Netaji Dead Or Alive After 1945 | Arijit Chakraborty With Chandrachur Ghose | Who Is Gumnami Baba?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Finance Channel ( Invest Bengali ):
/ @investbengali
Arijit Chakraborty Music Channel: / arijitchakrabortysongs
Get in touch with Arijit :
Official Website - www.arijitoffic...
For Business Queries DM at - contact@arijitofficial.in
---------------------
Follow Me On :
Facebook Official Page - / arijitofficialpage
Instagram Profile - / arijitchakrabortysinger
#bengalipodcast #bengali #podcast #podcastwitharijitchakraborty #netaji #netajibirthanniversary #netajisubhaschandrabose #subhashchandrabose #23rdjanuary #gumnamibaba #indianfreedomfighter #freedomfighter #freedommovement #indianindependenceday #ina #azadhindfauz #forwardblock #26january #republicday #republicdaystatus #republicdaywhatsappstatus #republicdayspecial
Netaji Subhas Chandra Bose Real Story, netaji subhash chandra bose status, netaji Jayanti, 23 January, documentary on netaji, gumnami baba, gumnami baba subhash chandra bose, gumnami baba story, what happened to netaji subhash chandra bose, netaji alive after 1945, netaji dead or alive, was netaji lived as gumnami baba, truth of netaji, chandrachur ghose, chandrachur ghose podcast, chandrachur ghose netaji, azad hind fauj, azad hind fauj history, republic day, republic day status 2024, republic day status, republic day special, 26th january, 26th january status
এত ডিটেলে এবং এত স্বচ্ছ ভাবে চন্দ্রচূড় স্যার বক্তব্য রাখলেন যে শোনার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। গায়ে কাঁটা দিচ্ছিল রীতিমত। আরো শুনতে চাই আমাদের প্রিয় দেশনায়ক সম্বন্ধে আরোও অজানা তথ্য। আরো এরকম এপিসোড করুন তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ আপনাকে অরিজিৎ দা 🙏🙏
এত ভয় সবার!!! এত দিন পরে অন্তত: সত্যি স্বীকার করার সৎ সাহস টুকু থাক after all netaji belongs to this very country
2 ঘন্টা 18 মিনিট ধরে একটা thriller সিনেমা দেখলাম মনে হলো, পরতে পরতে রহস্য। ধন্যবাদ sir এতো ভালো ভাবে explain করার জন্য। আরো অনেক অনেক কথা শুনতে চাই নেতাজী এবং "ভগবান জীর" কর্মকাণ্ড সম্পর্কে।
Exactly...
অপূর্ব,অনবদ্য।এ কি শুনলাম।
তাহলে আপনার কথায় 'ভগবান জী ওরফে সুভাষচন্দ্র বসু একই ব্যক্তি।
ঐতিহাসিক ও রাজনীতিবিদ সুগত বসু এবিপি বা অন্য এক চ্যানেলে "গুমনামীবাবা"সিনেমায় যাচ্ছেতাই ভাবে অপমান করেছিলেন খুব সম্ভবত সুজিত সরকার ও প্রসেনজিৎকে ও সোজাসুজি প্রত্যাখান করেছিলেন যে " all are rubbish, nonsense."
তাহলে সুগত বোসের interst সম্পর্কে প্রশ্ন দেখা দিচ্ছে।
আমার প্রশ্ন সাধুবাবা নিজে এত চুপচাপ ছিলেন কেন? বীতশ্রদ্ধ হয়ে।ওনার involvement এতটাই বিস্তৃত তবুও ঘরের ব্যাপারে উনি নিস্পৃহ।
হ্যাঁ বাঙালিকেই জাগতে হবে তবে বাঙালি এখন ঘুমিয়ে আছে।
ধন্যবাদ।
Netaji r jonno jto bola hok toto kom😇😇
অতি চমৎকার পরিবেশনা।
উনি এদেশে আসার পর কি কি কাজ করেছেন, পুরোটা details এ শোনার খুব আগ্রহ রইলো।
শেষের দিকে যা শুনে যা বুঝলাম, উনি ভারতে এসেছেন নিশ্চিতভাবেই তৎকালীন সরকারের সাহায্যে এবং যদি ভারতের হয়ে strategic military mentoring করে থাকেন, তাও নিশ্চই সরকারের সাহায্যে।
সুতরাং স্বাভাবিক ভাবেই ওনার identity প্রকাশ করা হয় নি।
এইসব বিষয়ে full details এ শোনার জন্য অধীর আগ্রহে রইলাম।🙏🏼
Non-stop sune gelam... 30min moto por bar bar ads asar jonno premium tao nilam for no interruptions...
Joy Netaji.
Joy Hind
Jay Netaji Jay Hind
অসাধারন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, বাংলা মা এর দামাল সন্তান, শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে আছেন, থাকবেন।
ধন্যবাদ ভাই আপনাদের পরিশ্রম এর জন্য।
শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম...🙏
"নেতাজী সুভাষচন্দ্র পরাক্রম পুরুষোত্তম"...🙏
Netaji sacrifice his life like Sri Ram and both of their life end the same place
@@PappuMaity-s2rNot ended in same place sir. That was another smokescreen happened in Ayodhya for his next mission.
আজ পর্যন্ত মত thriller দেখে thrilled হয়েছি তার থেকে ১০০ গুন উপভোগ্য শুধুমাত্র এটা শুনে। আরো আরো চাই এই বাস্তব বাঙালি শ্রেষ্ঠ নায়কের কাহিনী। অনেক ধন্যবাদ দুজনকে।,🙏
অরিজিৎ আপনাকে অনেক অভিনন্দন। অনুজ এবং চন্দ্রচুড়ের কাছে আরও অনেক তথ্য আছে। এদের সাথে আরও এপিসোড কাইন্ডলি আনুন।
চন্দ্রচুড়ের শেষ কথাগুলো মনে রেখেই বলছি। ওদের আরও অনেক বলার আছে। আমার অনেকটাই জানা,চাই সব বাঙালি বিশেষ করে নতুন প্রজন্ম সুভাষচন্দ্র বসুর ব্যাপারে প্রবল আগ্রহী, ওদের জানা উচিত।🙏👌
Anuj r Chandrachur Ghosh er lekha boi gulo porun r o information jante parben.
অসাধারণ একটা episode 👌🏼 কষ্ট হয় যে অনুজরা এতো ভালো কাজ ও অক্লান্ত পরিশ্রম করার পরেও কোনও এক অদৃশ্য হাতের অঙ্গুলি হেলনের জন্যে ন্যায্য স্বীকৃতি পাচ্ছেন না 😭 তবে আমরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অকৃত্রিমভাবে ভালবাসি, তারা অনুজের পাশেই আছি এবং থাকবো 🙏🏼
হিন্দি চ্যানেলে ধ্রুব রাঠির মতো কোনো কোনো অবাঙালি নেতাজী সুভাষ বসুকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এর প্রতিবাদ হওয়া দরকার।
@@rumaghosh2086ধ্রুব রাঠিকে বিশ্বাস করেন এখনো? ও একটা বিশেষ আইডিওলজির তাঁবেদার।
অত্যন্ত দামী কথা সর্বশেষে বলেছেন,বাংলা থেকে এগিয়ে যেতে হবে দলবদ্ধভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে।সমস্ত আলোচনা শুনে অত্যন্ত সমৃদ্ধ হলাম, শুধু ধন্যবাদ দিয়ে নয় ,যে বিশাল দায়িত্বের কাজ করে চলেছেন তার জন্য আপনি প্রনম্য 🙏🙏
শুনে অবাক হলাম আমি, বিশ্বাস করতে পারছি না! কি শুনলাম, golpo বই পড়েছি গুমনামি বাবা কি নেতাজি, একটা সিনেমা হয়েছে সেটাও দেখেছি but ভাবতে পারছি না। স্যার আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের দেশের এই সত্য টা জানানোর জন্য । নেতাজি জি নিয়া যে খেলা হয়েছে & এখনো হচ্ছে এটা জানানোর জন্য, এটা আমি শেয়ার করবো বিভিন্ন জন কে, আর দাদা আপনার চ্যানেল কে thanks 👍 এটা করার জন্য, আপনার চ্যানেল এর একটা বড়ো ভক্ত হয়ে গেলাম, আশা রাখি এইরকম খবর আবার পাবো।
একটু তলিয়ে চিন্তা করুন। এরা বিশেষ উদ্দেশ্যে অর্ধ খবর অর্থাৎ "অশ্বত্থামা হয় ইতি গজ'" করে যাচ্ছেন।
এতো detail এ বলেছেন এবং এত clearly ..Thanks Mr.Chandrachur Sir..Jai Netaji Subhash Chandra Bose❤
অরিজিৎ দা , আপনাকে অনেক ধন্যবাদ , এই টেলিকাস্ট করার জন্য ,
দাদা , মনে হচ্ছে নিজের গায়ে থুতু ছিটাই , নিজের গায়ে চাবুক মারি , মনে হচ্ছে যতো সরকারি অফিস , যতো কিছু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড় ক্ষার করে দি , দাদা কি বলবো কাঁদবো নাকি রাগ দেখাবো বুঝতে পারছিনা ,
যিনি সারা জীবন দেশের জন্য এতো কিছু করে গেলো , তার জন্য এখনো প্রমান করতে হচ্ছে , যে তিঁনিই তিনি , হায়রে আমার ভারতবর্ষ , আর এই দেশের গাধা গরু লোকগুলো ,
দাদা সরি আমার ভাষার জন্য ,
আমি সকল কে বলি আমাদের নেতাজি সুভাস চন্দ্র , ভগৎ সিং , রাজগুরু , সুখদেব , ক্ষুদিরাম , প্রফুল্ল চাকি , রামপ্রসাদ বিসমিল্ , মাতঙ্গিনী হাজরা ,
এনারা কি জন্য স্বাধীনতা এনে দিয়েছিলো ...
dos ta amader na amader k jara vul guide kore oi char anar osikkhito rajnitibidder moto nijeder sarthosiddo korte
Chandrachur babu ke arthik vabe support korun, onar chanel e link paben.
আপনার অরিজিৎ ভাই কে বাকি খবর ও পরিবেশন করতে বলুন। এতদিনের নরেন্দ্র মোদীর সরকার ও রাজ্যের সরকার সব ফাইল open করার আস্ফালন করে ও কোন অজানা কারণে বেমালুম চুপ করে গেলেন?
একটা মিথ্যেকে ঢাকার জন্য অনেক মিথ্যে কথা বলতে হয় আর স্বাভাবিক ভাবেই অনেক মিথ্যে অবশেষে মিথ্যে বলেই প্রমাণিত হয়। সমস্ত প্রক্রিয়াটি শুধু মাত্র সময় সাপেক্ষ। সাক্ষাৎকারের ভিডিওটি খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
Jokhn apni bollen young generation er kache Netaji sunle ekhno goosebumps ase....sotti bhison touching laglo ...uni ekhno jibonto amader modhe....
Tahole Gumnami Baba asole *NETAJI SUBHASH CHANDRA BOSE* 🙏🔥💗
এতো ভালো লাগলো! ঈশ্বর যেন আপনাদের পরিশ্রম সার্থক হোক, গুমনামী বাবা যে নেতাজী তা সরকার স্বীকার করুক। একটা justice হোক। যিনি ভারত কে স্বাধীন করলেন, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী- তাঁকে উপযুক্ত সম্মান দেওয়া হোক। ঐতিহাসিকরা সাহসী ও সরব হোন। ভারতে জনমত গড়ে উঠুক। সব ভারতীয় এবার সরব হোন। অনেক হয়েছে, আর সহ্য হয় না। নেতাজীর পথ ও মত কোনও 'ism' - এ আবদ্ধ করে রাখা যাবে না।
Sahamot !
Justice for Netaji !❤
Dear Arijit,
Thank you so much for presenting the podcast with Chandrachur Ghose on the 'Kohinoor' of Indian Freedom Struggle i.e. the one & only 'Netaji'. It really hurts when we hear such stories on social media. The man deserves much much more. The history needs to be re-written for the posterity. There should be a concerted effort by all the Netaji researchers to come on a common platform and give this a final conclusion. Please carry on your efforts in the right direction. Jai Hind. Jai Subhas.
Podcast ta tana 3 din dhore cholleo mon bhorto na. Osadharon. Bortomaner amader moto nirlojjo Bangali jatir exception Chandrachur Babu. Apnar dirgho o sustho jibon ekanto kamyo o proyojon.
Next একটা এপিসোড চাই নেতাজির পরবর্তী জীবন নিয়ে,১৯৫০ to 1985
Yes...netaji amader bharoter sompod...unakay niya politics bondo hok...
Podcast e sob details e bola ache..
ভাবনা কতটা বড়ো ছিলো 127 বছর পর একটা মহান ব্যক্তির নিয়ে আমরা কথা বলছি কত বড়ো কাজ করেছে আমাদের দেশের জন্য। শুধু বাঙালি নয় স্যার ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বোস। কতটা সততা ছিলো ভালোবাসা ছিলো এই 🇮🇳 কাজে 💙💙💙। বিচার এখনো পুরো হয়নি বাকি আছে, পূরণ তখন হবে যখন আমাদের মতো সবাই সত্যিটা জানতে চাইবে।
❤️বিচার এখনও পুরো হয় নি ❤️
@@manasbiswas1962 বিচার চাই আর বিচার ও হবে। সত্যের সাথে থাকতে হবে 🇮🇳
অনেক ধন্যবাদ.... অনুজ স্যার এবং চন্দ্রচূড় স্যারকে আরো জানার ইচ্ছা আছে ও থাকবে বীরপুরুষ সম্পর্কে🙏
অসাধারন ভিডিওটির জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ উভয়কেই। এখন বিশ্ববাসী স্পষ্টভাবেই নিশ্চিত যে, গুমনামি বাবা খ্যাত ইনিই নিঃসন্দেহে আমাদের সকলের প্রিয় নেতাজী সুভাষচন্দ্র বসু।
ধন্যবাদ জানাই অরিজিত দা এতো সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কারার জন্য যা প্রত্যেকে ভারতবাসীর অজানা ছিলো । আর বিশেষ ধন্যবাদ জানাই চনদ্রছুড় ঘোষ মহাশয় কে উনি এবং ওনার টিম বা বন্ধু সকল কেই অনেক অনেক ধন্যবাদ।
🇮🇳 🇮🇳 🇮🇳
জয় হিন্দ
জয়তু নেতাজি ❤
দু ঘণ্টা ১৮ মিনিট ধরে একটা THRILLER প্রত্যক্ষ করলাম ...
নেতাজি তোমাকে প্রণাম 🙏
দুর্দান্ত লাগলো।
Young generation জানুক এই সত্যি গুলো।
সমৃদ্ধ হলাম
Sir ❤
gurudeb 🙏🙏🙏🙏🙏
Aare sir tumi akhane 😏
Are guruji
Bengali king 👑🙏🏻
যে লোক এতো কিছু করলো তার পাশে সত্যি বাঙালিরা দাঁড়াতে পারেনি 😔উনি আজীবন অমর থাকবেন আমাদের মধ্যে 🙏🙏
অসাধারন একটা episode। দয়া করে আরও একটা episode হোক। এই পডকাস্ট টা করার জন্য অনেক ধন্যবাদ অরিজিৎ বাবুকে।🙏
বাঙালির আবেগ জেগে উঠুক এই কামনা করি।
Eagerly waiting for the next podcast!
ফার্স্ট টাইম অনুজ ধর স্যার এর চ্যানেলে দেখার পর খুব ইচ্ছা ছিল বাংলা কোনো পডকাস্ট চ্যানেলে, অরিজিৎ দা থ্যাংক ইউ এই পডকাস্টটা করার জন্যে, সবার ইতিহাসটা জানা খুব প্রয়োজন।
I am Bose channel ti te onek din agi Chandrachur Bose & Anuj Dhar er onek mulloban interview royeche......& Journalist Kunal Bose "I am Bose" channel ti sudhu matro Amader sokol er hero Netaji Subash Chandra Bose er somondhe onek ojana tothto tule dhorar jonno toiri koreche.....!!!..... Netaji Subash Chandra Bose & INS er satha related onek manush er interview ache "I am Bose" channel ti te.
@@bappamondal2266❤❤ষ্য😢(😊
Apni I am Bose channel ta follow korun aro details e jante parben
@@bappamondal2266thank you dada eto kichu jananor jonno
ঠিক
শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উটছিল যে কি বলছেন উনি মানুষটা আমাদের কাছে থেকেও নাগাল পেলাম না,,,,,,,,,,,,দরকার নেই সরকারি সিকৃতির । অরিজিৎ বাবু আপনি চন্দ্রচুড় বাবুর দুজনে মিলে যতটা আমাদের জানানো যায় তার চেষ্টা করুন। আশায় রইলাম ।ভালো থাকবেন ধন্যবাদ
অপূর্ব সবচেয়ে খারাপ লাগল আমাদের অল্প বয়স উনার অস্তিত্ব ছিল কিন্ত আমরা সামনে দেখতে পারলাম না নেতাজীকে । কিন্ত সাধারন মানুষের মনে উনি বেঁচে থাকবেন আজীবন। পরবর্তী ভিডিও আশায় রইলাম।
খুব মূল্যবান podcast, কিছু প্রশ্ন আপনাদের আলোচনা থেকে উঠে আসছে, যেমন bhagwan ji পরবর্তী জীবনে, ভারত পাকিস্তান, ভিয়েতনাম, কিংবা বাংলাদেশ যুদ্ধে নানা পরামর্শ দিয়েছেন বলে চন্দ্রচুর মহাশয় বললেন, কিন্তু কিভাবে সেটা ওনারা জানলেন? এই প্রশ্নটা উঠবে। যদি পরবর্তী episode এ আলোচনা করেন, উপকৃত হব। আপনার podcast channel টিকে আন্তরিক অভিনন্দন।
মানবতাবাদী , যুগাবতার যুগপুরুষ, মহান স্বাধীনতা সংগ্রামী , নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দিনে সেলুট ।
অসাধারণ একটা এপিসোড। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ওনার কাছ থেকে আরও জানতে চাই।
Prai raat 3.15 am ami podcast ta sesh korlam chok e jol niye , sotti subash ke bojha sokto ❤
I am a 72 years old Bengali forever respecter of Netaji. I remember the old big photo frame of Netaji in our old Calcutta house. He was the greatest patriot .
Fantastic interview.
Request : -
1) Arijit to invite Chandrachur da to explain why Netaji did not come out in the open after his return to the country
2) Netaji's involvement in Geo politics is equally interesting a subject. Request Chandrachur da to give some details e.g. end of China's aggression in 1962.
3) Is it possible to come out with such videos in Hindi &/or English.....?? ( including this video ). I know Chandrachur da is comfortable with both the languages. If yes, then such videos can be shared far & wide for all those who are still not aware of the facts
Looking forward to your response........
Very Beautiful and Best Exited Video of Netaji Subhas Chandra Boss of Podcast with Arijit Chakraborty.
আপামর জনসাধারণের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। ওনাকে অনেক অনেক প্রণাম। চিরকাল বেঁচে থাকুক আমাদের মধ্যে নেতাজি।❤❤❤❤❤
আরও ১টা এপিসোড চাই প্লিজ।
ভীষণ কষ্ট হলো সত্যিটা জেনে, উনি আমাদের ভগবান বাঙালির জীবনে চির অমর 🙏🙏🙏
Amar kichu bolar bhasa nei , got goosebumps, thank you so much for this podcast, khoob khoob important ekta episode, toder dujonkei thank you sooo much. Onek confusion clear holo .
আমাদের জীবনে নেতাজি নিয়ে একটা অংশ থাকা খুব দরকার
Dada অনেক thank you.
তার জীবনে সত্যি সার্থক কিন্তু আমরা স্বার্থক হলাম না এই রকম একজন মানুষ কে সম্মান দিতে পারলাম না
Kanna thamate perchi na, onek onek dhonnobad apnader evabe somridho korer jonno. Aber hok oro hok subhas k niya erokom telecast
ভয়ংকর হৃদস্পন্দন ও চরম উত্তেজনা নিয়ে প্রথম থেকে শুনতে শুনতে 2:08:38 মুহুর্তে আসার পর সমস্ত শরীর থেকে শৃহরন দিচ্ছে।।। 🇮🇳 বন্দেমাতরম 🇮🇳 জয় হিন্দ।
❤
সংক্ষিপ্ত ভাবে বললে বলতেই অসাধারন সাক্ষাৎকার।
জানি না কেন যখন গুমনামী বাবার নাম শুনেছিলাম মন থেকেই কোনো বিবেচনা না করেই মনে হয়েছিল উনিই আমাদের নেতাজি সুভাষ...জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳
Aaj first time ...kno jani na 2hr er o besi baro ekta podcast dekhlam 1 sec o skip na kore........ekta movie dekkte i66e jage na jodi seta khub boro hoy....tao abar ek nagare dekhe gelam..........
ধন্যবাদ এই Video পোস্ট করার জন্য। ❤ অন্য ভিডিও হলে এতক্ষণ দেখতাম না। আমার হিরো এবং দেশের অন্যতম ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসু'র ❤ জীবন কাহিনী আরো ভালো। এবং আমাদের ইতিহাসে পড়ানো সবকিছু ডিটেলস ভাবে হয় না । আমরা জানতেও পারিনা 😢 এগুলো সুনে খুব ভালো লাগলো ❤👍
"He could see fifty years ahead of His time "......
Congratulations to Mr. Chandrachur Ghose !
খুব খুব ভালো কন্টেন্ বাংলায এমন ভালো কন্টেন্ট আরো বেশি বেশি চাই।❤❤❤❤
Part 2 টা খুবই তাড়াতাড়ি চাই।।।।।২ঘন্টা যে কিভাবে কাটলো বুঝতে পারলাম না।।।।।❤❤
❤ দারুণ আলোচনা ❤
অসম্ভব সুন্দর একটা বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম।
আপনাদের অনেক ধন্যবাদ।
There is no doubt that Gumnami baba was our legend Netaji Subhas Chandra Bose ❤
ভগবানের জন্ম হয় মৃত্যু নয়❤
Good 💯💯
আরো একটা এপিসোড চাই তাঁর involvement এর উপর।
This 2:18 min is thriller movie.
And last 30 min is the best pert
আহা অসাধারণ সাক্ষরতার। জয়তু ভারতাত্মা, আমাদের প্রাণের নেতাজী। লহ প্রনাম।
কত দিন এটা ইউ টিউব এ থাকবে জানি না। কিন্তু মনে থেকে যাবে চিরকাল ❤। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকবো
Osadharon podcast Arijit da.. salute to our national hero Netaji Subhas Chandra Bose 🧡🤍💚🇮🇳
অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।
অনেক ধন্যবাদ জানাই অনুজ স্যার এবং চন্দ্রচূড় স্যার কে।নেতাজি চিরকাল বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে 🙏🙏🙏🙏
পরের পর্ব টি শোনার অপেক্ষায় রইলাম।
Apna k dhanyavaad eto details e bangali te e rokom podcast korar jonno onek subhechha apnader
খুব ভালো লাগলো, অনেক নতুন তথ্য পেলাম।
আগেও অনেক ভিডিও দেখেছি এবং নিশ্চিতও হয়েছিলাম তবে এই ভিডিও টা দেখে আরও নিশ্চিৎ হলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না
বলার ভাষা নেই। Great exposition 🌹
Thank you Arijit for this conversation. Ekta request - if possible please add english subtititles to this video, this video deserves a wider audience, I want to share this to a lot of by non-Bangla speaking friends who are eager about the details. Also requesting a follow up conversation.
I have watched such a long podcast for the first time and the reason is obvious. I express my gratitude to Chandrachur Sir for his outstanding efforts. Thanks to Arijit Sir also. Has Chandrachur Sir or any of his associates published a book on this significant topic? If yes, kindly respond to me.
The Conundrum
@@avinababhattacharjee6927 Thanks
Conundrum- Subhas Bose's Life after Death
India's Biggest Coverup
After comprehensively listening all the details, we have no option left except to consider that Gumnami Baba was no other than our beloved Netaji. we heartily salute to him.
Thanks, very informative. Want the 2nd part ASAP. Jai hind🇮🇳
খুব ইচ্ছে ছিল চন্দ্রচূড় ঘোষ আসুন কোন পডকাস্ট এ। ভাল লাগল।
What a great episode it was…Listening to Mr Chandrachur Ghose is a thriller by itself…hope to see a followup episode soon…we need more real story for our beloved Netaji….thank you Arijit Chakraborty for this excellent podcast….you are winning our heart with all the quality podcasts.
Next episode এর জন্য অপেক্ষায় রইলাম।। অসংখ্য ধন্যবাদ চ্ন্দচুর স্যার কে।।।
অসাধারণ একটা পডকাস্ট ছিল... সমৃদ্ধ হলাম।
খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদেরকে এবং যারা নেতাজীকে নিয়ে কাজ করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি জাতির গর্ভের সঙ্গে পুরো দেশের গর্ভ। উনি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো আমাদের দেশ আরো 100 বছর এগিয়ে যেত, ভারতবর্ষ ভাগ হতো না। কিছু সুবিধাবাদী লোকের জন্য আজও আমরা নেতাজির সর্ম্পকে অনেক অজানা তথ্য জানতে পারিনি।
পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি নিয়ে আসুন।
দারুন লাগলো❤ ধন্যবাদ আপনাদের দুজনকে❤ সেকেন্ড পার্ট এর অপেক্ষায় রইলাম❤
Gaye kanta dichche chokhe jol ase galo aamader kache Netaji bhogoban 🙏🙏🙏
ভালো থাকবেন স্যার; ভালো থেকো অরিজিৎ দা ❤ ... অনেক কিছু জানতে পারলাম আজকে। আমার বিশ্বাস আমার মত অনেকেই ।
অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏
নেতাজী কে নিয়ে পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।।❤🙏🙏
আজ কংগ্রেস সেই ফল ভোগ করছে,,,,, নেতাজি কে সম্মান দিলি না - "ওনার" কী হয়েছে???? উনি " চিরঞ্জীব"🥰🥰🥰🥰🥰
100% boss's....till now he is alive...in the eve of 3rd world war he will have to come out.....He is chiranjeevi....Aur aisa 4/5 chiranjeevi hai Jo niklega wohi time....Gandhi pariwar Ek criminal pariwar hai.
Lal bahadur shastri same case netaji beche ache bolte giye bolte deoa holo na. Mere deoa holo
Agree 💯
@@bedabratabiswas5122 🥰🥰
Bjp 10yr dhore ki korche ?
Thanks a lot for your podcast with Chandrachur Ghosh.
Waiting for next...with prayers.
Jai Hind
আরো ৫ টা এপিসোড চাই .... জয়তু সুভাষ
Super thanks for sharing true for the citizens to know first PM of India
Sir, khub bhalo laglo,ato ghatona jene,proti muhurto jeno onake choker samne dekhte pacchilam r onar proti respect r bhalobasay choke jal ese jacchilo,anek asha thaklo,onar 1945-1985 porjonto uni ki ki krten deser jonno,nijeke sabar kach theke adhara rekhe.chadachur babur sathe apnar parer podcast er apekhay thaklam.
A great episode.Thanks for sharing information about Netaji.A great leader and personality.If his life history is revealed to all Indians then they will realise the meaning of true patriotism and love for motherland.Salute to the great leader. Jai Hind.
Khub valo laglo aro jante chai
সত্যি আমরা ব্যর্থ আমাদের প্রকৃত দেশ নায়ককে সম্মান দিতে!! 😢 নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতার বীজ ,🇮🇳 তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে ,সম্মানে, শ্রদ্ধায়,, 🙏🏻
really overwhelmed with this special episode. Many many cordial thanks to both of you. Need more episode like this. 🙏🙏🙏
শেষ হয়েও হইলো না শেষ .......
আরও জানতে চাই ওনাকে আবার নিয়ে আসুন পডকাস্ট এ ।
ক্যানো জানিনা ,,, GOD BOSE এর কোনো কথা আলোচনা শুনলেই আবেগে কান্নায় 😢 গলা বন্ধ হয়ে আসে
Thank you sir.. Cannot imagine never come this true story in media. This episode suould be reached to prime minister & chief minister in bengal. And concoude the all other story for Netaji shubhas chandra bose
অতি সম্প্রতি জানতে পারলাম উনি প্রথমে হুগলি র চন্দননগর এ এসে ছিলেন তারপরে উত্তরপ্রদেশে যান।
দ্বিতীয় কথা হলো আমি ও কিছু দিন হ্যান্ড রাইটিং এনালাইসিস চর্চা করেছিলাম মানে শিখছিলাম তার সামান্য তম জ্ঞান থেকে বলতে পারি হাতের লেখা পাল্টানো যায় না। একটা কথা আছে এই সাবজেক্টে Handwriting বলে কিছু নেই কারণ পুরো টাই brainwriting। হাতের লেখা র যে স্ট্রোক গুলো দেখে বিশ্লেষণ করা হয় সেগুলো ব্রেন থেকে ই আসে। যে যেমন চিন্তা করে তার সেই রকম স্ট্রোক পাওয়া যায়। আরো অনেক দিক আছে, আমি শুধু মূল কথা টা উল্লেখ করলাম মাত্র 🙏।
অরিজিৎ দা আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। ড শংকর কুমার চ্যাটার্জি এক্স মিলিটারি ইন্টেলিজেন্স কে নিয়ে একটা নেতাজির গোপন কার্যকলাপ নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ জানাচ্ছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এবং আপনার সমস্ত শ্রোতাবৃন্দ স্বাধীনতার পরে নেতাজির কার্যকলাপ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে
এই ঘটনা শুনে মনে হচ্ছে আমরা কি সত্যিই ভারতীয়? ভগবানের কাছে কামনা করি হে ভগবান যারা এত বড় রাষ্ট্রনায়ক কে অস্বীকার করেছে রাজনৈতিক গদি লোভের জন্য তাদেরকে যেন ঈশ্বর কখনো ক্ষমা না করেন।
Just recently Druv rathee ekrakam faisala e diye dilo je plane crash ei Netaji babu mara gechen. Okhane comment kore onek kichu bolte icche korchilo but labh nei . Great episode
Ami 100% sure Congress er kachh theke taka kheye6e o.
Ami to negative comment kore6i.
Aro onek comment pore6e. Atleast bujhuk je manush boka noye
Ha amaro tai mone hoi@@SugandhaBhowmick-y8g
O ekta asto chagol...ki jne O freedom fighter r somodhe....sudhu boro boro batela dey ..ktota porashona kre6e amr sandeho ache oi youtuber
অনেক ধোঁয়াশা বা আবছা জিনিষ জানা হলো, এবং আরো অনেক কিছু জানতে চাই চদ্রচুর দা এবং অনুজ দার থেকে, পরবর্তী আরো একটা এপিসোড যদি আসে, এবং আরো অনেক অজানা কিছু জানতে চাই। এবং ধন্যবাদ অরিজিৎ দা কে তার পডকাস্ট এর মাধ্যমে আমাদের অজানা জিনিষ জানার সুবিধা করে দিয়েছেন।
চন্দ্রচুড় দাকে অনেক অনেক ধন্যবাদ 🎉❤
Ashadharon ekta podcast, waiting for the Part 2 of this story. Amra jante chai 1950 theke 1985 netaji ki korechilen.