মানুষ কে কখনো তার বাহ্যিক রূপ দেখে সিদ্ধান্ত নিতে নেই তার বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠানটি। আফসারী সাহেবের ভক্ত হয়ে গেলাম । ধন্যবাদ কিবরিয়া সাহেব কে তার এই মহান কাজের জন্য । মানুষ তার ভালো কাজের মাধ্যমে সব সময় বেঁচে থাকে আমাদের মাঝে ।
এই মালেক আফসারী কে আজকের পর থেকে অন্যভাবে দেখব !!! এরকম সত্যবাদীলোক এখন নাই। নিজে ফেক কন্টেন্ট বানাইত এক সময়, কত সহজে বলে দিল!!! এরকম হাজারো ফেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে !! স্যালুট স্যার আপনাকে
পরিচালক মালেক আফসারী বাংলা চলচ্চিত্রে ডিরেকশন দেওয়ার গল্প গুলো শুনে অনেক ভালো লাগলো। চমৎকার একটা ইন্টারভিউ অসাধারণ সব কথা বলেছেন সত্যি খুব সুন্দর একটা ইন্টারভিউ। আজ ২০২৪ সালের ১৬ ই জুলাই ইন্টারভিউ টা দেখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম মালেক আফসারী ব্লগ গুলো আমার ভীষণ ভালো লাগে। 👍👍👍👍
মুগ্ধ হয়ে গেলাম। সব কিছু ছাড়িয়ে জনাব খলিল সাহেব একজন অসাধারণ শিক্ষক। কত সহজে কত কিছু শিখিয়ে দিলেন। পরিশ্রম, সততা এবং সদাচরণ - দুনিয়া জয় এর মূল মন্ত্র। ভাগ্যিস তিনি আমাদের অনেকের মতো লেখাপড়ার কারণে নষ্ট হয়ে যাননি।
আরজে কিবরিয়া ভাইয়ের শো অনেক এপিসোড দেখেছি । প্রতিটাই গঠনমূলক ছিলো কিন্তু এই এপিসোড টা ছিলো অসাধারন । মনে হচ্ছিলো আফসারী স্যার এখনেও একটি ছবি বানিয়েছেন ।
আমি মালেক আফসারী স্যারের বিগ ফ্যান, কিবরিয়া স্যারেরও বিগ ফ্যান, আমি আপনাদের এই অনলাইন কেরিয়ারের শুরু থেকে আপনাদের প্রায় সবগুলো ভিডিও কন্টেন্ট দেখি, মাঝে মাঝে কমেন্ট করি, তবে লাইক মিস করিনা। আপনাদের দুজনার জন্য অনেক অনেক শুভ কামনা সহ ভালোবাসা অবিরাম।
মালেক আফসারির ইউটিউব কন্টেন্ট এত টাও ভালো লাগতো না, আজ ইন্টাভিউ তে বুঝলাম কেনো তিনি এভাবে কন্টেন্ট বানান, তিনি আসলেই বুদ্ধিমান একজন মানুষ, আর আজ খুব সরল মনে সব বলে দিলেন, ভালো লাগলো,আর তারমধ্যে পজিটিভ ইগোটা ভালো লাগছে।
আমি জানিনা মালেক ভাইয়ের বয়স কত কিন্ত আমি ৮০ সাল থেকে প্রায় সিনেমা দেখেছি ৯৫ পর্যন্ত । তখন আফসারি ভাইকে চিন তাম পরিচালক হিসাবে আর আজকে নতুন করে চিনলাম একজন দায়িত্বশীল মানুষকে। ধন্যবাদ আপনাদের দুজন কেই আজকের এই আয়োজনে।
মালেক আফসারী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে, সে অকপটে বিনা সংকোচে তার জীবনের সত্য কথাগুলো, আর জে কিব্রিয়া শো-তে বলে দিয়েছেন। এভাবে নিজের সম্পর্কে নেগেটিভ দিকগুলো মিডিয়াতে ক্যামেরার সামনে কাউকে কখনো বলতে দেখিনি। তা ছাড়াও তার মৃত স্ত্রী সম্পর্কে যে ভালবাসার কথা জানালেন, সত্যি তার প্রতি অনেক শ্রদ্ধাবোধ বেরে গেল।
এই মানুষ টারে কমেডিয়ান বা আজাইরা মানুষ ভাবতাম বাট আজকে কিবরিয়া ভাই-এর জন্য এই মানুষটা কে বুঝতে পারলাম ও চিনতে পারলাম লোকটার কথা বাত্রা সুনে গুসবাম্প চলে আসছে। মানুষ টা আসলেই সত এবং ভালো মনের মানুষ ক্যামেরার সামনে যেমনি হোক বাট রিয়েল লাইফে সে একজন হিরো সেলুট স্যার আপনাকে
মালেক আফসারী বদিউর আলম খোকন কাজী হায়াত এবং এফ আই মানিক তাদের ছবি মানেই সুপারহিট মুভি মালেক আফসারী স্যার আমার অনেক প্রিয় একজন পরিচালক তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এবং ||সেই সংগে আর জে কিবরিয়া ভাইএর জন্য অনেক অনেক ভালোবাসা❤❤❤
আফসারী স্যারের অনেক গুন রয়েছে (আজকের আগে অজানা ছিল - প্রয়াত এবং প্রথম স্ত্রীর প্রতি অগাদ ভালোবাসা / সত্যবাদিতা ইত্যাদি যা নবীজির গুন) ফলো করার মতো, আর এর জন্যই তিনি পারফ্যাক্ট শ্রদ্ধেয়।
Clear cut *kono vonita nai"/1963,"Shangom"/Tokhon Rosy Samad/HERO Harun /Rosy Samad er EKTA dialogue"Janglee kahika'/Ajo mone Ase/Tokhon Ami class 4 E Pori/Now I am 70/
Love this show with Mr Malik I am from Stockholm. I watched many of your programs and I liked those.I lived in many countries starting from Pakistan 1966 in a boarding school Abbottabad Public School for 7 years, stuck in Karachi for a year and came back to Dhaka via Kabul. Came to Sweden 1975 . I travel to Dhaka when I am needed as I am doing some business and have two adopted daughters and some charity work At present I am the only Bangladeshi elected counsellor for 4 years and working with disable at a healthcare centre . In two years time I will try to live half a year in Bangladesh to give more time to my mother’s school and to build a healthcare centre which I promised my mother and a Old home if I have time left in Laxmipur, Noakhali.Thanks for your all program which I really enjoyed like branding Bangladesh, etc,etc. Take care and God bless you
আজকে মালেক আফসারির কথা শুনে বুঝলাম যারা এধরনের ভিডিও বানায় সবই মিথ্যা। শুধু লোক ঠকানো। কেউ স্বীকার করতে পারেনা। আপনি সত্য বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি সমমান আরো বাড়লো।
কেউ যদি বলে বাংলাদেশ চলচিত্রে মান্নার চেয়েও ভালো অভিনেতা আছে বা ছিলো, তাহলে ঐ সালাই একটা চুর। আমি যতো সিনেমায় দেখেছি, আমার শরিরের লুম গুলা দারিয়ে যেতো একমাত্র মহানায়ক মান্নার ডায়লক সুনলে।
২৩/২/২০২৪ মালেক আফসারি ভাইয়ের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো উনি অতীত কে ভুলে যান নি সকল গুনি মানুষ কে উনি শ্রদ্ধার সাথে স্মরণ করলে ভালো মানুষের জয় হোক
প্রতিদিন ঘরে বাইরে অসংখ্য মানুষ দেখি দিনের পর দিন দেখতে দেখতে বহুদিন পর হঠাৎ একদিন ভাল একজন মানুষকে খুঁজে পাই। আজকেও ঠিক তেমনি ভাল একজন মানুষকে খুঁজে পেলাম।
আমি বাংলাদেশের সিনেমা পরিচালকদের মধ্যে যাদের সিনেমা দেখি ওনারা হলেন - মালেক আফসারী,ইস্পাহানী আরিফ জাহান, কাজী হায়াৎ,বদিউল আলম খোকন,এফ আই মানিক, এম বি মানিক এদের সিনেমা দেখি এবং নায়ক মান্না আমার ফেভারিট নায়ক।
মালেক আফসারী সত্যিই একজন সহজ সরল মনের মানুষ আর তার প্রতিভা অসাধারণ অতুলনীয় এদের পক্ষে বিশ্ব জয় করা সম্ভব সত্যি কথাগুলো বলতে একবারও দ্বিধাদ্বন্দ করল না তার কনটেন্ট ক্রিয়েট এর উপর কোন প্রভাব পড়বে কিনা কিন্তু সত্যি কথা বলার জন্য কনটেন্ট ক্রিয়ার হাইলাইট হয়ে গেল আমার বিশ্বাস
আমার জীবনের প্রথম দেখা ছবির নাম বাবলু।টঙ্গীর আনারকলি সিনেমা হলে দেখেছিলাম। তখন পাকিস্তান আমলের একেবারে শেষ সময়। তখন আমার বয়স ছিল ছয় বছর। ঐ বয়সে আমাদের টিকিট কাটা লাগত না কোলে বসে অথবা সিটের হাতলের উপরে বসে ছবি দেখতাম। ওনার স্মৃতিচারণের সাথে সাথে আমিও আমার অতীতের অনেক মধুময় স্মৃতি খুজে পেলাম।
মানুষ কে কখনো তার বাহ্যিক রূপ দেখে সিদ্ধান্ত নিতে নেই তার বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠানটি। আফসারী সাহেবের ভক্ত হয়ে গেলাম । ধন্যবাদ কিবরিয়া সাহেব কে তার এই মহান কাজের জন্য । মানুষ তার ভালো কাজের মাধ্যমে সব সময় বেঁচে থাকে আমাদের মাঝে ।
এই মালেক আফসারী কে আজকের পর থেকে অন্যভাবে দেখব !!! এরকম সত্যবাদীলোক এখন নাই। নিজে ফেক কন্টেন্ট বানাইত এক সময়, কত সহজে বলে দিল!!! এরকম হাজারো ফেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে !! স্যালুট স্যার আপনাকে
জীবনের এই প্রথম ইউটিউবে এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখলাম
ধন্যবাদ প্রিয় মালেক আফসারী
পরিচালক মালেক আফসারী বাংলা চলচ্চিত্রে ডিরেকশন দেওয়ার গল্প গুলো শুনে অনেক ভালো লাগলো। চমৎকার একটা ইন্টারভিউ অসাধারণ সব কথা বলেছেন সত্যি খুব সুন্দর একটা ইন্টারভিউ। আজ ২০২৪ সালের ১৬ ই জুলাই ইন্টারভিউ টা দেখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম মালেক আফসারী ব্লগ গুলো আমার ভীষণ ভালো লাগে। 👍👍👍👍
আফসারি ভাই সত্যি আজকে আপনাকে নতুন ভাবে চিনলাম অনেক ভালো লাগলো পুরো অনুষ্ঠানটি, ধন্যবাদ কিবরিয়া ভাইকেও।
❤Malek afsari
মুগ্ধ হয়ে গেলাম। সব কিছু ছাড়িয়ে জনাব খলিল সাহেব একজন অসাধারণ শিক্ষক। কত সহজে কত কিছু শিখিয়ে দিলেন। পরিশ্রম, সততা এবং সদাচরণ - দুনিয়া জয় এর মূল মন্ত্র। ভাগ্যিস তিনি আমাদের অনেকের মতো লেখাপড়ার কারণে নষ্ট হয়ে যাননি।
আফসারী স্যারের সারল্য এবং স্পষ্টবাদীতায় মুগ্ধ হলাম । ভিডিও না টেনে দেখেছি , খুব হেসেছি , আনন্দিত হয়েছি । শুভ কামনা নিরন্তর , উনার এবং উনার পরিবারের জন্য 🙏
আমি ধন্য মালেক আফসারীর ব্যাবহার জন্য, অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই এবং মালেক আফসারী ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান দেখানোর জন্য ❤️❤️❤️❤️
স্যালুট,,মালেক আফসারী সাহেব এবং
আর,জে কিবরিয়া ভাইকে ,, কারন দু'জনেই
আমার খুব খুব বেশি পসন্দের মানুষ ,,
মহান আল্লাহ আপনাদের সহায় হোন......?
আরজে কিবরিয়া ভাইয়ের শো অনেক এপিসোড দেখেছি । প্রতিটাই গঠনমূলক ছিলো কিন্তু এই এপিসোড টা ছিলো অসাধারন । মনে হচ্ছিলো আফসারী স্যার এখনেও একটি ছবি বানিয়েছেন ।
আমি মালেক আফসারী স্যারের বিগ ফ্যান,
কিবরিয়া স্যারেরও বিগ ফ্যান,
আমি আপনাদের এই অনলাইন কেরিয়ারের শুরু থেকে আপনাদের প্রায় সবগুলো ভিডিও কন্টেন্ট দেখি, মাঝে মাঝে কমেন্ট করি, তবে লাইক মিস করিনা।
আপনাদের দুজনার জন্য অনেক অনেক শুভ কামনা সহ ভালোবাসা অবিরাম।
পুরো সংগ্রামী জীবনী তুলে ধরলেন ধন্যবাদ মালেক আফসারী সাহেব আমি আপনার ফ্যান হয়ে গেলাম 💝🇧🇩
এত বড় একজন মানুষ।অথচ কোন অহংকার নেই❤️
আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন আমিন। আমাদের নোয়াখালীর গর্ব মালেকআপসারি সাহেব ❤❤
খুবই মজা পেলাম, প্রচন্ডরকম স্পষ্টবাদি মানুষ,, এই জন্য উনাকে ভালো লাগে,,,,
মালেক আফসারির ইউটিউব কন্টেন্ট এত টাও ভালো লাগতো না, আজ ইন্টাভিউ তে বুঝলাম কেনো তিনি এভাবে কন্টেন্ট বানান, তিনি আসলেই বুদ্ধিমান একজন মানুষ, আর আজ খুব সরল মনে সব বলে দিলেন, ভালো লাগলো,আর তারমধ্যে পজিটিভ ইগোটা ভালো লাগছে।
00😊 pop
ভালো লাগলো , সহজ স্বাভাবিক কথাবার্তা,,ভনিতা নেই।
আমি জানিনা মালেক ভাইয়ের বয়স কত কিন্ত আমি ৮০ সাল থেকে প্রায় সিনেমা দেখেছি ৯৫ পর্যন্ত । তখন আফসারি ভাইকে চিন তাম পরিচালক হিসাবে আর আজকে নতুন করে চিনলাম একজন দায়িত্বশীল মানুষকে।
ধন্যবাদ আপনাদের দুজন কেই আজকের এই আয়োজনে।
মালেক আফসারী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে,
সে অকপটে বিনা সংকোচে তার জীবনের সত্য কথাগুলো, আর জে কিব্রিয়া শো-তে বলে দিয়েছেন। এভাবে নিজের সম্পর্কে নেগেটিভ দিকগুলো মিডিয়াতে ক্যামেরার সামনে কাউকে কখনো বলতে দেখিনি। তা ছাড়াও তার মৃত স্ত্রী সম্পর্কে যে ভালবাসার কথা জানালেন, সত্যি তার প্রতি অনেক শ্রদ্ধাবোধ বেরে গেল।
এই মানুষ টারে কমেডিয়ান বা আজাইরা মানুষ ভাবতাম বাট আজকে কিবরিয়া ভাই-এর জন্য এই মানুষটা কে বুঝতে পারলাম ও চিনতে পারলাম লোকটার কথা বাত্রা সুনে গুসবাম্প চলে আসছে। মানুষ টা আসলেই সত এবং ভালো মনের মানুষ ক্যামেরার সামনে যেমনি হোক বাট রিয়েল লাইফে সে একজন হিরো সেলুট স্যার আপনাকে
মালেক আফসারী গুরুজনদের অনেক সম্মান ও শ্রদ্ধা করে কথা বলেন।
মালেক ভাই দামী কথা বলেছেন “নিজেকে বাচিয়ে রাখতে হবে”। Thanks.
আফছারি সাহেবের কথা শুনতেই ভালো লাগে,,, ৫০ মিনিটের ভিডিও অনেক দিন পর দেখলাম এক বারে, তাও একসাথে,,😮😮
মায়ের ছেলে মালেক আফসারি , লাভ ইউ মেন। দেশে আসলে তোমাকে একবার বুকে টেনে নিব মায়ের প্রতি এমন প্রেম দেখাবার জন্য।
কিবরিয়া ভাই খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। ❤
মালেক আফসারী বদিউর আলম খোকন কাজী হায়াত এবং এফ আই মানিক তাদের ছবি মানেই সুপারহিট মুভি মালেক আফসারী স্যার আমার অনেক প্রিয় একজন পরিচালক তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এবং ||সেই সংগে আর জে কিবরিয়া ভাইএর জন্য অনেক অনেক ভালোবাসা❤❤❤
এত frequent, spontaneously সাবলীল ভাবে কথা গুলো বললেন স্যার, এতটা আশাবাদী মানুষ. অসাধারণ মানুষ.
কিবরিয়া স্যার আজকে অনেক হাসছে। ভালো লাগলো অনুষ্ঠানটা
নোয়াখালীর মানুষ হিসেবে আফসারী সাহেব খুব ভালো মানুষ। আল্লাহ আপনাকে সুষ্থ রাখুন।
জানতামই না যে, আফসারী স্যারের চোখের প্রবলেম। 😢😢
আফসারী স্যারের অনেক গুন রয়েছে (আজকের আগে অজানা ছিল - প্রয়াত এবং প্রথম স্ত্রীর প্রতি অগাদ ভালোবাসা / সত্যবাদিতা ইত্যাদি যা নবীজির গুন) ফলো করার মতো, আর এর জন্যই তিনি পারফ্যাক্ট শ্রদ্ধেয়।
মুরগির টাকা দিতে পারে না।সে ছবি করতে আসছে।।অসাধারণ ডেলিভারি আফসারি ভাই ❤
Clear cut *kono vonita nai"/1963,"Shangom"/Tokhon Rosy Samad/HERO Harun /Rosy Samad er EKTA dialogue"Janglee kahika'/Ajo mone Ase/Tokhon Ami class 4 E Pori/Now I am 70/
কিবরিয়া ভাই সুন্নত মোতাবেক দাড়ি রেখেছে।মাশআললাহ অনেক সুন্দর লাগছে।💙💜
Ajke kibria bhair hashi dekhe ,onno ekjon manush k abishkar korlam Afsari bhair shojonne....dujon kei oshongkho dhonnobad❤❤❤❤
Love this show with Mr Malik I am from Stockholm. I watched many of your programs and I liked those.I lived in many countries starting from Pakistan 1966 in a boarding school Abbottabad Public School for 7 years, stuck in Karachi for a year and came back to Dhaka via Kabul. Came to Sweden 1975 . I travel to Dhaka when I am needed as I am doing some business and have two adopted daughters and some charity work At present I am the only Bangladeshi elected counsellor for 4 years and working with disable at a healthcare centre . In two years time I will try to live half a year in Bangladesh to give more time to my mother’s school and to build a healthcare centre which I promised my mother and a Old home if I have time left in Laxmipur, Noakhali.Thanks for your all program which I really enjoyed like branding Bangladesh, etc,etc. Take care and God bless you
আমিও জানতাম না মালেক আফসারী চোখের সমস্যা আমি ওনার ইউটিউব চ্যালেনের ভিডিও দেখি ভাবতাম অনি বুঝি কালো চশমা পড়ে ইনশাল্লাহ আল্লাহ উনাকে ভাল রাখুক
স্যারের ইন্টারভিউ দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ ব্যক্তিত্ব।❤❤❤
আজকে মালেক আফসারির কথা শুনে বুঝলাম যারা এধরনের ভিডিও বানায় সবই মিথ্যা। শুধু লোক ঠকানো। কেউ স্বীকার করতে পারেনা। আপনি সত্য বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি সমমান আরো বাড়লো।
আফসারী ভাই আপনে অনেক ধন্যবাদ আর কিবরিয়া ভাই খুবই ভাললগছে ধন্যবাদ
উনাকে খুব ফাত্রা লোক হিসাবে জানতাম, কিন্তূ আজকে উনি নিজেই ধারণা ভেঙে দিলেন, উনি খুব সলিড একজন লোক, সন্মান বেড়ে গেলো।
মালেক আফসারী স্যার বাংলাদেশের সেরা পরিচালকদের একজন।
নকল ছবির পরিচালক ছিলেন আশির দশকে সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ।
Poricalok cilo.
Mumbai er ar south Indian movie er golpo churi kore chobi banan
হৃদয় স্পর্শ করার জন্য ঐ ব্যাকগ্রাউন্ড সাউন্ড না হলেও চলে।কথাগুলো এমনিতে হৃদয় স্পর্শ করে।
আফসারী সাহেব হিট একজন পরিচালক এবং প্রচুর চালু 😊
অসাধারণ গুনি মানুষ মালেক আফসারি সাহেব |
চমৎকার কথা বলেন আর অনেক কিছুই জানা যায় তার কাছ থেকে
মিথ্যা কে শিকার করা আফসারী আজকে আমার সত্যি ভালো লেগেছে !
স্বীকার=শব্দটা সঠিক। কিন্তু শিকার=শব্দ হল ভুল।
The only
জান্নাতে প্রবেশ করতে না পারলে একজন মানুষের জীবন ও কর্ম সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে!
এ ক্ষতি অপূরনীয়।
😂@@mdkhairuzzaman2043
মালেক আফসারী ভাইয়ার কথা শুনে মনে হলো সে অত্যান্ত, সাদা মনের মানুষ, তার জন্য দোয়া ও শুভ কামনা রইলো ❤❤
মান্না ভাইকে মহানায়ক বলায় ধন্যবাদ মালেক স্যার❤❤
মান্না কে মহানায়ক বললে মহানায়ক কে অপমান করা হয়।
আরজে কিবরিয়া কে এতো হাসতে কখনো দেখিনি .. আমি ও ওনার কথা শুনে অনেক হেসেছি .. অনেক মজার মানুষ মালেক আফসারী।
আমার প্রিয় দুজন মানুষ, আর আমার ছেলের মুখের হাসি এরা দুজন।
আল্লাহ রাব্বুল আলামীন তুমি এই উভোয় জাহান্নামের পথের পোথিক দের হেদায়েত দান করুন আমীন আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি অয়াবারকাতুহু অন্যান্য জাতিদের ইসলামের দাওয়াত ও ধন্যবাদ
বাস্তবসম্মত কিছু কথা বললো মালেক আফসারী স্যার।
মালেক আফসারী কে ভালো লাগে কারণ উনি সত্যি কথা বলতে ভয় পান না.....
😂😂😂
দুবাই থেকে দেখতেছি.
শুভ কামনা রইলো❤❤❤❤❤
মালেক আফসারী স্যার সত্যিই একজন ভালো মনের মানুষ তাইতো অকপটে সব মিথ্যা গুলো স্বীকার করলেন।
প্রিয় ও অপ্রিয় সত্যও যে এমন ভাবে বলা যায় তা ভাবতেই ভাল লাগে, শুভ কামনা মালেক আফসারী ভাই এর জন্য.
Excellence.. মন দিয়ে দেখলাম,,, আফসারি কে সেলুট,,,, কিবরিয়া ভাই কে ❤
সেলুট ভাই আপনার মত ভালো মানুষের জন্ম ও নোয়াখালীতে।
আফসারি সাহেব মান্নাকে মহানায়ক বলাতে মনটা ভরে গেলো,আসলেই বাংলাদেশে একজনিই মহানায়ক তিনি হলেন মান্না
কেউ যদি বলে বাংলাদেশ চলচিত্রে মান্নার চেয়েও ভালো অভিনেতা আছে বা ছিলো, তাহলে ঐ সালাই একটা চুর। আমি যতো সিনেমায় দেখেছি, আমার শরিরের লুম গুলা দারিয়ে যেতো একমাত্র মহানায়ক মান্নার ডায়লক সুনলে।
আমার প্রিয় অনুষ্ঠান “ডর” এর উপস্থাপক।
আমি লক্ষ্মীপুর থেকে বলছি
আফসারী ভাই ইউটিউবে আসার পর তার মুভি গুলা মানুষ আবার দেখছেন
আরজে কিবরিয়া স্যারের প্রোগ্রাম দেখেছি অনেকগুলো কমেন্ট করলাম এই ফাস্ট টাইম। মালেক আফসারী নামটাই অনেক ভারী।
রাজনিতি করলে এখন কাউয়ারে থাকা কিছু পাইতো নোয়াখালীর মানুষ,,,কিন্তু না,,,,আফসারি👍♥️🌹
সেলুর্ট অফসারী স্যারকে।আজকেররপর থেকে ওনার প্রতি সর্ম্মান আরো বেগে গেলো।
২৩/২/২০২৪
মালেক আফসারি ভাইয়ের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো
উনি অতীত কে ভুলে যান নি
সকল গুনি মানুষ কে উনি শ্রদ্ধার সাথে স্মরণ করলে
ভালো মানুষের জয় হোক
মালেক আফসারী স্যারকে নতুনভাবে চিনলাম অনেক ভালো লাগলো কথাগুলো শুনে।❤❤
ধন্যবাদ কিবরিয়া ভাই❤❤
আজকের অনুষ্ঠান অনেক ভালো হইছে
প্রতিদিন ঘরে বাইরে অসংখ্য মানুষ দেখি
দিনের পর দিন দেখতে দেখতে
বহুদিন পর হঠাৎ একদিন
ভাল একজন মানুষকে খুঁজে পাই।
আজকেও ঠিক তেমনি
ভাল একজন মানুষকে খুঁজে পেলাম।
Kibria bhai apnake onek thank you.Ei guni lok take R j Kibria show te anar jonna.
অপেক্ষায় ছিলাম❤❤❤
মালেক আফসারী উনি আসলে একজন ভালো মানুষ এবং মজার মানুষ উনাকে সবার ভালো লাগে
আমি বাংলাদেশের সিনেমা পরিচালকদের মধ্যে যাদের সিনেমা দেখি ওনারা হলেন - মালেক আফসারী,ইস্পাহানী আরিফ জাহান, কাজী হায়াৎ,বদিউল আলম খোকন,এফ আই মানিক, এম বি মানিক এদের সিনেমা দেখি এবং নায়ক মান্না আমার ফেভারিট নায়ক।
সত্যিই আধুনিক সিনেমাকামি মানুষ হিসেবেও এই ইন্টারভিউটা ভালো লেগেছে।
অনেক কষ্ট করে মালেক থেকে মালেক আফসারি হয়েছেন,ভালো লাগলো আপনার জীবনের গল্প।
মালেক আফসারী সত্যিই একজন সহজ সরল মনের মানুষ
আর তার প্রতিভা অসাধারণ অতুলনীয়
এদের পক্ষে বিশ্ব জয় করা সম্ভব
সত্যি কথাগুলো বলতে একবারও দ্বিধাদ্বন্দ করল না তার কনটেন্ট ক্রিয়েট এর উপর কোন প্রভাব পড়বে কিনা
কিন্তু সত্যি কথা বলার জন্য কনটেন্ট ক্রিয়ার হাইলাইট হয়ে গেল আমার বিশ্বাস
সব মিলিয়ে ভালো লেগেছে। ধন্যবাদ ❤
ভালোবাসার মানুষ এর সাথে জীবন কাটানো তৃপ্তি জীবন সার্থক
কিবরিয়া ভাই... মালেক আফসারি স্যারকে নিয়ে দ্বিতীয় পর্ব চাই।
সাধারনের মধ্যে অসাধারণ মানুষ আফসারি ভাই 💐
সন্দের করে গোছিয়ে কথা বলেন। মায়ের প্রতি ভালোবাসা দেকে সত্যিই অনেক সন্মান বেড়ে গেল।
পুরো অনুষ্ঠান অনেক ভালো ভাবে উপভোগ করলাম অনেক ভালো সাদা সিদে মানুষ
আজ নতুন এক মালেক আফসারী কে চিনলাম।
আসলে সবার জিবনে একটা জার্নি থাকে,,,কারও টা বলা হয়, আর কারও টা অজানা থেকে যায়।
আমার প্রিয় পরিচালক মালেক আফসারি। সে আমার প্রিয় নায়িকার স্বামী। এটাই বড়।ধন্যবাদ
You are 100% right Kibria vai. This man is brutally Honest.
আগে ভাবতাম মালেক আফসারী বাটপার একটা কিন্ত আজ এই ইন্টারভিউ দেখে মনে বুঝলাতে পারলা অনেক ভালো মানুষটা❤❤
asadharan asadharan sundar you tube.. khub valo laglo.
আমার জীবনের প্রথম দেখা ছবির নাম বাবলু।টঙ্গীর আনারকলি সিনেমা হলে দেখেছিলাম। তখন পাকিস্তান আমলের একেবারে শেষ সময়। তখন আমার বয়স ছিল ছয় বছর। ঐ বয়সে আমাদের টিকিট কাটা লাগত না কোলে বসে অথবা সিটের হাতলের উপরে বসে ছবি দেখতাম। ওনার স্মৃতিচারণের সাথে সাথে আমিও আমার অতীতের অনেক মধুময় স্মৃতি খুজে পেলাম।
আমি আনারকলি সিনেমা হলে বহু মূভি দেখছি
আপনার এ কথাটি আমার খুব ভালো লাগলো আমি কোন দল করতে পারবো না।
এই এপিসোডটা খুব ভালোলাগলো,দুজনেই দর্শকের অনেক পছন্দের মানুষ আমারও খুব পছন্দের মানুষ।
Salute Malek afsari sir...Apnar sathe meet kortay khub issa..apni really a good man.
আমার মালোএশিয়া জিবনে অনেক ভিডিও দেকছি কিন্তু এতো ইনজয় করিনাই❤
মালেক আনসারী ভীষণ বিরক্তিকর ছিল এতদিন। কিন্তু তার স্বীকারোক্তি এবং সারল্যে অভিভূত হলাম!!
অসাধারণ রকম একটি সাক্ষাত্কার । অনেক ভাল লাগল
আব্দুল মালেক ভাই আসলে একজন স্পষ্টবাদী মানুষ।
malek sir er antor jala movie ta onek valo ami ajkei dekhsi, jayed khan er ovinoi o chilo onek valo
আমার খুব প্রিয় মানুষ দুজনই, সেলুট জানাচ্ছি
আমি আপনাদের অনেক বড় ফ্যান হয়ে গেলাম
খুব সরল মনের মানুষ অকপটে সত্য কথা বলে দিচ্ছে ❤❤
এইঘর এই সংসার ছবিটা অনেক সুন্দর ছিলো ۔
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিবরিয়া ভাইজান মিস ইউ লাভ ইউ বিগ ফ্যান আমি আপনার ছোট ভাই ❤❤
Media ae first akjon honest manush dakhlm ❤️Malek Afsary
সেফুদার মাথায় কাঁঠাল ভেঙে মালেক আফসারি আজ এতো বড় 😂 যাক অনেক সুন্দর করে কথা বলেন মালেক আফসারি ❤