Dukkho Bilash | দুঃখ বিলাস | Artcell | Anushilon | Coordinated by Isha Khan Duray

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 12K

  • @Emooonnn
    @Emooonnn 4 ปีที่แล้ว +18799

    ধন্যবাদ🙏সেই মহীয়সী নারীকে যে লিংকন ভাইয়ের অসীম ভালোবাসা বুঝেনি। বুঝলে তো আর আমরা এত সুন্দর একটা গান পেতাম না l❤️

    • @Emooonnn
      @Emooonnn 3 ปีที่แล้ว +639

      Love is always coming, love is always going
      No one's really know who's lettin' go today
      Walking away....

    • @hasnatsajin6986
      @hasnatsajin6986 3 ปีที่แล้ว +142

      ekdom moner kotha bolsen vai 🥺

    • @shuvoameer8081
      @shuvoameer8081 3 ปีที่แล้ว +194

      Linkon happily married

    • @nanithef7191
      @nanithef7191 3 ปีที่แล้ว +155

      @@shuvoameer8081 linkon was rejected when he was just a student

    • @sonjitdas536
      @sonjitdas536 3 ปีที่แล้ว +230

      ভাই নাহ পেয়ে ভালোই হইছে।।
      আর আমরা বাংলা ভাষা বলতে পেরে আমরা গর্বিত।।।
      ভালো থাকুক ওই আপু টা।।যে লিংকন ভাইয়ের ভালোবাসা বুঝে নেই।।নাহ হইলো শত শত প্রেমিক প্রেমিকা প্রাক্তন কথা মনে পরলে এই গান টা শুনা হইতো নাহ 🙂💔

  • @angelpriyasha2296
    @angelpriyasha2296 4 ปีที่แล้ว +6150

    জানিনা, ঈশান কেমন আছো, কোথায় আছো! শুধু যেখানেই থাকো ভাল থাকো❤
    ৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজও মনে আছে সেইদিনে কথা। সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবিটাই পরেছিলে। সত্যি তোমাকে খুব ভাল দেখাচ্ছিল! আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান?
    একসাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালাও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে...
    সত্যিই দিনটা খুব সুন্দর ছিল, আবার অভিশপ্ত ও! 🥀
    সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনো যাবে। আমিও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কারও না❤
    বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না। মন চেয়েছিল তোমায় যেন আকড়ে ধরে বসে থাকি।
    সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয়, আমি জানতাম নাহ!
    সেদিনের পর ৪ দিন তোমার কোন খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি!
    সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আকড়ে ধরে রাখলে ভাল হতো। 💔
    আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না? আমি শুধু তোমারই। আমি আজও অন্যকারো হয়নি ঈশান!
    এই ৭টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আমি একে একে সবগুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার, তাই না?
    আমি আজীবনই তোমারই থাকব। তোমার জায়গা আর কেউ নিতে পারবে না ঈশান। ❤
    এই ৭টি বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি তোমায় হারানোর ব্যাথা!
    আমি আজও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা একসাথে থাকব।
    আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয়, কেন একা ফেলে গেলে আমায়?
    তুমি জানো না, আমি তোমায় ছাড়া ভাল নেই? 🖤

  • @nabilahmed00
    @nabilahmed00 ปีที่แล้ว +164

    গত (৩০/১২/২০২৩)তারিখ বিকাল ৫টায় তোমার বিয়ে হয়ে গেছে। ২ দিন হলো তোমার সাথে দেখা হয় না , কথা ও হয় না । আর হবে ও না । তুমি হয়তো এখন অন্য কারো হয়ে গেলা।এখন রাত ১ টা বাজে.। ৬ তলা বিল্ডিং এর ছাদেঁ বসে আছি। হাতে একটা জলন্ত সিগারেট , কানে ইয়ারফোন আর তাতে বেজে ওঠা "ও আমায় ভালোবাসেনি " আর মনের মধ্যে সেই মেয়েটির স্মৃতি ভেসে ওঠা। আহা.... কি সুন্দর একটা অনুভূতি।
    বেচেঁ থাকুক ভালবাসা চির জীবন।

    • @ibrahimnomany6343
      @ibrahimnomany6343 9 หลายเดือนก่อน +2

      i fell your pain bro

    • @SwatPappu
      @SwatPappu 9 หลายเดือนก่อน

      😅💔

    • @zickuhasanabdur4775
      @zickuhasanabdur4775 8 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣ভালোবাসা বলে কিছু নাই

    • @notCYRUS1925
      @notCYRUS1925 8 หลายเดือนก่อน

      You have failed as a husband bro

    • @Look_Who_is_Back
      @Look_Who_is_Back 7 หลายเดือนก่อน

      What? Husband Who? Ki Comment er Ki Reply Dilen?​@@notCYRUS1925

  • @taskinislam6578
    @taskinislam6578 4 หลายเดือนก่อน +208

    স্বাগতম! মন ভাঙ্গা দের ভিড়ে 🌸🙂🖤

  • @filmsbyjishan1834
    @filmsbyjishan1834 2 ปีที่แล้ว +2656

    জীবনে একটা হলেও প্রাত্তন থাকা উচিত শুধুমাত্র এই গানগুলোর ফিল নেয়ার জন্য😊🖤
    দুঃখ বিলাস😊

    • @thelegend4168
      @thelegend4168 2 ปีที่แล้ว +12

      🤣🤣thaka ucit na vai.

    • @tamannaislam5063
      @tamannaislam5063 2 ปีที่แล้ว +9

      Kotha ta sotti e osadharon onk valo legeche ❤️🥰

    • @bayjidsifat
      @bayjidsifat 2 ปีที่แล้ว +12

      সহমত হতে পারলাম নাহ্।

    • @thelegend4168
      @thelegend4168 2 ปีที่แล้ว +5

      @@bayjidsifat asolei Vai. Thaka ucit na kono ex.

    • @bayjidsifat
      @bayjidsifat 2 ปีที่แล้ว +9

      @@thelegend4168 jar haray sei buje.. Onno keu hoyto bujhbe nah

  • @geanpipasguatma8323
    @geanpipasguatma8323 3 ปีที่แล้ว +1080

    এখানে একটা চমৎকার ব্যাপার হলো, গানের পাশাপাশি কমেন্টগুলোও অসাধারণ শৈল্পিক।

    • @pabelhasanrabby1884
      @pabelhasanrabby1884 3 ปีที่แล้ว +1

      Thik bolsen🖤

    • @nhnoyon8816
      @nhnoyon8816 2 ปีที่แล้ว +16

      কারণ হচ্ছে গান গুলো যারা শুনে তারা ঠিক গান টার মতোই রুচিশীল ❤️

    • @alimulkarim5563
      @alimulkarim5563 2 ปีที่แล้ว +3

      হ্যাঁ

    • @mohammadali685
      @mohammadali685 2 ปีที่แล้ว +2

      হুম

    • @gopalghosh8432
      @gopalghosh8432 2 ปีที่แล้ว +1

      Ekdom😁

  • @mahmudulpavel4294
    @mahmudulpavel4294 10 หลายเดือนก่อน +41

    "আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।
    নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম, দেখিলাম, বড় প্রেম শুধু কাছেই টানে না-ইহা দূরেও ঠেলিয়া ফেলে।"
    - শ্রীকান্ত

    • @bidhanhulder7708
      @bidhanhulder7708 9 หลายเดือนก่อน

      sorotchondo er speech

    • @mahmudulpavel4294
      @mahmudulpavel4294 9 หลายเดือนก่อน

      ​@@bidhanhulder7708 হুম শরৎ চন্দ্রের 'শ্রীকান্ত' থেকে।

  • @mrnihabvlogs7051
    @mrnihabvlogs7051 4 หลายเดือนก่อน +10

    আমার জীবনে কোন প্রাক্তন নাই ভাই কিন্তু একটা "ওয়ান সাইড লাভ" ছিল তাকে ভালোবাসতাম অনেক কিন্তু কখনো প্রকাশ করা হয়নি, অপ্রকাশিত এক ভালোবাসা, রয়ে যাবে সারাটি জীবন, গতকাল তাকে অন্য পুরুষের সাথে দেখে নিজেকে সামলাতে পারতেছিলাম না, কিন্তু লিংকন ভাইয়ের এই দুঃখ বিলাস গান আমি জানতাম আমার সোনা লাগবে তাই আরো তিন বছর আগে থেকে এই গানটা শুনতাম। যাক অবশেষে আমার ও এই গানটি দ্বারা উপকারে আসলো, আমার প্রয়োজন এখন এই গানটি শোনা। অসংখ্য ধন্যবাদ আর্টসেল কে বিশেষ করে লিংকন ভাইকে এত সুন্দর হাজারো মানুষের মনের কষ্ট বুঝে এই গানটি লেখার জন্য।😅💔🥺

  • @emranulislam7892
    @emranulislam7892 4 ปีที่แล้ว +2342

    'দুঃখ বিলাস'?
    তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত!

    • @hasanjony4398
      @hasanjony4398 4 ปีที่แล้ว +16

      What a comment bro🤟🖤

    • @confusedgaming6821
      @confusedgaming6821 4 ปีที่แล้ว +12

      আহহহহহহহ কমেন্ট 🥰❤️

    • @abushahariamdnoman752
      @abushahariamdnoman752 4 ปีที่แล้ว +6

      Best comment broo

    • @phychonaut07
      @phychonaut07 4 ปีที่แล้ว +3

      Haha 😂😆

    • @rahiislam3309
      @rahiislam3309 4 ปีที่แล้ว

      Check this video - th-cam.com/video/CibnIBIaDtU/w-d-xo.html

  • @sadiyakhandakar
    @sadiyakhandakar 3 ปีที่แล้ว +527

    না আসুক এমন প্রেম কারোর জীবনে, যার শেষটা ভয়ংকর বিচ্ছেদ হয়। আমি প্রার্থনা করি, পৃথিবীতে আর কোন মানুষকে যেন ঠকার যন্ত্রণা সহ্য না করতে হয়। সকলের জীবনে দারুণ একটা প্রেম আসুক, যার শেষটা ও হবে দারুণ প্রাপ্তির।
    পুরনো ক্ষত শেরে উঠুক সকলের।
    নতুনভাবে বাঁচতে শিখুক সবাই 💔

    • @sumonaust5646
      @sumonaust5646 3 ปีที่แล้ว

      yap

    • @kawsarmahmud6428
      @kawsarmahmud6428 3 ปีที่แล้ว +1

      aprio holeo sotto j prai beshir vag prem thokiey Jibontak Bivishikamoi kore diey jai .... tobe jader shesh porjonto mill hoi tader jonne amr & sokoler Mon theke Dowa ... tara jeno valo thake....

    • @MyVlog_journey
      @MyVlog_journey 3 ปีที่แล้ว +4

      এই কষ্টটা আমি বুঝি আপু,তাকে এত পাগলের মত ভালোবেসেছিলাম ভালোবাসা কি তার কাছ থেকেই বুঝেছিলাম শিখেছিলাম..সেও তো আমার জন্য কম পাগলামী আর ছটফট করেনি!!তাই বলে শেষের দিকে এসে সে এতটা বদলে যাবে কখনোই ভাবিনি আর আমাকে একা ফেলে রেখে চলেও গেলো,এ যন্ত্রণা যে কতটা ভয়ংকর তা আমি ভালো করেই বুঝি।যাকে এত বেশী ভালোবাসলাম তাকে পেলাম না😩

    • @sadiyakhandakar
      @sadiyakhandakar 3 ปีที่แล้ว +2

      @@MyVlog_journey er theke shundor kichu ashuk apnr jibon e ✨

    • @sakibmohsin1610
      @sakibmohsin1610 3 ปีที่แล้ว

      মন টা বুল নামে লিখেছে,

  • @arindambala5360
    @arindambala5360 2 ปีที่แล้ว +437

    "পৃথিবীর কোনো প্রেমিকাই দুঃখ বিলাস গানের চেয়ে সুন্দর নয়.. 🖤"

  • @Rakib_4522
    @Rakib_4522 5 หลายเดือนก่อน +61

    প্রিয় মানুষ'টাকে হারিয়েছি ১৬/০৬/২০১৯ এ। তার বিয়ে ও হয়ে গেছে, তার পর আমি আর কারো মায়ায় পরিনি, পরেছি কেবল এই গান গুলোর প্রেমে, তাই সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন যদি আমার কমেন্টে কেউ লাইক দেয়, নোটিফিকেশন পেলে তাহলে আবার আসবো গানটা শুনতে....🥺 (২০২৪)

  • @sisirabir1898
    @sisirabir1898 3 ปีที่แล้ว +2799

    মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে
    অসহায়ের মতো কেঁদেছিলাম
    তারপরও সে আমার হয়নি।💔🙂

  • @adnanomar6195
    @adnanomar6195 3 ปีที่แล้ว +875

    আমি তোমাকে দিয়েছিলাম অহনা-🥰
    আর তুমি আমাকে দিলে দুঃখ বিলাস
    😅💔🥀
    Pera Nai Chill 🙂🤟🖤

    • @afzalmir4423
      @afzalmir4423 3 ปีที่แล้ว +4

      Koste vora kotha😦

    • @adnanomar6195
      @adnanomar6195 3 ปีที่แล้ว +5

      @@afzalmir4423 আমার বাস্তব জীবনের ঘটনা ভাই 🙂

    • @kazisanjeda5574
      @kazisanjeda5574 3 ปีที่แล้ว +9

      অনিকেত প্রান্তর হতে চেয়ে দুঃখ বিলাশ হয়ে রয়ে গেলাম 🙂🙂

    • @adnanomar6195
      @adnanomar6195 3 ปีที่แล้ว

      ভালোবাসা না পাওয়ার কারনেই মন থেকে দুঃখ বিলাস কে অনুভব করতে পারি 🙂💔🥀

    • @yourohy2.065
      @yourohy2.065 3 ปีที่แล้ว +1

      শুভ জন্মদিন আর্টসেল!
      @Artcell Official - Oniket Prantor (Lofi Remix) Mashuq Haque × Ahmed Souren
      Ln - th-cam.com/video/aVUi3okpLk8/w-d-xo.html

  • @hortifacts.4041
    @hortifacts.4041 2 ปีที่แล้ว +1181

    যতবার শুনি ততবারই গায়ে কাঁটা দেয়। 🔥❤
    আর্টসেল কে খুব পছন্দ
    ভারত 🇮🇳থেকে একটি ক্ষুদ্র ভক্ত।

    • @bijugaming5399
      @bijugaming5399 2 ปีที่แล้ว +5

      কলকাতার নাকি??

    • @sifatchowdhury6991
      @sifatchowdhury6991 2 ปีที่แล้ว +2

      @@bijugaming5399 😁😁😁

    • @hortifacts.4041
      @hortifacts.4041 2 ปีที่แล้ว +11

      @@bijugaming5399 না দাদা
      আগরতলা

    • @shongaming7457
      @shongaming7457 2 ปีที่แล้ว +1

      ​ ❤

    • @hanifsarkar7695
      @hanifsarkar7695 2 ปีที่แล้ว +2

      Thik bolcen vai ak ojana shihoron boye jai......gan ta shunla...❤️

  • @rana-d6t5y
    @rana-d6t5y วันที่ผ่านมา +2

    O AMAYA VALOBASHINI BITHI 🖤💔

  • @IvarGaming256
    @IvarGaming256 2 ปีที่แล้ว +1311

    The love of my life, jake shobche beshi believe korsilam nijer theke beshi valobashchilam je sharakhon bolto, blessed to have me, amon kaukei shobsomoy chaito, she is afraid to lose me guess who left without any reason alright there were reason like ami naki over caring over loving over loyal aigula..i tried my hardest jibon dewa chara shob e korsi i don't know what else to do.. jodi akhon jibon diye dei tahole ki ager moto care korbe just akta jinish e bujlam na amar dosh ta ki..
    ashole O amay vslo basi ni❤️‍🩹

    • @sarfuddinabu7665
      @sarfuddinabu7665 ปีที่แล้ว +1

      মনে করে দিতে হই নাহ, প্রতিদিন শুনতে শুনতে, না শুনে থাকতে পারি নাহ..

    • @IvarGaming256
      @IvarGaming256 ปีที่แล้ว

      @@sarfuddinabu7665 🙂🙂

    • @MdBaizid-qy4vw
      @MdBaizid-qy4vw ปีที่แล้ว +4

      মনে করিয়ে দিয়ে গেলাম 🥰

    • @habibulbashar3
      @habibulbashar3 ปีที่แล้ว

      Salar bokachoda polapan😒

    • @MasumAli-xp7qt
      @MasumAli-xp7qt ปีที่แล้ว +2

      Nice 😊😊😊

  • @rmgaming318
    @rmgaming318 4 ปีที่แล้ว +583

    “দুঃখ বিলাস”💖 গানটি, একজন ব্যর্থ, পরাজিত অসহায় প্রেমিকের আর্তনাদ বলা যেতে পারে। আর্টসেলের সব গানই সেরা কিন্তু এই গানটার কথা একটু আলাদা ভাবে বলতে হয়, এই গানে
    অন্যরকম একটা ফিল আছে,লিরিক্সটা জাস্ট অসাধারণ।
    .
    মেটাল ভালবাসেনা এমন মানুষকেও এই গান শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেছি আমি। Yo Bro টাইপের মানুষকেও এই গান শুনে মন খারাপ করতে দেখেছি।
    .
    একবার পুলিশ লাইনে আর্টসেলের কন্সার্টে রিতিমতো লাইন ধরে মানুষকে কাঁদতে দেখেছি। সাস্টে রক ন্যাশনের দিন আর্টসেল স্টেজে উঠলো। এই বিদায়ে, অন্য সময়, কান্ডারী হুশিয়ার, এক এক করে বেশ কটা গান করলো, সবাই জাম্পিং হেডব্যাংগিং করতে করতে সাস্টের ডি বিল্ডিং
    গ্রাউন্ড কাঁপিয়ে দিচ্ছে।
    .
    ঠিক তখনি গিটারে দুঃখ বিলাশের টিউন বেজে উঠলো, মুহুর্তেই পুরো গ্রাউন্ড থমকে গেল, টিউনের সাথে সাথে কেউ কেই মাটিতে লুটিয়ে পরলো, কেউ কেউ পুরো গানটা মাটিতে বসে মাথা নিছু করে শুনছিলো হয়তো কাঁদছিলোও। কিন্তু মাথা নিছু থাকায় বুঝা যাচ্ছিলনা, আমার ডান পাশে একজনকে দেখলাম আকাশের দিকে হা করে থাকিয়ে আছে, বাম দিকে একজন তার সাথে আসা বন্ধুর বুকে মাথা রেখে কেঁদেই চলেছে।
    .
    অথচ মানুষ বলে মেটাল ভালবাসে ছেলে মেয়ে গুলোর ভেতরে আবেগ নেই, এরা সারাদিন চিল্লাচিল্লি শুনে, এদের মন মানুষিকতা অন্যরকম, এরা খুব শক্ত মনের মানুষ, হ্যা ভাই আমাদের ভেতর আবেগ নেই ঠিকি আছে আমরা সস্তা আবেগে বিশ্বাসী নই, আমরা সস্তা আবেগ নিয়ে জন্মাইনি।
    .
    সব মানুষের জীবনের সাথেই এই গানের কথা গুলোর মিল পাওয়া যায় সহজে! কি নেই এই গানে? ভালবাসার পথে হেঁটে কে ব্যর্থ হয়নি পৃথিবীতে? প্রিয় মানুষকে অসীম ভালবাসা বুঝাতে না পারার আগুনে কে পুরেনি মহাকালের
    এই মঞ্চে?
    .
    আমারও তো তাই মাঝে মাঝে চিৎকার
    করে বলতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে।
    “ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা
    ও বুঝেনি।💔💔

    • @mdmamunhossain1349
      @mdmamunhossain1349 4 ปีที่แล้ว +2

      Sotti vai, amito ai gun sunle gold leaf cigarette na dhorai thaktei pari na

    • @djkobir1780
      @djkobir1780 4 ปีที่แล้ว +1

      ভাইয়া আপনার গান গুলা অনুরোধ করতে পারি না

    • @riasatalam13
      @riasatalam13 4 ปีที่แล้ว +4

      এই গানের সাথে মেটালের সম্পর্ক কি ভাই? এটা তো মেটাল গান না

    • @sayadrubel4404
      @sayadrubel4404 4 ปีที่แล้ว +1

      বন্দু রাইট

    • @afsarulamin6048
      @afsarulamin6048 4 ปีที่แล้ว

      *

  • @zaowadmuktadir461
    @zaowadmuktadir461 4 ปีที่แล้ว +67

    এই মহাকাব্য টি শুনেছিলাম এফএম রেডিওতে। তখন ছিল ২০০৭ ক্লাস প্লে তে ভর্তি হয়েছি। হয়ত ক্যাপিটাল এফএম এ সকাল ১০ টার দিক এ সপ্তাহে ৩ দিন ই এ গান প্লে করত। তখন গান এর প্রতিটি লিরিকঃ বুঝতাম না ভালো লাগত মিউজিক শুধু আজ ইন্টার ফাস্ট-ইয়ার এ। প্রত্যেকটি শব্দে জেগে উঠে কোন এক অজানা হিমশীতল অনূভুতি। বেচে থাকুক অনির্বান এ মহাকাব্য দুঃখ বিলাশ। আর্টসেল এর পক্ষে ২০০২ এ এত উদ্দীপনা কল্পনা স্পন্দন জাগানো
    রস এ মহাকাব্যের ভেতরে জুড়ে দিয়ে স্মৃতির পাতায় অমর হয়ে আছে। এই শহরে প্রজন্ম জুড়ে ধারাবাহিকতায় এ কাব্য প্রতি রাতে নির্মল বাতাসে আবছা আলোয় শুনবে। এ গান এ স্রেয় বিশেষত্ব হলো প্রেম ভালোবাসার অভিজ্ঞতাহীন মানুষকেও ৬ঃ৪১ মিনিটের জন্য আধারের মিশিয়ে দেয়। আজকে একটি কমপ্লিমেন্ট রেখে গেলাম হয়ত কোন এক প্রজন্ম স্ক্রল করে আমাদের রেখে যাওয়া ধূসর মন্তব্য গুলো দেখবে। ভালো থাকুন সবাই। আস্সালামুয়ালাইকুম

  • @koushikurrahman6435
    @koushikurrahman6435 10 หลายเดือนก่อน +34

    এই গানটা কলেজ লাইফের শুরুতে শোনা শুরু করি।
    আজ চাকরি করছি এই গানটা এতটাই অনুভূতি পূর্ণ যে কলেজ লাইফের ফিলটা ছিলো গানের লাইনের মতো আর আজ কর্পোরেট লাইফে এসেও গানের ফিলটা এই জগতের মতো।
    গানের লাইন শেষ হওয়ার পরে যে আত্ম-চিৎকার সেটা একই রয়ে গেছে।
    গানটা এতটা প্রিয় যে যত বার শুনি প্রতিটি বার ফিল করি❤️❤️

  • @sk.chuton7880
    @sk.chuton7880 2 ปีที่แล้ว +486

    তাদের রুচিবোধ কতটা উন্নত যারা এই গানটি সার্চ দিয়ে শুনে 🖤

    • @Prince-eb5ck
      @Prince-eb5ck 2 ปีที่แล้ว +9

      Tar theke boro byapar hochhe tader mon koto ta osompurno 🙂

    • @mahibimondol
      @mahibimondol ปีที่แล้ว

      🤗

    • @TahmidAhmedChowdury
      @TahmidAhmedChowdury ปีที่แล้ว

      😊💔

    • @AbuBokkor-t9l
      @AbuBokkor-t9l 10 หลายเดือนก่อน

      Right​@@Prince-eb5ck

    • @JannatunNahar-z9q
      @JannatunNahar-z9q 16 วันที่ผ่านมา

      Cheka na kheyeu ei gan suni 😣😣

  • @MdAtik-v5k7w
    @MdAtik-v5k7w 23 วันที่ผ่านมา

    🖤:🖤সবাই নতুন বছরে তার পিও মানুষ এর সাথে কাটাছে... 😅🌸
    আর আমি দুঃখ বিলাশ গান দিয়ে কাটালাম.. 😔
    সারা জীবন এর জন্য রেখে গেলাম এই কমেন্ট টা... 🖤😔

  • @niloysutar1892
    @niloysutar1892 3 ปีที่แล้ว +210

    "দুঃখ বিলাস "কোনো গান নয়
    "দুঃখ বিলাস " পৃথিবীর সকল ব্যর্থ প্রেমিকদের মাঝরাতের নেশা।💔

  • @faukotha2000
    @faukotha2000 2 ปีที่แล้ว +149

    পরের বার কাউকে ভালোবাসলে পাহাড় কে ভালোবেসো 😅
    তুমি যদি ১ বার চিৎকার করে বলো ভালোবাসি,,, পাহাড় তোমাকে ৩ বার বলবে ভালোবাসি।
    অন্তত ছলনার ভয় থাকবে না 💔

    • @shariarislambappy3093
      @shariarislambappy3093 2 ปีที่แล้ว

      @@Unknown.454 🖤

    • @saydurrahmannoyon7478
      @saydurrahmannoyon7478 2 ปีที่แล้ว

      💝

    • @alassad2455
      @alassad2455 8 หลายเดือนก่อน

      💔💔💔

    • @madusadman005
      @madusadman005 4 หลายเดือนก่อน

      সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়, জানিনা আপনি কি এখনো ইউটিউব ইয়ুস করেন, বা আমার মেসেজের নটিপিকেশন আপনায় ছোখে পরে নাকি জানিনা , আসলে পাহাড় দেখতে সুন্দর, কিন্তু পাহাড়ের বুকের উপর ঘটে যাওয়া কিছু ঘটনা সুন্দর নয় 🙂

    • @MdnazmulHossien-k3c
      @MdnazmulHossien-k3c 2 หลายเดือนก่อน

      ভালোবাসার অস্তিত্ব কিছু কিছু গানে মিশে থাকে

  • @SuperEvanbaxter
    @SuperEvanbaxter 5 ปีที่แล้ว +498

    যারা কখনো প্রেম করেনি / প্রেমে ব্যার্থ হয়নি, তাদের চোখেও পানি চলে আসতে বাধ্য এইগান শুনলে। সুর ও কথা মিলে এই গান চিরসবুজ হয়ে থাকবে... #Artcell4ever

    • @Dopemuziclyrics
      @Dopemuziclyrics 4 ปีที่แล้ว +3

      ভাই ! আমি বড় অসহায় অন্য পথের!

    • @shuvasarker999
      @shuvasarker999 4 ปีที่แล้ว

      😇 ভালোবাসি খুব। তবুও এ কেমন বাঁধা!!!
      ব্যর্থতা নয়।
      তবুও আমি পরাজিত।

    • @tarikmahmood4159
      @tarikmahmood4159 4 ปีที่แล้ว

      agreed

    • @wasamautsho9512
      @wasamautsho9512 4 ปีที่แล้ว

      Q@a

    • @thedreams4101
      @thedreams4101 4 ปีที่แล้ว

      I never make a relationship 😔

  • @Md.MinhajulIslamJoy
    @Md.MinhajulIslamJoy 26 วันที่ผ่านมา +3

    প্রেম না করে ছ্যাকা না খেয়ে প্রতিনিয়তই
    গানগুলো শুনি ভালোই লাগে😅

  • @sakibnawaz3135
    @sakibnawaz3135 4 ปีที่แล้ว +1243

    Don't worry . you're not the only one listening to this masterpiece in 2021!🌸

    • @arifin971
      @arifin971 4 ปีที่แล้ว +8

      Very interesting comment...you have a creative mind..

    • @ABNewstimeBD
      @ABNewstimeBD 4 ปีที่แล้ว +7

      Of course 🏃‍♀️

    • @mesbahkhan946
      @mesbahkhan946 4 ปีที่แล้ว +5

      kalotirnno gaan .. sob kaalei eta shunbe ,very simple

    • @-imranhossen
      @-imranhossen 4 ปีที่แล้ว +2

      Yup bro🥰

    • @amirhossain1843
      @amirhossain1843 4 ปีที่แล้ว +1

      🤟

  • @hridoyacharya3861
    @hridoyacharya3861 ปีที่แล้ว +24

    অসীম এই ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকেনা। ধন্যবাদ আর্টসেল কে এত সুন্দর এক গান উপহার দেওয়ার জন্যে।🖤

  • @TapittoKarim
    @TapittoKarim 3 หลายเดือนก่อน +29

    একটি মেয়ের প্রেমে পড়েছিলাম। তার চেহারা কিংবা রূপে নয়; তার কথা বলা, চাল-চলন এবং নেকীপনা দেখে। তাকে আমি আমার নিজের জীবন থেকে ভালোবাসার প্রতিজ্ঞা করেছিলাম। অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম তাকে আমার ভালোবাসা। কিন্তু সে আমায় ভালোবাসিনি। কিন্তু আমি তাকে এখনও ভালোবাসি। তার ভালো চাই, সে যার ই স্ত্রী হোক। সে ছেলে যেন আমার চেয়েও খুব ভালো হয়। অন্তত আমার এই ভালোবাসার পরিসমাপ্তির শেষ ইচ্ছা সে ছেলেকে যেন আমি যাচাই করে তার হাতে দিতে পারি৷ আমার ভালোবাসা হয়তো সে আর বুঝবে না, কিন্তু আল্লাহ যেন আমার শেষ ইচ্ছাটা পূরণ করে।

    • @helaluzzamanhelal4897
      @helaluzzamanhelal4897 16 วันที่ผ่านมา

      আমার শেষ ইচ্ছার মৃত্যুর আগে একটু সময় তাঁকে দেখা 💔

  • @bithisarker8330
    @bithisarker8330 3 ปีที่แล้ว +215

    আর্টসেল এর গানের নেশা হয়ে গেছে , জানিনা এই নেশা কোনো দিনও ছাড়তে পারব নাকি,
    আর্টসেল তুমি সেরা, তুমিই শ্রেষ্ঠ।
    #artcell_4_ever 🖤💗🥀💜

    • @pritombhowmick3265
      @pritombhowmick3265 3 ปีที่แล้ว

      Same addiction....:)

    • @bishonnoborsha8548
      @bishonnoborsha8548 3 ปีที่แล้ว

      🖤🖤🖤🖤🖤🖤

    • @MDEMON-gg7gu
      @MDEMON-gg7gu 3 ปีที่แล้ว

      same.....🖤🖤🖤🖤

    • @yourohy2.065
      @yourohy2.065 3 ปีที่แล้ว

      শুভ জন্মদিন আর্টসেল!
      @Artcell Official - Oniket Prantor (Lofi Remix) Mashuq Haque × Ahmed Souren
      Ln - th-cam.com/video/aVUi3okpLk8/w-d-xo.html

    • @abrarzawad6851
      @abrarzawad6851 3 ปีที่แล้ว

      Please listen to Linkin Park, I know it's not our county's band but it's a legendary band, you should listen to it

  • @HasanAhmed-hu9dw
    @HasanAhmed-hu9dw 2 ปีที่แล้ว +115

    মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অসহায়ের মত কেদেছিলাম তারপরও সে আমার হয়নি 🙂💔হাজারো জীবিত লাশের সান্তনা দিয়েছিল এই গান 🙂🖤 ধন্যবাদ সেই মহীয়সী নারী কে যিনি লিংকন দাদার অসীম ভালোবাসা বুঝেনি 😊🌸Artcell 🌻🖤🌺

    • @mahin4904
      @mahin4904 2 ปีที่แล้ว

      😭😭

    • @eidandeidee8321
      @eidandeidee8321 2 ปีที่แล้ว +1

      Jai bolen copy pest valo lagena.....

  • @shadrc5526
    @shadrc5526 3 ปีที่แล้ว +227

    বন্ধু- ও তোকে ছেড়ে চলে গেসে বলিস নি তো এটা🙂
    আমি- বলবো কোন একদিন কোন এক আর্টসেলের কন্সার্ট - এ গিয়ে, সবার সামনে চিৎকার করে....
    "ও আমায় ভালোবাসেনি" 🥀💔

    • @JahidulIslam-ut1vy
      @JahidulIslam-ut1vy 2 ปีที่แล้ว +4

      Hoyto ba konu akdin citkar koreh bolbo 😪

    • @shirinshila6075
      @shirinshila6075 2 ปีที่แล้ว +2

      এই৷ ভেজা চোখ দেখাইনি কোন দিন কাউকে

    • @mdaugust8454
      @mdaugust8454 2 ปีที่แล้ว

      Hmm

  • @Nirobgamer2006
    @Nirobgamer2006 28 วันที่ผ่านมา +2

    তোমায় হারিয়ে ফেলেনি এখনো,হয়তোবা হারিয়ে ফেলবো।তাই তোমার স্মৃতি যাতে কখনো ভুলে না যাই তার জন্য কমেন্ট করে রেখে গেলাম যখন যুগ যুগ পর কেউ লাইক দিবে তখন আবার এই গান শুনে তোমার কথা মনে পড়ে যাবে।প্রিও গানটি শুনতে হয়তে আবারো চলে আসব।😢

    • @Nirobgamer2006
      @Nirobgamer2006 25 วันที่ผ่านมา

      ​@TâsfîãÕrñî-h9qসে আমার ভালোবাসা কিন্তুু আমি ভালোবাসা নই😅

  • @soykotkhan5231
    @soykotkhan5231 3 ปีที่แล้ว +185

    -ঘামে জড়ানো কপাল।
    -এলোমেলো চুল।
    -অন্ধকার ঘর।
    -নেশাগ্রস্থ দেহ।
    -তোমার রেখে যাওয়া কিছু স্মৃতি।
    -কানে হেডফোন আর দুঃখ বিলাস গান।
    -আহা জীবন🖤🥀
    -রাতে যখন হাজারো তারার ভিতরে নিজের একাকিত্ব টা অনুভব করি,
    -তখন গলা ফাটিয়ে বলে ইচ্ছে হয়,,
    -``ও আমাকে ভালোবাসে নি,
    -অসীম এ ভালোবাসা ও বোঝে নি❤💔🫠

    • @okaysujon192
      @okaysujon192 3 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭

    • @sanjuking8914
      @sanjuking8914 2 ปีที่แล้ว +2

      Right💔🙂✌️

    • @MasudRana-xv3gz
      @MasudRana-xv3gz 2 ปีที่แล้ว +1

      😓😥😢😭😓😥😢😭

    • @kayesahmed2507
      @kayesahmed2507 2 ปีที่แล้ว

      Ganja khor

    • @shomonahmed7382
      @shomonahmed7382 2 ปีที่แล้ว

      নেশাগ্রস্ত দেহ একথাগুলো ভালো লাগেনি

  • @igaming1466
    @igaming1466 2 ปีที่แล้ว +286

    এটি শুধু একটা গান না.... এটি জীবন্ত লাশের জাতীয় সংগীত🖤🖤

  • @MostasinMaruf
    @MostasinMaruf 27 วันที่ผ่านมา +2

    2:07 সে বললো আমি স্বা'র্থপর ,বেই'মান , আমি তারে ঠকা'ইছি আমি তার সাথে বেই'মানী করছি, বিশ্বাস ভা'ঙ্গছি, ছেড়ে দিছি , কিন্তু আমি এখনো মুভ অন করতে পারি নাই , আর সে আরেক জন রে বিয়ে করে সংসার করতেছে..! আসলে ভালোবাসা সুন্দর"!😅

  • @mdjibonkhan810
    @mdjibonkhan810 2 ปีที่แล้ว +146

    শহরটা ঘুমিয়ে গেছে শুধু জেগে আছে হৃদয় ভাঙ্গা, ক্ষত বিক্ষত মানুষগুলো💔🥀🖤

  • @VirusYT-fx2sl
    @VirusYT-fx2sl 9 หลายเดือนก่อน +125

    পৃথিবীর কোনো প্রেমিকা দুঃখ বিলাশ গানের চেয়ে সুন্দর না...🫶🥀

  • @imfrom80
    @imfrom80 8 หลายเดือนก่อน +95

    5:43 থেকে 5:56 এই যে আর্তনাদ তা, এটা যে কত রিদয় ভাংগা মানুষের আর্তনাদ যাদের ভেংগেছে একমাত্র তারাই এটার অনুভুতি অনুভব করতে পারে।

  • @Todayrecordofficial
    @Todayrecordofficial 14 วันที่ผ่านมา +2

    ১৮ বছব বয়স টায় ছিল আমার জীবনে ভালোবাসা কেউ একজন ছিল যাকে মনে মনে ভালোবাসতাম কতই না পাগলামি করছি তার জন্য৷ কিন্তু ভালোবাসা আর হয়ে উঠে নি দুইজনের 💔one side love

  • @mohammedhridoy2611
    @mohammedhridoy2611 4 ปีที่แล้ว +104

    This is not a song, this is an anthem of millions of men who loved with full honesty but in vain.

  • @rafiulrahat437
    @rafiulrahat437 3 ปีที่แล้ว +128

    ধন্যবাদ সে নারীকে যে কিনা লিংকন ভাইয়ের অসীম ভালোবাসা বুঝতে পারেনি।
    পারলে হয়তো লিংকন ভাইয়ের কন্ঠে এতো ভালোবাসার গানটা পেতাম না
    Artcell❣️

    • @MdSojib-pk8zc
      @MdSojib-pk8zc 3 ปีที่แล้ว +1

      হ্যা ভাই কলিজায় লাগে লিংকন ভাইয়ের গানের প্রোতিটা লাইন😔😔

    • @shoyebkhan5572
      @shoyebkhan5572 3 ปีที่แล้ว +1

      Hmm

    • @darksoul6482
      @darksoul6482 2 ปีที่แล้ว

      বালের ধন্যবাদ৷ লিংকন ভাই কে সে কখনো ডিজার্ভ করতোনা

    • @syedemon259
      @syedemon259 2 ปีที่แล้ว +1

      right

  • @nusratnusratmim4762
    @nusratnusratmim4762 3 ปีที่แล้ว +21

    ও আমায় ভালোবাসেনি, অসীম এ ভালোবাসা ও বোঝেনি।
    আমার বয়স ১৬। ভালোবাসার বা প্রেমিক পুরুষ এখনো হয় নি। তাই এত ক্ষত নিয়ে গানটা শুনতে পারলাম না। কিন্তু বিশ্বাস করেন লিংকন ভাইয়ের গান অসাধারণ,,,,,
    কেমন জানি গানের ভিতরে ঢুকে গেছি। আর্টসেলের গান গুলা আমাকে কেন জানি টানে, প্রতিদিন একবার করে না শুনলে ভালো লাগে না। এত সুন্দর লিরিক্স। আহা
    তুমি অসম্ভব সুন্দর প্রিয় আর্টসেল।
    ভালোবাসা অবিরাম

  • @MirMorshedkhan2902
    @MirMorshedkhan2902 หลายเดือนก่อน +8

    গানটা শুনলে আমার সমস্ত শরিল ভেঙে যায়। ৫ বছরের ভালোবাসা সৃতি গুলো এতো মনে পড়ে। সারারাত চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যায়😢 তোমাকে যদি পেয়ে যেতাম তো এই গান গুলো আর শুনা হতো না😢লিংকন দাদা আপনাকে সালাম

    • @helaluzzamanhelal4897
      @helaluzzamanhelal4897 16 วันที่ผ่านมา

      আমার ১ বছর! অনুভূতি একই!

  • @litol_violet
    @litol_violet 3 ปีที่แล้ว +97

    'ও আমায় ভালোবাসেনি,
    অসীম এ ভালোবাসা ও বোঝেনি।
    ও আমায় ভালোবাসেনি,
    অতল এ ভালো তলিয়ে দেখেনি।'
    -this line🖤🥀

    • @aryankhan9644
      @aryankhan9644 3 หลายเดือนก่อน

      - ও আমায় ভালোবাসেনি
      অসীমে এ ভালোবাসা ও বোঝেনি..! 😅

  • @MDShawon-qe4cv
    @MDShawon-qe4cv 2 ปีที่แล้ว +568

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান🍁সোনা হোত না প্রিয়।😇স্মৃতি রেখে গেলান।😊যুগ যুগ ধরে মানুষ যখন লিংকন ভাইয়ের দুঃখ বিলাশ শুনতে আসবে তখন কেউ লাইক👍দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো ছুটে আসবো প্রিয় এই গানটা শুনতে🌺🥀

    • @moinulhouqueshowrab
      @moinulhouqueshowrab 2 ปีที่แล้ว +2

      Right tik kotta bolcen vaia😭😢🥺

    • @simpletonguys3697
      @simpletonguys3697 2 ปีที่แล้ว +1

      Come and listen it again. Love from.ifti ❤️

    • @MdYousuf-oo7ke
      @MdYousuf-oo7ke 2 ปีที่แล้ว +4

      আবার সুনতে আসার বেবস্তা করে দিলাম ভাই

    • @mdfirojalom3402
      @mdfirojalom3402 ปีที่แล้ว +4

      হাজারো ব্যর্থ প্রেমিক প্রেমিকার চিৎকার..! 😭😭😭😭🥀💔

    • @ezazahmed8471
      @ezazahmed8471 ปีที่แล้ว +3

      তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান সোনা হতো না,❤️ স্মৃতি রেখে গেলাম,যুগ যুগ ধরে মানুষ যখন লিংকন ভাইয়ের দু:খ বিলাস শুনতে আসবে তখন কেউ লাইক দিলে,নটিফিকেশন পেয়ে আমি আবার আসব প্রিয় গানটি শুনতে❤️

  • @nazmulislam4253
    @nazmulislam4253 2 ปีที่แล้ว +616

    (২৪/০৬/২০২২)তারিখ বিকাল ৫টায় তোমার বিয়া হইয়া গেছে। এখন রাত ১টা বাজে। ৪তলা বিল্ডিং এর ছাদে একলা বসে আসি। হাতে একটা জ্বলন্ত সিগারেট,কানে ইয়ারফোন আর তাতে বেজে উঠা "ও আমায় ভালোবাসে নি" আর মনের মধ্যে সেই মেয়েটার স্মৃতি ভেসে উঠা। আহা.. কি সুন্দর একটা অনুভূতি।
    _বেঁচে থাকুক ভালোবাসা চির জিবন🥀💔

    • @ummetabassumshifa567
      @ummetabassumshifa567 2 ปีที่แล้ว +2

      Ata ki sotti?

    • @souvikmaitra2399
      @souvikmaitra2399 2 ปีที่แล้ว +9

      এটা সত্যি হলে ইউটিউব খুলে একসব কমেন্ট করার মতো জোর পেতেন কি?

    • @nazmulislam4253
      @nazmulislam4253 2 ปีที่แล้ว +15

      @@ummetabassumshifa567 মিথ্যা বলার তো কিছু নাই...ভালোবাসা নিয়া মিথ্যা বলাও পাপ।

    • @nazmulislam4253
      @nazmulislam4253 2 ปีที่แล้ว +34

      @@souvikmaitra2399 কারো কাছে মনের কথা গুলা বলতে পারতাছি না তাই প্রিয় গানটার কমেন্ট সেকশনেই একটা কমেন্ট করলাম....এটা একপ্রকার স্মৃতি হয়ে থাকবে গানটা যতদিন বেঁচে থাকবে।

    • @fmqatartv..5763
      @fmqatartv..5763 2 ปีที่แล้ว +2

      Feel this song 🖤

  • @Mehzabinzaman-n8g
    @Mehzabinzaman-n8g 3 หลายเดือนก่อน +3

    প্রিয় Sam ,
    তুমি বলেছো আমি প্রচণ্ড অহংকারী!
    তুমিই ছিলে আমার সেই অহংকার, কিন্তু তুমি বুঝিয়ে দিয়েছ তোমাকে নিয়ে এতটা কনফিডেন্ট থাকাটা আমার উচিত হয়নি। তুমি নিজ হাতে আমার অহংকার ভেঙে চুরমার করে দিয়েছো!!!
    আমি বড় অসহায়…….: 0:11

  • @SirajMedia
    @SirajMedia 2 ปีที่แล้ว +350

    মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই। অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়! 🙂💔

    • @imrulkayes5020
      @imrulkayes5020 2 ปีที่แล้ว +2

      হ্যাঁ। একদম

    • @nazmulislam7637
      @nazmulislam7637 2 ปีที่แล้ว +1

      একদম সত্যি কথা🥺💔

    • @SirajMedia
      @SirajMedia 2 ปีที่แล้ว +1

      @@imrulkayes5020 thanks

    • @SirajMedia
      @SirajMedia 2 ปีที่แล้ว +1

      @@nazmulislam7637 thanks

    • @kakonr577
      @kakonr577 2 ปีที่แล้ว +1

      Ami nijei promanito

  • @AlMamun-d2v
    @AlMamun-d2v ปีที่แล้ว +46

    6 মিনিটের একটি গান অথচ 6 বছর আগের
    আঘাতকেও কতটা সাবলীল ভাবে জাগিয়ে তুলতে সক্ষম!

  • @Inferior06
    @Inferior06 3 ปีที่แล้ว +52

    বছরের পর বছর পেরিয়ে যাবে 🖤
    এ গান বদলাবে না🥀
    আগামী শত বছর পরেও ব্যর্থ প্রেমিকরা "দুঃখ বিলাস" এ তাদের দুঃখ বিসর্জন দেবে🌸❣️

  • @asifislam1995
    @asifislam1995 หลายเดือนก่อน +1

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি হিসেবে রেখে গেলাম। যুক যুক ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।🥺

  • @trisha6057
    @trisha6057 2 ปีที่แล้ว +164

    যখন তিনি বলেন,,,
    "ও যে কোথায় হারালো,,
    ব্যাথা কাকে শুধাই,,,,,,,,,💔
    তখন,, ইচ্ছে করে নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলি,,
    পারছিনা আর,,, 💔💔
    ____কমেন্টা করতে করতেই এখন অঝোরে চোখের জলে,বালিশ ভিজে গেল! "অদ্ভুত এই ভালোবাসা "❤️💔---(২৫-০৮-২০২২)রাত; ১:৩৫মিনিট........💔🙂

    • @anikm_00
      @anikm_00 2 ปีที่แล้ว +1

      💔🥺

    • @muktamukta4551
      @muktamukta4551 2 ปีที่แล้ว

      dukkher bepar ta hoilo apnr nam dekhe amr kanna astase 🙂

    • @trisha6057
      @trisha6057 2 ปีที่แล้ว +1

      @@muktamukta4551 কেন?

    • @muktamukta4551
      @muktamukta4551 2 ปีที่แล้ว

      @trisha amr recent break up houya ex er nam je amr sathe cheat korse..
      Ai gamil ta fimilyr so nam amn

    • @mdsagorhossain42
      @mdsagorhossain42 2 ปีที่แล้ว +1

      love you appi

  • @TanvirAhmed-eq1cs
    @TanvirAhmed-eq1cs 9 หลายเดือนก่อน +17

    কোনো একজনের ভালোবাসা না পেয়ে যে গান লিখেছেন সেই গান শুনে আপনাকে ভালোবেসে ফেলল লাখ লাখ মানুষ!
    লিংকন দা ❤❤

  • @Mamunhossain13
    @Mamunhossain13 11 หลายเดือนก่อน +23

    গানের প্রত্যেকটা লাইন মনকে ছুয়ে যায়।আর গিটার এর সুর বলে প্রকাস করার মত না, যে বাজিয়েছে সে সাধারণ কোনো মানুষ না।
    এক কথায় সব কিছু অসাধারণ

  • @emonislam54972
    @emonislam54972 15 วันที่ผ่านมา +5

    স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা..

  • @sajibbagchi
    @sajibbagchi ปีที่แล้ว +73

    দুঃখ বিলাশ গানটা প্রেমিকার চুম্বন থেকে ও অসম্ভব সুন্দর ❤️❤️❤️💔

  • @ahamedlincon7753
    @ahamedlincon7753 4 ปีที่แล้ว +82

    যেসব মানুষগুলো প্রাক্তনের কষ্টে এ গান শুনছেন সেসব ব্যাক্তিদের প্রাক্তনদের ধন্যবাদ দেওয়া উচিত। কেননা আপনার এ ব্যাক্তিত্ব সৃষ্টির পেছনে যে তার অবদানটাই প্রধান।

  • @mdmahid3674
    @mdmahid3674 10 หลายเดือนก่อน +242

    আরও ১০ বছর পর এই গানটি যারা সার্চ করে শোনাবে তাদের রুচির প্রতি রইলো গভীর শ্রদ্ধা🖤🫡

    • @mdmahim7276
      @mdmahim7276 8 หลายเดือนก่อน +2

      ও আমায় ভালোবাসেনি😢😢

    • @MahfuzurRahman-l2q
      @MahfuzurRahman-l2q 7 หลายเดือนก่อน +1

      Great music... LoveR,
      Great parsons, nd
      Great comments,,,luv u brO🤘🏽🤍

  • @fizzg0
    @fizzg0 4 ปีที่แล้ว +1801

    ও আমায় শেষবার মেসেজ এ বলেছিল। সেই ২০১৬ সালে।
    সে বলেছিল : "আর কখনো কথা হবে না। ভাল থেকো"
    আমি রিপ্লাই দিয়েছিলামঃ "বেঁচে আছি এইতো বেশী ভাল থাকা সেতো বিলাসিতা"
    আমার দুঃখ বিলাসের ছোট্ট গল্প৷ এটাই দুঃখ বিলাস

    • @MovieFreakTVBangladesh
      @MovieFreakTVBangladesh 4 ปีที่แล้ว +38

      gayer lom sihorito kore gelo protita word apnr vai..

    • @arjusarder1177
      @arjusarder1177 4 ปีที่แล้ว +3

      wow

    • @ndnns2871
      @ndnns2871 4 ปีที่แล้ว +33

      কমেন্ট গুলা এতো ভয়ানক কেন?

    • @piyaskhan5272
      @piyaskhan5272 4 ปีที่แล้ว +6

      💜💔

    • @shamimhossen1211
      @shamimhossen1211 4 ปีที่แล้ว +10

      আপনার কথা গুলো হৃদয় এ কম্পন ধরানোর মতো

  • @raselahmed9455
    @raselahmed9455 3 ปีที่แล้ว +303

    "দুঃখ বিলাস "
    হাজারো জীবনের শ্রেষ্ঠ সঙ্গীত। 🥰
    আবেগ, ভালোবাসা, ভালোলাগা সব মিশে আছে একটা গানে,
    ধন্যবাদ লিংকন ভাই। ❤️

  • @sabitadas8543
    @sabitadas8543 10 หลายเดือนก่อน +248

    আমি Warfaze এর পূর্ণতা খুঁজতে গিয়ে.......😌😌😌
    Artcell এর দুঃখ বিলাস হয়ে ফিরে এলাম...!!💔💔💔

  • @TirthoRoy-vp1uk
    @TirthoRoy-vp1uk 22 วันที่ผ่านมา +2

    প্রতিদিন ঘুমানোর আগে এই গানটি শুনি 😊💔। অসংখ্য ধন্যবাদ গুরু এমন অসাধারণ একটা গান রচনা করার জন্য 🙏🥰

  • @mehedihasansami7193
    @mehedihasansami7193 3 ปีที่แล้ว +72

    হাজারো মানুষের চখে পানি, তবুও মনে শান্তি।
    সে জখন হয় Artcell প্রেমি।❤️
    ভালোবাশি দাদা আপনাদের।

  • @ferdushahomedbappy6628
    @ferdushahomedbappy6628 2 ปีที่แล้ว +17

    আগে এই গানটির মর্ম বুঝতে পারি নাই তাই গানটির মাধুর্য বুঝতে পারিনি।
    এখন বুঝতে পারি প্রত্যেক শব্দের অর্থ ও গানটি কেন লিখা হয়েছিল।
    ধন্যবাদ artcell এত সুন্দর উপহার দেওয়ার জন্য ।

  • @hasans6516
    @hasans6516 3 ปีที่แล้ว +372

    রাতে যখন হাজারো তারার ভিতরে নিজের একাকিত্ব টা অনুভব করি,
    তখন গলা ফাটিয়ে বলে ইচ্ছে হয়,,
    ``ও আমাকে ভালোবাসে নি,
    অসীম এ ভালোবাসা ও বোঝে নি❤️💔

    • @yourohy2.065
      @yourohy2.065 3 ปีที่แล้ว

      শুভ জন্মদিন আর্টসেল!
      @Artcell Official - Oniket Prantor (Lofi Remix) Mashuq Haque × Ahmed Souren
      Ln - th-cam.com/video/aVUi3okpLk8/w-d-xo.html

    • @mtzff381
      @mtzff381 3 ปีที่แล้ว

      😅

    • @jakariyabhiyan1544
      @jakariyabhiyan1544 2 ปีที่แล้ว

      😢😢😢

    • @tanjimislam2730
      @tanjimislam2730 2 ปีที่แล้ว

      রাতে যখন হাজারো তারার ভিতরে নিজের একাকিত্ব টা অনুভব করি,😞
      “ ও আমাকে ভালোবাসে নি 🙃
      অসীম এ ভালোবাসা ও বোঝে নি🥀

  • @Mdrifat-vp5to
    @Mdrifat-vp5to 2 หลายเดือนก่อน +1

    দুঃখবিলাস তোমাকে আমার ভাঙা হৃদয়ে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিলাম 🥰🥰।

  • @ashikmuhammadhasan
    @ashikmuhammadhasan 3 ปีที่แล้ว +48

    আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করেনা সেই মানুষটা আপনার না! তাকে অযথা বিরক্ত করা বাদ দেন! সে ভাল থাকুক,আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন!😊🖤

    • @raisa3778
      @raisa3778 2 ปีที่แล้ว

      অভ্যাস হয় না 🙃

    • @musiclover-yh2kw
      @musiclover-yh2kw 2 ปีที่แล้ว

      পাড়ি না ভাই না দেখলে না কথা বলে থাকতে পাড়ি না,,😅

    • @mdsaim8441
      @mdsaim8441 2 ปีที่แล้ว

      Pari na j vai kicukk rege taki abr tar shate kta bltei hoi

  • @mdssoikot
    @mdssoikot 2 ปีที่แล้ว +87

    {Jannat Afroja}
    আজীবন মনে থাকবে, অসহায়ের মতো তারে চেয়েছিলাম তবুও সে আমার হয়নাই।।🙂
    আমার ভালোবাসা যদি মিথ্যা হয়!
    তবে ভালোবাসা শব্দটাই মিথ্যা 🙂🥀

    • @oviroy8051
      @oviroy8051 2 ปีที่แล้ว

      🥺🥺🥺💔

    • @nasim294
      @nasim294 ปีที่แล้ว

      🙂💔🥀🥀

    • @binamir1338
      @binamir1338 9 หลายเดือนก่อน

      😁😁😁

  • @itzjishan3785
    @itzjishan3785 2 ปีที่แล้ว +657

    পৃথিবীর কোনো প্রমিকা দুঃখ বিলাশ গানের চেয়ে সুন্দর নয় 🥰🥰

  • @mubashirrahaman4905
    @mubashirrahaman4905 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ,ARTCELL কে এমন একটি গান আমাদেরকে উপহার দেয়ার জন্য।

  • @dibyolifestyle2149
    @dibyolifestyle2149 ปีที่แล้ว +22

    প্রত্যেক লাইন যেন এক একটা গভীর হানা হৃদয় এর ,,,অনেক অনেক ভালোবাসা ,সম্মান লিংকন দার জন্য 🖤

  • @10Solutions
    @10Solutions 4 ปีที่แล้ว +209

    আমি বারবার ফিরে আসি এই গানটা শুনতে। এটা এমনই একটা গান যা প্রথমবার শুনলেই লিজেন্ডরা আর্টসেল ফ্যান হয়ে যাবে। সর্বোপরি, আমি লিংকন ভাইয়ের মতো একজন লিজেন্ডের জন্য দোআ করি এমন একটা জগৎ সেরা বাংলা গান আমাদের ও আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পেরেছেন ✌

    • @bdmusiclover2428
      @bdmusiclover2428 4 ปีที่แล้ว

      G Series World Music চ্যানেলে Artcell এর (Original Track)
      1.Dhushor Shomoy (ধূসর সময়) 2.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই) 3.Ei Bidaye (এই বিদায়ে) 4.Opshori (অপ্সরী) 5.Leen (লীন) 6.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার) 7.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )।আসছে খুব শীঘ্রই Artcell এর প্রিয় Original Track গুলো।
      আছে অন্যান্য প্রিয় ব্যান্ডের Original Track ও মিউজিক ভিডিও।
      listen to the original track & enjoy

    • @md.tarekhasan6554
      @md.tarekhasan6554 4 ปีที่แล้ว

      ekdom

    • @venomtouch4250
      @venomtouch4250 4 ปีที่แล้ว

      Linkon vaiii ki beche nai?????

    • @sawonsarker7706
      @sawonsarker7706 3 ปีที่แล้ว

      @@venomtouch4250 Hae beche ache

    • @kawsarranab
      @kawsarranab 3 ปีที่แล้ว

      @@venomtouch4250 ki bolo baii

  • @ashik7878
    @ashik7878 ปีที่แล้ว +154

    - শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় 💔

    • @fmsarower8441
      @fmsarower8441 11 หลายเดือนก่อน

      পুরুষের জীবন মানেই একটা যুদ্ধের ময়দান
      এখানে ঠিক থাকতে হলে প্রতিনিয়ত য

    • @SanyulIslam-j7e
      @SanyulIslam-j7e 11 หลายเดือนก่อน +1

      Warfaze 🥹🤍

    • @Kazi_Zihad
      @Kazi_Zihad 11 หลายเดือนก่อน +1

      😅😅

    • @apughosh6830
      @apughosh6830 10 หลายเดือนก่อน

      Me too 😭😭😭😭😭😭

    • @HloAkash-j6f
      @HloAkash-j6f 10 หลายเดือนก่อน

      Isn't werfaze bro this is artcell

  • @RealSudipto97
    @RealSudipto97 2 หลายเดือนก่อน +2

    Daarun Hoyeche ❤🤘🏿 Love from India ❤️🇮🇳

  • @akkashaliporosh
    @akkashaliporosh 4 ปีที่แล้ว +173

    অন্ধকার রুম,কানে হেডফোন,
    প্লে-লিষ্টের প্রিয় আর্টসেল ব্যান্ডের গান,
    আর জীবনে জড়ানো কিছু অভিমান!'🌸
    জীবনটা এতেই সুন্দর!'🖤

  • @limanrahul
    @limanrahul 4 ปีที่แล้ว +171

    Dear Strangers
    You Have a Great Taste in music 🎶

  • @shuvo2727
    @shuvo2727 2 ปีที่แล้ว +391

    Doctor : This Person Is Deeply Depressed , We Can't Do Anything Now!!
    Dukkho Bilas : Let Me Handle This 🖤🥀

    • @badalhossain6777
      @badalhossain6777 2 ปีที่แล้ว +4

      beshi abegi h
      owa valo na

    • @mixveggies9628
      @mixveggies9628 2 ปีที่แล้ว

      🤣

    • @alifmusicstation4698
      @alifmusicstation4698 2 ปีที่แล้ว +2

      Doctor : This person is deeply depressed,We can't do anything now!!
      Dukkho bilash : Let me handle this🖤

    • @thelegend4168
      @thelegend4168 2 ปีที่แล้ว +1

      Bokachoda

  • @ProtikjohnRozario-wi2gf
    @ProtikjohnRozario-wi2gf 3 หลายเดือนก่อน +7

    এই গান শুনলে মনের অজান্তেই গানের কথা গুলো অনুভব করি | ❤❤❤

  • @Jahidkhan-xd1nx
    @Jahidkhan-xd1nx ปีที่แล้ว +32

    "আমি হলাম সেই কাঠামো, যে একটা আত্মা,মাংস,পোশাক সভ্যতা ইত্যাদি বয়ে বেড়াচ্ছে,,আমি দু্র্ভিক্ষের চেয়ে তীব্র।'চিরচেনা হতাশা,দুঃখগুলোকে এই সুর অন্যরকমভাবে গাঁথুনি দিয়ে গেঁথে রাখে। বিধ্বংস হৃদয়ের গভীর থেকে আর্টসেল প্রতি রইলো গভীর শ্রদ্ধা সন্মান ও ভালোবাসা❤️

  • @BodmashBodmash-ls1my
    @BodmashBodmash-ls1my 7 หลายเดือนก่อน +49

    ও আমায় ভালোবাসেনি😥
    অসীম এ ভালোবাসা ও বোঝেনি😢
    সেরা দুইটা লাইন🔥

    • @rajibmunsi65
      @rajibmunsi65 5 หลายเดือนก่อน

      tai naki

  • @helal_tahsan69
    @helal_tahsan69 3 ปีที่แล้ว +178

    দুঃখ বিলাশ, তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত! 🥀💔

    • @thenatureofthevillage4466
      @thenatureofthevillage4466 2 ปีที่แล้ว +2

      🙂🙂পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা......😇😇
      ...🙂🥰 সুন্দর হোক সম্পর্কের শেষটা😇🥰

    • @mdmanikmolla3762
      @mdmanikmolla3762 2 ปีที่แล้ว +2

      দুঃখ বিলাশ তুমি আমার পরাধীন রাজ্যে জাতীয় সংগীত 😒

    • @hamimsheikh8338
      @hamimsheikh8338 2 ปีที่แล้ว +1

      দুঃখ বিলাশ,
      তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত! 💔🥀

    • @tanjirff9505
      @tanjirff9505 2 ปีที่แล้ว +1

      দুঃখ বিলাশ,তুমি আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত!!,🥀😊

    • @alifmollik9071
      @alifmollik9071 2 ปีที่แล้ว +1

      সেরা

  • @imonshah1024
    @imonshah1024 ปีที่แล้ว +612

    ৬ বছর পরেও যারা এই গান টা শুনেন প্রতিদিন আমার মত তারাই লাইক দিয়া জানিয়ে দিন ❤

    • @kitketsumon3367
      @kitketsumon3367 10 หลายเดือนก่อน +1

      2005 er gaan

    • @prathayanchoudhury1025
      @prathayanchoudhury1025 10 หลายเดือนก่อน +2

      I'm also here from India

    • @rifatsabbir3320
      @rifatsabbir3320 9 หลายเดือนก่อน +1

      It’s been 7 year

    • @JrRana47
      @JrRana47 9 หลายเดือนก่อน

      2002 er​@@kitketsumon3367

    • @NayeemBhaisLtd
      @NayeemBhaisLtd 8 หลายเดือนก่อน

      🌸🥀💖

  • @DarkHorse-g6n
    @DarkHorse-g6n 3 ปีที่แล้ว +131

    English Translation
    Can you give a lover’s love?
    Will anyone give life’s true hope of warm?
    Before you love, get yourself tested
    Decorate your heart the way i like
    I’m helpless enough in another direction
    Watching the same act on the stage of eternity.
    She did not love me,
    Did not understand this eternal love
    She did not love me,
    Did not capsize in this abyssal love.
    Is there anyone who will wait for me,
    Love me only with a promise?
    Before you love, get yourself tested;
    Decorate your heart the way I like.
    I’m helpless enough in another direction
    Watching the same act on the stage of eternity…
    In so many crowds, I am still alone
    For emptiness solely in the heart.
    As much as light I spread in Darkness,
    All blends in it.
    Oh! Where was she lost?
    With whom do I share my grief?

  • @ajharkhan5078
    @ajharkhan5078 3 ปีที่แล้ว +95

    আমার কৈশোরের আবেগ রেখে গেলাম
    যখন পরের প্রজন্ম গানটি শুনবে তখন ওরা বুঝবে আমরা কোন লেভের গান শুনতাম,কেমন ছিলো আমাদের রুচি...!

    • @rabbihasan4800
      @rabbihasan4800 3 ปีที่แล้ว +4

      Ha vai amrai apnader pore 😊😊😊🥀
      Akhon amra aoni 🖤🖤🖤

    • @crypticpenance313
      @crypticpenance313 2 ปีที่แล้ว

      @@rabbihasan4800 vai amra apnader pore

  • @abid49rahman
    @abid49rahman 23 วันที่ผ่านมา +1

    বছরের শেষ রাতে এই আবেগঘন গান দিয়ে বছরটি শেষ করলাম❤💛😪😪

  • @mirhasan6312
    @mirhasan6312 2 ปีที่แล้ว +124

    আজ থেকে ১৫-20 বছর পর যখন আমাদের বাচ্চারা Old song লিখে Search দিয়ে গান শুনবে, তখন বুজবে তাদের বাবারা কোন লেভেলের গান শুনতো❣️💖

    • @mdalaminhosain8123
      @mdalaminhosain8123 2 ปีที่แล้ว

      Kothatay moja paisi vai 😅

    • @BD_Gambling
      @BD_Gambling ปีที่แล้ว +2

      Vai doa koren jeno amadr sontan der eshb gaan shonar poristhiti na ashe.

    • @hadin999
      @hadin999 ปีที่แล้ว

      ​@@BD_GamblingHea...sotti bhai🥹

  • @farhananupur388
    @farhananupur388 3 ปีที่แล้ว +182

    ফাঁকা রুম ফ্যান চলছে আমি বিছানায় শুয়ে কানের কাছে ফোনটা নিয়ে ফুল সাউন্ড দিয়ে চোখ বন্ধ করে ফিল করছিলাম গানটা।আহ কি অনুভূতি🖤
    আর গাচ্ছিলাম "ও আমায় ভালোবাসেনি,অসীম এ ভালোবাসা বোঝেনি"❤️

    • @yonoseharut7287
      @yonoseharut7287 3 ปีที่แล้ว +1

      Ora ai vlobasha bujhar jogggoi nah,,,

    • @farhananupur388
      @farhananupur388 3 ปีที่แล้ว +2

      @@yonoseharut7287 se nhh bujhuk je ami take valobashi

    • @yonoseharut7287
      @yonoseharut7287 3 ปีที่แล้ว +2

      @@farhananupur388 fb te achen api??,,

    • @emonctg4136
      @emonctg4136 3 ปีที่แล้ว +1

      আহ কি অনুভূতি 🍁

    • @sohamsalehin9212
      @sohamsalehin9212 3 ปีที่แล้ว

      Same

  • @SumonFf-m1g
    @SumonFf-m1g 24 วันที่ผ่านมา +2

    সিগারেট টাও ফুরালে দুঃখ বিলাস গান টাও শেষ হলো 😅💔

  • @262Rubel
    @262Rubel 2 ปีที่แล้ว +77

    "ও আমায় ভালোবাসেনি,
    অসীম এ ভালোবাসা ও বোঝেনি!
    ও আমায় ভালোবাসেনি,
    অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি"-This line👀🖤

  • @Leonard_15
    @Leonard_15 ปีที่แล้ว +642

    A message to the future generations: "DON'T LET THIS SONG DIE"

    • @istiakkabir9363
      @istiakkabir9363 ปีที่แล้ว +6

      That’s the beauty of it mate, this song will never die.

    • @Khaleduzzamanshadin
      @Khaleduzzamanshadin ปีที่แล้ว +1

      ​@@istiakkabir9363 Love bro

    • @mdzahidulislam4784
      @mdzahidulislam4784 ปีที่แล้ว +1

      Of course 😭😭😭

    • @ragvirahamed1146
      @ragvirahamed1146 ปีที่แล้ว

      ❤❤❤❤RP❤❤❤❤

    • @sanathetic
      @sanathetic ปีที่แล้ว +1

      This song and artcell, they are legends and legends never die.

  • @sohelmunsi7732
    @sohelmunsi7732 3 ปีที่แล้ว +33

    এখন ঠিক রাত 2.00টা বাজে,,আমার চোখের জলে বালিশ বিজে গেছে,আর সে অন্য কারো খাটে💔💔😭😭
    গতরাতে তার হলুদ সন্ধ্যা ছিল,বিয়ে বাড়ির গানের আওয়াজ টাও বরাবর আমার হৃদয় আঘাত করছিল,,বারবার মনে হচ্চিল শুধু আজরাতই তাকে আমার দাবি করতে পারবো,,কাল সে অন্যকারো হয়ে যাবে 😭
    ঠিকই এখন সে অন্যের খাটে করছে বিলাস,, আর আমার সংগী ''দুঃখ বিলাস''😭😭
    পাঁচ বছর ঘুরেছি তার পিছে, তারপরও
    ''সে আমায় ভালোবাসেনি''😭😭

    • @APPLE-mq7pm
      @APPLE-mq7pm 2 ปีที่แล้ว +1

      ki Vai atoi koshto je emoji diteo bhulen nai

    • @moududahmed9429
      @moududahmed9429 2 ปีที่แล้ว

      😐😐😐

  • @coolestbadboi4088
    @coolestbadboi4088 หลายเดือนก่อน +2

    its a great song. i like this song. from bagladesh ♥♥

  • @thebadliar16
    @thebadliar16 2 ปีที่แล้ว +265

    যখন পাশে ছিলো তখন গান টার মর্ম বুজিনি, আজ পাশে নেই আজ বুজলাম দুঃখ বিলাস এর প্রত্যেকটা লাইন তার ভালোবাসার থেকেও বেশি সুন্দর...... ❤️🙏

    • @A1249h
      @A1249h ปีที่แล้ว

      হু একদম ঠিক❤

  • @mahin3622
    @mahin3622 2 ปีที่แล้ว +67

    Artcell এর,
    দুঃখ বিলাশ শুনার জন্য হলেও একটা প্রাক্তন থাকা প্রয়োজন 😇🥀

  • @mdriadbhuiyan9243
    @mdriadbhuiyan9243 ปีที่แล้ว +452

    স্মৃতি রেখে গেলাম যাতে কেউ লাইক দিয়ে গানটি আবার শোনার সুযোগ করে দেয় 😌💫

    • @OisheAkter-z2f
      @OisheAkter-z2f 11 หลายเดือนก่อน

      Wadcফহক্নব

    • @OisheAkter-z2f
      @OisheAkter-z2f 11 หลายเดือนก่อน

      য়গজগুউ

    • @rokibul1994
      @rokibul1994 11 หลายเดือนก่อน

      Shune Jan abar

    • @RajibHasan-hv9ek
      @RajibHasan-hv9ek 11 หลายเดือนก่อน

      😂

  • @quantumzing
    @quantumzing 4 หลายเดือนก่อน +3

    লিরিক্স :
    তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা?
    দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?
    তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা?
    দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?
    ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
    আমার মনের মত নিও সাজিয়ে
    আমি বড় অসহায় অন্য পথে
    একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
    ও আমায় ভালোবাসেনি
    অসীম এ ভালোবাসা ও বোঝেনি
    ও আমায় ভালোবাসেনি
    অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
    তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
    ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা
    তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
    ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা
    ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
    আমার মনের মত নিও সাজিয়ে
    আমি বড় অসহায় অন্য পথে
    একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
    ও আমায় ভালোবাসেনি
    অসীম এ ভালোবাসা ও বোঝেনি
    ও আমায় ভালোবাসেনি
    অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
    এত ভিড়েও আজও আমি একা
    মনে শুধুই যে শূন্যতা
    এত ভিড়েও আজও আমি একা
    মনে শুধুই যে শূন্যতা
    আঁধারে যত ছড়াই আলো
    সবই আঁধারে মিলায়
    ও যে কোথায় হারালো
    ব্যথা কাকে যে শুধাই

  • @mdsaifuddin4275
    @mdsaifuddin4275 ปีที่แล้ว +35

    °পৃথিবীর কোনো প্রেমিকা দুঃখ বিলাস গানের চাইতে সুন্দর নয়...🖤🌸

  • @TaSKiN_75
    @TaSKiN_75 10 หลายเดือนก่อน +45

    এখন বয়স মাত্র ২১ 🙂
    বেঁচে থাকলে শেষ বয়সে এসেও সার্চ দিয়ে
    আবার শুনবো..!😌🖤

  • @mdiqbalhossain7186
    @mdiqbalhossain7186 3 ปีที่แล้ว +36

    ধন্যবাদ। সুহাসিনী ❤️
    তুমি ছেড়ে না গেলে হয়তো আমার দুঃখ বিলাশ শুনা হতো না 🙂