একজন কম বয়সী মানুষ একা কত দিন চলতে পারেন?উনি বিয়ে করে অন্যায় করেননি।একসময় উনার মা,বাবা কেউ থাকবেননা,তখন উনি কার কাছে যাবেন।অন্য তিনজনের বিয়ের কথা, কথা প্রসংগেই এসেছে।
ধন্যবাদ মিসেস সানাজানাকে ফিল করার জন্য। আমাদের বেশীরভাগ মানুষই অন্যের কষ্ট অনুভব করার বোধ নাই। আপনি ভালো মানুষ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
এই প্রোগ্রামগুলি কয়েকদিন পর পর অল্প মিনিটের ভিডিও আকারে না দিয়ে সম্পূর্ণ ১ টি ভিডিও আকারে আপলোড কইরেন। ২. বিডিআর এর ৫৭ জন অফিসার এর পরিবার ও বিশেষ করে তাদের wife এর এমন সাক্ষাৎকার চাই। তাঁদের কষ্টও গুলি আমরা জানতে চাই যাতে দেশের মানুষ সেদিকে কাজ করতে পারে ৩. শহীদ প্রত্যেক অফিসার এর জীবনী তাঁদের উইফ, মা এর কাছ থেকে জানতে চাই, তাঁদের ছবি, 🏅, সার্টিফিকেট সহ নানা অর্জন যার কারণে তাদেরকে টার্গেট করে করে হত্যা করা হয় সেগুলি প্রকাশ করুন ৪. বিশেষ করে কর্নেল গুলজার এর অর্জনগুলো আগে জানতে চাই। তাঁর লাশ নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা জনগণ জানতে চায়
আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্বাধীন মিডিয়া টীম চেষ্টা করছে আপনাদের চাহিদা পূরন করবার। যতটা পরবো ইনশা আল্লাহ আমরা করবো। তবে দীর্ঘ সাক্ষাৎকার দেখতে অনেকেই সময় পাননা। তাই ধারবাহিকভাবে পার্ট বাই পার্ট দিচ্ছি। প্রতিটি পর্ব আমাদের চ্যানেলে থাকছে। সময় থাকলে সবগুলো পর্ব আপনি এক সাথে দেখে নেবেন প্লিজ। আর তাই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
একটা কথা বলতে চাই যারা ওনার ২য় বিয়ে নিয়ে কথা বলছে। আমি মেয়ে হয়ে বলছি এবং মা হয়ে বলছি। একটা মেয়েকে বিয়ের আগে এক চোখে দেখা হয় আবার সেই মেয়েটাকে বিয়ের পর অন্য চোখে দেখা হয়। বিধবা মেয়েদের ছোট বাচ্চা জীবন পার করা কতটা কঠিন তা আপনি বা যারা ২য় বিয়ে নিয়ে বলছেন তারা বুঝবেন না।
আপনারা বিডিআর হত্যাকান্ডের সকল শহীদদের পরিবারের সাক্ষাতকার নিন। এটা জাতি, জণগণের জানা জরুরী। তাদের দেশপ্রেম,ত্যাগ, মৃত্যু এবং পরবর্তী জীবন সম্পর্কে জানতে চাই।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি শহীদ পরিবারগুলোর সাথে যোগাযোগ করছি, সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করছি। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
আমরা যারা আজিমপুর এলাকার বাসিন্দা, সেদিন চোখের সামনে দেখেছিলাম সেই নৃশংসতা,, চোখে না দেখলে সেই সময়ের ভয়াবহতা অনুধাবন করা সম্ভব নয়,,পিলখানা হত্যা কান্ডে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি,,এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আশা করছি।।😢
উনি বিয়ে করেছেন এটাকে আমি সাপোর্ট করি কারণ একজন মানুষ একা জীবন চলতে পারেনা, আমাদের ধর্মেও বিধবা বিবাহ বৈধ! সো ,উনি বাস্তবতা মেনে নিয়েই বিয়ে করেছেন তবে উনি এখনো তার প্রথম ভালবাসাকে ভুলতে পারেন নি তার চোখই তার প্রমাণ, তবে তাকে কেন ফ্ল্যাট দেওয়া হবেনা তার নামে দরকার নেই কিন্তু তার সন্তান ত সেই অফিসারের এটা খুবই অমানবিক 😢
সানজানা সোনিয়া ম্যাডাম যাহা বলেছেন আমার মনে হয় সবই সত্যি বলেছেন আমি একজন সৈনিক ছিলাম মোমিন স্যারকে আমি খুবই ভালোবাসি স্যার আমার জেসিও ক্যাডারের অফিসার ছিলেন।
সন্তানকে মানুষ করা বাবা-মার দায়িত্ব, মা-বাবার ভালোবাসা বা দায়িত্বের বিনিময় মূল্য কখনোই হয় না। আপনারা যারা পার্থিব বিষয়াদি দিয়ে বাবা মায়ের ভালোবাসা, দায়িত্ব কে ছোট করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের জানার কথা যে,শরিয়ত মোতাবেক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির ছেলে মেয়ে বা স্ত্রী ওয়ারিশ থাকলে তারা ওই ব্যক্তির সবকিছুর প্রথম দাবিদার। এরপর বাবা মা। আমি কোথাও আজ পর্যন্ত আমাকে কি দেওয়া হলো কি হলো না সেগুলো নিয়ে আক্ষেপ করিনি। যাচাই-বাছাই করতে যায়নি। এই পুরো ইন্টারভিউ তে আমি শহীদ মেজর মমিনের ওয়ারিশ হিসাবে তখন আমার সদ্য জন্ম নেওয়া এতিম সন্তানের প্রাপ্য নিয়ে কথা বলেছি। তার জীবনের পুরোটা সময় পড়ে আছে। কেউ কি এটা নিয়ে ভেবেছেন একবারও! তার প্রাপ্য বা অধিকার নিয়ে মা হিসাবে আমার যা করার, বলার আমি বলেছি। মা হিসেবে সন্তানের জন্য আমার ভূমিকা যা থাকা উচিত দয়া করে একে ছোট করবেন না।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমরা চেষ্টা করছি সবারটা কালেক্ট করতে। যারা রাজি হচ্ছেন তাদেরটা নিচ্ছি। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে রাখুন আপডেট পাবেন তবে
বোন,আপনি কোন নিয়ম সম্পর্কে পুরোপুরি না জেনে এমন মন্তব্য করতে পারেন না। যে কোন ব্যক্তির সন্তান এবং স্ত্রী প্রথম গুরুত্ব পায় সবকিছুতেই। সরকার বা সেনাবাহিনীও এখানে ব্যতিক্রম নয়। বিশেষ করে যখন একজন ব্যক্তির সন্তান বর্তমান থাকে তখন সবচাইতে গুরুত্ব সেই সন্তান পাবে এটাই কি খুব স্বাভাবিক নয়! এখানে সরকার বা সেনাবাহিনী প্রচলিত আইনের মাধ্যমে চলে। কারোর কথায় ওঠা বা বসার প্রয়োজন পড়ে না।
Karon taara jouboner shokol shukh dukkher shathi. Tai tarai priority pai shob kichute r husband maara gele baccha ba bou k to keo e khawate chaina. Ma baba obosshoy important.
সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলুন,, এই যে শত-শত ছাত্র-জনতা জীবন দিল, অনেকে সারা জীবনের জন্য অন্ধ,, তারা কি কোটি টাকার ফ্ল্যাট পেয়েছে,, আল্লাহর ইচ্ছায় আপনি দ্বিতীয় সংসার পেয়েছেন,,,,, আলহামদুলিল্লাহ,,
ভাই, আমি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলি এবং এটা বোধ করি বলেই নিজের চাওয়া পাওয়া নিয়ে কোথাও কিছু বলিনি কিন্তু, আমি শুধু আমার সন্তানের প্রাপ্য টুকু নিয়ে বলেছি। ভালো করে শুনে মন্তব্য করবেন। আর আমি আমার অবস্থান থেকে বলেছি, পরবর্তীতে ছাত্র আন্দোলন সহ যেকোনো হত্যাকাণ্ডের ভিকটিম সবার অধিকার আছে যার যার অবস্থান থেকে বলার। কিন্তু এর পিছনে যে বা যারা যুক্ত ছিলেন তাদের সম্পর্কে তো কিছু বলছেন না আপনি!
@drmdzahid... আহত নিহত শত শত ছাত্র জনতার পরিবারও ক্ষতিপূরণ পাক সেটাই আমরা চাই। বিডিআর হত্যাকান্ডে নিহতদের পরিবারগুলোর ওয়ারিশদের ক্ষতিপূরন তো দেয়ার কথা, তা দেয়া না হলে তো অন্যায় করা হলো, তাই না। তার বাচ্চার প্রতি অন্যায় করার কথা বলেছেন তিনি, এটা বলা তো দোষের না।
I thanks to this lady journalist. Cause she non stop broadcasting interviews of victims other joulanist broadcast one or two interviews millions views then busy with other politics.remove their focus from bdr massacre. Even though I m not military personnel but I feel bad for my those army brothers. They don't deserve it. They were non stop asking for helpthat day 2009 25 February no one go inside to help them. They died with so much anger that what is going on.? Why not anyone not coming to help us. All say permission was granted to go inside. But what about conscience, realization that, I could have been that guy let's go inside help them. They were honest army personnel who died that day but they were given stigma they dishonest but later we saw ziaul Hassan aziz type of persons. Anyway it's their bad luck. Now we want justice for them. Even though I m civilian and live abroad but I can feel for them. Because I also don't meet my relatives long time. And when I was writing it I couldn't hold my tears. May Allah bless all those shahed families
Thanks for your valuable comments. Shadhin media will try their level best. Stay beside us. Subscribe our channel on bell button on notification all be our power.
সে বিয়ে করে কোন ভুল করে নি। কেন জীবন একা চলবে নাকি? জীবন চলার পথে তাকে সাহায্য করবে কে, তার সুখে দুঃখে পাশে কে থাকবে ? যারা বাজে কথা বলছেন তারা আসলে বিষাক্ত মানুষ। তারা সবকিছুতে ত্রুটি খুঁজবে।
চারটা পর্ব করলেন কিন্তু মেজর মমিনের সেই মা এর ইন্টার্ভিউ নিলেন না যার কারণে সেই সময় তার লাশ আইডেন্টিফাইড হয়েছিলো। তার মা বেচে না থাকলে তার বাবা, ভাই বা পরিবারের অন্য কারো ইন্টার্ভিউ আগে নেওয়া উচিত ছিলো। এই বীর মেজর মমিন যাদের ঔরসে পৃথিবীতে এসেছেন তারাই প্রথম সম্মান পাওয়ার যোগ্য। অথচ সুন্দর সুন্দর মিস্টিভাষী আর বিগত সময়ে নিউজ প্রেজেন্টার ছিলেন এজন্য উনার ইন্টার্ভিউ দিয়েই ৪ পর্ব শেষ করলেন।উনি তো পিলখানাতে ছিলেনও না সেই সময়ে। যে সমস্ত মিসেস ছিলেন তাদের ইন্টার্ভিউ নিতেন। একটা ব্যাপার মাথায় রাখবেন ইনারা ওয়াইফ কাছে পেয়েছে ১৪ বছর আর মা বাবারা পান ৩০/৩২ বছর। একটা সন্তান মানুষ করা খুব কঠিন। যা হারিয়েছে সেটা সেই পরিবারের হারিয়েছে। ইনি তো নতুন ঘর সংসার পেয়েছেন।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা সবার সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করছি। অনেকে রাজি হননা কথা বলতে। সেক্ষেত্রে আমরা নিরুপায়। তারপরও আপনার পরামর্শ মনে থাকবে। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
ভাই পিয়াশু, আমার পুরা বক্তব্য আপনি মনোযোগ দিয়ে শুনে থাকলে হয়তো বা বুঝতে পারতেন যে আমার স্বামীর লাশ আইডেন্টিফাই করার জন্য তখন আমাকে নিয়ে যাওয়ায় হয় নাই। আমার হেলথ কন্ডিশন খুবই খারাপ ছিল। তাই আমার বদলে উনি সেখানে উপস্থিত থেকে ডেড বডি আইডেন্টিফাই করেছেন। তা না হলে সবসময় স্ত্রীকেই ডাকা হয় স্বামীর লাশ আইডেন্টিফাই করতে। সেটা বড় কথা না যে কে লাশ আইডেন্টিফাই করেছে! কথা হলো যে, একটা সন্তানকে মানুষ করতে মা-বাবার যে কষ্ট ত্যাগ তিতিক্ষা তা কখনোই কোন কিছুর সাথে তুলনীয় নয়। কিন্তু আমি আমার স্বামীকে মাত্র ৭ বছর পেয়েছি(বিবাহিত জীবন আমার শুধুমাত্র ৭ বছর) এবং আমার সন্তান ওর বাবাকে এক সেকেন্ডও কাছে পায়নি, এটা আপনার কাছে কোন বিষয় মনে হলো না!!!! বরঞ্চ যে বাবা-মা উনার সন্তানকে এতবছর ধরে মানুষ করেছেন, এত বছর কাছে পেয়েছেন, এবং উনার আরো সন্তানাদি আছে বিধায় উনারা মৃত সন্তানের কষ্ট কিছুটা হলেও ভুলে থাকতে পারছেন এইটা আপনার বোধোদয় হলো না??? আমার পরের ঘর সংসার আরেকটা হোক এটাতো আমি চাইনি কখনো কিন্তু আমার কপালে এটা লেখা ছিল। তাই বলে আমি আমার অতীত সব ভুলে গিয়েছি আপনাকে কে বলেছে ভাই।আমার কষ্ট তো আপনি বুঝবেন না! কারণ আপনি আমার অবস্থানে নন। সুতরাং নিজের ভাবনা, মূল্যবোধ দিয়ে অন্যকে যাচাই করবেন না।
@@sanzanasonia4439 Madam, it doesn't matter what you are doing or saying. Some of them always have enough reason to make it questionable. Just move on...🙂
উনি ২য় ম্যারেজ করায় কোন দোষ নেই। দুএকজন কমেন্টস করে বলেছেন সেটা তাদের পারসোনাল ওপেনিয়ন। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
বিয়ে করাটাই তো আমার জীবনের উদ্দেশ্য ছিল না যে আমি সবকিছু হাতে বুঝে নিয়ে বিয়ে করবো! ব্যক্তিগত বা সামাজিক জীবনে আমি যে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছি দোয়া করি তা যেন কাউকে কখনো ফেইস করতে না হয়!
আপু এদের কথায় মন খারাপ করবেন না, আপনার কঠিন সময় টা আপনি একাই পার করেছেন, আপনার লড়াই টা আপনি একাই লড়েছেন যা কোনো বিবেকহীন মানুষের পক্ষে বুঝা সম্ভব না, আপনার এইসব মানুষ দের এক্সপ্লানেশন দেয়ার দরকার নাই, কারণ আপনি বললেও এরা বুঝবেনা বা বুঝতে চাইবেনা, আপনি বিয়ে করে উত্তম কাজটাই করছেন, আর বিয়ে তো আল্লাহ প্রদত্ত, আমি জানিনা আপনার জীবন এখন কেমন কাঁটছে, তবে মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেকটা শহীদ পরিবার কে ভালো রাখুক। @@sanzanasonia4439
ধন্যবাদ বোন, ছেলে আমার দেখতে দুজনের মতোই হয়েছে। কিন্তু সে তার বাবার অনেক গুণ পেয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে ওর বাবার মতো একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে।
ভাই, কেনো ভাই আপনি কখনও ছোট চুলের মহিলাকে কোথাও দেখেননি! তাহলে কখনও আল্লাহর সাথে সাক্ষাত হলে জিজ্ঞাস করে নিয়েন যে উনার চুল এত ছোট কেনো ছিল! এটার উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবেন। আর মনটা বড় করে স্বাধীনতার অর্থ বোঝেন।
@MrDebiprasad.. After her husband’s death, she got marrige, there is no problem in it. But her child is the heir of her husband. Benefits is rights of that child. Any way try to realise their feelings. Thanks
Ajib mentality amader, kothai kothai Nari badi hoie jai r ek jon nari 2nd bia korle dosh hoie jai? Legally hok, religion hok, kothau to bola nai je ek jon bidhoba bia korte parben na,, daitto nibe na keu kintu dosh deu er belai shobai potu.
বোন তাসনিয়া, আমার এবং আমার সন্তানের ব্যক্তিগত জীবন নিয়ে তো আমিই ভাববো, তাই না? আমার স্ট্যাটাসে আপনি কখনও আসবেন না যে আপনি বুঝবেন সেটা। কখনো কারোর বিষয়ে পুরোপুরি না জেনে এই ধরনের মন্তব্য কি করা উচিত?
ভাই ওসমান,আমার সন্তানের প্রাপ্য টুকু দাবি করাতে যদি আপনার কাছে আমি লোভী হই তাহলে হলাম,তাতে আপনার কি যায় আসে বা আমার কি যায় আসে! দূর থেকে সমালোচনা করা যেমন খুব সহজ তেমনি আমার অবস্থানে এসে আমার পরিস্থিতি বোঝা আপনার মত বিবেকহীন মানুষদের পক্ষে ততটাই কঠিন!
@@OsmanSawrar ভাই, আপনি কি আমার লাইফ লিড করছেন যে আমার প্রবলেম আপনি বুঝবেন? মা হিসাবে আমার সন্তানের দেখভাল, ভরণপোষণ, সব আমি ই তো করছি এখনো পর্যন্ত, তাই না! আমৃত্যু আমিই করে যাব।ওয়ারিশ হিসাবে আমার সন্তান এর যা পাওনা সেটা হুট করে কেনো বন্ধ করে দেওয়া হলো, কেনো সে পাবে না সেটা জানতে চেয়েছি। বুঝে মন্তব্য করবেন আশা করি।
@OsmanSarwar.. আপনি মারা গেলে আপনার স্ত্রী যখন আপনার সন্তানের প্রাপ্যর জন্য লড়াই করবে তখনও কি তাকে লোভী মনে হবে আপনার? মানুষের দুঃখ ফিল করার চেষ্টা করুন, না পারলে অন্তত আঘাত না করুন। এটাই ভদ্রতা এবং আমাদের ধর্মের শিক্ষা...
তানভীর, আমি জানিনা তুমি কে? তোমার কয়েকটা মন্তব্যে এটা মনে হল যে তুমি আমার পরিবার সম্পর্কে না জেনে এমন মন্তব্য করেছো। অনুরোধ থাকবে ডিটেইলস জেনে কোন মন্তব্য করতে। আমার বক্তব্যের কোথাও আমি কিন্তু একবারও বলিনি যে কেন আমাকে ফ্ল্যাট বা অন্যান্য সুবিধাদি দেওয়া হয়নি। আমি সব জায়গায় একটা কথাই বলেছি আমার স্বামীর ওয়ারিশ হিসেবে আমার সন্তান কেন তার প্রাপ্য টুকু পায়নি? এটা তার অধিকার। মা হিসেবে যতটুকু তার জন্য বলার বা কিছু করার সেটা আমি অবশ্যই করবো। আমার বা আমার সন্তানের কোন কিছুর সাথে তুমি যেহেতু জড়িত নও তাই অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। কারোর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোন মন্তব্য করতে চাইলে আগে ভালোমতো সব সাইড জেনে তারপর মন্তব্য করা উচিত।
এতো তথ্য বহুল, এবং মর্মস্পর্শী ঘটনা উপস্থাপনা করার জন্য চ্যানেলের সবাঁইকে ধন্যবাদ।
আপনাকে অনেক কৃতজ্ঞতা স্বাধীন মিডিয়ার সাথে থাকার জন্য
একজন কম বয়সী মানুষ একা কত দিন চলতে পারেন?উনি বিয়ে করে অন্যায় করেননি।একসময় উনার মা,বাবা কেউ থাকবেননা,তখন উনি কার কাছে যাবেন।অন্য তিনজনের বিয়ের কথা, কথা প্রসংগেই এসেছে।
ধন্যবাদ মিসেস সানাজানাকে ফিল করার জন্য। আমাদের বেশীরভাগ মানুষই অন্যের কষ্ট অনুভব করার বোধ নাই। আপনি ভালো মানুষ।
সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
👍👍👍👍👍👍
ঊনার বাবা অল্প বয়সে মারা গিয়েছে
সুখী হোক বোনটি দোয়া রইল
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কে অসংখ্য ধন্যবাদ
অনেক কৃতজ্ঞতা স্বাধীন মিডিয়ার সাথে থাকার জন্য... এভাবে পাশে থেকে আমাদের শক্তি হয়ে থাকুন।
এই প্রোগ্রামগুলি কয়েকদিন পর পর অল্প মিনিটের ভিডিও আকারে না দিয়ে সম্পূর্ণ ১ টি ভিডিও আকারে আপলোড কইরেন।
২. বিডিআর এর ৫৭ জন অফিসার এর পরিবার ও বিশেষ করে তাদের wife এর এমন সাক্ষাৎকার চাই। তাঁদের কষ্টও গুলি আমরা জানতে চাই যাতে দেশের মানুষ সেদিকে কাজ করতে পারে
৩. শহীদ প্রত্যেক অফিসার এর জীবনী তাঁদের উইফ, মা এর কাছ থেকে জানতে চাই, তাঁদের ছবি, 🏅, সার্টিফিকেট সহ নানা অর্জন যার কারণে তাদেরকে টার্গেট করে করে হত্যা করা হয় সেগুলি প্রকাশ করুন
৪. বিশেষ করে কর্নেল গুলজার এর অর্জনগুলো আগে জানতে চাই। তাঁর লাশ নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা জনগণ জানতে চায়
আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্বাধীন মিডিয়া টীম চেষ্টা করছে আপনাদের চাহিদা পূরন করবার। যতটা পরবো ইনশা আল্লাহ আমরা করবো। তবে দীর্ঘ সাক্ষাৎকার দেখতে অনেকেই সময় পাননা। তাই ধারবাহিকভাবে পার্ট বাই পার্ট দিচ্ছি। প্রতিটি পর্ব আমাদের চ্যানেলে থাকছে। সময় থাকলে সবগুলো পর্ব আপনি এক সাথে দেখে নেবেন প্লিজ। আর তাই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
একটা কথা বলতে চাই যারা ওনার ২য় বিয়ে নিয়ে কথা বলছে। আমি মেয়ে হয়ে বলছি এবং মা হয়ে বলছি। একটা মেয়েকে বিয়ের আগে এক চোখে দেখা হয় আবার সেই মেয়েটাকে বিয়ের পর অন্য চোখে দেখা হয়। বিধবা মেয়েদের ছোট বাচ্চা জীবন পার করা কতটা কঠিন তা আপনি বা যারা ২য় বিয়ে নিয়ে বলছেন তারা বুঝবেন না।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য... সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
আপনারা বিডিআর হত্যাকান্ডের সকল শহীদদের পরিবারের সাক্ষাতকার নিন। এটা জাতি, জণগণের জানা জরুরী। তাদের দেশপ্রেম,ত্যাগ, মৃত্যু এবং পরবর্তী জীবন সম্পর্কে জানতে চাই।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি শহীদ পরিবারগুলোর সাথে যোগাযোগ করছি, সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করছি। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
আমরা যারা আজিমপুর এলাকার বাসিন্দা, সেদিন চোখের সামনে দেখেছিলাম সেই নৃশংসতা,, চোখে না দেখলে সেই সময়ের ভয়াবহতা অনুধাবন করা সম্ভব নয়,,পিলখানা হত্যা কান্ডে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি,,এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আশা করছি।।😢
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য... সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
উনি বিয়ে করেছেন এটাকে আমি সাপোর্ট করি কারণ একজন মানুষ একা জীবন চলতে পারেনা, আমাদের ধর্মেও বিধবা বিবাহ বৈধ! সো ,উনি বাস্তবতা মেনে নিয়েই বিয়ে করেছেন তবে উনি এখনো তার প্রথম ভালবাসাকে ভুলতে পারেন নি তার চোখই তার প্রমাণ, তবে তাকে কেন ফ্ল্যাট দেওয়া হবেনা তার নামে দরকার নেই কিন্তু তার সন্তান ত সেই অফিসারের এটা খুবই অমানবিক 😢
সেনাবাহিনী আমাদের প্রান❤
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
সানজানা সোনিয়া ম্যাডাম যাহা বলেছেন আমার মনে হয় সবই সত্যি বলেছেন আমি একজন সৈনিক ছিলাম মোমিন স্যারকে আমি খুবই ভালোবাসি স্যার আমার জেসিও ক্যাডারের অফিসার ছিলেন।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য... সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
প্রকৃত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা এই প্রোগ্রাম বন্ধ করবেন না প্লিজ.. ধন্যবাদ
আমি জানতে চাই মেজরমমিনের মা বাবা কী পেয়েছে মা বাবা ছেলেকে জান দিয়ে মেজর করেছেন কী পেয়েছেন???😢
আপনার প্রশ্নের উত্তর যথাসময়ে পেয়ে যাবেন।
সন্তানকে মানুষ করা বাবা-মার দায়িত্ব, মা-বাবার ভালোবাসা বা দায়িত্বের বিনিময় মূল্য কখনোই হয় না। আপনারা যারা পার্থিব বিষয়াদি দিয়ে বাবা মায়ের ভালোবাসা, দায়িত্ব কে ছোট করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের জানার কথা যে,শরিয়ত মোতাবেক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির ছেলে মেয়ে বা স্ত্রী ওয়ারিশ থাকলে তারা ওই ব্যক্তির সবকিছুর প্রথম দাবিদার। এরপর বাবা মা। আমি কোথাও আজ পর্যন্ত আমাকে কি দেওয়া হলো কি হলো না সেগুলো নিয়ে আক্ষেপ করিনি। যাচাই-বাছাই করতে যায়নি। এই পুরো ইন্টারভিউ তে আমি শহীদ মেজর মমিনের ওয়ারিশ হিসাবে তখন আমার সদ্য জন্ম নেওয়া এতিম সন্তানের প্রাপ্য নিয়ে কথা বলেছি। তার জীবনের পুরোটা সময় পড়ে আছে। কেউ কি এটা নিয়ে ভেবেছেন একবারও! তার প্রাপ্য বা অধিকার নিয়ে মা হিসাবে আমার যা করার, বলার আমি বলেছি। মা হিসেবে সন্তানের জন্য আমার ভূমিকা যা থাকা উচিত দয়া করে একে ছোট করবেন না।
এই সময় সবার ফ্যামিলির একটা সাক্ষাৎকার চাই ঠিক এরকম ভাবে
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমরা চেষ্টা করছি সবারটা কালেক্ট করতে। যারা রাজি হচ্ছেন তাদেরটা নিচ্ছি।
সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে রাখুন আপডেট পাবেন তবে
মেজর সিনহার হত্যাকাণ্ডের আসামির রায় দ্রুত কার্যকর করা হোক।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
সত্য জানতে চাই আমরা সাধারণ জনতা, কোন নিরপরাধ মানুষ শাস্তি পাক এটা আমরা চাই না, সরকারের অতি দ্রুত এটা নিয়ে কাজ করা উচিত
অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে ভিডিও করলে তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা সুবিধা হবে
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
একটা সন্তান বড় হওয়ার পরে সরকার থেকে কেন জানি মায়ের কোন মর্যাদা করেনা শুধু বউয়ের কথায় চলে।মার কষ্ট সব থেকে বেশি
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
বোন,আপনি কোন নিয়ম সম্পর্কে পুরোপুরি না জেনে এমন মন্তব্য করতে পারেন না। যে কোন ব্যক্তির সন্তান এবং স্ত্রী প্রথম গুরুত্ব পায় সবকিছুতেই। সরকার বা সেনাবাহিনীও এখানে ব্যতিক্রম নয়। বিশেষ করে যখন একজন ব্যক্তির সন্তান বর্তমান থাকে তখন সবচাইতে গুরুত্ব সেই সন্তান পাবে এটাই কি খুব স্বাভাবিক নয়! এখানে সরকার বা সেনাবাহিনী প্রচলিত আইনের মাধ্যমে চলে। কারোর কথায় ওঠা বা বসার প্রয়োজন পড়ে না।
Karon taara jouboner shokol shukh dukkher shathi. Tai tarai priority pai shob kichute r husband maara gele baccha ba bou k to keo e khawate chaina. Ma baba obosshoy important.
ফী আমানিল্লাহ ❤
আপনারা যা পননি তা পেয়েছেন প্রথম আলোর মতি চাচা,,,,😢
@mdsujan.. কি বললেন বুঝলাম না
ইনশাআল্লাহ
অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেদের মতামত দিয়ে, বস্তুত নিজেকেই ছোট করছেন যারা উনার ২য় বিয়ে নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন কথাটা তাদের জন্য।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলুন,,
এই যে শত-শত ছাত্র-জনতা জীবন দিল, অনেকে সারা জীবনের জন্য অন্ধ,, তারা কি কোটি টাকার ফ্ল্যাট পেয়েছে,,
আল্লাহর ইচ্ছায় আপনি দ্বিতীয় সংসার পেয়েছেন,,,,, আলহামদুলিল্লাহ,,
ভাই, আমি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলি এবং এটা বোধ করি বলেই নিজের চাওয়া পাওয়া নিয়ে কোথাও কিছু বলিনি কিন্তু, আমি শুধু আমার সন্তানের প্রাপ্য টুকু নিয়ে বলেছি। ভালো করে শুনে মন্তব্য করবেন।
আর আমি আমার অবস্থান থেকে বলেছি, পরবর্তীতে ছাত্র আন্দোলন সহ যেকোনো হত্যাকাণ্ডের ভিকটিম সবার অধিকার আছে যার যার অবস্থান থেকে বলার। কিন্তু এর পিছনে যে বা যারা যুক্ত ছিলেন তাদের সম্পর্কে তো কিছু বলছেন না আপনি!
@drmdzahid... আহত নিহত শত শত ছাত্র জনতার পরিবারও ক্ষতিপূরণ পাক সেটাই আমরা চাই। বিডিআর হত্যাকান্ডে নিহতদের পরিবারগুলোর ওয়ারিশদের ক্ষতিপূরন তো দেয়ার কথা, তা দেয়া না হলে তো অন্যায় করা হলো, তাই না। তার বাচ্চার প্রতি অন্যায় করার কথা বলেছেন তিনি, এটা বলা তো দোষের না।
I thanks to this lady journalist. Cause she non stop broadcasting interviews of victims other joulanist broadcast one or two interviews millions views then busy with other politics.remove their focus from bdr massacre. Even though I m not military personnel but I feel bad for my those army brothers. They don't deserve it. They were non stop asking for helpthat day 2009 25 February no one go inside to help them. They died with so much anger that what is going on.? Why not anyone not coming to help us. All say permission was granted to go inside. But what about conscience, realization that, I could have been that guy let's go inside help them. They were honest army personnel who died that day but they were given stigma they dishonest but later we saw ziaul Hassan aziz type of persons. Anyway it's their bad luck. Now we want justice for them. Even though I m civilian and live abroad but I can feel for them. Because I also don't meet my relatives long time. And when I was writing it I couldn't hold my tears. May Allah bless all those shahed families
Thanks for your valuable comments. Shadhin media will try their level best. Stay beside us. Subscribe our channel on bell button on notification all be our power.
ম্যাডাম নাকে এটা কি লাগাইছে কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে। আগের মানুষ অনেক কিছুই পড়ত কিন্তু এখন এগুলি পড়লে কেমন জানি বাঝে দেখা যায়।
Amar nani o naaker dui pashe r unar moto naake goina porten. Eigula k naaker noth bole. Amader choto belai jaader taka poisha beshi chilo taader ghorer shob meyei eivabe goina porto, paiye alta nupur pore ghure berato. Tader kaaj o kora lagtona karon kaajer manush rakha hoto. Dada baba rai kaaj korte diten na. 😂
সে বিয়ে করে কোন ভুল করে নি। কেন জীবন একা চলবে নাকি? জীবন চলার পথে তাকে সাহায্য করবে কে, তার সুখে দুঃখে পাশে কে থাকবে ? যারা বাজে কথা বলছেন তারা আসলে বিষাক্ত মানুষ। তারা সবকিছুতে ত্রুটি খুঁজবে।
Very sad😢😢
🥲🥲🥲🥲
চারটা পর্ব করলেন কিন্তু মেজর মমিনের সেই মা এর ইন্টার্ভিউ নিলেন না যার কারণে সেই সময় তার লাশ আইডেন্টিফাইড হয়েছিলো। তার মা বেচে না থাকলে তার বাবা, ভাই বা পরিবারের অন্য কারো ইন্টার্ভিউ আগে নেওয়া উচিত ছিলো।
এই বীর মেজর মমিন যাদের ঔরসে পৃথিবীতে এসেছেন তারাই প্রথম সম্মান পাওয়ার যোগ্য। অথচ সুন্দর সুন্দর মিস্টিভাষী আর বিগত সময়ে নিউজ প্রেজেন্টার ছিলেন এজন্য উনার ইন্টার্ভিউ দিয়েই ৪ পর্ব শেষ করলেন।উনি তো পিলখানাতে ছিলেনও না সেই সময়ে। যে সমস্ত মিসেস ছিলেন তাদের ইন্টার্ভিউ নিতেন।
একটা ব্যাপার মাথায় রাখবেন ইনারা ওয়াইফ কাছে পেয়েছে ১৪ বছর আর মা বাবারা পান ৩০/৩২ বছর।
একটা সন্তান মানুষ করা খুব কঠিন। যা হারিয়েছে সেটা সেই পরিবারের হারিয়েছে। ইনি তো নতুন ঘর সংসার পেয়েছেন।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা সবার সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করছি। অনেকে রাজি হননা কথা বলতে। সেক্ষেত্রে আমরা নিরুপায়। তারপরও আপনার পরামর্শ মনে থাকবে।
সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
@@AbuTalhaPiashu এটা ঠিক বলেছেন।মা বাবার কাছে কেউ যায় না।
@@tafsinatabassum9250 যিনি ইন্টার্ভিউ দিয়েছেন উনি নিজেও চ্যানেলে ছিলেন।
কিন্তু বাবা মাই আসল সাফারার।
ভাই পিয়াশু, আমার পুরা বক্তব্য আপনি মনোযোগ দিয়ে শুনে থাকলে হয়তো বা বুঝতে পারতেন যে আমার স্বামীর লাশ আইডেন্টিফাই করার জন্য তখন আমাকে নিয়ে যাওয়ায় হয় নাই। আমার হেলথ কন্ডিশন খুবই খারাপ ছিল। তাই আমার বদলে উনি সেখানে উপস্থিত থেকে ডেড বডি আইডেন্টিফাই করেছেন। তা না হলে সবসময় স্ত্রীকেই ডাকা হয় স্বামীর লাশ আইডেন্টিফাই করতে। সেটা বড় কথা না যে কে লাশ আইডেন্টিফাই করেছে! কথা হলো যে, একটা সন্তানকে মানুষ করতে মা-বাবার যে কষ্ট ত্যাগ তিতিক্ষা তা কখনোই কোন কিছুর সাথে তুলনীয় নয়। কিন্তু আমি আমার স্বামীকে মাত্র ৭ বছর পেয়েছি(বিবাহিত জীবন আমার শুধুমাত্র ৭ বছর) এবং আমার সন্তান ওর বাবাকে এক সেকেন্ডও কাছে পায়নি, এটা আপনার কাছে কোন বিষয় মনে হলো না!!!! বরঞ্চ যে বাবা-মা উনার সন্তানকে এতবছর ধরে মানুষ করেছেন, এত বছর কাছে পেয়েছেন, এবং উনার আরো সন্তানাদি আছে বিধায় উনারা মৃত সন্তানের কষ্ট কিছুটা হলেও ভুলে থাকতে পারছেন এইটা আপনার বোধোদয় হলো না??? আমার পরের ঘর সংসার আরেকটা হোক এটাতো আমি চাইনি কখনো কিন্তু আমার কপালে এটা লেখা ছিল। তাই বলে আমি আমার অতীত সব ভুলে গিয়েছি আপনাকে কে বলেছে ভাই।আমার কষ্ট তো আপনি বুঝবেন না! কারণ আপনি আমার অবস্থানে নন। সুতরাং নিজের ভাবনা, মূল্যবোধ দিয়ে অন্যকে যাচাই করবেন না।
@@sanzanasonia4439 Madam, it doesn't matter what you are doing or saying.
Some of them always have enough reason to make it questionable.
Just move on...🙂
❤❤❤❤❤
ধন্যবাদ আপনার এক্সপ্রেশনের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
Victim FAMILY gula nia aro besi prochar kora dorkar
we r trying... Subscribe shadhin media on bell button on notification all
Ar bisar Hobe Kobe?
😢
🥲🥲
ধন্যবাদ আপনার ইমোজির জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
Ar Right Answer Only Hasina Deta Parba ?
Thanks for your comments... Subscribe shadhin media on bell button on notification all
Unar death hole major momin ki live thakle 2nd marriage korten na? Of course 2nd marriage korten. Tahole uni korle wrong keno
উনি ২য় ম্যারেজ করায় কোন দোষ নেই। দুএকজন কমেন্টস করে বলেছেন সেটা তাদের পারসোনাল ওপেনিয়ন। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
?????
সেনার মা বাবা কি পেলেন?
গুড আইডিয়া। স্পেশাল এপিসোড করা যেতে পারে
আপনার সব বুজকরে নিয়ে বিয়ে করা উচিৎ ছিলো একটু আপেক্ষা করতে পারলেননা?
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
@@MdimrulalamFarhana ভিডিও টা ভাল করে শুনুন।
বিয়ে করাটাই তো আমার জীবনের উদ্দেশ্য ছিল না যে আমি সবকিছু হাতে বুঝে নিয়ে বিয়ে করবো! ব্যক্তিগত বা সামাজিক জীবনে আমি যে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছি দোয়া করি তা যেন কাউকে কখনো ফেইস করতে না হয়!
আপু এদের কথায় মন খারাপ করবেন না, আপনার কঠিন সময় টা আপনি একাই পার করেছেন, আপনার লড়াই টা আপনি একাই লড়েছেন যা কোনো বিবেকহীন মানুষের পক্ষে বুঝা সম্ভব না, আপনার এইসব মানুষ দের এক্সপ্লানেশন দেয়ার দরকার নাই, কারণ আপনি বললেও এরা বুঝবেনা বা বুঝতে চাইবেনা, আপনি বিয়ে করে উত্তম কাজটাই করছেন, আর বিয়ে তো আল্লাহ প্রদত্ত, আমি জানিনা আপনার জীবন এখন কেমন কাঁটছে, তবে মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেকটা শহীদ পরিবার কে ভালো রাখুক। @@sanzanasonia4439
@@sanzanasonia4439 আপু আপনার বাসা কই আমি আপনার সাতে দদেখা করতে চাই
যমজ বাচ্চা হইসিলো ভাবির মনে হয়
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
উনি বিয়ে করে ভালো করেছেন
Mother of Mafia sheikh hasina hottow
Thanks for your comments. Subscribe shadhin media on bell button on notification all
আপনার ছেলে কত বড় হয়েছে দেখার ইচ্ছা লাগে কেমন হয়েছে দেখতে আপনার মত না কি ভাইয়ের মত।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
ধন্যবাদ বোন, ছেলে আমার দেখতে দুজনের মতোই হয়েছে। কিন্তু সে তার বাবার অনেক গুণ পেয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে ওর বাবার মতো একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে।
বাচ্চা বয়স কত আমরা দেখতে চাই দোয়া করি ও অনেক বর হক
ম্যাডাম আপনার চুলগুলো এত ছোট কেন? হায়রে স্বাধীনতা
জনাব আবরার, প্রতিটি মানুষের নিজের স্টাইলের স্বাধীনতা আছে। সেটাকে সম্মান করুন।
সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করুন
ভাই, কেনো ভাই আপনি কখনও ছোট চুলের মহিলাকে কোথাও দেখেননি! তাহলে কখনও আল্লাহর সাথে সাক্ষাত হলে জিজ্ঞাস করে নিয়েন যে উনার চুল এত ছোট কেনো ছিল! এটার উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবেন। আর মনটা বড় করে স্বাধীনতার অর্থ বোঝেন।
After second marriage you have got some less benefit,what is wrong in it?
Did I talk about any personal benefit anywhere in my speech? Before you wrongly interpret it,listen properly, try to understand what I wanted to say.
@MrDebiprasad.. After her husband’s death, she got marrige, there is no problem in it. But her child is the heir of her husband. Benefits is rights of that child.
Any way try to realise their feelings. Thanks
@@debiprasadchatterjee9240 ohh my god, what's your problem? Get a life, a true agent of awamilegue
Apni ki son ar Kotha vabachan.ki kora ditio Bia korlan.
পুরুষ মানুষ কি বসে থাকে?
@tasnia... এই নারী আপনার পরিবারের কেউ হলে এমনটা বলতেন না... আপনার বোধদয় হোক।
Ajib mentality amader, kothai kothai Nari badi hoie jai r ek jon nari 2nd bia korle dosh hoie jai? Legally hok, religion hok, kothau to bola nai je ek jon bidhoba bia korte parben na,, daitto nibe na keu kintu dosh deu er belai shobai potu.
বোন তাসনিয়া, আমার এবং আমার সন্তানের ব্যক্তিগত জীবন নিয়ে তো আমিই ভাববো, তাই না? আমার স্ট্যাটাসে আপনি কখনও আসবেন না যে আপনি বুঝবেন সেটা। কখনো কারোর বিষয়ে পুরোপুরি না জেনে এই ধরনের মন্তব্য কি করা উচিত?
আপনার লোভ টা একটু বেশি হয়ে গেল না
ভাই ওসমান,আমার সন্তানের প্রাপ্য টুকু দাবি করাতে যদি আপনার কাছে আমি লোভী হই তাহলে হলাম,তাতে আপনার কি যায় আসে বা আমার কি যায় আসে!
দূর থেকে সমালোচনা করা যেমন খুব সহজ তেমনি আমার অবস্থানে এসে আমার পরিস্থিতি বোঝা আপনার মত বিবেকহীন মানুষদের পক্ষে ততটাই কঠিন!
@sanzanasonia4439 আপনি যদি সন্তানের প্রতি মায়া থাকতো তাহলে তো বিয়ে বসবেন না। তখন আমি সহ আপনার জন্য আন্দোলন করতাম।
@@OsmanSawrar
ভাই, আপনি কি আমার লাইফ লিড করছেন যে আমার প্রবলেম আপনি বুঝবেন? মা হিসাবে আমার সন্তানের দেখভাল, ভরণপোষণ, সব আমি ই তো করছি এখনো পর্যন্ত, তাই না!
আমৃত্যু আমিই করে যাব।ওয়ারিশ হিসাবে আমার সন্তান এর যা পাওনা সেটা হুট করে কেনো বন্ধ করে দেওয়া হলো, কেনো সে পাবে না সেটা জানতে চেয়েছি। বুঝে মন্তব্য করবেন আশা করি।
@OsmanSarwar.. আপনি মারা গেলে আপনার স্ত্রী যখন আপনার সন্তানের প্রাপ্যর জন্য লড়াই করবে তখনও কি তাকে লোভী মনে হবে আপনার? মানুষের দুঃখ ফিল করার চেষ্টা করুন, না পারলে অন্তত আঘাত না করুন। এটাই ভদ্রতা এবং আমাদের ধর্মের শিক্ষা...
আসলেই আপু
আহারে জীবন সেনাবাহিনী আমাদের বাংলাদেশীদের জন্য অক্সিজেন নিঃশ্বাস প্রাণ❤❤❤ আহারে জীবন 😢😢😢😢😢
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
💛💚
❤️❤️❤️
সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন
সব সেনা অফিসারের বিধবা স্ত্রী দের কি বিয়ে হয়ে গেছে?
Thik d to tumi biye korcho tumi kayno flat pabay.
আপনার বোনের জীবনে এ ঘটনা ঘটলেও কি আপনি একই কথা বলতেন? এই নারীকে আপনার পরিবারের সদস্য ভাবুন... ধন্যবাদ।
তানভীর, আমি জানিনা তুমি কে? তোমার কয়েকটা মন্তব্যে এটা মনে হল যে তুমি আমার পরিবার সম্পর্কে না জেনে এমন মন্তব্য করেছো। অনুরোধ থাকবে ডিটেইলস জেনে কোন মন্তব্য করতে। আমার বক্তব্যের কোথাও আমি কিন্তু একবারও বলিনি যে কেন আমাকে ফ্ল্যাট বা অন্যান্য সুবিধাদি দেওয়া হয়নি। আমি সব জায়গায় একটা কথাই বলেছি আমার স্বামীর ওয়ারিশ হিসেবে আমার সন্তান কেন তার প্রাপ্য টুকু পায়নি? এটা তার অধিকার। মা হিসেবে যতটুকু তার জন্য বলার বা কিছু করার সেটা আমি অবশ্যই করবো। আমার বা আমার সন্তানের কোন কিছুর সাথে তুমি যেহেতু জড়িত নও তাই অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। কারোর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোন মন্তব্য করতে চাইলে আগে ভালোমতো সব সাইড জেনে তারপর মন্তব্য করা উচিত।
❤
❤️❤️❤️
ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথে থাকুন