আমার ছোট বেলা আমি পড়ে ছিলাম হুমায়ুন আহমেদের " আমার ছেলে বেলা " তার মধ্যে এই শঙ্খ নদীর কথা এত সুন্দর করে বলা হয়েছে যে আমি তখনও মুগ্ধ হয়ে পড়েছি আর আজ এই ৩৬ বছর বয়সে এসে আপনার ভিডিও দেখেও সেই একই ভাবে মুগ্ধ হলাম। আপনি বার বার সাংগু নদী বলছিলেন তাই বুঝিনি। আর শেষে এসে যখন বললেন শঙ্খ নদী সাথে সাথে যেন আমি আমার ছেলে বেলায় চলে গেলাম। এত্ত সুন্দর নাম নদীটার শঙ্খ। আপনি তা না বলে শুধু বার বার সাংগু বলছেন। যদি শঙ্খই বলতেন তাহলে আরও ভাল লাগতো। এই ফিতার মত শঙ্খ নদী বর্ষা কালে কি ভয়ঙ্কর রুপ নেয় তা হুমায়ুন আহমেদের " আমার ছেলে বেলা " পড়লে বুঝতে পারবেন। আপনাকে আবারো ধন্যবাদ এই সব কিছুর জন্য।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সুমন ভাইয়ের ভিডিও মাধ্যমে টাকা ব্যয় ছারা ঘুরে নিলাম।সত্যিই দারুণ এই বার্মা পাড়ার জীবন বৈচিত্র্যময় প্রকৃতি।সুমন ভাইয়ের ভিডিও দেখে আমি নিজে উদ্ধৃত হলাম যাওয়ার জন্য।
বলার মতো না আমাদের বাংলাদেশে কত সুন্দর দেখার মত দৃশ্য আছে কত সুন্দর খাবারের দৃশ্যগুলো অনেক ভালো লাগলো সালাউদ্দিন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি চিত্র তুলে ধরার জন্য
সুমন ভাইয়ের উপস্থাপনা বলেই কথা, কি অসাধারণভাবেই না তিনি প্রতিবেদনগুলোকে উপস্থাপন করে থাকেন! বান্দরবানের মারমা পাড়া সম্পর্কে মনে হয় এতো ভালো করে এই প্রথম জানলাম সুমন ভাইয়ের ভিডিও থেকে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের তো জুড়ি মেলা ভার
সকাল বেলা থানচি থেকে রেমাক্রি গেছিলাম নৌকা করে। আমার জীবনের সেরা নৌকা ভ্রমন ছিল ওটা। সুউচ্চ সবুজ পাহাড় ,স্বচ্ছ জলধারা, নদির তীরে মারমা গ্রাম ।আহা।একদম ছবির মত সুন্দর। একই নৌকায় আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকা ছিল আমি বার বার তার দিকে তাকাচ্ছিলাম আর পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম। যেটা আমার ভাললাগাকে আরও দ্বিগুন করে তুলছিল। জিবনের সেরা কিছু মুহূর্ত ছিল। এই ভিডিও দেখে বার বার নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম। কারণ যে মানুষটি তখন আমার ছিল আজ সে আমার প্রাক্তন। জীবন তার নিয়মে এগিয়ে যায় ঠিক সাঙ্গুর জল ধারার মত। পেছনে ফেলে যায় শুধু মায়া ,কিছু স্মৃতি ,কিছু মুহূর্ত। পাহাড়ি এই আদিবাসিরা আমাদের অলংকার, আমাদের প্রকৃতির অংশ। ভাল থাকুক তারা। Thank you sumon vai.
সুমান ভাই আপনার উচিৎ ছিলো প্রথম থেকেই বাংলাদেশের পাহাড়িদের বৈচিত্র গুলো তুলে ধরার। আপনার প্রতেকটা ভিডিও আমি সেই প্রথম থেকেই দেখি ভাই। আপনার ভিডিও এর ধরন একটু আলাদা সবার থেকে। ❤
কোলকাতা থেকে দেখছি। খুব সুন্দর উপস্থাপনা এবং অসাধারণ camera র কাজ । Camera man এর অসাধারণ মুন্সিয়ানা দেখে মুগ্ধ হলাম। প্রাণপ্রিয় চট্টগ্রামের সকলে খুব ভালো থাকবেন।
দর্শন এবং বর্ণন - দুটোই সমান তালে সুন্দর খুবই সুন্দর ! তবে ওখানকার জীবন যাপন অনেক কঠিন পর্যায়ের দুর থেকে তাই মনে হয় ! ধন্যবাদ আপনাদের মাটির মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য । অপেক্ষায় রইলাম পরবর্তীর জন্য। মনে হয় হারিয়ে যাই প্রকৃতির কোলে । ❤ ❤
দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে হয়তো আমরা জানিনা অথচ আমরা বিদেশের পর্যটন নিয়ে পড়ে থাকি আমাদের উচিত বিদেশের পাশাপাশি স্বদেশের মাতৃভূমির টানে দেশে ট্রাভেল করা ❤❤ 🇧🇩
আপনার ভিডিও দেখা শুরু করলে,, শেষ পর্যন্ত না দেখে ছাড়ার উপায় নেই। প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মানুষ গুলো খুব সহজ সরল। পুরো ভিডিও দেখে অসাধারণ লাগলো।
সুমন ভাই মুসলিম হিসেবে আমাদের কাদিয়ানী পূর্ণ বয়কট করা উচিত, প্রাণ কোম্পানি আরএফএল কোম্পানির টেস্টি ট্রিট মিঠাই এগুলো সবই কাদিয়ানী পূর্ণ। আশা করি কাদিয়ানী পূর্ণ বয়কট করবেন সবাই,
আরএফএল প্রান বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় বাজার সৃষ্টি করেছে; দেশকে করেছে সমৃদ্ধ। তোমার কুপমন্ডকতা চুলোয় যাক।
বয়কট্ করতে করতে তোমারাতো একদিন পুরা দুনিয়াটাকেই বয়কট্ করে ফেলবে। বয়কটের এই ভুতটা তোমাদের ঘাড় থেকে তোমরা মত শীঘ্র তাড়াবে - ততো শীঘ্রই তোমাদের মঙ্গল হবে ভাই।
সত্যি সুমন ভাইয়া আপনাকে কিংবদন্তি বলতে হয় পাতা ঝড়া বন কেও সুনাম করতে জানেন আঁকাবাকা জরাজীর্ণ পথ কেও সুন্দর ভাবে উপস্থাপন করেন সব মিলে আপনার কথা গুলো সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করেছেন ধন্যবাদ আমাদের পাহাড়ির জিবন কে এভাবে দেখানোর জন্য! আমিও মারমা আমি বান্দরবান রোয়াংছড়ি থেকে ভালো লাগলো ভিডিও সাবসক্রাইব করলাম আবার এমন তথ্যবহুল ভিডিও দেখার জন্য ❤
আসসালামুওয়ালাইকুম। ভাইয়া কেমন আছেন। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। মনে হয় আপনার সাথে থাকতে পারলে মনে হয় আরো ভালো লাগতো। আমি থাকি সৌদি আরব। এখান থেকে আপনার ভিডিও চিত্র দেখি।
আমার ছোট বেলা আমি পড়ে ছিলাম হুমায়ুন আহমেদের " আমার ছেলে বেলা " তার মধ্যে এই শঙ্খ নদীর কথা এত সুন্দর করে বলা হয়েছে যে আমি তখনও মুগ্ধ হয়ে পড়েছি আর আজ এই ৩৬ বছর বয়সে এসে আপনার ভিডিও দেখেও সেই একই ভাবে মুগ্ধ হলাম। আপনি বার বার সাংগু নদী বলছিলেন তাই বুঝিনি। আর শেষে এসে যখন বললেন শঙ্খ নদী সাথে সাথে যেন আমি আমার ছেলে বেলায় চলে গেলাম। এত্ত সুন্দর নাম নদীটার শঙ্খ। আপনি তা না বলে শুধু বার বার সাংগু বলছেন। যদি শঙ্খই বলতেন তাহলে আরও ভাল লাগতো। এই ফিতার মত শঙ্খ নদী বর্ষা কালে কি ভয়ঙ্কর রুপ নেয় তা হুমায়ুন আহমেদের " আমার ছেলে বেলা " পড়লে বুঝতে পারবেন। আপনাকে আবারো ধন্যবাদ এই সব কিছুর জন্য।
সৌন্দর্যের লীলাভূমি দেখালো এবং তেঁতুল দেখিয়ে জিভে জল এনে ছাড়লো সুমন ভাই । সত্যিই অসাধারন!
খুবই মজার তেতুল! দাম ও খুবই কম ১৫০ টাকা কেজি
বউ মা বোন কে নিয়ে ইনকাম এ নেমে পড়েছে। ভাই বউ দেখানো জরুরি না।
@@Salahthemisfit আপনাদের সব জায়গায় সমস্যা।
অনেক সুন্দর একটা ভিডিও বড় ভাইয়া অনেক ভালো লাগলো
একদিনের জন্য অনেক ভালো লাগে স্থায়ীভাবে বসবাস করলে বুঝা যায় কত কষ্টে আছে তারা।
আমারও একই প্রশ্ন! ক্ষনিকের জন্য অনেক সুন্দর কিন্তু বাস্তবতায় ওদের জীবন যে কত কষ্টের 😢
Q1ww@aa@aa@@hossainmohammad7361
100% রাইট
Boycott Indian product 🇱🇰
@@hossainmohammad7361A
গরীবের ভালোবাসা অকৃত্রিম। আম হাতে ছোট্ট শিশু। আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভারত থেকে দেখছি।
❤
❤
❤❤❤
এত টাকা কইতে পায় এত দেশ ঘুরে
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান তাইয়েবা খবই সুন্দর মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য সৃষ্টি ।
অপূর্ব সুন্দর গ্ৰামখানি এবং অপূর্ব সুন্দর ভিডিও পরিবেশন। ধন্যবাদ খুব ভালো লাগলো।
প্রবাসে বসে উপভোগ করছিলাম নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্য. সুমন তোমাকে আবারও ধন্যবাদ
সুমন ভাইয়া আপনার চোখে দেখা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা ভরে যায়, ধন্যবাদ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন
পাহাড়ি জনপদ, জীবন জীবিকা সত্যিই মনোমুগ্ধকর । সৌন্দর্যের লীলাভূমি । ধন্যবাদ সুমনভাই ও ভাবীকে।
অনেক সুন্দর আপনার ভিডও ও আপনার উপস্থাপনা।
ফুল ভিডিও দেখলাম ও আনন্দ উপভাগ করলাম
সুমন ভাইয়ের সব ভিডিও দেখি অনেক ভালো হয়ে থাকে
আপনার কথাগুলো খুব ভদ্রনম্র স্যার,,,,শিক্ষিত্ত লোকের শিক্ষিত্ত ভাষা ❤️❤️❤️
বাংলাদেশেও বিদেশের মত সৌন্দর্য রয়েছে এই প্রথম দেখলাম 😮❤
অনেকদিন পর মনের মত একটা ভিডিও পাইলাম❤❤
সুমন ভাই আর নিলয় আপনারা দুজন সেরা জুটি❤❤
খুব ভালো লাগলো দেখে অপরোপ সুন্দর
পৃথিবীর সব জায়গায় মায়ের স্বরুপ একই। মায়ের কাছে সন্তান অমূল্য। সন্তানের সুখই হলো মায়ের সব সুখ।
মা❤❤
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সুমন ভাইয়ের ভিডিও মাধ্যমে টাকা ব্যয় ছারা ঘুরে নিলাম।সত্যিই দারুণ এই বার্মা পাড়ার জীবন বৈচিত্র্যময় প্রকৃতি।সুমন ভাইয়ের ভিডিও দেখে আমি নিজে উদ্ধৃত হলাম যাওয়ার জন্য।
দেশে গেলে অবশ্যই ঘুরে দেখব বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলো ইনশাআল্লাহ।
বলার মতো না আমাদের বাংলাদেশে কত সুন্দর দেখার মত দৃশ্য আছে কত সুন্দর খাবারের দৃশ্যগুলো অনেক ভালো লাগলো সালাউদ্দিন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি চিত্র তুলে ধরার জন্য
এক কথাই অসাধারণ। সালাউদ্দিন সুমন ভাইয়ের কথা শুনতে খুব ভালো লাগে ❤
উপস্থাপন খুব ভালো, নেতিবাচক কোন কথা নেই, সব সময় হাসি খুশি, খুব ভালো, শব্দ চয়ন এবং ভাষা খুব ভালো,।
সুমন ভাইয়ের উপস্থাপনা বলেই কথা, কি অসাধারণভাবেই না তিনি প্রতিবেদনগুলোকে উপস্থাপন করে থাকেন! বান্দরবানের মারমা পাড়া সম্পর্কে মনে হয় এতো ভালো করে এই প্রথম জানলাম সুমন ভাইয়ের ভিডিও থেকে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের তো জুড়ি মেলা ভার
ভিডিও কোয়ালিটি, সাউন্ড সব মিলিয়ে সুমন ভাইয়ের প্রত্যেকটা পর্ব খুবিই ভালো লাগে
অসাধারণ সৌন্দর্য মাতৃভূমি বাংলাদেশ 🇧🇩🇧🇩🥰🥰
প্রকৃতির জীবন খুবই অসাধারণ
আর এই অসাধারণ জীব বৈচিত্র তুলে ধরার জন্য সুমন ভাইকে ধন্যবাদ
বনলতা
সকাল বেলা থানচি থেকে রেমাক্রি গেছিলাম নৌকা করে। আমার জীবনের সেরা নৌকা ভ্রমন ছিল ওটা। সুউচ্চ সবুজ পাহাড় ,স্বচ্ছ জলধারা, নদির তীরে মারমা গ্রাম ।আহা।একদম ছবির মত সুন্দর। একই নৌকায় আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকা ছিল আমি বার বার তার দিকে তাকাচ্ছিলাম আর পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম। যেটা আমার ভাললাগাকে আরও দ্বিগুন করে তুলছিল। জিবনের সেরা কিছু মুহূর্ত ছিল। এই ভিডিও দেখে বার বার নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম। কারণ যে মানুষটি তখন আমার ছিল আজ সে আমার প্রাক্তন। জীবন তার নিয়মে এগিয়ে যায় ঠিক সাঙ্গুর জল ধারার মত। পেছনে ফেলে যায় শুধু মায়া ,কিছু স্মৃতি ,কিছু মুহূর্ত। পাহাড়ি এই আদিবাসিরা আমাদের অলংকার, আমাদের প্রকৃতির অংশ। ভাল থাকুক তারা। Thank you sumon vai.
সুমান ভাই আপনার উচিৎ ছিলো প্রথম থেকেই বাংলাদেশের পাহাড়িদের বৈচিত্র গুলো তুলে ধরার। আপনার প্রতেকটা ভিডিও আমি সেই প্রথম থেকেই দেখি ভাই।
আপনার ভিডিও এর ধরন একটু আলাদা সবার থেকে। ❤
আহ ! কি মনোরম দৃশ্য। আমর যেতে মন চাচ্ছে
সময় করে একদিন চলেই যান।একবার গেলে সারাজীবন মনে থাকবে।
Hi
চলে আসো বন্ধু
মারমা মেয়েটার এই ভালো বাসা দেখে মুগ্ধ হলাম,এ সকল কোমলমতি শিশুদের ভালো বাসার জন্য বার বার যেতে ইচ্ছে করে বান্দরবন।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমারও বাঙালি মেয়ে ভাবি গো লগে আড্ডা দিতে ভালো, কিন্তু তোমরা সন্ত্রাসীরা সন্দেহ কারনে,😭😭😭
পাহাড়ের জীবন এভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই ❤
wonder Mary
Onek balo laglo, love from mizoram (india)
সুমন ভাই আপনার প্রত্যেকটি প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে আমার আপনার উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে আপনাকে ধন্যবাদ
ভাই দেকে খুব ভালো লাগল,মন জুড়ে গেছে
নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসলাম ভাইয়া, ❣️❣️❣️❣️❣️
নোটিফিকেশন আসার সাথে সাথে বিডিও দেকলা কোব ভালো লাগলো
Yes
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে আইসো,,,খুবই সুন্দর,,, ভাল লাগবে অনেক।।।
অনেক সুন্দর
ধন্যবাদ
অনেক সুন্দর ভিডিও খুব ভাল লাগলো ❤
কোলকাতা থেকে দেখছি।
খুব সুন্দর উপস্থাপনা
এবং অসাধারণ camera র কাজ ।
Camera man এর অসাধারণ মুন্সিয়ানা দেখে মুগ্ধ হলাম।
প্রাণপ্রিয় চট্টগ্রামের সকলে খুব ভালো থাকবেন।
, থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের শিলং অনেক সুন্দর ভেরি ভেরি নাইস
অপূর্ব সুন্দর একটি গ্রাম দেখিয়ে মন ভড়িয়ে দিলেন আপনি ভাই আর জিভে জল আনলেন তেঁতুল দেখিয়ে সত্যিই অসাধারণ,,,
দর্শন এবং বর্ণন - দুটোই সমান তালে সুন্দর খুবই সুন্দর ! তবে ওখানকার জীবন যাপন অনেক কঠিন পর্যায়ের দুর থেকে তাই মনে হয় !
ধন্যবাদ আপনাদের মাটির মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য । অপেক্ষায় রইলাম পরবর্তীর
জন্য। মনে হয় হারিয়ে যাই প্রকৃতির কোলে । ❤ ❤
খুবই ভালো লাগলো দেখে আসলে আমাদের দেশ অনেক সুন্দর।❤️
সম্পুর্ন ভিডিও দেখলাম।
দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে হয়তো আমরা জানিনা অথচ আমরা বিদেশের পর্যটন নিয়ে পড়ে থাকি আমাদের উচিত বিদেশের পাশাপাশি স্বদেশের
মাতৃভূমির টানে দেশে ট্রাভেল করা ❤❤ 🇧🇩
❤️❤️
শতভাগ সহমত
প্রিয় সুমন ভাইয়ের জন্য অনেক অনেক ভালবাসা ❤❤❤❤❤❤
সুমন ভাই মানেই একরাশ মুগ্ধতা ❤️
আপনার ভিডিও দেখা শুরু করলে,, শেষ পর্যন্ত না দেখে ছাড়ার উপায় নেই। প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মানুষ গুলো খুব সহজ সরল। পুরো ভিডিও দেখে অসাধারণ লাগলো।
Love from Mumbai India 🎉
খুব সুন্দর লাগলো তোমার শাঙগূ নদীর কথা😮❤👌
তাদের জীবন বৈচিত্র অনেক ভালো লাগে। তারা অনেক পরিশ্রমি 😍
সবকিছু মিলিয়ে সত্যিই অসাধারণ দেখে মুগ্ধ হয়ে গেলাম
সালামালাইকুম ভাইয়া আপনার এই ভিডিও গুলার মধ্যে ভাবিকে রাখিয়েন্না,,,🥰
আপনার ভিডিও টি খুব সুন্দর লাগলো পাহাড়ের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে গেঁথে রইলো।
খুব খুব সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সুমন ভাই, সর্গ দ্বার দেখালে, ভোলার নয়, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া
ভাইয়া আপনার ভিডিওটা আসলেই খুব মনোমুগ্ধকর ছিল বিশেষ করে ভাবিকে নিয়ে ওইখানে ঘুরতে যাওয়া মুহূর্ত গুলো খুব ভালোই লাগছিল
Prio vai apnar video khub valo lage❤❤❤❤
Salam brother thanks for sharing it was enjoyable and fun
কত সুন্দর আমাদের এই বাংলাদেশ আরো সুন্দর লাগছে আপনার ভিডিওর মাধ্যমে আর ভালো লাগে শায়েরী আপুর ভিডিওতে❤❤❤
সুমন ভাই এই বাংলার মাটির মানুষ। এতে কোন সন্দেহ নাই।
সংযুক্ত আরব আমিরাত থেকে আপনার ভিডিও গুলো দেখি
Amin o
এক কথায় ছোট করে বলতে চাই অসাধারণ এই ভ্রমণ দৃশশ ও বরনণা! সরি, যুকত বরণগুলো এইভাবে টাইপ হচ্ছে বলে!
আপনার সব video দেখি ❤, খুব সুন্দর
খুব সুন্দর একটি ভ্লগ উপভোগ করলাম ❤
Bchaatake onek valo lagse ak kothay osadharon lagse ❤
ভাই পুরো ভিডিওটাই ছিল একটা অসাধারণ
মারমাদের খাবার গুলো দেখতে অনেক দারুন ও মজার
অসাধারণ! অনেক সুন্দর একটা ভিডিও
সুমন ভাই মুসলিম হিসেবে আমাদের কাদিয়ানী পূর্ণ বয়কট করা উচিত, প্রাণ কোম্পানি আরএফএল কোম্পানির টেস্টি ট্রিট মিঠাই এগুলো সবই কাদিয়ানী পূর্ণ। আশা করি কাদিয়ানী পূর্ণ বয়কট করবেন সবাই,
যে দেশে ৯০℅ মানুষ প্রানের পন্যসামগ্রিই ব্যবহার করে,
শতভাগ সহমত ধন্যবাদ প্রিয় ভাই
আরএফএল প্রান বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় বাজার সৃষ্টি করেছে; দেশকে করেছে সমৃদ্ধ। তোমার কুপমন্ডকতা চুলোয় যাক।
বয়কট্ করতে করতে তোমারাতো একদিন পুরা দুনিয়াটাকেই বয়কট্ করে ফেলবে। বয়কটের এই ভুতটা তোমাদের ঘাড় থেকে তোমরা মত শীঘ্র তাড়াবে - ততো শীঘ্রই তোমাদের মঙ্গল হবে ভাই।
Very good.khub valo laglo.
আমি না খেয়ে শুধু দেখতে পেয়েই খুব খুশি হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।
সুমন ভাইয়ের কথা গুলো অনেক ভালো লাগে 😊
আপনার অক্লান্ত পরিশ্রমই আপনাকে সফল ও জনপ্রিয় করে তুলেছে।
সুমন ভাই ও ভাবির পাহারি এলাকার সুন্দর পরিবেশ ও নানান ফলএর গাচ উচা নিচা পাহার দেকলাম।
অসাধারণ সৌন্দর্য সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
সত্যি সুমন ভাইয়া আপনাকে কিংবদন্তি বলতে হয় পাতা ঝড়া বন কেও সুনাম করতে জানেন আঁকাবাকা জরাজীর্ণ পথ কেও সুন্দর ভাবে উপস্থাপন করেন সব মিলে আপনার কথা গুলো সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করেছেন ধন্যবাদ আমাদের পাহাড়ির জিবন কে এভাবে দেখানোর জন্য! আমিও মারমা আমি বান্দরবান রোয়াংছড়ি থেকে ভালো লাগলো ভিডিও সাবসক্রাইব করলাম আবার এমন তথ্যবহুল ভিডিও দেখার জন্য ❤
MASHALLAH anarosher baganta ,onek shundor ALHAMDULILLAH ❤❤❤
❤সুমন ভাই, খুবই ভালো লাগলো ভিডিওটা
MASHALLAH ONEK SHUNDOR ALHAMDULILLAH ❤❤❤
World very nice para Bandarban good right❤❤
আমি আপনার সব ভিডিও দেখি
ঠিক আমার সপ্নের মতো ❤️❤️❤️
একটি হাদিসে পরেছিলাম যে।
বিয়ের পরে আস্তে আস্তে স্বামী/স্ত্রী এর চেহারা একই হয়।
আপনাদের ২ জনের মধ্যে সেই মিল পাওয়া জাচ্ছে আলহামদুলিল্লাহ।
কই পাইসেন এই হাদীস প্রমাণ দেন
Ora khalato vai bon biya korse tai cheharar mil.
ফালতু কথা।
উনারা মামাতো ফুপাতো ভাই বোন তাই চেহারার মিল পাচ্ছেন।
Every video is amazing. I love it. Thank you so much Sumon bhai.
হ্যা ভাল লাগল। পঃবঃ সুন্দর বন থেকে ।
মাশাআল্লাহ চমৎকার ভিডিও প্রিয়
এই রকম ভিডিও আমার অনেক ভালো লাগে
কি আশ্চর্য?!আমিও কাজু বাদাম খাচ্ছিলাম আর ভিডিও দেখছিলাম। সত্যিই দুনিয়াটা অনেক ছোট।
Good luck dear brother,, Very beautiful video
ভাইয়ার ভিডিও গুলো অনেক ভালো লাগে বিশেষ করে প্রবাসী দের
আপনার ধারা বর্ণনা কি -যে ভালো লাগে। সত্যি অসাধারণ। চালিয়ে যান ।
বান্দরবান আমার দেখা বাংলাদেশের সব থেকে সবুজ ভৃমি। ষোল বছর আগে একবার যাবার সৌভাগ্য হয়েছিল আমার। আজ এত বছর পর আবার দেখে আমার খুবই ভাল লাগল।
সুমন ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগে।ভারত থেকে। ধন্যবাদ।
সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখতে মাশাআল্লাহ অপূর্ব সুন্দর তা বলার অপেক্ষা রাখে না
ভাইয়া নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিও দেখতে চলে আসলাম আপনার ভিডিও এবং কথার এতো ভালো লাগে যার কারনে আপনার প্রতিটা ভিডিও আমি দেখি
সত্যি অসাধারণ। ঠান্ডা পানীয় সম্পর্কে যা আপনার ধারণা আসলেই ঠিক। ধন্যবাদ।
সুমন ভাই ভাবিকে নিয়ে মক্কা মদিনা জিয়ারত করে আসলে সবে মাত্র কিন্তু অবাক লাগে ভাবির বেশভূষায় দুঃখিত ।
হেজাব পরলে সমস্যা কি
ভাই এরা ব্লগিং করার জন্য গেছিলো।
tora kara baktigoto life niye eto jala keno
সালাউদ্দিন সুমন ভাইয়ের চমৎকার ভিডিও, সুন্দর উপস্থাপনা করেন খুব সুন্দর লাগছে।
Apnr shob video valo Lage ..❤❤❤
আপনার ভিডিও দেখলেই মনটা ভরে যায় ❤️❤️
অনেক সুন্দর লাগলো সুমন ভাই আমি জয়পুরহাট থেকে মোঃ নাহিদ হোসেন
সুমন ভাই তেতুল দেখে তো জিভে জল আসাইলেন
আসসালামুওয়ালাইকুম। ভাইয়া কেমন আছেন। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। মনে হয় আপনার সাথে থাকতে পারলে মনে হয় আরো ভালো লাগতো। আমি থাকি সৌদি আরব। এখান থেকে আপনার ভিডিও চিত্র দেখি।
বাংলাদেশের মানুষ হলেও এখানো জন্মভূমি অদেখা রয়ে গেলো ,, সুমন ভাই আপনার মাধ্যমে দেখা হচ্ছে সব , ধন্যবাদ ❤