২বছর রিলেশনের পর শুনলাম তার ১ বছরের আরেকটা রিলেশন আছে। তারপর সেটা বলার পর বলে ফ্রেন্ড হয়ে থাকতে,সে ঠকিয়ে যাওয়ার পর তাকে কিছুই বলিনি, আমার ২ বছর নষ্ট করেও আমার কাছে ক্ষমা চায়নি কি নিষ্ঠুর, তারপরে আমি তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম, এই গানটা শুনে কতো কেঁদেছি, দের বছর চলে তার সাথে কথা হয়নি ১ মাস হলো বিয়ে করল শুনলাম,বাবা মায়ের পছন্দে, আজ হঠাৎ ভালোবাসি বলে মেসেজ আসলো,সে সুখী না, আমার মতো তাকে কেউ ভালোবাসে নি, এই কথাটা অনেক আগে বুঝলে কেউ কষ্ট পেতাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই আমার মুনাজাতে ফেলা চোখের পানি আর আমার নিরবতায় পাওয়া যন্ত্রণাগুলোর ফল পেয়েছি, ভালোবাসা নিয়ে অভিনয় করা ব্যক্তিরা শেষে সেই ভালোবাসার জন্যই আফসোস করে, আজ আমি অনেক ভালো, ভালোবাসা সুন্দর 💔
সে আমায় বেস্ট ফ্রেন্ড আখ্যা দিয়েছিল।।ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড যখন হতে পেড়েছি বেশি দিন আর লাগবে না কাছের মানুষ হতে।। কিন্তু সেই ধারণা যে কতবড় ভুল ধারণা ছিলো তা বুঝেছি দু বছর পর। একদিন সন্ধে বেলায় তার ফোন আসলো ।।নিজের দিক থেকে সবকিছুই পরিষ্কার করে দিলো। কিন্তু আমি আমার মনের ভাব বোঝাতে পারলাম না।।বলবো কি করে সে তো আর কিছুই বাকি রাখেনি।।।সে তো একেবারে মুখের উপর আমায় দূরে থাকতে বলে দিলো।। আমার দোষ ছিলো ওর জন্য মাত্রার বাইরে গিয়ে ভালো চাইতাম।।।সব সময় ছায়ার মতো থাকতাম তার পাশে।।সব কিছুর খেয়াল রাখতাম। আজ মহা নবমী, আগের দুটো বছর তার সাথেই ছিলাম। আর এবার শ মাইল দূরে।। আমি একদিনও ঘুরতে বেরোয়নি ।।কিন্তু সে ভালোই ঘুরছে প্রতিদিন নতুনসব বন্ধু দের সাথে।। এই কমেন্ট টা তার জন্যই রেখে গেলাম।।।। যদি কখনো এসে পড়ে ই আশায়।।। তার উদ্দেশে সুত ক্থা লিখলাম "বন্ধু অনেক তো হলো এবার একটা ফোন কর না প্লিস।।। আমি ভালো নেই রে আমি আবার তোকে আগের মত করে পেতে চাই।"
৩ বছরের রিলেশন আমাদের। অনেক ভালবাসতাম দুই জন দুই জনকে। কয়েক ঘন্টা আগে আমাদের সম্পর্কটা ইতি টানলো। ভাগ্য কতো নিষ্ঠুর!!!! সমাজ আর পরিবারের সমন্বিত রাজনীতিতে ফেঁসে গিয়েছিল আমাদের পবিত্র ভালবাসা। স্মৃতি রেখে গেলাম প্রিয়। আমাদের কারো কাছে কাউকে নিয়ে অভিযোগ নেই। কী সুন্দর বিচ্ছেদ!!!😅😅😅😅 যখনই কেউ লাইক দিবে আবার এসে গানটা শুনবো।। আর আমাদের হারানো সুন্দর স্মৃতিগুলো মনে করবো।।
লিরিক্স : জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে তোমার আবার দেখা পাবো কখন, কে জানে? জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে তোমার আবার দেখা পাবো কখন, কে জানে? দূরে যাও, সরে যাও রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি তোমায় ভীষণ রকম ভালোবাসি হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলব বলে বলা হয়নি কথা কি ছিলো এই মনে বলা হয়নি কথা কি ছিলো এই মনে জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না আছো তুমি যেখানে প্রতিশব্দ শব্দ দূষণ বাজে সময় অবস দেয়ালেতে তোমারই গুনগুন আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি আজও সৃতি গুলো ভীষণ রকম দামি জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
"সম্পর্কের শুরুতে দুইজন দুইজনের প্রতি যে গভীর ভালোবাসা থাকে, এটা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে পৃথিবীতে বিচ্ছেদ নামক শব্দটারই জন্ম হতো না!💔 আজ খুব ইচ্ছে করছে তার সাথে কথা বলতে 🙃💔 তাকে দেখতে ইচ্ছে করছে 😅💔 কিন্তু সেই অধিকার হারিয়েছি আমি🙃💔 comment এর notification পেয়ে আবার শুনব আবার আসব☺️❤️🩹 Date :7 December 2023 Time: 8:18pm
আমাকে ১১ টা বছর ধরে ঠকানো মানুষটায় আমাকে এই গান সাজেস্ট করছিলো। এই ১১ বছর ধরে আমি জানতাম সে আমাকে কখনো ভালোবাসেনি অন্য কাউকে ভালোবাসে।১১ বছর ধরে সে আমাকে নাকি আমি নিজেকে ঠকিয়েছি বোঝা দ্বায়! আজ ৯২ দিন তার সাথে কোনো যোগাযোগ নেই। বিয়ে করেছে। সুখে থাক সবসময় এই দোয়া করি ❤
It’s been just a month that my mother passed away and i was in another country for studying at that time. When i returned i saw her deep cold face laid in eternal sleep. This song just reminding me of my mother and all the happy moments. I miss you maa! Be well. Take care of yourself Maa! ❤
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
সত্যি পুনর্জন্ম হবে কিনা জানি না। কিন্তু এইটুকু তেই শান্তি যে দেখা হয়েছিল। সব রঙ গুলো হাল্কা হয়ে গেলেও সেই মুহূর্ত গুলো সারাজীবন থাকবে জীবন্ত হয়ে। ❤❤
নির্মাতারা কী গান বানিয়ে রেখেছে, তারা হয়তো জানেই না। আমি এটি কে নিজের ব্যাক্তিগত জাতীয় সংগীত বানিয়ে রেখেছি। এত বার শুনেছি গান টি, কোন হিসাব নেই, এখনো শুনি, গানটি শুনেই কমেন্ট করতেছি। গান টি শুনলে চোখে ভেসে আসে সেই প্রিয় মানুষের চেহারা। কত বার যে কেদেছি, এখনও কাদি গান শুনে। এই গান শুনে মনহয়, আমার জন্যই গান টি তৈরি করা হয়েছে।আমার জীবনের সাথে মীল পাই 🥺🥺
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।👉🖤 পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা🖤🌼
হারিয়ে ফেলবো এই বয়স,তবে হারানোর ইচ্ছা নাই পুনর্জন্ম গানটা 🥀💔 পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইল দিবে আমি আসবো আবার ফিরে আসবো শুনতে বেচে থাকলে 🖤🤍তবে মনে রেখো আমি ছিলাম তোমাদের মাজে
একটা প্রেম করে ছিলাম বটে, সে আজ আর সাথে নেই কিন্তু ওই জায়গাটাতে অনেক চেষ্টা করেও কাউকে বসাতে পারলাম না। সে হয়তো এখন "অন্য কারো", কিন্তু এটা ভেবে যতটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে এটা ভেবে যে আর কোনো দিন তার সাথে কথা বলতে পারবো না, সে কেমন আছে জানতে পারবো না, ছুঁতে পারবো না তাকে আর, জড়িয়ে ধরতে পারবো না আর, তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবো না, তার গায়ের সে গন্ধটা পাবো না, হ্যাঁ এটা ভেবেই বড্ড খারাপ লাগে। তবে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অনুভুতি অনুভব করার মতন সুযোগ করে দেওয়ার জন্যে, কোনো আফসোস নেই, শুধুই কৃতজ্ঞতা আমাকে তাকে ভালোবাসার সুযোগ করে দেওয়ার জন্য। যার সাথেই থাকো যেখানেই থাকো ভালো থেকো বাবাই, অনেক ভালোবাসি এবং বাসবো
অপেক্ষায় থাকবো আখেরাতে যেনো তার দেখা পাই মালিকের ডাকে সাড়া দিয়ে ওপারে যেতে হয়েছে কলিজার টুকরা কে আজও তার জায়গায় কাউকে ছাইতে পারিনি কেমন জানি মনেহয় তাকে আবার পাবো মনে হয়
শুরু হওয়ার আগে শেষ হওয়া গল্পগুলো কিন্তু অনেক বেশিই সুন্দর।সৃষ্টিকর্তা উপর থেকে পাঠিয়ে ছিল দুনিয়ার অপরুপ সৌন্দর্য উপভোগ,জ্ঞান অর্জন আর তার ইবাদত করার জন্য কিন্তু পৃথিবীটা দেখে পেয়ে গেলাম নিঃশর্ত পাপ আর বিষন্নতা যা আটকে গেছে পৃথিবীতে।আত্মহত্যা মহাপাপ বলে আজ এই শহরের অলিতে-গলিতে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়ায়। জানি,জীবন্ত লাশের ময়নাতদন্ত হয় না,ময়নাতদন্ত যদি হত প্রিয় মানুষটির ফাঁসি অবধারিত ছিল।তাই জগতের মধ্যেই সবচাইতে ভালো থাকুক ভালো থাকতে চাওয়া মনের মানুষগুলো💔🖤
নিজেকে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষকে ত্যাগ করার যে ব্যাপারটা ☺️💔 কমেন্ট টা কারো সামনে পরলে একটা লাইক দিবেন তাহলে আবার ও গানটা শুনে তার কথা মনে করতে পারব
ভালোবাসা সেটা নয় যেখানে কথা দিয়ে কিছুদিন মেলামেশা করার পর তাকে ছেড়ে আবার অন্যের সাথে সম্পর্কে জড়ানো, সত্যি ভালোবাসা তো সেটাই যেখানে কথা দিয়ে হোক বা না দিয়ে সেই মানুষটার সাথে থেকে সব বাধা বেরিয়ে সম্পর্ককে একটা সুন্দর পরিণতি দেওয়া এবং ভালো খারাপ সব মিলিয়ে নিয়ে সেই মানুষটার সাথে সারাজীবন পার করার সিদ্ধান্ত নেওয়া, কারোর জীবনে আসতে চাইলে সেই সঠিক মানুষটা হয়ে শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তবেই এসো ❤️😌
প্রিয় বাবা...!!🙂 সর্গের সুখ দেখি নি......!! দেখেছি তোমাকে .....!! সত্যিই বাবা তোমার দেখা পাবো না আর একটি জন্ম আমার কভু হবে না...!! প্রিয় বাবা মাফ করে দিও কোন দিন বলতে পারি নি তোমাকে ভালবাসি...।!! 💔
ছয় বছরের রিলেশন ছিলো। এত এত ভালোবাসা, এত মায়া, এত টান বলার মত না। আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নি। 22 জানুয়ারি বিয়ে হলো আমাদের। বিধাতা নিষ্ঠুর। 16 মে রাত 10 টা তে এক্সিডেন্ট করলো। মাথায় খুব আগাত পাওয়ায় 18 তারিখ আমার আমার ভালবাসা আমাকে সারাজীবনের জন্য ছেড়ে চলে গেলো। আমি বিশ্বাস করি সত্যিই ভালোবাসা আছে। ওই মানুষ শুধুই আমার ছিলো থাকবে। কিন্তু আমি থাকবো না থাকার মতো। তার কাছে যাওয়ার অপেক্ষায়❤️💔
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম। পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা
এই গান টা আমার প্রিয় মানুষ আমাকে শুনিয়েছে গত কাল মানে 3/09/2023. ট্রেন এ বসে এই গান টা শুনছি আর তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে শুধু ভাবছি সে আমার কবে হবে 😟 কারণ এই ভালোবাসা টা শুধু আমার ছিলো, সেও জানে আমি কত টা তাকে ভালো বাসি কিন্তু সেও কিছু করতে পারছেনা , সেও আমায় কোনো দিন বলতে পারলো না সে আমাকে কত টা চাই আমাকে কত টা ভালোবাসে, কিন্তু যখন সে আমাকে এই গান টা সনালো কেনো জানি না সে কিছু টা বলতে চাইলো এই গান এর মাধ্যমে, যায় হোক এই গান এর মধ্যে দিয়েই আমি তার না বলা মনের কথা কিছু টা হলেও বুঝতে পারলাম💝 আমি এই গান শুনছি আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি, আমি আমার মনের কিছু কথা এই গান এর comment box e bole gelam, যখন যখন এই comment e like করবে কেউ তখন তখন আমি এই পুরনো কথা আবার ভেবে এই গান শুনবো❤
প্রিয় আম্মু, ............. এই গানটা প্রতিবার তুমার কথা মনে করিয়ে দেয়। কথা গুলো কত মিল।তোমার আবার দেখা পাব কখন কে জানে।বেঁচেই আছি তুমার দেয়া ১৬ বছর এর স্মৃতি গুলো নিয়েই কিছু দিন আগে সম্পন্ন হয়েছে তুমার ১বছর এর অনুপস্থিতি। ঠিকই জানি আমার জন্ম ও আবার হবে না,আর তুমার দেখা পাব না।তুমায় ভীষণ রকম ভালোবাসি জানি কখন বলা হবে না! তুমার ফেলে আসা অনেক কিছু, সেই স্মৃতি অনেক দামি আমার কাছে। এখনো নিজের মাথার বালিশ ভিজে যায় চোখের পানি দিয়ে।🥀 যাক গিয়ে ছেলেদের কাদতে নেই।🙂💔
ছোট থেকেই দুইজন একই স্কুলে একই ক্লাসে পডতাম, বাসা ছিল পাশের প্লাটে বন্ধুত্ব থেকে কখন যে মায়ায় আটকে তাকে ভালোবেসে ফেলেছি বুঝি নি। ফ্যামিলির জন্য আমাদের সম্পর্কের সুন্দর ইতি আর টানা হলো না কিন্তু যখনই 'জানি আবার এমন করে তোমার দেখা পাবো না' লিরিক্স টা শুনি আমাদের সুন্দর সময়টা চোখের সামনে ভেসে উঠে। পরের প্রজন্মের জন্য এই একটা কমেন্ট রেখে গেলাম আমিও চন্দ্রপীঠের পূর্ণজন্মের সময়কালে অসম্ভবভাবে কারো মায়ায় পডেছিলাম, প্রথম ও শেষ ভালোবাসার অসমাপ্ত ইতি টেনে ছিলাম💜
৬ বছরের সম্পর্ক ছিলো।২ বছর আগে তার -ই সাজেশন এ গানটা শুনছিলাম এই গান টা , প্রায় এক বছরের কাছাকাছি একটা বড় দেয়ালের কারণে দুজনের ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়ে সম্পর্কের ইতি হয়,তারপর থেকে কতশত বার যে শুনেছি তার কোনো ইয়ত্তা নেই যখনি তার কথা মনে পড়ে এই গানটা শুনি। ভালোবাসি সবসময় প্রিয়। সবসময় প্রথমের মত সম্মান থাকবে,ভালো থেকো সবসময়।
গানটা প্রথম যেদিন ফেসবুক এ শুনছিলাম তোমায় দিছিলাম। বলেছিলে জীবনটা এমনই।আজকে শুনতে আসলাম কারণ অনেক কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছিলাম না। অপেক্ষার প্রহর গুনছি🌼
চন্দ্রপীঠ এর উদ্দেশ্য একটা কথা বলতে চাই,,, ভাই ভিউস দেখে হতাশ হইয়েন না,,ভিউস দেখে গান এর মুল্য নির্ধারণ করা যায় না,,,ভিউস কম থাকাই ভালো,,,সবাই তো আর গানের মর্ম বুঝে না,,,তাই এই গানের বেশি ভিউস এর দরকার নেই।। ভাই কমেন্ট বক্স এ যারা যারা কমেন্ট করলো সবগুলা একধরনের বিশেষ মানুষ,,এই বিশেষ মানুষগুলার জন্য হলেও গান বানানো বন্ধ করিয়েন না ভাই.... চন্দ্রপীঠের প্রতি ভালোবাসা পুনর্জন্ম দিয়ে শুরু... 😊❣️❣ এগিয়ে যাক চন্দ্রপীঠ...❤️
One day it's going to hit 100 million, and I hope it happens soon. Everytime i hear it,everytime it hits me inside my heart. But this line sometimes becomes a bitter truth for some people,bacause they have to endure it for the rest of their life. জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
এই ধরনের গান শুনলে মানুষের শুধু তাদের প্রেমিক-প্রেমিকার কথা মনে পড়ে কেন বুঝি না। প্রায় আড়াই বছর হল আমি আমার দাদু দিদা (মায়ের বাবা মা) এবং বাবাকে হারিয়েছি একসাথে COVID এর জন্য। এই গানটি বা এই ধরনের অন্যান্য গান শুনলে ব্যক্তিগতভাবে আমার তাঁদের কথাই মনে পড়ে। খুব ভালোবাসতাম..... এখনো বাসি। কিন্তু আমার পরিবার এখন অসম্পূর্ণ আর কোনোদিন হইতো সম্পূর্ণ হবে না। হইতো আর কোনোদিনও তাদের দেখা পাবো না......❤️🥀
আগের বছরের রমজান মাসেও সে আমার ছিলো। এই একটা বছরে যে এতো কিছু পালটে যাবে কখনো ভাবিনি। যেই মানুষটার সাথে সারা রাত কথা হতো, সেহেরি করে তার সাথে কথা বলতে বলতে সেই ভোর হয়ে যেতো। আবছা আবছা আলো, তখন ঘুমাতাম। এই গানটা আগের বছর এই সময়টাতে শুনেছিলাম। এক বছর পর এই সময়টাতে তার কথা বড্ড বেশি মনে পড়ছে। আমার জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। অথচ তার শুন্যস্থান টা কখনো পুরন করতে পারিনি। আর পারবোও না।।।❤❤
😐-সে আমার কাজিন ছিলো সেই ছোটবেলা থেকেই তাকে পছন্দ করতাম যখন প্রেম ভালোবাসা বুঝতাম না তখন থেকেই, যত বড় হতে লাগলাম ততই তার প্রতি ভালোলাগা বাড়তে লাগলো, সে ভালো লাগাই আস্তে আস্তে ভালোবাসায় পরিমিত হয়ে গেল❤️মাকে কতো বাহানা দিয়ে খালার বাড়িতে চলে যেতাম উদ্দেশ্য তাকে দেখা, মিডেল ক্লাস পরিবারের বড় ছেলে, বেশি পড়ালেখা করা হয়নি, ২০১৩ সালে তখন ক্লাস এইটে পড়তাম ওই সময় চলে আসছি ঢাকায় চাকরি করার জন্য, তখন আমি ফোন ব্যবহার করতাম না, কাকার নাম্বার থেকে মাসে ১৫ দিনে খালার সাথে কথা বলতাম,ওর সাথে ও একটু আধটু কথা হতো❤️, ঢাকা আসার এক বছর পরে একটা বাটন ফোন কিনছিলাম, তারপর ওর সাথে প্রায় কথা হতো, এখনো কেউ কাউকে প্রপোজ করি নাই, এভাবেই চলতে লাগলো সময়, প্রায় আরো দুই বছর পরে আমি তাকে বলছি আমি যে তাকে পছন্দ করি ভালোবাসি, সে প্রথমে কোন আনসার দেয়নি, পরে সেও রাজি হলো, দু'বছর সবকিছু ঠিকঠাক ছিলো, আস্তে আস্তে যত বড় হচ্ছি আবেগ ছেড়ে বাস্তবতা বুঝতে শিখতেছি, এদিকে তাকেও অনেক ছেলে পক্ষ দেখতে আসে, তার ফ্যামিলি থেকেও বলতেছে তাকে বিয়ে দিয়ে দিবে,পরে ২০১৯ এর মাঝামাঝি সময়ে একটা ছেলের এবং ছেলের ফ্যামিলির তাকে এবং তাদের ফ্যামিলিকে অনেক পছন্দ হয়, আমার খালাদেরও ওদের ফ্যামিলিকে পছন্দ হয়, কি কারনে যেন তখন ছুটি ছিল গ্রামের বাড়িতে ছিলাম, তখন খালা ফোন দিয়ে বলে বাবা আমাদের বাড়িতে একটু আয়, গেলাম, পরে শুনি এই এই ব্যাপার, আমি ঠিকমত খালার সাথে কথা বলতে পারতেছি না, খালা যাই বলে আমি বলি হ ঠিক আছেঠিক আছে, আমাকে এবং খালতো ভাইকে বলতেছে ওই ছেলেদের বাড়ি ঘর দেখে আসতে,পরে নাকি তারা দেখতে যাবে, পরে কি করার অসহায়ের মতো গেলাম কিছু বলতেও পারতেছি না সহ্য করতে পারতেছি না, আমি তখন মনে হয় বোবা,😥 আমরা সকালে দেখে আসে বলছি ঠিক আছে, পরে বিকালে ওনারা গেছে,পরের দিন আবার ছেলেদের বাড়ি লোক আসছে, বাড়িতে পুরুষ লোক না থাকায় ওদের খাওয়ার দাওয়ার পরিবেশন আমাকে করা লাগছে, হাসিমুখে করলাম কাউকে বুঝতে দেইনি😥, ঐদিন আমি সারাদিন কিছু খাইনি,খালা জিজ্ঞেস করছে বলছি আমি খাইছি, কিন্তু ওর মেয়ে ওই আমার চেহারা দেখে বুঝছে যে আমি কিছু খাইনি, ওই খাবার নিয়ে আসছে বলতেছে খাবার খান, বলছি কয়বার খামু আমি খাইছি খামু না নিয়ে যাও, পরে সন্ধ্যায় দোকানে গিয়ে একটা বন রুটি আর একটা কলা খাইলাম, তখন অতটা সিগারেট🚬খেতাম না তাও দুইটা খাইলাম এক জায়গায় বসে😥, যা হোক অনেক কথা, ১৫ দিন পরে ওর বিয়ে ঠিক হয়🙂, ওর বিয়ের সময় আর যাওয়ার সাহস হয় নাই আমার, তাই বলছি ছুটি পামু না,কাজের অজুহাত দিয়ে আর যায়নি,💔 সময়ের ব্যবধানে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের মতো আবেগ নাই, বাস্তবতায় বাঁচতে শিখে গেছি, আগের থেকে অনেক শক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ও এখন অনেক ভালো আছে❤️, ওর হাজবেন্ড ও আমাদের মতো ছোটবেলা থেকেই পরিশ্রম করে বড় হয়েছে মন মানসিকতা ভালো আছে, ওর একটা বাচ্চা আছে অনেক কিউট 😌 আমিও আমার মতো করে আলহামদুলিল্লাহ ভালো আছি🙂, কোন অভিযোগ নেই, আমি নিজেই তাকে বলে দিয়েছি বিয়েতে রাজি হয়ে যাও, তখন তাকে পাওয়ার বা কোন কিছু করার সমর্থ্য আমার ছিল না,😐যার বাপের টাকা থাকে সে ভুল কিছু করলে ও সমস্যা কম হয়, যার বাপের টাকা থাকে না তাকে অনেক কিছু চিন্তা করতে হয়, তার জন্য অনেক কঠিন এ দুনিয়া,💯😬 যেহেতু আমার কাজিন তাই এখনো মাঝে মধ্যে যোগাযোগ হয়, বাট আগের কোন কথাই হয় না, বর্তমান নিয়েই থাকি মনে আসলেও বলি না!!💔😐--সবাইর জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে, যা এক সময় এসে পূর্ণতা পায়🙂 কিন্তু কিছু অপূর্ণতা এমন থাকে যা পূরণ করা যায় না সারা জীবনেও😥 তুমি আমার সেই অপূর্ণতা💔
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা😅
নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। না বাঁচার মতো বেঁচে থাকছি, না মৃত্যুর পর ভালো থাকবো সেইরকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনরকম দিনগুলোকে পারি দিয়ে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশই নেই আমার কাছে। আমি নিজেই জানি না, কি করছি বা কি করা উচিত আমার! আমি এটাও জানি না, কি হচ্ছে আমার সাথে কিংবা আরো কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে...! 0:31
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাব না.. এই দুটি কথা যখনই মনে পড়ে চোখের কোণে জল, অস্তিররতা আর দমটা যেন বন্ধ হয়ে যায়..যদিও সে আর আমার নয়...চোখের সামনে আজ তার সাথে কাঠানো প্রত্যকটা মূহুর্ত ভাসে! 🥲🥲 ভালো থাকুক দেবী ❤
প্রথম দেখা হয়েছিলো ২ বছর হয়ে গেলো, তাকে প্রথম যখন দেখেছিলাম তখনই ভালো লেগে যায়। অনেক দিন পর তাকে স্যোশাল মিডিয়াতে খুজে পেয়েছি, নক দেয়ার পর শারা দেয় অনেক দিন হয়ে গেলো কিন্তু তাকে আমার মনের কথা বলা তো আর হল না 😔। এমনি একদিন চলে যাব কিন্তু তাকে আর কখনো "আমি তোমায় ভালোবাসি" বলা হবে না । গানটি যতবার শুনি ততবারই তার কথা মনে হয়। চন্ড্রপীঠকে অসংখ্য ধন্যবাদ এমন একটি গান দেয়ার জন্য🖤
আজ তিন বছর পর একটা কমেন্ট করে যায় গানটা প্রথম দিন শুনে যে আবেগ কাজ করেছিল আর বার বার শুনার আকুতি এখনো বিদ্যমান। আসলে গানের শুরু নামটা শুনে প্রথম দিন ভেবেছিলাম পণর্জন্ম বলতে কিছু নেই কিন্তু এই গানটা আবার!সত্যি গানটা শুনে সেদিন যঅবাক হয়েছিলাম । এখনো এই গানের ৎপ্রতিটি ছন্দকে একই ভাবে ফিল। আগামীর প্রজন্ম এই গানগুলো শুনলে বলবে আমরা কোন যুগের মানুষ। যাদের আবেগ ছিল অনেক, ভালোবাসা ছিল এক অন্য রকম অনুভূতি। যা বর্তমানে হারিয়ে গেছে নষ্ট হচ্ছে সভ্যতা।।।
জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে তোমার আবার দেখা পাব কখন কে জানে জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে তোমার আবার দেখা পাব কখন কে জানে দূরে যাও সরে যাও রেখে যাও কিছু সৃতি তোমার আমার জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না সোজা সাত্তা একথা সত্য কথা বলি তোমায় বিষন রকম ভালোবাসি হাজার যুদ্ধ ভয়ে গেছে মনে তোমায় এই কথা বলব বলে বলা হয়নি কথা কি ছিলো এই মনে..... বলা হয়নি কথা কি ছিলো এই মনে জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না আছো তুমি যেখানে প্রতি শব্দ শব্দ দূষন বাজে সময় অবস দেয়ালেতে তোমারি গুনগুন আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি রাতের আকাশ তোমায় ছারা ভীষয় একাকি আজো সৃতি গুলো বিষয় রকম দামি........ আজো সৃতি গুলো বিষয় রকম দামি i জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
আজো স্মৃতিগুলো ভিষণ রকম দামী। মানুষের চাইতে স্মৃতি অনেক দামী। আমরা মানুষকে যত্ন করে রাখতে পারি না কিন্তু স্মৃতি গুলোকে রাখতে। একটা সময় মানুষের অস্তিত্ব থাকেই না আমাদের জীবনে কিন্তু স্মৃতি গুলোই রয়ে যায়। ❤
আমি ভাই কালকে এই গানটা একটা ফেসবুক স্টোরিতে দেখছিলাম না যানি কেমন যানি একটা ভালো লাগা কাজ করে তারপর কালকে থেকে এখন পরযন্ত ২০০+ হবে শুনেছি গানের প্রতেকটা লাইন ফিল করেছি আর বুঝলাম এই গানের গভীরতা অনেক❤❤❤
কেয়া আমি জানি আমি খুব খারাপ প্রেমিক ছিলাম। বেকার ছিলাম সেসময়, সময় দিতে পারতাম না একটুও, ঠিক ভাবে কোনো রেস্টুরেন্টে খেতে যেতেও পারিনি, না দিতে পেরেছি দামি গিফট। আমি জানি তোর কোনো চাহিদা নেই। কখনো এগুলোর কথা তুলিসনি। আজ যখন চাকরি করি, স্যালারি পাই ভালো, দামি মদ খাই, হুলিয়ে খরচ করি, কোথাও একটা ফাঁকা জায়গা থেকে যায়। মনে হয় কাছের মানুষটার জন্য খরচ করতে পারছিনা। এই অসীম একাকীত্ব গ্রাস করে যাচ্ছে প্রবল ভাবে আমাকে। হয়তো হারিয়ে ফেলেছি নিজেকে। যদি কখনো দেখিস এটা, মনে রাখিস, আমি খুব খুশি তুই যে নিজের জীবনে এগিয়ে গেছিস। এটাই বলবো, তুই চলে যাওয়ার 4 বছর বাদেও আমি আজ ও এই পাঁজর ভরা ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি। শুধু তোর জন্য।
আমার মনে হয় না এই গান কখনো পুরনো হবে!! এই কমেন্ট থেকে যদি কখনো কোনো নোটিফিকেশন আসে আমি কথা দিলাম আবার এই অমর গানটি শুনে যাবো। সে হয়তো আমকে ছেড়ে চলে না গেলে এই অমর গানটি শোনাই হতো না 😢 সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে এ কথাটি সব সময় প্রমানিত। সে হয়তো কখনো জানবে না তাকে কতটা চাওয়া হয়েছে।হয়তোবা বোঝারও চেষ্টা করবে না। ধন্যবাদ চন্দ্রপীঠ কে এরকম গান আরো শুনতে চাই জীবনে এরকম অমর সুর ও অমর গান দেওয়ার জন্য আপনাদেরকে আবারো অনেক অনেক ধন্যবাদ।😢
- তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না "Dear"☺💔 স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো " Dear"..!☺🥰
বেশ রাত হয়ে গেছে ..গানটা শুনছি ...চোখে জল...বড় মনে পড়ে যাচ্ছে সব..সেই দশমী তে প্রথম দেখা ...আমি তখন ক্লাস ১১ ..তুমি ৭ থেকে ৮ এ উঠেবে ...প্রথম প্রথম কত মজার ঝগড়া করেছো তুমি❤️...আমি তো চিন্তা ই পড়ে যেতাম আর তুমি মুচকে হাসতে আড়ালে ..পড়ে বুঝেছি...তারপর রেগে block করে দিলে whatsapp এ গ্রুপ খুলে রাগ ভঙ্গতাম ...সব কত ঠিক আছে....তুমিও ভালোবেসে ফেলেছিলে আমকে ...আমি অবুঝ হয়ে তোমাকে আর পাত্তা দিই নি এক বছর...তারপর যখন বুজলাম ভালোবাসি ....কথা বলা শুরু করলাম ..তুমিও ভালোবাসতে আমায় ...বাড়িতে জেনে যাবে আর তোমাকে ছোট ভেবে ভাবলাম মাধ্যমিক দিলে তোমাকে সব বলব❤️ তারপর মাধ্যমিক এর আগে জানলাম তোমার জীবনে অন্য একজন চলে এসেছে ...দেরি হয়েগেছি ল আমার অনেক টা ..প্রথম যখন শুনলাম তোমার মুখ থেকে ভাবলাম যায় হোক না কেনো তুমি আমকেই ভালোবাসো ...তারপর বুজলাম আমি আর কেউ ই না ...jano তুমি ...তারপর এর ঠিক ৬ টা মাস আমি এটা ভাবিনি তুমি ভালোবেসেছিলো কিনা?? পরের ৬ টা মাস আমি প্রতি মুহূর্তে এটা বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি ... আজও মনে পড়ে তোমাকে ...তোমাকে বড্ডো ভালোবাসি যে ❤️ .....ট্রেন এর gate এ আশার সময় তোমার বাড়ি আজও দেখি ...তুমি যে আমার প্রাণভোমরা হয়ে গেলে কবে বুঝিনি ...তোমার সাথে এক্ষণ আর যোগাযোগ নেই সেরাম ....বহুদিন হয়ে গেলো তোমাকে আমি তোমার নাম ধরে ডাক দি নি ....তোমাকে জড়িয়ে ধরে ইচ্ছা হয়...ওখানেই আমার শেষ নিশ্বাস ত্যাগ করতে ইচ্ছা হয় .You know na idiot ❤️ You are my girl ❤️....
etaa jaar jaar ruchi vai. sob kichute bangali bodnaam korben naa. ekta gaan kee valobeshe nij jaati ke choto kore dekhe nijer choto manoshikotar poricoy diben na vai
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।🫠 পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা🖤🌼
জানি পূর্ণজন্ম হবে না, কিন্তু তাকে পাওয়ার আকাঙ্খা কখনো শেষ হবে না।এক মুহূর্তের পাশাপাশি চলা আমাকে এক জীবন বাঁচার অনুপেরণা দিয়েছে। তার জন্য মৃত্যুর শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকবো।🥀❣️
Prio manusher kas theke suna first ei ganta.. Sunlei tar Kotha tar sathe dekha howar dingulor kotha mone pore jai..onk abeg joriye ace ei gantir mordhe..🤍
বেশি কিছু লিখার দরকার নাই, আসলে কিছুই লিখার দরকার নাই..! "জানি আবার এমন করে তোমার দেখা পাবোনা " - more than enough for all those borken hearts out there🌸🙏
সোজা সাপ্টা একটা সত্য কথা বলি,তোমায় ভীষণ রকম ভালোবাসি! ২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই! this line💖
5:35 i dont know why, but whenever the song comes to this part, i envision myself on another planet, sitting on top of a mountain and looking at the sky. The sky is pink and instead of one sun, there are two suns that can be seen setting. This just shows the power of music. Music can take you places. Music can create memories that you never had before. What a masterpiece by chondropith
একজন অভাগী বলছি কাউকে ভালোবাসলে আত্মসম্মান টাকে উৎসর্গ করে দিবেননা। তারা যদি আপনার অনুভূতি বুঝতে অক্ষম হয়! আপনি হাজার ভাবে প্রমান করলেও সে আপনাকে বিশ্বাস করবেনা। সুতরাং ভালোবাসুন কিন্তু আগে নিজের সন্মানকে ভালোবাসুন🖤
গানটা শুনতে এসে, কমেন্টগুলো পরতে পরতে এতোটাই দিসেহারা হয়ে গেলাম যে, গানটাই ভালো করে শোনা হলো না। তবে কমেন্ট পড়েই বুঝতে পেরেছি গানটা অসম্ভব সুন্দর। 🥰 আসলেই যদি পুনঃজন্ম বলে কিছু থাকতো তাহলে সবার ভালোবাসাই হয়তো কোনো এক জন্মে মুখ পুর্নতা পেতো। 🥀❤️
একসময় গানটায় মিলিয়ন ভিউ হবে। ৩ বছর ধরে গানটা শুনি তখন গানটা রিলিজ হয়নি একবড় ভাইয়ের ফোনে এমনি খালিগলায় প্রথম অংশটুকু রেকর্ড করা ছিলো। পুরো গানটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম পড়ে দাদার থেকে শোনা এটা তার বন্ধুদের ব্যান্ড তখন থেকেই চন্দ্রপীঠের প্রতি ভালোবাসা এবং অপেক্ষা কবে পুরোটা শুনবো ❤️ গানটাশুনি অনেক দিন ধরে কিন্তু কমেন্ট করা হয়নি কখনো 🙂 নেক্সট একটা মাস্টার পিস গানের অপেক্ষায় রইলাম। 🥰 শুভ কামনা রইলো ❤️❤️❤️
এই গানটা না হয় হাজার বার শুনেছি,ইউটিউব মানে কয়েকটা গান,এর মধ্যে এটা।আমি গানের সুর বুঝি না,কথা শুনি। কিন্তু তোমাকে শেষ দেখে আসার পর যেদিন গানটা সামনে আসলো,আমাকে গানটা শুধু কষ্টই দিচ্ছে। 'জানি আবার একটি জন্ম আমার কভু হবে না,জানি আবার এমন করে তোমার দেখা পাবো না_____তনু🖤....।
কেউ একজন এসেছিল,,ভালোবাসেনি তবে অসম্ভব মায়ায় বেঁধে রেখে গেছে..💔 কিন্তু সে সারাজীবন আমার নিঃস্বার্থ অনুভূতি,,নিঃস্বার্থ ভালোবাসা হয়ে থাকবে..🖤 ভালো থেকো প্রিয়...🥰
জানিনা পুনর্জন্ম সত্যি হয় কিনা! যদি হয় তবে তোমার দেখাটা যেন পাই 'সৌরো'। এতো জলদি কেন চলে গেলে? মাত্র চব্বিশটা বছর। এতোই তাড়া ছিলো? আমাকে এতো মানসিক যন্ত্রণার মধ্যে কেন রেখে গেলে?? ভালোবাসি কথাটা শোনার জন্য চারটা বছর অপেক্ষা করলে। যখনই ভালোবাসি বলে দিলাম তখনই একা করে কেন চলে গেলে "সৌরো"??
যদি সত্যি পুনর্জন্ম বলে কিছু থাকে তবে প্রতিটা জন্মে আমি তোমাকে ভালোবেসে জন্মাতে চাই.... এত দিন শুধু শুনে এসেছিলাম............... না পাওয়াটাই নাকি ভালোবাসা শুধু তুমি আমার জীবনে এসেছিলে বলে আজ বুঝতে পেরেছি যে না পাওয়ার মধ্যে কতটা পরিমাণ ভালোবাসা লুকিয়ে থাকে..... তোমার আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই কমেন্ট টা রেখে গেলাম..... জানি কখনোই তোমায় আমার করে পাবো না তবুও জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় এই ভাবেই ভালোবেসে যাবো...
th-cam.com/video/VCsO1QcvG0/w-d-xo.html
"ব্যাবিলন" আমাদের দ্বিতীয় গান।
আপনাদের জন্যই আমাদের গান।
আপনারাই আমাদের প্রান।❤️❤️❤️
☺️☺️😍
🖤
Go Far, move away, leave some memories of you and me.
🥰
S
২বছর রিলেশনের পর শুনলাম তার ১ বছরের আরেকটা রিলেশন আছে। তারপর সেটা বলার পর বলে ফ্রেন্ড হয়ে থাকতে,সে ঠকিয়ে যাওয়ার পর তাকে কিছুই বলিনি, আমার ২ বছর নষ্ট করেও আমার কাছে ক্ষমা চায়নি কি নিষ্ঠুর, তারপরে আমি তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম, এই গানটা শুনে কতো কেঁদেছি, দের বছর চলে তার সাথে কথা হয়নি ১ মাস হলো বিয়ে করল শুনলাম,বাবা মায়ের পছন্দে, আজ হঠাৎ ভালোবাসি বলে মেসেজ আসলো,সে সুখী না, আমার মতো তাকে কেউ ভালোবাসে নি, এই কথাটা অনেক আগে বুঝলে কেউ কষ্ট পেতাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই আমার মুনাজাতে ফেলা চোখের পানি আর আমার নিরবতায় পাওয়া যন্ত্রণাগুলোর ফল পেয়েছি, ভালোবাসা নিয়ে অভিনয় করা ব্যক্তিরা শেষে সেই ভালোবাসার জন্যই আফসোস করে, আজ আমি অনেক ভালো, ভালোবাসা সুন্দর 💔
Karma🙂
😭😭😭😭
যতই খারাপ থাকুক ওর থেকে দূরে থাকবেন১০০০০০০০ হাত
😂
Bro same Amar sate ow hoyche 😢😢
Asole jara ovinoy valo korte Jane sei Manus gulo e din seshe valo thake
প্রবাসে আম্মা আব্বাকে প্রচন্ড মনে পরে, গানটি শতগুণ মনে করিয়ে দিয়েছে। কি লিরিক উফ চোখ দিয়ে টলটল করে পানি ঝরেছে।
ভালো থাকুক সকল আব্বা-আম্মারা।
সে আমায় বেস্ট ফ্রেন্ড আখ্যা দিয়েছিল।।ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড যখন হতে পেড়েছি বেশি দিন আর লাগবে না কাছের মানুষ হতে।।
কিন্তু সেই ধারণা যে কতবড় ভুল ধারণা ছিলো তা বুঝেছি দু বছর পর।
একদিন সন্ধে বেলায় তার ফোন আসলো ।।নিজের দিক থেকে সবকিছুই পরিষ্কার করে দিলো।
কিন্তু আমি আমার মনের ভাব বোঝাতে পারলাম না।।বলবো কি করে সে তো আর কিছুই বাকি রাখেনি।।।সে তো একেবারে মুখের উপর আমায় দূরে থাকতে বলে দিলো।।
আমার দোষ ছিলো ওর জন্য মাত্রার বাইরে গিয়ে ভালো চাইতাম।।।সব সময় ছায়ার মতো থাকতাম তার পাশে।।সব কিছুর খেয়াল রাখতাম।
আজ মহা নবমী, আগের দুটো বছর তার সাথেই ছিলাম।
আর এবার শ মাইল দূরে।।
আমি একদিনও ঘুরতে বেরোয়নি
।।কিন্তু সে ভালোই ঘুরছে প্রতিদিন নতুনসব বন্ধু দের সাথে।।
এই কমেন্ট টা তার জন্যই রেখে গেলাম।।।।
যদি কখনো এসে পড়ে ই আশায়।।।
তার উদ্দেশে সুত ক্থা লিখলাম "বন্ধু অনেক তো হলো এবার একটা ফোন কর না প্লিস।।।
আমি ভালো নেই রে আমি আবার তোকে আগের মত করে পেতে চাই।"
৩ বছরের রিলেশন আমাদের। অনেক ভালবাসতাম দুই জন দুই জনকে। কয়েক ঘন্টা আগে আমাদের সম্পর্কটা ইতি টানলো। ভাগ্য কতো নিষ্ঠুর!!!! সমাজ আর পরিবারের সমন্বিত রাজনীতিতে ফেঁসে গিয়েছিল আমাদের পবিত্র ভালবাসা। স্মৃতি রেখে গেলাম প্রিয়। আমাদের কারো কাছে কাউকে নিয়ে অভিযোগ নেই। কী সুন্দর বিচ্ছেদ!!!😅😅😅😅 যখনই কেউ লাইক দিবে আবার এসে গানটা শুনবো।। আর আমাদের হারানো সুন্দর স্মৃতিগুলো মনে করবো।।
অনেক কষ্ট হচ্ছে অবশ্যই ।কিন্তু হাল ছেড় নাহ বন্ধু । সামনে ভালো কিছু আছে ❤❤
@@banglalofislowversion সব রকম চেষ্টা করেছি,,, আর কি করবো বুঝতে পারছি না।।
এই রাজনীতির ইফেক্টের আজ ৮ মাস হয়ে গেলো🙃
এখনো সবকিসু উল্টাপাল্টা!🙃
@@JarinShoilyআল্লাহর উপর ভরসা রাখো বন্ধু তিন যা করে ভালোর জন্য করে।❤
Same story 😅.
লিরিক্স :
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?
দূরে যাও, সরে যাও
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলব বলে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
আছো তুমি যেখানে প্রতিশব্দ শব্দ দূষণ
বাজে সময় অবস দেয়ালেতে তোমারই গুনগুন
আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি
আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি
আজও সৃতি গুলো ভীষণ রকম দামি
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
"সম্পর্কের শুরুতে দুইজন দুইজনের প্রতি যে গভীর ভালোবাসা থাকে,
এটা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে পৃথিবীতে বিচ্ছেদ নামক শব্দটারই জন্ম হতো না!💔
আজ খুব ইচ্ছে করছে তার সাথে কথা বলতে 🙃💔
তাকে দেখতে ইচ্ছে করছে 😅💔
কিন্তু সেই অধিকার হারিয়েছি আমি🙃💔
comment এর notification পেয়ে আবার শুনব আবার আসব☺️❤️🩹
Date :7 December 2023
Time: 8:18pm
আপনি শুনতে আসলে লাইক দিয়েন
🤍🤍
eshe poren bhai
কি আশ্চর্যের বিষয় দেখুন আমিও গানটি ঠিক একই টাইম এই শুনছি
8:20 pm
Sotti dada ❤
ও চলে গেছে আজ ৮ বছর , যেদিন গেলো এতটা ফুপিয়ে কেঁদে উঠিনি যেটা আজ উঠলাম 🙂
ধন্যবাদ চন্দ্রপিঠ এর প্রত্যেককে ❤️
Meye ra shudu natok e kore
Kokhono chele der valobase na vai 🙃
Meye ra natok chara kichu e buje na 🙂💔
@@themanofhumanity4248 😇🖤
@@nijhumofficial9856 cele meye uvoy valo abr uvoy natokbuzz so amader manush cinte vul hy atai kotha🙂
Welcome bro broken heart world☺️☺️
@@Reyad_Ahmed123 Hm🙂
প্রত্যেকটা গানের একটা বিরক্তিকর সময় থাকে। একটা গান বার বার শুনবার পর বিরক্ত আসে। কিন্তু এই গানের যেনো কোনো বিরক্তি নেই। বার বার শুনতে ইচ্ছে করে💛
Soo trueee
আপু,
মায়ায় আবদ্ধ তাই হয়তো এমনটা হয়.
আমি এই গান প্রথম দিন 10,15 বার সুনছি
Amn mone hoy🤣🤣🤣
@@azharulislamroman1346 p
আমাকে ১১ টা বছর ধরে ঠকানো মানুষটায় আমাকে এই গান সাজেস্ট করছিলো। এই ১১ বছর ধরে আমি জানতাম সে আমাকে কখনো ভালোবাসেনি অন্য কাউকে ভালোবাসে।১১ বছর ধরে সে আমাকে নাকি আমি নিজেকে ঠকিয়েছি বোঝা দ্বায়! আজ ৯২ দিন তার সাথে কোনো যোগাযোগ নেই। বিয়ে করেছে। সুখে থাক সবসময় এই দোয়া করি ❤
😢😢
গান টা শুনে ক্ষণিকের জন্য হারিয়ে গেছিলাম. সেই মিথ্যা মায়া তে... তবে কি হবে..? আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে.. Alhumdulilla for everything 😶😔🥀
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।
প্রত্যেকটা সত্যিকারের প্রেমিক এর জন্য এটা শুধু গান নয় এটা একটা অনুভুতি যা সে প্রকাশ করতে কোনদিন পারে নি ❤
It’s been just a month that my mother passed away and i was in another country for studying at that time. When i returned i saw her deep cold face laid in eternal sleep. This song just reminding me of my mother and all the happy moments. I miss you maa! Be well. Take care of yourself Maa! ❤
May Allah grant her jannah ❤ btw this song also reminds me of my Mom:) and she also passed away 3 years ago...
চন্দ্রপীঠ এমন একটা ব্যান্ড, যারা মাত্র ১ টা গান দিয়েই লক্ষ্ লক্ষ শ্রোতার হৃদয়ে যায়গা করে নিছে🥀🖤
ভালোবাসা অবিরাম
th-cam.com/video/VCsO1QcvG0/w-d-xo.htmlঅ
ব্যাবিলন
Ok
পূর্ণ ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত আত্মাদের বাজার এখানে। কেউই এর ব্যতিক্রম নয়। ভালোবাসা সুন্দর। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।
Hmn vai😢
those lines
"দূরে যাও,সরে যাও,
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার"
they hit so hard!
True Priyo 🌻✨
@@fariaislam643 tomar naam faria kobe theke holo? 😳
Areh cousin er email🤣
😊
@@nafisadola2276 tumi Social media te amake ghost kore ekhane reply diccho?
চারিদিকে শুধু হৃদয় ভাঙার গল্প আর প্রিয়জন হারানোর বেদনা😅শহর জুড়ে হাজারো মানুষের আত্মচিৎকার💔💔আহা! ভালোবাসা 😢
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Hmm tai korlam
True
ঠিক বলেছেন
ঠিক বলছেন
Right
প্রেম নেই বিচ্ছেদ নেই। তাহলে দীর্ঘশ্বাস আসলো কেনো শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুঁজে পাই 🖤🖤
same,,,,kicuei nai tobuo sunte valo lage.
বিচ্ছেদ শুধু প্রেমে থাকেনা। বাস্তব জীবনেও থাকে। মনের গভীরে লুকিয়ে থাকা শত আপসোস, না পাওয়ার গল্পগুলো, শত অপূর্ণতা হঠাৎ জেগে ওঠে গানটি শুনলে।
কি অবািসু
কক😊েে😊😊😊কক@@muhammadjakir0870
@@muhammadjakir0870ে
সত্যি পুনর্জন্ম হবে কিনা জানি না। কিন্তু এইটুকু তেই শান্তি যে দেখা হয়েছিল। সব রঙ গুলো হাল্কা হয়ে গেলেও সেই মুহূর্ত গুলো সারাজীবন থাকবে জীবন্ত হয়ে। ❤❤
সুন্দর বলেছেন
Very hard line 🙂
❤
❤❤
পোলাপান বাল পাকার আগেই এত্ত গভীর প্রেম বিজ্ঞানী
🤣😂
নির্মাতারা কী গান বানিয়ে রেখেছে, তারা হয়তো জানেই না। আমি এটি কে নিজের ব্যাক্তিগত জাতীয় সংগীত বানিয়ে রেখেছি। এত বার শুনেছি গান টি, কোন হিসাব নেই, এখনো শুনি, গানটি শুনেই কমেন্ট করতেছি। গান টি শুনলে চোখে ভেসে আসে সেই প্রিয় মানুষের চেহারা। কত বার যে কেদেছি, এখনও কাদি গান শুনে। এই গান শুনে মনহয়, আমার জন্যই গান টি তৈরি করা হয়েছে।আমার জীবনের সাথে মীল পাই 🥺🥺
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।👉🖤
পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা🖤🌼
🙂
😢😢
হারিয়ে ফেলবো এই বয়স,তবে হারানোর ইচ্ছা নাই পুনর্জন্ম গানটা 🥀💔
পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইল দিবে আমি আসবো আবার ফিরে আসবো শুনতে বেচে থাকলে 🖤🤍তবে মনে রেখো আমি ছিলাম তোমাদের মাজে
tahole arekbar hoye jak?😅♥
একটা প্রেম করে ছিলাম বটে, সে আজ আর সাথে নেই কিন্তু ওই জায়গাটাতে অনেক চেষ্টা করেও কাউকে বসাতে পারলাম না। সে হয়তো এখন "অন্য কারো", কিন্তু এটা ভেবে যতটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে এটা ভেবে যে আর কোনো দিন তার সাথে কথা বলতে পারবো না, সে কেমন আছে জানতে পারবো না, ছুঁতে পারবো না তাকে আর, জড়িয়ে ধরতে পারবো না আর, তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবো না, তার গায়ের সে গন্ধটা পাবো না, হ্যাঁ এটা ভেবেই বড্ড খারাপ লাগে। তবে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অনুভুতি অনুভব করার মতন সুযোগ করে দেওয়ার জন্যে, কোনো আফসোস নেই, শুধুই কৃতজ্ঞতা আমাকে তাকে ভালোবাসার সুযোগ করে দেওয়ার জন্য।
যার সাথেই থাকো যেখানেই থাকো ভালো থেকো বাবাই, অনেক ভালোবাসি এবং বাসবো
অপেক্ষায় থাকবো আখেরাতে যেনো তার দেখা পাই মালিকের ডাকে সাড়া দিয়ে ওপারে যেতে হয়েছে কলিজার টুকরা কে আজও তার জায়গায় কাউকে ছাইতে পারিনি কেমন জানি মনেহয় তাকে আবার পাবো মনে হয়
Same life story 💔
Apnar sathe apu same 🥲🥲🥲
Moner kotha bole dilen, tar mane amra jara pagoler motto vlobasi tarai ses hoye jaiii😢😢😢
😅ami to move on e krte parlm na ভুলতেই পারিনা আজও তাকে 😅 সে তো অন্য কারোর সাথে ভালো আছে amk ভুলে গেছে
"একটা মানুষ কখনোই জানবে না,
তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিল"🖤🌼
Haaa 😅
তোমাকে ভিশন ভালোবাসি।বলা হয়নি কথাটা।
😪
Hmmm💔💔💔💔💔 তুমি বুঝলে না 😅
😢
শুরু হওয়ার আগে শেষ হওয়া গল্পগুলো কিন্তু অনেক বেশিই সুন্দর।সৃষ্টিকর্তা উপর থেকে পাঠিয়ে ছিল দুনিয়ার অপরুপ সৌন্দর্য উপভোগ,জ্ঞান অর্জন আর তার ইবাদত করার জন্য কিন্তু পৃথিবীটা দেখে পেয়ে গেলাম নিঃশর্ত পাপ আর বিষন্নতা যা আটকে গেছে পৃথিবীতে।আত্মহত্যা মহাপাপ বলে আজ এই শহরের অলিতে-গলিতে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়ায়। জানি,জীবন্ত লাশের ময়নাতদন্ত হয় না,ময়নাতদন্ত যদি হত প্রিয় মানুষটির ফাঁসি অবধারিত ছিল।তাই জগতের মধ্যেই সবচাইতে ভালো থাকুক ভালো থাকতে চাওয়া মনের মানুষগুলো💔🖤
একটা সময় ছিল যখন আমি এই গানটা শুনতাম আর তার কথা অনেক মিস করতাম 😓। আর এখন সে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ 💖
❤❤❤
আপনার ভাগ্য অনেক ভালো। 😅
onek vaggoban apni 😊😢😢
আপু আমি অনেক গানেই আপনাকে কমেন্ট করতে দেখি। আপনাদের ভালোবাসা সারাজীবন অটুট থাকুক😊❤
আপনার মতো ভাগ্যবান মানুষ খবই কম আছে পৃথিবী তে,দোয়া করি কারো ভালোবাসা যেন অপূর্ণতা না থাকে💔
নিজেকে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষকে ত্যাগ করার যে ব্যাপারটা ☺️💔
কমেন্ট টা কারো সামনে পরলে একটা লাইক দিবেন তাহলে আবার ও গানটা শুনে তার কথা মনে করতে পারব
Kob kotin vola ta 😢😢
একদম
Somoi r poristhite😅💔
মানুষ একের পর এক প্রিয় মানুষ প্রিয় জিনিস সপ্ন,,সব হারানোর পর ভিতর থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে,,😅❤️🩹
@@hossainmaruf7237 . f..😮
ভালোবাসা সেটা নয় যেখানে কথা দিয়ে কিছুদিন মেলামেশা করার পর তাকে ছেড়ে আবার অন্যের সাথে সম্পর্কে জড়ানো, সত্যি ভালোবাসা তো সেটাই যেখানে কথা দিয়ে হোক বা না দিয়ে সেই মানুষটার সাথে থেকে সব বাধা বেরিয়ে সম্পর্ককে একটা সুন্দর পরিণতি দেওয়া এবং ভালো খারাপ সব মিলিয়ে নিয়ে সেই মানুষটার সাথে সারাজীবন পার করার সিদ্ধান্ত নেওয়া, কারোর জীবনে আসতে চাইলে সেই সঠিক মানুষটা হয়ে শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তবেই এসো ❤️😌
Ekdom 😊❤
এক তরফা ভালোবাসা😅
যেগুলো হয়তো কখনো প্রকাশিত করা হবে না😅🙂💔
যদি তোমার কখনো মনে হয়! তোমার ফেরা দরকার তবে তুমি ফিরিও কয়েক মাস বছর-কিংবা যুগ,, তবুও তুমি ফিরিও..!🖤
প্রিয় বাবা...!!🙂
সর্গের সুখ দেখি নি......!!
দেখেছি তোমাকে .....!!
সত্যিই বাবা তোমার দেখা পাবো না
আর একটি জন্ম আমার
কভু হবে না...!!
প্রিয় বাবা মাফ করে দিও কোন দিন বলতে পারি নি তোমাকে ভালবাসি...।!!
💔
😢😢
😥
😣আসলে কখনো বলা হয়না - বাবা তুমাকে ভালবাসি, অনেক ভালবাসি❤❤❤❤❤❤
@@riyasofian6303 it's too tough
@@rajeshsutradhar203 hmmm 🥺
ছয় বছরের রিলেশন ছিলো। এত এত ভালোবাসা, এত মায়া, এত টান বলার মত না। আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নি। 22 জানুয়ারি বিয়ে হলো আমাদের। বিধাতা নিষ্ঠুর। 16 মে রাত 10 টা তে এক্সিডেন্ট করলো। মাথায় খুব আগাত পাওয়ায় 18 তারিখ আমার আমার ভালবাসা আমাকে সারাজীবনের জন্য ছেড়ে চলে গেলো। আমি বিশ্বাস করি সত্যিই ভালোবাসা আছে। ওই মানুষ শুধুই আমার ছিলো থাকবে। কিন্তু আমি থাকবো না থাকার মতো। তার কাছে যাওয়ার অপেক্ষায়❤️💔
আল্লাহ আপনার সহায় হউক🥲
😢😅
😢😢😢
😓😢
যদি সত্যি ভালোবাসো তাহলে অবশ্যই জান্নাতে মিলন হবে ☺️
অনেক মৃত মানুষকে আজও বাঁচিয়ে রেখেছে এই গানগুলো.....❤
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।
পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা
এই গান টা আমার প্রিয় মানুষ আমাকে শুনিয়েছে গত কাল মানে 3/09/2023. ট্রেন এ বসে এই গান টা শুনছি আর তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে শুধু ভাবছি সে আমার কবে হবে 😟 কারণ এই ভালোবাসা টা শুধু আমার ছিলো, সেও জানে আমি কত টা তাকে ভালো বাসি কিন্তু সেও কিছু করতে পারছেনা , সেও আমায় কোনো দিন বলতে পারলো না সে আমাকে কত টা চাই আমাকে কত টা ভালোবাসে, কিন্তু যখন সে আমাকে এই গান টা সনালো কেনো জানি না সে কিছু টা বলতে চাইলো এই গান এর মাধ্যমে, যায় হোক এই গান এর মধ্যে দিয়েই আমি তার না বলা মনের কথা কিছু টা হলেও বুঝতে পারলাম💝 আমি এই গান শুনছি আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি, আমি আমার মনের কিছু কথা এই গান এর comment box e bole gelam, যখন যখন এই comment e like করবে কেউ তখন তখন আমি এই পুরনো কথা আবার ভেবে এই গান শুনবো❤
😢
😢😢😢
জানতে ইচ্ছে করছে.. এখন তার অবস্থা কী ভাই... আপনাদেরই বা অবস্থা কেমন? একসাথে আছেন তো?
এই গানটা তিনি লিখেছেন এবং সুর দিয়েছেন তিনি আমার স্যার। উনার গলায় গানটা শুনলে কান্না চলে আসে । এতো সুরারোপ কন্ঠ উনার কী বলবো❤❤
So sad vai,etai hoito jibon vai
প্রিয় আম্মু,
.............
এই গানটা প্রতিবার তুমার কথা মনে করিয়ে দেয়। কথা গুলো কত মিল।তোমার আবার দেখা পাব কখন কে জানে।বেঁচেই আছি তুমার দেয়া ১৬ বছর এর স্মৃতি গুলো নিয়েই কিছু দিন আগে সম্পন্ন হয়েছে তুমার ১বছর এর অনুপস্থিতি।
ঠিকই জানি আমার জন্ম ও আবার হবে না,আর তুমার দেখা পাব না।তুমায় ভীষণ রকম ভালোবাসি জানি কখন বলা হবে না!
তুমার ফেলে আসা অনেক কিছু, সেই স্মৃতি অনেক দামি আমার কাছে।
এখনো নিজের মাথার বালিশ ভিজে যায় চোখের পানি দিয়ে।🥀
যাক গিয়ে ছেলেদের কাদতে নেই।🙂💔
🥺🖤
@@tasninislam9607😭😢
@@tasninislam9607 Hm vaiya jabe🤞
Kanna cole aslo comment ta pore 😢😢
@@utshodebnath1310 🙂🥺
ছোট থেকেই দুইজন একই স্কুলে একই ক্লাসে পডতাম, বাসা ছিল পাশের প্লাটে বন্ধুত্ব থেকে কখন যে মায়ায় আটকে তাকে ভালোবেসে ফেলেছি বুঝি নি। ফ্যামিলির জন্য আমাদের সম্পর্কের সুন্দর ইতি আর টানা হলো না কিন্তু যখনই 'জানি আবার এমন করে তোমার দেখা পাবো না' লিরিক্স টা শুনি আমাদের সুন্দর সময়টা চোখের সামনে ভেসে উঠে। পরের প্রজন্মের জন্য এই একটা কমেন্ট রেখে গেলাম আমিও চন্দ্রপীঠের পূর্ণজন্মের সময়কালে অসম্ভবভাবে কারো মায়ায় পডেছিলাম, প্রথম ও শেষ ভালোবাসার অসমাপ্ত ইতি টেনে ছিলাম💜
যেগাযোগ বিচ্ছিন্ন হতে পারে,
সম্পর্ক বিচ্ছেদ হতে পারে!
তবুও ভালোবাসাতা থেকে যায়।
হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষা 🖤🖤🥀
চ্যানেলটি সাবস্ক্রাইব করে চন্দ্রপীঠ এর সাথে থাকুন।
আমরা আসা করি কিছু দিনের মধ্যেই,আমাদের দ্বিতীয় গান "ব্যাবিলন" নিয়ে আপনাদের সামনে আসবো।
❤❤
৬ বছরের সম্পর্ক ছিলো।২ বছর আগে তার -ই সাজেশন এ গানটা শুনছিলাম এই গান টা , প্রায় এক বছরের কাছাকাছি একটা বড় দেয়ালের কারণে দুজনের ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়ে সম্পর্কের ইতি হয়,তারপর থেকে কতশত বার যে শুনেছি তার কোনো ইয়ত্তা নেই যখনি তার কথা মনে পড়ে এই গানটা শুনি।
ভালোবাসি সবসময় প্রিয়।
সবসময় প্রথমের মত সম্মান থাকবে,ভালো থেকো সবসময়।
জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না।
ভালো থেকো।
কতোই না ভালোবেসেছেন তাকে 😢
পুন র্জন্ম হবে নাহ,,তবে ১ জন্মেই তোমাকে নিজের করে পেয়েছি,,মৃত্যু আগ পর্যন্ত তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ ❤️
Duwa roilo apnader jonne❤️💝
Bro U Locky
সেরা ভাই সেরা
আগলে রাখুন হারাতে দিয়েন না🖤🖤🖤❤️❤️❤️❤️
আপনি অনেক ভাগ্যবান মানুষ , আপনাকে দেখতে চাই, আসলে ভাগ্যবান মানুষ দেখতে কেমন
🥰🥰
গানটা প্রথম যেদিন ফেসবুক এ শুনছিলাম তোমায় দিছিলাম। বলেছিলে জীবনটা এমনই।আজকে শুনতে আসলাম কারণ অনেক কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছিলাম না। অপেক্ষার প্রহর গুনছি🌼
চন্দ্রপীঠ এর উদ্দেশ্য একটা কথা বলতে চাই,,,
ভাই ভিউস দেখে হতাশ হইয়েন না,,ভিউস দেখে গান এর মুল্য নির্ধারণ করা যায় না,,,ভিউস কম থাকাই ভালো,,,সবাই তো আর গানের মর্ম বুঝে না,,,তাই এই গানের বেশি ভিউস এর দরকার নেই।।
ভাই কমেন্ট বক্স এ যারা যারা কমেন্ট করলো সবগুলা একধরনের বিশেষ মানুষ,,এই বিশেষ মানুষগুলার জন্য হলেও গান বানানো বন্ধ করিয়েন না ভাই....
চন্দ্রপীঠের প্রতি ভালোবাসা পুনর্জন্ম দিয়ে শুরু... 😊❣️❣
এগিয়ে যাক চন্দ্রপীঠ...❤️
রাইট ভাই ❤️
Right 👍
🖤🖤🖤
Vai tmke niye akth memes banaici🙃 Alhamdulillah viral hoice😅
Vai onek sondor akta comment korcen❤️
আজ ১৯৩১ তম দিন হয়ে গেলো তুমি চলেগেছো💔 ভাবছিলাম একদিন ফিরে আসবা, কিন্তু সেদিনটা আসলোনা🖤 আর আসবে কিনা জানিনা 😭, যেখানে থেকো ভালো থেকো প্রিয়❤️
১ বছর আগে কানাই স্যারের মুখে গানটা প্রথম শুনেছিলাম, এরপর থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম কবে ফুল ট্র্যাকটা শুনবো 💙🌼🖤
আমি শুনছিলাম নাষ্টের ভর্তি পরিক্ষার সময়কার একটা ভিডিওতে
আমি ও
চ্যানেলটি সাবস্ক্রাইব করে চন্দ্রপীঠ এর সাথে থাকুন।
আমরা আসা করি কিছু দিনের মধ্যেই,আমাদের দ্বিতীয় গান "ব্যাবিলন" নিয়ে আপনাদের সামনে আসবো।
One day it's going to hit 100 million, and I hope it happens soon. Everytime i hear it,everytime it hits me inside my heart.
But this line sometimes becomes a bitter truth for some people,bacause they have to endure it for the rest of their life.
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
এই ধরনের গান শুনলে মানুষের শুধু তাদের প্রেমিক-প্রেমিকার কথা মনে পড়ে কেন বুঝি না। প্রায় আড়াই বছর হল আমি আমার দাদু দিদা (মায়ের বাবা মা) এবং বাবাকে হারিয়েছি একসাথে COVID এর জন্য। এই গানটি বা এই ধরনের অন্যান্য গান শুনলে ব্যক্তিগতভাবে আমার তাঁদের কথাই মনে পড়ে। খুব ভালোবাসতাম..... এখনো বাসি। কিন্তু আমার পরিবার এখন অসম্পূর্ণ আর কোনোদিন হইতো সম্পূর্ণ হবে না। হইতো আর কোনোদিনও তাদের দেখা পাবো না......❤️🥀
😢
🥹🥹🥹
While staying away from home..this song makes me cry everytime nd makes me think about how my parents put in work so that i can be happy
😂😂😂
@@HappyButterfly-wj6ko 🦵😂🦶
আগের বছরের রমজান মাসেও সে আমার ছিলো। এই একটা বছরে যে এতো কিছু পালটে যাবে কখনো ভাবিনি। যেই মানুষটার সাথে সারা রাত কথা হতো, সেহেরি করে তার সাথে কথা বলতে বলতে সেই ভোর হয়ে যেতো। আবছা আবছা আলো, তখন ঘুমাতাম। এই গানটা আগের বছর এই সময়টাতে শুনেছিলাম। এক বছর পর এই সময়টাতে তার কথা বড্ড বেশি মনে পড়ছে। আমার জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে।
অথচ তার শুন্যস্থান টা কখনো পুরন করতে পারিনি। আর পারবোও না।।।❤❤
আলহামদুলিল্লাহ বলেন, এবার আপনার রোজা হালাল হইছে।
চোদা শেষ খোদা হাফেজ,,This is the rules 🫥
এটাই বাচবতা
এটাই বাচতো বতা
@@mdsifatsikdar3428 REAL xD
😐-সে আমার কাজিন ছিলো সেই ছোটবেলা থেকেই তাকে পছন্দ করতাম যখন প্রেম ভালোবাসা বুঝতাম না তখন থেকেই, যত বড় হতে লাগলাম ততই তার প্রতি ভালোলাগা বাড়তে লাগলো, সে ভালো লাগাই আস্তে আস্তে ভালোবাসায় পরিমিত হয়ে গেল❤️মাকে কতো বাহানা দিয়ে খালার বাড়িতে চলে যেতাম উদ্দেশ্য তাকে দেখা, মিডেল ক্লাস পরিবারের বড় ছেলে, বেশি পড়ালেখা করা হয়নি, ২০১৩ সালে তখন ক্লাস এইটে পড়তাম ওই সময় চলে আসছি ঢাকায় চাকরি করার জন্য, তখন আমি ফোন ব্যবহার করতাম না, কাকার নাম্বার থেকে মাসে ১৫ দিনে খালার সাথে কথা বলতাম,ওর সাথে ও একটু আধটু কথা হতো❤️, ঢাকা আসার এক বছর পরে একটা বাটন ফোন কিনছিলাম, তারপর ওর সাথে প্রায় কথা হতো, এখনো কেউ কাউকে প্রপোজ করি নাই, এভাবেই চলতে লাগলো সময়, প্রায় আরো দুই বছর পরে আমি তাকে বলছি আমি যে তাকে পছন্দ করি ভালোবাসি, সে প্রথমে কোন আনসার দেয়নি, পরে সেও রাজি হলো, দু'বছর সবকিছু ঠিকঠাক ছিলো, আস্তে আস্তে যত বড় হচ্ছি আবেগ ছেড়ে বাস্তবতা বুঝতে শিখতেছি, এদিকে তাকেও অনেক ছেলে পক্ষ দেখতে আসে, তার ফ্যামিলি থেকেও বলতেছে তাকে বিয়ে দিয়ে দিবে,পরে ২০১৯ এর মাঝামাঝি সময়ে একটা ছেলের এবং ছেলের ফ্যামিলির তাকে এবং তাদের ফ্যামিলিকে অনেক পছন্দ হয়, আমার খালাদেরও ওদের ফ্যামিলিকে পছন্দ হয়, কি কারনে যেন তখন ছুটি ছিল গ্রামের বাড়িতে ছিলাম, তখন খালা ফোন দিয়ে বলে বাবা আমাদের বাড়িতে একটু আয়, গেলাম, পরে শুনি এই এই ব্যাপার, আমি ঠিকমত খালার সাথে কথা বলতে পারতেছি না, খালা যাই বলে আমি বলি হ ঠিক আছেঠিক আছে, আমাকে এবং খালতো ভাইকে বলতেছে ওই ছেলেদের বাড়ি ঘর দেখে আসতে,পরে নাকি তারা দেখতে যাবে, পরে কি করার অসহায়ের মতো গেলাম কিছু বলতেও পারতেছি না সহ্য করতে পারতেছি না, আমি তখন মনে হয় বোবা,😥 আমরা সকালে দেখে আসে বলছি ঠিক আছে, পরে বিকালে ওনারা গেছে,পরের দিন আবার ছেলেদের বাড়ি লোক আসছে, বাড়িতে পুরুষ লোক না থাকায় ওদের খাওয়ার দাওয়ার পরিবেশন আমাকে করা লাগছে, হাসিমুখে করলাম কাউকে বুঝতে দেইনি😥, ঐদিন আমি সারাদিন কিছু খাইনি,খালা জিজ্ঞেস করছে বলছি আমি খাইছি, কিন্তু ওর মেয়ে ওই আমার চেহারা দেখে বুঝছে যে আমি কিছু খাইনি, ওই খাবার নিয়ে আসছে বলতেছে খাবার খান, বলছি কয়বার খামু আমি খাইছি খামু না নিয়ে যাও, পরে সন্ধ্যায় দোকানে গিয়ে একটা বন রুটি আর একটা কলা খাইলাম, তখন অতটা সিগারেট🚬খেতাম না তাও দুইটা খাইলাম এক জায়গায় বসে😥, যা হোক অনেক কথা, ১৫ দিন পরে ওর বিয়ে ঠিক হয়🙂, ওর বিয়ের সময় আর যাওয়ার সাহস হয় নাই আমার, তাই বলছি ছুটি পামু না,কাজের অজুহাত দিয়ে আর যায়নি,💔 সময়ের ব্যবধানে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের মতো আবেগ নাই, বাস্তবতায় বাঁচতে শিখে গেছি, আগের থেকে অনেক শক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ও এখন অনেক ভালো আছে❤️, ওর হাজবেন্ড ও আমাদের মতো ছোটবেলা থেকেই পরিশ্রম করে বড় হয়েছে মন মানসিকতা ভালো আছে, ওর একটা বাচ্চা আছে অনেক কিউট 😌 আমিও আমার মতো করে আলহামদুলিল্লাহ ভালো আছি🙂, কোন অভিযোগ নেই, আমি নিজেই তাকে বলে দিয়েছি বিয়েতে রাজি হয়ে যাও, তখন তাকে পাওয়ার বা কোন কিছু করার সমর্থ্য আমার ছিল না,😐যার বাপের টাকা থাকে সে ভুল কিছু করলে ও সমস্যা কম হয়, যার বাপের টাকা থাকে না তাকে অনেক কিছু চিন্তা করতে হয়, তার জন্য অনেক কঠিন এ দুনিয়া,💯😬
যেহেতু আমার কাজিন তাই এখনো মাঝে মধ্যে যোগাযোগ হয়, বাট আগের কোন কথাই হয় না, বর্তমান নিয়েই থাকি মনে আসলেও বলি না!!💔😐--সবাইর জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে, যা এক সময় এসে পূর্ণতা পায়🙂 কিন্তু কিছু অপূর্ণতা এমন থাকে যা পূরণ করা যায় না সারা জীবনেও😥 তুমি আমার সেই অপূর্ণতা💔
😥😥😥
চোখের কোণে জল জমে ছিল কিন্তু ধরে রাখতে পারলাম না 🙂🥀💔
💔😭।
।😔
আমারও আসে না এখন আবেগ,স্বপ্ন।
গানটা শুনতে শুনতে গল্পটা পড়লাম, খুব আবেগময় হয়ে পড়লাম
2024 এ এসেও আপনার কাছে, পুনর্জম্ন, সেই আগের মতোই নতুন লাগে, তাহলে ভাই আপনি একজন বিশেষ মানুষ। 🥰🥰
অতঃপর চুপ হতে শিখলাম। একা থাকা শিখলাম। কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম। কারো কথায় মন খারাপ করা বাদ দিলাম। জীবন এখন সুন্দর..🙂 🌸
অভিনন্দন ভাইয়া 💖
Same
রাইট
Same ❤
সত্যি কি সুন্দর না এই সব ভেবে সুন্দর করার চেষ্টা করছি জীবন কে? কিছু টা জোর করে?
মৃত্যু অনিবার্য জেনেও জন্ম নিলাম,, তোমাকে পাবোনা জেনেও তোমাকেই চাইলাম.😊
My daily routine to listen this song
And remember her 😊😊
aha kotto shundor kotha
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা😅
Asen vai🥰
আসেন
😢haram kaje dak diyen nh bhai @@khushimithun-ci8id
Aso
চলে আসুন এক সাথে শুনি গানটি 🥺❤️🩹
চন্দ্রপীঠ এর এই একটি গান লাখো শ্রোতার মনে জায়গা করে নিয়েছে। এই গানটি একমাত্র গান যেটি শ্রবণের মাধ্যমে অতীতের খুব কাছাকাছি চলে যাওয়া যায়।
নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। না বাঁচার মতো বেঁচে থাকছি, না মৃত্যুর পর ভালো থাকবো সেইরকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনরকম দিনগুলোকে পারি দিয়ে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশই নেই আমার কাছে। আমি নিজেই জানি না, কি করছি বা কি করা উচিত আমার! আমি এটাও জানি না, কি হচ্ছে আমার সাথে কিংবা আরো কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে...! 0:31
same vai
Bhai chele Hoye jonmaisi to tai mone hoy egula hoitese amader shathe
আগে কান্না করতাম,, এখন শুধু হাসি আসে,,, নিজেরে নিয়া উপহাস করতে ইচ্ছা হয়,,,কত সুন্দর একটা জীবন নিজের হাতে কিভাবে নষ্ট করলাম,,,😅😅
ভেবেছিলাম আমি একাই পৃথিবীতে এত দুশ্চিন্তা 😢করি তাই কমেন্ট পড়তে আসছি এসে দেখি আমার মতো হাজারো আছে
স্মৃতি রেখে গেলাম যে যত বার comment এ like দিবে ফোন এ notification আসলে আবার গানটি শূনবো😅❤😊
like kore diyechi ❤ bro ashen and abar purano memories mone koren😂
নেন মনে করাই দিলাম
Awesome song🥺🥺
like and comment korlam 😅
ভাই চলেন একসাথে বসে গানটা শুনি আর এক কাপ চাপ খাই চা এর বিলটা না হয় আমিই দিলাম😐
চ্যানেলটি সাবস্ক্রাইব করে চন্দ্রপীঠ এর সাথে থাকুন।
আমরা আসা করি কিছু দিনের মধ্যেই,আমাদের দ্বিতীয় গান "ব্যাবিলন" নিয়ে আপনাদের সামনে আসবো।
waiting ✌️
Waiting!!!!🥺💞
অপেক্ষায় রইলাম ❤
Kobe?
Waiting 🙂
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না,
জানি আবার এমন করে তোমার দেখা পাব না..
এই দুটি কথা যখনই মনে পড়ে চোখের কোণে জল, অস্তিররতা আর দমটা যেন বন্ধ হয়ে যায়..যদিও সে আর আমার নয়...চোখের সামনে আজ তার সাথে কাঠানো প্রত্যকটা মূহুর্ত ভাসে! 🥲🥲
ভালো থাকুক দেবী ❤
আমাদের চাই পূর্ণতা, কিন্তু আমরা পাই দুঃখ বিলাশ
এইজন্য আমাদের প্রয়োজন " পূর্ণজন্ম " ❤
🩶🖤🤎
🙂
স্মৃতির পূর্ণ মিলন!!
#কম্বিনেশন 👌
acca bujci 🙂
Warfez,artcell,chandrapith❤❤❤❤
প্রথম দেখা হয়েছিলো ২ বছর হয়ে গেলো, তাকে প্রথম যখন দেখেছিলাম তখনই ভালো লেগে যায়। অনেক দিন পর তাকে স্যোশাল মিডিয়াতে খুজে পেয়েছি, নক দেয়ার পর শারা দেয় অনেক দিন হয়ে গেলো কিন্তু তাকে আমার মনের কথা বলা তো আর হল না 😔। এমনি একদিন চলে যাব কিন্তু তাকে আর কখনো "আমি তোমায় ভালোবাসি" বলা হবে না । গানটি যতবার শুনি ততবারই তার কথা মনে হয়। চন্ড্রপীঠকে অসংখ্য ধন্যবাদ এমন একটি গান দেয়ার জন্য🖤
প্রিয় গানগুলো 🖤
১. আমার দেহখান (odd signature)
২. ১৭ পৃষ্ঠা (ashes)
৩. ঘোরগাড়ি (Highway)
৪. অনুভূতি (Charpok)
5. উৎসর্গ ( Tasnif)
৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
৭. নেশার বুঝা (popeye)
৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
৯. স্রোতস্বিনী (Encore)
১০. নিকষ কালো (paper rhyme)
১১. খোলা জানালা (swat)
১২. অবস্থান (either)
১৩. দুঃখ বিলাস (Artcell)
১৪. উৎসর্গ ( Tasnif Zaman)
১৫. অনাথ (Avash)
১৪. তোমার জন্য নীলচে তারা (Arnob)
১৫. আলো (Tahsan)
same to u vai..🤝🤜
❤️
O gular sate a songs ta o add kore nete paren
Eto ta valobashi by recall
একদম সহমত পোষণ করলাম 😌🖤✨
ভালোবাসা জানবেন ❤️🤗
গুরু আপনার ফেন হয়ে গেলাম 😇🥰🥰
তবে মনে রবে দুঃসময়ে ছুঁড়ে ফেলে যাওয়া অদ্ভুত সুন্দর মানুষদের কথা যাদের জন্য আমার হৃৎপিণ্ড আঁতকে উঠেছিল অসম্ভব যন্ত্রনায় : )
স্তব্ধ ফুল!
গানটা তাদেরই জন্য, যারা সব হারানো সত্তেও
প্রকাশ্যে কখনই কাঁদতে পারেনা। 🙂😐
🫠🙂
It's true😊
Sotti ee 😅
💔🌸
Bhalobasha 🙂💔
আজ তিন বছর পর একটা কমেন্ট করে যায় গানটা প্রথম দিন শুনে যে আবেগ কাজ করেছিল আর বার বার শুনার আকুতি এখনো বিদ্যমান।
আসলে গানের শুরু নামটা শুনে প্রথম দিন ভেবেছিলাম পণর্জন্ম বলতে কিছু নেই কিন্তু এই গানটা আবার!সত্যি গানটা শুনে সেদিন যঅবাক হয়েছিলাম । এখনো এই গানের ৎপ্রতিটি ছন্দকে একই ভাবে ফিল।
আগামীর প্রজন্ম এই গানগুলো শুনলে বলবে আমরা কোন যুগের মানুষ। যাদের আবেগ ছিল অনেক, ভালোবাসা ছিল এক অন্য রকম অনুভূতি। যা বর্তমানে হারিয়ে গেছে নষ্ট হচ্ছে সভ্যতা।।।
জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব
কখন কে জানে
জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব
কখন কে জানে
দূরে যাও সরে যাও
রেখে যাও কিছু সৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
সোজা সাত্তা একথা সত্য কথা বলি
তোমায় বিষন রকম ভালোবাসি
হাজার যুদ্ধ ভয়ে গেছে মনে
তোমায় এই কথা বলব বলে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে.....
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
আছো তুমি যেখানে প্রতি শব্দ শব্দ দূষন
বাজে সময় অবস দেয়ালেতে তোমারি গুনগুন
আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায় ছারা ভীষয় একাকি
আজো সৃতি গুলো বিষয় রকম দামি........
আজো সৃতি গুলো বিষয় রকম দামি i
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার
কবু হবে না।
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না
সুন্দর
Such an amazing song ♥
Keep going
আপনাদের দেওয়া লিরিক্সে, বানান ভুল অনেক। যদি সংশোধন করে দিতেন, তাহলে খুব ভালো হতো। এছাড়া গান অসাধারণ হয়েছে
আহা, কি লিরিক ভাই..😱
Nice to
আজো স্মৃতিগুলো ভিষণ রকম দামী।
মানুষের চাইতে স্মৃতি অনেক দামী। আমরা মানুষকে যত্ন করে রাখতে পারি না কিন্তু স্মৃতি গুলোকে রাখতে। একটা সময় মানুষের অস্তিত্ব থাকেই না আমাদের জীবনে কিন্তু স্মৃতি গুলোই রয়ে যায়। ❤
জীবন একটাই। অপূর্ণতা চাইনি। কিন্তু আজকে আমার সবই অপূর্ণ। তবু আশা রাখি।আল্লাহ ই উত্তম পরিকল্পনাকারী ❤
😊
২০২২ এ এসেও আপনার কাছে "পুনর্জন্ম" সেই আগের মতোই নতুন লাগে, তাহলে ভাই আপনি একজন বিশেষ মানুষ, আপনার বাংলা গানের রুচির সম্মান করতেই হয়🖤
এই গান কখনো পুরোনো হবার নয়!
প্রায় রোজ সময় করে এসে শুনে যাই!
হয়তো ১০০বছর পরেও কেউ গানটি শুনবে। তাদের রুচির প্রতি সম্মান রইলো!💛
🖤🖤
exactly akta na purono houa gan
আমি ভাই কালকে এই গানটা একটা ফেসবুক স্টোরিতে দেখছিলাম না যানি কেমন যানি একটা ভালো লাগা কাজ করে তারপর কালকে থেকে এখন পরযন্ত ২০০+ হবে শুনেছি গানের প্রতেকটা লাইন ফিল করেছি আর বুঝলাম এই গানের গভীরতা অনেক❤❤❤
হুম ভাই@@nadimsaheb5745
হুম
@@sandeepanpoddercse3819
কেয়া আমি জানি আমি খুব খারাপ প্রেমিক ছিলাম। বেকার ছিলাম সেসময়, সময় দিতে পারতাম না একটুও, ঠিক ভাবে কোনো রেস্টুরেন্টে খেতে যেতেও পারিনি, না দিতে পেরেছি দামি গিফট। আমি জানি তোর কোনো চাহিদা নেই। কখনো এগুলোর কথা তুলিসনি। আজ যখন চাকরি করি, স্যালারি পাই ভালো, দামি মদ খাই, হুলিয়ে খরচ করি, কোথাও একটা ফাঁকা জায়গা থেকে যায়। মনে হয় কাছের মানুষটার জন্য খরচ করতে পারছিনা। এই অসীম একাকীত্ব গ্রাস করে যাচ্ছে প্রবল ভাবে আমাকে। হয়তো হারিয়ে ফেলেছি নিজেকে। যদি কখনো দেখিস এটা, মনে রাখিস, আমি খুব খুশি তুই যে নিজের জীবনে এগিয়ে গেছিস। এটাই বলবো, তুই চলে যাওয়ার 4 বছর বাদেও আমি আজ ও এই পাঁজর ভরা ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি। শুধু তোর জন্য।
সে ভালোবাসে নি মায়ায় জড়িয়ে ছেড়ে গেছে,,তাতে কি স্মৃতি গুলোকে আগলে রেখে বাচতে হলেও প্রেমে পড়া প্রয়োজন।ভালোবাসা সুন্দর। ☺️🥀
"একটা মানুষ কখনোই জানবে না,
তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিল"
💕💕
আমার মনে হয় না এই গান কখনো পুরনো হবে!!
এই কমেন্ট থেকে যদি কখনো কোনো নোটিফিকেশন আসে আমি কথা দিলাম আবার এই অমর গানটি শুনে যাবো।
সে হয়তো আমকে ছেড়ে চলে না গেলে এই অমর গানটি শোনাই হতো না 😢
সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে এ কথাটি সব সময় প্রমানিত।
সে হয়তো কখনো জানবে না তাকে কতটা চাওয়া হয়েছে।হয়তোবা বোঝারও চেষ্টা করবে না। ধন্যবাদ চন্দ্রপীঠ কে এরকম গান আরো শুনতে চাই জীবনে এরকম অমর সুর ও অমর গান দেওয়ার জন্য আপনাদেরকে আবারো অনেক অনেক ধন্যবাদ।😢
তাকে নিয়ে কিছু বলার নেই শুধু তার জন্য ভালোবাসা ও দোয়া রইলো ভালো থাকোক সে সব সময় ❤😊
- তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না "Dear"☺💔 স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো " Dear"..!☺🥰
বেশ রাত হয়ে গেছে ..গানটা শুনছি ...চোখে জল...বড় মনে পড়ে যাচ্ছে সব..সেই দশমী তে প্রথম দেখা ...আমি তখন ক্লাস ১১ ..তুমি ৭ থেকে ৮ এ উঠেবে ...প্রথম প্রথম কত মজার ঝগড়া করেছো তুমি❤️...আমি তো চিন্তা ই পড়ে যেতাম আর তুমি মুচকে হাসতে আড়ালে ..পড়ে বুঝেছি...তারপর রেগে block করে দিলে whatsapp এ গ্রুপ খুলে রাগ ভঙ্গতাম ...সব কত ঠিক আছে....তুমিও ভালোবেসে ফেলেছিলে আমকে ...আমি অবুঝ হয়ে তোমাকে আর পাত্তা দিই নি এক বছর...তারপর যখন বুজলাম ভালোবাসি ....কথা বলা শুরু করলাম ..তুমিও ভালোবাসতে আমায় ...বাড়িতে জেনে যাবে আর তোমাকে ছোট ভেবে ভাবলাম মাধ্যমিক দিলে তোমাকে সব বলব❤️ তারপর মাধ্যমিক এর আগে জানলাম তোমার জীবনে অন্য একজন চলে এসেছে ...দেরি হয়েগেছি ল আমার অনেক টা ..প্রথম যখন শুনলাম তোমার মুখ থেকে ভাবলাম যায় হোক না কেনো তুমি আমকেই ভালোবাসো ...তারপর বুজলাম আমি আর কেউ ই না ...jano তুমি ...তারপর এর ঠিক ৬ টা মাস আমি এটা ভাবিনি তুমি ভালোবেসেছিলো কিনা?? পরের ৬ টা মাস আমি প্রতি মুহূর্তে এটা বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি ... আজও মনে পড়ে তোমাকে ...তোমাকে বড্ডো ভালোবাসি যে ❤️ .....ট্রেন এর gate এ আশার সময় তোমার বাড়ি আজও দেখি ...তুমি যে আমার প্রাণভোমরা হয়ে গেলে কবে বুঝিনি ...তোমার সাথে এক্ষণ আর যোগাযোগ নেই সেরাম ....বহুদিন হয়ে গেলো তোমাকে আমি তোমার নাম ধরে ডাক দি নি ....তোমাকে জড়িয়ে ধরে ইচ্ছা হয়...ওখানেই আমার শেষ নিশ্বাস ত্যাগ করতে ইচ্ছা হয় .You know na idiot ❤️ You are my girl ❤️....
❤❤❤❤❤
😖❤🙌
@@অন্যকিছু-ঢ৩শ ❤
স্মৃতি
এতো সুন্দর গানের এতো কম ভিউস যে কিজন্যে হয়,বুঝি না!বাঙ্গালী কি কখনো সুন্দর গানের মর্ম বুঝতে পারবে না,কখনোই না 🖤
এইটার কারণ। সব গান সবার জন্য নাহ, আমরাও চাই এইসব গান যাতে ভাইরাল না হয়। কারণ ভাইরাল হলে নষ্ট হয়ে যাবে।
Onek valobasi ei song gulo vaiaa
etaa jaar jaar ruchi vai. sob kichute bangali bodnaam korben naa. ekta gaan kee valobeshe nij jaati ke choto kore dekhe nijer choto manoshikotar poricoy diben na vai
সবাই এসব গান বোঝে না ভাই।💔
যখন এই গানটার মর্ম বুঝবে তখন কিছু মানুষ এটাকে অভার রেটেড বানায়ে দিবে, এর চে এই কয়েকজন এর মধ্যে থাকাই ভালো।
জন্মান্তর যদি মিথ্যে হয়,
তবে এই দেখাই হয়তো শেষ দেখা💫❤️🩹
হারিয়ে ফেলব এই বয়সটা, হারিয়ে ফেলব পুর্নজন্ম গান। স্মৃতি রেখে গেলাম।🫠
পরের প্রজন্ম যখন গানটা শুনে কমেন্টে লাইক দেবে আমি আবার শুনতে আসবো প্রিয় পুর্নজন্ম গান টা🖤🌼
"একটা মানুষ কখনোই জানবে না,
তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিল"
😢 kokhonoi na manus buje na 😢
Asolei
Se na januk....jnle tar o kosto barbe amke haranor jonno
Hoi tw😌
Hm
জানি পূর্ণজন্ম হবে না, কিন্তু তাকে পাওয়ার আকাঙ্খা কখনো শেষ হবে না।এক মুহূর্তের পাশাপাশি চলা আমাকে এক জীবন বাঁচার অনুপেরণা দিয়েছে। তার জন্য মৃত্যুর শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকবো।🥀❣️
নিজেকে গোছানোর আগে নিজেকে পুরোপুরি এলোমেলো করে দিতে হয়! পুনর্জন্ম হতে হলে, মৃত্যু জরুরী 🌻
3:14
Prio manusher kas theke suna first ei ganta..
Sunlei tar Kotha tar sathe dekha howar dingulor kotha mone pore jai..onk abeg joriye ace ei gantir mordhe..🤍
বেশি কিছু লিখার দরকার নাই, আসলে কিছুই লিখার দরকার নাই..!
"জানি আবার এমন করে তোমার দেখা পাবোনা " - more than enough for all those borken hearts out there🌸🙏
চ্যানেলটি সাবস্ক্রাইব করে চন্দ্রপীঠ এর সাথে থাকুন।
আমরা আসা করি কিছু দিনের মধ্যেই,আমাদের দ্বিতীয় গান "ব্যাবিলন" নিয়ে আপনাদের সামনে আসবো।
একদম 🥺
Hmm vaiya right 😭😭
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্ট রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিবো, কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলেন।🧡
সোজা সাপ্টা একটা সত্য কথা বলি,তোমায় ভীষণ রকম ভালোবাসি! ২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
this line💖
স্মৃতি হিসেবে একটা কমেন্ট করে গেলাম, পরেরবার যখন আবার গানটি শুনতে আসবো,তখন কমেন্ট থেকে বুঝে নেবো।যে সত্যিই গানটা হাজারো ছেলের ইমোশন😢😢
5:35 i dont know why, but whenever the song comes to this part, i envision myself on another planet, sitting on top of a mountain and looking at the sky. The sky is pink and instead of one sun, there are two suns that can be seen setting. This just shows the power of music. Music can take you places. Music can create memories that you never had before. What a masterpiece by chondropith
একজন অভাগী বলছি
কাউকে ভালোবাসলে আত্মসম্মান টাকে উৎসর্গ করে দিবেননা। তারা যদি আপনার অনুভূতি বুঝতে অক্ষম হয়! আপনি হাজার ভাবে প্রমান করলেও সে আপনাকে বিশ্বাস করবেনা। সুতরাং ভালোবাসুন কিন্তু আগে নিজের সন্মানকে ভালোবাসুন🖤
অভিযোগ থেকে অভিমান,তার পর আস্তে আস্তে বিচ্ছেদ 🥀💚
পূর্ণজন্ম || চন্দ্রপীঠ
বিচ্ছেদ জানে ভালোবাসা তা কতো গভীর ছিল। ।।😢😊
গানটা শুনতে এসে,
কমেন্টগুলো পরতে পরতে এতোটাই দিসেহারা হয়ে গেলাম যে, গানটাই ভালো করে শোনা হলো না।
তবে কমেন্ট পড়েই বুঝতে পেরেছি গানটা অসম্ভব সুন্দর। 🥰
আসলেই যদি পুনঃজন্ম বলে কিছু থাকতো তাহলে সবার ভালোবাসাই হয়তো কোনো এক জন্মে মুখ পুর্নতা পেতো। 🥀❤️
Amader jonmo akbar ei hoi tai jodi kaw k mon theke valobashe thako tahole take sokto kore agle rakhar chestha koro
হারানোর যন্ত্রনা সে ই বুঝে যে হারায়।
পূনর্জন্মে অবিশ্বাসী হয়েও আমার প্রিয়ো গান "পূনর্জন্ম" ।😅
Same bro
Hmm
-একটাই জীবন , অনেকগুলো স্মৃতি❤
বার বার সহজ স্বীকারোক্তি করা মানুষগুলো সবসময় অবহেলিত ❤
those lines
"দূরে যাও,সরে যাও,
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার
they hit so hard
🙃
একসময় গানটায় মিলিয়ন ভিউ হবে।
৩ বছর ধরে গানটা শুনি তখন গানটা রিলিজ হয়নি একবড় ভাইয়ের ফোনে এমনি খালিগলায় প্রথম অংশটুকু রেকর্ড করা ছিলো। পুরো গানটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম পড়ে দাদার থেকে শোনা এটা তার বন্ধুদের ব্যান্ড তখন থেকেই চন্দ্রপীঠের প্রতি ভালোবাসা এবং অপেক্ষা কবে পুরোটা শুনবো ❤️ গানটাশুনি অনেক দিন ধরে কিন্তু কমেন্ট করা হয়নি কখনো 🙂
নেক্সট একটা মাস্টার পিস গানের অপেক্ষায় রইলাম। 🥰
শুভ কামনা রইলো ❤️❤️❤️
এই গানটা না হয় হাজার বার শুনেছি,ইউটিউব মানে কয়েকটা গান,এর মধ্যে এটা।আমি গানের সুর বুঝি না,কথা শুনি।
কিন্তু তোমাকে শেষ দেখে আসার পর যেদিন গানটা সামনে আসলো,আমাকে গানটা শুধু কষ্টই দিচ্ছে। 'জানি আবার একটি জন্ম আমার কভু হবে না,জানি আবার এমন করে তোমার দেখা পাবো না_____তনু🖤....।
কেউ একজন এসেছিল,,ভালোবাসেনি তবে অসম্ভব মায়ায় বেঁধে রেখে গেছে..💔
কিন্তু সে সারাজীবন আমার নিঃস্বার্থ অনুভূতি,,নিঃস্বার্থ ভালোবাসা হয়ে থাকবে..🖤
ভালো থেকো প্রিয়...🥰
জানিনা পুনর্জন্ম সত্যি হয় কিনা! যদি হয় তবে তোমার দেখাটা যেন পাই 'সৌরো'। এতো জলদি কেন চলে গেলে? মাত্র চব্বিশটা বছর। এতোই তাড়া ছিলো? আমাকে এতো মানসিক যন্ত্রণার মধ্যে কেন রেখে গেলে?? ভালোবাসি কথাটা শোনার জন্য চারটা বছর অপেক্ষা করলে। যখনই ভালোবাসি বলে দিলাম তখনই একা করে কেন চলে গেলে "সৌরো"??
কে রাখে কার খুজ....!
নতুন পেলে সবাই নিখোঁজ...!! 😅😅
যদি সত্যি পুনর্জন্ম বলে কিছু থাকে তবে প্রতিটা জন্মে আমি তোমাকে ভালোবেসে জন্মাতে চাই.... এত দিন শুধু শুনে এসেছিলাম............... না পাওয়াটাই নাকি ভালোবাসা শুধু তুমি আমার জীবনে এসেছিলে বলে আজ বুঝতে পেরেছি যে না পাওয়ার মধ্যে কতটা পরিমাণ ভালোবাসা লুকিয়ে থাকে..... তোমার আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই কমেন্ট টা রেখে গেলাম.....
জানি কখনোই তোমায় আমার করে পাবো না তবুও জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় এই ভাবেই ভালোবেসে যাবো...
Keep sharing and support us❤❤
শেয়ার ডান
ভাই অবশেষে পাইলাম 😍
Share done😊😊😊
Always 😘😍
Vai😍