নোবেলের ইন্টারভিউটা দেখে ছেলেটার জন্য ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেলো। এতো চমৎকার, এতো গভীর চিন্তা যে করতে পারে, এতো অসাধারণ যার বলার ক্ষমতা, তার অবশ্যই পুনর্জন্ম হবে। নোবেলের সেই রেজারেকশানের অপেক্ষায় থাকলাম। নোবেল একটা জুয়েল, একটা জিনিয়াস। আমি ওর ইন্টারভিউ শুনে মুগ্ধ, আপ্লুত। সংশ্লিষ্ট সকলের উচিত, আলাদাভাবে ওকে হ্যান্ডেল করা, উইথ স্পেশাল কেয়ার অ্যান্ড লভ।
আমি আগে কখনো কোন টকশো এভাবে মনোযোগ সহকারে কোনদিন শুনিনি আমার লাইফে ফার্স্ট এত সময় ধরে কোন টক শো শুনলাম নোবেল ভাইয়া আপনার গান আমার খুবই ভালো লাগে আপনি ভালো থাকবেন আপনি হলেন দেশের গর্ব ❤️❤️❤️❤️❤️
নোবেল নিজেও জানেনা সে আসলে কি? তার কষ্ঠ ও প্রতিভা অসামান্য। নোবেল চাইলে আর ৫ জন লিজেন্ডদের মত বাংলাদেশের ১ জন লিজেন্ড হতে পারবে। নোবেল সুস্থ্য জীবনে ফিরে আসুক, আবার নতুন করে শুরু করুক। আমরা তো দর্শক ভালো কিছু পেলে অতীত ভুলে যাব। শুভ কামনা প্রিয় নোবেল। নতুন ১ টা ব্রেকিং গানের জন্য অপেক্ষায় থাকলাম।
নোবেলের গলার জোর টা অসাধারণ। সেই সাথে ওর মানষিকতাও যথেষ্ট ভাল। ভাল কয়েকজন পরামর্শক বা শুভাকাঙ্ক্ষী পেলে আবার ঘুরে দাঁড়াবে ছেলেটা। অনেক শুভকামনা নোবেলের জন্য৷ কিবরিয়া ভাইকে বরাবরের মতই অনেক ধন্যবাদ ও ভালবাসা।
আপনি অনেক শান্ত স্বভাবের মানুষ! মনে হচ্ছে চুপ চাপ থাকতেও পছন্দ করেন আবার কথা বলতেও পছন্দ করেন! কত সুন্দর ভুল স্বীকার করছে, আমি জীবনে এমন মানুষ দেখেছি যারা ভুল কে স্বীকার করবে দূরের কথা ভুল এ মনে করে না! আপনিতো ভুল স্বীকার করেন এইটা একটা ভালো দিক যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে! কথা বার্তা শুনে মনে হচ্ছে কক্ষনো দিনের শিক্ষা পাননি বা দিনের সহচার্জ পাননি আল্লাহ মালুম! যেমন বললেন যে জীবনের কোনো লক্ষ্য নেই ! মুসলিম দের জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত অর্জন! এই লক্ষ্য নির্ধারণ হলে জীবনকে অর্থহীন মনে হওয়ার কোনো প্রশ্ন ই আসে না! ফেইস তা খুব sweet! দেখে মায়া লাগে! দুয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়াত দেন!এবং জীবনের উদ্দেশ্য নির্ধারণের পথ দেখিয়ে দেন!আমীন!
জীবন এই প্রথম কোনো ইন্টারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম,,আমি নোবেল ভাই এর সব সময় শুভাকাঙ্ক্ষী ছিলাম,আছি। ওনার কন্ঠে গাওয়া গান গুলো এখন ও আমার মুখস্থ সুর গুলো এখন কানে বাজে, এখন ও চিল্লাই চিল্লাই গায়। যখন সারে গামা পা হতো, আমাদের ঘরে টিভি ছিল না, পাশের বাড়িতে যাইয়া রিকোয়েস্ট করে হলে ও নোবেল ভাই গান শুনতাম ২০১৮-২০১৯ সালে। ❤ লাভ ইউ নোবেল ভাই, তুমি যে ফিরে আসবে অনেস্টলি আমি বিশ্বাস করতাম। আমার বিশ্বাস সত্যি হলো। তুৃমার গান এর অপেক্ষা থাকি এবং থাকব ভাই ❤
এতদিন নোবেল সম্পর্কে যা যা শুনেছি এই ভিডিও দেখার পর সব চেঞ্জ হয় গেছে.... Best of luck brother ❤️❤❤... One of the most honest man I've ever seen !!! Nobleman ✨
আমি পচিমবঙ্গের মালদা থেকে বলছি আমার নোবেল খুব পছেন্দের একজন গায়ক। আমার গায়ক হিসাবে নোবেলকে খুব ভালো লাগে। জীবনে কিছু ভুল হতেই পারে সবার জীবনে কিছু না কিছু ভুল আছে। আমি চাই নোবেল আবার ঘুরে দাঁড়াক, আমার শুভকামনা থাকলো। বাংলাদেশের বেস্ট গায়ক নোবেল ❤❤
কতটা সহজ সরল উনি সব কিছু মন খুলে বলেছেন। ২০১৮-২০১৯ এ আপনাকে যেভাবে ভালোবেসে গেছি ইনশাআল্লাহ সারাজীবন সেভাবেই ভালোবেসে যাবো। এগিয়ে যান আপনার সাথে আমি আমরা সবাই আছি। ইনশাআল্লাহ🥰
সা রে গা মা তে নোবেল এর গান শুনার পর থেকে আমি তার ভক্ত হয়েছি। আমি খুব করে চাইতাম নোবেল কামব্যাক করুক,এমন একটা প্রতিভাবান লোক হারিয়ে না যাক। শুভকামনা রইলো
এই প্রথম কোনো টক শো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখলাম ও শুনলাম। নোবেলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সারেগামাপা এর সেই নোবেল আবার ফিরে এসো এ-ই কামনা করি❤
জীবনে এই প্রথম কোনো টকশো মন দিয়ে শুনলাম, এতো শান্তি লাগলো প্রিয় নোবেলের সুন্দর পরিবর্তন দেখে,❤❤অনেক ভালোবাসা দোয়া রইলো নোবেলের জন্য। সেইদিন গুলো কখনো ভোলার মতো না বা ভুলবো না যেই দিন কিনা সারেগামায় নোবেলের গান শুনার জন্য বুক ভরা ভালো বাসা নিয়ে বসে থাকতাম, উপঃকি দিন ছিলো😢।আজ নোবেলের সব মনখোলা কথাগুলো ভীষণ ভালো লাগলো, কোনো লুকোচুরি নেই কথায় ❤❤
আমার জীবনের সাথে নোবেল ভাইয়ের জীবনের অনেকটাই সামঞ্জস্য, সাদৃশ্য খুঁজে পেলাম। ডিফরেন্ট শুধু এইটুকুই উনি গায়ক আমি সাধারণ মানুষ। নেশা-ভুল মানুষের সাথে বিয়ে- পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ব্লা ব্লা, পরিশেষে নিজেকেও উপলব্ধি করতে পারার যে ব্যপারটা সবকিছু। ❤ ভালোবাসি ভাই🫂
আহা কি সুন্দর নিজের দোষ স্বীকার করলো, শুরুতে যে ভালোবাসা ছিলো ঔই ভালোবাসাটা এখনও আছে নোবেল, এখন শুধু চাওয়া তোমার সামনে যাওয়া ও সবার হৃদয়ে বসে থাকা, নোবেল ভালোবাসা সবসময় তোমার জন্য ❤❤❤❤
আজকে নোবেলের কথাগুলো অসাধারণ লেগেছে। নোবেলের প্রতি আমার একটা অভিমান ছিলো আজ অনেকটা কেটে গেছে। নোবেলের সুন্দর ভাবে ভালো মানুষ হয়ে ফিরে আসার অপেক্ষায় রইলাম একজন ভক্ত হিসেবে। নোবেলের গানের প্রতিভা অসাধারণ। সে আমাদের দেশের সম্পদ সে চাইলে ইতিহাসের অংশ হতে পারে এখানো সুযোগ ও সময় আছে।
প্রথম থেকে নোবেল ভাইয়ের বড় ফ্যান ছিলাম এতকিছুর পরেও ঠিক ই নোবেল ভাই আমার হৃদয়ের একই জায়গায় রয়েছে..নোবেল ভাইয়ের মাগুরার শো তে অনেক বার দেখেছি ..ভালোবাসা থাকলো ভাই আবার আপনি আমাদের মধ্যে ফিরে আসেন❤
এই প্রথম পুরো অনুষ্ঠানটা দেখলাম সত্যিই অবাক হলাম একটা মানুষ কতটা সরলতার সাথে নিজের ভুল গুলো অকপটে স্বীকার করলো। যার গান শুনার জন্য সারেগামা পা দেখতাম। নোবেলের এমন একটা গান নাই যেটা আমার পছন্দ না এবং তার গান আমার গ্যালারিতে সেভ করা। এই মানুষটাকে আগলে রাখার আর তার পাশে অনবরত কাউকে পাশে রাখা দরকার। কেন জানি সবকিছুর পরও মনে হচ্ছে সে ব্যক্তিগত জীবনে একাকিত্বে ভোগে ,তার পারিবারিক সাপোর্ট আরো বেশি জোরদার করতে হবে সবসময়। তার একটা কথা খুব শিক্ষনীয় সেটা হল নিজের ভুল শিকার করা সে সাথে জীবনে ভুল মানুষকে বিয়ে করা দু'টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভাবে ফিরে আসার জন্য ধন্যবাদ নোবেল।
নোবেল কে খুব ভালো লাগতো আমার কিন্তু মাঝখানে কিছু ঘটনার কারণে অনেক কষ্ট পেয়েছিলাম এখন এই অনুষ্ঠান টা দেখে বুজতে পাড়লাম যে ছেলেটা খুব সরল মনের মানুষ খুব অনেস্ট খুব সুন্দর করে কথা বলে যাই হোক এখন যে তার ভুল বুজতে পেরে কাজের জগতে এসেছে শুনে ভালো লাগলো 😍
নেশা করলেই মানুষ খারাপ হয় না।নোবেল ভাই সত্যি করেরই খুব খুব ভালো মানুষ।জীবনের মুল স্রোতে আবার ফিরে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।ভারতের পশ্চিমবঙ্গ থেকে সৌরভ সরকার।
আসসালামু আলাইকুম। আমি উনার অনেক বড় একজন ফ্যান। মানুষ একবার খারাপ পথে চলে গেলে সে আর ফিরে আসতে পারে না।কিন্তু উনি যে সেটা ছেড়ে ফিরে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সত্যিই আপনি এই জেনারেশন এর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।। আমি আপনাকে অনেক রেস্পেক্ট করি।মন থেকেই আপনাকে অনেক ভালোবাসি।। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আবারও আপনার প্রফেশন এ চলে আসছেন।। সব ভুল বুঝতে পেরেছেন। নিজেকে শুধরাতে পেরেছেন।। ❤❤ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।। ইনশাআল্লাহ্ আপনি পারবেন, আপনি পেরেছেন।। ❤️❤️ আপনি অনেক কিউট।অনেক দোয়া আর ভালোবাসা রইলো।। আপনি চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু ফিরে আসা দেখে সে কষ্ট কমে গেছে। নিশ্চয়ই ভালো করবেন।। ভালো কিছু হবে।।আপনাকে যে পাবে সত্যিই সে অনেক লাকি হবে।।বেস্ট সুপার হিউম্যান আপনি ❤️❤️❤❤
নোবেলের কথাগুলো বড়ই চমৎকার এবং অসাধারণ ছিলো নোবেলের জন্য শুভকামনা রইল আশা করি বাংলাদেশের প্রতিটা মানুষ রুবেল কে ভালোভাবে দেখবে ভালোভাবে গ্রহণ করে নিবে।
@nusrathuq7086 ইনশাআল্লাহ নিছক কোন শব্দ নয় এবং এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। এখানে আল্লাহপাকের ইচ্ছার কিছুই নেই যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন।
নোবেল ভাই প্রথম থেকেই আপনার অনেক বড় একটা ফ্যান ছিলাম এখনো আছি আপনার মাঝখান দিয়ে অনেক অনেক কাহিনী হয়েছে যার দ্বারা আমার অনেক কথা শুনিয়েছে যে তার গান শুনতে না তারপরও আমি গান শুনেছি❤
Nobel Da tumi abar phire Esho......Akhono tomar opekkhay achi ar thakbo....Allah er kache dua chai tini jeno apnake subuddhi den abong apni jeno abar shafoller shiri te uthte paren. *Last er gaan ta shone same ager motoi goosebumps feel korlam😢😢😢😢* You're just awesome.. Please get back with more strength and good motivation...May Allah bless you.
আমি নোবেলের কন্ঠের ভীষণ ভক্ত। সা রে গা মা প্রোগ্রামের পর থেকে পরবর্তী সময়ে যা হয়েছে নোবেলের এর জন্য কষ্ট পেয়েছি সত্য। কিন্তু ওর কন্ঠের প্রতি যে ভালোবাসা তা একফোটা ও কমেনি কখনো। নোবেলের দুশ সময়ে কত মানুষ বাজে বাজে কমেন্ট করেছে। তাদের কমেন্ট পড়ে খুব খারাপ লাগতো, কষ্ট পেতাম। আর মনে মনে দোয়া করতাম দুশসময় কেটে সু সময় আসুক নোবেলের জীবনে। 🤍🤍
ওনার সহজ সরল স্বীকারোক্তি খুবই ভালো লাগলো আল্লাহ যেন ওনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। 2018 সালে সারেগামাপা অনুষ্ঠান দেখে আমার ছেলের নাম রেখেছিলাম নুবেল তারপর উনার বিভিন্ন কার্যক্রম দেখে সেই নাম আমি প্রত্যাহার করিনি।
অসাধারণ পুরো এপিসোড টা মন দিয়ে দেখলাম, কিছু কথা ভালো লাগলো, যারা তাল বুঝে না তাদের আই কিউ কম, নোবেলের জন্য শুভকামনা, Always try to maintain low profile which make you a real Nobel Man.❤️❤️
মুসলিম দের Music হারাম। আর আপনার এই জগতের মানুষের প্রতি এতো আগ্রহ... জী নামাজ টা পড়েন, হারাম কে হারাম বলেন হালাল কে হালাল বলা শিখেন, don’t mixed halal in haram and also haram in halal...Halal only Halal Haram is Haram. Fixed it.
অতি দর্পে হত লঙ্কা, এই কথাটা কিন্তু মিথ্যে নয় তোমার গলায় যতই সুর থাক পা টা কিন্তু সবসময়ই মাটিতেই রাখতে হয়, অহংকার প্রকৃতি কখনো মেনে নেয় না সে তোমার গলায় যতই সুর থাক। তবে হ্যাঁ তোমায় ভালবাসতাম এখনো ভালোবাসি সেই সারেগামাপা থেকে ভুল মানুষ মাত্রই হয় তুমি স্বীকার করেছ এটাই অনেক আর অহংকার ভুলে নিজের সুর দিয়ে সবার মাঝে এভাবেই ফিরে এসো এটাই চাই❤❤❤ love from India ❤❤❤
নোবেল আমার সন্তানের বয়সী। একজন মায়ের জায়গা থেকেই আমি তার কথাগুলো শুনলাম। সবচেয়ে বড় এবং আশার কথা হলো আত্ম উপলন্ধি। নিজের ভুল বুঝতে সবাই পারে না। নোবেল পেরেছে। দোয়া থাকবে আমার। যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ নোবেলকে সবার সামনে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য। এর মাধ্যমে হয়তো নোবেলের আগামী পথ চলে সহজ হবে। আবারও শুভকামনা থাকল নোবেলের জন্য।
নোবেল ভাই আমি আপনার " হাসতে দেখো গাইতে দেখো" এই গানটি আপনার মন ছুঁয়ে যায়। আমি 2 বছর বেশি রিংটোন করে রেখেছি । আমি কলকাতা থাকি। নোবেল ভাই আপনি ফিরে আসেন ❤
একটা মানুষের ভুল হতেই পারে। কিন্তু তারপর যদি সে তার ভুল বুঝতে পেরে আবার জীবনটাকে উপভোগ করে তাহলে তার কোনো ভুল থাকতে পারে না আসলে। নোবেল ভাইয়া আবরা কাম ব্যাক করার চেষ্টা করছেন। এবং আপনার জন্য অনেক শুভকামনা।
আমি পুরোটা এপিসোড দেখলাম কি সহজ ভাবে সত্যি কথা বলছেন কিবরিয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ নোবেলকে আপনার অনুষ্ঠানে আনার জন্য ❤❤
হুম
ও এখানেও ড্রাগটেড ছিলেন
ফিরে আসো আবার আমাদের মাজে এক সময় ঘৃনা করতাম কিছু কাজ কর্মে তবে বলবো ফিরে আসো
She 10 mash jabot drugs ney na ekta manush k eivabe choto kore na dekhe vlo kichu chinta koren@@AlainaHasbi
Pagol cudi mohila
এই শো টা দরকার ছিলো, ছেলেটারে আবারো সুযোগ দেয়া উচিৎ, নোবেল ম্যান তুমি আগের জায়গায় ফিরে আসো
Come back plz
O Amar khub favourite singer chilo..... Love from india
নোবেলের ইন্টারভিউটা দেখে ছেলেটার জন্য ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেলো। এতো চমৎকার, এতো গভীর চিন্তা যে করতে পারে, এতো অসাধারণ যার বলার ক্ষমতা, তার অবশ্যই পুনর্জন্ম হবে। নোবেলের সেই রেজারেকশানের অপেক্ষায় থাকলাম। নোবেল একটা জুয়েল, একটা জিনিয়াস। আমি ওর ইন্টারভিউ শুনে মুগ্ধ, আপ্লুত। সংশ্লিষ্ট সকলের উচিত, আলাদাভাবে ওকে হ্যান্ডেল করা, উইথ স্পেশাল কেয়ার অ্যান্ড লভ।
ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আশাকরি সামনের দিনগুলো সুন্দর হবে।
নোবেলকে অনেক বেশি ভালো লাগে খুব সহজে সত্যি কথা বলেছেন্
নোবেলের সত্যকথা বলার অসাধারণ ক্ষমতা আছে।তার উচিত,অন্যের কল্যাণে কিছু করা।তাহলে কিছু একটা করা হোতো মনেহয়
নতুনভাবে জীবনটা শুরুর দোয়া।
Sjkka😅@@harunmohammed7626
রাত ১:১০ দেখছি,কত সাবলীল বক্তব্য, আসলে নিজের জীবনে ভুল থাকে এবং তা মেনে শুধরে নিয়ে সামনে আগানো ই অনুতপ্ত। ভাইয়ের জন্য দোয়া আর শুভকামনা অনেক বেশি🌸
Ami 1 ta15😂
Hm me too!
1.20
আমি আগে কখনো কোন টক শো এভাবে মনোযোগ সহকারে কোনদিন শুনিনি, আমার লাইফে ফাস্ট এত সময় ধরে কোন টক শো শুনলাম। ভালো থাকবেন নোবেল ভাইয়া।
Amio
amio
নোবেল ভাইয়া খুব সহজে সত্যি কথা বলেছেন
আমিও ❤❤❤❤❤
হুম সেইম
ভাই রে,কোন ব্যাপার না।তোমার প্রতি অনেকের সহানুভূতি আছে, ভালোবাসা আছে। তুমি ঘুরে দাঁড়াও।বাংলাদেশের কন্ঠ হও।❤
ঠিক বলেছেন
Thik
❤❤
Thik@@FarzanaAkter-ob2zp
❤❤❤❤
ছেলেটা কত অনেস্ট! কত সরল ছেলেটা…নিজের ভুল কি সাবলিল ভাবে বলে যাচ্ছে।
তূমি ফিরে আস নোবেল, আমাদের ভালোবাসা কমেনাই ভাই।💟💗💯
নেশাখোররা মিথ্যা বলেনা,, এ ছাড়া তাঁদের আর কোনো ভালো দিক নেই 🤣
@@mahfuzshafin ❤️❤️
আসলেই…আল্লাহ ওকে আবার সুন্দর পথে নিয়ে যাক এই দোয়া করি।
জেমস একজন'ই নোবেল
Purata showe nobel camera ba rj kibriar chokhe chokh rekhe kotha bole nai..
নোবেলের জন্য অনেক অনেক শুভকামনা। মানুষের ভুল হয়, আর ভুল থেকে শিক্ষা নিতে হয়। আমার মনে হয় নোবেল শিক্ষা নিয়েছে। সুন্দর আগামীর প্রত্যাশায়❤
নোবেলের খোলাসা কথাগুলো শুনে খুব ভালো লাগলো আজ😊😊🥰
শুভকামনা রইল আবার ফিরে এসো❣️❣️
কি চমৎকার ভাবে নিজের সমস্ত অপরাধ বা দোষ স্বীকার করে গেলো। আপনি ফিরে আসুন। বাংলাদেশ আপনার অপেক্ষায় ❤
❤❤❤
নোবেল তো নোবেল ই এভাবেও ফিরে আসা যায়। অনেক অনেক ভালোবাসা রইলো নোবেলের প্রতি
সব সময় ভালোবাসা থাকবে
Ke mal ta
Nobel er show dewar jonno fllop holo
Baler Nobel.... Bal Musolman....
Akdon
আমি আগে কখনো কোন টকশো এভাবে মনোযোগ সহকারে কোনদিন শুনিনি আমার লাইফে ফার্স্ট এত সময় ধরে কোন টক শো শুনলাম নোবেল ভাইয়া আপনার গান আমার খুবই ভালো লাগে আপনি ভালো থাকবেন আপনি হলেন দেশের গর্ব ❤️❤️❤️❤️❤️
সত্যি নোভেল ও একটাই উনি কতটা সততার সাথে সব উত্তর দিলেন কতো সহজ সরল ভাবে,
উনি আসলেই একটা প্রতিভা💚
আল্লাহ আপনাকে সর্ব অবস্থায় ভালো রাখুক
রাইট
❤❤❤
😂😂😂
নোবেল নিজেও জানেনা সে আসলে কি? তার কষ্ঠ ও প্রতিভা অসামান্য। নোবেল চাইলে আর ৫ জন লিজেন্ডদের মত বাংলাদেশের ১ জন লিজেন্ড হতে পারবে। নোবেল সুস্থ্য জীবনে ফিরে আসুক, আবার নতুন করে শুরু করুক। আমরা তো দর্শক ভালো কিছু পেলে অতীত ভুলে যাব। শুভ কামনা প্রিয় নোবেল। নতুন ১ টা ব্রেকিং গানের জন্য অপেক্ষায় থাকলাম।
নোবেলের গলার জোর টা অসাধারণ। সেই সাথে ওর মানষিকতাও যথেষ্ট ভাল। ভাল কয়েকজন পরামর্শক বা শুভাকাঙ্ক্ষী পেলে আবার ঘুরে দাঁড়াবে ছেলেটা। অনেক শুভকামনা নোবেলের জন্য৷ কিবরিয়া ভাইকে বরাবরের মতই অনেক ধন্যবাদ ও ভালবাসা।
আপনি অনেক শান্ত স্বভাবের মানুষ! মনে হচ্ছে চুপ চাপ থাকতেও পছন্দ করেন আবার কথা বলতেও পছন্দ করেন! কত সুন্দর ভুল স্বীকার করছে, আমি জীবনে এমন মানুষ দেখেছি যারা ভুল কে স্বীকার করবে দূরের কথা ভুল এ মনে করে না! আপনিতো ভুল স্বীকার করেন এইটা একটা ভালো দিক যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে! কথা বার্তা শুনে মনে হচ্ছে কক্ষনো দিনের শিক্ষা পাননি বা দিনের সহচার্জ পাননি আল্লাহ মালুম! যেমন বললেন যে জীবনের কোনো লক্ষ্য নেই ! মুসলিম দের জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত অর্জন! এই লক্ষ্য নির্ধারণ হলে জীবনকে অর্থহীন মনে হওয়ার কোনো প্রশ্ন ই আসে না!
ফেইস তা খুব sweet! দেখে মায়া লাগে! দুয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়াত দেন!এবং জীবনের উদ্দেশ্য নির্ধারণের পথ দেখিয়ে দেন!আমীন!
সা রে গা মা পা অনুষ্ঠান টা দেখতাম নোভেল এর গান শোনার জন্য।
আজকের পর থেকে আবার ফ্যান হলাম তার আত্নোপোলব্ধীর জন্য। শুভকামনা রইল তোমার জন্য।
ও আমার এলাকার ছোটভাই,
এতদিন ওকে মারাত্মক হেইট করতাম।
আজকে থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আর দোয়া থাকবে অবিরাম ❤️❤️❤️
নোবেল এর জন্য সব সময় ভালোবাসা থাকবে
Amio❤❤
আমার যা মনে হয় সে এখনো আত্নোপোলব্ধী করতে পারে নাই। what i think, sorry আমি যদি ভুল হই।
❤❤❤❤❤❤
নোবেলের নিভে যাওয়া টা ভয়ংকর কষ্টের ছিলো। তার ফিরে আসাটায় অনেক বেশি আশাবাদী ☺️ কিবরিয়াকে অনেক বেশি ধন্যবাদ ❤️❤️
জীবন এই প্রথম কোনো ইন্টারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম,,আমি নোবেল ভাই এর সব সময় শুভাকাঙ্ক্ষী ছিলাম,আছি। ওনার কন্ঠে গাওয়া গান গুলো এখন ও আমার মুখস্থ সুর গুলো এখন কানে বাজে, এখন ও চিল্লাই চিল্লাই গায়। যখন সারে গামা পা হতো, আমাদের ঘরে টিভি ছিল না, পাশের বাড়িতে যাইয়া রিকোয়েস্ট করে হলে ও নোবেল ভাই গান শুনতাম ২০১৮-২০১৯ সালে। ❤
লাভ ইউ নোবেল ভাই, তুমি যে ফিরে আসবে অনেস্টলি আমি বিশ্বাস করতাম। আমার বিশ্বাস সত্যি হলো।
তুৃমার গান এর অপেক্ষা থাকি এবং থাকব ভাই ❤
❤❤❤❤
Amio kokhono ses porjonto interview. Sunini Aaj first last porjonto sinlam😮
Ami o kokono sas porjonto Kono interview sunini. Ai proto Ami sompurno interview sunsi
তুমি এতটা ভালোবাসো ও কে?
❤❤রাইট
ঈশ্বর তোমাকে অনেক শক্তি দিক নোবেল দাদা,যাতে পৃথিবীর জন্য ভালো ভালো সংঙ্গীত উপহার দিতে পারো।❤❤❤.
নেশা করা থেকেও ভুল ডিছিশন হচ্ছে -ভুলভাল মানুষকে বিয়ে করা
কথাটা দারুন বলেছেন নোবেল❤
Hasi paise manus er sympathy nite asche akhon .unar bow je ki poriman safar korse ta oi maye jane
Hasi paise manus er sympathy nite asche akhon .unar bow je ki poriman safar korse ta oi maye jane
একদম নোবেল প্রাপ্ত কথা😊
@@rkentertainmentbd6186 ❤️❤️❤️
Right
এতদিন নোবেল সম্পর্কে যা যা শুনেছি এই ভিডিও দেখার পর সব চেঞ্জ হয় গেছে....
Best of luck brother ❤️❤❤... One of the most honest man I've ever seen !!! Nobleman ✨
আমি পচিমবঙ্গের মালদা থেকে বলছি
আমার নোবেল খুব পছেন্দের একজন গায়ক। আমার গায়ক হিসাবে নোবেলকে খুব ভালো লাগে।
জীবনে কিছু ভুল হতেই পারে সবার জীবনে কিছু না কিছু ভুল আছে।
আমি চাই নোবেল আবার ঘুরে দাঁড়াক,
আমার শুভকামনা থাকলো।
বাংলাদেশের বেস্ট গায়ক নোবেল
❤❤
Amio malda theke blchi😏, ebr tui Dara🥴 vai
কতটা সহজ সরল উনি সব কিছু মন খুলে বলেছেন। ২০১৮-২০১৯ এ আপনাকে যেভাবে ভালোবেসে গেছি ইনশাআল্লাহ সারাজীবন সেভাবেই ভালোবেসে যাবো। এগিয়ে যান আপনার সাথে আমি আমরা সবাই আছি। ইনশাআল্লাহ🥰
সা রে গা মা তে নোবেল এর গান শুনার পর থেকে আমি তার ভক্ত হয়েছি।
আমি খুব করে চাইতাম নোবেল কামব্যাক করুক,এমন একটা প্রতিভাবান লোক হারিয়ে না যাক।
শুভকামনা রইলো
বিয়ে, ড্রাগ দুটোই ভূল। অতি আদরে বাদর হওয়া। এখন যদি নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে আসতে পারে, স্বাগতম। গানের গলা অসাধারন
right
কেউ একজন এসে এই মানুষটার হাত ধরুক,,,তাকে আগলে রাখুক,, এমন বিশ্রীরকম একা না থাকুক এই মানুষটা❤
নোবেল তোমার সাবলীল স্বীকারোক্তি অসাধারণ, এগিয়ে যাও আবারও পারবে ইনশাআল্লাহ!!
এই প্রথম কোনো টক শো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখলাম ও শুনলাম। নোবেলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সারেগামাপা এর সেই নোবেল আবার ফিরে এসো এ-ই কামনা করি❤
জীবনে এই প্রথম কোনো টকশো মন দিয়ে শুনলাম, এতো শান্তি লাগলো প্রিয় নোবেলের সুন্দর পরিবর্তন দেখে,❤❤অনেক ভালোবাসা দোয়া রইলো নোবেলের জন্য। সেইদিন গুলো কখনো ভোলার মতো না বা ভুলবো না যেই দিন কিনা সারেগামায় নোবেলের গান শুনার জন্য বুক ভরা ভালো বাসা নিয়ে বসে থাকতাম, উপঃকি দিন ছিলো😢।আজ নোবেলের সব মনখোলা কথাগুলো ভীষণ ভালো লাগলো, কোনো লুকোচুরি নেই কথায় ❤❤
Sem apu
সেইম আপু❤
❤
akom thik bolcen vai...nobel vai abr tar popularity pabe@@ArafatHassan-xn8cr
Onek valo lagse
নোবেল ফিরে এসো । তোমার সুরে বিরাট শক্তি আছে ।নিশ্চয় ই তুমি এগিয়ে যাবে ।
🤣🤣🤣আবাল
Tui abal seta bolte bolinai😂@@RiadulIslamRipon
এর গলার শুরের চেয়ে হিরো আলমের গলা শুর ভালো লাগে।
সে ফিরে এসেছে
@@flowerfairy2905 tui je tu/kai eita bolte boli nai
অনুষ্ঠান টি দেখার পর মনে হল সবাই এই ভাবে অপ্রিয় সত্য কথা বলতে পারে...
আমরা নতুন কিছু'র প্রত্যাশায় রইলাম...
❤❤❤❤
বাংলাদেশের জন্য নোবেল একটা সম্পদ💗নোবেল ভাই চাইলে অনেক উপরে উঠতে পারবে সে ভালো মানুষ হয়ে কাজ করুক সেটাই চাই❤
নোবেল ভাই খুবই সহজ সরল মানুষ কথা সুনে বুজা যায় আললাহ হেদায়েত করুক
আপনার থেকেও সহজ সরল নোবেল
@mohammadmehedi1745 আসসালামু আলাইকুম স্যার
আপনি কি আমাকে চিনেন???
ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকতে পারে না কারোর তবে একটা মানুষের কন্ঠে কিভাবে এতোটা মুগ্ধতা থাকতে পারে🥰। Keep up the good work "Noble Man"
আমার জীবনের সাথে নোবেল ভাইয়ের জীবনের অনেকটাই সামঞ্জস্য, সাদৃশ্য খুঁজে পেলাম। ডিফরেন্ট শুধু এইটুকুই উনি গায়ক আমি সাধারণ মানুষ। নেশা-ভুল মানুষের সাথে বিয়ে- পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ব্লা ব্লা, পরিশেষে নিজেকেও উপলব্ধি করতে পারার যে ব্যপারটা সবকিছু। ❤
ভালোবাসি ভাই🫂
পুরো এপিসোড টা দেখলাম এবং দেখে বুঝলাম ছেলেটা প্রচন্ড পরিমাণ স্পষ্টবাদী,,,, শুভকামনা রইল আপনার জন্য ❣️
আহা কি সুন্দর নিজের দোষ স্বীকার করলো, শুরুতে যে ভালোবাসা ছিলো ঔই ভালোবাসাটা এখনও আছে নোবেল, এখন শুধু চাওয়া তোমার সামনে যাওয়া ও সবার হৃদয়ে বসে থাকা, নোবেল ভালোবাসা সবসময় তোমার জন্য ❤❤❤❤
আজকে নোবেলের কথাগুলো অসাধারণ লেগেছে। নোবেলের প্রতি আমার একটা অভিমান ছিলো আজ অনেকটা কেটে গেছে। নোবেলের সুন্দর ভাবে ভালো মানুষ হয়ে ফিরে আসার অপেক্ষায় রইলাম একজন ভক্ত হিসেবে। নোবেলের গানের প্রতিভা অসাধারণ। সে আমাদের দেশের সম্পদ সে চাইলে ইতিহাসের অংশ হতে পারে এখানো সুযোগ ও সময় আছে।
প্রথম থেকে নোবেল ভাইয়ের বড় ফ্যান ছিলাম এতকিছুর পরেও ঠিক ই নোবেল ভাই আমার হৃদয়ের একই জায়গায় রয়েছে..নোবেল ভাইয়ের মাগুরার শো তে অনেক বার দেখেছি ..ভালোবাসা থাকলো ভাই আবার আপনি আমাদের মধ্যে ফিরে আসেন❤
আজ পর্যন্ত কোন শো এতটা মন দিয়ে শুনে নি যতটা মন দিয়ে আজকে নোবেলের এই শো টা শুনলাম
আমিও পুরো টা মন দিয়ে দেখেছি।😊
এতো সহজ সরল একটা ছেলে!!!আল্লাহ আপনাকে রহম করুন আমিন।
সত্যিই খুব সুন্দর এবং সহজ মনের মানুষ আমার খুব পছন্দের একটা মানুষ ❤️❤️❤️
আমিন
বিয়েকরে নাও নোবেলকে ছাগল
Amin
এই প্রথম পুরো অনুষ্ঠানটা দেখলাম সত্যিই অবাক হলাম একটা মানুষ কতটা সরলতার সাথে নিজের ভুল গুলো অকপটে স্বীকার করলো। যার গান শুনার জন্য সারেগামা পা দেখতাম। নোবেলের এমন একটা গান নাই যেটা আমার পছন্দ না এবং তার গান আমার গ্যালারিতে সেভ করা। এই মানুষটাকে আগলে রাখার আর তার পাশে অনবরত কাউকে পাশে রাখা দরকার। কেন জানি সবকিছুর পরও মনে হচ্ছে সে ব্যক্তিগত জীবনে একাকিত্বে ভোগে ,তার পারিবারিক সাপোর্ট আরো বেশি জোরদার করতে হবে সবসময়। তার একটা কথা খুব শিক্ষনীয় সেটা হল নিজের ভুল শিকার করা সে সাথে জীবনে ভুল মানুষকে বিয়ে করা দু'টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভাবে ফিরে আসার জন্য ধন্যবাদ নোবেল।
নোবেল কে খুব ভালো লাগতো আমার কিন্তু মাঝখানে কিছু ঘটনার কারণে অনেক কষ্ট পেয়েছিলাম এখন এই অনুষ্ঠান টা দেখে বুজতে পাড়লাম যে ছেলেটা খুব সরল মনের মানুষ খুব অনেস্ট খুব সুন্দর করে কথা বলে যাই হোক এখন যে তার ভুল বুজতে পেরে কাজের জগতে এসেছে শুনে ভালো লাগলো 😍
যে একবার তার নিজের ভুল বুঝতে পারে, তাকে আর কোন খারাপ শক্তি শুতে পারে না। শুভকামনা রইল নোবেলের জন্য❤
নোবেল আসলেই একজনই।।মনটাও মনে হয় ভালো।স্ট্রেট ফরোয়ার্ড।এতো সুন্দর কন্ঠ আল্লাহ তাকে দিয়েছে। সুন্দর জীবনে ফিরে আসুক ।এই দোয়া করি।
একটা মানুষ কতটা সৎ হলে এরকম মিডিয়ার সামনে নিজের দোষ গুলো খারাপ গুলো বলতে পারে😓 মানুষটা আসলেই অনেক ভালো 😓♥️
ভালো না বলে নির্লজ্জ বলা ঠিক হবে
ত্রিমাত্রা অ্যাডিক্টেড মানুষগুলো এমন ন্যাচারাল হয়ে থাকে। এতে আশ্চর্য হবার কিছু নেই।
যদি ফিরে আসতে পারে তবেই আশ্চর্য হওয়ার কিছু আছে।
Rocker people ra always say truth
Aita k honesty bole na,, damn care bole
মাল খেলে সব কিছু বলে দেয়া যায়।
নেশা করলেই মানুষ খারাপ হয় না।নোবেল ভাই সত্যি করেরই খুব খুব ভালো মানুষ।জীবনের মুল স্রোতে আবার ফিরে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।ভারতের পশ্চিমবঙ্গ থেকে সৌরভ সরকার।
এক সময় নোবেল এর গানের খুব ভক্ত ছিলাম। আসলেই টাকা আর সুনাম অনেক মানুষ কেই বিপথে নিয়ে যায়। আশা করি আবার আগের নোবেল কে ফিরে পাবো।❤❤
নারি নেশা
এতো তাড়াতাড়ি শো টা শেষ করে দিলেন আরো পাঁচ মিনিট বাড়িয়ে দিতেন😢😢
Love u Boss❤❤❤
নোবেল এর গান আমার অনেক ভালো লাগে,সারেগামাপাতে যখন গান গাইত খুব ভক্ত ছিলাম উনার, আমরা নোবেল এর গান আবার শুনতে চাই।
কত সাবলীল ভাষা,,না শুদ্ধ না অশুদ্ধ,, কত সুন্দর নিজের মত করে বললো,,,
একমাত্র নোবেল ভাইয়াকে দাওয়াত করার জন্য পুরু অনুষ্ঠানটি দেখেছি
লাইফে প্রথম বার কোনো অনুষ্ঠান পুরোটা মন দিয়ে দেখলাম। নোভেল ভাই তোমার জন্য শুভ কামনা। তুমি এগিয়ে যাও
কেমনে 😂😂😂😂😂
আমিও
যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে নিশ্চয়ই সে ভালো মানুষ। আশা রাখি নোবেল আরও ভালো গান উপহার দিবে। Best of luck Nobel Man
আসসালামু আলাইকুম। আমি উনার অনেক বড় একজন ফ্যান। মানুষ একবার খারাপ পথে চলে গেলে সে আর ফিরে আসতে পারে না।কিন্তু উনি যে সেটা ছেড়ে ফিরে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সত্যিই আপনি এই জেনারেশন এর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।। আমি আপনাকে অনেক রেস্পেক্ট করি।মন থেকেই আপনাকে অনেক ভালোবাসি।। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আবারও আপনার প্রফেশন এ চলে আসছেন।। সব ভুল বুঝতে পেরেছেন। নিজেকে শুধরাতে পেরেছেন।। ❤❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।।
ইনশাআল্লাহ্ আপনি পারবেন, আপনি পেরেছেন।। ❤️❤️
আপনি অনেক কিউট।অনেক দোয়া আর ভালোবাসা রইলো।। আপনি চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু ফিরে আসা দেখে সে কষ্ট কমে গেছে। নিশ্চয়ই ভালো করবেন।। ভালো কিছু হবে।।আপনাকে যে পাবে সত্যিই সে অনেক লাকি হবে।।বেস্ট সুপার হিউম্যান আপনি ❤️❤️❤❤
কি ভালো একজন মানুষ। কি সরলভাবে সবকিছু বলে দিল। আল্লাহ যেন ওর হেদায়েত দান করেন। ওর সুন্দর কন্ঠে আবারো গান শুনতে চাই❤
এরকম সরল সহজ সত্য স্বীতারোক্তি বাংলাদেশের কোনো সেলিব্রিতি কখনও দেনননি, দিতেও পারবেন না।
Huge respect to Nobel❤️❤️
বাইনচোদের প্রতি আবার কিসের রিসপেক্ট।
Thik bolsen vai
নোবেলের কথাগুলো বড়ই চমৎকার এবং অসাধারণ ছিলো নোবেলের জন্য শুভকামনা রইল আশা করি বাংলাদেশের প্রতিটা মানুষ রুবেল কে ভালোভাবে দেখবে ভালোভাবে গ্রহণ করে নিবে।
সত্য .কথা গুলো. শুনে. নিজেকে পরিবর্তন করতে হবে////নোবেল ভাই অনেক ধন্যবাদ!!!!!
বাহ্ দারুণ রিয়েলাইজেশন! নোবেলের জন্য অনেক শুভকামনা। তাঁর ফ্যান আছে অনেক, সে অনেকদূর যেতে পারবে ইনশাআল্লাহ।
তুমি বিয়া করবে ওকে।
বলে ঝুলে পড়ো গলায়।
নেশাখোর কে দোয়া।
@nusrathuq7086 ইনশাআল্লাহ নিছক কোন শব্দ নয় এবং এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। এখানে আল্লাহপাকের ইচ্ছার কিছুই নেই যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন।
@@m.sultanahmed7197 right
আমি অনেক গুলো কমেন্ট দেখলাম সব গুলো কমেন্ট পজিটিভ ছিলো বাহ দারুন লাগলো খুব ভালো লাগলো আমি আবার দেখবো।
আমরাতো এটাই চাই। নিজের শরীর আর গলার যত্ন নিও। আমাদের (ফ্যানদের) জন্য তোমার ভাল থাকতে হবে। King is back❤️ love you boss❤ ❤
Khub honest ekjon manus...❤khub bhalo laglo...bhul hotei pare ,kintu nijer bhul bujte parle seta r bhul hoy na ......
নোবেলের এই মন খোলোশা করে বলা কথাগুলো, হাজারো তরুণ ড্রাগ এডিক্টডদের জন্য শিক্ষণীয়।
নোবেল ভাই প্রথম থেকেই আপনার অনেক বড় একটা ফ্যান ছিলাম এখনো আছি আপনার মাঝখান দিয়ে অনেক অনেক কাহিনী হয়েছে যার দ্বারা আমার অনেক কথা শুনিয়েছে যে তার গান শুনতে না তারপরও আমি গান শুনেছি❤
দোয়া রইল নোবেল। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে হেদায়েত ও হেফাজত করুন। আমিন
Nobel Da tumi abar phire Esho......Akhono tomar opekkhay achi ar thakbo....Allah er kache dua chai tini jeno apnake subuddhi den abong apni jeno abar shafoller shiri te uthte paren.
*Last er gaan ta shone same ager motoi goosebumps feel korlam😢😢😢😢* You're just awesome.. Please get back with more strength and good motivation...May Allah bless you.
তুমি পারবে ভাই, অবশ্যই পারবে..ফিরে এসো ভাই, তোমার জন্য শুভকামনা রইল.... ❤❤
ঠিকই বলেছেন
খুব সহজ ভাবে কঠিন কথা গুলোও বলা যায় ,অনেক দোয়া রইল সঠিক মানুষ আসুক জীবনে,যার সাথে সহজভাবে বলা যায় সহজ ভাবে চলা যায়।
এই টকশোর জন্য জনাব কিবরিয়া ভাই কে অনেক ধন্যবাদ। নোবেল কে দেখা এবং তার বিষয় গুলা জানার আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিলো আমার।,,,,,
Same
আমারো সেম.
নিজের দোষ স্বীকার করার মতো সাহস কজনের থাকে। সত্যের মুখোমুখি দাঁড়ানো বড় কম কথা নয় ❤❤❤❤
নোবেল ভাল পথে আসতেছ শুনে ভাল লাগল। ধন্যবাদ নোবেল।
আমি নোবেলের কন্ঠের ভীষণ ভক্ত। সা রে গা মা প্রোগ্রামের পর থেকে পরবর্তী সময়ে যা হয়েছে নোবেলের এর জন্য কষ্ট পেয়েছি সত্য। কিন্তু ওর কন্ঠের প্রতি যে ভালোবাসা তা একফোটা ও কমেনি কখনো। নোবেলের দুশ সময়ে কত মানুষ বাজে বাজে কমেন্ট করেছে। তাদের কমেন্ট পড়ে খুব খারাপ লাগতো, কষ্ট পেতাম। আর মনে মনে দোয়া করতাম দুশসময় কেটে সু সময় আসুক নোবেলের জীবনে। 🤍🤍
Ami o
আমিও ওনার খুব ভক্ত।খুব চেয়েছিলাম যে উনি প্রথম হন সা রে গা মা পা থেকে । যখন উনি প্রথম হলেন না খুব খারাপ লেগেছিল
দারুণ ভয়েস নোবেলের। গানে এবং স্বাভাবিক জীবনে ফিরে এলে সবাই খুশি হবে।
নোবেল তোমার জন্য আবারো অনেক শুভ কামনা । আমরা এখনো মনে করি তুমি আমাদের বাংলার গর্ব। অনেক অনেক ভালোবাসা থাকলো❤
এই নোবেল কে যে কতো ভালোবাসতাম পরে খুব ই ঘৃণা ও করেছি।। এখন আবারও ভালে হোক নোবেল।। সেই কামনা।। আবারও জিতে নিক আমাদের ভালোবাসা❤
নোবেলের কথা শুনে খুব ভালো লাগতলো।খুবি অনেস্ট কথা গুলো শিকার করলে।এটা খুব খুব ভালো লাগলো।
ওনার সহজ সরল স্বীকারোক্তি খুবই ভালো লাগলো আল্লাহ যেন ওনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। 2018 সালে সারেগামাপা অনুষ্ঠান দেখে আমার ছেলের নাম রেখেছিলাম নুবেল তারপর উনার বিভিন্ন কার্যক্রম দেখে সেই নাম আমি প্রত্যাহার করিনি।
ভাই নোবেল,
আপনি খুব ভালো মনের একজন মানুষ ।
আপনি ফিরে আসেন বাংলাদেশের কন্ঠ হয়ে ।
দোয়া রইলো ।
এ কথা ১০০%সত্য,নেশার চেয়ে ভয়াবহ ক্ষতিকর ভূল মানুষের সাথে সম্পর্ক!!
লাইফে মনে হয় এটাই ফাস্ট ইন্টারভিউ যেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু দেখলাম...
love you novel, welcome..
আমিও
আমি আর এই পর্যন্ত নোবেল এর কোন ইন্টারভিউ দেখি নি, এই অনুষ্ঠান টা পুরা দেখেছি, আর অনেক কিছু রিএলাইজ করেছি।😢
Amio
Noble, ektu dyakhen, 3 ghontay koto view, shudhu apnar jonno! Abar amaderke, apnar fan der k gorbito koren, please.
আমিও
আগের নোবেলকে ফিরে দেখতে চাই আবার❤❤ ভালোবাসা অবিরাম🎉
অসাধারণ পুরো এপিসোড টা মন দিয়ে দেখলাম, কিছু কথা ভালো লাগলো, যারা তাল বুঝে না তাদের আই কিউ কম, নোবেলের জন্য শুভকামনা, Always try to maintain low profile which make you a real Nobel Man.❤️❤️
জীবনে এই প্রথম কোনো টকশো মন দিয়ে শুনলাম, এতো শান্তি লাগলো প্রিয় নোবেলের সুন্দর পরিবর্তন দেখে,❤❤অনেক ভালোবাসা দোয়া রইলো নোবেলের জন্য।
তুমি আমার ছেলে বয়সের।। তোমার গান আমি খুবই পছন্দ করি। ফিরে এসো।পিছনে ফিরে চেওনা।পিছন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 🤲🤲🤲🥰
আল্লাহ তোমাকে হেদায়েত করুক
নবেল আমার অনেক প্রিয় শিল্পি নবেল কে আমার স্যালুট সে অনেক বড় একটা দামি কথা বলেছে জাতীয় সঙ্গীত বদলানোর জন্য ❤❤❤❤
নোবেলের কথা গুলো সৎ _ সে একজন সরল মানুষ।। আজ থেকে তার ফ্যান হয়ে গেলাম।।
নোবেল আসলেই একটা কন্ঠ শিল্পী, শিল্পীর আধ্যাত্মিক থাকবে এটাই স্বাভাবিক
কি সহজ স্বীকারোক্তি।
ভাল লাগল।
অনুতপ্ত হৃদয় রবের পছন্দনীয় বান্দা হয়ে থাকে।
নোবেল আলোকিত হোক তাঁর রবের আলোয়💚
মুসলিম তো নামাজ টা ঠিক মতো পড়া উচিৎ। মানুসিক শান্তি আরো বাড়বে।ইনশাআল্লাহ ♥️
নামাজ মনেৱ প্ৰশান্তি
মুসলিম দের Music হারাম। আর আপনার এই জগতের মানুষের প্রতি এতো আগ্রহ... জী নামাজ টা পড়েন, হারাম কে হারাম বলেন হালাল কে হালাল বলা শিখেন, don’t mixed halal in haram and also haram in halal...Halal only Halal Haram is Haram. Fixed it.
মানুসিক না -'মানষিক ' হবে..
মানষিক না মানসিক হবে।@@anwarhossain4397
Inshallah
অতি দর্পে হত লঙ্কা, এই কথাটা কিন্তু মিথ্যে নয় তোমার গলায় যতই সুর থাক পা টা কিন্তু সবসময়ই মাটিতেই রাখতে হয়, অহংকার প্রকৃতি কখনো মেনে নেয় না সে তোমার গলায় যতই সুর থাক। তবে হ্যাঁ তোমায় ভালবাসতাম এখনো ভালোবাসি সেই সারেগামাপা থেকে ভুল মানুষ মাত্রই হয় তুমি স্বীকার করেছ এটাই অনেক আর অহংকার ভুলে নিজের সুর দিয়ে সবার মাঝে এভাবেই ফিরে এসো এটাই চাই❤❤❤ love from India ❤❤❤
নোবেল আমার সন্তানের বয়সী। একজন মায়ের জায়গা থেকেই আমি তার কথাগুলো শুনলাম। সবচেয়ে বড় এবং আশার কথা হলো আত্ম উপলন্ধি। নিজের ভুল বুঝতে সবাই পারে না। নোবেল পেরেছে। দোয়া থাকবে আমার। যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ নোবেলকে সবার সামনে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য। এর মাধ্যমে হয়তো নোবেলের আগামী পথ চলে সহজ হবে।
আবারও শুভকামনা থাকল নোবেলের জন্য।
নোবেল ছিলো আমার শৈশব এর প্রিয় গায়ক ফ্রম সারেগামাপা।
নোবেলের গান এখনো শুনি। তার ভুল বুঝে ভালো দিকে আসছে। শুনে ভালো লাগলো☺️
নোবেল ভাই আমি আপনার " হাসতে দেখো গাইতে দেখো" এই গানটি আপনার মন ছুঁয়ে যায়। আমি 2 বছর বেশি রিংটোন করে রেখেছি । আমি কলকাতা থাকি। নোবেল ভাই আপনি ফিরে আসেন ❤
এটা নোবেলের গান না ভাই এটা বস L R B বাচ্চুর গান
আমার জিবনে এই প্রথম এত মনযোগী হয়ে একটা টক শো দেখলাম,,,ভালো থেকো নোবেল সবসময়,,, কিবরিয়া ভাই আপনাকে ধন্যবাদ নোবেল কে আনার জন্য...
নোবেল এমনি একটা মানুষ যাকে খুব সহজে সবাই অনেক অল্প সময়ে সালমানশাহ্ মতো জনপ্রিয়তা দিয়েছে, ভালোবেসেছে।
Right
একটা মানুষের ভুল হতেই পারে। কিন্তু তারপর যদি সে তার ভুল বুঝতে পেরে আবার জীবনটাকে উপভোগ করে তাহলে তার কোনো ভুল থাকতে পারে না আসলে। নোবেল ভাইয়া আবরা কাম ব্যাক করার চেষ্টা করছেন। এবং আপনার জন্য অনেক শুভকামনা।
খুব ভালো লাগলো এপিসোডটা দেখে। নোবেলের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো।
নোবেল আবার ফিরে আসো আমরা আবার তোমাকে তোমার শীর্ষে ফিরিয়ে দিব
একদিন আমরাও যাতে গর্ব করে বলতে পারি আমাদেরও একটা নোবেল আছে❤️❤️❤️❤️❤️
অসাধারণ গায়কি,আবার সুস্থ জীবন ধারায় আসেন।