৭হাজার বছরের পুরনো রাম সেতু বা আদম সেতু কে তৈরি করেছে, মানুষ নাকি প্রকৃতি? Ram Setu || Adam's Bridge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2022
  • রামসেতু বা আদম সেতু। ভারতের রামেশ্বরাম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার উপকুল পর্যন্ত দীর্ঘ এই প্রাচীন ও বিস্ময়কর নিদর্শন নিয়ে আদিকাল থেকেই ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস আর জল্পনা-কল্পনার যেনো অন্ত নেই।
    পৌরানিক কাহিনী ও বিশ্বাসমতে, ভারত থেকে শ্রীলঙ্কা গিয়ে রাবনের হাত থেকে সীতাকে উদ্ধার করতে সমুদ্রের বুকে এই সেতু নির্মাণ করেছিলেন রামের সৈনিকেরা। আবার মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুনিয়ার প্রথম মানব হযরত আদম (আ.) এই সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ভারতে। মতবিরোধ কিংবা তর্ক-বিতর্ক যাই থাকুক, এটি যে খুব গুরুত্বপূর্ণ একটি নিদর্শন তা মানতেই হবে।
    রাম সেতুর ইতিহাস অনুসন্ধানেই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরামে গিয়ে তৈরি করেছি এই ভিডিও।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #ram_setu #adam's_bridge #রাম_সেতু #আদম_সেতু #রামেশ্বরাম

ความคิดเห็น • 5K

  • @JoydevDas-qb2sh
    @JoydevDas-qb2sh หลายเดือนก่อน +42

    রামায়ণের মধ্যে যথেষ্ট প্রমাণ আছে। রামায়ণ পড়ে দেখবেন,যে এটা প্রকৃত,রাম সেতু,জয় শ্রী রাম🙏🙏🙏❤❤❤

  • @subodh4documentary164
    @subodh4documentary164 ปีที่แล้ว +270

    ভারতবর্ষে এত আশ্চর্য সব সৌন্দর্য ও স্হান দেখে আমার হৃদয় গর্বে ভরে ওঠে,
    না জানি কত অপূর্ব এ সোনার ভারত ।
    জয় হিন্দ। বন্দে মাতরম।

    • @moinulakhter772
      @moinulakhter772 ปีที่แล้ว

      Loll free te pele karo se filthy weather er extreme jonobohul desh e Jawa Uchit na .. rail line e ..khola akash er niche sobai Mol mutro borjon kore Karon ..toilet nai
      Tyle ovdut shundor er ki holo?? Bola Jay advut dirty ..

    • @travelswithsadi
      @travelswithsadi ปีที่แล้ว +8

      Though I'm Bangladeshi but ... I wish sometimes... If I could born India... Then I would be feeling better.. koz I love India and Indians .... I the only Such a true lover..

    • @SabbirLinked
      @SabbirLinked ปีที่แล้ว +1

      @@travelswithsadi lol you’re better to go to that toilet 🚽 country

    • @jith6631
      @jith6631 ปีที่แล้ว

      হিন্দু, কোন গ্রন্ততে পাইলায় একটু দেখাইয়ো, তোমাদের মতো সনাতনীর কারনে আজ ধর্ম রসাতলে

    • @acthemariner
      @acthemariner ปีที่แล้ว

      @@travelswithsadi don't worry..u were born in Indian subcontinent

  • @litonbiswas6093
    @litonbiswas6093 7 หลายเดือนก่อน +7

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনি যেসকল দৃশ্যগুলি দেখালেন আমার মনে হয় আমি ভারতে নাগিয়েও বাস্তবে থেকে দেখার সুখ অনুভব করছি হৃদয়ের অনুভুতি দিয়ে । এই সেতুটা দেখে মনে হলো যেন আমার শত সহস্র জনমের স্বাদ পূরন হয়েছে । অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ।

  • @ArinBasak-hg7ny
    @ArinBasak-hg7ny 3 หลายเดือนก่อน +27

    জয় শ্রী রাম ❤❤❤
    এটা রাম সেতু ❤❤❤

  • @srimantahatui1908
    @srimantahatui1908 ปีที่แล้ว +233

    23:44 😍 আপনি আমাদের প্রতিবেশী দেশ থেকে এসে কতো সুন্দর করে গুছিয়ে বলছেন উনাকে শ্রদ্ধা করে। আমাদের দেশের মানুষ কিন্তু এতো ভালো ভাবে বোঝেন না। উনার প্রতি তো সম্মান আছেই আমার সারা জীবন কিন্তু আপনার প্রতিও সম্মান টা বেশি বেড়ে গেল আমার। জীবনে যেন এরকম কিছু করতে পারি, আমার ও যেন এরকম মানসিকতা থাকে সব সময়।

    • @Bong_Travel.
      @Bong_Travel. ปีที่แล้ว

      Bhai era emn bhikarir mto besein ase adom setur galpo ble glo ja mne ekhneo muslim dhokalo jkhne muslim toiri hyeche 700 hundred century te just vbe dekh

    • @arabindusarkar6946
      @arabindusarkar6946 ปีที่แล้ว +2

      He bhai kya bolata hai

    • @tapan1008
      @tapan1008 ปีที่แล้ว

      Here is the story of Ram Setu, th-cam.com/video/feZIIN_iqgU/w-d-xo.html

    • @rajendranathroy54
      @rajendranathroy54 ปีที่แล้ว +2

      Thank Sumun vi

    • @SSCESMARTEDUCATION
      @SSCESMARTEDUCATION ปีที่แล้ว +2

      👍👍👍👍👍👍

  • @streetunboxing1
    @streetunboxing1 ปีที่แล้ว +268

    সুমন ভাই দেশ এবং দেশের বাইরের অন্যান্য দেশের ঐতিহ্যবাহী স্থান গুলো এমন ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

    • @mayabatimondal7406
      @mayabatimondal7406 ปีที่แล้ว +1

      আমি ও গিয়েছিলাম...। দারুন অভিজ্ঞতা.....

    • @mohammedosman9448
      @mohammedosman9448 ปีที่แล้ว +2

      7ভজত

    • @akashchoudhury365
      @akashchoudhury365 ปีที่แล้ว

      @@shirinakter7297 আদম উলঙ্গ থাকত রাম ধুতি গামছা পরত ৷

    • @md.badsannhossin7115
      @md.badsannhossin7115 ปีที่แล้ว +1

      আপনি কি মুসলমান না হিন্দু, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই জানার কথা জখন কোন নবী বা রাসূলগনের নাম নেয়া হয়। তখন আলাইহি সাল্লাম ও সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলতে হয়,,

    • @apostate9397
      @apostate9397 ปีที่แล้ว +7

      প্রথম কথা আদম একটা কাল্পনিক চরিত্র । বাইবেলের জেনেসিস থেকে এই মিথোলজি এসেছে । কাজেই আদম সেতু বলে কিছু হয় না ।

  • @abdurrahimqasemi147
    @abdurrahimqasemi147 5 หลายเดือนก่อน +8

    মাশাআল্লাহ খুব সুন্দর।

  • @user-ex5po1ut6q
    @user-ex5po1ut6q หลายเดือนก่อน +5

    জয় শ্রী রাম
    জয় রাম সেতু

  • @horidasbachar4657
    @horidasbachar4657 ปีที่แล้ว +19

    কি সুন্দর এই পৃথিবী,অপরূপ সাযে সযিয়েছে সৃষ্টি কর্তা।জয় শ্রী রাম সীতা।

  • @successstory1329
    @successstory1329 ปีที่แล้ว +50

    খুব ভালো ভাবেই বর্ণনা করলেন রাম সেতুর কথা ...জয় শ্রী রাম🙏🙏

  • @geetasaha8573
    @geetasaha8573 20 วันที่ผ่านมา +1

    ভীষণ ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখে আমি আসাম থেকে, আপনার উপস্থাপনার মধ্যে খুব কাছের লোকের ছোঁয়া আছে আর আপনাকে দেখতে আমার ছোট ভাইয়ের মতো লাগে। ভালো থাকবেন

  • @amrikamondal2936
    @amrikamondal2936 2 หลายเดือนก่อน +30

    আমাদের এই ভারতের ,আখুনো সনাতন ধর্মের অনেক কিছুই উল্লেখ পাওয়া যায়,
    আমি গর্বিত যে সনাতন ধর্মের জন্মগ্রহণ,
    🚩🚩🙏🙏 জয় শ্রী রাম 🙏🙏🚩🚩

    • @ufbtanim5317
      @ufbtanim5317 2 หลายเดือนก่อน

      নারে ভাই তুই কপাল পোড়া

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 ปีที่แล้ว +114

    কি বিচিত্র কি বিচিত্র এই দেশ
    সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে, সম্মোহিত আবেশ।
    মানুষের জীবন বৈচিত্র্য ময়
    স্হাপনা ভাস্কর্য্যও মন কেড়ে লয়।
    ধন্যবাদ, সুমন ভাই।

  • @hindustan3485
    @hindustan3485 ปีที่แล้ว +320

    ভগবান কত সুন্দর করে এই জগত টিকে সাজিয়েছে 🙏🕉️🙏

    • @sajalroy1840
      @sajalroy1840 ปีที่แล้ว +3

      আমি আদম সেতু পাইলেন কই ?

    • @user-su6qh5ey4h
      @user-su6qh5ey4h ปีที่แล้ว

      হিন্দু ধর্মে কিছুই নেই

    • @user-su6qh5ey4h
      @user-su6qh5ey4h ปีที่แล้ว

      @@hindustan3485হিন্দু ধর্মের অনেক লোকজন ইসলাম ধর্ম গ্রহন করছে আর তারা বলছে হিন্দু ধর্মে কিছু নাই কারন তাদের পুজোর সময় হিন্দুরা অপবিত্র হয়ে মাল গাজা খেয়ে ধর্ম পালন করে যতসব বাটপারি ভন্ডামি

    • @user-su6qh5ey4h
      @user-su6qh5ey4h ปีที่แล้ว

      @@hindustan3485 ছাগল মানুষ ভালোবেসে ধর্ম পরিবর্তন করে বলদ সত্যকে যাচাই করে ধর্ম পরিবর্তন করে তোরা মিথ্যা আর মিথ্যা এভাবেই পরিবর্তনের মাধ্যমে একদিন সত্যকে খুজে নেবে তখন তোর মতো যারা আছে তাদের কঠিন তর কঠিন শাস্তি হবে

    • @user-su6qh5ey4h
      @user-su6qh5ey4h ปีที่แล้ว

      @@hindustan3485 তুইকি জানিস বলদ আগামি ২০৫০ সালে সবচাইতে বেশি ইসলাম ধর্মের লোক পৃথিবিতে বসবাস করবে এবং এখন প্রতিদিনই হিন্দু সহ অন্যন্য ধর্মের লোক ইসলাম গ্রহন করছে এখনো সময় আছে তওবা কর

  • @palashmozumder2188
    @palashmozumder2188 11 หลายเดือนก่อน +18

    রাম সেতু সঠিক জয় শ্রী রাম

  • @sikhaghosh1088
    @sikhaghosh1088 ปีที่แล้ว +55

    প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে, ভারতের,শেষ সীমানায় এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের, সামনাসামনি দেখতে পেয়ে। নিজেকে, ভারতের মাটিতে জন্ম নিয়েছি বলে গর্বিত মনে করছি,আর, দেখতে ইচ্ছে করছে সামনাসামনি, স্বয়ং ভগবান শ্রী রাম এর,মা,সীতার, দীর্ঘ আঠারো বছরের কষ্টের কাহিনী। আমরা ভারত বাসী গর্বিত,যে, স্বয়ং ভগবান শ্রী রাম, লক্ষ বছর আগে,তার, ত্রেতাযুগে, অবতীর্ণ হয়েছে ন। আবার আপনাকে,অস্্খ্য ধন্যবাদ।

  • @GowithAkash
    @GowithAkash ปีที่แล้ว +100

    ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের যে-কোন দেশের মানুষকে বিমোহিত করবে। সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টিগুলোর অধিকাংশই ভারতে রয়েছে। যদিও সেখানে যাওয়ার সুযোগ হয়নি কখনো। তবে আপনাদের মাধ্যমে অনেক কিছুই দেখতে পাচ্ছি ❤️

    • @BangalirBinodonTv
      @BangalirBinodonTv ปีที่แล้ว +2

      আপনার ভিডিও দেখে নতুন ইতিহাস খুজে পায় ।ধন‍্যবাদ

    • @bapirajak3938
      @bapirajak3938 ปีที่แล้ว +1

      9

    • @SSCESMARTEDUCATION
      @SSCESMARTEDUCATION ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍

  • @binoykrishnadas418
    @binoykrishnadas418 ปีที่แล้ว +2

    প্রতিবেদনটি খুব ভালো লাগল।

  • @ashismondol3425
    @ashismondol3425 5 หลายเดือนก่อน +2

    রাম সেতু দেখে মনটা ভরে গেল জয় শ্রী রাম

  • @prabirmandal1801
    @prabirmandal1801 ปีที่แล้ว +47

    সারা বিশ্বে ঘুরে যা না পাওয়া যায় তা আমাদের ভারত ভ্রমণ করলেই সব কিছুর নিদর্শন মিলে যায় । কি অপরূপ মহিমা আমাদের এই সোনার ভারতবর্ষ ।

    • @mallika-rgolperdiary
      @mallika-rgolperdiary ปีที่แล้ว

      Amar chotto ekti yt poribar ache amk ektu sapot korun plz plz 🙏🙏🙏🙏🙏

    • @travelswithsadi
      @travelswithsadi ปีที่แล้ว +1

      I just loved ভারত ... as a bangladeshian

    • @kidswithRashad
      @kidswithRashad ปีที่แล้ว

      এটা সত্যি।

    • @IqbalMughal-ij5sf
      @IqbalMughal-ij5sf 8 หลายเดือนก่อน

      বাল পাউয়া যায়!

  • @nirensarker269
    @nirensarker269 ปีที่แล้ว +42

    এত কষ্ট করে রামায়ণের সেই কাহিনী আমাদের কে দেখানোর জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনার কাজের মধ্য দিয়ে অনেক দিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
    সুস্থ থাকেন ও ভাল থাকেন।

    • @sumon9784
      @sumon9784 ปีที่แล้ว

      মুসলিমরা বিশ্বাস করে, এই জায়গা দিয়ে বাবা আদম শ্রীলঙ্কা থেকে ভারত হয়ে মক্কায় পৌছান।

    • @johanjohan4388
      @johanjohan4388 ปีที่แล้ว

      শ্রি রাম কিন্তু আপনাদের ভগবান, তিনি হনুমানের পিঠেও সাওয়ার করেছেন,, রাম চাইলে অজশ্র হনুমান দিয়ে ছোট সেতুটি তৈরী না করে তাদের একজনের উপর সাওয়ার করে লঙ্কা পৌঁছাতে পারতো যেহেতু তিনিই একমাত্র রাবনকে মারতে পারবে।
      আমি কাহিনীটা শুনেছি এরকম যে,হনুমানরা তাদের পাথরগুলা অনেক দূরদূরান্ত থেকে উড়েগিয়ে কিংবা লম্বা লাফ দিয়ে নিয়ে এসেছে,শুধু একটি সেতু তৈরি করতে, ভারত সীমানা থেকে লঙ্কা পর্যন্ত।
      কিন্তু সেতুটির দৈর্ঘ্য আনুমানিক ৩০-৩৫ মাইল যা অতি নগন্য।। যেহেতু এরা আপনাদের ভগবান তাই তারা মশা মারতে কামানের ব্যবহার কেন করবেন,,একটু বোঝাবেন।।
      যখানে হনুমান মহাকাশে উড়েগিয়ে গিয়ে
      উত্তপ্ত সূর্য গিলতে পারে,সেখানে সে তার প্রভু রামকে নিয়ে সামান্য দুরত্ব পার হয়ে
      লঙ্কায় যেতে পারে না

  • @SamratPanday-kv2zb
    @SamratPanday-kv2zb 2 หลายเดือนก่อน +8

    জয় শ্রী রাম❤❤❤❤❤❤❤

  • @tarunanjoy7609
    @tarunanjoy7609 5 หลายเดือนก่อน +2

    অবশ্যই অসাধারণ একটি উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো। বিশ্বাস করতে কষ্ট হয় অবাকই হয়েছিলাম।আমি এখনো ভাবি ভগবান রামের কি অপরূপ সৃষ্টি। জয় শ্রী রাম।

  • @sunandabhattacharjee6275
    @sunandabhattacharjee6275 ปีที่แล้ว +10

    খুবই ভালো লাগলো , গত ডিসেম্বরে গেছিলাম ওদিকে , dhanuskodi তে ছিলাম কিছুক্ষণ , মোবাইলে শ্রীলংকার tower এসে যাচ্ছিল ----। ইতিহাস , পুরাণ , প্রকৃতি সব মিলে মিশে একাকার দারুন দারুন ----- আপনার এই tour টাও enjoy করলাম , ভালো উপস্থাপনা

  • @devdasghosh5215
    @devdasghosh5215 ปีที่แล้ว +35

    মহামান্য রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম স্যারের বাড়ির যেটুকু ছবি দেখালেন তাতেই মুগ্ধ হয়েছি। অত বড় মহান ব্যক্তিত্ব কি সাধারণ অবস্থায় থাকতেন ! আপনি ঠিকই বলেছেন আমাদের এখানকার একজন কাউন্সিলর বিশাল প্রাসাদে বাস করে। জনপ্রতিনিধি নির্বাচিত হয়েই তারা নিজেদের জনগণের প্রভু ভাবতে থাকে নিজেদের।

    • @asrafulalam1750
      @asrafulalam1750 ปีที่แล้ว +1

      বাংলাদেশেও আছে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে এখনো টিনের ঘর।

  • @ohsimantho07
    @ohsimantho07 ปีที่แล้ว +3

    রাম সেতু হচ্ছে রামের সেতু অনেক কাহিনী আছে রাম সেতু নিয়ে ।

  • @mdmakbul7051
    @mdmakbul7051 ปีที่แล้ว +26

    বাহ্ ! দারুন ,
    খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দাদা , খুব ভালো লাগলো ,
    অনেকে বলেন রাম সেতু অনেকে বলেন আদম সেতু যায় নাম হোক না কেনো আর যেভাবেই মানুষ বলে থাকুক আমাদের ভারত ভূখণ্ডের এরকম আকর্ষণীয় জায়গা এটা তো অস্বীকার করার কিছু নেই ।
    ভারত টা সত্যি একটা বিস্বয়কর যিনি জিনিস ।

  • @nargisakter1351
    @nargisakter1351 ปีที่แล้ว +17

    যেয়ে তো আর দেখতে পারবো না, তাই আপনার চোখ দিয়েই দেখে নিচ্ছি
    ।খুব ভালো লাগলো, আপনি-ও ঘুরছেন আমরাও ঘুরছি। অনেক ধন্যবাদ। 💝💝💝💝💝💝❤️

  • @NiranjanBanik-ws9ut
    @NiranjanBanik-ws9ut 10 วันที่ผ่านมา

    জয় শ্রী রাম🙏 ❤️❤️❤️

  • @sukashsimsang3811
    @sukashsimsang3811 3 หลายเดือนก่อน +1

    ভিডিও দেখে অনেক ভালো লাগলো।রামসেতু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই

  • @shubhradeepdas6443
    @shubhradeepdas6443 ปีที่แล้ว +71

    জয় শ্রী রাম 🙏🙏❤❤😌😌

    • @SohelRana-yf5cb
      @SohelRana-yf5cb ปีที่แล้ว

      গদির লোক

    • @remakesongs3634
      @remakesongs3634 8 หลายเดือนก่อน +1

      জয় সীতারাম হবে কথা টা।

    • @shubhradeepdas6443
      @shubhradeepdas6443 8 หลายเดือนก่อน

      @@remakesongs3634 Jay Siya Ram🙏❤️🙏❤️

    • @rameshadhikary3965
      @rameshadhikary3965 8 หลายเดือนก่อน

      ​@@remakesongs3634জয় শ্রীরাম হবে

    • @MdHabib-dh4rr
      @MdHabib-dh4rr 7 หลายเดือนก่อน

      হুম এমনি একজন ভগমান জিনি নাকি বান্দর দের সাহাজ্জ নিতে হল, নিরিহ বান্দর গুলাকে খাটিয়েছে তাইনা ভোদা শ্রী রাম সৈনিক

  • @hamontadas6543
    @hamontadas6543 ปีที่แล้ว +324

    রাম সেতু মানে শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা মানে রাম সেতু। এই নিয়ে ভগবান রাম ও সিতার অনেক কাহিনী রয়েছে। যা হিন্দু পুরাণ অনুসারে পাওয়া যায়। জয় শ্রী রাম 🙏

    • @nikhildas8327
      @nikhildas8327 ปีที่แล้ว +13

      Ram setu to Ram setu ekane adom aslo kutateke

    • @shamsurrahman2648
      @shamsurrahman2648 ปีที่แล้ว

      ভাই
      রাম একজন ভগবান তাই তো। তাহলে তার অনেক পাওয়ার ও ছিলো, ক্ষমতাও ছিল
      তাই যদি হয় তবে এত কষ্ট করে ব্রিজ কেন বানাল, দৈবিক শক্তি দিয়ে কেন শ্রীলঙ্কায় গেলেন না?

    • @hafsa2691
      @hafsa2691 ปีที่แล้ว +2

      ​@@nikhildas8327 Muslim Dr dharonai Adam's bridge. Map e ram setur pasha pashi Adam's bridge o likha ache

    • @s7surajitgaming445
      @s7surajitgaming445 ปีที่แล้ว

      @@nikhildas8327 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww1q2

    • @proindia3283
      @proindia3283 ปีที่แล้ว +10

      ​@@hafsa2691 vi islam 1300-1400 AD purano.. ar ram anumanik 6000-7000 BC ... Tala bolun adam bridge name rakhlai holo...

  • @travelwithme6975
    @travelwithme6975 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo 😊

  • @Souravmojumder77
    @Souravmojumder77 ปีที่แล้ว +21

    জয় শ্রীরাম।ছোট বেলা থেকে বই পুস্তকে পড়ে আসতেছি আজ সরাসরি দেখলাম রাম সেতু।শরিরের লোম যেনো দাড়িয়ে গেছে।

  • @ranjithawlader7580
    @ranjithawlader7580 9 วันที่ผ่านมา

    রাম সেতু রামায়ণের প্রমান আছে জয় শ্রী রাম❤❤❤

  • @kutubuddinsk2306
    @kutubuddinsk2306 ปีที่แล้ว +25

    সুমন ভাই , আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, আমি আপনার ভিডিওগুলি নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আমি রামেশ্বরমে গিয়েছিলাম। মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবুল কালাম সাহেবের বাড়ি দর্শন করেছি, আপনার উপস্থাপনা এই দর্শনকে আরো সমৃদ্ধ করেছে আমার হৃদয়কে, ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে বলছি ধন্যবাদ।

    • @krishnadutta4735
      @krishnadutta4735 ปีที่แล้ว

      খুব সুন্দর জায়গা,এখানে আমরা ঘুরে এসেছি,মন্দির ও প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ ।দুর্গাপর পঃবঙ্গ থেকে ।

  • @basudab6423
    @basudab6423 11 วันที่ผ่านมา

    জয় শীরাম লক্ষ শীতা জয় বজরংবলী হনুমান আপনার চরনে নমস্কার

  • @chakri9110
    @chakri9110 ปีที่แล้ว +13

    জয় শ্রী রাম।

  • @shuvodebnath5500
    @shuvodebnath5500 ปีที่แล้ว +323

    এটাই হচ্ছে সাত হাজার বছরের পুরনো রাম সেতু জয় শ্রী রাম

  • @pradipmaji-yz4ty
    @pradipmaji-yz4ty 5 หลายเดือนก่อน +1

    যত দেখছি আমি ইমসোনাল হয়ে পরছি, 😢😢 কত ভাগ্য করে মানুষ জন্ম পেয়েছি, প্রথমত এটা রাম শ্বেতু ভগবান রাম তৈরি করেছেন, আর জায়গাটি দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, উফ যদি যেতে পারতাম 😔😔

    • @mdkhokonrana7794
      @mdkhokonrana7794 5 หลายเดือนก่อน

      ভাই আপনাদের ভগবান কয় জন..??

    • @ABDULvlog102
      @ABDULvlog102 19 วันที่ผ่านมา

      BOGOBAN is not RAM. !!!!

  • @MdAbdurRoufBhuiyan-fo5kx
    @MdAbdurRoufBhuiyan-fo5kx 8 หลายเดือนก่อน +5

    Very good site in south India to sea beach.nature is kind to people to feed them by fishing in juncture of Bay of Bengal,Indian Ocean &Arab sea. Thanks Sumon.

  • @bangladeshivloggeraparna3183
    @bangladeshivloggeraparna3183 ปีที่แล้ว +20

    Another excellent vlog... Excellent report. 👏👏👏🙏🙏রামায়ণে এই রাম সেতুর কথা উল্লেখ রয়েছে। খুব যেতে ইচ্ছা করে সেখানে।

    • @RamDas-px1eh
      @RamDas-px1eh ปีที่แล้ว

      Tai Ami India Theke Bolsi Ashle Valli hoto Amaro jawar ichcha kore

    • @Nirvana_Editz
      @Nirvana_Editz ปีที่แล้ว

      আমাদের দেশে এত দেখার জায়গা থাকা সত্বেও কাজের চাপে দি-পু-দা বাদে সময় হয়না।

  • @sangitasingingbirdabcs4439
    @sangitasingingbirdabcs4439 ปีที่แล้ว +4

    খুবই ভালো লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দেখলাম। সাগর গুলো দেখে বেশ নতুন অভিজ্ঞতা হলো। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর এই দুয়ের মাঝে যে সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন ঐ অনুভূতি টা আপনার সাথে যেন আমারো অসাধারণ অনুভূতি হলো ❤️❤️

  • @MdRonjon-vs6zy
    @MdRonjon-vs6zy 26 วันที่ผ่านมา

    সত্যিই আপনার এগুলো অনেক ভালো।জয় শ্রী রাম

  • @RuhulAmin-mo4ps
    @RuhulAmin-mo4ps 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ সুন্দর।🌷🌹🍀

  • @sultanahossain6419
    @sultanahossain6419 ปีที่แล้ว +11

    প্রেসিডেন্ট আবদুল কালামের সম্পর্কে যা বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি মহান ব্যাক্তি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুণ।

    • @rajibsekh447
      @rajibsekh447 ปีที่แล้ว

      রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম কোনদিন আল্লাহকে বিশ্বাস করেনি কারণ তিনি জানতেন আল্লাহ একটা গুজব তাই তিনি কোনদিন মসজিদে যাননি নামাজ পড়েন নি কারণ কালাম যে ছিলেন একজন শিক্ষিত বিচক্ষণ ব্যক্তি আর তিনি তাই ওই কুসংস্কার আল্লাহ কে বিশ্বাস করতেন না

    • @samirsarkar1154
      @samirsarkar1154 9 หลายเดือนก่อน

      উনি ওই 72 হুর নুর চায় না ।

  • @abahomusicstudio5643
    @abahomusicstudio5643 ปีที่แล้ว +8

    ভাই বিশ্বাস অবিশ্বাসকে পেছনে রেখে, জায়গাটি সম্পর্কে আপনার বর্ণনা ভীষণ ভালো লাগলো, আর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম সম্পর্কে শ্রদ্ধার সাথে আপনার যে বিবরণ আপনি প্রকাশ করেছেন তাতে ভীষণ মুগ্ধ

  • @sonaton335
    @sonaton335 18 วันที่ผ่านมา

    জয় শ্রী রাম ☝️🙏

  • @pal152001
    @pal152001 ปีที่แล้ว +17

    সুমন ভাইএর সুমধুর ভাষ্য প্রতিটি ভিডিও কে অন্য মাত্রা এনে থাকে। দেখলেই মন ভরে যাবে। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

  • @rahulrajbongshi6832
    @rahulrajbongshi6832 ปีที่แล้ว +52

    ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর একটা এপিসোড দেখানোর জন্য।

  • @sanataniaj987
    @sanataniaj987 ปีที่แล้ว +38

    Proud to be hindu ❤

    • @shajibhossain7830
      @shajibhossain7830 8 หลายเดือนก่อน

      Ki niye proud koro 🙄

    • @MdHabib-dh4rr
      @MdHabib-dh4rr 7 หลายเดือนก่อน

      Monkey power 😂😂😂

    • @shajibhossain7830
      @shajibhossain7830 7 หลายเดือนก่อน

      @@MdHabib-dh4rr 🤣🤣

    • @Mahi-cz7td
      @Mahi-cz7td 5 หลายเดือนก่อน +2

      ​​@@shajibhossain7830 ki re tor Phatche keno..

  • @thakingofdevils4230
    @thakingofdevils4230 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর একটি পোস্ট ভাই দেখে মনটা জুড়িয়ে গেল ধন্যবাদ আপনাকে ❤

  • @oktibtrax4189
    @oktibtrax4189 ปีที่แล้ว +88

    এটায় সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ইতিহাস।
    JOY SRI RAM 🚩⚔️🚩

    • @shankordebnath
      @shankordebnath ปีที่แล้ว +2

      Nose

    • @debabrataadhikary1905
      @debabrataadhikary1905 ปีที่แล้ว

      এসব মোল্লারা এসে গাড় মারবে

    • @mamun7570
      @mamun7570 8 หลายเดือนก่อน +1

      আল্লাহু আকবর

    • @userfghnnn
      @userfghnnn 7 หลายเดือนก่อน

      ​@@mamun7570eta ke 😅😂..Allah r sathe akbar Kano ache ??

  • @RonyChandraRoy
    @RonyChandraRoy ปีที่แล้ว +7

    জয় শ্রী রাম

  • @KamrunNahar-fz6wp
    @KamrunNahar-fz6wp 26 วันที่ผ่านมา

    মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর

  • @abdullahalmejbah890
    @abdullahalmejbah890 20 วันที่ผ่านมา +1

    আমি গর্বিত ,আমার দিন ইসলাম।❤❤❤

  • @bappydevnath6274
    @bappydevnath6274 ปีที่แล้ว +29

    জয় শ্রী রাম।।। ভগবান রাম এবং তার হনুমান ভক্তরা এই পথ সৃষ্টি করেছেন 🙏🙏🙏 ঈশ্বর সর্ব শক্তিমান ❤️❤️

  • @devdassana7435
    @devdassana7435 ปีที่แล้ว +31

    Adam setu ai prothom sunlam.....

    • @madhumitapodder1290
      @madhumitapodder1290 ปีที่แล้ว +8

      Ta ja bolechen 😂😂😂😂😂

    • @sumanbaidya9027
      @sumanbaidya9027 ปีที่แล้ว +13

      আদম সেতু এই প্রথম শুনলাম। রাম সেতু পবিত্র রামায়ণে রয়েছে।

    • @nondobogura2730
      @nondobogura2730 ปีที่แล้ว +6

      ঠিকই বলেছেন

    • @Musadike_
      @Musadike_ ปีที่แล้ว +3

      This is Adam setu not a Ram setu

    • @DhruvJagannath03
      @DhruvJagannath03 ปีที่แล้ว +1

      @@Musadike_ toder baler Adam .....
      Ja tai Kotha .... Ekei Tor Purbo purus jor jobordosti hoye Hindu theke Convert Hoya Muslim abar ja tai bole

  • @MdRonjon-vs6zy
    @MdRonjon-vs6zy 26 วันที่ผ่านมา

    আপনার ভিডিও গুলো অনেক ভালো।জয় শ্রী রাম

  • @uddingiyesh3215
    @uddingiyesh3215 ปีที่แล้ว

    কোব ভাল লাগল

  • @haridaschandrobarman991
    @haridaschandrobarman991 ปีที่แล้ว +63

    একই ব্রহ্ম বহুরূপে,আমরা সকলেই ভজন করি চুপে চুপে,সর্বভূতে এক নায়ায়ণ।

    • @deypriyajit
      @deypriyajit ปีที่แล้ว +1

      ♥️♥️♥️♥️♥️

    • @noname56027
      @noname56027 ปีที่แล้ว

      @m.d_sakibul_media3652 মোল্লা 🛶🕋

    • @yousufsekh5756
      @yousufsekh5756 ปีที่แล้ว

      😁😁😁😁😆😆🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁😁😁

    • @soshankodasbappi7920
      @soshankodasbappi7920 ปีที่แล้ว +5

      @m.d_sakibul_media3652 murkho

    • @dayalmali3723
      @dayalmali3723 ปีที่แล้ว

      @@soshankodasbappi7920 Tumi hingsha tag korte paroni tai murkho bole nijer mukhos khule dile, Sala Oshur er dol

  • @onkerchatterjee6605
    @onkerchatterjee6605 ปีที่แล้ว +20

    শ্রদ্ধেয় কালাম স্যারের বাড়িটা দেখে খুব আনন্দ পেলাম 👍👍

  • @mdsujonsarker498
    @mdsujonsarker498 ปีที่แล้ว

    এত সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই না দেখলে বিশ্বাসই করতে পারতাম না হয়তো সৌন্দর্য ঐশ্বর্য সুন্দর জায়গা আছে

  • @sajeetdas3523
    @sajeetdas3523 29 วันที่ผ่านมา

    শ্রী রাম সেতু, 🫶

  • @satyajitmaitra3338
    @satyajitmaitra3338 ปีที่แล้ว +32

    খুব ভালো লাগলো দাদা,,, আপনার ভিডিও মুসলিম ছেলে হয়ে ও খুব সুন্দর করে ধর্মীয় sentiment এ আঘাত না করে নিরপেক্ষ থেকে এভাবে ভিডিও টি উপস্থাপন করার জন্য

  • @mrmediabv9039
    @mrmediabv9039 22 วันที่ผ่านมา

    জয় শ্রী রাম🙏🙏
    এটাই সেই সত্য যোগের রাম সেতু ❤

  • @ramkrishna4061
    @ramkrishna4061 หลายเดือนก่อน

    জয় শ্রী রাম ❤

  • @nirshaha
    @nirshaha ปีที่แล้ว +26

    আদি , সুন্দর , সত্য আমাদের সনাতন 💙

    • @abuzarhossain6434
      @abuzarhossain6434 ปีที่แล้ว

      হ নেন্টি মরার পর বুঝতে পারবি।

  • @mirzakibria744
    @mirzakibria744 ปีที่แล้ว +11

    মাসাল্লাহ, চমৎকার ফুটেজ অনেক তথ্যবহুল। ধন্যবাদ

  • @tapaskumarmondal1704
    @tapaskumarmondal1704 7 หลายเดือนก่อน

    ছবি ও ভিডিওর মধ্যে বর্ননা এবং বলার ধরন এতো সুন্দর 👌 এবং বিষয় গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া সত্যিই সুন্দর। ধন্যবাদ।

  • @ruhidaspal4833
    @ruhidaspal4833 3 หลายเดือนก่อน

    "'" মানুষ যার সৃষ্টি রামসেতু ও তারই সৃষ্টি।'"

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe ปีที่แล้ว +18

    আপনি বাংলাদেশের মানুষ হয়ে আমাদের আদম সেতু বা রামসেতু দেখালেন । ধন্যবাদ শুভকামনা সালাম আপনাকে। নাগপুর থেকে।

  • @MdTushar-up4cz
    @MdTushar-up4cz ปีที่แล้ว +91

    হাজার হাজার বছর আগে রামচন্দ্রের সেই সেতু এখনো প্রমাণিত জয় শ্রী রাম

    • @sujitghosh2781
      @sujitghosh2781 ปีที่แล้ว +2

      কক

    • @mamun7570
      @mamun7570 8 หลายเดือนก่อน +1

      আল্লাহু আকবর।কোন প্রমাণ নেই।

    • @MdHabib-dh4rr
      @MdHabib-dh4rr 7 หลายเดือนก่อน

      বাল শ্রী রাম

    • @user-oz6vd1xh1m
      @user-oz6vd1xh1m 7 หลายเดือนก่อน

      ​@@mamun7570কানা চুতমারানির পোলা সত্য রে সত্য বলার সাহস তোদের ধর্মই রাখে না, তুই কি মানবি।

    • @jonyboss884
      @jonyboss884 7 หลายเดือนก่อน

      toder abba der jiiges kor@@mamun7570

  • @anjansaha366
    @anjansaha366 5 หลายเดือนก่อน

    ভালো লাগলো আপনার ভ্রমন বিষয়ক ভিডিওটি। আপনার উপস্থাপনাও যথেষ্ট সুন্দর।

  • @kakalichoudhurykakalichoud7317
    @kakalichoudhurykakalichoud7317 ปีที่แล้ว +46

    রামেশ্বরমে দুই ঈশ্বরের বাস। একজন মন্দিরের আর একজন স‍্যর কালাম। 🙏🙏💐💐

    • @sikdershamsuddin6359
      @sikdershamsuddin6359 ปีที่แล้ว

      KaliChoudhury ..you are another Chutium Sulphate...a complete NONSENSE.

    • @moonkmg5892
      @moonkmg5892 ปีที่แล้ว +1

      It's true line 😊😊😊😊

  • @riturajcomputer2672
    @riturajcomputer2672 ปีที่แล้ว +3

    আপনাকে রামায়ণ দেখার বা রামায়ণ পড়ার অনুরোধ জানানো হলো। জয় শ্রী রাম।

  • @BadhonkumarBadhonkumar
    @BadhonkumarBadhonkumar 4 หลายเดือนก่อน

    জয় শ্রী রাম🚩🚩🙏🙏🙏🏹🏹🏹

  • @samarendranathsil9121
    @samarendranathsil9121 27 วันที่ผ่านมา +1

    very interesting

  • @niloy317
    @niloy317 ปีที่แล้ว +13

    ভগবান শ্রী রাম🥰

  • @litonroy4732
    @litonroy4732 ปีที่แล้ว +7

    অনেক ধন্যবাদ সুমন ভাই, জিবনে যা এতদিন শুধু শুনে এসেছি, তা আপনার মাধ্যমে সামান্য যতটুকু সম্ভব দেখেছি তার জন্য আপনাকে মনথেকে ধন্যবাদ।

  • @ibrahimmiah2958
    @ibrahimmiah2958 11 หลายเดือนก่อน

    ভাই আপনার তথ্যসমৃদ্ধ ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামণা।

  • @ovimediazone
    @ovimediazone 8 หลายเดือนก่อน

    অনেক ভালো লেগেছে

  • @sumantaadhikary3603
    @sumantaadhikary3603 ปีที่แล้ว +8

    আদম সেতু কথাটা শুনে অবাক হলাম ।

    • @suryarajputsher6870
      @suryarajputsher6870 ปีที่แล้ว

      এটা রাম সেতু, আদম যদি মাত্র সাত বছর আগে এসে থাকে, তাহলে পৃথিবীতে কি মাত্র সাত হাজার বছর আগে মানুষের উৎপত্তি??

    • @sroy3258
      @sroy3258 ปีที่แล้ว

      Ram setu

    • @pintumidya5050
      @pintumidya5050 ปีที่แล้ว

      Ram সেতু

    • @sampamaji3213
      @sampamaji3213 ปีที่แล้ว +3

      আদম সেতু ব্রিটিশ দের দেওয়া নাম কিন্তু আমাদের কাছে যেমন বলবার মতো ১ টা কারন আছে যে ওটা রাম সেতু
      মনে হয় ওনার কাছে তেমন কোন কারন নেই অথবা এত সুন্দর ১ টা জিনিস শুধুই আমাদের দেশের সৃষ্টি বলতে কষ্ট হচ্ছে হয়তো

    • @apostate9397
      @apostate9397 ปีที่แล้ว +1

      প্রথম কথা আদম একটা কাল্পনিক চরিত্র । বাইবেলের জেনেসিস থেকে এই মিথোলজি এসেছে । কাজেই আদম সেতু বলে কিছু হয় না ।

  • @sanjitsarkar2595
    @sanjitsarkar2595 ปีที่แล้ว +26

    আব্দুল কালাম আজাদ মহাশয় ভারত মায়ের একজন মহান সন্তান! কোটি কোটি মানুষের হৃদয়ে উনি অমর হয়ে ছিলেন,আছেন এবং থাকবেন অনুপ্রেরণা হয়ে, সুপার ম্যান হয়ে! ওনার চরণে শতকোটি সশ্রদ্ধ প্রণাম জানাই!🌹🌹💐💐💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Avijit179
      @Avijit179 ปีที่แล้ว

      আব্দুল কালাম আজাদ নয় । ডঃ এ পি জে আব্দুল কালাম দুজনেই ভারত-মায়ের মহান সন্তান আপনাকে সংশোধন করে দেওয়ার জন্য দুঃখিত

    • @shakilmahmud904
      @shakilmahmud904 9 หลายเดือนก่อน

      ​@@Avijit179আবুল কালাম আজাদ বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও অবিভক্ত ভারতের মুসলমানদের বাস্তববাদী নেতা ছিলেন, জিন্নাহর ভণ্ডামির বিরুদ্ধে সবসময় অবস্থান ছিল তার

    • @IqbalMughal-ij5sf
      @IqbalMughal-ij5sf 8 หลายเดือนก่อน

      ​@@Avijit179তার পুরা নাম আবুল পাকির জয়নুল আবেদীন আব্দুল কালাম!এপিজে মানে আবুল পাকির জয়নুল আবেদিন!

    • @Avijit179
      @Avijit179 8 หลายเดือนก่อน

      @@IqbalMughal-ij5sf আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু আজাদ কোথায় পেলেন

  • @MrERAMMax1542
    @MrERAMMax1542 2 หลายเดือนก่อน

    OSHADHARON SUNDAR.....

  • @MaaBaba07
    @MaaBaba07 16 วันที่ผ่านมา

    অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤❤💐💐💐🙏🙏🙏

  • @mr.shakil9725
    @mr.shakil9725 ปีที่แล้ว +44

    ভাই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে , কষ্ট করে ভিডিও তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ 🥰

  • @yousufqureshi8267
    @yousufqureshi8267 ปีที่แล้ว +7

    আব্দুল কালাম, অনেক সৎ লোক ছিলেন তাই এমন। যা বাংলাদেশ এ কল্পনাও করা যায় না।
    আপনাকে অনেক ধন্যবাদ এমন ভিডিওর জন্য।

  • @PS-si8iz
    @PS-si8iz 5 หลายเดือนก่อน

    আপনার ভিডিও খুবই তথ্য সমৃদ্ধ এবং উপভোগ্য।আরও বেশি করে আমাদেরকে সমৃদ্ধ করে চলবেন এই আশা করি। পশ্চিমবঙ্গের এক বাঙালি ভাইয়ের শুভেচ্ছা রইল

  • @dhusarikachakmavlog9666
    @dhusarikachakmavlog9666 5 หลายเดือนก่อน

    দারুণ লাগল 😍

  • @probashijibonmamun2376
    @probashijibonmamun2376 22 วันที่ผ่านมา

    এটা আমার আল্লাহ তালা সৃষ্টি করেছে যাতে করে আমাদের প্রথম নবী হজরত আদম আঃ পার হওয়ার জন্য

  • @SujonChandraDas24
    @SujonChandraDas24 ปีที่แล้ว +22

    রাম সেতু সনাতন ধর্মের একটি বাস্তব উদাহরণ নিদর্শন

    • @sumon9784
      @sumon9784 ปีที่แล้ว

      তবে মুসলিমরা বিশ্বাস করে এই জায়গা দিয়ে বাবা আদম ভারত হয়ে মক্কায় পৌছান

    • @nezamhossain5554
      @nezamhossain5554 ปีที่แล้ว

      রাম একজন কাল্পনিক পৌরাণিক চরিত্র, তবে ইহুদি, খৃষ্টান, ইসলাম প্রত্যেক ধর্মের অনুসারীরা বলছেন আদম (আঃ) বা Adams শ্রীলংকায় নেমেছিলেন স্বর্গ থেকে, তারপর হয়তো এই সেতু দিয়ে মুল ভূখন্ডে এসেছিলেন, এটা হয়তো পরবর্তীতে ভারতের লোকেরা রামসেতু বলছে,

    • @prrithwirajbarman8389
      @prrithwirajbarman8389 ปีที่แล้ว

      কথা ঠিক, আমরা যদি লক্ষ করি মুসলমানের ধর্মের জন্মই হয় মাত্র ১৪শত বছর আগে । আমাদের ধর্মের গ্রন্থ গুলার মধ্যে এই সম্পর্কে অনেক আগে থেকে বর্ণনা করা আছে৷ অনেকে বলে এগুলা ৭০০০ বছরের চেয়েও পুরানা। কিন্তু আমাদের ধর্মও তো অতোবছর পুরানাই

    • @nezamhossain5554
      @nezamhossain5554 ปีที่แล้ว

      @@prrithwirajbarman8389 দাদা, মুসলমান,খৃষ্টান, ইহুদি ধর্মমতে আমাদের আদি পিতা আদাম(আঃ), খৃষ্টান ইহুদি ধর্মমতে অ্যডাম পৃথিবীর প্রথম মানব যিনি প্রায় ৫০০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন, অতএব কোন ধর্মই নতুন ধর্ম নয়,

    • @prrithwirajbarman8389
      @prrithwirajbarman8389 ปีที่แล้ว

      @@nezamhossain5554 জি না, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিলো মুহাম্মদ (সাঃ) ও তার সমস্ত নিয়ম নিতির মাধ্য দিয়ে। এই ধর্মের উতপত্তি হয়েছিলো কেবল ১৪শ বছর পুর্বে। হিন্দু ধর্মেরও আগে বহু ধর্ম এসেছিলো আর গেছে৷ এখন যেই ধর্ম গুলা আছে সেগুলোর মধ্যে সনাতন ধর্মই সবচেয়ে পুরানা ধর্ম যেটা বেচে আছে। দিন শেষে সৃষ্টাকে পুজার জন্য ধর্ম তৈরি হতেই থাকবে, যতক্ষণ বিজ্ঞান তার সমস্ত জ্ঞান খুরে খুরে ঈশ্বরকে খুজে পেয়ে নিজেই একটা ধর্মে পরিণত হবে আর সবাই এক ধর্মের অনুসারী হবে।

  • @avradeepdas1606
    @avradeepdas1606 7 หลายเดือนก่อน

    Darun uposthapona. Khub valo bornona ebong videography.

  • @user-eh5qz3gb7b
    @user-eh5qz3gb7b 25 วันที่ผ่านมา

    ভিডিও চিত্র অসাধারণ

  • @nfytt1641
    @nfytt1641 ปีที่แล้ว +31

    এটা কি বললা ভাই এটা রাম সেতু ১০০ ভাগ সত্য কথা 😭😭😭

    • @chineseallah1766
      @chineseallah1766 ปีที่แล้ว

      দাদা এটা রাম সেতু,, শ্রীলঙ্কায় গেলে রাবন এবং রাম সত্য তার প্রচুর প্রমান পাবে ,,
      এটা রাম সেতু , রাবন সেতু নয় ,,
      শ্রীলঙ্কায় রাবন খুব বিখ্যাত,,
      তাকে দেবতা হিসাবে মানা হয়

    • @sampamaji3213
      @sampamaji3213 ปีที่แล้ว +9

      ১০০% সত্য কথা

    • @nezamhossain5554
      @nezamhossain5554 ปีที่แล้ว

      রাম একজন কাল্পনিক পৌরাণিক চরিত্র, তবে ইহুদি, খৃষ্টান, ইসলাম প্রত্যেক ধর্মের অনুসারীরা বলছেন আদম (আঃ) বা Adams শ্রীলংকায় নেমেছিলেন স্বর্গ থেকে, তারপর হয়তো এই সেতু দিয়ে মুল ভূখন্ডে এসেছিলেন, এটা হয়তো পরবর্তীতে ভারতের লোকেরা রামসেতু বলছে,

    • @chineseallah1766
      @chineseallah1766 ปีที่แล้ว +1

      @@nezamhossain5554 এই বোকাচোদা, সকালবেলা রাগিয়ে দিবি না ,,
      তোকে কে বললো রাম কাল্পনিক চরিত্র ?খা*নকির ছেলে তোর সামনে পেলে টু*করো টু*করো করব ,,
      শ্রীলংকা থেকে ঘুরে আয় যা ,,
      রাম ছিল অযোধ্যার রাজা ,,
      বিশ্বাস না হলে অযোধ্যা , এবং শ্রীলংকা ঘুরে আয় তারপর কথা বলবি ,,
      তোরে এত বড় সাহস আছে কোথা থেকে রামকে কাল্পনিক বলার ?
      তাহলে রামায়ণের সঙ্গে বর্তমান স্থানগুলো কেন মিলে যায় ?
      আজ থেকে দশ হাজার বছর আগে অযোধ্যা রাজা ছিল রাম বুঝলি মাদ্রাসা ছাপ ,,
      ভারতে ঘুরে যাবি হাজারটা প্রমাণ আছে। রাম একজন সত্যিকারের রাজা ছিল ,,
      হাজার খানেক প্রমাণ আছে।
      এরকম কথা কোনদিন বলবি না মাথা গরম হয়ে যাবে টু*করো টু*করো হয়ে যাবি 🤬
      কোনদিনও রামায়ণ পড়েছিস রামায়নে ওই সেতুর নাম দেওয়া আছে রাম সেতু ,,
      পৃথিবীর প্রথম মানুষ যদি বা আদম হয় তাহলে বিজ্ঞানে কেন বলা আছে মানুষ বিবর্তন থেকে সৃষ্টি হয়েছে বিজ্ঞান আগে না ধর্মগ্রন্থ আগে ?
      ধর্মগ্রন্থ পড়ার আগে বিজ্ঞান পর অনেক কিছু বুঝে যাবি ,,
      শেষে একটা কথা বলব রাম সত্য , কাল্পনিক চরিত্র নয় রাম অযোধ্যার রাজা ছিল , পারলে একবার গিয়ে ঘুরে আয় ,,
      কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত করার চেষ্টা করবি না, সাবধান !!!!
      😒😒😒😒😒😒😒😒😒😒😒
      🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @chineseallah1766
      @chineseallah1766 ปีที่แล้ว

      @@nezamhossain5554 তোদের ধর্মগ্রন্থে দেখাতে পারবি যে আদম শ্রীলঙ্কা থেকে এসেছে ভারতে ?
      রেফারেন্স সহ প্রমান দেখা ,,
      তোদের কোন ধর্ম বইতে এই কথার উল্লেখ নেই ,,
      বিজ্ঞান অনুযায়ী আদম থেকে মানুষ সৃষ্টি কোনদিন হয়নি 😷😷

  • @srishtirshopnojal8835
    @srishtirshopnojal8835 ปีที่แล้ว +33

    অতীত ইতিহাসকে সামনে নিয়ে এসে বর্তমানের সাথে মিলেমিশে একাবার করার জন্য সুমন ভাইকে ধন্যবাদ❤️❤️
    অসাধারন উপস্থাপনা👍👍

    • @anjandey5814
      @anjandey5814 ปีที่แล้ว

      MY NEW UNBOXING TH-cam CHANNEL
      VISIT NOW- www.youtube.com/@crazyunboxing123

  • @SahebAli-nc4oq
    @SahebAli-nc4oq หลายเดือนก่อน

    গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল

  • @mitonsutradhar8735
    @mitonsutradhar8735 6 หลายเดือนก่อน

    ❤❤অসাধারণ উপস্থাপন,,, খুব ভালো লাগল,,,

  • @aloksaha3288
    @aloksaha3288 21 วันที่ผ่านมา

    খুব সুন্দর ভাষ্য বিবরণী

  • @physicsthegodfatherofunive9448
    @physicsthegodfatherofunive9448 ปีที่แล้ว +8

    Only রাম সেতু, no আদম সেতু🙏। জয় শ্রী রাম❤️🙏🙏