আপনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি, আমাদের ভিডিও আপনার প্রাণে যে আনন্দের রেশ সঞ্চারিত করতে সমর্থ হয়েছে তাতে আমাদের ভিডিও তৈরি আজ সার্থক। ভালো থাকুন, এভাবেই আনন্দে থাকুন।
সিগীরিয়ার স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে গেলাম,এর ভগ্ন দশা দেখে সত্যি খারাপ লাগছিল।সে যুগে এর কারিগরি দেখে অবাক হতে হয়।কত রহস্য ই না লুকিয়ে আছে খাঁজে খাঁজে।আর অতগুলো সিড়ি ওঠাও বেশ চাপের।কেবল মনে হচ্ছে পুরোনো গঠন টা যদি অবিকল থাকত।দারুন জিনিস দেখালেন।
HCP bell a british carried more than half of ancient stuff from sigiriya to britain, also there are records he was closed a secret door by concrete, you ll see many concrete marks in various holes in the rock
খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য,সত্যিই দেখে মুগ্ধ হলাম। Lion Rock ও অনুরাধাপুরা র প্রাকৃতিক সৌন্দর্য এবং বৌদ্ধ স্তূপ গুলি ভীষণ মনমুগ্ধকর লাগল। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। আপনাদের সকলের কুশল কামণা করি।
ভাই তোমরা কত সুন্দর যায়গায় যাও। আমরা ঘরে বসে সেই সব জায়গায় ঘুরতে যাই তোমাদের সাথে। দেখি তোমাদের চোখ দিয়ে। তোমরা যেখানে যাও সেখানকার রামকৃষ্ণ মিশন দেখাও তাহলে আমার খুব ভালো লাগবে।
Darun, darun bhalo laglo. Aar "Jhum re jhume dharti jhume sari aasman" haunts me. What a beautiful song. Definitely lion claw noy, eagle or hawk hote pare. In one word a fabulous view from your eyes to mine. Thank you
দুর্দান্ত লাগলো !! বিশেষ করে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য দিয়ে ভরা Lion's rock আর অনুরাধা পুরার বৌদ্ধ স্তূপ ...দশানন কিংবা রাজা কাশ্যপ যেই ওই প্রাসাদটি তৈরী করুন না কেন ...দারুণ সুন্দর আর ওখানে উঠতে অনেক স্ফিত ব্যক্তি বা মহিলাকে স্লিম হতে সাহায্য করবে 😊😊 আর শ্রীলঙ্কা যে এত সবুজে ঘেরা ভাবতেই পারিনি !!!! অপূর্ব অপূর্ব !! ❤
দুর্দান্ত লাগল শিগিরীয়া. Amish Tripathi র লেখা রামায়ণ পড়া ছিল বলেই আরও ভাল লাগলো.. Shibaji'র দেওয়া information গুলো খুব মূল্যবান.. তার সঙ্গে prithijit এর মন্তব্য অসাধারণ
শ্রীলঙ্কা এমন একটি দ্বীপ যা প্রত্যেকে নিজের ভিতরে কোন না কোন স্তরে ভালবাসে। একটি খুব বিশেষ দ্বীপ যা ভ্রমণকারীরা, সিনবাদ থেকে মার্কো পোলো, স্বপ্ন দেখেছিল। এমন একটি জায়গা যেখানে ভূমির আকৃতি নিজেই একধরনের পাতলা কবিতা তৈরি করে।
আমি সৌদি থেকে আপনার ব্লগ গুলো দেখি💚যখন কাজ শেষ করে আপনার ব্লগ গুলা দেখি তখন মনে হয় সারাদিনের যে র্কম ব্যস্থতা এক নিমিশেই শেষ হয়ে যায়💛💛দোয়া ও ভালবাসা সব সময় ❤️❤️
আমরা তো মনে হয় কোনদিনও আপনার মতন বিভিন্ন দেশে ঘুরতে পারবো না কিন্তু আপনার চোখ দিয়ে বিদেশ দেখা এবং শ্রীলংকা দেখা খুব ভালো লাগছে দাদা দাদা আপনি ভালো থাকবেন
আপনাদের ঐতিহাসিক ব্যাখ্যা সহ প্রত্যেকটি দ্রষ্টব্য স্থানগুলি, tree house, lion rock ইত্যাদি জায়গাগুলো দেখে খুব আনন্দ পেলাম। অথ'নেতিক অসুবিধা সত্বেও শ্রী লঙ্কা তাদের রাস্তাঘাট এবং পয'টন জায়গাগুলো খুব সুন্দরভাবে maintain করছে এবং বিদেশী মুদ্রা অজ'ন করছে। এরা গ্রাম দেখিয়ে ও বিদেশি মুদ্রা অজ'ন করছে। এগুলো আমাদের দেশ ও শিক্ষা নিতে পারে।
আমি মনে মনে ভাবছিলাম, এটা সিংহের না হয়ে ঈগল বা কোনও বড় পাখির হতেও তো পারে, ঠিক তখনই তুমি ঈগলের কথাটা বললে। অপূর্ব অপূর্ব অপূর্ব, এমনটা কল্পনারও অতীত এই lion rock। তোমার photography তে সেটা আরও অনেক সুন্দর, অনিন্দ্য সুন্দর লাগছে।
Ajker video ta durdanto lagloo.... bishes kore tree house, lion rock khub bhalo legechhe ..... Khub sobuj shohor Sreelanka ..... Porer video r opekkhay roilam...... ❤❤
I believe Anuradhapura is a masterpiece location for scholars, studying Bushisht Study. Thank you Shivaji Da for sharing such an informative and distinctive visuals through your Blog.
Night stay in a tree house, Lion's rock, Bodhi tree, Anuradhapuram, skilled drone shot and the selective background song altogether an ultimate one, you deserve high appreciation for sharing such an worthy episode 👍👍👍👍👍👍👍
Both India and Srilanka had lions. 39000 years back lions in srilanka got extinct. In India lions were present from industry to bengal. Saudi, persia, turkey also had lions. In Asia lions are now found in Gujarat only. Hope you go there soon.
Wow....39000 years is a long time ,indeed! But yes it's true until about the end of the Mughal era lions were present ,although in reduced numbers ,in grasslands all over from Iran through present day Pakistan right through entire north India in grassland habitats after which massive hunting and destruction of habitat led to their demise in all but one single forest i. Western India .
Amazing background score along with spellbound visual! hats off to you Shibaji da and team! banglai travel vlog ke ekta alada height e niye jawar jonyo kudos to the entire team! thoroughly enjoyed.. :-) :-)
Wow, what an amazing video! I really enjoyed watching your exploration of the Lion's Rock, Anuradhapura and the Bodhi Tree in Sri Lanka. You captured the beauty and history of these places very well. I also liked the music and narration in the video. Thank you for sharing your experience with us. Explorer Shibaji, you are truly an inspiration for all the travelers out there. Keep up the good work! 👍👏🙌
আশ্চর্য জনক ভাবে উপভোগ করছি ।প্র তিনটা জায়গা তার ইতিহাস ও ভৌগলিক তথ্য দারুণ লাগছে ।ব্লগের জন্য অপেক্ষা রে থাকি ।কত পড়াশোনা করতে হয়।আমরা তো ঘরে বসে দেখি।পরের দিনের জন্য অপেক্ষায় রইলাম । ভালো থাকবেন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ।
❤❤❤incredible shibaji ....you both did uphill task ..my god 😮....thank you so much for gifting us 💖 wonderful exquisite video ..god bless you both Ekdin kalyani te eso ...
সিগিরিয়া দারুন দেখালে। খুব ভালো লাগলো। তোমার মাধ্যমে অনেক কিছু দেখতে পারছি। নানা দেশ ঘুরতে পারছি তোমার ক্যামেরার মাধ্যমে। ভালো থেকো আরও অনেক দেশ দেখবো এই আশাই করবো।
Was eagerly waiting for this video Sigiriya was simply wonderful.Undoubtedly,the best site to visit in Sri Lanka.Some call it the 8th Wonder of The World.Luckily,you did not face rain there In one point,I beg to differ with you.I have read in many places that our Varanasi is the oldest living City in the world and not Anuradhapura.Varanasi has been lived by humans since Mahabharat days .
আমি cancer আক্রান্ত আপনাদের এই ভ্রমন যাত্রা দেখে দেখে আনন্দ নিচ্ছি। আপনাদের প্রায় সব vlog ই দেখছি। রোগটা মনেহয় আনন্দে সেরে উঠব।❤❤❤❤❤
আপনার জন্যে অনেক শুভকামনা রইলো,আপনি এই যুদ্ধে জয়ী হন সেই কামনা করি❤🙏
আপনার সুস্থতা কামনা করছি। ❤
Sustho hoye uthun,anondo korun
আপনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি, আমাদের ভিডিও আপনার প্রাণে যে আনন্দের রেশ সঞ্চারিত করতে সমর্থ হয়েছে তাতে আমাদের ভিডিও তৈরি আজ সার্থক। ভালো থাকুন, এভাবেই আনন্দে থাকুন।
Love you ,, get well soon
আপনার বলার ভঙ্গিমা দরুন, গল্পও শুনছি সঙ্গে অরিজিনাল পিকচার। অসম্ভব কে সম্ভব কোরে দেখছি আমরা। স্যালুট আপনাদেরকে।
শ্রীলঙ্কা মানেই সবুজের সমারোহ। শ্রীলঙ্কা মানেই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। সুতরাং এই ব্লগটা অবশ্যই আমাদের মন ভরিয়ে দিল।
সবুজের সমারোহ ....অপূর্ব সুন্দর Lion's Rock.... দারুন লাগলো👌👌👌
দারুন লাগলো। ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে বেশ রোমাঞ্চিত লাগলো। বাংলায় srilanka দর্শন এটা প্রথম,তার জন্য explorer shivaji দা কে অসংখ্য ধন্যবাদ।
সিগীরিয়ার স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে গেলাম,এর ভগ্ন দশা দেখে সত্যি খারাপ লাগছিল।সে যুগে এর কারিগরি দেখে অবাক হতে হয়।কত রহস্য ই না লুকিয়ে আছে খাঁজে খাঁজে।আর অতগুলো সিড়ি ওঠাও বেশ চাপের।কেবল মনে হচ্ছে পুরোনো গঠন টা যদি অবিকল থাকত।দারুন জিনিস দেখালেন।
HCP bell a british carried more than half of ancient stuff from sigiriya to britain, also there are records he was closed a secret door by concrete, you ll see many concrete marks in various holes in the rock
সিগিরিয়া এক কথায় অসাধারণ...অপূর্ব স্থাপত্য শৈলী সত্যিই মন কারে..অনেক ধন্যবাদ আপনাদের..❤❤❤❤
এ বিস্ময় যেন শেষ হওয়ার নয়, বিস্মিতভাব আমার কাটতেই চাইছেনা। অসাধারণ
দারুন লাগলো লাওন রক,গাছ বাড়িটা খুব সুন্দর, আর চারিদিকে সবুজের সমারোহ,সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত।👌👌
দারুণ সুন্দর একটা পর্ব দেখলাম। ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ পর্বও বটে। অপূর্ব শ্রীলঙ্কা।❤
খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য,সত্যিই দেখে মুগ্ধ হলাম। Lion Rock ও অনুরাধাপুরা র প্রাকৃতিক সৌন্দর্য এবং বৌদ্ধ স্তূপ গুলি ভীষণ মনমুগ্ধকর লাগল।
পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম।
আপনাদের সকলের কুশল কামণা করি।
শুভ দীপাবলি,
আজকের এই পর্ব নিয়ে কিছু বলার নেই, আজকের এই পর্ব শুধু দেখতে হবে।👌👌👌👌👌👌👌 অসাধারণ। ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম..... শিবাজী বাবু ও পৃথ্বী বাবু আপনাদের দৌলতে। বুকে হাত দিয়ে বলছি। খুব ভাল থাকবেন। ঈশ্বরের আপন হাতের সৃষ্টি আপনারা। বিশেষ কৃপা সদাই বর্ষিত হোক আপনাদের ওপর। 🙏❤️
অসম্ভব ভালো একটি ব্লগ। খুব সুন্দর এবং তথ্য যুক্ত ব্লগ
আশ্চর্য লায়ন রক , দেখে অভিভূত , ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
অপুর্ব vlog,অস্থির vlog,ইতিহাস ভূগোল সব আপনি সাথে নিয়ে ঘুরছেন ।আমার age 70 একটু একটু ভয় ও লাগছিল ।
পুরাণ ও ইতিহাস সমৃদ্ধ এই উপস্থাপনা টি খুব ভালো লাগলো।
আজকের ব্লগটা সারা জীবন মনে রাখার মত ব্লগ।দারুন লাগলো।ভালো থাকবেন সবাই।
ভাই তোমরা কত সুন্দর যায়গায় যাও। আমরা ঘরে বসে সেই সব জায়গায় ঘুরতে যাই তোমাদের সাথে। দেখি তোমাদের চোখ দিয়ে। তোমরা যেখানে যাও সেখানকার রামকৃষ্ণ মিশন দেখাও তাহলে আমার খুব ভালো লাগবে।
হাঁটুর সমস্যা নিয়ে এত সিঁড়ি উঠা সম্ভব না তাই আপনার দেখানো ভিডিও দেখে মন ভরে গেল। অনুরাধা পুরা টা ও খুব ইনজয় করলাম দেখানোর জন্য ধন্যবাদ।
Darun, darun bhalo laglo. Aar "Jhum re jhume dharti jhume sari aasman" haunts me. What a beautiful song.
Definitely lion claw noy, eagle or hawk hote pare.
In one word a fabulous view from your eyes to mine.
Thank you
দুর্দান্ত লাগলো !! বিশেষ করে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য দিয়ে ভরা Lion's rock আর অনুরাধা পুরার বৌদ্ধ স্তূপ ...দশানন কিংবা রাজা কাশ্যপ যেই ওই প্রাসাদটি তৈরী করুন না কেন ...দারুণ সুন্দর আর ওখানে উঠতে অনেক স্ফিত ব্যক্তি বা মহিলাকে স্লিম হতে সাহায্য করবে 😊😊 আর শ্রীলঙ্কা যে এত সবুজে ঘেরা ভাবতেই পারিনি !!!! অপূর্ব অপূর্ব !! ❤
Sigiriya was a pleasure palace for king kashyapa .
-Proved.
Love from Sri Lanka 🇱🇰
Good to see a Sri Lankan watching this. How did you come to know about this video?
TH-cam recommended this.
Please add English captions
@@ravindurajapakse7270 I see. Maybe the owner will add Eng subtitles in future.
@@youtubeuserxix I also enjoyed your videos a lot. I found it accidentally.Thanks for your positive comments.
@@thisageeupethma6783 I am not the channel owner but thank you anyway ✌️
জয় শিবাজী জয় পৃথ্বীজিৎ।ধন্যবাদ আপনাদের এই মনোরম পৌরাণিক সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য ও মূল্যবান তথ্য পরিবেশন করার জন্য।
Ashadharan laglo Srilankar Lion's Rock,thanks a lot for this video aar tree house ta darun❤👌👍💯
দুর্দান্ত লাগল শিগিরীয়া. Amish Tripathi র লেখা রামায়ণ পড়া ছিল বলেই আরও ভাল লাগলো.. Shibaji'র দেওয়া information গুলো খুব মূল্যবান.. তার সঙ্গে prithijit এর মন্তব্য অসাধারণ
অপূর্ব দৃশ্য।আপনাদের জন্যই এগুলো দেখা সম্ভব হচ্ছে। ধন্যবাদ দাদা রা।
Sotti apnader maddhome eto apurbo sob jaiga dekhte pacchi. Itihas er sikkhika hisebe apnader a big thanks.
শ্রীলঙ্কা এমন একটি দ্বীপ যা প্রত্যেকে নিজের ভিতরে কোন না কোন স্তরে ভালবাসে। একটি খুব বিশেষ দ্বীপ যা ভ্রমণকারীরা, সিনবাদ থেকে মার্কো পোলো, স্বপ্ন দেখেছিল। এমন একটি জায়গা যেখানে ভূমির আকৃতি নিজেই একধরনের পাতলা কবিতা তৈরি করে।
শিবাজী প্রীথিজিত বাবু এক অসাধারণ শ্রীলঙ্কার ভিডিও উপহার দিলেন মন ভোরে গেল আর আপনার ভাষ্য মনে হল ক্লাসে বসে আছি। নমস্কার।
আমি সৌদি থেকে আপনার ব্লগ গুলো দেখি💚যখন কাজ শেষ করে আপনার ব্লগ গুলা দেখি তখন মনে হয় সারাদিনের যে র্কম ব্যস্থতা এক নিমিশেই শেষ হয়ে যায়💛💛দোয়া ও ভালবাসা সব সময় ❤️❤️
সিগিরিয়া Lion's Rock----!!!! অবিশ্বাস্য সুন্দর!!❤️🙏❤
❤ অবিশ্বাস্য সুন্দর! nicely described!
আপনার দের জন্য এতো ভালো ভালো ইতিহাসের জায়গা দেখতে পাচ্ছি 🙏
👍👍👍 ধন্যবাদ
Waaaaa ato din dhore wait kore finally pelam..thik etai dakhr jonno adhir agrohe chilam,👌👌👌👌
Amazing rock❤😊srilanka is beautiful❤ nice views😊.
খুব সুন্দর লাগছে, অসাধারণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ 👍
দুজনকে শুভ দীপাবলির অভিনন্দন জানাই,আর শ্রীলঙ্কা ভ্রমণ অসাধারণ লাগলো........
আমরা তো মনে হয় কোনদিনও আপনার মতন বিভিন্ন দেশে ঘুরতে পারবো না কিন্তু আপনার চোখ দিয়ে বিদেশ দেখা এবং শ্রীলংকা দেখা খুব ভালো লাগছে দাদা দাদা আপনি ভালো থাকবেন
ওটা আমারও মনে হলো পাখির...ঈগল কিনা সেটা বলা মুশকিল ...
❤❤দারুন লাগলো
আপনাদের ঐতিহাসিক ব্যাখ্যা সহ প্রত্যেকটি দ্রষ্টব্য স্থানগুলি, tree house, lion rock ইত্যাদি জায়গাগুলো দেখে খুব আনন্দ পেলাম। অথ'নেতিক অসুবিধা সত্বেও শ্রী লঙ্কা তাদের রাস্তাঘাট এবং পয'টন জায়গাগুলো খুব সুন্দরভাবে maintain করছে এবং বিদেশী মুদ্রা অজ'ন করছে। এরা গ্রাম দেখিয়ে ও বিদেশি মুদ্রা অজ'ন করছে। এগুলো আমাদের দেশ ও শিক্ষা নিতে পারে।
আমি মনে মনে ভাবছিলাম, এটা সিংহের না হয়ে ঈগল বা কোনও বড় পাখির হতেও তো পারে, ঠিক তখনই তুমি ঈগলের কথাটা বললে।
অপূর্ব অপূর্ব অপূর্ব, এমনটা কল্পনারও অতীত এই lion rock। তোমার photography তে সেটা আরও অনেক সুন্দর, অনিন্দ্য সুন্দর লাগছে।
some people think its a GARUDA bird bcz of the count of paws
আমার খুব ভালো লাগলো যে এতোটা সিরি হেটে আমাদের জন্য এতো সুন্দর একটা ভিডিও দেওয়া তা খুব খুব ভালো গাগলো
অসাধারণ লাগছে শ্রীলঙ্কার সিরিজ ❤❤❤❤❤❤❤❤❤❤
অনাবিল আনন্দ লাভ করেছি আপনাদের এই পডকাষটি তে।।রাবনের প্রাসাদ ও অনুরাধা পুর দেখার আকাঙ্ক্ষা নিয়ে ❤জানাই দুজনকে ।
Very nice travelling blog thanks Shivajida Prithijeet da
Eto ananda pelam video ta dekhe ki bolbo,valo thakun,sustho thakun,apurbo laglo 👌👌👍
তাহলে রাবনও সহযোগীদের বর্বর অসভ্য বলাহয় কেন?তারা তো সেযুগের দারুন সভ্য আধুনিক মানুষ ছিল!! ধন্যবাদ আপনাদেরকে।
রাবন থাকলে তো বর্বর অসভ্য হত , আসলে রাবন একটা কাল্পোনিক গল্প ছাড়া কিছু না
মুগ্ধ!বিস্মিত!!🙏❤❤🙏। অনুরাধাপুরা----🙏❤❤️🙏 কুর্ণিশ জানাই আপনাদের Explorer Shibaji ar Pritthwijeet !!❤❤
❤🙏
পৃথ্বীজিৎ দা হল শিবাজী দার পরিপূরক।
খুব সুন্দর ভিডিও।
আপনাদের দেখলাম,অসম্ভব, অসাধারণ। বিশেষ করে আপনার কথা বলার স্টাইল।
দারুন দারন আর দারুন । সত্যিই অবাক আর অনবদ্য একদম চমৎকার হয়েছে দাদা অনেক ধন্যবাদ। বাংলাদেশ 😂 থেকে 🇧🇩 গাফ্ফার খান শিপলু
দারুণ সুন্দর জায়গা ...আর আপনার video as usual excellent
অসাধারণ বর্ণনা ! এই ২জনার সঙ্গে ট্যুরে যেতে পারলে ধন্য হতাম ।
অসাধারণ একটা blog দেখলাম। Very interesting and informative ❤
দুর্ধর্ষ ভিডিও, দারুণ লাগল 👌👌👌
আমার ইতিহাস খুব প্রিয় তাই অনুরাধাপুরা আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ শিবাজী দা ।
Yes vlog গুলো তাড়াতাড়ি আসলে খুব ভালো হয় please 🙏🙏
চেষ্টা থাকবে
অসাধারণ অপূর্ব অনবদ্য অভুতপূর্ব দারুন দারুন। কিন্তু কষ্টোও খুব।
Oshadharon laaglo. So much greenery. One more thing... THERE WAS NO GRAFFITI VISIBLE ANYWHERE.Anuradhapura was reverent.
whats graffity ?
Very informative post. Joto video dekhechi amar kache best chilo. Thanks janale kom hobe. Daruuun laglo
আপনাদের চোখে শ্রীলঙ্কা দেখে নিলাম ধন্যবাদ আপনাদের চোখে শ্রীলঙ্কা দেখে দিলাম অশেষ ধন্যবাদ আপনারা ভালো ভালো থাকুন
Ajker video ta durdanto lagloo.... bishes kore tree house, lion rock khub bhalo legechhe ..... Khub sobuj shohor Sreelanka ..... Porer video r opekkhay roilam...... ❤❤
রাবণের লঙ্কাতেও আমাদের শিবাজী দা আর পৃথ্বীদা জয়ের আগুন জ্বালিয়ে আসলেন...দুর্ধর্ষ❤
Khub valo bolecchen ❤
আমি আপনাদের অনেক ভিডিও দেখেছি। আজ শ্রীলঙ্কার ভিডিওটা দেখে খুবই আনন্দ পেলাম। আপনাদের কে অনেক ধন্যবাদ ।
দাদা সব Episode complete হয়ে যাওয়ার পর একটা tour plan দিলে ভালো হয় যেমন কতদিন ; কোনদিন কী কী দেখবো থাকার ভালো জায়গা ইত্যাদি
সুন্দর তথ্যপূর্ণ ভিডিও। Photography videography অপূর্ব
রাবনের লঙ্কা যে মিথ্যা নয় তার প্রমান দিলেন, অসাধারণ ভাবে অনুরাধাপুরম উপহার দিলেন মন ছুঁয়ে
বাহ্ কি সুন্দর চুলের ডিজাইন, জামা কাপড় অসাধারণ অসাধারণ মেচিং❤️❤️
The ancient ruins, the surrounding greenery...soothing and fascinating to watch 💚
You are absolutely right
এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।
I believe Anuradhapura is a masterpiece location for scholars, studying Bushisht Study. Thank you Shivaji Da for sharing such an informative and distinctive visuals through your Blog.
Joy ho 🚩🚩🚩
আমি এই শ্রীলঙ্কা ভ্রমনের ভিডিও দেখলাম ভালোই লাগল, আর তার থেকে বড় কথা যেখানে যান সময়, কাল, সব কিছুই তুলে ধরেন, ধন্যবাদ, মুর্শিদাবাদ থেকে।
Night stay in a tree house, Lion's rock, Bodhi tree, Anuradhapuram, skilled drone shot and the selective background song altogether an ultimate one, you deserve high appreciation for sharing such an worthy episode 👍👍👍👍👍👍👍
দুর্দান্ত।।। দুর্দান্ত।।।
ভিডিও র সাথে আপনার information দুর্দান্ত।।।
🙏🙏🙏
Dada vlog gula aktu taratari diyn.... Love from Bangladesh ❤❤
আপনাদের দুজনের জুটি কিন্তু দারুন। খুব ভালো ব্যাখ্যা করেছেন।এইরকমই ব্যাখ্যা দরকার। আপনার চোখ দিয়েই আমার দেখা হয়ে গেল। যেতে নাইবা পারলাম।
I'm in love with Srilanka for your presentation. Quite old to travel there so enjoying every bit of the video. Thanks to both of you. ❤
দাদা দারুণ লাগছে, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি বাংলাদেশ থেকে । শুভকামনা আপনার জন্য ।
Shivaji da , Prithwijit da salute apnader. Apnara achhen bolei eisob durlov drishyo gulo dekhte pari. Anek valobasa. Apnara egiye Jan aro anek. Jate amra ghore bosei Sara prithibi ke dekhte pari.❤
❤🙏
Khub valo laglo apnader Dara amra ghura aalam Mona hochhe
অনেক আগেই আশা করে অপেক্ষা করছিলাম।তবে যা দেখলাম নয়ন জুড়িয়ে গেল। শুভকামনা রইলো। ❤️❤️
Khub khub bhalo laglo video ta..Daruuun enjoy korlam..
Thank You So Much Dada ❤...
11tarikh back kore ajker moddhe ei episode.... Onoboddo 👌
Dekhe Obossoi Feedback Dicchi😊
Asha Korchi Darun Lagbe❤
আপনাদের মাধ্যমে শ্রী লংকার অনেক কিছু দেখতে পেয়ে অভিভূত, দারুণ!!
Both India and Srilanka had lions. 39000 years back lions in srilanka got extinct. In India lions were present from industry to bengal. Saudi, persia, turkey also had lions. In Asia lions are now found in Gujarat only. Hope you go there soon.
Thank you so much!!
Wow....39000 years is a long time ,indeed! But yes it's true until about the end of the Mughal era lions were present ,although in reduced numbers ,in grasslands all over from Iran through present day Pakistan right through entire north India in grassland habitats after which massive hunting and destruction of habitat led to their demise in all but one single forest i. Western India .
@@explorershibaji Shibaji Da r uchit bhromon kahini lekha😍
video r sathe lekha teo thakuk.
Lions should be preserved ❤️
Ki bolbo , vasa hariye felechhi. Weldone! Khub khub khub valo laglo. R upnara khub khub khub khub valo thakun.
Amazing background score along with spellbound visual! hats off to you Shibaji da and team! banglai travel vlog ke ekta alada height e niye jawar jonyo kudos to the entire team! thoroughly enjoyed.. :-) :-)
Shivaji da amader moto notun vlogger der jonno onuprerona ❤
MashaAllah tomader video gulo vision valo laagey 😊
Wow, what an amazing video! I really enjoyed watching your exploration of the Lion's Rock, Anuradhapura and the Bodhi Tree in Sri Lanka. You captured the beauty and history of these places very well. I also liked the music and narration in the video. Thank you for sharing your experience with us. Explorer Shibaji, you are truly an inspiration for all the travelers out there. Keep up the good work! 👍👏🙌
bodhi tree in Lanka is the oldest human planted tree in the entire world according to WP
আপনাকে তো ভালো লাগেই, আজকাল পৃথ্বীজিৎ দাকেও বেশ পছন্দ আমার। ওনার মানুষকে হাসানোর এমন একটা ক্ষমতা আছে, যেটা সবার থাকে না। বেশ ভালো
বিদেশ বিভুঁইয়ে বাংলায় ভিডিও নিয়ে দুই বাঙালির দাপিয়ে বেড়ানো খুব ভালো লাগে ❤️🙏
অপেক্ষায় ছিলাম...জানতাম নিশ্চয়ই ভালো কিছু আপনি দেবেন 🤭😆
কথায় বলে ধৈর্যের ফল মিষ্টি হয়❤
Hat's off Shibaji Daaaa for the thumbnail 😢😂😂
আশ্চর্য জনক ভাবে উপভোগ করছি ।প্র তিনটা জায়গা তার ইতিহাস ও ভৌগলিক তথ্য দারুণ লাগছে ।ব্লগের জন্য অপেক্ষা রে থাকি ।কত পড়াশোনা করতে হয়।আমরা তো ঘরে বসে দেখি।পরের দিনের জন্য অপেক্ষায় রইলাম । ভালো থাকবেন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ।
আন্তরিক ধন্যবাদ!!
❤❤❤incredible shibaji ....you both did uphill task ..my god 😮....thank you so much for gifting us 💖 wonderful exquisite video ..god bless you both
Ekdin kalyani te eso ...
সিগিরিয়া দারুন দেখালে। খুব ভালো লাগলো। তোমার মাধ্যমে অনেক কিছু দেখতে পারছি। নানা দেশ ঘুরতে পারছি তোমার ক্যামেরার মাধ্যমে। ভালো থেকো আরও অনেক দেশ দেখবো এই আশাই করবো।
Was eagerly waiting for this video Sigiriya was simply wonderful.Undoubtedly,the best site to visit in Sri Lanka.Some call it the 8th Wonder of The World.Luckily,you did not face rain there
In one point,I beg to differ with you.I have read in many places that our Varanasi is the oldest living City in the world and not Anuradhapura.Varanasi has been lived by humans since Mahabharat days .
আপনার ব্লগগুলো দেখা যেনো নেশা হয়ে দাড়িয়েছে। এতো ব্লগ দেখি কিন্তু তৃপ্তি পাই না। আপনার ব্লগগুলো ব্যতিক্রম ❤
আন্তরিক ধন্যবাদ
দারুন উপস্থাপনা।
দারুন লাগলো।
এটি আপনার বানানো সুন্দরতম video গুলির একটা...❤❤❤