একটা সময় গিয়েছে ২০১৫-১৭ পৃথিবীকে অসহ্য লাগছিলো কোনো কিছুই আমার কূলে ছিলো না, না মনে না, কয়েকবার সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে দুইবার চেষ্টা করে কয়েকটা সেকেন্ডের জন্য ফাঁসি দেওয়া থেকে ফিরে এসেছি, তখন বয়স মাত্র ১৯ছিলো এখন বাস্তবতা বুঝি কিন্তু তখন বুঝতাম না, আমি একমাত্র তখনই শান্ত থাকতাম যখন হেডফোন কানে গুজে এই গানটি ফুল সাউন্ডে শুনপ্রচন্ড খারার সময়টাতে আমি আমার পৃথিবী খুঁজে পেতাম উৎসবের উৎসাহে তে, এরশাদ জামান ভাই এই একটা নাম যে নামের কাছে সারা জিবন ঋণী হয়ে থাকবো, উৎসবের উৎসাহ আমাকে বাস্তবতার চোখে চোখ রেখে মাথা উঁচু করে বাঁচতে অনেক টুকু সাহায্য করেছে, আর্টসেল আর আগের মতো নেই, তারা এখন বিবক্ত আমি মাঝে মাঝে সপ্ন দেখি আমি যদি খুবই বড় একজন মানুষ হতাম আমি যদি খুবই ক্ষমতাবান কোনো মানুষ হতাম সমস্ত ক্ষমতা খাঁটিয়ে তাদেরকে আবার এক করে দিতাম, অ্যট এনি হাউ এনি কস্ট, নিঃশব্দে প্রস্থানের নাম আর্টসেল নয়, আর্টসেল এমন এক অনূভূতি যে অনুভূতি হারিয়ে যেতে আসেনি।
ভালো লাগলো কমেন্টটা,,,, আর্টসেল হলো আমাদের নিশ্বাস,,, আমি আমার ফ্যামিলি কে বলেছি আমি সুইসাইড করার পর যেন আমার লাশের পাশে গানটা বাজানো হয়,,,এবং কবরের ভেতরে যেন মোবাইলে গানটি চালিয়ে আমাকে মাটি দেওয়া হয়,,,
এই গান নিয়ে অনেক হাইপ নেই৷ অনেক আর্টসেল ফ্যান জানেও না কি পরিমান মাস্টারপিস একটা লিরিক এই গানটাতে৷ এটাই আমার দৃষ্টিতে আর্টসেলের সেরা গান ! চোখ বন্ধ করে হেডফোন চেপে অন্ধকার রুমে শুনুন। একটা জগতে হারিয়ে যাবেন ।
এগুলো গান লিরিক্স না জীবনের লিরিক্স আর জীবনের লিরিক্স এমনই হয়। এগুলো শুধুই গান না একাকিত্বের সঙ্গী, মনের খোরাক। মনের খুদা মিটায় আর্টসেল 🌼🖤 অবিরাম ভালোবাসা আর্টসেল🖤🖤
6:57... তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দী করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে!❤💘
আর্টসেলের এই গানটা অন্যগুলার তুলনায় কিছুটা আন্ডাররেটেড।এই গানটা বিশেষ করে আমার এতো ভালো লাগে কেনো জানিনা। বিষন্ন দিনগুলোতে এই গানটা আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবন কেটেছে এইসব গান শুনতে শুনতে। এতো মানুষের কোলাহলের মাঝেও কানে হেডফোন লাগিয়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া আহা কী সব দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসে এখন পরিবার বন্ধুবান্ধবহীন একা শহরে চাকরি জীবন, তবুও এখনো যেন ঠিক আগের মতোই অনুভূতি হয় এ গানগুলো শুনলে। ধন্যবাদ আর্টসেল, জীবনে এতো সুন্দর কিছু অনুভূতির জন্ম দেওয়ার জন্য।
আজ ২য় মে ২০২০ আজ থেকে প্রায় ২০/৩০ বছর পর যখন আমি আবার এই ইউটিউবে এই গানটি শুনবো তখন হয়তো যৌবন থাকবেনা কিন্তু আমি বলতে পারবো যে দেখো আমাদের সময়কার এমন একটি ব্যান্ড ছিল আর্টসেল তারা শুধু আমাদের গান উপহার না আমাদের নতুন জীবন চিনাতে শিখিয়েছেন আর্টসেল ভালোবাসা অবিরাম অফুরন্ত সারাজীবন
কলকাতা থেকে বলছি দাদা।পিঙ্ক ফ্লয়েড এর মাঝে আপনাদের ছায়া খুজে পাই আমি।যখম থেকে ব্যান্ড বুঝতে শিখেছি তখন থেকে আর্টসেল আমার হার্টসেল।ওপার বাংলা থেকে বলছি দাদা আপনাদের গানগুলো আজীবন বেঁচে থাকবে।তবে এরশাদ ভাই কে খুব বেশি মিস করি।
আর্টসেল মানুষের মনে নয় জায়গা করে নিয়েছে রক্তে ,আর তাই মানুষের রক্তের সাথে মিশে হয়তো পথ চলতে থাকবে আরো বহু বছর। হয়তো থেকে যাবে গান প্রজন্ম থেকে প্রজন্মে। হয়তো আর্টসেল হয়ে থাকবে সব সময় এক ভালোবাসার নাম।
আর্টসেলের সবচেয়ে ভাল লাগে এই গানটাই, সব গানই অসম্ভব ভালো লাগে,এটা বেশি। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায় এই গানে, মুখ ফোটে বলা যায়না যে কথাগুলো,এই গানে সব মনের কথা গুলো উঠে এসেছে।❤️
যুগ যুগ ধরে মানুষের মনে রবে এই গান... আজ ২০২১ আর্টসেলের গান শুনতাম না, আর্টসেল বলে যে কোন ব্যান্ড আছে বাংলাদেশে এটা আমার জানা ছিল না, হঠাৎ করে আমার এক বন্ধু সিয়াম সরকার ফেসবুকেতে আমাকে artcell fans club গ্রুপে ইনভাইট করে,তারপর থেকে আর্টসেলের ফ্যান হয়ে যাও আমি.... আর্টসেল এর সকল কলাকৌশলীদের কে মন থেকে জানাই অবিরাম ভালোবাসা... আর্টসেলের গানের মধ্যে মানুষের হৃদয়ের কথা রয়েছে... এই কমেন্টটা স্মৃতি হয়ে রয়ে যাবে..
আমার মনে হয় আর্টসেল নিজেও জানে না তারা কোন লেভেলের মিউজিক টা এখানে দিসে। আমার মনে হয় আর্টসেলের মিউজিক এক অন্যরকম ক্লাস যেটা আর কোনো ব্যান্ডে আমি পাইনাই।তাদের কিছু ডিফিকাল্ট চেইঞ্জ থাকে গানের মাঝে যেগুলা অনেকবার না শুনলে ক্যাপচার করা যায় না! 5:55 তে খেয়াল করে দেখবেন গানটা অন্যদিকে ঘুরে যায়,কষ্টের হাহাকার থেকে একদম হাল ছেড়ে দেওয়া নাবিকের শান্ত অভিমানে চলে যায় গানটা। আসলে আর্টসেলকে নিয়ে হাজার বল্লেও শেষ হবে না। তবে এই গান আপনি শুনে থাকলে আপনি ভিড়ের মাঝে একজন! hail to ARTCELL 🥀
বিশাল এই পৃথিবীর মাঝে যখন নিজেকে হারিয়ে ফেলি ঠিক তখনই এই ARTCELL আমাকে আবার নিজের মাঝে ফিরিয়ে দেয়🙂🙂🙂🙃🙃কত বার হারিয়ে গেছি আর কতবার যে ফিরে এসেছি তার হিসেব আমার জানা নেই 🤠🤠
এ কথাটি মে বি ১০০ মানুষের বেশি হনকে বলেছি যারা ওয়রস্টারন রক মিউজিকের ফ্যান। যদি আর্টসেল বাইরের কোন দেশের ব্যান্ড হতো এতদিনে তারা বিশ্বের প্রথম সারির দিকে থাকতো
আমার এই গানটা শুনতে অনেক লেইট হয়ে গিয়েছে, তবে গানের কথাগুলো আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুধু একমুহূর্ত লেগেছে। স্বপ্ন মানে পাশে থাকা। কথাটা বোঝাতে পারিনি একজনকে। ❤️আর্টসেল।
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা.... সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে
ওহ এরশাদ ভাই কী যে মিস করি আপনাকে বলে বোঝানো যাবে না আপনি ছাড়া আর্টসেল কে কেমন জানি লাগে আপনি যে ভাবে সলো বাজান ভাই আপনার বাজানোতে যে ভালোবাসা ভালোলাগা কাজ করে সেটা এখন পাই না আর কী সুন্দর লিখেছেন এই গান টা।
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গোপনে তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নীরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেবো সেই সীমানায় তোমাকে যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে আবার এসে দাঁড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকা পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমেষে তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমেষে
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নিরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানায় তোমাকে যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাক পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিনবো এঁকে এঁকে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে
then to break the trance... . . hands on the hands.... . . imprisoning the loser.... . . being awake in the night... . . turning on the light... . . in festive mood and delight.
এই জেনারেশন বিটিএস, ইন্ডিয়ার সস্তা রেপ সং শুনে। কিন্তু তারা জানেইনা কি আছে আমাদের রত্নভান্ডারে। বিটিএসের বা ইন্ডিয়ার বাদশার সারাজীবনের ক্যারিয়ার আর আর্টসেলের এই গানের শেষের লাইন গুলা। পুরো ক্যারিয়ারতো বাদই দিলাম যেখানে মাস্টারপিস মাস্টারপিস কত গান আছে। আফসোস তাদের জন্য।
when its barren and the high tide... . . when lost and alone.. . . we'll find our way... . . drawing signs as we say... . . even turning back.. . . even taking a detour.. . . easy and straight , we'll find our way.
আমি ও ১ জন কে ভালবাসি কিন্তু হারানোর ভয়ে বলতে পারি নাহ 🥺🥺🥺🥺।।।আর আমাকে সে কোন জীবনেই পছন্দ করবে নাহ।। কারণ আমি স্মার্ট নাহ, ব্রিলিয়ান্ট নাহ, দেখতে সুন্দর ও নাহ, শ্রবণ প্রতিবন্ধী আমি 🙂🙂🙂,, কথাও ঠিক মত বলতে পারি নাহ।। যখন আমি কথা বলি ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করে আমার ভয়েজ শুনে 💔💔💔।। হাটার চলন ও ঠিক নাহ।।। জীবনে কিছু করতে পারব কি নাহ সেটাও জানি নাহ।। কিন্তু তারপর ও তাকে ভালবাসি আমি 💔🥺🥺🥺🥺।।। I Love you 😥😥😥...।। ভাল থেকো প্রিয় 😌😌।। অনেক অনেক ভাল থাকিও।।।। যদি জীবনে সাকসেস হই সেই সাকসেস পত্র দিয়ে দেখা করব আর আমার সব জমানো স্মৃতি তোমাকে দেখাবো।। ১ টা ডায়েরি আছে সেখানে তোমার ২০০+ পিক আছে আর মনের কথা গুলো লিখা আছে এই গান গুলো।।।তোমার দেওয়া ১০০ টাকা +১১ টা চকলেট এখনো জমানো আছে আমার কাছে 😣😣😣😣।।। ৪ টা বিশেষ দিন এর তারিখ এখনো লিখা আছে।।। যদি কোন দিন ভাল জায়গায় যাই আর নিজেকে পরিবর্তন করতে পারি তোমার যোগ্য হতে পারি সেই দিন তোমাকে আমার মনের কথা জানাবো তার আগে না হয় আমরা এইভাবেই কথা বলি প্রিয়।। কিন্তু ভুলে যেও নাহ আমাকে 🙂🙂🙂🙂... তোমার যোগ্য হয়েই আমি ফিরব জাস্ট ৩ টা বছর সময় দিও আমাকে 💔💔💔💔
একটা সময় গিয়েছে ২০১৫-১৭ পৃথিবীকে অসহ্য লাগছিলো কোনো কিছুই আমার কূলে ছিলো না, না মনে না,
কয়েকবার সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে দুইবার চেষ্টা করে কয়েকটা সেকেন্ডের জন্য ফাঁসি দেওয়া থেকে ফিরে এসেছি, তখন বয়স মাত্র ১৯ছিলো এখন বাস্তবতা বুঝি কিন্তু তখন বুঝতাম না,
আমি একমাত্র তখনই শান্ত থাকতাম যখন হেডফোন কানে গুজে এই গানটি ফুল সাউন্ডে শুনপ্রচন্ড খারার সময়টাতে আমি আমার পৃথিবী খুঁজে পেতাম উৎসবের উৎসাহে তে,
এরশাদ জামান ভাই এই একটা নাম যে নামের কাছে সারা জিবন ঋণী হয়ে থাকবো, উৎসবের উৎসাহ আমাকে বাস্তবতার চোখে চোখ রেখে মাথা উঁচু করে বাঁচতে অনেক টুকু সাহায্য করেছে,
আর্টসেল আর আগের মতো নেই, তারা এখন বিবক্ত আমি মাঝে মাঝে সপ্ন দেখি আমি যদি খুবই বড় একজন মানুষ হতাম আমি যদি খুবই ক্ষমতাবান কোনো মানুষ হতাম সমস্ত ক্ষমতা খাঁটিয়ে তাদেরকে আবার এক করে দিতাম, অ্যট এনি হাউ এনি কস্ট,
নিঃশব্দে প্রস্থানের নাম আর্টসেল নয়, আর্টসেল এমন এক অনূভূতি যে অনুভূতি হারিয়ে যেতে আসেনি।
ভালো লাগলো কমেন্টটা,,,,
আর্টসেল হলো আমাদের নিশ্বাস,,,
আমি আমার ফ্যামিলি কে বলেছি আমি সুইসাইড করার পর যেন আমার লাশের পাশে গানটা বাজানো হয়,,,এবং কবরের ভেতরে যেন মোবাইলে গানটি চালিয়ে আমাকে মাটি দেওয়া হয়,,,
Right comment bro
ভাই আপনার মতো আমরাও অনেক বেশি মিস করি, ইস আবার যদি সেই লাইন-আপ টা ফিরে আসতো।
ইমোশনাল করে দিলেন তো ভাই 😐😪
ভাই আমি আজ ২০ বছর বয়সী এক ব্যার্থ তরুণ আপনার মতন এই এরশাদ ভাইয়ের উৎসাহে উতসাহিত হলা
এই গান নিয়ে অনেক হাইপ নেই৷ অনেক আর্টসেল ফ্যান জানেও না কি পরিমান মাস্টারপিস একটা লিরিক এই গানটাতে৷ এটাই আমার দৃষ্টিতে আর্টসেলের সেরা গান ! চোখ বন্ধ করে হেডফোন চেপে অন্ধকার রুমে শুনুন। একটা জগতে হারিয়ে যাবেন ।
Right
Yess
Sohomot
সহমত
হ্যা ভাই
এগুলো গান লিরিক্স না জীবনের লিরিক্স আর জীবনের লিরিক্স এমনই হয়। এগুলো শুধুই গান না একাকিত্বের সঙ্গী, মনের খোরাক। মনের খুদা মিটায় আর্টসেল 🌼🖤 অবিরাম ভালোবাসা আর্টসেল🖤🖤
6:57...
তখন ভাঙতে হবে ঘোর
হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দী করে রেখে
জাগতে হবে রাত
আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ
চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে পাই
ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে!❤💘
Wow bt video te lyrics ache,...
আর্টসেলের এই গানটা অন্যগুলার তুলনায় কিছুটা আন্ডাররেটেড।এই গানটা বিশেষ করে আমার এতো ভালো লাগে কেনো জানিনা। বিষন্ন দিনগুলোতে এই গানটা আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়।
আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবন কেটেছে এইসব গান শুনতে শুনতে। এতো মানুষের কোলাহলের মাঝেও কানে হেডফোন লাগিয়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া আহা কী সব দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসে এখন পরিবার বন্ধুবান্ধবহীন একা শহরে চাকরি জীবন, তবুও এখনো যেন ঠিক আগের মতোই অনুভূতি হয় এ গানগুলো শুনলে। ধন্যবাদ আর্টসেল, জীবনে এতো সুন্দর কিছু অনুভূতির জন্ম দেওয়ার জন্য।
আজ ২য় মে ২০২০ আজ থেকে প্রায় ২০/৩০ বছর পর
যখন আমি আবার এই ইউটিউবে এই গানটি শুনবো তখন হয়তো যৌবন থাকবেনা
কিন্তু আমি বলতে পারবো যে দেখো আমাদের সময়কার এমন একটি ব্যান্ড ছিল আর্টসেল
তারা শুধু আমাদের গান উপহার না আমাদের নতুন জীবন চিনাতে শিখিয়েছেন
আর্টসেল ভালোবাসা অবিরাম অফুরন্ত সারাজীবন
কলকাতা থেকে বলছি দাদা।পিঙ্ক ফ্লয়েড এর মাঝে আপনাদের ছায়া খুজে পাই আমি।যখম থেকে ব্যান্ড বুঝতে শিখেছি তখন থেকে আর্টসেল আমার হার্টসেল।ওপার বাংলা থেকে বলছি দাদা আপনাদের গানগুলো আজীবন বেঁচে থাকবে।তবে এরশাদ ভাই কে খুব বেশি মিস করি।
Thank you💓💓
Vlobasha niben❤
এরশাদ ভাই কে আর পাবো না 😓, আর্টসেল কে আর পাবো না 😕
- এতো ডীপ লিরিক্সের সাথে এতো ইউনিক মিউজিক মানুষের মাথা থেকে কিভাবে বের হয় ভাবলেই অবাক লাগে 💞
রেস্পেক্ট দ্যা মাইটি এরশাদ জামান ❤
😊😊😊😊😊😊😊😊❤
আর্টসেল মানুষের মনে নয় জায়গা করে নিয়েছে রক্তে ,আর তাই মানুষের রক্তের সাথে মিশে হয়তো পথ চলতে থাকবে আরো বহু বছর। হয়তো থেকে যাবে গান প্রজন্ম থেকে প্রজন্মে। হয়তো আর্টসেল হয়ে থাকবে সব সময় এক ভালোবাসার নাম।
এরশাদ ভাই মানেই একটা আগুন যার থেকে এমন লিরিক্স বের হয় এমন গিটার সোলো বের হয় নিঃসন্দেহে একজন লেজেন্ডারী গিটারিস্ট ❤️🌸❤️
লাভ ইউ ভাই
আর্টসেলের সবচেয়ে ভাল লাগে এই গানটাই, সব গানই অসম্ভব ভালো লাগে,এটা বেশি। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায় এই গানে, মুখ ফোটে বলা যায়না যে কথাগুলো,এই গানে সব মনের কথা গুলো উঠে এসেছে।❤️
ইচ্ছে করে কমেন্ট করিনি,অনেকবার শোনা হলো! সম্ভবত আর্টসেলের এইটাই সবচেয় সেরা লিরিক্স!❤️
যুগ যুগ ধরে মানুষের মনে রবে এই গান...
আজ ২০২১
আর্টসেলের গান শুনতাম না, আর্টসেল বলে যে কোন ব্যান্ড আছে বাংলাদেশে এটা আমার জানা ছিল না, হঠাৎ করে আমার এক বন্ধু সিয়াম সরকার ফেসবুকেতে আমাকে artcell fans club গ্রুপে ইনভাইট করে,তারপর থেকে আর্টসেলের ফ্যান হয়ে যাও আমি.... আর্টসেল এর সকল কলাকৌশলীদের কে মন থেকে জানাই অবিরাম ভালোবাসা... আর্টসেলের গানের মধ্যে মানুষের হৃদয়ের কথা রয়েছে... এই কমেন্টটা স্মৃতি হয়ে রয়ে যাবে..
এ গানটা একবার শোনার মত না। শুরু করার পর একসাথে অনেকবার শুনতে হয়। বাংলা গানের মধ্যে আমার কাছে এটা Best of the Bests....
Artcell?? The band frm another planet.
Artcell?? Another name of love.
Artcell?? Another name of drug.
Artcell?? My another part of body 😘
সব দিকে যখন অন্ধকার দেখি তখনি এটাতে ডুব দেই 😔
আহ প্রশান্তি ❤️
আমার মনে হয় আর্টসেল নিজেও জানে না তারা কোন লেভেলের মিউজিক টা এখানে দিসে। আমার মনে হয় আর্টসেলের মিউজিক এক অন্যরকম ক্লাস যেটা আর কোনো ব্যান্ডে আমি পাইনাই।তাদের কিছু ডিফিকাল্ট চেইঞ্জ থাকে গানের মাঝে যেগুলা অনেকবার না শুনলে ক্যাপচার করা যায় না! 5:55 তে খেয়াল করে দেখবেন গানটা অন্যদিকে ঘুরে যায়,কষ্টের হাহাকার থেকে একদম হাল ছেড়ে দেওয়া নাবিকের শান্ত অভিমানে চলে যায় গানটা।
আসলে আর্টসেলকে নিয়ে হাজার বল্লেও শেষ হবে না। তবে এই গান আপনি শুনে থাকলে আপনি ভিড়ের মাঝে একজন!
hail to ARTCELL 🥀
প্রতিটা লাইন মহাকালের ইতিহাস তুলে এনেছে ক্রমে ক্রমে
Too
Right vai
ভয়ংকর সুন্দর আর্টসেল❤️
এই গানটাই প্রমান করে আর্টসেল কি,,,,,,
ভালোবাসি আমার জীবন(আর্টসেল)
বিশাল এই পৃথিবীর মাঝে যখন নিজেকে হারিয়ে ফেলি ঠিক তখনই এই ARTCELL আমাকে আবার নিজের মাঝে ফিরিয়ে দেয়🙂🙂🙂🙃🙃কত বার হারিয়ে গেছি আর কতবার যে ফিরে এসেছি তার হিসেব আমার জানা নেই 🤠🤠
বাংলার ব্যান্ড জগতে আমার কাছে এটাই সেরা গান
গানের নাম উৎসবের উৎসাহে, কিন্তু যতবার শুনি কান্না করতে ইচ্ছা করে।
If Artcell Was Foreign band, they must have got so many grammy awards
এ কথাটি মে বি ১০০ মানুষের বেশি হনকে বলেছি যারা ওয়রস্টারন রক মিউজিকের ফ্যান।
যদি আর্টসেল বাইরের কোন দেশের ব্যান্ড হতো এতদিনে তারা বিশ্বের প্রথম সারির দিকে থাকতো
গানটা যতবার শুনেছি ততবারই হৃদয়টা ভেদ করে দিয়েছে,,,,,,,,,অনেক অনেক ধন্যবাদ এইরকম সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য,,,,,,,,
আমার এই গানটা শুনতে অনেক লেইট হয়ে গিয়েছে, তবে গানের কথাগুলো আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুধু একমুহূর্ত লেগেছে।
স্বপ্ন মানে পাশে থাকা। কথাটা বোঝাতে পারিনি একজনকে। ❤️আর্টসেল।
বিষাদ এর সূর এতটা হৃদয়স্পর্শী…ধুলো পড়া অনুভূতির, ওপর এক টুকরো রোদের ছোয়া
Lyrics and tune by Ershad Zaman! One and only EZ can produce such a quality!
Zaman*
Absolutely
আবার এসে দাঁড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা👌
Every time I listen to this song, I get amazed by the lyrics.
স্বপ্ন মানে পাশে থাকা..❤️
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা....
সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে
আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে
লিংকন ভাইয়ের ভাষ্যমতে অার্টসেলের সবচেয়ে ওজনওয়ালা গান এটি।
Masterpiece song...masterpiece..legendary musician sir ERSHAD JAMAN
জানবে আমি শুধু আমি নই,
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব।
২০২০ এ এখনো কেউ শুনলে জানাবেন।
29 December 2020
@@jansirrahman1483 still favorite 🥀💜
২০২১ এ শুনতেছি ভাই...
@@MdTuhin-zo3ru eita valobasa vai..🖤
জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব। ২০২১,২০ জানুয়ারি
This is Artcell, real class.
Shhh ..... Gaan shuntesi Kotha boilen na.....
Magic begins @ 6:57 😍😍😍
\Artcell/
this the most underrated song of artcell....
U don't have any knowledge about lyric of a song,I think
this is one of the best of artcell. and the best one as Linclon da says
বেঁচে থাকার অনুপ্রেরণায় এক মহাকাল।।।।।
৬/৭ বছর পর শুনছি,
সেই প্রথমবারের মত জীবন্ত সুর/ঝাজ..... ❤️
তুমি যে রোদ মাখবে বলে, মেতে উঠেছো রঙের উৎসবে।আমার বিষাদ ছায়া হয়ে, ঢেকে দেয় তোমার তোমায়....💔💔💔
নিজেকে বদলাতে হবে প্রচুর পরিমানে❣️
মহাসময়ের গান। Song Of Ever Time..
ওহ এরশাদ ভাই
কী যে মিস করি আপনাকে বলে বোঝানো যাবে না
আপনি ছাড়া আর্টসেল কে কেমন জানি লাগে
আপনি যে ভাবে সলো বাজান ভাই আপনার বাজানোতে যে ভালোবাসা ভালোলাগা কাজ করে সেটা এখন পাই না
আর কী সুন্দর লিখেছেন এই গান টা।
আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গোপনে
তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নীরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে
নেবো সেই সীমানায় তোমাকে
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে
নতুন স্মৃতি নিয়ে
আমি থাকবো
পথ ছেড়ে
ছদ্মবেশে
আবার এসে দাঁড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকা পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা
আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
কিভাবে হয় এত সুন্দর গান!!!!!! কোন রিপিটেশন নাই লিরিকের!!! এমন গান গাওয়ার আগে লেখাটাই তো অসাধ্য প্রায়
আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ
কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গপনে
তোমারই অন্ধকারে
যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নিরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করে
নেব সেই সীমানায় তোমাকে
যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
নিভে যাওয়া মানুষ
জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো
গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে
আবার এসে দাড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাক পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা
কিংবা মলিন সান্তনা
আমাদের অভিধানে মিথ্যের হয়
অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙ্গতে হবে ঘোর
হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত
আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ
উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ
চিনবো এঁকে এঁকে
পিছু ফিরে পাই
ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে
ভাই এক একটা লাইন, এক একটা ফিলিংস.....
গানটা শুনার পর নিজের কানকেই বিশ্বাস করা যায়না যে কি শুনলাম!!!
কথা সত্যিই ভাই🤠
Most favourite track of Artcell.🤘
Hats Off!🖤🖤
4.34 to 5.58
That was the man #ershad❤️❤️
How can he rule the guitar!!!!
আহহহ........কী যে প্রশান্তি লাগে গানটা শুনলে।🖤😍
Artcell ar best creation ❣️
I back to my life..with this song
thanks ARTCELL ❤️
স্বপ্ন মানে পাশে থাকা👌👌
Artcell, Heartcell, Bloodcell🖤🖤🖤
"সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে"
🗣️❤️
Beshi joss
its magnetic song,kisu bolar nai,mon valo korar moto song,my fav song........
আমার শরীর ডুবে আছে,
অবিরাম মৃত উষ্ণতায়।❤❤❤❤
এটা গান না,মনের দাগকাটা লিখা।❤❤❤
অসাধারণ, অসাধারণ, অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Million dollars solo 💘💘❤❤❤
Still 2022🖤
আমার মতো মৃত মানুষ কে প্রতিনিয়ত বাঁচতে শিখাচ্ছে!
Artcell (ভালোবাসা)
Magic moment 6:57 - 7:57 ❤❤
BloodCeLL ❤🖤🔥
then to break the trance...
.
.
hands on the hands....
.
.
imprisoning the loser....
.
.
being awake in the night...
.
.
turning on the light...
.
.
in festive mood and delight.
আমাদের চরম দুর্ভাগ্য আর্টসেল এখন শুধুই স্মৃতি!
No Artcell is back
Artcell is strength💜
এটা কি গান নাকি জীবন্ত কোন কিছু ভাই❤❤ তুলনা হয় নাহ
ধন্যবাদ আর্টসেল........🙂🙂🙂🙂🙂
এই জেনারেশন বিটিএস, ইন্ডিয়ার সস্তা রেপ সং শুনে। কিন্তু তারা জানেইনা কি আছে আমাদের রত্নভান্ডারে। বিটিএসের বা ইন্ডিয়ার বাদশার সারাজীবনের ক্যারিয়ার আর আর্টসেলের এই গানের শেষের লাইন গুলা। পুরো ক্যারিয়ারতো বাদই দিলাম যেখানে মাস্টারপিস মাস্টারপিস কত গান আছে। আফসোস তাদের জন্য।
আর্টসেল এর সেরা গান আমার কাছে।
when its barren and the high tide...
.
.
when lost and alone..
.
.
we'll find our way...
.
.
drawing signs as we say...
.
.
even turning back..
.
.
even taking a detour..
.
.
easy and straight , we'll find our way.
শুরুরেই মায়া লেগে যায়💗
Masterpiece of Artcell ❤️😍
Have it on my playlist...
সেরা🔥
অাছি অপেক্ষায়
স্বপ্ন মানে পাশে থাকা! 🌼
This is One of the most beautiful song of artcell
আমি ও ১ জন কে ভালবাসি কিন্তু হারানোর ভয়ে বলতে পারি নাহ 🥺🥺🥺🥺।।।আর আমাকে সে কোন জীবনেই পছন্দ করবে নাহ।। কারণ আমি স্মার্ট নাহ, ব্রিলিয়ান্ট নাহ, দেখতে সুন্দর ও নাহ, শ্রবণ প্রতিবন্ধী আমি 🙂🙂🙂,, কথাও ঠিক মত বলতে পারি নাহ।। যখন আমি কথা বলি ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করে আমার ভয়েজ শুনে 💔💔💔।। হাটার চলন ও ঠিক নাহ।।। জীবনে কিছু করতে পারব কি নাহ সেটাও জানি নাহ।। কিন্তু তারপর ও তাকে ভালবাসি আমি 💔🥺🥺🥺🥺।।। I Love you 😥😥😥...।। ভাল থেকো প্রিয় 😌😌।। অনেক অনেক ভাল থাকিও।।।। যদি জীবনে সাকসেস হই সেই সাকসেস পত্র দিয়ে দেখা করব আর আমার সব জমানো স্মৃতি তোমাকে দেখাবো।। ১ টা ডায়েরি আছে সেখানে তোমার ২০০+ পিক আছে আর মনের কথা গুলো লিখা আছে এই গান গুলো।।।তোমার দেওয়া ১০০ টাকা +১১ টা চকলেট এখনো জমানো আছে আমার কাছে 😣😣😣😣।।। ৪ টা বিশেষ দিন এর তারিখ এখনো লিখা আছে।।। যদি কোন দিন ভাল জায়গায় যাই আর নিজেকে পরিবর্তন করতে পারি তোমার যোগ্য হতে পারি সেই দিন তোমাকে আমার মনের কথা জানাবো তার আগে না হয় আমরা এইভাবেই কথা বলি প্রিয়।। কিন্তু ভুলে যেও নাহ আমাকে 🙂🙂🙂🙂... তোমার যোগ্য হয়েই আমি ফিরব জাস্ট ৩ টা বছর সময় দিও আমাকে 💔💔💔💔
এই গানটা এরশাদ ভাই এর বাবা মারা যাওয়ার পর লেখা হয়েছিল। 😭
Sure?
100℅
What a ending man🔥🔥
ভালোবাসি তোমাকে এখনো অনেক বেশী, ভালোবাসা নিও প্রিয়❤
Best Bengali song!
ARTCELL এর গান যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগে এখানে এসে আর্টসেল ফ্যানদের কমেন্ট পড়তে। 🥰
আমি থাকবো পথ চেয়ে ছদ্মবেশে❤️
ভিডিওর লিরিকে কিছু কিছু ভুল আছে। যেমনঃ
চিনিয়ে নেব পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে....
Hoito gaane milanor jonno emonta korseh
Ershad vai💓💓💓
for me it's the best song from artcell ❤️ the depth ❤️❤️
Artcell amar favorite band❤❤❤
ব্যন্ড শোনা মেয়ে গুলো আলাদা হয়,,🥰
@@mdsarif2147 Kemon hoy???
মাইন্ডব্লোইনং,,, 01841278435 if agree to contact with then i will tell u detailY,,😍
@@mdsarif2147 Apnr fb eh dhuken
আর্টসেল এর সবচেয়ে potential lyrics
Fantastic our band music
এইসব গানের ভিউ কম দেখলে খুব খুশি লাগে।
কারণ গানটা সবার জন্য না আমি আলাদা কেউ বলেই গানটার ভিউ হতে পেরেছি🙏
tmi je rod makhbe bole....joss
the god of band (Bangladesh)
The solo❤️❤️❤️
অসাধারন...
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
এডমিশন টেস্ট তুমি কি হবে না এই বছরেও🙂🙂
Finally Got the Chance in Du (ovi) 16/7/22