ওনার কষ্টের গল্পটা যখন শুনছিলাম, মনে হয়েছিল, আামাদের নরমাল লাইফে যেটাকে আমরা কষ্ট ভেবেছি, অাসলে সেটা, কস্টের সীমানা থেকে অনেকে অনেক দূরে, তার ধ্যর্য যেন অাকাশ ছোয়া, অার সাহসীকতার কোন তুলনা হয়না, অনেক অনেক দোয়া রইলো ওনার পরিবারের জন্য 👍👍
Thik bolechen bhaiya...tarporo manus protijogita diye pap onnai hotta beimani churi dakati aro nana rokom pap kajay nijay k bussy rekhechay ...amra ekn keamoter purbo muhurtay obosthan korchi...
শুধু একটাই কথা বলতে চায়,আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন আর আল্লাহ যে কাকে কিভাবে পরীক্ষা নেন কেউ বলতে পারে না।উনার স্বামীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাশীলতা আমাকে মুগ্ধ করেছে।সবকিছু জেনেও যে ভালোবাসা যায়,এটা সিনেমা না বাস্তবেও হয়।এই বোন তার উজ্জ্বল উদাহরণ।।। অনেক ভালো থাকবেন বোন,আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটাই অনেক বড় নিয়ামত।আল্লাহু আকবার
একজন বীরঙ্গনা মহিলাকে দেখলাম। এক কথায় অসাধারন এপিসোড। উনার কাছে থেকে আমাদের ওনেক কিছু শিখার আছে।আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই বোনকে সুস্থ রাখেন এবং ধের্য ধরার তৌফিক দান করেন।
আমরা অনেকেই কোন না কোন রোগে বা কোন না কোন সমস্যায় আছি কিন্তু বিবি আমিনার কষ্টের এই কথা গুলো শুনে মনে হলো "শোকর আলহামদুলিল্লাহ" আমরা অনেক ভালো আছি। দোয়া করি বিবি আমিনাকে আল্লাহ আরো ধৈর্য্য দিক এবং পরিপূর্ণ সুস্থতা দান করুক। ওনার দু'টি সন্তান যাতে সম্পূর্ণ সুস্থ থেকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হয় এই দোয়া থাকলো।
তিন বছর পর আজ ভিডিওটা দেখছি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমিও 2016 সাল থেকে এইচবিএস পজিটিভ বুগছি দুইটা বাচ্চা কনসেপ্ট করছি ওরা আল্লাহর রহমতে এখনো ভালো আছে কিন্তু যেকোনো কারণে আমি আমার চিকিৎসাটা এখন পর্যন্ত চালু করেনি কিন্তু 2024 সালে এসে বিবি আমেনার ভিডিও দেখে নিজের অজান্তে অনেক কান্না করতেছি ভাবতেছি জীবনের কখন যেন ওনার মত একটা ডাক আসে আমি আজ তিন বৎসর রক্ত যাওয়ার মত একটা সমস্যায় ভুগছি ওনার ভিডিও দেখে মনে হচ্ছে স্বয়ং আল্লাহ আমাকে সুস্থ রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আজ ওনার ভিডিও দেখে মনে হচ্ছে নিজের জন্য না হোক সন্তানদের জন্য হলেও আমাকে আমার এই চিকিৎসা টা চালু করা দরকার আমি ভীষণ চাঁপা স্বভাবের একজন মানুষ এত বছর রোগটা কি বহন করে আজ সত্যি অনেক হতাশ হয়ে যাচ্ছি
দোয়া করি বোনটির জন্য আল্লাহ কাছে যেন অনার বাকি জীবনটা সুস্থ ও সুন্দর ভাবে কাটাতে পারে ধন্যবাদ আরজে কিবরিয়া ভাই অনেক সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের
আল্লাহর উপর ভরসা , মানুষ , নারী , স্বামীর প্রতি ভালবাসা এবং সম্মান , গর্ভকালীন অসুস্থতা , সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যন্ত্রণা , নিজের দেহের ভিতরে অসুস্থতা , সন্তানদের জন্য পৃথিবীতে যুদ্ধ করা , সর্বপরি ধৈর্য্য, ধৈর্য্য , ধৈর্য্য। প্রতিটি জিনিস তার কাছে থেকে শিক্ষণীয়।
হে আমাদের রব, হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না,আপনার পক্ষ থেকে আমাদের জন্যা রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহান দাতা। (সূরা আলে ইমরান আয়াত ৮)
আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তায়ালা এখন ও আমাদের সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা বিবি আমিনা সহ ওনার মত সকল মা-বাবার জন্য দোয়া রইলো।
আমি একজন ডাক্তার,আফ্রিকায় বত্রিশ বসর চাকুরী করছি। এই রোগ সম্পর্কে আমরা জানি বত্রিশ বছর ধরে এই রুগী সেবা করছি। সত্যি অমানবিক অবস্থা। উনাকে ধন্যবাদ উনি এই গল্প বলছেন।বাংলাদেশের মানুষের জানা উচিৎ। উনাকে ধন্যবাদ।
প্রথমে কিবরিয়া ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা অনুষ্ঠান পরিচালনার জন্য। আমার জীবনটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। যখন যা ভাল তাই আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা মানুষ, আমাদের অপূর্ণতার শেষ নেই,আফসোস থেকেই যায়! তবে আজ এই বাস্তব গল্পটা আমার জীবন কতটা পরিপূর্ণ তা বুঝিয়ে দিয়েছে। আল্লাহ মহান। আর কোন আফসোস জীবনে করব না।
বোনরে বোন এতো কান্নাকাটি করিয়েন না সহ্য করতে পারীনা😭😭😭সব প্রবাসী পুরুষদের এই এপিসোড টা দেখা উচিত। হায়াতের মালিক আল্লাহ ওরে জীবন রে জীবন আল্লাহ কেনো এতো কষ্ট দেন
কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। শুধু এতটুকু বলবো আমার 'রব' এর কাছে, হে রব্বুল আল-আমিন, আপনার প্রসংশা করে তো কখনো শেষ করতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্থ ও সুন্দর রেখেছেন আমাকে সহ আমার পরিবারের সবাইকে। আর আমার বোন বিবি আমিনা সহ যে সমস্ত ভাই-বোনেরা এই রোগে আক্রান্ত সবাইকে সুস্থ রাখুন এবং বিবি আমিনার বাচ্চা দুইটাকে সুস্থ ও হেফাজত করুন।
বোন আপনার দক্ষতা ও ধৈর্যের কথা শুনতে শুনতে রাত ১ঃ০০ বেজে চলেছে। আমি আপনার পরিবারও আপনার আশার আলোর সংস্থা মঙ্গল কামনা করি। আজকে আল্লাহ পাকের রহমতে আশার আলোর মাধ্যমে আপনাদের পরিবার এতো দূর🙂 শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে যিনি দুঃখের পরে সুখ দেন🤲
এইডস সম্পর্কে বেশ কিছু জানি।রাখে আল্লাহ মারে কে। অবশ্যই আল্লাহ আছেন এবং বার বার প্রমাণিত। সকল প্রশংসা আল্লাহর জন্য। সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ। আমিন
অনেক কিছু শিখতে পারলাম,,কয়েকটা মুহূর্তে চোখের জল ধরে রাখা সম্ভব ছিল না,,সে আর তার সন্তান রা যেনো সবসময় সুস্থ্য থাকে!🖤 অনেক সাহস আর ধৈর্য্যের গল্প ছিলো এটা🖤 অল্প কিছুতে ভেঙ্গে পড়া যাবে নাহ!
কিবরিয়াভাই অসাধারণ একটা জীবন কাহিনি দেখা নোর জন্য ধন্যবাদ অনেক কেঁদেছি আর ভেবেছি কত সুখে আছি আল্লাহ আমাদের এত সুখে রেকেছে তারপরেও আমরা হতাশ হয়ে যায় শুকরিয়া আদায় না করে আল্লাহ আমাদের মাপ করেদেন আমেনা ও তার দুই সন্তান কে ভালো সুস্থ রাখেন সন্তানদের কাছে অনুরোধ তোমার আমেনা মাকে কখনো কষ্ট দিবা না জীবনে অনেক কষ্ট করেছে
১০০% সত্য কথা মহান আল্লাহ যা চায় তাই হয় , কোন কিছুর উপর মানুষের কোন হাত নেই । মহান আল্লাহ যার ভাগ্যে যা রেখেছে তা কোন কোন ভাবে হয় , তার উদাহরণ তার বাচ্চা দুইটা ।
এই ভিডিও দেখে, সবাই কে বলবো আল্লাহ আমাদের কে সুস্থ রেখেছেন,আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলে কি করতে পারেন,, মা-বাবা এইচ আই ভি পজেটিভ ছেলে-মেয়ে নেগেটিভ অসাধারণ,ওনার জন্য দোয়া রহিলো,
" নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। " [ সূরা আল ইনশিরাহঃ আয়াত ৫-৬ ] RJ Kebria ভাইয়ের সকল ফ্রেন্ড’দের জন্য ভালোবাসা এবং দু'আ 💚💚
চেহারা দেখাইয়া আসছিস এখানে লাইক পাওয়ায় জন্য এসব লেখিস 😒😒 😒😒 অসভ্য মেয়ে পর্দা নাই তোর । আমাদের নবীজী চাঁদের মত উজ্জল ছিল আমরা জানি তোর বলার দরকার নাই।
আহা, মানুষের জীবনে কতো কষ্ট। মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক অনেক ভালো রাখছেন এখন পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
স্যালুট বিবি আমেনা আপা। কোনো মানুষ আপনার সাথে না থাকলেও নিশ্চয়ই মহান আল্লাহ আপনার সাথে আছেন। নিশ্চয়ই মহান আল্লাহ তার কুদরতের মাধ্যমে আপনি ও সন্তানের হেফাজত করবেন। আল্লাহ আপনার সহায় হউন (আমিন)।
আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সুস্থ আছি,,পৃথিবীর সবাইকে আল্লাহ তায়ালা এমন রুগব্যধী থেকে হেফাজত করুক। যারা অসুস্থ আছে তাদেরকে মহান আল্লাহ শিফায়ে কামেলা দান করুক। আমীন।
আমার নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলা একদম ভেসে উঠছে চোখের সামনে। উনি যখন বলল "মাত্র ২৮ কেজি" আমি কেদে ফেললাম। আমি টিবি সার্ভাইভার। দুই জায়গায় টিবি ছিল। মাত্র ৩৩ কেজি ছিলাম। এই মেডিসিনের কষ্ট কেউ যে নেয় নাই সে কোনভাবেই বুঝবে না! আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন। শুকুর আলহামদুলিল্লাহ!
কিছুক্ষণের জন্য মনে হলো কিয়ামত দিবসে দাঁড়িয়ে আছি কোন একজনের বিচার হচ্ছে আর আমি সিরিয়ালে যতক্ষণ দেখেছি ততক্ষনই কেঁদেছি আল্লাহ যেন এমন অবস্থা আমার শত্রু না করে আর এই বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল
আজকে এই বোনের মুখ থেকে তার জীবনের ঘটে যাওয়া বাস্তবিক ঘটনা শুনে মনে হচ্ছে সঠিক অর্থে আজকে এখন আমার আবার জন্ম হলো ☹ মন খুলে প্রান খুলে আমার এই বোনটার জন্যে আল্লাহর দরবারে দু'হাত তুলে তাদের সু'সাস্থ্যময় সুন্দর ও দীর্ঘায়ু জীবিন কামনা করছি।
বোনটার এমন মর্মান্তিক ঘটনা শুনে নিজের কান্না চলে আসলো আল্লাহ পাক ছাইলে সব কিছু করতে পারেন।এ ঘটনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ ভাই এরকম এপিচড করার জন্য।
ওনার এই জীবন কাহিনী শুনার পর সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে কখনোই আল্লাহ্ তায়ালা উপর নারাজ হওয়া কখনোই সম্ভব না। আল্লাহ্ তায়ালা যেন এই বোনকে সুস্থ রেখে দীর্ঘজীবী করেন আমীন
কিবরীয়া ভাই আপনাকে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি, এই রকম একটা ভয়াবহ বিষয় সমাজে তোলে ধরার অনেক দরকার ছিল। সেই কাজটি আপনি করেছেন এবং এটা শুধু আপনার ধারাই সম্ভব। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সামনে এগিয়ে যান ভাই।।।
আমার জীবনের সবচেয়ে সেরা ভিডিও । কিবরিয়া ভাই কে অনেক ধন্যবাদ। যিনি পরিশ্রম করে এই ভিডিও গুলোর মাধ্যমে মানুষের জীবন, দুখ কষ্ট সবকিছুই সবার মাঝে শেয়ার করে। আল্লাহ তুমি বিবি আমিনা আপুকে সকল সমস্যা থেকে মুক্তি দান কর আমিন 💝💝💝
ধন্যবাদ কিবরিয়া ভাই, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারী গনমাধ্যম বি টি ভিকে অনুরোধ করবো এইচ আই ভি, এইডস নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করতে।যা দেখে মানুষ এর ভয়াবহতা বুজতে পারে এবং রোগীদের প্রতিও বিরুপ ধারনা দূর হবে। বিবি আমিনা আপাকে লাইফ অনুষ্ঠানে আনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ।যারা ওনার পৃষ্ঠপোশকতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ সবাইকে হেফাযত করুন,আমিন।
হে আল্লাহ বোনটির চলার পথ সহজ করে দিন। আর ওনার প্রতিবেশী যারা আছেন তারা ওনাকে সহজ ভাবে গ্রহণ করবেন আশা করছি। আল্লাহর শুকরিয়া এবং কিবরিয়া ভাই কে ধন্যবাদ।
আমি জীবনের প্রথম কারো জীবনের গল্প শুনে এভাবে কান্না করলাম। আল্লাহ এই বোনকে দীর্ঘজীবী করুক। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য। আসুন আমরা সবাই সচেতন হই।
আপার কান্না দেখে আমার চোখ ভিজে গেছে। তার সাহস এবং অন্যদের জন্য অনুপ্রেরণার জন্য স্যাল্যুট জানাই। আল্লাহ তাঁর দুই সন্তানকে মানুষ করুন এবং তাঁকে সেই মানুষ হওয়া অব্দি বাঁচিয়ে রাখুন।
সত্যি ভাষা হারিয়ে ফেলেছি 😔😭😭😭😭🤲🤲🤲🤲 উনার জন্য অনেক অনেক দোয়া রইলো সত্যি উনি কিন্তু প্রখর প্রতিভা সম্পন্ন মানুষ দায়িত্বশীল কখনো স্বামীর প্রতি কর্তব্য হারান নি আমি স্যালুট করি আল্লাহ যেনো আপনাকে দীর্ঘায়ু আর আপনার সন্তানদের জন্য অনেক অনেক দোয়া রইলো 🤲🤲🤲🤲😭😭😭😭
আমি মনে করি আমেনা সাহসী কাজ করেছেন। এবং উনিও সবাইকে সচেতন করেছে সবার উপকার করেছে। এখন আমাদের উচিত বিবি আমেনাকে ও সন্তানদের পাশে থাকা ও সহযোগিতা করা।
এই গল্পটা দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ
নাসিমা আপা আপনি পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী এবং শ্রেষ্ঠ মা ❤️ অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
😢😭
ওনার কষ্টের গল্পটা যখন শুনছিলাম, মনে হয়েছিল, আামাদের নরমাল লাইফে যেটাকে আমরা কষ্ট ভেবেছি, অাসলে সেটা, কস্টের সীমানা থেকে অনেকে অনেক দূরে, তার ধ্যর্য যেন অাকাশ ছোয়া, অার সাহসীকতার কোন তুলনা হয়না, অনেক অনেক দোয়া রইলো ওনার পরিবারের জন্য 👍👍
দুনিয়ার পরীক্ষা যদি এতো কঠিন হয় তাহলে কবরের পরীক্ষা যে কতটা কঠিন হবে আল্লাহই ভালো জানেন।
Thik bolechen bhaiya...tarporo manus protijogita diye pap onnai hotta beimani churi dakati aro nana rokom pap kajay nijay k bussy rekhechay ...amra ekn keamoter purbo muhurtay obosthan korchi...
কতটা ভালোবাসলে এত কিছুর পরও স্বামীর কথা বলার সময় এমন কান্না আসে! আল্লাহ উনার সহায় হোন, এবং উনার জীবন সংগ্রাম সহজ করে দিন।
সুবহানাল্লাহ!
ভাষা খুজে পাচ্ছি নাহ!
বাকরুদ্ধ হয়ে যাচ্ছি,আলহামদুলিল্লাহ আমদের রব আমাদের কতটা সুস্থ রেখেছেন,শুকরিয়া করে শেষ করা যাবে নাহ
শুধু একটাই কথা বলতে চায়,আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন আর আল্লাহ যে কাকে কিভাবে পরীক্ষা নেন কেউ বলতে পারে না।উনার স্বামীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাশীলতা আমাকে মুগ্ধ করেছে।সবকিছু জেনেও যে ভালোবাসা যায়,এটা সিনেমা না বাস্তবেও হয়।এই বোন তার উজ্জ্বল উদাহরণ।।। অনেক ভালো থাকবেন বোন,আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটাই অনেক বড় নিয়ামত।আল্লাহু আকবার
আহারে কত কষ্ট মানুষের। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা দোয়া করি।
একজন বীরঙ্গনা মহিলাকে দেখলাম। এক কথায় অসাধারন এপিসোড। উনার কাছে থেকে আমাদের ওনেক কিছু শিখার আছে।আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই বোনকে সুস্থ রাখেন এবং ধের্য ধরার তৌফিক দান করেন।
আমরা অনেকেই কোন না কোন রোগে বা কোন না কোন সমস্যায় আছি কিন্তু বিবি আমিনার কষ্টের এই কথা গুলো শুনে মনে হলো "শোকর আলহামদুলিল্লাহ" আমরা অনেক ভালো আছি। দোয়া করি বিবি আমিনাকে আল্লাহ আরো ধৈর্য্য দিক এবং পরিপূর্ণ সুস্থতা দান করুক। ওনার দু'টি সন্তান যাতে সম্পূর্ণ সুস্থ থেকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হয় এই দোয়া থাকলো।
তিন বছর পর আজ ভিডিওটা দেখছি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমিও 2016 সাল থেকে এইচবিএস পজিটিভ বুগছি দুইটা বাচ্চা কনসেপ্ট করছি ওরা আল্লাহর রহমতে এখনো ভালো আছে কিন্তু যেকোনো কারণে আমি আমার চিকিৎসাটা এখন পর্যন্ত চালু করেনি কিন্তু 2024 সালে এসে বিবি আমেনার ভিডিও দেখে নিজের অজান্তে অনেক কান্না করতেছি ভাবতেছি জীবনের কখন যেন ওনার মত একটা ডাক আসে আমি আজ তিন বৎসর রক্ত যাওয়ার মত একটা সমস্যায় ভুগছি ওনার ভিডিও দেখে মনে হচ্ছে স্বয়ং আল্লাহ আমাকে সুস্থ রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আজ ওনার ভিডিও দেখে মনে হচ্ছে নিজের জন্য না হোক সন্তানদের জন্য হলেও আমাকে আমার এই চিকিৎসা টা চালু করা দরকার আমি ভীষণ চাঁপা স্বভাবের একজন মানুষ এত বছর রোগটা কি বহন করে আজ সত্যি অনেক হতাশ হয়ে যাচ্ছি
সামান্য কিছু ব্যথায় একটু আগে নিজের প্রতি খুব বিরক্ত হচ্ছিলাম কিন্তুু এখন বুঝতে পরছি আমার আল্লাহ আমাকে কতটা সুস্থ রেখেছে। আমিন।
দোয়া করি বোনটির জন্য আল্লাহ কাছে যেন অনার বাকি জীবনটা সুস্থ ও সুন্দর ভাবে কাটাতে পারে
ধন্যবাদ আরজে কিবরিয়া ভাই অনেক সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের
যত টুকু উনার মুখ থেকে শুনলাম উনার বিয়ের পর থেকে স্বামী মারা যাওয়ার আগ পর্যন্ত কোন সুখ ছিল না বাকি জীবনটা আল্লাহ আপনাকে সুখের আলো দেখিয়ে দেন আমীন 🤲
আল্লাহর উপর ভরসা , মানুষ , নারী , স্বামীর প্রতি ভালবাসা এবং সম্মান , গর্ভকালীন অসুস্থতা , সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যন্ত্রণা , নিজের দেহের ভিতরে অসুস্থতা , সন্তানদের জন্য পৃথিবীতে যুদ্ধ করা , সর্বপরি ধৈর্য্য, ধৈর্য্য , ধৈর্য্য। প্রতিটি জিনিস তার কাছে থেকে শিক্ষণীয়।
Huh
হুম।
একজন মা ব্যতীত কারো পক্ষেই সম্ভব না।
সত্যি তাই
Aah,,, dhoirjor ek mohan jolonto udahoron nasima,, ja ajkal meyeder moddhe nai bollei chole....
নিজের কষ্টের জীবনের কথা কোথাও এভাবে বলার ইচ্ছে ছিলো, এখন নিজেকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখে রেখেছেন।
পবিত্র কুরআন প্রেমিক দের কে পবিত্র কুরআন এর সম্পুর্ণ সূরা গুলো শুনতে দাওয়াত রইলো🤲
হে আমাদের রব, হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না,আপনার পক্ষ থেকে আমাদের জন্যা রহমত দান করুন।
নিশ্চয়ই আপনি মহান দাতা।
(সূরা আলে ইমরান আয়াত ৮)
@@মোহাম্মদমোরশেদুলআলম আমিন সম্মানিত প্রিয় ভাই
আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তায়ালা এখন ও আমাদের সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা বিবি আমিনা সহ ওনার মত সকল মা-বাবার জন্য দোয়া রইলো।
আমি একজন ডাক্তার,আফ্রিকায় বত্রিশ বসর চাকুরী করছি। এই রোগ সম্পর্কে আমরা জানি বত্রিশ বছর ধরে এই রুগী সেবা করছি। সত্যি অমানবিক অবস্থা। উনাকে ধন্যবাদ উনি এই গল্প বলছেন।বাংলাদেশের মানুষের জানা উচিৎ। উনাকে ধন্যবাদ।
H.C.Vরোগের কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কীনা,,, দয়া করে একটো জানাবেন।
Nasreen akter apu
Allah aponor hadayat kurok
প্রথমে কিবরিয়া ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা অনুষ্ঠান পরিচালনার জন্য। আমার জীবনটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। যখন যা ভাল তাই আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা মানুষ, আমাদের অপূর্ণতার শেষ নেই,আফসোস থেকেই যায়! তবে আজ এই বাস্তব গল্পটা আমার জীবন কতটা পরিপূর্ণ তা বুঝিয়ে দিয়েছে। আল্লাহ মহান। আর কোন আফসোস জীবনে করব না।
বোনরে বোন এতো কান্নাকাটি করিয়েন না সহ্য করতে পারীনা😭😭😭সব প্রবাসী পুরুষদের এই এপিসোড টা দেখা উচিত।
হায়াতের মালিক আল্লাহ
ওরে জীবন রে জীবন আল্লাহ কেনো এতো কষ্ট দেন
লাখো সালাম মা তোমার ধৈর্য ও মনবল কে
দোয়া করি সন্তানদের নিয়ে বাকী জীবন
সুখে কাটুক🙏🙏🙏🙏
প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি সেলুট আশার আলো ফাউন্ডেশন কে কিবরিয়া ভাইকে
বিপদ যতই বড় হোক না কেন,চিরস্থায়ী থাকে না, সে মহান রবের উপর ভরসা করে ধৈর্য ধরুন!! ইনশাআল্লাহ!
ফ্যাক্ট ঃ বিবি আমিনার জীবন কাহিনী সংসার আহ্!😭
পাপ কে ঘৃণা করো,,পাপী কে নয়,,,আল্লাহ আমাদের সবাই কে হেপাজত করুক,, উনার হ্যাসবেনড কে জান্নাত বাসি করুক,,,, উনার বাচ্চাদের কে নেক হায়াত দান করুক,, আমিন
Ameen
আমিন
Amin
আমিন
Amin
ওনার কাহিনী শুনে অনেক কাঁদলাম... আল্লাহ তুমি সত্যি খুব দয়াশীল.. তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া।।। তুমি সর্বশক্তিমান।
কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি।
শুধু এতটুকু বলবো আমার 'রব' এর কাছে, হে রব্বুল আল-আমিন, আপনার প্রসংশা করে তো কখনো শেষ করতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্থ ও সুন্দর রেখেছেন আমাকে সহ আমার পরিবারের সবাইকে।
আর আমার বোন বিবি আমিনা সহ যে সমস্ত ভাই-বোনেরা এই রোগে আক্রান্ত সবাইকে সুস্থ রাখুন এবং বিবি আমিনার বাচ্চা দুইটাকে সুস্থ ও হেফাজত করুন।
পৃথিবীর শ্রেষ্ট স্ত্রী-মা নাসিমা অাপা।।অাল্লাহ অাপনাকে নিশ্চয় এই মহাবিপদ থেকে হেফাজত করবেন "ইনশাঅাল্লাহ"
এই ভিডিওটা,, সত্যি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ,, কে কিভাবে ভাবেন জানিনা,, দুনিয়া ও আখেরাত পরিবর্তনের জন্য অনেক সুন্দর একটা ভিডিও।
আপা আপনার জন্য নামাজে বসে মন থেকে দোয়া করেছি আল্লাহ যেন আপনাকে এবং আপনার বাচ্চাদেরকে নেক হায়াত দান করেন এবং আপনার আগামী দিনের পথগুলো যেন সুন্দর হয়...
কি পরিক্ষার ভিতর দিয়ে তিনি গেছেন, অকল্পনীয়।আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন।আমিন।
আমিন
আমিন।
আমিন
আমিন
বোন আপনার দক্ষতা ও ধৈর্যের কথা শুনতে শুনতে রাত ১ঃ০০ বেজে চলেছে। আমি আপনার পরিবারও আপনার আশার আলোর সংস্থা মঙ্গল কামনা করি। আজকে আল্লাহ পাকের রহমতে আশার আলোর মাধ্যমে আপনাদের পরিবার এতো দূর🙂
শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে যিনি দুঃখের পরে সুখ দেন🤲
কি জীবন! আলহামদুলিল্লাহ্ আমরা সবাই শুকরিয়া আদায় করি যারা সুস্থ আছি। আল্লাহ আপনার অসীম দয়া। আমাদেরকে আপনি অনেক অনেক ভালো রাখছেন। আমিন।
এইডস সম্পর্কে বেশ কিছু জানি।রাখে আল্লাহ মারে কে। অবশ্যই আল্লাহ আছেন এবং বার বার প্রমাণিত। সকল প্রশংসা আল্লাহর জন্য। সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ। আমিন
আমার কলিজা ভেঙ্গে গেছে। এমন situation জীবনে দেখিনি। 😭😭😭
কিবরিয়া ভাই সবসময় একটা কথা বলতেন জীবন নাটকের চেয়ে নাটকীয়।
এই কাহিনী দেখার পর বার বার বলতে ইচ্ছা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
অনেক কিছু শিখতে পারলাম,,কয়েকটা মুহূর্তে চোখের জল ধরে রাখা সম্ভব ছিল না,,সে আর তার সন্তান রা যেনো সবসময় সুস্থ্য থাকে!🖤
অনেক সাহস আর ধৈর্য্যের গল্প ছিলো এটা🖤 অল্প কিছুতে ভেঙ্গে পড়া যাবে নাহ!
speechless!! কি লিখবো বুজতে পারছিনা.. শুধু দুয়া করি আল্লাহ পাক যেন বোন টাকে পুরোপুরি সুস্থতা দান করেন.. বোন টার কথা গুলো শুনতেছি আর গায়ের লোমগুলো দারায় যাচ্ছে। অনেক দুয়া রইল পুরো পরিবারটার জন্য..
কিবরিয়াভাই অসাধারণ একটা জীবন কাহিনি দেখা নোর জন্য ধন্যবাদ অনেক কেঁদেছি আর ভেবেছি কত সুখে আছি আল্লাহ আমাদের এত সুখে রেকেছে তারপরেও আমরা হতাশ হয়ে যায় শুকরিয়া আদায় না করে আল্লাহ আমাদের মাপ করেদেন আমেনা ও তার দুই সন্তান কে ভালো সুস্থ রাখেন সন্তানদের কাছে অনুরোধ তোমার আমেনা মাকে কখনো কষ্ট দিবা না জীবনে অনেক কষ্ট করেছে
আশার আলো তো অসাধারণ!!!!
অজস্র ধন্যবাদ আশার আলো সঙ্স্থাকে।
ভাষা নেই প্রশঙ্সা করবার।
১০০% সত্য কথা মহান আল্লাহ যা চায় তাই হয় , কোন কিছুর উপর মানুষের কোন হাত নেই । মহান আল্লাহ যার ভাগ্যে যা রেখেছে তা কোন কোন ভাবে হয় , তার উদাহরণ তার বাচ্চা দুইটা ।
কেবলমাত্র আল্লাহ্র ইচ্ছা থাকলে মানুষ বেঁচে থাকে....
এতকিছুর পরেও তিনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ্।আল্লাহ তাকে সুস্থ রাখুক-আমিন।
কথা শুনে শুনে চোখের পানির বালিশ বিজে গেছে।
কষ্ট যে পাই সে বুঝে জীবন কত কঠিন।
ধন্যবাদ কিবরিয়া ভাইকে।
ধন্যবাদ নাসিমা আপাকে।
কৃতজ্ঞতা 'আশার আলো' প্রতিষ্ঠানকে।
আল্লাহ আকবর।💜
আশার আলো এখনো আছে কিনা জানি না, তবে আশার আলোর প্রত্যেকটা কর্মীদের জন্য রইল দোয়া ও শুভকামনা.... আমিন।
না, "আশার আলো" এখনও আছে
Kebria vaijan i am crying for that lady. Iam soft heart person pl give her mobile no. I like to stand beside her.
@@alaminmahmud2041 Thanks Bro.
@@jasimahmed5246 You can contact Abdul Jalil Bhai for mobile number.
আমিন।
স্যার আমি আপনাকে সেলোট জানাই এই অনুষ্ঠানের জন্য আমরা এই অনষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারি শেখতে পারি।এগুলো শুনলে মনের কষ্টটা অনেক হাল্কা হয।
এই ভিডিও দেখে, সবাই কে বলবো আল্লাহ আমাদের কে সুস্থ রেখেছেন,আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলে কি করতে পারেন,, মা-বাবা এইচ আই ভি পজেটিভ ছেলে-মেয়ে নেগেটিভ অসাধারণ,ওনার জন্য দোয়া রহিলো,
Bois. Susi Susi Bois LAklvca
আমার স্বামীও HIB রোগে আক্রান্ত কিন্তু রক্তে অল্প জিবাণু থাকতে ধরা পরেছে। এক বছর চিকিৎসার পরে নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই।।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
মানুষের হৃদপিণ্ডটা একটা অদ্ভুত ডিভাইস!! আকারে ছোট হলেও অনেক বিশাল বিশাল কষ্ট ধারণ করতে পারে!!!
😭😭😭😭😭😭😭 তবুও বলি আলহামদুলিল্লাহ
ওনার গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পরলাম না🙂। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ❤️ আলহামদুলিল্লাহ
" নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে।
অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। "
[ সূরা আল ইনশিরাহঃ আয়াত ৫-৬ ]
RJ Kebria ভাইয়ের সকল ফ্রেন্ড’দের জন্য ভালোবাসা এবং দু'আ 💚💚
কাহিনি টা শুনলে আমার কাছে খারাপ লাগতেছে এত দারুন একটা কাহিনী সাধারণ অসাধারণ
ডক্টরের এডভাইজ গুলো গুরুত্বপূর্ণ ছিল খুব সুন্দর করে কথা বলেছে মাশা-আল্লাহ
পূর্ণিমার চাঁদের ছেয়েও সুন্দর ছিলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)
আচ্ছা আপনার মতলব কি বলেন তো ,
@@thisisaname3632 ভাই লাইক পাওয়ার ধান্ধা
Kothay ki comment korte hoy janenn.a. .
চেহারা দেখাইয়া আসছিস এখানে লাইক পাওয়ায় জন্য এসব লেখিস 😒😒 😒😒 অসভ্য মেয়ে পর্দা নাই তোর ।
আমাদের নবীজী চাঁদের মত উজ্জল ছিল আমরা জানি তোর বলার দরকার নাই।
Hey soytaner baccha
Tor jonnmeri tik nai
আগেই তৈরি হয়েছে তাহাতোকেহই জানেনা।এই গল্প শোনার পর এখন বিষয়টি জানা গেলো R j কিবরিয়ার কারনে জানা গেলো অনেক ধন্যবাদ আর জে কিবরিয়া ভাইয়ার অনুষ্ঠান কে।
চোখের পানি বের হয়ে গেলো 😭😭।কল্পনায় দেখতেছিলাম প্রতিটা ঘটনা।আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন।
আলহামদুলিল্লাহ।
এই ঘটনা শুনার পর,, আমরা যত খারাপ অবস্থাতেই না কেন সকলের আলহামদুলিল্লাহ বলা উচিত।।
আহা, মানুষের জীবনে কতো কষ্ট। মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক অনেক ভালো রাখছেন এখন পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
স্যালুট বিবি আমেনা আপা। কোনো মানুষ আপনার সাথে না থাকলেও নিশ্চয়ই মহান আল্লাহ আপনার সাথে আছেন। নিশ্চয়ই মহান আল্লাহ তার কুদরতের মাধ্যমে আপনি ও সন্তানের হেফাজত করবেন। আল্লাহ আপনার সহায় হউন (আমিন)।
বৈষম্য,, শব্দ টা জীবন নামের খাতা থেকে মুছে ফেলার জন্য এই episode টিকা হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। কুয়েত থেকে দেখছি,, এক কথায় অসাধারণ episode.
কিবরিয়া ভাই,এই নাসিমা বোনকে আর্থিক ভাবে সহযোগিতা করে বাকি জীবনটায় সবাই পাসে থাকলে আল্লাহর আরস থেকে রহমত আসবে সবার জন্য। আমিন।😂😂🇧🇩
L)
আশার আলো ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।
আমি অনেক গল্প শুনেছি এই রকম জীবন কাহিনী আজ প্রথম শুনলাম আর কান্না করলাম আল্লাহ এই বোন টিকে তুমি হেফাজতে রেখো আমিন ।
আল্লাহ এই বোনটির সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও আমিন
আমিন।
আমিন।
@@shanzidajnu7353 a
The the j024
আমিন
আশার আলো প্রতিষ্ঠান সম্মান জানাই 🖤
কষ্ট হয়তো এটাই, জীবন অনেক বড়,জীবন এটাই জীবন
দুঃখ কষ্ট এটাইতো মানুষের জীবন, জীবন ঘনিষ্ঠ এই পারটা থেকে অনেক কিছু শিখার আছে, ধন্যবাদ কিবরিয়া ভাই ,আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে,
ধন্যবাদ জানানোর ভাষা নেই,আল্লাহ মহান। অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে।আল্লাহ সব সময় হেফাজত করুন।💚
আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সুস্থ আছি,,পৃথিবীর সবাইকে আল্লাহ তায়ালা এমন রুগব্যধী থেকে হেফাজত করুক।
যারা অসুস্থ আছে তাদেরকে মহান আল্লাহ শিফায়ে কামেলা দান করুক।
আমীন।
নাসিমা আপনার আল্লাহ ত্বলার উপর ভরসা আর স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্দ্ধ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এই দোয়া করি
ইয়া আল্লাহ।
নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়কে আপনার রহমতের স্রোতদ্বারা প্রশান্তি দান করুন-আমীন🤲🤲
আমিন 🤲
Amiiiin
হে আল্লাহ আপনি তাকে মাফ করেদিন
আমার নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলা একদম ভেসে উঠছে চোখের সামনে। উনি যখন বলল "মাত্র ২৮ কেজি" আমি কেদে ফেললাম। আমি টিবি সার্ভাইভার। দুই জায়গায় টিবি ছিল। মাত্র ৩৩ কেজি ছিলাম। এই মেডিসিনের কষ্ট কেউ যে নেয় নাই সে কোনভাবেই বুঝবে না! আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন। শুকুর আলহামদুলিল্লাহ!
হুম
- যা পেয়েছি কিংবা পাইনি,
সবকিছুর জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া!🖤🌸
- আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
Alhamdulillah
আপনার জন্য দুয়া রইল আপনি বাকি জিবন সুখে থাকেন।। এতো কষ্ট লাগলো কথা গুলি শুনে।। আল্লহ তুমি মেহেরবান তুমি এই বনটির উপর মেহেরবান কর(আমিন)।।
আল্লাহু আকবার।
এ-ই বোন কে ধৈর্য শক্তি বাড়িয়ে দাও।
আমিন ছুম্মা আমিন।
কিছুক্ষণের জন্য মনে হলো কিয়ামত দিবসে দাঁড়িয়ে আছি কোন একজনের বিচার হচ্ছে আর আমি সিরিয়ালে যতক্ষণ দেখেছি ততক্ষনই কেঁদেছি আল্লাহ যেন এমন অবস্থা আমার শত্রু না করে আর এই বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল
ইসলাম মেনে চললে আল্লাহর রহমতে এগুলো কোন কিছুই হবে না ইনশাআল্লাহ। তাই আসুন দ্বীনের পথে চলি ইসলামের পথে চলি।
আজকে এই বোনের মুখ থেকে তার জীবনের ঘটে যাওয়া বাস্তবিক ঘটনা শুনে মনে হচ্ছে সঠিক অর্থে আজকে এখন আমার আবার জন্ম হলো ☹ মন খুলে প্রান খুলে আমার এই বোনটার জন্যে আল্লাহর দরবারে দু'হাত তুলে তাদের সু'সাস্থ্যময় সুন্দর ও দীর্ঘায়ু জীবিন কামনা করছি।
*ইশ একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে। আল্লাহ্ তুমি সাহায্য করো এই বোনটাকে।*
নাসিমা আপা আপনি পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী শ্রেষ্ট মা।
আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দিক ভালো রাখুক এর চেয়ে কিছুই বলতে পারছি না 😞😣
বোনটার এমন মর্মান্তিক ঘটনা শুনে নিজের কান্না চলে আসলো আল্লাহ পাক ছাইলে সব কিছু করতে পারেন।এ ঘটনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ ভাই এরকম এপিচড করার জন্য।
This awareness programme is excellent.
One important lesson from this programme is ignorance is curse and knowledge is bliss.
ওনার এই জীবন কাহিনী শুনার পর সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে কখনোই আল্লাহ্ তায়ালা উপর নারাজ হওয়া কখনোই সম্ভব না। আল্লাহ্ তায়ালা যেন এই বোনকে সুস্থ রেখে দীর্ঘজীবী করেন আমীন
আমিন
মায়ের মতো বোনটির জন্য দোয়া করবেন
Ameen
Ameen💞💞❤️❤️💞সবার জন্য লাল গোলাপের শুভেচ্ছা ও আমার প্রিয় বাংলাদেশ
Ameen
কিবরীয়া ভাই আপনাকে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি, এই রকম একটা ভয়াবহ বিষয় সমাজে তোলে ধরার অনেক দরকার ছিল। সেই কাজটি আপনি করেছেন এবং এটা শুধু আপনার ধারাই সম্ভব। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সামনে এগিয়ে যান ভাই।।।
আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের কে সুস্থ রেখেছো। আল্লাহ তোমার দরবরে লাখ লাখ হাজার বছর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবোনা।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ,আল্লাহ যাকে ইচ্ছা রোগ দেন আর যাকে ইচ্ছা সুস্থতা দান করেন।।আলহামদুলিল্লাহ
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়ত দান করুক এবং আপনি ও আপনার রাসল এর দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুন।
যা পেয়েছি কিংবা পাইনি সবকিছুর
জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া আমিন
আমার জীবনের সবচেয়ে সেরা ভিডিও । কিবরিয়া ভাই কে অনেক ধন্যবাদ। যিনি পরিশ্রম করে এই ভিডিও গুলোর মাধ্যমে মানুষের জীবন, দুখ কষ্ট সবকিছুই সবার মাঝে শেয়ার করে। আল্লাহ তুমি বিবি আমিনা আপুকে সকল সমস্যা থেকে মুক্তি দান কর আমিন 💝💝💝
আমিন
ধন্যবাদ কিবরিয়া ভাই, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারী গনমাধ্যম বি টি ভিকে অনুরোধ করবো এইচ আই ভি, এইডস নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করতে।যা দেখে মানুষ এর ভয়াবহতা বুজতে পারে এবং রোগীদের প্রতিও বিরুপ ধারনা দূর হবে। বিবি আমিনা আপাকে লাইফ অনুষ্ঠানে আনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ।যারা ওনার পৃষ্ঠপোশকতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ সবাইকে হেফাযত করুন,আমিন।
হে আল্লাহ বোনটির চলার পথ সহজ করে দিন। আর ওনার প্রতিবেশী যারা আছেন তারা ওনাকে সহজ ভাবে গ্রহণ করবেন আশা করছি। আল্লাহর শুকরিয়া এবং কিবরিয়া ভাই কে ধন্যবাদ।
⁰
গুরুত্বপূর্ণ একটি ভিডিও।
জাঝাকাল্লাহ্ প্রিয় কিবরিয়া ভাই। সমাজের প্রয়োজনে এমন ভিডিও প্রচার করার জন্য।
হায়রে মানব জীবন কতো কষ্টের,
আশার আলো হাসপাতাল কে অনেক অনেক স্যালুট।
আমি জীবনের প্রথম কারো জীবনের গল্প শুনে এভাবে কান্না করলাম। আল্লাহ এই বোনকে দীর্ঘজীবী করুক। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য। আসুন আমরা সবাই সচেতন হই।
এক কথায় অসাধারণ। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমরা সব সময় যেন আল্লাহ কে সরণ করি।
এই ভিডিওটা মিলিয়ন ভিউজ হওয়া উচিত!!
Just speechless!! What a story!! 🙂
আপার কান্না দেখে আমার চোখ ভিজে গেছে। তার সাহস এবং অন্যদের জন্য অনুপ্রেরণার জন্য স্যাল্যুট জানাই। আল্লাহ তাঁর দুই সন্তানকে মানুষ করুন এবং তাঁকে সেই মানুষ হওয়া অব্দি বাঁচিয়ে রাখুন।
হে আল্লাহ আপনি, এই প্রান প্রিয় বোনটার।বাকি জিবন ছেলে মেয়ে নিয়ে যেনো সুখ সান্তিতে কাটাতে পারে এই কামনা করি।ফি আমানিল্লাহ্।
সত্যি ভাষা হারিয়ে ফেলেছি 😔😭😭😭😭🤲🤲🤲🤲 উনার জন্য অনেক অনেক দোয়া রইলো সত্যি উনি কিন্তু প্রখর প্রতিভা সম্পন্ন মানুষ দায়িত্বশীল কখনো স্বামীর প্রতি কর্তব্য হারান নি আমি স্যালুট করি আল্লাহ যেনো আপনাকে দীর্ঘায়ু আর আপনার সন্তানদের জন্য অনেক অনেক দোয়া রইলো 🤲🤲🤲🤲😭😭😭😭
পুরো ভিডিওটা দেখলাম খুব কষ্ট লাগলো চোখের পানি ধরে রাখতে পারি নাই, মানুষের জীবনে কতই না কষ্ট তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখো।
amin,
সালামুআলাইকুম আপনার জন্ম তারিখ 1983 কত মাস কত তারিখে আমারও সেম
নাসিমা আপা আপনার এ হিস্টরি শুনে কতবার চোখের পানি মুছেছি নিজেও জানি না। ও আল্লা মানুষকে এতো কঠিন পরিক্ষা দিও না এই প্রার্থনা তোমার কাছে।
আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। সব কিছুর মালিক তুমি আল্লাহ