নতুন বছরে আপনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনার লেখা আমার জীবনের দুঃখে, কষ্টে সাথে থেকেছে,জীবনে চলার পথে অনেক সাহস জুগিয়েছে। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আপনাকে ভালো রাখেন।
যত দেখি অবাক হয়ে যাই। এই বয়সে সত্যি মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত উনি। ভালো থাকবেন সঞ্জীব দাদু। আপনার মত মানুষকে আমাদের প্রজন্মের পাওয়া সৌভাগ্যের। আপনি আরও বহুকাল এভাবেই সুস্থ থাকুন আমাদের অনেক কিছু শেখার আছে আপনার কাছে।
যতটুকু শিখেছিলাম নিমেষে সব তালগোল পাকিয়ে ফেললাম। মন্ত্রমুগ্ধের মত শুধু শুনেই গেলাম। সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল বাবা, জেঠার মুখের গল্প। জেঠু তুমি ভালো থেকো সুস্থ থেকো। আমার প্রনাম রইল তোমার চরণে। 🙏🙏🙏🙏❤❤❤❤
যুদ্ধ ছাড়া সব দেখেছি। পুরোনো সেই দিনের কথা। আবার সব মনে পড়ে গলো। এর সঙ্গে গ্রাম এর দৃশ্য ধান তোলা ধানের গাদা ধান তোলা এবং ঝাড়া এক অপরুপ দৃশ্য মনে জড়িয়ে আছে।
প্রণাম নেবেন।অনেক অনেক শ্রদ্ধা জানাই। ছোট থেকেই আমাদের পরিবারের সবার প্রিয় লেখক। এখনও আমি সুখ দুঃখের মধ্যেও আপনার গল্প রোজ শুনি। এত সুন্দর বাচনভঙ্গী.....মনকে ভরিয়ে দিয়ে যায়।বাবার কথা মনে পড়ে যায় । সদ্য মা কে হারিয়ে আমি দিশেহারা।এই ব্যথায় আপনার বলা কথা আমার মলমের মত কাজ করে।শত কোটি প্রণাম। ভগবানের কাছে আমার প্রার্থনা শতায়ু হোন।সুস্থ থাকুন।
মন্ত্রমুগ্ধের মত শুনছিলাম। এই অপূর্ব বর্ণনা স্রষ্টার নিজের মুখ থেকে শুনতে পেরে ধন্য হলাম। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কৃপায় আপনি সুস্থ আর আনন্দে থাকুন।
শ্রদ্ধেয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের এই ব্লগ দেখে ও শুনে পুরনো দিনের স্মৃতি রোমন্থন হল । খুব ভালো লাগল । মনে হল যেন পুরনো দিন চোখের সামনে ভেসে উঠছে । ওনাকে আমার প্রণাম জানাই । ঈশ্বরের কাছে ওনার সুস্থ জীবন প্রার্থনা করি ।
সশ্রদ্ধ প্রণাম নেবেন।কি চমৎকার সুন্দর ব্যাখ্যা করলেন, একেবারেই পুরানো দিনে ফিরে গেলাম।ছোটবেলার মধুর স্মৃতি ফিরে এলো। বছরের শেষের পরীক্ষা হয়ে গেলে, খেলা ধুলা, দেদার আনন্দ।। খুব ভালো লাগলো, পুরানো দিনের কথা খুব মনে পড়ছে। খুব ভালো থাকবেন আপনি, ঠাকুর মায়ের কৃপায় সুস্থ্য থাকুন, আমরা আপনার কথা শুনে আরও সমৃদ্ধ হই।🙏🙏
এতো সুন্দর বর্ণনা, যেন সব দৃশ্যমান! কিছু সময়ের জন্য অতীতে ফিরে গেছিলাম..... আহাঃ! সেই আচার, কাসুন্দি,বড়ি আর পাই না। ছাদে গরম লেপের উপর লাফালাফি সে কী আনন্দ! সত্যি দিনগুলো ফিরে পাবার অপশন থাকলে ভাল হতো। খুব ভাল ও সুস্থ থাকবেন দাদাভাই। আমার সশ্রদ্ধ প্রণাম সহ আন্তরিক ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন 🙏🙏🌹❣️🌹
নতুন গুড় নিয়ে কিছু বললে আরও অতীতে ফিরতে পারতাম....ছোটবেলার সেই নাগড়ি ভরা গুড়ের সুবাস, বড় মন খারাপ করে .....কোথায় গেল সেই সোনা মাখা দিন গুলো .....যত বয়স বাড়ছে যেনো অতীতে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার 😢😢😢😢😢😢😢😢
অনবদ্য বলার ভঙ্গিমা, অবাক হয়ে শুনছিলাম আর আমাদের ছোটবেলা মিলিয়ে নিচ্ছিলাম। সত্যি একাল সেকালের মধ্যে তফাৎ আমরাই বুঝতে পারি। যদিও লেখকের অভিজ্ঞতা আমার বয়োজ্যেষ্ঠ হওয়ায় অনেক বেশি। তবুও আমরা যা দেখেছি, খেয়েছি তাই বা কম কি। এখনকার সঙ্গে মিল খুঁজে পাইনা। ধন্যবাদ।
প্রণাম নেবেন স্যার। আপনার কাছ থেকে অনেক শিখেছি, এখনও শিখছি। আপনি যেমন শীতের গল্প শোনালেন, আমার ছোটবেলার, ৮০'র দশকে মফস্সলের শীতও তেমনই ছিল। আপনারা, কোলকাতায় মনে হয় ছোলার শাক খান নি, কি অপূর্ব স্বাদ ছিল তার, ছোলা না হলে খেসারি, শীত ছাড়া অন্য সময় পাওয়া যেত না। তখন শীতে যে টমেটো পাওয়া যেত, তার স্বাদ এখনও মুখে লেগে আছে, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে টমোটো মাখার যে কি স্বাদ ছিল তা আমি বর্ণনা করতে অক্ষম। ঠাকু'মা কাঠের আঁচে পাকা টমেটো পুড়িয়ে, শুকনো লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে দিতেন। শীতের দুপুরে সামনের ফাঁকা জায়গায়, রোদের দিকে পিঠ ফিরে মা কাকিমা পিসি মাসিরা কমলা লেবু খেতে খেতে সোয়েটার বুনতেন। রাতের বেলা রোদ খাওয়া লেপের তলায় শোয়ার মজা আজ হারিয়ে গেছে। পশ্চিমে, সাঁওতাল পরগনায় কখনও যাওয়া হয়নি, আপনাদের লেখা পড়েই পশ্চিমের সাথে পরিচয়। আপনার পশ্চিমের বাজারের বিবরণ শুনে ড্যান্চি বাবুর কথা মনে পরে গেল। আমার দেখা পৃথিবীটা মনে হয়, গত ৩০ বছরে দ্রুত বদলে গেল, আপনারা আরও বেশি বদল দেখেছেন। আপনি যেমন বললেন আমারও আজ নিজেকে ঠিক সেটাই মনে হয় misfit.
একদম যথার্থ বলেছেন। আমি ষাটের দশকের প্রথমে জন্মেছি, মধ্য ষাট (৬৬-৬৯) থেকে সত্তরের দশকের শেষ পর্যন্ত আপনার মত না দেখলেও, তবুও কিছুটা ঐরকম স্বাদ পেয়েছি (প্রাকৃতিক পরিবেশ, খাওয়া দাওয়া, শীতের প্রোকোপ, গাছপালা, মধ্যবিত্ত বাঙালির দৈনন্দিন জীবনযাপন)। এখনকার সময়কাল, আমি নিজেই আগের সময়কালের সঙ্গে কোনো মিল খুঁজে পাইনা। মানুষের জীবনযাত্রা, মানুষের মানসিকতার, মূল্যবোধ ইত্যাদির অনেক পরিবর্তন হয়েছে। ভালো থাকবেন ও নমস্কার নেবেন।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন.. আপনার কথা শুনতে.. লেখা পড়তে আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন 😊। আমার প্রণাম নেবেন। একবার দেখা হলে প্রণাম করবো পায়ে হাত দিয়ে।
খূব ভাল লাগলো।অই শীতকাল আমিও খানিকটা দেখেছি। শীতকালে সার্কাস, চিড়িয়াখানা, পারিবারিক picnic আর কমলা লেবু নলেন গুড় এই সব শুধু শীতেরই অভিজ্ঞতা ছিল, সারা বছ্রের নয়। তাই শীতের একটা distinct ছারেচতের ছিল। আজ আর সেটা নেই।
১৯৪৮ থেকে আজ পর্যন্ত আমরা ও কিছু পেয়েছি, আজ সব কিছু হাইব্রিড প্রথম প্রথম খেতে পারতাম না। মহকুমা শহরে বাড়ি ৩ মাইল দুরে জমি জায়গা ঢেঁকি ছাটা চাল আসত, বাড়ির পাশে আম লিচু বাগান গাছ পাকা সব কিছু পেয়েতাম শহরের একদিকে গঙ্গা নদী আরেক দিকে ২/৫ দুরে পদ্মা ,গঙ্গা ওপদ্মা্র রুপালি মাছ, চারিদিকে পরযায়ী পাখির আনাগোনা থাক মনে...........
অপূর্ব! যেন আপনি আপনার লেখা থেকে পাঠ করলেন মনে হল! বড়ির গল্পটা অনুষ্ঠানে অনুষ্ঠানে পাঠ করতেন জগন্নাথ বসু-উর্মিমালা বসু। কলকাতা-ক'য়ে স্থানীয় সংবাদ হয়ে যাবার পরে রবিবার রাতে সম্ভবত হতো আপনার লেখা থেকে পাঠ। অনুষ্ঠানের নাম ছিল 'এই আমরা '। পাঠ করতেন বিপ্লব চট্টোপাধ্যায় ও অনামিকা সাহা। ওঁরাও বোধহয় একবার বড়ির গল্পটা পাঠ করেছিলেন। বিপুল জনসংখ্যা, ভদ্রস্থ চাকরিবাকরির চূড়ান্ত অপ্রতুলতা এবং পড়াশোনাকে যমের থেকেও বেশি ভয় পাওয়া লোকজন রাজনীতিতে এসে পরিবেশটা বিষিয়ে গেছে। এরমধ্যে আপনার কন্ঠে শীতকাল যেন সেই অপাপবিদ্ধ সময়কে পুনর্জন্ম দিল।
নতুন বছরে আপনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনার লেখা আমার জীবনের দুঃখে, কষ্টে সাথে থেকেছে,জীবনে চলার পথে অনেক সাহস জুগিয়েছে। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আপনাকে ভালো রাখেন।
Maa thakur o swamiji ka amar bhakati purno pronam janai🙏🙏🙏 Apani amar bhakati purno pronam naban🙏🙏🙏 apanar lakha amar khoob pochondar 👏👏👏
যত দেখি অবাক হয়ে যাই। এই বয়সে সত্যি মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত উনি। ভালো থাকবেন সঞ্জীব দাদু। আপনার মত মানুষকে আমাদের প্রজন্মের পাওয়া সৌভাগ্যের। আপনি আরও বহুকাল এভাবেই সুস্থ থাকুন আমাদের অনেক কিছু শেখার আছে আপনার কাছে।
যতটুকু শিখেছিলাম নিমেষে সব তালগোল পাকিয়ে ফেললাম। মন্ত্রমুগ্ধের মত শুধু শুনেই গেলাম। সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল বাবা, জেঠার মুখের গল্প। জেঠু তুমি ভালো থেকো সুস্থ থেকো। আমার প্রনাম রইল তোমার চরণে। 🙏🙏🙏🙏❤❤❤❤
যুদ্ধ ছাড়া সব দেখেছি। পুরোনো সেই দিনের কথা। আবার সব মনে পড়ে গলো। এর সঙ্গে গ্রাম এর দৃশ্য ধান তোলা ধানের গাদা ধান তোলা এবং ঝাড়া এক অপরুপ দৃশ্য মনে জড়িয়ে আছে।
ঋষি তুল্য এই মানুষ, আমাদের গর্ব। চরণ দুটি তে প্রণাম। 🙏🙏
প্রণাম নেবেন।অনেক অনেক শ্রদ্ধা জানাই। ছোট থেকেই আমাদের পরিবারের সবার প্রিয় লেখক। এখনও আমি সুখ দুঃখের মধ্যেও আপনার গল্প রোজ শুনি। এত সুন্দর বাচনভঙ্গী.....মনকে ভরিয়ে দিয়ে যায়।বাবার কথা মনে পড়ে যায় । সদ্য মা কে হারিয়ে আমি দিশেহারা।এই ব্যথায় আপনার বলা কথা আমার মলমের মত কাজ করে।শত কোটি প্রণাম। ভগবানের কাছে আমার প্রার্থনা শতায়ু হোন।সুস্থ থাকুন।
উনিই কি যাযাবরের লেখক?
মন্ত্রমুগ্ধের মত শুনছিলাম। এই অপূর্ব বর্ণনা স্রষ্টার নিজের মুখ থেকে শুনতে পেরে ধন্য হলাম। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কৃপায় আপনি সুস্থ আর আনন্দে থাকুন।
সত্যি সত্যি উনি ঋষিতুল্য। দিব্যত্রয়ীর কাছে প্রার্থনা করি উনি সুস্থ শরীর মন নিয়ে আমাদের পাশে আরো বহুদিন থাকুন। জয় মা। 🙏🙏🙏
শ্রদ্ধেয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের এই ব্লগ দেখে ও শুনে পুরনো দিনের স্মৃতি রোমন্থন হল ।
খুব ভালো লাগল । মনে হল যেন পুরনো দিন চোখের সামনে ভেসে উঠছে ।
ওনাকে আমার প্রণাম জানাই । ঈশ্বরের কাছে ওনার সুস্থ জীবন প্রার্থনা করি ।
সশ্রদ্ধ প্রণাম নেবেন।কি চমৎকার সুন্দর ব্যাখ্যা করলেন, একেবারেই পুরানো দিনে ফিরে গেলাম।ছোটবেলার মধুর স্মৃতি ফিরে এলো। বছরের শেষের পরীক্ষা হয়ে গেলে, খেলা ধুলা, দেদার আনন্দ।। খুব ভালো লাগলো, পুরানো দিনের কথা খুব মনে পড়ছে। খুব ভালো থাকবেন আপনি, ঠাকুর মায়ের কৃপায় সুস্থ্য থাকুন, আমরা আপনার কথা শুনে আরও সমৃদ্ধ হই।🙏🙏
Beautifully explained by Sanjib Babu ! Pranaam 🙏!😊
Asadharon byahka sir. Satyi Ami o ai parthokyo onubhob kori montakharap lage
অপূর্ব! 🙏
এতো সুন্দর বর্ণনা, যেন সব দৃশ্যমান! কিছু সময়ের জন্য অতীতে ফিরে গেছিলাম..... আহাঃ! সেই আচার, কাসুন্দি,বড়ি আর পাই না। ছাদে গরম লেপের উপর লাফালাফি সে কী আনন্দ! সত্যি দিনগুলো ফিরে পাবার অপশন থাকলে ভাল হতো। খুব ভাল ও সুস্থ থাকবেন দাদাভাই। আমার সশ্রদ্ধ প্রণাম সহ আন্তরিক ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন 🙏🙏🌹❣️🌹
নতুন গুড় নিয়ে কিছু বললে আরও অতীতে ফিরতে পারতাম....ছোটবেলার সেই নাগড়ি ভরা গুড়ের সুবাস, বড় মন খারাপ করে .....কোথায় গেল সেই সোনা মাখা দিন গুলো .....যত বয়স বাড়ছে যেনো অতীতে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার 😢😢😢😢😢😢😢😢
@gitikadasgupta895 সত্যি একদম ঠিক মাটির ঘড়ায় গুড়...... খেজুর গাছের রস...... সে দিন্ গুলো কত আনন্দের ছিল.......
অনবদ্য বলার ভঙ্গিমা, অবাক হয়ে শুনছিলাম আর আমাদের ছোটবেলা মিলিয়ে নিচ্ছিলাম। সত্যি একাল সেকালের মধ্যে তফাৎ আমরাই বুঝতে পারি। যদিও লেখকের অভিজ্ঞতা আমার বয়োজ্যেষ্ঠ হওয়ায় অনেক বেশি। তবুও আমরা যা দেখেছি, খেয়েছি তাই বা কম কি। এখনকার সঙ্গে মিল খুঁজে পাইনা। ধন্যবাদ।
বিগত দিনের শীত আর বর্তমানের শীতের আমেজের কি অসাধারন তুলনামূলক পর্যালোচনা!!!!!
প্রণাম নেবেন স্যার। আপনার কাছ থেকে অনেক শিখেছি, এখনও শিখছি।
আপনি যেমন শীতের গল্প শোনালেন, আমার ছোটবেলার, ৮০'র দশকে মফস্সলের শীতও তেমনই ছিল। আপনারা, কোলকাতায় মনে হয় ছোলার শাক খান নি, কি অপূর্ব স্বাদ ছিল তার, ছোলা না হলে খেসারি, শীত ছাড়া অন্য সময় পাওয়া যেত না। তখন শীতে যে টমেটো পাওয়া যেত, তার স্বাদ এখনও মুখে লেগে আছে, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে টমোটো মাখার যে কি স্বাদ ছিল তা আমি বর্ণনা করতে অক্ষম। ঠাকু'মা কাঠের আঁচে পাকা টমেটো পুড়িয়ে, শুকনো লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে দিতেন। শীতের দুপুরে সামনের ফাঁকা জায়গায়, রোদের দিকে পিঠ ফিরে মা কাকিমা পিসি মাসিরা কমলা লেবু খেতে খেতে সোয়েটার বুনতেন। রাতের বেলা রোদ খাওয়া লেপের তলায় শোয়ার মজা আজ হারিয়ে গেছে।
পশ্চিমে, সাঁওতাল পরগনায় কখনও যাওয়া হয়নি, আপনাদের লেখা পড়েই পশ্চিমের সাথে পরিচয়। আপনার পশ্চিমের বাজারের বিবরণ শুনে ড্যান্চি বাবুর কথা মনে পরে গেল।
আমার দেখা পৃথিবীটা মনে হয়, গত ৩০ বছরে দ্রুত বদলে গেল, আপনারা আরও বেশি বদল দেখেছেন। আপনি যেমন বললেন আমারও আজ নিজেকে ঠিক সেটাই মনে হয় misfit.
অপূর্ব বর্ণনা ❤
Pranam neben jethu… bhalo thakben.
আপনার কথা শুনলে মনটা এক অপূর্ব আনন্দে ভরে উঠে। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
Notun bochore apnake janai anek anek pronam… ashirbad korben sir… apni khub valo thakben, anonde thakben . Khub valo laglo video ta. Notun videor apekhay thakbo.
Pronam neben...oshadharon...jhola gur er kichu obhiggota shunte icche hocche...
খুব আগ্রহ এর সাথে বর্তমান পত্রিকা য় আপনার লেখা পড়ে যাচ্ছি।অসম্ভব ভালো লাগছে ।
একদম যথার্থ বলেছেন। আমি ষাটের দশকের প্রথমে জন্মেছি, মধ্য ষাট (৬৬-৬৯) থেকে সত্তরের দশকের শেষ পর্যন্ত আপনার মত না দেখলেও, তবুও কিছুটা ঐরকম স্বাদ পেয়েছি (প্রাকৃতিক পরিবেশ, খাওয়া দাওয়া, শীতের প্রোকোপ, গাছপালা, মধ্যবিত্ত বাঙালির দৈনন্দিন জীবনযাপন)। এখনকার সময়কাল, আমি নিজেই আগের সময়কালের সঙ্গে কোনো মিল খুঁজে পাইনা। মানুষের জীবনযাত্রা, মানুষের মানসিকতার, মূল্যবোধ ইত্যাদির অনেক পরিবর্তন হয়েছে।
ভালো থাকবেন ও নমস্কার নেবেন।
Shubho nboborsher swasordhya pronam aapnake, sustha thakun bhalo thakun karunamoy thakurer kache aei parthanai janai
❤kee sundor suntey lagche money hoeyche amer khub apon kono manusher kache bosey golpo guli sunchi koto aponota❤❤😊
Ami sunechi sir er bari ganga dhare ekdin sir er sathe golpo sunte sunte thandaye jome jabe
আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমার প্রিয় লেখক কে 🙏🙏🙏 মুগ্ধ হয়ে শুনলাম। আপনি সুস্থ থাকুন,ভালো থাকুন,আপনার সাহিত্য আমাদের আরো সমৃদ্ধ করুক, এই কামনা করি।
আপনাকে আমার প্রণাম জানাই।
খুব পছন্দের মানুষ আপনি।
সুস্থ থাকুন এটাই একমাত্র কামনা।
Jay Sree Ramkrishna🙏🙏🙏🙏🙏
প্রণাম জানাই আপনাকে।আপনার কথায় নিজের ছোটো বেলা মনে করিয়ে দিলেন।❤❤❤
শশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি সুস্থ থাকুন।
আমার প্রণাম জানাই। খুব ভাল থাকবেন ও সুস্থ থাকবেন।
অসমভব অসম্ভব ভাল লাগল,যা বললেন সম্পূর্ণ ধ্রুব সত্য।আমার বয়স পঁচাত্তর বছর। কোন্নগর। আপনাকে জানাই ভক্তি পূর্ণ প্রনাম। ⚘🙏🏻⚘🙏🏻⚘🙏🏻⚘🙏🏻
আপনি মিসফিট নন, আপনি আমাদের মতো অভাগা অভাগিদের কাছে পরম পাওনা 🙏🙏🙏..💐💐..
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন.. আপনার কথা শুনতে.. লেখা পড়তে আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন 😊। আমার প্রণাম নেবেন। একবার দেখা হলে প্রণাম করবো পায়ে হাত দিয়ে।
ভালো লাগলো
আপনার লেখা আমার খুব ভালো লাগে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম
সত্যিই সঞ্জীবনীসুধা।আপনাকে বিনম্র প্রণাম। আরও অনেক দেখা শুনতে চাই।
Khub bhalo laaglo....
🙏🙏🙏
Juddho ta jeno enjoy korechhen emonbhabe bolechhen, adbhut.
Srichoron e shoto koti pranam
খূব ভাল লাগলো।অই শীতকাল আমিও খানিকটা দেখেছি। শীতকালে সার্কাস, চিড়িয়াখানা, পারিবারিক picnic আর কমলা লেবু নলেন গুড় এই সব শুধু শীতেরই অভিজ্ঞতা ছিল, সারা বছ্রের নয়। তাই শীতের একটা distinct ছারেচতের ছিল। আজ আর সেটা নেই।
CHARECTER
প্রণাম নেবেন। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। বিশ্বজিৎ গোস্বামী জলপাইগুড়ি।
Aapnake pronam, anek kichu jante parlam, aamer daduvai er theke erokom shuntam, aaj sei jaygay otete chole giechilam shunte shunte. 🙏
দারুণ লাগল.....
"ইতি তোমার মা'" রচয়িতা আমার অন্যতম প্রিয় লেখক আপনাকে জানাই আমার প্রণাম ।।
Pronam neben khub bhalo laglo
অনিন্দসুন্দর 🙏
জয়গুরু প্রনাম
Pranam ❤
হোকনা প্রাচীন । প্রাচীনের স্বাদ আলাদা । ভাল লাগে শুনতে । প্রনাম নেবেন ।
Apnake amar pranam janai.apnar sab alochona i amar khub priyo.apni dirgha jibi hon.
সত্যিই সঞ্জীবনীসুধা।আপনাকে বিনম্র প্রণাম।
নতুন বছরে আপনাকে প্রণাম জানাই। ভাল থাকবেন। আপনার লেখা বর্তমান পত্রিকায় " আমার আমি " পড়ে খুব ভাল লাগল। তখনকার দিন গুলো ছবির মত চোখের সামনে ভাসে।
অপূর্ব লাগলো ❤ প্রণাম নেবেন 🙏🏻
খুব ভালো লাগলো, আপনাকে আমার প্রণাম জানাই।
Sir happy new year. আপনি সুস্থ o sundor থাকুন
Onek purono diner katha mone porlo, chelebela k khunje pelam, amar baba, kakar katha khub mone porche. Apni amar babar boyeshi, amar pronam neben
Sotti esob manuser r bikolpo hobe na🙏🏻🙏🏻
ভারি মজাদার শীতের বর্ণনা | উপভোগ্য |
আপনার মুখে শীতের বর্ননা শুনে খুব ভালো লাগলো।
Khub bhalo laglo
Lots of love sir.
Ro sunte chai dada.
Ekhon din din gorom berei choleche!
আপনার কথাগুলো অমূল্য রতন... এই ধরনের অভিজ্ঞতার কথা আরও শুনতে চাই আপনার কাছে থেকে।
apnar kotha bolar dhoron ta darun golar awaj ta aki rkm ache age jmn dd Bangla te dekhtm seirkm ❤
Happy New Year. Pranam 🙏🙏🙏. Bhalo thakun.
একটু বড়ো ব্লগ কেনো হয় না, খুব সুন্দর লাগছে
Pray to God for Ur healthy life. It reminds me my childhood days.
Apnake bridhyo dekhte bhalo lagena apni jeno amar kachhe sei misti palash❤
এক জীবন্ত কিংবদন্তী
ভাল থাকুন। আরও শুনতে চাই।নমস্কার।
Life is like a flow it never stops and never will be. Changes are natural outcomes that life is flowing.
Amar boyesh chilo 12 ki 13 ami black comedy or pun discover korechilam sir er haat dhore khub priyo author love you sir
খুব সুন্দর লাগলো।
সশ্রদ্ধ প্রণাম! ভালো থাকুন! এইরকম আরও ভিডিও পোস্ট করুন! 🙏
আপনি আমার প্রিয়তম স্রষ্টা।
Notun bochor e pronam janai apnake..
Pranam neben
খুব,খুব ভালো লাগলো,আমার প্রণাম নেবেন।
প্রণাম জানাই 🙏
১৯৪৮ থেকে আজ পর্যন্ত আমরা ও কিছু পেয়েছি, আজ সব কিছু হাইব্রিড প্রথম প্রথম খেতে পারতাম না। মহকুমা শহরে বাড়ি ৩ মাইল দুরে জমি জায়গা ঢেঁকি ছাটা চাল আসত, বাড়ির পাশে আম লিচু বাগান গাছ পাকা সব কিছু পেয়েতাম শহরের একদিকে গঙ্গা নদী আরেক দিকে ২/৫ দুরে পদ্মা ,গঙ্গা ওপদ্মা্র রুপালি মাছ, চারিদিকে পরযায়ী পাখির আনাগোনা থাক মনে...........
অপূর্ব! যেন আপনি আপনার লেখা থেকে পাঠ করলেন মনে হল!
বড়ির গল্পটা অনুষ্ঠানে অনুষ্ঠানে পাঠ করতেন জগন্নাথ বসু-উর্মিমালা বসু।
কলকাতা-ক'য়ে স্থানীয় সংবাদ হয়ে যাবার পরে রবিবার রাতে সম্ভবত হতো আপনার লেখা থেকে পাঠ। অনুষ্ঠানের নাম ছিল 'এই আমরা '। পাঠ করতেন বিপ্লব চট্টোপাধ্যায় ও অনামিকা সাহা। ওঁরাও বোধহয় একবার বড়ির গল্পটা পাঠ করেছিলেন।
বিপুল জনসংখ্যা, ভদ্রস্থ চাকরিবাকরির চূড়ান্ত অপ্রতুলতা এবং পড়াশোনাকে যমের থেকেও বেশি ভয় পাওয়া লোকজন রাজনীতিতে এসে পরিবেশটা বিষিয়ে গেছে।
এরমধ্যে আপনার কন্ঠে শীতকাল যেন সেই অপাপবিদ্ধ সময়কে পুনর্জন্ম দিল।
Sir, I am your old student. Following your principles even at the age of 58.
Praying for your good health,Sir!
উনি কোথায় পড়াতেন?
Pronam,naban💐
Great writer of Bengali Literature.❤🎉😊.
🙏🙏🙏
অনেক প্রণাম। ভালো থাকবেন।
Dhonnoyobad
Amar pronam neben
প্রণাম নেবেন স্যার
সত্যিই ।
প্রণাম নেবেন প্রাণের মানুষ।
প্রণাম নেবেন 🙏🙏
Bhagbot er she's her kotha ti shune bhalo laglo ami 50
Ami 38, chokher samne onar bola chelebelar chobi gulo abar jibonto hoye uthchilo, apnake pronam janai.🙏
প্রণাম জানাই
নতুন বছরে জানাই আপনাকে প্রণাম। 🙏🏻🙏🏻🙏🏻