কামু মুখার্জি র অভিনয় এখনও বারবার চোখের সামনে ভেসে ওঠে। এত সাবলীল ভাবে উনি চরিত্রের সাথে একাঙ্গী হয়ে যেতে পারতেন যেন সত্যি মনে হোতো। আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি এই অসামান্য শিল্পীকে। সত্যজিৎ রায় ( মানিকদা) এই মানিক কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর প্রায় সব ছবির মাধ্যমে 🙏
খুব সুন্দর প্রতিবেদন। বিশেষ করে শেষের " ভালো বাসার" । তবে ভালো কথার শ্রোতাদের সংখ্যা নগন্য -- কারন, ভালো কাজ , ভালো কথা যারা বলেন, তাদের প্ল্যাটফরম যে বেশ খানিকটা উঁচু।
বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে তোমার উত্তর দিলাম _ " ভালবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় ।" " বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এছেছি একশো আটটা নীল পদ্ম "। বন্ধু তোমার জীবন পূর্ণ হয়ে উঠুগ ভালবাসায়
কামু মুখার্জী কে আমি ব্যাক্তিগত ভাবে চিনতাম।ছোটবেলায় আমার বাড়িতে আসতেন।আমার বাড়ির খুব ঘনিষ্ট একজন ছিল।ওনার বাবা বলরাম (বলাই)মুখার্জী।ভাই বাসু মুখার্জী।ওনাকে আমি কাকা সম্বোধন করতাম। কামু কাকার ভালো নাম কামাখ্যা মুখার্জী।অনেক অজানা গল্প আমি জানি। বিশ্লেষকের বিশ্লেষণ আমার ভালো লেগেছে।
আপনি এগুলো হয় নিজে লিখে ফেলুন অথবা সুতপনবাবুকে মেইল করে জানিয়ে দিন প্রমাণ সহ ৷ কারন পরে বিতর্ক হতে পারে ৷ এগুলো এখানে বা অন্য কোনখানে লিখিতভাবে না থাকলে ইতিহাস হারিয়ে যাবে ৷ লিখুন ভাই ৷ তাহলে সুতপনবাবুর থেকে কামু মুখার্জিকে নিয়ে দ্বিতীয় ভিডিও আমরা পেতে পারি ৷ শুভেচ্ছা নিন ভাই ৷
ওর ছেলে অরিজিৎ আমার ক্লাশমেট ও বন্ধু ছিল। স্কুল ছাড়ার অনেক পরে হঠাৎ দেখা ওর বাড়ির সামনে। তখন ফুলবাগানের কাছে থাকে ওরা। শেষ সময়ে ওনাকে দেখে চোখের জল ফেলেছি। অতবড়ো একটা মানুষ, অদ্ভুত একটা রোগ হয়ে স্রিন্ক করে ছোট্ট ও কঙ্কালসার হয়ে বিছানায় মিশে আছে। চিকিৎসার টাকাও নেই 😢😢
মানিক কাকা আর কামু কাকা কে আমার সামনে থেকে দেখার সুযোগ এসেছিল। যদিও এক সঙ্গে নয়।পরে জানতে পেরেছিলাম, সত্যজিত রায়,কামু মুখার্জি কে কি পরিমান ভালবাসতেন।আজ আপনার ভিডিও টা দেখে মন ভোরে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
Khub sunder pratibedan . Satyajit Roy J din marajan Tar parer din ami Calcutta Airport chilam Bagdogra Asbo boley India jata Famous person eksangey Deklam Airport lounge. Sabai esechilo Kolkatai Satyajit Roy k sesh Respect janatey.
Bangala cinemay zuggling valo koreche vileinero avinay valo koreche asswikar korar upay ney kintu shesh jiboner marmantik porinoti ta motei valo chilo na
Khata. Kaka miiaia ami sabar choto kamudar bhalo basa ami khub payachi kintu aj sabaiatatit amar baba sashi bhusan mukherjee kamudar baba. Dr balaram balaimukherjeeamar babakamudar maj ja tha ak jon promtar chilan achaa baba K. M. C kormachari chilan kamudar bara chal ditta kami da
আমরা বাঙালি অন্যের উন্নতিতে ঈর্ষা তিত হই আমরা। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অবস্থায় প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে ইতিহাস বর্তমান ভবিষ্যৎ ধরে সেই কর্মকাণ্ডের পাঁচালী রয়েছে।
কামু মুখার্জি র অভিনয় এখনও বারবার চোখের সামনে ভেসে ওঠে।
এত সাবলীল ভাবে উনি চরিত্রের সাথে একাঙ্গী হয়ে যেতে পারতেন যেন সত্যি মনে হোতো। আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি এই অসামান্য শিল্পীকে। সত্যজিৎ রায় ( মানিকদা) এই মানিক কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর প্রায় সব ছবির মাধ্যমে 🙏
অসাধারন বর্ণন ৷ কামু মুখার্জির অভিনয় মোটেই অভিনয় মনে হতো না, এতই স্বাভাবিক ৷ আপনার বর্ণনার গুনে ফের মুগ্ধ ৷ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
একরাশ ভালবাসা
এই শ্রদ্ধেয় অত্যন্ত প্রতিভাবান শিল্পী তাঁর যোগ্য সম্মান কোনোদিনই পেলেন না। এই দুর্ভাগ্য ওনার নয় আমাদের।
কামু মুখোপাধ্যায়ের সোনার কেল্লায় অভিনয় অসাধারণ যা আমাকে মুগ্ধ করেছে
খুব সুন্দর প্রতিবেদন। বিশেষ করে শেষের " ভালো বাসার" ।
তবে ভালো কথার শ্রোতাদের সংখ্যা নগন্য -- কারন, ভালো কাজ , ভালো কথা যারা বলেন, তাদের প্ল্যাটফরম যে বেশ খানিকটা উঁচু।
বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে তোমার উত্তর দিলাম _
" ভালবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় ।"
" বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এছেছি একশো আটটা নীল পদ্ম "।
বন্ধু তোমার জীবন পূর্ণ হয়ে উঠুগ ভালবাসায়
কামু মুখার্জী কে আমি ব্যাক্তিগত ভাবে চিনতাম।ছোটবেলায় আমার বাড়িতে আসতেন।আমার বাড়ির খুব ঘনিষ্ট একজন ছিল।ওনার বাবা বলরাম (বলাই)মুখার্জী।ভাই বাসু মুখার্জী।ওনাকে আমি কাকা সম্বোধন করতাম। কামু কাকার ভালো নাম কামাখ্যা মুখার্জী।অনেক অজানা গল্প আমি জানি। বিশ্লেষকের বিশ্লেষণ আমার ভালো লেগেছে।
উপযুক্ত প্রমাণ সমেত এগুলো থাকলে আমার মেইল করতে পার , চাইলে আমি আমার channel এ প্রচার করব । ভাল থাকো বন্ধু আমার
আপনি এগুলো হয় নিজে লিখে ফেলুন অথবা সুতপনবাবুকে মেইল করে জানিয়ে দিন প্রমাণ সহ ৷ কারন পরে বিতর্ক হতে পারে ৷ এগুলো এখানে বা অন্য কোনখানে লিখিতভাবে না থাকলে ইতিহাস হারিয়ে যাবে ৷ লিখুন ভাই ৷ তাহলে সুতপনবাবুর থেকে কামু মুখার্জিকে নিয়ে দ্বিতীয় ভিডিও আমরা পেতে পারি ৷ শুভেচ্ছা নিন ভাই ৷
ektu details jnaben pls j sb ghatana aapni janen
@@sayakchakraborty8988
চেষ্টা করব, ভাল থেক
besh janio kin2@@Sutapannath886
ওর ছেলে অরিজিৎ আমার ক্লাশমেট ও বন্ধু ছিল। স্কুল ছাড়ার অনেক পরে হঠাৎ দেখা ওর বাড়ির সামনে। তখন ফুলবাগানের কাছে থাকে ওরা। শেষ সময়ে ওনাকে দেখে চোখের জল ফেলেছি। অতবড়ো একটা মানুষ, অদ্ভুত একটা রোগ হয়ে স্রিন্ক করে ছোট্ট ও কঙ্কালসার হয়ে বিছানায় মিশে আছে। চিকিৎসার টাকাও নেই 😢😢
Etai ekhon amader ei sonar Banglar obostha. Onake osonkhyo pronam 🙏🙏
Otijieet and Atreyee Onar chele o meyer naam. Amar byaktigoto bondhu. Phoolbagan e bari chilo. Amader barir pase. Ekhon r jojagog nei
আমরা অনেক অজানা কথা জানলাম ,আপনাকে ধন্যবাদ ৷
আন্তরিক ধন্যবাদ, নতুন বছর ভাল কাটুগ
Onara chilen sotti osadharon obhineta with full of humour
ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ বন্ধু
Vissssson valo laglo ..
Aro .....anek ...ajana...kathar jonno apekkhar roilam...
.
Valo thakben.......
Amar Lota Mangeshkar videota dekhe janale khushi hobo, obossoi valo thakben
Excellent Presentation!!
ভালবাসা অবিরাম, আমার লতা’কে নিয়ে ভিডিওটা দেখতে পারেন , ধন্যবাদ
Suprab .......kono kotha hobe na guru ...
Thanks for your acceptance
Great actor..kamu Mukherjee..we forget a great actor..
অপূর্ব
ধন্যবাদ
মানিক কাকা আর কামু কাকা কে আমার সামনে থেকে দেখার সুযোগ এসেছিল। যদিও এক সঙ্গে নয়।পরে জানতে পেরেছিলাম, সত্যজিত রায়,কামু মুখার্জি কে কি পরিমান ভালবাসতেন।আজ আপনার ভিডিও টা দেখে মন ভোরে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ বন্ধু
ভালো লাগলো কাহিনী
আন্তরিক ধন্যবাদ বন্ধু
বেশ ভালো লাগলো, আপনাকে তো cultivate করতে হচ্ছে মশাই!
ধন্যবাদ বন্ধু
Khub khub valo laglo.. r o sunte chai apnar kachhe.
ধন্যবাদ বন্ধু, ভাল থেক
Great actor of Film Industry!🌹😘🥰💕💓❤️.
Kamu mukharjee akjon bishal maper avineta.Chhoto boro choritrer space jotukui thakuk, tini sahojato avinoy diye pran pranobonto kore tulten.Sense of humour chhilo darun, climatic condition anujayi aha ki anondo ganti vasha changer modhye royechhe chamotkar koutok bodh. Sabi apnar presentation thekai jante parlam.Aro janlam,sundor presentationer sathe apni akjon su gayoko bote.
Bondhu tomar jonno ekrash valobasa, Lotake niye kora videota oboshoi dekhbe je kotha sobar ojana, kemon laglo janabe , valo theko
Thank you for this presentation
Thank you for your good acceptence , pls listen & comment on my video about Lata Mangeshkar .
@@Sutapannath886আচ্ছা এই acceptencepls কথাটির বাংলা অর্থ কি?
🙏🏻🙏🏻🙏🏻
ভুল ভাল type করেছিলাম , বন্ধু তুমি ভুলটা ধরিয়ে দিলে তোমায় অসংখ্য ধন্যবাদ, ভাল থেক
নায়ক ছবিতে ওনার অসাধারণ অভিনয় স্মরনীয় হয়ে থাকবে।
খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ
Wonderful actor and human being.
Salam nio vaia. Kamon aso? Marry Christmas. Osadharon laglo. Valo thako. Allah tumay khub valo rakhun.
তুমি কেমন আছো, তোমার কমেন্ট পেলে মনটা আনন্দে ভরে যায়, আমার 🧡 নিও
@@Sutapannath886 Alhamdulillah valo achi vaia.
Lota Monjeskor ke niye kora amar videota oboshoi dekhe komon laglo janabe
@@Sutapannath886 OK vaia insallah janabo.
খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম।
আন্তরিক ধন্যবাদ
অসাধারণ। খুব ভালো লাগলো।
ধন্যবাদ
খুবই ভালো লাগলো। আপনিও ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ।
O to "priyo bondhu" .. tumi bhalo theko bola uchit!!
নিশ্চই বলব বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর লতাকে নিয়ে করা ভিডিও টা অবশ্যই ধন্যবাদ, তুমিও ভাল থেক
অনেক অজানা কথা জানা গেলো ।
অনেক ধন্যবাদ, লতা’র কে নিয়ে করা ভিডিওটা দেখে মন্তব্য করলে খূশী হব
Darun laglo dada. 🙏
Thasnk U , vlo thakotumi
খুব ভালো লাগল ।
ধন্যবাদ
আপনার উপস্থাপনা অতিবাহিত সুন্দর
ভালবাসা অবিরাম বন্ধু
Ajosro dhannabad apnake,
ভাল থেক বন্ধুর
খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ
my fav actor all time
Thank you
Khub sunder pratibedan .
Satyajit Roy J din marajan
Tar parer din ami Calcutta
Airport chilam Bagdogra
Asbo boley India jata
Famous person eksangey
Deklam Airport lounge.
Sabai esechilo Kolkatai
Satyajit Roy k sesh
Respect janatey.
বাহ বেশ ভাল অভিজ্ঞতা
খুব ভালো লাগলো।😊
আন্তরিক ধন্যবাদ
খুব ভালো লাগলো।
ধন্যবাদ বন্ধু
আপনার কাছে অনেক অজানা তথ্য জানতে পারলাম। মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। ভালো থাকবেন।
তুমি অবশ্যই ভাল থাকবে বন্ধু
অসাধারণ!
ধন্যবাদ
খুব ভালো
আন্তরিক ধন্যবাদ
I love this man ❤❤❤
GREAT LEGEND ❤
🙏🙏🙏🙏💐❤️💐👌👌👌
🙏🏼🧡💛🙏🏼
Kamu babu kub solid personalitier lok chilen.. Oner jibon e kono bhoy darr chilo na 😎
GREAT ACTOR
Excellent raconteur!
Thank you
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏❤️❤️❤️
❤
❤🎉
কামু মখোপাধ্যায় অভিনীত ফটিকচাদ ছবিতে ওনার অভিনয় কোনওদিন ভুলতে পারব না।
Jaygata LAKE TEMPLE ROAD, KALI TEMPLE NOY BODHHOY
Yes
Osadharon actor but sesh boyese onek orthokoste chilen
❤❤❤❤❤
Akon onar chel mritanjo stores kulir kj korche😂
Dadavai aapnar kathay bartaman samaj onarkichhuta mullyayan korte pare
Thank you , wish u all the best
Daroon
Bangala cinemay zuggling valo koreche vileinero avinay valo koreche asswikar korar upay ney kintu shesh jiboner marmantik porinoti ta motei valo chilo na
Se ta amader jana nei.
Khata. Kaka miiaia ami sabar choto kamudar bhalo basa ami khub payachi kintu aj sabaiatatit amar baba sashi bhusan mukherjee kamudar baba. Dr balaram balaimukherjeeamar babakamudar maj ja tha ak jon promtar chilan achaa baba
K. M. C kormachari chilan kamudar bara chal ditta kami da
আপনার এখন বয়স কত।
কেন
এক বিরল প্রতিভা।
Eki kotha bar bar awrachen keno.
আটিস্ট 😂😂😂😂
মনোজ দের অদ্ভুত বাড়ি একটা টিভি সেরিয়াল হয়ে ছিল ওটা তে উনি ডাকাত হয়েছিলেন, ঐ সেরিয়াল টা কথাও পাওয়া যাবে?
Ektu vul holo..
Tatey uni mejo kaka ..( bajaru kaka) hoye chilen..
R tatey ami ovinoy kore chilum..As Monoj...
Onar sathey Amar ovinoyer sujog hoyechilo..
Allahabad nou benaras
ধন্যবাদ
Asadhararan incredible
Many many thanks to you
আমরা বাঙালি অন্যের উন্নতিতে ঈর্ষা তিত হই আমরা। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অবস্থায় প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে ইতিহাস বর্তমান ভবিষ্যৎ ধরে সেই কর্মকাণ্ডের পাঁচালী রয়েছে।
MANIK A. MANIK. CHENE