আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
আপনার সন্তানকে কীভাবে বড়ো করবেন তা অবশ্যই আপনার সিদ্ধান্ত।😊 তবুও উপযাচক হয়ে কিছু কথা লিখছি---- আগামী সময়ে যা দিন আসছে তাতে যদি সত্যিই আপনার সন্তানকে প্রতিষ্ঠিত দেখতে চান তাহলে সংষ্কৃতর বদলে বাংলা ও ইংরেজিটা ভালো করে শেখান। 🙂🙂🙂 সংস্কৃত ওর জীবনযাপনে কোনো কাজে আসবে না। নৃসিংহবাবু যেগুলো বলছেন সেগুলো শুনতে খুব ভালো লাগলেও আসলে এগুলো ভিত্তিহীন। বেদ ইত্যাদি যদি এতই উন্নত হত তাহলে কি আমরা এত বছর পরাধীন থাকতাম ? উন্নত বিজ্ঞান তো দুরস্থান, সামান্য বড়ো-টয়লেট করার জায়গা অবধি আমরা বানাতে পারিনি। মাঠে-ঘাটে করতাম।😂🤣 অথচ বিদেশিরা আমাদের অনেক পরে সভ্য হয়ে আজ বহুদুর এগিয়ে গেছে।😊😊😊😊 কারণ তারা কোনো জিনিস আবিস্কার হওয়ার পর নিজেদের শাস্ত্রে ঐরকম কিছু লেখা আছে কিনা তা খুঁজতে বসেনি। নিজেরা আবিস্কার করেছে নিজেরাই লিখেছে। তাই please আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ছোটো থেকেই বুড়ো বানাবেন না। 😊😊 আমি নিজেও শাস্ত্র ইত্যাদি পড়ি। কিন্তু সেটা একেবারেই কৌতুহলবশত। আপনার সন্তানও নিশ্চয়ই পড়বে। অনেক শুভকামনা রইলো।
বড়ো হলে প্রনাম নেবেন , আর ছোটো হয়ে থাকলে ভালোবাসা নিও , বেদ ও বেদান্ত নিজের সত্ত্বা কে জানার জন্য কখনোই অত্যাধুনিক প্রযুক্তির গ্রন্থ বলা হয়নি , তবে হ্যাঁ নিজের সত্ত্বা জানার চেষ্টা করতে গেলে বেদ ও বেদান্ত জানার প্রয়োজন আছে বোধ করি , আর আপনার কথা একদম ঠিক আমরা প্রশ্ন করতেই পারি , কারন প্রতিটি উপনিষদে আমরা শুধু প্রশ্ন ও উত্তর দেখতে পাই , তবে অতীত হারিয়ে গেলে বর্তমানের অস্তিত্ব থাকেনা তাই শৈশব থেকে বেদান্ত পড়লে ধর্ম ভীরু হবেনা প্রশ্ন করতে শিখবে আমার মতে , এই একটা স্থানে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করলাম । ভালো থাকবেন , ভুল বুঝবেন না আমি ব্যাক্তিগতভাবে আক্রমণ করছিনা 😊
@@theverbalindian3252 আপনাদের মতামতের মধ্যে উপযাজক হয়ে আমি ও খানিকটা ঢুকে পড়লাম । আসলে আমার মনেহলো , পলিটিক্যাল " এলিট লুম্পেন ক্লাস " এর কিছু নেতা কিছুতেই সংস্কৃত ভাষা শিক্ষার প্রসার চায় না নিজেদের রাজনৈতিক স্বার্থে । অবশ্য আপনি সেই দলে অবশ্যই নন । আর ওই রাজনৈতিক শব্দবন্ধ " এলিট লুম্পেন " কে অন্য ভাষায় অনুবাদ করবেন না । তাহলে সব কিছু ওপর দিয়ে যাবে । কেননা ওই শ্রেণী শিখিয়েছে দেব - দেবী র ইংরেজি God - Godess আবার ' ভগবান ' এর ইংরেজি ও God । যদিও স্বত্তা দুটি অনেক দূরে 😊😊
@@theverbalindian3252 onek idiotic argument sunechi..kintu apnar ta birol... Ved r gyaan r kathamo r sankrit bhasa jana ta mane eta noe j so called modern society te ki bhbhe thakte hoe ..ki hhabhe english style e kata chamuch dhorte hoe r potty ta english pan e korte hoe seta ojana thaka... Apnar lekha theke eta toh poriskar hoe gelo j Indian ra nijeder opor kenno lojja kore r onno jaati r manush de r nijeder r theke opore bhabhe... shameless society with zero understanding of their own culture r classic example holo eta. Sob cheye hassokor eta lage bhebhe j j Ved Upanishad na pore ba bujhe eisob abanchonio boktobo dei r western style r spokesperson hoe ... r jaigai nijeder culture with modernism ta k songe kore niye ki bhabhe chola jai nijer life e seta niye bhabhle eisob illogical montobbo hoto na
Always remember.. Universe is alive and listen to everything... our Ved and Uanishads dont teach us to remain backward or compared it with other culture or beleif... it is about how one can knows him/her self..now its upto individual understanding and philosophical take to lead the life.
স্যার, আপনার কাছে কৃতজ্ঞচিত্তে অনুরোধ, দয়া করে কথা অমৃতসমান লেখা সম্পন্ন করুন। এতো ভালো একটি কাজ অসম্পূর্ণ থাকলে আমাদের দুঃখের সীমা থাকবে না। বর্তমান প্রজন্ম পৃথিবীর শ্রেষ্ঠতম এই আখ্যানের রসাস্বাদন থেকে বঞ্চিত হবে। আপনি কি তাই চান?
যেসব অভিভবকবৃন্দ নিজেদের সন্তানদের সংস্কৃত এবং ভারতীয় পৌরাণিক দর্শন শেখাতে আগ্রহী, তাদের সুবিধার জন্য একটা বিস্তারিত আলোচনা করলে খুব ভালো হয়। কোন বয়সে কোন বই তাদের পড়ানো যায় এবং সংস্কৃত শিক্ষা বাড়িতে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রণাম গ্রহণ করবেন 🙏🏻।
আমরা কেন সৃষ্টির পূজা করি? সবার জানা উচিত। বেদের মতে সৃষ্টির শুরুতে ঔঁ উচ্চারিত হয় এবং এর প্রভাবেই হয় বিস্ফোরণ। বেদান্ত মতে ‘অনাবৃতিঃশব্দহম’ অর্থাৎ শব্দের মাধ্যমেই সৃষ্টির সূত্রপাত হয় যা মাত্র দুবছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং নাম দিয়েছেন শব্দ তরঙ্গ (Cosmic sound wave)। বেদের সৃষ্টিতত্ত্ব পড়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসরড. কেভিন হারলে বলেছিলেন, ‘How could Aryan Sages have known all these stories 6000 years ago when modern scientists have only recently discovered this using advanced equipment which didn’t exit that time”. Nobel Laureate Count Maurice Maeterlinck বৈদিক সৃষ্টিতত্ত্ব নিয়ে বলেন ‘A Cosmology which no European conception has ever surpassed.’ আমরা সৃষ্টিতত্ত্ব মহানির্বাণ তন্ত্রের তৃতীয় অধ্যায় দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে বলছেন যে “সৃষ্টিশ্চতুব্বির্ধা দেবী প্রকৃত্যামনুবর্তে। অদৃষ্টিজায়তে সৃষ্টিঃ প্রথমে তু বরাননে। বিবর্তভাবে সম্প্রাপ্তে মানসীসৃষ্টিরুচ্য়তে। তৃতীয় বিকৃতং প্রাপ্তে পরিনামান্তকে তথা। আরম্ভসৃষ্টিশ্চ ততশ্চতুর্থেযৌগিকী প্রিয়ে। ইদানিং শৃণু দেবেশী তত্ততত্বঞ্চ বিশেষতঃ। সৃষ্টিশ্চতুব্বির্ধা দেবী যথাপ্ব্বং সমাসতঃ। অর্থ: মহাদেব দেবীকে বলছেন, বিশ্বব্রহ্মাণ্ড চার পর্যায়ে সৃষ্টি হয়েছে। প্রথমত: অদৃশ্য বশত: প্রকৃতিতে ভোগকাল উপস্থিত হলে যে সৃষ্টি হয় তাকে অদৃষ্ট সৃষ্টি বলে এবং এতে মূল প্রকৃতি (অনাদিশক্তি) হতে শক্তির আবির্ভাব ঘটে। এই শক্তি আদ্যাশক্তি নামে কথিত হয়ে থাকে। এক প্রদীপ হতে প্রজ্বলিত অন্য প্রদীপের ন্যায় এই আদ্যাশক্তি অনাদিশাক্তির রূপান্তর মাত্র। এই আদ্যাশক্তি তমোগুণ সম্পন্ন তন্ত্র বলছে (৩/২৫-২৬): সৃষ্টিরাদৌ ত্বমেকাশী তমোরুপমগোচরম। ত্বত্তোজাতং জগৎসর্ব্বং পরব্রহ্মসিসৃক্ষয়া। (৩/২৫) মহত্তত্বাদিভুতান্তং ত্বয়া সৃষ্টিমিদ্যং জগৎ। নিমিত্তমাত্রং তদ্ব্রহ্ম সব্ব্কারণকারনম। (৩/২৬) সৃষ্টির পূর্বে একমাত্র তুমিই তমোরূপে বিরাজিতা ছিলে। তোমার সে রূপ, বাক্যও মনের অগোচর। পরে পরম ব্রাহ্মনের অর্থাৎ মূলপ্রকৃতির সহিত তাদাত্মা প্রাপ্ত তুরীয় ব্রহ্মের সিসৃক্ষা অনুসারে তোমারই রূপান্তর তমোগুন হতে এ নিখিল বিশ্ব সৃষ্টি হয়েছে। মহতত্ত্ব অবধি পঞ্চীকৃত পঞ্চ্মহাভূত পর্যন্ত সুমদয় জগৎ তোমা হতেই সৃষ্টি হয়েছে। সকল কারণের কারণ পরমব্রহ্ম কেবল নিমিত্ত মাত্র। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ সনাতন ধর্ম শক্তি কে ঈশ্বর মনেকরে। যার সৃষ্টি ও নেই ধবংস ও নেই।যা আগে থেকেই ছিল ।আপনি কি শক্তি কে অস্বীকার করতে পারবেন? শক্তির সৃষ্টিকর্তা বের করতে পারবেন? শক্তির শুধু রূপান্তর আর বিবর্তন ঘটেছে। বিবর্তভাবে সম্প্রান্তে। শক্তির রূপান্তর বিবর্তন সম্পাসারনের ফল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। জগতের প্রতিটি বস্তু কণা সবকিছুই অনাদি শক্তি ও আদ্যাশক্তির রূপ।এ কারণে আমরা সৃষ্টির পূজা রী। আমরা সূর্য জল মৃত্তিকা বায়ু অগ্নির পূজা করি।এই বিশ্ব ব্রহ্মাণ্ড শিবের দেহ।পদার্থ শক্তি শিব এবং শক্তি।সনাতন ধর্ম একমাত্র ধর্ম যা বিবর্তনকে স্বীকার করে।আর এখানে ই সনাতন ধর্মের সত্যতা প্রমাণিত। এখানে শিবের প্রধান পাঁচ টি মুখের বর্ণনা দেওয়া আছে যা এক একটি রং এর। গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ও এক একটি রং এর।#post #Fbpost
স উচ্চারণ থেকে হ হলো, সেখান থেকেই হিন্দু নাম। কিভাবে হিন্দু ধর্ম নাম হলো। বৈদিক ভাব ধারায় আমাদের আচার আচরণ সৃষ্টি হয়েছে। খুব সুন্দর বিশ্লেষণ শুনলাম। স্বশ্রদ্ধ প্রণাম জানাই। খুব ভালো থাকবেন।
প্রনাম নেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হয়ে সুস্থ শরীরে আমাদের অনেকদিন এভাবেই আপনার ঞ্জান দান করুন। আমি আপনার যেকটা বই কিনতে পেরেছি কিনে পড়েছি। সবই অসাধারন। সশ্রদ্ধ প্রনামের সঙ্গে একটি বিষয়ে আপনাকে একটি কথা জিঞ্জাসা করছি এখানে "বেদে কি আছে" না লিখে বেদে কী আছে লিখলে ভালো হতো না কি?
আপনি যদি নিত্যপুজা গুলির মন্ত্র গুলির অর্থ এবং তাৎপর্য নিয়ে একটি ভিডিও দিতেন উপকৃত হতাম। আপনার ভিডিও আমি নিয়মিত দেখি এবং সম্বৃদ্ধ হই। আপনার দীর্ঘায়ু কামনা করি।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।
Uncle ji you are very good teacher of Hindu holy scriptures as well as you vast knowledge about the Vedic literature I am interested for you even to understand your lecture on sanatan religion
আমাদের এই ধর্মের অনেক কিছুর মিল আমরা প্রচলিত বিভিন্ন ধর্মে পাই, যেমন noah's Ark পভৃতি। এইগুলির similarities বা বিরুদ্ধাচরণ নিয়ে যদি কিছু বলেন পরবর্তী কোনো ভিডিওতে খুবই ভালো লাগবে তাহলে।
আমি আপনার লেখা আর বই দুটোর ই খুবই গুণগ্রাহী। মহাভারত এর শেষ বই টা এখনো পড়া হয়নি। তবে আপনার যত বই পড়েছি তাতে মহাভারত প্রধান যোদ্ধা আর তাদের অস্ত্র সম্ভার , অস্ত্র গত ক্ষমতা , নিপুণতা, যুদ্ধের সময় চারিত্রিক বৈশিষ্ট্য এর একটা পুরো বই থাকা ভালো বলে আমি মনে করি। মোটামুটি প্রথম ৬/৭ জন বা ১০ জন মহাভারত এর যোদ্ধা এর উপর একটা বই লেখার অনুরোধ জানালাম। অনেকেই সিরিয়াল বা সিনেমা দেখে ভুলভাল লেখে তার একটা প্রামান্য বই থাকা ভাল। সাত্যকি এখন কর্ন কে কবে হারিয়েছিল, সেটা ঝট করে মহাভারত থেকে খুঁজে বার করাটা মুশকিল। আমার প্রণাম নেবেন।
Sobi thik chilo hothat Ariane k baire theke amdani korlen ki kore? Aryan invasion theory ba aryan migration theory archeologicaly r genetically not proven ...pls arya-ra baire theke asechilo prochar korben na karan kono proman nei.
আমি যতটুকু জানি ওটা আমদের ক্লাস ফোর অব্দি পড়ার পর যেমন পঞ্চম শ্রেণীতে যেত সেরকমই..যারা উত্তীর্ণ হত তাদের উপনয়ন হত উচ্চশিক্ষার জন্য যেটা গুরুকূলে হত..
Baki sob thik aache, very informative n interesting… but ekta request kindly Manu ba oor samhita ke glorify korben na🙏🏻aajker dine otar kono relevance aache ki?
সশ্রদ্ধ প্রণাম জানাই গুরুদেব.....🙏🙏🙏🙏🙏🙏 সাথে ইং নতুন বছরের অনেক অনেক শুভকামনা করি....একটা অনুরোধ করছি। আমি সংস্কৃত পড়তে বা বুঝতে পারি না। তাই বাংলা ভাষায় সম্পূর্ণ বেদ এর ভাষ্য বা ব্যাখ্যা জানার জন্য কোন কোন বই পড়া উচিৎ আর কোথায় তার প্রাপ্তিস্থান... একটু বলে দিলে খুব উপকার হয়। প্রণাম নেবেন...
"বেদ বলতে উপনিষদ পর্যন্ত বিস্তারিত হয়।উপনিষদকেও শ্রুতি বলা হয়।বেদ কেউ লেখেনি।বেদ একদম শ্রুতি পরম্পরার মধ্যে আছে।অর্থাৎ কানে কানে কানে বহুদিন চলে এসেছে"। 🙏🙏🙏
আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
আপনার সন্তানকে কীভাবে বড়ো করবেন তা অবশ্যই আপনার সিদ্ধান্ত।😊
তবুও উপযাচক হয়ে কিছু কথা লিখছি----
আগামী সময়ে যা দিন আসছে তাতে যদি সত্যিই আপনার সন্তানকে প্রতিষ্ঠিত দেখতে চান তাহলে সংষ্কৃতর বদলে বাংলা ও ইংরেজিটা ভালো করে শেখান। 🙂🙂🙂 সংস্কৃত ওর জীবনযাপনে কোনো কাজে আসবে না।
নৃসিংহবাবু যেগুলো বলছেন সেগুলো শুনতে খুব ভালো লাগলেও আসলে এগুলো ভিত্তিহীন। বেদ ইত্যাদি যদি এতই উন্নত হত তাহলে কি আমরা এত বছর পরাধীন থাকতাম ?
উন্নত বিজ্ঞান তো দুরস্থান, সামান্য বড়ো-টয়লেট করার জায়গা অবধি আমরা বানাতে পারিনি। মাঠে-ঘাটে করতাম।😂🤣
অথচ বিদেশিরা আমাদের অনেক পরে সভ্য হয়ে আজ বহুদুর এগিয়ে গেছে।😊😊😊😊
কারণ তারা কোনো জিনিস আবিস্কার হওয়ার পর নিজেদের শাস্ত্রে ঐরকম কিছু লেখা আছে কিনা তা খুঁজতে বসেনি। নিজেরা আবিস্কার করেছে নিজেরাই লিখেছে।
তাই please আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ছোটো থেকেই বুড়ো বানাবেন না। 😊😊
আমি নিজেও শাস্ত্র ইত্যাদি পড়ি। কিন্তু সেটা একেবারেই কৌতুহলবশত।
আপনার সন্তানও নিশ্চয়ই পড়বে।
অনেক শুভকামনা রইলো।
বড়ো হলে প্রনাম নেবেন , আর ছোটো হয়ে থাকলে ভালোবাসা নিও ,
বেদ ও বেদান্ত নিজের সত্ত্বা কে জানার জন্য কখনোই অত্যাধুনিক প্রযুক্তির গ্রন্থ বলা হয়নি , তবে হ্যাঁ নিজের সত্ত্বা জানার চেষ্টা করতে গেলে বেদ ও বেদান্ত জানার প্রয়োজন আছে বোধ করি , আর আপনার কথা একদম ঠিক আমরা প্রশ্ন করতেই পারি , কারন প্রতিটি উপনিষদে আমরা শুধু প্রশ্ন ও উত্তর দেখতে পাই , তবে অতীত হারিয়ে গেলে বর্তমানের অস্তিত্ব থাকেনা তাই শৈশব থেকে বেদান্ত পড়লে ধর্ম ভীরু হবেনা প্রশ্ন করতে শিখবে আমার মতে , এই একটা স্থানে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করলাম । ভালো থাকবেন , ভুল বুঝবেন না আমি ব্যাক্তিগতভাবে আক্রমণ করছিনা 😊
@@theverbalindian3252 আপনাদের মতামতের মধ্যে উপযাজক হয়ে আমি ও খানিকটা ঢুকে পড়লাম । আসলে আমার মনেহলো , পলিটিক্যাল " এলিট লুম্পেন ক্লাস " এর কিছু নেতা কিছুতেই সংস্কৃত ভাষা শিক্ষার প্রসার চায় না নিজেদের রাজনৈতিক স্বার্থে । অবশ্য আপনি সেই দলে অবশ্যই নন । আর ওই রাজনৈতিক শব্দবন্ধ " এলিট লুম্পেন " কে অন্য ভাষায় অনুবাদ করবেন না । তাহলে সব কিছু ওপর দিয়ে যাবে । কেননা ওই শ্রেণী শিখিয়েছে দেব - দেবী র ইংরেজি God - Godess আবার ' ভগবান ' এর ইংরেজি ও God । যদিও স্বত্তা দুটি অনেক দূরে 😊😊
@@theverbalindian3252 onek idiotic argument sunechi..kintu apnar ta birol... Ved r gyaan r kathamo r sankrit bhasa jana ta mane eta noe j so called modern society te ki bhbhe thakte hoe ..ki hhabhe english style e kata chamuch dhorte hoe r potty ta english pan e korte hoe seta ojana thaka...
Apnar lekha theke eta toh poriskar hoe gelo j Indian ra nijeder opor kenno lojja kore r onno jaati r manush de r nijeder r theke opore bhabhe... shameless society with zero understanding of their own culture r classic example holo eta.
Sob cheye hassokor eta lage bhebhe j j Ved Upanishad na pore ba bujhe eisob abanchonio boktobo dei r western style r spokesperson hoe ... r jaigai nijeder culture with modernism ta k songe kore niye ki bhabhe chola jai nijer life e seta niye bhabhle eisob illogical montobbo hoto na
Always remember.. Universe is alive and listen to everything... our Ved and Uanishads dont teach us to remain backward or compared it with other culture or beleif... it is about how one can knows him/her self..now its upto individual understanding and philosophical take to lead the life.
আপনি এত সুন্দর ভাবে বলেন শুনে মুগ্ধ হয়ে যাই মনে হয় শুধু শুনতে থাকি আপনি ভালো থাকুন আর এই ভাবে সকল কে সমৃদ্ধ করুন
নমস্কার দাদা,,,,আমি বাংলাদেশ থেকে,,,,,,, দেখছি,,,,অনেক কিছু জানতাম পারলাম,,,,আপনি সবসময় সুস্থ থাকবেন🇧🇩💐🇧🇩💐
*DADA BANGLADESH A KEU VED BOJE😮😮😮😮*
বেদ সম্পর্কে আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমাকে সমৃদ্ধ করেছে,
আপনি আমার প্রণতি গ্রহণ করুন।
May the creator of All give you a good health.....From Bangladesh
স্যার, আপনার কাছে কৃতজ্ঞচিত্তে অনুরোধ, দয়া করে কথা অমৃতসমান লেখা সম্পন্ন করুন। এতো ভালো একটি কাজ অসম্পূর্ণ থাকলে আমাদের দুঃখের সীমা থাকবে না। বর্তমান প্রজন্ম পৃথিবীর শ্রেষ্ঠতম এই আখ্যানের রসাস্বাদন থেকে বঞ্চিত হবে। আপনি কি তাই চান?
যেসব অভিভবকবৃন্দ নিজেদের সন্তানদের সংস্কৃত এবং ভারতীয় পৌরাণিক দর্শন শেখাতে আগ্রহী, তাদের সুবিধার জন্য একটা বিস্তারিত আলোচনা করলে খুব ভালো হয়। কোন বয়সে কোন বই তাদের পড়ানো যায় এবং সংস্কৃত শিক্ষা বাড়িতে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রণাম গ্রহণ করবেন 🙏🏻।
বেদ শুধু ইতিহাসেই পড়েছি! আজ আপনার কল্যাণে এর সম্পর্কে কতো অজানা জ্ঞান লাভ করলাম! 🙏❤️❤️
আমরা কেন সৃষ্টির পূজা করি? সবার জানা উচিত।
বেদের মতে সৃষ্টির শুরুতে ঔঁ উচ্চারিত হয় এবং এর প্রভাবেই হয় বিস্ফোরণ। বেদান্ত মতে ‘অনাবৃতিঃশব্দহম’ অর্থাৎ শব্দের মাধ্যমেই সৃষ্টির সূত্রপাত হয় যা মাত্র দুবছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং নাম দিয়েছেন শব্দ তরঙ্গ (Cosmic sound wave)। বেদের সৃষ্টিতত্ত্ব পড়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসরড. কেভিন হারলে বলেছিলেন, ‘How could Aryan Sages have known all these stories 6000 years ago when modern scientists have only recently discovered this using advanced equipment which didn’t exit that time”. Nobel Laureate Count Maurice Maeterlinck বৈদিক সৃষ্টিতত্ত্ব নিয়ে বলেন ‘A Cosmology which no European conception has ever surpassed.’
আমরা সৃষ্টিতত্ত্ব
মহানির্বাণ তন্ত্রের তৃতীয় অধ্যায় দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে বলছেন যে
“সৃষ্টিশ্চতুব্বির্ধা দেবী প্রকৃত্যামনুবর্তে।
অদৃষ্টিজায়তে সৃষ্টিঃ প্রথমে তু বরাননে।
বিবর্তভাবে সম্প্রাপ্তে মানসীসৃষ্টিরুচ্য়তে।
তৃতীয় বিকৃতং প্রাপ্তে পরিনামান্তকে তথা।
আরম্ভসৃষ্টিশ্চ ততশ্চতুর্থেযৌগিকী প্রিয়ে।
ইদানিং শৃণু দেবেশী তত্ততত্বঞ্চ বিশেষতঃ।
সৃষ্টিশ্চতুব্বির্ধা দেবী যথাপ্ব্বং সমাসতঃ।
অর্থ: মহাদেব দেবীকে বলছেন, বিশ্বব্রহ্মাণ্ড চার পর্যায়ে সৃষ্টি হয়েছে। প্রথমত: অদৃশ্য বশত: প্রকৃতিতে ভোগকাল উপস্থিত হলে যে সৃষ্টি হয় তাকে অদৃষ্ট সৃষ্টি বলে এবং এতে মূল প্রকৃতি (অনাদিশক্তি) হতে শক্তির আবির্ভাব ঘটে। এই শক্তি আদ্যাশক্তি নামে কথিত হয়ে থাকে। এক প্রদীপ হতে প্রজ্বলিত অন্য প্রদীপের ন্যায় এই আদ্যাশক্তি অনাদিশাক্তির রূপান্তর মাত্র। এই আদ্যাশক্তি তমোগুণ সম্পন্ন
তন্ত্র বলছে (৩/২৫-২৬):
সৃষ্টিরাদৌ ত্বমেকাশী তমোরুপমগোচরম।
ত্বত্তোজাতং জগৎসর্ব্বং পরব্রহ্মসিসৃক্ষয়া। (৩/২৫)
মহত্তত্বাদিভুতান্তং ত্বয়া সৃষ্টিমিদ্যং জগৎ।
নিমিত্তমাত্রং তদ্ব্রহ্ম সব্ব্কারণকারনম। (৩/২৬)
সৃষ্টির পূর্বে একমাত্র তুমিই তমোরূপে বিরাজিতা ছিলে। তোমার সে রূপ, বাক্যও মনের অগোচর। পরে পরম ব্রাহ্মনের অর্থাৎ মূলপ্রকৃতির সহিত তাদাত্মা প্রাপ্ত তুরীয় ব্রহ্মের সিসৃক্ষা অনুসারে তোমারই রূপান্তর তমোগুন হতে এ নিখিল বিশ্ব সৃষ্টি হয়েছে। মহতত্ত্ব অবধি পঞ্চীকৃত পঞ্চ্মহাভূত পর্যন্ত সুমদয় জগৎ তোমা হতেই সৃষ্টি হয়েছে। সকল কারণের কারণ পরমব্রহ্ম কেবল নিমিত্ত মাত্র।
যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ
সনাতন ধর্ম শক্তি কে ঈশ্বর মনেকরে। যার সৃষ্টি ও নেই ধবংস ও নেই।যা আগে থেকেই ছিল ।আপনি কি শক্তি কে অস্বীকার করতে পারবেন? শক্তির সৃষ্টিকর্তা বের করতে পারবেন? শক্তির শুধু রূপান্তর আর বিবর্তন ঘটেছে। বিবর্তভাবে সম্প্রান্তে। শক্তির রূপান্তর বিবর্তন সম্পাসারনের ফল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। জগতের প্রতিটি বস্তু কণা সবকিছুই অনাদি শক্তি ও আদ্যাশক্তির রূপ।এ কারণে আমরা সৃষ্টির পূজা রী। আমরা সূর্য জল মৃত্তিকা বায়ু অগ্নির পূজা করি।এই বিশ্ব ব্রহ্মাণ্ড শিবের দেহ।পদার্থ শক্তি শিব এবং শক্তি।সনাতন ধর্ম একমাত্র ধর্ম যা বিবর্তনকে স্বীকার করে।আর এখানে ই সনাতন ধর্মের সত্যতা প্রমাণিত। এখানে শিবের প্রধান পাঁচ টি মুখের বর্ণনা দেওয়া আছে যা এক একটি রং এর। গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ও এক একটি রং এর।#post #Fbpost
মনে খুব শান্তি পাই আপনার কথা শুনলে ,জ্ঞান বৃদ্ধির সাথে সাথে মনের শান্তির ভীষণ প্রয়োজন।
অতুলনীয়!
Awesome and Upanishad niye sunte chai . Apni bhalo thak Ben .
আমি প্রথম শুনছি এবং শুনে সমৃদ্ধ হচ্ছি। আপনাকে সশ্রদ্ধ প্রণাম।🙏
অসাধারণ অসাধারণ বেদজ্ঞ কোটি কোটি প্রনাম আপনাকে
শুনে খুব ভালো লাগলো যে, এভেস্তিয়ানের আগে সংস্কৃত ভাষার উৎপত্তি।
❤ ওঁ তৎ সৎ❤️
স উচ্চারণ থেকে হ হলো, সেখান থেকেই হিন্দু নাম। কিভাবে হিন্দু ধর্ম নাম হলো। বৈদিক ভাব ধারায় আমাদের আচার আচরণ সৃষ্টি হয়েছে। খুব সুন্দর বিশ্লেষণ শুনলাম। স্বশ্রদ্ধ প্রণাম জানাই। খুব ভালো থাকবেন।
আপনার উপস্থাপনা সবসময় আমাকে মুগ্ধ করে। শাস্ত্রীয় রেফারেন্স গুলো ভিডিওটির সাথে সংযুক্ত করে দিলে উপকৃত হতাম। বাংলাদেশ থেকে আপনার জন্য শুভকামনা ❤
অসাধারন উক্তি, ওনাকে কি ভাবে অভিনন্দন জানাবো আমার কাছে চমৎকার লেগেছে।
প্রনাম নেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হয়ে সুস্থ শরীরে আমাদের অনেকদিন এভাবেই আপনার ঞ্জান দান করুন। আমি আপনার যেকটা বই কিনতে পেরেছি কিনে পড়েছি। সবই অসাধারন। সশ্রদ্ধ প্রনামের সঙ্গে একটি বিষয়ে আপনাকে একটি কথা জিঞ্জাসা করছি এখানে "বেদে কি আছে" না লিখে বেদে কী আছে লিখলে ভালো হতো না কি?
আপনার বেদ সম্বন্ধে এই আলোচনা আরো বিস্তারিত ভাবে শুনতে চাই ।প্রণাম নেবেন । ভালো থাকবেন ।
অনবদ্য আলোচনা। ঋদ্ধ হ'লাম।
আপনার আলোচনা শুনে সবসময়ই সমৃদ্ধ হচ্ছি, আজও হলাম। প্রনাম নেবেন।
সমৃদ্ধ হলাম। অনেকবার শুনতে হবে। প্রণাম।
আমি প্রথম আপনার একটি বই পড়েছিলাম " কলিযুগ " অসাধারণ লেগেছিল আমার
Apnar kach theke onek kichu ojana tothyo jante parchi, khub valo lage
আমাদের শাত্র যে এত গভীর আগে জানতে পারলে আক্ষেপ হতো না।আপনাকে সশ্রদ্ধ প্রনাম।
আপনি যদি নিত্যপুজা গুলির মন্ত্র গুলির অর্থ এবং তাৎপর্য নিয়ে একটি ভিডিও দিতেন উপকৃত হতাম।
আপনার ভিডিও আমি নিয়মিত দেখি এবং সম্বৃদ্ধ হই।
আপনার দীর্ঘায়ু কামনা করি।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।
আজীবনের শ্রদ্ধা রাখলাম আপনার পায়ে।🙏🙏🙏
যোগীরাজ বসু এবং অর্ণিবানজীর যথাক্রমে বেদের পরিচয় এবং বেদ মিমাংসা বারবার পড়ি।বর্তমানে সেই আলোকে দুর্গাদাসলাহিড়ীর ব্যাখ্যাত সামবেদ পড়বার চেষ্টা করছি -আমার আচারয্যজীর আদেশে। 🙏🌷
বই গুলি কোন্ পাবলিকেশন এর যদি গাইড করেন.....
ঢাকায় বইগুলো কোথায় পাবো। Online download link জানা থাকলে জানাবেন pls.
@@goswamigg8572 Anirban er ved meemangsa online e paben banglay...search korun....
আমি আপনার মুগ্ধ শ্রোতা 🙏🙏
এমন জিনিসের অপেক্ষায় ছিলাম, স্যার। অনেক অনেক নমস্কার স্যার।
অসাধারণ !
অপেক্ষায় আছি
🙏🙏🙏🙏
নাদিয়া 🙏 নবদ্বীপ থেকে 🙏
খুব ভাল লাগল 🙏
Amar bodh apnar vashshe....advut mil...❤❤❤
প্রণাম মহাত্মা।
উপনিষদ নিয়ে বিস্তারিত আলোচনা চাই স্যার। প্রনাম নেবেন 🙏
Eagerly waiting for listening your voice which lead us to a celestial sphere.
Iran had lost its identity but India I.e. Bharat has been still maintaining its own unique identity.
Enjoyed listening. Best part was the international roots. Look forward to more of that
কি ভীষণ মিষ্টি করে উপস্থাপন করলেন! আমার প্রণাম নেবেন স্যার। 🙏🙏🌹🌹❤️❤️
Uncle ji you are very good teacher of Hindu holy scriptures as well as you vast knowledge about the Vedic literature I am interested for you even to understand your lecture on sanatan religion
প্রণাম আবার একটি অনবদ্য সৃষ্টি
অভিভূত হলাম স্যার
Beautiful speech. Pronam Sir Ji
Khub sundor khota
আমাদের এই ধর্মের অনেক কিছুর মিল আমরা প্রচলিত বিভিন্ন ধর্মে পাই, যেমন noah's Ark পভৃতি। এইগুলির similarities বা বিরুদ্ধাচরণ নিয়ে যদি কিছু বলেন পরবর্তী কোনো ভিডিওতে খুবই ভালো লাগবে তাহলে।
Osadharon Sir.
Fantastic, knows vividly.
আমি আপনার লেখা আর বই দুটোর ই খুবই গুণগ্রাহী। মহাভারত এর শেষ বই টা এখনো পড়া হয়নি। তবে আপনার যত বই পড়েছি তাতে মহাভারত প্রধান যোদ্ধা আর তাদের অস্ত্র সম্ভার , অস্ত্র গত ক্ষমতা , নিপুণতা, যুদ্ধের সময় চারিত্রিক বৈশিষ্ট্য এর একটা পুরো বই থাকা ভালো বলে আমি মনে করি। মোটামুটি প্রথম ৬/৭ জন বা ১০ জন মহাভারত এর যোদ্ধা এর উপর একটা বই লেখার অনুরোধ জানালাম। অনেকেই সিরিয়াল বা সিনেমা দেখে ভুলভাল লেখে তার একটা প্রামান্য বই থাকা ভাল। সাত্যকি এখন কর্ন কে কবে হারিয়েছিল, সেটা ঝট করে মহাভারত থেকে খুঁজে বার করাটা মুশকিল। আমার প্রণাম নেবেন।
উপনিষদ নিয়ে বিস্তারিত আলোচনা চাই
ASADHARAN 👍 EXPLANATION MESSAGE EXCELLENT EXPLANATION MAHARAJ ( SIR) WONDERFUL TEACHING LEARNING ❤SATOKOTI PRANAM JANYE, KHOOOOB BHALO THAKUN AE PRATHANA KORI...JANER KHOOOOB ICHHA CHILO CHATUR VADE LEARNING ( AMER SOUVAGO APNI AJ PURNO KORLEN MY BLESSINGS 🙌 OF GOD) ❤❤❤SWASWADHA PRANAM JANYE 🙏
প্রণাম জানালাম
প্রণাম নেবেন।
আপনার এই বক্তব্য বইতে, বাজারে আনার জন্য অনুরোধ রইল !
আপনার পাশে প্লে বাটনটাও কি সুন্দর লাগছে ❤
স্যার ,আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম।
17:45
ভীষণ ভালো আলোচনা। বেশ নতুন কিছু জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে।এবার একদিন সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা বিষয়ে আলোচনা করলে খুব উপকৃত হব।
গরীব সাধারণ বানিয়ে রাখার আইন কানুন।
বৈদিক সাহিত্য ও বৈষ্ণবসাহিত্য তুলনামূলক আলোচনা হলে খুব ভালো হয়।আপনাকে প্রনাম জানাই।
পূর্ণ সমর্থন রইল ।
প্রণাম নিয়েন, আরও একটু elaborately বললে খুব ভালো লাগতো😇🙏
প্রনাম নেবেন স্যার।।
21:18 বেদের পরিচয় - যোগীরাজ বসু
Sir...apni egiye Jan...ami Sesh porjornto apnar Sathe thakbo❤❤❤
অসাধারণ ❤
প্রণাম sir।ছন্দগ্য উপনিষদ কোন ভাষায় লেখা যদি বলেন ।
প্রণাম জানাই 🙏🙏🙏
প্রণাম নেবেন,যদি সম্ভব হয় গোপীগীত নিয়ে কিছু বলবেন।
Sir Astronomy and Astrology nie please koyekta episod korun .
Sankhya darshan r upar kichu disscus korun baba
Shyam bed samparke kichu bolun
Sir amar pronam neben ar bolte paren banglai charti ved kothai porte pabo
Wow
❤
স্যার সায়ানাচার্যের সাথে বেদের সম্পর্ক উপস্থাপনা করেন উপকৃত হব।
Rigved er bhasyakar sayanacharya
Sir mandukya upanishad r bepar aa kichu lecture Nia asen
Sobi thik chilo hothat Ariane k baire theke amdani korlen ki kore? Aryan invasion theory ba aryan migration theory archeologicaly r genetically not proven ...pls arya-ra baire theke asechilo prochar korben na karan kono proman nei.
Wave after wave migration এর প্রমাণ তো ভুরি ভুরি। Archaeological, Linguistic, Genetic - all.
আপনি যদি পৈতে দেওয়ার কারণটা কেন ব্রাক্ষণ দের মধ্যে এসেছিল সেটা নিয়ে একদিন আলোচনা করেন। তাহলে খুব উপকৃত হতাম।🙏🙏🙏🙏🙏
আমি যতটুকু জানি ওটা আমদের ক্লাস ফোর অব্দি পড়ার পর যেমন পঞ্চম শ্রেণীতে যেত সেরকমই..যারা উত্তীর্ণ হত তাদের উপনয়ন হত উচ্চশিক্ষার জন্য যেটা গুরুকূলে হত..
পদবী কি করে এলো জানতে চাই
Amar o same question
পদবি এসেছে জাতি থেকে জাতি এসেছে বিভিন্ন পেশা থেকে ..
Sir 🙏 kindly "upomaan praman" er ekti example dile khub valo hoto🙏
ধনীদের নিজেস্ব আইন কানুন।
স্যার ,আমার প্রশ্ন ওঁ বিষ্ণু পুন্ডরীকাক্ষ পুনাতু। অর্থ কি
সমুদ্রমন্থন নিয়ে একটা এপিসোড করুন দয়া করে
কঠোউপনিষদের ব্যাপারে কিছু কথা আপনার মুখ থেকে শুনতে চাই।
Apnar ai kathaguli sonbar icha anekdin supto Chilo.aj purno holo.aro aktubesi boleybojhaben.pronam roilo.
Baki sob thik aache, very informative n interesting… but ekta request kindly Manu ba oor samhita ke glorify korben na🙏🏻aajker dine otar kono relevance aache ki?
🙏
বেদের পরিচয় - পাবলিশার কে?
🙏🙏🙏
❤❤❤
Sir, অথর্ব বেদ নিয়ে একদিন আপনার আলোচনা শুনলে নিজেকে ভাগ্যবান মনে করবো। প্রণাম নেবেন।
নমস্কার স্যার।।
Ved er notun explanation proyojon. Agni chharao dhuar utpotti hote pare. Latest scientific experimentation and latest parliament attack setai bolche.
বেদি, দ্বিবেদি, ত্রিবেদী, চতুরবেদি।
Krishna ki non vega kheto bisode janan Plz plz plz plz plz
এটা 1000 টা প্রমাণ দিতে পারব কিন্তু আপনি আগে এটা প্রমাণ করুন যে শ্রীকৃষ্ণের সাথে ভেজের তুলনা কি করে হয়।
সশ্রদ্ধ প্রণাম জানাই গুরুদেব.....🙏🙏🙏🙏🙏🙏 সাথে ইং নতুন বছরের অনেক অনেক শুভকামনা করি....একটা অনুরোধ করছি। আমি সংস্কৃত পড়তে বা বুঝতে পারি না। তাই বাংলা ভাষায় সম্পূর্ণ বেদ এর ভাষ্য বা ব্যাখ্যা জানার জন্য কোন কোন বই পড়া উচিৎ আর কোথায় তার প্রাপ্তিস্থান... একটু বলে দিলে খুব উপকার হয়। প্রণাম নেবেন...
আপনাকে বিনম্র প্রণাম জানিয়ে একটি অনু্রোধ রাখলাম ।স্যার বেদান্ত নিয়ে কিছু বলবেন ,,সম্ভব হলে ভেবে দেখবেন ।
💚 🙏
ধন্যবাদ
🕉🙏🕉
বিয়ের মন্ত্র র মানে জানতে চাই স্যার আপনার কাছে
Everything is there in vedas...science,tech,literature,politrics,sociology,demography...no other book is necessary....hohoho
ধন্যবাদ স্যার, জানতে চাই বেদের সবথেকে প্রাচীন পাণ্ডুলিপি কত প্রাচীন?
"বেদ বলতে উপনিষদ পর্যন্ত বিস্তারিত হয়।উপনিষদকেও শ্রুতি বলা হয়।বেদ কেউ লেখেনি।বেদ একদম শ্রুতি পরম্পরার মধ্যে আছে।অর্থাৎ কানে কানে কানে বহুদিন চলে এসেছে"।
🙏🙏🙏