শৈশব, কৈশোরের অসংখ্য সুন্দর সময়ের উপলক্ষ প্রিয় গানটি আজও অমলিন। ভাল থাকুক ভাল সময়গুলো,ভাল থাকুক ভাল সময়ের জন্ম দেয়া মানুষগুলো। যদি সম্ভব হয় ফিরে আসবেন আমাদের জন্য
ভাই আপনারা অফিশিয়ালি একটা চ্যানেল খুলেন ব্যান্ড এর নাম এ। আর আপনাদের মার্কেটিং স্ট্রাটেজি নিয়েও একটু খেয়াল রাখেন। আপনাদের গান গুলা অসম্ভব ভালো আর আন্ডাররেটেড।
ছোট বেলার প্রতিটি দৃশ্য যেনো গানটার এক একটা শব্দে প্রতিফলন হচ্ছে। গায়ে কাটা দিয়ে আওড়াচ্ছে প্রত্যেকটা লাইন। ১৯৯৫-২০০০ দিকে যাদের জন্ম তারাই উপলব্ধি করতে পারবে বেশি (মৃত দাদীর কথা মনে পড়তেছে এখন খুব😢)
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয়না কথা হয়না নেওয়া হামি চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয়না কথা হয়না নেওয়া হামি রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ সে ঘোড়া কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ সে ঘোড়া কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি কে রে তুই? কে রে তুই? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে কে রে তুই? কে রে তুই? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি কে রে তুই? কে রে তুই? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে কে রে তুই? কে রে তুই? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে
একটা কমেন্ট করে যাই হয়তো কেউ দেখলে লাইক দিলে আবার দেখতে আসবো আচ্ছা যাই হক এই গানটা আমার কাছে মনে হয় আমার দেহের সাথে মিশে গেছে কেন যানি গানটা শুনতে আমার খুব ভালো লাগে কতো না memories
গানটা শুনতে শুনতে নিজের অজান্তেই আমার সেই ফেলে আসা শৈশবের সৃতি গুলোতে চলে যাই। কি ভয়ংকর ব্যাপার একটা গান একটা মানুষকে তার সেই ফেলে আসা ছোট বেলায় নিয়ে যায়। সেই গ্রামের রাস্তা ছোট বেলায় কাটানো দিন গুলো। আহা কি ভয়ংকর রকমের সুন্দর। ২২/১০/২৪. রাত ১:৪৫. আবার আসবো শুনতে।
খুব বড় হয়ে গেছি💔😓 রেখে গেলাম এই দিনটিকে সবাই কে হারিয়ে,সব হারিয়ে এবং পরিক্ষায় খারাপ করে বুঝলাম কি না হারিয়েছি, 🤧 happy new year 😅 কোথায় গেলো শেই রূপকথার রাত,হাজার গল্প শোনা💔
সবচেয়ে বেশি মিস করবো আমি,, 🥺 কারণ আমি ছোটবেলায় সবকিছু উপভোগ করছি 😄 নদীতে গাছ থেকে লাফ দেওয়া, ঘুড়ি উড়ানো, বিগেন দাড়ি, এক্কাদোক্কা, বৌ বৌ ছি, সব খেলা খেলছি যা এখনকার বাচ্চারা জানতেও পারবে না ।। ❤️ অনেক মিস করি রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনে খেলছি 😅
পড়ালেখার জন্য বাড়ি ছাড়া, কে জানত আর কখনোই যে স্থায়ীভাবে বাড়ি ফেরা হবে না। প্রতিটা মূহুর্তে মনে পড়ে বাড়ি কথা, মায়ের কথা, বোনের কথা, বাবার কথা। প্রতিটা রাতে শুধু একটা কথাই চিন্তা করি আর কখনো কি ফিরতে পারব বাড়িতে? 😅
গানটা ১৪ বছর আগের। আগের গানটা হঠাৎ করে TH-cam এ পাচ্ছি না। সেই গানের কমেন্টে জমে আছে হাজারো স্মৃতি। কয়েক কোটি ভিও ছিলো। গানটা ডিলেট হলো কিভাবে বুঝলাম না
Listening to this song reminds me of my childhood, maybe these days will never come back. Today, through this song, I remembered all my childhood friends, weren't those days beautiful ❤️🩹
ভাই এতো সুন্দর গান বানানোর জন্য আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দিবো, আমি মুখের ভাষায় কখনোই তা প্রকাশ করতে পারবো নাহ, এই গানটি যখন শুনি তখন মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। আমি আবারো আমার মধুর শৈশবে ফিরে যেতে চাই!🙃💔 শৈশবের সময়টা যদি আর একবার ফিরে পেতাম। সময়টা আজ কেমন জানি বড় হয়ে গেছি আমি?🙂♥ ১৯/১২/২০২৪…
গত ২ বছর থেকে গানটা শুনে আসছি, এই ২ বছর থেকে এমন কোনো দিন নেই যে সেই দিনে গানটা শুনি নি,হয়তো এমন হয়েছে যে অনলাইনে আসিনি সেদিন শোনা হয় নি। তাছাড়া এই গানটা না শুনলে অন্তরেের খোরাক মেটে না 💚 মাঝেমধ্যে গানটা শুনলেই কান্না পাই জানি না কী এমন কথা আছে এই গানটাতে।🌸
স্কুলের সমাপ্তি অনুষ্ঠানে এই গানটা এবং পুরানো সেই দিনের কথা গাইবো। গানগুলো প্রাকটিস করার সময় কেন জানি খুব কষ্ট লাগে। সত্যি আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। স্কুল জীবন শেষ। এখনই মনে পড়ে স্কুলে কাটানো সময়ের কথা। না জানি বয়স বাড়ার সাথে সাথে এগুলো হয়ত আরো বেশি করে মনে পরবে।
বাবা-মা এর সাথে ঢাকায় থাকতাম। হঠাৎ পাব্লিক বিশ্ববিদ্যালয়ের মতো সোনার হরিণের লোভে নিজের এই বাড়ির ইমারত, স্মৃতি, বাবা-মা এর চেহারা, বন্ধুদের চেহারা সব কেড়ে নিলো। আমার শৈশব আর কৈশোরের মৃত্যু ঘটলো
You are not alone pal. we might grow up but we lose everything we cherish for. That's what life is. just think one thing you are true champ and you are growing up to make the world a better place love always..... -Someone from KUET'16
আহা কত সুন্দর ছিল আমাদের শৈশব, বিকেলে না ঘুমিয়ে ক্রিকেট খেলা, বন্ধুরা মিলে পুকুরে সাতার কাটা, বৃষ্টিতে ফুটবল খেলা, ঈদের চাদ রাতে লুকোচুরি খেলা অনেক মিস করবো এই সময় গুলো। গানটা শুনলে এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠে আমার । 😥😭😭
আজ থেকে প্রায় ১০ বছর আগে আমার এক বন্ধু গানটা শুনছিল, আমার খুব বিরক্ত লাগছিল ” কেরে তুই" এ আবার কি গান মোটামুটি এখন গানটা চোখের কোনে পানি নিয়ে আসে 😭 আমি বর্তমানে ২৭ বছরের যুবক কিন্ত শৈশবের সেই মায়া গুলে রাত হলেই বুকের ভিতর খুড়তে থাকে
গানটা যত বার ই শুনিনা কেন প্রতিবার ই সেই হারানো শৈশবের কথা গুলো মনে পড়ে যায়। আর তারই সাথে মনের কোনে জায়গা করে নেয় এক বিশাল সমুদ্র সমান আক্ষেপ "আর কখনোই ফিরে পাবো না সেই শৈশবকে,সেই হারিয়ে যাওয়া দিন গুলো, সেই সুন্দর বিকেলটা যার পুরোটা সময়ে মাঠ গুলো বন্ধুদের কোলাহলে জীবন্ত হয়ে থাকতো"। কোথায় সেই দিন গুলো আজ? নাহ কখনোই আর ফিরে পাবো নাহ সেই দিন গুলো। স্মৃতি হয়েই মনের এক কোনে পড়ে থাকবে আজীবন আর মাঝে মাঝে সেগুলো মনে করে মুচকি মুচকি হাসবো আর আক্ষেপ করবো। যেভাবে শৈশব টা হারিয়ে গেছে ঠিক সেভাবেই একসময় আমরাও হারিয়ে যাবো এই পৃথিবী থেকে। (০৪-১০-২০২৪, ২:১৫ am)
গানটা যখনই শুনি না তখনই বুক ফেটে কান্না চলে আসে🥺 তাই সবসময় শুনে পারিনা কান্না চলে আসবে বলে,,scl life শেষ হবে আর মাএ এক বছর পর এই কথা এখন ভেবে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে 💔🥺
আপনাদের এই গানের সাথে আমাদের সবারই অনকে সৃতি জরিয়ে আছে। আপনাদের ব্যান্ড এর অফিসিয়াল একটা চ্যানেল খুলেন। আর অনেক দিন যাবত এই গানের শিল্পীর নাম জানাত চেষ্টায় ছিলাম।
@@md.mobassherchoudhury4836 ভাই আমার দেখা আপনি প্রথম বোকাল যে বাইল্যেন বাজান। আপনাদের "আজ রাতে কোন রূপকথা নেই" গানের সাথে ছোটবেলার অনেক সৃতি জরিয়ে আছে। গান টা প্রতি রাতেই শুনি ঘুমানো আগে।
কিছু গান ভাইরাল হওয়ার দরকার নেই।থাকুক কিছু গান সবার আড়ালে। 'আজ রাতে কোনো রূপকথা নেই' তেমন একটি গান। প্রতি রাতে এই গানটা শুনি। গানটা শুনলেই আমার পছন্দের মানুষটির কথা মনে পড়ে যে চলে গেলো পরপারে।যাকে বলা হলো না আমি তাকে পছন্দ করি💔
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয়না কথা, হয়না নেওয়া আমি। চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয়না কথা, হয়না নেওয়া আমি। রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ, ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ সে ঘোড়া, কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ সে ঘোড়া, কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি, কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি... কে রে তুই? কে রে তুই?? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই?? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে.. কে রে তুই? কে রে তুই?? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই?? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে.. আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো... ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন। আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো... ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন। আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে। সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি.. সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি.. কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি, কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি.. কে রে তুই? কে রে তুই?? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে। তুই কে রে তুই?? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে.. কে রে তুই? কে রে তুই?? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে। তুই কে রে তুই?? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে..
শৈশব, কৈশোরের অসংখ্য সুন্দর সময়ের উপলক্ষ প্রিয় গানটি আজও অমলিন। ভাল থাকুক ভাল সময়গুলো,ভাল থাকুক ভাল সময়ের জন্ম দেয়া মানুষগুলো। যদি সম্ভব হয় ফিরে আসবেন আমাদের জন্য
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
খুব দামি কথা বলেছেন ❤
❤😊
😢😮😮@@mdrajuahmed8885
Love all parents
এটা গান নয় এটা আমার প্রতি রাতের আর্তনাদ 😭
This is official.😍
কোথায় গেলো সেই রুপকথার রাত😥
কেড়ে তুই কেড়ে তুই কোন,
এক বিষাক্ত ভোরে আমায় ফেলে দিলি তুই😥
(2k20-03-27)
ki baal kon mia .. bangla gaan er lyrics o vulval shunen mia
ভাই আপনারা অফিশিয়ালি একটা চ্যানেল খুলেন ব্যান্ড এর নাম এ। আর আপনাদের মার্কেটিং স্ট্রাটেজি নিয়েও একটু খেয়াল রাখেন। আপনাদের গান গুলা অসম্ভব ভালো আর আন্ডাররেটেড।
Nostalgia don't need marketing ❤
@@Sabbir_Musfikur your nostalgia isn’t getting any food on their plate brother . So put the nostalgia aside and come to the reality
ছোট বেলার প্রতিটি দৃশ্য যেনো গানটার এক একটা শব্দে প্রতিফলন হচ্ছে। গায়ে কাটা দিয়ে আওড়াচ্ছে প্রত্যেকটা লাইন।
১৯৯৫-২০০০ দিকে যাদের জন্ম তারাই উপলব্ধি করতে পারবে বেশি
(মৃত দাদীর কথা মনে পড়তেছে এখন খুব😢)
আমি টাইম মেশিন দেখিনি, কিন্তু আমি এই গানটা শুনেছি 😅
Doraemon dekhenni vai?🙂🙂
❤
Ahare sonar kobi
হে ভাই আমি ও দেখি নাই কিন্তু মেয়াদ ছাড়া গাঞ্জার নেশা করে বুঝেছি আমি নিজেই টাইম মেশিন just lol bro
আমি লাউরা দেখিনি কিন্তু লাউরার কমেন্ট দেখেছি😂
চাঁদ মামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি
চাঁদ মামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি
রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ
ও বুড়ি তুই আছিস কেমন?
হয়না নেয়া খোঁজ
কোথায় গেল সেই রূপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া
কোথায় গেল সেই রূপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি
কে রে তুই? কে রে তুই?
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই?
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে
কে রে তুই? কে রে তুই?
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই?
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে
আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন
আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন
আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি
কে রে তুই? কে রে তুই?
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই?
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে
কে রে তুই? কে রে তুই?
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই?
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে
vaire ei dhoirjo rakhen koi😊
Shera vai ❤
Bhai apne best singarer would be the best bangladesh
Masterpiece ❤️❤️❤️
মানুষ যত ম্যাচিউর হতে থাকে তত ই পুরোনো গান গুলোর প্রতি আকৃষ্ট হতে থাকে বেশি❤
প্রথম ২০ সেকেন্ড থেকে রিংটোন বানিয়ে নিয়েছিলাম যা এখনো আছে
লিরিক্স টা ধাক্কা দেয় 😥
গানটা হৃদয়ের গভীরে আঘাত করে, আজ পর্যন্ত আমার শোনা গানগুলোর মধ্যে আমার কাছে এই গানটিই সেরা ।☺️❤️
এসব গান শুনার রুচি যাদের আছে তাদের কে একবুক ভালোবাসা
একটা কমেন্ট করে যাই হয়তো কেউ দেখলে লাইক দিলে আবার দেখতে আসবো আচ্ছা যাই হক এই গানটা আমার কাছে মনে হয় আমার দেহের সাথে মিশে গেছে কেন যানি গানটা শুনতে আমার খুব ভালো লাগে কতো না memories
গানটা শুনতে শুনতে নিজের অজান্তেই আমার সেই ফেলে আসা শৈশবের সৃতি গুলোতে চলে যাই। কি ভয়ংকর ব্যাপার একটা গান একটা মানুষকে তার সেই ফেলে আসা ছোট বেলায় নিয়ে যায়।
সেই গ্রামের রাস্তা ছোট বেলায় কাটানো দিন গুলো।
আহা কি ভয়ংকর রকমের সুন্দর।
২২/১০/২৪.
রাত ১:৪৫.
আবার আসবো শুনতে।
খুব বড় হয়ে গেছি💔😓
রেখে গেলাম এই দিনটিকে সবাই কে হারিয়ে,সব হারিয়ে এবং পরিক্ষায় খারাপ করে বুঝলাম কি না হারিয়েছি, 🤧
happy new year 😅
কোথায় গেলো শেই রূপকথার রাত,হাজার গল্প শোনা💔
সবচেয়ে বেশি মিস করবো আমি,, 🥺 কারণ আমি ছোটবেলায় সবকিছু উপভোগ করছি 😄 নদীতে গাছ থেকে লাফ দেওয়া, ঘুড়ি উড়ানো, বিগেন দাড়ি, এক্কাদোক্কা, বৌ বৌ ছি, সব খেলা খেলছি যা এখনকার বাচ্চারা জানতেও পারবে না ।। ❤️ অনেক মিস করি রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনে খেলছি 😅
৪ বছর আগেও শুনেছিলাম
কিন্তু এখন গানটি অনুভব করতে পারছি😅
পড়ালেখার জন্য বাড়ি ছাড়া, কে জানত আর কখনোই যে স্থায়ীভাবে বাড়ি ফেরা হবে না। প্রতিটা মূহুর্তে মনে পড়ে বাড়ি কথা, মায়ের কথা, বোনের কথা, বাবার কথা। প্রতিটা রাতে শুধু একটা কথাই চিন্তা করি আর কখনো কি ফিরতে পারব বাড়িতে? 😅
কেরে তুই, কোন দৈত্য -দানব,,সব যে কেড়ে নিলি। ছোটবেলা টাকে খুব মিস্ করি😢
এই গান শুনলে কেমন গায়ের লোম দাড়িয়ে যায় প্রতিবার!
আজো শৈশব এর কথা মনে হইলে কান্না আসে কই গেলো শৈশব আবার কি ফেরা যায় নাহ ওই ছোট বেলাই😭
হাই স্কুল এর কথা গুলো মনে করিয়ে দেয়,,,, আর বুক ফেটে কান্না আসে, আগের কথা গুলো মনে হলে
কিভাবে ২০০১ থেকে ২০২৫ এ চলে আসলাম, জানি নাহ সময় কিভাবে গেলো😪 গানটা শুনলে শৈশবের সোনালী দিন গুলো, হারানো সময়গুলো কড়া নারে💔
গানটা জিবন কে দেখতে শেখায়, অতীত এর একটা দিন চাওয়ার বিষন্নটা জাগিয়এ তোলে 🥺💔
এই গানটার প্রত্যেকটা লাইন মনে হয় আমার জন্য লেখা
Thank you for making this beautiful song😮💨
এই গানটা আমাকে বহুদূরের অতীতে নিয়ে যায় আর আমিও বোকার মত ঘরে আসি অতীতে।
কেন যে বড় হলাম..!
যদি থেকে যেতে পারতাম আজীবনের জন্য সেই শৈশবের সময়টাতে..😅 কিন্তু বাস্তবতার কাছে তো হার মানতেই হবে।।🥹
সত্যি গানটা শুনলে শৈশব কৈশোর এর সোনালী দিনগুলোর কথা মনে পড়ে যায়। ধন্যবাদ এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য
গানটা ১৪ বছর আগের। আগের গানটা হঠাৎ করে TH-cam এ পাচ্ছি না। সেই গানের কমেন্টে জমে আছে হাজারো স্মৃতি। কয়েক কোটি ভিও ছিলো। গানটা ডিলেট হলো কিভাবে বুঝলাম না
মনে হলো নিজের শৈশবে ফিরে গেলাম!!❤
Listening to this song reminds me of my childhood, maybe these days will never come back. Today, through this song, I remembered all my childhood friends, weren't those days beautiful ❤️🩹
Masterclass 👑
ভাই এতো সুন্দর গান বানানোর জন্য আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দিবো, আমি মুখের ভাষায় কখনোই তা প্রকাশ করতে পারবো নাহ, এই গানটি যখন শুনি তখন মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। আমি আবারো আমার মধুর শৈশবে ফিরে যেতে চাই!🙃💔
শৈশবের সময়টা যদি আর একবার ফিরে পেতাম।
সময়টা আজ কেমন জানি বড় হয়ে গেছি আমি?🙂♥
১৯/১২/২০২৪…
The best song ever by a Bangladeshi band. No contest
২০২৫ সালে এসে কে কে শুনেছেন? 🖐️
গত ২ বছর থেকে গানটা শুনে আসছি, এই ২ বছর থেকে এমন কোনো দিন নেই যে সেই দিনে গানটা শুনি নি,হয়তো এমন হয়েছে যে অনলাইনে আসিনি সেদিন শোনা হয় নি। তাছাড়া এই গানটা না শুনলে অন্তরেের খোরাক মেটে না 💚
মাঝেমধ্যে গানটা শুনলেই কান্না পাই জানি না কী এমন কথা আছে এই গানটাতে।🌸
পুরোনো স্মৃতি গুলো এখন আবেগ এ আঘাত দেয়। 😢😢 কখনও হয়তো আবার ফিরে পাবো না।
Amar favt song eita.. Sei cotto bela theke sune ashci..
স্কুলের সমাপ্তি অনুষ্ঠানে এই গানটা এবং পুরানো সেই দিনের কথা গাইবো। গানগুলো প্রাকটিস করার সময় কেন জানি খুব কষ্ট লাগে। সত্যি আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। স্কুল জীবন শেষ। এখনই মনে পড়ে স্কুলে কাটানো সময়ের কথা। না জানি বয়স বাড়ার সাথে সাথে এগুলো হয়ত আরো বেশি করে মনে পরবে।
Aito matro suro bon.its 6 years i miss my school 😢
স্মৃতি রেখে গেলাম ১০ বছর পর আবার আসবো গান টা শোনার জন্য..!🎧💔
কেড়ে নিয়েছে শৈশব.....
বড়ো হয়েছি আমি,তবু ,
মাকে ছাড়া বড্ড বেশি একা লাগে আমার....🥺
আজ প্রথম একটা গান শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে 😢💔🥺
বাবা-মা এর সাথে ঢাকায় থাকতাম। হঠাৎ পাব্লিক বিশ্ববিদ্যালয়ের মতো সোনার হরিণের লোভে নিজের এই বাড়ির ইমারত, স্মৃতি, বাবা-মা এর চেহারা, বন্ধুদের চেহারা সব কেড়ে নিলো। আমার শৈশব আর কৈশোরের মৃত্যু ঘটলো
You are not alone pal.
we might grow up but we lose everything we cherish for.
That's what life is.
just think one thing
you are true champ and you are growing up to make the world a better place
love always.....
-Someone from KUET'16
@AriyanAhmed-l7y you're right. We just have to move on
যখনই ভার্সিটির বন্ধুদের কথা মনে পড়ে এই গানটা শুনি, চোখের কোনে পানি টলমল করে উঠে।
4:41 ai parttttt just won myy hearttttt❤🩹
সে আজ সুনবে 🌺🌺
লিরিক্স এর কোন তুলনা নেই, খুব সুন্দর গেয়েছেন দাদা😊🎧❤️
একটা সময় তীব্র মিউজিকের গান শুনতাম, বন্ধু-বান্ধব ছিল অনেক। এখন না আছে বন্ধু, না আছে ওইসব গানের প্রতি ঝোক,, জীবনে একাকিত্বই সুন্দর
কোন একদিন এই গানটি শোনার জন্য আবার ফিরে আসবো তখন এই দিনে স্মৃতিগুলো মনে পড়বে ❤
গানটা সরাসরি বুকে বিধে।
অসম্ভব সুন্দর ❤️
আহা কত সুন্দর ছিল আমাদের শৈশব, বিকেলে না ঘুমিয়ে ক্রিকেট খেলা, বন্ধুরা মিলে পুকুরে সাতার কাটা, বৃষ্টিতে ফুটবল খেলা, ঈদের চাদ রাতে লুকোচুরি খেলা অনেক মিস করবো এই সময় গুলো। গানটা শুনলে এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠে আমার । 😥😭😭
❤❤
কান্না করতে ইচ্ছে করলেও পারছিনা আহা আমার শৈশব 😊
২০২৪ সালে শেষে এসে ও যারা এই গানটি শুনছেন তাদের রুচির
প্রতি সম্মান জানাই 💝
Well why does this song have 1.1 M views, in my opinion this song deserves 100 M + ❤
Many people still don't realize that this is a masterpiece.🗿
Etar ashol video ta delete hoye gese jeta 13 years age release disilo
Otar views chilo 25 M er moton😅
একা খোলা আকাশের নিচে এক রাস্তায় শুয়ে আছি। আর এ গান শুনি...
Old school ar sob gan kotai paua jaba?
Old School er gaan eikhanei paowa jabe
@@md.mobassherchoudhury4836 vi druto sob gun gula aktu upload korben😍😍
@@sakiburrahman8112 plz check out all the songs on this channel and share it with ur friends and family
Old school channel tar ki holo?@@md.mobassherchoudhury4836
ভাবছি সেই আগের কথা যখন আমরা ছিলাম ছিলো না কোনো সময় এর বাহানা ছিলো কত আনন্দ আ হা কত সুখ মনে 😢
এই গান❤️>> পৃথিবীর সব গান!!❌
কে রে তুই?
কে রে তুই??
❤️🔥
Gan ta jkhn suni r nije tkhn sur milai .
Nijer Ojante Ga siure Uthe ❤
এই গানটা আমি শুনি আমার প্রত্তেক জন্মদিনে।
ঠিক রাত ১২ টায়।আর মনেহয় বেশিই মনেহয় বড় হয়ে যাচ্ছি। 💔
TODAY IS MY BIRTHDAY,, AND I DO THIS
এই গানগুলো যারা শুনে তারাঁও একধরনের বিশেষ মানুষ।❤
আল্লাহ সেদিনই গুলো যদি আবার ফিরে ফেতাম কতোই না ভালো হতো 😢😢😢,,,,।
আজ থেকে প্রায় ১০ বছর আগে আমার এক বন্ধু গানটা শুনছিল, আমার খুব বিরক্ত লাগছিল ” কেরে তুই" এ আবার কি গান
মোটামুটি এখন গানটা চোখের কোনে পানি নিয়ে আসে 😭
আমি বর্তমানে ২৭ বছরের যুবক কিন্ত শৈশবের সেই মায়া গুলে রাত হলেই বুকের ভিতর খুড়তে থাকে
Apnar jonno doa roilo, bhalo thakben
😣😣😣😣😣Where is my favourite band now??
গানটি যেন হৃদয় চুয়ে শৈশবের স্মৃতিতে নিয়ে যায়
Masterpiece 😢
গানটা যত বার ই শুনিনা কেন প্রতিবার ই সেই হারানো শৈশবের কথা গুলো মনে পড়ে যায়। আর তারই সাথে মনের কোনে জায়গা করে নেয় এক বিশাল সমুদ্র সমান আক্ষেপ "আর কখনোই ফিরে পাবো না সেই শৈশবকে,সেই হারিয়ে যাওয়া দিন গুলো, সেই সুন্দর বিকেলটা যার পুরোটা সময়ে মাঠ গুলো বন্ধুদের কোলাহলে জীবন্ত হয়ে থাকতো"। কোথায় সেই দিন গুলো আজ? নাহ কখনোই আর ফিরে পাবো নাহ সেই দিন গুলো। স্মৃতি হয়েই মনের এক কোনে পড়ে থাকবে আজীবন আর মাঝে মাঝে সেগুলো মনে করে মুচকি মুচকি হাসবো আর আক্ষেপ করবো। যেভাবে শৈশব টা হারিয়ে গেছে ঠিক সেভাবেই একসময় আমরাও হারিয়ে যাবো এই পৃথিবী থেকে।
(০৪-১০-২০২৪, ২:১৫ am)
শৈশব টা শেষ হয়ে গেল। কলেজ এ উঠলে হয়তো জীবনটাই পাল্টে যাবে 😭ssc batch 2025😫
Same batch.
2010😢😢😢
Bhai College ay bojbi😂
মামা কোথায় যাবেন
২০১৯ সাল আসলে নামায় দিয়েন
মিস ইউ স্কুল লাইফ😅
হারিয়ে গেছে সে আমার শৈশব যে শৈশবে কতইনা রাত জেগে চাঁদের বুড়ির সাথে কথা বলতাম 😢😢
পছন্দের তালিকায় গানটি রয়েছে❤❤❤❤❤❤❤❤ , ভীষণ ভালো লাগে।
Wow ❤❤
Ganta mone hoy time travel koraite pare 😌
হাজারো স্মৃতি জড়িয়ে আছে 😅
এই গানটির সাথে 😅😅
Only Legend can do this.....
গানটা যখনই শুনি না তখনই বুক ফেটে কান্না চলে আসে🥺
তাই সবসময় শুনে পারিনা কান্না চলে আসবে বলে,,scl life শেষ হবে আর মাএ এক বছর পর এই কথা এখন ভেবে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে 💔🥺
sm🥺
Missing those day's....getting nostalgic intensely.....but times is selfish....
আপনাদের এই গানের সাথে আমাদের সবারই অনকে সৃতি জরিয়ে আছে। আপনাদের ব্যান্ড এর অফিসিয়াল একটা চ্যানেল খুলেন। আর অনেক দিন যাবত এই গানের শিল্পীর নাম জানাত চেষ্টায় ছিলাম।
Dhonnobaad..shilpir naam ei channel
@@md.mobassherchoudhury4836 ভাই আমার দেখা আপনি প্রথম বোকাল যে বাইল্যেন বাজান। আপনাদের "আজ রাতে কোন রূপকথা নেই" গানের সাথে ছোটবেলার অনেক সৃতি জরিয়ে আছে। গান টা প্রতি রাতেই শুনি ঘুমানো আগে।
আফসোস কেয়ার অপশন টা নাই ভাইয়া।নাইলে দিতাম।লাইক দিলে মনে হয় অপমান করছি😭🥀💙
গান গুলো ভীষণ সুন্দর ❤️
Night + Headphone + This song = Haven 🫶
22M oi video ta koi? Pai na kno?
Marvellous SONG
গানটা শুনে সত্যি আমি মুগ্ধ ❤
কিছু গান ভাইরাল হওয়ার দরকার নেই।থাকুক কিছু গান সবার আড়ালে। 'আজ রাতে কোনো রূপকথা নেই' তেমন একটি গান।
প্রতি রাতে এই গানটা শুনি। গানটা শুনলেই আমার পছন্দের মানুষটির কথা মনে পড়ে যে চলে গেলো পরপারে।যাকে বলা হলো না আমি তাকে পছন্দ করি💔
Hitman: Blood Money +2018 + Nighttime+ this song ☺️😌
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া আমি।
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া আমি।
রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন?
হয়না নেয়া খোঁজ
কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া,
কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া,
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি,
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি...
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..
আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো...
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন।
আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো...
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন।
আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে।
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি..
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি..
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি,
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি..
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..
গানটা শুনলে পুরাতন সব কথা একে একে মনে পরে যায় 😢😢😢
গান টা শুনলে ছোট বেলার কথা খুব বেশি মনে পরে আমার সেই হারিয়ে যাওয়া অতীত কে অনেক বেশি মিস করি আমি 😢
টাইম লাইনে থাকুক❤
কেউ কোনোদিন লাইক দিলে আবার ও শুনা হবে গানটা
২০১২ সাল থেকে শুনতেছি আজ ২০২৫ সাল, বেচে থাকলে ৫০ সালেও শুনবো এবং সেই শৈশবে ফিরিয়ে যাবো।
Best bangla song ever 💯.
কে রে তুই সব যে কেড়ে নিলি?
এ এক অমোঘ নিয়তির প্রশ্ন।
এ শুধু গান নয় আমাদের শৈশব-কৈশোরের অনুভূতি।
কেরে তুই আমার শৈশব কেড়ে নিলি? আমি হলাম- বয়স আর সময় 🥺
Evergreen song💖
বাড়ির বাহির এ থাকা প্রতিটি মানুষের প্রিয় গান।
Soisob koisor er Nirob sakki ei asadaron song ti.
২৫ বছরে এসে গানটির মর্ম বুঝতে পারছি।
Same ❤😢