
নিজের অজান্তেই চোখের পানি পরলো।আমি কোনো ভিডিও ভালো করে দেখি না কিন্তু কিবরিয়া ভাইয়ার সব ভিডিও ভালো করে দেখি একটুও টেনে দেখি না।ধয্য ধরে দেখি। আমার খুব ভালো লাগে।
আমি একজন ভারতীয়।এই মেয়েটিকে আমি মন থেকে আশির্বাদ করছি ওর যেনো ভালো হয়।একটা জিনিস বোঝা গেলো,উনি একজন সহজ,সরল ভালো মানুষ।আমি হিন্দু হয়েও ওকে আমার ছোট বোন মানলাম ঈশ্বর তোমার ভালো করুন।
@@mauvemagic419 ওনি কি টাকাটা ওনার হাসবেন্ডের কাছে চেয়েছিলেন? ওনিতো টাকার কথাটাই জানতেন না। টাকার কথা জেনে না ছাড়ার প্ল্যান করে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলেও বলতেন যে, মেয়েটা লোভী। কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন। ওনি যে লোভী নন তা ওনার হাসবেন্ডই ঠিক বুঝেছিলেন এবং যা ছিল সব ওয়াইফকে দিয়ে গেছেন।
ভিডিওটা দেখে খুব খুবই কষ্ট পেলাম, কতবার যে চোখ জলে ভরে আসলো। পুরো কাহিনীটা লিখলে একটা চমৎকার বেদনাবিধুর উপন্যাস হয়ে যাবে। আহা! মানুষের জীবন কত কতই না বৈচিত্র্যময়।
শেষের কথাগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ, দাম্পত্য জীবনের জন্য প্রতিটি ক্ষণ অর্থ বহ করে তোলা জরুরি, কখনো হার্ড লাইনে না গিয়ে কিছুটা সময় নিয়ে, একটু দূরে থেকে অনুভব করা, সম্পর্ক টিকিয়ে রাখতে দু'পক্ষের দায়িত্ব অনেক।
সত্যি বলতে আমিও আমার হাসবেন্ডকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করি কিন্তু যখন ওর সাথে কথা বলা বন্ধ করে দিয় তখনি বুঝি আমি ওকে কখনোই ছাড়তে পারবো না কোনোদিন ওর থেকে দুরে যেতে পারবো না
@@SumaiyaBinteismailআমিও সেইম।কতবার যে সিন্ধান্ত নিয়েছি ছেড়ে যাব কিন্তু পারিনা।সমস্যা হচ্ছে আমার হাসবেন্ড খুব ভাল মানুষ। খুব ভাল মানুষের বউদের যৌথ পরিবারে ঠিকে থাকা অনেক কষ্ট যা আমি ১০ বছর ধরে সহ্য করছি।
আল্লাহ সেই লোক কে বেহেস্ত নসিব করান। আমি ৩ বছর পরে আজ ১ তারিখ দেখলাম। জিবনে অনেক কিছু সেখার ছিল,, মনের অজান্তে ই চোখে পানি চোলে আসলো,,,,, জিবনে প্রেম অনেক আসে,,,,কিন্তু মন থেকে ভালবাসা একবার ই আসে,,,,জানিনা কিব্রিয়া ভাই এই কমেন্ট দেখবে কি না,, ? তবে,,, বলতে না পারা কস্ট গুলো চোখের পানিতে ভেসে আসে,,,, 😢😢😢
কিছু মানুষ মরে যেও জিতে যায়..কি অদ্ভুত ..অভিমান কখনো ছোট একটা নদী থেকে কখন যে সমুদ্র পরিণত হয় কেও জানে না। সবাই অভিমানী কিনতু সম্মান আর কৃতজ্ঞতা সবার থাকে না
রিয়েল ভাবে মেয়টাকে ভালবাসে। সল্পদিনের ভালবাসার উপহার রেখে গেচে।ভালবাসার কাচে মেয়েটা হেরে গেচে হইত সে সুখে থাকবে কিন্তু বাস্তবতা তাকে তার ভালবাসার মানুষের কাচে কাদাবে।ভালবাসতে বয়সে দরকার নাই মনের দরকার
বিয়ের আগের গভীর সম্পর্কটা যদি সবসময়ই থাকতো, প্রত্যেক স্বামী-স্ত্রীর ভিতর, তবে কোন সম্পর্ক ডিভোর্স পর্যন্ত কখনই যেতো না। সবচেয়ে যে বিষয়টা খুব ভাল লাগল, আফরোজা আপুর বিয়ের পর ও ঐ ভাইটার প্রতি তার আবেগ ও ভালোবাসা কমে নাই, ভালোবাসা শুধুমাত্র শারীরিক না হয়ে মানসিকও হতে পারে 💖 ডিভোর্স সম্পন্ন হবার পরও যে এমন ভালোবাসা থাকতে পারে, খুবই অবাক হলাম
সত্যিই, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুরুটা এত সুন্দর হওয়ার পরও স্বামী স্ত্রী হয়ে থাকতে পারলো না, কিন্তু বন্ধুত্ব রয়েই গেলো। ভালোবাসার কত রং। ভালোবাসার কনো নির্দিষ্ট সংগা নেই, পরিধি নেই।
এই সমাজে অনেক তিক্তার সংসার আছে এবং ডিভোর্সও হয়ে যায়। কিন্তু শেষ বেলায় এমন হয় নাকি তা কখনো দেখি নাই বা শুনি নাই। ভাল থেকো আপু আর ভাইয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন....
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, আপুটার কান্না সহ্য করতে পারিনি 😭😭😭হারানো স্মৃতি ফিরে পাওয়া যাবে না কখনো--আমার মনে হয় এই গল্পটা এখনকার সময়ের জন্য খুবই শিক্ষনীয় আল্লাহ ভাইয়াটাকে জান্নাত দান করুন,আমিন🤲
জীবনের গল্প বলার জন্য সাহস দরকার,,, সুন্দর সাহসিকতার পরিচয় দিয়ে অনেক সাহায্য করলেন,,, আজকের এই সময় মাথায় রেখে ম্যাডাম কে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
সেটা ভালোবাসা ছিলো বলে মনে হয় না।সেটা ছিলো আমেরিকা যাওয়ার জন্য পাগলামি ।আর এটা কেমন ডিভোর্স হওয়ার পরেও আবার সম্পর্ক ।আমার কাছে মনে হয় টাকাটা পেয়ে ভালোবাসা টা বেড়ে গেছে।
অনেক অনেক শুভকামনা বোনটির জন্য। সেই মহান পুরুষটির জন্য অন্তর থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করি। দুজনের এমন ভালোবাসাকে শ্রদ্ধা করি হৃদয়ের অন্তস্থল থেকে। আল্লাহ আমাদের এমন মন মানসিকতা তৈরির তৌফিক দিন- আমীন।
আমি তুমার এক বোন London তাকি বলছি তুমি এই ভাইটার জন্য সব সমন নামাজ পরে দোয়া করিও আর এই ভাইটার নামে একটা মসজিদ বানাইয়া দিয়।ভাইটার কবরে সব সময় দোয়া পৌচাইবে আর ছদকা করি ও সব সময় ভাইটার জন্য।
আমিও সে কারনে এই বোনের সাতে যোগা যোগ করার চেষ্টা করতেচি।কারন আমরা আগামি ১ বচরের মধ্যে একটা মসজিদের কাজ শুরু করব ইনশাআল্লাহ।জায়গা টিক হয়েগেচে।জাগার মালিক আমরিকার প্রবাসি আগামি রমজানে ওনি বারিতে আসবে এবং দলিল করে দিবেন।তারপর কাজ শুরু করব।সবার সহযোগিতা কামনা করচি
আমি মূলত থামবেল দেখেই গল্পটি শুনতে শুরু করলাম, কিন্ত হায় পাওয়ার থেকে হারানোর পরিমাণ অনেক অনেক গুন বেশি ছিল। আপুটির প্রতি সমবেদনা রইল। পাশাপাশি ধন্যবাদ রইল এমন একটি ভাল মানুষ এবং একটি ভাল পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
আমরা মানুষ চিনতে কত ভুল করি।।। শেষের অংশটা দেখে সত্যি চোখে পানি চলে আসছে।। আল্লাহ উনার হাসবেন্ডকে জান্নাতবাসী করুন।। অনেক ভালোবাসতেন লোকটা।। কিন্তু বুঝতে দেন নাই।।
ছেলেটা অনেক ভাল ছিল। তুমি তাকে বুঝতে পার নাই। তোমার অনেক ভুল ছিল।যে ভুলের কারনেই তুমি আজীবন কাঁদবে। তুমি নামাজ পড়ে,তার জন্য দোয়া কর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নছীব করেন। আমিন।
Extraordinary life story. Her ex husband truly loved her deeply, even after a divorce. I don't think he really let go of her. Thank you all for sharing.
আপনার কেন এতো দরদ হলো একটা রাক্ষুসীর জন্যে বুঝলাম না। ! যে কি স্বামীকে শুধু ব্যবহার করেছে মাত্র। ভালোবাসার ছিটে ফোটাও লোকটাকে দেয়নি কিন্তু বুদ্ধিমান লোকটা ঠিকই তাকে শিক্ষা দিয়ে গেলো যে টাকাই সবকিছু নয়।
মানুষ চলে গেলে তার মর্ম বুঝা যায় 😞 তার শেষ ইচ্ছা হিসেবে আপনাকে পাশে রাখতে চেয়েছিলেন কিন্তু আপনি নিজে ভালো থাকতে, তাকে শেষ ভালোটা দিতে পারেন নাই। কিন্তু তিনি মরেও আপনাকে ভালো রেখে গেছেন। তিনি ছিলেন সত্যিকারে মানুষ❤️। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
আমার মনের কথা গুলো আপনি লিখেছেন তার জন্য ধন্যবাদ। বিয়ে মানে আমি শুনেছি দুটি মন এক মন হয়ে যাওয়া।রাগ মানুষকে জীবনে ভালো কিছু দেয়-না।ভদ্র মহিলার আমার মনে হচ্ছে মনটা ভালো।সে- তার ভুল গুলো বুঝতে পেরেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ দিলাম।
This lady is so gentle and honest. She gave the appropriate answer on the last question as expected. She already refuses to accept those amounts at the beginning, but due to her in-law family, she took it maybe. I'm sure she will utilize it wisely. She doesn't need any financial support now as she is financially independent. In America, financially dependent is a big achievement. However, her ex-husband or better to say her best friend, mentor has big influence on it. May God bless you madam. Hope the rest of your life you will not face any difficulty. You have suffered a lot already. Thanks @Kebria RJ for this beautiful story.
রাইট ভাই,এটা নিচক মায়া কান্না,এই মহিলা আমেরিকা যাওয়ার জন্য বার বার বিয়ে আর স্বামী বদল করেছে,এই মহিলা না করেছে কোন স্বামীর সংসার,না কোন স্বামীকে ভালোবাসতে পেরেছে? এসব মহিলারা শুধু নিজের ক্যারিয়ারের জন্য এসব করে।
এখন বাসি মাল হইছে,এতোদিন অন্যকে ধোকা দিছে,এরপর নিজে খাবে ধোকা,প্রথম টার ঘর করতে পারে নাই মা-বাবার একমাত্র আহ্ললাদের ছ্যাঞ্চহ্যানানির জ্বালায়,২য় টার সাথে পারে সিটিযেনের ঔদ্দ্যত্ত আর তাপের জ্বালায়,আর ৩য় টার সাথে পারবে না টাকার গরমের জ্বালায়,শেষ জীবনে নিঃশংগ থেকে আত্নহত্যাও করতে পারে,আজকের এই অনুষ্ঠানে আসছে নতুন শিকারের বিজ্ঞাপন দিতে,যদি কিব্রিয়া ভাই ঘটকালি করে।
মেয়েটা দেখতে এবং গলার আওয়াজ বয়স সব কিছু আমার ছোট বোনের মত। আমার বোনটা বেঁচে নেই। সড়ক র্দুঘটনায় মৃত্যুবরন করে।সবাই দোয়া করবেন। এই দুনিয়ায় আমার মা বাবা ভাইবোন কেউ নেই। এখন ছোট্ট একটি পরিবার আমার একমাত্র মেয়ে এবং আমরা দুজন। তবে আমি বলব বোন আপনি যত দিন বেঁচে থাকেন অনার জন্য দোয়া করিবেন। কারন সে আপনাকে অনেক ভালবাসত।
গল্পটা শুনার ইচ্ছে ছিলনা মোটেই, যদিও কাকতালীয় ভাবে শুনা হয়েগেল।শুধু ভাবলাম এই কান্নাকি আসলেই মনের কান্না?? যদি মনের কান্নাই হয়, তবে কেন এতটা দূরত্ব নিয়ে বেঁচে ছিল? হায়রে মানুষ আমরা সবাই মরবো।মেয়েটা কেমন তা ভাবছিনা তবে গল্পের নায়কটা সত্যি-ই অবুঝ ছিল।
নির্ভেজাল কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে মানুষটি দুনিয়ার থেকে চলে গেছে তার জন্য আজীবন দোয়া করবেন সে যেন বেহেস্তবাসী হোন, আমরাও তার জন্য দোয়া করছি এবং আপনার গল্প শুনে এ ধরনের সমস্যায় আছে তারা যেন ভেবেচিন্তে পথ চলে।
57 মিনিট থেকে কখন যে চোখের দু পাশ গড়িয়ে পানি পড়তে শুরু করল! কি কষ্টের জীবন ছিল ভাইয়ার! আল্লাহ্ উনাকে বেহেশত দান করুক। রহিমা অনেক স্বার্থপর। অনেক বেশী স্বার্থপর।
যে ছেলের রাগ বেশি সে ছেলের মনে ভালোবাসা বেশি থাকে,তার বাস্তব প্রমান,কিন্তু স্ত্রী একটু সহজ করে নিলে মাঝখানে তপাত টা সৃষ্টি হতনা,আল্লাহ তালা যেন তাকে বেহেশতের মেহমান বানিয়ে দে। ধন্যবাদ কাবরিয়া ভাই কে বাস্তবিক গল্প উপহার দেওয়ার জন্য।
কাউকে যদি শাস্তি দিতে হয় তবে তাকে প্রচন্ড ভালোবেসে যাও। কারণ ভালবাসার শাস্তির চাইতে আর বড় শাস্তি পৃথিবীতে আর অন্যকিছু নেই। আর ভদ্রলোক সেটাই তাকে দিয়েছেন।
আমার ভাষায় সেরা ঈমানদার পুরুষ ছিলেন উনি,বস্ হেরে গিয়েও জিতে গেলেন,এমন একটা জীবন যদি আমিও সাধন করিতে পারতাম যে জীবন মরে গেলেও কেউ না কেউ আমাকে সরণ করে চোখের জল পেলত, সেলেট বস্ আপনারা আসলেই মহান❤️❤️❤️ও পারে খুব ভাল থাকবেন বস্ আমার ১০০% বিশ্বাস
Excellent lesson for everybody, we should not criticize & blame other for happening any incident. Thanks to you. I appreciate your desperate and bold attitudes. My blessings is always with you🙏🙏
আসলে এ পৃথিবীতে ভালো মানুষ গুলোই খুব কষ্টে থাকে ।হোক সে ছেলে কিংবা মেয়ে!!নিঃশন্দেহে ওনার হাজব্যান্ড একজন ভালো মানুষ ছিলেন ।সৃষ্টিকর্তা ওনার হাজব্যান্ডকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।আমিন ।
I salute u lady. U told us a great story. I married a european lady & we r married for 30 years. We have argued & fight lots of time. But we did not leave watch other. I remember once, we did not talk nether see each other for a year. All though we leave in a same house. Thanks to Allah we r still together. And ur story make me more determine to stay together rest of my life. Thanks appu & good luck with ur life.
জানি না ভাই কি বলবো, তবে একটা জিনিস বুঝলাম যে রাগ করে দূরে না থেকে কাছের মানুষটার পাশে থেকে আগলে রাখার নাম ভালবাসা। রাগ অভিমান টাকে মনের মাঝে না পুশে রেখে একসাথে পাশে থাকা উচিত। ভালবাসা বেঁচে থাকুক সারাজীবন।
শেষ টা খুব ভালো লাগলো মন ভরে হাসলাম, কারন সেই লোকটা ঠিকই বুঝতে পারছিলো যে সে একটা লোভী নারীকে বিয়ে করেছে যার কাছে টাকাই মূল্যবান, তাই সে তার সব টাকা তাকে দিয়ে গেছে আর এই টাকাই এই নারীর বাকি জীবন শাস্তি দিবে যা সে নিজে ছাড়া আর কেহ অনুভব করতে পারবে না।
@@jnjislamictvbyjahangir আর জে ভাই আমি উনার গল্পটা মন দিয়ে সুনলাম আমি জাবুঝলাম এই মহিলাটা নিজেই ছিল লুবি মানে ফালতু উনার ইচ্ছাই ছিল আমেরিকা যাওয়া আর ভদ্রলোক ছিল অক্ষম আর মহিলার তো চাই চাই বুঝেছেন ভাই।
জীবন গল্পের যে এতটাই নস্টালজিক কিবরিয়া ভাইয়ে জীবন গল্পটা না শুনলে বাস্তব কতটা কষ্ট তা অনুভব করি প্রতি মূহুর্তে - ভালোবাসার ..জীবন কাকে কোথায় কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সথে ভালো ব্যবহার করতে শিখুন..ইন্ডিয়া থেকে এ অনুষ্ঠান বারবার দেখি . কিছু মানুষ যখন মন থেকে ভালোবাসা জানাই সে কখনও পর হয় না😂..সেখ আছান
I must point 👉 one thing that please don't take so quick decision for any important life event especially when it comes for marriage or severing a relation/marriage. She said correctly one's anger should be resolved sooner than it's too late. May Allah SWT gives us enough patience and blessings. May Allah SWT bless Ms. Rahima Afroz.
কিবরিয়া ভাই, মনে অজান্তে চোখে পানি চলে আসছে,এই আপুর জন্য রইল দোয়া এবং আপনাকে ধন্যবাদ এই কাহিনী প্রকাশ করার জন্য, এতে শিক্ষার্ণীয় কিছু আছে!
অসাধারন! আজকের দিনে এমন মানুষ বিরল! রামনি আপনিও অত্যন্ত ভালো মানুষ তাই এমন মানুষের সান্নিধ্য পেয়েছেন।💐💐💐
গল্পটা শুনে আমি অনেক কিছু শিকতে পেরেছি।এক সময় আমি ভাবতাম ঝামেলা হলেই ডিভোর্স করাই ভালো।কিন্তু এখন অনেক গল্প শুনে বুঝলাম। কমেন্টে কেউ লাইক দিবেন যাতে আবার দেখতে পারি প্লিজ
অসাধারণ ❤❤❤
@@nilufayesmin-gf7tz ❤️❤️❤️
জীবন গল্পের এই গল্পটা শুনে মরহুম ঐ ভাইটার জন্যে সত্যিই আমার চোখের পানি ধরে রাখতে পারিনি অন্যদিকে আপুর অতিরিক্ত অভিমানীর জীবন আচরনও আমার কাছে মোটেও ভাল লাগেনি। ভাইয়ার সেই নিরব নিঃস্বার্থ গভীর ভালোবাসার চিহ্ন সবার মাঝে স্মৃতি হয়ে থাকুক।পরিশেষে ভাইয়ার আত্মার চিরশান্তি কামনা করছি।
আমার কাছে মেয়েটাকে অনেক সুন্দর মনের মানুষ মনে হয়েছে। ধন্যবাদ!
সততা মাখা এই সত্য বাচনের জন্য। তুমি আসলেই ইনোসেন্ট, নির্ভেজাল মানসিকতার সাহসী সত্য বক্তা। এটাই থাকুক তোমার পাথেয়!
But she had arrogant behaviour. Arrogant ladies mostly psychiatrist patient.
Really he loved her.
Asolei se sundor moner manush
যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।’
😭😭😭😭😭😭😭😭😭
😭
গল্পটা এখানে আসতে পারতো না, যদি না ভদ্রলোক উনাকে সকল স্থাবর অস্থাবর সম্পত্তির নমিনী না করতেন, ধরুন উনাকে নমিনি করলেন না, তাহলে কি উনি কোন গল্প নিয়ে আমাদের কাছে আসতেন?
এখানে মনোবিজ্ঞানীদের বিশ্লেষণটা খুব জরুরী ছিল।
ধন্যবাদ এরকম একটা বাস্তব অসংগতির সম্পূর্ণ গল্প তুলে ধরার জন্য,
একদম ঠিক বলছেন
😞😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
এত ভালোবাসাও কেউ কাউকে বাসতে পারে, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন
ছেলেটা তাঁর ভালোবাসা প্রমান করে গেছেন। আল্লাহ যেনো তাকে বেহেশত বাসীদের অন্তর্ভুক্ত করেন। আমিন।
0ap
Awsokjhfsxz.P
'
চাচা টা বলেন 😑
Amin
Amin
আমিন আমিন আমিন
তিনি ছিলেন মহৎ, যার ভালোবাসা সমুদ্রের চেয়েও বিশালা আকার। আমার নিজের চোখ দিয়েই পানি এসে গেল।
আপনার এই অদ্ভুত কাহিনী শোনে আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলের জীবন নাটকে চেয়ে নাটকীয় তবে ধন্যবাদ আপনার এবার সাধারণ ঘরে ভালো মানুষ দেখে জীবন শুরু করেন আপা মনি
নিজের অজান্তেই চোখের পানি পরলো।আমি কোনো ভিডিও ভালো করে দেখি না কিন্তু কিবরিয়া ভাইয়ার সব ভিডিও ভালো করে দেখি একটুও টেনে দেখি না।ধয্য ধরে দেখি। আমার খুব ভালো লাগে।
অজান্তে চোখের পানি জরলো
@@nurjahanaktersumona same amio
আসলে এই ভিডিও দেখে,আমি নিজে এই আপুর সাথে কান্না করেছি।আমি দুজনকেই ভাল মানুষ মনে করি,ভাইয়ের জন্য দোয়া করি,যেন আল্লাহ উনাকে জান্নাত নছিব করেন।
আমীন
আমিও কান্না ধরে রাখতে পারিনি🤕🤕
Valo manush
ঠিক
আমি একজন ভারতীয়।এই মেয়েটিকে আমি মন থেকে আশির্বাদ করছি ওর যেনো ভালো হয়।একটা জিনিস বোঝা গেলো,উনি একজন সহজ,সরল ভালো মানুষ।আমি হিন্দু হয়েও ওকে আমার ছোট বোন মানলাম ঈশ্বর তোমার ভালো করুন।
এই লোভী কে তোমার সহজ, সরল লাগল? ,, তুমি বোকা
@@mauvemagic419 ওনি কি টাকাটা ওনার হাসবেন্ডের কাছে চেয়েছিলেন? ওনিতো টাকার কথাটাই জানতেন না। টাকার কথা জেনে না ছাড়ার প্ল্যান করে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলেও বলতেন যে, মেয়েটা লোভী। কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন। ওনি যে লোভী নন তা ওনার হাসবেন্ডই ঠিক বুঝেছিলেন এবং যা ছিল সব ওয়াইফকে দিয়ে গেছেন।
Thank you so much dada
ভিডিওটা দেখে খুব খুবই কষ্ট পেলাম, কতবার যে চোখ জলে ভরে আসলো। পুরো কাহিনীটা লিখলে একটা চমৎকার বেদনাবিধুর উপন্যাস হয়ে যাবে। আহা! মানুষের জীবন কত কতই না বৈচিত্র্যময়।
ভালো হতে হিন্দু মুসলিম হওয়া বড় জিনিস না বড় জিনিসটা হলো ভালো মনের মানুষ হওয়া। ধন্যবাদ
শেষের কথাগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ, দাম্পত্য জীবনের জন্য প্রতিটি ক্ষণ অর্থ বহ করে তোলা জরুরি, কখনো হার্ড লাইনে না গিয়ে কিছুটা সময় নিয়ে, একটু দূরে থেকে অনুভব করা, সম্পর্ক টিকিয়ে রাখতে দু'পক্ষের দায়িত্ব অনেক।
সত্যি বলতে আমিও আমার হাসবেন্ডকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করি কিন্তু যখন ওর সাথে কথা বলা বন্ধ করে দিয় তখনি বুঝি আমি ওকে কখনোই ছাড়তে পারবো না কোনোদিন ওর থেকে দুরে যেতে পারবো না
@@SumaiyaBinteismailআমিও সেইম।কতবার যে সিন্ধান্ত নিয়েছি ছেড়ে যাব কিন্তু পারিনা।সমস্যা হচ্ছে আমার হাসবেন্ড খুব ভাল মানুষ। খুব ভাল মানুষের বউদের যৌথ পরিবারে ঠিকে থাকা অনেক কষ্ট যা আমি ১০ বছর ধরে সহ্য করছি।
আল্লাহ সেই লোক কে বেহেস্ত নসিব করান।
আমি ৩ বছর পরে আজ ১ তারিখ দেখলাম। জিবনে অনেক কিছু সেখার ছিল,, মনের অজান্তে ই চোখে পানি চোলে আসলো,,,,, জিবনে প্রেম অনেক আসে,,,,কিন্তু মন থেকে ভালবাসা একবার ই আসে,,,,জানিনা কিব্রিয়া ভাই এই কমেন্ট দেখবে কি না,, ? তবে,,, বলতে না পারা কস্ট গুলো চোখের পানিতে ভেসে আসে,,,, 😢😢😢
আপনি কি সেই মেয়ে
কিছু মানুষ মরে যেও জিতে যায়..কি অদ্ভুত ..অভিমান কখনো ছোট একটা নদী থেকে কখন যে সমুদ্র পরিণত হয় কেও জানে না। সবাই অভিমানী কিনতু সম্মান আর কৃতজ্ঞতা সবার থাকে না
অভিমান রাগ মানুষকে ধ্বংস করে এটাই বাস্তব সত্য
সত্যি কথা
yur right hi Bangladesh v nice story +639154577809
গুড
রিয়েল ভাবে মেয়টাকে ভালবাসে। সল্পদিনের ভালবাসার উপহার রেখে গেচে।ভালবাসার কাচে মেয়েটা হেরে গেচে হইত সে সুখে থাকবে কিন্তু বাস্তবতা তাকে তার ভালবাসার মানুষের কাচে কাদাবে।ভালবাসতে বয়সে দরকার নাই মনের দরকার
রাগ দেখেই মানুষ, মানুষকে ত্যাগ করে চলে যাই । কিন্তু রাগের ভিতরে যে তার জন্য কতটুকু ভালবাসা লুকানো আছে তা কেউ বুঝতে চেষ্টা করে না।
কেউ আবার রাগী মানুষ খুঁজি
আবার কেউ কেউ নতুন মাল পাইলেও চইল্লা যায় মনু😊
বিয়ের আগের গভীর সম্পর্কটা যদি সবসময়ই থাকতো, প্রত্যেক স্বামী-স্ত্রীর ভিতর, তবে কোন সম্পর্ক ডিভোর্স পর্যন্ত কখনই যেতো না। সবচেয়ে যে বিষয়টা খুব ভাল লাগল, আফরোজা আপুর বিয়ের পর ও ঐ ভাইটার প্রতি তার আবেগ ও ভালোবাসা কমে নাই, ভালোবাসা শুধুমাত্র শারীরিক না হয়ে মানসিকও হতে পারে 💖 ডিভোর্স সম্পন্ন হবার পরও যে এমন ভালোবাসা থাকতে পারে, খুবই অবাক হলাম
Right
@@khanrimon6146 Right
আসলে আপুটার কান্না দেখে আমিও খুব কান্না করলাম। আপু এবং বাইয়া দুজনেই খুব ভালো মনের মানুয়। আল্লাহ বাইয়াকে জান্নাত বাসি করোক।
এই গল্প থেকে একটা জিনিস শিক্ষা নিলাম,কারো তাহাজ্জুদের নামাজের চোখের পানি বৃথা যায় না
Tike 5
কিবরিয়া ভাই আপনার নাম্বার টা দিবেন?
আমি মনে প্রানে বিশ্বাস করি।সত্য।
Ok
@@ziaulhaque2165 স মমমশ৷ মমসশশ!!শ,।শ।শ।মমদমমদদ।মদম।।।।মম৷ দ
সত্যিই, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুরুটা এত সুন্দর হওয়ার পরও স্বামী স্ত্রী হয়ে থাকতে পারলো না, কিন্তু বন্ধুত্ব রয়েই গেলো। ভালোবাসার কত রং। ভালোবাসার কনো নির্দিষ্ট সংগা নেই, পরিধি নেই।
Daya Kare are kako kapale dagh dibe na
@@santoshpaul5988 বুঝলাম না।
Darun ukti
তার সকল সম্পদ তোমার জন্য রেখে গেছে, আর তুমি নিমকহারাম তার শেষ সময়ে একটু সময় পর্যন্ত দিলেনা। এখনো তার সম্পদগুলো পেয়ে কাঁদছো। উনি একজন মহাপুরুষ ছিল।
দ্বিতীয় বার দেখলাম। খুবই কষ্টের কাহিনী। ছেলেটা অত্যন্ত ভালো ছিলো। ওকে সত্যি ভালোবাসতো।
Prothom ber
আপু টার সাথে আমারও অনেক কান্না এসেছিল, ভাইয়াটার জন্য ও অনেক মায়া লাগছিল, অনেক ভালো মানুষ ছিল ভাইয়া,আল্লাহ ওনাকে বেহেশতের মেহমান,আমিন, আমিন।
এই সমাজে অনেক তিক্তার সংসার আছে এবং ডিভোর্সও হয়ে যায়। কিন্তু শেষ বেলায় এমন হয় নাকি তা কখনো দেখি নাই বা শুনি নাই। ভাল থেকো আপু আর ভাইয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন....
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, আপুটার কান্না সহ্য করতে পারিনি 😭😭😭হারানো স্মৃতি ফিরে পাওয়া যাবে না কখনো--আমার মনে হয় এই গল্পটা এখনকার সময়ের জন্য খুবই শিক্ষনীয়
আল্লাহ ভাইয়াটাকে জান্নাত দান করুন,আমিন🤲
মুগ্ধ হয়ে শুনলাম। একদম ঠিক কথা বলেছেন, রাগ ঝগড়া কথা বলে মিটিয়ে নিতে হয়। প্রকৃত ভালোবাসা কে সম্মান জানাই।❤
ডিভোর্সের স্বামীর প্রতি এত ভালবাসা সাধারণত দেখা যায় না। অত্যন্ত দুঃখের কাহিনি শুনলাম। মর্মাহত হলাম।
ছেলেটার মা ভালো বলেই সন্তানরা এমন আদর্শ সন্তান হয়েছে। দোয়া করি আল্লাহ্ তাকে বেহেশত্ নসীব করুন।মেয়েটা জীবনে শান্তি খুঁজে পাক।
রাইট
Ameen❤️
Hae shotti
রাইট
আমিন
জীবনের গল্প বলার জন্য সাহস দরকার,,, সুন্দর সাহসিকতার পরিচয় দিয়ে অনেক সাহায্য করলেন,,, আজকের এই সময় মাথায় রেখে ম্যাডাম কে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Halo
আমার মনে হয়েছে মেয়েটিও অত্যন্ত ভালো মনের মানুষ। বয়সের এত পার্থক্য থাকা সত্ত্বেও ওই মানুষটিকে ভালোবেসেছিল এবং চিনতে পেরেছে। খুবই সুন্দর অভিজ্ঞতা।
সেটা ভালোবাসা ছিলো বলে মনে হয় না।সেটা ছিলো আমেরিকা যাওয়ার জন্য পাগলামি ।আর এটা কেমন ডিভোর্স হওয়ার পরেও আবার সম্পর্ক ।আমার কাছে মনে হয় টাকাটা পেয়ে ভালোবাসা টা বেড়ে গেছে।
hi Bangladesh v nice story +639154577809
আমেরিকা আসার জন্য।
এটা ভালোবাসা নয় আমেরিকা যাওয়ার লাইসেন্স ছিলো যা সে নিজেই স্বীকার করেছে, আর আপনি কিভাবে এখানে ভালোবাসা খুজে পেলেন??!,
অতিরিক্ত রাগ এন্ড জিদ ধ্বংস করে মানুষকে
অনেক অনেক শুভকামনা বোনটির জন্য। সেই মহান পুরুষটির জন্য অন্তর থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করি। দুজনের এমন ভালোবাসাকে শ্রদ্ধা করি হৃদয়ের অন্তস্থল থেকে। আল্লাহ আমাদের এমন মন মানসিকতা তৈরির তৌফিক দিন- আমীন।
শেষে চোখের পানি দরে রাখতে পারিনি। মানুষ টা অনেক ভালো ছিলো। আপু তুমি ওনার জন্য দোয়া করিও।
আপু আপনার কথা গুলা সত্যি ভালো লাগছে কষ্ট পরিমান টা অনেক বেশি,, আপু কান্না দেখে আমি কান্না করি,,,, আপু ভাইয়ের জন্য দোয়া করবেন,,,,
আমি তুমার এক বোন London তাকি বলছি তুমি এই ভাইটার জন্য সব সমন নামাজ পরে দোয়া করিও আর এই ভাইটার নামে একটা মসজিদ বানাইয়া দিয়।ভাইটার কবরে সব সময় দোয়া পৌচাইবে আর ছদকা করি ও সব সময় ভাইটার জন্য।
আমিও সে কারনে এই বোনের সাতে যোগা যোগ করার চেষ্টা করতেচি।কারন আমরা আগামি ১ বচরের মধ্যে একটা মসজিদের কাজ শুরু করব ইনশাআল্লাহ।জায়গা টিক হয়েগেচে।জাগার মালিক আমরিকার প্রবাসি আগামি রমজানে ওনি বারিতে আসবে এবং দলিল করে দিবেন।তারপর কাজ শুরু করব।সবার সহযোগিতা কামনা করচি
আপনি কেমন আছেন
@@syedashimla9643 আলহামদুলিল্লাহ। আপনি ভাল আছেন
ভোন টার নাব্বার কি পাওয়া জাবে
Hi
কথাগুলো শুনে নিজের অজান্তে চোখে পানি চলে আসছে,,,, আল্লাহ উনার স্বামীকে জান্নাত দান করুন,,,,( আমিন)
আমিন
আমি মূলত থামবেল দেখেই গল্পটি শুনতে শুরু করলাম, কিন্ত হায় পাওয়ার থেকে হারানোর পরিমাণ অনেক অনেক গুন বেশি ছিল।
আপুটির প্রতি সমবেদনা রইল। পাশাপাশি ধন্যবাদ রইল এমন একটি ভাল মানুষ এবং একটি ভাল পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
আমরা মানুষ চিনতে কত ভুল করি।।। শেষের অংশটা দেখে সত্যি চোখে পানি চলে আসছে।। আল্লাহ উনার হাসবেন্ডকে জান্নাতবাসী করুন।। অনেক ভালোবাসতেন লোকটা।। কিন্তু বুঝতে দেন নাই।।
সব হারিয়ে বুঝতে পেরেছেন
আনারিদের প্রেমও আনারিহয় আর বয়স্ক বিজ্ঞ দের প্রেমেও বিজ্ঞ তার ছাপথাকে।
বোন তুমি লাকি তবে ভাইটা মনের দিক নিয়ে অনেক বড় আললাহ উনাকে মাগফিরাত কর জাননাত দাও
Amin
আপনাকে অনেক ধন্যবাদ । আপনি সত্যকে তুলে ধরেছেন । আপনার জীবন অনেক সুন্দর হউক । আরেকজন ভালো মানুষ আপনার জীবনে আসুক।
ছেলেটা অনেক ভাল ছিল। তুমি তাকে বুঝতে পার নাই। তোমার অনেক ভুল ছিল।যে ভুলের কারনেই তুমি আজীবন কাঁদবে। তুমি নামাজ পড়ে,তার জন্য দোয়া কর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নছীব করেন। আমিন।
Aaaa
@Ma Baba ০
আল্লাহ সবাইকে ভাল রাখো এবং সৎ পথে রাখো আমিন 🤲
durbukachu, Namaj pore ki labh? dhormo bhua ar somoy nosto kora. murkho bangali.
@@bazlur-Vancouver Allah hedaya din
উনার জন্য দোয়া করবেন। আমরাও অসংখ্য দোয়া করি উনার জন্য। ধন্যবাদ।
নিঃসন্দেহে ভাইয়া একজন ভালো মানুষ ছিলেন।এবং উনার পরিবারের সদস্যরাও ভালো ছিল। দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতনসীব করুন।
জীবনে ভালো সময়গুলো ভালো সৃতি রেখে যায় ।আর খারাপ সময়গোলো ভালো শিক্ষা দিয়ে যায় ।
১
W2w
#&
#&
Extraordinary life story. Her ex husband truly loved her deeply, even after a divorce. I don't think he really let go of her.
Thank you all for sharing.
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, আপুটার কান্না সহ্য করতে পারিনি 😭😭😭
আল্লাহ ভাইয়াটাকে জান্নাত দান করুন,আমিন🤲
jannat mishiganer gorsthane matir niche. akashe Jannat holo bhua golpo
hi Bangladesh v nice story +639154577809
আপনার কেন এতো দরদ হলো একটা রাক্ষুসীর জন্যে বুঝলাম না। ! যে কি স্বামীকে শুধু ব্যবহার করেছে মাত্র। ভালোবাসার ছিটে ফোটাও লোকটাকে দেয়নি কিন্তু বুদ্ধিমান লোকটা ঠিকই তাকে শিক্ষা দিয়ে গেলো যে টাকাই সবকিছু নয়।
hi Bangladesh v nice story +639154577809
Ameen
আমিও শুনতে শুনতে চোখের পানি কখনযে পড়ে যাচ্ছে বুঝতে পারিনি।সত্যি অসাধারণ।
Koster
মানুষ চলে গেলে তার মর্ম বুঝা যায় 😞
তার শেষ ইচ্ছা হিসেবে আপনাকে পাশে রাখতে চেয়েছিলেন কিন্তু আপনি নিজে ভালো থাকতে, তাকে শেষ ভালোটা দিতে পারেন নাই।
কিন্তু তিনি মরেও আপনাকে ভালো রেখে গেছেন।
তিনি ছিলেন সত্যিকারে মানুষ❤️।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
R8
Thik bolsen..
পুরুষ অধিকার - মাজেদ
চ্যানেল টিতে দেখলেও এমন পুরুষের ভিতরের চাপা কষ্ট না বলা অনেক কষ্ট কথা জানতে পারবেন
সব সময় একটা কথা শুনতাম মানুষ বলে যে,, থাকতে চিনলানা মরে গেলে চিনবা,,,, সত্যি শিক্ষা নেয়া দরকার জীবন একটাই।
yur right my df
You are selfish.
আমার মনের কথা গুলো আপনি লিখেছেন তার জন্য ধন্যবাদ। বিয়ে মানে আমি শুনেছি দুটি মন এক মন হয়ে যাওয়া।রাগ মানুষকে জীবনে ভালো কিছু দেয়-না।ভদ্র মহিলার আমার মনে হচ্ছে মনটা ভালো।সে- তার ভুল গুলো বুঝতে পেরেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ দিলাম।
K.
আহা কি অসাধারণ স্বামী ❤️❤️❤️। সৃষ্টিকর্তা যদি প্রতিটা মেয়েকে এরকম স্বামী দিত!!!!!!!
আমি অসাধারণ স্বামী হবো ইনশাআল্লাহ।
R meyera samire tile tile marte pare ken??
ভাই আপনি আপনার দোয়াটা তুলে নেন, আপনি শুধু টাকা দেখছেন,বয়স দেখেন নাই ৩৫ বছরের ব্যবধান ।
@@khukonseikh494 যারা বেশি কথা বলে তারা কোন দিন ভালো কিছু করতে পারে না করেত চাইলেও না !!
@@abutahir6168 ৩৫ বছরের বাবধান তা কি হয়েছে???
This lady is so gentle and honest. She gave the appropriate answer on the last question as expected. She already refuses to accept those amounts at the beginning, but due to her in-law family, she took it maybe. I'm sure she will utilize it wisely. She doesn't need any financial support now as she is financially independent. In America, financially dependent is a big achievement.
However, her ex-husband or better to say her best friend, mentor has big influence on it. May God bless you madam. Hope the rest of your life you will not face any difficulty. You have suffered a lot already. Thanks @Kebria RJ for this beautiful story.
এই মহিলার মতো সার্থপর মানুষ আছে বলেই পৃথিবীতে ভালো মানুষ কে চেনা সম্ভব হয় ।
আজকের কাজ আগামীকাল করার জন্য রেখে দিবেন না,পরে দেখা যাবে কাজগুলো জমা হয়ে যাবে এবং আপনি কিছুই অর্জন করতে পারবেন না -উমর ইবনুল খাত্তাব (রাঃ) ❤️
উমর ইবনুল খাত্তাব - ke re oi khejur?
@@bazlur-Vancouver তুই তো চিনবি না বলদ,খাটি সোনা আবাল রা চিনে না,তার জন্য শিক্ষিত হওয়া লাগে রে ছাগল।
@@ASLAMKHAN-rk4dp ..nnn in
Asole oi vhodro lok ta sutti Karer mohabboth manus allha onake behest nosib koren
@@shahrinnidhe3388 ameen
আমেরিকা একটা সপ্ন, আর তাদের মেন্টালিটি টাও জোশ!!
লাস ভেগাস ❤️
আসলে জীবনটা নাটকীয় হয়ে থাকে!!!
তত
শেষে কান্না ধরে রাখতে পারিনি।আলাদা হওয়ার পরও সম্মান ও ভালোবাসা যায়।
অনেক কান্নাকাটি দেখেছি, আজ দেখলাম ২কোটি টাকার কান্না। যেই মহিলা করোনার ভয়ে স্বামীর কাছে যাননি সে কতটুকু ভাল আল্লাহতায়ালাই জানে।তবে ভদ্রলোকের ভালবাসা নিখাদ, খাটি ও নির্ভেজাল।বেহেশত বাসি হোক।
স্বামী কোথায়? তালাক হয়ে গিয়েছিল?
রাইট ভাই,এটা নিচক মায়া কান্না,এই মহিলা আমেরিকা যাওয়ার জন্য বার বার বিয়ে আর স্বামী বদল করেছে,এই মহিলা না করেছে কোন স্বামীর সংসার,না কোন স্বামীকে ভালোবাসতে পেরেছে? এসব মহিলারা শুধু নিজের ক্যারিয়ারের জন্য এসব করে।
এখন বাসি মাল হইছে,এতোদিন অন্যকে ধোকা দিছে,এরপর নিজে খাবে ধোকা,প্রথম টার ঘর করতে পারে নাই মা-বাবার একমাত্র আহ্ললাদের ছ্যাঞ্চহ্যানানির জ্বালায়,২য় টার সাথে পারে সিটিযেনের ঔদ্দ্যত্ত আর তাপের জ্বালায়,আর ৩য় টার সাথে পারবে না টাকার গরমের জ্বালায়,শেষ জীবনে নিঃশংগ থেকে আত্নহত্যাও করতে পারে,আজকের এই অনুষ্ঠানে আসছে নতুন শিকারের বিজ্ঞাপন দিতে,যদি কিব্রিয়া ভাই ঘটকালি করে।
ভাই যারা আল্লাহ তাআলা এর হুকুম পালন করার মধ্যে কষ্ট পায়, তারা কোনদিন ও ভালো মানুষ হতে পারেনা।
এমন একজন মহান ব্যাক্তীর ছবি না দেখার আফসোস রয়েই গেলো।
Mohan
Yes
Yes,
Yes
জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মৃত্যুর সময়। আমরা যেন প্রতিটি মুহূর্ত যেন সেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারি।
hi Bangladesh v nice story +639154577809
বলার কিছুই না শুধুই চোখ দিয়ে পানি গরিয়ে পরলো😢😢😢😢😢😢
এই গল্পটা শুরুটা একরকম হলেও শেষটা অতুলনীয়। দুই জায়গায় দুজনেই ভাল থাকুক এই কামনা করি।
মেয়েটা দেখতে এবং গলার আওয়াজ বয়স সব কিছু আমার ছোট বোনের মত। আমার বোনটা বেঁচে নেই। সড়ক র্দুঘটনায় মৃত্যুবরন করে।সবাই দোয়া করবেন। এই দুনিয়ায় আমার মা বাবা ভাইবোন কেউ নেই। এখন ছোট্ট একটি পরিবার আমার একমাত্র মেয়ে এবং আমরা দুজন। তবে আমি বলব বোন আপনি যত দিন বেঁচে থাকেন অনার জন্য দোয়া করিবেন। কারন সে আপনাকে অনেক ভালবাসত।
h
জীবনধর্মি গল্প ভালো লেগেছে।
আর.জে কিবরিয়া ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি। অনেক অনেক ভালো কাজ তিনি। নোবেল পুরস্কার চাই চাই।
যদি ভালোবাসার কথা ওঠে তবে ছেলেরাই শ্রেয়🙂
সময় থাকতে মূল্য দিতে হয় কিন্তু আমরা কেউ মূল্য দিতে পারি না😅
আমি এই আপুটার কথা গুলো থেকে একটা জিনিস বেশি ভালো লাগলো যে ওনার হাজবেনট ছিল একজন সত্যিকারে ভালো মানুষ আল্লাহ কাছে দোয়া করি সে জান্নাত বাশি
ওনার নামে বেশি বেশি দান সাদগা করেন আপু May allah blles you.
গল্পটা শুনার ইচ্ছে ছিলনা মোটেই, যদিও কাকতালীয় ভাবে শুনা হয়েগেল।শুধু ভাবলাম এই কান্নাকি আসলেই মনের কান্না?? যদি মনের কান্নাই হয়, তবে কেন এতটা দূরত্ব নিয়ে বেঁচে ছিল? হায়রে মানুষ আমরা সবাই মরবো।মেয়েটা কেমন তা ভাবছিনা তবে গল্পের নায়কটা সত্যি-ই অবুঝ ছিল।
জোর করে হাসা জায় কিন্তু কাদা যায় না
নির্ভেজাল কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে মানুষটি দুনিয়ার থেকে চলে গেছে তার জন্য আজীবন দোয়া করবেন সে যেন বেহেস্তবাসী হোন, আমরাও তার জন্য দোয়া করছি এবং আপনার গল্প শুনে এ ধরনের সমস্যায় আছে তারা যেন ভেবেচিন্তে পথ চলে।
57 মিনিট থেকে কখন যে চোখের দু পাশ গড়িয়ে পানি পড়তে শুরু করল! কি কষ্টের জীবন ছিল ভাইয়ার! আল্লাহ্ উনাকে বেহেশত দান করুক।
রহিমা অনেক স্বার্থপর। অনেক বেশী স্বার্থপর।
আমি শক্ত মনের মানুষ কিন্তু চোখে জল এসে পরেছে , গল্পটা সুনে
অসাধারণ ছিল গল্পটা।ভাল থাকুক ঐ পারে ভাইয়াটা। জান্নাতু ফেরদাউজ কামনা করি........
খুবই ভালো লেগেছে।
ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা।
নিতান্ত সহজ সরল।
যে ছেলের রাগ বেশি সে ছেলের মনে ভালোবাসা বেশি থাকে,তার বাস্তব প্রমান,কিন্তু স্ত্রী একটু সহজ করে নিলে মাঝখানে তপাত টা সৃষ্টি হতনা,আল্লাহ তালা যেন তাকে বেহেশতের মেহমান বানিয়ে দে। ধন্যবাদ কাবরিয়া ভাই কে বাস্তবিক গল্প উপহার দেওয়ার জন্য।
কাউকে যদি শাস্তি দিতে হয় তবে তাকে প্রচন্ড ভালোবেসে যাও। কারণ ভালবাসার শাস্তির চাইতে আর বড় শাস্তি পৃথিবীতে আর অন্যকিছু নেই। আর ভদ্রলোক সেটাই তাকে দিয়েছেন।
hi Bangladesh v intaristing store +639154577809
একে বারে ১০০% সঠিক কথা বোলেছেন
@@abulhossain5869 তুমি অনেক অনেক ভাগ্য বান দোয়া করি আললাহ তোমাকে দীর্ঘ আয়ূ দান করুন আমিন
@@abulhossain5869 number ken
এতো গুলো এসএম এসের মধ্যে আপনার কমেন্টাই শেরা মনে হয়েছে
আমার ভাষায় সেরা ঈমানদার পুরুষ ছিলেন উনি,বস্ হেরে গিয়েও জিতে গেলেন,এমন একটা জীবন যদি আমিও সাধন করিতে পারতাম যে জীবন মরে গেলেও কেউ না কেউ আমাকে সরণ করে চোখের জল পেলত, সেলেট বস্ আপনারা আসলেই মহান❤️❤️❤️ও পারে খুব ভাল থাকবেন বস্ আমার ১০০% বিশ্বাস
আপনার স্মামীর জন্য নামাজ পডে দোয়া করবেন
ভাই এমন গল্প আমার জীবনে আমি প্রথম শুনলাম আমিও আজ ২৬ বছর এরকম গল্প আমরা শুনিনি মনে হয় আবার শুনতে ইচ্ছা করছে এটা বহুৎ বহুৎ
এত সুন্দর লাগলো শেষ কথাটা!
হৃদয় ছুঁয়ে গেল।রাগ আসলেই সর্ম্পক নষ্ট করে ফেলে।
ac dom,kyno somporko nosto howar 1 noymber karon holo rag,pore onni kiso,
kokhon e na ... rag ta jodi hoi sothik abong sofol porjai er aksomoy relation build up ai rag tai kore thake ....
আমার মনে হয় এই গল্পটা এখনকার সময়ের জন্য খুবই শিক্ষনীয়
এই বোন একটি কাজ করতে পারে
আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
এবং মরহুমের জন্য দোয়া করা।
Excellent lesson for everybody, we should not criticize & blame other for happening any incident. Thanks to you. I appreciate your desperate and bold attitudes. My blessings is always with you🙏🙏
- কোন একদিন এই পৃথিবীর বুকে আবারো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
In shaa Allah..
এতো কষ্ট সাধন করে ভিডিও তৈরি করি খুব একটা সাপোর্ট পাচ্ছি না...প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন😭
ইনশাআল্লাহ।
Rrrrrrright
গল্প শুনে যা শিখলাম, একটু সেক্রিফাইজ এবং একটু সহনশীলতা জীবনটাকে আগলে রাখতে পারে।
অতিরিক্ত জেদ করা মানে জীবনে কিছু না কিছু হারাতেই হবে, তাই জেদকে এড়িয়ে যাওয়া উচিত।
Excellent story 👌
ঠিক
ঠিক
ঠিক
আমি একজন চালক কুয়েত থেকে দেখছি ধন্যবাদ জানাই আরজেকিবরিয়া ভাই কে সত্য কথা বলে জাতিক ধন্যবাদ জানাই
উনাকে অশেষ ধন্যবাদ যে উনি জীবনের ঘাত প্রতিঘাত সম্বন্ধে উজ্জীবিত করলেন, পরিবেশক কে ও ধন্যবাদ, অধুনা বাস্তব কে তুলে ধরার জন্য
আসলে এ পৃথিবীতে ভালো মানুষ গুলোই খুব কষ্টে থাকে ।হোক সে ছেলে কিংবা মেয়ে!!নিঃশন্দেহে ওনার হাজব্যান্ড একজন ভালো মানুষ ছিলেন ।সৃষ্টিকর্তা ওনার হাজব্যান্ডকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।আমিন ।
Absolutely right
I salute u lady. U told us a great story. I married a european lady & we r married for 30 years. We have argued & fight lots of time. But we did not leave watch other. I remember once, we did not talk nether see each other for a year. All though we leave in a same house.
Thanks to Allah we r still together. And ur story make me more determine to stay together rest of my life. Thanks appu & good luck with ur life.
Last time hart is a movement
যার ভালোবাসা সমুদ্রের চেয়েও বিশালা আকার। আমার নিজের চোখ দিয়েই পানি এসে গেল।
জানি না ভাই কি বলবো, তবে একটা জিনিস বুঝলাম যে রাগ করে দূরে না থেকে কাছের মানুষটার পাশে থেকে আগলে রাখার নাম ভালবাসা। রাগ অভিমান টাকে মনের মাঝে না পুশে রেখে একসাথে পাশে থাকা উচিত। ভালবাসা বেঁচে থাকুক সারাজীবন।
ঠিক
শেষ টা খুব ভালো লাগলো মন ভরে হাসলাম, কারন সেই লোকটা ঠিকই বুঝতে পারছিলো যে সে একটা লোভী নারীকে বিয়ে করেছে যার কাছে টাকাই মূল্যবান, তাই সে তার সব টাকা তাকে দিয়ে গেছে আর এই টাকাই এই নারীর বাকি জীবন শাস্তি দিবে যা সে নিজে ছাড়া আর কেহ অনুভব করতে পারবে না।
𝑪𝒉𝒊𝒊𝒊𝒊 𝒂𝒕𝒂 𝒌𝒊 𝒌𝒓𝒆 𝒃𝒐𝒍𝒍𝒆𝒏......𝒌𝒐𝒚𝒉𝒂 𝒕𝒂 𝒃𝒖𝒍
ঠিক
@@MdArman-yo7vx ঠিক ই কইসে
Thikk kichu taa
কি বলব বা কি লিখব কোন ভাষা খুঁজে পাচ্ছি না , শুধু বলতে চাই খারাপ সময়ে কেউ যেন কাওকে ছেড়ে না যায়।
Shukur kotha tar jonno..!!
P0
দারুন শেষ!ভাইয়াটা চলে গিয়েও থেকে গেল আপুর হৃদ মাঝারে!শ্রদ্ধা রেখে গেলাম মহৎ ভাইয়ার বিশুদ্ধ ভালোবাসার প্রতি।আর দোয়া করি আল্লাহ ভাইয়াটাকে বেহেশত দান করুন।আমিন।🤲🏻
আমিন
আপনার দু'জনেই খুব ভালো মানুষ। salute to both
এসব গল্প শুনলে মনে হয় পৃথিবীতে আসলেই সত্যিকারের ভালোবাসা এখনো বেচেঁ আছে 🙂💝
100%
@@jnjislamictvbyjahangir আর জে ভাই আমি উনার গল্পটা মন দিয়ে সুনলাম আমি জাবুঝলাম এই মহিলাটা নিজেই ছিল লুবি মানে ফালতু উনার ইচ্ছাই ছিল আমেরিকা যাওয়া আর ভদ্রলোক ছিল অক্ষম আর মহিলার তো চাই চাই বুঝেছেন ভাই।
Do you believe it as love?
It is a craze, nothing else.
@@jnjislamictvbyjahangirস❤
😢
এত ভাল মানুষ!!"আহ!!!
আল্লাহ তাকে বেহেস্ত দান করুন!!
মহান আল্লাহ পাক মেয়েটাকে সব কিছু সইবার শক্তি দান করুক ও যে চোলে গেছেন তিনাকে জান্নাত বাসি করুক আমিন 💚🤲💚🤲💚
ভিডিও টি শুরু থেকে শেষ পরযন্ত দেখলাম আল্লাহ তাআলার অশেষ রহমত এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে
+++++++
+++++++
কিবরিয়া ভাই প্রথমে আপনাকে জানাই সালাম যে এত সুন্দর একটা জীবনের গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না,, তবে ভাইয়ার জন্য সব সময় দোয়া করবেন এইটা আপনার কাছে আমার অনুরোধ
জীবন গল্পের যে এতটাই নস্টালজিক কিবরিয়া ভাইয়ে জীবন গল্পটা না শুনলে বাস্তব কতটা কষ্ট তা অনুভব করি প্রতি মূহুর্তে - ভালোবাসার ..জীবন কাকে কোথায় কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সথে ভালো ব্যবহার করতে শিখুন..ইন্ডিয়া থেকে এ অনুষ্ঠান বারবার দেখি .
কিছু মানুষ যখন মন থেকে ভালোবাসা জানাই সে কখনও পর হয় না😂..সেখ আছান
উনার শেষ কথাটা অমূল্য সম্পদ । সব নারীদের প্রতি অনুরোধ করছি। বুঝতে চেস্টা করতে হবে ।
I must point 👉 one thing that please don't take so quick decision for any important life event especially when it comes for marriage or severing a relation/marriage. She said correctly one's anger should be resolved sooner than it's too late. May Allah SWT gives us enough patience and blessings. May Allah SWT bless Ms. Rahima Afroz.
আপুর জীবন অনেক অনেক সুখী হোক।
ভাইয়া জান্নাতবাসী হোক দোয়া করি।
Hey
Divorce এর পর যে সুন্দর সম্পর্ক তৈরি হয়, তা যদি আগে ধরে রাখতে পারি... আল্লাহ আমাদের সবসময় ভালো রাখুন আমিন