ব্রিলিয়ান্টলি বিইউটিফুল ! Branding Bangladesh I Episode:62 I Studio of Creative Arts I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 295

  • @dilaraakhond
    @dilaraakhond 14 วันที่ผ่านมา +19

    এতো মনকাড়া এতো অসাধারণ একটা ভিডিও প্রচারের জন্য কিবরিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডঃ আশির ভাইকে আবার আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অনুরোধ করছি। ❤❤❤❤❤❤

  • @jobaidasultana9156
    @jobaidasultana9156 17 วันที่ผ่านมา +51

    এতো সুন্দর একটা‌এপিসোড দেখলাম স্বরণীয় হয়ে থাকবে। আমার সন্তানদের সাথে শেয়ার করলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @ashrafunakhee4536
    @ashrafunakhee4536 14 วันที่ผ่านมา +26

    আমি উনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মত শুনেছি, আর কতবার কেদে ফেলেছি। কমেন্টস লিখছি এখনও আমি কাঁদছি , শ্রদ্ধেয় স্যার ড. ইউনুসের কথা গুলো শুনে । অসম্ভব শ্রদ্ধা, ভালবাসা আর অনেক অনেক দোয়া আমাদের স্যারের জন্য। আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা আমাদের। আপনিই পারবেন, আপনাকে যে পারতেই হবে স্যার। আল্লাহর কাছে সবসময় আল্লাহ যেন আমার দেশটাকে রহম করে আর আপনি তার উছিলা হোন। আমাদের স্যার ড. ইউনুছ❤❤❤ আমাদের দেশের অন্যতম সোনার ছেলে ড. আছির । ❤❤বিনম্র শ্রদ্ধা আপনাদের মত মানুষদের প্রতি 🙏🙏🙏🙏

  • @ibrahimkhalil3476
    @ibrahimkhalil3476 17 วันที่ผ่านมา +87

    এই এপিসোড দেখে প্রফেসর ড. আশির এর প্রতি শ্রদ্ধায় মস্তক অবনত আমার। ওনাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ...

    • @knowaboutislam-o3h
      @knowaboutislam-o3h 17 วันที่ผ่านมา

      আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা ঠিক নয়।এটা শিরক ও হতে পারে।যার পরিনতি জাহান্নাম।
      এসব কখনও করবেন না।শিরক নিয়ে study করবেন ও ইসলামিক knowledge অর্জন করবেন যাতে গুনাহ থেকে বাচতে পারেন।

    • @sayeedafarhana3383
      @sayeedafarhana3383 14 วันที่ผ่านมา +11

      ভাইয়া আপনার কমেন্টটা খুব পজেটিভ।কিন্তু মস্তক অবনত এটা বলতে হয় না। আমরা মাথা নিচু করি একমাত্র আল্লাহ পাকের জন্য। শ্রদ্ধা প্রকাশের অনেক সুন্দর শব্দ রয়েছে। কিছু মনে করবেন না প্লিজ ।আমি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    • @FatemaAkter-e8d
      @FatemaAkter-e8d วันที่ผ่านมา

      আপনার প্রতিটি কথা খুবই সত্যি।কোন ভুল নেই। ​@@sayeedafarhana3383

  • @shumitaslima1284
    @shumitaslima1284 16 วันที่ผ่านมา +51

    নতুন করে ডঃ ইউনুস সাহেবকে জানলাম।
    আল্লাহ তাঁকে ভাল রাখুন,আমিন।

    • @maheennoor
      @maheennoor 14 วันที่ผ่านมา

      উনার বইগুলি পড়বেন। অনেক কিছু জানবেন। সবচেয়ে কষ্ট লাগে যখন উনাকে বলা হয় সুদখোর। কি ভীষন অশিক্ষিতছিল(আসলে মানষিক প্রতিবন্ধী) ঐ সব সাংবাদিকরা যারা সঠিক তথ্য সাধারন জনগনের সামনে তুলে ধরেনি।

  • @mahfuzahaque706
    @mahfuzahaque706 16 วันที่ผ่านมา +8

    একদমে, এক বসায় শুনলাম পুরো অনুসঠান।কিভাবে সম্ভব। আল্লাহ দীর্ঘদিন উনাদের মতো মানুষদের কাজ করার শক্তি দিয়ে বাচিয়ে রাখুন।

  • @SheelaTarek
    @SheelaTarek 16 วันที่ผ่านมา +13

    আলহামদুলিল্লাহ্, এক কথায় একটা অসাধারণ সময় শেষ হলো। ধন্যবাদ প্রিয় দুই ভাইয়ের জন্য শুভকামনা।♥♥♥♥

  • @jannathulferdous
    @jannathulferdous 16 วันที่ผ่านมา +8

    আজকে গল্পটা সত্যি অসাধারণ। পুরো গল্পটা শোনার পড়ে মনে হলো এই মানুষগুলো শুধুমাত্র ভালবাসা আর সম্মান পাওয়ার যোগ্য। আরজে কিবরিয়া ভাই❤,আশির স্যার❤, ডক্টর ইউনুস স্যার ❤।

  • @amenaakter7848
    @amenaakter7848 17 วันที่ผ่านมา +19

    এতো লম্বা সময়ের কোনও অনুষ্ঠান দেখিনা কিন্ত ওনার পুরাটা অনুষ্ঠান দেখলাম এবং মনোযোগী সহ দেখলাম অনেক ভালো লাগলো।

  • @maksudaakter7954
    @maksudaakter7954 17 วันที่ผ่านมา +21

    আশির স্যারের লেখা নিয়মিত পড়ি। স্যারের গল্প শুনতে অনেক ভালো লাগলো। ভিডিও আরো ১ঘন্টার হলে ভালো হতো।

  • @asiyarahman9725
    @asiyarahman9725 16 วันที่ผ่านมา +6

    প্রফেসার ইউনুসকে সব সময় শ্রদ্ধা করি। এই এপিসোড দেখার পর শ্রদ্ধা আরও বেডে গেলো।

  • @abdulawalchowdhurymasud1839
    @abdulawalchowdhurymasud1839 5 วันที่ผ่านมา +1

    অসাধারণ। আশির স্যারকে চিনি প্রায় ৭-৮ বছর হল। কিন্তু উনি যে গ্রামীণএর একজন অন্যতম ডিরেক্টর এটা জানাই ছিলনা। অসাধারণ মানুশ। শুভকামনা। দেশকে কিছু দিতে এই মানুষগুলোই নিভৃতে কাজ করে যায়, যাদের আমরা চিনিও না। কিবরিয়া ভাইকে ধন্যবাদ এমন একজন অসাধারণ মানুশকে দাওয়াত করার জন্য। উনার জাপান কাহিনি নিয়ে কথা কম হয়েছে। আমি নিজে যেহেতু জাপান ছিলাম, তাই আমি খুব রিলেট করতে পারি। আর জাপান কাহিনি সব আমার পড়া। জাপান যে মানুসকে কি পরিমান বিনয়ী আর সভ্য হতে শিখায় তা যদি শিখে এসে দেশে কাজে লাগায় সবাই, এক অনিন্দ্যসুন্দর দেশ শুধু এই মানুসগুলো দিয়েই বানানো সম্ভব। ❤🎉

  • @রুপকথারশারমিন
    @রুপকথারশারমিন 23 ชั่วโมงที่ผ่านมา

    আমার জীবনে এত সুন্দর শো দেখিনাই। কিবরিয়া ভাই এর শো এত কম সময়ে শেষ করলেন!!! না টেনে এই ফার্স্ট দেখলাম।

  • @CyanoAnjum
    @CyanoAnjum 16 วันที่ผ่านมา +6

    Lokta ki poriman positive. Shune inspire holam. Khubi valo laglo. Real desh premi ra hoyto emoni hoy

  • @rsrakib3942
    @rsrakib3942 13 วันที่ผ่านมา +3

    অসাধারণ ছিল পুরো ভিডিওটা।❤ কখন যে শুরু করলাম আর শেষ হয়ে গেল মোটেও টের পায়নি। ধন্যবাদ RJ Kebria কে এমন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। পরবর্তীতে উনার সাথে আরো কিছু পর্ব করার অনুরোধ রইল।❤🇧🇩

  • @sharminjahan1969
    @sharminjahan1969 16 วันที่ผ่านมา +6

    পুরো সময়টা জুরেই আমি একটা সেকেন্ডের জন্যও বোর হইনি আর এতো এতো ইনফরমেশন আর ডঃ ইউনুস স্যারকেও নতুন ভাবে জানলাম খুব ভালো লাগলো বলে বুজাতে পারবো না ভিডিও দেখে মন ভরলো না আরো দেখতে ইচ্ছে হচ্ছে।

  • @Helal-Poland
    @Helal-Poland 11 วันที่ผ่านมา +1

    ❤❤ ধন্যবাদ কিবরিয়া ভাই, এমন একজন মানুষকে আমাদের সামনে তুলে ধরার জন্য।
    এমন মানুষকে দরকার আমাদের দেশ গড়ায়, দরকার অন্তরবরতী সরকারে।

  • @afrozabegum618
    @afrozabegum618 16 วันที่ผ่านมา +12

    মন মুগ্ধ ভাবে শুনছিলাম আমি এই ভাবে কোন অনুষ্ঠান শুনি নাই

  • @masudaakhter4098
    @masudaakhter4098 4 วันที่ผ่านมา

    অসাধারণ জীবন গল্প! মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি!
    প্রবির বিকাশ সরকার নামের একজন বাংলাদশী লেখক আছেন যিনি দীর্ঘকাল ধরে জাপানে আছেন এবং তাঁর স্ত্রী ও কন্যা জাপানি। তিনি যেমন রবীন্দ্র গবেষক, জাপানের ইতিহাস ও ঐতিহ্য নিয়েও পড়াশোনা করেন, লেখেন। আপনারা প্রবির বিকাশ সরকারকে তাঁর জীবনের কাহিনী ও অভিজ্ঞতা শেয়ার করার করার জন্য আনতে পারেন।

  • @henaskitchen7417
    @henaskitchen7417 16 วันที่ผ่านมา +12

    কোন লেভেলে না এই একটাই উক্তি দিয়ে সব বুঝিয়ে দিলেন।আজ আরো একবার গর্ববোধ করছি যে ডক্টর ইউনুচের মত ব্যক্তি আমার দেশ পরিচালনা করছে❤

  • @farjanashahrin7247
    @farjanashahrin7247 12 วันที่ผ่านมา +2

    Ashadharon, speechless, Thanks to kibria vai for giving us such a wonderful video.want more this type of videos vai.And respect and salute to Dr.Ashir.

  • @asmaakterrupali
    @asmaakterrupali 7 วันที่ผ่านมา

    অসাধারণ জীবনের গল্প। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক গল্প শুনতে পেরেছি। ধন্যবাদ এই অনুষ্ঠানের ডিরেক্টর ,আর জে কিবরিয়া এবং সকল কলাকৌশলীদের।

  • @trq01rsl
    @trq01rsl 6 วันที่ผ่านมา

    We learned many things about Social Business ideas from Dr. Md. Younus and His brilliant Associates' Team along with the vindictive attitudes of political bigshots against them.
    May Almighty Allah bless Dr. Md. Younus & His team members to redefine Bangladesh as an independent, corruption-free, progressive & proud nation.

  • @happyakter8635
    @happyakter8635 13 วันที่ผ่านมา +6

    আলহামদুলিল্লাহ,
    আমরা দেরিতে হলেও আমাদের রত্ন ড. ইউনুস স্যারকে পেয়েছি...🙂

  • @MEGAJIN.
    @MEGAJIN. 17 วันที่ผ่านมา +10

    অনেকদিন অপেক্ষায় ছিলাম একটি ভিডিওর জন্য।
    thank you Rj kibria vai

  • @YasinAnimates1425
    @YasinAnimates1425 10 วันที่ผ่านมา +1

    What a personality.May Allah bless you.Waiting for another achievement.

  • @lailirozario4952
    @lailirozario4952 5 วันที่ผ่านมา

    অসাধারণ, মনের মতো করে বলেছেন ভাইয়া।মনদিয়ে সম্পুর্ণ কথা গুলো শুনেছি আর হেসেছি। অনেক মানুষের উপকারে আসবেন। এমন বড় বড় সফল তা তুলে আনবেন ❤❤️

  • @sabihasuchi8554
    @sabihasuchi8554 16 วันที่ผ่านมา +3

    Yunus sir asolei ekta valo manus onar sobar sathe valo babohar ar sundor vasa ee bole dei tini onek vodro❤❤❤

  • @AmatulQayyum
    @AmatulQayyum 12 วันที่ผ่านมา +1

    দারুণ।অনবদ‍্য।আমরা কেন মেধার মূল‍্যায়ন করতে কার্পণ্য করি।আসুন উদার হই এবং সবার জ্ঞানকে সন্মান করি।দেশকে ভালবাসি।ডঃ আশিরকে সালাম জানাই।আরো উন্নতি করুন🤲🤲🧡

  • @amatullah_bint_abdullah
    @amatullah_bint_abdullah 17 วันที่ผ่านมา +8

    মুগ্ধ হয়ে পুরো ভিডিও টা শুনছি। অনেক কাছ থেকে স্যার কে দেখেছি, স্যারের একটা বড় গুন হলো কখনো কারো নাম ভুলে যান না। যেটা গ্রামীণ ব্যাংকের আবাসিক ভবন তার নিচ তলায় স্যার থাকতেন কোন এসি বা অন্য কোন বাড়তি সুবিধা ছাড়া। খুবই সাধারণ জীবনযাপন করতেন। একজন এমডির কত চাহিদা থাকে কিন্তু এসব নিয়ে স্যারের কোন চাহিদা বা অভিযোগ কখনো ছিলনা।

  • @jubaersiam
    @jubaersiam 11 วันที่ผ่านมา

    অসাধারণ গল্প। আসির স্যার,দোয়া রাখবেন আমাদের জন্য এবং আর জে কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একজন মানুষের গল্প সামনে আনার জন্য।গল্পটা শুনে আমি সত্যিই অনেক ইন্সপায়ারড হয়েছি,আসলেই প্রত্যেককে মহান সৃষ্টিকর্তা ঐ ব্যাক্তির জন্য নিজস্ব প্রতিভা দিয়ে পাঠিয়েছেন।
    আসলে এমন গল্প শুনলে নিজের মাঝে আশা ভরসা জেগে ওঠে যে না আমার দ্বারা বা আমাদের দ্বারা ও সম্ভব।এতো এতো হতাশার মধ্যে থেকে একটি বিশাল রকমের সম্ভাবনা যে আমার বা আমাদের ও আছে এমন উপলব্ধি হয়।
    অনেক অনেক ধন্যবাদ সবাইকে।মন থেকে দোয়া নিবেন স্যার এবং আপনারা যেনো দেশের জন্য এবং মানুষের কল্যাণে আরো বেশি করে কাজ করতে পারেন তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
    কারণ আপনারা পুরো বিশ্ব এবং দেশের সম্পদ,আপনারা থাকলে আগামীর প্রজন্ম এগিয়ে যাবে।
    কোন কিছু ভুল হলে ক্ষমাপ্রার্থী সবার কাছে।

  • @tahminahomes4571
    @tahminahomes4571 7 วันที่ผ่านมา

    অসাধারণ লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। স্যালুট।

  • @hamidurrahman5348
    @hamidurrahman5348 16 วันที่ผ่านมา +4

    মন ভরে গেল, কিন্তু আরও জানার আগ্রহ থেকে গেল

  • @zakirahmed7984
    @zakirahmed7984 13 วันที่ผ่านมา +2

    A beautiful dreamer story, I'm really happy....
    And more than happy if I would get opportunity in This global family network, highly appreciated this Grameen family network.
    And one we can reach much peace and smile network......
    I feel proud to seen it..... alhamdulillah

  • @zakariahabib
    @zakariahabib 17 วันที่ผ่านมา +10

    সুন্দর এপিসোড। নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত

  • @saifultalukder525
    @saifultalukder525 15 วันที่ผ่านมา +3

    ছো বিউটিফুল ছো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ❤️❤️❤️ মন ভরে গেলো❤️❤️

  • @GazipurLaptopCorner
    @GazipurLaptopCorner 17 วันที่ผ่านมา +8

    খুবই ভালো লেগেছে আসলেই একজন সাদা মনের মানুষ।

  • @WaliullahRaju
    @WaliullahRaju 16 วันที่ผ่านมา +5

    মনোমুগ্ধকর পরিবেশনা

  • @sharminakter-df7wr
    @sharminakter-df7wr 10 วันที่ผ่านมา +1

    কথার ভেতর এত নম্রতা গল্পটা শুনতে খুব ভালো লাগছে।

  • @asmaakter5656
    @asmaakter5656 16 วันที่ผ่านมา +1

    Very nice to know about him and proud of dr Muhammad Younus. Thank you!

  • @maksudurrahaman852
    @maksudurrahaman852 7 วันที่ผ่านมา

    আশির স্যারের প্রায় গল্পই আমার জানা। তবে নিজ মুখে শুনতে পুরনো মনে হলো না। ❤from Nagoya, Japan.

  • @mayasultana2481
    @mayasultana2481 16 วันที่ผ่านมา +3

    Aro long holeo boring lagto na. Mone hochsilo aro suni. Ami nijeo japan thaki 15 yrs.

  • @AIslam-ow7vz
    @AIslam-ow7vz 17 วันที่ผ่านมา +7

    ভাইয়া উনার কথা বার্তা খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া

  • @nasimabegum2770
    @nasimabegum2770 8 วันที่ผ่านมา

    Love to know, you born in Sylhet.You are Very witty and your life journey is praiseworthy. Salam both of you

  • @YathiqLeather
    @YathiqLeather 11 วันที่ผ่านมา

    আলহামদুল্লিল্লা অনেক ভালো লাগলো এই এপিসোড
    আমাদের দেশে ডাঃ দের সঠিক মূল্যায়ন না থাকায় আমার ইচ্ছে ছিল দেশের বাহিরে পাঠানোর জন্য ।কিন্তু ছেলে যদিও রাজি না, ওরা যে জেনz দেশকে যে ওরা কত খানি ধারণ করে ওদের সাথে কথা না বললে বুঝার উপায় নেই মাসাআল্লাহ্

  • @ashekalahi3289
    @ashekalahi3289 16 วันที่ผ่านมา +9

    ড.ইউনুস স্যার সত্যি অসাধারণ।❤❤

  • @Nargis_Islam808
    @Nargis_Islam808 16 ชั่วโมงที่ผ่านมา

    আমি শুধু ভাবি,
    আল্লাহ আপনি, উনাকে বাঁচিয়ে রাখবেন তো আমাদের জন্য।

  • @syedarahman149
    @syedarahman149 15 วันที่ผ่านมา +1

    Great story! I salute both of you brother . I saved this video.

  • @drnisho
    @drnisho 12 วันที่ผ่านมา

    Love this episode. Feeling proud of Mr Ashir and Dr Yunus.

  • @oleandergarden
    @oleandergarden 12 วันที่ผ่านมา +2

    মহম্মদ ইউনুস'র মত বুদ্ধিমত্তা সমূর্ণ এবং দুনিয়াদারি যে ভাবে বোঝেন এমন একজন প্রধান উপদেষ্টা আমরা পেয়েছি, আমাদের অসুস্থ দেশকে সুস্থ করার প্রচেষ্টায়! এটা আমরা কিছুতেই যেন না ভুলি। পৃথীবির কোনো দেশ এমন Leader পায় নাই।

  • @ProGamer-ki8hi
    @ProGamer-ki8hi 3 วันที่ผ่านมา

    খুবই ভাল লাগল। আবার চাই ওনাকে ❤

  • @sffhkkk-u
    @sffhkkk-u 14 วันที่ผ่านมา +2

    আল্লাহ আমাদের উপদেষ্টা কে দীর্ঘ হায়াত দান করুক

  • @taslimabegum2304
    @taslimabegum2304 11 วันที่ผ่านมา +4

    এই ভাই কে অনেক অনেক ধন্যবাদ, কিবরিয়া ভাইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।আমি আশা করবো যারা আমাদের দেশের গৌরব, দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। কিন্তু সরকারের খামখেয়ালি পনায় করতে পারেন নি, এখন এসে সবার মেধা দিয়ে,এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করবেন।সবার কাছে এই আশায় র‌ইলো।

    • @ProGamer-ki8hi
      @ProGamer-ki8hi 3 วันที่ผ่านมา

      সত্যিই খুব ভাল লাগল খুব মনোযোগ দিয়ে পুরোটাই শুনলাম❤

  • @JesminAkterJui-rh8nb
    @JesminAkterJui-rh8nb 17 วันที่ผ่านมา +2

    অসাধারণ! অনেক তথ্য জানলাম আজ।

  • @a.s.m.shafique4636
    @a.s.m.shafique4636 16 วันที่ผ่านมา

    Alhamdulillah... May Allah SWT bless him and his family always with good health and happiness. ❤

  • @Voice_louder
    @Voice_louder 8 วันที่ผ่านมา

    স্যার এত মৃদুভাষী মাশাল্লাহ ।তাঁর বক্তব্যে সব ছিল।

  • @dynamicsumon2209
    @dynamicsumon2209 16 วันที่ผ่านมา +5

    তোমাদের দেশে কি মেগডনাল আছে, তোমাদের দেশে কি মরন চাঁদের দই আছে।। লাইনটা মনে থাকবে সারা জিবন জা নাই তা নিয়ে নাহ ভেবে যা আছে তা নিয়ে ভাবা উচিত ❤❤❤♥️ সালাম জানায়ই আপনাদের মতন দেশ প্রেমিদের ❤

  • @doctorabedakhatun1025
    @doctorabedakhatun1025 8 วันที่ผ่านมา

    I totally agree with U, Dr. Yonus is a different class, fortunately I met him very closely.

  • @abduljalil5829
    @abduljalil5829 4 วันที่ผ่านมา

    I met him onetime at 2010 we had half an hour for lunch together with the chair person Gramin communication. He is a nice man. It was social time.

  • @krishnadas6507
    @krishnadas6507 17 วันที่ผ่านมา +5

    I amAssamis from Assam (india) Guwahati Good video

  • @RaselAhmed-hp3zy
    @RaselAhmed-hp3zy 12 วันที่ผ่านมา

    Kibria vai ami mon theke bolsi apnar ai episodes sone amr mon onek blo hoye jai

  • @tabassum2024
    @tabassum2024 16 วันที่ผ่านมา +1

    Alhamdulillah such a genius person and soft spoked and feel so proud of Dr. Yunus. Motivated about his simple lifestyle.

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 12 วันที่ผ่านมา +1

    এই গল্পগুলো শুনতে আমার খুব ই ভালো লাগে ❤

  • @mahadihasanchowdhury3238
    @mahadihasanchowdhury3238 17 วันที่ผ่านมา +2

    MashaAllah ❤
    What a beneficial video....

  • @hamderabbi8648
    @hamderabbi8648 9 วันที่ผ่านมา

    আপনাদের কাজের সুফল যেন আমার ঘর পর্যন্ত পৌঁছায় সেই দোয়া করি।

  • @user-qb9td3hn9n
    @user-qb9td3hn9n 15 วันที่ผ่านมา

    Much appreciated for changing the title of the episode .

  • @kanaakther478
    @kanaakther478 10 วันที่ผ่านมา

    Salute to Dr. Ashir Sir.......
    Aami aapner sathey kotha boltey chaai......
    So, plsssss🙏🙏🙏🙏🙏🙏

  • @abulhussainnh6171
    @abulhussainnh6171 17 วันที่ผ่านมา +3

    That’s how genius tells the story!

  • @TanjinaAkter-cy7rd
    @TanjinaAkter-cy7rd 13 วันที่ผ่านมา

    Waiting for many days we can Know such a great sir❤

  • @selinaakter-t9p
    @selinaakter-t9p 11 วันที่ผ่านมา

    অনেক ভালো লেগেছে, কথাগুলো। আলহামদুলিল্লাহ 🇧🇩

  • @khadibasulhanmomo7462
    @khadibasulhanmomo7462 15 วันที่ผ่านมา

    অসাধারণ সুন্দর,
    নতুন করে জানলাম ড. ইউনুস স্যার'কে....

  • @noorisdedrn6100
    @noorisdedrn6100 16 วันที่ผ่านมา

    ❤Dear kibria vi aponr jonnu dr Asik vy er golpo suna onk valo laglo .

  • @SajjadulAlam-w7z
    @SajjadulAlam-w7z 13 วันที่ผ่านมา +1

    What a beautiful episode!

  • @Shorna-1234
    @Shorna-1234 15 วันที่ผ่านมา

    What a beautiful episode !!Thank you ❤

  • @rana.akash0003
    @rana.akash0003 17 วันที่ผ่านมา +1

    How easily someone’s character can be manipulated! Those who doubt Dr. Muhammad Yunus should research his life and work independently to understand the true story. If personal research isn’t possible, then one should avoid baseless allegations against someone like Dr. Yunus, especially based on claims from any political parties. Thanks, RJ Kebria & Ashir Ahmed for such episodes.

  • @hosnearakhan2758
    @hosnearakhan2758 16 วันที่ผ่านมา

    Ekta awesome episode onek kichu jante parlam.

    • @hosnearakhan2758
      @hosnearakhan2758 16 วันที่ผ่านมา

      Ekta awesome episode ❤❤❤ onek kichu jante parlam

  • @nazmaparveen7555
    @nazmaparveen7555 11 วันที่ผ่านมา

    Awesome podcast regarding dr Asir.

  • @ibrahimkhan-ew8du
    @ibrahimkhan-ew8du 13 วันที่ผ่านมา

    proud of you Dr. Ashir Ahmed from Motlob north, Chandpur.

  • @mdsanwar3741
    @mdsanwar3741 6 วันที่ผ่านมา +1

    কিবরিয়া ভাই উনাকে নিয়ে আরেকটা এপিসোড বানান❤❤❤

  • @kohinoor9871
    @kohinoor9871 17 วันที่ผ่านมา +2

    Branding Bangladesh এর জন্য শুভকামনা।

  • @snigdhaslife1878
    @snigdhaslife1878 16 วันที่ผ่านมา

    বাস্তব ঘটনা আরো বিস্তারিত ভাবে শুনলে ভালো হতো। হুমায়ূন আহমেদ কিন্তু সবার বিপরীতে ড.ইউনূস স্যারকে অনেক সাপোর্ট করে বইয়ে লিখেছেন।কতো উন্নতি হতো দেশের দশের অথচ কি করলো আফালীগ

  • @nazmaparveen7555
    @nazmaparveen7555 11 วันที่ผ่านมา

    One of the most living legends, Dr. Unus sir.

  • @mohammadhasibulhassan9107
    @mohammadhasibulhassan9107 17 วันที่ผ่านมา +9

    আসসালামু আলাইকুম,
    কিবরিয়া ভাই কে একটি বিশেষ অনুরোধ রইলো। আপনার সকল প্রোগ্রাম গুলা খুবি সুন্দর এবং তথ্যবহুল কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো কারনে বিরক্তিকর মনে হচ্ছে তাই বিশেষ অনুরোধ বিজ্ঞাপনের মাত্রা একটু কমানো যায় কি না।

  • @azamqaderiofficial6724
    @azamqaderiofficial6724 16 วันที่ผ่านมา +4

    শেখের বেটি ড. ইউনুসের মত মানুষ কে কষ্ট দেয়ার জন্যও হলেও মনে হয়, তার শেষটা খুব খারাপ হবে!
    আশিক ভাই কাঁদছিলেন কিন্তু!

  • @RahmanTahrimaMita
    @RahmanTahrimaMita 16 วันที่ผ่านมา

    ডক্টর ইউনুস স্যার কে সালাম রইল।
    আল্লাহ তাকে সুস্থ ও ভালো রাখুন।

  • @Omarfarukanas
    @Omarfarukanas 8 วันที่ผ่านมา

    মুগ্ধ হয়ে শুনছিলাম ❤️

  • @raziasultanamimi6411
    @raziasultanamimi6411 8 วันที่ผ่านมา

    Seriously, brilliantly beautiful

  • @riyajhossen841
    @riyajhossen841 16 วันที่ผ่านมา

    Best podcast ever.

  • @iffatfarzana65
    @iffatfarzana65 15 วันที่ผ่านมา

    Thanks a lot for sharing this motivational message to your channel RJ kibria Sir. Dr Ashir is a great asset to Both countries! I am curious to know if he still has connections to his 1st Japanese family?
    Waiting to see Dr Md Yusuf sir in your show to know his life story from him since very grateful to Ashir sir to inform us about his real life story with him.Thanks

  • @Janna2069
    @Janna2069 17 วันที่ผ่านมา +1

    খুব অবাক হলাম, শুনে। ধন্যবাদ দুজনকেই।

  • @L9qR2BxztW8dM
    @L9qR2BxztW8dM 13 วันที่ผ่านมา

    দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এমন একজন মানুষ! আমাদের গর্বের ধন!
    অন্যের কষ্ট যাকে কষ্ট দেয় সেই তো বড় মনের মানুষ। মানুষের মনটা যখন বড় হয় স্বপ্নটাও তখন বড় হয়। পৃথিবী তখন তাঁর স্বপ্নের জন্য অনেক বড় জায়গা করে দেয়।
    ৮৮'র বন্যা, জাপানে সেই পরিবারের সঙ্গে তাঁর দৈব যোগাযোগ, এবং তার পরের ঘটনা পরম্পরা - মাঝে মাঝে মনে হয় জীবন নাটকের চিত্রনাট্য আগে থেকেই কি কেউ লিখে রেখেছেন!

  • @fahmidamajid1650
    @fahmidamajid1650 8 วันที่ผ่านมา

    ওহ মাই গড ! বিদ্বেষ পূর্ন মনোভাবের কারনে বাংলাদেশের আঁশে পাশে সবদেশে পোর্টেবল মিনিট ক্নিনিক দেয়া সম্ভব হয়েছে শুধু বাংলাদেশ ছাড়া 😢😢😢

  • @sharifahamid3809
    @sharifahamid3809 16 วันที่ผ่านมา +3

    এই গল্পের সকলের জন্য দোয়া ও ভালোবাসা নিরন্ত।

  • @altafhossenmilon1172
    @altafhossenmilon1172 11 วันที่ผ่านมา

    Professor Dr.Yunus is our pride❤️❤️❤️

  • @anwarzahed
    @anwarzahed 13 วันที่ผ่านมา

    In sha Allah good time will come again in Bangladesh..

  • @onnahitaoishe8312
    @onnahitaoishe8312 14 วันที่ผ่านมา +2

    Next episode a Dr. Younush ke dekhte chay❤❤

  • @mohiuddinahmed8455
    @mohiuddinahmed8455 16 วันที่ผ่านมา +2

    দীর্ঘজীবি হন। আমিন।

  • @kabirhumayun6628
    @kabirhumayun6628 17 วันที่ผ่านมา +8

    মুগ্ধ হয়ে পুরো ভিডিও টা শুনছি। অনেক কাছ থেকে স্যার কে দেখেছি, স্যারের একটা বড় গুন হলো কখনো কারো নাম ভুলে যান না। যেটা গ্রামীণ ব্যাংকের আবাসিক ভবন তার নিচ তলায় স্যার থাকতেন কোন এসি বা অন্য কোন বাড়তি সুবিধা ছাড়া। খুবই সাধারণ জীবনযাপন করতেন। একজন এমডির কত চাহিদা থাকে কিন্তু এসব নিয়ে স্যারের কোন চাহিদা বা অভিযোগ কখনো ছিলনা।

  • @farjanaakhoond7967
    @farjanaakhoond7967 17 วันที่ผ่านมา +1

    Excellent episode, thanks

  • @morshinaakter6998
    @morshinaakter6998 16 วันที่ผ่านมา +4

    ওনাকে এই সরকার কাজে লাগাইতে পারে ।❤❤❤❤❤❤❤❤❤❤❤