জীবনে সাহস না পান তো এই এপিসোড টা দেখে নিয়েন !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2020
  • Branding Bangladesh is story telling program. Here people tell their life story which motivate for best living.
    Bithi is poor girl who founded first women cricket academy in Bangladesh.
  • บันเทิง

ความคิดเห็น • 3.1K

  • @bishnukumar9303
    @bishnukumar9303 3 ปีที่แล้ว +186

    আমি ভারত (পশ্চীমবঙ্গ) থেকে বলছি
    স্যালুট দিদি আপনাকে !
    💖🙏অসাধারণ!🙏💖
    চোখে জল এসে গেল!

  • @jannatasha8693
    @jannatasha8693 3 ปีที่แล้ว +280

    আজকের এই স্টরি শুনে একটাই কথা বলবো সেটা হচ্ছে ভালো কাজে স্বয়ং আল্লাহ নিজেই সাহায্য করেন ,,
    এটাই তার প্রমাণ,
    স্যালুট বোন তোমায়
    এভাবে ই এগিয়ে যাও আল্লাহ আছে তোমার সাথে......???

    • @safatislam6690
      @safatislam6690 3 ปีที่แล้ว

      vai amak aktu help korun vaia
      Amar baba ke bachate chai vai. Babar medicine kinbo vai.
      Baba chara amar keo nai vaia.
      Amar babar onek sopno ami porasuna kore valo job korbo.
      seita dekhate chai vai. akn jodi amar baba mara jai, tahole ami pagol hoye jabo vai. please help me vaia .
      Bkash Number - 01826467016

    • @roksanarashid1491
      @roksanarashid1491 3 ปีที่แล้ว +2

      Allah Mohan

    • @safatislam6690
      @safatislam6690 3 ปีที่แล้ว +1

      Roksana Rashid apu please help me

    • @taranaafrozliza9122
      @taranaafrozliza9122 3 ปีที่แล้ว

      Hi

    • @fahmidahasan3139
      @fahmidahasan3139 3 ปีที่แล้ว

      @@safatislam6690 666y 60th yy6y 4th year 666

  • @ranjitsen4275
    @ranjitsen4275 2 ปีที่แล้ว +36

    বিথি তুমি একজন যোদ্ধা। কতটা কষ্ট করে একটি জায়গায় এসে পৌঁছেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। জীবনটা অনেক সুন্দর। আজ যদি তুমি সুইসাইড করতে তাহলে তুমি এই সুন্দর জীবন টা পেতে। তুমি জীবনে অনেক উন্নতি করবে এটা আমার আশির্বাদ। ঈশ্বর তোমাকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। ধন্যবাদ।

  • @haripadasamaddar4883
    @haripadasamaddar4883 10 หลายเดือนก่อน +8

    এই মেয়েটি এত প্রতিকূলতা অতিক্রম করে কিভাবে এতবড়ো কাজটি করতে পারেন এটা অবশ্যই সবার অনুপ্রেরণার উৎস। ধন্যবাদ ও অভিনন্দন জানাই এই মায়ের জন্য।❤❤❤❤

  • @AminulIslam-zx8ps
    @AminulIslam-zx8ps 3 ปีที่แล้ว +64

    আপু আল্লাহ তোমার মুখ টা কালো করে সৃষ্টি করলে ও মনটা অনেক বড় ও সাদা করে সৃষ্টি করছে ৷আলহামদুলিল্লাহ

  • @fatemakhuki1588
    @fatemakhuki1588 3 ปีที่แล้ว +84

    খুব ভালো লাগলো
    এই মেয়েকে আরো সহযোগিতা করার দরকার
    সরকারের সাহায্য কামনা করি

  • @hasinamunni1052
    @hasinamunni1052 8 หลายเดือนก่อน +26

    কিবরিয়া ভাই এমন কোটি মানুষের বুকের হাহাকার ও হৃদয়ের কান্না আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আপনি সবাইকে হাজির করুন আপনার স্টুডিওতে

  • @rimadam2121
    @rimadam2121 2 ปีที่แล้ว +22

    অনুভূতি যেখানে গভীর ....ভাষা সেখানে বোবা .......
    আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি ....তবে আজ ভারত থেকে তোমার জন্যে অনেক অনেক শুভকামনা রইলো ....

  • @naimabintehamid1stshiftrol481
    @naimabintehamid1stshiftrol481 3 ปีที่แล้ว +95

    বিথী আপুর জন্য অনেক দোয়া রইল। আপুর মনটা অনেক বড়। দোয়া করি, আল্লাহ্ যেন তাকে অনেক ধন -সম্পদের অধিকারী করেন।

  • @tarintamanna5012
    @tarintamanna5012 3 ปีที่แล้ว +985

    মনে আছে, স্কুলে থাকতে তোর একটা জন্মদিনে তুই আমাদের কে জেমস এর প্যাকেট কিনে সেখান থেকে জন প্রতি ২টা করে জেমস চকলেট দিয়েছিলি😍 সত্যি বলতে তখনো জানতাম না তোর ভিতরে কতটা কষ্ট ছিলো। এতো কষ্ট করেও আমাদের চকলেট খাওয়ানোর মানসিকতা ছিলো এটা এখন ভাবলেই চোখে পানি চলে আসে।। আর সেই সময় কেনো জানি ঐ ২টা জেমসই মনে ভালো লাগা সৃষ্টি করেছিলো। মনে হতো এটা তো মন থেকে আসছে ভালোবাসা ❤ হয়তো আমার এক প্যাকেট কিনে খাওয়ার সামর্থ ছিলো কিন্তু ২টাতেও মনটা ভরে উঠেছিল৷ ভালোবাসা বুঝে একেই বলে!! ♥ তোর খুব কাছে থেকে ও এখন দূরে আছি! তবে ভালোবাসি বান্ধবী ❤❤ আল্লাহ তোকে আরও অনেক অনেক বড় জায়গায় নিয়ে যাবে একদিন ইন শা আল্লাহ ♥❤

  • @karunahalder476
    @karunahalder476 หลายเดือนก่อน +6

    দুর্দান্ত।সবাই মাথা উঁচু করে দাড়াও।কেউ হেড়ে যেও না।বাংলাদেশ রংপুরের মেয়ে বিথিকে অনেক ধন‍্যবাদ।

  • @anjaliroypramanik5185
    @anjaliroypramanik5185 2 ปีที่แล้ว +34

    আমি পশ্চিমবঙ্গ (কলকাতা) থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি নাড়ি জাতির গর্ব। যার মন সুন্দর, সেতো এমনিতেই সুন্দর। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনি সুস্থ থাকুন ও আপনার লক্ষে আপনি পৌছন।

  • @soniakhatun3386
    @soniakhatun3386 3 ปีที่แล้ว +159

    কলকাতা থেকে অনেক ধন্যবাদ দিদি.. তুমি জীবনে আরো অনেক বড়ো হবে...👍👍👍

    • @afifmohammadafifmohammad3328
      @afifmohammadafifmohammad3328 3 ปีที่แล้ว

      Assalamoalikom, soniya tomar sathay ki kotha bolte parbo

    • @FFeditz10
      @FFeditz10 3 ปีที่แล้ว +2

      @@afifmohammadafifmohammad3328
      কি কথা তাহার সাথে গো, লুচ্চামির একটা সিমা থাকা উচিৎ।
      বদমাইশ ছোট লোকের বাচ্চা।

    • @afifmohammadafifmohammad3328
      @afifmohammadafifmohammad3328 3 ปีที่แล้ว

      @@FFeditz10 apni ki kore bujlan j lossmi hobe? valo o to hote pare,

    • @afifmohammadafifmohammad3328
      @afifmohammadafifmohammad3328 3 ปีที่แล้ว

      @@FFeditz10 manoser upor sob somoy nak darona rakhben

    • @afifmohammadafifmohammad3328
      @afifmohammadafifmohammad3328 3 ปีที่แล้ว

      @@FFeditz10 apnar nam dekhe to mon a hoy mosolman........

  • @masudmohammad5164
    @masudmohammad5164 3 ปีที่แล้ว +17

    এই অনুষ্ঠান যতই দেখি ততই মুগ্ধ হই।
    এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ এক একজন যোদ্ধা আর সেই সকল যোদ্ধাদের জানাই স্যালুট।

  • @kanaimajumder6211
    @kanaimajumder6211 2 ปีที่แล้ว +32

    আমি বর্তমান এখন ভারতীয়, কিন্তু আমার জন্ম বাংলাদেশে । বাংলাদেশের জন্য এই মহান কাজের জন্য বোন আপনাকে, আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ।

  • @md.kamalpasha54
    @md.kamalpasha54 3 หลายเดือนก่อน +3

    এতো এতো ব্যর্থতার মধ্যেও এগিয়ে গেছেন তিনি। সত্যি সত্যিই কল্পনার বাইরে।
    ইনশাআল্লাহ তিনি আরো এগিয়ে যাবেন।

  • @juliaakhter2615
    @juliaakhter2615 3 ปีที่แล้ว +96

    জীবনে কোনো কষ্ট করিনি, তাই মনে হয় একটু কষ্টতেই ভেংগে পড়ি, অসাধারণ, তোমার জীবন থেকে অনেক কিছু শেখার আছে, এগিয়ে যাও

    • @abidtalukder6036
      @abidtalukder6036 2 ปีที่แล้ว +1

      আমাকে সাহায্য করেন । আমি আত্নহত্যা করতে চাইনা । আমাকে বাচান কেউ ।আমি পড়াশুনা চালাতে চাই। আমার কেউ নেই। আমার অনার্স শেষ হতে আর দেড় বছর। এই দেড় বছর আমাকে একটূ সাহায্য করুন। ফরম ফিলাপের ডেট দিয়েছে স্যার। আমার স্বপ্ন শেষ হয়ে যাবে স্যার.......

    • @ayshaakhter3419
      @ayshaakhter3419 ปีที่แล้ว

      Right apu

    • @user-vt3db5rp3t
      @user-vt3db5rp3t 8 หลายเดือนก่อน

  • @2001kazi
    @2001kazi 3 ปีที่แล้ว +139

    এ পর্যন্ত এটাই সেরা চমক। শুভ কামনা To বিথী & কিব‌রিয়া ভাই।

  • @user-zw4eo7lf2h
    @user-zw4eo7lf2h 6 หลายเดือนก่อน +4

    তুমি ধন্য তুমি কোটি কোটি মানুষের চোখের জ ল ফেলিয়েছো। আমি জানি ভগবান আল্লা এক
    সত্যিই যদি সে মানুষের দয়া করে । তবে
    যেন সে বীথির মতো মেয়েদের সব সময় পাশে থাকে ।

  • @kartikchandradas7859
    @kartikchandradas7859 5 หลายเดือนก่อน +6

    আমি একজন ভারতীয়। আমি চাই বিথির জীবন আরও আরও অনেক অনেক পূর্নতায় ভরে উঠুক।

  • @user-pb1ex6we8x
    @user-pb1ex6we8x 3 ปีที่แล้ว +90

    শুরু থেকেই জীবন যুদ্ধ কিন্তু শেষে জয়ের কথাগুলো একেবারেই অসাধারণ।May allah bless you,,,

  • @anabhowmick8839
    @anabhowmick8839 3 ปีที่แล้ว +174

    বিথী,ছোট আপু আমি তোমাকে চিনি।আমি ও একজন এ্যাথলেট ছিলাম।আমি বিজেএমসি তে ছিলাম।আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার সাফল্য কামনা করছি।তোমার একাডেমির জন্য শুভ কামনা রইলো।

  • @rusenmurmu8521
    @rusenmurmu8521 2 ปีที่แล้ว +11

    গল্পটা শুনে যে কারও চোখের পানি আসবে। ভাল কাজ দিয়ে মন্দকে জয় করার অসাধারন গল্প। God bless her.

  • @mdmoshinmuhammad303
    @mdmoshinmuhammad303 4 หลายเดือนก่อน +2

    অকল্পনীয় প্রতিভার পরিচয় বহন করেছ বীথী। তোমার এই প্রতিভার প্রতি অগাধ সন্মান প্রদর্শন করছি।
    আরো এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হোন।।।

  • @kairulislam6636
    @kairulislam6636 3 ปีที่แล้ว +478

    আমি ভারত থেকে বলছি" আসলে এই বোনটার কথা শুনে চোখের পানি এসে গেল" দোয়া রইল বোনটার জন্য

  • @poulamimaity
    @poulamimaity 2 ปีที่แล้ว +90

    ভাষা হারিয়েছি, বা বলা যায় যে অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করার মতো নয়! আমি আসলেই কি বলবো বিথীকে আমি জানিনা, ওনার এত লড়াইকে কুর্নিশ জানাই! ওনার সর্বোচ্চ সাফল্য কামনা করি!
    মানুষের চেষ্টা যে মানুষকে কতদূর নিয়ে যায়, বিথী তার উদাহরণ! ❤

  • @sirajislam2427
    @sirajislam2427 2 ปีที่แล้ว +4

    সত্যিই এই গল্পের কোন ভাষা নেই শুধু এইটুকু বলবো বিথি সত্যি কারের পল্পের রানী 💖💖 দোয়া ও ভালো বাসা রহিল বিথী একটা ইতিহাস ?

  • @korbanmistry5227
    @korbanmistry5227 9 หลายเดือนก่อน +8

    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতা থেকে শুনছি। আমি বিথি মামনির জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেন বিথিকে হেফাজত করেন আমিন সুম্মা আমীন।

  • @brindadyuti3091
    @brindadyuti3091 3 ปีที่แล้ว +174

    মনে হচ্ছে আমি ইন্ডিয়া থেকে একটা খুব ভালো মোটিভেটেড চলচ্চিত্র দেখলাম। আপনি নারী জাতির গর্ব।

  • @shatabdi5167
    @shatabdi5167 3 ปีที่แล้ว +840

    আপনি মোটেও কালো নন, আপনি আলোর চাইতেও উজ্জ্বল, আপনি ধন্য, আপনি জীবন যুদ্ধের পরাজিত সৈনিক নন, এগিয়ে চলুন দু্র্বার গতিতে, কোন একদিন আপনাকে সরাসরি দেখার প্রত্যাসায় রইলাম, শুভ কামনা নিরন্তর 🙏🏽🙏🏽

  • @user-fn7xu8uf1k
    @user-fn7xu8uf1k 6 หลายเดือนก่อน +4

    যদি আমি তোমাকে মাথায় হাত দিয়ে দোয়া করতে পারতাম আমার মনটা পরিপুর্ন হত।তোমার মতো মাষিকতার মানুষের আজ বড় অভাব।তুমি অর্থের দিক দিয়ে দরীদ্র।বাস্তবিকতা হল তুমি সর্বোন্নত মানষিকতার মানুষ।দরীদ্র হয়েও যে ধনী হওয়ার চেষ্টা করোনাই,দেশ এবং দেশের মেয়েদের স্বপ্ন বুননের কারীগর হয়েছ। আমি বুক ভরে তোমার জন্য দোয়া করি বোন,এগিয়ে যাও বোন।
    বিঃদ্রঃ একটা অনুরোধ কখনো পর্দা ছেড়েদিওনা।আঁকড়ে ধরো ইসলামি আকিদা।আল্লাহই তোমাক তোমার যোগ্য যায়গায় পৌছে দিবে ইনসাআল্লাহ।

  • @krishnamajumdar4603
    @krishnamajumdar4603 2 ปีที่แล้ว +18

    বীথির একাডেমির পূর্ণ সাফল্য কামনা করছি, তুমি খুব বড় হও দেশে ও দশে তোমাকে চিনুক, কেমন লড়াই করেও বাঁচা যায়,খুব ভালো থেকো বীথি।

  • @tamaraamin6518
    @tamaraamin6518 3 ปีที่แล้ว +237

    স্যালুট, স্যালুট, স্যালুট বীথি তোমাকে।

  • @md.mozahidhassan6419
    @md.mozahidhassan6419 3 ปีที่แล้ว +228

    ধন্যবাদ সেই পুরুষটাকে যে বিয়েটা ভেঙ্গে দিয়েছিল।নাহলে আজ হয়ত এই বিথী আপুকে আমরা পেতাম না।তাই জীবনে সমেস্য কখনও স্থায়ী নয়।হেরে যেও না।থেমে যেও না।গো এহেড❤❤

    • @emamuddinsiddiq6269
      @emamuddinsiddiq6269 2 ปีที่แล้ว +2

      আমি এই কমেন্টস টা খুজতেছিলাম।
      সত্যি।

    • @md.yusufali544
      @md.yusufali544 ปีที่แล้ว

      কোন পুরুষটা

  • @dipaklicbiswas
    @dipaklicbiswas 2 หลายเดือนก่อน +2

    আমি ভারতবর্ষ থেকে তোমাকে স্যালুট জানাই,অনেক এগিয়ে যাও,ভগবান বুদ্ধ তোমার সহায় হউন,সারা পৃথিবীর ত্যেকে তুমি
    সাহায্যে পাবেন

  • @shirinahmed9062
    @shirinahmed9062 6 หลายเดือนก่อน +2

    অসাধারণ এক কাহীনি। শুনতে শুনতে অবাক থেকে অবাক হতে হয়েছে।বীথির প্রতি অসংখ্য ভালবাসা আর দোয়া।
    কিবরিয়া ভাইয়া কেও অনেক অনেক ধন্যবাদ এমন এক কাহিনী শোনানোর জন্য।ভাল থাকবেন ভাইয়া।

  • @meantalk
    @meantalk 3 ปีที่แล้ว +12

    আমি একজন ভারতীয় নারী, তোমার কষ্টের জীবন থেকে ও মেয়েদের জন্য তোমার এই উদ্যোগকে কুর্নিশ জানাই, তুমি এগিয়ে যাও বোন, তোমার মত মানুষের দরকার, 💐❤

  • @mddulalhosen3531
    @mddulalhosen3531 3 ปีที่แล้ว +121

    আমি বলবো এটা একটা মুক্তিযুদ্ধার গল্প, শুভকামনা রইল ভালো থাকুক সুস্থ থাকুন

  • @krishnapaulkarmakar222
    @krishnapaulkarmakar222 2 ปีที่แล้ว +8

    তোমাকে অনেক ধন্যবাদ , তোমার মত মেয়েরাই দেশের ভবিষ্যৎ , আরো বড় হও, সুভেচ্ছা র ইল
    ❤️

  • @rabimajhi3621
    @rabimajhi3621 4 หลายเดือนก่อน +2

    এই রকম সব মেয়ের মধ্যেই এই রকম লড়াই করার সাহস থাকা দরকার আপনি আরও অনেক বেশি দূর এগিয়ে যান যেন আপনাকে সবাই আইকন করে ❤❤।

  • @supiyaaktar5434
    @supiyaaktar5434 3 ปีที่แล้ว +79

    অসাধারণ' দেখতে দেখতে কখন জেন চোখে চল চলে আসল 'অনেক সময় সাফল্যের পেছনে যে ঘটনা গুলো থাকে 'তা শুনলে সত্যি গা শিউরে ওঠে 'আমি আবারও বলতে চাই অসাধারণ '

  • @bokulrsb7036
    @bokulrsb7036 3 ปีที่แล้ว +57

    বিথী আপনার কথাগুলো শোনার পর আপনার সাথে আমার একবার কথা বলতে ইচ্ছে করছে।স্যালুট বোন আপনাকে

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb 2 ปีที่แล้ว +3

    সত্যি পুরো ভিডিওটা দেখলাম,কত না কষ্ট করেছে মেয়েটা,কতবার মরতে গেছে,মরে যাওয়ার কথা ভেবেছে,কিন্তু মরতে পারে নি,মোরতে
    তোমাকে তো দেবেনা,কারণ তোমার অনেক কাজ বাকি,সেই কাজগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে,বেশি কিছু লিখলাম না,এগিয়ে চলো
    ভগবান তোমার সাথে আছে,
    কলকাতা থেকে লিখলাম
    খুব খুব ভালো থাকো,এই ভাবে কাজ করতে থাকো,জীবনে কি আর আছে
    টাকা পয়সা সব তুচ্ছ,ভালোবাসায় সব থেকে বড় জিনিস,তুমি আমার ছোট বোনের মত,প্রাণ ভরে আশীর্বাদ করলাম,আরো বড় হও।।

  • @fauziaahmed4902
    @fauziaahmed4902 2 ปีที่แล้ว +4

    আমাদের দেশে সত্যি আপনাদের মতো সাহসী ,আত্মবিশ্বাসী ও পরিশ্রমী নারীদের অনেক দরকার। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি বিষয় আমাদের দেশে প্রচার করার জন্য, ভালো থাকবেন।

  • @fazlurrahman784
    @fazlurrahman784 3 ปีที่แล้ว +280

    স্যালুট আপনাকে! , রং কালো হলেই সেটা বড় কথা না যোগ্যতাই হলো মানুষের আসল পরিচয়.

  • @akhiakter-ih4uo
    @akhiakter-ih4uo 3 ปีที่แล้ว +34

    আপনি কালো কে বলেছে,আপনি সত্যি একটা সুন্দর মনের মানুষ,,, শুধু গায়ের রং দিয়ে মানুষের মন বিচার করা যায় না,,,

  • @user-xy1dt8tv9t
    @user-xy1dt8tv9t 4 หลายเดือนก่อน +2

    তোমার মতো আদর্শ মেয়ে পৃথিবীতে খুব কমু আছে ।বিথীকে যে দেখেছে সেমিনারে সে তাকে পেয়েছে।বিনীত তোমার মন এতো বড়।ধন্যবাদ বাদ তোমাকে।

  • @hafizarrahman9902
    @hafizarrahman9902 2 หลายเดือนก่อน +2

    সত্যি গা শিউরে উঠার মতই ঘটনা।বিথি তোমায় কি ভাবে স্বাগত জানাবো আমার জানা নেই।তবে তুমি নিশ্চয়ই রংপুরেরই বেগম রোকেয়ার মত স্মনীয় হয়ে থাকবে চির টা দিন,বাঙ্গালীর অন্তরে।
    বোন বিথী তুমি শুধু আমাদের রংপুরেরই নও তুমি সারা বাংলা দেশের গর্ব,সেলুট জানাই তোমায়,সেই সাথে অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

  • @JAMSIDURRR
    @JAMSIDURRR 3 ปีที่แล้ว +155

    যুদ্ধ এমন একটা যুদ্ধ?
    যা কম বেশি সবার জীবনেই কিছু না কিছুই ঘটে।
    আল্লাহ ভরষা সকল বিষয়েই আলহামদুলিল্লাহ

  • @mdanower872
    @mdanower872 3 ปีที่แล้ว +161

    মানুষের টাকা থাকলেই সব কিছু করতে পারেনা,সুন্দর কিছু করতে হলে সুন্দর একটা মন থাকতে হয়,যার বাস্তব প্রামান আজকের আপু।

  • @ziniatulferdous1720
    @ziniatulferdous1720 2 ปีที่แล้ว +7

    সাবাশ বাংলাদেশ ,এই বিথিরাই আমাদের মানচিত্র খুব ভালো লাগলো ❤

  • @BD_Entertaintment69
    @BD_Entertaintment69 5 หลายเดือนก่อน +4

    আসলেই মানুষ যখন সৎ থেকে
    কোন কাজে নামে তখন
    আল্লাহ তায়ালা
    তাহাকে সাহায্য দান করেন ।
    আমি , বিথী আপুর দীর্ঘায়ু কামনা করছি ।

  • @missjakiya7982
    @missjakiya7982 3 ปีที่แล้ว +6

    আমি জীবনে পথম বার মনে হয় এরকম অসাধারণ একটা ভিডিও দেখলাম। আজ ও কালো দেখে কতো জন কথা শনালো কিন্তু তাতে সে ভেংগে পরে নাই এগিয়ে গেলো সঠিক পথে। দোয়া করি বোন আর বড় হয় এই ভাবে মানুষের পাশে থাকো। আল্লাহ তোমার সাথে আছে। এবং কালো বলে কিছু নাই। তুমি খুব সুন্দর

  • @turzasyednill2277
    @turzasyednill2277 3 ปีที่แล้ว +27

    আমি আবার ও আমার স্বপ্ন পূরন করতে সাহস পেলাম আপনার জীবন কাহিনী শুনে। ধন্যবাদ আপু 🥰🙏 দোয়া করি আল্লাহ যেন আপনার সপ্ন বাস্তবায়ন করেন 👍👍🥰

  • @user-ue1bu2oe8u
    @user-ue1bu2oe8u หลายเดือนก่อน +1

    😢😢 ভিডিও টা সত্যি দেখে গা শিউরে ওঠছে 😢😢 ফুল স্টোরি শুনলাম জীবন যুদ্ধের লড়াই মেয়ে টা হারতে হারতে ও জেতে গেলো❤

  • @MDKhURShiDOfficial38
    @MDKhURShiDOfficial38 หลายเดือนก่อน +1

    সত্যি আপুর স্টোরি টা অনেক কষ্ট দায়ক
    সত্যি বলতে ওনার স্টোরি টা আমার জীবনের সাথে অনেক টা মিলে যায় 😢
    ওনার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে আঘাত করছে😢
    গরিব ঘরে জন্ম নিলেই বুঝা যায় কষ্ট টা কী😢

  • @SohelRana-qf7hu
    @SohelRana-qf7hu 3 ปีที่แล้ว +189

    সত্যিই, বোন তোমার জন্য দূয়া রইল। তোমার গল্প শুনে আমি আর হারতে চাই না। অনুপ্রেরনা পেলাম।

    • @taranaafrozliza9122
      @taranaafrozliza9122 3 ปีที่แล้ว +2

      Hi

    • @mdersadalimondal1963
      @mdersadalimondal1963 2 ปีที่แล้ว +1

      অসাধারণ এক বীরাঙ্গনা সফল নারীর চলচিত্র
      ছবি দেখলাম।
      আলহামদূলীললা (সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ্‌র)।

  • @drprimegamer8439
    @drprimegamer8439 3 ปีที่แล้ว +44

    আলহামদুলিল্লাহ বিথি এগিয়ে যাও মনের জোর নিয়ে

  • @bimaldey7913
    @bimaldey7913 8 หลายเดือนก่อน +2

    একটি মেয়ের জীবনে এত কষ্ট দেখে যে কোনও মানুষ বিচলিত না হয়ে পারে না।আমার শুভেচ্ছা রইলো ।ঈশ্বর আপনার মংগল করুন।

  • @SarofSarof-lf4gh
    @SarofSarof-lf4gh หลายเดือนก่อน +1

    এক কথায় অসাধারণ একটি গল্প ধন্যবাদ ভাই 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤❤🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🙋🙋🙋🙋

  • @sohanabristy9730
    @sohanabristy9730 2 ปีที่แล้ว +87

    প্রত্যেক মানুষই নিজ নিজ স্থান থেকে অত্যন্ত সুন্দর। কেননা তারা সবাইল আল্লাহ তায়ালার সৃষ্টি। তাই আমাদের কাউকে নিন্দা করা উচিত নয়।

    • @mdnazmulkhan3346
      @mdnazmulkhan3346 2 ปีที่แล้ว +1

      সঠিক

    • @Mahmed-xe2cy
      @Mahmed-xe2cy ปีที่แล้ว

      বৃষ্টি মেম , অতীব চমৎকার মন্তব্য এবং স্যালুটটটটটট 👌👌👌

  • @shormihossain2988
    @shormihossain2988 3 ปีที่แล้ว +538

    ভাইয়া বাংলাদেশে এখনও এমন অনেক মেয়েরা আছে যারা কিছু করতে চায়,কিন্তু পরিবার বা পরিবেশ তাদের গলা টিপে হত্যা করে । তুমি পেরেছ আপু তোমাকে সালাম ।

  • @familyshop4437
    @familyshop4437 2 หลายเดือนก่อน +1

    Last five minutes onek inspiring chilo... Asole kew help korar uddog nile onekei agiye ase... Alhamdulillah

  • @angelredoy6663
    @angelredoy6663 7 หลายเดือนก่อน +2

    আমার লাইফে দেখা আপনি একজন রিয়াল হিরো,, যাকে নিয়ে মানুষ হাসা হাসি করতো সে আজ বাংলার গরর্ভ,,, আপার জন্য অনেক দোয়া রইল আপু আপনি আরো অনেক বড় হোন,,,,❤❤❤

  • @robiullslam1043
    @robiullslam1043 3 ปีที่แล้ว +312

    সাকিব, তামিম, মাসরাফিদের উচিত এই মেয়েকে সর্বোচ্চ আর্থিক সহায়তা করা। যদি তারা প্রকৃত দেশপ্রেমী বা ক্রিকেটপ্রেমী হয় । তারা যে টাকার জন্য খেলে না দেশের জন্য খেলে এটাই প্রমাণ করার perfect উপায়।

    • @taranaafrozliza9122
      @taranaafrozliza9122 3 ปีที่แล้ว +3

      Hi

    • @user-jb5ly3rs3n
      @user-jb5ly3rs3n 3 ปีที่แล้ว +5

      রাইট

    • @kamalmitra8661
      @kamalmitra8661 3 ปีที่แล้ว +6

      আমি ভারতের একজন
      প্রবীণনাগরিক তোমাকে বীথি মা বলেসম্ভোধন করলাম , স্ব্বামী বিবেকানন্দ বছেন প্রতিটি
      মানুষের মধ্যে শক্তিরমহা
      সমুদ্ররয়েছে| তাই তিনি প্রতিটি মানুষেরা উদ্দেশে বলেছেন তুমি নিজেকে কখনো দূর্বল দুর্বল ভাবেনা, তুমি
      যদি কোন আদর্শ কাজে
      ব্রতী হও এবং কাজটি সম্পূর্ণকরতে চাও তা
      হলে সৎ, নির্ভীক এবং
      কঠোর পরিশ্রমী হাতে হবে|
      তোমার মধ্যে তো শক্তির
      মহাসমুদ্র ছিল আর ছিল
      নারী শক্তি,সেটাকে তুমি
      জাগ্রত করতে পেরেছ
      সার্থক তোমার নারী জন্ম|
      তুমি সোনার বাংলার গর্ব
      আশীর্বাদ করি তোমার সফলতা যেন হিমালয় সম
      উচতায় পৌছায়| সমাপ্ত
      করার আগে জানাই আমার জন্ম
      ফরিদপুরে
      M- 8981020204

    • @mdaltaf3928
      @mdaltaf3928 3 ปีที่แล้ว +4

      Sakib paile aro nibe

    • @julakhajui7314
      @julakhajui7314 3 ปีที่แล้ว

      You are right . I agree with you.

  • @sabitaboutique
    @sabitaboutique 3 ปีที่แล้ว +241

    সত্যি বিথী তোমাকে বলার কোন ভাষা আমার কাছে নেই

  • @jharnabarua3782
    @jharnabarua3782 ปีที่แล้ว +2

    বিথি ধন্য তোমাকে তোমার কাছে থেকে অনেক অনেক কিছু শিখলাম তোমার ধয্য্ দেখে গায়ে কাটা দিয়েছে তোমার একাডেমি আরো বড়ো হয় মিষ্টি বোন তুমি কালো না তুমি জগতে আলো এভাবে এগিয়ে যাও 🙏🙏🙏❤️

  • @subirbanerjee314
    @subirbanerjee314 2 ปีที่แล้ว +5

    Hii, I am from Westbengal ,kolkata.i am a housewife .you are a true warrior.warriors is not like men and women.i am impressed with your life story.they say beauty is lies in the eyes of beholder and in my eye you are beautiful inside out.live your life with this spirit and god bless you

  • @xioucreation63
    @xioucreation63 3 ปีที่แล้ว +323

    আমি একজন ভারতীয় , বিথির একাডেমির পূর্ণ সাফল্য কামনা করি ।

  • @honeymoonmedia7360
    @honeymoonmedia7360 3 ปีที่แล้ว +53

    বিথী আপনার জন্য দোয়া রহিল,আমাদের বাংলার মাটিতে যেন এ রকম আরো বিথীর জন্ম হয়।

  • @simaroy7602
    @simaroy7602 2 ปีที่แล้ว +8

    বোন তোমার জীবনের বাস্তব ঘটনা সুনে খুব কষ্টের মধ্যে দিয়ে ও আনন্দে ভরে গেল মন আর এগিয়ে চলো অনেক উপরে

    • @mst.arzanabegum9408
      @mst.arzanabegum9408 ปีที่แล้ว

      Anek kdlam bithi,tomake anek valo laglu, r tomar cihara amar vayer meyer moto,Allah tomar mongol kurok.

  • @user-nw3mb2jo7e
    @user-nw3mb2jo7e 7 หลายเดือนก่อน +3

    রাইট স্যার,কোন মানুষই খারাপ না,পরিস্থিতি মানুষকে খারাপ হতে বাধ্য করে।

  • @user-xl3jq2no2j
    @user-xl3jq2no2j 3 ปีที่แล้ว +15

    শুরু থেকে শেষ পর্যন্ত শুনলাম যতই শুনি ততই হৃদয়টা কেঁপে উঠতে চায় আরো শুনতে ইচ্ছে করে অসাধারণ জীবনের গল্প

  • @srcomputerbd
    @srcomputerbd 3 ปีที่แล้ว +23

    বিথি আপু আপনাকে বলার মতো আমার কোন ভাষা নেই কিন্তু একটা কথা বলি আপনি এগিয়ে যান এবং দোয় করি আল্লাহ যেনো আপনার সকল আসা পুরণ করে

  • @dsarkar6168
    @dsarkar6168 2 ปีที่แล้ว +30

    I have heard the whole episode about Bithi’s life. My respect about her mental courage, determination and contribution to make a outstanding girl’s cricket team in Bangladesh. Beside that she is a very kind person. I pray to God for her good health to work for people who will be benefited from her honesty, truthfulness and caring attitude. My boundless love for her will be remaining the same forever. Mr. Kibria, you deserve thanks from me for displaying Bithi’s gorgeous story to all of us.

  • @kanizfathama9622
    @kanizfathama9622 2 ปีที่แล้ว +18

    It is so inspiring to see women rise from different situations of different societal class. Thanks to Branding Bangladesh to highlight the strengths of women in our country.

    • @malaydewanji4429
      @malaydewanji4429 ปีที่แล้ว

      Thanks to Branding Bangladesh for highligting the struggles of women and girls.

  • @user-bv8hd3fb8z
    @user-bv8hd3fb8z 3 ปีที่แล้ว +8

    তার কথা বলার ধরণ আর ভাষাটা অনেক শিক্ষিত ও ভালো পদে বসে থাকা মানুষের চেয়ে ভালো

  • @kishoresutradhar9770
    @kishoresutradhar9770 3 ปีที่แล้ว +54

    রংগে নয় গুনেই পরিচর... অনার সকল মনের আশা পূরণ হোক❤️❤️❤️❤️🙏

  • @chandanarannaghar
    @chandanarannaghar 8 หลายเดือนก่อน +3

    খুব ভালো লাগলো। ভগবান তোমার ভালো করুন। তুমি সুখী হও। ভালো থাকো।

  • @mohammadmoyour4785
    @mohammadmoyour4785 2 ปีที่แล้ว +8

    মহান আল্লাহ সোবহান তায়ালা
    বীথি কে রহমত করুক,
    আলহামদুলিল্লাহ।

  • @Somashree99
    @Somashree99 3 ปีที่แล้ว +30

    আমি ভারতীয়.... এখান থেকে তোমার আরো সাফল্য কামনা রইল দিদি 💗

  • @rustomali1535
    @rustomali1535 3 ปีที่แล้ว +40

    এমন বীথি ঘরে ঘরে জন্ম হউক, এই বীথির প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

  • @parvinrahman4784
    @parvinrahman4784 2 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর একটা গল্প যার কোনো তুলনা হয় না

  • @AbulKalam-xm7bz
    @AbulKalam-xm7bz 8 หลายเดือนก่อน +3

    বিথী তুমি এগিয়ে যাও। আল্লাহ তোমার সাথে আছেন। আমিন।

  • @RHTV-gz6rm
    @RHTV-gz6rm 3 ปีที่แล้ว +56

    বলার মতো ভাষা নাই বোন এগিয়ে যাও আল্লাহ তোমার সহায় হবেন

  • @atasiarukhsa8882
    @atasiarukhsa8882 3 ปีที่แล้ว +8

    I could not hold my tears.......এই গল্পটা শুনে মানুষের প্রতি respect অনেক বেড়ে গেছে।salute bithy apu...and i have seen her...... a lot of times.....had some light conversation... She is a simple girl with a lot of heavenly qualities...God bless her

  • @toufikaahmed5588
    @toufikaahmed5588 ปีที่แล้ว +3

    ইসস, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই মানুষ গুলোর জীবন এর গল্প গুলোই যথেষ্ট 💪💪❤️❤️

  • @Alifpink
    @Alifpink 2 ปีที่แล้ว +3

    বিথীর অসংখ্য ইন্টারভিউ ইউটিউব এ আছে যা আগে দেখিনাই। এই এপিসোডের পরে সব দেখলাম আর বিবি সি নিউজেও তার লাইফের ঘটনা এসেছে দেখলাম। বাট এখানের মত এত ডিটেইলস কোথাও সে বলেনাই । আল্লাহ বিথিকে অনেক অনেক অনেক উপরে তুলে দিন আমিন

  • @tastyrecipesbyrashma3796
    @tastyrecipesbyrashma3796 3 ปีที่แล้ว +9

    অনেকে পরিচিত হয়ে গেলেও নিজের অতীত ভুলে যায় বা বলতে চায় না।বাট তিনি সব বললেন।এটাই খুব ভালো লাগলো

  • @nazmabegum9872
    @nazmabegum9872 3 ปีที่แล้ว +61

    অসাধারণ অসাধারণ মেয়ে তুমি এগিয়ে যাও। দোয়া রইল তোমার জন্য। শেষের কথাটার কোন জবাব নেই।

  • @TishaAkter-el4vt
    @TishaAkter-el4vt 8 หลายเดือนก่อน +1

    তুমি জীবনে অনেক বড়ো হও বোন

  • @tamilhossain6024
    @tamilhossain6024 ปีที่แล้ว +9

    I am from West Bengal ( India). I had also struggled like Bithi sister did. Now I am also a Successful person. I am an Assistant Professor of Government B.Ed. College. Almost same struggle that's why I comment here.

  • @samiulalam7403
    @samiulalam7403 3 ปีที่แล้ว +6

    সেলুট বীথী। তুমি এগিয়ে চলো তোমাকে হাজার সালাম। তোমার সমস্ত মনোবাসনা যেন আল্লাহ পূরণ করে।

  • @tulikulsum365
    @tulikulsum365 3 ปีที่แล้ว +15

    আল্লাহ তোমাকে এতো ভালো কিছু দেওয়ার জন্য ই হয়তো বার বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে।

  • @shabnazara1843
    @shabnazara1843 2 ปีที่แล้ว +2

    Recently Rubel vi mara gecen
    Bt tar vlo kajgulo barbar take mone koriya dibe
    Ar haa,Bithi ke o thanks
    Tar life journey share korar jonno.Dua kori se jeno samne agiya jete pare Inshallah

  • @mdehsanur6675
    @mdehsanur6675 2 ปีที่แล้ว +3

    আপুর গল্প শুনে চোখের কোণে পানি চলে আসছিল বার বার,আপনার জন্য আমার অনেক দু আ এবং শুভকামনা রইল, অবহেলা নই ভালবাসা আর একটু সাহায্য অনেক কিছু দিতে পারে।

  • @halimtelecom9908
    @halimtelecom9908 3 ปีที่แล้ว +50

    আল্লাহ্ আপনাকে উত্তম মর্যাদা দান করুন।

  • @rashedulislamsumon6963
    @rashedulislamsumon6963 3 ปีที่แล้ว +177

    জীবনে যতই বিপদ আসুক একমাএ আলাহুর কাছে সব সময় সাহাযো চাইবো আর নবীর দেখানো পথে চলবো সফলতা আসবেই।

  • @AbdulRahaman-fi6bo
    @AbdulRahaman-fi6bo ปีที่แล้ว +4

    সত্যিই শুনতে শুনতে চোখে পানি চলে আসে ,
    উত্তরণের কথা শুনে মনটা পরে হাসে ।
    ভারত থেকে

  • @lilimapaul9049
    @lilimapaul9049 ปีที่แล้ว +1

    আমি বিথিকে বিশেষ করে ধন্যবাদ জানাই মানুষের মতো কাজ করেছেন অনেক লড়াই করে। ভগবান আপনাকে ভালো রাখুক ও সুস্থ থাকুন। আমার নাম লিলি। আমি কলকাতা থাকি